Search box..

খুব দ্রুত বাংলা লিখুন টাইপিং ছাড়া 2021

খুব দ্রুত বাংলা লিখুন টাইপিং ছাড়া 2021


খুব দ্রুত বাংলা লিখুন টাইপিং ছাড়া 2021

Posted:

আসসালামু আলাইকুম,

আজ আপনাদের সাথে সেয়ার  করব কিভাবে টাইপিং ছাড়া মুখে বলে খুব সহজে বাংলা লিখবেন।

বাংলা বলতে গেলে অল্প সময়ে অনেক বলা যায় কিন্তু বাংলা টাইপিং করতে গেলে অল্প সময়ে বেশি লেখা যায় না। যার ফলে আমাদের অনেক সময় নষ্ট হয়। আর যারা বাংলায় কনটেন্ট লিখেন তাদের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ। আপনি কথা বলবেন এবং সেটা সাথে সাথে লেখা হয়ে যাবে।

 Full Post টা পড়বেন । আপনাদের সুবিধার জন্য ভিডিও দিলাম, বুঝতে না পারলে ভিডিও টি দেখবেন।

তাহলে চলুন শুরু করা যাক,

প্রয়োজনীয়তা:

  1. Chrome Browser
  2. laptop or Pc (পিসি হলে ইয়ারফোন ব্যবহার করতে হবে)
  3. Internet

এখন,

1. প্রথমে স্ক্রিনশটে দেখানো ডট মেনুতে ক্লিক করুন।

 

2. একটু নিচে এসে Docs ক্লিক করুন।

 

3. স্ক্রিনশটে দেখানো Blank পেজ এ ক্লিক করুন।

 

4.তারপর  টুলস অপশন সিলেক্ট করুন।

 

5.এখন ভয়েস টাইপিং অপশনে ক্লিক করুন।

 

6. স্ক্রিনশটে দেখানো এখান থেকে আপনি যে ভাষায় কথা বলবেন সে ভাষাটা পরিবর্তন করে নিন।

 

7. এখানে ট্যাপ করে বলা শুরু করুন ।

 

8.  ক্লিক করার সাথে সাথে মাইক্রোফোন অন হবে আবার দ্বিতীয়বার ক্লিক করলে মাইক্রোফোন অফ হবে।

 

Help Menu:

Contact me on Facebook

Contact me on YouTube

ধন্যবাদ।

The post খুব দ্রুত বাংলা লিখুন টাইপিং ছাড়া 2021 appeared first on Trickbd.com.

Stereo এবং Mono সাউন্ড কি? পাব্জী গেইম Bluetooth ইয়ারফোন দিয়ে সাউন্ড Delay হয়? নিয়ে নিন সমাধান

Posted:

Tested Device

Device: Poco x3
Android: 10
Root: Rooted (Magisk)
Magisk: Latest
Rom: Nezuko Os (A11)

আপনারা ইতিমধ্যে হয়ত সকলেই জানেন গেইম খেলার জন্য ব্লুটুথ ইয়ারফোন একদম উপযুক্ত নয়। কারণ গেইমের যে স্টেরিও সাউন্ড আছে (অর্থাৎ বামে ও ডানে আলাদা আলাদা) তার সাথের এই ইয়ারফোন রিয়েল টাইম সিঙ্ক হয় না। সহজ ভাষায় বললে যেসময় আপনার ফোনে এই সাউন্ড তৈরি হয় তখন তা বাতাসের মাধ্যমে আপনার ব্লুটুথ রিসিভার এবং সেখান থেকে আপনার কানে পৌঁছাতে কিছুটা Delay হয়। এটি মিলি সেকেন্ডে হয়ে থাকে ( ১ সেকেন্ডে= ১০০০ মিলি সেকেন্ড) । কিন্তু আপনারা গান শুনার সময় অথবা মুভি দেখার সময় এমনটি লক্ষ্য করবেন না এর কারণ এই Delay হওয়ার ব্যাপারটা ফিক্স করতে বেশ কিছু পরিমাণ সাউন্ড এর ডাটা আগে থেকে লোড হয়ে নেই। কারণ এখানে গেইমের মত নতুন কোনো সাউন্ড তৈরি হচ্ছে না, সাউন্ড এর প্যাটার্ন এবং কি সাউন্ড হবে সেটি আগে থেকে জানা আছে এই কারণে এখানে Delay হয় না। এখানে আপনাদের আরেকটি বেপার ক্লিয়ার করি স্টেরিও সাউন্ড এবং মনো সাউন্ড। স্টেরিও সাউন্ড হল বাম এবং ডান কানে আলাদা আলাদা সাউন্ড আশাকে বুঝায়। আপনি যদি মুভি দেখে। সেখানে যদি ডান পাশ দিয়ে কোনো গাড়ি যায় তবে সেই সাউন্ড আপনার ডান কানের ইয়ারফোন দিয়ে শুনবেন। এই কারণে পাবজি ও অন্যান্য গেইম যেখানে এই ধরনের সাউন্ড আছে সেখানে এনিমে এর লোকেশন খুব ইজিলি বুঝা যায়। এখানে স্টেরিও এর পাশাপাশি Surrounding sound ও আছে, এই কারণে ডানে-বামের পাশাপাশি উপর – নিচে এবং দূরে – কাছের সাউন্ড ও পাওয়া যায় ভাল করে, এই প্রক্রিয়াটি খুবই জটিল। অপরদিকে mono সাউন্ড হল একদম সিম্পল, এটি আপনার ইয়ারফোন দুটি চেনেল অর্থাৎ ডান ও বাম পাশ থেকে একই সাউন্ড দেয়, এখানে মুভিতে গাড়ি যে পাশ থেকেই আসুক না কেন আপনি দুকানেই এই সাউন্ড শুনবেন, এটি তুলনামূলক ভাবে সহজ একটি প্রসেস এবং এতে সাউন্ড খুব বাজে আসে। এখন এই দুই সাউন্ড পদ্ধতি থেকেই বুঝা যায় আপনার ইয়ারফোন এর মধ্যে পাবজী খেলার সময় সাউন্ড Delay কেন হয়, এটি হয়ে থাকে শুধুমাত্র ব্লুটুথ এর মধ্যে। স্টেরিও সাউন্ড জটিল এই কারণে সেটি প্রসেস করতে করতে কিছুটা Delay হয়। কিন্তু আপনি যদি এই সাউন্ড কে mono করে দেন অর্থাৎ দুটি চ্যানেল একটি করে চালান তবে এই পদ্ধতি সহজ হয়ে যাবে এবং সাউন্ড Delay কমে যাবে। কিন্তু এটি করে কোনো লাভ নেই, কারণ পাবজির মূল উদ্দেশ্য হল স্টেরিও সাউন্ড দিয়ে খেলা।

How To Do It

Download Linkএর জন্য প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করেনিন। এবং এটি ওপেন করে on করে নিন। ব্যাস আপনার কাজ শেষ, এবার ব্লুটুথ ইয়ারফোন দিয়ে পাব্জি খেললেও আপনার কোনো সাউন্ড Delay হবে না। এতে সাউন্ড ভলিউম একটু কমে যাবে।

The post Stereo এবং Mono সাউন্ড কি? পাব্জী গেইম Bluetooth ইয়ারফোন দিয়ে সাউন্ড Delay হয়? নিয়ে নিন সমাধান appeared first on Trickbd.com.

নামাজে দুই সিজদার মাঝে এই দোয়াটি পড়ুন ৬টি বিশেষ উপকার পাবেন।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

নামাজে দুই সিজদার মাঝে এই দোয়াটি পড়ুন

নবী করীম (সাঃ) পরিস্কার জানিয়ে দিয়েছেন আমাদেরকে যদি কোনো বান্দা দুই সিজদার মাঝে এই দোয়াটি পাঠ করতে পারে তাহলে তার বিশেষ কিছু উপকার বা ফায়দা হবে। প্রিয় পাঠক নবী করীম (সাঃ) এর এই কথাটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার ২৬৯৭

তো ২ সিজদার মাঝে যে দোয়াটি পড়লে আপনার ৬টি বিশেষ লাভ হবে।আপনি ৬টি উপকারের অন্তর্ভুক্ত হতে পারবেন। সে ৬টি উপকার হচ্ছে।

১. আল্লাহ তায়ালা আপনার গুনাহ গুলো ক্ষমা করে দেবেন। আল্লাহ তায়ালা আপনাকে মাফ করে দেবেন, নিস্পাপ করে দেবেন, আল্লাহ তায়ালা আপনার প্রকাশ্যে -গোপনে আপনি যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ মাফ করে দেবেন।

২. আল্লাহ তায়ালা আপনার প্রতি রহম করবেন। আপনার ইচ্ছা পূরণ করবেন। আল্লাহ তায়ালা আপনার প্রতি দয়া করবেন, মায়া করবেন, আল্লাহ তায়ালা আপনাকে যেকোনো কাজে খুব সহজে সফলতা দান করবেন।

৩. আল্লাহ তায়ালা আপনাকে দ্বীনের পথে রাখবেন। ইসলামের জন্য কবুল করবেন, কোরআন হাদিসের খেদমত করার তৌফিক দান করবেন।মাদ্রাসা মসজিদের পিছনে লেগে থাকার তৌফিক দান করবেন তথা ইসলামের খেদমত করার তৌফিক দান করবেন।

৪. আল্লাহ তায়ালা আপনাকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তায়ালা আপনাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করবেন মুক্তি দান করবেন।

৫. আল্লাহ তায়ালা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তায়ালা আপনার কামাই রোজগারের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তায়ালা আপনাকে অল্প টাকার মধ্যেই আপনার সংসার কে পরিচালনা করার তৌফিক দান করবেন।

৬. আল্লাহ তায়ালা আপনার অভাব দূর করে দেবেন। এই ৬টি উপকার পাবেন যদি আপনি ২ সিজদার মধ্যে একবার এই দোয়াটি পাঠ করতে পারেন।

অর্থাৎঃ হে আল্লাহ! আমাকে আপনার রহমত ও মাগফেরাত দান করুন এবং আমাকে আপনার দ্বীনের জন্য এবং আপনার সুন্দর ইবাদতের করার জন্য আমাকে সাহায্য করুন ( মুসনাদে আহমাদ, আবু দাউদ, নাসাঈ, মিশকাত)

এই দোয়াটি আপনি ফরজ, নফল, সুন্নত, বিতরের নামাজের মধ্যে দুই সিজদার মাঝে পাঠ করতে পারবেন। আপনি প্রথমে সিজদা থেকে উঠে বসে এই দোয়াটি একবার পাঠ করে আবার দ্বিতীয় সিজদার যাবেন।

এইভাবে নামাজের যে কোন একবার এই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা আপনাকে রহমত বরকত দান করবেন। এবং আপনার মনের আশা পূরণ করবে, আপনাকে পছন্দ করবে এবং দ্বীনের খেদমতের জন্য মনোনীত করবেন ইনশাআল্লাহ।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post নামাজে দুই সিজদার মাঝে এই দোয়াটি পড়ুন ৬টি বিশেষ উপকার পাবেন। appeared first on Trickbd.com.

Survey Junkie ১ ঘন্টায় ৫ ডলার আর্ন করার সিক্রেট ট্রিক এবং আইপি ছাড়া কাজ করা যায় এমন কিছু সাইট ( সার্ভে সিরিজ পর্ব – ৪ )

Posted:

Survey Junkie  ১ ঘন্টায় ৫ ডলার আয় করার সিক্রেট ট্রিক টি চলুন দেরী না করে দেখে নেওয়া যাক।

Survey Junkie

 

Survey Junkie:  যারা আমার সার্ভে সিরিজের আগের পর্ব গুলো দেখেন নাই তারা দেখে নিন নিচের লিংক গুলো থেকেঃ-

সার্ভে কাজ কি ? সুবিধা ও অসুবিধা এবং নিয়ম সাথে মাসে আয় করুন 8K থেকে 24K BDT

ভেরিফাইড পেপাল খুলবেন যেভাবে এবং Go2Bank থেকে টাকা ট্রান্সফার করার নিয়ম (পর্ব -৩ )

উপরের তিনটি পর্ব যদি আপনি পড়ে থাকেন তবে আপনি সম্পূর্ণ প্রস্তুত কাজ করার জন্য এবার মূল কাজে যাওয়া যাক।
সর্ব প্রথম আপনাদের দরকার হবে আমেরিকান প্রক্সি কিংবা Residential RDP
এর পর দরকার হবে আপনার ব্রাউজারে প্রক্সি সেটিংস করা।
সম্ভব হল SSN ক্রয় করে নেওয়া নয়তো ফ্রিতে কালেক্ট করা।
এরপর  Survey Junkie তে একাউন্ট তৈরী করা।
উপরের স্টেপ গুলো কিভাবে করবেন তা নিয়ে আগেই পোষ্ট শেয়ার করা হয়েছে তাই আশা করি পূর্বের পোষ্ট দেখলেই বুঝতে পারবেন।

ভিডিও আকারে দেওয়া জন্য দুঃখিত তারপরেও আশা করি লেখার থেকে দেখলে আপনার জন্য সুবিধা হবে।
আর সিক্রেট ট্রিক এবং আইপি ফ্রিতে কালেক্ট করার জন্য একটি গ্রুপ সাজেস্ট করে দেওয়া হবে পোষ্টের শেষ প্রান্তে তা যদি চান আপনি ফলো করতে পারেন।

ইনভেস্ট না করে সার্ভে কাজ করাটা অনেকটা অসম্ভব বলা যেতে পারে। তবে আমি কোন প্রকার ট্রিক নয় বরং কিভাবে আপনি টাকা ইনভেস্ট না করে আইপি ক্রয় করে ভালো সাইট গুলোতে কাজ  করবেন তা নিয়ে আলোচনা করবো।

তবে যারা এখনো সার্ভে কাজ সম্পর্কে অবগত নন তারা অবশ্যই আগের পর্ব গুলো দেখে আসবেন কষ্ট করে নয়তো অনেক কিছুই অজানা মনে হতে পারে।
তবে কাজ টা করার আগে আমার কিছু কথা আপনাদের জানানো উচিৎ।
আমি সব সময় বলে আসছি ফ্রি আইপি দিয়ে যতটুকু সম্ভব আগে কাজ টাকে জানার চেষ্টা করুন।
ধরে নিন আপনি গ্রাফিক্স ডিজাইন শিখবেন কিংবা ওয়েব ডিজাইন সে ক্ষেত্রে কি হবে আপনাকে তার পিছনে মিনিমাম ৩-১২ মাস সময় ব্যয় করতে হবে।
এর জন্য আপনাকে একটি কোর্স করতে হবে সেখানে খরচ এবং আপনি যে কাজ করবেন সেখানেও অনেক সময় খরচ।
কিন্তু যদি কাজ শিখে যেতে পারেন তবে কিন্তু আর পিছনে তাকাবার ও সময় আপনার থাকবেনা। কিন্তু এটার জন্য আপনাকে লং টাইম সময় দিতে হবে তাই নয় কি?
আচ্ছা এবার আপনারা বলুন যারা ব্যান খেয়েছেন কিংবা এখনো কাজ করছেন তারা কি আসলেও কাজটা শেখার জন্য ১ মাস অন্তত সময় দিয়েছেন আমি শিউর না হবে উত্তর।
তাহলে আপনি জাস্ট ২৪ ঘন্টায় কাজ শিখে এখানে আয় করতে পারছেন তাহলে কি এটা অনেক সহজ কাজ নয়।
আচ্ছা সব কাজেই তো রিস্ক আছে তাই না যদি রিস্ক না থাকতো তাহলে আসলে কাজের মর্ম টা বোঝা যেত না।
আর আমরা পথ দেখিয়েছি কাজ করা কিংবা না করা আপনার ব্যাপার।
আর হ্যা সবাই একদিনে কাজে পটু হয়ে যায় না ৩ পয়েন্ট পাচ্ছেন যারা বার বার পোষ্ট ম্যাসেজ করছেন তাদের এক কথায় বলে যাচ্ছি আপনি সঠিক ভাবে কাজ করতে পারেন নি তাই ৩ পয়েন্ট করে দিচ্ছে আপনি যদি এই কাজ ভালো ভাবে শিখতে পারেন তবে পুরো পয়েন্টেই পাবেন।
ঐ সেই কথাই আবার বললাম আগে শিখতে হবে প্রথম দিন জন্মেই কিন্তু আপনারা হাটা শিখেন নি বার বার হোচট খেয়েছেন তারপর স্টিল দাড়াতে সক্ষম হয়েছেন এখানেও ব্যাপার টা তেমন হোচট খাচ্ছেন ৩ পয়েন্ট পাচ্ছেন আগে দাড়াতে শিখুন কারন যদি আপনি ব্যান হয়ে থাকেন সেটা সম্পূর্ণ আপনার দোষে কারন আপনার আইডি কিন্তু অন্য জন চালাচ্ছেনা যে তাকে দোষারপ করতে পারবেন।

তো আর কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের আয়োজনঃ

তো কাজ করতে হলে দরকার আমাদের রেসিডেন্সিয়াল আইপি কিংবা আর ডি পি। তাহলে আমরা সুন্দর ভাবে কাজ করে যেতে সক্ষম হবো।
আর এখানেই আসে মূল বিপত্তি কারন রয়েছে আইপি ক্রয় করার ঝামেলা। আর পাশাপাশি টুনুটুনু মন বলছে যদি লস যায় যদি আয় করতে না পারি। সেজন্যই আমি সম্পূর্ণ একমাস আপনাদের কাজ করার জন্য ফ্রি তে আইপি দিয়েছে গ্রুপের সবাইকে। আর যারা প্রফেশনাল স্টাইলে কাজ করতে চেয়েছে তাদেরকেও আইপি ম্যানেজ করে দিয়েছি।
তো যারা আমাদের গ্রুপের গত এক মাসে জয়েন করতে পারেন নাই তারা চাইলে আগামী কয়েকদিন আরো ফ্রিতে আইপি শেয়ার করবো নিজে থেকে কাজ টা ফ্রিতে শেখার চেষ্টা করতে পারেন।
যেহেতু সার্ভে কাজের জন্য আইপি দরকার তাহলে আইপি ক্রয় করার দরকার।
কিন্তু আপনি যদি তা না পারেন তবে আমি যে ট্রিক টি অবলম্বন করেছিলাম তা চেষ্টা করে দেখতে পারেন।
তো আমি যা করেছিলাম প্রথমে এমন কিছু সাইট খুজে বের করার চেষ্টা করলাম যেগুলোতে আমি আইপি ছাড়াও কাজ করতে পারবো।
যদিও ব্যাপারটা আমার জন্য কম কষ্টের ছিলোনা কতগুলো একাউন্ট খুলেছিলাম মনে নেই, কোন সাইট টি দিয়ে আইপির দাম উঠানো যাবে তা জানার জন্য।
যাক কিছু সাইট পেলাম যেখানে কাজ করা যাবে ভিপিএন ব্যবহার করে। আবার কিছু সাইট পেলাম বাংলাদেশী আইপি ব্যবহার করেও কাজ করা যাবে।
তাহলে আমাদের ট্রিক টা ঠিক এই জায়গায় আমরা এমন কিছু সাইটে কাজ করবো যেগুলো সাধারণ ভাবে কাজ করা যায়।
তবে এগুলোর মধ্যে পার্থক্য হলো এই সাইট গুলো থেকে আর্নিং কম আসে আর যেসব সাইটে আইপি দিয়ে কাজ করা হয় সে সাইটগুলোতে বেশী আর্নিং আসবে।

চলুন এমন কিছু সাইট সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলো আইপি ছাড়াই কাজ করতে পারবেন।

তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি এবং এবার পুরো সিরিজ একটানা শেয়ার করবো ইনশাআল্লাহ।

উপসংহারঃ

দুই মাস একটানা রিসার্চ করার পর সিরিজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর ধন্যবাদ ট্রিকবিডি থেকে এসে আমাকে রিসার্চে হেল্প করার জন্য ১৫০০+ মেম্বার কে। সবার জন্য ভালোবাসা দোয়া রইলো।
আমাদের গ্রুপ থেকে নতুন করে ১০ তারিখ টিম গঠন করা হবে মোট ৪০ জন মেম্বার কে আইপি গাইড এবং হেল্প এন্ড সাপোর্ট আমরা দিবো তবে শর্ত একটাই আপনার প্রতি পেমেন্টে ৫০% করে খরচ বাবদ কাটা হবে বাকীটা আপনি ইন্সট্যান্ট পেয়ে যাবেন বিকাশ কিংবা নগদে।
গত মাসেও ১০০ জন মেম্বার এর কাজ করার খরচ আমি চালিয়ে গিয়েছি আর আমাদের কাছেই আপনি ডলার/গিফটকার্ড/ ক্রিপ্ট সেল করে আপনার টাকা বুঝে পাওয়ার সিস্টেম চালু করেছি। যার ফলে আপনাকে কোন কষ্ট করতে হবে না সবার টা কালেক্ট করে সেল করা থেকে শুরু করে পেমেন্ট দেওয়া আল্লাহর রহমতে সব ঠিক ভাবেই চলছে।
আগামী পর্বে আরো নতুন কিছু তুলে ধরার চেষ্টা করবো সাথে থাকুন পাশে পাবেন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন সময় ইউনিক কিছু নিয়ে।
আমাদের ফেসবুক অফিশিয়াল গ্রুপ
আর ট্রিকের জন্য টেলিগ্রামে জয়েন করুন

The post Survey Junkie ১ ঘন্টায় ৫ ডলার আর্ন করার সিক্রেট ট্রিক এবং আইপি ছাড়া কাজ করা যায় এমন কিছু সাইট ( সার্ভে সিরিজ পর্ব – ৪ ) appeared first on Trickbd.com.

সাবধান! অল্প টাকা ইনভেস্ট করে আয় করুন কোটি কোটি টাকা! MLM, SPC, Life Line, Pyramid scheme etc কিভাবে মানুষকে বোকা বানায়?

Posted:

আপনি কি প্রতিদিন আনলিমিটেড টাকা আয় করতে চান? নিজের ব্যাবসা নিজে করবেন? কিছুদিন পর কোটিপতি হবেন?

MLM= Multi Level Marketing

এটা এমন একটা মার্কেটিং স্ট্রাকচার, যেখানে কোনো কোম্পানি শুধু তার পণ্য বিক্রির জন্য এমন কমিশন ভিত্তিক সেলস মেন নিয়োগ করে যারা শুধু পণ্যই বিক্রি করবে না, সাথে সাথে ঐ পণ্য বিক্রি করার জন্য আবারও নতুন সেলমেন খুঁজে এবং তাকে ও একই কাজ করতে হবে| অর্থাৎ এমন একটা রেফার চেইন সৃষ্টি হয় যেখানে প্রত্যেক ব্যাক্তির কাজ শুধু পণ্য বিক্রি থাকে না, পণ্য বিক্রির জন্য নতুন লোক নিয়োগ ও তার কাজ হয়ে দাড়াই

এটাকে আবার পিরামিড স্কীম ও বলা হয়| কেননা এই পদ্ধতিটা এক ব্যাক্তি থেকে দুই ব্যাক্তি এরপর দুইজন থেকে চারজন ,চারজন থেকে আটজন আগাতে আগাতে বড় হয়| যেটা পিরামিডের রূপ নেয়|
নিচের চিত্রেে

We

Pyramid scheme

Pyramid scheme

এখন কথা হলো, যেকোনো কোম্পানীই তার পণ্য বিক্রির জন্য কমিশন ভিত্তিক সেলমেন নিয়োগ করতে পারে| পৃথিবীর অনেক কোম্পানীই সেলমেন ব্যাবহার করে পণ্য বিক্রয় করে, মার্কেটিং করে| কিন্তু সমস্যা তখন দেখা দেয় যখন কোম্পানি সেলমেনকে আবার সেলমেন আনতে বলে,অর্থাৎ রেফার করতে বলে, আবার যখন সে কাউকে সেলমেন বানাতে পারবে আর এটার জন্য তখন সে একটা বোনাস বা পার্সেন্টেজ পাবে| এই বোনাস বা পার্সেন্টেজ কোথা থেকে আসবে?
হ্যা এখানে সেলমেনকে নিজের টাকা ইনভেস্ট করে সেলমেন হতে হবে , আর তার ইনভেস্টর একটা অংশ কোম্পানি পাবে আর একটা অংশ আপনি পাবেন!
এবার একটা উদহারন দেই,
ধরুন রনি একটা আমের কোম্পানি খুললো, সে আম বিক্রি করার জন্য কলিম ও সলিম নামে দুইজনকে বললো তোমরা আমার আমগুলো বিক্রি করো| কলিম ও সলিম ১ কেজি আম বিক্রি করলে ১০ টাকা কমিশন পাবে | আবার এমএলএম সিস্টেমে যেহেতু কোম্পানি দুইজন সেলমেনকে বলবে তুমরা আরো ২ জন করে লোক নিয়োগ করবা আর রেজিষ্টেশন ফি হিসেবে ৫০ টাকা নিবা, যার মধ্যে ২০ টাকা তোমরা পাবা আর ৩০ টাকা আমার|যাদেরকে রেফার করে নিয়োগ করা হবে তারাও আরো লোক ঢুকাবে| আর এই পদ্ধতি তে কিছু টায়ার বা ধাপ বা লেভেল সৃষ্টি হয় |

এখন লক্ষ্য করুন, এইখানে যাদেরকে নিয়োগ করা হবে বা রেফার করে কোম্পানিতে ডুকানো হবে তাদের আয় করার দুটি রাস্তা আছে! এক নম্বর উপায় ১ কেজি করে আম বিক্রি করা আর দুই নম্বর উপায় রেফার করা বা কোম্পানিটি তে আরো লোক ঢুকানো| যদি তারা আম বিক্রি করে আয় করতে চান তখন মানুষকে বুঝাতে হবে , তার কোম্পানির এই আমগুলো কেনো অন্য আম থেকে ভালো, এগুলোর স্বাদ কেমন সহ আরো অনেক কিছু| যা একটি বিরক্তিকর, অনিশ্চিত ও সময় সাপেক্ষ কাজ এবং কোম্পানি তাকে মাত্র প্রতি কেজি তে ১০ টাকা দিচ্ছে!
কিন্তু একই সময়ে তারা যদি একজনকে কনভিন্স করে বা লোভ দেখিয়ে একজন লোককে কোম্পানিতে আনতে পারছে, তখন তার লাভ ২০ টাকা! আবার ওই লোক যদি আরো মানুষ রেফার করে তখন সেখান থেকেও বোনাস বা পার্সেন্টেজ পাবে!!! লাভ আর লাভ ? টাকা আর টাকা? তাহলে সে কি পণ্য বিক্রি করবে নাকি রেফার করে লোক ঢুকাবে? অবশ্যই যেহেতু রেফার এ ইনকাম বেশি, তাই সে রেফার করতে থাকবে|

তখন সিস্টেম টা এমন পর্যায়ে পৌঁছাবে তখন মানুষ জিজ্ঞাস করবে না আসলে এটার প্রোডাক্ট টা কি?
কেননা তাদের সব থেকে বেশি রেফার এর দিকে মনোযোগ থাকবে যেহেতু রেফার এর ইনকাম বা বোনাস বেশি| প্রোডাক্ট টা শুধু মানুষ কে দেখানোর জন্য শো করতে থাকবে কেননা মানুষকে বুঝাতে হবে এটা একটা কোম্পানি আর এর প্রোডাক্ট গুলো বেঁচে আমরা আপনাকে বড়োলোক করে দিবো!
আর এমনটাই করেছিল ডেসটিনির মত এমএলএম কোম্পানি| তারা বলেছিল ওই দেখ আমাদের গাছ, এগুলো ১২ বছর পর ৩০ হাজার কখনো কখনো ১.৫ লাখ টাকার হয়ে যাবে| একটি গাছের চারা তোমাকে ৫ হাজার টাকায় কিনতে হবে ।
সূত্র: বাংলা নিউজ ২৪

অথচ ওইগুলো ছিল শুধু ধোঁকা| এখনকার সময় ওরা প্ল্যান চেঞ্জ করেছে! কিভাবে?

এই দেখুন এটা আমাদের ইকমারস ওয়েবাইট,  আমাদের অনেক প্রোডাক্ট, আমরা হাসপাতাল করবো,সো রুম করবো, ফ্যাক্টরি করবো , আপনারা ইনভেস্ট করুন, অনেক টাকা পাবেন |

আসলে বেশিরভাগ এমএলএম কোম্পানির প্রোডাক্ট গুলো আপনি লোকাল শপ বা দোকানগুলোতে পাবেননা। পাবেন হইতো এই কথিত কমিশন ভিত্তিক সেলমেন আর কোম্পানির কাছে| না এটা দোষের কিছু না? তারা আসলে তাদের লোক দেখানো প্রোডাক্টের মান নিয়ে কোনো মাথা ঘামাই না। মূল কাজ তো প্রোডাক্ট বিক্রি না। শুধু লোকদের কোনরকম এই মার্কেটিং বা রেফার চক্রে ঢুকাতে পারলেই ওদের লাভ|
এই পিরামিড মডেল টা একসময় থেমে যাবে, যখন কোম্পানি ইনভেস্ট করে জয়েন করার মত আর সেলমেন পাবে না| কেননা এখানে আপনি সবাইকে জয়িন করাতে পারবেন না বা সবাই জয়েন করবে না , আর এটা সম্ভব ও না| পিরামিডের লাস্টের দিকের লেয়ার বা লেভেলগুলোতে যারা থাকবে তারা আর টাকা পাবে না আর এটাই হবে সব থেকে বড় লিয়ার। যেহেতু তারা এইখানে ইনভেস্ট করানোর মতো লোক বা মানুষ আর পাবে না!আর কোম্পানিও আপনাকে টাকা দিতে পারবে না, কেননা নতুন কেউ তো আর ইনভেস্ট করছে না বা রেজিস্ট্রেশন করছে না। ব্যাপারটা ক্লেয়ার?
এক কথায় বললে, এই এমএলএম মার্কেটিং ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, যতক্ষণ ইনভেস্ট করার মত লোক পাবে| আর এটা কোনোভাবেই সম্ভব না সব মানুষ শুধু এটাতে ইনভেস্ট করতে থাকবে| এক পর্যায়ে কোম্পানি পালিয়ে যায় | একেবারের উপরের লেভেলের  ধাপের মেম্বার রা গায়েব হয়ে যাবে। আর নিচের লেভেলের ওরা ঠকবে।


তবে সব এমএলএম সিস্টেমের কোম্পানি স্ক্যাম করে না|পৃথিবীতে কিছু এমএলএম কোম্পানি টিকে আছে কারন তাদের প্রোডাক্ট এমন মানসম্মত হয় এবং মানুষ বেশি ব্যবহার করে ।

যেমন: TUPPERWARE

  1. এই কোম্পানি প্লাস্টিকের বিভিন্ন বক্স ও পণ্য উৎপাদন করে যেটা অনেক মানুষ নিজের প্রইয়োজনে কিনে। আর তারা সব মানুষকে সেলার বা বিক্রেতা বানায় না|
    তবে আপনি যদি দেখেন কোনো কোম্পানি তার ফালতু এবং নরমাল মার্কেটের পণ্যের দামের থেকে বেশি দামে পণ্য বিক্রির জন্য শুধু সেলমেন নিয়োগ করছে আর করছে তখন সাবধান! এটা স্ক্যাম করার সম্ভাবনা ১০০% আজ হউক বা কাল।

SPC কি এমএলএম কোম্পানি?

SPC এর দিকে লক্ষ্য করলে দেখা যায় এরা দেখাতে চাচ্ছে এদের শেম্পু, লবণ, মরিচ, হলুদ, এসি, আইরন মেশিন সহ আরো কিছু প্রোডাক্ট আছে। এদের কোনো ফ্যাক্টরির ছবি বা ভিডিও এখন পর্যন্ত দেখি নাই। এসি এর উপরে এদের লোগু আছে যা ফটোশপের মাধ্যমে এডিট করেছে বুঝা যায়। মরিচ ,লবণ, হলুদের গুড়া এগুলোর প্যাকেট এর ছবি দেখলাম, যেখানেও ফটোশপের মাধ্যমে ওদের লোগো বসানো মনে হলো। সেম্পু আর হ্যান্ড উয়াশ এর প্রোডাক্ট দেখানো হয়েছে, সেগুলো আসলে এত নিম্ন মানের যে কোনো লোকই এসব পণ্য বাজার বা কোনো শপ থেকে নিবে না! আর বেশিরভাগ পণ্যের বাস্তব অস্তিত্ব আছে নাকি সেটাতো দূরের কথা| আচ্ছা এসব পণ্য নিয়ে SPC এতো ইনভেস্ট নিচ্ছে কেনো যা লোকাল বাজারে সেল করার মতও মানসম্মত না| আচ্ছা তারা আবার সুপার শপ করবে, ঐখানে তু অনেক লাভ হবে, তার মানে আপনাদের দিয়া টাকাই ওরা ব্যাবসা করবে, কিছুদিন পর বড়োলোক হবেন, গাড়ি বাড়ি হবে। যদি কমনসেন্স নমোক কিছু থাকে, তাহলে বুঝতে পারবেন এগুলো দেখিয়েই মানুষকে স্বপ্ন দেখাই বেশিরভাগ এমএলএম কোম্পানি! এবার আপনি নিজেই বুঝার চেষ্টা করুন এটা কি বেশিরভাগ এমএলএম কোম্পানির পরিণতি ভোগ করবে?

ভাইয়েরা আমার, আপনারা নিশ্চয়ই বুঝেছেন কেনো বেশিরভাগ এই এমএলএম এবং পিরামিড মার্কেটিং পদ্ধতি শেষ পর্যন্ত ধ্বংস হয় আর সাথে সাথে ধ্বংস করে যায় অনেক বেকার যুবকদের আর কিছু লোভী মানুষদের| বাংলাদেশের ইতিহাসে দেখা যায় এমন সব কোম্পানি বারে বারে মানুষকে বিভিন্ন নামে বিভিন্ন সিস্টেমে ধোঁকা দিয়েছে আর এখনও ধোঁকা দিচ্ছে। আমাদের দেশে এমএলএম বেআইনি না হলেও এই সিস্টেমের মার্কেটিং কোম্পানিকে অনুমোদন দিয়া হয় না। শুধু SPC, Destiny, Life Line  না এরকম অনেক কোম্পানি অনেক ধরনের নাম ব্যবহার করবে, পদ্ধতি ব্যাবহার কবরে , আমাদের স্টার্টআপ প্যাক কিনুন, সিলভার প্যাক, গোল্ডেন প্যাক,বেসিক প্যাক, আপনাকে মাত্র ২ জনকে আনা লাগবে ওরাই আপনাকে বড়োলোক বানাই দিবে, আপনার লেভেল যত বেশি তত আয় ! এক বছর পর কোটিপতি!

খুব দুঃখের ব্যাপার এই যে আপনাকে এত স্বপ্ন দেখাবে, আপনি ইনভেস্ট করবেন, আর শেষ পরিণতিতে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হবে, অতি লোভে তাতি নষ্ট|

হালাল হারাম এর বিষয় পরে আসবে, যেখানে বিষয়টাই পুরাটা মানুষকে ধোঁকা দিয়ার সাথে সম্পন্ন হয়। সেটা কিভাবে আপনি করেন? আর এটাতো সবাই জানে যেই ব্যাবসা ধোঁকা দিয়ে হয় সেটা হালাল না।

মনে রাখবেন পৃথিবীতে শর্টকার্ট ভাবে বড়োলোক হওয়ার ম্যাজিক বা জাদু নাই| এটার জন্য দরকার জ্ঞান এবং দক্ষতা। যদি না থাকে ? আগে নিজের উপর ইনভেস্ট করুন! জ্ঞান এবং দক্ষতা অর্জন করুন, টাকা আপনার হাতে ধরা দিবে।

নিচে দুটি কমেন্ট এর ছবি দিলাম যা দেখে আপনারা কিছু বুঝতে পারে

MLM Scam

Facebook Comment, MLM Scam

Scam 2

Facebook Post, MLM Scam 2

 

Facebook Comment, MLM Scam 

এমএলএম বিষয়টা নিয়ে আরো জানতে এই দুটো ভিডিও দেখতে পারেন

Khalid Fadhan(Bangla)- ১ মিনিটে ১ লাখ
Drhuv Rathee(Hindi)- MLM Explanation

পরিশেষে বলতে চাই, এইধরনের ফাঁদে বেশির ভাগ বেকার স্টুডেন্ট আর গৃহিণীদের অন্তর্ভুক্ত করা হয়| তবে ডিজিটাল জগতে ঢুকে অনেক শিক্ষিত মেধাবী মানুষদেরও ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, বাহিরের দেশের কাজের নাম করে লোভ দেখিয়ে ঢুকানো হচ্ছে| আমি শুধু SPC, destiny, life line এর কথা বলছি না, ভবিষ্যতে আরো কোম্পানি ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করবে। ওইগুলো থেকে সাবধান থাকুন, অপরকে সাবধান করুন| আবারো রিপিট করতে হচ্ছে “অতি লোভে তাতি নষ্ট”

The post সাবধান! অল্প টাকা ইনভেস্ট করে আয় করুন কোটি কোটি টাকা! MLM, SPC, Life Line, Pyramid scheme etc কিভাবে মানুষকে বোকা বানায়? appeared first on Trickbd.com.

KADARAM KONDON MOVIE HINDI FAN DUB DOWNLOAD LINK

Posted:

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন।

আবারো নিয়ে এলাম Hindi Dubbed Movie But এটা Fan Dubbed আগেই বলে দেই

আমার পোষ্ট ছোট হবে কারণ এটা কোনো Review না এটা Just Hindi dubbed Link share করা।

KADARAM KONDON IMDB :-

Name – Kadaram Kondan

Director: Rajesh M. Selva

IMDB :- 5.7/10

Language – Hindi Dubbed ( Fan Dub )

Quality – 480p+720p

Movie এর কিছু ScreenShot :-

একটা কথা বলতে চাই আমি একটা Telegram Group Create করছি যেখানে আপনারা Movie বা Anime Request দিতে পারবেন

সব কিছৃ তো পোষ্ট করা Possible না

Group Link :- @RequestCenter

Download Link:-

480p

720p

Thanks For Reading The Post

The post KADARAM KONDON MOVIE HINDI FAN DUB DOWNLOAD LINK appeared first on Trickbd.com.

Chrome Vs Chromium কোনটা Best পাথর্ক্য কি সুবিধা ও অসুবিধা

Posted:

Chromium vs chrome

Chromium এবং chrome browser দুটির পার্থক্য এর কথা বলতে গেলে, সবার প্রথমেই চলে আসে মূল পার্থক্য, ক্রোমিয়াম ওপেন সোর্স আর chrome ক্লোজড সোর্স। আজকে আরো কিছুটা গভীরে যাবো, তবে ততটাও না।

Chrome আর chromium দুটির প্রতিষ্ঠা Google এর হাত ধরেই হয়েছিলো। প্রথমত, গুগল inc. Chrome এর সর্বপ্রথম version release করার পাশাপাশি chromium open source project হিসেবে পাবলিশ করে। যার ফলসরূপ অনেক developer chromium ডেভেলপ করার সুযোগ পেয়েছে এবং chromium stability বৃদ্ধি পেয়েছে। আর Google সেই chromium এর কোড ব্যবহার করেছে। তাই chrome আর chromium এর source code প্রায় same, কিন্তু গুগল chrome এর মধ্যে কিছু এক্সট্রা কোড(প্রপেরিটি লাইসেন্স) ব্যবহার করেছে।

Chrome ব্যবহারের সুবিধা
এক কথায়, জামেলা কম, সহজ installation (only windows and Mac)। windows and Mac এর ক্ষেত্রে রেগুলার আপডেট পাবেন তবে লিনাক্স এ 6 মাস পর পর (উবুন্টু)। Arch Linux এ অবশ্য aur package (unofficial) এ রেগুলার আপডেট পাবেন। chrome বেশ stable, আর 264, AAC সহ বেশ কিছু মিডিয়া কোডেক আর add-on extra পেয়ে যাবেন।

Chrome ব্যবহারের অসুবিধা
বর্তমান সময়ে chrome web store ছাড়া extension install করা যায় না (আগে যেত)। আর স্বাভাবিক ভাবে আপনার ব্রাউজিং style Google এর কাছে চলে যাবে।

Chromium এর সুবিধা
গুগল chrome থেকেও আগে আগে আপডেট পাবেন। Security এর কোনো জামেলা নাই। আর স্বাভাবিক ভাবে আপনার ব্রাউজিং style Google এর কাছে চলে যাবে না। আর সবশেষে ওপেন সোর্স।

Chromium এর অসুবিধা
Install করা কঠিন আর রেগুলার আপডেট পাবেন না (only for windows and Mac)। Linux এর ক্ষেত্রে, এক কথায়, জামেলা কম, সহজ installation(easier than chrome), রেগুলার আপডেট পাবেন। আর আপাতত Google chrome যেসব এক্সট্রা মিডিয়া কোডেক আর add-on ইউজ করে তা থেকে বঞ্চিত হবেন (অবশ্য লিনাক্স এ এক্সটার্নাল প্যাকেজ আসে)।

FAQ
#chrome আর chromium এর sync কি same?
Hmm, শুধু sync নয়, chromium google এর অনেকগুলো ক্লাউড service use করে।

আরো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের open discussion গ্রুপ এ আলোচনা করতে পারবেন, t.me/UbuntuLocal

তাহলে আমি কোনটা ব্যবহার করবো?
Windows আর Mac users রা simply chrome use করে নিতে পারেন। আর লিনাক্স এর official repository তে যেহেতু chromium available, তাই chromium use করাটা বেশি সহজ হবে। Advance users এবং যারা প্রাইভেসি নিয়ে বেশি concerned তারা chromium ইউজ করে দেখতে পারেন।

Post Credit To Sharafat Vai Ubunto Group এর Owner

Thanks for reading and please do forgive me for any sorts of mistakes.

The post Chrome Vs Chromium কোনটা Best পাথর্ক্য কি সুবিধা ও অসুবিধা appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments