Search box..

দাঁড়িয়ে পানি পান করলে কি কঠিন রোগ হয় সবাই জেনে নিন।

দাঁড়িয়ে পানি পান করলে কি কঠিন রোগ হয় সবাই জেনে নিন।


দাঁড়িয়ে পানি পান করলে কি কঠিন রোগ হয় সবাই জেনে নিন।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

দাঁড়িয়ে পানি পান করলে কি কঠিন রোগ হয় জানেন

আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন এবং এক ঢোঁকে পানি পান করতে নিষেধ করেছেন।(সহীহ মুসলিম হাদিস নং ৩৭৭৬)। কিন্তু কেনো নিষেধ করেছেন,তা হয়তো তখনকার মানুষের জানা ছিল না। আজকে বিজ্ঞানের বদৌলতে আমরা জানতে পেরেছি যে দাঁড়িয়ে পানি পান করলে কি কি মারাত্মক ক্ষতি হতে পারে! তো চলুন সে সম্পর্কে জেনে নিন।

পানি ছাড়া বেঁচে থাকাটা অসম্ভব। কিন্তু আপনাদের কী জানা আছে পানি পানের সঠিক পদ্ধতি সম্পর্কে। বিশ্বের প্রায় 50% মানুষেরই এ বিষয়ে কোনো জ্ঞান নেই। ফলে পানি পান করে সবাই তেষ্টা মেটাচ্ছে! কিন্তু সেইসঙ্গে শরীরের মারাত্মক ক্ষতি করে ফেলছে। যেমন ধরুন কখনোই দাঁড়িয়ে পানি পান করা উচিত নয়। পানি পান করা মাত্র আমাদের শরীরে উপস্থিত একাধিক ছাকনি হিসেবে উপস্থিত ক্ষতিকর উপাদানদের ছেঁকে নিয়ে শরীরের বাইরে বের করে দিচ্ছে।

এখন যদি এই ছাকনিএগুলো ঠিকঠাক মত কাজ না করতে পারে তাহলে কি হবে একবার ভাবুনতো! পানিতে উপস্থিতি অস্বাস্থ্যকর উপাদানগুলো রক্তে মিশতে শুরু করবে। ফলে একসময় গিয়ে শরীরের টক্সিনের মাত্রা এতটাই বেড়ে যাবে যে একাধিক অঙ্গের উপর তার খারাপ প্রভাব পড়বে। তাই তো বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন।

যেমন দাঁড়ানো অবস্থায় কখনো পানি পান করবেন না। কারণ এমনটা করলে শরীরের ভিতরে থাকা ছাকরিগুলো সংকুচিত হয়ে যায়। ফলে ঠিকমতো কাজ করতে পারে না। এখানেই শেষ নয় দাঁড়িয়ে পানি পান করলে শরীরের অভ্যন্তরে আরো নানাভাবে ক্ষতি হয়। চলুন জেনে নেই।

৮. বদ হজম হওয়ার আশঙ্কা বাড়ে: বসে থাকাকালিন পানি পান করলে পেটের অন্দরের সব পিশী এবং নার্ভাস সিস্টেম অনেক বেশি রিল্যাক্সিং স্টেটে থাকে। ফলে হজম ক্ষমতা বিগড়ে যাওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। কিন্তু যদি দাঁড়িয়ে কিছু খাবার খান বা পানি পান করেন তাহলে কিন্তু একেবারেই উল্টো ঘটনা ঘটে। ফলে গ্যাস অম্বল এর সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা বৃদ্ধি পায়।

৭. জি ই আর ডি- তে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে: দাঁড়িয়ে থাকা অবস্থায় পানি পান করলে বা খাবার খেলে তা সরাসরি ইসোফেগাসে গিয়ে ধাক্কা মারে। ফলে এমনটা হতে থাকলে একসময় গিয়ে ইসোফেগাস এবং পাকস্হালীর মধ্যেকার সরু নালীটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্র ডিজিজ অর্থাৎ ডি ই আর ডি এর মত রোগ শরীরে এসে বাসা বাঁধে।

৬.অ্যাংজাইটি লেভেল বেড়ে যায়: একাধিক গবেষণায় দেখা গেছে দাঁড়িয়ে পানি পান করলে একাধিক নার্ভে প্রদাহ সৃষ্টি হয়। ফলে কোনো কারণ ছাড়াই মানসিক চাপ বা অ্যাংজাইটি বাড়তে শুরু করে। প্রসঙ্গত, অকারণ মানসিক চাপ কিন্তু শরীরের জন্য একেবারেই ভালো নয়। তাই এক্ষেত্রে সাবধান হওয়া খুবই জরুরী।

৫. পানি খেলেও চেষ্টা থেকে যায়: স্টোমাকে (পাকস্থলীতে) কমবেশি প্রায় দেড় লিটার পানি জমা হতে পারে। এই পরিমাণ পানি যখন আমরা একেবারেই খেতে পারিনা তখন বারেবারে তেষ্টা পেতে শুরু করে। আর এমন টা কখন হয়…? একাধিক কেস স্টাডি করে দেখা গেছে দাঁড়িয়ে পানি পান করলে শরীরের একাধিক জায়গায় বাধা পেতে পেতে শেষে স্টামাকে এসে যেটুকু পানি জমা হয়, তাতে চাহিদা মেটে না । ফলে বারে বারে তেষ্টা পেতে থাকে। ফলে যা হওয়ার তাই হচ্ছে। অজান্তে শেষ হয়ে যাচ্ছে আমাদের শরীর।

৪. কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়: যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে দাঁড়িয়ে পানি পান করার সময় শরীরের অন্দরে থাকা একাধিক ফিল্টার ঠিকমতো কাজ করতে পারে না। ফলে পানির মধ্যে থাকা একাধিক ক্ষতির উপাদান প্রথমে রক্ত গিয়ে মেশে তারপর সেখান থেকে কিডনিতে এসে জমা হতে শুরু করে। ফলে ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমে গিয়ে একসময় কিডনি ড্যামেজের সম্ভাবনা দেখা দেয়। তাই আজ থেকে ভুলেও দাঁড়িয়ে পানি পান করবেন না।

৩. পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হয়: দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্হলীতে দিয়ে আঘাত করে। সেইসঙ্গে স্টমাকে উপস্হিত অ্যাসিডের কার্যক্রমও কমিয়ে দেয়। ফলে বদহজমের আশঙ্কা বৃদ্ধি পায়। সে সঙ্গে পাকস্থলির কর্মক্ষমতা কমে যাওয়ার কারণে তলপেটে যন্ত্রণা সহ আরো নানা শারীরিক অসুবিধা দেখা দেয।

২. অ্যাসিড লেভেল তারতম্য দেখা যায: আয়ুর্বেদ শাস্ত্রে এমন উল্লেখ পাওয়া যায় যে দাঁড়িয়ে থাকা অবস্থায় পানি পান করলে পেটের অন্দরে ক্ষরণ হতে থাকা এসিড ঠিকমত ডাইলিউট হতে পারে না। আর যদি এমনটা না হতে পারে তাহলে স্বাভাবিকভাবেই নানাবিধ সমস্যা দেখা দেয়। তাই সুস্থ থাকতে এবার থেকে ভুলেও দাঁড়িয়ে পানি পান করবেন না।

১. আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে: জি হ্যাঁ একেবারে ঠিক শুনেছেন। দাঁড়িয়ে পানি পান করার সঙ্গে আর্থ্রাইটিসের ( বাত ব্যাথা) সরাসরি যোগ রয়েছে। এক্ষেত্রে শরীরে অন্দরে থাকা কিছু উপকারী রাসায়নিকের মাত্রা কমতে শুরু করে।ফলে জয়েন্টের কর্মক্ষমতা কমে যাওয়ার কারণে এ ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। প্রসঙ্গত যারা ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়েছেন তারা ভুলেও দাঁড়িয়ে পানি পান করবেন না। এবং এক ডোকে কখন পানি পান করবেন না। অন্তত পক্ষে তিন ডোকে পানি পান করুন।

এবং এটি আমাদের প্রিয় নবী সাল্লাহু সাল্লাম এর নির্দেশ। আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। এবং এক ডোকে পানি পান করতে নিষেধ করেছেন। কমপক্ষে তিন ডোকে পানি পান করতে বলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেন দাঁড়িয়ে পানি পান করো না,বসে পানি পান করো এবং তিন ডোকে পানি পান করো। এবং পানি পান করার শুরুতে বিসমিল্লাহ বল( মুসলিম হাদিস নাম্বারঃ 3776,মুসনাদে আহমদ হাদিস নাম্বারঃ 11880)

একবার ভেবে দেখুন আজকে আমরা দাঁড়িয়ে পানি পান করার ফলে যে ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো বিজ্ঞান কিছুদিন আগে জেনে আছে অথচ প্রিয় নবী সাল্লাহু সাল্লাম সাড়ে চোদ্দশ বছর আগেই আমাদেরকে এ বিষয়ে অবগত করেছেন আল্লাহ আমাদের সকলকে পানি পান করা শুরুতে বিসমিল্লাহ বলার তৌফিক দান করুন এবং সবাই যেন দাঁড়িয়ে পানি পান না করি এবং কমপক্ষে তিন ডোকে পানি পান করব এবং আমরা কখনই দাঁড়িয়ে ঢকঢক করে পানি পান করব না। আল্লাহ আমাদের সবাইকে এ বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post দাঁড়িয়ে পানি পান করলে কি কঠিন রোগ হয় সবাই জেনে নিন। appeared first on Trickbd.com.

এখুনি দেখে নিন অক্ষয়ের Airlift মুভিটি সাথে আমার দেওয়া রিভিউ [না দেখলে পস্তাবেন]

Posted:

আসসালামু আলাইকুম।আশা করি সকলেই ভালো আছেন।তো আজ আমি আপনাদের কাছে নিয়ে এলাম অক্ষয়ের সেরা মুভি…যেটা দেখলে আপনি এক সেকেন্ড ও মিস করতে পারবেন না….তাহলে কথা না বাড়িয়ে মুভিটির রিভিয় দেওয়া যাক…সাথে ডাউনলোড লিংক ও পাবেন।

Movie Name : Airlift
IDMB : 8/10
language; Hindi
Directed by : Raja Krishna Menon
Starring : Akshay Kumar and Nimrat Kaur…
Budget ; ₹ 300 million
Box office ; est. ₹ 251 crore

যুদ্ধ, ছোট্ট একটি শব্দ, কিন্তু প্রভাব বিস্তর। ক্ষমতাশালীদের কাছে এটি আরো ক্ষমতা পাবার হাতিয়ার, সাধারণের কাছে এটা শুধুই এক বিভীষিকা।
যখনই যেখানে যে ইস্যু নিয়েই যুদ্ধ বাধুক না কেন, মানবতা সেখানে বিপন্ন হবেই। বাঘে সিংহের লড়াইয়ের মধ্যে নলখাগড়া যেমন নিতান্তই উৎসর্গীত হয়,ঠিক তেমন যে কোনো যুদ্ধেই অকাতরে বলী হয় সাধারণ মানুষ। আর সেই রক্তের হোলিখেলায় গোসল করে বিত্তশালী হয়ে ওঠে আরো বিত্তবান, ক্ষমতাবানেরা হয়ে ওঠে দৌর্দন্ডপ্রতাপশালী।

এরই মধ্যেই কখনো কখনো আত্মপ্রকাশ ঘটে কোনো ছাইচাপা আগুনের। এসব সাধারন লোকের ভেতর থেকেই জন্ম নেয় মহান কোনো ব্যক্তিত্ব, যার হাত ধরেই মানবতা পেরিয়ে যায় যুদ্ধের উত্তাল সাগর। এক যুদ্ধ শেষ হয়ে হয়ত আরেকযুদ্ধ শেষ হয়, আর তার সাথেই তাল মিলিয়ে চলে এসব অগ্নিপুরুষের মহাযাত্রা।

এমনই একজন মানুষের গল্প "এয়ারলিফট"। রঞ্জিত একজন সফল ব্যবসায়ী, বউ মেয়ে নিয়ে বেশ সচ্ছলভাবেই বাস করে কুয়েতে। নিজেকে একজন ইন্ডিয়ানের চেয়ে বেশী কুয়েতী মনে করে সে। কিন্তু তার এই সুখের সময়ে বাধ সাধে কুয়েত-ইরাক যুদ্ধ। ইরাক তার সামরিক শক্তি দিয়ে কুয়েত দখল করে সেখানে এক ত্রাসের রাজত্ব কায়েম করে। এই প্রথম রঞ্জিত বুঝতে পারে দেশের মাটি ছেড়ে বিদেশে পরবাসী হয়ে থাকার ফল।

নিজের পরিবার নিয়ে কুয়েত ছাড়ার জন্যে উন্মুখ হয়ে ওঠে সে। অনেক চেষ্টার পর সুযোগও পেয়ে যায় সে। কিন্তু এমন সময়ে তার মনে জেগে ওঠে দেশাত্ববোধ, মানবতাবোধের চেতনা। কুয়েতে বসবাসরত এক লক্ষ সত্তর হাজার অসহায় ভারতীয়কে এই জলন্ত নরকে ফেলে রেখে যেতে তার মন সায় দেয় না। সে একত্র করে সব ভারতীয়দের। সাদ্দামের দখলদার বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে তার সামনে একটিই মাত্র লক্ষ্য দাঁড়ায়, তা হল, এই ১ লক্ষ ৭০ হাজার ভারতীয়ের নিরাপত্তা নিশ্চিত করা।
সে কি পারবে একাই এত মানুষের মুখে হাসি ফোটাতে?

বলিউডে অক্ষয় কুমার আমার বেশ প্রিয় অভিনেতা। তথাকথিত ৩০০ কোটি-৪০০ কোটি ক্লাবের সুপারহিট সিনেমা করার চেয়ে সে অনেক ভাল মানের সিনেমা স্থিতি বজায় রেখেই করে বলে আমার অভিমত।

অক্ষয় একটু বেশি সংখ্যক মুভি করে এবং তার বেশিরভাগই বাজে, এই হলো তার হেটারদের ভাষ্য। আমিও একমত, তবে পার্থক্য হচ্ছে আপনি কোন দৃষ্টিকোণ থেকে মুভিটাকে বাজে বলবেন?
কমেডিতে অক্ষয় পরীক্ষিত সুপারহিট অভিনেতা, সেই সাথে সে যে সিরিয়াস রোলেও দুর্দান্ত অভিনয় করতে পারে তা গত কয়েক বছরের মুভিগুলোই জ্বলন্ত সাক্ষী।

স্পেশাল ছাব্বিশ, হলিডে, বেবি, গাব্বার এর মত প্রতিবছরই সে একটি করে মুভিতে নিজের অভিনয়স্বত্তাকে অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। যেন তারই ধারাবাহিকতায় এবছরের মুভি এয়ারলিফট।
বলিউডে রিয়েলিস্টিক মুভির জগতে অক্ষয় এখন এক সেনসেশনই বলা যায়।

এক কুয়েতী ব্যাবসায়ি থেকে দেশপ্রেমিক অগ্নিপুরুষ ভারতীয় বনে যাবার এই যাত্রায় সে তার বডি ল্যাঙ্গুয়েজ , অভিব্যক্তি, ডায়ালগ ডেলিভারি সব দিক দিয়েই আমাকে সন্তুষ্ট করেছে।
আমাকে যদি এখন বলিউডের সেরা তিন সিরিয়াস রোলের অভিনেতা বাছাই করতে বলা হয়, আমি অনায়াসেই ইরফান খান, নওয়াজ সিদ্দিকীর সাথে অক্ষয়ের নামটাও যোগ করব।

অক্ষয়ের সহভিনেত্রী হিসেবে আছেন নিমরাত কৌর। এনাকে এর আগে লাঞ্চবক্সে দেখেছিলাম, ছিমছাম সাবলীল অভিনয়ের জন্য তখনই তাকে খুব ভাল লেগে যায়। অক্ষয়প্রধান এই মুভিতে তার ভুমিকা খুব বেশী না হলেও তার উপর অর্পিত কাজটুকু তিনি ভালভাবে করেছেন।
বিশেষ করে মুভির একপর্যায়ে টানা কয়েকমিনিটের ডায়ালগ ডেলিভারিতে সে বেশ ভাল করেছে।

এর আগে পরিচালক হিসেবে রাজা মেননের তেমন বিশেষ কোনো মুভি না থাকলেও এই মুভিতে তিনি কোনো অদক্ষতার ছাপ রাখেন নি। ইরাকী বাহিনী কতৃক কুয়েত দখল, তাদের ধংসলীলা, মানবতা লংঘন এসবই বেশ পাকা হাতে সেলুলয়েডে তুলে ধরেছেন তিনি।
তবে নিরাজ পান্ডের মত ক্যামেরা সেটাপ করে শটগুলো নিলে আরেকটু বেশি থ্রিল বোধ করতাম। ব্যাকগ্রাউন্ড স্কোর অবশ্য বেশ ভাল ছিল।

মুভির গানগুলোর মধ্যে "SOCH NA SAKE" গানটা মুভি চলাকালীন সময়ে দারুন লেগেছিল। অন্যান্য গানগুলোও মুভির সেটাপের সাথে মানিয়ে গিয়েছে। অরিজিৎ যা গায় তাই ভালো লাগে ।

*** স্পয়লার *** মুভিটা নির্মিত হয়েছে ১৯৯০ সালের কুয়েত-ইরাক যুদ্ধকালীন সময়ে কুয়েতে বসবাসকারী ভারতীয়দের বাস্তব অভিজ্ঞতা নিয়ে। তখন ম্যাথুনী ম্যাথুস আর বেদী নামে দুজন ব্যাক্তির সাহসী পদক্ষেপের ফলে ১৭০০০০ ভারতীয় সফলভাবে দেশে ফিরতে পারে।
এই ঘটনা গিনেস রেকর্ড বুকে সবচেয়ে বড় শরনার্থীযাত্রা হিসেবে অন্তর্ভুক্ত করা আছে। মুভিতে অবশ্য স্টোরিতে বেশ এদিক সেদিক করা হছে যা পুরোপুরি গ্রহনযোগ্য ***

সিরিয়াস থ্রিলার মুভিগুলো নির্মাণে দিন দিন ভারতীয় পরিচালকদের হাত পাকা হয়ে উঠছে। সামনের মাসে আরেকটি বাস্তবঘটনা অবলম্বনে নির্মিত মুভি "নির্জা" আসবে, সেটার অপেক্ষায় থাকলাম।
যারা ড্রামা বেইসড থ্রিলার মুভি পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ মুভি হলো, "এয়ালিফট", দেরি না করে গরম গরম দেখে ফেলুন।

Download Link/watch link ⬇
YouTube এ মুভিটি দেখুন

The post এখুনি দেখে নিন অক্ষয়ের Airlift মুভিটি সাথে আমার দেওয়া রিভিউ [না দেখলে পস্তাবেন] appeared first on Trickbd.com.

অনলাইনে ইনকাম ২০২১, ঘরে বসে আয় করার সহজ উপায়!

Posted:

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনলাইনে ইনকাম ২০২১ শিরোনামে আজকে আমরা ঘরে বসে সহজে অনলাইন থেকে কিভাবে টাকা আয় করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ।

আজকাল ফেসবুকে ঢুকলেই  অনেকেই প্রশ্ন করে কিভাবে অনালাইন  আয় করা যায়? কিভাবে ঘরে বসে সহজে টাকা আয় করা যায়? কিভাবে সহজে অনলাইনে কাজ পাওয়া যায়? কিভাবে মোবাইল দিয়ে ঘরে বসে আয় করা যায়?

আবার অনেকেই বলে ভাই আমি কিভাবে ফ্রিলান্সিং শুরু করবো ? আমি তো নতুন আমি  ফ্রিলান্সিং এর কোন কাজটি আগে শিখবো। কোন কাজের চাহিদা বেশী? কোথায় থেকে কাজ শিখবো ? ফ্রিলান্সিং বা আউটসোর্সিং কি ?

তো সবার কথা বিবেচনা করে আজকে আমি  ফ্রিলান্সিং বা  অনলাইন থেকে আয় করার উপর একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

অনলাইনে ইনকাম ২০২১। শুরুতেই  বলে নিচ্ছি আজকের আর্টিকেলটা কিন্তু অনেক বড় হবে । কাজেই খুব সময় নিয়ে ধৈর্য্যসহকারে পড়তে হবে। আর আমি ১০০% গ্যারান্টি দিতে পারি আপনি যদি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েন তবে ফ্রিলান্সিং নিয়ে আপনার আর কোন প্রশ্ন থাকবে না। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার এখন কি করা উচিত, কিভাবে সামনে আগানো উচিত।

এই লেখাটি কাদের জন্য?

১। যারা পড়ালেখা বা চাকরির পাশাপাশি অনলাইন থেকে সত্যিই ইনকাম করতে চায়

২। যারা অনেক ধৈর্য্যশীল

৩। যারা কঠর পরিশ্রমী

এই লেখাটি কাদের জন্য নয়?

  • যারা মনে করে দু'চার দিন অনলাইনে একটু সময় দিয়েই হাজার হাজার ডলার ইনকাম করা যায়
  • যারা পরিশ্রম না করে শুধু ডলার ইনকামের ধান্দা করেন।
  • যারা কোন কাজে অধৈর্য্য হয়ে যায়
  • যারা আগে থেকেই সফলতার সাথে ফ্রিলান্সিং করতেছেন। ( কারন এই লেখাটি একদম বিগিনারদের কথা মাথায় রেখে লেখা হয়েছে )

যাহোক ভুমিকাতে আর সময় নষ্ট করবো না এখন চলুন আমরা আমাদের মুল পয়েন্টে চলে যাই ।

 

অনলাইনে ইনকাম ২০২১: ঘরে বসে অনলাইনে আয় করার সহজ উপায়!

 

অনলাইনে ইনকাম ২০২১ – Online income 2021

এখন দুই হাজার একুশ । পৃথীবি এখন প্রযুক্তির উচ্চ শিখরে অবস্থান করছে । পুরো বিশ্ব চলছে এখন প্রযুক্তি নির্ভর হয়ে । দৈনন্দিন জীবনের একটি ছোট্ট কাজ থেকে শুরু করে বৃহত্তম সকল কাজই চলছে এখন অনলাইনের মাধ্যমে । কেনা কাটা , পড়ালেখা ,অফিস , মিটিং ,ব্যাবসা বানিজ্য সবকিছুই হয়েছে এখন অনলাইন নির্ভর । এরমধ্যে আপনি হয়তো শুনেছেন আপনার আশেপাশে অনকেই অনলাইন থেকে ঘরে বসে টাকা আয় করতেছে। আপনি হয়তো নাম শুনেছেন ফ্রিলান্সিং বা আউটসোর্সিং এর ।

আপনি নিশ্চয়ই অনলাইনে ইনকাম করার জন্য আগ্রহী। সবাই চাই ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করতে। অনেকে সঠিক গাইডলাইন এর কারনে পারে না আবার কারও ধৈর্য থাকে না। অনলাইন থেকে ইনকাম করতে হলে আপনার প্রয়োজন সঠিক গাইডলাইন এবং প্রচুর ধৈর্য্য। তাহলে  অনলাইন থেকে ভালো একটা টাকা ইনকাম আসবে।

আপনি যদি ইচ্ছে করেন তো আপনি ঘরে বসেই বিভিন্ন উপায়ে অনলাইন থেকে ইনকাম  করতে পারবেন। কিন্তু শুধু ইচ্ছে করে বসে থাকলেই কিন্তু ইনকাম আসবে না । আপনাকে চেষ্টা করতে হবে ধৈর্য্য ধরে লেগে থাকতে হবে। তবেই আপনি সফলতা পাবেন

তো যাইহোক অনলাইন থেকে ইনকাম  করতে হলে , আপনাকে যেকোন কাজে নূন্যতম হলেও দক্ষতা থাকতে হবে। যদি দক্ষতা না থাকে তবে আপনি আগে যেকোন একটি কাজ আগে শিখে নিন তারপর মাঠে নামুন ।  অনলাইনে ইনকাম ২০২১

অনলাইনে ইনকাম করার জন্য প্রথম কোন কাজটি শিখবো?

 

অনলাইনে ইনকাম ২০২১ , অনেকেই প্রশ্ন করে ভাই আমি তো ফ্রিলান্সিং এ একদমই নতুন । আমি প্রথমে কোন কাজটি শিখে অনলাইন থেকে আয় করতে পারবো ? অনেকেই বলে ভাই আমার আর্থিক অবস্থা ভালোনা পারিবারিক সমস্যা ! আমি ছাত্র, আমি পড়ালেখার পাশাপাশি অল্প হলেও অনলাইনে আয় করতে চাই । আমাকে একটু পরার্মশ দেন।

আমি সে ভাইদের উদ্দেশ্য করে একটি কথায় বলি , আপনি প্রথমে ডিজিটাল মার্কেটিং শিখুন ।  বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আকাশচুম্বী । বিভিন্ন কম্পানিগুলোতে একজন ডিজিটাল মার্কেটার এর কাজের ক্ষেত্র যেরকমভাবে  তৈরি হচ্ছে ঠিক সেভাবে অনলাইন মার্কেটিপ্লেসগুলোতেও ডিজিটাল মার্কেটিং এর ছোট ছোট কাজের জন্য ক্লায়েন্টরা প্রতিদন জব পোষ্ট করে যাচ্ছে।

এই দুটি ক্ষেত্র ছাড়াও নিজের বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং এর খুঁটিনাটি শেখার প্রয়োজনীয়তা অনেক। অল্প বাজেটে ডিজিটাল মার্কেটিং এর সহায়তায় কাস্টমার এনগেইজমেন্ট থেকে শুরু করে পন্য বিক্রয় কার্যক্রম খুব ভালোভাবে সম্পন্ন হচ্ছে।

এখন অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে ডিজিটাল মার্কটিং টা আবার কি ? ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য বা ব্র্যান্ডের প্রচারকে বোঝায়। ইন্টারনেট ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।

ডিজিটাল মার্কেটিং এরও আবার অনেকগুলা ভাগ আছে যেমন 

  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন  (SEO)
  • সার্চ ইঞ্জিন মার্কেটিং ( SEM )
  • ইমেইল মার্কেটিং
  • কনটেন্ট রাইটিং
  • ফেসবুক মার্কেটিং
  • ইউটিউব মার্কেটিং
  • টুইটার মার্কেটিং
  • সোস্যাল মিডিয়া মার্কেটিং 
  • ভাইরাল মার্কেটিং
  • এফিলিয়েট মার্কেটিং
  • গুগল ডিসপ্ল্যে নেটওয়ার্ক
  • মোবাইল মার্কেটিং

 

ডিজিটাল মার্কেটিং ছাড়াও ঘরে বসে আরো যেসব উপায়ে ইনকাম করা যায় তা এখন ধাপে ধাপে আলোচনা করবো ।

মোবাইল দিয়ে  অনলাইনে ইনকাম ২০২১- 

 

এই মুহূর্তে আপনার হাতে একটি এনড্রোয়েড মোবাইল আছে তাই না ? শুধু আপনি কেন এখন ২০২১ সালে প্রায় সকলের হাতে হাতেই স্মার্ট ফোন আছে। কিন্তু আপনি কি একবার ভেবে দিখেছেন আপনার এই এনড্রোয়েড মোবাইল ব্যাবহার করে ঘরে বসে মোবইল দিয়ে ইনকাম করতে পারেন ! আপনার শখের মোবাইল দিয়ে আপনি আপনার বেকারত্ব দুর করতে পারেন।

মোবাইল দিয়ে ইনকাম ২০২১

আপনি ছাত্র? আপনার হাত খরচ প্রয়োজন ? কোন সমস্যা নেই আপনার একটি মোবাইল-ই আপনাকে অর্থিক সমস্যা দূর করতে সহায়তা করবে !

এখন আপনার মনে নিশচয় প্রশ্ন জেগেছে আমার তো মোবাইল আছে আমি কিভাবে মোবাইল দিয়ে অনলাইন থেকে ইনকাম করতে পারবো ?

আমি কি প্রতারিত হব নাকি আয় করতে পারব?

আপনার সকল প্রশ্নের উত্তর হ্যাঁ। কিন্তু কিভাবে ইনকাম করবেন? ভয় পাবার কিছু নেই। অনলাইনে ইনকাম ২০২১: ঘরে বসে অনলাইনে আয় করার সহজ উপায়! এই আর্টিকেল এর এই পর্যায়ে আমি আলোচনা করবো কিভাবে  মোবাইল ফোন ইউজ করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।

মোবাইল দিয়ে অনলাইনে ইনকামের হাজারে সিস্টেম আছে । আমি সবগুলা নিয়ে আলোচনা করবো না , যেগুলা মাধ্যম ইউজ করে আপনি খুব সহজেই অনলাইন থেকে অল্প সময় দিয়েই অনেক ভালো পরিমান টাকা বিশ্বস্ততার সাথে  আয় করতে পারবেন এখন  শুধু সেগুলা মাধ্যম নিয়েই আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ । আপনি যদি ধৈর্য্যসহকারে আমার দেখানো পথে কাজ করেন তাহলে মোবাইল

করেছেন "মোবাইল দিয়ে ইনকাম ২০২১" দেখবেন হাজার হাজার রেজাল্ট আপনার সামনে হাজির হয়ে গেছে, কেউ আপনাকে গাইড করছে  এদিকে আসুন, আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন…! মোবাইল দিয়ে ইনকাম এবার হবেই ১00% গ্যারান্টি……! আবার অনেকে বলছে, মোবাইল দিয়ে ইনকাম এবং বিকাশে/ রকেটে নগদে  পেমেন্ট…..! আবার কেউ কেউ  বলছেন যে, মোবাইল দিয়ে ইনকাম করুন এবং মোবাইল রিচার্জ নিন…..! এরকম হাবিজাবি আরো কত কত অফার

 

এখন আপনাকে খুব সুক্ষভাবে  বিবেচনা করতে হবে যে এত এত অফারের মধ্যে  কোনটি সঠিক আর কোনটি বেঠিক, কোনটি আসলে শিখিয়ে যাচ্ছে আর কোনটি প্রতারক চক্র, আপনি যদি কখনো প্রতারক চক্রের মধ্যে পড়ে যান তাহলে অবশ্যই আপনার কিছু সময়, অর্থ এবং আপনার পরিশ্রম বৃথা যাবে ।

তো যা হোক আপনার টেনশনের কিছু নেই আমি এখন আপনাকে সুন্দরভাবে বিস্তারিত বুঝিয়ে দিবো ২০২১ সালে কিভাবে আপনি ঘরে বসে অনলাইন থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ।

ইউটিউব থেকে আয় ২০২১ঃ

 

ঘরে বসে অনলাইনে আয় করার সবচেয়ে বিশ্বাসযোগ্য ও সহজ পথ হচ্ছে ইউটিউব ।  ইন্টারনেট বিশ্বের জনপ্রিয় ১০ ওয়েবসাইটের মধ্যে YouTube হচ্ছে একটি। প্রতিদিন বিলিয়িন বিলিয়ন মানুষ এই ইউটিউব ব্যাবহার করছেন । আপনার যদি একটি স্মার্ট ফোন থাকে তবে আপনি ইচ্ছে করলেই এখান থেকে কম সময় ব্যয় করে অল্প অভীজ্ঞতা নিয়ে মাসে ভালো মানের টাকা অনলাইনে ইনকাম করতে পারেন।

এখান থেকে যে কোন বয়সের লোক খুবই সহজে টাকা ইনকাম করতে পারেন। এই জন্য আপনাকে যেটি করতে হবে- প্রথমে বিভিন্ন ভাল মানের ভিডিও YouTube এ আপলোড করতে হবে। এবং যখন আপনার ইউটিউব চ্যানেল জনপ্রিয় হবে । প্রতিদিন হাজার হাজার মানুষ আপনার ভিডিও গুলা ভিউ করবে। তখন আপনি ইউটিউবের শর্ত মেনে আপনার চ্যানেলে মনিটাইজেশন চালু করে নেবেন। আর মনিটাইজেশন যখন চালু হবে তখন আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের এড শো করবে, কেউ যদি আপনার ভিডিওতে দেখানো এডে ক্লিক করে তবে আপনি টাকা পাবেন। আমি পিরিচিত অনেকেই দেখেছি যারা শুধু ইউটিউবে কাজ করেই মাসে লাখ টাকা ইনকাম করতেছে। অনলাইনে ইনকাম ২০২১

ইউটিউব থেকে কিভাবে আয় করা যায়? 

 

এতক্ষন তো জানলেন ইউটিউব থেকে ঘরে বসে লাখ লাখ টাকা আয় করা যায় । খুব আগ্রহ জেগেছে ইউটিউবে কাজ করে ইনকাম করার তাই না ? এখন আপনার মনে প্রশ্ন জেগেছে আয় তো করা যায় বুঝলাম কিন্তু কিভাবে আয় করা যায় সেটা তো জানিনা।

কোন চিন্তা নেই আমি তো আছি । আমি আপনাকে বলে দেব আপনি কিভাবে ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল দিয়েই মাসে হাজার হাজার টাকা ইনকাম করবেন ।

প্রথমে আপনি ভেবে দেখুন তো আপনি কি বিষয়ে একটু ভালো বুঝেন। একটু ভাবলেই দেখবেন আপনি আপনার বিষয় পেয়ে গেছেন । কারন প্রতিটি মানুষেরই কোন কোন বিষয়ে দক্ষতা আছেই । যেমন ধরুন কেউ খেলাধুলা খুব ভালো পারে খেলা ধুলা সমন্ধে তার ভালো জ্ঞান আছে । এখন সে কিন্তু  খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দিতে পারেন ।

আপনি যদি ভ্রমন প্রিয় লোক হন তাহলে বিভিন্ন সুন্দর সুন্দর প্রকৃতিক দৃশ্যগুলো আপনার মোবাইলের ক্যামেরায় ফ্রেমবন্দী করেও এ কাজটি করতে পারেন। অথবা আপনি যে বিষয় ভালভাবে জানেন সে বিষয়ে বিভিন্ন ভিডিও টেউটরিয়াল তৈরী করেও কাজটি করতে পারেন। সেসব মেয়েরা ভালো রান্না পারেন তারা চাইলে বিভিন্ন রান্নার রেসিপি টিপস ও সাজগোজের করার ভিডিও তৈরি করে নিতে পারেন।

আমার পরিচিত এক ছোট ভাই আছে ও যেকোন ধরনের ফোনের ফাংশন খুব ভালো বোঝে । এছাড়াও ও টেকনোলজি রিলেটেড বিভিন্ন বিষয়ে মোটামুটি অভিজ্ঞ  তো আমি একদিন ওকে পরার্মশ দিয়েছিলাম "তুমি ইউটিউবে তোমার দক্ষতা শেয়ার করে ইনকাম করো " আলহামদুলিল্লাহ ও এখন অল্প সময়ের ব্যাবধানে মোটামুটি ভালো একটি এমাউন্ট ইনকাম করতেছে ঘরে বসেই ।

এখন কম দামেই অনেক ভালো রের্কডিং সিস্টেমের মোবাইল পাওয়া যায় যা দিয়ে আপনি খুব সহজেই আপনার কন্ঠ ইউজ করে ক্যামেরার সামনে না গিয়েও বিভিন্নি টিউটরিয়াল বানিয়ে ইউটিউবে আপলোড দিতে পারেন । কিন্তু মনে রাখবেন কারও কোন নকল ভিডিও কপি করে এটি করা যাবে না। এতে করে হিতের বিপরীত হতে পারে। কারন জানেনই তো অবৈধ্য উপায়ে কিছু হাসিল করতে চাইলে আপনি বিপদে পরবেনই । আর পরকালে তো আল্লাহর আজাব আছেই । তা যাই করেন চেষ্টা করবেন হালালভাবে কিছু করার ।

ইউটিউব থেকে আয় করতে চাইলে যেসব বিষয় অবশ্যই জরুরীঃ

 

  • আপনার একটি এনড্রয়েড ফোন বা কম্পিউটার থাকতে  হবে ।
  • ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
  • একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে ।
  • ইউটিউব চ্যানেলটি তে মনিটাইজেশন চালু করতে হবে ।
  • আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন সে বিষয়ে খুব স্বচ্ছ ভিডিও ক্যাপচার করতে হবে।
  • ক্যামেরা দিয়ে ক্যাপচার করা ভিডিওগুলা প্রফেশনাল মানের ইডিটিং করতে হবে।
  • ইডিটিং করা  ভিডিওগুলা নিজের চ্যানেলে আপলোড দিতে
  • আপনার চ্যানেলে আপলোড করা ভিডিও  বিভিন্ন সোস্যাল মিডিয়ায় শেয়ার করে আপনার ভিডিওর ভিউ বাড়াতে হবে।

 

ব্লগিং করে ইনকাম ২০২১ঃ

 

আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যাবহার করে ব্লগিং এর মাধ্যমে ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন । তবে এজন্য আপনাকে একটু কষ্ট করতে হবে ধৈর্য্য ধরতে হবে। একটু কষ্ট করলেই আপনিও অনেক ভালো  ইনকাম করতে পারবেন ব্লগিং করে ।

কিভাবে ব্লগিং করে আয় করা যায়? 

ব্লগিং করে আয় করতে হলে আপনার একটি ব্লগ সাইট থাকতে হবে। এই ব্লগ সাইট আপনি ফ্রি ও পেইড দুইভাবেই করতে পারেন।

ফ্রিতে ব্লাগ তৈরীর করার জন্য অনেক সাইট আছে তারমধ্যে জনিপ্রয় কিছু সাইট হল, সাইট ডট গুগল ডটকম       ব্লগার ডট কম ওয়ার্ডপ্রেস ডটকম     আপনি চাইলে ১০ মিনিটেই অনেক ভালোমানের ফ্রি ব্লগ সাইট তৈরী করতে পারবেন ।

আবার আপনি যদি চান ১৫শ টাকা খরচ করে আমার পছন্দমত নামে ডোমেইন হোস্টিং কিনে ব্লগিং শুরু করবো তাও করতে পারেন।

কিন্তু শুধু ব্লগ সাইট তৈরী করলেই হবে না। তাতে নিয়মিত কাজ করতে করতে হবে । নিয়মিত কনটেন্ট লিখতে হবে। আপনার যে বিষয়ে পরিপূর্ণ জ্ঞান আছে, আপনি সে বিষয় নিয়ে লিখে যাবেন। এ ক্ষেত্রে হয়তো আপনি প্রথম ২-৩ মাস একটু কষ্ট করতে হবে। তাই বলে আপনি নিরাশ হয়ে থেমে থাকবেন না। আপনি প্রতিদিন নিত্য নতুন আর্টিকেল লিখতে থাকেন। একসময় দেখবেন আপনার সাইটে প্রচুর ভিজিটর আসতেছে। আর যখনি দেখবেন আপনার সাইটে ভিজিটর আসতেছে তখনি আপনার কামের কাম ।

আপনি আপনার সাইটে এডসেন্স আবেদন করবেন। এডসেন্স অনুমোদন পেলে আপনার সাইটে এড শো করবে আর ইউটিউবের এডের মত আপনার সাইটের এডে যদি কেউ ক্লিক করে তবে আপনি টাকা পাবেন।

ব্লগিংএ সফলতা পেতে চাইলে যা অবশ্যই জরুরীঃ

 

  • আপনার একটি মোবাইল বা কম্পিউটার থাকতে হবে ।
  • ইন্টারনেরট কানেকশন থাকতে হবে।
  • ফ্রি বা পেইড যেকোন ধরনের একটি ওয়েবসাইট থাকতে হবে। 
  • ব্লগে নিয়মিত ইউনিক কনটেন্ট পাবলিশ করতে হবে। 
  • ব্লগে এডসেন্স চালু থাকতে  হবে। 
  • আপনার একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে। 

আপনার এডসেন্সে যখন ১০০ ডলার জমা হবে তখন আপনি ব্যাংকের মাধ্যমে আপনার টাকা উঠাতে পারবেন।

 

আর্টিকেল লিখে অনলাইনে আয় ২০২১ঃ

 

বর্তমানে ফ্রিলান্সিং সেক্টরে এই আর্টিকেল রইটারের জনপ্রিয়তা অনেক । এখন ভালো আর্টিকেল রাইটার পাওয়াই মুশকিল । বিশেষ করে বাংলাদেশে আর্টিকেল রাইটার তেমন পাওয়ায় যায় না । এই সেক্টরে দক্ষ লোকের খুবই অভাব।

কিন্তু আপনি যদি চেষ্টা করেন আপনি মোবাইল দিয়েই ঘরে বসে আর্টিকেল রাইটিং করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। প্রফেশনাল মানের রাইটার যদি আপনি হন অপনি অবশ্যই কাজ পাবেন । যদি দক্ষতা থাকা সত্তেও কাজ না পান তবে আমাকে বইলেন আমি অপনাকে ইনকামের ব্যাবস্থা করে দেব ইনশাআল্লাহ ।

 

এফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে ইনকাম ২০২১ঃ

আপনি চাইলে ঘরে বসে অনলাইন থেকে এফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারেন । আমার কাছে এফিলিয়েট মার্কেটিং টা খুব ভালো লাগে । এই কাজে এক্সটা একটা মজা পাই আমি ।

এফিলিয়েট মার্কেটিং কি ? – 

অনলাইনে  অন্যের প্রোডাক্ট বিক্রি করে কমিশন পাওয়ার মাধ্যমে আয় করা কে এফিলিয়েট মার্কেটিং বলে। কি কথা বোঝেন নি ? ওয়েট আমি একটি উদাহরন দিয়ে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি।

ধরুন আমার একটি থ্রি পিসের বিসনেস আছে , এখন আমি আপনাকে বললাম আপনি যদি আমার থ্রি পিস বিক্রি করে দেন । তবে আমি আপনাকে প্রতিটি থ্রি পিসের জন্য একটি নির্দিষ্ট পার্সেন্ট আপনাকে দেব। সেটা হতে পারে ৫% থেকে ৫০% পর্যন্ত । যদি একটি থ্রি পিসের দাম ৫০০ টাকা হয়  তাহলে প্রতি থ্রি পিস বিক্রিতে ১০% হিসেবে আপনি পাবেন ৫০ টাকা। এভাবে আপনি যত বেশী বিক্রি করতে পারবেন ততো বেশী ইনকাম করতে পারবেন । আপনি যদি অনলাইনে বেশি টাকা উপার্জন করতে চান এবং যদি পরিশ্রমী আর ধৈর্য্যশীল মানুষ হন, তাহলে এফিলিয়েট মার্কেটিং করে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন।

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে,  কিভাবে কোন একটি কোম্পানির প্রোডাক্ট নিজের হাতে পাব এবং তা সেল করব?  এ প্রশ্নের  উত্তরটি হলো-  তারা আপনাকে কোন প্রোডাক্ট দেবে না। তারা আপনাকে যা দিবে সেটা হল প্রোডাক্টের একটি নির্দিষ্ট লিংক।

আমার বিসনেসের উদাহরনটা আবার দেই, আপনি যদি আমার থ্রি পিসের এফিলিয়েট মার্কেটিং করেন। তবে আমি আপনাকে কিন্তু সরাসরি আপনার হাতে থ্রি পিস ধরিয়ে দেব না আমি আপনাকে আমার ওয়েবসাইটে আমার থ্রি পিসের লিংকটা আপনাকে দেব।
আপনি এই লিংক বিভিন্ন সোস্যাল মিডিয়া বা অনলাইনে যেখানে মানুষ আছে যারা  থ্রি কিনতে পারে এরকম জায়গায় আপনি আমার থেকে পাওয়া থ্রি পিসের লিংকটি শেয়ার করবেন।

আর আপনার শেয়ার করা লিংক থেকে যদি কেই আমার থ্রি পিস কিনে তবেই আপনার লাভ আপনি পেয়ে যাবেন  আপনার নির্দিষ্ট কমিশন । এভাবে যত বেশী মানুষ আপনার লিংক থেকে প্রডাক্ট কিনবে ততো বেশী কমিশন আপনি পাবেন । আশা করি বুঝতে পেরেছেন ।

কিছু জনপ্রিয় এফিলিয়েট প্লাটর্ফম ২০২১ঃ

  • Amazon Associates. (সবচাইতে বেশী পরিচিত)
  • eBay Partners.
  • Shopify Affiliate Program.
  • Click-bank.
  • Awin
  • ShareAsale
  • CJ Affiliate
  • Rakuten Affiliate Network
  • AvanGate ( 2Checkout )
  • LinkConnector
  •  RevenueWire

 

পিটিসি করে ইনকাম ২০২১ঃ

 

আপনি ঘরে বসে পিটিসি করে ইনকাম করতে পারেন।

পিটিসি কি?  পিটিসি হল এমন ধরেন ওয়েবসাইট যেখানে বিভিন্ন এড দেখলে টাকা দেয় । পিটিসি  এর পূর্ণ রুপ পেইড টু ক্লিক পিটিসি সাইটে বিজ্ঞাপনদাতারা বিভিন্ন প্রডাক্টের প্রোমোশন বা ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে। আর আপনি নিয়মিতভাবে নির্দিষ্ট অ্যাড বা বিজ্ঞাপন দেখে পিটিসি সাইট থেকে আয় করতে পারেন।প্রকল্প শুরুর আগে নিবন্ধন করতে হয়। তবে খেয়াল রাখতে হবে পিটিসি সাইটগুলো বেশির ভাগ ভুয়া হয়। তাই কাজের আগে নিশ্চিত হতে হবে সেটি প্রকৃত সাইট কি না। অনেক সময় বন্ধুত্বের রেফারেন্স দিয়ে আয় করতে পারেন।

জনপ্রিয় কিছু পিটিসি সাইট ২০২১ঃ

  • NeoBux – নিউবাক্স
  • ClixSense – ক্লিকসেন্স
  • FamilyClix – ফ্যামিলি ক্লিক
  • Scarlet Click – স্কারলেট-ক্লিক
  • GPTPlanet -জিপিটি প্ল্যানেট
  • ojooo – ওজো
  • clixblue – ক্লিকব্লু
  • ayuwage
  • innocurrent
  • paiddataentry

 

মজার ব্যাপার হলো আপনি এই সকল সাইটে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই ঘরে বসে আয় করতে পারবেন ।

এনড্রোয়েড এপস থেকে ইনকাম ২০২১ঃ

 

অপনি হয়তো আপনার বন্ধু বান্ধব বা প্রতিবেশী বা যেকোন মাধ্যম থেকে শুনেছে যে Android Apps ইনকাম করা যায়। হ্যা ভাই আপনি ঠিকই শুনেছেন। গুগল প্লে স্টোরে এমন অনেক এপস আছে যেগুলা ডাউনলোড করে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন । তবে শুধু ডাউনলোড করলেই হবে না । এপস ডাউনলোড করার পর অনেক রকম কাজ করতে হয় । যেমন , এপ ডাউনলোডিং, এপস রেফার করা, ভিডিও দেখা ইত্যাদি । এই কাজ গুলি করার বিনিময়ে আপনি কিছু টাকা পাবেন ।

 

জনপ্রিয় অনলাইন ইনকাম এপস ২০২১ঃ

 

  • Meesho
  • Google's Opinion Rewards
  •  Picxele
  • Make Money – Free Cash App
  • frapp
  • Foap – sell your photos
  • Perk app
  •  Cointiply
  •  Swagbucks
  • True balance 

 

অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম ২০২১ঃ

 

আপনার যদি ছবি তোলার শখ থাকে বা আপনি যদি ফটোগ্রাফার হন তো আপনি ঘরে বসেই আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা ছবি অনলাইনে বিক্রি করে ইনকাম করতে পারেন । আপনি আশে-পাশের প্রকৃতি, স্থান, মানুষ, জিনিস, খাবার, সহ যে কোন কিছুর ভাল ছবি তুলে সেগুলো অনলাইনে বিক্রি করতে পারেন।

অনেই আছে যারা শুধু ছবি তুলে সেটা বিক্রি করে মাসে ৩০০ / ৪০০ ডলার বা তার বেশী  ইনকাম করে ঘরে বসেই ।

Sell Photos Online ২০২১ সাইট-

 

ই-কমার্স সাইট থেকে আয় ২০২১ঃ

আপনি চাইলে একটি ই-কর্মাস সাইট বানিয়ে ঘরে বসে ইনকাম করতে পারেন । এখন অনেকের মনে প্রশ্ন জেগেছে  ই-কার্মাস সাইট টা আবার কি ? আর এ সাইট থেকে ইনকামই বা কিভাবে করা যাবে?

ই-কর্মাস সাইট মানে হলো একটি অনলাইন দোকান।আপনার বাসার পাশের মুদি দোকানে যেমন বিভিন্ন আইটেম সাজানো গোছানো থাকে লোকজন দোকনে আসে এবং মালামাল কিনে । ঠিক তেমনি অনলাইনে এরকম দোকান কে বলে ই-কর্মাস সাইট ।

ই-কমার্স সাইট থেকে ইনকাম ২০২১

ই-কর্মাস সাইট থেকে কিভাবে আয় করবো ?

ই-কর্মাস শুরু করতে হলে আপনার একটি ওয়েবসাইট প্রয়োজন যেখানে আপনি আপনার পন্যগুলি  মুদি দোকানের মত সাজিয়ে গুছিয়ে রাখবেন । ক্রেতা বা ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে পন্য দেখবে এবং অর্ডার করবে।

প্রথম অবস্থায় আপনি একটি ফেসবুক পেজের মাধ্যেমে একটি ই-কার্মাস বিসনেস শুরু করতে পারেন। এবং সেটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন।

ই-কমার্স সাইট থেকে  সফলতা পেতে হলে আপনাকে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে। আপনার আসে পাশের সেই সব পন্য গুলো নিয়ে কাজ করুন যে গুলো এখনো অনলাইনে সচরচর পাওয়া যায় না। মানুষের হাতের কাছে  ভাল মানের পন্য পৌঁছে দিন প্রতিদ্বন্দ্বী মার্কেটের তুলনায় কিছুটা কম মূল্যেে। এতে করে বিশ্বাস  করুন আপনি যত টা কঠিন ভাবছেন এটা করা তার থেকে অনেক সহজ শুধু আপনাকে শুরু করতে হবে এবং ধর্য্য নিয়ে  এগিয়ে যেতে হবে।

সার্ভে করে ইনকাম ২০২১ঃ

আপনি ঘরে বসে অনলাইন জরিপ বা সার্ভে করে টাকা ইনকাম করতে পারবেন। অনেকেই সার্ভে কি? সেটা বুঝতেছেন না । সার্ভে হলো মতামত নেয়া। বাংলাতে বলা হয় জরিপ। সার্ভে করার জন্য আপনাকে উক্ত পন্য বা সেবা সম্পর্কে মতামত দিতে হবে।। আর, এই সার্ভেতে যারা অংশগ্রহণ করে তাদের টাকা প্রদান করা হয়।সার্ভে বা জরিপের ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র প্রশ্ন থেকে আপনার পছন্দ অনুযায়ী উত্তর নির্বাচন করতে হবে। আপনি প্রতিটি সার্ভের জন্য $১ থেকে $২০ ইনকাম করতে পারেন।

জনপ্রিয় কিছু সার্ভে সাইট ২০২১ঃ

  • SwagBucks
  • OnePoll
  • Branded Surveys
  • Toluna
  • InboxPounds

ফেসবুক থেকে আয় ২০২১ঃ

ফেসবুক তো আমরা সবাই চালাই তাই না ? কত সময় নষ্ট করি ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাটিং করে ভিডিও দেখে অযথা নিউজফিট স্ক্রল করে। কিন্তু আমরা যদি একটু সচেতন হই একটু কষ্ট করি তাহলে কিন্তু এই ফেসুবক থেকেই ভালোপরিমান টাকা ইনকাম করা যাবে। কি বিশ্বাস হচ্ছে না? চলুন অলোচনা করি কিভাবে ফেসবুক থেকে ঘরে বসে টাকা ইনকাম করা যায়।

ফেসবুক থেকে আয় ২০২১

ফেসবুকে ভিডিও আপলোড করে আয়ঃ

ফেসবুকে ভিডিও আপলোড করে বা লাইভ করে টাকা ইনকাম করা যায় । ফেসবুকের এডব্রেকস সুবিধার মাধমে আপনি আপনার ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবনে। আপনার অপলোড করা ভিডিওতে ফেসবুক বিভিন্ন কম্পানির এড বসাবে আর সেই এডে যদি কেউ ক্লিক করে তবে আপনি সেই অ্যাড থেকে আয়ের কিছু অংশ পাবেন। তবে এডব্রেকস সুবিধা পেতে আপনাকে কিছু শর্ত পুরুন করতে হবে।

যেমনঃ

১। হাজার ফলোয়ার থাকতে হবে।

২। শেষ ৬০ দিনে ১,৮০,০০০ মিনিট ভিউ হতে হবে এবং ৩০,০০০ মিনিট ভিউ হতে হবে ৩ মিনিটের বেশী ভিডিওতে।

৩। শেষ ৬০ দিনে ১৫,০০০ হাজার মানুষের নিকট আপনার পোস্ট পৌছাতে হবে।ৎ

লাইভ করে টাকা ইনকাম করতে চাইলে সে শর্ত সেটা হলোঃ

১। ভিডিও চার মিনিটের হতে হবে।

৪। ৩০০ জন মানুষ দেখতে হবে ।

এই শর্তগুলি পুরন হলেই আপনি এডব্রেকস সুবিধার জন্য আবেনদ করতে পারবেন।

 এফিলিয়েট মার্কেটিংঃ এফিলিযেট মার্কেটিং সমন্ধে আমরা আগেই জেনেছি । নতুন করে বোঝানোর কিছু নেই আপনি অন্যের পন্য আপনার ফেসবুক আইডির মাধ্যমে প্রচার করবেন । আপনার প্রচারের মাধ্যমে যদি কেউ পন্য কেনে তবে সেই পন্যের লাভ্যাংশ থেকে আপনি নির্দিষ্ট কমিশন পাবেন।

শর্ট লিংক শেয়ার করে আয়

আপনি ফেসবুকে ভিবিন্ন ওয়েব সাইটের শর্ট লিংক শেয়ার করে ইনকাম করতে পারবেন। ধরুন আপনি একটি ডাউনলোড লিংক শেয়ার করতে চাচ্ছেন এখন আপনি ঐ লিংকটা শর্ট লিংক করার ওয়েব সাইটের মাধ্যমে শর্ট করে আপনি আপানার ফেসবুকে আইডিতে প্রচার করলেন । এতে করে আপনার লিংকে ক্লিক করে যদি কেউ ডাউনলোড করে তবে আপনি নির্দিষ্ট কিছু এমাউন্ট পাবেন ।

জনপ্রিয়  শর্ট লিংক সাইট ২০২১ঃ

ফেসবুক পেজ বিক্রি করে আয়ঃ

আপনার কাছে যদি বেশী লাইক বা ফলোয়ার যুক্ত ফেসবুক পেজ থাকে আপনি সেটা বিক্রি করে টাকা আয় করতে পারবেন । অনেকেই আছে তারা শুধু পেজ তৈরী করে সেই পেজ জনপ্রিয় করে আর বিক্রি করে এভাবে টাকা ইনকাম করে।

ফেসবুক গ্রুপ থেকে আয়ঃ

আপনার মালিকানায় যদি বড় কোন গ্রুপ থাকে তবে আপনি খুব সহজেই সেই গ্রুপ থেকে টাকা ইনকাম করতে পারবেন। আমার পরিচিত এক বড়ভাই আছে সে প্রতি মাসে ফেসবুক গ্রুপ থেকে প্রায় ১ লাখ টাকা আয় করে ।

 

গ্রাফিক্স ডিজাইন শিখে আয় ২০২১:

আপনি গ্রাফিক্স ডিজাইন শিখেও ঘরে বসে অনলাইন থেকে ভালো পরিমান টাকা ইনকাম করতে পারেন। অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেসে আপনি আপনার করা ডিজাইন গুলা রেখে দিবেন সেখান থেকে আপনার ডিজাইনগুলা বিক্রি হতে থাকবে আর আপনি ঘরে বসে শুধু টাকা গুনবেন! কি ব্যাপারটা মজার না?

 

ব্যাপারটা মজার হলেও গ্রাফিক্স ডিজাইন শিখে ঘরে বসে টাকা গোনা পর্যন্ত অনেক কিছুই করতে হবে। আপনার ভালো মানের একটা কম্পিউটার /ল্যাপটপ লাগবে ধৈর্য্য ও কঠর পরিশ্রমের মাধ্যমেই আপনি টাকা গুনতে পারবেন।

গ্রাফিক্স ডিজাইনের কাজ আপনি প্রাথমিক অবস্থায় এডোবি ফটোশপ এবং ইলিস্ট্রটর দিয়ে শুরু করতে পারেন

গ্রাফিক্স ডিজাইনে সাধারনত যেসব কাজ করা হয়ঃ

১। লগো ডিজাইন
২। ব্যানার ডিজাইন
৩। পোষ্টার ডিজাইন।
৪। কভার ডিজাইন
৫। ফটো ইডিটিং
সহ সকল প্রকার ডিজাইনা

গ্রাফিক্স ডিজাইন শিখে যেসব সাইট থেকে ইনকাম করতে পারবেনঃ

  • ফাইবার – Fiver.com
  • আপওয়ার্ক – Upwork.com
  • ফ্রিলান্সার – Freelancer.com
  • টপটাল – Toptal.com
  • নাইন্টিনাইন ডিজাইন  – 99designe.com
  • গুরু –  Guru.com
  • পিপুল পারওয়ার – Peopleperhour.com

এরকম আরো অনেক সাইট আছে যেখান থেকে আপনি গ্রাফিক্স ডিজাইন কাজের ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন।

যেসব সাইটে আপনি আপনার ডিজাইন রেখে বিক্রি করতে পারবেন

১। stocksnap.io
২। pexels.com
৩। landingstock.com

ওযেব ডিজাইন, ডেভেলপমেন্ট শিখে আয় ২০২১ঃ

 

বর্তমানে যে হারে মানুষ অনলাইনের দিকে ঝুকছে, সবাই এখন অনলাইনমুখি, কেনা কাটা, ব্যাবসা বানিজ্য, শিক্ষা চিকিৎসা, খাদ্য বস্ত্র সব কিছুই এখন অনলাইন বেইস হয়ে যাচ্ছে, আর অনলাইন মানেই ওয়েব পেজ। ঠিক এই মুহুর্তে আমাদের যে লেখাগুলো পড়তেছেন এটাও একটা ওযেব পেজ। অর্থাৎ আপনি অনলাইনে যা কিছু দেখেন সবই ওয়েব পেজ। আর এরকম কতগুলি ওয়েব পেজ একত্র হয়েই হয় একটা ওয়েবসাইট।

 

এই যে আপনি এত সুন্দর সুন্দর ডিজাইনের নানা রঙের ওয়েব পেজ প্রতিদিন দেখতে পাচ্ছেন, এগুলা কি আপনা আপনিই তৈরী হয়েছে? নাকি এই পেজগুলা কেউ ডিজাইন করেছে?
অবশ্যই এই পেজগুলা কেউ না কেউ ডিজাইন করেছে। আর যিনি ডিজাইন করেছেন তিনি কি ফ্রি ফ্রিই একাজগুলা করেছে? মোটেও না।

বর্তমানে যেহেতু ব্যাপকহারে মানুষ অনলাইনের দিকে ঝুকছে আর অনলাইন মানেই যেহেতু ওয়েব পেজের সমষ্টি তাহলে আপনিই একটু বিশ্লেষণ করুন ওয়েব ডিজাইনার/ডেভেলপারদের চাহিদা কেমন। আর যার চাহিদা যত বেশী তার ডিমান্ডও ততো বেশী।

আপনার যদি কোডিং করার শখ থাকে ক্রিয়েটিভ কিছু করার ইচ্ছে থাকে আপনি যদি কঠর পরিশ্রমী হন, আপনি যদি অনলাইনে সম্মানের সাথে ঘরে বসে ভালো অংকের টাকা ইনকাম করতে চান তবে আপনার জন্য ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখা বেষ্ট। তবে এক্ষেত্রে আমি সাজেষ্ট করি আপনার হাতে যদি মিনিমাম ২ বছর শেখার সময় থাকে তবেই আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেখার জন্য পা বাড়ান, ২/৪/৬ বা ১ বছর সময় নিয়ে এই সেক্টরে ভালো কিছু শিখতে পারবেন না। তবে যারা এক্সট্রা ট্যালেন্ট তাদের কথা ভিন্ন।

ফ্রিলান্সিং বা অনলাইন ইনকামের জন্য কেমন পিসি দরকার?

নতুন অনেকেই এই কমন প্রশ্নটি প্রায়ই করেন। নতুন হিসেবে এই প্রশ্ন করাটাও স্বাভাবিক।
আসলে ফ্রিলান্সিং বা অনলাইন ইনকামের জন্য আপনার বর্তমান যে পিসি আছে বা নতুন যদি আপনি কিনতে চান তেবে ১৫/২০ হাজার টাকা দামের কম্পিউটার দিয়েই আপনি শুরু করতে পারবেন। আপনি চাইলে বেশী দামের পিসিও কিনতে পারেন। আমাদের এলাকায় একটা প্রবাদ আছে "যত গুর ততো মিঠা" যত ভালো কনফিগারেশনের কম্পিউটার কিনবেন আপনি কাজ করে ততো মজা পাবেন।

তবে কিছু ক্ষেত্রে যেমন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং বা ভারি কোন সফটওয়্যার নিয়ে কাজ করতে চাইলে আপনাকে হাই কনফিগারেশনের কম্পিউটার কিনতেই হবে। আশা করি বুঝতে পেরেছেন।

শেষ কথাঃ

এতক্ষণ যারা ধৈর্য্য ধরে পুরো লেখাটা পড়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। তবে অনেকেই আছেন যারা পুরো লেখাটা পড়ে হয়তো মনে মনে বলতেছেন হুদাই বক বক শুনলাম কোন কাজই শিখতে পারলাম না!
আসলে ভাই আমি কিন্তু এই লেখার শুরুতেই বলেছিলাম এটা একটি গাইডলাইনমুলক লেখা এই লেখা পড়ে আপনি ফ্রিলান্সিং এর উপর একটি পূর্নাঙ্গ ধারনা পাবেন৷ কিভাবে শুরু করবেন কোথা থেকে শুরু করবেন, এসব নিয়ে লেখা। সরাসরি ওভাবে এই লেখাতে কাজ শেখানো হয়নি। তবে ইচ্ছে আছে যেসব বিষয় আমি এই আর্টিকেলে উল্লেখ করেছি সেই প্রত্যেকটি বিষয়ে কিভাবে কাজ করে ইনকাম করবেন সেগুলো আপনাদের শেখাবো ইনশাআল্লাহ, নিয়মিত ভিজিট করুন আমাদের সাইটে খুব শিঘ্রই পেয়ে যাবেন সবকিছু।

আর তাছাড়া প্রতিটি বিষয় আপনি গুগলে/ইউটিউবে গিয়ে সার্চ করুন সার্চ করা প্রতিটি রেজাল্ট ফলো করুন আপনি একাই একাই সব শিখে যাবেন কোথাও টাকা দিয়ে কোর্স করে শিখতে হবে না। আমি যেকোন বিষয়ে না বুঝলেই প্রথমে গুগলে বা ইউটিউবে সার্চ করি, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোন বিষয় এমন পাইনি যেটা গুগল ইউটিউবে সার্চ করে খুঁজে পাই নি।

চেষ্টা আর সাধনা নিয়ে এগিয়ে চলুন আল্লাহর সাহায্য চান বেশী বেশী।  একদিন আপনিও সফল হবেন ইনশাআল্লাহ।

 

 

The post অনলাইনে ইনকাম ২০২১, ঘরে বসে আয় করার সহজ উপায়! appeared first on Trickbd.com.

book review: জনপ্রিয় harry potter series. যেই বইগুলো/মুভি গুলো না পড়লে জীবনে অনেক বড় কিছু মিস করবেন l

Posted:

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।
চলুন শুরু করা যাক।

তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে দারুন একটা বুক সিরিজ এর সাথে পরিচয় করিয়ে দেব। সেটি হলো জনপ্রিয় হ্যারি পটার সিরিজ।

তো চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

আপনি কি কখনও হ্যারি পটার সিরিজটি পড়েছেন? আমি আপনাকে হ্যারি পটার সিরিজটি পড়তে বলবো। কারন আপনি যদি সত্যিকারের বইপ্রেমি হন তাহলে আপনার উচিত এখনই বইগুলো পড়ে ফেলা। হ্যারি পটার সিরিজ হলো দুনিয়ায় সবচেয়ে বেশী আয় করা সিরিজগুলোর মাঝে একটি। এটি মূলত জে. কে. রওলিং নামক একজন লেখিকার লেখা বই। আমি নিজে বইগুলো পড়েছি এবং এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার সবচেয়ে প্রিয় বই কোনটা, তাহলে আমি বলবো হ্যারি পটার সিরিজ। বইগুলা দারুন। তাছাড়া এগুলার উপর ৮ টা মুভিও আছে। সেগুলোও দারুন।

সিরিজটা মূলত ৭ টা বই নিয়ে। যথা;
1. HARRY POTTER AND THE PHILOSOPER`S STONE
2. HARRY POTTER AND THE CHEMBER OF SECRETES
3. HARRY POTTER AND THE PRIZONER OF AZKABAN
4. HARRY POTTER AND THE GOBLET OF FIRE
5. HARRY POTTER AND THE ORDER OF THE PHOENIX
6.J HARRY POTTER AND THE HALF BLOOD PRINCE
7. HARRY POTTER AND THE DEATHLY HALLOWS
৭ টা বই ই দারুন, তবে কাহিনীর টুইস্ট শুরু ৩ নং বই থেকে। তবে পুরো কাহিনী বুঝতে হলে আপনাকে ৭ টা বইই পড়তে হবে।

কাহিনীঃ কাহীনি মূলত উইর্জাডদের পৃথিবী নিয়ে, অর্থাৎ জাদুকরদের নিয়ে । আপনি যদি যাদু পছন্দ করেন, আপনি যদি উইজার্ড এবং ডাইনি পছন্দ করেন, যদি আপনি সাসপেন্স পছন্দ করেন তবে হ্যারি পটার সিরিজটি পড়ুন। আসলেই দারুন বইগুলা। এখানে লিখিকা আমাদের বাস্তব জীবনটার সাথে কল্পনার জীবনকে এমনভাবে মিলিয়েছেন তা বলার মতো না।

আপনি যদি ইন্টারনেটে আজ এই নিবন্ধটি প্রথম জিনিসটি দেখছেন তবে হ্যারি পটারের প্রথম বইটি প্রকাশের অনেক বছর কেটে গেছে। বইটি (এবং পরবর্তী বইগুলি) জনপ্রিয়তার সাথে বাড়ার সাথে সাথে পটারের একটি নেতিবাচক কমেন্ট খুঁজে পাওয়া আপনার পক্ষে কঠোর চাপ হবে।

হ্যারি পটারের বই প্রকাশিত হওয়ার পরে এটি খুব সফল। হ্যারি পটারের বই আমাদের মাগল, যাদুকর নয় এমন ব্যক্তি হিসাবে বর্ণনা করে যারা উইজার্ডের অস্তিত্ব জানে না আমাদের জীবনযাপন করে। বইগুলি আমাদের এমন একটি যাদুকর বিশ্ব কল্পনা করতে দেয় যা আমরা দেখতে অক্ষম।অপরদিকে উইজার্ডগুলি সাধারণত সহনশীল এবং মগলগুলির দিকে ভাল থাকে। বইটি বাস্তব জীবন এবং কল্পনার মধ্যে সীমাবদ্ধ করে।

মূল চরিত্রঃ বইয়ের মূল চরিত্র হ্যারিকে নিয়েই সকল কাহিনী। তার জাদুময় স্কুল জীবনের ৭ টা বছর কিভাবে কেটেছে তার বর্ননাই পাওয়া যায় বইতে । তাকে ঘিরেই সব কাহিনী।

রেটিংঃ বইগুলোর রেটিং অনেক ভালো। গুডরিডার্স এর রেটিং এ,
৭ নং বইটি পেয়েছে ৪.৬১/৫
৩ নং টি পেয়েছে ৪.৫৬/৫
৬ নং টি পেয়েছে ৪.৫৬/৫
৪ নং টি পেয়েছে ৪.৫৬/৫

তাছড়া অন্যান্য রেটিং ও ভালো।

তাহলে অবশেষে একটি কথাই বলবো যে বইগুলো আজই পড়ে ফেলুন। গুগলে পিডিএফ আছে অথবা কিনেও পড়তে পারেন। তবে বাংলা অনুবাদগুলো একটু খটমটে। তাই পারলে ইংরেজিতে বইগুলো পড়তে পারেন।

তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই।
মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।

কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর নিত্য নতুন ট্রিক্স এবং free fire সম্পর্কিত যেকোন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইভ করে সাথেই থাকুন।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।




The post book review: জনপ্রিয় harry potter series. যেই বইগুলো/মুভি গুলো না পড়লে জীবনে অনেক বড় কিছু মিস করবেন l appeared first on Trickbd.com.

জানা অজানা জ্ঞান বিজ্ঞান [পর্ব-৩]

Posted:

আসসালামু আলাইকুম।

আসা করি সবাই অনেক ভালো আছেন।

আজ আমি এখানে পৃথিবীর কয়েকটা জানা অজানা ঘটনা/ জায়গার বর্ণনা তুলে ধরবো। আসা করি আপনাদের ভালো লাগবে।

আজকের বিষয় কি কি নিয়ে কথা বলতে যাচ্ছি…

 

১–লাল আলোতে গাছের পাতা কালো দেখায় কেনো?

২–টিভি কতটা বড় সেটা বোঝাতে যে সংখ্যাটি বলা হ সেটা টিভির কোন অংশের মাপ?

৩–রাতে গাছের তলাই শয়ন করা উচিত নয় কেনো?

৪–জ্বর হলে আমাদের শীত করে কেনো?

৫–খেয়ে উঠলেই ঘুম পাই কেনো?

৬–শীতকালে মানুষের গায়ের চামরা গরমকালের অপেক্ষা কিছুটা কালো দেখায়। এর কারন কী?

৭–আকাশের রং নীল কেনো?

৮–টিউবয়েলের পানি শীতে গরম আর গ্রীষ্মে ঠান্ডা কেনো?

৯–সমুদ্রের পানি নীল দেখায় কেনো?

=>লাল আলোতে গাছের পাতা কালো দেখায় কেনো?

সাদা আলো সবুজ পাতার ওপর পড়লে তা সবুজ রঙ প্রতিফলিত করে এবং সূর্যের সাদা আলো আন্যান্য রংকে শোষণ করে নেয়। কিন্তু সবুজ পাতার ওপর লাল আলো পড়লে সবুজ পাতা তা শুষে নায়। ফলে কোনো কিছুই প্রতিফলিত হয় না এ জন্যে লাল আলোতে সবুজ পাতা কালো দেখায়।

 

=>টিভি কতটা বড় সেটা বোঝাতে যে সংখ্যাটি বলা হ সেটা টিভির কোন অংশের মাপ?

১৪ ইঞ্চি আর ২০ ইঞ্চি টভি সেটের কথা আজ সকলের মুখে মুখে। কিন্তু এই ১৪ বা ২০ ইঞ্চি দৈর্ঘটি টিভির কোন অংশের মাপ। টিভির পর্দাকে যদি একটা আয়তক্ষেত্র হিসেবে ধরে নেওয়া হয় তাহলে তার কর্ণ বা ডায়াগনালের দৈর্ঘ্যই টিভির মাপ নির্দেশ করে।

 

=>রাতে গাছের তলাই শয়ন করা উচিত নয় কেনো?

মানুষ সব সময় নিশ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন্দাই-অক্সাইড ত্যাগ করে। গাছ দিনের বেলায় সালোক-সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বনডাইন-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যগ করে। কিন্তু রাতে গাছের সালোক-সংস্লেষোণ বন্ধ থাকে এবং শ্বাস-ক্রিয়া চলতে থাকে। শ্বাস ক্রিয়ায় গাছ প্রানিদের মতো অক্সিজেন গ্রহণ করে আর কার্বনডাইন-অক্সাইড ত্যাগ করে । রাতে গাছ তলায় শয়ন করলে গাছের অতিরিক্ত কার্বনডাইন-অক্সাইড নিশ্বাসের সাথে মানুষের দেহে প্রবেশ করে। এ কার্বনডাইন-অক্সাইড মানব দেহের জন্য ক্ষতিকর। তাই রাতের বেলা গাছের নিচে শয়ন করা ঠিক নয়।

=>জ্বর হলে আমাদের শীত করে কেনো?

পরিবেশের উষ্ণতা যখন শরীরের উষ্ণতা থেকে কমে যায়, তখন আমাদের শীত করে। শীতকালে তাই আমাদের শীত লাগে। কিন্তু যখন জ্বর হয়, তখন আমাদের দেগের উষ্ণতা বেড়ে যায় এবং পরিবেশের যা উষ্ণতা থাকে তার থেকে বেশি থাকে। অর্থাৎ পরিবেশের উষ্ণতা দেহের উষ্ণতা থেকে কম। তাই আমাদের শীত লাগে।

=>খেয়ে উঠলেই ঘুম পাই কেনো?

ভরা পেটে খেয়ে ওঠার পর দেখা যায়, খুব বেশি ঘুম পাচ্ছে। চোখ জড়িয়ে আসে, ঘুম ঘুম ভাব, মনে হয় একটূ যেনো গড়িয়ে নিতে পারলে ভালো হয়। অথচ খেয়ে ওঠার পরে কিছুটা সময় গল্প গূজব করে কাটিয়ে দিতে পারলে দেখা যায় ঘুমটা কেটে গেলো। কিন্তু খেয়ে উঠলেই ঘুম পাই কেনো?

খাওয়ার পরে শরীরে মোট রক্তের একটা বড় অংশ অন্ত্রে চলে আসে। এটা আসে হজমে সাহায্য করার জন্য। আবার এ রক্তের বিতর দিয়ে অক্সিজেন চলাচল করে। তাহলে রক্তের অনেকটা অংশ অন্ত্রে চলে এলে মস্তিষ্কে অক্সিজেন এর অভাবের ফলে অবসন্নতা এবং ঘুমের ভাব হয়। এ অভাবটা অবশ্য সাময়িক। সে কারনে খানিকক্ষণ বাদে ঘুম-ঘুম ভাব কেটে গিয়ে শরীর আবার সতেজ চাঞা হয়ে ওঠে।

=>শীতকালে মানুষের গায়ের চামরা গরমকালের অপেক্ষা কিছুটা কালো দেখায়। এর কারন কী?

গরমকালে আমাদের শরীরে যে পরিমান আদ্রতা থাকে, শীতকালে সে পরিমান আর্দ্রতা বজায় থাকে না শীতকালে শুষ্ক শীতল বায়ুর প্রভাবে শরীরে চামড়া আর্দ্রেতা হারায় এবং কুচকে যায়। এজন্য শীতকালে মানুষের গায়ের চামড়া কিছুটা কালো দেখায়।

=>আকাশের রং নীল কেনো?

আলো ৭ টি বর্নালির সমন্বয়ে গঠিত। যদিও স্বাভাবিক অবস্থায় আমরা আলোর মধ্যে রংগুলো আলাদা ভাবে দেখতে পাই না। সূর্যের আলো যখন পৃথীবির বায়ু মন্ডলে এসে পড়ে তখন গাঢ় নীল রং অন্যান্য রং থেকে আলাদা হয়ে যায় এবং বায়ুতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে । এভাবে পৃথক হয়ে যাওয়ার কারনে গাঢ় নীল রং আমাদের দৃষ্টিগ্রাহ্য হয় এবং এ অবস্থায় আকাশের রং নীল দেখায়।

 

=>টিউবয়েলের পানি শীতে গরম আর গ্রীষ্মে ঠান্ডা কেনো?

টিউবয়েলের থেকে যে পানি তোলা হয় তা থাকে মাটির বেশ কিছুটা নিচে। মাটি তাপের কুপরিবাহি। ফলে বাইরে বাতাসের বাতাসের যখন হলকা বয়, তখন মাটির মধ্যে ততোতা থাকে না। কিংবা বাতাসের যখন গরম ভাব দেখা দেয়, তখনও ভেতরের মাটি ততটা ঠান্ডা হয়ে ওঠে না।

তাই শীতকালে বাইরের বাতাসের তাপমাত্রার তুলনায় টিউবয়েলের ভিতরের পানির উষ্ণতা বেশি। ফলে তখন টিউবয়েল থেকে পানি তুললে সে পানি তো গরম বলে মনে হবেই। আর গরমের দিনে অবস্থাটা উলটো তখন বাইরের বাতাসের উষ্ণতার চেয়ে মাটির নিচের উষ্ণতা কম থাকে। আই তাই সে সময়ে টিউবয়েলের পানি ঠান্ডা লাগে। আসলে টিউবয়েলের পানি মাটির গভিরে যেখানে থাকে, মাটি তেমন তাপ টানেনা বলে, শীত গ্রীষ্মের কোনো সময়েই সে উষ্ণতার তেমন একটা পরিবর্তন হয় না। সে জন্যই শীতে টিউবয়েলের পানি গরম, গ্রীষ্মে ঠান্ডা।

 

=>সমুদ্রের পানি নীল দেখায় কেনো?

সমুদ্রের বিস্তৃত পানিরাশিকে একসাথে নীল দেখায়। আকাশে বায়র অনুর মতো সমুদ্রের বিস্তৃত পানি রাশির অনুগুলো সূর্যরস্মির নীল বর্নকে চারিদিকে ছড়িয়ে দেয়। ফলে বাইরে থেকে তাকালে সমুদ্রের পানি রাশিকে নীল দেখায়।

আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই রকম আরো আর্টিকেল আপনাদের সামনে নিয়ে আসবো।

আল্লাহ হাফেজ।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখবেন।

The post জানা অজানা জ্ঞান বিজ্ঞান [পর্ব-৩] appeared first on Trickbd.com.

কেন আমরা Google knowledge plane পাই?

Posted:

প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি ।

কেন আমরা Google knowledge plane পাই?
আপনি যদি Musician বা Author বা বিভিন্ন category celebrity হন তখন আপনি এটি পাবেন।

Knowledge panel কি ভাবে পাব?

Knowledge plane পেতে হলে আপনাকে যে কোন একটি category তে থাকতে হবে এবং গুগল জানতে হবে। গুগল জানলে Automatic তৈরি করে দিবে পরে আপনাকে claim করে আপনি আপনার ইচ্ছা মত পটু আপলোড করতে পারবেন ইত্যাদি। অনেকের দারণা এটি তৈরি করা যায় কিন্তু এটি তৈরি করা যায় না গুগল আপনার identify দেখেই গুগলই তৈরি করে দেই।

বিঃদ্রঃ – পোষ্টের লেখা ছোট হলেও অনেকে এইটুকু জানে না তাই পোষ্টি করলাম এবং Google knowledge panel কি ভাবে claim করতে হয় পোষ্টি লাগলে কমেন্ট করেন ইনশাআল্লাহ।

যারা জানেন তাহলে তো ভালোই, যারা জানেন না তাদের জন্য পোষ্টি

আশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ।

The post কেন আমরা Google knowledge plane পাই? appeared first on Trickbd.com.

নিয়ে নিন আপনার লাইফে দেখা সবচেয়ে বড় হ্যাকিং রিলেটেড পেইড কোর্স যার সাইজ ৫০ জিবি

Posted:


DOWNLOAD LINK

Mega Link

আমার ২০০ তম পোস্টের আগে ভাবলাম বড় কিছু শেয়ার করি, তাই আজকের পোস্ট। ট্রিকবিডিতে অথর হিসেবে আছি ৪-৫ বছর হয়ে যাবে কিন্তু পোস্ট করা হত না তেমন। জানি না কীভাবে আমার প্রায় ২০০ টি পোস্ট হয়ে গেল।২০০ তম পোষ্টে আমি রুট রিলেটেড ভাল কিছু শেয়ার করতে যাচ্ছি, তাই আমার পোস্টের দিকে চোখ রাখুন।এই পোস্ট শুরুর আগে, কিছুদিন আগে আরো কিছু পেইড কোর্স শেয়ার করি, যদি কেউ তা না দেখে থাকেন তবে তা দেখে আসতে পারেন।

এ ধরণের কোর্স পেতে নিচে কমেন্ট করুন।



FILE DETAILS

  • Size: 50Gb
  • Files: 200+
  • Folders: 24
  • Inside: Pdf, Mp4
  • Language: English

যা যা থাকছে এই কোর্সে

এখানে আসলে একটি না অনেকগুলো কোর্স আছে। এটি আমি বছর খানেক আগে আমার মেগাতে ইম্পোর্ট করে রেখেছিলাম কিন্তু আপলোড করা হয়নি কখনো। Python, Reverse Engineering, Red Hat, Sql, System Hacking, Wireshark এদের মত অনেক বড় বড় বিষয়ে ডিটেইলস আলচনা করা আছে। এক সাথে এত বড় কালেকশন আগে কোথাও দেখিনি। যদি আগে থেকে এইসব বিষয়ে হাল্কা ধারনা থেকে থাকে তবে এইসব আপনার অনেক ভাল লাগবে। এখানে প্রতিটি টপিক এর ইন্ট্রোডাকশন থেকে শুরু করে প্রায় বিস্তারিত বলা আছে এবং ইম্পর্টেন্ট কিছু ট্রিক্স PDF আকারে দেয়া আছে। এটি আপনার মেগা একাউন্টে ইম্পোর্ট করে রেখে দিন। আমি যখন ইম্পর্ট করেছিলাম এর পরেই অরিজিনাল ফাইল মনে হয় ডিলেট হয়ে যায় কিন্তু আমার ইম্পর্রট মনে হয় এখনো থেকে গেছে।

SCREENSHOTS

SUPPORT AND HELP ME

আপনারা অনেকেই ফেসবুক ব্যববার করেন। আমি একটি Photography Contest এর মধ্যে অংশগ্রহণ করেছি এবং তা জেতার শর্ত হিসেবে আমার পোস্টে লাইক, কমেন্ট এবং শেয়ার এর পরিমাণ সর্বোচ্ছ থাকতে হবে। ট্রিকবিডিতে অনেকদিন ধরে আছি আপনাদের থেকে এতটুকু আশা করতেই পারি। যেহেতু ২০০ তম পোস্টে রুট রিলেটেড মজাদার কিছু আনার প্লেনিং করছি তাই আপনাদের থেকে এতটুকু আশা করতেই পারি💗
আমার ছবিতে একটি লাইক এবং কমেন্ট করবেন দয়া করে, তবে সবচেয়ে বেশি উপকার হবে যদি আপনি শেয়ার করে দেন পোস্টটি, কারণ শেয়ারের মাদ্ধমে একাধিক লাইক আসে আপনার পক্ষ থেকে। যদি সম্ভব হয় শেয়ার করবেন। যদি আপনি গ্রুপে জয়েন থাকেন তবে সেখান থেকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন অথবা আপনি যদি গ্রুপে জয়েন না হতে চান তবে আমার প্রফাইলে সেই ছবির শেয়ার করা লিংক দেয়া আছে যা নিচে দেয়া আছে ওখান থেকেও লাইক কমেন্ট শেয়ার করতে পারেন।
আমার ছবির লিংক ফেইসবুকে
আমার ছবির লিংক আমার প্রফাইল থেকে

The post নিয়ে নিন আপনার লাইফে দেখা সবচেয়ে বড় হ্যাকিং রিলেটেড পেইড কোর্স যার সাইজ ৫০ জিবি appeared first on Trickbd.com.

ষষ্ঠ থেকে নবম শ্রেণির নবম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রশ্নপত্র ডাউনলোড করেনিন | 9th Week Assignment Pdf Download Class 6-9

Posted:


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের মাঝে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্নপত্র শেয়ার করতে যাচ্ছি।
ষষ্ঠ থেকে নবম শ্রেণির ৯ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের মতো আবারো এ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু রয়েছে।
তাই নিচে থেকে ২০২১ সালের প্রকাশিত ষষ্ঠ থেকে নবম শ্রেণির ৯ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রশ্ন ডাউনলোড করেনিন।

Download here

খুব শীঘ্রই এ্যাসাইনমেন্টের উত্তরগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করবো সে পর্যন্ত অপেক্ষাই থাকুন।
“প্রতিনিয়ত সবার আগে সকল সকল শ্রেণির এ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল SK TECH VOICE
★ইউটিউবে গিয়ে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন।”

★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE

সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

The post ষষ্ঠ থেকে নবম শ্রেণির নবম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রশ্নপত্র ডাউনলোড করেনিন | 9th Week Assignment Pdf Download Class 6-9 appeared first on Trickbd.com.

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্ট গ্রিড এবং ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করেনিন

Posted:


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের মাঝে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্ট গ্রিড এবং ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্নপত্র শেয়ার করতে যাচ্ছি।
২০২২ সালের এইচএসসি অর্থাৎ বর্তমান একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের মতো আবারো এ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু থাকবে।
তাই নিচে থেকে ২০২১ সালের প্রকাশিত এ্যাসাইনমেন্ট প্রশ্ন ডাউনলোড করেনিন।

Download here

খুব শীঘ্রই এ্যাসাইনমেন্টের উত্তরগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করবো সে পর্যন্ত অপেক্ষাই থাকুন।
“প্রতিনিয়ত সবার আগে সকল সকল শ্রেণির এ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল SK TECH VOICE
★ইউটিউবে গিয়ে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন।”

★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE

সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

The post ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্ট গ্রিড এবং ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করেনিন appeared first on Trickbd.com.

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় এ্যাসাইনমেন্ট | Ssc Bangladesh And Global Studies Assignment 2021 2nd Week Answer

Posted:


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের মাঝে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় এ্যাসাইনমেন্টের উত্তরপত্র শেয়ার করতে করতে যাচ্ছি। যারা ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী বা বর্তমানে দশম শ্রেণিতে রয়েছেন তারা পোষ্টটি সম্পূর্ণ পড়ুন কেননা ১০০% নির্ভুলসহকারে সমাধান দেওয়া হয়েছে। তাই আপনি যদি সঠিকভাবে খাতায় লিখতে পারেন তবে সম্পূর্ণ মার্কসটিই পাবেন।

★যে প্রশ্নটি দেওয়া হয়েছেঃ

এবার উত্তরপত্র দেখেনিন।













আশাকরি এ্যাসাইনমেন্ট উত্তর পেয়ে গেছেন। ভালোভাবে বুঝতে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে সকল সকল শ্রেণির এ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল SK TECH VOICE
★ইউটিউবে গিয়ে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন।”

★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE

সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

The post ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় এ্যাসাইনমেন্ট | Ssc Bangladesh And Global Studies Assignment 2021 2nd Week Answer appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments