Install HackLock |
- Install HackLock
- ফাইভারে একটি ভালো মানের গিগ কিভাবে বানানো যায়? [নতুনদের জন্য]
- মেসেঞ্জার এর ব্যাকগ্রাউন্ড এ যেকোনো ছবি সেট করুন।
- নিয়ে নিন ফ্রিতে”অনলাইন বিজনেস এবং ডিজিটাল বিজনেস এর উপর কোর্স” (পেইড কোর্স ফ্রীতে)। দুইটি কোর্স নিয়ে নিন ফ্রিতে।
- এসএসসি পরীক্ষার্থীদের “রসায়ন” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!!
- টেলিগ্রাম Bot তৈরির টিউটোরিয়াল Basic to Advanced..পার্ট-৫ ( Heroku কি এবং কিভাবে Heroku Account তৈরি করতে হয়…?)
- দৈনিক জমা খরচের হিসাব রাখুন অ্যাপের মাধ্যমে!
- টেলিগ্রাম mirror বট এর ফিচার,mega বট FAQ, যারা বানাতে পারেন নি তাদের জন্য সমস্যার সমাধান।
- How to download movie from any ftp server by android phone/ মোবাইল দিয়ে ftp server ব্যবহার করুন।
- [Essential] YouTube Vanced ও YouTube Music Vanced কী, কেন, কিভাবে?
Posted: How to Install HackLock?
Hacklock is a bash-based script that is officially Termux from this tool in just one click you can generate a pattern phishing tools which can hack victim patterns and.
This tool works on both rooted Android devices and Non-rooted Android devices.
AVAILABLE ON: Termux
TESTED ON: Termux
REQUIREMENTS: internet 50 MB
PHP storage 50 MB ngrok
FEATURES :
INSTALLATION [Termux] :
$apt-get update -y
$apt-get upgrade -y pkg install python -y
$pkg install python2 -y
$pkg install git -y
$pip install lolcat
$git clone https://github.com/noob-hackers/hacklock
$cd
$HOME
$ls
$cd hacklock
$ls
$bash setup
$bash hacklock.sh The post Install HackLock appeared first on Trickbd.com. |
ফাইভারে একটি ভালো মানের গিগ কিভাবে বানানো যায়? [নতুনদের জন্য] Posted: بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ আসসালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহি ওয়া-বারাকাতু ফ্রিল্যান্সিং নিয়ে আরো আর্টিকেল পড়তে চাইলে ভিজিট করতে পারেন আমার পারসোনাল ব্লগ । ভিজিট করতে এখানে ক্লিক করুন । ফাইভার কি?ফাইভার হচ্ছে একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস । যেখানে আপনি নুন্যতম ৫ ডলার থেকে শুরু করে হাজার ডলারের কাজ পাবেন । বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অন্যতম একটি জনপ্রিয় মার্কেটপ্লেস। শুধু বাংলাদেশে জনপ্রিয় এমন না বিষয়টি, সারাবিশ্বে ফাইভারের বেশ ভালো জনপ্রিয়তা রয়েছে। ফাইভারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এখানে সবচেয়ে কম রেটে কাজ পাওয়া এবং কাজ দেওয়া যায়। তাছাড়া প্রপোজালও সাবমিট করা যায় ফ্রিতে । এসকল দিক বিবেচনা করে ফাইভারের গ্রহনযোগ্যতা সবার নিকট রয়েছে। ফাইভার কিভাবে কাজ করে?ফাইভারের কাজ অন্যান্য মার্কেটপ্লেস এর মত একই। এখানে সেলার তার সার্ভিসটি সকলের নিকট গিগের মাধ্যমে প্রকাশ করে । এরপর বায়ার অথবা ক্লায়েন্ট যেমন ইন্টারেস্ট তেমন অনুযায়ী তাদের গিগ দেখে পছন্দ করে কাজের জন্য জিজ্ঞেস করতে পারে। বায়াররা চাইলে খুব সহজে যে কোন সার্ভিস কিনতে পারে। ফাইভার মূলত মাধ্যম হিসেবে কাজ করে থাকে। ইংরেজিতে যাকে বলে ব্রোকার আর বাংলায় হলো দালাল :p। প্রতিটি অর্ডারে ফাইভার প্রায় ২০% টাকা কেটে রেখে দেয়। একবার যদি কোন সেলার কাজ কমপ্লিট করে, তারপর বায়ার যদি অর্ডারটি গ্রহন করে, তখন সেলারের একাউন্টে ২০% বাদে বাকি অংশ এড হয়ে যায়। সাধারন ইউজারদের ক্ষেত্রে ফাইভার ২ সপ্তাহের মত সময় নিয়ে থাকে টাকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। তবে যদি স্পেশাল সেলার হয়ে থাকে, তাহলে আরো খুব শীগ্রই পেমেন্ট এর ব্যবস্থা করে দিয়ে থাকে। একটি ভালো মানের গিগ কিভাবে বানানো যায়?গিগ তৈরি করার সময় আমাদের কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। আসলে আমরা অনেকেই জানি যে টাইটেল হচ্ছে গিগের মুল অংশ। আর এটা একজন বায়ারের কাছেও খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি টাইটেল না ব্যবহার করেন তাহলে বায়ার আপনার গিগ খুঁজে পাবেনা। আর আপনাকে এমন একটি টাইটেল ব্যবহার করতে হবে যেন টাইটেলটা দেখেই ভিজিটর বা ক্লায়েন্ট আপনার গিগ ভিজিট করার ইচ্ছা পোষণ করে । এরপরের বিষয় হলো, গিগে আপনি আপনার সেরা ৮-১০টি ডিজাইন দিয়ে গিগ তৈরী করবেন। এক্ষেত্রে আপনাকে ভালো মানের গিগ তৈরি করা শিখতে হবে। সেজন্য আপনি ভালো রকমের ডিজাইনারের প্রোফাইল ঘুরে দেখতে পারেন। মনে রাখবেন, একটা ভালো গিগ আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। ফাইভারের অফিসিয়াল ডকুমেন্টেশন ফলো করুন উদাহরণের জন্য যেই ক্যাট্যাগরিতে গিগ দিবেন সেই ক্যাটাগরির ভালো সেল হওয়া / টপ রেটেড সেলারদের গিগগুলোর উপর রিসার্চ করে গিগ বানান। কীভাবে আমার গিগগুলো উপরে নিয়ে আসবো?আপনি যদি আপনার গিগ র্যাংকিং করে প্রথম পাতায় নিয়ে আসতে চান তাহলে আপনাকে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে । আপনি সুন্দর এবং পরিচ্ছন্ন গিগ তৈরি করুন । একটা গিগ সম্পর্কিত সুন্দর টাইটেল দিন । গিগ তৈরির পর গিগ সম্পর্কে একটা নিজের তৈরি করা ভিডিও যুক্ত করুণ । ভিডিও সংযুক্ত গিগ গুলো বেশি বেশি ভিউ হয় । এতে করে আপনার গিগ র্যাংকিং এ প্রথম পাতায় আসতে সাহায্য করবে । গিগ এর ইমেইজ গুলো এস ই ও করে নিন, যদি না পারেন তাহলে ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে নিন । সোসাল মিডিয়া মার্কেটিং শুরু করতে পারেন তাতে আপনার গিগ এর ভিজিটর বাড়বে । প্রথম পদক্ষেপ হচ্ছে টুইটার মার্কেটিং, লিংকডইন মার্কেটিং, পিনটারেস্ট মার্কেটিং । এখন বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, টুইটারে প্রোফাইল খুলেই শুধু গিগের লিংক দিলেন, কাজ হবে? আপনাকে সেখানে কয়জন চিনে? আপনার লিংকে মানুষ কেনো ঢুকবে? কোন লাভে? আগে নিজেকে সেখানে স্থান করে নিতে হবে। তারপর আস্তে আস্তে মার্কেটিং শুরু করতে হবে। সর্বোপরি আপনাকে ভালো কাজ জানতে হবে । ফাইভারে গিগ মার্কেটিংপ্রথমেই গিগ এর নিচে কি ওয়ার্ড সেকশন টিতে আপনার গিগের সাথে প্রাসংগিক কিছু কি ওয়ার্ড সেলেক্ট করুন। আর গিগ ডেসক্রিপশনে বিস্তারিত ভাবে আপনি কি সার্ভিস দিচ্ছেন? কেন আপনার সার্ভিস ক্লায়েন্ট নিবেন? কি কি সুবিধা দিচ্ছেন সব কিছু বিস্তারিত জানিয়ে দিবেন। কিছু কী ওয়ার্ড ব্যবহার করবেন এবং এগুলোকে হাইলাইট করবেন। ব্যস, এরপর আপনার যত সোশ্যাল একাউন্ট আছে সব গুলোতে শেয়ার করে দিন আপনার গিগ । লিঙ্কেডিন, টুইটার, ফেসবুক, টাম্বলার, মিক্স সবখানেই শেয়ার করতে পারেন। যত বেশি শেয়ার করবেন, আপনার গিগের ইম্প্রেশান তত বাড়বে, ইম্প্রেশন এর ভিত্তিতে ফাইভারে গিগ এর র্যাংক বাড়ে। এছাড়া বিভিন্ন ব্লগে খুঁজে দেখতে পারেন কে আপনার ক্যাটাগরির সার্ভিস চাচ্ছে, তাদের সাথেও ফাইভার গিগ লিঙ্ক শেয়ার করতে পারেন। এ ছাড়াও ফাইভারে পেইড প্রমোশন আছে, যদিও এটা এখনই আপনার দরকার নেই। আগে অরগ্যানিক উপায়ে চেস্টা করেন, আপনার সার্ভিস ভাল হলে ক্লায়েন্ট আপনাকে খুঁজে নিয়ে কাজ দেবে সাথে রিটার্ন ক্লায়েন্ট ত আছেই। আজকের মত আলোচনা এখানেই শেষ করছি । যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো আর্টিকেল নিয়ে আবার হাজির হবো ইনশাহ আল্লাহ্ । সে পর্যন্ত সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, মাস্ক ব্যবহার করুণ । আল্লাহ্ হাফেজ । রিসার্চ এবং লেখাঃ এম এইচ মামুন । প্রথম প্রকাশিতঃ https://mamunsblog.com The post ফাইভারে একটি ভালো মানের গিগ কিভাবে বানানো যায়? [নতুনদের জন্য] appeared first on Trickbd.com. |
মেসেঞ্জার এর ব্যাকগ্রাউন্ড এ যেকোনো ছবি সেট করুন। Posted: 24 Jul 2021 08:58 PM PDT আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন এবং ট্রিক বিডি এর সাথেই আছেন। ট্রিক বিডিতে এটা আমার প্রথম পোষ্ট। আশা করি এখন থেকে নিয়মিত পোষ্ট করতে থাকব। যদি আমার পোষ্ট এবং ট্রিক গুলো ভালো লাগে তাহলে একটু কষ্ট করে পুরোটা পড়বেন এবং আমার সাথেই থাকবেন। তো এবার আসল কথাতে চলে আসি। আজকে আমি একটি ট্রিক আপনাদের দেখাবো সেটা হলো, কিভাবে আপনারা মেসেঞ্জার এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ আপ্নারা চাইলে মেসেঞ্জার এর ব্যাকগ্রাউন্ড এ যেকোনো ছবি সেট করতে পারবেন। তো যদি ঠিক এভাবে মেসেঞ্জার এর ব্যাকগ্রাউন্ড পছন্দমত যেকোনো ছবি সেট করতে চান তাহলে প্রথমের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ এর নাম হচ্ছে, ” Designer Tools “। এই অ্যাপটির লিংক নিচে দেয়া হলো চাইলে ডাউনলোড করতে পারেন, লিংক : Download App ধাপসমূহ …… ২. নিচে ডান দিকে একটা অপশন দেখতে পাবেন ” Mock Overlay “, সেখানে ক্লিক করবেন। ৩. ক্লিক করার পর আবার এরকম একটি পেইজ পেয়ে যাবেন এবং এখানে আপনি প্রথমে “Mock Overlay ” অপশনটি অন করে দিবেন। ৪. তারপর এখানে “Portrait ” “Landscape ” নামে দুইটি ফাঁকা বক্স পেয়ে যাবেন। তো এই দুইটি বক্সে আপনাকে সেই ছবিটি অ্যাড করে দিতে হবে যেটি আপনি মেসেঞ্জার এর ব্যাকগ্রাউন্ড এ সেট করতে চান। অ্যাড করার পর নিচে একটা অপশন পাবেন ” Opacity ” এটাকে একটু বাড়িয়ে – কমিয়ে আপনার মন মতো সেট করে নিবেন। তবে ( ৫০%-৭০%) রাখা ভালো। ৫. এবার আপনার কাজ শেষ। এখন আপনি মেসেঞ্জার অন করলেই দেখতে পাবেন সেই ছবিটি মেসেঞ্জার এর ব্যাকগ্রাউন্ড এ সঠিকভাবে সেট হয়ে গেছে। শুধু তাই নই, মেসেঞ্জার সহ অন্য সব জায়গাতেই ব্যাকগ্রাউন্ড এ সেই ছবিটি সেট হয়ে গেছে। ৬. আর যদি আপনি সব আগের মতো করতে চান, তাহলে ঠিক একই ভাবে ” Mock Overlay ” অপশন এ গিয়ে সেটা অফ করে দিবেন। তো ঠিক এইভাবে আপনি মেসেঞ্জার সহ আপনার ফোনের যেকোনো ব্যাকগ্রাউন্ড এ যেকোনো ছবি অ্যাড করতে পারবেন। আমি সবগুলো ধাপ একটার পর একটা এভাবে দেখালাম। এভাবে ধাপগুলো অনুসরণ করলে আপনিও করতে পারবেন। আশা করি ট্রিক টি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। আর যদি কোথাও কোনো সমস্যা হয় অথবা এরকম আর কিছু ট্রিক্স এর ভিডিও দেখতে চান তাহলে নিচের লিংক এ গিয়ে ভিডিও দেখতে পারেন এবং চ্যানেল টি ঘুরে আসতে পারেন। লিংক : আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। The post মেসেঞ্জার এর ব্যাকগ্রাউন্ড এ যেকোনো ছবি সেট করুন। appeared first on Trickbd.com. |
Posted: 24 Jul 2021 08:56 PM PDT আসসালামু আলাইকুম, এ সাইটটি থেকে আপনি দুইটি কোর্স পাবেন #1 ডিজিটাল বিজনেস কোর্স, #2 অনলাইন বিজনেস কোর্স, তো চলুন দেখে আসি এবার আপনারা কিভাবে এই দুইটি কোর্স ফ্রিতে নিতে পারবেন। প্রথমত আপনাকে এই সাইটটিতে যেতে হবে এবার স্কিনশট গুলো ভালোভাবে ফলো করুন।
এর রিভিউ গুলো খুব ভালো। ভাল থাকবেন সুস্থ থাকবেন The post নিয়ে নিন ফ্রিতে”অনলাইন বিজনেস এবং ডিজিটাল বিজনেস এর উপর কোর্স” (পেইড কোর্স ফ্রীতে)। দুইটি কোর্স নিয়ে নিন ফ্রিতে। appeared first on Trickbd.com. |
এসএসসি পরীক্ষার্থীদের “রসায়ন” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!! Posted: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ১৮ জুলাই থেকে দেয়া শুরু হয়। এসএসসি পরীক্ষার্থীদের ১২ সপ্তাহে ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তারা প্রতি সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট জমা দেবে। এসএসসির ক্ষেত্রে প্রতিটি নৈর্বাচনিক বিষয়ে মোট আটটি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। এর মাধ্যমে সংক্ষিপ্ত পাঠ্যসূচি সম্পন্ন করা হবে।
আছকে "রসায়ন" অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন! রসায়ন অ্যাসাইনমেন্টরসায়ন অ্যাসাইনমেন্ট এর PDFযেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিনAirtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।ধন্যবাদThe post এসএসসি পরীক্ষার্থীদের "রসায়ন" অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!! appeared first on Trickbd.com. |
Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে পঞ্চম পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেনআজকের বিষয় Heroku কি এবং কিভাবে Heroku Account তৈরি করবো…?1 ➜ Heroku কি…? |
দৈনিক জমা খরচের হিসাব রাখুন অ্যাপের মাধ্যমে! Posted: আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে টাকা পয়সা খরচ করে থাকি। আবার আয়ও করে থাকি। উক্ত টাকার আয় ও ব্যয়ের হিসাব আমরা আসলে ঐভাবে রাখি না। তবে হ্যাঁ, আপনি যদি ভবিষ্যতের জন্য পুঁজি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই দৈনিক আয় ও ব্যয়ের হিসাব রাখতে হবে। তাহলেই আপনি পরিকল্পনা মাপিক ভবিষ্যতের জন্য পুঁজি করতে পারবেন। চিন্তার কোনো কারণ নেই, উক্ত আয় ব্যয়ের হিসাব রাখার জন্য আমরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করব। আগের মত টালি খাতা না। তো এর জন্য প্রথমে আপনার অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনে একটি অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে Daily Expense ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। বলে রাখা ভালো অ্যাপটির ডেভেলপার কিন্তু আমাদের বাংলাদেশী। অ্যাপটিতে আপনি দৈনিক কত টাকা খরচ করেছেন, কত টাকা আয় করেছেন এবং কত টাকা বর্তমানে আপনার হাতে আছে তাও দেখতে পারবেন। উল্লেখ্য যে, অ্যাপটিতে আপনি চার্ট আকারেও দেখতে পারবেন এবং দৈনিক ও মাসিক হিসেবেও দেখতে পারবেন। এছাড়াও অ্যাপটিতে আপনি নোট রাখতে পারবেন। বড় একটা বিষয় হলো অ্যাপটির ডাটা আপনি ব্যাকআপ দিয়ে রাখতে পারবেন। এইবার নিচে থেকে কিছু স্ক্রিনশটসহ অ্যাপটির বিভিন্ন ফিচার দেখে নেওয়া যাক। অ্যাপটিতে প্রবেশ করার পর উপরের স্ক্রিনশটের মত একটি ড্যাশবোর্ড আসবে। এখানে আপনি বর্তমান আয়, খরচ ও সর্বশেষ টাকার ভারসাম্য বা পরিমাণ দেখতে পারবেন। অ্যাপটিতে উপরের স্ক্রিনশটের মত চার্ট আকারেও দেখতে পারবেন। অ্যাপটির মেনুবার এ Add Expense, Add Income, All Summary, Income List, Expenses List, Monthly View, New Note, Backup & Restore এর পাশাপাশি ভাষা পরিবর্তন করার অপশনও পাবেন। অ্যাপটিতে কোনো খরচের খাত তৈরি করতে চাইলে অ্যাপটির প্রথম পাতার Add Expense অথবা মেনুবার এর Add Expense অপশন বা বাটনে ক্লিক করলে উপরের স্ক্রিনশটের মত আসবে। এখানে আপনি Expense Category এর স্থানে আপনার খরচটি কোন ধরনের তা সিলেক্ট করে দিবেন। আপনি ইচ্ছে করলে লিখেও দিতে পারবেন। এখানে ডিফল্টভাবে Food, Gifts, Bills, Medicine, Transport, Clothes, Education, Restaurant, Ride, Smoke, Car, Internet, Lifestyle ও Shopping রয়েছে। আর How much money? এর ঘরে কত টাকা খরচ করেছেন তা ইচ্ছে করলে ট্যাপ করে সিলেক্ট করেও দিতে পারবেন এছাড়াও লিখে দিতে পারবেন। আর যদি খরচের তারিখ পরিবর্তন করতে চান, তাহলে Another Date এ ক্লিক করে তারিখ পরিবর্তন করে নিন এবং Calculate বাটনে ক্লিক করে খরচের খাতটি যুক্ত করে নিন। অ্যাপটিতে কোনো আয়ের খাত তৈরি করতে চাইলে আপনাকে অ্যাপটির প্রথম পাতায় থাকা অথবা অ্যাপের মেনুবারে থাকা Add Income এ ক্লিক করে Income Description এর জায়গায় অ্যাপটিতে থাকা Salary, Deposit ও Savings ক্লিক করে আয় যুক্ত করতে পারেন। অথবা আপনি আপনার ইচ্ছেমত লিখেও আয় যুক্ত করতে পারেন। আয় এবং ব্যয়ের হিসাব একসাথে দেখতে অ্যাপটির মেনুবার এর All Summary তে ক্লিক করে উপরের স্ক্রিনশটের মত দেখতে পারবেন। এখানে আপনি চাইলে যেকোন খাতকে এডিট বা ডিলেট করতে পারবেন। আপনি যদি আলাদা করে আয়ের হিসাব দেখতে চান, তাহলে অ্যাপটির মেনুবার এর All Earnings এ ক্লিক করে উপরের স্ক্রিনশটের মত দেখতে পারবেন। এছাড়াও আপনি আলাদা করে ব্যয়ের হিসাব দেখতে চান, তাহলে অ্যাপটির মেনুবার এর All Expense এ ক্লিক করে উপরের স্ক্রিনশটের মত দেখতে পারবেন। আপনি মাসিক আকারেও যদি দেখতে চান তাইলে অ্যাপটির মেনুবার এর Monthly View অপশনে ক্লিক মাসের নাম সিলেক্ট করে দেখতে পারবেন। (তবে এখানে ডেভেলপার এর একটা ভুল আছে। সেটা হলো মাসিক সিস্টেম রাখছে। কিন্তু কোন সালের মাস সেটা রাখে নাই। যার ফলে আপনি যদি কোন মাসের হিসাব দেখতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাপটিতে এই পর্যন্ত যত বছরের হিসাব করছেন। তত বছরের সেই মাসের হিসাব একসাথে দেখাবে।) অ্যাপটিতে যেকোন ধরনের নোট যদি রাখতে চান, তাহলে তাও রাখতে পারেন। যেমন আপনি যদি কাউকে কোন টাকা ঋণ দিয়ে থাকেন। তাহলে তা এই নোট অপশনে রাখতে পারেন। এর জন্য আপনাকে অ্যাপটির মেনুবার এর New Note অপশনে ক্লিক করতে হবে। তাহলে উপরের স্ক্রিনশটের মত আপনি যেকোন নোট লিখে রাখতে পারবেন। অ্যাপটির ডাটা ব্যাকআপ রাখতে অ্যাপটির মেনুবার এর Backup / Restore এ ক্লিক করে উপরের স্ক্রিনশটের মত আপনি অ্যাপটির ডাটা ব্যাকআপ রাখতে পারবেন এবং উক্ত ডাটা আবার রিস্টোরও করতে পারবেন। অ্যাপটিতে উপরের স্ক্রিনশটের মত চারটি ভাষা যুক্ত করা আছে। বাংলা, ইংরেজি, হিন্দি ও মালয় ভাষা। এই হলো অ্যাপটির সর্বমোট ফিচার। আশা করি অ্যাপটি আপনার ভালো লাগবে এবং আপনার দৈনন্দিন জমা ও খরচের হিসাব সহজভাবে রাখতে সাহায্য করবে। The post দৈনিক জমা খরচের হিসাব রাখুন অ্যাপের মাধ্যমে! appeared first on Trickbd.com. |
টেলিগ্রাম mirror বট এর ফিচার,mega বট FAQ, যারা বানাতে পারেন নি তাদের জন্য সমস্যার সমাধান। Posted: আসসালামুআলাইকুম তো আপনার বট বানানো শেষ! তাই তো? হমম আমি জানি আপনাদের মধ্যে মাত্র কয়েকজনই বট টি launch করতে পেরেছে।আজকের টিউটোরিয়াল এ যারা পারেন নি তাদের জন্ কিছু common সমস্যার সমাধান দিবো। আশা করি এগুলোর মধ্যে ৯০% লোকের সমস্যার সমাধান হয়ে যাবে।তার সাথে থাকছে বট এর কিছু ফিচার নিয়ে আলোচনা। ১. মোবাইল দিয়ে করা যাবে? ২. Heroku এর শুধু লোডিং স্ক্রীন এ আটকে আছে। কি করবো? ৩. Heroku তে value গুলো দিতে ভুল হলে গেছে। এরপর ও কাজ না হলে হেরোকু থেকে অ্যাপ টি ডিলেট করে আবার github থেকে deploy করুন। ৪. সবথেকে বেশি যে সমস্যাটা হচ্ছে টা হলো গুগল ড্রাইভ এর আইডি টা ভুল দিচ্ছেন। গুগল ড্রাইভ এর আইডি এভাবে নিতে হবে। {_Part 1} Shared drive>make new folder>right-click>get link> make public/anyone can view> go in the folder > then take the I’d. আইডি চেঞ্জ করতে ৩. ফলো করুন ৫. Cloudfare workers index এ সমস্যা হোয়েছে বা এডিট করতে চান? ৬.http 404 bad request on downloading. 100-199 – information 200 – OK -request successfully completed 201 – Created নতুন কোনো রিসোর্স তৈরি হয়েছে 301 – Permanent Redirectনতুন কোনো website এ redirect করেছে 302 – Temporary Redirect same as 301 but temporaryly 400 – Bad Request something is wrong or missing. 401 – Not Authorised – permission issue 403 – Forbidden – you don’t have permission to access there 404 – Page Not Found your requested page or services wasn’t found 405 – Method Not Allowed the method (get,post)you are using isn’t allowed 500 – Internal Service Error un-handled operation by server 503 – Service Unavailable আমার যে কয়টা এখন মনে পরছে সেগুলা বললাম। আপনি নেট এ বাকিগুলা দেখতে পারেন। ৭. Shared ড্রাইভ এর স্টোরেজ এত কম কেনো? ৮. বট আপডেট দেয়ার পর ডাউনলোড হচ্ছে কিন্তু আপলোড হচ্ছেনা। ৯. “”” HttpError 403 when requesting None returned “Access Not Configured. Drive API has not been used in project “””. ১০. টরেন্ট ফাইল ডাউনলোড হচ্ছেনা বা speed কম। => টরেন্ট এর ডাউনলোড স্পীড এর seeders অ্যান্ড peers এর ওপর ডিপেন্ড করে। বট bittorrent use করে টরেন্ট ডাউনলোড করে। এক্ষেত্রে বিটটরেন্ট এ যেগুলো ডাউনলোড হবেনা। বা দেড টরেন্ট সেগুলো বট এও হবেনা। যেগুলোর যেমন স্পীড সেগুলো তেমন স্পীড এ ডাউনলোড হবে। ১১. বট এর ডাউনলোড স্পীড কম । => বট এর স্পীড heroku এর সার্ভার এর স্পীড এর ওপর ডিপেন্ড করে। /Speedtest এ যে স্পীড দেখাবে সেটা সার্ভার এর স্পীড। এক্ষেত্রে slow হওয়ার কারণ আপনার লিংক এর source এর speed। Mega.nz মিরর বট। Mega download mirror আপনার বট এ অ্যাড করতে চাইলে এইগুলো করুন। M১. একটি নতুন মেগা একাউন্ট করে নিন কারণ mega র full অ্যাকসেস দিতে হবে। M2. এই লিঙ্ক এ যান এবং একটি অ্যাপ create করুন। তারপর স্ক্রীনশট এর মত api টি কপি করুন। এখন বট এ আমাদের api টি add করতে হবে। M৩.১. heroku> select your app> setting > revale config> edit these value to Block mega mega link= ফাঁকা। M৩.২. আপনি যদি নতুন বট করতেছেন। তবে deploy এর সময় এ এই ভ্যালু গুলা এমন সেট করে দিবেন। M৩.৪ এছাড়া আপনি চাইলে (৩) এর মত M4. টেলিগ্রাম এ এসে বট টিকে /restart কমান্ড দিন আমি recommand করবো mega এর জন্য আলাদা বট রাখতে কারণ মেগা বট এ কিছু লোক ভুল করে বা intentionally স্প্যামিং করে। তাছাড়াও মিগার লিঙ্ক অনেকে নিতে পারেনা। আবার একটু সময় নেয় ডাউনলোড স্টার্ট হতে। একই account গুলোয় অনেকগুলো বট আপনি চাইলে একই একাউন্ট এ অনেক বট চালাইতে করে পারেন। D২. Console এ আলাদা একটা প্রজেক্ট D৩. Github এ আলাদা একটা branch। D4. HEROKUTE আলাদা একটা APP তবে একাউন্ট যদি অনেকগুলো করা যায় তখন complex এর দিকে না যাওয়াই ভালো। Bot features অ্যান্ড advanced usage : U. বট এ /help কমান্ড টি দিয়ে আপনারা বেসিক জিনিসগুলো দেখতে পারবেন আমি এখানে advanced explain করতেসি। U১. /addsudo and /rmsudo: আপনি যদি কখনো লিনাক্স বা কনসোলে ব্যাবহার করে থাকেন তবে জানেন ই sudo কি? /Addsudo কমান্ড এর মাধ্যমে আপনি কাউকে sudo বা স্পেশাল পারমিশন দিতে পারবেন। Syntax: /addsudo id_of_user (get from userinfobot) U2. /watch : এর মাধ্যমে আপনি ইউটিউব এর ভিডিও ডাউনলোড করতে পারবেন। Syntax: /watch yt_link U3. /Log : রিসেন্ট কয়েক লাইন usage লগ পাবেন। Full ভার্সন হেরোকুর more থেকে যে লগ সেটা। U৪. /List : কোনো ফাইল ড্রাইভ থেকে সার্চ করতে . Syntax: /list file_name_or_pattern U৫. /thelp দিয়ে টরেন্ট সার্চ কিভাবে করে সেটা দেখে নিতে পারেন। কষ্ট করে illigal ওয়েবসিতে এ ঢুকে লিঙ্ক নিতে হবেনা। • /nyaasi [search query] U৬. বট update: আপডেট করলে upstream repo = breakdowns/slammirrorbot(default) বা main repo থেকে করে তাই আপনার tocken.pickel ফাইল টি তো আর আপডেট হয় না। আর এর জন্যই লগ এ credentials.json মিসিং দেখা যায়। আবার ডাউনলোড করে but আপলোড করার access পায় না। এর জন্য আমাদের এমন কিছু করতে হবে যাতে tocken.pickel ও update hoy । –> Token.pickel ইনডেক্স বা অন্যকোথাও আপলোড করে token_pickel_url value তে দিলেই হলো। তবে ইনডেক্স এ অন্যরা যাতে token.pickel না পেয়ে যায় টা দেখতে হবে। অথবা, –> upstream repo আপনারটা দিয়ে। Repor fetch repo অপশন এ মেনে রেপো থেকে আপডেট করার অপশন পাবেন। প্রথমে ঐটা আপডেট করে তারপর বট এ আমি recommand করবো আপডেট না দেওয়ার। বড়ো বা ভালো কোনো ফিচার add করলে তখন আপডেট করা। m41N 7w157 c0m32 N0w U৭. Heroku আপনাকে এই বট রুন করার জন্য একটা সার্ভারের কিছুটা অংশ বা একটা লিনাক্স কম্পিউটার দিয়েছে। আপনি চাইলে সেই লিনাক্স এর কমান্ড ম্যানেজ অ্যাপ > মেনু> লাঞ্চ console এর মাধ্যমে করতে পারেন। অথবা /shell কমান্ড দিয়েও করতে পারেন। এর মাধ্যমে আপনি যেকোনো মেনুয়াল কাজ করতে পারবেন। লিনাক্স এর বিভিন্ন টুল যা আপনি bash terminal এ ব্যাবহার করতেন টা এখানে করতে পারবেন। যারা টার্মিনাল এর usage জানে তারা এটি বুঝে যাবে। syntax: /shell U ৮. /eval কমান্ড এর মাধ্যমে পাইথন কোড কম্পাইল অ্যান্ড run করতে পারবেন । syntax: /eval U9. /Exec এর মাধ্যমে exec তে কমান্ড run করতে পারবেন। গ্রুপ বা অন্যদের বট চালানোর পারমিশন যেভাবে দিবেন। প্রথমে বট টিকে গ্রুপ এ add করে নিবেন তারপর গ্রুপ এর মধ্যে এই কমান্ড টি দিবেন : বট এর ইনবক্স এ /users দিলে কোন কোন চ্যাট কে authorize করেছেন টা দেখতে পারবেন। আবার ইনবক্স এ /authorize chat_id দিয়েও authorize/deauthorize করতে পারবেন। এক্ষেত্রে চ্যাট আইডি কিভাবে বের করতে হয় তা গুগল করে নিবেন। ————————— #এছাড়া আপনি বট এর কোড এডিট করে নিজের personalized কোড দিতে পারেন। আপনার যদি প্রোগ্রামিং এ তেমন ধারণা না থাকে তবেও শুধু string গুলো চেঞ্জ করে apperance টা চেঞ্জ করতে পারেন। Heroku এর dyno এক্সপায়ার হলে maybe আবার অটোমেটিক্যালি dyno রিস্টার্ট হয়ে যাবে। আপনার যদি এই repo তে কোনো সমস্যা থাকে তবে গুগল এ telegram mirror bot github লিখে সার্চ করলে অনেক repo পাবেন। Making Tutorial এরপর আশা করি আর কোনো সমস্যা হবে না।
The post টেলিগ্রাম mirror বট এর ফিচার,mega বট FAQ, যারা বানাতে পারেন নি তাদের জন্য সমস্যার সমাধান। appeared first on Trickbd.com. |
How to download movie from any ftp server by android phone/ মোবাইল দিয়ে ftp server ব্যবহার করুন। Posted: 24 Jul 2021 04:24 AM PDT আসসালামু আলাইকুম আশাকরি সবাই আল্লাহর রহমতে ভাল আছে, আমাদের মাঝে অনেকেই আছেন। মুভি দেখতে ভালবাসেন। কিন্তু আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি,আমাদেরকে একটি ftp server দিয়ে থাকে। আমরা চাইলে অন্য কম্পানির ftp server ব্যবহার করতে পারিনা। আজ আমি দেখাবো কিভাবে Sam online, Circle network, Icc জনপ্রিয় ftp server ব্যবহার করবেন। তাও আবার মোবাইল দিয়ে। … তো চলুন শুরু করা যাক।।
প্রথমে এই লিংক Download থেকে এপ্সটি ডাউনলোড করেনিন। ইনিস্টাল হয়েগেলে, ওপেন করে। তিনটি ফোটায় ক্লিক করুন।
তারপর আপনি Add-ons ক্লিক করুন ।
এমন দেখতে পারবেন,তারপর আপনি প্লাশ ক্লিক করে এড করেনিন।
এড হয়েগেলে এমন দেখাবে।
ক্লিক করার পর।সেটিং এ ক্লিক করুন
লাল দাগের ভিতরের প্রথমে ON ক্লিক করু, তারপর ADD ক্লিক করুন।
এই খালি ঘরে একটা নাম লিখে দিন। আমি যেহেতু icc ftp server add করবো,তাই icc নাম দিলাম।
লাল দাগের ভিতরে, প্রথমে socks 4 পরের ঘরে আইপি গুলি লিখে দিবেন। আইপি গুলি লিখা আছে দেখুন বক্সে।
এখানে ক্লিক করে icc করে দিবেন। তারপর ব্রাউজারটিন রিফ্রেশ করে নিবেন।
এবার এই আইপিটি লিখে দিবেন। দেখবেন নিছের মতে ছবি আসবে। সবাইকে ধন্যবাদ আশাকরি আপনাদের ভাল লেগেছে। কোন সমস্যা হলে আমার ভিডিও নিছের পেইজের লিংক আছে সেখানে মেসেজ করুন।
যদি না বুঝে থাকেন এই ভিডিওটি দেখতে পারেন।
The post How to download movie from any ftp server by android phone/ মোবাইল দিয়ে ftp server ব্যবহার করুন। appeared first on Trickbd.com. |
[Essential] YouTube Vanced ও YouTube Music Vanced কী, কেন, কিভাবে? Posted: 24 Jul 2021 03:40 AM PDT YouTube Vanced কী?YouTube Vanced স্টক/অফিসিয়াল ইউটিউবের-ই একটি সংস্করণ যা স্টক ইউটিউব অ্যাপের চেয়েও অনেকাংশে ভালো এবং অধিক ফিচার নিয়ে আরো উন্নত। এতে রয়েছে এড ব্লকার ও এমোলেড ডার্ক মোড সহ আরো অনেক ফিচার। YouTube Vanced কেনো?বর্তমানে YouTube আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আমরা প্রাত্যহিক জীবনের যেকোনো সমস্যায় প্রথমে ইউটিউবের সাহায্য নিতে সাচ্ছন্দ্যবোধ করি। তবে বর্তমানে ইউটিউবের মালিকানাধীন গুগল এটাকে তাদের বিজনেসের অন্যতম অংশ হিসেবে চালাচ্ছে। আর তারা এমন সিস্টেম করেছে যার ফলে এখন ৫ মিনিটের ভিডিও দেখতে গেলে দুই মিনিটের Advertise দেখতে হয়, যা খুবই বিরক্তিকর। দিন দিন এর মাত্রা বেড়েই চলেছে। আর, আগের মতো সহজে Ads স্কিপ করার সুযোগ ও তুলে নিয়েছে। ফলে আমাদের মতো সাধারণ ব্যবহারকারীরা বিরক্ত হয়ে বিকল্প পদ্ধতি খুঁজছে। যারা Ads দেখতে দেখতে বিরক্ত তাদের জন্যই মূলত এই এপ। এটি আপনার ইউটিউব ভিডিও দেখার এক্সপেরিয়েন্স ই বদলে দেবে। YouTube Vanced এর মূল ফিচারসমূহ:YouTube Vanced মূলত এডভারটাইজমুক্ত YouTube এপ হিসেবেই বহুল পরিচিত এবং এ উদ্দেশ্যেই সবাই ব্যবহার করে থাকে। তবে এর পাশাপাশি এর আরো কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। যেমন, এতে রয়েছে-
YouTube Music Vanced কী? কেনো?YouTube Music Vanced স্টক/অফিসিয়াল ইউটিউব মিউজিকের-ই একটি সংস্করণ যা স্টক ইউটিউব মিউজিক অ্যাপের চেয়েও অনেকাংশে ভালো এবং অধিক ফিচার নিয়ে আরো উন্নত। এটিকে ইউটিউবের Premium ভার্সন ও বলা যায়। অর্থাৎ পেইড ভার্সনে যা যা কিনে ইউজ করতে হতো তা এখানে পাবেন সম্পূর্ণ ফ্রিতেই! এখন আপনি যদি YouTube Music এর প্রিমিয়াম ফিচারগুলো ইউজ করতে চান তো আপনাকে অনেকগুলো টাকা খরচ করতে হবে। আমাদের দেশে পেমেন্ট মেথড অতটা সহজ নয়। তাছাড়া বেশিরভাগেরই এক্ষেত্রে টাকা খরচ করার মত সামর্থ্য থাকেনা। তাদের জন্যই মূলত এই Vanced Project . YouTube Music Vanced এর মূল ফিচারসমূহ:YouTube Music Vanced যেহেতু অফিসিয়াল YouTubeMusic অ্যাপের ই প্রিমিয়াম সংস্করণ, সেহেতু এটিতেও ইউটিউব মিউজিকের সব ফিচার থাকবে। কিছু হাইলাইটেড ফিচার উল্লেখ না করলেই নয়।
উল্লেখিত ফিচার ছাড়াও আরো অসংখ্য ফিচার রয়েছে যা লিখতে গেলে অনেক টাইম লাগবে। উল্লেখযোগ্য আরো কিছু ফিচার হলো,
ইন্সটলেশন প্রসেস:Vanced Project এর অ্যাপগুলো ইন্সটল করা যায় প্রধানত দুইভাবে।
আবার এই দুই সিস্টেমের মধ্যেও রয়েছে সাব সিস্টেম।
Manual Method : অভিজ্ঞতা কম থাকলে ম্যানুয়াল মেথডে রুট সিস্টেম এপ্লাই করতে গেলে ফোন ব্রিক করতে পারে। তাই পরামর্শ থাকবে Vanced Manager ইউজ করার। তবে নন রুট মেথড হলে যেকোনো সোর্স থেকে Vanced microG ডাউনলোড করে ইন্সটল করে নিবেন প্রথমে। তারপর Vanced YouTube/Music Vanced ইন্সটল করে নিলেই কাজ হয়ে যাবে। তবে পরবর্তীতে অটো আপডেট পাবেন না এই সিস্টেমে। Vanced Manager Method : সবচেয়ে সহজ পদ্ধতি এটি। এই লিংক থেকে Vanced Manager Download করে ইন্সটল করে নিন। তারপর প্রয়োজনীয় পারমিশন দিলেই ডাউনলোড অপশন পাবেন। এখানে প্রথমে Vanced microG ইন্সটল করবেন। তা নাহলে পরে গুগল একাউন্ট দিয়ে লগইন হবেনা। তারপর আপনার চাহিদামত YouTube Vanced/Music Vanced যেকোনো একটা ইন্সটল করে নিলেই খেল খতম। পরে আপডেট আসলে Vanced Manager এ পেয়ে যাবেন। তখন এক ক্লিকেই আপডেট করা যাবে।
ননরুট মেথডের জন্য নিচের স্ক্রিনশট ফলো করুন।Step 1. Open the Vanced Manager app. Step 2. Tap on the Install button right next to the MicroG. So, now it will start downloading an APK file from the secure server.
Step 3. There might be a security window that asks you to enable unknown sources. Make sure you enable that. Step 4. Now, Install MicroG and wait until you see a successful message.
Step 5. Now, you are allowed to install YouTube Vanced. Tap on the Install button right next to the logo. Step 6. Select the theme variant such as Light+Dark and Light+Black.
Step 7. Choose a language that you want to use. Step 8. Install YouTube Vanced on your android device. Step 9. Launch it. Step 10. Sign in with your Google account.
রুট মেথডের জন্য নিচের ভিডিও ফলো করুন।
আমার পরামর্শ থাকবে Non Root মেথডে ইন্সটল করার। Root মেথডে GApps রিলেটেড কিছু প্রবলেম ফেইস করতে হয়। যা সলভ করা কষ্টকর। তাই এই মেথড নিয়ে আলোচনা করলাম না। তবে Root এবং Noon Root দুই সিস্টেমেই সেইম ফিচার। শুধু Root সিস্টেমে অফিসিয়াল YouTube এপ ডিলিট হয়ে যাবে। আর Non Root এ দুটোই থাকবে। বিঃদ্রঃএটি কয়বছর আগের লেখা নিজেও জানিনা। নোটপ্যাডে খুঁজে পেয়ে কমপ্লিট করে পাবলিশ করে দিলাম। দৃষ্টি আকর্ষণঃবিনা অনুমতিতে লেখার কোনো অংশ কপি করার চিন্তাও করবেন না। আর একান্তই যদি কোনো প্রয়োজন হয়,তবে ফেইসবুকে ও টেলিগ্রামে নক করতে পারেন। TrickBD Official Discord Server এ এড হয়ে যান। সাথেই থাকুন। “ধন্যবাদ”The post [Essential] YouTube Vanced ও YouTube Music Vanced কী, কেন, কিভাবে? appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments