দেখে নিন সত্য ঘটনা অবলম্বনে বানানো যুদ্ধ নিয়ে সেরা দুই মুভি [বাংলা সাবটাইটেল সহ] |
- দেখে নিন সত্য ঘটনা অবলম্বনে বানানো যুদ্ধ নিয়ে সেরা দুই মুভি [বাংলা সাবটাইটেল সহ]
- FREE FIRE OB28 UPDATE | এখনো বাংলাদেশি হওয়ার পর ও সার্ভার চেঞ্জ হয় নি!
- 2021 সালে Release হওয়া Roberrt Movie Hindi Fan Dub Download link
- দাম কমলো Vivo V20 ফোনটির । চলছে ৩ হাজার টাকা ডিসকাউন্ট
- দশ হাজার টাকা বাজেটের সেরা স্মার্টফোন পর্ব ৬ (Oppo Ultra Led flash)
- Free Fire OB28 আজকের আপডেট সংক্ষিপ্ত রিভিউ
- Envato Elements Premium, 27 June পর্যন্ত
দেখে নিন সত্য ঘটনা অবলম্বনে বানানো যুদ্ধ নিয়ে সেরা দুই মুভি [বাংলা সাবটাইটেল সহ] Posted: আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।আজকে আমি আপনাদের জন্য সত্যঘটনা অবলম্বনে বানানো আমার দেখা সেরা দুই যুদ্ধের মুভির রিভিউ ও লিংক নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। 1. 1917 (2019)
Genre: War, Drama ***হালকা স্পয়লার*** প্রথম বিশ্বযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিত মুভিটি।
প্রথম বিশ্বযুদ্ধের সময় দুইজন সৈনিক স্কোফিল্ড,ব্লেককে আদেশ দেওয়া হয় অনেক দূরের তাদেরই একটা ওয়ার ক্যাম্পে মেসেজ পৌঁছাতে হবে। ১৬০০জন ব্রিটিশ সেনাকে জার্মানির মৃত্যু ফাঁদ থেকে বাঁচাতে মেসেজটি ঠিক সময়ে পৌঁছে দিতে হবে। ১৬০০জনের মধ্যে একজন আবার ব্লেকের বড়ভাই, তাই ব্লেক নিমিষেই রাজি হয়ে যায়। সমস্যা হলো,ওই ক্যাম্প পর্যন্ত যেতে হলে অনেক জার্মানির সৈন্যদের দখলে থাকা ক্যাম্প অতিক্রম করে যেতে হবে, যা কষ্টসাধ্য ব্যাপার।তারা দুজনে শত্রুর চোখ ফাঁকি দিয়ে পথ চলতে শুরু করে। পথিমধ্যে তারা হামলার শিকার হয়, ঘটে যায় তাদের মধ্যে একজনের মৃত্যু। বার্তা পৌঁছানোর দায়িত্ব আরোপিত হয় সম্পূর্ণ অপর জনের উপর।
সে কি বার্তা টি সময় মতো পৌঁছাতে পারবে? পারবে কি ১৬০০ সৈনিকের প্রাণ বাঁচাতে? সত্য ঘটনা অবলম্বনে তৈরী সিনেমাটা। অসাধারন পরিচালনা ও সিনেমাটোগ্রাফি। দুজন মানুষের জার্নি ,প্রতি পদে বিপদ ,আলোআঁধারী অবস্থা তার মধ্যেই দুজনের এগিয়ে চলা। কিছু কিছু দৃশ্য দেখে ভয় লাগছিলো। George MacKay ওDean-Charles Chapman এর অভিনয় দেখার মতো। উপরি পাওনা হিসাবে Colin Firth,Benedict Cumberbatch ও Mark Strong ছোটো উপস্থিতি। অস্কারে সিনেমাটি জিতে নিয়েছে তিনটি পুরস্কার Best Cinematography, Best Visual Effects, এবং Best Sound Mixing.এত টানটান একটা সিনেমা বোর হওয়ার কোনো জায়গাই নেই।
Download Links480p: Direct Download Link Server 2 Server 3 720p :Direct Download Link Server 2 Server 3 Server 4 1080p: Direct Download Link Server 2 Server 3 Bangla subtitle: Click Here
2. Hacksaw Ridge (2016)Genre: War, Drama ***হালকা স্পয়লার*** যুদ্ধ।এই একটা শব্দের ভেতর লুকিয়ে আছে অনেক ভয়।একটা যুদ্ধে কি পরিমাণ ক্ষতি হয়,তা যে দেশ অংশ নেয় তারা খুব ভালোভাবে টের পায়।ইতিহাসের পাতায় এমন অনেক যুদ্ধের বিবরণ আছে,যা জানলে আমাদের মনে সম্মান জাগে আবার একইসাথে অশ্রুসজল হতে হয়।এমনকি আমাদের নিজেদের মুক্তিযুদ্ধের রয়েছে গর্বিত এক ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস নিয়ে আমরা কমবেশি সবাই জানি।তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক অজানা ইতিহাসি রয়েছে যা আমরা অনেকেই জানিনা। তবে আজকে এমন এক মুভির কথা বলবো যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এমন এক বীরের কথা উঠে এসেছে যিনি একটা গুলিও শত্রুর দিকে না ছুঁড়ে মেডেল অব অনর পেয়েছিলেন!
সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের। তখন যুদ্ধের জন্য সবদিক থেকে নতুন নতুন সৈনিকদের নিয়োগ চলছিল। এর মধ্যে একজন সৈনিক ছিলো ডেসমণ্ড ডস।সৈনিকদের যুদ্ধে পাঠানোর আগে প্রশিক্ষণ দেওয়া হয়। ডেসমণ্ড ডস সবগুলো প্রশিক্ষণ নিচ্ছিল। কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়!যখন গুলি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় তখন ডেসমণ্ড ডস তা চালাতে অস্বীকার করে। অথচ একটা যুদ্ধে অংশ নিতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো গুলি চালানো।ডেসমণ্ডকে শতবার বোঝানোর পরও সে তার সিদ্ধান্তে অটল থাকে,কিন্তু সে আবার যুদ্ধেও অংশ নিতে চায়! ডেসমণ্ড কেন গুলি চালাতে চায়না? কি এমন রহস্য আছে এর পেছনে? জানতে হলে এখনই দেখে ফেলুন এই অসাধারণ মুভিটি।
মুভিটি একটি সত্য ঘটনার ওপর নির্মিত।ডেসমণ্ড ডস নামের এক ব্যাক্তির জীবনী নিয়ে মুভিটি। আর মুভিতে ডেসমণ্ড ডস রোলে অভিনয় করেছে এন্ড্রু গারফিল্ড। জি,এটা সেই এন্ড্রু গারফিল্ড যে The Amazing Spider-man সিরিজে পিটার পার্কার রোলে অভিনয় করেছিল! আপনি যদি তার পিটার পার্কার রোলের সাথে এখানে তুলনা করেন তাহলে দেখবেন আকাশ পাতাল তফাৎ! এমন সিরিয়াস আর ভারি একটা রোলে সে যে অভিনয় করেছে তা সত্যিই প্রশংসনীয়। নিঃসন্দেহে তার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স ছিল। মুভির পরিচালকের আসনে ছিলেন Mad Max সিরিজের অভিনেতা মেল গিবসন।যেমন ভালো অভিনেতা,তেমন দারুণ পরিচালক। আর স্ক্রিনপ্লে ছিল টানটান,যার কারণে বোরিং কিছু মনে হবেনা।ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখনো কানে বাজে।
যুদ্ধে ভয়াবহতার মাত্রা কতোটুকু তা থিয়েটারে দেখে দর্শক শুধু কিঞ্চিৎ অনুধাবন করতে পারবে কিন্তু বাস্তবতা বুঝতে পারবে না কখনও এটা আমি শিওর দিয়ে বলতে পারি। তবে বাস্তবতা কিছুটা হলেও অনুধাবন করা যায় এমন কিছু মুভি আছে যেগুলো স্ক্রিনের মধ্যে যদি থাকে। সেরকম একটি সত্য কাহিনী অবলম্বনে অসাধারন একটা মুভি হলো Hacksaw Ridge. অস্ত্র ধরা ছাড়াও যুদ্ধ করা যায়, মানুষের জীবন বাঁচানো যায়, ইতিহাসের পাতায় নাম লেখানো যায় কিভাবে সেটা জানতে চাইলে মুভিটা আপনার জন্য। মানসিক ভাবে তীব্র শক্তিশালী আর মনোবল দৃঢ় থাকলে যেকোনো কিছু করা সম্ভব সেটার একটা মেসেজ পাবেন।
Download Links480p: Direct Download Link Server 2 Server 3 720p: Download Link Here Server 2 Server 3 1080p: Download Link Here Server 2 Server 3 Bangla subtitle: Click Here Another subtitle ডাউনলোড করার জন্য যেসব লিংকে গুগল একাউন্টে লগিন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে গুগল একাউন্টে লগিন করে নিবেন।কোনো ডাউনলোড লিংক কাজ না করলে বা লোড পড়লে অন্য সার্ভার ট্রাই করবেন। ডাউনলোড লিংকে যাওয়ার পর অন্য পেইজে নিয়ে গেলে পুনরায় আগের পেইজে ফিরে এসে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আর যাদের গুগল একাউন্টে লগিন করলে ড্রাইভ হ্যাক হওয়ার ভয় আছে তারা এই লিংকে ক্লিক করে পোস্টটি পড়ে নিবেন।আশা করছি ভয় কেটে যাবে। আমি ইউজারদের কথা বিবেচনা করেই লিংক দিয়ে থাকি।কাজেই কোনো হ্যাকিং লিংক প্রোভাইড করার প্রশ্নই আসে না। আমার অন্যান্য পোস্টঃ Windows 7 Ultimate Cracked Download Top 15 South Indian Thriller Crime Movies Spotify Premium Unlocked App Download Charlie (2015) Download Link With Bangla subtitle Despicable Me Movie Series Download Link Pure Action Movie Raid Redemption
আজকে এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। The post দেখে নিন সত্য ঘটনা অবলম্বনে বানানো যুদ্ধ নিয়ে সেরা দুই মুভি [বাংলা সাবটাইটেল সহ] appeared first on Trickbd.com. |
FREE FIRE OB28 UPDATE | এখনো বাংলাদেশি হওয়ার পর ও সার্ভার চেঞ্জ হয় নি! Posted: আসসালামু আলাইকুম |
2021 সালে Release হওয়া Roberrt Movie Hindi Fan Dub Download link Posted: আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম 2021 সালে Release হওয়া একটা মুভি নিযে যা Hindi Dub Available আছেপ্রখমে বলে দেই এটা Official Dub না Just Fan Dub MOVIE NAME :- ROBERRTRoberrt Movie Imdb:- Roberrt Hindi Hq Fan Dubbed Full Movie Cast – Darshan Language – Hindi Fan Dubbed Quality – 720p, Download Linkhttps://drive.google.com/uc?id=1ddmprc8yRnE2VzEOPmFjATd_W4kZcdv2&export=download একটা কথা বলতে চাই আমি একটা Telegram Group Create করছি যেখানে আপনারা Movie বা Anime Request দিতে পারবেনসব কিছৃ তো পোষ্ট করা Possible না Group Link :- @RequestCenter Thanks For Reading The post 2021 সালে Release হওয়া Roberrt Movie Hindi Fan Dub Download link appeared first on Trickbd.com. |
দাম কমলো Vivo V20 ফোনটির । চলছে ৩ হাজার টাকা ডিসকাউন্ট Posted: হাইলাইটস
Vivo V20 Full Specifications Colors Sunset Melody, Midnight Jazz, Moonlight Sonata Connectivity Network 2G, 3G, 4G Body Style Minimal Notch Display Size 6.44 inches Back Camera Resolution Triple 64+8+2 Megapixel Front Camera Resolution 44 Megapixel BatteryType and Capacity Type and Capacity Lithium-polymer 4000 mAh (non-removable) Performance Operating System Android 11 (Funtouch 11) Ram & Processor RAM 8 GB Storage ROM 128 GB (UFS 2.1) Security Fingerprint In-display (optical) Other Features MicroSD Slot Dedicated slot Sound3.5mm JackFeaturesLoudspeaker SecurityFingerprint On the backFace Unlock OthersNotification LightSensorsFingerprint, Accelerometer, Proximity, Water Resistance Discount price : ২৭,০০০ taka ব্যক্তিগত মতামত: ফোনটিতে প্রিমিয়াম ফিনিশিং দেয়া হয়েছে,হতে নিলেই premium ফিল হবে। তবে এতে কোন ডিসপ্লে প্রটেকশন দেয়া হয়নি জা আশা করা যায় না অন্তত এই বাজেট এ । ফোনটিতে পাচ্ছেন সবোর্চ্চ ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে যার উপর আর কোন ডিসপ্লে হয় না । ক্যামেরা কোয়ালিটি অ্যাডভান্সড লেভেলের , মেগাপিক্সেল দেখেই অনেকে হয়তোবা বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় আমার অনেক ভালো লেগেছে ফোনটিতে ফুল চার্জ হতে সময় লাগবে ২০ মিনিটের মত । মনে মাত্র ২০ মিনিট চার্জ দিয়ে সারাদিন চালাতে পারবেন । এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ The post দাম কমলো Vivo V20 ফোনটির । চলছে ৩ হাজার টাকা ডিসকাউন্ট appeared first on Trickbd.com. |
দশ হাজার টাকা বাজেটের সেরা স্মার্টফোন পর্ব ৬ (Oppo Ultra Led flash) Posted: হাইলাইটসOppo A15 6.52 ইঞ্চি এইচডি + স্ক্রিন সহ এসেছে। এটিতে ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে। পিছনের ক্যামেরাটি ট্রিপল 13 + 2 + 2 এমপি এর সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ, পিডিএএফ, গভীরতা সেন্সর, ম্যাক্রো ক্যামেরা ইত্যাদি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ের সাথে। সামনের ক্যামেরাটি 5 এমপিের। Oppo A15 1030 ফাস্ট চার্জিং সহ 4230 এমএএইচ ব্যাটারি। এতে 3 জিবি র্যাম রয়েছে, 2.35 গিগাহার্টজ অক্টা-কোর সিপিইউ এবং পাওয়ারভিআর জিই 8320 জিপিইউ রয়েছে। এটি একটি Mediatek Helio P35 (12 এনএম) চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি 32 গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট আছে। এই ফোনে একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। Oppo A15 Full Specifications Colors Connectivity Network2G, 3G, 4GSIMDual Nano SIM Body StyleMinimal NotchMaterialGlass front, plastic bodyWater ResistanceDimensions164 x 75.4 x 7.9 millimetersWeight175 grams Display Size6.52 inchesResolutionHD+ 720 x 1600 pixels (269 ppi)TechnologyIPS LCD Touchscreen Back Camera ResolutionTriple 13+2+2 MegapixelFeaturesPDAF, LED flash, depth sensor, macro, 1/3.1″, 1.12µm & moreVideo RecordingFull HD (1080p) Front Camera Resolution5 MegapixelFeaturesF/2.4, HDR & moreVideo RecordingFull HD (1080p) BatteryType and Capacity Type and CapacityLithium-polymer 4230 mAh (non-removable)Fast Charging 10W Fast Charging Performance Operating SystemAndroid 10 (ColorOS 7.2)ChipsetMediatek Helio P35 (12nm) Ram & Processor RAM3 GBProcessorOcta core, up to 2.35 GHzGPUPowerVR GE8320 Storage ROM32 GB (eMMC 5.1)MicroSD Slot Dedicated slot Security Fingerprint On the backFace Unlock Other Features Fingerprint, Accelerometer, Proximity ব্যক্তিগত মতামত: প্রথমেই পেয়ে যাচ্ছেন ৬.৫ ইঞ্চি বড় এইচডি প্লাস ডিসপ্লে । ফোনটিতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে decent everyday performance দেবে।। ফোনটি রান হবে অ্যান্ড্রয়েড 10 এ।। ফোনটির একটি বিষয় একটু খারাপ করেছে আর সেটি হল ডিসপ্লেতে কোন প্রটেকশন ব্যবহার করা হয় নি । এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ The post দশ হাজার টাকা বাজেটের সেরা স্মার্টফোন পর্ব ৬ (Oppo Ultra Led flash) appeared first on Trickbd.com. |
Free Fire OB28 আজকের আপডেট সংক্ষিপ্ত রিভিউ Posted: আসসালামু আলাইকুম |
Envato Elements Premium, 27 June পর্যন্ত Posted: Howdy Everyone আজকে Envato এর Premium Cookies দেয়া হবে, যা দিয়ে Envato থেকে Unlimited file download করতে পারবেন। তবে Account এর মেয়াদ 27 June, 2021 পর্যন্ত
Process 1.প্রথমে আপনার PC browser এ "Cookies Editor" Extentionটি Download & Install করে নিন
2.তারপর Envato Element Page visit করুন
3.এবার Cookies Editor এ Click করুন
4. Delete Option এ Click করে সব Cookies Delete করুন
5. এখন Import Option এ Click করে এই Cookies Fileটি Copy & Paste করে দিন
6. "Unknown Error" Show করার পর Evanto element pageটি Refresh/Reload করুন
7.ব্যস Direct Log in হবে, উপভোগ করুন Premium Envato
Tutorial
Account Details:-
Bye The post Envato Elements Premium, 27 June পর্যন্ত appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments