Search box..

বিকাশ অ্যাপ থেকে নিজের নাম্বারে ২১ টাকা রিচার্জ করলে ২০টাকা ক্যাশব্যাক [ Cashback]

বিকাশ অ্যাপ থেকে নিজের নাম্বারে ২১ টাকা রিচার্জ করলে ২০টাকা ক্যাশব্যাক [ Cashback]


বিকাশ অ্যাপ থেকে নিজের নাম্বারে ২১ টাকা রিচার্জ করলে ২০টাকা ক্যাশব্যাক [ Cashback]

Posted:

অনেকদিন পরে আজকে একটা পোস্ট করলাম।
আশা করি সবাই ভালো আছেন।

বিকাশের অফিশিয়াল ফেসবুক পেইজে ঘোষণা দেওয়া হয়েছে নিজের বিকাশ থেকে নিজের নাম্বারে ২১ টাকা রিচার্জ করলে ২০টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

Screenshots :

মোবাইল রিচার্জ করতে হবে যে নাম্বারে বিকাশ রয়েছে সেই নাম্বারে।
অফার কারা পাবে : সকল বিকাশ গ্রাহক অফারটি পাবেন শুধুমাত্র একবার।
ক্যাশব্যাক পাওয়া যাবে রিচার্জের পরবর্তী কার্যদিবসের মধ্যে।
সময় : ৫জুন পর্যন্ত

ধন্যবাদ
আমার ওয়েবসাইট ভিজিট করার দাওয়াত রইল :

Educoxbd.com
Tahercoxbd.com

ভাইবার অ্যাপ দিয়ে আনলিমিটেড মিনিট দেওয়া হয়।
এক নাম্বারে যতবার ইচ্ছে দেওয়া যাবে।

The post বিকাশ অ্যাপ থেকে নিজের নাম্বারে ২১ টাকা রিচার্জ করলে ২০টাকা ক্যাশব্যাক [ Cashback] appeared first on Trickbd.com.

যারা Telegram এর নতুন Update এর পর Channel Create করতে পারছেন না তারা পোষ্টি দেখুন

Posted:

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন আশা করি ভালোই।

আজকের পোষ্ট ছোট হবে কারণ এটাতে বিস্তারিত বলার কোনো প্রশ্ন নাই।

আমার পোষ্ট গুলো করা হয় কারণ যাদের অনেক কিছু করতে অসুবিধা হয় তাদের উদ্দেশ্য।

আজকের পোষ্টের টপিক হচ্ছে কিভাবে Telegram App এ একটা নিজের Channel Create করবের।

অন্যকেই বলতে পারেন এটা আবার কি পোষ্ট এত ছোট আবার এই চ্যানেল Create করা তো সবাই পারবে।

তাদের জন্য Answer হলো হ্যা সবাই পারবে But Telegram এ Update আসার পর Telegram App এর Channel Create করার Option টা অন্যখানে আছে।

So যারা Channel Create এর Option পাচ্ছেন না তারা Screenshot Follow করে Channel Create করে নেন।

Follow Screenshot :-

আগে কিন্তু 3dot menu তে Channel Create Option ছিল।

But এখন নাই তাই যারা পারেন না তাদের জন্য এ পোষ্টটি

First Open Telegram app

তারপর Channel Create এর জন্য Pen Icon এ Click করুন

দেখেন এখানে আছে Channel Create করার Option Click Here

এখন আপনার Channel এর Logo + Channel name + Description দেন

Description না দিলে অসুবিধা নাই

এখন আপনি কি আপনার Channel Private রাখবেন নাকি Public Select করে একটা Username দেন Channel এর জন্য

]See Channel Create Done

Thanks For Your Time

The post যারা Telegram এর নতুন Update এর পর Channel Create করতে পারছেন না তারা পোষ্টি দেখুন appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন হিরো ৪২০ (২০১৬) HDRip সাথে থাকছে হালকা মুভি রিভিউ

Posted:


চলচ্চিত্রের নামঃ হিরো ৪২০

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে 'হিরো ৪২০'। পরিচালনা করেছেন সৈকত নাসির ও সুজিত পান্নালাল। রোমান্টিক-কমেডির পাশাপাশি ছবির গল্পে জাতীয় রাজনীতির কিছু বিষয়ও রয়েছে।

ছবিতে অভিনয় করেছেন ওম, নুসরাত ফারিয়া, রিয়া সেন, আশিস বিদ্যার্থী, আহমেদ শরীফ, তানভির তনু, বিলাস খান, শিমুল খান, প্রদীপ রনৌত, কৌশিক গাঙ্গুলি, মৌমিতা প্রমুখ। গান লিখেছেন আবদুল আজিজ, এনজেলা, হৃদি ও প্রসেন। গানে কণ্ঠ দিয়েছেন সাদাব হাসমি, নাকাব আজিজ, স্যাভি, অ্যাস কিং, এনজেলা, ইরফান ও ল্যামিস। গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন স্যাভি ও এনজেলা।

 

কাহিনী :কৃষ (ওম) একজন গড় বাঙালি মানুষ, জীবনে খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা নেই। সহজ উপায়ে সুন্দর জীবনযাপনের জন্য তাঁর আশ্চর্যজনকভাবে বাঁকানো পরিকল্পনার জন্য ধন্যবাদ, তিনি দুটি সুন্দরী মহিলার মধ্যে এক যুদ্ধের মধ্যে শেষ করেছেন। এটি এমন একটি গল্প যা প্রচুর ঘনত্বের প্রয়োজন, কারণ উন্মাদ এবং বিভ্রান্তিময় টুইস্ট এবং মোড় যা গল্পটিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে, যার মধ্যে খুব বেশি কিছু নেই। এবং তারপরে, বিষয়গুলিকে আরও বিভ্রান্ত করার জন্য, একটি রাজনৈতিক গ্যাং-ওয়ার অ্যাঙ্গেলও রয়েছে! সুতরাং, কৃষ প্রথমে মীরা (রিয়া) কে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যিনি সবেমাত্র আমেরিকাতে ভিসা পেয়েছেন, যাতে সে তার সাথে ট্যাগ করতে পারে। তিনি এবং তাঁর দ্বিতীয় ফ্রেডল পোল্টু তার উপর ব্যবহার করা নির্বোধ কৌশলগুলি হজম করা আপনার পক্ষে কঠিন হবে। ক্রিশ মনে হয় হৃদয় ভেঙে গেছে কারণ রাই, তিনি সম্পূর্ণরূপে রচিত একটি চরিত্র, তাকে ছুঁড়ে ফেলেছে এবং মীরা কাঁদতে কাঁদতে আঘাত দেওয়ার জন্য ক্রিশকে অপেক্ষা করতে পারে না। মনের বিষয়টি কীভাবে অচল করে ফেলেছে, আমেরিকা যাওয়ার পথে মাইরা কীভাবে একটি গরম 20-পিআইটি, পিআইটি এই বিষয়গুলির জন্য পড়ে। তবে, এটি একটি চলচ্চিত্র এবং লোকাল ট্রেনে কোনও মেয়েকে কাছে এসে শারীরিকভাবে পোঁকিয়ে দেওয়া হয়রানির মতো নয়।

এরপরে, রাইতে প্রবেশ করে (নুসরাত)। হ্যাঁ, ক্রাই যে রাইয়ের পাতলা বাতাস থেকে দূরে ছিল। এবং ক্রিশ, স্পষ্টতই, তার ক্যাসকেডিংয়ের তালার গভীরে ডুব দেয় এবং দুপুরে ফাটিয়ে দিচ্ছে। পোফ মিরার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যাগ করার পরিকল্পনা নিয়েছে তবে মীরা তাকে ছেড়ে দিতে প্রস্তুত নয় এবং তাকে হুমকি দিয়েছিলেন, 'বম মেরি উরিয়ে দেবো!' বোমা গ্যাংয়ের ভিতরে --ুকুন - রেল মন্ত্রকের বিরুদ্ধে লড়াই করে দুই সংসদ সদস্য। এবং এই হিটটি দুটি ব্যক্তিগত / রাজনৈতিক প্রতিবেদনে আবারও খুব বাঁকানো স্তরে ফিচার দেয়। এটি ক্রিশকে দর্শকদের উল্লেখ না করে একেবারে লোকসানের মুখে ফেলেছে।   ফিল্মটির মূল প্রতিক্রিয়া হ'ল একেবারে বিভ্রান্ত হওয়ার। তবে আপনি যদি ইভেন্টগুলিকে একসাথে থ্রোড করার চেষ্টা না করেন তবে আপনি কিছু পয়েন্টে নিজেকে ছোটাছুটি করতে দেখবেন। হ্যাঁ, কিছু সিকোয়েন্স, বিশেষত পাঞ্চলাইনগুলি সত্যই মজার। সিনেমাটোগ্রাফিটি ভাল, গানের সিকোয়েন্সগুলি সত্যই পূর্বের দিকে। পটভূমি স্কোর, শীর্ষ খাঁজ না করে, কমপক্ষে পায়ে আলতো চাপছে। তিনটি শীর্ষস্থানীয় অভিনেতার শীর্ষে আসছেন - ওম: প্রতিটি চলচ্চিত্রের সাথে আরও ভাল হচ্ছে, নুসরাত: তার স্তরের সেরা চেষ্টা করে এবং প্রতিশ্রুতি প্রদর্শন করে, রিয়া: আপনি কি acশ্বরের দোহাই দিয়ে এই উচ্চারণ থেকে মুক্তি পেতে পারেন! তার অ্যাকসেন্টটি এত মোটা এবং জায়গার বাইরে, সে স্ক্রিনে যা কিছু সামান্যই করছে তা নিবন্ধনে ব্যর্থ হয়! চিত্রনাট্যে আর কিছুই নেই, 'অনুপ্রেরণা' বাদে, যা স্পাইডারম্যানের ঝুলন্ত চুম্বনের দৃশ থেকে শুরু করে অ্যাশ এবং হৃতিকের মধ্যে ধুম 2-এর বন্দুক-রৌলেটের দৃশ্য পর্যন্ত। আমরা হব… সব মিলিয়ে কিছু হাসি ফুটে ওঠে সেই ছবিগুলির মধ্যে একটি, কিন্তু আপনাকে সেই ব্যাকস্ল্যাশ 'আচ্ছা ভাল' স্মাইলি দিয়ে ফেলেছে, আপনি জানেন?
বিশেষ দ্রঃ :কপিরাইট ইস্যুতে প্রথম 3 মিনিট ক্যাম রয়েছে, ধন্যবাদ।  
এই সিনেমা Google Drive শেয়ার করা হয়েছে, খুব অল্প সময়ে ডাউনলোড করে দেখতে পারবেন।

যারা এখনো দেখেনি তাদের জন্য ডাউনলোড লিংক দিলামঃ Download In 720P Quality Google Drive

এরকম নতুন নতুন মুভি পেতে আমাদের মুভি সাইটে নিয়মিত ভিজিট করুন

The post ডাউনলোড করে নিন হিরো ৪২০ (২০১৬) HDRip সাথে থাকছে হালকা মুভি রিভিউ appeared first on Trickbd.com.

[The Walking Dead] Play Store এ থাকা সেরা story mode গেম

Posted:

আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।

তো আমরা তো সবাই কম-বেশি অ্যান্ড্রয়েড গেম খেলে থাকি এবং আমরা সবাই এমন গেমস খেলতে চাই যেটার গ্রাফিক্স আর স্টোরি দুটাই অনেক ভালো।তবে বেশিরভাগ গেমেই গ্রাফিক্স ভালো হলেও স্টোরি লাইন ভালো হয় না।

তবে এমন কিছু অ্যান্ড্রোয়েড গেমস আছে যেগুলো স্টোরি,গ্রাফিক্স,একশন,টুইস্টে ভরপুর।

আর এইসব গেমস গুলোকেই আমরা বলি story mode গেমস।যার কারণে story mode গেম গুলি গেমারদের কাছে বড় একটি জায়গা করে রেখেছে।

তাই আজকে আমি আপনাদের জন্য play store এ থাকা সেরা একটি story mode গেম নিয়ে কথা বলবো যেই গেমটি এখন পর্যন্ত প্রায় ৯০ টির মতো এওয়ার্ড পেয়েছে।

তো বেশি কথা না বলে সরাসরি মুল টপিকে যাওয়া যাক:-

Game Name:- The Walking Dead 1/2/3

Size:-1.2 gb/599 mb/853mb

The Walking Dead গেমটি হচ্ছে একটি zombie survival গেম।

পুরো পৃথিবীর সব মানুষ আস্তে আস্তে zombie হতে শুরু করে।সেই রকম অবস্থায় খুব কম সংখ্যক মানুষই বেঁচে থাকে।

আপনার ক্যরেক্টার হবে সেরকম একজন মানুষের যে বাচার জন্য লড়াই করছে।তারপর গেমটিতে আবির্ভাব হবে একটি মেয়ের যার নাম হচ্ছে Clementine.তারপর কি হবে তা জানার জন্য আপনাকে গেমটি খেলতে হবে।

Screenshot:-




Download Link:-

Season 1

Season 2

season 3/A new frontier

এই গেমটির সব এপিসোড ফ্রি নয়,তাই play store থেকে নিলে পুরোটুকু আপনি ফ্রি তে খেলতে পারবেন না।

তাই গুগল থেকে আপনাকে ক্রেক ভার্সন/মোড ভার্সন ডাউনলোড করতে হবে।গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, নিয়মিত নামাজ আদায় করবেন|

আল্লাহ হাফেজ

The post [The Walking Dead] Play Store এ থাকা সেরা story mode গেম appeared first on Trickbd.com.

মাত্র 10 হাজার টাকা বাজেটের সেরা স্মার্টফোন । পর্ব 5 ( gaming chipset -medium )

Posted:

Shakil Ahmed Ovi

হাইলাইটস

ওয়ালটন প্রিমো আর 8 টি 6.5 ইঞ্চি এইচডি + আইপিএস স্ক্রিন সহ এসেছে। এটিতে ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে। পিছনের ক্যামেরাটি পিডিএএফ, গভীরতা সেন্সর, এলইডি ফ্ল্যাশ, এফ / 1.8 অ্যাপারচার ইত্যাদি বৈশিষ্ট্য এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ ডুয়াল 13 + 2 এমপিের। সামনের ক্যামেরাটি 8 এমপির। প্রিমো আর 8 মোবাইলটি 5000 এমএএইচ বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটিতে 4 জিবি র‌্যাম, 2.3 গিগাহার্টজ অক্টা কোর সিপিইউ এবং পাওয়ারভিআর আসেজিই 8320 জিপিইউ রয়েছে। এটি একটি 12 এনএম মিডিয়াটেক হেলিও জি 35 চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি 64 গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট সহ আসে। এই ফোনে একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এফএম রেডিও, ডুয়াল সিম, ফেস আনলক, ভিওএলটিই সাপোর্ট ইত্যাদি

Walton Primo R8 Full Specifications

Colors

Ocean Green, Gradient Purple, Magic Blue

Connectivity

Network 2G, 3G, 4G (VoLTE)
SIM Dual Nano SIM

Body

Style Minimal Notch
Material Glass front, plastic body
Water Resistance ✖
Dimensions 164.5 x 75.8 x 8.9 millimeters
Weight 192 grams

Display

Size 6.5 inches
Resolution HD+ 1600 x 720 pixels
Technology IPS Touchscreen
Protection ✖
Features Multitouch, 2.5D curved glass

Back Camera

Resolution Dual 13+2 Megapixel
Features PDAF, LED flash, f/1.8, 1/3″, night mode, depth, HDR & more
Video Recording Full HD (1080p), EIS

Front Camera

Resolution 8 Megapixel
Features F/2.2, HDR & more
Video Recording Full HD (1080p), EIS

BatteryType and Capacity

Type and Capacity Lithium-polymer 5000 mAh (non-removable)
Fast Charging ✅ 10W Fast Charging

Performance

Operating System Android 10
Chipset MediaTek Helio G35 (12 nm)

GPU PowerVR GE8320

Ram & Processor

RAM 4 GB
Processor Octa-core, 2.3 GHz GHz

Storage

ROM 64 GB
MicroSD Slot ✅ Dedicated slot

Security

Fingerprint ✅ On the back
Face Unlock ✅

Other Features

MicroSD Slot✅ Dedicated slot  Sound3.5mm Jack✅FeaturesLoudspeaker  SecurityFingerprint✅ On the backFace Unlock✅  OthersNotification LightSensorsFingerprint, Accelerometer, Proximity, Water Resistance✖
SIMWLAN✅ dual-band, Wi-Fi direct, WiFi hotspotBluetooth✅ v5.0, A2DP, LEGPS✅, A-GPSRadio✅ FMUSBv2.0OTG✅USB Type-C TouchscreenProtection,
Multitouch 

ব্যক্তিগত মতামত:

প্রথমেই পেয়ে যাচ্ছেন সাড়ে ছয় ইঞ্চি সাইজের বড় ডিসপ্লে,পেছনের ক্যামেরাটি ১৩+২ যা দিয়ে ভালো মানের ছবি উঠানো যাবে এবং সামনে থাকছে ৮ মেগাপিক্সেল এর ফুল এইচডি রেকর্ডিং এর সুবিধা।
এতে স্টোরিজ হিসেবে ব্যবহার করা হয়েছে 64 জিবি এবং হিসেবে ব্যবহার করা হয়েছে 4gb।
এটি যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে গেমিং প্রসেসর, তবে আমি হাই লেভেলের গেমগুলোকে সাজেস্ট করবো না, এবং 5000 এম্পিয়ার ব্যাটারী যা দিয়ে নরমাল ইউজ এ দুই দিনের মত ব্যাকআপ পাওয়া যাবে । ফোন সিকিউরিটি হিসেবে থাকছে ফেস আনলক এর সুবিধা এবং পেছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দাম বিবেচনায় আমার মতে এই প্রাইস এ ফোনটি খুবই ভালো পারফর্মেন্স দিবে ।

রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ

The post মাত্র 10 হাজার টাকা বাজেটের সেরা স্মার্টফোন । পর্ব 5 ( gaming chipset -medium ) appeared first on Trickbd.com.

সামরিক বাহিনী থেকে যদি সিভিল সার্ভিসে যাওয়া যায় ? তাহলে সিভিল সার্ভিস থেকে সামরিক বাহিনীতে যাওয়া যায় না কেন ?

Posted:

তাহলে কি ?? সিভিল সার্ভিসে দক্ষ লোকের অভাব ? নাকি অন্য কিছু – আজকের পোষ্ট এ আমরা উক্ত বিষয় টি নিয়ে বিস্তারিত জানবো – সুতরাং সম্পূর্ণ লিখাটি পড়ুন । আর যদি ভিডিও আকারে দেখতে চান ? তাহলে এখানে ক্লিক করুন (ভিডিও)

 

  • সিভিল সার্ভিস বলতে যদি আপনি পিএসসি(PSC) জব গুলোকে বোঝান । তাহলে, সামরিক বাহিনী থেকে সিভিল সার্ভিসে যাওয়ার কোন অবস্থা নেই ।
    অপরদিকে সামরিক বাহিনীতে মিনিস্ট্রি অফ ডিফেন্স কম্পাটিবল পদগুলোর মাধ্যমে সামরিক বাহিনীর সদস্য হয়েও প্রতিরক্ষা মন্ত্রানলয়ের সাথে কাজ করা যায়।

মূলত বিসিএস(BCS) আর আইএসএসবি(ISSB) হচ্ছে এই দুই ক্ষেত্রে প্রবেশের পথ। একটি সিভিল কর্মকর্তাদের নির্বাচন করে আরেকটি সামরিক কর্তাদের।

অর্থ্যাৎ ডেপুটেশনে কাজ করার সুযোগ থাকলেও সেটি পাবলিক সার্ভিস কমিশনের আওয়তাভুক্ত হয় না। এখন আপনি হয়ত র‍্যাবে নিযুক্ত বিভিন্য সামরিক কর্মকর্তাদের সাথে ব্যাপারটা মিলিয়ে ফেলেছেন ।

যদি তাই হয় তাহলে বিষয় টি ভালো ভাবে বুঝে নিন –
র‍্যাবের যেসব পুলিশ সদস্যরা আছে তারা বিসিএস থেকে ও আউটসাইড ক্যাডেট হিসেবে আসা সদস্যরা থাকে এবং কন্সটেবল ও আছে।
এর বাইরে যেসব সামরিক সদস্য আছে তারা র‍্যাবের সাথে কাজ করেন ডেপুটেশন বা প্রেষণে। অর্থাৎ – যতদিন তারা র‍্যাব এ কাজ করবেন তারা র‍্যাবের অর্গানোগ্রাম মেনে চলবে ।
যেহেতু র‍্যাব পুলিশের সংস্থা সেহেতু র‍্যাব হোম মিনিস্ট্রি এর কমান্ডে কাজ করেন। আর সামরিক বাহিনী কাজ করেন প্রতিরক্ষা মন্ত্রানলায়ের আওতায়। www.youtube.com/অনুপ্রেরণারগল্প

বলতে গেলে এসব সামরিক সদস্যরা কেউই সিভিল সার্ভিস এর আওয়তাভুক্ত নয়। এবং এর বাইরে সামরিক সদস্যা দের সিভিল সার্ভিসে কাজ করার কোন নথি নেই। কিন্তু অপরদিকে সামরিক কর্তারা বিভিন্য হাসপাতালের পরিচালক হিসেবে কাজ করলেও তারা কেউই সিভিল সার্ভিসের আওতাভুক্ত নয়।

সিভিল সার্ভিসের কর্মকর্তারা নিজ নিজ কর্মক্ষেত্রে যথেষ্ট দক্ষ। তাদের মদ্ধেও অনেকেই সামরিক বাহিনীর সাথে কাজ করে। যেমন ডিজিএফআই এ অনেক সিভিল কর্মকর্তা কাজ করে থাকেন । এ সংস্থায় নন টেকনিক্যাল পোস্ট এ কিছু কর্মকর্তা আছেন যারা সিভিল সার্ভিস থেকে এসেছে ।

তবে – প্রয়োজনে সবাই সবার সাথে কাজ করলেও কেউই নিজেদের দফতর ছেড়ে অন্যদের দফতরে স্থায়ীভাবে কাজ করেনা ।

আরো দেখুন ঃ-

পুলিশের কাজ সেনাবাহিনীর মত করা হয় না কেন । কোন বাহিনীর কাজ কি । Bangladesh Police Vs Bangladesh army

এরা সামরিক শক্তি প্রদর্শন করতে পছন্দ করে না । সামরিক বাহিনী বলে কিছু নেই । With No Military Forces

সবাই ভালো থাকবেন । আল্লাহ হাফে-য ।

The post সামরিক বাহিনী থেকে যদি সিভিল সার্ভিসে যাওয়া যায় ? তাহলে সিভিল সার্ভিস থেকে সামরিক বাহিনীতে যাওয়া যায় না কেন ? appeared first on Trickbd.com.

জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি কার রেসিং জাভা গেম

Posted:

বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ট্রিকবিডি বাসি আপনারা
সবাই কেমন আছেন আসা কর সবাই ভালো আছেন
আর ভালোই থাকবেন না বাই কেন ট্রিক
বিডির সাথে থাকলে সবাই ভালো থাকে
আপনাদের দোওয়ায়
আমিও ভালো আছি তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুন একটি জাভা গেম গেমটি একবার খেললে বার বার খেলতে ইচ্চা করবে :

তার আগে কিচু কথা বলে নেই আমি একজন মানুষ আর মানুষ মাত্রী ভুল
তাই কোনো ভুল ক্রুটি হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন
আর একটা কথা আপনারা আমার পোষ্টের টাইটেল দেখে বুজে গেছে আজ কি নিয়ে পোষ্ট করবো
গেমটির : নামCrash
Bandicoot Nitro
Cart 2
গেমটির সাইজ : 334.74 kb
গেম ভেন্ডর : game loft
এবার গেমটির ss কিচু দেখুন

তার পর দেখুন

তার পর নিচে দেখুন

তার পর নিচে দেখুন

তার পর নিচে দেখুন

তার পর নিচে দেখুন

তার পর নিচে দেখুন

তার পর নিচে দেখুন

তার পর নিচে দেখুন

স্ক্রিনশট দেখে হয়তো গেমটি ভালো লেগেছে তো এখান থেকে ডাউনলোড করে নিন ।। এরকম পোষ্ট পেতে নিয়মিত পেতে http://geotrick71.xyz ভিসিট করুন আরো ভালো ভালো জাভা গেম জাভা অ্যাপস WAPKIZ CODE WAPKIZ THEME পেতে আমার এই সাইট ভিসিট করুন সাইট লিংক
তো ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিক বিডির সাথে থাকুন

The post জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি কার রেসিং জাভা গেম appeared first on Trickbd.com.

নিয়ে নেন Mahesh Babu এর একটা New Hindi Fan Dubbed Mahariahi Movie

Posted:

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।

আজকে আমি নিয়ে আসলাম Mahesh Babu এর একটা মুভি নিয়ে যা Hindi Dub এ Available আছে।

পোষ্টা ছোট হবে কারণ এটা কোনো Review না এটা Just Movie এর Hindi Dub Share করা

Note :- এটা কোনো Official Dub না Unofficial Dub মানে Fan Dub

Story: Rishi(Mahesh Babu) একজন বিলিয়নেয়ার এবং অরিজিনসের সিইও, তিনি এখন নিজের মালিকানাধীন সাফল্যের জন্য সর্বদা প্রয়াস করেছেন। তাঁর বন্ধু রবি (আল্লারী নরেশ) এর সাহায্য দরকার, তিনি কীভাবে আসবেন[/h2l

MAHARSHI MOVIE IMDB RATING :-

Movie Name : Maharshi (2019)
176 min | Action, Drama | 08 May 2019
IMDb Ratings : 8.0/10 (2,637 votes)
Personal Rating 9.5
Director : Vamshi Paidipally
Cast(s) : Mahesh Babu, Pooja Hegde, Allari Naresh, Rajsekhar Aningi
Language : Hindi Fan Dubbed

]Movie Resolution Available :-

480+720p

Download Link :-

480p

720p

আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ

The post নিয়ে নেন Mahesh Babu এর একটা New Hindi Fan Dubbed Mahariahi Movie appeared first on Trickbd.com.

RingId and SPC World কোনটা কাদের জন্য আর এগুলোতে কি Invest করা নিরাপদ (RignId Agent হতে যাচ্ছি)

Posted:

RingId যখন নতুন আসে তখন থেকে RingId তে কাজ করি। প্রথমদিকে এ app এ community jobs and Agent থেকে Income এর System ছিল না।
তখন শুধু Refer করে Income করা যেত।

এখন RingId তে Refer ছাড়াও Income করা সম্ভব, এর জন্য প্রয়োজন অল্প কিছু Investment। যা আপনি এক মাসেই তুলে নিতে পারবেন।
এমন অনেক জনপ্রিয় Invest করে Earning এর Platform আছে। তবে এখন বাংলাদেশে Top এ আছে Spc World এবং RingId
Spc World আমি খুব একটা পছন্দ করিনা কারন SPC তে Refer না করতে পারলে ভালো Income হয় না।
আর সেখানে RingId তে 9000 invest করলে daily অনায়াসেই 250 টাকা Income করা যাবে এবং 15000 invest করলেই daily 500 টাকা income

Ring Id দীর্ঘদিন থেকে Payment করে আসছে আর এটার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।

অনেকের প্রশ্ন এটা কতদিন থাকবেঃ
প্রথমত এরা Package এর টাকা নেয় তা দিয়ে এরা ব্যবসা করে। এরপর এরা আমাদের ad দেখায় যা থেকে তারা Profit করে এবং সেখান থেকেই আমাদের Payment দেবে , তাদের ঘরবাড়ি বিক্রি করে নয়।
Google যতদিন Ad এর business করবে ঠিক ততদিন Ring Id থাকবে।
মানে Always থাকবে।
এছাড়া RingId এর Ring Store এর Product sell দিয়েও আপনি Income করা যায়।

আমি একজন RingId এর Agent হতে যাচ্ছি। সবসময় আপনাদের support দিতে চাই।
আমাকেও আপনারা Support করবেন।

RingId কাদের জন্যঃ
যাদের সাথে কাজ করার মতো team নাই বা অনেক অনেক refer করার মানুষ নাই তাহলে RingId আপনার জন্য । কারন এখানে Refer না করতে পারলেও daily 250 অথবা 500 টাকা আয় করা যায়। (১ ঘন্টার মধ্যেই সারাদিনের কাজ শেষ করে ফেলা যায়)

SPC world কাদের জন্যঃ
যাদের ভালো team আছে তারা RingId এর থেকে SPC world এ কাজ করে ভালো Profit করতে পারবেন।
এখানে Generation এর উপর Profit দেয়। Suppose আপনি refer করলেন Asif কে, Asif refer করল Nafis কে, আবার Nafis refer করল তার অন্য friend দের। আপনি এখানে Asif, Nafis এবং Nafis এর অন্যান্য Friend দের থেকেও কিছু অংশ Profit পাবেন।

আপনার যদি সঠিক সিদ্ধান্ত নিতে আরো confusion থাকে তাহলে আমাকে message করতে পারেন। আপনাদের Guideline দেয়া থেকে শুরু করে Earning related যেকোনো সমস্যার সমাধান দেয়া হয়ে

RingId Community Whatsapp Group

এছাড়া কিভাবে কোন account করবেন এবং Payment related technical কোনো সমস্যা বা কাজ করতে গিয়ে কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন।

RingId এর Payment Option এ গিয়ে দেখতে পারবেন প্রতিদিন কাকে কাকে Payment দেয়া হইছে।
তাদের কেও message এ করে জানতে পারেন Payment কি আসলেই দেয় কিনা।

যেহেতু Investment করবেন অবশ্যই যাচাই বাছাই করেই করবেন

The post RingId and SPC World কোনটা কাদের জন্য আর এগুলোতে কি Invest করা নিরাপদ (RignId Agent হতে যাচ্ছি) appeared first on Trickbd.com.

বড় বড় ই-কমার্স এবং মোবাইল ব্যাংকিং কোম্পানিতে যেভাবে একদম ফ্রিতে কথা বলবেন টাকা পয়সা ছারাই ।

Posted:

আসসালামু আলাইকুম

বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য ব্যতিক্রমী একটা পোস্ট শেয়ার করবো, সেই পোস্টটি হচ্ছে যে বাংলাদেশের প্রায় বড় বড় ই-কমার্স এবং মোবাইল ব্যাংকিং কোম্পানিতে কিভাবে একদম ফ্রিতে কথা বলবেন টাকা পয়সা ছারাই,
সবাই হয়তো জানেন এই ধরনের Helpline কল দিলে অনেক সময় ২টাকা প্রতি মিনিটে গূনতে হয়, এই সমস্যা থেকে চিরকালের জন্য মুক্তির জন্য আজকে একদম ফ্রি কথা বলার ট্রিক শেয়ার করবো,

তো আজকে আমি সিস্টেমটি শেয়ার করবো তার মাধ্যমে বাংলাদেশে যত Helpline Number আছে সব গুলোতেই চাইলে ফ্রিতে কথা বলতে পাবেন,
বিশেষ করে যে নাম্বার গুলোর প্রথমে এই সিরিয়ালে থাকবে- 096
এবং যদি পাচ ডিজিট নাম্বার থাকে তাতেও চলবে যেমন 16 প্রথমে ২টা সংখ্যা থাকে তাতেও চলবে,
তো চলুন শুরু করি, আর হ্যা বেশির ভাগ ক্ষেত্রে বিকাশে কল দেয়া লাগে আমাদের, তো এখানেও ফ্রিতে কল দিতে পারবেন, প্রথমে দরকার হবে একটি এপ নাম Amberit,

Amberit কিভাবে খুলতে হয় এবং একাউন্ট করলেই ১০টাকা ফ্রি, NID Card দিয়ে ভেরিফাই করতে হবে, না জানলে YouTube থেকে দেখে নিয়েন,
Amberit

শুধু ডাটা চার্য লাগবে তাতেই যত Helpline পাবেন সব গুলোতেই ফ্রি কল যাবে,

দরকারি Help Line👇
মোবাইল ব্যাংক
বিকাশ, নগদ, ডাচ্-বাংলা, ইসলামি ব্যাংক, ইত্যাদি-

ইকোমার্স
দারাজ, প্রিয়শপ, ইভালি, বিডিশপ, ইত্যাদি

আইপিকল-
এম্বারআইটি, ডায়াল

প্রথমে এম্বাআইটি ডাওনলোড এবং একাউন্ট ভেরিফাই করে নিন তারপর এই টাইপের নাম্বার থাকলে কল দিন ফ্রি,
আমি কিছু দরকারী নাম্বার দিয়ে রাখি এগুলা সেইব করে রাখবেন কোনো এক সময় দরকার লাগবে,

🔃Mobile Banking helpline number-

Bkash HelpLine Number-
16247

Doutch Bangla HelpLine number-
09666716216

Nogod Helpline Number-
096 096 16167

Islami Bank HelpLine Number-
09611016259

🎟E-commerce Help Line Number

Daraz Helpline Number-
09610096111

Evaly Helpline Number-
09638111666

Priyoshop Helpline Number-
09636102030

BDShop Helpline Number-
09678-300400

☎Ip Calling Helpline Number

Amberit Helpline Number-
09611999555

Dail (Link3) Helpline Number-
09678123123

🚩বিঃদ্রঃ- মাঝে মাঝে দেখবেন কল কেটে যাবে তাতে বুজে নিবে হয়তো ব্যাস্ত আছে মানে, একটু পর আবার ট্রাই করবেন,
এইধরনের Helpline Number সকাল ১০টা থেকে রাত ১০পযন্ত চালু থাকে তাই এর ভেতর দিবেন,আর বিকাশে মাঝে মাঝে কল কেটে যাবে তাই সকাল ১০টার দিকে দিবেন এতে ইউজার কম থাকবে,

এই টাইপের যত নাম্বার থাকবে অনয়াসে একদম ফ্রিতে কল দিতে পারবেন, আর টাকা কাটবে না,

মানুষ মাত্রই ভুল, পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃস্টিতে দেখবেন,
So বন্ধুরা আমাদের একটি Website আছে নাম Techshohor24 চাইলে ঘুরে আসতে পারেন দাওয়াত রইলো
ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি
আল্লাহ হাফেজ,

The post বড় বড় ই-কমার্স এবং মোবাইল ব্যাংকিং কোম্পানিতে যেভাবে একদম ফ্রিতে কথা বলবেন টাকা পয়সা ছারাই । appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments