Search box..

ডাউনলোড করে নিন KineMaster Premium Export Fixed + Full Shop/Assets Access.+ For All Android Device

ডাউনলোড করে নিন KineMaster Premium Export Fixed + Full Shop/Assets Access.+ For All Android Device


ডাউনলোড করে নিন KineMaster Premium Export Fixed + Full Shop/Assets Access.+ For All Android Device

Posted:























কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ App এর Mod Version শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন

আমরা অনেকেই KineMaster App টি ব্যবহার করে থাকি । এটি একটি জনপ্রিয় Video Editing App . এই App এর কিছু Premium Features আছে , যেগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি না , সেগুলো Access পেতে হলে Premium Subscription কিনতে হয় । আর এই App এর অনেক Modify Version আছে কিন্তু ওগুলো তো একটাই সমস্যা Video Export Problem ‌. তাই আজ আমি আপনাদের জন্য সব সমস্যার সমাধান নিয়ে আসলাম , নিচে বিস্তারিত

তাহলে KineMaster Apps এর Modify Features দেখা যাক


App Name : KineMaster



◉Version : 5.0.8


◉Rating : 4.4


◉Download : 100M+


❏ Fixed Problem :



◉(arm7) Export Fixed


◉(arm64) Export Fixed


◉(x86) Export Fixed


◉(x86_64) Export Fixed


❏ Modify Info :



◉No Ads.


◉No Watermark.


◉Full Shop/Assets Access.


◉Full Subscription Unlocked.


◉Modded by Osama al-Gharib


◉Release by
PremiumAppsAccountFree





KINEMASTER PRO DOWNLOAD




KINEMASTER PRO DOWNLOAD DRIVE

চলুন কিছু Screenshot দেখে নেই :













যেকোনো Premium Android or Pc Apps , Account , Course , Bin , Premium Account , Netflix , Amazon Prime Other & WordPress , Blogger Tamplate লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সবকিছু Free

PremiumAppsAccount Free


আজ এ পর্যন্তই ,যে কোন Premium Apps লাগলে বলতে পারেন দেওয়ার চেষ্টা করবো । এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করবো ।
ধন্যবাদ সবাইকে ।

The post ডাউনলোড করে নিন KineMaster Premium Export Fixed + Full Shop/Assets Access.+ For All Android Device appeared first on Trickbd.com.

এক ক্লিকেই যেকোনো ভিডিও ডাইনলোড করুন সরাসরি আপনার ফোনের মেমোরিতে (কোনো প্রকার ঝামেলা ছাড়া)

Posted:

আস সালামু আলাইকুম।কেমন আছেন সকলে?আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।ট্রিকবিডির সদস্যদের ভালো থাকারই কথা।

আজ আপনাদের মাঝে এমন একটি এ্যাপ নিয়ে হাযির হলাম যেই এ্যাপের মাধ্যমে আপনারা অনায়াসে বিভিন্ন ধরনের ভিডিও ডাউনলোড করে আপনাদের ফোনের Gallery তে save করে রাখতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া।তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।

আমরা অনেকেই আছি যারা বিভিন্ন ভিডিও ডাউনলোড করে আমাদের ফোনের Gallery তে save করে রাখতে চাই।কিন্তু ভিডিও সরাসরি ডাউনলোড করলে তা আমাদের ফোন Gallery তে save হয় না।’Youtube’ এর কথাই ধরা যাক।আমরা যদি ‘Youtube’ থেকে কোনো ভিডিও ডাউনলোড করলে তা কিন্তু ‘Youtube’ এই save হয় আমাদের ফোন Gallery তে save হয় না।আমরা যদি যেকোন ভিডিও সরাসরি আমাদের ফোনের Gallery তে save করতে চাই তাহলে আমাদের নানান process এর মাধ্যম দিয়ে ভিডিওটি ডাউনলোড সম্পন্ন করতে হয়।যেমন: ১মে যেই ভিডিও ডাউনলোড করতে চান সেই ভিডিও এর লিংক কপি করতে হয় তারপর যেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ভিডিও ডাউনলোড করবো সেই ওয়েবসাইটে গিয়ে পেস্ট করতে হয় তারপর ডাউনলোড ‘Option’ এ ক্লিক করতে হয়।এখানেই শেষ নয় ডাউনলোড ‘Option’ এ ক্লিক করার পর আপনাদেরকে বাইপাস করে ওই ওয়েবসাইট থেকে এডযুক্ত বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়।সেইখান থেকে ব্যাক করে তারপর ভিডিও ডাউনলোড করতে হয়।এখন কথা হচ্ছে এতো ঝামেলা দেখে এতো কাহিনী করতে হয় বলে অনেকেই ভিডিও ডাউনলোড করতে সক্ষম হয়না।কিন্তু আজ আমি যেই এ্যাপ শেয়ার করছি সেই এ্যাপ এ কোনো প্রকার ঝামেলা করার প্রয়োজন নেই।আপনারা যেই ভিডিও ডাউনলোড করতে চান সেই ভিডিও এর ‘Download option’ এ ক্লিক করলে ভিডিও টি সরাসরি আপনার ফোনের Gallery তে save হয়ে যাবে।আর এই এ্যাপের সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এই এ্যাপ এ কোনো প্রকার পপ আপ এ্যাড নেই।এটি একটি পপ আপ এ্যাডমুক্ত এ্যাপ।

নিচে দেওয়া ডাউনলোড লিংক থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন।

Play store download link:ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করুন

এ্যাপটি ডাউনলোড হওয়ার পর ওপেন করে নিন।


‘Scroll down’ করে নিচে থেকে আপনারা যেই বিষয়ের উপর ভিডিও ডাউনলোড করতে চান তার ক্যাটাগরি থেকে ‘select’ করে করে নিতে পারেন অথবা ‘search bar’ এ লিখেও খুঁজতে পারেন।

যেই ভিডিও ডাউনলোড করতে চান সেই ভিডিও এর উপর ক্লিক করুন।

ভিডিও তে ক্লিক করার পর যা যা Permission চাইবে ‘allow’ করে দিবেন।

তারপর এরকম আসবে।এখান থেকে আপনারা চাইলে ভিডিও play করেও দেখতে পারেন।আর ভিডিও টি ডাউনলোড করার জন্য ভিডিও এর নিচে ‘Download’ এ ক্লিক করুন তাহলে ভিডিও টি ডাউনলোডিং start হয়ে যাবে।কোনো ঝামেলা করার প্রয়োজন নেই এখানে।

দেখুন ভিডিও ডাউনলোডিং ‘start’ হয়ে গেছে।

ভিডিও টি ডাউনলোড সফল হয়েছে তার প্রমাণ দেখে নিন।

আশা করছি পোস্টটি আপনাদের ভালোই লেগেছে।পোস্টে যদি কোন ভুল-ভ্রান্তি থাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।কারণ মানুষ মাত্রই ভুল হয়।ট্রিকবিডির সাথে থাকার জন্য ধন্যবাদ।আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।শীঘ্রই আপনাদের মাঝে পরবর্তী পোস্ট নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ।ততক্ষণ সকলেই ভালো থাকবেন।সুস্থ থাকবেন।

ফেসবুকে আমি:For any problem

The post এক ক্লিকেই যেকোনো ভিডিও ডাইনলোড করুন সরাসরি আপনার ফোনের মেমোরিতে (কোনো প্রকার ঝামেলা ছাড়া) appeared first on Trickbd.com.

জানা অজানা জ্ঞান বিজ্ঞান[পর্ব-১]

Posted:

আসসালামু আলাইকুম।

আসা করি সবাই অনেক ভালো আছেন।

আজ আমি এখানে পৃথিবীর কয়েকটা জানা অজানা ঘটনা/ জায়গার বর্ণনা তুলে ধরবো। আসা করি আপনাদের ভালো লাগবে।

আজকের বিষয় কি কি নিয়ে কথা বলতে যাচ্ছি…

১–চুম্বক মানব–

২–মানুষখেকো গুহা–

৩–যমজের গ্রাম–

৪–ডাইনিদের কূপ–

৫–বারমুডা ট্রায়াঙ্গল–

–চুম্বক মানব–

চুম্বকের ধর্ম হচ্ছে কেবল ধাতব বস্তুকে আকর্ষণ করা কিন্তু চুম্বক মানব শরীরে আকর্ষন করছে! এমন অদ্ভুত ঘটনা ঘটেছে সার্বিয়াতে। দেশটির সাত বছরের শিশু 'বোগদান' এর সংস্পর্শে কোন ধাতব বস্তু এলেই আটকে যায়। চিনামাটির থালা, বাটি, টিভির রিমোট কন্ট্রোল, ইলেক্ট্রনিক যন্ত্র, ধাতব চামচ, ধাতব ছুরি ইত্যাদি 'বোগদানের' গায়ে রাখলে তা আঠার মত আটকে থাকে। বোগদানের পরিবারের সদস্যদের ভাষ্য জন্ম থেকেই বিভিন্ন বস্তুকে আকর্ষণ করার এই ব্যতিক্রমী ক্ষমতা রয়েছে 'বোগদানের' শরীরে ।

 

–মানুষখেকো গুহা–

গ্রিক ভূগোলবিদ স্ট্রাবোর মতে প্রাচীন গ্রিক শহর হিয়ারাপোলিসে ছিল এপোলো দেবতার একটি মন্দির। মন্দিরটি এক সময় নানা কারণে রহস্যময় মন্দির হিসেবে পরিচিতি পায়। এই মন্দিরের পাশেই ছিল একটি গুহা। এই গুহাটির বৈশিষ্ঠ ছিল যে, এই গুহার ভিতরে কোন জন্তু-জানোয়ার ছুঁড়ে দিলে তা আর ফিরে আসতো না। এমনকি কোন মানুষও যদি এই গুহার প্রবেশ মুখ সামান্যও অতিক্রম করতো তাহলে সেও আর ফিরে আসতো না। তবে আশ্চর্যের ব্যাপার এই যে, পুরোহিতরা এই গুহার ভিতরে নিরাপদে ঢুকতে পারতো আবার বের হয়েও আসতে পারতো। তবে পুরোহিতরা যখন বেরিয়ে আসতো তখন তাদের মুখমণ্ডল ফুলে যেত এবং রক্তাত্ত্ব হয়ে যেত। প্রাচীন গ্রিক বাসীদের বিশ্বাস ছিল এই গুহাটি হলো পরলোকে যাওয়ার পথ এবং সেখানে রাজত্ব করে অপদেবতারা। সাধারণ মানুষ বা জীব-জানোয়াররা সেখানে গেলে অপদেবতারা তাদের মেরে ফেলে আর দেবতারা গেলে তাদের ঐশ্বরিক ক্ষমতাবলে অপদেবতাদের সাথে লড়াই করে ফিরে আসতে পারে।

 

স্ট্রাবো এই তথ্যটি তার পুঁথিতে লিখেছিলেন ২০০০ বছর আগে। অবশ্য বর্তমানে আধুনিক বিশ্বের মানুষ ভূত, প্রেত, দেবতা বা অপদেবতা বিশ্বাস করে না। বিজ্ঞানেও এদের কোন বাস্তবতা নেই। তাহলে কি সেখানে কোন অপদেবতা ছিল না? আবার না থাকলেই বা সেখানে মানুষ, জীব-জন্তুদের মেরে ফেলতো কারা? তাহলে কি ওই গুহাটি নিজেই মানুষ খেকো গুহা! জানা যাক পরবর্তী ঘটনা।

 

স্ট্রাবোর পুঁথির সূত্র ধরে আমেরিকার নিউইয়র্ক কলেজের অধ্যাপক শেলডেন এই বিষয়ে নির্ভরযোগ্য নতুন তথ্য প্রকাশ করেছেন। তিনি মত প্রকাশ করেছেন, ওই গুহার নিচ থেকে প্রাকৃতিক ভাবে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস নির্গত হতো। ফলে কোন মানুষ বা জীব-জন্তু গুহার ভিতরে প্রবেশ করলে কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের প্রভাবে শ্বাসকষ্টে মারা যেত। তাহলে এখন প্রশ্ন দেবতারা ভিতরে ঢুকলে মারা যেত না কেন? এ ব্যাপারে শেলডেন বলেন, দেবতারা বিষয়টা পূর্ব থেকেই জানতো সেজন্য তারা এই গুহার ভিতরে ঢুকে দম বন্ধ করে থাকতো। এবং বাইরে এসে তাদের শক্তি ও ক্ষমতার মহিমা প্রচার করতো। তবে তারা যখন গুহার বাইরে আসতো তখন তাদের মুখমণ্ডল গ্যাসের চাপে ফোলা ও রক্তাত্ত্ব থাকতো।

 

এই প্রাচীন গ্রিক শহরটি বর্তমানে পশ্চিম তুর্কির পাযুক্কাল শহরে অবস্থিত। সরেজমিনে সেখানে গিয়ে দেখা গেছে, সেখানে আছে প্রচুর উষ্ণ প্রসরণ। তার মধ্যে আছে অধিক পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট। এসিডের সঙ্গে বিক্রিয়ার ফলে এ থেকে উৎপন্ন হয় প্রচুর কার্বন-ডাই-অক্সাইড গ্যাস। বাষ্প এবং কার্বন-ডাই-অক্সাইড কোনও ফাটল দিয়ে ঢুকে যায় গুহার ভেতর। আর তাই ভিতরে কয়েক পা গেলেই নিশ্চিত মৃত্যু। এপোলোর মন্দিরের সেই রহস্যময় গুহাটি আজও আছে। কয়েক বছর আগে একদল অস্ট্রেলীয় ছাত্র অনুসন্ধিৎসা বশত: ওই গুহার ভেতরে ঢুকেছিল পরীক্ষার জন্য। দুর্ভাগ্য হলেও সত্য এটাই যে, তারা আর ফিরে আসেনি। এরপর থেকে তুর্কি সরকার গুহামুখে লোহার পাত বসিয়ে দিয়েছে । যাতে আর কেউ ভিতরে প্রবেশ না করতে পারে।

 

 

–যমজের গ্রাম–

ভারতের কেরালা রাজ্যে একটি গ্রাম আছে যার নাম কোধিনি। এক অদ্ভুত এক কারনে এই গ্রামটি বিখ্যাত হয়েছে সবার কাছে। এই গ্রামে গেলেই বুঝতে পারবেন তার কারন। অবাক হয়ে যাবেন যখন দেখবেন এই গ্রামে বসবাস রত সবাই যমজ। এই গ্রামে যে দিকেই তাকাবেন দেখতে পাবেন জোড়ায় জোড়ায় একই রকম যমজ মানুষ। তাই এটি কেবল ভারত নয়, সারাবিশ্বের কাছেই হয়ে উঠেছে বিস্ময়কর গ্রাম। কারণ একমাত্র এখানেই আছে বিশ্বের সবচেয়ে বেশি যমজের বাস। যার কারনে গ্রামটি সবার কাছে 'টুইন গ্রাম' হিসেবেও পরিচিত পেয়েছে।

কোধিনি গ্রামটি কালিকট বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রামে বসবাস করছে প্রায় দুই হাজার পরিবার। তবে মজার ব্যাপার হলো, এসব পরিবারে ২২০ জোড়ারও বেশি যমজ রয়েছে। সাধারণ যমজ বা নন-আইডেনটিক্যাল টুইন এবং হুবহু একই রকম দেখতে আইডেনটিক্যাল টুইন সব ধরনের যমজই দেখা যায় এই গ্রামে। আবার দুটি যমজ ভাইবোনের দেখাও মিলবে।

সমগ্র বিশ্বে গড়ে এক হাজার মানুষের মধ্যে একজোড়া যমজ পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তাতেও সন্দেহ আছে কিন্তু ২০১৫ সালের পরিসংখ্যানে দেখা গেছে ভারতের এই গ্রামের মোট ২ হাজার বাসিন্দার মধ্যে ২২০ জোড়াই জমজ। অর্থাৎ এই গ্রামের যমজের হার ৪২ শতাংশ।

কিন্তু এই গ্রামে যমজের মানুষ থাকার রহস্য কি? কেন প্রতিবছর এই গ্রামে প্রচুর যমজ শিশুর জন্ম হয়? এই সম্পর্কে অনেকে অনেক ধরনের মন্তব্য করেন। বিশেষজ্ঞ ও ডাক্তাররা এর কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন। । ধারনা করা হয় ১৯৪৯ সালের দিকে এই গ্রামে প্রথম যমজ শিশু জন্মগ্রহণ করে। এরপর থেকে প্রতি বছর এই সংখ্যা কেবল বেড়েই চলেছে। অনেকেই ধারনা করেন এই গ্রামের পরিবেশ এবং জিনগত কারণে এই গ্রামে অধিকাংশ যমজ শিশু জন্ম নেয়। কিন্তু তাহলেও প্রশ্ন থেকে যায় কারন এই গ্রামের যেসব মেয়ের বাইরে অন্য কোথাও বিয়ে হয়েছে সেখানেও তারা যমজ সন্তান জন্ম দিয়েছেন। তাহলে এখানে মুল রহস্যটা কি? এই রহস্যের কেউ কোনো কূলকিনারা করতে পারেনি। এ এক অদ্ভুত প্রাকৃতিক বিস্ময়।

২০০৮ সালে গ্রামটিতে ১৫ জোড়া যমজের জন্ম হয়। আর গত ৫ বছরে জন্ম নিয়েছে ৬০ জোড়া যমজ শিশু। এবং এর সংখ্যা বেড়েই চলছে। মজার ব্যাপার হলো এখানে অধিকাংশ যমজই 'আইডেন্টিকাল টুইন' অর্থাৎ দেখতে হুবহু একই রকম। যার কারনে এই গ্রামে গেলে যে কাররই বিভ্রান্তিকর অবস্থায় পড়তে হয়।

এই গ্রামের স্থানীয়রাই কার সময় সমস্যায় পরে যায়। কারন একই চেহারার দুজন মানুষকে তারা নিজেরাই ঠিকমত আলাদা করতে পারে না বাইরের মানুষ তো দূরে থাক। তারপরও এই বিষয়টি নিয়ে তারা বেশ মজাও অনুভব করে থাকে। প্রায়ই দূর দুরান্ত থেকে মানুষ ছুটে আসে কোধিনি গ্রামের যমজদের দেখতে। এর যত ব্যাখ্যাই থাকুক না কেন, ভারতবর্ষের মানুষের কাছে এ এক অমীমাংসিত রহস্য।

–ডাইনিদের কূপ–

ডাইনিদের কূপ – নামটা শুনলেই মনের মধ্যে কেমন যেনো একটা ভয় ধরানো অনুভূতির সৃষ্টি হয়! মনে হয় এটা বুঝি এমন কোন কূপ যার ভেতরে ডাইনিরা বসবাস করে! ধারে কাছে কেউ গেলেই ধরে নিয়ে যাবে কুয়ার ভেতর, তারপর ঘাড় মটকে খেয়ে ফেলবে! আসলে কিন্তু ব্যাপারটা মোটেও তেমন কিছু নয়। সেই আলোচনায় আসছি এখন।

ডাইনিদের কূপ আসলে কি?

কূপ বা কুয়া বলতে আমরা সাধারণত কি বুঝি? মাটিতে গোল করে কাটা গভীর গর্ত, যার ওপর থেকে অনেক নিচে পানি দেখা যায়। দড়িতে বালতি ঝুলিয়ে সেই গভীর কূপ থেকে পানি তুলতে হয়। কুয়া অথবা কূপের কথা শুনলেই এমন একটি দৃশ্য নিশ্চয়ই আপনার চোখের সামনে ভেসে ওঠে! কারন বাংলাদেশের গ্রাম অঞ্চলে এখনো অনেক যায়গায় এমন গভীর কূপ দেখা যায়। কিন্তু যদি বলি, এমন কূপও আছে পৃথিবীতে- যার বাইরেই দড়িতে বালতি ঝুলে থাকে, আর কূপ বেয়ে পানি উপচে পড়ে চারিদিকে। আর এত বেশি পানি গড়িয়ে পড়ে যে কূপের চারপাশে মোটামুটি ছোটখাটো একটা বন্যা বয়ে যায়। কি? বিশ্বাস হচ্ছে না তাই না? বিশ্বাস না হওয়ারই কথা। কিন্তু এ রকম একটি কূপ সত্যি সত্যি আছে পৃথিবীর বুকে! মানুষ এই কূপের নাম দিয়েছে- 'ডাইনিদের কূপ'।

ডাইনিদের কূপ কোথায় অবস্থিত?

প্রকৃতির অদ্ভুত এই সৃষ্টি রয়েছে 'এস্তোনিয়া'র উত্তরাঞ্চলের 'তুহালা' গ্রামে। প্রায় ৩ হাজার বছর আগে নির্মিত হয় এই কূপ। এই কূপের গভীরতা কিন্তু মোটেও খুব বেশি নয়, মাত্র ২.৫ মিটার। আর এই গভীরতায় বেড়িয়ে আসে এত পরিমাণ পানি। আসলেই অবিশ্বাস্য ব্যাপার। তবে এই পানি কিন্তু বছরের ১২ মাসই পাওয়া যায় না। মূলত শীতকাল আর বর্ষাকালেই পানি পাওয়া যায়। আর যখন পানি পাওয়া যায় তখন চারপাশের কি অবস্থা হয় তা তো আগেই বলেছি।

ডাইনিদের কূপ নামকরণের কারণ কি?

ডাইনিদের কূপ এর নামকরণের পেছনে আছে এক মজার কাহিনী। এখানকার স্থানীয়দের মাঝে একটা প্রচলিত লোককথা আছে এই কূপ নিয়ে। তাদের ধারণা- প্রতিবছর নির্দিষ্ট এক সময়ে এই কূপের নিচে ডাইনিরা একত্র হয় গোসল করতে। আর এ সময় তারা নিজেদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়। এটা আবার মামুলি কোন ঝগড়া নয়! কথা কাটাকাটি থেকে হয় হাত চালাচালি। একজন আরেকজনের ওপর আক্রমণ চালায়। আর এই আক্রমণের কারণেই পানি এ রকমভাবে বের হয়ে আসে।

তুহালা অঞ্চলের মানুষরা সম্ভবত সবাই হ্যারি পটারের ফ্যান। তারা যাদুর রাজ্যে বসবাস করতে বেশি পছন্দ করে, সেকারণেই হয়তো জ্ঞান বিজ্ঞানের এই যুগেও আজও বেঁচে আছে এসব লোককথা। আবার অনেকে বলেন, তারা রাতের বেলা এই কূপের ওপর দিয়ে আগুনের গোলক উড়ে যেতে দেখেছেন। আবার অনেকের ধারণা এটা সৃষ্টিকর্তার এক অলৌকিক নিদর্শন। যে যা-ই বলুক না কেন, এই কূপের সব ঘটনার কিন্তু বেশ শক্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে।

ডাইনিদের কূপ এর রহস্যভেদ-

বিজ্ঞানীরা বলেন যে ডাইনিদের কূপ এর মূল রহস্য লুকিয়ে আছে এই এলাকার ভৌগলিক গঠনে। এই অঞ্চলে ভূগর্ভে অনেকগুলো নদী রয়েছে। মূলত শীতকালে আর বর্ষাকালে এই ঘটনা ঘটার কারণ হলো, শীতকালে যখন বরফ গলে তখন ভূগর্ভস্থ নদীগুলোর মাঝে প্রবাহিত পানির পরিমাণ বহুগুণে বেড়ে যায়। ভু বিজ্ঞানীদের ধারণা – এই কূপ খননের সময়ে কোনো এক ভাবে এই নদীর কোনো এক শাখার সাথে তা মিলে যায়। আর তখনই পানি উপচে পড়ে কূপ থেকে। একইভাবে বর্ষাকালে একই ঘটনা ঘটে।

ডাইনিদের কূপের কিছু অমীমাংসিত রহস্য

যতই বৈজ্ঞানিক ব্যক্ষা দেয়া হোক না কেন- একটা রহস্য কিন্তু থেকেই যায়। তত্কালীন সময়ে এত সূক্ষ্মভাবে মাটির নিচে থাকা নদীর কোনো এক প্রশাখার সাথে মিল রেখে মাটির ওপর দিয়ে কিভাবে এই কূপটি খনন করা হয়েছিল? তাছাড়া নদী না দেখে এটা খনন করা কিভাবে সম্ভব? এই রহস্য মানুষের পক্ষে আজও ভেদ করা সম্ভব হয়নি। ভবিষ্যতে কি সম্ভব হবে? আমরা অপেক্ষায় থাকবো।

 

আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই রকম আরো আর্টিকেল আপনাদের সামনে নিয়ে আসবো।

আল্লাহ হাফেজ।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখবেন।

The post জানা অজানা জ্ঞান বিজ্ঞান[পর্ব-১] appeared first on Trickbd.com.

আপনার স্ত্রীর এই ৩টি গুন থাকলে আপনি সৌভাগ্যবান

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

স্ত্রীর এই ৩টি গুন থাকলে আপনি সৌভাগ্যবান

সংসার জীবনে স্ত্রী বলা হয় অর্ধাঙ্গিনী।স্বামী স্ত্রী দুজন মিলেই গড়ে উঠে পরিপূর্ণ সংসার। আর এই সংসার জীবন তখনই সুখ ও শান্তিপূর্ণ করে তুলবে যখন দুজনের ভূমিকা থাকবে। স্ত্রী জীবনে স্বামী যেমন গুরুত্বপূর্ণ স্বামীর জীবনেও তাই স্ত্রী গুরুত্ব অনেকটাই।স্ত্রীর যদি বিশেষ কিছু গুণ থাকে তবে স্বামী হিসেবে আপনি পরম সৌভাগ্যবান।

জেনে নিন এমন তিন প্রকার স্ত্রীর বিষয়ে অথবা স্ত্রীর তিনটি গুণের বিষয়ে যা আপনার স্ত্রীর মধ্যে থাকলে আপনিও মহাভাগ্যবান।

প্রথম নাম্বার হলোঃ পরিচ্ছন্ন মনোভাবের স্ত্রী।পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এই কথাটি আমরা সবাই জানলেও আমরা পরিস্কার পরিচ্ছন্ন বলতে শুধু বাহ্যিক পরিচ্ছন্নতাকেই জানি।কিন্তু একটা মানুষ বাহ্যিকভাবে যতটা পরিচ্ছন্ন থাকাটা জরুরী তেমনি ভাবে অন্তরেও পরিচ্ছন্নতা দরকার।

আর কোন স্ত্রী যদি বাহ্যিক পরিচ্ছন্নতার সাথে সাথে অন্তরের দিক থেকেও পরিচ্ছন্ন থাকেন তাহলে নিশ্চিতভাবে সেই স্ত্রীর স্বামী মহা সৌভাগ্যবান।কারণ বেশীরভাগ স্ত্রীরা সাধারণত তুলনামূলক হিংসুটে এবং খুঁতখুঁতে স্বাভাবের হয়ে থাকেন। কিন্তু তাঁদের মধ্যে কিছু কিছু স্ত্রী আছেন যাদের ভেতর বাহির একই রকম।

অর্থাৎ যারা নিজের পিতামাতার আর স্বামীর পিতামাতার মধ্যে তফাৎ করেন না। তারা স্বামীর সংসারকে একান্ত নিজের সংসারই মনে করেন।বিয়ে মানেই প্রত্যেক স্ত্রীর জন্য নতুন একটি পরিবারে আগমন। বিবাহের পর সব মেয়েকেই তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে আসে।

নতুন ভাবে চলতে হয় সেখানে। যে স্ত্রী নতুন বাড়িতে এসে নতুন পরিবারকে আপন করে নেন।নতুন পরিবারের সবকিছুর সঙ্গে মিলেমিশে থাকেন, তিনি গুনবতী স্ত্রী । তাই তার স্বামী সত্যিই ভাগ্যবান।আর স্বামীদেরকেও সেই স্ত্রীর জন্য অবশ্যই উত্তম স্বামী হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে।

হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত’ নবী করীম (সাঃ) বলেছেন → তোমাদের মধ্যে সে ব্যক্তিই সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম,আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম ব্যক্তি। ( ইবন মাযাহ ১৯৭৭, তিরমিজি হাদিস নাম্বার ৩৮৯৫)

দ্বিতীয় নাম্বার হলোঃ স্বামীর অনুপস্থিতিতে নিজেকে সংযত রাখা। আল্লাহ তায়ালা বলেন → তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে চারিত্রিক পবিত্রতাসম্পন্ন হবে, ব্যভিচারিণী হবেনা এবং গোপনে কোনো অবৈধ সম্পর্ক স্হাপনকারিনী হবেনা। ( সূরা নিসা আয়াত ২৫)

এ আয়াতে ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস (রা.) বলেন → জাহিলি যুগের লোকেরা প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হওয়াকে হারাম মনে করত,কিন্তু গোপনে ব্যভিচারে লিপ্ত হওয়াকে হালাল মনে করত।

এই প্রেক্ষিতেই আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে আয়াত নাযিল করলেন, তোমরা প্রকাশ্যে হোক, অপ্রকাশ্যে হোক কোনো রকম অশ্লীল কাজের নিকটেও যেওনা। ( সূরা আনআম ১৫১; তাফসীরে তাবারি হাদিস নাম্বার ৯০৯৫,৯০৭৬,৪/২২)

হযরত আবু উমামা (রা.) হতে বর্ণিত নবী করীম (সাঃ) বলেছেন → কোনো মুমিনের জন্য আল্লাহর তাকওয়া অর্জনের পর নেককার স্ত্রীর চেয়ে কল্যাণকর কিছু নেই। কারণ স্বামী তাকে আদেশ করলে সে আনুগত্য করে, তার দিকে দৃষ্টিপাত করলে সে (স্বামী) মুগ্ধ হয়।তাকে নিয়ে শপথ করলে সে তা (শপথকৃত কর্ম) পূরণ করে। স্বামীর অনুপস্থিতিতে নিজেকে (অন্যায়-অপকর্ম অশ্লীলতা থেকে) নিজেকে হেফাজত করে এবং স্বামীর সম্পদ সংরক্ষণ করে। ( সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার ১৮৫৭)

এ প্রসঙ্গে রাসূলে পাক (সাঃ) আরো বলেন → পার্থিব জগৎটাই হলো ক্ষণিক উপভোগের বস্তু। আর পার্থিব জগতে সর্বোত্তম সম্পদ( বা সর্বোত্তম উপভোগের বস্তু বা মহা সৌভাগ্যের বিষয় হলো) সতীসাধ্বী নারীকে স্ত্রী হিসেবে পাওয়া। ( সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৪৬৭; মুসনাদে আহমাদ হাদিস নাম্বার ৬৫৬৭; সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার ৪০৩১)

তৃতীয় নাম্বার হলোঃ মিষ্টভাষী স্ত্রী এবং যে নারী স্বামীকে শ্রদ্বা করেন। কথায় আছে মুখের কথা দিয়েই বিশ্বজয় করা যায়। তবে তা হতে হবে ইতিবাচক। যে স্ত্রী সবার সাথে খুব ভালোভাবে কথা বলেন, কারো সাথে (স্বামী শ্বশুর শ্বাশুড়ি) খারাপ ব্যবহার করেন না, সবার সাথে মিষ্টিভাবে কথা বলেন তিনি বিশেষ গুণের অধিকারী। আর তার স্বামী যে খুবই সৌভাগ্যবান তা নিশ্চিত বলা যেতে পারে। আবার যে স্ত্রী তার স্বামীর প্রতি শ্রদ্ধা রাখেন এবং তার নির্দেশ মেনে চলার চেষ্টা করেন, তার স্বামীও খুবই সৌভাগ্যবান।

যে স্ত্রী স্বামীর কথা গুরুত্ব সহকারে নেন, সেই স্বামীকে সৌভাগ্যবান মনে করা উচিত। একদা একবার নবী করীম (সাঃ) কে জিজ্ঞেস করা হলো, নারীদের মধ্যে কোন নারী উত্তম..? তিনি বললেন → স্বামী যাকে দেখলে আনন্দবোধ করে, যাকে আদেশ করলে আনুগত্য করে, স্ত্রীর বিষয়ে এবং সম্পদের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে তা থেকে বিরত থাকে। ( মুসনাদে আহমাদ হাদিস নাম্বার ৭৪২১; সুনানে নাসায়ী, কুবরা হাদিস নাম্বার ৮৯৬১)

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post আপনার স্ত্রীর এই ৩টি গুন থাকলে আপনি সৌভাগ্যবান appeared first on Trickbd.com.

অ্যাপেলের নতুন ফিচার | তবে কি অ্যান্ড্রয়েড কে টেক্কা দিতে?

Posted:


এখন থেকে আইফোন ব্যবহারকারীরা চাইলেই জাতীয় পরিচয় পত্র এবং ক্রেডিট কার্ডে ডিজিটাল কপি তাদের ফোনে সংরক্ষণ করতে পারবেন।

এমন ডিজিটাল ওয়ালেট সুবিধার পাশাপাশি তাদের মেইল এবং ক্লাউড সার্ভিস এর নতুন নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করেছে অ্যাপল। একই সাথে নিজেদের ভিডিও চ্যাটিং অ্যাপ ফেইস ক্যাম্পএ ও নতুন ফিচার যোগ করেছে প্রতিষ্ঠানটি।

অ্যান্ড্রয়েডকে মূলত টেক্কা দিতে এমন সব ফিচার নিয়ে এসেছে অ্যাপল বিস্তারিত নিচে!

আইফোন ব্যবহারকারীদের লাইফ স্টাইল আরও সহজ করতে ডিভাইসটিকে ডিজিটাল ওয়ালেট এ রূপ দিতে যাচ্ছে অ্যাপল।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে জাতীয় পরিচয় পত্র এবং ক্রেডিট কার্ড এর বিকল্প হিসেবে কাজ করছে আইফোনে থাকা ডিজিটাল কপি।

এই ডিজিটাল ওয়ালেট এর পরিধি বাড়াতে যুক্তরাষ্ট্রের যোগাযোগ নিরাপত্তা অধিদপ্তরের সাথে কাজ করছে অ্যাপল ।
আইফোনের পাশাপাশি অ্যাপেল ওয়াচেও পাওয়া যাবে এই সুবিধা।

করোনাকালীন এই সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ভিডিও চ্যাটিং অ্যাপস গুলো এই দৌড়ে জুমের মতো জনপ্রিয় অ্যাপ গুলোর সাথে টেক্কা দিতে নিজেদের ফেসটাইমে নতুন ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে অ্যাপল।

অ্যাপলের দাবি অ্যাপটি কে এমন ভাবে আপডেট করা হচ্ছে যা সব এন্ড্রয়েড এবং উইন্ডোজ ডিভাইসের জন্য উপযুক্ত হয়ে উঠবে।

ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তায় পুরো সিস্টেম আপডেট করেছে অ্যাপল।
কোনো তৃতীয় পক্ষ যেন আইফোন ব্যবহারকারীকে মেইলের মাধ্যমে ট্র্যাক করতে না পারে সে জন্য মেইল অ্যাপে ট্র্যাকার শনাক্ত করে ব্লক এর সুবিধা পাওয়া যাবে।

এসব সুবিধা ছাড়াও ব্যবহারকারীরা এক ডিভাইসের মাধ্যমে নিজের অন্যান্য ডিভাইস পরিচালনা করতে পারবেন।

The post অ্যাপেলের নতুন ফিচার | তবে কি অ্যান্ড্রয়েড কে টেক্কা দিতে? appeared first on Trickbd.com.

অষ্টম শ্রেণীর সপ্তম সপ্তাহের ধর্ম ও নৈতিকশিক্ষা এ্যাসাইনমেন্ট | Class 8 7th Week Assignment 2021

Posted:


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের মাঝে অষ্টম শ্রেণীর সপ্তম সপ্তাহের ধর্ম ও নৈতিকশিক্ষা এ্যাসাইনমেন্টের উত্তরপত্র শেয়ার করতে করতে যাচ্ছি। যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছেন তারা পোষ্টটি সম্পূর্ণ পড়ুন কেননা ১০০% নির্ভুলসহকারে সমাধান দেওয়া হয়েছে। তাই আপনি ঠিকভাবে খাতায় লিখলে সম্পূর্ণ মার্কসটিই পাবেন।
★যে প্রশ্নটি দেওয়া হয়েছেঃ

এবার উত্তরপত্র দেখেনিন।







আশাকরি এ্যাসাইনমেন্ট উত্তর পেয়ে গেছেন।
“প্রতিনিয়ত সবার আগে সকল সকল শ্রেণির এ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল SK TECH VOICE
★ইউটিউবে গিয়ে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন।”

★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE

সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

The post অষ্টম শ্রেণীর সপ্তম সপ্তাহের ধর্ম ও নৈতিকশিক্ষা এ্যাসাইনমেন্ট | Class 8 7th Week Assignment 2021 appeared first on Trickbd.com.

ষষ্ঠ থেকে নবম শ্রেণির সপ্তম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রশ্নপত্র ডাউনলোড করেনিন | 7th Week Assignment Pdf Download Class 6-9

Posted:


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের মাঝে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্নপত্র শেয়ার করতে যাচ্ছি।
ষষ্ঠ থেকে নবম শ্রেণির ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের মতো আবারো এ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু রয়েছে।
তাই নিচে থেকে ২০২১ সালের প্রকাশিত ষষ্ঠ থেকে নবম শ্রেণির ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রশ্ন ডাউনলোড করেনিন।

Download here

খুব শীঘ্রই এ্যাসাইনমেন্টের উত্তরগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করবো সে পর্যন্ত অপেক্ষাই থাকুন।
“প্রতিনিয়ত সবার আগে সকল সকল শ্রেণির এ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল SK TECH VOICE
★ইউটিউবে গিয়ে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন।”

★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE

সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

The post ষষ্ঠ থেকে নবম শ্রেণির সপ্তম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রশ্নপত্র ডাউনলোড করেনিন | 7th Week Assignment Pdf Download Class 6-9 appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন Peninsula ওরফে Train To Busan 2 এর হিন্দি ডাব |

Posted:

Peninsula: Train to Busan 2
জনরাঃ হরর/থ্রিলার
আইএমডিবিঃ ৫.৫/১০
পার্সোনালঃ ৮.৫/১০
ভাষাঃ সাউথ কোরিয়া এবং হিন্দি ডাব

(হালকা স্পয়লার)

ট্রেইন টু বুসান প্রেজেন্টস পেনিনসোলা হচ্ছে ট্রেইন বুসানের সিক্যুয়াল। প্রায় সবাই জানি যে- ট্রেইন টু বুসানকে বিশ্বের সবচাইতে সেরা জম্বি মুভি বলা হয়ে থাকে। এর অবশ্য কারণও রয়েছে। অসাধারণ থ্রিলিং, ডাইরেকশন, হরর এবং সবার চোখে পানি এনে দেওয়ার মতো ইমোশন তো রয়েছে।

তবে, ট্রেইন টু বুসান যেকারণে এখনো পর্যন্ত ক্রিটিকসদের অন্তরে জায়গা করে নিয়েছে তা হলো- ইমোশন। কিন্তু, এদিক দিয়ে পেনিসুলা সামান্য পিঁছিয়ে। ইমোশন যে ছিল না তাও কিন্তু না। কিন্তু, অ্যাকশনের দিক দিয়ে পেনিসুলা ছিলো একদম মাস্টারক্লাস।

আর, জুনয়ির গাড়ি চালোনো দেখে তো আমি তার প্রমে পড়ে গেছি। এরকম কেউ গাড়ি চালায়। পুরো সব জম্বিগুলোকে একদম পিপড়ার মতো পিসে দিয়েছে।

আর, ইয়ুজিনের কথা কী বলবো! জম্বিগুলোকে নিয়ে সে রীতিমতো যে মশকরা শুরু করে দিল। পুরো জম্বি মহলকেই যেন মজার খোরাক বানিযে দিল একটা খেলনার গাড়ি দিয়ে।

সর্বশেষ বলতে চাই, মুভি কিন্তু যথেষ্ট ভালো ছিলো। ইমোশনের দিক দিয়ে পিঁছিয়ে রয়েছে তা আগেও বলেছি। তবে, ডিরেক্টর সাহেব ইমোশনের জায়গাটা অ্যাকশনের দিক দিয়ে পূরণ করার চেষ্ট করেছে।

Download Link

720p Download Link: Click Here To Download

1080p Download Link: Click Here To Download

4K Download Link: Click Here To Download

আপনার যদি কোন প্রকার মুভি রিকুয়েস্ট থাকে তাহলে আপনি FilmyBRO ফেসবুক গ্রুপে রিকুয়েস্ট করতে পারেন। আর নিত্যনতুন মুভি সবার আগে পেতে FilmyBRO টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ লিংকঃ Facebook Group Join Link

আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংকঃ Telegram Channel Join Link

The post ডাউনলোড করে নিন Peninsula ওরফে Train To Busan 2 এর হিন্দি ডাব | appeared first on Trickbd.com.

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের গণিত এ্যাসাইনমেন্ট | SSC Assignment 2021 1st Week Answer

Posted:


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের মাঝে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের গণিত এ্যাসাইনমেন্টের উত্তরপত্র শেয়ার করতে করতে যাচ্ছি। যারা এসএসসি শিক্ষার্থী রয়েছেন তারা পোষ্টটি সম্পূর্ণ পড়ুন কেননা ১০০% নির্ভুলসহকারে সমাধান দেওয়া হয়েছে। তাই আপনি ঠিকভাবে খাতায় লিখলে সম্পূর্ণ মার্কসটিই পাবেন।
★যে প্রশ্নটি দেওয়া হয়েছেঃ

এবার উত্তরপত্র দেখেনিন।








আশাকরি এ্যাসাইনমেন্ট উত্তর পেয়ে গেছেন।
“প্রতিনিয়ত সবার আগে সকল সকল শ্রেণির এ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল SK TECH VOICE
★ইউটিউবে গিয়ে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন।”

★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE

সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

The post ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের গণিত এ্যাসাইনমেন্ট | SSC Assignment 2021 1st Week Answer appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments