রোগ মুক্তির জন্য তিন শব্দের এই ছোট্ট দোয়াটি শিখে নিন |
- রোগ মুক্তির জন্য তিন শব্দের এই ছোট্ট দোয়াটি শিখে নিন
- Scribd Premium Cookies, July 19 পর্যন্ত Subscription
- নিয়ে নিন play store এ থাকা 1700 থাকা মূল্যের একটি অ্যাপ[Accumulator Pdf Creator]
- ফোনে এপ্স ইন্সটল দেয়ার আগে,ভুয়া এপ্স চেনার কিছু উপায় দেখে নিন।[By Sk Shipon]
- কিভাবে গুগোল আপনার করা সমস্ত প্রশ্নের উত্তর জেনে যায়? | How Google Search Work | Google Know The Answer To The Question?
- তবে কি এবার এভাটার ২ মুভিতে দেখা যাবে ভিন ডিজেল কে? | Avatar 2 | Hollywood Movie | Vin Diesel
- ডাউনলোড করে নিন ধানুশের বহুল আলোচিত মুভি Jagame Thandhiram এর হিন্দি ডাব | সাথে মুভি রিভিউ |
- Crello Pro, গ্রাফিক্স ডিজাইন করুন আরও সহজে Expiry On 23 June
রোগ মুক্তির জন্য তিন শব্দের এই ছোট্ট দোয়াটি শিখে নিন Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । রোগ ব্যাধি বান্দার জন্য যেমন পরীক্ষা তেমনি তা আল্লাহর আজাব গজবেরও ইঙ্গিত বহন করে।জানা অজানা অনেক কঠিন রোগ ব্যাধিতে আক্রান্ত হয় মানুষ। এসব রোগ ব্যাধি থেকে মুক্তির অন্যতম উপায় হচ্ছে মহান আল্লাহর তাসবিহ ও তার কাছে ধরনা দেয়া। সব সময় আল্লাহর প্রশংসা ও গুনকীর্তন করা আল্লাহর শ্রেষ্টত্বের সাক্ষ্য দেওয়া। জ্বর, কাশি,মহামারী, মাথাব্যথা, দুঃচিন্তা, কুষ্ঠ, অন্ধত্ব, পক্ষাঘাতগ্রস্ত রোগ ব্যাধিসহ জটিল ও কঠিন অজানা অচেনা সব রোগ ব্যাধির চিকিৎসায় মহান আল্লাহর তাসবিহ এবং দোয়া পড়ার মধ্যে রয়েছে শান্তি ও মুক্তি। আজকে আপনাদেরকে মাত্র তিন শব্দের একটি ছোট্ট দোয়া শেয়ার করবো, সকালে ফজরের নামাজ শেষ করে অর্থাৎ দিনের শুরুতে এই দোয়াটি ১০০বার পড়বেন। আর সকালে পড়তে ভুলে গেলে যেকোনো সময় পড়ে নিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা আপনাদেরকে যাবতীয় বিপদ আপদ, অনিষ্ট, রোগ ব্যাধি ইত্যাদি থেকে পরিত্রাণ দিবেন। রাসূল (সাঃ) বলেছেন → যে ব্যক্তি সকালে ঘুম থেকে জেগে উঠে ১০০ বার ছোট্ট দোয়াটি পড়বে এবং সন্ধ্যায় উপনীত হয়েও অনুরূপ বলবে আল্লাহ তাঁকে সুস্থ রাখবেন, তাঁকে রোগ ব্যাধি থেকে পরিত্রাণ করবেন, সৃষ্টিজগতে আল্লাহ তার মর্যাদা সম্মান ইত্যাদি বাড়িয়ে দিবেন। এবং সে ব্যক্তি বেশি বেশি নেকী ও সাওয়াব অর্জন করতে পারবেন।দোয়াটি এসেছে আবু দাউদ শরীফে ৫০৯১ নাম্বার হাদিসে এবং মুসনাদে আহমাদ ২০৮১৩তে। মনে রাখতে হবে সুস্হতা ও অসুস্থতা দুটোই মহান আল্লাহ পক্ষ থেকে হয়ে থাকে।তাতে আনুগত্য ও নাফরমানি কোনো সম্পর্ক নেই। আমাদের নবী করীম (সাঃ) অসুস্থ হয়েছেন। যাঁরা ছিলেন সব মাখলুকের সেরা। রাসূল (সাঃ) সব পয়গম্বরের চেয়ে শ্রেষ্ট অথচ তিনিও কয়েকবার অসুস্থ হয়েছেন। তাঁকেও অসুস্থতার কষ্ট বরদাশত করতে হয়েছে। এটি আবশ্যক নয় যে অসুস্থতা আল্লাহর শাস্তি ও তাঁর অসন্তুষ্টির দলিল। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষস্বরূপও হতে পারে। এবং মুমিনের জন্য তার গুনাহর কাফফারাও হতে পারে। নবী করীম (সাঃ) বলেছেন→ সত্যের নিকটবর্তী থাকো এবং সরল সোজা পথ অবলম্বন করো। মুমিনের যে কষ্টই হোক না কেন এমনকি!