[Our Childhood Memory] আমাদের ছোটবেলায় শোনা সব Cartoon Song এখন একজায়গায় |
- [Our Childhood Memory] আমাদের ছোটবেলায় শোনা সব Cartoon Song এখন একজায়গায়
- Angry Birds এর কনস্পেট এ নির্মিত আমার ফেভারিট একটি গেইম রিভিউ Can Knockdown 3
- Tic Tac Toe Glow স্কুলের পেছনের বেঞ্চে বসে খেলা এই গেইমস এর কথা মনে আছে কি!
- যদি আপনি রাতে দুঃস্বপ্ন দেখে থাকেন তবে Granny এই হরর গেইম টি আপনার জন্য নয়
- [pinball pro] গেমটি আপনাকে ছোটো বেলার কথা মনে করিয়ে দিবে।
- [Annelids] একটি দারুন অনলাইন ব্যাটেল গেম রিভিউ সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক।
- [Survival Rpg] লকডাউনে সময় কাটানোর মতো একটি গেমের রিভিউ দেখে যান। সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক।
- আপনার জীবন এইভাবে নষ্ট করছে। সোশ্যাল মিডিয়া আপনার জীবন কিভাবে বরবাদ করছে দেখুন।
- দেখে নিন WordPress এবং Blogger ওয়েবসাইট এ Adsense দ্বারা দ্বিগুণ ইনকাম করার জন্য কিভাবে Sticky Footer Ads তৈরি করবেন!
- কোনো অ্যাপ ছাড়াই অনলাইনে মেসেজ পাঠান একদম ফ্রি
[Our Childhood Memory] আমাদের ছোটবেলায় শোনা সব Cartoon Song এখন একজায়গায় Posted: এমন একটা সময় ছিলো যখন আমরা স্কুল থেকে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরতাম এটা দেখার জন্য যে Ash আজকে কোন নতুন নতুন pokemon ধরবে। আমরা আমাদের ছোটবেলায় এরকম বিভিন্ন কার্টুন বা এনিমের সাথে অনেক সুন্দর স্মৃতি বানিয়েছি, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি এটা জানি যে,আপনারা সবাই কখনো না কখনো নিজের ছোটবেলা কে অবশ্যই মিস করেন। কিন্তু বর্তমানে আমরা এসব সম্পর্কে প্রায় সবই ভুলে গেছি। আর তাই সবার পুরোনো স্মৃতিকে তাজা করার জন্য নিয়ে আনা হয়েছে আমাদের সমস্ত Childhood Song এক জায়গায়। যেখানে রয়েছে প্রায় 1300+ Childhood song. তো এই cartoon song কে দুই ভাগে ভাগ ভাগ করা হয়েছে। Link:-Childhood Songs পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন| আল্লাহ হাফেজ The post [Our Childhood Memory] আমাদের ছোটবেলায় শোনা সব Cartoon Song এখন একজায়গায় appeared first on Trickbd.com. |
Angry Birds এর কনস্পেট এ নির্মিত আমার ফেভারিট একটি গেইম রিভিউ Can Knockdown 3 Posted:
Game Review DETAILS Name:Can Knockdown 3 Download: 10M Genre:Puzzle, Single Player, Offline Language: English Price: Free Rating: 4.2/5 Size:51MB অ্যান্ড্রয়েড ফোন আসার পর থেকে হাজার হাজার গেইম খেলার সুযোগ হয়েছে কিন্তু অনেক গেইমের নাম আজ মনে পড়ে না। আজকে একটি কম এমবির মধ্যে ভাল একটি Puzzle গেইমের কথা বলব। গেইম টি একদম এর নামের মতোই। আপনাকে একটি ক্যান ফেলে দিতে হবে ব্যাস এতটুকুই কাজ। কিন্তু আসলেই কি এতটুকুই? খেলে দেখুন না একবার, এর প্রতিটি লেভেল কমপ্লিট করতে মাথা গরম হয়ে যাবে আপনার। গেমটি বানানো হয়েছে কিছুটা angry birds এর কনসেপ্ট নিয়ে। কিন্তু ভাইরে ভাই এর এনিমেশন+ গ্রাফিক্স গুলো জোশ। আপনি একটু করে খেলে দেখলেই হবে। আপনি বুঝতেই পারবেন না আপনি একবারে বসে ২০-৩০ টি লেভেল খেলে ফেলেছেন। গেমটি অনেক সুন্দর এবং আসক্তির, যদি এর প্রতি আসক্ত হতে না চান তবে এটি না খেলাই আপনার জন্য উত্তম। The post Angry Birds এর কনস্পেট এ নির্মিত আমার ফেভারিট একটি গেইম রিভিউ Can Knockdown 3 appeared first on Trickbd.com. |
Tic Tac Toe Glow স্কুলের পেছনের বেঞ্চে বসে খেলা এই গেইমস এর কথা মনে আছে কি! Posted:
Game Review DETAILS Name:Tic Tac Toe Glow Download: 10M Genre:Puzzle, Single Player, Offline Language: English Price: Free Rating: 4.3/5 Size:27MB অ্যান্ড্রয়েড ফোন আসার পর থেকে হাজার হাজার গেইম খেলার সুযোগ হয়েছে কিন্তু অনেক গেইমের নাম আজ মনে পড়ে না। আজকে একটি কম এমবির মধ্যে ভাল একটি Puzzle গেইমের কথা বলব। Tic Tac Toe নামটি পরিচিত মনে না হলেও গেমটি সকলের পরিচিত। স্কুলের খাতায়, বইয়ে , বেঞ্চে সকল জায়গায় ঘর একে একে এইসব গেইম খেলেছি আমরা। এই গেমটি ৯ ঘরে খেলে থাকলেও এখানে একাধিক অপশন পাবেন। এর এনিমেশন, গ্রাফিক্স এইসব মিলে গেইম টি আপনার কাছে মনে হবে সম্পূর্ন নতুন কিছু। তবে আমার বড় ডিসপ্লে তে গেইম টি কেমন যেন ফাটাফাটা মনে হয়েছে। হয়ত গেমটি তৈরি করা হয়েছিল ছোট ডিসপ্লে এর জন্য। এর কনসেপ্ট সেইম এবং বেশ কিছু নতুন অপশন আছে। গেমটি প্লে স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটি বার। The post Tic Tac Toe Glow স্কুলের পেছনের বেঞ্চে বসে খেলা এই গেইমস এর কথা মনে আছে কি! appeared first on Trickbd.com. |
যদি আপনি রাতে দুঃস্বপ্ন দেখে থাকেন তবে Granny এই হরর গেইম টি আপনার জন্য নয় Posted:
Game Review DETAILS Name:Granny Download: 100M Genre:Adventure, Horror Language: English Price: Free Rating: 4.3/5 Size:101MB অ্যান্ড্রয়েড ফোন আসার পর থেকে হাজার হাজার গেইম খেলার সুযোগ হয়েছে কিন্তু অনেক গেইমের নাম আজ মনে পড়ে না। আজকে একটি কম এমবির মধ্যে ভাল একটি হরর গেইমের কথা বলব। এর নাম হচ্ছে Granny। granny আপনাকে একটি রুমের মধ্যে আটকে রাখবে আপনার কাজ হবে রুম থেকে বের হওয়া। কিন্তু সাবধান সে সব কিছু শুনতে পায়, মাটিতে কিছু ফেললে সে শুনে ফেলবে এবং দৌড়ে আসবে। আপনি চাইলে খাটের নিচে বা আলমারির ভেতর লুকাতে পারেন। অনেক হার্ড এবং মজাদার একটি গেইম। এটি ছোটদের পাশাপাশি বড়রাও খেলতে পারবে। The post যদি আপনি রাতে দুঃস্বপ্ন দেখে থাকেন তবে Granny এই হরর গেইম টি আপনার জন্য নয় appeared first on Trickbd.com. |
[pinball pro] গেমটি আপনাকে ছোটো বেলার কথা মনে করিয়ে দিবে। Posted: Pinball pro review DETAILS Name:Pinball pro Develooper: TerranDroid Genre:Adventure,Arcade, Action,Single Player, Offline,Casual, Premium Language: English Price: 0 USD Rating: 4.4/5 Size:less then 10mb এই গেমটি আমাকে আমার ছোটো বেলার কথা মনে করিয়ে দেই।এখনো মনে পরে পরীক্ষার আগে পীনবল বোর্ড যুক্ত পেন্সিল বক্স কিনার বায়না করার কথা। পিনবল খেলেনি এমন মানুষ খুঁজে পাওয়া বিরল।তাও অনেকে না জানতে পারে।তাদের জন্য লিখছি, পিনবল হলো একটি বোর্ড গেম,যেখানে একটি ছোট বল থাকে।বলটিকে স্প্রিং দেয়া থ্রো করে দুইটা কাঠি দিয়ে বরি মেরে মেরে পরে যাওয়া থেকে বাঁচাতে হয়। আর বিভিন্ন জায়গায় হিট করলে পয়েন্ট পাওয়া যায় । খেললে বুঝতে পারবেন। এই অ্যাপটিতে পাঁচটি বোর্ড রয়েছে যেটা খেলার মজা আরো বাড়িয়ে দেয়। কম এমবির হওয়ায় আমার পুরনো ফোনেও অনেক ভালো চলেছে। আর গ্রাফিক্সের কথা কি বলব,অনেক ভালই গ্রাফিক্স বলা চলে।কন্ট্রোল মোটামুটি ঠিকঠাক বলা চলে। এ গেমের মিউজিক, সাউন্ড ইফেক্ট গুলা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে ফ্রী তে খেলে দেখতে পারেন মজার এই গেম টি l এই লকদাউনে সময় কাটানোর মত দারুন একটি গেম গেরান্টি দিলাম । এখন গেমের কিসু ডেমো দেখে নিন।
The post [pinball pro] গেমটি আপনাকে ছোটো বেলার কথা মনে করিয়ে দিবে। appeared first on Trickbd.com. |
[Annelids] একটি দারুন অনলাইন ব্যাটেল গেম রিভিউ সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক। Posted: Annelids review DETAILS Name:Annelids Develooper: Michal Srb Genre:Adventure,Arcade, Action,Single Player,multiplayer,online, Offline,Casual, Premium Language: English Price: 0 USD/{in-app purchases} Rating: 4.4/5 Size:16mb এই গেমটিতে আপনি একজন সাপ,যেখানে অন্য সাপেরা আপনাকে মিশন কমপ্লিট করতে বাধা দিবে।তাদের হটিএ আপনাকে মিশন কমপ্লিট করতে হবে।এই গেমের ম্যাপ ও উইপন ভেরিয়েশন আমার খুব ভালো লেগেছে।আরো ভালো লেগেছে কাস্টম ম্যাচ মেকিং টা।যেখানে আপনি আপনার পছন্দের ম্যাপ ও মিশন চয়েস করে নিতে পারবেন।অর অনলাইন মাল্টিপ্লেয়ার খেলার সুবিধা তো থাকছেই।কম এমবির হওয়ায় আমার পুরনো ফোনেও অনেক ভালো চলেছে। আর গ্রাফিক্সের কথা কি বলব,অনেক ভালই গ্রাফিক্স বলা চলে।কন্ট্রোল মোটামুটি ঠিকঠাক বলা চলে। এ গেমের মিউজিক, সাউন্ড ইফেক্ট গুলা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে খেলে দেখতে পারেন মজার এই গেম টি l লকডাউনে ভালই সময় কাটবে গেরান্টি দিলাম । এখন গেমের কিসু ডেমো দেখে নিন।
The post [Annelids] একটি দারুন অনলাইন ব্যাটেল গেম রিভিউ সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক। appeared first on Trickbd.com. |
Posted: Survival Rpg review DETAILS Name:Survival Rpg Develooper: New Games inc Genre:Adventure,Arcade, Action,Single Player, Offline,Casual, Premium Language: English Price: 0 USD/{in-app purchases} Rating: 4.4/5 Size:14 mb এখানে একজন গুপ্তধন সন্ধানী একটা দ্বীপে যায়।সেই দ্বীপে সার্ভআইভ করায় এই গেমের মূল কাহিনী। এ গেমের মিউজিক, সাউন্ড ইফেক্ট গুলা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে খেলে দেখতে পারেন মজার এই গেম টি lলকডাওনে ভালই সময় কাটবে গেরান্টি দিলাম । এখন গেমের কিসু ডেমো দেখে নিন।
The post [Survival Rpg] লকডাউনে সময় কাটানোর মতো একটি গেমের রিভিউ দেখে যান। সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক। appeared first on Trickbd.com. |
আপনার জীবন এইভাবে নষ্ট করছে। সোশ্যাল মিডিয়া আপনার জীবন কিভাবে বরবাদ করছে দেখুন। Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । আপনার জীবন এইভাবে নষ্ট করছে।বর্তমান সময়ে এমন কাউকে খুঁজে পাওয়া খুবই মুশকিল যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইউজ করেন না। কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খুব সহজেই অন্যের সঙ্গে কানেক্ট থাকতে পারি। এবং এর থেকে আমরা ইন্টারটেনমেন্ট পাই। কিন্তু আপনি কি জানেন যে কি করে সোশ্যাল মিডিয়ায় আমাদের ব্রেনের ইফেক্ট ফেলছে। হ্যাঁ অবশ্যই সোশ্যাল মিডিয়ার পজেটিভ নেগেটিভ দুই দিকই রয়েছে। কিন্তু আজকের এই আর্টিকেলে আমরা জানবো যে কিভাবে সোশ্যাল মিডিয়া ও মোবাইল অ্যাডিকশন আমাদের ব্রেইনে ইফেক্ট ফেলছে। কিভাবে সোশ্যাল মিডিয়া আমাদের মোস্ট ভ্যালুয়েবল স্কিলটা নষ্ট করে দিচ্ছে। আমাদের ব্রেইনে ডোপামিন নামের একটি অর্গানিক ক্যামিকেল থাকে। যা নিউরোট্রান্সমিটারের মত কাজ করে আর এই ডোপামিন আমাদের কোন কাজ করার জন্য মোটিভেট করে। আমরা যাই করি না কেন তার পেছনে এই ডোপামিন হরমন কাজ করে। ছোটবেলায় আপনি যখন কোন মেলাতে যেতেন তখন কোন খেলনা বেলুন দেখে আপনি খুব এক্সাইটেড হয়ে পড়তেন। এবং সেটা পাওয়ার জন্য আপনি খুব জেদ করতেন। কারণ সেই খেলনা বেলুন টা দেখার পর আপনার ডোপামিন লেভেল অনেকটাই হাই হয়ে যেত। ধরে নেওয়া যাবে যাক এই বয়সে আপনার এভারেজ ডোপামিন লেভেল ছিল ৫০ আর এবার সে বেলুনটা বা খেলনাটা দেখার পর আপনার ডোপামিন লেভেল বেড়ে হয়ে যেত ৭৫ তাই যতক্ষন না আপনি সেই বেলুন বা খেলনাটা হাতে পেতেন ততক্ষণ আপনি সেটার জন্য জেদ ধরে থাকতেন। আর যখন সেটা আপনি হাতে পেয়ে যেতেন তখন আপনার ডোপামিন লেভেল আবার নরমাল হয়ে যেত। এন্ড প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনার ডোপামিন লেভেল 50 থেকে 100 হয়ে গেছে। তাই এখন আপনি মেলাতে গেলে বেলুন বা খেলনা দেখে এক্সাইটেড হয়ে যান না।বরং মেলাতে আসা মেয়েদের দেখে এক্সাইটেড হন। কারণ খেলনা বা বেলুন আপনার ডোপামিন লেভেলকে 100 এর উপর নিয়ে যেতে পারে না। আর এই কারণেই সেটা দেখে এখন আপনার এক্সাইটেড হয়ে যান না। আর ঠিক এরকমি নিয়মিত নেশা করে ড্রিঙ্কস করে তাদের ডোপামিন লেভেল 400 পর্যন্ত উঠে যেতে পারে।এন্ড এভাবে নেশা করতে করতে তাদের স্বাভাবিক ডোপামিন লেভেল ১০০ থেকে বেরে ২০০ হয়ে যায়। আর এই কারণে সাধারণ জীবন যাপন করে তখন আর তারা আনন্দ পায় না। কারণ দৈনন্দিন জীবনে এমন কোন কাজ নেই যেটা আমাদের ডোপামিন লেভেলকে 200 পার করিয়ে দেয়। আর সোশ্যাল মিডিয়া ও আমাদের ব্রেইনে এভাবে ইফেক্ট করে।হে অবিয়াসলি সোশ্যাল মিডিয়া আমাদের ব্রেইনে ডোপামিন লেভেলকে ৪০০ অবদি নিয়ে যায়না ঠিকি। কিন্তু তার অনেকটাই কাছাকাছি নিয়ে যায়। যখনই আপনার মোবাইলে কোন নোটিফিকেশন আসে তখনই আপনার ডোপামিন লেভেল ইন্সট্যান্টলি বেড়ে যায়। যার কারণে ওই মুহূর্তে নোটিফিকেশন চেক না করে আপনি ইস্থির থাকতে পারেন না। আর এই ঘটনা আপনার সঙ্গে প্রত্যেকদিন ঘটতে থাকায় আপনার ডোপামিন লেভেল আপ ডাউন করতে করতে নরমালের থেকে অনেকটা বেড়ে যায়। আর তখন আপনি কোন কিছুতে ইন্টারেস্ট পান না। আপনি বাড়ির কাজের ইন্টারেস্ট পাননা। পড়াশোনাটাও ইন্টারেস্ট পাননা এমনকি খেলাধুলাতেও ইন্টারেস্ট পাননা। সোশ্যাল মিডিয়া জন্য আমরা কোন কিছুতে ফোকাস করতে পারি না। অল্প কিছুক্ষণ করার পরেই আমরা কোন কাজে ইন্টারেস্ট হারিয়ে ফেলি। আর এই কারণে বর্তমানে প্রত্যেকেই তার মুখে এই কথাটা শোনা যায় যে ধুর ভালো লাগছে না কি যে করি কিছুই ভালো লাগে না। অর্থাৎ সোশ্যাল মিডিয়া মেইনলি আমাদের অ্যাটেনশন এর উপরে ইস্টেমলি ইফেক্ট ফেলছে। আমাদের কন্সেন্ট্রেশন পাওয়ার কে নষ্ট করে দিচ্ছে।এছাড়া সাইন্টিফিক রিসার্জে দেখা গেছে সোশ্যাল মিডিয়া আমাদের মেমোরি পাওয়ার বা স্মৃতিশক্তি কম জোর করে দেয়।আমরা যখন বই পড়ি বা নতুন কিছু শিখি। তখন টেম্পোরারি ভাবে আমাদের শর্ট টাইম মেমোরি তে গিয়ে সেগুলোতে Save হয় অ্যান্ড যখন আমরা রেস্ট করি বা ঘুমায় তখন সেই ডেটা শর্টটাম মেমোরি থেকে ট্রান্সফার হয়ে লংটাইম মেমোরিতে সেভ হয় আর এভাবেই আমরা কোন কিছু মনে রাখি। কিন্তু যখনই আমরা নতুন কিছু শেখার মধ্যে সোশ্যাল মিডিয়া দ্বারা বারবার ডিসকানেক্ট হয়। তখন আমাদের শর্টাম মেমোরিতে সেই ইম্পর্টেন্ট ডেটার সাথে সাথে সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন গুলো জমা হতে থাকে। এভাবে দু’রকম ইনফরমেশন মিশে যাওয়ার ফলে অনেক টাইম পড়াশোনা করার পরেও কোন কিছুই মনে রাখতে পারি না। যার কারণে প্রচুর পড়াশোনা করে পরীক্ষা দিলেও স্টুডেন্টরা কম নাম্বার পাই। তো এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসছে যে সলিউশন টা আসলে কি এর জন্য আমাদেরকে এভারেজ ডোপামিন লেভেল নরমালি ফিরিয়ে আনতে হবে। তাহলেই আমরা আবার আগের মতো করে দৈনন্দিন জীবনের কাজকর্মে ইন্টারেস্ট শুরু করব। আর ভালো লাগছে না কোনকিছুই করতে ইচ্ছা করছে না। এটা থেকে মুক্তি পাব আর এর জন্য সেরা একটি উপায় হলো। আপনার ফোনের নোটিফিকেশন সেটিং এ গিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার প্রভিতি সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন গুলো বন্ধ করে দিন। কারণ ম্যাক্সিমাম টাইম এমনই হয় যে আপনি একটা নোটিফিকেশন চেক করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ফেসবুকে কাটিয়ে দেন। বা কারো সঙ্গে গল্প করতে লেগে যান। তাই সবার প্রথমে আপনাকে সমস্ত সোশ্যাল মিডিয়াতে নোটিফিকেশন অফ করতে হবে।একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করুন। যখন আপনি জমে থাকা সমস্ত নোটিফিকেশন বা পেজ গুলোকে চেক করবেন। আর প্রত্যেকদিন ঐটুকু টাইমে অ্যাক্টিভলি সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্র্যাকটিস করতে থাকবেন। যার ফলে অলটাইম সোশ্যাল মিডিয়া ব্যবহারের অ্যাডিকশন আপনার কম হতে শুরু করবে। আর দ্বিতীয়তঃ যখন আপনি কোন কাজ বা পড়াশোনা করবেন। তখন আপনার ফোন সাইলেন্ট মোড টা অন করে।আপনার থেকে দূরে কোথাও রাখতে হবে আর এভাবেই প্রথম 2 থেকে 4 দিন হয়তো আপনার একটু অসুবিধা হবে। কিন্তু খুব তাড়াতাড়ি এটা আপনার নতুন হেবিটে পরিণত হবে। এবং তৃতীয়তঃ আপনাকে টাইম ম্যানেজ করা শিখতে হবে। কারণ টাইম ম্যানেজমেন্ট এর মাধ্যমে আপনি নিজেকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবেন। Trickbd তে অনেকেই পোস্ট কতে চান কিন্তু করতে পারছেন না। আপনারা ShopTips24.CoM ওয়েবসাইটে পোস্ট করতে পারেন।এখানে একাউন্ট করলেই author।এখানে প্রতি পোস্টের জন্য ৫-৫০ টাকা পর্যন্ত দেওয়া হয়।পোস্টের মানের উপর ভিত্তি করে। Shoptips24.Com আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post আপনার জীবন এইভাবে নষ্ট করছে। সোশ্যাল মিডিয়া আপনার জীবন কিভাবে বরবাদ করছে দেখুন। appeared first on Trickbd.com. |
Posted: 04 Jul 2021 01:25 AM PDT
> First of all login to your Blogger Dashboard Css Code: @media only screen and (min-width: 310px) and (max-width:500px) { > Add new Gadget Html Code: div id=”adBottom” Sorry! এইখানে Code Show হচ্ছে না দয়া করে এই খান থেকে Code গুলা Copy করুন All Code Click Here Now go to your AdSense and Create a new Ad unite> Select fixed size That's It. WordPress PluginHere is a Great Plugin Called Adace You can download and use it for free from Here Ad-Ace.zip এখানে অনেক Code ভালোভাবে নাও থাকতে পারে যদি বুঝতে এবং Code পেতে কোন ধরনের সমস্যা হয় তাহলে দয়া করে এইখানে ক্লিক করে দেখে নিবেন! আরো এমন এমন Tips & Tricks পেতে Trickbd এর সাথেই থাকুন and শুধু বাংলাদেশী Mp3 Song ডাউনলোড করতে Visit করুন এই Website Link এ! Thanks!The post দেখে নিন WordPress এবং Blogger ওয়েবসাইট এ Adsense দ্বারা দ্বিগুণ ইনকাম করার জন্য কিভাবে Sticky Footer Ads তৈরি করবেন! appeared first on Trickbd.com. |
কোনো অ্যাপ ছাড়াই অনলাইনে মেসেজ পাঠান একদম ফ্রি Posted: আজকে দেখাব কিভাবে অনলাইনে একদম ফ্রিতে কোনো অ্যাপ ছাড়াই যেকাউকে মেসেজ পাঠাতে পারবেন। তাহলে চলুন দেখে আসি। The post কোনো অ্যাপ ছাড়াই অনলাইনে মেসেজ পাঠান একদম ফ্রি appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments