Search box..

দেখে নিন সত্য ঘটনা অবলম্বনে বানানো যুদ্ধ নিয়ে সেরা দুই মুভি [বাংলা সাবটাইটেল সহ]

দেখে নিন সত্য ঘটনা অবলম্বনে বানানো যুদ্ধ নিয়ে সেরা দুই মুভি [বাংলা সাবটাইটেল সহ]


দেখে নিন সত্য ঘটনা অবলম্বনে বানানো যুদ্ধ নিয়ে সেরা দুই মুভি [বাংলা সাবটাইটেল সহ]

Posted:

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।

আজকে আমি আপনাদের জন্য সত্যঘটনা অবলম্বনে বানানো আমার দেখা সেরা দুই যুদ্ধের মুভির রিভিউ ও লিংক নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক।

1. 1917 (2019)

 

 

 

Genre: War, Drama
IMDb: 8.3/10
Rotten Tomatoes:89%
Personal Rating:10/10

***হালকা স্পয়লার***

প্রথম বিশ্বযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিত মুভিটি।
মুভি টি সর্বমোট ১০ টি ক্যাটাগরিতে অস্কার নমিনেশন পেয়ে ৩ ক্যাটাগরিতে (সেরা সিনেমাটোগ্রাফি,সেরা ভিফিএক্স,সেরা সাউন্ড মিক্সিং)অস্কার জিতে নেয়।

 

 

 

 

প্রথম বিশ্বযুদ্ধের সময় দুইজন সৈনিক স্কোফিল্ড,ব্লেককে আদেশ দেওয়া হয় অনেক দূরের তাদেরই একটা ওয়ার ক্যাম্পে মেসেজ পৌঁছাতে হবে। ১৬০০জন ব্রিটিশ সেনাকে জার্মানির মৃত্যু ফাঁদ থেকে বাঁচাতে মেসেজটি ঠিক সময়ে পৌঁছে দিতে হবে। ১৬০০জনের মধ্যে একজন আবার ব্লেকের বড়ভাই, তাই ব্লেক নিমিষেই রাজি হয়ে যায়। সমস্যা হলো,ওই ক্যাম্প পর্যন্ত যেতে হলে অনেক জার্মানির সৈন্যদের দখলে থাকা ক্যাম্প অতিক্রম করে যেতে হবে, যা কষ্টসাধ্য ব্যাপার।তারা দুজনে শত্রুর চোখ ফাঁকি দিয়ে পথ চলতে শুরু করে। পথিমধ্যে তারা হামলার শিকার হয়, ঘটে যায় তাদের মধ্যে একজনের মৃত্যু। বার্তা পৌঁছানোর দায়িত্ব আরোপিত হয় সম্পূর্ণ অপর জনের উপর।

 

 

সে কি বার্তা টি সময় মতো পৌঁছাতে পারবে? পারবে কি ১৬০০ সৈনিকের প্রাণ বাঁচাতে?

সত্য ঘটনা অবলম্বনে তৈরী সিনেমাটা। অসাধারন পরিচালনা ও সিনেমাটোগ্রাফি। দুজন মানুষের জার্নি ,প্রতি পদে বিপদ ,আলোআঁধারী অবস্থা তার মধ্যেই দুজনের এগিয়ে চলা। কিছু কিছু দৃশ্য দেখে ভয় লাগছিলো। George MacKay ওDean-Charles Chapman এর অভিনয় দেখার মতো। উপরি পাওনা হিসাবে Colin Firth,Benedict Cumberbatch ও Mark Strong ছোটো উপস্থিতি। অস্কারে সিনেমাটি জিতে নিয়েছে তিনটি পুরস্কার Best Cinematography, Best Visual Effects, এবং Best Sound Mixing.এত টানটান একটা সিনেমা বোর হওয়ার কোনো জায়গাই নেই।

 

 

Download Links

480p: Direct Download Link    Server 2     Server 3

720p :Direct Download Link     Server 2     Server 3    Server 4

1080p: Direct Download Link     Server 2      Server 3

4k: Download Link Here

Bangla subtitle: Click Here

 

2. Hacksaw Ridge (2016)

Genre: War, Drama
IMDb: 8.1/10
Rotten Tomatoes:84%
Personal Rating:9/10

***হালকা স্পয়লার***

যুদ্ধ।এই একটা শব্দের ভেতর লুকিয়ে আছে অনেক ভয়।একটা যুদ্ধে কি পরিমাণ ক্ষতি হয়,তা যে দেশ অংশ নেয় তারা খুব ভালোভাবে টের পায়।ইতিহাসের পাতায় এমন অনেক যুদ্ধের বিবরণ আছে,যা জানলে আমাদের মনে সম্মান জাগে আবার একইসাথে অশ্রুসজল হতে হয়।এমনকি আমাদের নিজেদের মুক্তিযুদ্ধের রয়েছে গর্বিত এক ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস নিয়ে আমরা কমবেশি সবাই জানি।তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক অজানা ইতিহাসি রয়েছে যা আমরা অনেকেই জানিনা। তবে আজকে এমন এক মুভির কথা বলবো যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এমন এক বীরের কথা উঠে এসেছে যিনি একটা গুলিও শত্রুর দিকে না ছুঁড়ে মেডেল অব অনর পেয়েছিলেন!

 

 

সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের। তখন যুদ্ধের জন্য সবদিক  থেকে নতুন নতুন সৈনিকদের নিয়োগ চলছিল। এর মধ্যে একজন সৈনিক ছিলো ডেসমণ্ড ডস।সৈনিকদের যুদ্ধে পাঠানোর আগে প্রশিক্ষণ দেওয়া হয়। ডেসমণ্ড ডস সবগুলো প্রশিক্ষণ নিচ্ছিল। কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়!যখন গুলি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় তখন ডেসমণ্ড ডস তা চালাতে অস্বীকার করে। অথচ একটা যুদ্ধে অংশ নিতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো গুলি চালানো।ডেসমণ্ডকে শতবার বোঝানোর পরও সে তার সিদ্ধান্তে অটল থাকে,কিন্তু সে আবার যুদ্ধেও অংশ নিতে চায়! ডেসমণ্ড কেন গুলি চালাতে চায়না? কি এমন রহস্য আছে এর পেছনে? জানতে হলে এখনই দেখে ফেলুন এই অসাধারণ মুভিটি।

 

 

মুভিটি একটি সত্য ঘটনার ওপর নির্মিত।ডেসমণ্ড ডস নামের এক ব্যাক্তির জীবনী নিয়ে মুভিটি। আর মুভিতে ডেসমণ্ড ডস রোলে অভিনয় করেছে এন্ড্রু গারফিল্ড। জি,এটা সেই এন্ড্রু গারফিল্ড যে The Amazing Spider-man সিরিজে পিটার পার্কার রোলে অভিনয় করেছিল! আপনি যদি তার পিটার পার্কার রোলের সাথে এখানে তুলনা করেন তাহলে দেখবেন আকাশ পাতাল তফাৎ! এমন সিরিয়াস আর ভারি একটা রোলে সে যে অভিনয় করেছে তা সত্যিই প্রশংসনীয়। নিঃসন্দেহে তার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স ছিল। মুভির পরিচালকের আসনে ছিলেন Mad Max সিরিজের অভিনেতা মেল গিবসন।যেমন ভালো অভিনেতা,তেমন দারুণ পরিচালক। আর স্ক্রিনপ্লে ছিল টানটান,যার কারণে বোরিং কিছু মনে হবেনা।ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখনো কানে বাজে।

 

 

 

যুদ্ধে ভয়াবহতার মাত্রা কতোটুকু তা থিয়েটারে দেখে দর্শক শুধু কিঞ্চিৎ অনুধাবন করতে পারবে কিন্তু বাস্তবতা বুঝতে পারবে না কখনও এটা আমি শিওর দিয়ে বলতে পারি। তবে বাস্তবতা কিছুটা হলেও অনুধাবন করা যায় এমন কিছু মুভি আছে যেগুলো স্ক্রিনের মধ্যে যদি থাকে। সেরকম একটি সত্য কাহিনী অবলম্বনে অসাধারন একটা মুভি হলো Hacksaw Ridge.

অস্ত্র ধরা ছাড়াও যুদ্ধ করা যায়, মানুষের জীবন বাঁচানো যায়, ইতিহাসের পাতায় নাম লেখানো যায় কিভাবে সেটা জানতে চাইলে মুভিটা আপনার জন্য। মানসিক ভাবে তীব্র শক্তিশালী আর মনোবল দৃঢ় থাকলে যেকোনো কিছু করা সম্ভব সেটার একটা মেসেজ পাবেন।

 

 

Download Links

480p: Direct Download Link    Server 2     Server 3

720p: Download Link Here     Server 2     Server 3

1080p: Download Link Here    Server 2    Server 3

4k: Download Link Here

Bangla subtitle: Click Here     Another subtitle

ডাউনলোড করার জন্য যেসব লিংকে গুগল একাউন্টে লগিন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে গুগল একাউন্টে লগিন করে নিবেন।কোনো ডাউনলোড লিংক কাজ না করলে বা লোড পড়লে অন্য সার্ভার ট্রাই করবেন। ডাউনলোড লিংকে যাওয়ার পর অন্য পেইজে নিয়ে গেলে পুনরায় আগের পেইজে ফিরে এসে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আর যাদের গুগল একাউন্টে লগিন করলে ড্রাইভ হ্যাক হওয়ার ভয় আছে তারা  এই লিংকে  ক্লিক করে পোস্টটি পড়ে নিবেন।আশা করছি ভয় কেটে যাবে। আমি ইউজারদের কথা বিবেচনা করেই লিংক দিয়ে থাকি।কাজেই কোনো হ্যাকিং লিংক প্রোভাইড করার প্রশ্নই আসে না।

আমার অন্যান্য পোস্টঃ

Windows 7 Ultimate Cracked Download

অনলাইনে ইনকাম করার ১৫ উপায়।

Top 15 South Indian Thriller Crime Movies

Spotify Premium Unlocked App Download

Pirates Of The Caribbean

Dark Knight Trilogy

Kung Fu Panda Movies

The Matrix Trilogy

Joker (2019)

Charlie (2015) Download Link With Bangla subtitle

Despicable Me Movie Series Download Link

Pure Action Movie Raid Redemption

Harry Potter Movies

ঘুরে আসতে পারেন আমাদের সাইট: Tipsnewsbd

আজকে এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

The post দেখে নিন সত্য ঘটনা অবলম্বনে বানানো যুদ্ধ নিয়ে সেরা দুই মুভি [বাংলা সাবটাইটেল সহ] appeared first on Trickbd.com.

FREE FIRE OB28 UPDATE | এখনো বাংলাদেশি হওয়ার পর ও সার্ভার চেঞ্জ হয় নি!

Posted:

আসসালামু আলাইকুম
➤আশা করি সবাই ভালো আছে- Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন

তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক

Free Fire OB28 Update / Bangladesh Server!!


আমি বাংলাদেশি এবং প্রি রেজিষ্ট্রেশন করার পর ও সার্ভার চেঞ্জ হয় নি!

আপনি বাংলাদেশি কিন্তু প্রবাসী তাহলে কিভাবে আসবেন BD Server এ?

ওকে বিস্তারিত জানুন

✔

যারা বাংলাদেশ সার্ভারে আসতে পারেননি তারা তাদের WiFi এর Regional সমস্যার কারণে ইন্ডিয়া সার্ভারে রয়ে গেছেন।
যারা Update এর পর Mobile Data (বাংলাদেশি সিম) ব্যবহার করে login করেছেন তাদের এমন কোন সমস্যা হয়নি।

Mobile Data ব্যবহার করা স্বত্তেও যারা এখনও ইন্ডিয়া সার্ভারে রয়ে গেছেন তারা অনুগ্রহ করে আগামী ১১ জুন পর্যন্ত অপেক্ষা করুন। এ সময়ের মধ্যে আপনারা বাংলাদেশ সার্ভারে চলে আসবেন।⚔

তবে এক্ষেত্রে, প্লেয়ারকে অবশ্যই বিগত ৯০ দিনে বাংলাদেশি ইন্টারনেট ব্যবহার করে গেম খেলার রেকর্ড থাকতে হবে। কোনো ভার্চুয়াল নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য এটি প্রযোজ্য নয়

। মানে Vpn Use করে লাভ নাই❌

আর যারা প্রবাসি / অন্য দেশে অবস্থান করছেন তারা বাংলাদেশি কোন বন্ধুকে আপনার আইডি দিয়ে খেলতে বলবেন সার্ভার চেঞ্জ না-হওয়া পর্যন্ত। অবশ্যই প্রি রেজিষ্ট্রেশন করা থাকতে হবে

এবং গারেনা সাপোর্ট টিমের কাছে রিকুয়েষ্ট সাবমিট করতে হবে।

✔ ফর্মটি সুন্দর করে পুরোন করে দিবেন।

➤Region – Bangladesh

➤Type Of Request – Region Transfer

➤Type of Region Transfer issu – i’m from Bangladesh … …

Customer Support GARENA

Description

Dear Garena,
I am a Bangladeshi Free Fire Player And I am playing in Indian Region, After recent update my Free Fire ID is not Transferred to BD region. I am now staying in Singapore due to my work purpose. But My Country is Bangladesh. So please Give me BD region. I don’t want to stay India region because my all friends moved to BD.
Thanks!

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

Happy Gaming

❤

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

Express Vpn Premium Download

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

ধন্যবাদ শেষ পর্যন্ত পড়ার জন্য

___________________________________________

গেমের সকল আপডেট পেতে অবশ্যই জয়েন হবেন

Join Our FB Group

Tech Gaming BD

————————————————————————-
আল্লাহ হাফিজ

The post FREE FIRE OB28 UPDATE | এখনো বাংলাদেশি হওয়ার পর ও সার্ভার চেঞ্জ হয় নি! appeared first on Trickbd.com.

2021 সালে Release হওয়া Roberrt Movie Hindi Fan Dub Download link

Posted:

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন।

আজকে নিয়ে আসলাম 2021 সালে Release হওয়া একটা মুভি নিযে যা Hindi Dub Available আছে

প্রখমে বলে দেই এটা Official Dub না Just Fan Dub

MOVIE NAME :- ROBERRT

Roberrt Movie Imdb:-

Roberrt Hindi Hq Fan Dubbed Full Movie

Cast – Darshan

Language – Hindi Fan Dubbed

Quality – 720p,

Movie Scene Screenshot :-

Download Link

https://drive.google.com/uc?id=1ddmprc8yRnE2VzEOPmFjATd_W4kZcdv2&export=download

একটা কথা বলতে চাই আমি একটা Telegram Group Create করছি যেখানে আপনারা Movie বা Anime Request দিতে পারবেন

সব কিছৃ তো পোষ্ট করা Possible না

Group Link :- @RequestCenter

Thanks For Reading

The post 2021 সালে Release হওয়া Roberrt Movie Hindi Fan Dub Download link appeared first on Trickbd.com.

দাম কমলো Vivo V20 ফোনটির । চলছে ৩ হাজার টাকা ডিসকাউন্ট

Posted:

Shakil Ahmed Ovi

হাইলাইটস


Vivo V20 6.44 ইঞ্চি ফুল এইচডি + সুপার অ্যামোলেড স্ক্রিন সহ এসেছে। এটিতে একটি ওয়াটারড্রপ নচ ফ্রন্ট ক্যামেরা ডিজাইন রয়েছে। পিছনের ক্যামেরাটি পিডিএএফ, আল্ট্রাওয়াইড, গভীরতা সেন্সর, ডুয়াল-এলইডি ফ্ল্যাশ ইত্যাদি এবং 4 k ভিডিও রেকর্ডিং সহ ট্রিপল 64 + 8 + 2 এমপিের। সামনের ক্যামেরাটি 44 এমপিের। ভিভো ভি 20 4000 এমএএইচ ব্যাটারি সহ 33w ফ্ল্যাশচার্জের সাথে আসে। এতে 8 জিবি র‌্যাম রয়েছে, 2.3 গিগাহার্টজ অক্টা-কোর সিপিইউ এবং অ্যাড্রেনো 618 জিপিইউ পর্যন্ত রয়েছে। এটি একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 720 জি (8 এনএম) চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি 128 গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট সহ এসেছে। এই ফোনে একটি ইন-ডিসপ্লে (অপটিক্যাল) ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Vivo V20 Full Specifications

Colors

Sunset Melody, Midnight Jazz, Moonlight Sonata

Connectivity

Network 2G, 3G, 4G
SIM Dual Nano SIM

Body

Style Minimal Notch
Material Glass front, AG Matte Glass back
Water Resistance ✖
Dimensions 161.3 x 74.2 x 7.4 millimeters
Weight 171 grams

Display

Size 6.44 inches
Resolution Full HD+ 1080 x 2400 pixels (409 ppi)
Technology AMOLED Touchscreen
Protection ✖
Features Multitouch

Back Camera

Resolution Triple 64+8+2 Megapixel
Features PDAF, dual-LED flash, HDR, 120º ultrawide, depth & more
Video Recording 4K Ultra HD (2160p), gyro-EIS

Front Camera

Resolution 44 Megapixel
Features Autofocus, f/2.0, HDR & more
Video Recording 4K Ultra HD (2160p), gyro-EIS

BatteryType and Capacity

Type and Capacity Lithium-polymer 4000 mAh (non-removable)
Fast Charging ✅ 33W FlashCharge (65% in 30 minutes)

Performance

Operating System Android 11 (Funtouch 11)
Chipset Qualcomm Snapdragon 720G (8 nm)

Ram & Processor

RAM 8 GB
Processor Octa core, up to 2.3 GHz
GPU Adreno 618

Storage

ROM 128 GB (UFS 2.1)
MicroSD Slot ✅ Dedicated slot

Security

Fingerprint ✅ In-display (optical)
Face Unlock ✅

Other Features

MicroSD Slot✅ Dedicated slot  Sound3.5mm Jack✅FeaturesLoudspeaker  SecurityFingerprint✅ On the backFace Unlock✅  OthersNotification LightSensorsFingerprint, Accelerometer, Proximity, Water Resistance✖
SIMWLAN✅ dual-band, Wi-Fi direct, WiFi hotspotBluetooth✅ v5.0, A2DP, LEGPS✅, A-GPSRadio✅ FMUSBv2.0OTG✅USB Type-C TouchscreenProtection,
Multitouch 

Discount price : ২৭,০০০ taka

ব্যক্তিগত মতামত:

ফোনটিতে প্রিমিয়াম ফিনিশিং দেয়া হয়েছে,হতে নিলেই premium ফিল হবে। তবে এতে কোন ডিসপ্লে প্রটেকশন দেয়া হয়নি জা আশা করা যায় না অন্তত এই বাজেট এ । ফোনটিতে পাচ্ছেন সবোর্চ্চ ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে যার উপর আর কোন ডিসপ্লে হয় না । ক্যামেরা কোয়ালিটি অ্যাডভান্সড লেভেলের , মেগাপিক্সেল দেখেই অনেকে হয়তোবা বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় আমার অনেক ভালো লেগেছে ফোনটিতে ফুল চার্জ হতে সময় লাগবে ২০ মিনিটের মত । মনে মাত্র ২০ মিনিট চার্জ দিয়ে সারাদিন চালাতে পারবেন ।

এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ

The post দাম কমলো Vivo V20 ফোনটির । চলছে ৩ হাজার টাকা ডিসকাউন্ট appeared first on Trickbd.com.

দশ হাজার টাকা বাজেটের সেরা স্মার্টফোন পর্ব ৬ (Oppo Ultra Led flash)

Posted:

Shakil Ahmed Ovi

হাইলাইটস

Oppo A15 6.52 ইঞ্চি এইচডি + স্ক্রিন সহ এসেছে। এটিতে ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে। পিছনের ক্যামেরাটি ট্রিপল 13 + 2 + 2 এমপি এর সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ, পিডিএএফ, গভীরতা সেন্সর, ম্যাক্রো ক্যামেরা ইত্যাদি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ের সাথে। সামনের ক্যামেরাটি 5 এমপিের। Oppo A15 1030 ফাস্ট চার্জিং সহ 4230 এমএএইচ ব্যাটারি। এতে 3 জিবি র‌্যাম রয়েছে, 2.35 গিগাহার্টজ অক্টা-কোর সিপিইউ এবং পাওয়ারভিআর জিই 8320 জিপিইউ রয়েছে। এটি একটি Mediatek Helio P35 (12 এনএম) চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি 32 গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট আছে। এই ফোনে একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Oppo A15 Full Specifications

Colors

Dynamic Black, Mystery Blue

Connectivity

Network2G, 3G, 4GSIMDual Nano SIM

Body

StyleMinimal NotchMaterialGlass front, plastic bodyWater Resistance✖Dimensions164 x 75.4 x 7.9 millimetersWeight175 grams

Display

Size6.52 inchesResolutionHD+ 720 x 1600 pixels (269 ppi)TechnologyIPS LCD Touchscreen

Back Camera

ResolutionTriple 13+2+2 MegapixelFeaturesPDAF, LED flash, depth sensor, macro, 1/3.1″, 1.12µm & moreVideo RecordingFull HD (1080p)

Front Camera

Resolution5 MegapixelFeaturesF/2.4, HDR & moreVideo RecordingFull HD (1080p)

BatteryType and Capacity

Type and CapacityLithium-polymer 4230 mAh (non-removable)Fast Charging✅ 10W Fast Charging

Performance

Operating SystemAndroid 10 (ColorOS 7.2)ChipsetMediatek Helio P35 (12nm)

Ram & Processor

RAM3 GBProcessorOcta core, up to 2.35 GHzGPUPowerVR GE8320

Storage

ROM32 GB (eMMC 5.1)MicroSD Slot✅ Dedicated slot

Security

Fingerprint✅ On the backFace Unlock✅

Other Features

Fingerprint, Accelerometer, Proximity
MicroSD Slot✅ Dedicated slot  Sound3.5mm Jack✅FeaturesLoudspeaker  SecurityFingerprint✅ On the backFace Unlock✅  OthersNotification LightSensorsFingerprint, Accelerometer, Proximity, Water Resistance✖
SIMWLAN✅ dual-band, Wi-Fi direct, WiFi hotspotBluetooth✅ v5.0, A2DP, LEGPS✅, A-GPSRadio✅ FMUSBv2.0OTG✅USB Type-C TouchscreenProtection,
Multitouch 

ব্যক্তিগত মতামত:

প্রথমেই পেয়ে যাচ্ছেন ৬.৫ ইঞ্চি বড় এইচডি প্লাস ডিসপ্লে । ফোনটিতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে decent everyday performance দেবে।। ফোনটি রান হবে অ্যান্ড্রয়েড 10 এ।। ফোনটির একটি বিষয় একটু খারাপ করেছে আর সেটি হল ডিসপ্লেতে কোন প্রটেকশন ব্যবহার করা হয় নি ।
ফোনটির পেছনে পাচ্ছেন ১৩+৩+২ মেগাপিক্সেল এর ক্যামেরা । oppo বলছে সুপার পাওয়ার ফুল এলইডি ফ্ল্যাশ লাইট ব্যবহার করেছে ফোনটিতে । যদিওবা এটি আমার কাছে এখনো স্পষ্ট নয় ফোনটি unboxing করার পরই বলতে পারবো। পরিশেষে বলবো অভার অল ফোনটি মোটামুটি ভালো পারফরম্যান্স দিতে পারবে

এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ

The post দশ হাজার টাকা বাজেটের সেরা স্মার্টফোন পর্ব ৬ (Oppo Ultra Led flash) appeared first on Trickbd.com.

Free Fire OB28 আজকের আপডেট সংক্ষিপ্ত রিভিউ

Posted:

আসসালামু আলাইকুম
➤আশা করি সবাই ভালো আছে- Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন

তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক


Tech Gaming BD

Free Fire OB28 Update / Bangladesh Server!!


UPCOMING OB28 Update Details :

FREEFIRE OB28 UPDATES :-

🛡

Maintenance Break :- সকাল 10:00 থেকে বিকাল 6 টা অবধি চলবে মেনটেনেন্স ব্রেক । এই সময়ের মধ্যে, প্লেয়াররা লগ ইন করতে এবং গেমটি খেলতে সক্ষম হবে না।

সকল আপডেটসমূহ :-

🛡 NEW CLASH SQUAD SEASON : আগামী ৯ জুন থেকে শুরু হবে নতুন ক্লাস স্কোয়াড সিজন । এবারে ক্লাস স্কোয়াডে যুক্ত হবে গ্র্যান্ডমাস্টার ।
• Grandmaster I: 1st to 100th players
• Grandmaster II: 101st to 300th best players
• Grandmaster III: 301st to 1000th best players
এবারে গোল্ড 3 এর পুরস্কার হলো গোল্ডেনM1014 (Golden M1014)

🛡 VENDING MACHINE :
• এখন থেকে ভেস্ট রিপেয়ার কিট পাওয়া যাবে ।
• কিছু জিনিস কেনার লিমিট আগের থেকে বাড়িয়ে দেয়া হবে ।

🛡 REVIVE POINT :
• একবার ব্যবহারের পর পুনরায় ব্যবহারের জন্য এখন ৩ মিনিট অপেক্ষা করতে হবে এবং রিভাইভ করতে ৩৩ সেকেন্ড সময় লাগবে ; যা আগের থেকে অনেক বেশি সময় ।

🛡 RANK POINT ADJUSTMENT :

• যেহেতু , র‌্যাঙ্ক পুশ করা কঠিন হয়ে গেছে ; তাই র‌্যাঙ্কের পয়েন্ট বাড়ানো হয়েছে । মানে আগে এক ম্যাচ পুশ করে যদি ১০ পেতেন তো এখন অতটুকু পুশ করেও ১০ এর থেকে বেশী পয়েন্ট পাবেন ।

🛡 ট্রেনিং আইল্যান্ডে কিছু পরিবর্তন আনা হবে ।
🛡 পেট রাম্বল মড যুক্ত করা হবে ।

🛡 New Grenade – Ice Grenade :-reduce 10% movement speed, 20% fire speed, and take 5-10 damage per second
• Explosive Damage: 100
• Explosion radius: 5 meters
• Radius of frozen ice: 5 meters
• Duration of ice aura: 10 seconds

🛡 New Weapon – Mini UZI:-
• Damage: 17
• Shot rate: 0.055
• Cartridge: 18
• Attachments: none

🛡 Weapon ADJUSTMENT– M1917
• Minimum damage: 36-> 45
• Effective range: +25%

🛡 Weapon ADJUSTMENT :- KORD
• Accuracy: 28%
• Fire rate in machine-gun mode: + 25%
• Damage multiplier to the Gloo wall, oil barrel, and vehicles: +100%-> 120%

🛡Weapon ADJUSTMENT :- M60
• Damage in machine-gun mode: +5
• Damage multiplier to Gloo wall, oil barrel, and vehicles: + 60%

🛡Weapon ADJUSTMENT :- KAR98K
• Damage to arms and legs: +256
• Damage to the body: -10%
• Armor Penetration: 0%-> + 40%

🛡 GRENADE SLOT :-
• গ্রেনেড ও গ্লু ওয়ালের জন্য এখন আলাদা আলাদা গ্রেনেড স্লট ব্যবহার করতে পারবেন ।

🛡 In-game voice commands :-
• এখন থেকে ইন – গেম ভয়েস কমান্ড দেয়া যাবে ।

🛡 New Character: D-BEE :-
• মুভমেন্ট করা অবস্থায় শট করলে , মুভমেন্ট স্পীড 5/7/9/11/13/15% এবং একুরেসি (Accuracy ) 10/13/17/22/28/35% বৃদ্ধি পাবে ।

🛡 New Pet – Dr. Beanie :-
• বসা এবং শোয়া অবস্থায় মুভমেন্ট স্পীড 30/40/60% বৃদ্ধি পাবে ।

🛡 PALOMA ADJUSTMENT :-
• পালোমা এখন থেকে সব ধরনের ammo এক্সট্রা নিতে সাহায্য করবে ।

🛡 CLU ADJUSTMENT :-
• Scan radius: 30/35/40/40/45/50m -> 50/55/60/65/70/75m
• Skill Duration: 5/5.5/6/6.5/79-> 5/5.5/6/6.5/7/7.5s
• Skill usage time: 50s 75/72/69/66/63/60s
• Enemy positions are shared with teammates at the level 4 -> 1

🛡 LAURA ADJUSTMENT :-
• Sharp Shooter – Accuracy increases by 10/14/18/22/26/30 -> 13/10/17/22/28/35 when the crosshair is open

🛡 Optimization & Bug Fixes
• ব্যাগ এখন লবিতে শো করানো যাবে ।
• পিং ইস্যু ঠিক করা হবে।
• মড সিলেকশন মেনুতে পরিবর্তন আনা হবে ।
• কাটানার অ্যানিমেশনের পরিবর্তন আনা হবে ।
• ক্যারেক্টার পেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা হবে ।
• Awaking Character এর ক্ষেত্রে এখন থেকে কোন লেভেল থাকবে না । একসাথেই ম্যাক্স হয়ে যাবে ।
• Battle Royale and ranked Clash Squad এর স্থিতি প্রদর্শনের ক্ষেত্রে পরিবর্তন আনা হবে ।
• কাস্টম হুডের বাটনে পরিবর্তন আনা হবে ।
• আপনি চাইলে এখন মিনি ম্যাপ থেকে ভেন্ডিং মেশিনের মার্ক সরিয়ে দিতে পারবেন ।
• Clash Squad Rank এর শেইল্ড বাগ সরিয়ে দেয়া হবে ।

<font color=" green "KheloBangladesh ✔OB28 ✪PatchNote

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

Happy Gaming

❤

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

Express Vpn Premium Download

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

ধন্যবাদ শেষ পর্যন্ত পড়ার জন্য

___________________________________________

গেমের সকল আপডেট পেতে অবশ্যই জয়েন হবেন

Join Our FB Group

Tech Gaming BD


————————————————————————-
আল্লাহ হাফিজ

The post Free Fire OB28 আজকের আপডেট সংক্ষিপ্ত রিভিউ appeared first on Trickbd.com.

Envato Elements Premium, 27 June পর্যন্ত

Posted:

Howdy Everyone
Envato হল এখন পর্যন্ত সবচেয়ে Tursted Elements Seller। বিভিন্ন ধরনের Template High Quality Video(with License) Aftre Effect template,Adobe premier Template Sell দিয়ে থাকে।

আজকে Envato এর Premium Cookies দেয়া হবে, যা দিয়ে Envato থেকে Unlimited file download করতে পারবেন। তবে Account এর মেয়াদ 27 June, 2021  পর্যন্ত

 

 

〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
Envato Cookies Link:- https://del.dog/telekit.txt
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰

 

 

⚡ Process ⚡

1.প্রথমে আপনার PC browser এ "Cookies Editor" Extentionটি Download & Install করে নিন

 

2.তারপর Envato Element Page visit করুন

 

 

3.এবার Cookies Editor এ Click করুন

 

 

4. Delete Option এ Click করে সব Cookies Delete করুন

 

 

5. এখন Import Option এ Click করে এই Cookies Fileটি Copy & Paste করে দিন

 

6. "Unknown Error" Show করার পর Evanto element pageটি Refresh/Reload করুন

 

 

7.ব্যস Direct Log in হবে, উপভোগ করুন Premium Envato

 

 

🎥 Tutorial

 

⚠ Account Details:-

 

 

Bye⚡
Contact Me On-
Telegram [Discussion Group] [Telekit]

The post Envato Elements Premium, 27 June পর্যন্ত appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments