Search box..

আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট [নতুনদের জন্য]

আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট [নতুনদের জন্য]


আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট [নতুনদের জন্য]

Posted:

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তা’লার আশেষ মেহের বানিতে ভালো আছেন। আমিও ভালো আছি।তাহলে কথা না বাড়িয়ে আজকের পোস্টে আসা যাক….
আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট গুলো নিয়ে আজকের আমার এই পোস্ট। আপনারা যারা অনলাইন থেকে আয় করবেন বলে ভাবছেন, কিন্তু এই সেক্টরে একেবারেই নতুন। কি কাজ করবেন ভেবে পাচ্ছেন না, আজকের এই সিরিজটি শুধুমাত্র তাদের জন্য।
আল্প সময়ে আয় করা যায় আর্টিকেল লিখে। এ কাজটি শিখতে খুবই অল্প সময় লাগে এবং বর্তমান মার্কেটপ্লেসগুলোতে কাজের চাহিদা অনেক বেশি।
আপনি যদি আর্টিকেল লিখে আয় করতে চান তাহলে অবশ্যই ভালোভাবে আর্টিকেল লেখা জানতে হবে। কিন্তু যদি নতুন হয়ে থাকেন কিভাবে আর্টিকেল লিখবেন ভেবে পাচ্ছেন না তাদের জন্য রয়েছে আমার এই রিসার্চগুলো- কিভাবে একটি আকর্শনীয় আর্টিকেল লিখবেন।এছাড়াও আরও অনেক রিসোর্স রয়েছে আমার এই আর্টিকেলে।

আর্টিকেল লিখে আয় করার সকল খুঁটিনাটি বিষয় জানতে আমার এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন-
এই আর্টিকেলে যা যা থাকছেঃ

আর্টিকেল রাইটিং কি? কিভাবে আর্টিকেল রাইটিং শিখতে হয়? আর্টিকেল রাইটিং শিখতে কতদিন সময় লাগে? আর্টিকেল লিখে কত টাকা আয় করা যায়? আর্টিকেল রাইটিং শিখে কোথায় কাজ করবেন? আর্টিকেল রাইটিং শিখতে কতদিন সময় লাগে? এছাড়াও রয়েছে আর্টিকেল লিখে আয় করার সেরা ওয়েবসাইটগুলি-
আর্টিকেল রাইটিং কি?
আর্টিকেল লিখে আয় করতে চান? জেনে নিন আর্টিকেল রাইটিং কি। এখানে আমরা মূলত বুঝাচ্ছি আর্টিকেল রাইটিং হচ্ছে অনলাইনে বিভিন্ন ওয়েসাইটের কন্টেন্ট/লেখা বা ইনফরমেশন।
অর্থাৎ আমরা কোন তথ্য জানার জন্য যখন ইন্টারনেটে কোনো বিষয় লিখে সার্চ করি, সার্চে যতগুলো রেজাল্ট আসে তার প্রত্যেকটি এক একটি আর্টিকেল। প্রত্যেকটি আর্টিকেল কোন না কোন ব্যক্তির দ্বারা লেখা হয়েছে।
কিভাবে আর্টিকেল রাইটিং শিখতে হয়?
আপনি যদি আর্টিকেল রাইটিং শিখতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আর্টিকেল এর ব্যাপারে ভালো জ্ঞান রাখতে হবে। কিভাবে একটি আর্টিকেল লিখতে হয় তার পূর্ণাঙ্গ গাইডলাইন রয়েছে আমার এই আর্টিকেলে।
সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে আপনি অনলাইনে ঘেটে বা ইউটিউবে দেখে আর্টিকেল রাইটিং শিখতে পারেন। অতবা আপনি চাইলে যেকোনো ট্রেনিং সেন্টার থেকেও আর্টিকেল রাইটিং শিখতে পারেন।
হ্যাঁ বন্ধুরা এখনও আলোচনা করছি আর্টিকেল লেখার শিখেছেন বা আর্টিকেল লিখতে পারেন এখন আর্টিকেল লিখে কিভাবে আয় করবেন। যে সমস্ত বন্ধুরা আর্টিকেল লিখে অনলাইন থেকে আয় করার জন্য উঠেপড়ে লেগেছেন তাদের জন্য আমি আজকে বেশ কিছু ওয়েবসাইট নিয়ে আলোচনা করছি যেখানে আপনারা চাইলেই আর্টিকেল সাবমিট করে আয় করতে পারেন।

আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট-
১. Upwork
আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট গুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং যুগোপযোগী প্ল্যাটফর্ম হচ্ছে আপওয়ার্ক মার্কেটপ্লেস। এখানে আপনি যেকোনো ভাষায় আর্টিকেল লিখে প্রতিদিন ঘরে বসে আয় করতে পারবেন।

তবে হ্যাঁ এখানে আর্টিকেল লিখে আয় করতে চাইলে অবশ্যই যে কোন বায়ার কর্তক আপনাকে হায়ার করতে হবে। অতঃপর সে বায়ারের সাথে কন্টাক্ট অনুযায়ী আপনি কাজ করে আয় করতে পারবেন।

আপওয়ার্ক এর পেমেন্ট মেথড হলো সরাসরি ব্যাংক ট্রান্সফার অথবা মাস্টার কার্ড।
২. Freelancer
বর্তমানে জনপ্রিয় মার্কেটপ্লেস গুলোর মধ্যে freelancer.com একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম । এখানে আর্টিকেল রাইটিং সহ 37 টি ক্যাটাগরির কাজ রয়েছে। আপনি চাইলে এখানে যেকোন বায়ারের হয়ে আর্টিকেল লিখে প্রতি মাসে আয় করতে পারবেন।
এখানে একটি আর্টিকেল এর জন্য 5 ডলার থেকে শুরু করে 50 ডলার পর্যন্ত পেতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু স্কিল টেস্ট দিয়ে ভেরিফাই হতে হবে।

এবং আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন ভালো রাইটার অন্যথায় আপনি মার্কেটপ্লেসগুলোতে বেশিদিন টিকে থাকতে পারবেন না।
কেননা এসকল মার্কেটপ্লেসগুলোতে প্রচুর কম্পিটিশন। একটি কাজের জন্য প্রায় শতাধিক ফ্রিল্যান্সার অপেক্ষা করে। বুঝতেই পারছেন এখানে কাজ পেতে হলে আপনাকে অবশ্যই দক্ষতা সম্পন্ন ফ্রিল্যান্সার বা আর্টিকেল রাইটার হতে হবে।

৩. Guru
Guru.com এটি আরো একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এখানে আর্টিকেল রাইটিং এর পাশাপাশি আরও অনেক ধরনের কাজ রয়েছে তবে আপনি যদি আর্টিকেল ভালো লিখতে পারেন তাহলে এখানে আপনার ক্যারিয়ার গড়তে পারেন।

তবে আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট গুলোর মধ্যে এটি অন্যতম। এখানে প্রতিদিন কয়েক হাজার আর্টিকেল রাইটিং এর উপর কাজ পোস্ট করা হয়। ফ্রিল্যান্সাররা তাদের প্রয়োজন অনুসারে সেখানে বিট করে তাদের কাছে বুঝিয়ে নেই এবং কাজ করে থাকে।
৪. Hubstaff Talent
এটি আরও একটি জনপ্রিয় ওয়েবসাইট যেখানে আপনি আর্টিকেল লিখে প্রতিমাসে 10 হাজার টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
আমি আগেও বলেছি আবারো বলছি আপনি যদি আর্টিকেল লিখে আয় করতে চান সেক্ষেত্রে আপনাকে আর্টিকেল লেখার ওপর অবশ্যই দক্ষতা সম্পন্ন হতে হবে।

দক্ষতা ছাড়া কোন কাজেই আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। তাই আপনি যে কাজই করুন না কেন আপনার দক্ষতা অর্জন করুন।
মনে রাখবেন একজন দক্ষ ব্যক্তি একটি কাজ করে 100 ডলার ইনকাম করতে পারে এবং অদক্ষ ব্যক্তি সেই কাজটি করে 10 ডলার ইনকাম করতেও কষ্টসাধ্য হয়ে যায়।
৫. PeoplePerHour
আর্টিকেল লিখে ইনকাম করার ওয়েবসাইটগুলোর মধ্যে পিপল পার আওয়ার ও একটি জনপ্রিয় ওয়েবসাইট। সময়ের সাথে তাল মিলিয়ে এবং তাদের ভাল সার্ভিসের কারনে এই ওয়েবসাইটটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

আর্টিকেল রাইটিং ছাড়াও এই ওয়েবসাইটে আরো অনেক ধরনের কাজ রয়েছে। ফ্রিল্যান্সাররা এখানে বিভিন্ন ধরনের কাজ করে প্রতিমাসে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন।

আপনি যদি আর্টিকেল লিখে ইনকাম করার কথা ভেবে থাকেন তাহলে peopleperhour.com ওয়েবসাইট হতে পারে আপনার ইনকাম করার একটি জনপ্রিয় উৎসব। এবং এখানে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার তাদের ক্যারিয়ার করেছেন।
৬. iWriter
রাইটারদের পছন্দের একটি ওয়েব সাইট হল iwriter.com। এখানে একজন কনটেন্ট রাইটার বা আর্টিকেল টিকে সাবমিট করবে এবং বিভিন্ন ক্রেতারা এসে সেখান থেকে কনটেন্ট গুলো কিনে নিয়ে যাবে। যখন আপনার আর্টিকেলটি বিক্রয় হবে তখন আপনি সে আর্টিকেল থেকে ইনকাম করতে পারবেন।

তবে এখান থেকে বেশি টাকা আয় করার জন্য আপনার আর্টিকেল এর কোয়ালিটি খুবই ভালো হতে হবে। আপনার আর্টিকেল কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে এই ওয়েবসাইট আপনার আর্টিকেল অ্যালাউ করবে না। প্রতি 500 ওয়ার্ড আর্টিকের এর জন্য $80 ডলার পর্যন্ত আয় করতে পারেন।

iWriter.com আপনার আর্টিকেল এর প্রতিটি ওয়ার্ডের মূল্য দিয়ে থাকে। অর্থাৎ আপনার আর্টিকেল বিক্রয় হওয়ার সাথে সাথে আপনার আর্টিকেল কত ওয়ার্ড ছিল তার ওপর নির্ভর করে আপনাকে পেমেন্ট করা হবে।

আর্টিকেল রাইটার দের জন্য এই ওয়েবসাইটটি দিনদিন অনেক জনপ্রিয়তা লাভ করছে। এটি খুবই ট্রাস্টেড একটি ওয়েবসাইট আপনারা চাইলে এখানে কাজ করে আয় করতে পারেন।
৭. Textbroker
এই ওয়েবসাইটটি 2005 সাল থেকে সেবা দিয়ে আসছে। বর্তমানে এটিও একটি ট্রাস্টেড ওয়েবসাইট যেখানে আপনি আর্টিকেল লিখে আয় করতে পারেন। এই ওয়েবসাইটে নির্মাণের পর থেকেই রাইটারদের বিশ্বস্ততার সাথে পেমেন্ট করে আসছেন।

এখানে পেমেন্ট নিয়ে আপনাকে কোন টেনশন করতে হবে না। কিন্তু আপনার আর্টিকেল কোয়ালিটি সম্পন্ন না হলে এই ওয়েবসাইটে আপনার কনটেন্ট দিয়ে ইনকাম করতে পারবেন না।

তাই পেমেন্ট এর ওপর চিন্তা না করে আপনি আপনার কনটেন্ট এর ওপর সময় দিন এবং কনটেন্ট ডেভেলপ করুন।
৮. WriterAccess
WriterAccess একটি ফ্রীলান্সিং ওয়েবসাইটস। তবে এখানে অন্যান্য মার্কেটপ্লেসগুলোর মত সকল ধরনের কাজ নেই। এই ওয়েবসাইটটি শুধুমাত্র রাইটারদের ফ্রিল্যান্সিং করার জন্য জোর দিয়েছেন। অর্থাৎ যে সকল ফ্রিল্যান্সাররা আর্টিকেল রাইটিং করে অনলাইন থেকে আয় করতে আগ্রহী এ ওয়েবসাইট টা তাদের জন্য বেস্ট।

আপনি যদি রাইডার্স থেকে আর্টিকেল লিখে আয় করতে চান তাহলে এখানে প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। তারপর বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী আর্টিকেল লিখে আয় করতে হবে।

এটি অন্যান্য মার্কেটপ্লেসগুলোর মতই কাজ করে থাকে।
৯. WritersLabs
আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট গুলোর মধ্যে আরো একটি জনপ্রিয় ওয়েবসাইট WritersLabs। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ আর্টিকেল বেচাকেনা হয়।

একজন আর্টিকেল রাইটার খুব সহজেই এই ওয়েব সাইটে তার রাইটিং ক্যারিয়ার গড়তে পারেন।

আর্টিকেল রাইটার দের জন্য এই ওয়েবসাইটটি খুবই ভালো।
BloggingPro

১০. FlexJobs

১১. freelance writing

১২. FreelanceWritingGigs

১৩. Indeed

১৪. LinkedIn Jobs

১৫. ProBlogger

১৬. Writers Weekly

১৭. VirtualVocations

১৮. JournalismJobs

১৯. Back2College

২০. BlogPaws এই ওয়েবসাইট $75 পর্যন্ত পে করে থাকে প্রতি (350-500 words) এর জন্য। তবে এখানে লিখতে হলে অবশ্যই variety of pet রিলেটিড আর্টিকেল লিখতেহেবে।

২১. BootsnAll

২২. ChangeAgent
ChangeAgent মুলত একটি গেষ্ট পোষ্ট ওয়েবসাইট। এখানে social justice issues সম্পর্কে আর্টিকেল লিখেতে হয়। তারা পরিচিতি আর্টিকেলের জন্য $50 পর্যন্ত পেয়ে করে থাকে। এবং তাদের আর্টিকেল এর সর্বনিম্ন 200 words এর হতে হবে।

২৩. Constant-Content
Constant-Content ও একটি গেস্ট পোস্ট ওয়েবসাইট। এখানে আপনি আর্টিকেল লিখলে সে আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশ হলেই আপনি পেমেন্ট পাবেন অন্যথায় পেমেন্ট পাবেন না। ওয়েবসাইটে লিখতে হলে আপনাকে অবশ্যই long-term work category এর আর্টিকেল লিখতে হবে।

আজ এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে জানাবেন পোস্ট কেমন হয়েছে।

The post আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট [নতুনদের জন্য] appeared first on Trickbd.com.

কবর জিয়ারতের দোয়া ও নিয়ম,

Posted:

কবর জিয়ারতের দোয়া ও নিয়ম 

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করবো কবর জিয়ারতের দোয়া ও নিয়ম নিয়ে ইনশাআল্লাহ।  আমরা জানবো, কবর কি?  কবর ও মাজার এর মাধ্যে পার্থক্য কি।   কবর জিয়ারতের নিয়ম ও কবর জিয়ারতের দোয়া,  কবরে লাশ নামানোর নিয়ম সহ কবর রিলিটেড মোটামুটি সব কিছু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

কবর কি? কবর কাকে বলে?

কোনো মুসলিমকে যেখানে দাফন করা হয় ওই জায়গাকে 'কবর' বলা হয়। হাদিস শরিফে আছে, 'মানুষের কবরটি হয়তো জান্নাতের একটি বাগান হবে অথবা জাহান্নামের একটি গর্ত হবে।' বাগানকে আরবিতে 'রওজা' বলা হয়। অতএব আম্বিয়ায়ে কেরাম ও সাহাবিরা যেহেতু জান্নাতি, তদ্রূপ নেককার মুমিনরাও ইনশাআল্লাহ জান্নাতে যাবেন, তাই তাঁদের  সম্মানার্থে  কবরকে 'রওজা'ও বলা যায়।

মাজার কী?

আর 'মাজার'ও একটি আরবি শব্দ। বাংলায় এর অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। এই অর্থে শরিয়ত মতে সব মুমিনের কবরই 'মাজার', কেননা সব মুমিনের কবরই জিয়ারতের স্থান এবং কবরই জিয়ারত করা হয়ে থাকে। তবে আমাদের দেশের অলি-বুজুর্গদের কবরকে 'মাজার' বলা হয়, যেহেতু সেখানে মানুষ বেশি জিয়ারত করে থাকে।

উল্লেখ্য, শরিয়তে আম্বিয়ায়ে কেরাম (আ.), সাহাবায়ে কেরাম (রা.) ও অলি-নেককারসহ সব মুমিনের কবরেই জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার নির্দেশ রয়েছে।

তবে সিজদা করা, সাহায্য চাওয়া ও যাবতীয় কুসংস্কারের উদ্দেশ্যে কবর, মাজার ইত্যাদিতে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং কবর পাকা করা ও তার ওপর কোনো কিছু নির্মাণ করাও নিষিদ্ধ।

সূত্র : তিরমিজি, হাদিস : ২৪৬০, বুখারি, হাদিস : ১৩৩০, মুসলিম, হাদিস : ১৯৭৭, ৯৭০, আবু দাউদ, হাদিস : ২০৪২

কবর জিয়ারতের নিয়ম

 

কবর জিয়ারাত ইবাদত। পরকালের কথা স্মরণ রাখতেও কবর জিয়ারত করা জরুরি। আবার গোনাহমুক্ত জীবন গড়তেও কবর জিয়ারত গুরুত্বপূর্ণ একটি ইবাদত ও কাজ। জিয়ারতকারীকেও ক্ষমা করা হবে মর্মে ঘোষণা দিয়েছেন বিশ্বনবি।

ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করতে নিষেধ করা হলেও পরে তা তুলে নেয়া হয়েছে। দেয়া হয়েছে কবর জিয়ারতের অনুমতি। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'আমি আগে তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম; এখন থেকে তোমরা কবর জিয়ারত কর। কেননা তা দুনিয়া বিমুখতা এনে দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় ৷' (ইবনে মাজাহ)

কবর জিয়ারতের দোয়া

 

কবরের পাশে গিয়ে দোয়া পড়া, কবরবাসীর মুক্তির জন্য দোয়া করা। নিজেদের জন্যও দোয়া করা উত্তম। কবর জিয়ারত করতে গিয়ে হাদিসে বর্ণিত এ দোয়া পড়া-
اَلسَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَ الْمُسْلِمِيْنَ وَ اِنَّا اِنْ شَاءَ اللهُ بِكُمْ لَلَاحِقُوْنَউচ্চারণ : 'আসসালামু আলাইকুম দারা ক্বাওমিম মুমিনিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন।' (মুসলিম)
– দরুদ শরিফ পড়া ।
– সুরা ফাতিহা পড়া ।
– সুরা ইখলাস পড়া ।
—সূরা ফালাক পড়া ৷
—সূরা নাস পড়া ৷
– আয়াতুল কুরসি পড়া।
—সূরা ইয়াসিন পড়া
—সূরা তাকাসুর পড়া
অতঃপর মৃত ব্যক্তির রুহের মাগফেরাত তথা ক্ষমা প্রার্থনা করা।

কবর জিয়ারতের জন্য জুমআর দিন উত্তম এবং সুন্নাত। জুমআর দিন কবর জিয়ারত করলে জিয়ারতকারীর জন্যও তা ক্ষমা লাভের কারণ। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'যে ব্যক্তি প্রতি জুমআয় তার মা-বাবা বা তাদের একজনের কবর জিয়ারত করবে, তাকে ক্ষমা করে দেয়া হবে এবং মা-বাবার সঙ্গে সদ্ব্যবহারকারীদের মধ্যে গণ্য করা হবে।' (আল মুজামুল আউসাত)

কবরের পাশে দাঁড়িয়ে কান্না করাপ্রিয়জন তথা বাবা-মা আত্মীয়-স্বজনের কবরের পাশে গেলে মনের অজান্তে চোখে পানি চলে আসা স্বাভাবিক।

কবরের কাছে গিয়ে হাহুতাশ কিংবা মাতম করা ঠিক নয়।তা সাধারণত নারীরাই বেশি করে বিধায় নারীদের কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছে।

হাদিসে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর আম্মাজানের কবর জিয়ারত করতে যান। সে সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাঁদলেন এবং তাঁর সঙ্গীরাও কাঁদল।

 

তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'আমি আমার রবের কাছে, আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি চাইলে তিনি এর অনুমতি দিয়েছেন। কাজেই তোমরা কবর জিয়ারত করবে। কেননা তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়।' (আবু দাউদ)

মনে রাখতে হবে কবরের কাছে গিয়ে এমন কোনো কাজ করা যাবে না, শিরক কিংবা বিদাআতের পর্যায়ে চলে যায়। তাহলো

কোনোভাবেই কবরবাসীর কাছে কোনো কিছু কামনা করা যাবে না।
⇒কবরের মাটি ছুঁয়ে সালাম বা সেজদা করা যাবে না।
⇒এমনকি কবরে মানত বা দান-খয়রাত তথা গরু, ছাগল, হাঁস-মুরগি ডিম দেয়া যাবে না।

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারী কবর জিয়ারতকারী ও তার ওপর মসজিদ নির্মাণকারীদের এবং তাতে বাতি জ্বালানো ব্যক্তিদের অভিশাপ দিয়েছেন।' (আবু দাউদ)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কবর জিয়ারতে যথাযথ সতর্কতা অবলম্বন করার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

মাইয়্যাতকে কবরে রাখার নিয়ম

মৃত ব্যক্তিকে দাফন করা ফরজে কিফায়া। মাইয়্যেতের দাফন করা অনেক ছাওয়াবের কাজ। এ কাজে পারদর্শী লোক পাওয়া দুষ্কর। সংক্ষেপে মৃত ব্যক্তির দাফনের পদ্ধতি তুলে ধরা হলো-

১. কবরকে গভীর ও প্রশস্ত এবং সুন্দর করা ওয়াজিব।

২. কবরের দৈর্ঘ্য হবে মৃত ব্যক্তির উচ্চতা থেকে একটু বেশি।

৩. গভীরতা হবে মৃত ব্যক্তির দৈর্ঘ্যের অর্ধেক।

৪. কবর খননের শেষ পর্যায়ে মৃত ব্যক্তিকে রাখার মতো জায়গা ক্বিলার দিকে গর্ত করা। ইহাকে লাহাদ (বগলী) কবর বলা হয়। লাহাদ বা বগলী কবর সোজা কবরের চাইতে উত্তম।

৫. কবর খননের পর মাইয়্যেতকে কবরে রাখার সময় 'বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহ' দোয়া পাঠ করা। মিল্লাতির জায়গায় 'সুন্নাতি' বললেও চলবে।

৬. মাইয়্যেতকে কবরে রেখে ডান দিকে ক্বিবলামুখী করে দেয়া সুন্নাত।

৭. যারা মৃত ব্যক্তিকে কবরে নামাবে তাদের ক্বিবলামুখী হওয়া।

৮. মহিলা হলে পর্দার সঙ্গে নামানো মুস্তাহাব। শরীর প্রকাশ হয়ে যাওয়ার আশংকা থাকলে পর্দা করা ওয়াজিব।

৯. কবরে মাথার দিক থেকে মাটি দেয়া মুস্তাহাব। দুই হাতে মাটি কবরে রাখা। মাটি রাখার সময়; প্রথম বার বলবে- মিনহা খালাক্বনাকুম; দ্বিতীয় বার বলবে- ওয়া ফিহা নুঈদুকুম; তৃতীয় বার বলবে- ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।

১০. উটের পিঠের মতো দুই দিক ঢালু করে মাঝখানে আধা হাত পরিমাণ উঁচু করা।

১১. মাটি দেয়ার পর পানি ছিটানো মুস্তাহাব।
১২. দাফন সম্পন্ন হওয়ার পর কিছুক্ষণ কবরের পাশে থেকে মৃতের জন্য দোয়া করা মুস্তাহাব।
১৩. এক কবরে একজনকেই দাফন করা উত্তম। প্রয়োজনে একাধিক দাফনও ক­রা যেতে পারে।

১৪. সমুদ্র ভ্রমণে কারো মৃত্যু হলে; সেখান থেকে স্থলভূমিতে নিয়ে আসতে দেরি হওয়ায় লাশ বিকৃত হওয়ার ভয় থাকলে, গোসল দিয়ে জানাযার পর সমুদ্রে ছেড়ে দিতে হবে। তবে স্থলভূমিতে কবরস্থ করা উত্তম।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃত ব্যক্তির দাফন কাজ সুন্দরভাবে সম্পন্ন করার তাওফিক দান করুন।

আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন।খোদা হাফেজ।

The post কবর জিয়ারতের দোয়া ও নিয়ম, appeared first on Trickbd.com.

Evil nun horror game review …. যারা জানে না তাদের জন্য

Posted:

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেকদিন পর আজকে পোস্ট লিখতে বসলাম। চলুন শুরু করা যাক।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকটি দারুণ গেম । আগেই বলে রাখছি এটি যারা এখনো খেলেননি তাদের জন্য আজকের পোস্ট । বর্তমান সময়ের একটি famous horror game evil nun । গেম টি আমি নিজে খেলেছি এবং এটি আমার কাছে দারুণ লেগেছে ।

গেমটির কিছু বিবরণ :
১/গেম টির কাহিনী হল আপনি একটি পরিত্যক্ত বাড়িতে আটকে পড়েছেন । এখন nun নামক বুড়ি মহিলার হাত থেকে আপনাকে বাঁচতে হবে । অর্থাৎ এ বাড়িটি থেকে বের হতে হবে ।
২/বের হতে হলে আপনাকে চাবি খুঁজে বার করতে হবে । চাবি টি ঐ বাড়িতেই কোনো ঘরে রাখা আছে

৩/nun যেকোনো সময় চলে আসতে পারে । আর একবার যদি আপনাকে নান দেখে ফেলে তাহলে মেরে ফেলবে । তাই আপনাকে নানের হাত থেকে লুকিয়ে লুকিয়ে চাবিটি খুঁজে বের করতে হবে ।

৪/ আর আরেকটি কথা বলে রাখছি আপনি যদি সত্যি গেমটি উপভোগ করতে চান , তাহলে earphone লাগিয়ে খেলুন । কারণ গেম টির graphics আর sound effects এতটাই ভয়ঙ্কর যে আপনার আত্মা কেঁপে উঠবে ।
৫/গেম টির সাইজ মাত্র ৯৪ mb
চলুন কিছু screenshot দেখে নেয়া যাক
গেম টি এই লিঙ্ক থেকে ডাউনলোড করূন review পড়ে আপনার মনে হতে পারে গেম টা এত একটা ভালো না, বাট আসলে গেম টা সেই l

কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর প্লিজ যদি এই পোস্টটি আপ্নার একটু হলেও উপকারে আসে, তাহলে প্রতিদান হিসেবে দয়া করে আমার youtube channel টা subscribe kore দিন।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।



The post Evil nun horror game review …. যারা জানে না তাদের জন্য appeared first on Trickbd.com.

মোটো রেসিং রিয়ালিস্টিক গেম খুব কম এমবি এর মধ্যে

Posted:

Moto hd review



DETAILS

Name:moto hd
Develooper: minimalab
Genre:Adventure, raceing,Single Player, Offline, Casual, Premium
Language: English
Price: 0 USD
Rating: 3.4/5
Size:10 mb

Review:
এই গেমটি আমার দেখা কম এমবির মধ্যে সবচেয়ে ভালো গেম। কিন্তু জানিনা কেনো এ গেম টির রেটিং অনেক কম।রাস্তার ফাটা থেকে সুরুকরে সব কিছুতে রিয়ালিস্টিক একটা ভাব থাকে। এ গেমের মিউজিক টা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে খেলে দেখতে পারেন মজার এই গেম টি l আপনার টাইম লস হবে না গেরান্টি দিলাম

এখন গেমের কিসু ডেমো দেখে নিন।

Tested Device

Device: Symphony v120
Android: 7
Root: Not Rooted Rom: Stock


SCREENSHOTS

img id=722851]

The post মোটো রেসিং রিয়ালিস্টিক গেম খুব কম এমবি এর মধ্যে appeared first on Trickbd.com.

দুনিয়াতে অনেক গেম খেলছেন কিন্তু এমন কঠিন গেম আর খেলেন নাই

Posted:

Pako forever review



DETAILS

Name:pako forever
Develooper: tree man Games
Genre:Adventure, Puzzle,Single Player, Offline, Casual, Premium
Language: English
Price: 0 USD
Rating: 4.3/5
Size:15 mb

Review:
প্রথমেই বলে রাখি,এটা অনেক কঠিন একটা গেম।আপনাকে পুলিশের গাড়ি ধাওয়া করে দৌড়াবে।আপনাকে তাদের থেকে বেঁচে ফিরতে হবে।যদিও এক সময় না একসময় তো ধরবেই, কিনতু জত বেশি সময় তাদের নাগালের বাইরে থাকবেন তত বেশি পইন্ট পাবেন। তাই একটা লেভেল পার করতে অনেক সময় লাগে। এ গেমের মিউজিক টা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে খেলে দেখতে পারেন মজার এই গেম টি l আপনার টাইম লস হবে না গেরান্টি দিলাম

এখন গেমের কিসু ডেমো দেখে নিন।

Tested Device

Device: Symphony v120
Android: 7
Root: Not Rooted Rom: Stock


SCREENSHOTS

The post দুনিয়াতে অনেক গেম খেলছেন কিন্তু এমন কঠিন গেম আর খেলেন নাই appeared first on Trickbd.com.

অ্যাংরি বার্ড এর মতো কম এমবি তে দারুন একটি গেমের রিভিউ

Posted:

Knock down review



DETAILS

Name:knock down
Develooper: inovative games
Genre:Adventure,puzzel,Single Player, Offline, Casual, Premium
Language: English
Price: 0 USD
Rating: 3.9/5
Size:4 mb

Review:
আপনার যদি অ্যাংরি বার্ড গেমটি ভালো লাগে,তাহলে কম এমবির মধ্যে knock down ট্রাই করে দেখতে পারেন।বলতে হলে অ্যাংরি বার্ড গেমের কপি পেস্ট।অনেক সুন্দর লাগসে এ গেমের সাউন্ড ইফেক্ট গুলা। জতো লেভেল যায় গেম আরো কঠিন হোতে থাকে।বলতে গেলে আপনাকে এডিক্তেড করার মত একটি গেম। এ গেমের মিউজিক টা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে খেলে দেখতে পারেন মজার এই গেম টি l আপনার টাইম লস হবে না গেরান্টি দিলাম

এখন গেমের কিসু ডেমো দেখে নিন।

Tested Device

Device: Symphony v120
Android: 7
Root: Not Rooted Rom: Stock


SCREENSHOTS

The post অ্যাংরি বার্ড এর মতো কম এমবি তে দারুন একটি গেমের রিভিউ appeared first on Trickbd.com.

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের ইংরেজি এ্যাসাইনমেন্ট | Hsc English Assignment 2021 3rd Week Answer

Posted:


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের মাঝে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থী অর্থাৎ বর্তমানে যারা একাদশ শ্রেণিতে রয়েছেন তাদের তৃতীয় সপ্তাহের ইংরেজি এ্যাসাইনমেন্টের উত্তরপত্র শেয়ার করতে করতে যাচ্ছি। যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তারা পোষ্টটি সম্পূর্ণ পড়ুন কেননা ১০০% নির্ভুলসহকারে সমাধান দেওয়া হয়েছে। তাই আপনি যদি সঠিকভাবে খাতায় লিখতে পারেন তবে সম্পূর্ণ মার্কসটিই পাবেন।

★যে প্রশ্নটি দেওয়া হয়েছেঃ

এবার উত্তরপত্র দেখেনিন।







আশাকরি এ্যাসাইনমেন্ট উত্তর পেয়ে গেছেন। ভালোভাবে বুঝতে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে সকল সকল শ্রেণির এ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল SK TECH VOICE
★ইউটিউবে গিয়ে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন।”

★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE

সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

The post ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের ইংরেজি এ্যাসাইনমেন্ট | Hsc English Assignment 2021 3rd Week Answer appeared first on Trickbd.com.

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের বাংলা ২য় পত্র এ্যাসাইনমেন্ট | Hsc Bangla Assignment 2021 3rd Week Answer

Posted:


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের মাঝে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থী অর্থাৎ বর্তমানে যারা একাদশ শ্রেণিতে রয়েছেন তাদের তৃতীয় সপ্তাহের বাংলা ২য় পত্র এ্যাসাইনমেন্টের উত্তরপত্র শেয়ার করতে করতে যাচ্ছি। যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তারা পোষ্টটি সম্পূর্ণ পড়ুন কেননা ১০০% নির্ভুলসহকারে সমাধান দেওয়া হয়েছে। তাই আপনি যদি সঠিকভাবে খাতায় লিখতে পারেন তবে সম্পূর্ণ মার্কসটিই পাবেন।

★যে প্রশ্নটি দেওয়া হয়েছেঃ

এবার উত্তরপত্র দেখেনিন।










আশাকরি এ্যাসাইনমেন্ট উত্তর পেয়ে গেছেন। ভালোভাবে বুঝতে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে সকল সকল শ্রেণির এ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল SK TECH VOICE
★ইউটিউবে গিয়ে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন।”

★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE

সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

The post ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের বাংলা ২য় পত্র এ্যাসাইনমেন্ট | Hsc Bangla Assignment 2021 3rd Week Answer appeared first on Trickbd.com.

FREE FIRE DPS INJECTOR V31 | ফ্রি ফায়ার মুড মেনু

Posted:

আসসালামু আলাইকুম
➤আশা করি সবাই ভালো আছে- Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন

তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক



Free Fire Injector mod menu Work Rank

বিঃদ্রঃ এসব বিষয়ে যাদের কোন Interest নাই। সেসব Public অবশ্যই Post টি Ignore করে চলে যান। অযথা সময় নষ্ট করা ঠিক নাহ।


°
✔

Don’t Use hack in Main Id! Use New Id


Injector ◑ Mod ◑ Script Expire ◑ আপডেট পেতে Facebook Group এ Join দিয়েন।



Tech Gaming BD

Mod Install + Virtual install না পারলে আগের পোস্ট দেখে আসেন। না হলে বুঝতে সমস্যা হবে।

x8Sandbox install + Mod injector Install Process!


Installing Tutorial

✔

সুবিধার্থে আগের পোস্টে Injector v31 এর লিংক দিয়ে দিছি। ওই পোস্ট দেখে ইনস্টল করলেই হবে।



Dps Hacker v31 mod menu তে আগের Version v30 এর সব Problem fix করা হয়েছে। যেমন Aimbot Headshot/ Auto Back /Ghost Hack Fix / Teleport Lite


◑Mod injector Download Link↓

Injector Mod Menu

Full Video Tutorial

___________________________________________________

Happy gaming🙂

❤
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

___________________________________________

গেমের সকল আপডেট পেতে অবশ্যই জয়েন হবেন

Join Our FB Group

Tech Gaming BD

———————————————

ধন্যবাদ শেষ পর্যন্ত পড়ার জন্য

আল্লাহ হাফিজ

The post FREE FIRE DPS INJECTOR V31 | ফ্রি ফায়ার মুড মেনু appeared first on Trickbd.com.

ডাউনলোড করুন মহানগর সিরিজ… এবং এডমিন বা মডারেটর এর একটি হেল্প চাই

Posted:

মহানগর এক কথায় সিরিজটি অসাধারণ। এখানে মোশাররফ করিমের অভিনয় ছিলো দেখার মতো।

এর গল্পটা আমাদের সমাজের মতোই।পকেটে যার টাকা আছে ক্ষমতা আর প্রশাসন তার কাছেই।
গল্পটা শুরু হয় এক ক্ষমতাবান এর গাড়ির নিচে একজন সাইকেল আরোহী নিহত হয়।কিন্তু টাকার দিয়ে এই ঘঠনা ধামা চাপা দিতে চায় সে।কিছুটা সফল ও হয়।কিন্তু সব পুলিশ তো আর এক না।

সেই থানার এক পুলিশ সদস্য শুরু করে তার মতো করে তদন্ত। এই রহস্যের সমাধান করতে চায় সে।

আসলে কি পারবে সে এই রহস্যটা সমাধান করতে।গল্পটা জানোট হলে আপনাকে দেখতে হবে সিরিজটি।

সিরিজটির গুগল ড্রাইভ লিংক নিচে দিয়ে দিলাম।

মহানগর ৪৮০ পিক্সেল

মহানগর ৭২০ পিক্সেল

এডমিন বা মডারেটর একটি হেল্প প্রয়োজন। আমার বোন ট্রিকবিডিতে কপি বিহীন ৬ টি পোষ্ট করেছে কিন্তু পোষ্ট এপ্রুভ দেয়া হয়নি এবং ট্রেইনার এর জন্য রিকুয়েষ্ট ও মেইল করেছিলো।

একাউন্ট লিংক

ধন্যবাদ সবাইকে💗

The post ডাউনলোড করুন মহানগর সিরিজ… এবং এডমিন বা মডারেটর এর একটি হেল্প চাই appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments