Search box..

Car Desert Race আমার খেলা একটি বাজে গেইমের নেগেটিভ রিভিউ

Car Desert Race আমার খেলা একটি বাজে গেইমের নেগেটিভ রিভিউ


Car Desert Race আমার খেলা একটি বাজে গেইমের নেগেটিভ রিভিউ

Posted:

Game Review



DETAILS

Name:Car Racing- 3D Car Desert Race
Download: 10K
Genre:Puzzle, Single Player, Offline, Online
Language: English
Price: Free
Rating: 3.5/5
Size:40MB

DOWNLOAD LINK

Car Desert Race

অনেকদিন পরে একটু ইউনিক টাইপের গেইম পেলাম। ইউনিক বলতে কিছুটা বাজে টাইপের গেইম। এখানে এত প্রবলেম বলে শেষ করা যাবে না। প্রথমত গেইমের গ্রাফিক্স দেখলে মনে হবে Java ফোনে গেইম খেলেছি যদিও সেটি পুরোনো স্মৃতি তাজা করে দেয়। এই গেইমটির প্রায় জিনিস বাজে লেগেছে। অনেক অকাজের গেইমে ও আসক্ত হওয়ার মত মেটেরিয়াল থাকে তবে এটি যে খেলবে সে বোর হয়ে যাবে ১০০ পার্সেন্ট।

GAME MODES

এখানে কোনো মোড নেই ভাই শুধু আছেই ৩ টি লেভেল😑 যা অফলাইনে খেলবেন।

CONTROLS

অন্য সব রেসিং গেইমের মত এখানে আছে ৩ টি বাটন একটি ব্রেক অপরটি acceleration এবং ৩ নাম্বারটি হল wheel 😒

GAME GRAPHICS

প্রথমেই বলেছি গেমটি high graphics এ একদম বাজে। মনে হচ্ছিল যেন জাভা ফোনের গেইম। রাস্তার মাঝখানে পাহাড় ঢুকে যাচ্ছিল। রাস্তা, পাহাড় এইসব এর কিনারা ঘষামাজা অর্থাৎ স্মুথ না একদম।


GAME UI

এর Ui থেকে শুরু করে সবকিছু ইউজার ফ্রেন্ডলি বলে মনে হয়েছে আমার কাছে। একদম সিম্পল শুধু ক্লিক আর ক্লিক দিবেন।

PROS & CONS

এই গেইমের মধ্যে তেমন মজার কিছু দেখতে পেলাম না। প্রথমত প্রতিটি অর্থাৎ যে ৩ টি লেভেল আছে সেগুলো অনেক বড় বড় এবং দেখতে খেলতে বোরিং লাগে। সাউন্ড ইফেক্ট যা আছে সেটিও তেমন ভাল লাগে নি। গ্রাফিক্স বাজে, এবং একটি মজার ব্যাপার দেখলাম সিপিইউ নিয়ন্ত্রিত যে গাড়িগুলো আছে যা আমার সাথে রেইসে পার্টিসিপেট করে সেগুলো মাতালের মত গাড়ী চালায়🤣। অর্থাৎ রাস্তার ঠিক উল্টো দিকে গাড়ী চালানো শুরু করে তারা এই সব কারণেই গেইমটির এই অবস্থা, এর রেটিং দেখেন।

Tested Device

Device: Poco x3
Android: 10
Root: Rooted (Magisk)
Magisk: Latest Rom: DotOs


SCREENSHOTS

The post Car Desert Race আমার খেলা একটি বাজে গেইমের নেগেটিভ রিভিউ appeared first on Trickbd.com.

আপনি যদি গেইমার হয়ে থাকেন তবে Red Ball Balance এই গেইম টি আপনার জন্যে

Posted:

Game Review



DETAILS

Name:Red Ball Balance
Download: 50K
Genre:Puzzle, Single Player, Offline
Language: English
Price: Free
Rating: 3.9/5
Size:44MB

DOWNLOAD LINK

Red Ball Balance

অনেকদিন পরে একটু ইউনিক টাইপের গেইম পেলাম। আপনি যদি গেইমের হয়ে থাকেন তবে এই গেমটি আপনার জন্য। আমি জীবনে অনেক গেইম খেলেছি এবং তার মধ্যে বেশিরভাগ গেইম ই আসক্তিকর। এই গেমটি কোনো বেতিক্রম নয়। এই গেমটি ইউনিক বলা কারন হল আপনার সকল গেইমে ২ টি মোড থাকে কমপ্লিট the level এবং এটি করার সময় ২ টি কাজ হতে পারে fail অথবা pass. আপনি ফেইল হলে আপনাকে রিস্টার্ট করতে হয় গেমটি না হয় চেকপয়েন্ট থেকে কন্টিনিউ করতে হয়। কিন্তু এই গেইমে আপনি যদি ফেইল হন তবে থাকছে একটি রিওয়াইন্ড বাটন যার সাহায্যে টাইম রীওয়াইন্ড করে মত আপনার রেকর্ড করা গেইম টি রিয়াইন্ড হবে যা দেখতে খুব ভাল লাগে।


GAME MODES

এখানে অফলাইন মোডের পাশাপাশি অনলাইন মোড আছে, আছে ফ্রেন্ডের সাথে খেলার অপশন এবং অনলাইনে রেন্ডম মানুষের সাথে খেলার অপশন।

CONTROLS

এখানে ৩ টি কন্ট্রোল বাটন থাকছে একটি দিয়ে বল কন্ট্রোল করে। অপরটি হল Jump বাটন এবং ৩ নাম্বারটি হল angle অর্থাৎ বলটি আপনার সাপেক্ষে কেমন দেখাবে তা। এখানে একটি চতুর্থ বাটন আছে যেটি আসবে আপনি গেইম হারলে যা হল rewind বাটন।


GAME GRAPHICS

গেমটি ৩ডি এবং এর সাইজ অনুযায়ী গ্রাফিক্স মুটামুটি ভালই বলা চলে তবে আরো প্রিমিয়াম করা যেত চাইলে।


GAME UI

এর Ui থেকে শুরু করে সবকিছু ইউজার ফ্রেন্ডলি বলে মনে হয়েছে আমার কাছে। ভাল লেগেছে কিছুটা ট্রান্সপারেন্ট ডিজাইন। তবে আরো ভাল করা যায় বলে আশা রাখছি।

PROS & CONS

এখানে আরেকটি ভাল ফিচার আছে তা হল গেইম ক্রিয়েটর অর্থাৎ আপনি নিজের লেভেল নিজে বানিয়ে সেটি আপলোড করতে পারবেন যা নিজে খেলার পাশাপাশি অন্যরাও খেলতে পারবে যা খুবই ভাল।

Tested Device

Device: Poco x3
Android: 10
Root: Rooted (Magisk)
Magisk: Latest Rom: DotOs


SCREENSHOTS

The post আপনি যদি গেইমার হয়ে থাকেন তবে Red Ball Balance এই গেইম টি আপনার জন্যে appeared first on Trickbd.com.

এই ৭ টি গুনের মাধ্যমে সবার মধ্যে সেরা হয়ে উঠতে পারবেন। Qualities of The Greatest Persons

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

এই৭ টি গুনের মাধ্যমে সবার মধ্যে সেরা হয়ে উঠতে পারবেন।

সবার কাছে সেরা হওয়া মানে সব কাজ সবার প্রথমে শেষ করা। সব পরীক্ষায় প্রথম হওয়া তা কিন্তু নয়। সবার কাছে সেরা হওয়া মানে সবার কাছে নিজেকে গ্রহণযোগ্য করা।সকলে যেন আপনাকে নিয়ে গর্ব বোধ করে। আপনাকে নিয়ে অনেক ভরসা করে। আর কোন এক্সাম্পল হিসাবে সবাই যেন আপনাকে তুলে ধরে। সেটাই হলো সবার কাছে গ্রহণযোগ্য হওয়া।

এর জন্য অবশ্যই আপনার মধ্যে কিছু বিশেষ কোয়ালিটি থাকার প্রয়োজন আর আপনি যদি অলরেডি সবার কাছে সেরা হন। তাহলেও দেখবেন কোন কোন বিশেষ কোয়ালিটির জন্য আপনি সেরা। আর এ রকমই সাতটি স্পেশাল কোয়ালিটি নিয়েই আমাদের আজকের এই আর্টিকেল। চলুন আজকের আর্টিকেলটি শুরু করা যাক।

১.যোগ্যতাঃ কোন গাছ যতই সুন্দর হোকনা কেন তার ফল যদি ভালো না হয় তাহলে কেউ তাকে পছন্দ করবে না। আর ঠিক একি ভাবে মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে নয় তার কর্ম যোগ্যতা দেখে তাকে বিচার করা হয়। কোন কাজে আপনার নিপুণতা আপনার দক্ষতা সেই কাজের প্রতি আপনাকে আরও দক্ষ করে তোলে। মানুষ আপনার থেকে আপনার যোগ্যতাকেই বেশি পছন্দ করে। অর্থাৎ আমাদের কর্মই হলো আমাদের পরিচয়।

২.বিশ্বাস অর্জনঃ বিশ্বাস এমন একটা জিনিস যা হারিয়ে গেলে আর পাওয়া যায় না। আর আপনি আপনার কাজ ও দক্ষতার দাঁড়া সকলের মনের বিশ্বাস যেটা ধীরে ধীরে আপনার প্রতি গড়ে উঠেছে সেটাকে বজায় রাখুন। যাতে সবাই আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। আর এর জন্য অবশ্যই আপনাকে সৎ ও নিষ্ঠাবান হতেই হবে। তাহলে আপনি সুন্দরভাবে সকলের মন জয় করতে পারবেন না।

৩.সাহসঃ ভীতু মানুষরা একটু বেশিই আত্মমর্যাদাহীন হয়ে থাকে তাই বলে বেশি সাহস ভালো না। এন্ড কোন কাজে ভয় পেয়ে পিছিয়ে আসলে চলবে না সাহস করে তার মোকাবিলা করতে হবে। তবেই সবাই আপনাকে বেশি গুরুত্ব দেবে।

৪. দয়াশীলতাঃ সবাই মহৎ মানুষের পছন্দ করে আর আপনার মনে যদি এই গুণটি থেকে থাকে তাহলে আপনি একটি সুন্দর মনের মানুষ। আর আপনার এই সুন্দর স্বভাবের জন্য আপনি সকলের কাছে মনের মানুষ হয়ে উঠবেন।

৫. ক্ষমাশীলতাঃ ক্ষমাশীলতা মানুষের একটি সুন্দর দিক আপনি সেই মানুষকে কখনোই ভুলবেন না যে আপনার অনেক বড় কোন ভুল কেউ ক্ষমা করে দিয়েছেন। আর আপনি যদি ক্ষমাশীল হন তাহলে খুব সহজেই সবার সঙ্গে মিশতে পারবেনা।

৬. মাথা ঠান্ডা রাখাঃ আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে কোন কাজ করতে গিয়ে মাথা গরম হয়ে ধৈর্য হারিয়ে কাজটি ছেড়ে দিতে হয়। আর এখানেই বাজিমাত করে দেয় মাথা ঠান্ডা রাখা মানুষগুলো। এরা খুব সহজেই মানুষের নজর কাড়তে পারে।এবং মানুষের প্রিয় পাত্র হয়ে ওঠেন।

৭.মানুষকে সাহায্য করাঃ স্বার্থপর মানুষকে কেউ পছন্দ করে না। আমরা সাধারণত সেই সমস্ত মানুষকে এড়িয়ে চলি যারা আমাদের কোন কাজেই আসে না। এবং অবশ্যই আপনাকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হবে। অন্যের বিপদে তার কাঁধে হাত রাখতে হবে আর সেটা ও সবার কাছে প্রিয় হওয়ার জন্য নয় একজন সত্তিকারের ভালো মানুষ হওয়ার জন্য।

আর একজন ভালো মানুষ অবশ্যই সকলের প্রিয় পাত্র হয়ে থাকেন। তবে হ্যাঁ সবার কাছে সেরা হওয়া মানে এই নয় যে আপনাকে সবার মন জুগিয়ে চলতে হবে। সবার মন জুগিয়ে চলতে গেলে আপনি কখনই আপনার জীবনের নিজের মত করে বাঁচতে পারবেন না। অন্যের হাতের খেলনা পুতুলের মতো বাঁচতে হবে আপনাকে। আর আমরা এটাই করি সবার মন জুগিয়ে চলতে গিয়ে নিজের সত্তা হারিয়ে ফেলি। তাই কখনো এই ভুল করবেন না। নিজের সত্তাকে হারাবেন না।

Trickbd তে অনেকেই পোস্ট কতে চান কিন্তু করতে পারছেন না। আপনারা Shoptips24.Com ওয়েবসাইটে পোস্ট করতে পারেন।এখানে একাউন্ট করলেই author।এখানে প্রতি পোস্টের জন্য ৫-৫০ টাকা পর্যন্ত দেওয়া হয়।পোস্টের মানের উপর ভিত্তি করে। Shoptips24.Com

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post এই ৭ টি গুনের মাধ্যমে সবার মধ্যে সেরা হয়ে উঠতে পারবেন। Qualities of The Greatest Persons appeared first on Trickbd.com.

ক্যারিয়ার গঠনে কি কি গুণ ও দক্ষতা প্রয়োজন

Posted:

ছাত্রজীবনে প্রত্যেকেরই স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে আদর্শ ক্যারিয়ার গঠনের । কিন্তু সঠিক পরিকল্পনা ও পূর্বপ্রস্তুতির অভাবে অনেকেরই সে স্বপ্ন পূরণ হয়না । তাই সুষ্ঠু পরিকল্পনা অনুযায়ী নিজেকে গড়ে তোলার জন্য ছাত্রজীবন থেকেই প্রস্তুতি নেওয়া আবশ্যক । এ প্রস্তুতি গ্রহণের কিছু কার্যকরী উপায় নিচে উল্লেখ করা হলো………

১। নিজেকে নিয়ে গবেষণাঃ

ছাত্র জীবন থেকেই নিজেকে নিয়ে গবেষণা করতে হবে । আপনি কি হতে চান? কি ধরনের কাজ করতে চান? ইত্যাদি প্রশ্নের উত্তরগুলো ক্যারিয়ার গঠনের শুরুতেই খুঁজতে হবে এবং সে অনুসারে পরিকল্পনা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ।

২। সফল মানুষদের জীবন থেকে শিক্ষা নেয়াঃ

সফল মানুষদের অনেকেই অত্যন্ত দুঃখ কষ্ট সহ্য করে বড় হয়েছেন । তারা সফল হতে জীবনকে নির্দিষ্ট নিয়মে পরিচালিত করেছেন । তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে ক্যারিয়ার গঠনের পরিকল্পনা তৈরিতে সচেষ্ট হতে হবে ।

৩।অভিজ্ঞদের পরামর্শ নিতে হবেঃ

সঠিক ক্যারিয়ার নির্বাচন করতে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের শরণাপন্ন হতে হবে । একজন অভিজ্ঞ মানুষ আপনার ক্যারিয়ার ভাবনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করতে পারে ।

৪। ক্যারিয়ার বিবেচনায় রেখে পড়াশোনার বিষয় নির্ধারণঃ

ভবিষ্যৎ বাস্তবতা ও মনের চাওয়ার সাথে সমন্বয় করে পড়াশোনার বিষয় নির্ধারণ করতে হবে । বাস্তবে দেখা যায়, এভাবে ভেবে যারা ক্যারিয়ার গঠনের পথে হেঁটেছেন, তাদের সফলতার হার অন্যদের চাইতে অনেক বেশি ।

৫। মানসিকভাবে প্রস্তুতি নেয়াঃ

ক্যারিয়ার গঠনের জন্য ছাত্রজীবন থেকেই প্রস্তুতি নিতে হবে । দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না । ধৈর্য নিয়ে এ সময় থেকেই জীবনযুদ্ধে লড়তে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে মানসিক প্রস্তুতি নিতে হবে ।

৬। কৌশলী হতে হবেঃ

ক্যারিয়ার গঠনে সফল হতে কৌশলী হতে হবে । সময়ের সাথে সাথে কৌশলী হবার উপায় গুলো আয়ত্ত করতে হবে । অজানা বিষয় গুলো বিভিন্ন মাধ্যম থেকে জেনে নিতে হবে ।

৭। ভয়কে কাটিয়ে ওঠাঃ

শিক্ষা জীবন থেকে অনেকের মনে নানা ভয় কাজ করে । তাছাড়া আর্থিক অসচ্ছলতা, সামাজিক পরিচয় ইত্যাদির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে । দৃঢ়প্রত্যয়ী হতে হবে, ভয়কে জয় করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে হবে ।

৮। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ-এ যুক্ত থাকাঃ

এক্সট্রা কারিকুলার বা সহ শিক্ষা গ্রহণ এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস-এ যুক্ত থাকার চেষ্টা করতে হবে । নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে । একাডেমিক শিক্ষার পাশাপাশি জ্ঞানের গুরুত্বপূর্ণ শাখায় বিচরণ করতে হবে ।

৯। নিজেকে স্মার্ট করে গড়ে তোলাঃ

ছাত্রজীবন থেকেই নিজেকে স্মার্ট করে গড়ে তুলতে হবে । ভাষাগত জ্ঞান, কথা বলার মার্জিত ভঙ্গি, যুগোপযোগী পোষাক-পরিচ্ছদ পরিধানে সচেতন হতে হবে । এছাড়া ইংরেজি ও তথ্য প্রযুক্তিতে নিজেকে দক্ষ করে তুলতে হবে ।

১০।কাজের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়াঃ

নিজের দক্ষতা বাড়াতে হলে আগে নিজের দূর্বলতা গুলো খুজে বের করতে হবে । দক্ষতা বাড়ানোর কৌশল জেনে নিতে হবে এবং প্রতিদিনকার কাজে বিশ্লেষণী ক্ষমতা প্রয়োগ করতে হবে ।

বিখ্যাত ব্রাজিলীয় ঐতিহাসিক ও গীতিকার পাওলো কোয়েলহো পর্তুগিজ ভাষায় লিখিত তার জনপ্রিয় রুপধর্মী উপন্যাস "দ্য আলকেমিস্ট"-এ (O Alquimista) একজন বালকের গুপ্তধন উদ্ধারের ঘটনা বর্ণনার মধ্য দিয়ে জীবনে সফলতা লাভের কিছু দর্শন অর্থাৎ শিক্ষা তুলে ধরেছেন । সেগুলো হলো…….

১। অজানার ভয়কে জয় করে নতুনকে বরণ করা ।

২। যে কোনো পরিস্থিতিতে সত্যে অটল থাকা ।

৩। কাজের প্রাণ শক্তি বজায় রাখতে একঘেয়েমি দূর করা ।

৪। নিজেকে পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো ।

৫। কল্পনাকে আবদ্ধ না রেখে উন্মুক্ত করা ।

৬। ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখা ।

৭। নিজের বুদ্ধিতে নিজে সিদ্ধান্ত নেয়া ।

৮। শুধু কথা নয়, কার্যসাধনে উদ্যোগী হওয়া ।

৯। সিদ্ধান্ত গ্রহণে স্পষ্টবাদী হওয়া, এবং

১০। অতীত বা ভবিষ্যৎ নয় বর্তমানকে গুরুত্ব দেয়া ।

সঠিক ক্যারিয়ার নির্বাচনের ওপর নির্ভর করে মানুষের ভবিষ্যৎ জীবনের পুর্ণ সফলতা । তাই সঠিক সময়ে সঠিক ক্যারিয়ার গ্রহণের মাধ্যমে জীবনের চলার পথকে মসৃণ, অর্থবহ ও সার্থক করে গড়ে তোলার কোনো বিকল্প নেই ।

The post ক্যারিয়ার গঠনে কি কি গুণ ও দক্ষতা প্রয়োজন appeared first on Trickbd.com.

সাফল্য এবং সফলতা অর্জনের ১০টি উদ্ধৃতি

Posted:

সাফল্য বা সফলতা মূলত কোন আকস্মিক ব্যাপার নয় । সাফল্য ক্রমান্বয়ে অর্জিত মানুষের মৌলিক কিছু গুনাবলীর সমষ্টি । সাফল্যের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম । একজন কৃষকের ছেলের কাছে সাফল্য হতে পারে পড়াশুনা শেষ করে জীবন পরিচালনা করার জন্য নূনতম একটি চাকুরী পাওয়া । কিন্তু অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী একটি পরিবারের সন্তানের কাছে সাফল্য হলো পড়াশুনা শেষ করে  ব্যাবসা করে গাড়ী, বাড়ী ,অঢেল টাকা আয় করা ।

সুতারাং একজনের কাছে যা সাফল্য অন্য জনের কাছে তা ব্যর্থতা । সাফল্যের সার্বজনীন রুপরেখা নির্ণয় করা খুবই কষ্টকর । তবুও সাফল্যের সংজ্ঞা এভাবে দেয়া যেতে পারে …..

"আপনি জীবনে যা চান তা পাওয়াই সাফল্য যদি এ পাওয়ার মাঝেই আপনার সুখ ‍নিহিত থাকে । "

জীবনে যে সকল ব্যাক্তিবর্গ সফলতা পেয়েছেন তাদের ইতিহাস পাঠ করলে দেখা যায় যে অনেক শ্রম, সাধনা, আর অধ্যাবসায়ের মাধ্যমে তারা সাফল্যের শিখরে আরোহন করতে পেরেছে । যে সকল বিষয়বস্তু মানুষকে সফল হতে সাহায্য করে তা নিম্নরুপ :

১ । লক্ষমাত্রাঃ

আপনি যে কাজই করুন না কেন তার প্রত্যেকটি কাজের লক্ষমাত্রা নির্ধারন না করলে আপনি কাংক্ষীত অবস্থানে পৌছুতে পারবেন না । তাই কাজে সফলতা পাবার জন্য আপনাকে অবশ্যই আপনার প্রথমে  কাজের লক্ষমাত্রা নির্ধারন করে নিতে হবে । আর আপনাকে সেই লক্ষমাত্রায় পৌছানোর ইচ্ছাটাও প্রবল রাখতে হবে তবেই আপনি সফলতার দুয়ারে পৌছুতে পারবেন ।

২ । আকাঙ্খাঃ

কোন কিছু লাভের জন্য আপনার ঐকান্তিক আকাঙ্খা থাকতে হবে । আপনি যা পেতে চান তা যদি যুক্তিসঙ্গত হয় এবং পাওয়ার জন্য যথার্থ চেষ্টা করেন তাহলে তা পাওয়া আপনার পক্ষে সম্ভব । তবে চাওয়ার আগ্রহ থাকতে হবে প্রবল ।

৩ । কঠোর পরিশ্রমঃ

দৈবক্রমে সাফল্য পাওয়া যায় না । সাফল্য লাভের জন্য দরকার নিরলস প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম । আমরা অনেকেই আছি জীবনে সফলতা চাই কিন্তু পরিশ্রম করতে রাজী নই । তাই আমরা সফলতার মুখও দেখতে পাই না । কঠোর এবং অতিরিক্ত শ্রম দেওয়ার মানসিকতা থাকলে সাফল্যের ছোঁয়া আপনি স্পর্শ করতে পারবেন ।  অনেক মহৎ প্রতিভা ও কঠোর পরিশ্রর না করার কারনে তা নষ্ট হয়ে যায় । তাই আপনাকে সফলতা পেতে হলে অবশ্যেই কঠোর পরিশ্রম এবং পরিকল্পনা মাফিক কাজ করতে হবে ।

৪ । অঙ্গীকারঃ

সাফল্য ও সমৃদ্ধির জন্য যে কোন কাজের জন্য দরকার অঙ্গীকার । কোন জায়গায় পৌছতে হলে লক্ষহীন ভাবে চললে হবে না কিংবা নোঙ্গরে বাধা থাকলে চলবে না । এর জন্য চাই পরিকল্পনা মাফিক জীনব । খেলোয়াড়েরা যখন মাঠে খেলতে নামে তখন তারা অঙ্গিকার করে জেতার জন্য । তবুও একদল হেরে যায় । এই হেরে যাবার কারন তাদের ক্ষমতা কিংবা দক্ষতার অভাব নয় বরং তাদের অঙ্গীকার বা আবেগের ব্যাপারটি । অঙ্গীকার বা আবেগের ব্যাপারটি খেলোয়াড়দের মনে যতই প্রবল থাকে ততই তারা সফলতার দ্বারপ্রান্তে থাকে । তাই প্রত্যেকটি কাজে থাকতে হবে সঠিক পরিকল্পনা এবং অঙ্গীকারবদ্ধতা ।

৫ । দায়িত্ববোধঃ

জীবনে সফলতা পাবার জন্য দায়িত্বশীল হতে হবে । আপনি দায়িত্ব না নিয়ে প্রচুর বিত্ত বৈভরে মালিক হবেন, নাম-যশ পাবেন এবং সুন্দর জীবন যাপন করবেন তা সম্ভব নয় । সফলতা পাবার জন্য আপনাকে ঝুঁকি নিতে হবে । তবে ঝুকি বা দ্বায়িত্ব নেবার অর্থ এই নয় যে সকল কাজ আপনি একা করবেন কিংবা অপরিকল্পিত সিদ্ধান্ত নিবেন । আপনি দায়িত্ব নিবেন সুবিবেচনা করে এবং আপনার কাজের যাবতীয় সফলতার দিক খুটিনাটি পরিক্ষা করে ।

৬ । চরিত্রঃ

জীবনে যারা প্রতিষ্ঠিত হয়েছেন তাদের প্রতিষ্ঠার পেছনে মূলত তাদের উত্তম চরিত্র কাজ করেছে । যারা চরিত্রবান তারা সবাই পৃথিবীতে স্মরনীয় হয়ে আছেন । উত্তম চরিত্র মুল্যবান রত্নের চেয়েও দামী । এক চরিত্রের গুনাবলি জন্য আপনার জীবনে অনেক কিছুই অর্জন করা সম্ভব । আপনার চরিত্র যদি সুন্দর ও মধুময় হয় তাহলে পৃথিবীর সকল লোক আপনাকে সম্মান জানাতে বাধ্য থাকবে । তাই সফলতা এবং চরিত্র একে অপরের পরিপূরক ।

৭ । আত্ববিশ্বাসঃ

কাজে সাফল্য লাভের জন্য আপনাকে অবশ্যই দৃঢ় বিশ্বাসের অধিকারি হতে হবে । আপনার মনের মাঝে যদি বিশ্বাস থাকে যে আপনি আপনার কজে সফলতা পাবেন তাহলে সেটাই হবে আপনার জীবন পাল্টে যাবার মূল চাবিকাঠি । আত্মবিশ্বাস ব্যতীত কোন কাজেই সফলতা অর্জন করা সম্ভন নয় । তাই হতাশাকে আত্মবিশ্বসে রুপান্তরিত করুন । ইনশাআল্লাহ আপনি অবশ্যই সফল হবেন ।

৮ । অধ্যবসায়ঃ

আপনি জীবনে কি হবেন তা শুধু আপনার বুদ্ধির উপর নির্ভর করে না । নির্ভর করে আপনি কাজটির ব্যাপারে কতটুকু অধ্যবসায়ী তার উপর । প্রতিভা বা শিক্ষা থাকলেই সফল হওয়া যায় না । পৃথিবীতে শিক্ষিত অসফল লোকের অভাব নেই । প্রত্যেক সফল ব্যক্তি তার লক্ষ্যকে স্থির রেখে সামনে অগ্রসর হয়েছেন । জীবন যুদ্ধ নামক ভূমি থেকে তারা পলায়ন করেন নি । জীবন নিয়ে যার যার ক্ষেত্রে সংগ্রাম চালিয়ে সম্মূখ পানে অগ্রসর হয়েছেন এবং ইতিহাস বিজয়ী বীর হিসাবে পরিচিতি পেয়েছেন ।

৯ । শেখার আগ্রহঃ

সাফল্য লাভের অন্যতম প্রধান শর্ত হল নিয়মিত শিক্ষা লাভ বা জ্ঞান অর্জনে নিজেকে ব্যাপৃত রাখা । অনেক জেনে ফেলেছি আর দরকার নেই এই মনোভাব কখনও পোষন করা যাবে না । অন্যের কাছ থেকে শেখার প্রবল আগ্রহ থাকতে হবে । যতদিন বাঁচি ততদিন শিখব এটাই আপনার আদর্শ হওয়া উচিত । মনে রাখবেন শেখার সময় কাল হলো " দোলনা থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত:"।  নিজেকে সব সময় একজন শিক্ষার্থী হিসেবে কল্পনা করতে হবে । যারা সারা জীবন শিখেছে বা শিখতে চেষ্টা করেছে তারাই সকল ক্ষেত্রে সফলতা পেয়েছে ।

১০ । ইতিবাচক মনোভাবঃ

সফলতার জন্য আপনার দরকার সঠিক দৃষ্টিভঙ্গী এবং ইতিবাচক মনোভাব । সমাজে যে যাই বলুক, হাসাহাসি করুক তাতে কিছু যায় আসে না । আপনি চান আপনার  সুখ, সমৃদ্ধি আর সফলতা । এগুলো পাওয়া যায় সঠিক পথ অনুসরন করে । নিজের লক্ষ্যমাত্রাকে ঠিক রেখে । জীবনে আপনি কি চান , কতদিনে চান এ সবের একটি ছক তৈরী করে পরিকল্পনা মাফিক অগ্রসর হোন । এভাবে যখন আপনার দৃষ্টিভঙ্গী একটি নিদৃষ্ট লক্ষ্যের দিকে ক্রমাগত একনিষ্ট ভাবে অগ্রসর হবেন তখনই সফলতা এসে ধরা দিবে আপনার কছে ।

পরিশেষে অতি স্বল্প পরিসরে সফলতার কিছু টিপস্ শেয়ার করলাম আপনাদের সাথে । সফলতা পেতে হলে বিভিন্ন সফল ব্যক্তিদের জিবনী পড়া উচিত । বিশেষ করে আলীবাবা ডট কম এর প্রতিষ্ঠাতা জ্যাক মা এর কথা বলবো । তিনি জিবনে বারবার ব্যার্থ হয়েও তার নিদৃষ্ট লক্ষ্যের কারনে কিভাবে আজ তিনি সফল এবং পৃথিবীর অন্যতম প্রতিষ্ঠিত ব্যাক্তিদের একজন । আর জিবনে সফল হতে হলে নিদৃষ্ট পরিকল্পনা, প্রবল ইচ্ছাশক্তি আর সাহসিকতার সাথে সামনে এগিয়ে যেতে হবে । তবেই আপনি সফল হবেন এবং মানুষের কাছে অনুসরনীয় হয়ে থাকবেন ।

The post সাফল্য এবং সফলতা অর্জনের ১০টি উদ্ধৃতি appeared first on Trickbd.com.

মাত্র ১০ এমবির মধ্যে ম্যাচ এর কাঠির একটি puzzle গেইম, খেলে দেখুন একবার!

Posted:

Game Review



DETAILS

Name:Matches Puzzle Game
Download: 10M
Genre:Puzzle, Single Player, Offline
Language: English
Price: Free
Rating: 4.4/5
Size:10MB

DOWNLOAD LINK

Matches Puzzle Game

আমার দেখা বেস্ট একটি পাজেল গেইম এটি। স্কুলে হয়ত অনেক বন্ধু বান্ধব আপনাকে বলত ৩ টা ম্যাচ দিয়ে ৪ বানিয়ে দেখায় এমন কর তেমন কর। এই গেইমটির কনসেপ্ট ওই একই। এখানে সবচেয়ে মজা হল অনেক গুলো লেভেল আছে যা খেলে শেষ করা যাবে না। আমি প্রথম ৪-৫ টি লেভেল ইজিলি পেরেছি কিন্তু যত গভীরে যাবেন ততই তা কঠিন হতে থাকবে। এক পর্যায়ে হেল্প না নেয়া ছাড়া কোনো উপায় থাকবে না আপনার। এখানে টিপস নামে একটি অপশন আছে সেখানে গেলে দেখিয়ে দিবে কি করতে হবে। এখানে আপনাকে কাঠি যোগ করে বা নিয়ে ফেলে মিশন কমপ্লিট করতে হতে পারে। গেইম টি খুবই মজাদার, খেলে দেখুন না একবার!

Tested Device

Device: Poco x3
Android: 10
Root: Rooted (Magisk)
Magisk: Latest Rom: DotOs


SCREENSHOTS

The post মাত্র ১০ এমবির মধ্যে ম্যাচ এর কাঠির একটি puzzle গেইম, খেলে দেখুন একবার! appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments