জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি জাভা গেম গেমটি একবার খেললে বার বার খেলতে চাইবেন |
- জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি জাভা গেম গেমটি একবার খেললে বার বার খেলতে চাইবেন
- ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের গণিত এ্যাসাইনমেন্ট | SSC Assignment 2021 1st Week Answer
- এবার Offline এ অনেক সহজ ভাবে কার্টুন ভিডিও বানান।
- দেখুন কী ভাবে পর্ণ সাইট ব্রাউজ করা বন্ধ করবেন।
- ১৫ হাজারের মধ্যে বেশ ভালো একটি Gaming মোবাইল ফোন (Realme C25)
- চলে এসেছে Xiaomi এর পক্ষ থেকে আরেকটি Smart Band(Mi Band 6)
- কীভাবে শুধু CSS দিয়ে Glowing Text তৈরি করা যাই।
- ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের বাংলা এ্যাসাইনমেন্ট | SSC Assignment 2021 1st Week Answer
- ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের পৌরনীতি ও সুশাসন এ্যাসাইনমেন্ট | Hsc Assignment 2021 1st Week Answer
- How to create a Professional Youtube Banner || PixelLab || মোবাইল দিয়ে ইউটিউব ব্যানার ডিজাইন
জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি জাভা গেম গেমটি একবার খেললে বার বার খেলতে চাইবেন Posted: Trickbd.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশাকরি সবাই ভালো আছেন ? আর ভালোই বা থাকবেন না কেন ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে যেমন আপনি ভালো আছেন আজকে আমি নতুন একটি গেমিং পোষ্ট নিয়ে হাজির হয়েছি সবাই ধৈর্য সহকারে পরুন সবার কাজে আসতে পারে অনেকেই হয়তো টাইটেল দেখে বুজে গেখে আজ কি নিয়ে পোষ্ট করবো ,, পোষ্টের নাম : জাভা ইউজার দের জন্য নিয়ে আসলাম দারুন একটি জাভা গেম তো এবার কাজের কথায় আসি,,, এই গেমটি একে বারেই প্রিন্স অফ প্যারিস মতো জাভা গেম এই গেমটি একবার খেললে ,,,,বারবার খেলতে ইচ্ছা করবে,,,, বিশ্বাস না হলে নিচে গিয়ে গেমটির স্কিশর্ট দেখুন তার পর নিচের ss দেখুন তার পর নিচের ss দেখুন তার পর নিচের ss দেখুন তার পর নিচের ss দেখুন তার পর নিচের SS দেখুন তার পর নিচের ss দেখুন তার পর নিচের ss দেখুন তার পর নিচের ss দেখুন এবার লেভেল 2এর ss দেখুন তার পর নিচের ss দেখুন তার পর নিচের Ss দেখুন তার পর নিচের ss দেখুন স্কিশর্ট তো দেখা শেষ এবার গেমটি নিচের লিংক থেকে ডাউনলোড করুন ডাউনলোড লিংক আশা করি পোষ্ট টা আপনার কাছে ভালো লেগেছে। আবারো বলছি পোষ্ট ভালো লাগলে পোষ্ট লাইক কমেন্ট করতে ভুলবেন না * The post জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি জাভা গেম গেমটি একবার খেললে বার বার খেলতে চাইবেন appeared first on Trickbd.com. |
Posted:
★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}} The post ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের গণিত এ্যাসাইনমেন্ট | SSC Assignment 2021 1st Week Answer appeared first on Trickbd.com. |
এবার Offline এ অনেক সহজ ভাবে কার্টুন ভিডিও বানান। Posted: 16 Jun 2021 10:05 AM PDT আসসালামু আলাইকুম। আমি ফাহাদ “আল্লাহ তায়ালার ” রহমতে আসা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি TrickBD তে নতুন সদস্য। তো চলুন শুরু করা যাক। আমি এই পর্বে আপনাদের একটা App এর সাথে পরিচয় করাব। যার মাধ্যমে আপনারা Offline এই কার্টুন বানাতে পারবেন । App টি আপনারা Play Store এ পাবেন না । আমি এর Link টা নিচে দিয়ে দিচ্ছি Download করে নিয়েন । App name – TELLAGAMI Screenshort অনুযায়ি কাজ করুন। App টা Open করেন Create এ click করেন। Screenshort অনুযায়ি কাজ করেন। এখানে আপনারা মানুষ এর একটা ছাপ দেয়ে আছে। সেটা তে Click করুন।এবার যেটা তে গোল চিনহ আছে সেটার মাধ্যমে আপনারা Gender. change করতে পারবেন। এর বাকি গুলাতে Colour hair eai shose tshirt etc. change করতে পারবেন। আবার background এ click করুন এতে আপনারা এটার Background change করতে পারবেন। আর ব্রাশ এ Click করে আপনারা কোনো কিছু লিখতে পারবেন। যেমন দেখেন আমি আমার নাম লিখেছি। এবার আপনারা back এ click করে Message এ click করুন তারপর sound লিখা আছে সেটাতে আপনারা Sound পরবর্তন করতে পারবেন। এবার Record এ Click করুন। এখন আপনি যা Record করতে চান সেটা বলুন এবং Stop এ click করুন।আপনি শুধু আটাতে ৩০ সেকেন্ড কথা Record করতে পারবেন।
আসসালামু আলাইকুম। The post এবার Offline এ অনেক সহজ ভাবে কার্টুন ভিডিও বানান। appeared first on Trickbd.com. |
দেখুন কী ভাবে পর্ণ সাইট ব্রাউজ করা বন্ধ করবেন। Posted: 16 Jun 2021 10:05 AM PDT আসসালামু আলাইকুম।আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুল্লিয়াহ ভালোয়াছি আছি।
আমাদের সবার মধ্যে কেউ কেউ কিছুটা হলেও এবং সুখময় করেছে। কিনতু আমরা এর খারাপ দিকের সাথে মাঝে মাঝে জড়িয়ে পড়ি। খারাপ দিন গুলোর মধ্যে পর্ণ সাইট গুলো একটা । এগুলো আজ এততাই সহজ লোভ্য হয়ে গেছে যে একটা ছোট বাচ্চাও আনায়াসেওই এই গুলো পেয়ে যেতে পারে। এই গুলো দেখা ধর্মীও দিন দিয়ে নিষিদ্ধ আবার বৈজ্ঞানিক ভাবেও নিষেধ করা আছে । গবেষনাই পাওয়া গেছে যে এই গুলো দেখার ফলে আমাদের স্মৃতি শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে। আসুন আমরা সকলে সচেতন হয়। মনে হয় অনেক কথা বলে ফেলেছি যা আমার বলা ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দিবেন। আমি অযথাই বেশি কথা বলে ফেললাম। আমাকে ক্ষমা করবেন। এবার কাজের দিকে আসি। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি পর্ণ সাইট ভিজিট করা থেকে বিরত থাকতে পারবেন। আমি সার্চ করলেও আপনি কোনো পর্ণ সাইট পাবেন না। নিচে কয়েকটি উদাহরণ দেখে নিন। আমি কয়েকটা পর্ণ সাইট এর নাম লিখে সার্চ দিয়েছি কিন্তু সেগুলোর মধ্যে কোনোটাই আসছে না।
এই কাজটি আপনি অনেক সহজেই করতে পারবেন। এটা করার জন্য আপনাকে আলাদা করে কোনো আ্যাপ ডাউনলোড করা লাগবে না। তো চলেন শুরু করি। প্রথমে আপনা নিচের দেয়া লিংকটাতে প্রবেশ করেন https://www.google.com/preferences
তারপর এই রকম একটা পেজ পাবেন। আপনার যদি বাংলতে আসে তাহলে আপনি (অনুপযুক্ত ফলাফল ফিল্টার করুন) ঘর টি সিলেক্ট করুন। তারপর সেভ করে নিন। আর যদি ইংরেজীতে আসে তাহলে (Filter explicit results) সিলেক্ট করুন। তারপর Save করে নিন। এখন আপনি আপনার ব্রাউজার থেকে কোনো এডাল্ট সাইট এ ঢুকতে পারবেন না । আসা করি পোষ্টটি সবার ভালো লেগেছে । কোনো ভুল হলে আসা করি ক্ষমা করেন দিবেন । The post দেখুন কী ভাবে পর্ণ সাইট ব্রাউজ করা বন্ধ করবেন। appeared first on Trickbd.com. |
১৫ হাজারের মধ্যে বেশ ভালো একটি Gaming মোবাইল ফোন (Realme C25) Posted: 16 Jun 2021 10:05 AM PDT আসসালামু আলাইকুম ।আসা করি সবাই অনেক ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে ভালোই আছি । আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে, নতুন কিছু শিখতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।
আজকে আমি যে স্মার্টফোনটির ব্যাপারে বলতে যাচ্ছি (Realme C25). এটি C সিরিজের আরো একটি নতুন স্মার্টফোন। এটি একটি মিডরেঞ্জ বাজেটের একটি স্মার্টফোন যা কয়েকদিন আগে বাংলাদেশের বাজারে চলে এসেছে। এটি ২টি ভেরিয়েন্ট এ লঞ্চ করা হয় 4/64 GB এবং 4/128 GB. 4/64 এর মূল্য হলো ১৩৯৯০টাকা এবং 4/128 এর মূল্য হলো ১৪৯৯০ টাকা । এই বাজেটের মধ্যে আরো অনেক স্মার্টফোন রয়েছে । তাছাড়াও এই বাজেটের মধ্যে রিয়েলমিরই আরো অনেক স্মার্টফোন রয়েছে । কিন্তু তারপরেও কেনো আপনি এই স্মার্টফোনটী নিতে পারেন কী নতুন নিয়ে এসেছে এটি? এই স্মার্টফোনটির পেছের 48MP এর ক্যামেরা রয়েছে। ভেতরে মিডিয়াটেকের Gaming Processor রয়েছে, বিশাল বড় ব্যাটারি। এই সমস্ত কারনে আপনার ভালোও লেগেও যেতে পারে । চলুন আরো বিস্তারিত ভাবে জানার চেষ্টা করি এই স্মার্টফোনটির ব্যাপারে। এই স্মার্টটি সম্পর্ন পলিকার্বনেট বা প্লাস্টিক বিল্ড। তবে এটি একটূ বেশ মোটা এবং বেশ কিছুটা ভারি কারন হচ্ছে ইহার ভেতরে 6000 mah এর ব্যাটারি আছে । রেগুলার পোর্টস আর বাটন সব কিছু আছে তবে এখানে সেকেন্ডারি নয়েজ ক্যানছেলেসন মাইক দেওয়া হয় নি । এনং এখানে USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। মোবাইলটির পেছোনে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেনসর । যেটি বেশ সেনসিটিভ । এটির Display তে রয়েছে 6.5 inch IPS LCD Touchscreen. Resolution: HD+ 720 x 1600 pixels (270 ppi) রিয়েলমির পক্ষ থেকে বিভিন্ন স্মার্টফোনে এই ডিসপ্লেটাই ব্যাবহার হতে দেখেছি একই ডিসপ্লে বলা যেতে পারে। এখানে নতুন কিছু পাওয়া যাচ্ছেনা । এই ডিস্প্লের Brightness তা Indoor এর জন্য যথেষ্ট তবে Outdoor আর কিছুটা হলে ভালো হতো। এর কালার রিপ্রোদাকশান মোটা মোটি ভাবো তবে শার্পনেশ এর কিছুটা ঘাটতি রয়েছে। এর Display তে কোনো ধরনের Protection ব্যাবহার করা হয়েছে কীনা তা জানানো হয় নি। Protection দিক বা না দিক আপনি নিশ্চয় ব্যাবহার করবেন। বলেছিলাম এই স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে দুইটি ভেরিয়েন্ট এ এসেছে র্যাম দুটোতেই ৪ জিবি Storage একটাতে ৬৪ আর একটাতে ১২৮। এর Storage type eMMC 5.1 Processor হিসেবে পাচ্ছেন Mediatek Helio G70 (12 nm) । যা আমরা Realme C3 তেও ব্যাবহার হতে দেখেছিলাম। Operating System হিসেবে পাচ্ছেন Android 11 (Realme UI 2.0) GPU হিসেবে থাকছে Mali-G52 2EEMC2 এই ফোনে আপনি PUBG HD/HIGH গ্রাফিক্স এ খেলতে পারবেন। কিন্তু ব্যালেঞ্চ setting এ খেললে অনেক বেটার ভাবে খেলতে পারবেন । তবে কিচ্ছুক্ষন খেলার পর কিছুতা ল্যাগ দেখতে পাবেন । যারা কম বাজেটের মধ্যে ভালো একটি Gaming স্মার্টফোন নিতে চাচ্ছেন তারা এটী নিতে পারেন। এর ক্যারেমাতে 48 এর পাশাপাশি আরো 2 MP করে পাচ্ছেন depth, macro । এর সামনে আমরা পাচ্ছি 8 MP এর ক্যামেরা। এই স্মার্টফোন এর বিশেষ একটি পার্ট ৬০০০ mah এর ব্যাটারি । যার কারনে এটি একটূ মোটা এবং কিছুটা ভারি। এর সাথে পাচ্ছেন ১৮ ওয়াট এর Fast Charging System. তাছাড়াও MicroSD Slot হিসেবে পাচ্ছেন Dedicated Slot. এর থেকে চার্জিং ব্যাকাপ অনেক ভালো পাবেন । যারা light user তারা অনায়াসে ২ দিন ব্যাটারি ব্যাকাপ পেয়ে যাবেন । ১৪-১৫ হাজারের মধ্যে ক্যামেরা যেটা পাচ্ছি সেটা খারাপ না। ব্যাটারি ব্যাকাপ এক কথায় অনেক ভালো । তবে ডিস্লেতে অরেকটু ভালো করতে পারতো এই স্মার্টফনের লুকস অগের সব C মডেলের মতোই এখানে কিছুটা পরিবর্তন নিয়ে আসলে ভালো লাগতো। মোবাইলটি ভালো লাগলে নিয়ে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন , Trickbd.com এর সাথেই থাকবেন। আসা করি খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আরো একটি নতুন পোষ্টে। আল্লাহ হাফেজ।The post ১৫ হাজারের মধ্যে বেশ ভালো একটি Gaming মোবাইল ফোন (Realme C25) appeared first on Trickbd.com. |
চলে এসেছে Xiaomi এর পক্ষ থেকে আরেকটি Smart Band(Mi Band 6) Posted: 16 Jun 2021 10:04 AM PDT আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আসা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ্য আছেন। বাংলাদেশে কয়েকদিন আগেই Xiaomi এর Mi Band 6 চলে এসেছে। চলুন দেখি কী নতুন এসেছে এই Smart Band এ। অনেক সময় হয় কী? আমরা সময় দেখার জন্য পকেট থেকে মোবাইল বের করি । মোবাইল বের করে দেখি যে ফোনে Facebook থেকে কয়েকটা Notification এসেছে, Whatsapp থেকে কয়েকটা এসএমএস এসেছে । facebook, whatsapp ঢুকে গেলেই কয়েকটা ঘন্টা শেষ । পকেটে মোবাইল রেখে দেওয়ার সময় মনে পড়ে আমি তো সময় দেখার জন্য মোবাইল বের করেছিলাম। এখন আপনার হাতে যদি Mi Band 6 এর মতো একটা Smart Band থাকে তাহলে ত এই রকম হওয়ার কোনো সুযোগ নাই। কয়টা বাজে দেখার জন্য মোবাইল বের করতে হবে না । হাত উচু করলেই দেখতে পাবে সময়, তারিখ, আবহাওয়ার, আপনি কতটুকু হেঁটেছেন আজকে, কতটুকু হাঁটা প্রয়োজন ইত্যাদি ইত্যাদি ইতাদ্যি। সব তথ্য তো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন তাছাড়াও আপনার ফোনে যদি কনো কল বা এসএমএস আসে তাহলেও আপনি কল রিসিভ করপ্তে পারবেন, এসএমএস পড়তে পারবেন(রিপ্লাই দিতে পারবেন না)। এটার ব্যাবহার সঠিক ভাবে জানলে পকেট থেকে ফোন বেরকরা অনেকখানি কমে যাবে।
সব চেয়ে বড় যে পরিবর্তন টি Band 6 এ করা হয়েছে সেটি হচ্ছে তার Display তে। এটি এক কথায় অসাধারন । আর আপনারা সকলে জানেন যে পৃথিবির সব থেকে বিক্রিত ফিটনেস ব্যান্ড হচ্ছে Mi Band. এর Display অনেক ব্রাইট দিনের বেলাতেও অনেক ভালো ভাবে দেখতে পারবেন। এতে বযাবহার করা হয়েছে 1.6 inch AMOLED Display যার ppi হচ্ছে 326. চার্জ দেওয়ার সময় এর যে animation টা ব্যাবহার করা হয়েছে তা অনেক জোট একটা এ্যানিম্যাশান। এটা দিয়ে রক্তে অক্সিজেনের পরিমাপ করতে পেরবেন। আপনি Band 6 এ Band 3/4 এর বেল্টও ব্যাবহার করতে পারবেন। আর Mi band দিয়ে তো আপনার Camera control করা যাই এটা তো আপনারা সবাই জানেন। পাশা-পাশি রয়ছে Music Play Back Control. এটাতে প্রচুর Watch Face রয়ছে। তাছাড়াও এতে আপনি আপনার ছবিও ব্যাবহার করতে পারবেন । এটার কিছু ব্যাসিক ফিচার নিয়ে কথা বলবো যারা আসলে যানেনা এটা কী বা আগের Bnad গুলো সম্পর্কে কোনো ধারন নেই । ব্যান্ড 6 এ আপনি আপনার ফোনে আসা কল, এসএমএস এর Notification পাবেন। ফোনের সব এসএমএস যেমনঃ Whatsapp, Messenger, Sim এর এসএমএস । রয়ছে Sleep ট্রাক্যার এটা দিয়ে আপনি চেক করতে পারবেন আপনি রাত্রে কতটুকু ঘুমিয়েছে, কতটুকু ভালো ঘুম হয়েছে সব গুলো আপনি app এর মাধ্যমে জানতে পারবেন । এতাটে হার্ট রেট মনিটর রয়েছে এটা কমন একটা ফিচারস যেটা 2/3/4 সব টাতেও ছিলো। 30 টা ফিটনেস মুড রয়েছে। যারা যারা ফিটনেস নিয়ে সচেতন আমার মনে হয় এটা তাদের অনেক কাজে আসবে। তাছাড়াও এটা Water Profe এটা আপনি পানিতে ভিজাবেন, এটা পরে গোসল করবেন কোনো সমস্যা হবে না। আপনার ফোনে যখন RingTone বাজছে তখন আপনি চাইলে এটা দিয়ে মিউট করেও দিতে পারেন। এটাতে আপনি আবহাওয়ার খবরা খবর পেয়ে যাবেন । এতে ফোন ফাইন্দার রয়েছে। ফোন কোথাও খুযে না পেলে এটার নেঞ্জ এর মধ্যে ফোন থাকলে ফোন ফাইন্ডার এর মাধ্যমে আপনার ফোন ভাইভ্রেট করা শুরু করে দিবে।
এর ব্যাটারির কথা বলি এটাকে আপনি ফুল চার্জ করতে পারবে ১.৫ থেকে ২ ঘন্টার মধ্যে। এটা কে আপনি হেভি ইউজ করেন তাহলে হয়তো ৬-৭ দিন ব্যাকাপ পাবেন। আর সাধারন ভাবে ব্যাবহার করলে ২ সপ্তাহ মতো ব্যাকাপ পেয়ে যাবেন। আর এটার ব্যাটারি সেভার মুড on করলে আপনি আরো কিছু বেশি দিন ব্যাবহার করতে পারবেন। আমার মনে হয় আপনাদের সবারই এই ব্যান্ডটি ভালো লাগবে। এটা বাংলাদেশে একেবারে নতুন তাই এটার দাম কিছুটা বেশি। এতার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০০০ থেকে ৩৫০০ এর মধ্যে। আসা করছি কিছুদিন এটার নাম নিশ্চয় কমবে ইনশাআল্লাহ। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং TrickBD এর সাথেই থাকবেন। আসা করি খুব তাড়াতাড়িই দেখা হয়ে যাবে কোনো একটি নতুন পোষ্টে। আল্লাহ হাফেজ।The post চলে এসেছে Xiaomi এর পক্ষ থেকে আরেকটি Smart Band(Mi Band 6) appeared first on Trickbd.com. |
কীভাবে শুধু CSS দিয়ে Glowing Text তৈরি করা যাই। Posted: 16 Jun 2021 10:04 AM PDT আসসালামু আলাইকুম।আসা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।
আজ আমি দেখাবো কীভাবে শুধু মাত্র HTML & CSS দিয়ে Glowing Text তৈরি করতে পারবেন। উদহরন হিসেবে নিচের ৫ সেকেন্ডের ভিডিওটা দেখতে পারেন।
তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করা যাই। প্রথমেই আমরা html & css ফাইল তৈরি করে save করে নিবো এবং css ফাইলটি html file এর সাথে connect করে নিবো। এখন কোডিং করার সময়। আমি এখানে html ফাইল এ div এর ভেতর glow নামে একটা class (class="glow") নিয়েছি। আর তার ভিতরে span tag এর ভিতর আমার text গুলা লিখেছি । আমাদের html এর কাজ শেষ এখন css এর খেলা।
<!DOCTYPE html> <html lang=”en”> <head> <meta charset=”UTF-8″> <title>Glowing Text</title> <link rel=”stylesheet” href=”style.css”> </head> <body> <div class=”glow”> <span>I</span> <span>L</span> <span>O</span> <span>V</span> <span>E</span> <span>Y</span> <span>O</span> <span>U</span> </div> </body> </html> Css এ আমি class glow এবং span tag কে কল করেছি। এখন আমার text এর size, height, width, position, border, margin দিয়েছি। তারপর animation add করেছি ০%, ৫০% এবং ১০০% এ। .glow span { font-size: 40px; display: inline-block; width: 45px; height: 45px; text-align: center; border: 25px solid rgba(255,255,255,0.4); margin: 0 -2.5px; animation: animate 1s linear infinite; } @keyframes animate { 0% { color: #f00; box-shadow: 0 2px 10px rgba(255,0,0,1); border: 2px solid rgba(255,0,0,1); } 50% { color: #0f0; box-shadow: 0 2px 10px rgba(0,255,0,1); border: 2px solid rgba(0,255,0,1); } 100% { color: #f00; box-shadow: 0 2px 10px rgba(255,0,0,1); border: 2px solid rgba(255,0,0,1); } }
আসা করি কারো কোথায় বুঝতে সমস্যা হয় নি। কোডগুলা এখান থেকে কপি করতে সমস্যা হলে নিচে download link দেওয়া হলো । তবুও যদি কোথাও কোনো সমস্যা হয় জানাতে ভুলবেন না ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখবেন। আর করোনা থেকে সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ। Coding VideoCode Download Link- Click_Here The post কীভাবে শুধু CSS দিয়ে Glowing Text তৈরি করা যাই। appeared first on Trickbd.com. |
Posted:
★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}} The post ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের বাংলা এ্যাসাইনমেন্ট | SSC Assignment 2021 1st Week Answer appeared first on Trickbd.com. |
Posted:
★যে প্রশ্নটি দেওয়া হয়েছেঃ ★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}} The post ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের পৌরনীতি ও সুশাসন এ্যাসাইনমেন্ট | Hsc Assignment 2021 1st Week Answer appeared first on Trickbd.com. |
How to create a Professional Youtube Banner || PixelLab || মোবাইল দিয়ে ইউটিউব ব্যানার ডিজাইন Posted: আসসালামু আলাইকুম,গত পোষ্টে দেখিয়েছিলাম কিভাবে আপনি মোবাইল দিয়ে টাইপিং ছাড়া বাংলা সহ বা যেকোন ভাষা লিখবেন । আজ দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল বা স্টান্ডার্ড মানের একটা ইউটিউব ব্যানার তৈরি করবেন। Demo with Preview:
Banner Demo Download.png । আপনাদের সুবিধার জন্য 4:00 মিনিটের একটা ভিডিও দিলাম, বুঝতে না পারলে ভিডিও টি দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক, প্রয়োজনীয়তা:এখন, ইউটিউব ব্যানার তৈরি করতে হলে ছোট ছোট অনেক কাজ আছে যা স্ক্রিনশট দিয়ে বোঝানো সম্ভব নয় । তাই আপনাদের সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল করে দেয়া হয়েছে এবং খুব সুন্দর করে বুঝিয়ে দেয়া হয়েছে অল্প সময়ের ভিতর মাত্র 4 মিনিটে কিভাবে একটা সুন্দর প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করবেন তা দেখানো হয়েছে। যার প্রয়োজন হবে সে পোস্টটি ফলো করতে পারেন অন্যথায় যার প্রয়োজন নাই সে পোস্টটা এড়িয়ে যেতে পারেন । [বিশেষ দ্রষ্টব্যঃ দয়া করে কেউ ভিডিও প্রমোট ভাববেন না । অথরিটি ইনফর্ম করলে আমি ভিডিও রিমুভ করে দিব।]Help Menu:Contact me on FacebookContact me on YouTubeধন্যবাদ।The post How to create a Professional Youtube Banner || PixelLab || মোবাইল দিয়ে ইউটিউব ব্যানার ডিজাইন appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments