দাঁড়িয়ে পানি পান করলে কি কঠিন রোগ হয় সবাই জেনে নিন। |
- দাঁড়িয়ে পানি পান করলে কি কঠিন রোগ হয় সবাই জেনে নিন।
- এখুনি দেখে নিন অক্ষয়ের Airlift মুভিটি সাথে আমার দেওয়া রিভিউ [না দেখলে পস্তাবেন]
- অনলাইনে ইনকাম ২০২১, ঘরে বসে আয় করার সহজ উপায়!
- book review: জনপ্রিয় harry potter series. যেই বইগুলো/মুভি গুলো না পড়লে জীবনে অনেক বড় কিছু মিস করবেন l
- জানা অজানা জ্ঞান বিজ্ঞান [পর্ব-৩]
- কেন আমরা Google knowledge plane পাই?
- নিয়ে নিন আপনার লাইফে দেখা সবচেয়ে বড় হ্যাকিং রিলেটেড পেইড কোর্স যার সাইজ ৫০ জিবি
- ষষ্ঠ থেকে নবম শ্রেণির নবম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রশ্নপত্র ডাউনলোড করেনিন | 9th Week Assignment Pdf Download Class 6-9
- ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্ট গ্রিড এবং ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করেনিন
- ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় এ্যাসাইনমেন্ট | Ssc Bangladesh And Global Studies Assignment 2021 2nd Week Answer
দাঁড়িয়ে পানি পান করলে কি কঠিন রোগ হয় সবাই জেনে নিন। Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । দাঁড়িয়ে পানি পান করলে কি কঠিন রোগ হয় জানেনআমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন এবং এক ঢোঁকে পানি পান করতে নিষেধ করেছেন।(সহীহ মুসলিম হাদিস নং ৩৭৭৬)। কিন্তু কেনো নিষেধ করেছেন,তা হয়তো তখনকার মানুষের জানা ছিল না। আজকে বিজ্ঞানের বদৌলতে আমরা জানতে পেরেছি যে দাঁড়িয়ে পানি পান করলে কি কি মারাত্মক ক্ষতি হতে পারে! তো চলুন সে সম্পর্কে জেনে নিন। পানি ছাড়া বেঁচে থাকাটা অসম্ভব। কিন্তু আপনাদের কী জানা আছে পানি পানের সঠিক পদ্ধতি সম্পর্কে। বিশ্বের প্রায় 50% মানুষেরই এ বিষয়ে কোনো জ্ঞান নেই। ফলে পানি পান করে সবাই তেষ্টা মেটাচ্ছে! কিন্তু সেইসঙ্গে শরীরের মারাত্মক ক্ষতি করে ফেলছে। যেমন ধরুন কখনোই দাঁড়িয়ে পানি পান করা উচিত নয়। পানি পান করা মাত্র আমাদের শরীরে উপস্থিত একাধিক ছাকনি হিসেবে উপস্থিত ক্ষতিকর উপাদানদের ছেঁকে নিয়ে শরীরের বাইরে বের করে দিচ্ছে। এখন যদি এই ছাকনিএগুলো ঠিকঠাক মত কাজ না করতে পারে তাহলে কি হবে একবার ভাবুনতো! পানিতে উপস্থিতি অস্বাস্থ্যকর উপাদানগুলো রক্তে মিশতে শুরু করবে। ফলে একসময় গিয়ে শরীরের টক্সিনের মাত্রা এতটাই বেড়ে যাবে যে একাধিক অঙ্গের উপর তার খারাপ প্রভাব পড়বে। তাই তো বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। যেমন দাঁড়ানো অবস্থায় কখনো পানি পান করবেন না। কারণ এমনটা করলে শরীরের ভিতরে থাকা ছাকরিগুলো সংকুচিত হয়ে যায়। ফলে ঠিকমতো কাজ করতে পারে না। এখানেই শেষ নয় দাঁড়িয়ে পানি পান করলে শরীরের অভ্যন্তরে আরো নানাভাবে ক্ষতি হয়। চলুন জেনে নেই। ৮. বদ হজম হওয়ার আশঙ্কা বাড়ে: বসে থাকাকালিন পানি পান করলে পেটের অন্দরের সব পিশী এবং নার্ভাস সিস্টেম অনেক বেশি রিল্যাক্সিং স্টেটে থাকে। ফলে হজম ক্ষমতা বিগড়ে যাওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। কিন্তু যদি দাঁড়িয়ে কিছু খাবার খান বা পানি পান করেন তাহলে কিন্তু একেবারেই উল্টো ঘটনা ঘটে। ফলে গ্যাস অম্বল এর সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা বৃদ্ধি পায়। ৭. জি ই আর ডি- তে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে: দাঁড়িয়ে থাকা অবস্থায় পানি পান করলে বা খাবার খেলে তা সরাসরি ইসোফেগাসে গিয়ে ধাক্কা মারে। ফলে এমনটা হতে থাকলে একসময় গিয়ে ইসোফেগাস এবং পাকস্হালীর মধ্যেকার সরু নালীটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্র ডিজিজ অর্থাৎ ডি ই আর ডি এর মত রোগ শরীরে এসে বাসা বাঁধে। ৬.অ্যাংজাইটি লেভেল বেড়ে যায়: একাধিক গবেষণায় দেখা গেছে দাঁড়িয়ে পানি পান করলে একাধিক নার্ভে প্রদাহ সৃষ্টি হয়। ফলে কোনো কারণ ছাড়াই মানসিক চাপ বা অ্যাংজাইটি বাড়তে শুরু করে। প্রসঙ্গত, অকারণ মানসিক চাপ কিন্তু শরীরের জন্য একেবারেই ভালো নয়। তাই এক্ষেত্রে সাবধান হওয়া খুবই জরুরী। ৫. পানি খেলেও চেষ্টা থেকে যায়: স্টোমাকে (পাকস্থলীতে) কমবেশি প্রায় দেড় লিটার পানি জমা হতে পারে। এই পরিমাণ পানি যখন আমরা একেবারেই খেতে পারিনা তখন বারেবারে তেষ্টা পেতে শুরু করে। আর এমন টা কখন হয়…? একাধিক কেস স্টাডি করে দেখা গেছে দাঁড়িয়ে পানি পান করলে শরীরের একাধিক জায়গায় বাধা পেতে পেতে শেষে স্টামাকে এসে যেটুকু পানি জমা হয়, তাতে চাহিদা মেটে না । ফলে বারে বারে তেষ্টা পেতে থাকে। ফলে যা হওয়ার তাই হচ্ছে। অজান্তে শেষ হয়ে যাচ্ছে আমাদের শরীর। ৪. কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়: যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে দাঁড়িয়ে পানি পান করার সময় শরীরের অন্দরে থাকা একাধিক ফিল্টার ঠিকমতো কাজ করতে পারে না। ফলে পানির মধ্যে থাকা একাধিক ক্ষতির উপাদান প্রথমে রক্ত গিয়ে মেশে তারপর সেখান থেকে কিডনিতে এসে জমা হতে শুরু করে। ফলে ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমে গিয়ে একসময় কিডনি ড্যামেজের সম্ভাবনা দেখা দেয়। তাই আজ থেকে ভুলেও দাঁড়িয়ে পানি পান করবেন না। ৩. পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হয়: দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্হলীতে দিয়ে আঘাত করে। সেইসঙ্গে স্টমাকে উপস্হিত অ্যাসিডের কার্যক্রমও কমিয়ে দেয়। ফলে বদহজমের আশঙ্কা বৃদ্ধি পায়। সে সঙ্গে পাকস্থলির কর্মক্ষমতা কমে যাওয়ার কারণে তলপেটে যন্ত্রণা সহ আরো নানা শারীরিক অসুবিধা দেখা দেয। ২. অ্যাসিড লেভেল তারতম্য দেখা যায: আয়ুর্বেদ শাস্ত্রে এমন উল্লেখ পাওয়া যায় যে দাঁড়িয়ে থাকা অবস্থায় পানি পান করলে পেটের অন্দরে ক্ষরণ হতে থাকা এসিড ঠিকমত ডাইলিউট হতে পারে না। আর যদি এমনটা না হতে পারে তাহলে স্বাভাবিকভাবেই নানাবিধ সমস্যা দেখা দেয়। তাই সুস্থ থাকতে এবার থেকে ভুলেও দাঁড়িয়ে পানি পান করবেন না। ১. আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে: জি হ্যাঁ একেবারে ঠিক শুনেছেন। দাঁড়িয়ে পানি পান করার সঙ্গে আর্থ্রাইটিসের ( বাত ব্যাথা) সরাসরি যোগ রয়েছে। এক্ষেত্রে শরীরে অন্দরে থাকা কিছু উপকারী রাসায়নিকের মাত্রা কমতে শুরু করে।ফলে জয়েন্টের কর্মক্ষমতা কমে যাওয়ার কারণে এ ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। প্রসঙ্গত যারা ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়েছেন তারা ভুলেও দাঁড়িয়ে পানি পান করবেন না। এবং এক ডোকে কখন পানি পান করবেন না। অন্তত পক্ষে তিন ডোকে পানি পান করুন। এবং এটি আমাদের প্রিয় নবী সাল্লাহু সাল্লাম এর নির্দেশ। আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। এবং এক ডোকে পানি পান করতে নিষেধ করেছেন। কমপক্ষে তিন ডোকে পানি পান করতে বলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেন দাঁড়িয়ে পানি পান করো না,বসে পানি পান করো এবং তিন ডোকে পানি পান করো। এবং পানি পান করার শুরুতে বিসমিল্লাহ বল( মুসলিম হাদিস নাম্বারঃ 3776,মুসনাদে আহমদ হাদিস নাম্বারঃ 11880) একবার ভেবে দেখুন আজকে আমরা দাঁড়িয়ে পানি পান করার ফলে যে ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো বিজ্ঞান কিছুদিন আগে জেনে আছে অথচ প্রিয় নবী সাল্লাহু সাল্লাম সাড়ে চোদ্দশ বছর আগেই আমাদেরকে এ বিষয়ে অবগত করেছেন আল্লাহ আমাদের সকলকে পানি পান করা শুরুতে বিসমিল্লাহ বলার তৌফিক দান করুন এবং সবাই যেন দাঁড়িয়ে পানি পান না করি এবং কমপক্ষে তিন ডোকে পানি পান করব এবং আমরা কখনই দাঁড়িয়ে ঢকঢক করে পানি পান করব না। আল্লাহ আমাদের সবাইকে এ বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post দাঁড়িয়ে পানি পান করলে কি কঠিন রোগ হয় সবাই জেনে নিন। appeared first on Trickbd.com. |
এখুনি দেখে নিন অক্ষয়ের Airlift মুভিটি সাথে আমার দেওয়া রিভিউ [না দেখলে পস্তাবেন] Posted: আসসালামু আলাইকুম।আশা করি সকলেই ভালো আছেন।তো আজ আমি আপনাদের কাছে নিয়ে এলাম অক্ষয়ের সেরা মুভি…যেটা দেখলে আপনি এক সেকেন্ড ও মিস করতে পারবেন না….তাহলে কথা না বাড়িয়ে মুভিটির রিভিয় দেওয়া যাক…সাথে ডাউনলোড লিংক ও পাবেন। Movie Name : Airlift যুদ্ধ, ছোট্ট একটি শব্দ, কিন্তু প্রভাব বিস্তর। ক্ষমতাশালীদের কাছে এটি আরো ক্ষমতা পাবার হাতিয়ার, সাধারণের কাছে এটা শুধুই এক বিভীষিকা। অক্ষয়ের সহভিনেত্রী হিসেবে আছেন নিমরাত কৌর। এনাকে এর আগে লাঞ্চবক্সে দেখেছিলাম, ছিমছাম সাবলীল অভিনয়ের জন্য তখনই তাকে খুব ভাল লেগে যায়। অক্ষয়প্রধান এই মুভিতে তার ভুমিকা খুব বেশী না হলেও তার উপর অর্পিত কাজটুকু তিনি ভালভাবে করেছেন। এর আগে পরিচালক হিসেবে রাজা মেননের তেমন বিশেষ কোনো মুভি না থাকলেও এই মুভিতে তিনি কোনো অদক্ষতার ছাপ রাখেন নি। ইরাকী বাহিনী কতৃক কুয়েত দখল, তাদের ধংসলীলা, মানবতা লংঘন এসবই বেশ পাকা হাতে সেলুলয়েডে তুলে ধরেছেন তিনি। মুভির গানগুলোর মধ্যে "SOCH NA SAKE" গানটা মুভি চলাকালীন সময়ে দারুন লেগেছিল। অন্যান্য গানগুলোও মুভির সেটাপের সাথে মানিয়ে গিয়েছে। অরিজিৎ যা গায় তাই ভালো লাগে । *** স্পয়লার *** মুভিটা নির্মিত হয়েছে ১৯৯০ সালের কুয়েত-ইরাক যুদ্ধকালীন সময়ে কুয়েতে বসবাসকারী ভারতীয়দের বাস্তব অভিজ্ঞতা নিয়ে। তখন ম্যাথুনী ম্যাথুস আর বেদী নামে দুজন ব্যাক্তির সাহসী পদক্ষেপের ফলে ১৭০০০০ ভারতীয় সফলভাবে দেশে ফিরতে পারে। সিরিয়াস থ্রিলার মুভিগুলো নির্মাণে দিন দিন ভারতীয় পরিচালকদের হাত পাকা হয়ে উঠছে। সামনের মাসে আরেকটি বাস্তবঘটনা অবলম্বনে নির্মিত মুভি "নির্জা" আসবে, সেটার অপেক্ষায় থাকলাম। Download Link/watch link The post এখুনি দেখে নিন অক্ষয়ের Airlift মুভিটি সাথে আমার দেওয়া রিভিউ [না দেখলে পস্তাবেন] appeared first on Trickbd.com. |
অনলাইনে ইনকাম ২০২১, ঘরে বসে আয় করার সহজ উপায়! Posted: |
Posted: হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।
তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে দারুন একটা বুক সিরিজ এর সাথে পরিচয় করিয়ে দেব। সেটি হলো জনপ্রিয় হ্যারি পটার সিরিজ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই। আপনি কি কখনও হ্যারি পটার সিরিজটি পড়েছেন? আমি আপনাকে হ্যারি পটার সিরিজটি পড়তে বলবো। কারন আপনি যদি সত্যিকারের বইপ্রেমি হন তাহলে আপনার উচিত এখনই বইগুলো পড়ে ফেলা। হ্যারি পটার সিরিজ হলো দুনিয়ায় সবচেয়ে বেশী আয় করা সিরিজগুলোর মাঝে একটি। এটি মূলত জে. কে. রওলিং নামক একজন লেখিকার লেখা বই। আমি নিজে বইগুলো পড়েছি এবং এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার সবচেয়ে প্রিয় বই কোনটা, তাহলে আমি বলবো হ্যারি পটার সিরিজ। বইগুলা দারুন। তাছাড়া এগুলার উপর ৮ টা মুভিও আছে। সেগুলোও দারুন। সিরিজটা মূলত ৭ টা বই নিয়ে। যথা; কাহিনীঃ কাহীনি মূলত উইর্জাডদের পৃথিবী নিয়ে, অর্থাৎ জাদুকরদের নিয়ে । আপনি যদি যাদু পছন্দ করেন, আপনি যদি উইজার্ড এবং ডাইনি পছন্দ করেন, যদি আপনি সাসপেন্স পছন্দ করেন তবে হ্যারি পটার সিরিজটি পড়ুন। আসলেই দারুন বইগুলা। এখানে লিখিকা আমাদের বাস্তব জীবনটার সাথে কল্পনার জীবনকে এমনভাবে মিলিয়েছেন তা বলার মতো না। আপনি যদি ইন্টারনেটে আজ এই নিবন্ধটি প্রথম জিনিসটি দেখছেন তবে হ্যারি পটারের প্রথম বইটি প্রকাশের অনেক বছর কেটে গেছে। বইটি (এবং পরবর্তী বইগুলি) জনপ্রিয়তার সাথে বাড়ার সাথে সাথে পটারের একটি নেতিবাচক কমেন্ট খুঁজে পাওয়া আপনার পক্ষে কঠোর চাপ হবে। হ্যারি পটারের বই প্রকাশিত হওয়ার পরে এটি খুব সফল। হ্যারি পটারের বই আমাদের মাগল, যাদুকর নয় এমন ব্যক্তি হিসাবে বর্ণনা করে যারা উইজার্ডের অস্তিত্ব জানে না আমাদের জীবনযাপন করে। বইগুলি আমাদের এমন একটি যাদুকর বিশ্ব কল্পনা করতে দেয় যা আমরা দেখতে অক্ষম।অপরদিকে উইজার্ডগুলি সাধারণত সহনশীল এবং মগলগুলির দিকে ভাল থাকে। বইটি বাস্তব জীবন এবং কল্পনার মধ্যে সীমাবদ্ধ করে। মূল চরিত্রঃ বইয়ের মূল চরিত্র হ্যারিকে নিয়েই সকল কাহিনী। তার জাদুময় স্কুল জীবনের ৭ টা বছর কিভাবে কেটেছে তার বর্ননাই পাওয়া যায় বইতে । তাকে ঘিরেই সব কাহিনী। রেটিংঃ বইগুলোর রেটিং অনেক ভালো। গুডরিডার্স এর রেটিং এ, তাছড়া অন্যান্য রেটিং ও ভালো। তাহলে অবশেষে একটি কথাই বলবো যে বইগুলো আজই পড়ে ফেলুন। গুগলে পিডিএফ আছে অথবা কিনেও পড়তে পারেন। তবে বাংলা অনুবাদগুলো একটু খটমটে। তাই পারলে ইংরেজিতে বইগুলো পড়তে পারেন। তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই। কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান। তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ । The post book review: জনপ্রিয় harry potter series. যেই বইগুলো/মুভি গুলো না পড়লে জীবনে অনেক বড় কিছু মিস করবেন l appeared first on Trickbd.com. |
জানা অজানা জ্ঞান বিজ্ঞান [পর্ব-৩] Posted: আসসালামু আলাইকুম।আসা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি এখানে পৃথিবীর কয়েকটা জানা অজানা ঘটনা/ জায়গার বর্ণনা তুলে ধরবো। আসা করি আপনাদের ভালো লাগবে। আজকের বিষয় কি কি নিয়ে কথা বলতে যাচ্ছি…
১–লাল আলোতে গাছের পাতা কালো দেখায় কেনো?২–টিভি কতটা বড় সেটা বোঝাতে যে সংখ্যাটি বলা হ সেটা টিভির কোন অংশের মাপ?৩–রাতে গাছের তলাই শয়ন করা উচিত নয় কেনো?৪–জ্বর হলে আমাদের শীত করে কেনো?৫–খেয়ে উঠলেই ঘুম পাই কেনো?৬–শীতকালে মানুষের গায়ের চামরা গরমকালের অপেক্ষা কিছুটা কালো দেখায়। এর কারন কী?৭–আকাশের রং নীল কেনো?৮–টিউবয়েলের পানি শীতে গরম আর গ্রীষ্মে ঠান্ডা কেনো?৯–সমুদ্রের পানি নীল দেখায় কেনো?
=>লাল আলোতে গাছের পাতা কালো দেখায় কেনো?সাদা আলো সবুজ পাতার ওপর পড়লে তা সবুজ রঙ প্রতিফলিত করে এবং সূর্যের সাদা আলো আন্যান্য রংকে শোষণ করে নেয়। কিন্তু সবুজ পাতার ওপর লাল আলো পড়লে সবুজ পাতা তা শুষে নায়। ফলে কোনো কিছুই প্রতিফলিত হয় না এ জন্যে লাল আলোতে সবুজ পাতা কালো দেখায়।
=>টিভি কতটা বড় সেটা বোঝাতে যে সংখ্যাটি বলা হ সেটা টিভির কোন অংশের মাপ?১৪ ইঞ্চি আর ২০ ইঞ্চি টভি সেটের কথা আজ সকলের মুখে মুখে। কিন্তু এই ১৪ বা ২০ ইঞ্চি দৈর্ঘটি টিভির কোন অংশের মাপ। টিভির পর্দাকে যদি একটা আয়তক্ষেত্র হিসেবে ধরে নেওয়া হয় তাহলে তার কর্ণ বা ডায়াগনালের দৈর্ঘ্যই টিভির মাপ নির্দেশ করে।
=>রাতে গাছের তলাই শয়ন করা উচিত নয় কেনো?মানুষ সব সময় নিশ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন্দাই-অক্সাইড ত্যাগ করে। গাছ দিনের বেলায় সালোক-সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বনডাইন-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যগ করে। কিন্তু রাতে গাছের সালোক-সংস্লেষোণ বন্ধ থাকে এবং শ্বাস-ক্রিয়া চলতে থাকে। শ্বাস ক্রিয়ায় গাছ প্রানিদের মতো অক্সিজেন গ্রহণ করে আর কার্বনডাইন-অক্সাইড ত্যাগ করে । রাতে গাছ তলায় শয়ন করলে গাছের অতিরিক্ত কার্বনডাইন-অক্সাইড নিশ্বাসের সাথে মানুষের দেহে প্রবেশ করে। এ কার্বনডাইন-অক্সাইড মানব দেহের জন্য ক্ষতিকর। তাই রাতের বেলা গাছের নিচে শয়ন করা ঠিক নয়। =>জ্বর হলে আমাদের শীত করে কেনো?পরিবেশের উষ্ণতা যখন শরীরের উষ্ণতা থেকে কমে যায়, তখন আমাদের শীত করে। শীতকালে তাই আমাদের শীত লাগে। কিন্তু যখন জ্বর হয়, তখন আমাদের দেগের উষ্ণতা বেড়ে যায় এবং পরিবেশের যা উষ্ণতা থাকে তার থেকে বেশি থাকে। অর্থাৎ পরিবেশের উষ্ণতা দেহের উষ্ণতা থেকে কম। তাই আমাদের শীত লাগে। =>খেয়ে উঠলেই ঘুম পাই কেনো?ভরা পেটে খেয়ে ওঠার পর দেখা যায়, খুব বেশি ঘুম পাচ্ছে। চোখ জড়িয়ে আসে, ঘুম ঘুম ভাব, মনে হয় একটূ যেনো গড়িয়ে নিতে পারলে ভালো হয়। অথচ খেয়ে ওঠার পরে কিছুটা সময় গল্প গূজব করে কাটিয়ে দিতে পারলে দেখা যায় ঘুমটা কেটে গেলো। কিন্তু খেয়ে উঠলেই ঘুম পাই কেনো? খাওয়ার পরে শরীরে মোট রক্তের একটা বড় অংশ অন্ত্রে চলে আসে। এটা আসে হজমে সাহায্য করার জন্য। আবার এ রক্তের বিতর দিয়ে অক্সিজেন চলাচল করে। তাহলে রক্তের অনেকটা অংশ অন্ত্রে চলে এলে মস্তিষ্কে অক্সিজেন এর অভাবের ফলে অবসন্নতা এবং ঘুমের ভাব হয়। এ অভাবটা অবশ্য সাময়িক। সে কারনে খানিকক্ষণ বাদে ঘুম-ঘুম ভাব কেটে গিয়ে শরীর আবার সতেজ চাঞা হয়ে ওঠে। =>শীতকালে মানুষের গায়ের চামরা গরমকালের অপেক্ষা কিছুটা কালো দেখায়। এর কারন কী?গরমকালে আমাদের শরীরে যে পরিমান আদ্রতা থাকে, শীতকালে সে পরিমান আর্দ্রতা বজায় থাকে না শীতকালে শুষ্ক শীতল বায়ুর প্রভাবে শরীরে চামড়া আর্দ্রেতা হারায় এবং কুচকে যায়। এজন্য শীতকালে মানুষের গায়ের চামড়া কিছুটা কালো দেখায়। =>আকাশের রং নীল কেনো?আলো ৭ টি বর্নালির সমন্বয়ে গঠিত। যদিও স্বাভাবিক অবস্থায় আমরা আলোর মধ্যে রংগুলো আলাদা ভাবে দেখতে পাই না। সূর্যের আলো যখন পৃথীবির বায়ু মন্ডলে এসে পড়ে তখন গাঢ় নীল রং অন্যান্য রং থেকে আলাদা হয়ে যায় এবং বায়ুতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে । এভাবে পৃথক হয়ে যাওয়ার কারনে গাঢ় নীল রং আমাদের দৃষ্টিগ্রাহ্য হয় এবং এ অবস্থায় আকাশের রং নীল দেখায়।
=>টিউবয়েলের পানি শীতে গরম আর গ্রীষ্মে ঠান্ডা কেনো?টিউবয়েলের থেকে যে পানি তোলা হয় তা থাকে মাটির বেশ কিছুটা নিচে। মাটি তাপের কুপরিবাহি। ফলে বাইরে বাতাসের বাতাসের যখন হলকা বয়, তখন মাটির মধ্যে ততোতা থাকে না। কিংবা বাতাসের যখন গরম ভাব দেখা দেয়, তখনও ভেতরের মাটি ততটা ঠান্ডা হয়ে ওঠে না। তাই শীতকালে বাইরের বাতাসের তাপমাত্রার তুলনায় টিউবয়েলের ভিতরের পানির উষ্ণতা বেশি। ফলে তখন টিউবয়েল থেকে পানি তুললে সে পানি তো গরম বলে মনে হবেই। আর গরমের দিনে অবস্থাটা উলটো তখন বাইরের বাতাসের উষ্ণতার চেয়ে মাটির নিচের উষ্ণতা কম থাকে। আই তাই সে সময়ে টিউবয়েলের পানি ঠান্ডা লাগে। আসলে টিউবয়েলের পানি মাটির গভিরে যেখানে থাকে, মাটি তেমন তাপ টানেনা বলে, শীত গ্রীষ্মের কোনো সময়েই সে উষ্ণতার তেমন একটা পরিবর্তন হয় না। সে জন্যই শীতে টিউবয়েলের পানি গরম, গ্রীষ্মে ঠান্ডা।
=>সমুদ্রের পানি নীল দেখায় কেনো?সমুদ্রের বিস্তৃত পানিরাশিকে একসাথে নীল দেখায়। আকাশে বায়র অনুর মতো সমুদ্রের বিস্তৃত পানি রাশির অনুগুলো সূর্যরস্মির নীল বর্নকে চারিদিকে ছড়িয়ে দেয়। ফলে বাইরে থেকে তাকালে সমুদ্রের পানি রাশিকে নীল দেখায়। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই রকম আরো আর্টিকেল আপনাদের সামনে নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখবেন। The post জানা অজানা জ্ঞান বিজ্ঞান [পর্ব-৩] appeared first on Trickbd.com. |
কেন আমরা Google knowledge plane পাই? Posted: প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি । কেন আমরা Google knowledge plane পাই? Knowledge panel কি ভাবে পাব?Knowledge plane পেতে হলে আপনাকে যে কোন একটি category তে থাকতে হবে এবং গুগল জানতে হবে। গুগল জানলে Automatic তৈরি করে দিবে পরে আপনাকে claim করে আপনি আপনার ইচ্ছা মত পটু আপলোড করতে পারবেন ইত্যাদি। অনেকের দারণা এটি তৈরি করা যায় কিন্তু এটি তৈরি করা যায় না গুগল আপনার identify দেখেই গুগলই তৈরি করে দেই। বিঃদ্রঃ – পোষ্টের লেখা ছোট হলেও অনেকে এইটুকু জানে না তাই পোষ্টি করলাম এবং Google knowledge panel কি ভাবে claim করতে হয় পোষ্টি লাগলে কমেন্ট করেন ইনশাআল্লাহ। যারা জানেন তাহলে তো ভালোই, যারা জানেন না তাদের জন্য পোষ্টিআশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।ধন্যবাদ। The post কেন আমরা Google knowledge plane পাই? appeared first on Trickbd.com. |
নিয়ে নিন আপনার লাইফে দেখা সবচেয়ে বড় হ্যাকিং রিলেটেড পেইড কোর্স যার সাইজ ৫০ জিবি Posted: আমার ২০০ তম পোস্টের আগে ভাবলাম বড় কিছু শেয়ার করি, তাই আজকের পোস্ট। ট্রিকবিডিতে অথর হিসেবে আছি ৪-৫ বছর হয়ে যাবে কিন্তু পোস্ট করা হত না তেমন। জানি না কীভাবে আমার প্রায় ২০০ টি পোস্ট হয়ে গেল।২০০ তম পোষ্টে আমি রুট রিলেটেড ভাল কিছু শেয়ার করতে যাচ্ছি, তাই আমার পোস্টের দিকে চোখ রাখুন।এই পোস্ট শুরুর আগে, কিছুদিন আগে আরো কিছু পেইড কোর্স শেয়ার করি, যদি কেউ তা না দেখে থাকেন তবে তা দেখে আসতে পারেন।
এ ধরণের কোর্স পেতে নিচে কমেন্ট করুন। যা যা থাকছে এই কোর্সেএখানে আসলে একটি না অনেকগুলো কোর্স আছে। এটি আমি বছর খানেক আগে আমার মেগাতে ইম্পোর্ট করে রেখেছিলাম কিন্তু আপলোড করা হয়নি কখনো। Python, Reverse Engineering, Red Hat, Sql, System Hacking, Wireshark এদের মত অনেক বড় বড় বিষয়ে ডিটেইলস আলচনা করা আছে। এক সাথে এত বড় কালেকশন আগে কোথাও দেখিনি। যদি আগে থেকে এইসব বিষয়ে হাল্কা ধারনা থেকে থাকে তবে এইসব আপনার অনেক ভাল লাগবে। এখানে প্রতিটি টপিক এর ইন্ট্রোডাকশন থেকে শুরু করে প্রায় বিস্তারিত বলা আছে এবং ইম্পর্টেন্ট কিছু ট্রিক্স PDF আকারে দেয়া আছে। এটি আপনার মেগা একাউন্টে ইম্পোর্ট করে রেখে দিন। আমি যখন ইম্পর্ট করেছিলাম এর পরেই অরিজিনাল ফাইল মনে হয় ডিলেট হয়ে যায় কিন্তু আমার ইম্পর্রট মনে হয় এখনো থেকে গেছে। SUPPORT AND HELP MEআপনারা অনেকেই ফেসবুক ব্যববার করেন। আমি একটি Photography Contest এর মধ্যে অংশগ্রহণ করেছি এবং তা জেতার শর্ত হিসেবে আমার পোস্টে লাইক, কমেন্ট এবং শেয়ার এর পরিমাণ সর্বোচ্ছ থাকতে হবে। ট্রিকবিডিতে অনেকদিন ধরে আছি আপনাদের থেকে এতটুকু আশা করতেই পারি। যেহেতু ২০০ তম পোস্টে রুট রিলেটেড মজাদার কিছু আনার প্লেনিং করছি তাই আপনাদের থেকে এতটুকু আশা করতেই পারি। The post নিয়ে নিন আপনার লাইফে দেখা সবচেয়ে বড় হ্যাকিং রিলেটেড পেইড কোর্স যার সাইজ ৫০ জিবি appeared first on Trickbd.com. |
Posted:
খুব শীঘ্রই এ্যাসাইনমেন্টের উত্তরগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করবো সে পর্যন্ত অপেক্ষাই থাকুন। ★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}} The post ষষ্ঠ থেকে নবম শ্রেণির নবম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রশ্নপত্র ডাউনলোড করেনিন | 9th Week Assignment Pdf Download Class 6-9 appeared first on Trickbd.com. |
Posted:
খুব শীঘ্রই এ্যাসাইনমেন্টের উত্তরগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করবো সে পর্যন্ত অপেক্ষাই থাকুন। ★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}} The post ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্ট গ্রিড এবং ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করেনিন appeared first on Trickbd.com. |
Posted:
★যে প্রশ্নটি দেওয়া হয়েছেঃ “প্রতিনিয়ত সবার আগে সকল সকল শ্রেণির এ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল SK TECH VOICE ★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}} The post ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় এ্যাসাইনমেন্ট | Ssc Bangladesh And Global Studies Assignment 2021 2nd Week Answer appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments