Search box..

এই রমজানে ব্র্যান্ড সার্ভিস অফার নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অপো।

এই রমজানে ব্র্যান্ড সার্ভিস অফার নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অপো।


এই রমজানে ব্র্যান্ড সার্ভিস অফার নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অপো।

Posted:

গ্রাহককে বহুমুখী সেবা দিতে এই রমজানে ব্র্যান্ড সার্ভিস অফার নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অপো। অফারটি ২২ এপ্রিল শুরু হয়ে চলবে ২২ মে পর্যন্ত। তবে লকডাউন এর সময় বাড়লে শুধুমাত্র নিবন্ধিত গ্রাহকেরা লকডাউন শেষে ১ মাসের মধ্যে সেবাটি গ্রহণ করতে পারবেন। গ্রাহক সন্তুষ্টির বিষয়টি মাথায় রেখে এমন অফার চালু করেছে অপো।

অফারের মধ্যে রয়েছে স্মার্টফোন মেরামত/রক্ষণাবেক্ষণে চার্জের ওপর ৩০ শতাংশ পর্যন্ত এবং সকল ইন্টারনেট অব থিংকস (আইওটি) ডিভাইস ও অ্যাকসেসরিজে (এনকো ডব্লিউ১১, ডব্লিউ৫১ ইত্যাদি) এর এর ওপর ৫ শতাংশ ছাড়। তাছাড়া এই সময়ে গ্রাহকরা সার্ভিস সেন্টার থেকে বিনামূল্যে ট্রান্সপারেন্ট ব্যাক কাভার, ফ্রি স্ক্রিন প্রটেক্টর এবং ওয়াইপ ক্লথ পাবেন।

সার্ভিসটি সম্পর্কে অপো বাংলাদেশের হেড অব ব্র্যান্ড উইদার বলেন, 'অপো শুধুমাত্র গ্রাহকের কাছে ফোনই বিক্রি করে না। একটি ডিভাইস এর পুরো 'লাইফ সাইকেল' সময় সেবা দিতে চায়। তারই ধারাবাহিকতায় ব্র্যান্ড সার্ভিস অফার।'

এ সম্পর্কে অপো বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা তাসকিন আল আনাস জানান, 'যখন কোন গ্রাহক আমাদের কোন ডিভাইস কিনে তখন আসলে তার সাথে আমাদের একটা পথচলা শুরু হয়। আামরা সবসময় ঝামেলামুক্ত বিক্রয়োত্তর সেবা দিয়ে গ্রাহক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে চাই।'

অপো জানায়, তারা সবসময় গ্রাহকের মূল্যবান সময়কে গুরুত্ব দেয়। অপোর ব্র্যান্ড সার্ভিস সেন্টার থেকে পাওয়া তথ্যমতে, সার্ভিস সেন্টারে আসা গ্রাহকের ৯৬% শতাংশের সেবা ১ ঘন্টার মধ্যে প্রদান করা হয়। তাছাড়া গ্রাহক চাইলে যেকোন সময় কল সেন্টার এক্সিকিউটিভ, ই-মেইল, ফেসবুক পেজ ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে অপোর সাথে সবসময় যোগাযোগ রাখতে পারেন।
ব্র্যান্ড সার্ভিস অফারটি পেতে আগে নিচের লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে।

স্মার্টফোন সার্ভিসের জন্য লিংক

অ্যাকসেসরিজ এর সেবা পেতে লিংক

The post এই রমজানে ব্র্যান্ড সার্ভিস অফার নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অপো। appeared first on Trickbd.com.

ওয়ালটনের নতুন ফোনের অনলাইন প্রি-বুকে বিশাল মূল্য ছাড়

Posted:

নতুন মডেলের আরেকটি মিড রেঞ্জের ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিলো ওয়ালটন। যাতে ব্যবহৃত হয়েছে বিশাল ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারিসহ আকর্ষণীয় সব ফিচার। করোনা মহামারির মধ্যে ঘরে বসেই ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ই-প্লাজা থেকে বিনামূল্যে ফোনটির প্রি-বুক দেয়া যাচ্ছে। প্রি-বুকে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, 'প্রিমো এইচএমসিক্স' মডেলের ওই ফোনটির দাম ধরা হয়েছে মাত্র ৮,৮৯৯ টাকা। তবে ই-প্লাজায় প্রি-বুক দেয়া ক্রেতাদের জন্য থাকছে ১০০০ টাকা মূল্যছাড়। ফলে এর দাম পড়বে মাত্র ৭,৮৯৯ টাকা। ই-প্লাজা eplaza.waltonbd.com থেকে কেনা সব মডেলের ওয়ালটন স্মার্টফোনে রয়েছে হোম ডেলিভারি নেয়ার ব্যবস্থা। 'প্রিমো এইচএমসিক্স' মডেলের ফোনটি primohm6এই লিংক থেকে প্রি-বুক দেয়া যাবে।

ওয়ালটন সূত্রে জানা গেছে, দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। একবার ফুল চার্জে ফোনটি ৫০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে সচল থাকবে। এই ফোনে ৪৬ ঘন্টা ভয়েস কলিং, ৩০ ঘন্টা মিউজিক প্লেব্যাক, ১৮ ঘন্টা ওয়েব ব্রাউজিং, ১৪ ঘন্টা ভিডিও প্লেব্যাক এবং ৯ ঘন্টা ভিডিও রেকর্ডিংয়ের ব্যাটারি ব্যাকআপ পাবেন গ্রাহক।

স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৬.৫২ ইঞ্চির ১৯.৫:৯ রেশিওর ভি-নচ ডিসপ্লে। এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। আইপিএস প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাসও। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

ফোনটি অ্যান্ড্রয়েড ১০ গো অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি হবে অনেক বেশি। এতে ব্যবহৃত হয়েছে ১.৬ গিগাহার্টজ গতির এআরএম কোর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর। সঙ্গে রয়েছে ২ জিবি র‌্যাম এবং পাওয়ার ভিআর জিই৮৩২২ গ্রাফিক্স। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ৩২ গিগাবাইটের। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির এআই ডুয়াল ক্যামেরা। এর ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেবে উজ্জ্বল, ঝকঝকে রঙিন ছবি। আর ডেপথ সেন্সর পোর্টরেইট ফটোগ্রাফি করবে আরো উন্নত।

আকর্ষণীয় সেলফির জন্য 'প্রিমো এইচএমসিক্স' স্মার্টফোনটির সামনে রয়েছে এফ ২.২ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে আছে এআই সিন রেকগনিশন, বোকেহ, ফেস বিউটি, জিও ট্যাগিং, টাচ ক্যাপচার, ফিঙ্গার ক্যাপচার, সেলফ টাইমার, পোর্টরেইট, টাইম ল্যাপস, ব্রাস্ট মোড, নাইট, কিউআর কোড, এইচডিআর, প্যানারোমা, ফিল্টার, গ্রিডলাইনসহ অসংখ্য আকর্ষণীয় ফিচার।

কানেক্টিভিটি হিসেবে আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪.২, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। সেন্সর হিসেবে রয়েছে প্রোক্সিমিটি, লাইট, এক্সিলারোমিটার (থ্রিডি), ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জিপিএস, এ-জিপিএস নেভিগেশন, স্টেপ কাউন্টার ইত্যাদি।

হ্যান্ডসেটটি পিকক গ্রিন, মিডনাইট ব্লু এবং গ্রাডিয়েন্ট পার্পল এই তিনটি আকর্ষণীয় রঙে বাজারে আসছে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস আনলক, ভিওএলটিই বা ভোল্টি সাপোর্টসহ ডুয়াল ফোরজি সিম, মেমোরি কার্ডের জন্য আলাদা স্লট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, মোশন জেসচার, ডার্ক মোড, ফোকাস মোড, গুগল অ্যাসিস্টান্ট বাটন, স্মার্ট কন্ট্রোল, ওয়ান হ্যান্ড মোড, লং স্ক্রিনশট, নিয়ারবাই শেয়ার ইত্যাদি।

বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

The post ওয়ালটনের নতুন ফোনের অনলাইন প্রি-বুকে বিশাল মূল্য ছাড় appeared first on Trickbd.com.

আপনার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াবে যেসব ভেষজ উপাদান।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

আপনার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াবে যেসব ভেষজ উপাদান।

বিশ্বব্যাপী ছেয়ে গেছে করোনার থাবা। এ থেকে বেঁচে থাকতে মানুষজন প্রতিনিয়ত খুঁজছে কীভাবে নিজেকে নিরাপদ রাখা যায়। ওষুধের ওপর নির্ভর না করে ভেষজ উপাদানও ব্যবজার করতে পারেন। এতে উপকারও বেশি ক্ষতির সম্ভবনাও কম।

জানা গেছে, বাইরে থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস যখন শরীরে প্রবেশ করে তখন তাকে বধ করতে অ্যান্টিবায়োটিকই (Antibiotic) একমাত্র হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। তবে এতে ইনফেকশন কমলেও এ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। তাই প্রাকৃতিক উপায়ে যদি এ ধরনের ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলা যায় তবে শরীরে তার প্রভাব স্বাস্থ্যকর। বর্তমানে সারাবিশ্বে হানা দিয়েছে করোনা মহামারি। এ ক্ষেত্রে সাবধানতা অবলম্বন জরুরি।

লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহীনুল আলম বলেন, কোভিড একটি ভাইরাস রোগ, আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। অতএব, সব কোভিড রোগীর শুরুতেই অ্যাজিথ্রোমাইসিন (অ্যান্টিবায়োটিক) পাবেন এটা নয়, এটা আমাদের বলা যায় সবশেষ রিসোর্স। এক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের দিকে দৃষ্টি দেওয়া দরকার।

ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য বলছে, ১০ জনের মধ্যে একজন অ্যান্টিবায়োটিক ট্যাবলেট সেবনের দরুণ পার্শ্বপ্রতিক্রিয়ায় ভোগেন। কারও অ্যালার্জি, কারও হজমের সমস্যা হতে পারে। আয়ুর্বেদ মতে, বেশকিছু ভেষজ রয়েছে যেগুলো সারাবছর খেয়ে যেতে পারলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে, আর কিছু রয়েছে রোগ বিশেষে দারুণ কাজ করে।

জ্বর-সর্দি-কাশি:

তুলসী– তুলসীপাতায় উপস্থিত বিশেষ ধরনের অ্যালকালয়েড বা জ্বর, সর্দিতে দারুণ কাজ দেয়। শরীরে শ্লেষ্মা বিনাশে উপকারী।

বাসকপাতা– শুকনো কাশি কমাতে, জমে থাকা কফ বের করে দেয়, কাশির সঙ্গে রক্তপাত হলে তা নিরাময়ে বাসকপাতার রস বা পাতা ফোটানো পানি পান খুবই উপকারী। লিভারের জন্যও খুব ভালো।

দারুচিনি– কোভিড প্রতিহত করতে আয়ুশ ক্বাথের একটি অন্যতম উপাদান হল দারুচিনি। শুধু কোভিড নয়, যে কোনও রোগজীবাণু প্রতিহত করতে পারে। সরাসরি জীবাণুকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে। শ্বাসযন্ত্রের যে কোনও ধরনের সংক্রমণ বিনাশে কার্যকর।

লবঙ্গ– গলাব্যথা বা গলায় ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে তা প্রতিহত করে। গলাব্যথা, টনসিল বা ফ্যারিনজাইটিস, ল্যারিনজাইটিসের সমস্যায় উপশম দেয়। দাঁত ও মাড়ির ইনফেকশন কমায়।

পিপুল– এ ফলে উপস্থিত 'পাইপারিন' উপাদান অ্যান্টি ব্যাকটিরিয়াল। গলা, ফুসফুসের সংক্রমণ বিনাশ করতে কাজ করে। এটি ইমিউনো মডিউলেটর। মধু দিয়ে পিপুল চূর্ণ অল্প মাত্রায় দিনে দুবার খেলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে।

গোলমরিচ– জ্বরনাশক। যে কোনও ব্যাকটিরিয়াল ইনফেকশন কমায়।

পেট ভালো রাখতে যা খেতে পারেন:

কালমেঘ– কালমেঘ পাতা লিভারের জন্য যেমন ভালো পাশাপাশি পেটের যে কোনও সংক্রমণ প্রতিহত করতে কার্যকর। জ্বরও কমায়।

থানকুনি পাতা– আমাশয়, জিয়ার্ডিয়ার জীবাণু মারতে সাহায্য করে। রোজ এই পাতা ১০টি চিবিয়ে খান। শিশুদের ক্ষেত্রে থেঁতো করে হাফ চামচ রস এ ধরনের সমস্যা দারুণ কাজ করে।

বিড়ঙ্গ– এই বীজের চূর্ণতে উপস্থিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান। শরীরের যে কোনও ধরনের রোগসৃষ্টিকারী জীবাণুকে ধ্বংস করতে পারে। গরম পানিতে বিড়ঙ্গ চূর্ণ দিয়ে পান করুন।

হরিতকি– পেটের মধ্যে জমে থাকা বায়ু বের করে দিতে পারে। পেট ফাঁপা কমাতে অতি কার্যকর। কোষ্ঠকাঠিন্য কমায়। পেটের নানা রকম জীবাণুনাশ করতে সক্ষম। হজমশক্তি ঠিক রাখে ও শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হরিতকী গুঁড়া গরম পানি দিয়ে রাতে পান করুন।

পলাশ বীজ– পলাশ ফুলের বীজও অ্যান্টি ব্যাকটেরিয়াল ভেষজ। প্রাপ্তবয়স্করা ছোট চামচে এক চামচ করে দিনে দু'বার খেলে উপকার মিলবে। পেটের যে কোনও ইনফেকশন বা ডায়েরিয়া প্রতিহত করে।

আদা– আদা খেলেও শরীর গরম থাকে, যা শরীরের জীবাণুকে বিস্তারলাভ করতে দেয় না। শরীরের মেটাবলিজম বা বিপাকক্ষমতা বাড়ায়।

চিতা– চিতাগাছের মূলের শুকনো চূর্ণ উষ্ণ জলে গুলে অথবা জলে ফুটিয়ে খেতে পারেন। এতে পেটের আম বা অতিসার কমে।

আনারস পাতা– এই পাতার নিচের দিকের সাদা অংশ রস করে খেলে পেটের কৃমি বা প্যারাসাইটকে ধ্বংস করে।

কুড়চী ছাল– এই ভেষজে 'কুর্চিন' নামক উপাদান রয়েছে। অ্যামিবিয়েসিস, ব্যাসিলারি ডিসেন্ট্রি বা পেটে আমাশয় হলে তা প্রতিহত করে কুড়চী ছাল। এই ছালের চূর্ণ সেবন করলে কাজ দেবে।
কচি বেল শোকানো এতেও রয়েছে অ্যান্টি-অ্যামিবিক উপাদান। এই বেল শুকিয়ে, চূর্ণ করে খেতে হবে।

মুথাঘাস– এই ঘাসের কন্দ পেটের যে কোনও ইনফেকশনে জন্য মহৌষধ হিসেবে কাজ করবে।

দারুহরিদ্রা– এতে 'বারবেরিন' নামক অ্যালকালয়েড রয়েছে। যা পেটের জন্য ভালো। সর্বসংক্রমণ তাড়াতে যা থেকে পারেন।

হলুদ– এতে অ্যান্টি ফাংগাল ও অ্যান্টি প্যারাসাইটিক উপাদান 'কার্কিউমিন' রয়েছে। যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও রক্তকে পরিশুদ্ধ করে।

আমলকি–পেটের রোগ কমাতে কাজ করে। যে কোনও ধরনের ক্রনিক ইনফেকশনকে প্রতিহত করে।
আদ্রক শুকনো (শুকনো আদা)– এর গুঁড়ো দিয়ে ফোটানো পানি অ্যান্টিবায়োটিক গুণ সমৃদ্ধ। সকল সংক্রমণ রোধক ও নাশক।

ঘরে-বাইরে সহজলভ্য নিম। অপরিসীম রোগপ্রতিরোধ ক্ষমতায় সমৃদ্ধ। গাছের পাতা, ছাল কিংবা ফল, সব কিছুতেই ঔষধি গুণ বর্তমান। ত্বক, দাঁতের সংক্রমণকে বাগে আনে পাশাপাশি শরীরের অন্যান্য ব্যাকটিরিয়া বা ভাইরাসকেও প্রতিহত করে নিমপাতা। রোজ খান। রক্তকেও পরিশুদ্ধ করে ভিতর থেকে শরীরকে সুস্থ রাখুন। সব বয়সেরই ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের পাশে থাকুন।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post আপনার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াবে যেসব ভেষজ উপাদান। appeared first on Trickbd.com.

পুরাতন বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার আগে

Posted:

অনেক সময় আমাদের আর্থিক সমস্যা বা অন্য কোনো সমস্যার কারণে নতুন ফোন কেনা সম্ভব হয়না। কিন্তু প্রযুক্তির এই যুগে সকলের সাথে তাল মিলিয়ে চলতে স্মার্টফোন না হলেই নয়। তাই আমরা অনেক সময় পুরাতন বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনে থাকি। পুরাতন বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার জন্য অনেক মার্কেটপ্লেস রয়েছে।

এখন আপনি যদি কোনো পুরাতন বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনতে চান তাহলে আপনাকে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। না হলে হতে পারেন চরম ক্ষতির সম্মুখীন। আপনি যাতে পুরাতন বা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে ক্ষতির সম্মুখীন না হন তার জন্য আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন।

পুরাতন বা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

পুরাতন বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন যেমন কম খরচে আপনার প্রযুক্তি ব্যবহারের সাদ মিটাবে পাশাপাশি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে ঠকে যাওয়ার নজির ও রয়েছে অনেক। তাই পুরাতন বা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে অবশ্যই নিচে বর্ণিত বিষয়গুলো ভালোভাবে দেখে নিবেন।

ফোনটি চোরাই ফোন কিনা

পুরাতন বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার আগে এ বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে যাচাই করবেন। খেয়াল রাখবেন কেউ যেন আপনাকে চোরাই বা নকল স্মার্টফোন ধরিয়ে দিতে না পারে। সেক্ষেত্রে হয়তো আপনি পরবর্তীতে চরম হয়রানির সম্মুখীন হতে পারেন।

তাই আমি বলবো আপনি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার সময় অবশ্যই বক্স সহ কিনবেন। আর সেই সাথে বিক্রেতা যে দোকান থেকে স্মার্টফোনটি কিনেছে সেই দোকানের রশিদ থাকলে তো কথাই নেই।

ফোনের ওয়ারেন্টি আছে কিনা

পুরাতন বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার সময় অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিবেচনার দিক হচ্ছে ফোনটির ওয়ারেন্টি আছে কিনা। আর কোথা থেকে ওয়ারেন্টি পাবেন? বাংলাদেশ ওয়ারেন্টি এভেলেবেল কিনা? সকল বিষয় বিক্রেতার কাছ থেকে জেনে নিবেন। আর হ্যাঁ মনে করে অবশ্যই ওয়ারেন্টি কার্ডটি নিয়ে নিবেন। আর যদি সম্ভব হয় তাহলে‌ বিক্রেতার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করে রাখবেন।

সফটওয়্যার টেস্ট

পুরাতন বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার সময় ফোনটির সফটওয়ারের কোন সীমাবদ্ধতা আছে কিনা তা অবশ্যই খেয়াল রাখবেন। অনেক সময় দেখা যায় পুরাতন বা সেকেন্ড হ্যান্ড ফোন রুট করা থাকে। আবার রুট করা থাকলে ওয়ারেন্টি থাকলেও কোম্পানিগুলো ওয়ারেন্টি দেয় না। তাই অবশ্যই চেক করবেন আপনি যে ফোনটি কিনতে চাচ্ছেন সেটি রুট করা কিনা। এবং যদি রুট করা থাকে তাহলে কম্পানি ওয়ারেন্টি দেবে কিনা।

প্লে স্টোরে রুট চেকার নামে অনেক অ্যাপস পাবেন যার মধ্য থেকে যে কোন একটি ইন্সটল করে চেক করে নিতে পারবেন।

হার্ডওয়ার জনিত সমস্যা

অনেক সময় দেখা যায় পুরাতন বা সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রয় এর অন্যতম কারণ হয় হার্ডওয়্যারের সমস্যা। অনেক সময় ফোন দেখতে বাহির থেকে সম্পূর্ণ ঠিক লাগলেও দেখা যায় পড়ে যাওয়া বা অন্য কোন কারণে ফোনের বিভিন্ন হার্ডওয়ার কাজ করা বন্ধ করে দেয়। তাই শুধু দেখতে ভালো হলেই হবেনা এর সব হার্ডওয়ার ঠিকভাবে কাজ করছে কিনা সে বিষয়টিও ভালোভাবে চেক করতে হবে।

অনেক সময় দেখা যায় ফোনের সক থাকে। তাই ফোনের অনেক ধরনের হার্ডওয়ার যেমন ক্যামেরা সেন্সর, ব্লুটুথ সেন্সর বা ওয়াইফাই কাজ করে না।আপনি প্লে স্টোরে গিয়ে হার্ডওয়ার যে কার নামে অনেক অ্যাপস পাবেন যার থেকে যেকোন একটি ডাউনলোড করে চেক করে নিতে পারবেন।

ফোনটি সার্ভিসিং করা হয়েছে কিনা

পুরাতন বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার আগে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোনটি সার্ভিসিং করা হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় পুরাতন বা সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রেতা ফোনটিকে সার্ভিসিং করাতে করাতে হাঁপিয়ে ওঠেন। তাই তিনি কোন ফোনটিকে বিক্রি করতে চান।

আমার নিজস্ব মতামত হল সার্ভিসিং করা ফোন থেকে কমপক্ষে তিন হাত দূরে থাকবেন। কেননা আপনি কখনোই সার্ভিসিং করানো ফোন চালিয়ে মজা পাবেন না।

ব্যাটারী অরিজিনাল কিনা

পুরাতন ফোন বিক্রির অন্যতম কারণ হতে পারে ফোনের ব্যাটারি ভালো ব্যাকআপ দেয় না। তাই পুরাতন ফোন কেনার আগে অবশ্যই ফোনটির ব্যাটারি চেক করে নিবেন। অফিশিয়াল ব্যাটারি আছে কিনা সে বিষয়টিও চেক করে নিবেন।

ফোনটি কার কাছ থেকে কিনছেন

এবার আসি আসল কথায়। পুরাতন বা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় অবশ্যই নিজের চেনা জানা কারো কাছ থেকে কেনার চেষ্টা করবেন। যাতে পরবর্তীতে হয়রানির শিকার না হতে হয়। আর অনলাইন থেকে কেনার ক্ষেত্রে অবশ্যই বিক্রেতার সাথে দেখা করুন।

শেষ কথাঃ

আপনি যদি একটি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনতে চান তাহলে অবশ্যই উপরে আলোচিত বিষয়গুলো খুব মনোযোগ সহকারে বারবার পড়ে নিশ্চিত হয়ে একটি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনতে পারেন। তবে সব শেষ বলছি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন না কেনাই ভালো। যথাসম্ভব চেষ্টা করবেন নিজের বাজেটের মধ্যে খুব ভালো না হলেও মোটামুটি একটি নতুন স্মার্টফোন কেনার।

আমার ইউটিউব চ্যানেল পোস্টটি ভালো লাগলে অবশ্যই ঘুরে আসবেন।

The post পুরাতন বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার আগে appeared first on Trickbd.com.

যাদের জন্য রোযা রাখা বাধ্যতামূলক, জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,কাদের জন্য রোযা রাখা বাধ্যতামূলক তার বিস্তারিত। মুসলিম হলেই যে রোযা রাখা বাধ্যতামূলক তা কিন্তু নয়। রমযান মাসে রোযা রাখা ফরয।কিন্তু সব মুসলিম নর-নারীর উপর ফরয না। এই পোস্টে আপনারা জানতে পারবেন কাদের উপর রোযা রাখা বাধ্যতামূলক।
রোযা সবার জন্য ই বাধ্যতামূলক না,কিছু শর্ত রয়েছে। এই শর্ত গুলো মেনে রোযা রাখা বাধ্যতামূলক। চলছে পবিত্র রমযান মাস, এই রমযান মাসে আমাদের রোযা রাখতে হবে ও নামায পড়তে হবে। কথা না বাড়িয়ে শুরু করা যাক, কাদের জন্য রোযা বাধ্যতামূলকঃ

১) মুসলমান হতে হবে,কোনো অমুসলিমদের জন্য রোযা বাধ্যতামূলক না।

২) কেউ যদি রোযা ফরয হয়েছে কিনা না জেনে রোযা না রাখে।তবে সে দোষী হবে না।তবে ফরয হয়েছে রোযা এটা জানার পর তার রোযা রাখা বাধ্যতামূলক।

৩) রমযান মাসে কোনো ব্যাক্ত যদি মারা যায়,তবে অবশিষ্ট রোয়া রাখার হুকুম নেই।এছাড়া ও আত্মীয়দের পক্ষ থেকেও মৃত ব্যাক্তির রোয়া রাখার ও হুকুম নেই।

৪) অনেকে আছে মাঝে মাঝে পাগল হয়ে যায় ও আবার মাঝে মাঝে ভাল হয়ে যায়। তবে যখন ভাল থাকে, তখন রোযা রাখা বাধ্যতামূলক।

৫) রমযান মাসে দিনে যদি কোনো ছেলে বা মেয়ে প্রাপ্ত বয়স্ক হয়ে যায়।

৬) রমযান মাসে দিনের বেলায় যদি কোনো প্রাপ্ত বয়স্ক অমুসলিম ধর্মের লোক ইসলাম গ্রহন করে থাকে,সে সময় তার জন্য রোযা রাখা বাধ্যতামূলক।

৭) নারীদের ঋতুস্রাব চলাকালে রোয়া রাখা বাধ্যতামূলক না।কারন এই সময় মেয়েরা অপবিত্র থাকে। তাই মেয়েদের মাসিক, ঋতুস্রাব এর সময় রোযা বাধ্যতামূলক না।

৮) শারীরিক সুস্থ ও রোযা রাখার মতো হতে হবে।কোনো ব্যাক্তি যদি অসুস্থ থাকে, তবে তাদের জন্য রোযা রাখার বিধান রয়েছে। কেউ যদি রোযা রাখার মতো পরিস্থিতিতে না থাকে,তবে সে রোযা পরে রাখা যাবে।

৯) কেউ যদি সফরে বের না হয়, তবে তার জন্য রোযা রাখা বাধ্যতামূলক। আবার কেউ যদি দীর্ঘ সময়ের জন্য সফরে বের হন তার জন্য রোযা রাখার নিয়ম হলো,সে ব্যাক্তি অন্য সময় সে রোয়া রাখবে। মানে রোযা শেষ হয়ে গেলে অন্যদিন সে রোয়া রাখবে।

১০) রোযা বাধ্যতামূলক তাদের জন্য যাদের প্রাপ্ত বয়স হয়েছে। মুসলমান কোনো ছেলে বা মেয়ের বয়স যখন ৭ বছর হয়,তখন থেকে তাদের রোযা রাখার ব্যাপারে উৎসাহ দিতে হবে।

মহান আল্লাহ আমাদের রমযান এর সব দিক মেনে রোযা রাখার তৌফিক দান করুন,আমিন।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post যাদের জন্য রোযা রাখা বাধ্যতামূলক, জেনে নিন। appeared first on Trickbd.com.

The Promised Neverland এনিমে বাংলা রিভিউ সাথে থাকছে ডাউনলোড লিংক

Posted:

The Promised Neverland এনিমে রিভিউ



DETAILS

Name:Yakusoku No Neverland (The Promised Neverland)
Writer: Kaiu Shirai
Genre:Horror, Mystery, Sci-Fi, Shounen
Episodes:23
Duration:20-24 Minutes
Language: Japanese, English
Original Run: 2019-2021
Rating: 8.6/10



BANGLA REVIEW

SPOILER ALERT

গ্রেস ফিল্ড হাউসে, এতিমদের জীবন আর ভাল হতে পারে না! যদিও তাদের কোন বাবা-মা নেই, অন্য বাচ্চাদের সাথে এবং তাদের যত্ন নেওয়ার জন্য এক ধরণের দয়ালু মা আছে”, তারা একটি বড়, সুখী পরিবার গঠন করে।
কোনও শিশুকে কখনই অগ্রাহ্য করা হয় না, বিশেষত যেহেতু তারা সবাই ১২ বছর বয়সে গৃহীত হয় তাদের দৈনন্দিন জীবনে কঠোর পরীক্ষার সাথে জড়িত থাকে, তবে পরে তাদের বাইরে খেলার অনুমতি দেওয়া হয়। তাদের একটি মাত্র নিয়ম মেনে চলতে হবে: এতিমখানা ছেড়ে যাবে না।
তবে একদিন, দু’জন শীর্ষ-স্কোরিং এতিম, এমা এবং নরম্যান, গেটটি পেরিয়ে তাদের পুরো অস্তিত্বের পিছনে যে ভয়াবহ বাস্তবতা তা আবিষ্কার করে: তাদের সবাইকে যে করেই হোক এই এতিমখানা থেকে পালাতে হবে।

কয়েক মাস এর সময় ব্যাবধানে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ অবস্থা এবং তাদের একমাত্র উপায় সবাইকে নিয়ে এতিমখানা থেকে পালানো।

আমি পারসোনালি বললে এই ধরনের এনিমে সহজে খুঁজে পাওয়া যায় না। এইগুলা হল মাস্টারপিস অনেক বছরে একটা আসে। এটি নিয়ে কিছু বলব না শুধু এটুকু বলব প্রথম এপিসোড টি দেখুন এবং কিছুক্ষণ পর আপনি আবিষ্কার করবেন যে, আপনি সিরিজটি শেষ করে বসে আছেন।

The post The Promised Neverland এনিমে বাংলা রিভিউ সাথে থাকছে ডাউনলোড লিংক appeared first on Trickbd.com.

সদর ঘাটের টাইগার (2020) বাংলা ওয়েব সিরিজ রিভিউ এবং সাথে HDRip ডাউনলোড লিংক

Posted:

 

অভিনয়ে  : শ্যামল মাঊলা,ফারহানা হামিদ,অহনা রহমান, হিন্দোল রায়, শাহেদ আলী, উজ্জল মাহমুদ, আমানুল হক হেলাল, কাজল সুবর্ন, শাহজাহান সম্রাট, নীরঞ্জন নীরু

পরিচালক: সুমন আনোয়ার

রেটিং : ৫/১০

নির্মাতাঃ সুমন আনোয়ার।

নির্মাতা প্রতিষ্ঠান:Binge

সময় :১:৩৫:০০ মিনিট (সম্পূর্ণ সিরিজ)

রিভিউ:

এ্যাকশন, থ্রিলার, সাসপেন্স এই তিনের সমন্বয়ে সুমন আনোয়ার নির্মিত ওয়েব সিরিজ সদরঘাটের টাইগার। পুরাণ ঢাকার ক্যাডার পলিটিক্সের ওপর ভিত্তি করে নির্মিত ওয়েব সিরিজটি। যৌনকর্মী লাইলীর প্রেমে পরে জাহাজশ্রমিক টাইগার। টাইগারের প্রেমের প্রস্তাবে সারা দিয়ে লাইলী স্বপ্ন দেখে পতিতার জীবন ছেড়ে টাইগারের সাথে সংসার শুরু করার। ঠিক সেই সময়ে তার খদ্দের এলাকার প্রভাবশালী জাবেদ কমিশনার প্রতিপক্ষের হাতে খুন হন তার সামনেই। সাক্ষী হতে পারেন ভেবে তাকেও তৎক্ষনাৎ খুন করার চেষ্টা করে খুনিচক্র। ততক্ষণে সে পালিয়ে যায় প্রেমিকের কাছে। তাকে হত্যার উদ্দেশ্যে পিছু নেয় প্রতিপক্ষ কালাম কমিশনারের লোকজন। একই ভাবে মামলার প্রধান সাক্ষী হিসেবে লাইলীর পিছু নেয় জাভেদ কমিশনারের লোকজন এবং গোয়েন্দা পুলিশের সদস্যরা। এর জের ধরে একের পর এক খুনের ঘটনা ঘটতে থাকে এলাকায়। যার শেষ পরিণতি একসঙ্গে দুজনের মৃত্যু। ওয়েব সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মাওলা এবং লাইলীর ভূমিকায় অভিনয় করেছেন ফারহানা হামিদ।ওয়েব সিরিজটির পরিচালক সুমন আনোয়ার বলেন, মূলত টেলিভিশনের লম্বা সময় একটা লিমিটেড স্পেসের গল্প বলতে বলতে আমরা সবাই আসলে ক্লান্ত। আমি ইট কাঠ শহরের বাইরে আপামর বাংলাদেশের একটা রুরাল গল্প নিয়ে বহুবার দর্শকের সামনে হাজির হয়েছি দর্শকও গল্পকে ভালোবেসে একাত্ম হয়েছে আমাদের সাথে।তারপরও আমি মুক্তভাবে গল্প বলার স্পেস খুজছিলাম পাশ্চাত্যের মতো।

 

সদরঘাটের টাইগার আনসেন্সরড' গল্প বলার সেই স্পেসটা তৈরি করে দিয়েছে ।এছাড়া ওয়েব সিরিজটিতে আরো অভিনয় করেছেন অহনা রহমান, হিন্দোল রায়, শাহেদ আলী, উজ্জল মাহমুদ, আমানুল হক হেলাল, কাজল সুবর্ন, শাহজাহান সম্রাট, নীরঞ্জন নীরু, ইকতারুল প্রমূখ সম্প্রতি অনলাইন সাইট বিঞ্জএ ওয়েবসিরিজটি প্রকাশ হয়।

সদরঘাটের টাইগার' সিরিজটি নিয়ে অনেকেই সমালোচনা করেছেন
কারণ সিরিজে অতিরিক্ত অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছে । আমি নিজে অনেক ভারতীয় ওয়েব সিরিজ দেখছি। কিন্তু এতোটা অশ্লীল ভাষা ওরা ব্যবহার করে না।তাছাড়া 'সদরঘাটের টাইগার' সুন্দর একটি গল্পে নির্মিত হয়েছে।তবে 'টাইগার' চরিত্রটি ফুটিয়ে তুলতে পারেনি ডিরেকটর । নামের সাথে চরিত্রে মিল রাখতে পারে নি ।আর সিনেমাটোগ্রাফি নিয়ে বরাবরই একটা প্রশ্ন থেকে যাচ্ছে এখানে।

আর একশন সিন গুলোও একদম বাজে ভাবে উপস্থাপন করা হয়েছে।আর ইনডোর সেট গুলো ঠিক থাকলেও বাইরের সেট গুলো আরেকটু গুছিয়ে নিলে ভালো হতো।

আর মূল চরিত্রের অভিনয় গুলো ঠিক ঠাক হলেও অন্যান্য চরিত্র গুলো নিয়ে আরো মনযোগী হলে দর্শক তৃপ্ত হতো।

যারা এখনো দেখেনি তাদের জন্য ডাউনলোড লিংক দিলামঃ
Download In 720P

The post সদর ঘাটের টাইগার (2020) বাংলা ওয়েব সিরিজ রিভিউ এবং সাথে HDRip ডাউনলোড লিংক appeared first on Trickbd.com.

Another এনিমে বাংলা রিভিউ সাথে থাকছে ডাউনলোড লিংক

Posted:

Another এনিমে রিভিউ



DETAILS

Name:Another
Writer: Yukito Ayatsuji
Genre:Mystery, Seinen, Horror, Psychological, Tragedy
Episodes:12
Duration:20-24 Minutes
Language: Japanese, English
Original Run: January 9, 2012-March 27, 2012
Rating: 7.5/10


BANGLA REVIEW

SPOILER ALERT


26 বছর আগে, একটি মধ্য বিদ্যালয়ের তৃতীয় বর্ষের শ্রেণিকক্ষে মিসাকি নামে এক ছাত্রী ছিল। একজন অনার্স স্টুডেন্ট হিসাবে সে খেলাধুলায়ও ভাল ছিল, মনোমুগ্ধকর মেয়েটি সহপাঠীদের কাছে জনপ্রিয় ছিল। যখন সে হঠাৎ মারা গেলেন, তার সহপাঠীরা সিদ্ধান্ত নিয়েছিল যে স্নাতক পর্যন্ত তিনি এখনও বেঁচে আছেন।
তারপরে, 1998 সালের বসন্তে, সাকাকিবারা কৈচি নামে একটি ছেলে সেই শ্রেণিকক্ষে স্থানান্তরিত হয় এবং সে ক্লাসরুমে ভয়ঙ্কর পরিবেশের জন্য সন্দেহজনক হয়ে ওঠে। বিশেষত, মেই মিসাকি নামে একটি সুন্দরী, বিচ্ছিন্ন মেয়ে রয়েছে যে একটি আইপ্যাচ পরে থাকেন এবং সবসময় একাই ছবি আঁকেন।


আমার প্রিয় একটি এনিমে সিরিজ ever. গল্পটি পর্বগুলি Thrilcএবং মোড় দিয়ে পূর্ণ হয়েছে এবং প্রতিটি পর্বে প্লটটিকে আরও & আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রতিটি কোণে গোপনীয়তা এবং রহস্য দ্বারা ভরা, এই এনিমে সম্পূর্ণরূপে এর ভয়াবহ ঘরানার জীবনযাপন করে। এতে হত্যাকাণ্ড ও রক্তপাতের সাথে জড়িত প্রচুর আতঙ্কজনক দৃশ্য রয়েছে, যদি আপনার কেউ যদি এর সাথে ঠিক থাকেন তবে আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আপনি এটি পছন্দ করবেন। এটি পুরো সময় আপনাকে আপনার সিট এ ধরে থাকবে। হরর ও থ্রিলার এনিমে হিসাবে এটি অবশ্যই একটি ১০/১০ এর প্রাপ্য। অন্ধকার ,রহস্যযুক্ত ,অতিপ্রাকৃত ইভেন্টগুলির চারপাশে ব্যক্তিগতভাবে থ্রিলার আমার প্রিয় ধরণের প্লট তাই এটি অবশ্যই আমি দেখেছি ।শীর্ষ 3 অ্যানিম সিরিজগুলির মধ্যে একটি। এটি একটি খুব ভাল লেখা এবং ভাল তৈরি এনিমে। সত্যই আমার কোনও অভিযোগ নেই।

The post Another এনিমে বাংলা রিভিউ সাথে থাকছে ডাউনলোড লিংক appeared first on Trickbd.com.

Google Photos এর মধ্যে অরিজিনাল কোয়ালিটিতে রাখা ডাটাগুলো হাই কুয়ালিটিতে কনভার্ট করুন এবং গুগল ড্রাইভের স্পেইস খালি করুন। (GPhotos Unlimited Backup)

Posted:

Android Tricks By YasirYcs

Tested Device

Device: Poco x3
Miui: 12 (eu)
Android: 10
Root: Yes

১ জুন ২০২১ এর আগ পর্যন্ত গুগল photos এর মধ্যে আনলিমিটেড ছবি এবং ভিডিও ব্যাকআপ রাখতে পারবে। কিন্তু একটি ছোট ভুলের কারণে এই আনলিমিটেড অফার লিমিটেড হতে পারে। এই আনলিমিটেড স্টোরেজ তখনই দেয়া হবে যদি ব্যাকআপ রাখা ছবি গুলো হাই কোয়ালিটি তে রাখা হয় অর্থাৎ একটু কম্প্রেস করে। (পিক্সেল ডিভাইসে অরিজিনাল) কিন্তু যে ভুলের কথা বললাম সেটি হল: যারা ইতিমধ্যে তাদের ডাটা গুলো অরিজিনিলা কোয়ালিটিতে আপলোড করে ফেলেছে তাদের গুগল ড্রাইভে ১৫ জিবি থেকে জায়গা কমে গিয়েছে এবং এইভাবে অরিজিনাল কুয়ালিটি তে রাখতে গেলে একসময় সম্পূর্ন জায়গায় ফুল হয়ে যাবে। কিন্তু চাইলে ব্যাকআপ রাখা ডাটাগুলো কম্প্রেস করে গুগল ড্রাইভে একদম খালি করে ফেলতে পার এবং তুমার ডাটা ও থাকবে জায়গা ও থাকবে।

GPhotos Original To High Quality

  • ধাপ-১ঃ
    প্রথমেই Photos Link এ যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজার ইউজ করলে ভালো সুবিধা পাবে।
  • ধাপ-২ঃ
    একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবে Setting নামক একটি বাটন আছে সেখানে ক্লিক করো।
  • ধাপ-৩ঃ
    তারপর একটি পেজ ওপেন হবে এবং সেখানে দেখতে পাবে Recover নামে একটি বাটন এটি স্টোরেজ এর পাশে। এই অপশনটি শুধু তারাই দেখতে পারবে যারা তাদের গুগল Photos এ অরিজিনাল কোয়ালিটি তে ছবির ব্যাকআপ রেখেছিল।
  • ধাপ-৪ঃ
    Recover ক্লিক করে কম্প্রেস দিলে ছবি,ভিডিও কম্প্রেস হওয়া শুরু হবে এবং এটি অটোমেটিক অনলাইনে কাজ করে নিবে, তুমাকে আর কিছু করতে হবে না।
  • ধাপ-৫ঃ
    ছবির সাইজ ১৬ মেগা পিক্সেল এবং ভিডিও ১০৮০ পিক্সেল এ কনভার্ট হবে যদি এর চেয়ে বেশি রেজুলেশনের এর হয়ে থাকে।
  • ধাপ-৬ঃ
    এই কাজটি শুধুমাত্র একবার করা যাবে ২৪ ঘণ্টার মধ্যে। একবার কম্পপ্রেস করলে একসাথে সব ছবি কম্প্রেস হয় না আমার ২-৩ জিবি কম্প্রেস হয়ে স্টপ হয়ে গিয়েছে, অর্থাৎ এই কাজটি সিরিয়ালি ২-৩ দিন করতে হবে যদি স্টোরেজ একদম ফুল থাকে (১৫জিবি)

The post Google Photos এর মধ্যে অরিজিনাল কোয়ালিটিতে রাখা ডাটাগুলো হাই কুয়ালিটিতে কনভার্ট করুন এবং গুগল ড্রাইভের স্পেইস খালি করুন। (GPhotos Unlimited Backup) appeared first on Trickbd.com.

লকডাউনে অবসর বসে আছেন? আপনার অবসর আর বোরিং টাইমের ফাকে কামিয়ে নিন প্রতিমাসে ২৪০০-১২০০০ টাকা। পেমেন্ট কয়েনবেজ টু বিকাশ/রকেট।

Posted:

আসসালামু আলাইকুম, ট্রিকবিডির সকল সদস্যদের জানাই পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি এই রমজান মাসের ফজিলতে আমাদের উপর বর্তমানে যে মহামারীর প্রকোপ চলছে তা থেকে আল্লাহ তাআলা আমাদের মুক্ত করবেন ইনশাল্লাহ। অবশ্যই আপনারা বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। বের হলে সব সময় মাস্ক পড়ে বের হবেন এবং অবশ্যই দীর্ষ সময় বাইরে কোন জরুরী প্রয়োজন হলে মুভমেন্ট পাস নিয়ে বের হবেন যাতে করে পুলিশের ঝামেলা না পড়েন।

তো এবার আসি মূল প্রসঙ্গে, বর্তমান অবস্থায় আমাদের সবারই অবস্থা শোচনীয়। বাইরে বের হওয়ার চান্স কম। অনেকে বাসায় বসে বসে বোর হচ্ছে। একাকীত্ব কাটাতে আমাদের প্রয়োজন ইন্টারনেট সার্ফ করা আর ইন্টারনেট চালাতে প্রয়োজন প্রচুর মেগাবাইট। তো এমত অবস্থায় আমরা প্রত্যকেই চেষ্টা করি অনলাইন থেকে কিছুটা ইনকাম করতে যাতে করে আমাদের এমবির খরচটা উঠে যায়।

তো আজকে আমি যে সাইটটি নিয়ে আলোচনা করব এটা সম্পর্কে আমরা অনেকেই জানি। এখান থেকে আপনি ক্যাপচা পূরণের মাধ্যমে মোটামোটি কিছু টাকা ইনকাম করতে পারবেন। আমি বলছি না এখান থেকে আপনি বড়লোক হয়ে যেতে পারবেন। কিন্তু এই অবসর সময়ে শুধু বসে বসে সোশাল মিডিয়ায় ঘুরে বেড়ানোর সময় থেকে কিছুটা সময় এটাতে দিলে ইন্টারনেটের খরচ তো উঠবেই সেই সাথে টুকটাক হাত খরচের টাকাও পেয়ে যাবেন।

তো আমাদের আজকের আলোচনার মূলে যে সাইটটি রয়েছে সেটি হচ্ছে বহুল আলোচিত-সমালোচিত ক্যাপচা পূরণ করার পুরাতন সাইট “2Captcha” ।

এটাতে কাজ করতে গেলে আপনাকে ধৈর্য্য ধরে কাজ করতে হবে। প্রথম প্রথম একটু স্লো হতে পারে কিন্তু যখন অভ্যাস হয়ে যাবে তখন দেখবেন দ্রুত কাজ করতে পারবেন এবং ইনকামের পরিমানটাও বাড়তে থাকবে। প্রতিদিন যদি ১০০০ ক্যাপচাও পূরণ করেন তাহলে আপনার ঝুলিতে চলে আসবে ১ ডলার বা ৮০ টাকা, মাসে ২৪০০ টাকা(নাই মামার চেয়ে কানা মামা ভাল)। যদি ২ ডলার করতে পারেন তাহলে মাসে আসবে ৪৮০০ টাকা। এটা তো শুধু বললাম আপনি যদি কেবল শুরু করেন তবে। যারা অভিজ্ঞ রয়েছেন এবং টাইপিংয়ে দক্ষতা রয়েছে তারা সপ্তাহে ৩০-৩৫ ডলার পর্যন্ত করতে পারেন। এতে করে তাদের মাসিক ইনকাম ১২০-১৫০ ডলার পর্যন্ত হয় যা প্রায় ৯৬০০ থেকে ১২০০০ টাকা।

তো এবার আসি একাউন্ট শুরু থেকে কাজ করা এবং উইড্র প্রসেসে………
প্রথমে 2Captcha এর লিংকে যান।
আমার রেফারে যান
রেফার ছাড়া

এবার শুধু স্ক্রিনশুট ফলো করুন।







আপনি চাইলে Recaptcha, hcaptcha পূরণ করে আরও বেশি ইনকাম করতে পারবেন। এজন্য আপনাকে মোবাইল এপে কাজ করতে হবে। নিচের স্ক্রিনশুটগুলো ফলো করুন।






মোবাইল এপে কাজ করতে থাকবেন। আর অবশ্যই কোন ভিপিএন ব্যবহার করবেন না। প্রথম প্রথম স্লো মনে হতে পারে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।

এবার আসা যাক উইথড্রয়ের পালায়। এখানে আপনি মাত্র ২৫ সেন্ট হলে বিটকয়েন ক্যাশ(BCH) এর মাধ্যমে উইথড্র করতে পারবেন। এছাড়া অন্যান্য পেমেন্ট মেথড আছে কোনটাতে ১ ডলার কোনটাতে ৫০ সেন্ট। তাদের ভাষ্যমতে পেমেন্ট পেতে ১-৫ দিন সময় লাগতে পারে। কিন্তু আমি যতবার উইথড্র দিয়েছি মাত্র ১ ঘন্টায় পেমেন্ট পেয়েছি। আর দ্রুত পেমেন্ট পেতে হলে আমি সাজেস্ট করব শনি-রবিবারে উইথড্র দিবেন না। এবার ওয়ালেট সেটাপ আর পেমেন্টের কিছু প্রমান দেখে নিন(যদিও আমরা সবাই জানি পেমেন্ট নিয়ে কোন সন্দেহ নেই)।




টাকা বিকাশে বা রকেটে আনতে অনেক সাইট এবং ফেসবুক পেজ রয়েছে। নির্দ্বিধায় কাজ করতে থাকুন আর কয়েনবেজ একাউন্টে ডলার রিসিভ করুন।

আশা করি পোস্টে এবং স্ক্রিনশুটে এমন কোন তথ্য নেই যেটা দিয়ে দেয়া হয়নি। তবুও যদি কোন কিছুর ঘাটতি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর অনেকদিন পর লিখেছি ভুলভ্রান্তি হলে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না যেন।

ফেসবুকে আমি
সর্বদা ট্রিকবিডির সাথেই থাকুন।

The post লকডাউনে অবসর বসে আছেন? আপনার অবসর আর বোরিং টাইমের ফাকে কামিয়ে নিন প্রতিমাসে ২৪০০-১২০০০ টাকা। পেমেন্ট কয়েনবেজ টু বিকাশ/রকেট। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments