Search box..

Ocd /Waswasa রোগের সমাধান।

Ocd /Waswasa রোগের সমাধান।


Ocd /Waswasa রোগের সমাধান।

Posted:

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু,

কেমন আছেন সবাই? জিগেস করলেও কে কেমন আছেন জবাব মেলে না!

যাইহোক, কথাই ফিরে আসি গত পোস্ট এ অসিডি এর লক্ষণ সংক্রান্ত + পরিচিতিমুলক ছিল।
এই পোস্টটিতে ট্রিটমেন্ট এর ব্যাপারে লিখছি ইং শা আল্লাহ।পোস্টটি একটু বড় হয়ে যেতে পারে তবে সমস্যাটি কম বড় নয়।

হতাশার কিছু নাই প্রিয় ভাইয়েরা শুধু ধৈর্য ধরতে হবে কিছু নিয়ম ফলো করে।

আপনার মনে হতে পারে আল্লাহ আপনাকে সাহায্য করছেন না / করবেন না- ধারনা ভুল:- কুরআন পড়ুন। উত্তর টি পেয়ে যাবেন।আল্লাহ সব সমাধান দিয়েই দিয়েছেন শুধু খুজতে হবে ইং শা আল্লাহ।

আল্লাহর উপর খাটিভাবে ভরসা করুন।অন্তরে যা কিছু আশুক না কেন বাদ দিন।আপনি ঐ গুলো ইচ্ছা করে আনছেন না, তাই আপনার শাস্তি নয়। এমনকি, শয়তানের সাথে লড়ার জন্য ভাল টা বোঝার জন্য সাওয়াব ও পেতে পারেন ইং শা আল্লাহ।

সবার অসিডি একরকম নয় তবে সবার সমাধান একটাই। জাস্ট রিজেক্ট = যদি সমাজের সবথেকে খারাপ লোক আপনাকে খারাপ আইডিয়া দেয় শুনবেন? = নাহ,
তবে, শাইত্বনের কথা কেন শুনব। জাত শত্রু আমাদের তার ফিসফিসে কর্ণপাত করে কস্ট পাব কেন?

#মোটিভেশন: আচ্ছা ভাই বলুন তো : দুজন লোক একজন অনিচ্ছায় অন্যের প্রতি মনে খারাপ চিন্তা আচ্ছন্ন হয়ে যায়। তবে সে চেষ্টা করে, এই কথা গুলো/কাজ গুলো না করার।

আরেকজন: ইচ্ছায় করেই কাউকে আশালীন ভাষায় গালাগালি করে, অশান্তি তৈরি করে, মারপিট করে!
কে ভাল? = প্রথম ব্যাক্তি = অসিডি আক্রান্ত রা খারাপ না প্রমানিত হলো।

আল্লাহর ব্যাপারে কুমন্ত্রণা আসলে:আউযুবিল্লাহিমিনাশ শায়ত্বনির রজিম
বলবেন। আমানতুবিল্লাহ পড়বেন।

অন্তরে সন্দেহ: নিশ্চিত থাকুন শয়ত্বন যদি ইসলাম এর ব্যপারে সন্দেহ তৈরি করে এটাও প্রমাণ ইসলাম ঈ সত্য। সন্দেহর বিন্দু পরিমাণ জায়গা নেই।

অজুর ব্যাপারে সন্দেহ: বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন, সবগুলো আদায় করবেন। আল্লাহ চেষ্টা দেখছেন। ভুলে যাওয়ার প্রবনতায় : ভিডিও ক্যামেরা অন করবেন।

নামাজে সন্দেহ: এই বিষয়ে ইউটিউব এ অনেক সমাধান পাবেন।

মুল ট্রিটমেন্ট : খারাপ চিন্তা আসলেই আউযুবিল্লাহিমিনাশ শায়ত্বনির রজিম
বলে এই খারাপ চিন্তা নিয়ে আর ভাববেন না।দেখবেন সমাধান হয়ে যাবে ইং শা আল্লাহ।

আর যদি ওটা ভাবতে থাকেন শয়তান দুর্বলতা পেয়ে যাবে আরো বিভ্রান্তিতে ফেলবে।

আল্লাহর ব্যাপারে, রসুলদের ব্যাপারে কুর আন এর ব্যাপারে কুমন্ত্রণা দেওয়া কি প্রমাণ করে আল্লাহর ওয়াদা সত্য। তাই সন্দেহবাদীদের অন্তর্ভূক্ত হবেন না।

স্বপ্নে নিজেকে হস্তমৈথন+ পর্ণগ্রাফি দেখতে দেখলে: এর জন্য গুনাহ হবে না ঘুমানোর সময় গুনাহ লেখা হয় না। শয়তান এগুলো করছে যাতে আপ্নাকে পাপের দিকে নিয়ে যেতে পারে। আমরা উল্টোটা করব পর্ণগ্রাফির বিরুদ্ধতা করব। সমাজ থেকে দুর করার চেষ্টা করব ইং শা আল্লাহ।অতিরিক্ত পর্ণগ্রাফি আসক্তিতে ওসিডি হওয়ার একটি আশংকা আছে সবার ক্ষেত্রে নয় কারণ – পর্ণ দেখলে শয়তান ঘিরে ধরে, ভাল ফেরেশতা তারা এমন পাপাচার দেখে তার সাথে কিভাবে থাকতে চাইবে? শয়তান /তার সাথে থাকা সহচর শয়তান শক্তিশালী হয় তার উপর তার। নিজের আত্তা দুর্বল হয়ে যায়।এরপর শয়তান অত্যাচার করার সুযোগ পেয়ে যায়।পর্ণগ্রাফি এভাবেও একটা মানুষকে ধ্বংস করে
।আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহর কাছে খাটি ভাবে ক্ষমা চাইলে শির্ক পর্যন্ত ক্ষমা করেদেন।অতিতের জন্য ক্ষমা চাইব।আর করব না। আল্লাহ ক্ষমা করতে ভালবাসেন। হতাশাবোধ করবেন না- শায়েখ মানসুর সালিমি এর ভিডিও দেখবেন ইং শা আল্লাহ।

তবে, ওসিডি কখনো পর্ণগ্রাফি না দেখা ব্যাক্তির ও হয়।উপরেরটি একটি কারণ মাত্র।চিকিৎসা বিজ্ঞান এই রোগের আসল সঠিক কারণ বলতে পারেনি= তবে আমরা জানি শাইত্বন। ১০০% শাইত্বন – নাস্তিকদের জন্য নিদর্শন। কিভাবে একটা মানুষ এমন হয়ে যাচ্ছে।কেন সে নিয়ন্ত্রণ হারাচ্ছে।

সুরা আল মুমিনুন ২৩ নম্বর সুরা এর ৯৭-৯৮ আয়াত এর যে দোয়া রয়েছে এটি বেশি বেশি পড়া, যারা আক্রান্ত নন।তারাও বেশি পড়বেন। যাতে শাইত্বনের কুমন্ত্রণা থেকে আল্লাহ হেফাজত করেন।

★★★সকাল সন্ধার দোয়া – এটি সেরা মেডিসিন।দোয়া পড়লে
কার্যকারিতা দেখতে পাবেন ইং শা আল্লাহ। এটি সকাল এ ফজরের পর থেকে আমরা পড়া চেষ্টা করব এবং আসরের পর মাগরিবের আগে পড়ব ইং শা আল্লাহ।
যারা আক্রান্ত নয় তারাও করব ইং শা আল্লাহ।এটি হিসনুল মুসলিম এ্যাপ /বই এ পাব। এটি খুবই গুরুত্বপূর্ণ।

নাস্তিকদের বিভ্রান্ত বই না পড়া/ ওদের কথা না শোনা। পরহেজগার মানুষের সাথে নেশা। তাহাজ্জদ পড়ার চেষ্টা করা।

শাইত্বন আকিদাগত আল্লাহর ব্যাপারে কুমন্ত্রণা পুশ করবে তাই সাবধান আকিদা শিখা শুরু করুন।আল্লাহ রব্বুল আ’লামিন কে নিয়ে শাইত্বন মারাত্মক পর্যায়ের কুমন্ত্রণা পুশ করতে চাইবে তাই আকিদা পরিস্কার থাকতে হবে, যাতে কোনো প্রভাব না পড়ে।

আকিদার জন্য: মাদানি আলেমদেরকে সাজেস্ট করব।বাংলাদেশে অনেক মাদানি আলেম আছেন।তাদেরকেই আকিদা বিষয়ক আলোচনা বেশি করতে দেখা যায়।

যদি কেউ বলে: আপনি ধ্বংস হয়ে গেছেন – তার কথা শোনার দরকার নেই।আল্লাহ সম্পর্কে
কুমন্ত্রণা আসা আর এটার জন্য কস্ট পাওয়া স্পস্ট ইমানের পরিচয়।

মনের ভিতর গুন গুন গান এর কুমন্ত্রণা : আউযুবিল্লাহিমিনাশ শাইত্বনির রজিম বলে।এড়িয়ে চলতে হবে।এর পরিবর্তে ভাল কিছু কুরআন তিলাওয়াত, ইস্তেগফার করা যায়।

বাথরুমে অনিচ্ছায় কুরআনের আয়াত পড়ার প্রতি শাইত্বনের আহবান : বাথরুমে কুরআন
তিলাওয়াত নিষিদ্ধ। তাই মন অন্যদিকে নিয়ে যাবেন। বাথরুমে যাওয়ার আগে দুআ পড়ে ঢুকবেন।

নবী রসুল এবং সাহাবীদের ব্যাপারে কুমন্ত্রণা :আউযুবিল্লাহিমিনাশ শাইত্বনির রজিম পড়ে। শাইত্বনের বিরোধিতা করা। শাইত্বনের কথায় কান না দেওয়া।

খারাপ সংগ গালিবাজ বন্ধুদের সাথে না মেশা।

নিজেকে মনে করা কারো গায়ে পানি ঢেলে দিচ্ছি অথবা নোংরা কিছু ফেলছি বা আরো খারাপ কিছু : আউযুবিল্লাহিমিনাশ শায়ত্বনির রজিম
বলে এই খারাপ চিন্তা নিয়ে আর ভাববেন না। তার জন্য কল্যাণের দোয়া করুন।

মৃত মানুষের প্রতি অতি খারাপ কিছু চিন্তা আসলে: আউযুবিল্লাহিমিনাশ শায়ত্বনির রজিম
বলে এই খারাপ চিন্তা নিয়ে আর ভাববেন না, তার জন্য দোয়া করবেন।

নিজেকে খুব পরহেজগার/অহংকারী মনে করা: আউযুবিল্লাহিমিনাশ শাইত্বনির রজিম পড়ে নিজেকে আল্লাহর গোলাম মনে করে বিনয় হওয়া।

★★★: নামাজে লোক দেখানোর প্রবনতা বোধ করা: এমন আসলেই সাথে সাথেই সতর্ক হওয়া আর নিয়ত খাটি রাখা যে আল্লাহর সন্তুষ্টির জন্য করছি।পাশে লোক রয়েছে তাই আমার মনে এমন হচ্ছে? আমাকে তো মহান আল্লাহ দেখছেন। তাকেই সন্তুষ্ট করতে হবে। রুকু সিজদাহ লম্বা করব একমাত্র আল্লাহকে দেখানোর জন্য।

নিজেকে কাফির/ শিরক কারী মনে করা: শাইত্বন আপনাকে এমন দেখতে চাইতেছে। আপনি ঠিক আছেন ইং শা আল্লাহ, টেনশন এর প্রয়োজন নেই। আকিদাহ সহিহ রাখবেন ইং শা আল্লাহ।

অন্যকে দেখলে মনে হওয়া: মুসলিমকে দেখলে চিন্তা আসা যে কাফির আসছে- আউযুবিল্লাহিমিনাশ শাইত্বনির রজিম বলে এড়িয়ে যান। সেও ঠিক আছে ইং শা আল্লাহ।তার জন্য ভালো দোয়া করে এড়িয়ে যান।

কেউ বাড়ি থেকে গাড়ি নিয়ে বা বের হলে কুমন্ত্রণা আসা যে মরন হোক/ এক্সিডেন্ট হোক: শাইত্বন খেলছে তার সাথে খেলুন।আউযুবিল্লাহিমিনাশ শাইত্বনির রজিম বলে এড়িয়ে যান বলুন আল্লাহ আপ্নাকে এক্সিডেন্ট থেকে হেফাজত করুন।

কাউকে দেখে অশ্লীল চিন্তা সে যে হোক না কেন, আউযুবিল্লাহিমিনাশ শাইত্বনির রজিম বলে এড়িয়ে যান।অশ্লীল চিত্র কারো নিয়ে আসলেও একই নিয়ম।

যৌনতামুলক অস্থিরতা: কমন একটা বিষয়। স্বাভাবিক অবস্থায় ও হতে পারে। সম্ভব হলে বিয়ে করে ফেলা।আউযুবিল্লাহিমিনাশ শায়ত্বনির রজিম
বলে এই খারাপ চিন্তা নিয়ে আর ভাববেন না।

শরীর দুর্বল লাগলে : ডাক্তারের থেকে ট্রিটমেন্ট নিন। ভেষজ ঔষধ সাজেস্ট করছি।

ঘুম না হওয়া: ঘুম না হলে অস্থির থাকবেন না। সমাধান ১: দু রাকায়াত নফল নামাজ পড়া।
সমাধান ২: কুরআন তিলাওয়াত শোনা।পরিক্ষিত।
ঘুমের ঔষধ না খাওয়া।

মাথাব্যথা : রুকিয়াহ শুনে ব্যাথা সেরে গেলে ইং শা আল্লাহ। পেইন কিলার অতিরিক্ত সমস্যায় ছাড়া না খাওয়া।

মারা যাচ্ছি এখনি মারা যাব আজকেই মারা যাব এমন চিন্তা+ ভয় আসলে: আল্লাহু আকবার। এটি আসলে আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন ইং শা আল্লাহ।সহজে পাপ করবেন না
খারাপ থেকে খুব সহজে ফিরে আসতে পারবেন
।এটাকে পজিটিভলি নিয়ে অতিতের পাপের ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ একটা সময়।
সমস্যা বেশি বোধ করলে: রুকিয়াহ করবেন সুরা আত তাকাছুর পড়বেন/ শুনবেন ইং শা আল্লাহ।

অশান্তি বোধ: কোন কিছুতে শান্তি না পাওয়া ইবাদতে শান্তি না পাওয়া– রুকিয়াহ / কুর আন তিলাওয়াত করা /তিলাওয়াত শুনা – এতে যদি অন্তর প্রশান্ত হয় তবে চালয়ে যাবেন ইং শা আল্লাহ।
আল্লাহর সন্তুষ্টির জন্য রুকু সিজদাহ তে অনেক খন থাকবেন ইং শা আল্লাহ।
এছাড়াও: রসুনের কুয়া খেতে পারেন, হার্ট চেক করবেন। ব্যায়াম/পরিশ্রমী হয়ে যাবেন।
শয়তান হার্ট এ বাসা বাধে তাই হার্টে একটু জটিলতা বোধ করতে পারেন।প্রাকৃতিক উপায়ের চিকিৎসার প্রতি জোর দিবেন প্রথম পর্যায়ে।
কারো যদি বড় সমস্যা থাকে ডাক্তারের পরামর্শ নিবেন।তার থেকে ভাল উপায় : স্বাস্থ্যকর খাবার অনলাইন ইনফরমেশন এর জন্য: ডা: জাহাংগীর কবির ইউটিউব।যিকির করবেন।

রুকিয়াহ /কুরআন তিলাওয়াত শোনার সময় : আচরণের পরিবর্তন/ মাথার ভিতর দিয়ে কিছু চলাফেরা/ হার্টের ভিতর /মাথার /কানের কাছে ঠান্ডা অনুভব হওয়ার জন্য – জিন, যাদু বিষয়ের লেখাটি পড়বেন ইং শা আল্লাহ।

নিজেকে যোদ্ধা ভাববেন : আপনি জিহাদ করছেন নফসের সাথে/ শয়তানের সাথে। আল্লাহর উপর তাওয়াককুল রেখে এগিয়ে যান বিজয় আপনারই।

যারা ওসিডিতে আক্রান্ত তারা হিরো আর শয়তান ভিলেন।ডোন্ট লেট শায়ত্বন উইন।
শায়ত্বন আপ্নার সাথে খেলছে আপনি তার সাথে খেলুন- তার পরাজয় সে যে খারাপ আদেশ করছে তার উল্টো করা।’

নিজেকে ব্যস্ত রাখুন, টিউশনিতে,মাঠের কাজে, নতুন কিছু আবিস্কারে, পড়াশোনায়।

প্রেমের সম্পর্কে লিপ্ত থাকলে বিয়ে করে ফেলুন অন্যথায় ফিরে আসুন। অতিতের জন্য তওবা করুন।

সামর্থ থাকলে বিয়ে করে ফেলুন,স্ত্রীর সাথে সময় কাটান।

জিনের জন্য ওসিডি হলে রুকিয়া করুন।জিনের আছরে কুমন্ত্রণা হয়। আগের পোস্ট দ্রস্টব্য:

মনে মনে গালি আসলে – এড়িয়ে যান: ততক্ষন গুনাহ লেখা হয় না যতক্ষন প্রকাশ করে বা কাজে পরিনত করে।

অতীতের পাপের সৃতি : এটাকে পজিটিভভাবে ব্যবহার করা যায়- যে ভুল করেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব ইং শা আল্লাহ।

সাইকাইট্রিস্ট এর কাছে যেতে পারেন। যদি কোনো পরবর্তিন না দেখেন তবে আর দরকার নেই।নিজের সংগ্রাম চালিয়ে যান।

★ _★★পুস্টিকর খাবার খেতে হবে, যদি শরীর দুর্বল থাকে তবে অসিডি চেপে ধরবে।+ খেলাধুলা+ একঘেয়েমি দুর করা+ পাপ থেকে দূরে থাকা হয়ে গেলে সাথে সাথে ক্ষমা চাওয়া।

গান বাজনা না শোনা, কুর আন তিলাওয়াত আর রুকিয়া শুনতে হবে– ইউটিউব।

#সমাধান একটাই মনে রাখবেন – এড়িয়ে চলা যত এড়িয়ে চলতে পারবেন তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ইং শা আল্লাহ।।
অন্যথায়: এটি নিয়ে ভাবতে থাকলে আরেক ভাবনা আরেক ভাবনা থেকে আরেক এভাবে চলতে থাকবে।

এখানে সব বিষয় আনা সম্ভব হয়নি।
যদি কারো পরবর্তি পরামর্শ /এই সমস্যা সংক্রান্ত প্রশ্ন থাকে তবে অথবা বুঝতে সমস্যা হয় , আমার ফেইসবুকে নক করতে পারেন ইং শা আল্লাহ।
Contact me on facebook

The post Ocd /Waswasa রোগের সমাধান। appeared first on Trickbd.com.

Class 7 Science assignment 2021 9th Week | সপ্তম শ্রেণির বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২০২১

Posted:


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের মাঝে সপ্তম শ্রেণির নবম সপ্তাহের বিজ্ঞান এ্যাসাইনমেন্টের উত্তরপত্র শেয়ার করতে করতে যাচ্ছি। যারা সপ্তম শ্রেণির স্টুডেন্ট তারা পোষ্টটি সম্পূর্ণ পড়ুন কেননা ১০০% নির্ভুলসহকারে সমাধান দেওয়া হয়েছে। তাই আপনি যদি সঠিকভাবে খাতায় লিখতে পারেন তবে সম্পূর্ণ মার্কসটিই পাবেন।

★যে প্রশ্নটি দেওয়া হয়েছেঃ

★এবার উত্তরপত্র দেখেনিন








আশাকরি এ্যাসাইনমেন্ট উত্তর পেয়ে গেছেন। ভালোভাবে বুঝতে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে সকল সকল শ্রেণির এ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল SK TECH VOICE
★ইউটিউবে গিয়ে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন।”

★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE

সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

The post Class 7 Science assignment 2021 9th Week | সপ্তম শ্রেণির বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২০২১ appeared first on Trickbd.com.

Class 8 Science assignment 2021 9th Week | অষ্টম শ্রেণির বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২০২১

Posted:


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের মাঝে অষ্টম শ্রেণির নবম সপ্তাহের বিজ্ঞান এ্যাসাইনমেন্টের উত্তরপত্র শেয়ার করতে করতে যাচ্ছি। যারা অষ্টম শ্রেণির স্টুডেন্ট তারা পোষ্টটি সম্পূর্ণ পড়ুন কেননা ১০০% নির্ভুলসহকারে সমাধান দেওয়া হয়েছে। তাই আপনি যদি সঠিকভাবে খাতায় লিখতে পারেন তবে সম্পূর্ণ মার্কসটিই পাবেন।

★যে প্রশ্নটি দেওয়া হয়েছেঃ

★এবার উত্তরপত্র দেখেনিন








আশাকরি এ্যাসাইনমেন্ট উত্তর পেয়ে গেছেন। ভালোভাবে বুঝতে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে সকল সকল শ্রেণির এ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল SK TECH VOICE
★ইউটিউবে গিয়ে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন।”

★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE

সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

The post Class 8 Science assignment 2021 9th Week | অষ্টম শ্রেণির বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২০২১ appeared first on Trickbd.com.

Class 6 Bangla assignment 2021 9th Week | ষষ্ঠ শ্রেণির বাংলা এ্যাসাইনমেন্ট ২০২১

Posted:


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের মাঝে ষষ্ঠ শ্রেণির নবম সপ্তাহের বাংলা এ্যাসাইনমেন্টের উত্তরপত্র শেয়ার করতে করতে যাচ্ছি। যারা ষষ্ঠ শ্রেণির স্টুডেন্ট তারা পোষ্টটি সম্পূর্ণ পড়ুন কেননা ১০০% নির্ভুলসহকারে সমাধান দেওয়া হয়েছে। তাই আপনি যদি সঠিকভাবে খাতায় লিখতে পারেন তবে সম্পূর্ণ মার্কসটিই পাবেন।

★যে প্রশ্নটি দেওয়া হয়েছেঃ

★এবার উত্তরপত্র দেখেনিন




আশাকরি এ্যাসাইনমেন্ট উত্তর পেয়ে গেছেন। ভালোভাবে বুঝতে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে সকল সকল শ্রেণির এ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল SK TECH VOICE
★ইউটিউবে গিয়ে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন।”

★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE

সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

The post Class 6 Bangla assignment 2021 9th Week | ষষ্ঠ শ্রেণির বাংলা এ্যাসাইনমেন্ট ২০২১ appeared first on Trickbd.com.

[indie]অ্যাকশন প্ল্যাটফর্ম এর গেম পছন্দ?আপনাদের জন্য নিয়ে এলাম 4.6 রেটিং প্রাপ্ত অনলাইন ও অফলাইন মড যুক্ত অ্যাকশন মাল্টিপ্লেয়ার গেম।

Posted:

Dan the Man review



DETAILS

Name:Dan the Man
Develooper: Half brick studios
Genre:Adventure,Arcade,indie, Action,multiplayer,Single Player, Offline, Online,Casual, Premium
Language: English
Price: 0 USD/{in-app purchases}
Rating: 4.6/5[Editor Choice]
Size:74 mb

Dan The Man:এটি হলো একটি অনলাইন মাল্টিপ্লেয়ার গেম।যেখানে ডেন কে রোবট দের সাথে ফাইট করে মোহর কালেক্ট করতে হবে। যার জত বেশি মোহর থাকবে সেই উইনার, মাল্টিপ্লেয়ার এর ক্ষেত্রে। আর স্টোরি মডে জতো বেশি কালেক্ট করবেন সেটাই আপনার স্কোর।এই গেমে চারটি মড আছে।

☝ Campaign: সোজা বাংলায় স্টোরি মড বললেই চলে।

✌Endless survival: আপনি কতক্ষণ টিকে থাকতে পারেন সেটাই এ মোডের মূল বিষয়।

👌 Adventure: বলতে গেলে স্টোরি মড কে মডিফাই করে একটা আলাদা লুক দেয়া হইসে।

👌☝ Multiplayer:নিজের বন্ধুদের অ্যাড করে বা অটো ম্যাচ করে খেলতে পারবেন।

Review:

সবার আগে বলে নি,এটি এপর্যন্ত আমার খেলা সবচেয়ে বেস্ট ইন্ডি অ্যাকশন গেম।কারণ এটির স্টোরি মড গুলা খুবি এডাক্তিভ ও তার সাথে নতুন মাত্রা যোগ করেছে অনলাইন মাল্টিপ্লেয়ার মড টি। এই মড এ চাইলে আপনি আপনার ফ্রেন্ড কে অ্যাড করে বা অটো ম্যাচ করে খেলতে পারবেন।যেটা আমার খুবি ভালো লেগেছে। বলা বাকি রাখে না, এই মড অ্যাড করার পরই এডিটর চয়েস অ্যাওয়ার্ড পায় এই গেমটি।আর গ্রাফিক্স এর কথা কি বলবো ইন্ডি গেমে যেমন দেখতে পান তেমনিই। এক একটা লেভেল পার করার পর কেরেক্তার পাওয়ার আপডেট করতে পারবেন।যদিও কন্ট্রোল গুলা আরেকটু ভালো করা যেত। আর আপনি চাইলে আপনার গুগল,fb একাউন্ট অ্যাড করে রাখতে পারবেন।

এ গেমের মিউজিক, সাউন্ড ইফেক্ট গুলা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে খেলে দেখতে পারেন মজার এই গেম টি l আপনার টাইম লস হবে না গেরান্টি দিলাম ।

এখন গেমের কিসু ডেমো দেখে নিন।

Tested Device

Device: Symphony v120
Android: 7
Root: Not Rooted Rom: Stock


SCREENSHOTS



The post [indie]অ্যাকশন প্ল্যাটফর্ম এর গেম পছন্দ?আপনাদের জন্য নিয়ে এলাম 4.6 রেটিং প্রাপ্ত অনলাইন ও অফলাইন মড যুক্ত অ্যাকশন মাল্টিপ্লেয়ার গেম। appeared first on Trickbd.com.

Bootanimation কী, কীভাবে তৈরি করবেন? এখনি বানিয়ে নিন আপনার নিজের Magisk Module Bootanimation, আমার ২০০তম পোস্ট।

Posted:

Bootanimation Magisk Module

আমার ২০০ তম পোস্টে আপনাদের স্বাগতম। আজকের টপিক হচ্ছে আপনি আপনার ফোনে কীভাবে বুটএনিমেশন ফ্ল্যাশ করবেন। কিভাবে বুটএনিমেশন তৈরি করবেন এবং তা সকল রুটেড ডিভাইসের জন্য প্রযোজ্য।

বুটএনিমেশন কি

আপনার যদি একটি আইফোন কিংবা একটি শাওমি ডিভাইস থাকে সেটি যখন আপনি চালু করেন তখন ডিস্পলে তে একটি লেখা আসে, সেটি হতে পারে Mi অথবা Apple এই ধরণের কিছু। একে বলা হয় বুট লগো, অর্থাৎ ফোন খোলার সাথে সাথে যেটি সর্বপ্রথম আমাদের চোখে লাগে তার নাম হল বুট লগো। এই বুট লগো আসার ২-৩ সেকেন্ড পড়েই আপনার বুট এনিমেশন চালু হয়ে যায়, পুরাতন সেমসাং ফোনে দেখা যেত এনিমেশন টি সেমগসাং লেখায় এবং এটি কিছুটা গ্লো করত, একেক ডিভাইসে ভিন্য ভিন্য এনিমেশন দেখা যায়, বিশেষ করে কাস্টম রমের এনিমেশন গুলো অনেক জোশ হয়ে থাকে। নিচের একটি সেম্পল দেখলে বুজতে পারবেন কীসের কথা বলছি!

এটি ফোনে তৈরি করা যাবে?

আমি আগে ভাবতাম এইসব জিনিস তৈরি করতে হয়ত পিসি লাগে অনেক কোডিং ইত্যাদি ইত্যাদি জানা লাগে। এই ভয়ে আমি মানুষের তৈরি করা এনিমেশন কালেক্ট করে ইন্টল দিতাম, কিন্তু একদিন ডিসাইড করলাম নিজেই আমার বুট এনিমেশন তৈরি করব এবং যা ভাবার সে কাজ। তৈরি করতে গিয়ে জানতে পারলাম এর মত সহজ কাজ আর কিছু নেই। যদিও যেসকল টিউটরিয়াল আমি দেখেছি সবগুলোই পিসিতে করা। কিন্তু আমি পিসিতে কমফোর্টেবল না তাই আমি খুজতে থাকলাম কীভাবে Android দিয়ে করতে পারি। অনেক ঘাটাঘাটি করে একটি উপায় বের করেছি এবং কাজ করে দেখি এনিমেশন ইন্সটল হচ্ছে না, ৫-৬ বার ফেইল হয়ে যাওয়ার পর বুজতে পারলাম আমার সমস্যা কোথায় এবং কীভাবে ফিক্স করতে হবে। আপনাদের আমি স্টেপ বাই স্টেপ সব দেখাব এবং কীভাবে কি করতে হবে সবকিছুই জানবেন এই কারণে পোস্টটি অনেক বড় হতে চলেছে তাই আপনাদের ধৈর্য কামনা করছি।

কী কী লাগবে?

প্রথমেই বলে রাখি এনিমেশন হল একটি ভিডিও মাত্র। আপনি যদি ১ সেকেন্ডের একটি ভিডিউ নেন এবং তা এক্সট্রেক্ট করেন তবে তার ভেতরে পাবেন (২৪/৩০/৬০) এইরকম ছবি। অর্থাৎ যত ফ্রেমে তা রেকর্ড করা হয়েছে প্রতি সেকেন্ডে অতগোলোই ছবি তুলা হয়৷ আমরা যখন ভিডিওটি চালু করি তখন ছবিগুলো সিরিয়াল অনুযায়ি স্ক্রিনে ভাসতে থাকে ১,২,৩ এইভাবে এবং প্রতি সেকেন্ডেই (২৪/৩০/৬০) এতগুলো ছবি দেখানো হয়ে যায় আমাদের। এটি হল ভিডিওর মেকানিজম কীভাবে কাজ করে ইত্যাদি ইত্যাদি। যতসব কার্টুন এনিমেশন আছে সব এইভাবেই তৈরি করা হয়। এখন আমাদের বুটএনিমেশন তৈরির জন্য কি লাগবে? ছবি না ভিডিও? আসলে দুটোই লাগবে। এই পোস্টে আর বিস্তারিত তেমন আলোচনা করব না, কেন কি হয়েছে সে সব নিয়ে একটি আলাদা পোস্ট করব এখন সোজা শর্টকাটে স্টেপ বাই স্টেপ দেখাব। Android ফোনে এনিমেশন এর জন্য বেস্ট হচ্ছে Kinemaster এবং আপনি যদি টেক্সট আকারে কিছু বানাতে চান তবে দরকার পড়বে Pixle Lab, Picsart ইত্যাদি। ভিডিও কে ছবিতে এক্সট্রেক্ট করতে হবে এবং আপনার লাগবে একটি Zipper-Unzipper সবকিছুর লিংক আমি দিয়ে দিয়েছি একদম শুরুতেই এবার চলুন শুরু করা যাক।

কার্যপদ্ধতি

  • একদম শুরুতে আপনার এনিমেশন টি তৈরি করে ফেলুন। এটি আজকে পোস্টে শিখাব না এটি সম্পূর্ণ একটি ভিন্য টপিক। যদি না পারেন তবে আপনি টেস্ট করার জন্য ইউটিউব বা কোথাও থেকে ৫-১০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ডাউনলোড করেন। ছোট হলে ভাল হয়।
  • বুটএনিমেশনে ২ টি পার্ট থাকে। প্রথম পার্ট হল এনিমেশন টি দেখাবে, যেমন সেমসাং লেখাটি পুরা দুনিয়া ঘুরে আসল এইরকম কিছু একটি আরকি, এবং ২ নাম্বার পার্ট হল একটি লুপ। অর্থাৎ আপনার ফোন খুলার আগ পর্যন্ত বারবার এটি প্লে হতে থাকবে৷ যতক্ষণ আপনার ফোন খুলেনি ততক্ষণ আপনি তা দেখতে পাবেন। লুপের অংশটি ছোট হলে সুন্দর দেখায় যেমন ১-২ সেকেন্ড কারণ এটি বারবার চলতে থাকবে এবং আগের পার্টটি শুধুমাত্র প্রথমবার চালু হবে। তাই আপনার কোনো পছন্দের এনিমেশন বা ভিডিও থাকলে সেটিকে ২ ভাগে ভাগ করে ফেলুন। প্রথমটি ৫-১০ সেকেন্ড এবং দ্বিতিয় পার্ট এর মধ্যে ১-২ সেকেন্ড।
  • বুট এনিমেশন ২ পার্ট হতে হবে এমন কোনো কথা নেই। এটি ৩ পার্ট বা একাধিক ও হতে পারে আপনার ইচ্ছে মত কিন্তু সেক্ষেত্রে আপনাকে তার ভ্যালু ডিসাইড করে দিতে হবে অর্থাৎ কোন পার্ট কখন দেখাবে, কতক্ষন দেখাবে, কয়বার দেখাবে ইত্যাদি।
  • Videos To Photos এই অ্যাপটি ওপেন করেন এবং একদম শুরুতেই অ্যাপের সেটিং এ যান। সেখানে গিয়ে নিচের স্ক্রিনশট এর মত সেটিংসগুলো অন করে দিন। খেয়াল রাখবেন যেন Pic গুলো PNG ফরমেটে হয় এবং সিকুয়েন্স অন থাকে অর্থাৎ ১,২,৩ এইভাবে সিরিয়ালে এক্সট্র্যাক্ট হয়। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার ভিডিওকে ছবিতে কনভার্ট করতে পারবেন। একটি ৫ সেকেন্ডের ভিডিও কতটি ছবিতে কনভার্ট হবে তা নির্ভর করে এর ফ্রেইম রেইটের উপর। আপনি যে ভিডিও বা এনিমেশন সিলেক্ট করেছেন তার FPS কত তা চেক করে নিন প্রথমে। ডিটেইলস এ গেলেই দেখা যাবে কত, বেশিরভাগ সময় ২৪/৩০ এইরকম হতে পারে। আপনার ভিডিওটি যত ফ্রেমের হবে এখানে Extract করার টাইমেও সেইম পরিমাণ FPS সিলেক্ট করবেন। যদি আরও কম করেন তবে এনিমেশন একটু ফাস্ট হবে এবং যদি একটু বেশি করেন তবে এনিমেশনটি স্লো হবে। তাই same to same বা আরও কম সিলেক্ট করাই উত্তম।
  • এক্সট্র্যাক্ট হতে কিছুটা টাইম লাগবে এবং এটি করা শেষ হলে সঙ্গে সঙ্গে ES File Manager এর মধ্যে যান Videoframes এই ফোল্ডারে যান। সেখানে গেলে কনভার্ট হওয়া সবগুলো ছবি পাবেন। সেগুলো সব সিলেক্ট করুন এবং রিনেইম এ ক্লিক করুন। তারপর একটি পেইজ দেখতে পাবেন সেখানে Start Number ০০০ দিন এবং নাম হিসেবে ০ দিন এবং Ok ক্লিক করুন। এখন সবগুলো ছবি rename হয়ে যাবে এবং ০,১,২ এইভাবে সিরিয়াল হয়ে যাবে। এখন ছবিগুলোকে সবগুলো সরিয়ে অন্য একটি জায়গায় রেখে দিন।
  • আপনার ভিডিও পার্ট ২ এর জন্য উপরের পদ্ধতি ২ টি আবার ফলো করেন কারণ কনভার্ট যদি সব একসাথে করে ফেলতেন তবে ছবিগুলো অর্থাৎ এনিমেশন এর পার্ট ১/২ এর ছবি গুলো মিক্স হয়ে যেত একসাথে। এই কারণে একটি একটি স্টেপ আলাদা আলাদা ভাবে করতে বললাম। এখন যদি ভিডিও থেকে ছবি এক্সট্র্যাক্ট এর কাজ এবং rename এর কাজ শেষ হয় তবে আপনি ৯০ পার্সেন্ট রেডি।
  • এইবার আপনাকে দেয়া টেমপ্লেট ফাইলটি rar এই অপটিরর মাধ্যমে extract করেন। System–>Product–>Media–>Bootanimation.zip এই জায়গায় গিয়ে Bootanimation এই ফাইলটি ও এক্সট্র্যাক্ট করেন। এর ভেতরে ৩ টি ফাইল পাবেন আরও।
    Part 1, Part 2, desc.txt এবার আসল খেলা আপনার প্রথম ভিডিও থেকে এক্সট্র্যাক্ট করে ছবিগুলো পার্ট ১ এই ফোল্ডারে কপি করে পেস্ট করেন এবং ২ নাম্বার ভিডিওর ছবিগুলো ২ নাম্বার ফোল্ডারে পেস্ট করুন।
    আপনি চাইলে desc.txt এই ফাইলটি ইডিট করতে পারেন অথবা যেমন আছে তেমন রাখতে পারেন। যদি আপনি এর কাজ জানতে চান তবে আপনাকে বলে দেই। এর উপরের অংশে লেখা আছে ১০৮০ ২৪০০ ৩০
    এখানে ১০৮০ এবং ২৪০০ হচ্ছে আপনার ফোনের রেজ্যুলেশন। গুগল থেকে দেখে সেটি ইডিট করে দিন যদি মিল না থাকে এবং পরবর্তী ৩০ হল FPS অর্থাৎ ভিডিওটি প্রতি সেকেন্ডে কত ফ্রেমে চলবে তা, চাইলে এইসব ইডিট করে দিতে পারেন। নিচের লাইনে লেখা আছে C 1 0 part 1
    এই কমান্ড কন্ট্রোল করে আপনার ১ নাম্বার ফোল্ডার কে। এখানে ১ এবং ০ দেয়া আছে প্রথমে দেয়া আছে ১ এর অর্থ পার্ট ১ এর ভিডিওটি ১ বার চলবে এবং এর পরে ০ অর্থ এটি অফ হয়ে যাবে।
    ৩ নাম্বার লাইনে আছে c ০ ০ part ২
    এখানে প্রথমে ০ এবং শেষেও ০ আছে। প্রথম ০ এর অর্থ হল এটি ইনফিনিটি বার চলতে থাকবে, যতক্ষণ আপনার ফোন খুলে নাই ততক্ষণ এটি চলতে থাকবে যদি ০ ০ না রেখে আপনি ১ ০ দেন তবে এটি আগেরটির মত ১ বার চলে বন্ধ হয়ে যাবে।
    আশা করি বুঝতে পেরেছেন, এটি আসলে কঠিন কিছু না একদম সহজ জিনিস।

    আপনি যদি চান একইভাবে c ০ ০ part ৩ লিখে ৩ নাম্বার একটি ফোল্ডার তৈরি করে নিতে পারেন তখন সে ফোল্ডারে কিছু ছবি রেখে তা কিভাবে চলবে তার কমান্ড দিয়ে দিতে পারেন।
  • আপনার বুটেনিমেশন এর কাজ শেষ এবার আপনি rar এই অ্যাপ এর মধ্যে জান, সেখানে Template->system->product->media এই জায়গায় জান এবং Part 1, Part 2 , desc.txt এই ৩ টি সিলেক্ট করেন এবং জিপ করেন এইগুলা। এখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এটি ভুল করলে আপনার জিপ কাজ করবে না, এটি জিপ করার অপশন এ যান এবং zip সিলেক্ট করেন। Advance অপশনে জন এবং সেখানে store without compresson সিলেক্ট করেন কারণ এই ফাইলটি কোনোভাবে কমপ্রেস করা যাবেনা এবং ফাইল ফরমেট zip আকারে থাকতে হবে, খেয়াল রাখবেন যে zip তৈরি করলেন তার নাম যেন bootanimation. zip এইরকম থাকে। এবার শুধু এই zip রেখে part ১, part ২, desc.txt এইগুলা ডিলেট করে দেন।
  • এবার একটু বেক যান এবং একইভাবে বাকি ফাইলগুলো কে zip করে ফেলেন, এই অংশটা আপনি কমপ্রেস করলে না করলে কিছু যায় আসে না।
  • এতটুকুতেই আপনার জিপ ফাইল তৈরি করা শেষ যেটি আপনি মেজিস্ক এর সাহায্য ইজিলি তৈরি করে ফেলতে পারবেন কিন্তু আপনি যদি চান এটি আপনার নিজের মডিউল বা এমন কিছু হোক তবে আপনি পুরো ফাইলটি zip করার আগে module.prop এটি টেক্সট ফাইল আকারে ওপেন করেন (es file manager) এবং সেখানে স্ক্রিনশট এর দেখানো অংশগুলো ইডিট করে নিতে পারেন। তবে মনে রাখবেন এখানে যেভাবে লেখা আছে আপনাকে সেভাবে লেখতে হবে, বড় হাতেরগুলো বড় হতে, ছোট হতেরগুলো ছোট হতে, এবং yasir ycs আলাদা ভাবে লিখা থাকলে আপনার নাম আলাদাভাবে যদি এক শব্দে লেখা থাকে তবে (yasirycs) আপনিও এক শব্দে লিখবেন। যদি yasir_ycs_animation এইভাবে লেখা থাকে তবে আপনি এইভাবে লিখবেন। এটি হল লেখার ফরমেট না হয় zip flash হলেও কাজ না করতে পারে।

    Module.prop

    id=yasirycsbootanimation
    name=Yasir Ycs boot animation
    version=v1
    versionCode=1
    author=Yasir_Ycs
    description=yasirycs boot animation

আপনার নিজস্ব মডিউল তৈরি করা শেষ এবার মেজীস্ক এর মাধ্যমে ফ্ল্যাশ করুন আর মজা নিন, এটি অনেক মজার একটি কাজ। একবার সফল হলে সারাদিন এটি নিয়েই লেগে থাকবেন। কিছু জিনিস খেয়াল রাখবেন যেমন ফাইলকে কমপ্রেস অর্থাৎ zip করার সময় RAR এই অ্যাপটি ইউস করবেন। টেক্সট ফাইল ঠিকভাবে ইডিট করবেন। ভিডিও থেকে PNG তৈরি করার সময় ছবিগুলোর সিরিয়ল থাকে মত আশা করি শুরু থেকে A-Z ফলো করলে কোনো সমস্যা হবে না, সমস্যা হলে আমাকে টেলিগ্রামে পাবেন।

আমার কিছু এনিমেশন



SUPPORT AND HELP ME

আপনারা অনেকেই ফেসবুক ব্যববার করেন। আমি একটি Photography Contest এর মধ্যে অংশগ্রহণ করেছি এবং তা জেতার শর্ত হিসেবে আমার পোস্টে লাইক, কমেন্ট এবং শেয়ার এর পরিমাণ সর্বোচ্ছ থাকতে হবে। ট্রিকবিডিতে অনেকদিন ধরে আছি আপনাদের থেকে এতটুকু আশা করতেই পারি। যেহেতু ২০০ তম পোস্টে রুট রিলেটেড মজাদার কিছু আনার প্লেনিং করছি তাই আপনাদের থেকে এতটুকু আশা করতেই পারি💗
আমার ছবিতে একটি লাইক এবং কমেন্ট করবেন দয়া করে, তবে সবচেয়ে বেশি উপকার হবে যদি আপনি শেয়ার করে দেন পোস্টটি, কারণ শেয়ারের মাদ্ধমে একাধিক লাইক আসে আপনার পক্ষ থেকে। যদি সম্ভব হয় শেয়ার করবেন। যদি আপনি গ্রুপে জয়েন থাকেন তবে সেখান থেকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন অথবা আপনি যদি গ্রুপে জয়েন না হতে চান তবে আমার প্রফাইলে সেই ছবির শেয়ার করা লিংক দেয়া আছে যা নিচে দেয়া আছে ওখান থেকেও লাইক কমেন্ট শেয়ার করতে পারেন।
আমার ছবির লিংক ফেইসবুকে
আমার ছবির লিংক আমার প্রফাইল থেকে

The post Bootanimation কী, কীভাবে তৈরি করবেন? এখনি বানিয়ে নিন আপনার নিজের Magisk Module Bootanimation, আমার ২০০তম পোস্ট। appeared first on Trickbd.com.

[UPDATED] FREE FIRE MUSKMODS V7 | ফ্রি ফায়ার মুড মেনু

Posted:

আসসালামু আলাইকুম
➤আশা করি সবাই ভালো আছে- Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন

তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক



Free Fire Musk Mods Work Rank



°

Mod Feature

AIMBOT

AIM FOV 360

AIM SPOT HEAD

AIM NO SCOPE

AIM SCOPE

ESP LINE

ESP DISTANCE

GHOST HACK

TELEKILL PLAYER

TELEKILL CAR


__________________ ________________________________

All file Download

◑Mod Download Link↓

Pass : 8888


User : 8888


MuskMod Menu


MuskMods Expired Problem হলে এটা Use করেন

◑New Mod Mod Download Link↓

New Mod Menu

◑Anti Blacklist Nico app ↓

Anti Blacklist apk

__________________ ________________________________

Install Tutorial

Zarchiver App Open করে নিন

Android Folder Open করেন

Obb Folder

★ এখন com.dtsfreefireth

এই Folder টা Rename করে 1 + করে দিন।

👇
–তারপর আপনার ফোনে ইনস্টল করা Free Fire apk Uninstall করে দিন
— Reall Free Fire Apk. uninstall Complete হলে com.dtsfreefireth – Folder Rename করে 1 এড করছিলেন ওই 1 কেটে আগের মতো করে নিন 🤞

👆

✔MuskMods Mod FeeFire install করুন।

তারপর Anti Blacklist apk Install করুন


এই এপের ভিতর থেকে game Open করতে হবে। ডিরেক্ট open করলে Blacklist পরবে।

এই same Process Vmos / x8sandbox /F1 Vm এ

Full Video Tutorial


___________________________________________________

Happy gaming🙂

❤
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

___________________________________________

গেমের সকল আপডেট পেতে অবশ্যই জয়েন হবেন

Join Our FB Group

Tech Gaming BD

———————————————

ধন্যবাদ শেষ পর্যন্ত পড়ার জন্য

আল্লাহ হাফিজ

The post [UPDATED] FREE FIRE MUSKMODS V7 | ফ্রি ফায়ার মুড মেনু appeared first on Trickbd.com.

রবি এবং এয়ারটেল এ ফ্রী নেট চালাতে আগ্রহী রা দেখুন

Posted: 01 Jul 2021 07:30 AM PDT

প্রিয় পাঠবৃন্দ। ফ্রীনেট এর সেই স্বর্ণালী যুগ চলে গিয়েছে সেই ২০১৭ সালে। অনেক খোঁজাখুজির পর আপনাদের জন্য কিছু একটা নিয়ে এসেছি। আশা করছি সামান্য হলেও উপকারে আসবে। আজকের এই পোস্টটি কাদের জন্য——-
১) যাদের বাসায় WiFi নাই।
২) যারা প্রচুর টাকা খরচ করেন এমবি কিনতে
৩) যারা অনেক ফাইল ডাউনলোড করেন বা মিডিয়া consume করেন
৪) যারা রবি এয়ারটেল সিম এ এমবি কিনেন কিন্তু ওই এমবি দিয়ে শুধু zoom r Skype চলে
৫) যারা ফোন এ এমবি কিনে পিসি তে চালান। ফলে অনেক এমবি খায় পিসি
সর্বোপরি এই পোস্টটি আপনার ইন্টারনেট খরচ কমাতে সাহায্য করবে। আপনারা এই পদ্ধতিতে আগেও নেট চালিয়েছিলেন।এর একটি সমস্যা ছিল, network স্লো এবং লিমিট নিয়ে ঝামেলা,কনফিগ ফাইল এর ঝামেলা, কিংবা ssh আইডি খুলার ঝামেলা।ভয়ের কোন কারণ নেই, আজকে সব সমস্যার সমাধান হবে।চলুন শুরু করি। প্রথমে একটি সাশ্রয়ী দামের প্যাক কিনুন। ভয় পেলে ছোট প্যাক কিনে টেস্ট করতে পারেন।
রবি তে যেগুলা কিনতে পারেন……..
1)12GB[Zoom, Skype,Team, Google meet, Google classroom]-100TK-7 days-My Robi
2)50GB-[Zoom, Skype,Team, Google meet, Google classroom]-400tk-30 days-My Robi
3)40GB-[Zoom, Skype,Team, Google meet, Google classroom]-260tk-30 days-*123*260# চেপে এর পর 1 দিয়ে রিপ্লাই
*****আমার মতে 3 নাম্বারটা বেস্ট।আমি নিজেও এটা চালাই। 1GB এর দাম পরে 6.5 টাকা

এয়ারটেল এ যেগুলা কিনতে পারেন……..
1)1GB-[Zoom, Skype,Team, Google meet, Google classroom]-20tk-3days-My Airtel
2)4GB-[Zoom, Skype,Team, Google meet, Google classroom]-50tk-7days-MY Airtel
3)20GB-[Zoom, Skype,Team, Google meet, Google classroom]-180TK-30 days-My Airtel
1,2,3 নম্বর প্যাক এ ২০০ এমবি করে ফ্রী পাবেন
4)50GB[Zoom, Skype,Team, Google meet, Google classroom]-400tk-30days-My Airtel
আসুন দেখে নেই কিভাবে খুব সহজে এমবি গুলো দিয়ে সব কিছু চালাবো। প্রথমে এই অ্যাপ টি প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করুন।HA Tunnel plus
এর পর নিচের স্ক্রীন শর্ট গুলো ফলো করুন।











এভাবে আপনারা চালাতে থাকুন ফুল স্পীড এ। স্পীড কেমন হবে এটা নিয়ে আমি কিছু বলার প্রয়োজন নাই। আপনারা practically চালাই এর পর বুঝবেন।
বোনাস ইনফরমেশন
১)VPN টি অনেকেই ফ্রী নেট ছাড়াও ইউজ করে। কিভাবে?4 নম্বর স্ক্রীন শর্ট এর ওইখানে Custom Set-up ওপেন না করেই স্টার্ট বাটন এ ক্লিক করুন। এটার গেমিং সার্ভার দিয়ে গেম খেলার মজাই আলাদা।অনেক লো পিং এ খেলা যায়।
২) যারা HA Tunnel plus এর সেটিং টা করতে পারবেন না। একদম ই নতুন। তারা কি করবেন? তারাPsiphon Pro লিংক থেকে psiphon pro VPN টা ইনস্টল করে শুধু কানেক্ট করুন। তবে স্পীড কম পাবেন।
৩) কিভাবে যে কোনো সোশ্যাল প্যাক দিয়ে সব কিছু চালাবেন? একদম সিম্পল।ধরুন আপনি My Airtel থেকে ১২ টাকায় ১ জিবি Facebook Instagram এর এমবি কিনলেন। ভাবতেসেন যদি Facebook Instagram সহ অন্য সব কিছু চলতো। হ্যা, অবশ্যই চলবে।7 নম্বর স্ক্রীন শর্ট এ www.zoom.us এর জায়গায় www.instagram.com বসিয়ে দিন। এবার স্টার্ট বাটন এ ক্লিক করুন আর চালাতে থাকুন মনের সুখে। ধরুন আপনি Tiktok/LiKEE এর এমবি নিলেন। কিভাবে সব কিছু চালাবেন? আশাকরি এতক্ষনে বুঝতে পেরে গেছেন।তবুও আমি লিংক দুটি দিয়ে দিচ্ছি
www.tiktok.com
www.likee.com
এদের যেকোনো টি 7 নম্বর স্ক্রীন শট এর বক্স এ বসিয়ে স্টার্ট দিন। ব্যাস শেষ।
যারা পিসি তে চালাতে চান তারা bluestack,Andy diye চালাতে পারবেন
[বিদ্র:এই লেখাটি আমি লিখলেও এর কোনো copyright নেই। যেখানে খুশি share করতে পারেন। নিজের নামে চালাতে পারেন।400 টাকায় 50জিবি এর প্যাক টি আগে 300 টাকা ছিল। পরে দাম বেড়ে গিয়েছিল।260 টাকায় 40 জিবি এর প্যাক টির ও দাম বাড়িয়ে দিবে যদি তাদের চোখে এই পোস্ট টি পরে। অথবা প্যাক বন্ধ করে দিতে পারে। কিন্তু তারা VPN ব্লক করতে পারবে না। কারন এইখানে অনেক website চলে।
www.zoom.us
www.skype.com
classroom.google.com
www.microsoft.com
meet.google.com
এতগুলো website তারা বন্ধ করতে পারবে না। আর কেউ শুধু Facebook প্যাক কিনে ট্রাই করবেন না।সব অপারেট এ Facebook দিয়ে VPN চালানো ব্লক করা আছে।শুধু what’s app প্যাক ও কিনবেন না। চেষ্টা করবেন যাতে একাধিক website চলার প্যাক কিনতে। তবে শুধু YouTube প্যাক কিনে সব চালাতে পারবেন। এর কোনো কিছু জানার তাহলে কমেন্ট বক্স তো খোলা আছেই আপনাদের জন্য।আমি সাহায্য করবো। জিপির biposcope এমবি দিয়ে চলবে না।Bamglalink এর Toffe ইউজার রা নিজ দায়িত্বে ট্রাই করবেন। আমি সেটা ট্রাই করি নাই]

স্ক্রিন শর্ট এ কিছু বানান ভুল হয়েছে।আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

The post রবি এবং এয়ারটেল এ ফ্রী নেট চালাতে আগ্রহী রা দেখুন appeared first on Trickbd.com.

Telegram Bot Making tutorial basic to Advanced..Part-1 ( What is Bot & How it works..?)

Posted:




























কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পার্ট শুরু যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন


আজকের বিষয় Telegram Bot কি এবং কিভাবে কাজ করে সব কিছু


1 ➜ Telegram Bot কি…?



Bot শব্দটি রোবটের জন্য শব্দ থেকে উদ্ভূত হয় । রোবট Automatically কাজ করতে পারে , যেহেতু Telegram Bot Automatically কাজ করতে পারে তাই Telegram Bot কে একটটি রোবট বললেও ভুল হবে না । আমার জানি যে এক একটি রোবটকে Program এর মাধ্যমে তৈরি করা হয় নির্দিষ্ট কাজের জন্য । ঠিক Telegram Bot ও Program দ্বারা তৈরি হয় নির্দিষ্ট কাজের জন্য । আমরা জানি একটি রোবটে Program Install কার হয় নির্দিষ্ট কাজের জন্য , যা পরবর্তীতে Program a থাকা Command ব্যবহার করলেই রোবট তার কাজ শুরু করে দেয় , ঠিক সেরকমই Telegram Bot । Telegram Bot এর মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ করতে পারি । যেমন Photo Editing , Link Shortner , Music Download , Weather & Live Score Etc ।

২ ➜ Telegram Bot কিভাবে কাজ করে..?






Telegram Bot এর প্রকৃত তথ্য ডেটা সাধারণত স্থানীয় local servers এ থাকে । বট সেখানে প্রয়োজনীয় ডেটাগুলি অ্যাক্সেস করে এবং তারপরে শেষ ডিভাইসের বা ব্যবহারকারী অনুরোধ অনুযায়ী বার্তা আউটপুট জন্য তাকের প্রস্তুত করে ।


৩ ➜ Bot প্রোগ্রামিংয়ের জন্য কোন Programing Language উপলব্ধ…?



নীতিগতভাবে, সমস্ত প্রোগ্রামিং ভাষা যা সার্ভারে চলে এবং HTTPS এর মাধ্যমে অনুরোধগুলির প্রতিক্রিয়া জানাতে পারে সেগুলি ব্যবহার করা যেতে পারে । এখানে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষার একটি নির্বাচন রয়েছে যা প্রায়শই ওয়েব এবং অ্যাপ্লিকেশন বিকাশের জন্য ব্যবহৃত হয়





Programing Language ➜ JavaScript (node.js) , Java / Kotlin ,PHP , C# , Python , Swift ,Ruby , Go


৪ ➜ Telegram Bot কিভাবে আপনার কাজ করতে পারে এবং আপনি তার সাথে কথা বলতে পারেন…?


একটি টেলিগ্রাম বটের সাথে কথা বলতে হলে তার সাথে পরিচিত হতে হলে প্রোগ্রামিংয়ের সময় Programar কিছু Command Install করে রাখে । শুরুতেই /start Command দিয়ে শুরু হয়

পাঠ্য বা Bot এর সম্পর্কে বিস্তারিত জানতে সাধারনত /help Command দিয়ে শুরু হয়


এই Help Command সর্বদা সম্ভাব্য Bot এর All Command একটি সংক্ষিপ্ত বিবরণ দেয় এবং সে কিভাবে কাজ করে ।

৫ ➜ Telegram Bot সুরক্ষিত কি…?






প্রাসঙ্গিক ডেটা সহ প্রকৃত টেলিগ্রাম বট অ্যাপ্লিকেশনটি তার নিজস্ব কম্পিউটার এবং ডাটাবেসে সংরক্ষণ করা হয় । এখানে, অ্যাপ্লিকেশন সুরক্ষা সাইটে স্থানীয় Server বা PC পরিবেশের প্রশাসকের উপর নির্ভর করে । Telegram Bot কেবল অ্যাপ্লিকেশনটিতে সংজ্ঞায়িত বার্তা আউটপুটগুলিকে সংশ্লিষ্ট শেষ ডিভাইসগুলিতে সরবরাহ করে । কেবলমাত্র এই বার্তার ফলাফলগুলি Telegram Cloud এ অবস্থিত থাকে । সমস্ত বার্তা এবং বোটের সাথে যোগাযোগ বার্তা Client-Server/Server-Client Encryption মাধ্যমে সুরক্ষিত । Telegram Cloud এ , এই Data টি বেশ কয়েকটি সার্ভারের মধ্যে বিভক্ত হয় এবং সেখানে Encrypt আকারে সংরক্ষণ করা হয় ।

৬ ➜ . একটি Telegram Bot এর নাম কেমন হয়…?


একটি Telegram Bot সবসময় পরিষ্কারভাবে বট এর নামের শেষে Bot দ্বারা চিহ্নিত করে যে এটি একটি Telegram Bot . যেমন @weatherbot , @shorturlbot , @musicdownloaderbot ।

৭ ➜ . বিস্তারিত জানতে এবং Telegram Bot বিষয়ে Help পেতে আমাদের Telegram Community তে জয়েন হতে পারেন


For Bot Making Help Join Hear



আজ এখানেই শেষ করলাম , আমি মনে করি Telegram Bot এর বিষয়ে এই পোস্টটি যথেষ্ট । যদি বুঝতে সমস্যা হয় বলবেন । পরবর্তী পার্টে জানাবো কিভাবে Telegram Bot তৈরি করা হয় ‌, সবাই ভালো থাকবেন ভালোর দলে থাকবেন ।


যেকোনো Premium Android or Pc Software , Account , Course , Bin , Premium Account , Netflix , Amazon Prime Other & WordPress , Blogger Tamplate , Bot Making Help লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সবকিছু Free

PremiumAppsAccountFree Join Hear

The post Telegram Bot Making tutorial basic to Advanced..Part-1 ( What is Bot & How it works..?) appeared first on Trickbd.com.

যে ৪ প্রকার কাজ আল্লাহ তায়ালা পছন্দ করেন না। আসুন সেই কাজ গুলো সবাই জেনে নেই।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

যে ৪ প্রকার কাজ আল্লাহ তায়ালা পছন্দ করেন না।

পবিত্র কুরআন মানুষের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এতে রয়েছে মানুষের জীবনে হালাল-হারাম ইতিবাচক-নেতিবাচক সমস্ত বিষয়ে বিশদ বর্ণনা। যথাসময়ে নামাজ রমজানে রোজা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন-যাপনসহ মৃত্যুর স্বরণ ইত্যাদি সবকিছু আল্লাহর কাছে অনেক পছন্দনীয় বিষয়ে।

আল্লাহ তায়ালা নামাজ-রোজা জীবন-মৃত্যু সহ দুনিয়ার বিভিন্ন কর্মকাণ্ডে আল্লাহর বিধান বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। অথচ মানুষ এসব নির্দেশের চরম অবহেলা করে। আল্লাহর নির্দেশের মধ্যে চারটি কাজে অবহেলা করা আল্লাহর কাছে শুধু অপছন্দনীয় নয় বরং আল্লাহ তায়ালা বিধানের চরম লংঘন। আর তা হলো

এক নাম্বার হলোঃ কবরস্তানে বসে হাসাহাসি করা কিংবা মৃত্যুকে নিয়ে উদাসীন থাকা। কবরস্থান মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। মানুষ মৃত্যুর কথা স্মরণ না করে কবরস্তানে বসে হাসাহাসি করা আল্লাহর কাছে চরম অপছন্দনীয় কাজ। তাই কবরস্থানের কাছে হাসাহাসি না করে মৃত্যুর কথা স্মরণ করাই উত্তম।

কারণ মৃত্যু চিরন্তন বাণী চিরন্তনী মৃত্যুর মুখোমুখি হওয়ার পরেই মানুষ সত্যটা উপলব্ধি করতে পারবে। তারা তখন আফসোস করতে থাকবে যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার পালনকর্তা আমাকে পুনরায় দুনিয়াতে পেরন করুন। (সূরা আল মুমিনুন আয়াত 99)

আল্লাহ তা’আলা আরও বলেন →মৃত্যুর উদ্দেশ্য হলো সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।( সূরা আম্বিয়া আয়াত 35)

এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তা’আলা বলেন→ তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু কিন্তু তোমাদের পাকড়াও করবেই যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরও অবস্থান করো তবু তোমাদের মৃত্যু হবে।( সূরা নিসা আয়াত 78)

আল্লাহ আরো বলেনঃ আমি তোমাদের মাঝে মৃত্যুকে নির্ধারণ করেছি। (সূরা ওয়াকিয়া আয়াত ৬০) প্রিয় পাঠক আসুন, আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে সঠিক পথে চলার চেষ্টা করি। আর মৃত্যুর মতো একটা চিরন্তন সত্য এবং পরকালের যাত্রা বিষয়কে কোনভাবেই তামাশার বিষয় মনে না করি।

দ্বিতীয় নাম্বার হলোঃ নামাজ না পড়া কিংবা নামাজে অবহেলা করা। নামাজ সঠিকভাবে আদায় করা এবং নামাযের সময় হওয়ার সঙ্গে সঙ্গেই দেরি না করে তা আদায় করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন →তারপর সে নামাজিদের জন্য ধ্বংস। যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফিলতি করে।( সূরা মাউন আয়াত ৪-৫)

পবিত্র কোরআনে মুনাফিকদের অবস্থা এভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ তায়ালা বলেন→ তারা যখনই নামাজে আসে তখন তারা অবসাদগ্রস্ত দের মত আসে এবং যখনই আল্লাহর পথে খরচ করে তখন তারা অনিচ্ছাকৃতভাবে করে।( সূরা তাওবা আয়াত 4)

অর্থাৎ আমরা অনেক সময় নামাজে অলসতা করে থাকি এবং বিশেষ বিপদে না পড়লে আমরা দান করতে চাই না কিংবা হঠাৎ কোনো বিপদে পড়লে আমরা দান-খয়রাতের নিয়ত করে থাকি। কিন্তু স্বাভাবিক ভাবে আমরা দান করতে তেমন আগ্রহ বোধ করিনা। তাই এই অভ্যাসগুলো আমাদের ত্যাগ করতে হবে। পবিত্র কোরআনুল কারিমের ৮২ জায়গায় নামাজ কায়েম করার প্রতি সুস্পষ্ট নির্দেশ রয়েছে।

ইসলামী নামাজের গুরুত্ব ও তাৎপর্য যেমন অপরিসীম তেমনি আল্লাহর রহমত ইহকাল পরকালের মুক্তিলাভের প্রধান অবলম্বন হিসেবে নামাজের বৈশিষ্ট্য অতীব তাৎপর্যপূর্ণ। যে ব্যক্তি নামাজের আনুষাঙ্গিক শর্তাবলী যথারীতি পালন করে আদায় করে আল্লাহতালা তাকে আল্লাহর স্বীয় আশ্রয় ও নিরাপত্তা রাখার নিশ্চয়তা প্রদান করবেন।

হযরত রাসূল (সাঃ) বলেছেন→ পাঁচ ওয়াক্ত নামাজ স্বচ্ছ নহর সমতুল্য অর্থাৎ দৈনিক পাঁচবার ওই স্বচ্ছ পানিতে গোসল করলে যেমন শরীরের ময়লা ধুলোবালি ইত্যাদি দূর হয়ে যায় তেমনি পাঁচ ওয়াক্ত নামাজ মানুষের সমুদয় গুনাহরাশি মাফ
করে দেন।

হযরত রাসূল (সাঃ) আরো বলেছেনঃ নামাজ ধর্মের ভিত্তি। যে ব্যক্তি নামায ত্যাগ করেছে সে ধর্মকে বিনাশ করেছে।(প্রাসঙ্গিক হাদিসঃ মুসলিল, হাদিস ১৩৭৯)

তিন নাম্বার হলোঃ কোরআন তেলাওয়াতের সময় তা না শোনা বা অগ্রাহ্য করা। আল্লাহ তা’আলা বলেন→ আর যখন কুরআন পড়া হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো যাতে তোমাদের প্রতি দোয়া করা হয়। (সূরা আরাফ আয়াত 204)

এর আগের আয়াতে বলা হয়েছে যে পবিত্র কোরআনুল কারীম মুমিনের জন্য রহমত স্বরূপ। তবেই রহমত থেকে পরিপূর্ন লাভবান হওয়ার জন্য কিছু শর্ত ও আদব রক্ষা করা জরুরি।ঐ আদবের প্রতি ইঙ্গিত দিয়েই বলা হয়েছে, যখন কোরআন পড়া হয় তখন তা চুপ থেকে মনোযোগ দিয়ে শোনো যাতে তোমাদের প্রতি রহমত হয়।

পবিত্র কোরআনে কারিমের আদব এবং শিষ্টাচার সমূহ থেকে একটি আদব হলো কোরআন পাঠ চলাকালীন চুপ থাকে তা মনোযোগ দিয়ে শোনা। তাফসীরে কুরতুবী বর্ণনা মতে এখানে মনোযোগ দিয়ে শোনার আদেশ দিয়ে আল্লাহ তায়ালা মানুষকে তাঁর বাণী অনুযায়ী পরিপূর্ণ আমলে প্রতিষ্ঠিত হওয়ার নির্দেশ দিয়েছেন।

আর আয়তন শতাংশ অর্থাৎ যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। এ থেকে আমরা বুঝতে পারি কোরআন রহমতস্বরূপ হওয়ার শর্ত হলো তার আদব রক্ষা করা। সুতরাং এ কথায় স্পষ্ট যে যারা এর পরিপন্থী কাজ করবে তারা সে রহমত থেকে বঞ্চিত হবে। এবং গজবের উপযোগী হবে। তাই আমরা কুরআন তেলাওয়াতের সময় চুপচাপ থেকে তা মনোযোগের সঙ্গে শুনব। এবং সেই সময় অপ্রয়োজনীয়’ কথাবার্তা বলা থেকে বিরত থাকব।

চতুর্থ নাম্বার হলোঃ রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা। রমজান সহ অন্যান্য রোজা রাখার সময় স্ত্রী সহবাস করা যাবে না। কারণ রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রী সহবাস করলে রোজা ভেঙ্গে যায়। আর তা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় কাজ। ফরজ রোজা অবস্থায় দিনের বেলায় সহবাস করার ক্ষেত্রে স্ত্রী যদি স্বামীকে সম্মতি দেয়।তাহলে স্ত্রীর ওপর কাফফারা ফরজ হবে এবং স্বামীর উপরও কাফফারা ফরজ হবে।

আর যদি স্বামী জোরপূর্বক স্ত্রীর সাথে সহবাস করে তাহলে স্ত্রীর উপর কোন কিছু ফরজ হবে না শুধুমাত্র স্বামীর উপর কাফফারা ফরজ হবে। তবে রোজা রাখা অবস্থায় স্বামী যদি নিজের যৌন আকাঙ্খাকে নিয়ন্ত্রণে সক্ষম ব্যক্তি হয়ে থাকেন, তাহলে স্ত্রীর সাথে আলিঙ্গন করতে কোন বাঁধা নেই। কিন্তু তা যেন কোন ক্রমেই নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলে। স্বামীর জন্য সহবাস ব্যবতি বা বীর্যপাত ব্যতীত রোজা রাখা অবস্থায় নিজের স্ত্রীকে উপভোগ করা জায়েজ আছে।

এর দলিল হল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, নবী সালালাহু আলাইহি সাল্লাম রোজা রেখে স্ত্রীকে চুম্বন করতেন স্ত্রীর সাথে আলিঙ্গন করতেন এবং তিনি ছিলেন তার যৌন আকাঙ্খাকে নিয়ন্ত্রণে সবচেয়ে সক্ষম ব্যক্তি। (বুখারি হাদিস নাম্বারঃ 1927, মুসলিম হাদিস নাম্বারঃ 1106)

আল্লাহ আমাদের সকলকে উল্লেখিত বিষয়গুলোর প্রতি যথাযথ খেয়াল রাখার পাশাপাশি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post যে ৪ প্রকার কাজ আল্লাহ তায়ালা পছন্দ করেন না। আসুন সেই কাজ গুলো সবাই জেনে নেই। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments