Ocd /Waswasa রোগের সমাধান। |
- Ocd /Waswasa রোগের সমাধান।
- Class 7 Science assignment 2021 9th Week | সপ্তম শ্রেণির বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২০২১
- Class 8 Science assignment 2021 9th Week | অষ্টম শ্রেণির বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২০২১
- Class 6 Bangla assignment 2021 9th Week | ষষ্ঠ শ্রেণির বাংলা এ্যাসাইনমেন্ট ২০২১
- [indie]অ্যাকশন প্ল্যাটফর্ম এর গেম পছন্দ?আপনাদের জন্য নিয়ে এলাম 4.6 রেটিং প্রাপ্ত অনলাইন ও অফলাইন মড যুক্ত অ্যাকশন মাল্টিপ্লেয়ার গেম।
- Bootanimation কী, কীভাবে তৈরি করবেন? এখনি বানিয়ে নিন আপনার নিজের Magisk Module Bootanimation, আমার ২০০তম পোস্ট।
- [UPDATED] FREE FIRE MUSKMODS V7 | ফ্রি ফায়ার মুড মেনু
- রবি এবং এয়ারটেল এ ফ্রী নেট চালাতে আগ্রহী রা দেখুন
- Telegram Bot Making tutorial basic to Advanced..Part-1 ( What is Bot & How it works..?)
- যে ৪ প্রকার কাজ আল্লাহ তায়ালা পছন্দ করেন না। আসুন সেই কাজ গুলো সবাই জেনে নেই।
Posted: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, কেমন আছেন সবাই? জিগেস করলেও কে কেমন আছেন জবাব মেলে না! যাইহোক, কথাই ফিরে আসি গত পোস্ট এ অসিডি এর লক্ষণ সংক্রান্ত + পরিচিতিমুলক ছিল। হতাশার কিছু নাই প্রিয় ভাইয়েরা শুধু ধৈর্য ধরতে হবে কিছু নিয়ম ফলো করে। আপনার মনে হতে পারে আল্লাহ আপনাকে সাহায্য করছেন না / করবেন না- ধারনা ভুল:- কুরআন পড়ুন। উত্তর টি পেয়ে যাবেন।আল্লাহ সব সমাধান দিয়েই দিয়েছেন শুধু খুজতে হবে ইং শা আল্লাহ। আল্লাহর উপর খাটিভাবে ভরসা করুন।অন্তরে যা কিছু আশুক না কেন বাদ দিন।আপনি ঐ গুলো ইচ্ছা করে আনছেন না, তাই আপনার শাস্তি নয়। এমনকি, শয়তানের সাথে লড়ার জন্য ভাল টা বোঝার জন্য সাওয়াব ও পেতে পারেন ইং শা আল্লাহ। সবার অসিডি একরকম নয় তবে সবার সমাধান একটাই। জাস্ট রিজেক্ট = যদি সমাজের সবথেকে খারাপ লোক আপনাকে খারাপ আইডিয়া দেয় শুনবেন? = নাহ, #মোটিভেশন: আচ্ছা ভাই বলুন তো : দুজন লোক একজন অনিচ্ছায় অন্যের প্রতি মনে খারাপ চিন্তা আচ্ছন্ন হয়ে যায়। তবে সে চেষ্টা করে, এই কথা গুলো/কাজ গুলো না করার। আরেকজন: ইচ্ছায় করেই কাউকে আশালীন ভাষায় গালাগালি করে, অশান্তি তৈরি করে, মারপিট করে! আল্লাহর ব্যাপারে কুমন্ত্রণা আসলে:আউযুবিল্লাহিমিনাশ শায়ত্বনির রজিম অন্তরে সন্দেহ: নিশ্চিত থাকুন শয়ত্বন যদি ইসলাম এর ব্যপারে সন্দেহ তৈরি করে এটাও প্রমাণ ইসলাম ঈ সত্য। সন্দেহর বিন্দু পরিমাণ জায়গা নেই। অজুর ব্যাপারে সন্দেহ: বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন, সবগুলো আদায় করবেন। আল্লাহ চেষ্টা দেখছেন। ভুলে যাওয়ার প্রবনতায় : ভিডিও ক্যামেরা অন করবেন। নামাজে সন্দেহ: এই বিষয়ে ইউটিউব এ অনেক সমাধান পাবেন। মুল ট্রিটমেন্ট : খারাপ চিন্তা আসলেই আউযুবিল্লাহিমিনাশ শায়ত্বনির রজিম আর যদি ওটা ভাবতে থাকেন শয়তান দুর্বলতা পেয়ে যাবে আরো বিভ্রান্তিতে ফেলবে। আল্লাহর ব্যাপারে, রসুলদের ব্যাপারে কুর আন এর ব্যাপারে কুমন্ত্রণা দেওয়া কি প্রমাণ করে আল্লাহর ওয়াদা সত্য। তাই সন্দেহবাদীদের অন্তর্ভূক্ত হবেন না। স্বপ্নে নিজেকে হস্তমৈথন+ পর্ণগ্রাফি দেখতে দেখলে: এর জন্য গুনাহ হবে না ঘুমানোর সময় গুনাহ লেখা হয় না। শয়তান এগুলো করছে যাতে আপ্নাকে পাপের দিকে নিয়ে যেতে পারে। আমরা উল্টোটা করব পর্ণগ্রাফির বিরুদ্ধতা করব। সমাজ থেকে দুর করার চেষ্টা করব ইং শা আল্লাহ।অতিরিক্ত পর্ণগ্রাফি আসক্তিতে ওসিডি হওয়ার একটি আশংকা আছে সবার ক্ষেত্রে নয় কারণ – পর্ণ দেখলে শয়তান ঘিরে ধরে, ভাল ফেরেশতা তারা এমন পাপাচার দেখে তার সাথে কিভাবে থাকতে চাইবে? শয়তান /তার সাথে থাকা সহচর শয়তান শক্তিশালী হয় তার উপর তার। নিজের আত্তা দুর্বল হয়ে যায়।এরপর শয়তান অত্যাচার করার সুযোগ পেয়ে যায়।পর্ণগ্রাফি এভাবেও একটা মানুষকে ধ্বংস করে তবে, ওসিডি কখনো পর্ণগ্রাফি না দেখা ব্যাক্তির ও হয়।উপরেরটি একটি কারণ মাত্র।চিকিৎসা বিজ্ঞান এই রোগের আসল সঠিক কারণ বলতে পারেনি= তবে আমরা জানি শাইত্বন। ১০০% শাইত্বন – নাস্তিকদের জন্য নিদর্শন। কিভাবে একটা মানুষ এমন হয়ে যাচ্ছে।কেন সে নিয়ন্ত্রণ হারাচ্ছে। সুরা আল মুমিনুন ২৩ নম্বর সুরা এর ৯৭-৯৮ আয়াত এর যে দোয়া রয়েছে এটি বেশি বেশি পড়া, যারা আক্রান্ত নন।তারাও বেশি পড়বেন। যাতে শাইত্বনের কুমন্ত্রণা থেকে আল্লাহ হেফাজত করেন। ★★★সকাল সন্ধার দোয়া – এটি সেরা মেডিসিন।দোয়া পড়লে নাস্তিকদের বিভ্রান্ত বই না পড়া/ ওদের কথা না শোনা। পরহেজগার মানুষের সাথে নেশা। তাহাজ্জদ পড়ার চেষ্টা করা। শাইত্বন আকিদাগত আল্লাহর ব্যাপারে কুমন্ত্রণা পুশ করবে তাই সাবধান আকিদা শিখা শুরু করুন।আল্লাহ রব্বুল আ’লামিন কে নিয়ে শাইত্বন মারাত্মক পর্যায়ের কুমন্ত্রণা পুশ করতে চাইবে তাই আকিদা পরিস্কার থাকতে হবে, যাতে কোনো প্রভাব না পড়ে। আকিদার জন্য: মাদানি আলেমদেরকে সাজেস্ট করব।বাংলাদেশে অনেক মাদানি আলেম আছেন।তাদেরকেই আকিদা বিষয়ক আলোচনা বেশি করতে দেখা যায়। যদি কেউ বলে: আপনি ধ্বংস হয়ে গেছেন – তার কথা শোনার দরকার নেই।আল্লাহ সম্পর্কে মনের ভিতর গুন গুন গান এর কুমন্ত্রণা : আউযুবিল্লাহিমিনাশ শাইত্বনির রজিম বলে।এড়িয়ে চলতে হবে।এর পরিবর্তে ভাল কিছু কুরআন তিলাওয়াত, ইস্তেগফার করা যায়। বাথরুমে অনিচ্ছায় কুরআনের আয়াত পড়ার প্রতি শাইত্বনের আহবান : বাথরুমে কুরআন নবী রসুল এবং সাহাবীদের ব্যাপারে কুমন্ত্রণা :আউযুবিল্লাহিমিনাশ শাইত্বনির রজিম পড়ে। শাইত্বনের বিরোধিতা করা। শাইত্বনের কথায় কান না দেওয়া। খারাপ সংগ গালিবাজ বন্ধুদের সাথে না মেশা। নিজেকে মনে করা কারো গায়ে পানি ঢেলে দিচ্ছি অথবা নোংরা কিছু ফেলছি বা আরো খারাপ কিছু : আউযুবিল্লাহিমিনাশ শায়ত্বনির রজিম মৃত মানুষের প্রতি অতি খারাপ কিছু চিন্তা আসলে: আউযুবিল্লাহিমিনাশ শায়ত্বনির রজিম নিজেকে খুব পরহেজগার/অহংকারী মনে করা: আউযুবিল্লাহিমিনাশ শাইত্বনির রজিম পড়ে নিজেকে আল্লাহর গোলাম মনে করে বিনয় হওয়া। ★★★: নামাজে লোক দেখানোর প্রবনতা বোধ করা: এমন আসলেই সাথে সাথেই সতর্ক হওয়া আর নিয়ত খাটি রাখা যে আল্লাহর সন্তুষ্টির জন্য করছি।পাশে লোক রয়েছে তাই আমার মনে এমন হচ্ছে? আমাকে তো মহান আল্লাহ দেখছেন। তাকেই সন্তুষ্ট করতে হবে। রুকু সিজদাহ লম্বা করব একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। নিজেকে কাফির/ শিরক কারী মনে করা: শাইত্বন আপনাকে এমন দেখতে চাইতেছে। আপনি ঠিক আছেন ইং শা আল্লাহ, টেনশন এর প্রয়োজন নেই। আকিদাহ সহিহ রাখবেন ইং শা আল্লাহ। অন্যকে দেখলে মনে হওয়া: মুসলিমকে দেখলে চিন্তা আসা যে কাফির আসছে- আউযুবিল্লাহিমিনাশ শাইত্বনির রজিম বলে এড়িয়ে যান। সেও ঠিক আছে ইং শা আল্লাহ।তার জন্য ভালো দোয়া করে এড়িয়ে যান। কেউ বাড়ি থেকে গাড়ি নিয়ে বা বের হলে কুমন্ত্রণা আসা যে মরন হোক/ এক্সিডেন্ট হোক: শাইত্বন খেলছে তার সাথে খেলুন।আউযুবিল্লাহিমিনাশ শাইত্বনির রজিম বলে এড়িয়ে যান বলুন আল্লাহ আপ্নাকে এক্সিডেন্ট থেকে হেফাজত করুন। কাউকে দেখে অশ্লীল চিন্তা সে যে হোক না কেন, আউযুবিল্লাহিমিনাশ শাইত্বনির রজিম বলে এড়িয়ে যান।অশ্লীল চিত্র কারো নিয়ে আসলেও একই নিয়ম। যৌনতামুলক অস্থিরতা: কমন একটা বিষয়। স্বাভাবিক অবস্থায় ও হতে পারে। সম্ভব হলে বিয়ে করে ফেলা।আউযুবিল্লাহিমিনাশ শায়ত্বনির রজিম শরীর দুর্বল লাগলে : ডাক্তারের থেকে ট্রিটমেন্ট নিন। ভেষজ ঔষধ সাজেস্ট করছি। ঘুম না হওয়া: ঘুম না হলে অস্থির থাকবেন না। সমাধান ১: দু রাকায়াত নফল নামাজ পড়া। মাথাব্যথা : রুকিয়াহ শুনে ব্যাথা সেরে গেলে ইং শা আল্লাহ। পেইন কিলার অতিরিক্ত সমস্যায় ছাড়া না খাওয়া। মারা যাচ্ছি এখনি মারা যাব আজকেই মারা যাব এমন চিন্তা+ ভয় আসলে: আল্লাহু আকবার। এটি আসলে আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন ইং শা আল্লাহ।সহজে পাপ করবেন না অশান্তি বোধ: কোন কিছুতে শান্তি না পাওয়া ইবাদতে শান্তি না পাওয়া– রুকিয়াহ / কুর আন তিলাওয়াত করা /তিলাওয়াত শুনা – এতে যদি অন্তর প্রশান্ত হয় তবে চালয়ে যাবেন ইং শা আল্লাহ। রুকিয়াহ /কুরআন তিলাওয়াত শোনার সময় : আচরণের পরিবর্তন/ মাথার ভিতর দিয়ে কিছু চলাফেরা/ হার্টের ভিতর /মাথার /কানের কাছে ঠান্ডা অনুভব হওয়ার জন্য – জিন, যাদু বিষয়ের লেখাটি পড়বেন ইং শা আল্লাহ। নিজেকে যোদ্ধা ভাববেন : আপনি জিহাদ করছেন নফসের সাথে/ শয়তানের সাথে। আল্লাহর উপর তাওয়াককুল রেখে এগিয়ে যান বিজয় আপনারই। যারা ওসিডিতে আক্রান্ত তারা হিরো আর শয়তান ভিলেন।ডোন্ট লেট শায়ত্বন উইন। নিজেকে ব্যস্ত রাখুন, টিউশনিতে,মাঠের কাজে, নতুন কিছু আবিস্কারে, পড়াশোনায়। প্রেমের সম্পর্কে লিপ্ত থাকলে বিয়ে করে ফেলুন অন্যথায় ফিরে আসুন। অতিতের জন্য তওবা করুন। সামর্থ থাকলে বিয়ে করে ফেলুন,স্ত্রীর সাথে সময় কাটান। জিনের জন্য ওসিডি হলে রুকিয়া করুন।জিনের আছরে কুমন্ত্রণা হয়। আগের পোস্ট দ্রস্টব্য: মনে মনে গালি আসলে – এড়িয়ে যান: ততক্ষন গুনাহ লেখা হয় না যতক্ষন প্রকাশ করে বা কাজে পরিনত করে। অতীতের পাপের সৃতি : এটাকে পজিটিভভাবে ব্যবহার করা যায়- যে ভুল করেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব ইং শা আল্লাহ। সাইকাইট্রিস্ট এর কাছে যেতে পারেন। যদি কোনো পরবর্তিন না দেখেন তবে আর দরকার নেই।নিজের সংগ্রাম চালিয়ে যান। ★ _★★পুস্টিকর খাবার খেতে হবে, যদি শরীর দুর্বল থাকে তবে অসিডি চেপে ধরবে।+ খেলাধুলা+ একঘেয়েমি দুর করা+ পাপ থেকে দূরে থাকা হয়ে গেলে সাথে সাথে ক্ষমা চাওয়া। গান বাজনা না শোনা, কুর আন তিলাওয়াত আর রুকিয়া শুনতে হবে– ইউটিউব। #সমাধান একটাই মনে রাখবেন – এড়িয়ে চলা যত এড়িয়ে চলতে পারবেন তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ইং শা আল্লাহ।। এখানে সব বিষয় আনা সম্ভব হয়নি। The post Ocd /Waswasa রোগের সমাধান। appeared first on Trickbd.com. |
Class 7 Science assignment 2021 9th Week | সপ্তম শ্রেণির বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২০২১ Posted:
★যে প্রশ্নটি দেওয়া হয়েছেঃ ★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}} The post Class 7 Science assignment 2021 9th Week | সপ্তম শ্রেণির বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২০২১ appeared first on Trickbd.com. |
Class 8 Science assignment 2021 9th Week | অষ্টম শ্রেণির বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২০২১ Posted:
★যে প্রশ্নটি দেওয়া হয়েছেঃ ★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}} The post Class 8 Science assignment 2021 9th Week | অষ্টম শ্রেণির বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২০২১ appeared first on Trickbd.com. |
Class 6 Bangla assignment 2021 9th Week | ষষ্ঠ শ্রেণির বাংলা এ্যাসাইনমেন্ট ২০২১ Posted:
★যে প্রশ্নটি দেওয়া হয়েছেঃ ★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}} The post Class 6 Bangla assignment 2021 9th Week | ষষ্ঠ শ্রেণির বাংলা এ্যাসাইনমেন্ট ২০২১ appeared first on Trickbd.com. |
Posted: Dan the Man review ![]() DETAILS Name:Dan the Man Develooper: Half brick studios Genre:Adventure,Arcade,indie, Action,multiplayer,Single Player, Offline, Online,Casual, Premium Language: English Price: 0 USD/{in-app purchases} Rating: 4.6/5[Editor Choice] Size:74 mb Dan The Man:এটি হলো একটি অনলাইন মাল্টিপ্লেয়ার গেম।যেখানে ডেন কে রোবট দের সাথে ফাইট করে মোহর কালেক্ট করতে হবে। যার জত বেশি মোহর থাকবে সেই উইনার, মাল্টিপ্লেয়ার এর ক্ষেত্রে। আর স্টোরি মডে জতো বেশি কালেক্ট করবেন সেটাই আপনার স্কোর।এই গেমে চারটি মড আছে।
সবার আগে বলে নি,এটি এপর্যন্ত আমার খেলা সবচেয়ে বেস্ট ইন্ডি অ্যাকশন গেম।কারণ এটির স্টোরি মড গুলা খুবি এডাক্তিভ ও তার সাথে নতুন মাত্রা যোগ করেছে অনলাইন মাল্টিপ্লেয়ার মড টি। এই মড এ চাইলে আপনি আপনার ফ্রেন্ড কে অ্যাড করে বা অটো ম্যাচ করে খেলতে পারবেন।যেটা আমার খুবি ভালো লেগেছে। বলা বাকি রাখে না, এই মড অ্যাড করার পরই এডিটর চয়েস অ্যাওয়ার্ড পায় এই গেমটি।আর গ্রাফিক্স এর কথা কি বলবো ইন্ডি গেমে যেমন দেখতে পান তেমনিই। এক একটা লেভেল পার করার পর কেরেক্তার পাওয়ার আপডেট করতে পারবেন।যদিও কন্ট্রোল গুলা আরেকটু ভালো করা যেত। আর আপনি চাইলে আপনার গুগল,fb একাউন্ট অ্যাড করে রাখতে পারবেন। এ গেমের মিউজিক, সাউন্ড ইফেক্ট গুলা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে খেলে দেখতে পারেন মজার এই গেম টি l আপনার টাইম লস হবে না গেরান্টি দিলাম । এখন গেমের কিসু ডেমো দেখে নিন। The post [indie]অ্যাকশন প্ল্যাটফর্ম এর গেম পছন্দ?আপনাদের জন্য নিয়ে এলাম 4.6 রেটিং প্রাপ্ত অনলাইন ও অফলাইন মড যুক্ত অ্যাকশন মাল্টিপ্লেয়ার গেম। appeared first on Trickbd.com. |
Posted: Bootanimation Magisk Module আমার ২০০ তম পোস্টে আপনাদের স্বাগতম। আজকের টপিক হচ্ছে আপনি আপনার ফোনে কীভাবে বুটএনিমেশন ফ্ল্যাশ করবেন। কিভাবে বুটএনিমেশন তৈরি করবেন এবং তা সকল রুটেড ডিভাইসের জন্য প্রযোজ্য। আপনার নিজস্ব মডিউল তৈরি করা শেষ এবার মেজীস্ক এর মাধ্যমে ফ্ল্যাশ করুন আর মজা নিন, এটি অনেক মজার একটি কাজ। একবার সফল হলে সারাদিন এটি নিয়েই লেগে থাকবেন। কিছু জিনিস খেয়াল রাখবেন যেমন ফাইলকে কমপ্রেস অর্থাৎ zip করার সময় RAR এই অ্যাপটি ইউস করবেন। টেক্সট ফাইল ঠিকভাবে ইডিট করবেন। ভিডিও থেকে PNG তৈরি করার সময় ছবিগুলোর সিরিয়ল থাকে মত আশা করি শুরু থেকে A-Z ফলো করলে কোনো সমস্যা হবে না, সমস্যা হলে আমাকে টেলিগ্রামে পাবেন। আপনারা অনেকেই ফেসবুক ব্যববার করেন। আমি একটি Photography Contest এর মধ্যে অংশগ্রহণ করেছি এবং তা জেতার শর্ত হিসেবে আমার পোস্টে লাইক, কমেন্ট এবং শেয়ার এর পরিমাণ সর্বোচ্ছ থাকতে হবে। ট্রিকবিডিতে অনেকদিন ধরে আছি আপনাদের থেকে এতটুকু আশা করতেই পারি। যেহেতু ২০০ তম পোস্টে রুট রিলেটেড মজাদার কিছু আনার প্লেনিং করছি তাই আপনাদের থেকে এতটুকু আশা করতেই পারি The post Bootanimation কী, কীভাবে তৈরি করবেন? এখনি বানিয়ে নিন আপনার নিজের Magisk Module Bootanimation, আমার ২০০তম পোস্ট। appeared first on Trickbd.com. |
[UPDATED] FREE FIRE MUSKMODS V7 | ফ্রি ফায়ার মুড মেনু Posted: আসসালামু আলাইকুম |
রবি এবং এয়ারটেল এ ফ্রী নেট চালাতে আগ্রহী রা দেখুন Posted: 01 Jul 2021 07:30 AM PDT প্রিয় পাঠবৃন্দ। ফ্রীনেট এর সেই স্বর্ণালী যুগ চলে গিয়েছে সেই ২০১৭ সালে। অনেক খোঁজাখুজির পর আপনাদের জন্য কিছু একটা নিয়ে এসেছি। আশা করছি সামান্য হলেও উপকারে আসবে। আজকের এই পোস্টটি কাদের জন্য——- এয়ারটেল এ যেগুলা কিনতে পারেন…….. স্ক্রিন শর্ট এ কিছু বানান ভুল হয়েছে।আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। The post রবি এবং এয়ারটেল এ ফ্রী নেট চালাতে আগ্রহী রা দেখুন appeared first on Trickbd.com. |
Telegram Bot Making tutorial basic to Advanced..Part-1 ( What is Bot & How it works..?) Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পার্ট শুরু যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আজকের বিষয় Telegram Bot কি এবং কিভাবে কাজ করে সব কিছু |
যে ৪ প্রকার কাজ আল্লাহ তায়ালা পছন্দ করেন না। আসুন সেই কাজ গুলো সবাই জেনে নেই। Posted: ![]() আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । যে ৪ প্রকার কাজ আল্লাহ তায়ালা পছন্দ করেন না।![]() পবিত্র কুরআন মানুষের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এতে রয়েছে মানুষের জীবনে হালাল-হারাম ইতিবাচক-নেতিবাচক সমস্ত বিষয়ে বিশদ বর্ণনা। যথাসময়ে নামাজ রমজানে রোজা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন-যাপনসহ মৃত্যুর স্বরণ ইত্যাদি সবকিছু আল্লাহর কাছে অনেক পছন্দনীয় বিষয়ে। আল্লাহ তায়ালা নামাজ-রোজা জীবন-মৃত্যু সহ দুনিয়ার বিভিন্ন কর্মকাণ্ডে আল্লাহর বিধান বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। অথচ মানুষ এসব নির্দেশের চরম অবহেলা করে। আল্লাহর নির্দেশের মধ্যে চারটি কাজে অবহেলা করা আল্লাহর কাছে শুধু অপছন্দনীয় নয় বরং আল্লাহ তায়ালা বিধানের চরম লংঘন। আর তা হলো এক নাম্বার হলোঃ কবরস্তানে বসে হাসাহাসি করা কিংবা মৃত্যুকে নিয়ে উদাসীন থাকা। কবরস্থান মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। মানুষ মৃত্যুর কথা স্মরণ না করে কবরস্তানে বসে হাসাহাসি করা আল্লাহর কাছে চরম অপছন্দনীয় কাজ। তাই কবরস্থানের কাছে হাসাহাসি না করে মৃত্যুর কথা স্মরণ করাই উত্তম। কারণ মৃত্যু চিরন্তন বাণী চিরন্তনী মৃত্যুর মুখোমুখি হওয়ার পরেই মানুষ সত্যটা উপলব্ধি করতে পারবে। তারা তখন আফসোস করতে থাকবে যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার পালনকর্তা আমাকে পুনরায় দুনিয়াতে পেরন করুন। (সূরা আল মুমিনুন আয়াত 99) আল্লাহ তা’আলা আরও বলেন →মৃত্যুর উদ্দেশ্য হলো সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।( সূরা আম্বিয়া আয়াত 35) এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তা’আলা বলেন→ তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু কিন্তু তোমাদের পাকড়াও করবেই যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরও অবস্থান করো তবু তোমাদের মৃত্যু হবে।( সূরা নিসা আয়াত 78) আল্লাহ আরো বলেনঃ আমি তোমাদের মাঝে মৃত্যুকে নির্ধারণ করেছি। (সূরা ওয়াকিয়া আয়াত ৬০) প্রিয় পাঠক আসুন, আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে সঠিক পথে চলার চেষ্টা করি। আর মৃত্যুর মতো একটা চিরন্তন সত্য এবং পরকালের যাত্রা বিষয়কে কোনভাবেই তামাশার বিষয় মনে না করি। দ্বিতীয় নাম্বার হলোঃ নামাজ না পড়া কিংবা নামাজে অবহেলা করা। নামাজ সঠিকভাবে আদায় করা এবং নামাযের সময় হওয়ার সঙ্গে সঙ্গেই দেরি না করে তা আদায় করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন →তারপর সে নামাজিদের জন্য ধ্বংস। যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফিলতি করে।( সূরা মাউন আয়াত ৪-৫) পবিত্র কোরআনে মুনাফিকদের অবস্থা এভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ তায়ালা বলেন→ তারা যখনই নামাজে আসে তখন তারা অবসাদগ্রস্ত দের মত আসে এবং যখনই আল্লাহর পথে খরচ করে তখন তারা অনিচ্ছাকৃতভাবে করে।( সূরা তাওবা আয়াত 4) অর্থাৎ আমরা অনেক সময় নামাজে অলসতা করে থাকি এবং বিশেষ বিপদে না পড়লে আমরা দান করতে চাই না কিংবা হঠাৎ কোনো বিপদে পড়লে আমরা দান-খয়রাতের নিয়ত করে থাকি। কিন্তু স্বাভাবিক ভাবে আমরা দান করতে তেমন আগ্রহ বোধ করিনা। তাই এই অভ্যাসগুলো আমাদের ত্যাগ করতে হবে। পবিত্র কোরআনুল কারিমের ৮২ জায়গায় নামাজ কায়েম করার প্রতি সুস্পষ্ট নির্দেশ রয়েছে। ইসলামী নামাজের গুরুত্ব ও তাৎপর্য যেমন অপরিসীম তেমনি আল্লাহর রহমত ইহকাল পরকালের মুক্তিলাভের প্রধান অবলম্বন হিসেবে নামাজের বৈশিষ্ট্য অতীব তাৎপর্যপূর্ণ। যে ব্যক্তি নামাজের আনুষাঙ্গিক শর্তাবলী যথারীতি পালন করে আদায় করে আল্লাহতালা তাকে আল্লাহর স্বীয় আশ্রয় ও নিরাপত্তা রাখার নিশ্চয়তা প্রদান করবেন। হযরত রাসূল (সাঃ) বলেছেন→ পাঁচ ওয়াক্ত নামাজ স্বচ্ছ নহর সমতুল্য অর্থাৎ দৈনিক পাঁচবার ওই স্বচ্ছ পানিতে গোসল করলে যেমন শরীরের ময়লা ধুলোবালি ইত্যাদি দূর হয়ে যায় তেমনি পাঁচ ওয়াক্ত নামাজ মানুষের সমুদয় গুনাহরাশি মাফ হযরত রাসূল (সাঃ) আরো বলেছেনঃ নামাজ ধর্মের ভিত্তি। যে ব্যক্তি নামায ত্যাগ করেছে সে ধর্মকে বিনাশ করেছে।(প্রাসঙ্গিক হাদিসঃ মুসলিল, হাদিস ১৩৭৯) তিন নাম্বার হলোঃ কোরআন তেলাওয়াতের সময় তা না শোনা বা অগ্রাহ্য করা। আল্লাহ তা’আলা বলেন→ আর যখন কুরআন পড়া হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো যাতে তোমাদের প্রতি দোয়া করা হয়। (সূরা আরাফ আয়াত 204) এর আগের আয়াতে বলা হয়েছে যে পবিত্র কোরআনুল কারীম মুমিনের জন্য রহমত স্বরূপ। তবেই রহমত থেকে পরিপূর্ন লাভবান হওয়ার জন্য কিছু শর্ত ও আদব রক্ষা করা জরুরি।ঐ আদবের প্রতি ইঙ্গিত দিয়েই বলা হয়েছে, যখন কোরআন পড়া হয় তখন তা চুপ থেকে মনোযোগ দিয়ে শোনো যাতে তোমাদের প্রতি রহমত হয়। পবিত্র কোরআনে কারিমের আদব এবং শিষ্টাচার সমূহ থেকে একটি আদব হলো কোরআন পাঠ চলাকালীন চুপ থাকে তা মনোযোগ দিয়ে শোনা। তাফসীরে কুরতুবী বর্ণনা মতে এখানে মনোযোগ দিয়ে শোনার আদেশ দিয়ে আল্লাহ তায়ালা মানুষকে তাঁর বাণী অনুযায়ী পরিপূর্ণ আমলে প্রতিষ্ঠিত হওয়ার নির্দেশ দিয়েছেন। আর আয়তন শতাংশ অর্থাৎ যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। এ থেকে আমরা বুঝতে পারি কোরআন রহমতস্বরূপ হওয়ার শর্ত হলো তার আদব রক্ষা করা। সুতরাং এ কথায় স্পষ্ট যে যারা এর পরিপন্থী কাজ করবে তারা সে রহমত থেকে বঞ্চিত হবে। এবং গজবের উপযোগী হবে। তাই আমরা কুরআন তেলাওয়াতের সময় চুপচাপ থেকে তা মনোযোগের সঙ্গে শুনব। এবং সেই সময় অপ্রয়োজনীয়’ কথাবার্তা বলা থেকে বিরত থাকব। চতুর্থ নাম্বার হলোঃ রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা। রমজান সহ অন্যান্য রোজা রাখার সময় স্ত্রী সহবাস করা যাবে না। কারণ রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রী সহবাস করলে রোজা ভেঙ্গে যায়। আর তা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় কাজ। ফরজ রোজা অবস্থায় দিনের বেলায় সহবাস করার ক্ষেত্রে স্ত্রী যদি স্বামীকে সম্মতি দেয়।তাহলে স্ত্রীর ওপর কাফফারা ফরজ হবে এবং স্বামীর উপরও কাফফারা ফরজ হবে। আর যদি স্বামী জোরপূর্বক স্ত্রীর সাথে সহবাস করে তাহলে স্ত্রীর উপর কোন কিছু ফরজ হবে না শুধুমাত্র স্বামীর উপর কাফফারা ফরজ হবে। তবে রোজা রাখা অবস্থায় স্বামী যদি নিজের যৌন আকাঙ্খাকে নিয়ন্ত্রণে সক্ষম ব্যক্তি হয়ে থাকেন, তাহলে স্ত্রীর সাথে আলিঙ্গন করতে কোন বাঁধা নেই। কিন্তু তা যেন কোন ক্রমেই নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলে। স্বামীর জন্য সহবাস ব্যবতি বা বীর্যপাত ব্যতীত রোজা রাখা অবস্থায় নিজের স্ত্রীকে উপভোগ করা জায়েজ আছে। এর দলিল হল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, নবী সালালাহু আলাইহি সাল্লাম রোজা রেখে স্ত্রীকে চুম্বন করতেন স্ত্রীর সাথে আলিঙ্গন করতেন এবং তিনি ছিলেন তার যৌন আকাঙ্খাকে নিয়ন্ত্রণে সবচেয়ে সক্ষম ব্যক্তি। (বুখারি হাদিস নাম্বারঃ 1927, মুসলিম হাদিস নাম্বারঃ 1106) আল্লাহ আমাদের সকলকে উল্লেখিত বিষয়গুলোর প্রতি যথাযথ খেয়াল রাখার পাশাপাশি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি ![]() The post যে ৪ প্রকার কাজ আল্লাহ তায়ালা পছন্দ করেন না। আসুন সেই কাজ গুলো সবাই জেনে নেই। appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments