Search box..

[Fluid Simulation Free] অ্যান্ড্রোয়েড ফোনের জন্য সেরা Colour Simulation

[Fluid Simulation Free] অ্যান্ড্রোয়েড ফোনের জন্য সেরা Colour Simulation


[Fluid Simulation Free] অ্যান্ড্রোয়েড ফোনের জন্য সেরা Colour Simulation

Posted:

আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।

আজকাল সব অ্যান্ড্রোয়েড ফোনেই এমন সব অপশন রয়েছে,যার মাধ্যমে ইন্টারনেট ছাড়াই খুব সহজেই টাইম পাস করা যায়,ফোনে গেম খেলে বা ভিডিও দেখে।

কিন্তু ইন্টারনেটে এমন কিছু জিনিস রয়েছে,যেগুলো আমাদের অন্যরকম সেটিশফেকশন দেয়।


Fluid Colour Simulation এরকমই একটা অ্যাপ।

App Name:-Fluid Colour Simulation

Size:-

Ratting:-4.6

এই অ্যাপের অ্যানিমেশন এতো দারুণ যে,আপনারা এটা ব্যবহার করার সময় একদমই বিরক্ত হবেন না।

আর এটি ব্যাবহার করাও খুবই সহজ।

এর জন্য আপনাকে ফোনের স্কিনের যেকোনো জায়গায় শুধু টাচ করতে হবে।

তাহলেই বিভিন্ন কালারফুল অ্যানিমেশন আপনারা ইনজয় করতে পারবেন।


এছাড়াও আপনারা এই অ্যানিমেশন ফোনের wallpaper এও খুব সহজেই দিতে পারেন।


যার মাধ্যমে আপনারা ফোনকে এক অন্যরকম লুক দিতে পারবেন।




এই অ্যাপটির বাম পাশে মেনু অপশন রয়েছে,যার মাধ্যমে আপনারা খুব সহজেই এই অ্যাপটিকে কাস্টমাইজ করতে পারবেন।


Download Link-Fluid Simulation Free]

পরিশেষে,এই অ্যাপটি শুধুমাত্র টাইম পাস করার জন্য।তাই সবার এটা ভালো নাও লাগতে পারে।তাই দয়া করে কমেন্ট বক্সে উল্টাপাল্টা কমেন্ট না করার অনুরোধ রইলো।

পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন|

আল্লাহ হাফেজ

The post [Fluid Simulation Free] অ্যান্ড্রোয়েড ফোনের জন্য সেরা Colour Simulation appeared first on Trickbd.com.

বাংলাদেশ থেকে কিভাবে bit.ly লিংক ভিজিট করবেন?

Posted:


অনেকদিন হলো বাংলাদেশ থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় Url Shortener:- bit.ly লিংক ভিজিট করা যাচ্ছে না। অনেক সময় ভিজিট হয় আবার অনেক সময় হয়না। অনেকে হয়তো মনে করেছেন যে আপনার নেটে সমস্যা বা অনেকে মনে করেছেন এটা সরকারি ভাবে ব্লক করা যেমন পর্ণ সাইটগুলো ব্লক।
আসলে bit.ly উপরের কোন কারনেই বন্ধ বা ব্লক না। bitly ব্লক থাকার পেছনে অন্য কারন আছে। তাহলে চলুন কারনটা জেনে নেয়া যাক।

bit.ly কেন বাংলাদেশে ব্লক?

আসলে বাংলাদেশে bitly ব্লক পুরোপুরি না। আপনি ইচ্ছা করলে bitly.com এই ডোমেইন দিয়ে তাদের হোমপেইজে ভিজিট করতে পারবেন এবং একাউন্ট লগিন, রেজিস্ট্রেশন, এনালাইটিকস সবই দেখতে পারবেন। বাংলাদেশে মূলত bit.ly শর্ট ডোমেইনটা ব্লক। অর্থাৎ bit.ly/visit75566 এরকম শর্ট লিংক ভিজিট করা যাবে না বাংলাদেশ থেকে।

বাংলাদেশে bitly প্রচুর পরিমাণ ব্যবহার করার পরও কেউ Premium Subscription করেনি তাই bitly অফিসিয়ালি তাদের শর্ট লিংক বাংলাদেশে ব্লক করে দিয়েছে। দেশে যে পরিমাণ লিংক শর্ট করা হয়। যেমনঃ সিম কোম্পানি Mobile Sms এর মাধ্যমে যত লিংক দিত সবই bit.ly ব্যবহার করতো, যত টিভি চ্যানেল তারা তাদের YouTube, Facebook সব জায়গায় bit.ly লিংক ব্যবহার করতো।
মোটকথা বড় বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যক্তিগত ভাবে সবাই bit.ly ব্যবহার করতো। তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ লিংক শর্ট করা হতো bit.ly দিয়ে।
অথচ এত এত লিংক শর্ট করার পরও কোন ব্যক্তি তো দুরে থাক
কোন বড় প্রতিষ্ঠান যেমনঃ টিভি চ্যানেল, সিম কোম্পানি, কেউ Premium Subscription করেনি। বুঝতেই পারছেন দেশের প্রতিষ্ঠান গুলো কি পরিমাণ হাড়কিপ্টা 😆। প্রতিটা প্রতিষ্ঠান মাসে অন্তত ১০ হাজার+ লিংক শর্ট করতো bit.ly দিয়ে। আবার পার্সোনাল ইউজার তো আছেই।
bit.ly যেহেতু বাংলাদেশ থেকে কোন প্রফিট পাচ্ছিলো না, তাই তারা তাদের সার্ভিস নিজেরাই বন্ধ করে দিয়েছে। আমার মতে এটা ঠিকই আছে। কারন এত এত Bandwidth এত ভালো সার্ভিস আপনি ফ্রিতে ব্যবহার করবেন অথচ বিনিময়ে কিছু দিতে পারবেন না, এত বড় প্রতিষ্ঠান চালানোর পরও। তাই এটা বন্ধ করে bit.ly ঠিক কাজই করেছে।

  • আমার কথা বিশ্বাস না হলে নিচের লিংক থেকে আর্টিকেল টা পড়ে নিতে পারেনঃ Is free URL shortener site bit.ly banned in Bangladesh?
  • কিভাবে বাংলাদেশ থেকে bit.ly লিংক ভিজিট করবেন?

    ব্লক থাকার পরও আপনি ইচ্ছা করলে অনেক সহজেই bit.ly লিংক ভিজিট করতে পারবেন।
    ১. VPN দিয়েঃ
    আপনি যেকোন VPN দিয়ে bit.ly লিংক ভিজিট করতে পারবেন। VPN কানেক্ট করে লিংক ওপেন করুন কোন সমস্যা হবে না, আরামসে ভিজিট হবে।

    ২. Domain Replace করেঃ
    আপনি bit.ly এর অল্টারনেটিভ ডোমেইন ব্যবহার করে তাদের শর্ট লিংক ভিজিট করতে পারবেন। bitly.com এর মোট ৩টা ডোমেইন আছে। যথাঃ
    – bitly.com (Main)
    – bit.ly (Short)
    – j.mp (registered to Bitly, and using the top-level domain of the Northern Mariana Islands, a commonwealth of the United States).

    সুতরাং এই ৩টা ডোমেইন এর যেকোনো একটা দিয়ে আপনি bitly.com এ ভিজিট এবং শর্ট লিংকও ভিজিট করতে পারবেন। যেহেতু বাংলাদেশে শুধু bit.ly শর্ট ডোমেইন টা ব্লক তাই বাকি দুইটা ডোমেইন দিয়ে শর্ট লিংকও ভিজিট করা যাবে।
    শুধু শর্ট লিংক (https://bit.ly/visit75566) এর bit.ly এইটা পরিবর্তন করে এর জায়গায় bitly.com বা j.mp বসিয়ে দিলেই হবে।
    না বুঝলে নিচের ছবিগুলো দেখুন।

    bit.ly এর জায়গায় j.mp বসিয়ে দিয়েছি।

    bit.ly এর জায়গায় bitly.com বসিয়ে দিয়েছি।

    আশা করি বুঝতে পেরেছেন। তবুও সমস্যা হলে কমেন্ট করুন।

    ৩. Proxy Server এর মাধ্যমেঃ
    আপনি যদি VPN ব্যবহার করতে না চান এবং ডোমেইন রিপ্লেস ঝামেলা মনে হয় তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।
    প্রথমে bit.ly শর্ট লিংকটা কপি করুন তারপর Proxysite.Com এ যান। এবার যে বক্সটা দেখতে পাচ্ছেন সেখানে শর্ট লিংকটা পেস্ট করে Go তে ক্লিক করুন, দেখবেন লিংকে ভিজিট হবে। বুঝতে না পারলে নিচের ছবিটা দেখুন।

    এইছিলো আমার জানা ৩টা পদ্ধতি। আজকের পোস্ট এখানেই শেষ করবো। কোনকিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন। আর কিছু জানার থাকলেও কমেন্ট করতে পারেন।


    সকল প্রকার Bangla PDF বই ডাউনলোড করতে আমাদের সাইটে ভিজিট করুন। আপনি ইচ্ছা করলে আমাদের সাইটে আপনার পছন্দের বই আপলোড করার জন্য রিকুয়েস্ট করতে পারবেন। তাছাড়া বই ডাউনলোড না করে অনলাইনে পড়ারও সুবিধা রয়েছে আমাদের সাইটে। ভিজিট করার আমন্ত্রণ রইলো ☺

  • Okbubu.Com
  • The post বাংলাদেশ থেকে কিভাবে bit.ly লিংক ভিজিট করবেন? appeared first on Trickbd.com.

    [Swamp attack] অফলাইন এবং মাল্টিপ্লেয়ার গেম রিভউ,সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক।

    Posted:

    Swamp attack review



    DETAILS

    Name:Swamp attack
    Develooper: outfit 7limited
    Genre:Adventure,Arcade, Action,Single Player,multiplayer,online, Offline,Casual, Premium
    Language: English
    Price: 0 USD/{in-app purchases}
    Rating: 4.5/5
    Size:130+mb
    Review:

    এই গেমটিতে আপনাকে আপনার ঘরের রক্ষা করতে হবে,কুমির জম্বিদের মতো শত্রু দের থেকে। তাদের হটিএ আপনাকে মিশন কমপ্লিট করতে হবে।এই গেমের উইপন ভেরিয়েশন আমার খুব ভালো লেগেছে।ফ্রিজ,ফায়ার, বোম,ডিফেন্স উইপন ইত্যাদি।এখানে এনিমি গুলাও অনেক ডিফারেন্ট। একেকটা কে একেক কৌশলে মারতে হয়।গান ফায়ারিং এও আলাদা আলাদা টেকনিক ফলো করতে হবে।অর অনলাইন মাল্টিপ্লেয়ার খেলার সুবিধা তো থাকছেই।কম এমবির হওয়ায় আমার পুরনো ফোনেও অনেক ভালো চলেছে। আর গ্রাফিক্সের কথা কি বলব,অনেক ভালই গ্রাফিক্স বলা চলে।কন্ট্রোল মোটামুটি ঠিকঠাক বলা চলে।
    যদিও বেশিরভাগ উইপন লক থাকে খেলার শুরুতে।ক্র্যাক ভার্সন ডাউনলোড করে আনলিমিটেড কয়েন পাবেন।যা দিয়ে অস্ত্র গুলো কিনে নিতে পারবেন।

    এ গেমের মিউজিক, সাউন্ড ইফেক্ট গুলা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে খেলে দেখতে পারেন মজার এই গেম টি l লকডাউনে ভালই সময় কাটবে গেরান্টি দিলাম ।

    এখন গেমের কিসু ডেমো দেখে নিন।

    Tested Device

    Device: Symphony v120
    Android: 7
    Root: Not Rooted Rom: Stock


    SCREENSHOTS

    The post [Swamp attack] অফলাইন এবং মাল্টিপ্লেয়ার গেম রিভউ,সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক। appeared first on Trickbd.com.

    [Robbery Bob-sneaky adventure] অফলাইন গেম রিভউ,সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক।

    Posted:

    Robbery Bob-sneaky adventure review



    DETAILS

    Name:Robbery Bob-sneaky adventure
    Develooper: Deca-Games
    Genre:Adventure,Arcade, Action,Single Player, Offline,Casual, Premium
    Language: English
    Price: 0 USD{in-app purchases}
    Rating: 4.4/5
    Size:40+mb
    ফিচার: Review:

    এই গেমটিতে আপনি একজন চোর ও আপনাকে বিভিন্ন কৌশল অবলম্বন করে ধরা নাপরে মিশন কমপ্লিট করতে হবে। এই গেমটি একটা জিনিষ আমার খুব পছন্দ হয়েছে।সেটা হলো,আপনি যদি চুরি করতে গিয়ে ধরা খান তা হলে দৌড়ে পালিয়ে আসতে পারবেন।সাথে আপনার মিশন ও কমপ্লিট হবে।কম এমবির হওয়ায় আমার পুরনো ফোনেও অনেক ভালো চলেছে। আর গ্রাফিক্সের কথা কি বলব,অনেক ভালই গ্রাফিক্স বলা চলে।কন্ট্রোল মোটামুটি ঠিকঠাক বলা চলে।ক্র্যাক ভার্সনে সুট অ্যাবিলিটি গুলা নিতে পারবেন।

    এ গেমের মিউজিক, সাউন্ড ইফেক্ট গুলা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে ফ্রী তে খেলে দেখতে পারেন মজার এই গেম টি l এই লকদাউনে সময় কাটানোর মত দারুন একটি গেম গেরান্টি দিলাম ।

    এখন গেমের কিসু ডেমো দেখে নিন।

    Tested Device

    Device: Symphony v120
    Android: 7
    Root: Not Rooted Rom: Stock


    SCREENSHOTS

    The post [Robbery Bob-sneaky adventure] অফলাইন গেম রিভউ,সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক। appeared first on Trickbd.com.

    [Treasure island hidden object] গেম রিভউ,সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক।

    Posted:

    Treasure island hidden object review



    DETAILS

    Name:Treasure island hidden object
    Develooper: Webelinx hidden object games
    Genre:puzzle, hidden object,Single Player, Offline,Casual, Premium
    Language: English
    Price: 0 USD/{in-app purchases}
    Rating: 4.3/5
    Size:42 mb
    Review:

    এখানে একজন নাবিক আছে,যে বিভিন্ন জায়গায় নিজের সম্পত্তি লুকিয়ে রেখেছে। সে সম্পত্তি তাকে খুঁজে দেয়ায় আপনার কাজ।
    কম এমবি ও সিম্পল স্টিরি মিলে এটি একটি কমপ্লিট প্যাকেজ।কম এমবির হওয়ায় আমার পুরনো ফোনেও অনেক ভালো চলেছে। আর গ্রাফিক্সের কথা কি বলব,অনেক ভালই গ্রাফিক্স বলা চলে।কন্ট্রোল মোটামুটি ঠিকঠাক বলা চলে। ক্র্যাক ভার্সন এ আনলিমিটেড কয়েন থাকবে।ওগুলো আপনার ইচ্ছা মত ইউজ করতে পারবেন।

    এ গেমের মিউজিক, সাউন্ড ইফেক্ট গুলা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে খেলে দেখতে পারেন মজার এই গেম টি lলকডাওনে ভালই সময় কাটবে গেরান্টি দিলাম ।

    এখন গেমের কিসু ডেমো দেখে নিন।

    Tested Device

    Device: Symphony v120
    Android: 7
    Root: Not Rooted Rom: Stock


    SCREENSHOTS

    The post [Treasure island hidden object] গেম রিভউ,সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক। appeared first on Trickbd.com.

    (অনলাইন আর্নিং) অনলাইনে অল্প কাজ করে রিচার্জ নিন মিনিমাম ২০ টাকা রিচার্জ

    Posted:

    আসসালামু আলাইকুম,
    কেমন আছেন সবাই?
    আশা করি ভালই, ট্রিকবিডি থাকতে কে না ভালো থাকবে? 🥰
    আপনাদের শরীরের পাশাপাশি মন কে ভালো করার জন্য নিয়ে এলাম আমার আজকের এই পোস্ট টি।

    আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটি অ্যাপ থেকে অল্প একটু কাজ করেই টাকা রিচার্জ নিতে পারবেন।

    আপনাদের অনলাইনে আর্ন করার জন্য প্রথমে আপনাদের এই অ্যাপ টি ডাউনলোড করতে হবে।

    Download This App

    এটা ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন।
    তারপর স্ক্রিনশট ফলো করুন।

    এই অ্যাপ টি ইন্সটল করে ওপেন করুন।

    তারপর স্কিপ দিন

    তারপর প্রোফাইল

    এখন আপনাদের যেকোন অপশন দিয়ে লগিন বা সাইনাপ করা লাগবে আশা করি এটা বুঝাতে হবে না।

    তারপর জন্ম তারিখ ও আপনাদের লিঙ্গ সিলেক্ট করুন

    এখন আপনাদের একাউন্ট খোলা হয়ে গেছে।

    এখন আপনাদের বলি আপনারা কিভাবে এটায় ইনকাম করবেন।
    এটায় আপনারা ভিডিও দেখে লাইক করে শেয়ার করে ও ফলো করে টাকা পেতে পারেন। কিন্তু এর পরিমাণ অনেক কম। তাই আপনাদের রেফারেল করতে হবে।
    আপনারা রেফারেল করে ৯০ টাকা পর্যন্ত পেতে পারেন।

    তো চলুন দেখাই কিভাবে করবেন।

    প্রথমে আপনারা এখানে যান।


    তারপর আপনাদের ডেইলি কিছু কয়েন দেওয়া হবে এগুলো ক্লেইম করবেন

    এখন আপনাদের সর্বোচ্চ ৩০ টাকা দেওয়া হবে যদি আপনারা একটা রেফার কোড বসান



    আপনারা চাইলে আমার কোডেই বসাতে পারেন।
    আমার কোডঃ 841960716

    তারপর Bind Now দিবেন
    সাথে সাথে আপনাদের সর্বোচ্চ ৩০ টাকা দেওয়া হবে।

    এখন আসেন আপনারা কিভাবে রেফার করবেন

    আপনাদের রেফার করার জন্য শুধু আপনারা ইনভাইট করবেন তারপর আপনাদের এই কোড টা দিয়ে দিবেন

    এখন বলি আপনারা রেফার করার সাথে সাথেই পাবেন ১৫ টাকা।
    আর আপনি যাকে রেফার করেছেন সে যদি ২ দিন ১৫ মিনিট করে এই অ্যাপ ইউজ করে তাহলে পাবেন আরো ১০ টাকা।
    আর যদি সে রেগুলার ভিডিও দেখে এই অ্যাপ এ তাহলে পাবেন আরো ৬৫ টাকা।

    প্রতি টি রেফারের এর বোনাস আপনার একাউন্টে আসতে লেইট হতে পারে। তাই ভয় নাই আসবে কিছুক্ষণ পরে। আর হ্যাঁ প্রথমে তা কয়েন থাকবে পরের দিন সকাল ৮টায় তা টাকায় কনভার্ট হবে আর তখনি রিচার্জ নিতে পারবেন।
    রিচার্জ যেভাবে নিবেন।ঃঃ

    আর অবশ্যই আপনাদের একটা ভয় আছে যে কাজ করে যদি টাকা না পাই।
    আমি রিচার্জ নিলাম আজ সকালেই তাই আপনাদের জন্য নিয়ে আসলাম।
    আমার পেমেন্ট প্রুফঃ

    আমি জানি আমার পোস্টে অনেক কমতি আছে। সময়ের স্বল্পতার জন্য পারিনি ভালো করে সাজাতে। তাই যদি কোন সমস্যা থাকে কমেন্টে জানাবেন সমাধানের চেষ্টা করবো ইনশা আল্লাহ 🥰

    The post (অনলাইন আর্নিং) অনলাইনে অল্প কাজ করে রিচার্জ নিন মিনিমাম ২০ টাকা রিচার্জ appeared first on Trickbd.com.

    সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২১ – সকল সিমের দরকারি কোড – জেনে নিন

    Posted:

    আসসালামু আলাইকুম । আশা করি সৃষ্টিকর্তার মেহেরবানীতে সকলে ভালো আছেন। বাংলাদেশে বর্তমানে ৫টি সিম অপারেটর রয়েছে যেমন জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক । আমরা শখের কারণে অথবা বিভিন্ন প্রয়োজনে একাধিক অপারেটরের একাধিক সিম কিনি এবং ব্যবহারও করি।
    বাংলাদেশের যেকোনো অপারেটরের সিম ব্যবহার করতে গেলে বিভিন্ন কোডের প্রয়োজন হয়। তাই আজকে আমি বাংলাদেশের সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২১ (সকল সিমের দরকারি কোড ২০২১) অনলাইন থেকে অনেক সময় দিয়ে সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করলাম।

    সকল সিমের ব্যালেন্স চেক করার কোড দেখে নিন :

    ★ গ্রামীণফোন সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *566#

    ★ রবি সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *222#

    ★ এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *778#

    ★ বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *124#

    ★ টেলিটক সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *152#

    সকল সিমের নাম্বার বের করার কোড :

    আমরা অনেকেই নিজের নাম্বার ভুলে যাই তাই সকল সিমের নিজের নাম্বার বের করার কোড দেখে নিন :

    ★ গ্রামীণফোন সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *2#

    ★ রবি সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *2#

    ★ এয়ারটেল সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *2#

    ★ বাংলালিংক সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *511#

    ★ টেলিটক সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *551#

    সকল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড :

    ★ গ্রামীণফোন সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *566*10#

    ★ এয়ারটেল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *8444*88#

    ★ রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *8444*88#

    ★ বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *124*50#

    ★ টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আলাদা কোড ডায়াল করার প্রয়োজন হয় না কারণ আপনার যদি ইন্টারনেট প্যাকেজ নেওয়া থাকে তাহলে *152# কোড ডায়াল করে সিমের ব্যালেন্স চেক করলে ইন্টারনেট ব্যালেন্সও একই সাথে এক মেসেজ এর মাধ্যমে আপনার সিমের মোট ব্যালেন্স এবং ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন।

    সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সংক্রান্ত সকল কোড :

    জিপি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সংক্রান্ত সকল কোড দেখে নিন :

    জিপি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স সবোর্চ্চ ২০০ টাকা পর্যন্ত দিয়ে থাকে তবে জিপি সিম সকল গ্রাহকের জন্য সর্বনিম্ন ১১ টাকা নির্ধারণ করেছে । আপনার সিমে যত বেশি টাকা খরচ করবেন আপনার ইমার্জেন্সি ব্যালেন্স ততো বেশি টাকা দিবে। আপনার সিমে কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন জানতে জায়াল করুন : *1211010*2#

    জিপি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন : *1211*3# (চার্জ ফ্রি)।

    জিপি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *1211*3# অথবা *566# কোড ডায়াল করেও দেখতে পারবেন।

    রবি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সংক্রান্ত সকল কোড দেখে নিন :

    রবি সিম থেকে সবোর্চ্চ ১০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন তবে রবি সিম প্রত্যেক গ্রাহকের জন্য সর্বনিম্ন ১২ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নির্ধারণ করছে।

    আপনার রবি সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন কিনা যাচাই করতে ডায়াল করুন : *8#

    রবি সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন : *123000#

    রবি সিম থেকে ১২ টাকা অথবা তার উপরে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার ক্ষেত্রে ২ টাকা (ট্যাক্সবাদে) SMS নোটিফিকেশন চার্জ প্রযোজ্য।

    রবি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *1# অথবা *222#

    এয়ারটেল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স পাওয়ার কোড দেখে নিন :

    এয়ারটেল সিম ইমার্জেন্সি ব্যালেন্স সবোর্চ্চ ১০০ টাকা পর্যন্ত দেয় তবে এয়ারটেল সিম প্রত্যেক গ্রাহকের জন্য ইমার্জেন্সি ব্যালেন্স সর্বনিম্ন ১২ টাকা নির্ধারণ করছে।

    এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন : *141# (চার্জ প্রযোজ্য)।

    এয়ারটেল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার জন্য আলাদা কোডের প্রয়োজন হয় না *778# কোড ডায়াল করলে আপনার সকল ব্যালেন্স দেখতে পারবেন।

    বাংলালিংক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সংক্রান্ত সকল কোড দেখে নিন :

    বাংলালিংক সিমে ইমার্জেন্সি ইন্টারনেট সার্ভিস নিতে ডায়াল করুন : *875#

    বাংলালিংক সিমে ইমার্জেন্সি ইন্টারনেট সার্ভিসের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *8750#

    বাংলালিংক সিমের ইমার্জেন্সি মিনিট নিতে ডায়াল করুন : *874#

    বাংলালিংক সিমে ইমার্জেন্সি কত মিনিট জানতে ডায়াল করুন : *8740#

    টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড দেখে নিন :

    টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স নিতে *1122# SMS করুন 1122 নাম্বারে। এছাড়াও আপনি যদি প্রয়োজনীয় এমাউন্ট নিতে চান তাহলে *1122*50# SMS করুন 1122 নাম্বারে।

    টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে *11220# SMS করুন 1122 নাম্বারে।

    সকল সিমের স্পেশাল অফার দেখার কোড :

    ★ গ্রামীন সিমের স্পেশাল অফার জানতে ডায়াল করুন : *999# অথবা *999*2#

    ★ রবি সিমের স্পেশাল অফার দেখতে ডায়াল করুন : *999#

    ★এয়ারটেল সিমের স্পেশাল অফার দেখতে ডায়াল করুন : *999#

    ★ বাংলালিংক সিমের স্পেশাল অফার দেখতে ডায়াল করুন : *888#

    ★ টেলিটক সিমের স্পেশাল অফার দেখার কোড এই পোস্ট লেখা পর্যন্ত সংগ্রহ করা যায়নি সংগ্রহ হলে যুক্ত করে দিবো।

    The post সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২১ – সকল সিমের দরকারি কোড – জেনে নিন appeared first on Trickbd.com.

    Latoken Airdrop থেকে কিভাবে ইনকাম করবেন A to z Guide । Latoken Exchange কি ভাবে Accounts খুলবেন এবং ১০০% KYC Full Verified করবেন

    Posted:

    আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি।  আপনরা  অনেক ভাল আছেন।  আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি  টিউটিরিয়াল নিয়ে আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা latoken Exchange KYC ফুল ভেরিফাই করবেন 

    আজকের পোস্টে আজকে আমি আপনাদের Latoken এক্সচেঞ্জে কিভাবে সম্পন্ন কেওয়াইসি কমপ্লিট করবেন এবং সাথে কিভাবে আপনি এয়ার্ড্রপ গুলোকে জয়েন করবেন এবং মাসে ভালো একটা পেমেন্ট ইনকাম করবেন সেই জন্য জন্য অবশ্যই আপনাকে ফুল পোস্ট মনোযোগ সহকারে পড়তে হবে এবং সাথে আমি কিছু ভিডিও এড করে দিব যাতে পোস্ট পড়বার পর করার পর আপনি লাইভে কাজ গুলো কমপ্লিট করতে পারেন|
    বন্ধুরা আপনারা যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা আগেই লগইন করে নিতে পারেন অথবা আমি দেখাব কিভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন এবং সম্পূর্ণ কাজ কমপ্লিট করবেন
    বন্ধুরা শুরুতে আমি আপনাদের দেখাই আমার একাউন্টে সম্পন্ন ভেরিফাই
    নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন
     
    latoken Exchange: Click Here
    latoken Exchange: Click Here [with refer]
    1.এখন আপনি চাইলে এখানে আপনার ইমেইল দিয়ে দিবেন। তার পারে Next Click করবেন
    2.এখানে আপনার পাসওয়ার্ড বসিয়ে দিন এবং নিচে যদি মন চায় আমার রেফার কোড ইউজ করতে পারেন। Now click Singup

    3.  লগিং কোড যাবে আপনার জিমেই আপনি যে জিমেইল দিয়েছেন সেখান থেকে code বসিয়ে লগইন করে নিবেন 

    4.এখন প্রোফাইল অপশনে ক্লিক করবেন।

    5.এখানে Apply to Tier 2 Click করবেন।

    6.এখানে ন্যাশনাল আইডি কার্ড এর অনুযায়ী নিচে নাম ঠিকানা পূরণ করবেন অবশ্যই।  তা না হলে আপনার Accounts Verified হবেনা।

    7.এখন আপনাকে একটি সাদা কাগজে লিখতে হবে Latoken তার নিচে ঠিক আজকের Date আপনি যদি আজকে সাবমিট করতে চান আজকের ডেট গতকাল date একটা ছবি তুলতে হবে  And upload করতে হবে।

    8. এখানে id card এর First part upload করবেন।

    Id Card Number দিবেন।

    expired Date দিবেন

    এখনে আপনার id  প্রদান এর date দিবেন

    4/5 বেশি expired Date দিবেন।

    5/06/2021

    5/06/2036

    আমার মতো করে দিবেন তাহলে কোনো সমস্যা হবে না।  Then Click Apply

    9.এখন আপনার  কাজ শেষ Accounts 72 hours Verified Mail পেযে যাবেন। তবে এতো সময় লাগেনা।সাথে সাথে হয়ে যায় যেমন আমার টা দেখুন

    এখন আপনার যদি কোন কাজ করতে Problem হয় এই পোষ্টের নিচে আপনি কমেন্ট করুন আমি আপনার সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আর যদি আমার Post মধ্যে কোথাও ভুল হয় দয়া করে আমাকে জানাবেন আমি তা সঠিক করে দেবার চেষ্টা করবো

     

    কিভাবে কেওয়াইসি করবেন তার সম্পূর্ণ ভিডিও

    🤖Kyc তো Complete হয়ে গেলো এখন কিভাবে Latoken Airdrop থেকে ইনাকম করবেন? 

    Latoken Airdrop jon করতে হয় Latoken Airdrop Bot দিয়ে।  এখন যদি বট এর পোস্ট দেই অনেক বড় পোস্ট হয়ে যাবে তাই নিচের Video দেখে নিবেন  A to Z কি ভাবে Bot  কাজ করতে হয় আমি দেখিয়েছি।  ভিডিও টা দেখে আপনি কাজ শুরু করলে তার পড়ে থেকে আপনি Latoken Airdrop ইনকাম করতে পারবেন।

    লাটোকেন Airdrop Bot A to Z Guide Video

    📲বন্ধুরা যারা Online থেকে ফ্রি তে ঘরে বসে Android ফোন দিয়ে কোনো প্রকার রেফার ছাড়া Cryptocurrency Airdrop কাজ করে ইনকম করতে চান? এবং আপনি যদি মনে করে  Android ফোন দিয়ে মাসে ৫০$/১০০$ ইনাকম করা সম্ভব না তবে আপনার কাছে অনুরোধ নিচে আমার Channels Video টা দেখতে পারে আমি ১০০% গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ধরনা পাল্টে যাবে এবং আপনিও বাকি সবার মতো ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ 🥰

    ✅Telegram Channel: Click Here

    Video টা দেখতে পারেন

    The post Latoken Airdrop থেকে কিভাবে ইনকাম করবেন A to z Guide । Latoken Exchange কি ভাবে Accounts খুলবেন এবং ১০০% KYC Full Verified করবেন appeared first on Trickbd.com.

    কিভাবে TPM & Secure Boot enable করবেন? | Windows 11 requirements | আরো বিস্তারিত

    Posted:

    আসসালামু আলাইকুম।
    – কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন!

     তো আজ আমি বহুল আলোচিত বিষয় Windows 11 এর পরিপ্রেক্ষিতে TPM & SECURE BOOT এর বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং কিভাবে সেগুলো ইনাবল করা যায়, সেটিই দেখাবো।

    ⏩⏩⏩⏩⏩⏩

    First – TPM 2.0

    Requirement – মাদারবোর্ড বা সিপিইউ তে ইনবিল্ট থাকে. না থাকলে ইনাবল করা যাবেনা! (৯০% এরও বেশি কম্পিউটারে থাকে)

    Second – Secure Boot
    Requirement- এটা সব কম্পিউটারেই থাকে. তবে এটা চালু করতে কিছু বিধিনিষেধ আছে।
    : মাদারবোর্ড UEFI (Unified Extensible Firmware Interface) supported হতে হবে।
    : যে ড্রাইভে উইন্ডোজ দেওয়া আছে, সেটার পার্টিশন লেবেল GPT (GUIDE PARTITION TABLE) হতে হবে.
    MBR (MASTER BOOT RECORD) হলে, সে ক্ষেত্রে GPT তে মাইগ্রেট করতে হবে।
    otherwise, উইন্ডোস ওপেন হবে না!

     

    তো এজন্য প্রথমেই আমরা কম্পিউটার বা ল্যাপটপ রিস্টার্ট করবো।

    তারপর কিবোর্ডে ডিলিট(delete) বাটনে চাপতে থাকবো. যতক্ষণ যাবত না BIOS মেনু ওপেন হচ্ছে।

    বি:দ্র: অযথা অন্য কোনো অপশনে হাত দেবেন না।
    পুরো কাজটি সতর্কতার সাথে করবেন।
    ( এক্সপার্ট না হলে, এগুলো করার প্রয়োজন নেই বলেই মনে করি! )

    বায়োস মেনু ওপেন হলে অ্যাডভান্স মোডে যাবো 

    তারপর সেটিংস এ 


    সিকিউরিটি-security 


    ট্রাস্টেড কমপিউটিং-trusted computing 


    সিকিউরিটি ডিভাইস সাপোর্ট-security device support (এনাবল করে দিবেন) 

    AMD fTPM Switch এটাও সিলেক্ট করে দিবেন। 
    আমাদের TPM 2.0 enabled হয়ে গেছে।

    এখন Secure Boot এনাবল করবো। (আশা করি উপরের রিকোয়ারমেন্ট গুলো পড়ে নিয়েছেন)
    এর জন্য আবারো সেটিংসে যাবো।
    তারপর এডভান্স-Advanced 
    Windows OS configuration 
    CSM থেকে UEFI সিলেক্ট করবেন। 
    এখন Secure Boot এনাবল করে দিবেন

    এখন Secure Boot এনাবল করে দিবেন 

    আমি MSI Motherboard ব্যবহার করি. অন্যান্য মাদার্বোর্ড ইউজাররা চাইলে সার্চ করেও বের করে নিতে পারেন। 
    তোর সবকিছু ঠিকঠাক থাকলে, বায়োস থেকে এক্সিট করবো। (F10/exit)


    Done. PC will start now! 

    Our TPM & Secure Boot enabled successfully! 

    বিশেষ দ্রষ্টব্য: যারা এখনো উইন্ডোজ ১১ ইন্সটল করেননি. কিন্তু করতে চাচ্ছেন।
    তাদের উদ্দেশ্যে বলবো, এখন আপগ্রেড না করাই বেটার হবে।
    কারণ এটা ডেভলপার ভার্শন. ফাইনাল ভার্সন আরো পরে রিলিজ হবে।
    তো বুঝতেই পারছেন, এটাতে অনেক বাগ থাকবে. সব ফিচার ও ইনক্লুড করেনি।
    অনেকেই দেখলাম সিকিউরিটি বাইপাস করে উইন্ডোজ ১১ ইনস্টল করেছে. এমনটা ভুলেও করবেন না।
    এত ইম্পরট্যান্ট না হলে উইন্ডোজ ১০ এই থাকেন।

     

    বিস্তারিত ভালো ভাবে বুঝার জন্য ভিডিওটি দেখতে পারেন।

    কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন.

    আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।

    প্রয়োজনে যোগাযোগ করুন- (click on icon)


    The post কিভাবে TPM & Secure Boot enable করবেন? | Windows 11 requirements | আরো বিস্তারিত appeared first on Trickbd.com.

    সকলে ফরজ গোসলের সঠিক নিয়ম জেনে নিন । লজ্জা নয়, জানা ফরজ

    Posted:

    আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

    ফরজ গোসলের সঠিক নিয়ম

    ইসলামের যাবতীয় হুকুম আহকাম পালন পবিত্রতার উপর নির্ভর করে। এজন্যই পবিত্রতাকে ঈমানের অঙ্গ বলা হয়েছে। এখানে পবিত্রতা বলতে জাহেরী ও বাতেনি উভয় প্রকার নাপাকি হতে পবিত্র হওয়াকে বুঝানো হয়েছে। পবিত্রতার ফজিলত ও উপকারিতা অনেক বেশি।

    পবিত্র কোরআন মাজিদে উল্লেখ করা হয়েছে→ নিশ্চয় আল্লাহ তায়ালা তওবাকারী ও পবিত্রতা অর্জন কারী কে ভালোবাসেন (সূরা বাকারা আয়াত ২২২)

    রাসুল সালাম বলেছেন→ কোন মুসলিম বান্দা উযুর সময় যখন মুখমণ্ডল ধুয়ে ফেলে তখন তার চোখ দিয়ে অর্জিত গুনাহ সমূহ পানির সাথে অথবা পানি শেষ বিন্দুর সাথে বের হয়ে যায়। যখন সে দুই হাত ধৌত করে তখন তার দুই হাতের স্পর্শের মাধ্যমে সব গুনাহ সমূহ পানির সাথে অথবা পানি শেষ বিন্দুর সাথে বের হয়ে যায়।

    অতঃপর যখন সে তার পা দুখানা ধৌত করে তখন তার দুই পা দিয়ে হাঁটার মাধ্যমে অর্জিত সব গুনাহ সমূহ পানির সাথে অথবা পানি শেষ বিন্দুর সাথে ঝরে যায়, এভাবে সে যাবতীয় গুনাহ থেকে মুক্ত হয়ে যায়।( সহিহ মুসলিম হাদিস নাম্বার ৬০০)

    পবিত্রতা অর্জনের জন্য ইসলামের কিছু সুনির্দিষ্ট পন্থা রয়েছে। যেমন গোসল,অজু, খাওয়ার আগে হাত ধোয়া, দাঁত পরিষ্কার রাখতে মেসওয়াক করা, শরীরের ময়লা লাগলে ধুয়ে ফেলা ইত্যাদি। শুধু ব্যক্তি জীবনেই নয়, সামাজিক জীবনে ও পবিত্রতা অর্জনের দিকে লক্ষ্য রাখতে ইসলাম নির্দেশ দেয়।

    রাতে স্বামী-স্ত্রী সহবাস করলে ভোরে ফজরের নামাজের আগেই এবং দিনে সহবাস করলে পরবর্তী নামাজের পূর্বেই স্বামী-স্ত্রী দুজনের গোসল করে নেওয়া আবশ্যক। এ গোসলকে জানাবাতের গোসল বলে এবং গোসল না করা পর্যন্ত নাপাকি অবস্থায় থাকাকে জানাবাতের অবস্থা বা জুনুবী হওয়া বলা হয়।

    জানাবত তথা ফরজ গোসলে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা দরকার। স্বামী-স্ত্রী দুজনেই যৌনাঙ্গের পবিত্রতার ব্যাপারে খুবই যত্নবান হতে হবে। স্বামী তার গোপনাঙ্গকে খুব ভালোভাবে ধুয়ে নেবে যেনো চামড়ার মধ্যে বীর্য আটকে থাকতে না পারে। অনুরূপভাবে স্ত্রী ও নিজের গোপনাঙ্গকে ভালোভাবে ধুয়ে নেবে। জানাবাত হতে পবিত্র হওয়ার পদ্ধতিকে ফরজ গোসল বলে।

    ফরজ গোসলঃ ফরজ গোসল এই গোসলকে বলা হয় যা করা অপরিহার্য। বালেগ বয়সে নাপাক হলে অর্থাৎ কারো স্বপ্নদোষ হলে স্বামী স্ত্রী মিলনে গোসল ফরজ হয়। আর তা থেকে পবিত্রতা অর্জনের তাগিদ দিয়ে আল্লাহ তায়ালা বলেন→ যদি তোমরা নাপাক হয়ে থাকো, তবে গোসল করো।( সূরা মায়েদাহ আয়াত ৬)

    অনেকেই ফরজ গোসলের সঠিক নিয়ম জানেন না, আবার সংকোচে কাউকে জিজ্ঞেসও করতে পারেন না। ফরজ গোসলের সঠিক নিয়ম না জানার কারণে অসংখ্য মুসলিমদের নানা আমল কবুল হয় না। অথচ নামাজের জন্য পবিত্র অর্জন করা ফরজ। আল্লাহ তা’আলা বলেন→ “হে ঈমানদার গণ! তোমরা নামাজের ধারে কাছেও যেয়ো না যখন তোমরা নেশা অবস্থায় মাতাল হয়ে থাকো, যে পর্যন্ত না তোমরা বোঝ যে তোমরা কি বলছো, অথবা যৌন সম্ভোগ করার পরবর্তী অবস্থায়, যতক্ষণ না গোসল করেছ (সূরা আন’নিসা আয়াত ৪৩)

    নামাজ শুদ্ধ হওয়ার জন্য নামাজের বাইরে যে রুকুনগুলো আছে তন্মধ্যে শরীর পাক, কাপড় পাক ও নামাজের জায়গা পাক হওয়ার কথাও আছে। হাদিস আছে যে অপবিত্র শরীর নিয়ে কাপড়ে ও বিছানাপত্রে নামাজ হয়না (মিশকাত হাদিস নাম্বারঃ ২৬২)

    যেসব কারণসমূহ গোসল ফরজ হয়

    ১. স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে।
    ২.স্বপ্নের কথা স্মরণ থাকুক বা না থাকুক শরীরে, কাপড়ে বা বিছানায় বীর্যের চিহ্ন দেখতে পেলে।
    ৩. নারী-পুরুষ মিলনে সহবাসে, সেক্ষেত্রে বীর্যপাত হোক আর নাই হোক, গোসল ফরজ।
    ৪. মহিলাদের মাসিক ঋতুস্রাব অর্থাৎ হায়েজ বন্ধ হওয়ার পরবর্তী সময়ে গোসল ফরজ।
    ৫. নিফাস(সন্তান প্রসবের পর যে রক্ত স্রাব হয় তা) শেষ হলে।
    ৬.ইসলাম গ্রহণ করলে অর্থাৎ নব মুসলিম হলে গোসল ফরজ
    ৭. উত্তেজনার সাথে কারো বীর্য বের হলে ফরজ গোসল ছাড়া নামাজ হবে না।

    গোসলের ফরজ তিনটি

    ১.একবার গড়গড়া সহিত কুলি করা ফরজ।
    ২. একবার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছিয়ে পরিষ্কার করা ফরজ
    ৩ সমস্ত শরীরে পানি পৌঁছানো ফরজ ।

    গোসলের সুন্নত হলো

    ১. তিনবার গড়গড়া সহিত কুলি করা সুন্নত
    ২.তিনবার নাকে নরম জায়গা পর্যন্ত পানি দিয়ে পরিষ্কার করা সুন্নত
    ৩.সমস্ত শরীরে তিনবার পানি দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করা সুন্নত।

    গোসলের আরো সুন্নত রয়েছে সেগুলো হলো

    ১. গোসলের নিয়ত করা।
    ২. গোসলের শুরুতেই দুই হাতের কব্জি পর্যন্ত ধৌত করা।
    ৩. পরসাব পায়খানা রাস্তা পরিষ্কার করা।
    4. শরীরের কোন স্থানে নাপাকি থাকলে তা পরিস্কার করা।
    5. ওযু করা
    6. পানি জমে থাকে এমন স্থানে গোসল করলে, গোসলের পর সেই স্থান থেকেই সরে গিয়ে পা ধৌত করা।

    যার উপর গোসল ফরজ হয়েছে, সে যদি গোসলের একটা ফরজ বাদ দিয়ে শতবার গোসল করে, তবুও তার শরীর নাপাক থেকে যাবে। ফরজ গোসলের সঠিক নিয়মঃ গোসলের পূর্বে পেশাব পায়খানা করে নেওয়া উচিত। ফরজ গোসলের পদ্ধতি হল-

    ১. গোসলের জন্য মনে মনে নিয়ত করতে হবে।
    ২.প্রথমে দুই হাতের কব্জি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে।
    ৩. এরপর ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে লজ্জা স্থান এবং তার আশেপাশে ভালো করে দ্রুত করতে হবে। শরীরের অন্য কোন জায়গায় বীর্য বা না পাক লেগে থাকলে সেটাও ধৌত করতে হবে।
    ৪. এবার বাম হাতকে ভালো করে ধৌত করতে হবে।

    5. তারপর বিসমিল্লাহ বলে ওজুর নিয়মের মত করে ওযু করতে হবে অর্থাৎ বিসমিল্লাহ বলে ডান হাতে পানি নিয়ে উভয় হাতের কব্জি পর্যন্ত তিনবার ধৌত করা, তিনবার গড়গড়া সহিত কুলি করা, তিনবার নাকে পানি দিয়ে নাক ঝেড়ে নেওয়া, কপালের গোড়া হতে দুই কানের লতি পর্যন্ত ও থুতনি নিচ পর্যন্ত, প্রথমে ডান হাত ও পরে বাম হাত তিনবার ধৌত করা। আঙ্গুলে কোন আন্টি থাকলে মেয়েদের হাতে কানে নাকে গহনা থাকলে তা নেড়ে চেড়ে ভিজিয়ে নেয়া, এবং সম্পূর্ণ মাথা মাসেহ করা।

    ৬. অতঃপর প্রথমে মাথায় তিনবার(৩ অঞ্জলি) পানি ঢেলে চুলের গোড়ায় খেলাল করে ভালোভাবে পানি পৌঁছাবে।
    ৭.এবার সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে তিনবার ডানে তারপর তিনবার বামে পানি ঢেলে ভালভাবে ধৌত করতে হবে, যেন শরীরের কোন অংশ বা কোন লোমও শুকনো যেন না থাকে। গোসল এমনভাবে করতে হবে যাতে বগল, নাবি ও কানের ছিদ্র পর্যন্ত বাহিরের পানি দ্বারা ভিজে যায়। অতঃপর আবার সমস্ত শরীরে পানি ঢালবে।

    ৮.সবার শেষে একটু অন্য জায়গায় সরে গিয়ে দুই পা তিনবার ভালোভাবে ধৌত করতে হবে।
    ৯.পুকুর বা নদীতে গোসল করলে সে ক্ষেত্রে মনে মনে নিয়ত করতে হবে এবং পূর্বের মতো দুই হাত কব্জি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে, এরপর তিনবার কুলি করে নেবে।এরপর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছিয়ে পরিষ্কার করতে হবে। এরপর লজ্জাস্থান ও তার আশপাশ ভালো করে পরিষ্কার করতে হবে, এরপর ডুব দিয়ে বা যেকোনোভাবে সমস্ত শরীর ভিজিয়ে নিতে হবে।

    মনে রাখতে হবেঃপুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের মাথার চুল ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এই নিয়মে গোসল করার পর নতুন করে আরও ওযু করার দরকার নাই, যদিনা ওজু না ভাঙ্গে। কেননা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করীম (সাঃ) ফরজ গোসলের পর আর ওযু করতেন না।( তিরমিজি হাদিস নাম্বারঃ১০৩, মিশকাত হাদিস নাম্বারঃ ৪০৯)

    নারী হউক পুরুষ হউক সকলকে রাসূল (সাঃ) পর্দার মধ্যে থেকে গোসল করতে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ কারো সামনে সতর খোলা অবস্থায় গোসল করা যাবে না। তবে একান্ত নিজে নিজে অর্থাৎ কোন বন্ধ গোসলখানায় নিজে নিজে গোসল করলে সে ক্ষেত্রে সমস্যা নেই । ফরজ গোসল বিলম্বিত হওয়ার কারণে যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে আপনাকে গুনাহগার হতে হবে।

    আপনার তীব্র লজ্জা এক্ষেত্রে গ্রহণযোগ্য কোনো ওজর নয়। যার কারণে কিনা আপনি নামাজ আদায়ে বিলম্ব করতে পারেন। সুতরাং এ ব্যাপারে সতর্ক থাকা জরুরি। তবে নামাজ ছাড়া অন্যান্য কাজ একেবারে নিষেধ না হলেও কোন কাজ করার আগে গোপনাঙ্গ ধুয়ে নেওয়া এবং অজু করে নেওয়ার কথা একাধিক হাদীসে এসেছে।

    যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা থেকে বর্ণিত রাসূল (সাঃ) ফরজ গোসল অবস্থায় পানাহার কিংবা ঘুমানোর ইচ্ছে করলে নামাজের অজুর মত অজু করে নিতেন (সহিহ মুসলিম হাদিস নাম্বার ৩০৫)

    Trickbd তে অনেকেই পোস্ট কতে চান কিন্তু করতে পারছেন না। আপনারা ShopTips24.CoM ওয়েবসাইটে পোস্ট করতে পারেন।এখানে একাউন্ট করলেই author।এখানে প্রতি পোস্টের জন্য ৫-৫০ টাকা পর্যন্ত দেওয়া হয়।পোস্টের মানের উপর ভিত্তি করে। Shoptips24.Com

    আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

    The post সকলে ফরজ গোসলের সঠিক নিয়ম জেনে নিন । লজ্জা নয়, জানা ফরজ appeared first on Trickbd.com.

    Post a Comment

    0 Comments