তার গায়ে যদি কোনো কাঁটা বিঁধে বা সে কোনো বিপদে পতিত হয় সব কিছুই তার গুনাহর কাফফারা হয়। ( তিরমিজি হাদিস নাম্বার ৩০৩৮) অসুস্থতার মাধ্যমে মুমিন বান্দার স্তর উন্নত হয়।অসুস্থতাকে অশুভ নিদর্শন হিসেবে গ্রহন করা উচিত নয়। হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) বলেছেন→মহান আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন।( বুখারী হাদিস নাম্বার ৫৬৪৫) তাই প্রিয় পাঠক রোগ শোক বিপদে অধৈর্য না হয়ে বেশি আল্লাহর নিকট সাহায্য চান এবং আল্লাহর ইবাদত বন্দেগি ও প্রশংসার মাধ্যমে তাঁর প্রিয় বান্দা হয়ে উঠুন। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post রোগ মুক্তির জন্য তিন শব্দের এই ছোট্ট দোয়াটি শিখে নিন appeared first on Trickbd.com. |
Scribd Premium Cookies, July 19 পর্যন্ত Subscription Posted: Howdy Everyone,
Instruction 1. প্রথমে scribd.com এ প্রবেশ করুন
2. এবার Cookies Link এ প্রবেশ করুন
3. Cookies Code Copy করে নিন
4. Full Copy করার পর Scribd Site এ গিয়ে Cookies Editor এ Click করুন
5. "Delete All" এ Click করে Cookies Import করে দিন
6. Site Reload করুন
7. Enjoy Scribd Premium Subscription July 19 পর্যন্ত © Account Owner– Me
Android এ এই Cookies Use করতে Yandex Browser/Kiwi Browser use করতে পারেন
Bye The post Scribd Premium Cookies, July 19 পর্যন্ত Subscription appeared first on Trickbd.com. |
নিয়ে নিন play store এ থাকা 1700 থাকা মূল্যের একটি অ্যাপ[Accumulator Pdf Creator] Posted: আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কিছু pdf এ কনভার্ট করতে হয়।যেমন:- ছবি,টেক্সট ইত্যাদি এর কারণ হচ্ছে pdf ইউজ করা খুবই সহজ। সেকারণে আমরা বিভিন্ন সময় আলাদা আলাদা pdf converter ব্যাবহার করি আলাদা আলাদা কাজের জন্য। কিন্তু আজকে আমি আপনাদের জন্য এমন একটি অ্যাপ নিয়ে এসেছি যার মাধ্যমে আপনারা pdf সংক্রান্ত সমস্ত কাজ একটি অ্যাপের মাধ্যমেই করতে পারবেন। আর তাছাড়াও ১৭০০ টাকা মূল্যের অ্যাপ থেকে আপনারা কিরকম সেবা পেতে পারেন,তা তো আপনারা বুঝতেই পারছেন। তো বেশি কথা না বলে সরাসরি মুল টপিকে যাওয়া যাক:- App Name:- Accumulator Pdf Creator Size:-34 mb Rating:-4.6 অ্যাপটির মাধ্যমে আপনি যেসব কাজ করতে পারবেন:- 1.Image to Pdf Screenshot:- Download Link:- সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, নিয়মিত নামাজ আদায় করবেন| আল্লাহ হাফেজ The post নিয়ে নিন play store এ থাকা 1700 থাকা মূল্যের একটি অ্যাপ[Accumulator Pdf Creator] appeared first on Trickbd.com. |
ফোনে এপ্স ইন্সটল দেয়ার আগে,ভুয়া এপ্স চেনার কিছু উপায় দেখে নিন।[By Sk Shipon] Posted: আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,ভুয়া এপ্স চেনার উপায়। আমরা কম-বেশি প্রায় সকলেই এন্ড্রয়েড ফোন ব্যাবহার করে থাকি। আমরা না জেনে অনেক সময় ভুয়া এপ্স ব্যাবহার করে থাকি এবং বিভিন্ন পারমিশন দিয়ে থাকি। এসব কারনে আমাদের ফোনের ডাটা ও তথ্য হ্যাক হয়ে যায়। আমাদের এপ্স ব্যাবহার করার আগে কিছু দিক লক্ষ্য রাখতে হবে এবং তারপর ব্যাবহার করতে হবে।Play Store এ ও এমন এপ্স আছে,তাই কিছু দিকে লক্ষ্য রেখে আমাদের ফোনে এপ্স ইন্সটল করতে হবে। স্মাট ফোনে অনেকের অনেজ গুরুত্বপূর্ণ তথ্য ও ডেটা ভুয়া এপ্স ব্যাবহার ও ভুয়া এপ্স এর পারমিশন দেয়ার কারনে হারাতে হচ্ছে,তাই আমাদের সব সময় সতর্ক অবলম্বন করতে হবে। কথা না বাড়িয়ে শুরু করা যাক,ভুয়া এপ্স চেনার উপায়ঃ ১) আপনি যে এপ্স টি ইন্সটল করতে চাচ্ছেন,সেই এপ্সটির নাম দেখুন এবং play store এ গিয়ে নাম সার্চ দিন, এবং ডেভেলপার এর নাম দেখে নিন। যদি দেখে সন্দেহ মনে হয়,তাহলে ডাউনলোড দেয়ার দরকার নাই।কারন এটা ফেক এপ্স ও হতে পারে। ২) অনেক সময় একটা এপ্স সার্চ দিলে এক ই নামে অনেকগুলা এপ্স দেখতে পাওয়া যায়৷ যে ওপ্স টির রেটিং বেশি, ডাউনলোড বেশি ও সার্চে উপরে থাকবে ওটাই রিয়েল এপ্স।বাকিগুলো ফেক। ৩) ফেক এপ্সগুলোর নাম ও ডেসক্রিপশন এর বানান ভুল থাকে৷ এ দিকে ও লক্ষ্য রাখতে হবে। ৪) Play Store বা Apple App Store থেকে কোনো এপ্স ডাউনলোড দেয়ার আগে এপ্সের রেটিং ও ডাউনলোড কাউন্ট মিলিয়ে নিয়ে তার পর ডাউনলোড করুন। ৫)এপ্সটির পাবলিশ তারিখ দেখে নিন,এপ্সটি পাবলিশ কবে হয়েছে এটা দেখে ও বুঝতে পারবেন এটা ফেক নাকি। কারন অরজিনাল এপ্স যেটা খুজছিলেন, সেটা তো আগে পাবলিশ হয়েছে, কিন্তু ফেক টা নতুন তারিখ থাকবে। ৬) এপ্স ডাউনলোড দেয়ার আগে,এপ্স এর রিভিউ বা স্কীনসট গুলো দেখে ডাউনলোড করুন। বিঃদ্রঃ যে এপ্স ই হোক ইন্সটল দেয়ার পর,পারমিশন চাইবে। সবাই সতর্কতার সাথে দেখে পারমিশন দিবেন। কারন না বুঝে পারমিশন দিলে অনেকের গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক বা ক্ষতি হতে পারে। আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post ফোনে এপ্স ইন্সটল দেয়ার আগে,ভুয়া এপ্স চেনার কিছু উপায় দেখে নিন।[By Sk Shipon] appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু আলাইকুম, তো আপনার মনের মধ্যে একটা প্রশ্ন এলো বিরিয়ানি কি করে তৈরি করতে হয়!? আর এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি সবার প্রথম চলে গেলেন গুগলে যেখানে লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে এবং হাজারো প্রসেস আছে কিভাবে বিরিয়ানি তৈরি করতে হয় যদিও আপনি এটা আপনার মাকে জিজ্ঞেস করতে পারতেন। কিন্তু না আপনি গুগল কে বেশি ভরসা করলেন কারণ আপনি জানেন গুগল সমস্ত প্রশ্নের উত্তর জানেন কিন্তু কিভাবে গুগল সমস্ত প্রশ্নের উত্তর জেনে যায়?? তো চলুন আজকের পোস্টটিতে আমরা জেনে নেই গুগল কিভাবে কাজ করে। গুগোল নিজেও একটা ওয়েবসাইট কিন্তু আপনার যদি কোন ওয়েবসাইট কে সার্চ করতে হয় তাহলে আপনি গুগলে গিয়েই সার্চ করেন! তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে সমস্ত ওয়েবসাইটের ইনফর্মেশন কিন্তু গুগলের কাছে থাকে না। এখন যদি আজকে আমি একটা ওয়েবসাইট বানাই তবে সেই ওয়েবসাইট থেকে কিন্তু গুগলের মধ্যে আসতে প্রায় তিন দিন থেকে এক সপ্তাহের মত সময় লেগে যেতে পারে। কারণ গুগোল নিজের অ্যালগরিদম রান করবে এবং পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সেগুলোতে ভিসিট করতে থাকবে এবং তার ডাটা কালেক্ট করতে থাকবে তো এই প্রক্রিয়ার জন্য তার একটু সময় লেগে যেতে পারে।
আসলে গুগোল তো সৃষ্টিকর্তা নয় যে প্রত্যেক দিন রিয়েল-টাইমে পৃথিবীতে যে সমস্ত ওয়েবসাইটগুলো কন্টিনুওসলি তৈরি হচ্ছে তাদের সমস্ত ডাটা ইন্সট্যান্টলি দেখাতে পারেন। এবার তাহলে প্রশ্ন হল যে গুগলের কাছে যে এই আলাদা আলাদা ওয়েবসাইটের লিস্ট আছে এগুলোকে গুগল কিভাবে তৈরি করে মানে এটা কিভাবে তৈরি করে? এই কাজের জন্য গুগল একটা বোর্ডকে ইউজ করে তা কে অনেকেই গুগলের স্পাইডার ও বলে থাকে মানে ধরুন কোন ওয়েবসাইটে গুগলের এই স্পাইডার গেল স্পাইডার মানে একেবারে সত্তিকারের মাকড়সা ভেবে নেবেন না। এটা একটা কোড একটা বট।
এবার যখন স্পাইডার অন্য সমস্ত হাইপারলিংক গুলো কে খুজে নেবে তখন রোবটটা ওই হাইপারলিংক গুলো কি ইউজ করে আমার যে সমস্ত ওয়েবসাইট কানেক্টেড আছে তাদের মধ্যেও চলে যাবে। এবং সেখানে গিয়েও সার্চ করতে থাকবে অন্য কোন হাইপারলিংক আছে কিনা এইভাবে যত হাইপারলিংক পাবে সেইগুলোতে কন্টিনুওসলি সার্চ করতে থাকবে এবং ডাটা কালেক্ট করতে থাকবে। এবার এ রকম করতে করতে ওই ইসপাইডার ওয়েবসাইটের একটা জাল তৈরি করে এই কারণের জন্যই হয়তো গুগলের ওই বরটাকে স্পাইডার বলা হয়। তার সাথে সাথে যে যে ওয়েবসাইটকে এই স্পাইডার স্ক্যান করতে থাকবে তাদের মধ্যে থাকা ইউ আর এল টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ডগুলো কেউ সার্চ করতে থাকবে এবং যে যেটা ভাবে সেগুলো কে ব্যবহার করে নিজের ইন্ডেক্স বানাবে।
মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস মানে কন্টিনিউয়াসলি গুগোল এই কাজটা করে চলেছে এরকম মোটেই নয় যে গুগোল পুরো ইন্টারনেট এর ডাটা একসঙ্গে কালেক্ট করে তারপর তার সার্চ ইঞ্জিনে আমাদেরকে দেখাতে থাকে। এই রোবটগুলো কন্টিনুওসলি কাজ করতে থাকে এবং কন্টিনিউয়াসলি ডেটাবেজকে আপডেট করতে থাকে। এ ব্যাপার হলো গুগোল যদি এত ডাটা কালেক্ট করে তবে সে গুলোকে স্টোর করার জন্য ও অনেক বড় বড় সার্ভার এর দরকার হয়। তাই সারা পৃথিবীতে গুগলের অনেক বড় বড় সার্ভার চারিদিকে ছড়িয়ে আছে এবার এটা তো হয়ে গেল গুগলের back-end মানে গুগল কিভাবে ডাটা কালেক্ট করেন। তবে আমরা যখন কোন কিছু গুগলে সার্চ করি তখন সেই প্রসেস টা কিভাবে কাজ করে? জানাবো পরবর্তী পর্বে অপেক্ষা করুন। The post কিভাবে গুগোল আপনার করা সমস্ত প্রশ্নের উত্তর জেনে যায়? | How Google Search Work | Google Know The Answer To The Question? appeared first on Trickbd.com. |
তবে কি এবার এভাটার ২ মুভিতে দেখা যাবে ভিন ডিজেল কে? | Avatar 2 | Hollywood Movie | Vin Diesel Posted:
টাইটানিক খ্যাত হলিউডের কিংবদন্তি পরিচালক জেমস ক্যামেরন ভবিষ্যৎ পৃথিবী কে যেন তুলে ধরেছেন থ্রিডি মুভি এভাটার এ। একযুগ আগে সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বব্যাপী ব্যবসার যে মাইলস্টোন করেছিল টাইটানিক মুক্তির মাত্র তিন মাসের মধ্যে এভাটার তা অতিক্রম করে যায়। মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি শুধু আমেরিকাতেই আয় করে ২৪২ মিলিয়ন ডলার! এখন পর্যন্ত ছবিটি ব্যবসা করেছে প্রায় সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলার। এভাটার এর পর এভাটার ২ সিনেমা নিয়েও সিনেমা প্রেমীদের আগ্রহের শেষ নেই! তার মাঝে গুঞ্জন উঠেছে এই ছবিতে থাকছেন নাকি ভিন ডিজেল ও। এমটিভি নিউজ কে দেয়া এক সাক্ষাৎকারে ভিন ডিজেল কে জিজ্ঞেস করা হয়েছিল এভাটার ২ তে তিনি থাকছেন কিনা! উত্তরে অভিনেতা বলেছেন আমি নির্মাতার সঙ্গে সময় কাটিয়েছি কিন্তু ছবির শুটিং এখনো শুরু করিনি। আমি জেমস ক্যামেরন কে ভালোবাসি এই সিরিজটি ও ভালোবাসি আমরা একসঙ্গে কাজ করব মনে হয় এটা বলার সময় এসেছে।
২০২৬ সালের ১৮ ডিসেম্বর আসবে চতুর্থ কিস্তি এবং ২০২৮ সালের ২২ ডিসেম্বর আসবে পঞ্চম কিস্তি।
The post তবে কি এবার এভাটার ২ মুভিতে দেখা যাবে ভিন ডিজেল কে? | Avatar 2 | Hollywood Movie | Vin Diesel appeared first on Trickbd.com. |
ডাউনলোড করে নিন ধানুশের বহুল আলোচিত মুভি Jagame Thandhiram এর হিন্দি ডাব | সাথে মুভি রিভিউ | Posted: এখন পর্যন্ত যতগুলো মুভি সরাসরি ওটিটি রিলিজ হয়েছে, তার মধ্যে হাতে গোনা ৪/৫ টা বাদে সবই ছিল ফালতু! আর এই ফালতু লিস্টে যোগ দিলো ধানুসের ” Jagame Thandhiram ” ও (হালকা স্পয়লার)তামিল রাজ্যের এক লোকাল গ্যাংস্টার সুরুলি, নিজের শয়তানি কাজ বাজের জন্য বেশ নামকরা সে। একদিন তাকে এক বিশেষ কাজের জন্য লন্ডনে ডাকা হয়! লন্ডনে সে তার কাজ ভালো ভাবে শেষ করলে, জানতে পারে সে আসলে কাজ টা ঠিক করেনি এখন প্রায়শ্চিত্ত করতে চায় সুরুলি। Download Link720p Hindi Dubbed Link: Click Here To Download 1080p Hindi Dubbed Link: Click Here To Download আপনার যদি কোন প্রকার মুভি রিকুয়েস্ট থাকে তাহলে আপনি FilmyBRO ফেসবুক গ্রুপে রিকুয়েস্ট করতে পারেন। আর নিত্যনতুন মুভি সবার আগে পেতে FilmyBRO টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ লিংকঃ Facebook Group Join Link The post ডাউনলোড করে নিন ধানুশের বহুল আলোচিত মুভি Jagame Thandhiram এর হিন্দি ডাব | সাথে মুভি রিভিউ | appeared first on Trickbd.com. |
Crello Pro, গ্রাফিক্স ডিজাইন করুন আরও সহজে Expiry On 23 June Posted: Howdy Everyone, আজকে মূলত Crello Site এর Cookies Share করব। আর ঐ Crello Accountটি Pro Subscription যুক্ত। Crello Pro এর Cookies ব্যবহার পদ্ধতি জানতে Instruction Follow করুন।
Instruction 1. প্রথমে যেকোন PC Browser এ Cookies Editor Extentionটি Download + Install 2. এবার এই Site এ প্রবেশ করে Cookiesগুলো Copy করে নিন
3. এখন crello.com এ গিয়ে Cookies Editor এ Click করুন এবং পূর্ববর্তী Cookiesগুলো Delete করে নতুন Copy করা
4. Webpageটি Reload করুন
5. Enjoy Crello Premium
Tutorial:-
Android এ এই Cookies Use করতে Yandex Browser/Kiwi Browser use করতে পারেন Bye The post Crello Pro, গ্রাফিক্স ডিজাইন করুন আরও সহজে Expiry On 23 June appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments