[Unity] নতুন ধারণাই নির্মিত এফপিএস এন্টি টেরোরিজম রোবট অ্যাকশন গেমের রিভিউ। |
- [Unity] নতুন ধারণাই নির্মিত এফপিএস এন্টি টেরোরিজম রোবট অ্যাকশন গেমের রিভিউ।
- আমার খেলা সবচেয়ে বেস্ট এজেন্ট স্পাই শুটিং গেমের ঝলক দেখে যান।
- একটি আন্ডার রেটেড স্কেটিং গেমের রিভিউ দেখে যান।
- মোবাইল থেকে ইউটিউব সহ যেকোন ভিডিও লেখাই কনভার্ট করুন মুহুর্তের মধ্যে (নতুন ওয়েবসাইট) || How to Convert Youtube Video To Text File on Mobile 2021
- ‘সিএমডি টিউটোরিয়াল’ পিডিএফ ই-বুক ডাউনলোড করুন
- বর্ণ কিবোর্ড এর জন্য বিজয় লেয়াউট এখনই ডাউনলোড করুন
- Binance Exchange কি ভাবে Accounts খুলবেন এবং ১০০% KYC Full Verified করবেন।
- ছোট্ট একটি দোয়া আপনার সন্তানকে পড়ান। আপনার সন্তানের ব্রেইন ভালো হবে। পড়াশোনা মনে থাকবে।
[Unity] নতুন ধারণাই নির্মিত এফপিএস এন্টি টেরোরিজম রোবট অ্যাকশন গেমের রিভিউ। Posted: Fps Robot Action Game review DETAILS Name:Fps Robot Action Develooper: Mizo Studio inc Genre:Adventure,fps shooting,Arcade, Action,Single Player, Offline,Casual, Premium Language: English Price: 0 USD/{in-app purchases} Rating: 4.5/5 Size:57 mb Robot fps Shooting:এটি হলো একটি ইফপিএজ শুটিং কাউন্টার টেরোরিজম অ্যাকশন গেম।এই গেমে তিনটি মড আছে। Career: সোজা বাংলায় স্টোরি মড বললেই চলে। Team death match: আপনার সাথে রোবটের একটা টিম থাকবে এবং অন্য টিমকে হারাতে হবে। Defuse: বোমা নিষ্ক্রিয় করতে হবে। Review:সবার আগে বলে নি,এটি এপর্যন্ত আমার খেলা কম এমবিতে সবচেয়ে বেস্ট অ্যাকশন গেম।কারণ এটির স্টোরি মড গুলা খুবি এডাক্তিভ ও তার সাথে নতুন মাত্রা যোগ করেছে রিয়ালিস্টিক গ্রাফিক্স। এই গেমে অনেক অস্ত্রের ভেরাইতি আছে এবং বন্দুকের ডিজাইন অনেক সুন্দর করা হয়েছে।যেটা আমার খুবি ভালো লেগেছে।যদিও কন্ট্রোল গুলা আরেকটু ভালো করা যেত।এটি নতুন একটি গেম তাই এটিতে সামনে আরেকটি মড যুক্ত হতে পারে। পুরান ফোন গুলাতে এই গেমটি লেগ করতে পারে।আমার ফোনে করছিল। এ গেমের মিউজিক, সাউন্ড ইফেক্ট গুলা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে খেলে দেখতে পারেন মজার এই গেম টি l আপনার টাইম লস হবে না গেরান্টি দিলাম । এখন গেমের কিসু ডেমো দেখে নিন।
The post [Unity] নতুন ধারণাই নির্মিত এফপিএস এন্টি টেরোরিজম রোবট অ্যাকশন গেমের রিভিউ। appeared first on Trickbd.com. |
আমার খেলা সবচেয়ে বেস্ট এজেন্ট স্পাই শুটিং গেমের ঝলক দেখে যান। Posted: Agent Action review DETAILS Name:Agent Action Develooper: Say games Genre:Adventure,Arcade,indie, Action,Single Player, Offline,Casual, Premium Language: English Price: 0 USD/{in-app purchases} Rating: 4.3/5[Editor Choice] Size:47 mb Agent Action: শুট করে পৃথিবী বাঁচান,অংশ নিন অসাধারণ স্পাই অ্যাডভেঞ্চার এ। এখানে হলিউড স্টাইলের একজন এজেন্ট বা শুটার থাকবে, যার জীবনের একমাত্র লক্ষ্য গোপনে শত্রুদের ধ্বংস করা। Review:সবার আগে বলে নি,এটি এপর্যন্ত আমার খেলা সবচেয়ে বেস্ট এস্পাই এজেন্ট অ্যাকশন গেম।কারণ এটির স্টোরি আমার কাছে খুবই কেচি লেগেছে।বলিউডের একথা টাইগার ফিল্মটির মতো এই গেমের কেরেক্টার কে একটা মেয়ে এসে মিশন দে।তারপর সেটা কমপ্লিট করতে হয়। এ গেমটির অস্ত্র ও এনিমির ভেরাইটি আমার খুব ভালো লেগেছে। সবসময় আলাদা আলাদা এনিমি আসে। আর গেম খেলার প্রথম ধাপগুলো সোজা হলেও আস্তে আস্তে পরের ধাপ গুলো কঠিন হোতে থাকে।এই গেমের মূল বিষয় হলো ফায়ার হোল্ড করা।অর্থাৎ এনিমি গুলি করার পর গুলি আপনাকে অতিক্রম করার পর গুলি করা। ।আর গ্রাফিক্স এর কথা কি বলবো ইন্ডি গেমে যেমন দেখতে পান তেমনিই। এক একটা লেভেল পার করার পর কেরেক্তার পাওয়ার আপডেট করতে পারবেন।যদিও কন্ট্রোল অনেক ভালো লেগেছে আমার। এ গেমের মিউজিক, সাউন্ড ইফেক্ট গুলা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে খেলে দেখতে পারেন মজার এই গেম টি l আপনার টাইম লস হবে না গেরান্টি দিলাম । এখন গেমের কিসু ডেমো দেখে নিন। The post আমার খেলা সবচেয়ে বেস্ট এজেন্ট স্পাই শুটিং গেমের ঝলক দেখে যান। appeared first on Trickbd.com. |
একটি আন্ডার রেটেড স্কেটিং গেমের রিভিউ দেখে যান। Posted: Bunny skater review DETAILS Name:Bunny skater Develooper: Candy Mobile Genre:Adventure,Arcade, Action,Single Player, Offline,Casual, Premium Language: English Price: 0 USD/{in-app purchases} Rating: 4.3/5 Size:6 mb Bunny Skater:এটি হলো shadow skate এর মতো আরেকটি skate গেম যেটিতে একটি খরগোশ থাকে আর সেটা skate করে করে গাজর খায়। Review:২০১৩ সালে রিলিজ হওয়া এই গেমটি কে অনেক টা আন্ডার রেটেড বলা চলে।কম এমবি ও সিম্পল স্টিরি মিলে এটি একটি কমপ্লিট প্যাকেজ।জত লেভেল পার হয় তত কঠিন হোতে থাকে গেমটি।কম এমবির হওয়ায় আমার পুরনো ফোনেও অনেক ভালো চলেছে। আর গ্রাফিক্সের কথা কি বলব,ছয় এমবির মধ্যে অনেক ভালই গ্রাফিক্স বলা চলে।কন্ট্রোল মোটামুটি ঠিকঠাক বলা চলে। এ গেমের মিউজিক, সাউন্ড ইফেক্ট গুলা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে খেলে দেখতে পারেন মজার এই গেম টি l আপনার টাইম লস হবে না গেরান্টি দিলাম । এখন গেমের কিসু ডেমো দেখে নিন।
The post একটি আন্ডার রেটেড স্কেটিং গেমের রিভিউ দেখে যান। appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু আলাইকুম,গত পোস্টে আমি দেখেছিলাম কিভাবে ইউটিউব ভিডিওকে লেখাই কনভার্ট করবেন । এখানে ক্লিক করে পোস্টটি দেখে আসতে পারেন । আগের পোস্টে আমি দেখিয়েছিলাম পিসি বা ল্যাপটপ দিয়ে ইউটিউবসহ যেকোন ভিডিওকে কিভাবে লেখাই কনভার্ট করবেন । আজ আমি দেখাবো কিভাবে মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে এই কাজটি করবেন । কেউ আছেন পড়াশোনার ভিডিওর কথাগুলো লেখায় কনভার্ট করতে চান , আবার কেউ আছেন ইউটিউব এর বিভিন্ন টপিকস ভিডিওর কথাগুলো স্ক্রিপ্ট আকারে লিখে নিজে ভিডিও বানাতে চান তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ । ইউটিউব লিংকের মাধ্যমে ভিডিও আপলোড করে (আপলোড করতে এমবি প্রয়োজন হবে না) কয়েক সেকেন্ডের মধ্যে লেখাই কনভার্ট হবে। Full Post টা পড়বেন আজ আরও একটা নতুন ওয়েবসাইট এর সাথে পরিচয় করাবো যা আগের থেকে অনেক ভালো। আপনাদের সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক, প্রয়োজনীয়তা:
এখন, 1. প্রথমে এই ওয়েবসাইট এ প্রবেশ করতে ক্লিক করুন এবং স্ক্রিনশটে দেখানো Get started Free তে ক্লিক করুন ।
2. আপনি যে কোন ব্রাউজার ব্যবহার করতে পারেন যে ব্রাউজারটি ডেক্সটপ মোড করতে পারবেন সেই ব্রাউজার টি ব্যবহার করুন এক কথায় আপনার ব্রাউজারটি এখান থেকে ডেক্সটপ মোড করে নিন ।
3. গুগোল অথবা যেকোনো ইমেইল দিয়ে একাউন্ট করে নিন। আপনি চাইলে টেম্পোরারি ইমেইল ব্যবহার করতে পারেন । রেজিস্ট্রেশন করার পর ইমেইলে একটা কোড যাবে সেটা ভেরিফিকেশন করে নিন ।
4. একাউন্ট করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে ট্রানস্ক্রিপশন এ ক্লিক করুন।
5. তারপর আপনি বিভিন্নভাবে ফাইল আপলোড করতে পারবেন। যেমন আপনার ফোনের মেমোরি থেকে, গুগোল ড্রাইভ , ড্রপবক্স এবং যেকোন অনলাইন ভিডিওর লিংক থেকে ভিডিও আপলোড করতে পারবেন। তাই আমরা ইউটিউব এর একটা ভিডিও এখানে আপলোড করবো। এখান থেকে লিংকে ক্লিক করুন।
6. এখন আপনি ইউটিউব বা যে ভিডিওটি কনভার্ট করতে চাচ্ছেন তার লিংকটা পেস্ট করুন এবং ইম্পর্ট এ ক্লিক করুন। এরপর আপনার ভিডিওতে যে ভাষা আছে সে ভাষাটা সিলেক্ট করবেন, তারপর সাবমিট এ ক্লিক করুন ।
7. একটু ওয়েট করার পর আপনার ফাইল রেডি হবে তারপর কনভার্টকৃত লেখা গুলো দেখার জন্য এখানে ক্লিক করুন।
8. দেখুন মাত্র কয়েক সেকেন্ডে লেখায় কনভার্ট হয়ে গেছে । এখান থেকে আপনি লেখাগুলো সিলেক্ট করে কপি করতে পারেন ।
9. এখান থেকে টেক্সট, ডকুমেন্ট, ওয়ার্ড পিডিএফ এবং আরো বিভিন্ন ফাইলে সেভ করে রাখতে পারবেন । আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে এক্সপোর্ট এ ক্লিক করুন। ।
10.এখানে প্রথম একাউন্ট খোলার পর আপনাকে 30 মিনিট ফ্রি দিবে যা দিয়ে আপনি ভিডিও কনভার্ট করতে পারবেন ।ভিডিও কনভার্ট করতে গেলে আপনার মিনিটের প্রয়োজন হবে আর এখান থেকে আপনি মিনিট কালেক্ট করতে পারবেন । কোথাও শেয়ার করতে হবেনা জাস্ট ক্লিক করলেই আপনার মিনিট গুলো দিয়ে দিবে, এ মিনিট দিয়ে আপনি পরবর্তী ভিডিও কনভার্ট করতে পারবেন । মিনিট শেষ হয়ে গেলে আপনি টেম্পোরারি ইমেইল দিয়ে আবার একটা অ্যাকাউন্ট খুলে কনভার্ট করতে পারেন । কিভাবে প্রতি একাউন্টে 60 মিনিট করে ফ্রি পাবেন।
Help Menu:কোন কিছুর প্রয়োজন হলে বা কোন কিছু জানার থাকলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার Help Desk. আমার আগের পোষ্ট গুলি মিস করে থাকলে এখান থেকে দেখতে পারেন
Contact me on FacebookContact me on YouTubeধন্যবাদ।The post মোবাইল থেকে ইউটিউব সহ যেকোন ভিডিও লেখাই কনভার্ট করুন মুহুর্তের মধ্যে (নতুন ওয়েবসাইট) || How to Convert Youtube Video To Text File on Mobile 2021 appeared first on Trickbd.com. |
‘সিএমডি টিউটোরিয়াল’ পিডিএফ ই-বুক ডাউনলোড করুন Posted: সেই মার্চ এর মাঝে ই-বুক টি লিখেছিলাম। কিছু মোডিফাই বাকি ছিল। আজ মনে হলো কমপ্লিট করা যাক। তাই বই টি কমপ্লিট করলাম। এবং এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। সিএমডি হলো মাইক্রোসফট এর তৈরি CLI (Command line interpreter) কমান্ড লাইন। যেটা উইন্ডোজ কম্পিউটারে থাকে। আমরা যেমন "মাই কম্পউটার / দিস পিসি" তে ক্লিক করে আমাদের বিভিন্ন ফাইল ভিজিট করে থাকি একে বলে গ্রাফিকাল ইউজার ইন্টারফেস। কিন্তু সিএমডি'তে কোন গ্রাফিকাল ইউজার ইন্টারফেস নেই। এখানে যত গুলো কাজ করা দরকার তার সব কিছু করতে হয় কমান্ড দিয়ে। আপনি তো বেশ বলতে পারেন যে ভালা GUI থাকতে কেন আমি CLI ব্যবহার করবো? এর উত্তরে আমি বলবো যে: সিএমডি সকলের জন্য কাজের জিনিস নাও হতে পারে। তবে এটা ডেভেলপার দের জন যে অনেক কাজের তাতে কোন সন্দেহ নেই। ডেভেলপার দের জন্য সিএমডি অনেক বড় ভুমিকা রাখে। যেমন, গিটহাব ব্যবহার করার জন্য সিএমডি জানা থাকা লাগবেই লগবে। এরকম আরো কত প্রয়োজনে গিটহাব এর ব্যবহার হতে পারে। ক্যারিয়ার হিসেবে যদি আপনি ওয়েবডিজাইনার, ডেভেলপার হতে চান কিন্তু এখনো সিএমডি শেখেননি তবে এই ই-বুক টি আপনার জন্যই তৈরি করেছি। বই টি ডাউনলোড করুন এখান থেকে। আর হ্যা, এটাই আমার প্রথম কোন ই-বুক টিউটোরিয়াল তাই যদি কোন ভুল থাকে শুধরিয়ে দিবেন আশাকরি। আর বই টি সম্পর্কে দুইটি লাইন কমেন্ট করতে ভুলবেন না। যাতে ভবিস্বতে আরো ভালো ভালো ই-বুক লিখতে পারি। The post 'সিএমডি টিউটোরিয়াল' পিডিএফ ই-বুক ডাউনলোড করুন appeared first on Trickbd.com. |
বর্ণ কিবোর্ড এর জন্য বিজয় লেয়াউট এখনই ডাউনলোড করুন Posted: কম্পিউটারের বাংলা লেখার জন্য বিজয় লেয়াউট এর কোন তুলনা নেই। কিন্তু বিজয় হলো একটি পেইড সফ্টওয়ার। এমনকি এই কিবোর্ড লেয়াউটও অন্য কোন বাংলা লেখার সফ্টওয়ারও ব্যবহার করতে পারেনা। কপিরাইট জটিলতার কারনে। এই জন্য আমরা অনেকেই টাইপ করার জন্য বিজয় এর ক্র্যাক ভার্সন ব্যবহার করি। আাবার যারা একটু চালাক আছেন তারা অভ্রতে ইউনিজয় লেয়াউট ব্যবহার করি। কিন্তু ইউনিজয় লেয়াউটের বর্ণ গুলো হালকা এলোমেলো; যেমন ৎ, ঃ, ঙ, ং, ঁ মতো কিছু ক্যারেক্টার গুলো আলাদা যায়গায় আছে। একদিন তো আমার "ঃ , ৎ" খুজে পেতে গুগল সার্চ পর্যন্ত করতে হয়েছিল। যাইহোক, ওসব বাদ দিন! আপনাকে ওসব নিয়ে চিন্তা না করলেও হবে। ইতিপূর্বে অভ্রতে ইউনিজয় এর লেয়াউট ব্যবহার করতাম। তবে একদিন খেয়াল হলো ট্রিকবিডিতে একটা দারুন রিভউ দেখেছিলাম "বর্ণ কিবোর্ড" এর সম্পর্কে। তাই ইন্সটল করে নিলাম রর্ণ কিবোর্ড। বর্ণ এর যেরকম ইউজার ইন্টারফেস। ইন্সটল করে আর ছাড়তে পারলাম না। সবচেয়ে মজার ব্যাপার হলো এর কিবোর্ড লেয়াউট এডিটর। ব্যাসসসস! আরকি বানিয়ে নিলাম একটা কিবোর্ড লেয়াউট একেবারে অবিকল বিজয় এর মতো। I feel very happy. কারন এই কিবোর্ড লেয়াউট আমার কম্পিউটারের ফিজিক্যাল কিবোর্ড এর লেয়াউট এর সাথে একেবারে পারফেক্ট। আর তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম ট্রিকবিডিতে। এখানে লেয়াউট টির স্ক্রিনসট দেখে নিন। ইন্সটলশেনকিবোর্ড লেয়াউট টি এখান থেকে ডাউনলোড করে নিন। এখানে আমি ফাইলটি আর্কাইভ করে দিয়েছি। এক্সট্রাক্ট করতে উইনরার, ৭-জিপ আপনার ইচ্ছা মতো যেকোন একটি ব্যবহার করতে পারেন। এবার আপনি ২ টি ফাইল পাবেন। এখানে আমি সফ্টওয়ার টিও দিয়েছি। যাতে ভবিস্বতে যদি লেয়াউটটি লেটেস্ট বর্ণ এর সাথে কম্প্যাটিবল না থাকে তখন কাজে লাগবে। প্রথমে বর্ণ ইন্সটল করুন। আগে ইন্সটল করা থাকলে দরকার নেই। এবার bijoy borno.kbl ফাইল টিতে রাইট ক্লিক করে ইন্সটল'এ ক্লিক করলেই কেল্লাফতেহ। এখন বর্ণ এর সফ্টওয়ার টি থেকে লেয়াউট পরিবর্তন করে নিন ব্যাস। আশা করি আপনার কাজে লাগবে। কোন জানার থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। The post বর্ণ কিবোর্ড এর জন্য বিজয় লেয়াউট এখনই ডাউনলোড করুন appeared first on Trickbd.com. |
Binance Exchange কি ভাবে Accounts খুলবেন এবং ১০০% KYC Full Verified করবেন। Posted: আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি। আপনরা অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি টিউটিরিয়াল নিয়ে আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা Binance Exchange KYC ফুল ভেরিফাই করবেন আগে আমি আপনাদের সাথে অনেক ধরনের টিপস এন্ড ট্রিক শেয়ার করতাম কিন্তু এখন আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি এখন থেকে আপনাদের কাছে ক্রিপ্টোকারেন্সি থেকেই ভালো কিছু শেয়ার করার চেষ্টা করবো বন্ধুরা আপনারা যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা আগেই লগইন করে নিতে পারেন অথবা আমি দেখাব কিভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন এবং সম্পূর্ণ কাজ কমপ্লিট করবেন বন্ধুরা শুরুতে আমি আপনাদের দেখাই আমার একাউন্টে সম্পন্ন ভেরিফাই নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন Binance Exchange: Click Here Binance Exchange: Click Here [with refer] 1.এখন আপনি চাইলে এখানে আপনার ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে একাউন্ট খুলতে পারবেন এখানে আপনার ইচ্ছামত বসিয়ে দিন তারপর ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করবেন 2.এখানে আমি যেভাবে বলে সেভাবে একটু খেয়াল করবেন সেখানে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর এবং তাতে কিছুই স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড দিতে হবে Fstrickbd@123 3.এখানে আপনার জিমেইলে code পাঠানো হবে code দিয়ে দিবেন 4.এখন আপনার অ্যাকাউন্ট লগইন করার সাথে সাথে আপনার কাছে এরকম দেখাবে এখানে আপনি ফোন নাম্বার টা সিলেক্ট করবেন এটাই ভাল হয় 5.প্রথমে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন এবং নিজের জিমেইল কোড সেন্ট অপশন এ ক্লিক করবেন তাহলে আপনার জিমেইলে একটা কোড চলে যাবে সেইটা জিমেইল বাক্স কোড বাক্স দিবেন এবং কোন নাম্বারে একটা কোড যাবে সেটা কোডটা আপনারা ফোন নাম্বারে জায়গা দিবেন পরে সাবমিট ক্লিক করবেন 6.এখন আপনি Dashboard থেকে unverified Click করবেন। 7.এখন Verify Click করুন 8.এখানে আপনার Smart Card /NID / passport অনুযাযী তথ্য প্রদান করুন। 9. এখন আপনার Identified জন্য আপনার কাছে যেটা আছে তা Select করুন। সাথে First PART / Second part Upload করুন। 10.এখন বাকি কাজ আপনার Apps থেকে করতে হবে। নিচে Apps Link দিলাম। Apps Login করে Profile Option Click করে নিচে Facial Verification Click করবেন। 11. এখন আপনা মোবাইলে সামনের Camera On হবে এবং একটা রোবোট চলে আসবে রোবট টা যেমন করতে বলবে আপনি তেমন করবেন। ( যেমন আপনকে আপনার মুখ বাম দিকে ঘোরাতে বলবে। আবার ডান দিকে) তাহলে কাজ হয়ে যাবে
12. এখন কিছু খন অপেক্ষা করুন আপনার জিমেইল Verified Gmail আসবে। যদি কোনো সমস্যা হয়ে আপনি এই পোস্ট Comment করুন আমি আপনার সম্যার সমাধান দিয়ে দিবো। সাথে Videos Link দিলাম আশা করি কাজে আসবে।
বন্ধুরা যারা Online থেকে ফ্রি তে ঘরে বসে Android ফোন দিয়ে কোনো প্রকার রেফার ছাড়া Cryptocurrency Airdrop কাজ করে ইনকম করতে চান? এবং আপনি যদি মনে করে Android ফোন দিয়ে মাসে ৫০$/১০০$ ইনাকম করা সম্ভব না তবে আপনার কাছে অনুরোধ নিচে আমার Channels Video টা দেখতে পারে আমি ১০০% গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ধরনা পাল্টে যাবে এবং আপনিও বাকি সবার মতো ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহTelegram Channel: Click HereVideo টা দেখতে পারেThe post Binance Exchange কি ভাবে Accounts খুলবেন এবং ১০০% KYC Full Verified করবেন। appeared first on Trickbd.com. |
ছোট্ট একটি দোয়া আপনার সন্তানকে পড়ান। আপনার সন্তানের ব্রেইন ভালো হবে। পড়াশোনা মনে থাকবে। Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । ছোট্ট একটি দোয়া আপনার সন্তানকে পড়ানপ্রিয় পাঠক অনেকে অভিযোগ করেন যে আমার ছেলে বা মেয়ে পড়ালেখা দুর্বল পড়ালেখা করতে চায় না, পড়ালেখায় মন বসে না এবং পড়ালেখা মনে থাকেনা।তো আজকে আপনাদের সাথে যে অজিফাটি আলোচনা করবো, এই অজিফাটি যদি আপনি নিয়মিত করেন ইনশাআল্লাহ আপনার সন্তান পড়াশোনা মন বসবে। পড়াশোনা মনে থাকবে এবং ব্রেইন খুব ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে চালুন দেরি না করে আজকের মূল আলোচনায় চলে যাই। সম্মানিত পাঠক একটি কথা মনে রাখবেন এটি কোনো শরীয়তের আমল নয় বা শরিয়তের কোনো মাসআলাও নয় এটি সরাসরি কুরআনি চিকিৎসা। কেননা পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন → আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত।( সূরা বনি ইসরাঈল আয়াত ৮২) এছাড়া বর্ণিত আছে (ইমাম সুবকী রাদ্বিয়াআল্লাহ তা’আলা আনহূ থেকে বর্ণিত) যে ব্যক্তি কোরআনের মাধ্যমে আরোগ্য তালাশ করে না তার কোন শেফা নাই। ( তাফসীরে কুরতুবী, খন্ড ১০ম পৃষ্ঠা ২৩৫) হযরত আবু হুরায়রা রাদিআল্লাহু তাআ’লা আনহু থেকে বর্ণিত, রাসূলে পাক (সাঃ) বলেছেন → মহান আল্লাহ তায়ালা এমন কোন রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি। ( বুখারী, খন্ড ২য়,পৃষ্ঠা ৮৪৮,হাদিস নং ৫২৭৬; তাফসীরে কুরতুবি, খন্ড ১০ম পৃষ্ঠা ২৩৫) এছাড়া রাসূল (সাঃ) বলেছেন → সবচেয়ে উত্তম ওষুধ হচ্ছে কোরআন পাক। রাসূল (সাঃ) আরো সাধারণ ঘোষণা করেছেন→ যে বাক্যের মধ্যে শির্ক হওয়ার মতো কোনো শব্দ নেই, ঐ ধরনের বাক্য ব্যবহার করে,দম করতে কোনো সমস্যা নাই, রাসূলে পাক (সাঃ) আরো বলেছেন → তোমরা কোরআন ও মধু দিয়ে ব্যাধি নিয়াময়ের ব্যবস্হা করবে। ( ইবন মাজাহ, আস সুনান, খন্ড ২,পৃষ্ঠা ১১৪২,হাদিস নং ৩৪৫২) তবে মনে রাখতে হবে, কোনো প্রকার কুফরি বা শির্ক করা যাবেনা,কেননা আল্লাহ তায়ালা বলেছেন → তোমরা আল্লাহর ইবাদত করো।আর তাঁর সাথে কাউকে শিরক করো না।( নিসা আয়াত ৩৬) প্রিয় পাঠক আসুন আমরা জেনে নেই কিভাবে আমলটি করবেন। প্রথমে এক গ্লাস পরিস্কার বিশুদ্ধ পানিতে হাফ চা চামচ মধু দিয়ে পানিতে ভালো করে মিশিয়ে নিবেন। তারপর বেশ কয়েকবার ( ৩/৫/৬/১১) দুরুদে ইব্রাহীম বা যেকোনো দুরুদ পড়ে নিবেন। অতঃপর ( সূরায়ে আলাম নাশরাহ অর্থাৎ সূরা ৯৪/আল ইনশিরাহ) ৭ বার পড়ুন এবং সূরা ত্বহা এর ১১৪ নাম্বার আয়াতের শেষাংশ ” রাব্বি জিদনি ইলমা “ এটি ৭ বার পড়ুন এবং শেষে আবার কমপক্ষে ৩ বার দুরুদে ইব্রাহীম অথবা যেকোনো দুরুদ পড়ে নিন। এরপর মধু মিশ্রিত পানিতে ৩ বার ফুঁক দিন। আর সেই গ্লাস থেকে আপনার সন্তানকে যতটুকু ৩ ডোকে পান করতে পারে ততটুকু খাওয়ান। বাকী অংশ আপনি খেয়ে ফেলুন। ইনশাআল্লাহ এই আমলের বরকতে আপনার সন্তানের ব্রেইন যথাযথ পরিস্কার হবে অর্থাৎ সন্তান পড়ায় মন বসবে, মায়ের অবাধ্য হবেনা, দুষ্টমি কম করবে। এবং পাশাপাশি মা বা বাবা হিসেবে আপনারও ধৈর্যশক্তি বাড়বে ইনশাআল্লাহ। এই আমলটি আপনি প্রথমত ৭ দিন করুন, যদি তাতে ফল না আসে, তাহলে আরো ৭ দিন -৭ দিন করে মোট ২১ দিন করুন। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post ছোট্ট একটি দোয়া আপনার সন্তানকে পড়ান। আপনার সন্তানের ব্রেইন ভালো হবে। পড়াশোনা মনে থাকবে। appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments