ফোনের System Apps/Bloatware Uninstall করুন কোন প্রকার PC অথবা Root ছাড়াই।[Chinese Rom User Must see] |
- ফোনের System Apps/Bloatware Uninstall করুন কোন প্রকার PC অথবা Root ছাড়াই।[Chinese Rom User Must see]
- অ্যাকশান মুভি লাভার হলে মুভি সিরিজ টি অবশ্যই দেখা উচিৎ [John Wick]
- নিয়ে নিন একটি দারুন অ্যান্ড্রয়েড streatigy গেম
- ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে এখনি ডাউনলোড করে নিন!!
- [10 MS Spoken English] মুনজেরিন শহীদের বিখ্যাত ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স টি নিয়ে নিন একদম ফ্রি (video)
- বি স্মার্ট উইথ মুহাম্মদ – (সাঃ) pdf download | Be Smart With Mohammed – (Sa:)
- গল্প প্রেমিকদের জন্য নিয়ে আসলাম চমৎকার একটি (গল্পের এ্যাপ)
- ডাউনলোড করে নিন 10 Minute School এর Facebook Marketing Course By Ayman Sadik & Sadman Sadik .
- দেখুন জনপ্রিয় অ্যানিমেটেড মুভি The Boss Baby হিন্দি ডাবিং ও বাংলা সাবটাইটেল এ!
ফোনের System Apps/Bloatware Uninstall করুন কোন প্রকার PC অথবা Root ছাড়াই।[Chinese Rom User Must see] Posted: ফোন কোম্পানি গুলো অযথাই অনেক System Apps Install করে রাখে, যেগুলোর বেশিরভাগই আমাদের প্রয়োজন হয় না। ➤ Requirements/যা যা প্রয়োজন Cation/সতর্কতা ➤ কার্যপদ্ধতি Step By Step • এরপর এরকম একটি পেজ আসবে, তারপর পেজ টি Recent এ রেখে বের হয়ে যান, মানে Home এ চলে যান। • এখন LADB Apps টি Open করুন।(যেটা Download করেছেন) • তারপর দেখেন ২ টা Apps ঠিক এইভাবে রাখবেন। • তারপর (pair device with pairing code) এ click করুন, • সব ঠিকঠাক থাকলে এরকম আসবে Hello world! • এখন LADB Apps টই Recent রেখে দিন। • দেখুন এখানে Apk Name লেখা আছে। • এখন LADB Apps এ ফিরে আসুন, এবং খালি ঘরে একটি Command টাইপ করুন ঠিক এইভাবে;
• Command লেখার পর Keyboard এ Enter⇨ বাটন Click করুন। ★ আমি Xiaomi Redmi K20 Pro & Redmi Note 8(chinese) ফোনগুলোতে সফলভাবে করতে পেরেছি। ★ দেখুন google maps এপ্স টি Play Store এ Install এর option দেখাচ্ছে। তারমানে Apps টি আমার ফোন এ Install নেই ★বুজতে অসুবিধা হলে নিছে Video tutorial আছে The post ফোনের System Apps/Bloatware Uninstall করুন কোন প্রকার PC অথবা Root ছাড়াই।[Chinese Rom User Must see] appeared first on Trickbd.com. |
অ্যাকশান মুভি লাভার হলে মুভি সিরিজ টি অবশ্যই দেখা উচিৎ [John Wick] Posted: আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।জন উইক মুভি দেখেন নি এমন মুভি লাভার খুব কমই আছে। যারা দেখেন নি তাদের জন্যই আমার আজকের এ পোস্ট। মুভিগুলোর রিভিউ সহ হিন্দি ডাবিং এর ডাউনলোড লিংক নিয়ে এসেছি। তো চলুন শুরু করা যাক।
John Wick Chapter 1 (2014)
Genre: Action, Crime, Thriller Imdb rating: 7.4/10 Personal rating: 8/10
***হালকা স্পয়লার***২০১৪ সালে John Wick ফ্রেঞ্চাইজির প্রথম মুভিটি রিলিজ হয়। রিলিজের পর’ই সিনেমাটি দর্শকদের মন জয় করে নিতে সমর্থ হয়। হলিউডে মোটামুটি যত একশন & থ্রিলার সিনেমা রিলিজ হয়েছিল সেগুলোর একটা বেঞ্চমার্ক বানিয়ে দিয়ে যায় মুভিটি। আজকের রিভিউ এই ফ্রেঞ্চাইজির তিনটি সিনেমা নিয়ে। দি ম্যাট্রিক্স এর পর চ্যাড স্টাহেলস্কি এবং কিয়ানু রিভস’কে আবার একসাথে কাজ করতে দেখা যায় সিনেমাটিতে। মুভির প্লট অতি তুচ্ছ হলেও একশন, সিনেমেটোগ্রাফি, অভিনয়, মার্শাল আর্ট, ডায়লগ এটিকে অনন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে। আপন মানুষের মৃত্যুর পর তার স্মৃতিগুলো নিয়ে বেচে থাকার জন্য একাকী জীবনযাপনকালে যখন একজন মানুষকে বাধ্য হয়ে আবারো তার পুরনো অন্ধকার জগতে ফিরে যেতে হয় ও কিভাবে সে বিষয়গুলো হ্যান্ডেল করে এবং প্রিয় মানুষের ছেড়ে যাওয়া জিনিসগুলো কতটা মূল্যবান হয় তার কাছে সেটাই মুভিতে দেখানো হয়েছে।
আমার মতে ২০২০’এ এসে এরকম মানুষ পাওয়াই যাবেনা যে জন উইক দেখেনি। এটি এমন একটি মুভি, যেটা বারবার দেখা যায়। অন্যসব বাদ দিয়ে শুধুমাত্র একশনের কথা বললে এটা সর্বকালের সেরা একশন মুভির তালিকায় থাকবে, নির্দ্বিধায়। এই মুভি নিয়ে এটা আমার তৃতীয় পোস্ট, বারবার পোস্ট করার একটাই কারন; আমি চাইনা কোন একশন মুভি লাভার অথবা কোন একজন সাধারণ মুভি লাভারও এই মুভি ওয়াচলিস্টের বাইরে রাখুক। মুভির কাহিনী সারসংক্ষেপ এমন যে, একজন এক্স হিটম্যান অবসরজীবন ছেড়ে দিয়ে নিজের কাজে ফিরে আসে। সে ফিরে এসে আরেকজন গ্যাংস্টাররে পিছে ছুটে, যে তার আদুরে কুকুরকে মেরে স্বাদের গাড়ীটা নিয়ে পালিয়েছে।
মুভির সারসংক্ষেপ শুনে মনে হবে, হয়তো আপনি মুভির মেইন প্লট জেনে গিয়েছেন, বাকী কাহিনী আগের থেকে আন্দাজ করতে পারবেন। আসলে এমন কিছুই নাহ। শুরুতে মনে হবে এটা অন্যসব ওই ধরনের সাধারন একশন মুভির মতোই, যেখানে ভিলেন শুরুতে হিরোকে মারে আর তার কিছু নিয়ে যায় এরপর পরে হিরো এসে তার প্রতিশোধ নেয়। আসলে এটা ওই ধরনের মুভির কাতারেই নেই। এটা এমন একটি একশন মুভি, যেমন একশন মুভি আমরা সবসময় চেয়ে এসেছি। অনেকেতো এই কথাও বলেন যে “একশন মুভি কেমন হওয়া দরকার, জন উইক তার উদাহরণ”। মুভির প্রতিটা মুহূর্তই অনেক শার্প আর সুন্দর ছিলো। ডিরেক্টর প্রতিটা ফ্রেমে একটিং, মেকাপ, লাইটিং এসবের মধ্যেই থেমে থাকেননি; সিনেমাটোগ্রাফিও ছিলো অনেক দারুণ মানে তিনি সবকিছুতেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। একজন হিটম্যানের লাইফ কেমন হওয়া দরকার, একজন হিটম্যান কিভানে বিহেভ করবে, কিভাবে চলবে, দৈনন্দিন জীবন কেমন হবে তার এসব কিছুই ছিলো একদম অন্য মাত্রায়।
একশন মুভি বলেই মুভিটা শুধু একশনে থেমে থাকেনি, প্রথম কয়েক মিনিট মুভির কাহিনীটা সাজানো হয়েছে এরপর প্রতিটা মুহূর্তই ছিলো এঞ্জয়েবল। মুভির গল্প এতো আহামরি না হলেও অনেক ভালো ছিলো, আমরা যদি একশন মুভি হিসেবে দেখি তাহলে সচরাচর একশন মুভির কাহিনীতে তেমনিভাবে গুরুত্ব দেওয়া হয়না, হিরো আসলো-বসলো-মারলো আর মুভি শেষ তবে এখানে আসলো-বসলো-মারলোর বাইরেও অনেক কিছু রয়েছে যেটা মুভির শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখবে স্ক্রিনে । প্রত্যেকের অভিনয় থেকে শুরু করে জন উইককে নিয়ে দেওয়া বর্ণনা, আমার কাছে একটুও বোরিং লাগেনি। মুভি জুড়ে এমন সিচুয়েশন তৈরি করা হচ্ছিলো যে, এমন একটা দুনিয়া যেখানে একজন মানুষ সবার ভয়ের কারন আর সে আসছে আপনার জন্য। সবকিছু বাদ দিয়ে জন উইক ক্যারেকটারটাকে এভাবে বিল্ড করা হয়েছে যে, মুভি ভালো লাগুক না লাগুক জন উইককে আপনার কাছে ভালো লাগবেই। একজন ভয়ংকর মানুষকে এভাবে ভালো লেগে যাবে যে, তার হাতে মেশিন গান M249 ধরিয়ে আপনার সামনে দাড় করিয়ে দিক অথবা তাকে একটা পেন্সিল দিক, আপনি কনফিউজড থাকবেন যে ভয় পাবেন নাকি খুশী হবেন। একেবারেই অনাকাঙ্ক্ষিত আর পছন্দের একটা ক্যারেক্টার এই জন উইক। সাধারণত মুভিগুলোতে ওভারপাওয়ার নিয়ে আমাদের সবারই একটু কম বেশী সমস্যা থাকে, সুপারম্যান থেকে বলিউডের টাইগার শ্রফ পর্যন্ত, ওভারপাওয়ার কাউকেই মানায় নাহ তবে জন উইক এমন একটা ক্যারেক্টার; তার মধ্যে যতো পাওয়ারই এড করা হোক আপনার কাছে কখনো অতিরিক্ত মনে হবেনা। আপনি আরো বলবেন এটাইতো ওর কাজ, খুশীতে তালি দিবেন। মোট কথা জন উইকের আলাদা একটা বিশাল ফ্যানবেজ আছে, আমিও তার মধ্যে একজন। হতে পারে মুভি দেখার পর আপনিও আমাদের দলে যোগ দিবেন।
শেষে সম্পূর্ণ মুভি নিয়ে বলতে গেলে, একশন মুভি হিসেবে যদি দেখেন তাহলে নিরাশ হবেন নাহ। প্রতিটা সিন থেকে শুরু করে জন উইকের স্যুটটা পর্যন্ত একেবারে বেস্ট ইন দ্যা ক্লাস। আমার কাছে শেষে বস ফাইটটা পুরো মুভির তুলনায় তেমন ভালো লাগেনি। একেবারে খারাপ লেগেছে তাও বলছিনা, তবে সেটা আরো ভালো হতে পারতো। তবে মুভি ভালো লেগেছে অনেক, আমার দেখা সেরা একশন মুভির মধ্যে এটাকে প্রথম দিকে রাখবো। এই মুভিতে আন্ডারগ্রাউন্ডকে অনেক ভালো ভাবে উপস্থাপন করা হয়েছে। সুন্দর একটা কাহিনীকে থ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। একটা একশন মুভির যা যা দরকার, তার কোন অভাব দেখবেন না এখানে।
Download Links (Dual Audio Hindi Dubbed)480p (306 MB): 720p (1.02 GB): 1080p (1.74 GB): Bangla Subtitle : Download Link Here [ সাবটাইটেল দিয়ে মুভি দেখার নিয়ম ]
John Wick Chapter 2 (2017)Genre: Action, Crime, Thriller Imdb rating: 7.5/10 Personal Rating: 8/10 ***হালকা স্পয়লার***চ্যাপ্টার ১ এ লোসেফ কে হত্যার পর জন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। কিন্তু হঠাৎ একদিন তার পুরনো বন্ধু স্যান্টিনো তার নিকট সাহায্য চায় একটি এসেসিনেশন এর জন্য। কিন্তু যেহেতু জন স্বাভাবিক জীবন ফিরে পেতে চায় তাই সে স্যান্টিনো কে ফিরিয়ে দেয়। তবে হাই টেবিল এর রুলস যে কেউ যদি আপনাকে বা আপনি যদি তাদের কারও থেকে সাহায্য নিয়ে থাকেন তাহলে সেটা একরকম প্রমিস হয়ে যায়। এমন প্রমিস যা ভাঙলে সে আপনার সাথে যেকোনো কিছু করার অধিকার রাখে এতে হাই টেবিল ভুক্তভোগীর সাহায্য করবে না। আর জন কোনো এক মিশনে স্যান্টিনোর সাহায্য নিয়েছিলো তাই সে এখন তার কাজ করতে বাধ্য । মুভির বাকি অংশ জানতে দেখে ফেলুন এই হাই ভোল্টেজ একশন সিনেমাটি।
সিক্যুয়েল হিসেবে আগের সিনেমাটির মতো সব ডিটেইলস ধরে রাখতে সমর্থ হয়েছে ডিরেক্টর। যদিও প্লট নতুন তাও পুরনো অনেক ঘটনার সাথে সামঞ্জস্য আছে এটার কাহিনির। আন্ডারওয়ার্ল্ড-এ থেকে এসাসিয়েন রা কিভাবে কাজ করে, ব্লাড ওথ ‘র মূল্য, কিভাবে খুব কাছের সম্পর্কও ক্ষমতার সামনে তুচ্ছ হয়ে যায় সেটাই দেখিয়েছেন ডিরেক্টর। বরাবরের মতো কিয়ানু’র অভিনয় অনবদ্য। তার প্রত্যকটি মুভমেন্ট, এক্সপ্রেশন, সায়লেন্স চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এই ইউনিভার্স যে কতটা হাইলি ডিটেইল্ড সেটা এই মুভিতে আরও ক্লিয়ার করা হয়েছে যেখানে প্রথম মুভিতে সিনেমা সম্পুর্ন টাই জন উইকের দিকে ফোকাস ছিলো। সেখানে এই সিনেমায় হাই টেবিল তাদের কিছু রুলসের ব্যাপারে এক্সপ্লেইন করা হয়েছে।সাথে একশন সিন যেনো ডাবল এই সিনেমায়। প্রথম সিনেমায় মেজর একটা টাইম গান ফাইটে ফোকাস করলেও জন উইক যে আরও বিভিন্ন ফাইটে পারদর্শী তা এখানে ক্লিয়ার করা হয়েছে আর কেনো তাকে Baba-yaga বলা হয় তা এটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন।
Download Links (Dual Audio Hindi Dubbed)480p (406 MB): 720p (1.2 GB): 1080p (2.07 GB): Bangla Subtitle: Download Link Here [ সাবটাইটেল দিয়ে মুভি দেখার নিয়ম ]
John Wick Chapter 3 (2019)Genre: Action, Crime, Thriller Imdb rating: 7.4/10 Persona rating: 8.3/10 ***হালকা স্পয়লার***John Wick -2 এর পরবর্তী ঘটনাগুলো থেকে শুরু হয় ফ্রেঞ্চাইজির তিন নম্বর মুভিটি। জন’কে মারার জন্য ১৪ মিলিয়ন ডলারের একটি কন্ট্রাক্ট দেয়া হয় এসাসিয়েনদের মাঝে। কিন্ত কেন? শান্ত স্বভাবের জন’কে এদের সাথে ডিল করতে হয়। জন উইক ফ্রেঞ্চাইজির ক্যারেক্টর গুলোর কথা না বললেই নয়। প্রত্যকটি ক্যারেক্টর দারুণ অভিনয় করেছেন।জনের পারস্পেকটিভে আন্ডারগ্রাউন্ড ওয়াল্ড’কে দেখানো হয়েছে। আন্ডারগ্রাউন্ডে এসাসিয়েন’রা কিভাবে কাজ করে, এর পেছনের ডার্ক স্টোরি কি, রিটায়ার্ড লাইফ থেকে জন কেন বেক করে তার এসাসিয়েন লাইফে? সবকিছু মিলিয়ে অত্যন্ত গোছানো একটি ফ্রেঞ্চাইজি এটি।
কিয়ানু রিভসকে আলাদাভাবে ধন্যবাদ দিতে হয় সিনেমাগুলোর জন্য। জন যেরকম শান্ত, ভদ্র, সু-ভাষী এবং সবার সাথে ভালো সম্পর্ক রাখে কিয়ানুর ক্ষেত্রেও একই ঘটনা দেখা যায়। তার হাম্বলনেস খুব সহজেই সবার চোখে পড়েব। চ্যাপটার ২ এর মত চ্যাপটার ৩ ও নিরাশ করে নি। যারা উরাধুরা মারামারি পছন্দ করেন তাদের জন্য বেস্ট চয়েজ। দুই ঘন্টা কেমনে কাইটা গেল বুঝলামই না। ট্রেইলার দেখেই অনেকে বুইঝা গেছেন এইবার উইক ভাই বই দিয়ে মারামারি করবে সেটাতো করছেই সাথে ঘোড়া দিয়াও মারামারি করছে। আবারো বলছি ঘোড়া দিয়া মারামারি আর কিভাবে সেটা দেখতে হইলে মুভি দেখতে হবে। সংলাপ গুলা যথেষ্ট ভালো ছিলো। খালি একটা জিনিস বুঝলাম না জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই উইক ভাই এর উপর এত ক্ষ্যাপা কেন! কিন্তু ওরা জানে না ওরা কার সাথে লাগতে আসছে। স্টোরিটাও ভালো ছিল অবশ্য স্টোরির প্যাটার্ন সেইম। বাট দেখলে ঠকবেন না। আর একশন খুবই ভালো ছিলো। John Wick Chapter 4 আসছে ২০২২ সালে।
Download Links (Dual Audio Hindi Dubbed)480p (466.17 MB): 720p (1.08 GB): 1080p (1.88 GB):
( .zip ফাইলের ক্ষেত্রে ZArchiver এপ দিয়ে এক্সট্র্যাক্ট করে নিন । এরপর ও না বুঝলে এই লিংকে ক্লিক করে পোস্টটি দেখে নিন। পিসির জন্য WinRar সফটওয়্যার ব্যবহার করতে পারেন )
ডাউনলোড করার জন্য যেসব লিংকে গুগল একাউন্টে লগিন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে গুগল একাউন্টে লগিন করে নিবেন। এরপর গুগল ড্রাইভে ফাইলটি নিয়ে সেখান থেকে ডাউনলোড করে নিবেন। কোনো ডাউনলোড লিংকে ডাউনলোড অপশনে ক্লিক করার পর অন্য কোনো লিংক বা পেইজে নিয়ে গেলে আবার ব্যাক করে আগের পেইজে এসে অর্থাৎ ডাউনলোড পেইজে এসে পুনরায় ডাউনলোড এ ক্লিক করবেন। আর যাদের গুগল একাউন্টে লগিন করলে ড্রাইভ হ্যাক হওয়ার ভয় আছে তারা এই লিংকে ক্লিক করে পোস্টটি পড়ে নিবেন। অথবা যে গুগল একাউন্ট আপনি ইউজ করেন না বা আপনার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয় সেই একাউন্টে লগিন করে নিবেন। আশা করছি ভয় কেটে যাবে। আমি ইউজারদের কথা বিবেচনা করেই লিংক দিয়ে থাকি। কাজেই কোনো হ্যাকিং লিংক প্রোভাইড করার প্রশ্নই আসে না। [Links Credit: Mlwbd, Freedrivemovies, Filmybro, GDTot]
মাছ ধরার বিভিন্ন পদ্ধতি দেখতে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিঃ RTFishing আজকে এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।
The post অ্যাকশান মুভি লাভার হলে মুভি সিরিজ টি অবশ্যই দেখা উচিৎ [John Wick] appeared first on Trickbd.com. |
নিয়ে নিন একটি দারুন অ্যান্ড্রয়েড streatigy গেম Posted:
গেম টি আগে অনেক জনপ্রিয় ছিল । কিন্তু এখন ফ্রি ফায়ার এর মতো গেম আসায় এটি জনপ্রিয়তা হারাচ্ছে । তবুও আপনি একবার খেলে দেখতে পারেন চলুন কিছু তথ্য জেনে নিই । name : total conquest style: streatigy type : online and offline playstore rating :3.8 personal rating : 4.5 size : 30 mb device: android গেম টি অনেকটা art of war 3 গেম টির মতো । আপনি আপনার ইচ্ছা মত রাজ্য বানাতে পারবেন । আর রাজ্যে gold coin দিয়ে ইচ্ছা মত archery tower , bomb tower , ইত্যাদি বসাতে পারবেন । আর রাজ্যের চারদিকে বেড়া দিতে পারবেন । কিছু নির্দিষ্ট সময় পর পর শত্রুরা আপনার রাজ্যে attack করবে । তাই আগে থেকেই সব কিছু নিয়ে তৈরি থাকতে হবে । আর আপনিও আপনার troops আর soldiers team নিয়ে শত্রুর রাজ্যে attack করতে পারবেন । তাছাড়া ফ্যাক্টরি , টাওয়ার ইত্যাদি আপগ্রেড করা যায় । আর গ্রাফিক্স টা মোটামুটি ভালোই । আপনি যদি কম সাইজের গেম পছন্দ করেন তাহলে এটি খুব usefull । তো আমি আর কথা বাড়াবো না । আপনি ডাউনলোড করুন এবং game টি উপভোগ করুন । চলুন কিছু screenshot দেখে নেয়া যাক । আর একটা কথা ,,, আমি screenshot গুলো সরাসরি গেম থেকে নিতে পারিনি , কারণ আমি এখন free fire খেলি । তাই play store থেকে নিয়েছি তাই দেরি না করে তাড়াতাড়ি আমার দেওয়া ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে ফেলুন download কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান। আর প্লিজ যদি এই পোস্টটি আপ্নার একটু হলেও উপকারে আসে, তাহলে প্রতিদান হিসেবে দয়া করে আমার youtube channel টা subscribe kore দিন। তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ । The post নিয়ে নিন একটি দারুন অ্যান্ড্রয়েড streatigy গেম appeared first on Trickbd.com. |
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে এখনি ডাউনলোড করে নিন!! Posted: ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ ২৬ তারিখ (সোমবার) রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট প্রথম ধাপে দুই সপ্তাহের (১ম ও ২য় সপ্তাহ) জন্য ২৩টি বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। বিষয় গুলো হচ্ছেঃ-
অ্যাসাইনমেন্ট ২০২১ খ্রিষ্টাব্দের সব এইচএসসির পরীক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোভিড ১৯ জনিত সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণ করতে বলা হয়েছে।
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!ফ্রি তে মোবাইল রিচার্জ নিয়ে নিননতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিনAirtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।ধন্যবাদThe post ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে এখনি ডাউনলোড করে নিন!! appeared first on Trickbd.com. |
Posted: মুনজেরিন শহীদ। ইংরেজি ম্যাডাম খ্যাত এই মুনজেরিন শহীদ এখন আর শুধু ইংরেজির শিক্ষকই না। বরং ইতিমধ্যেই নিজের দখলে নিয়ে নিয়েছেন বেষ্ট সেলার লেখক তকমা। যদিও মুনজেরিন প্রথম প্রোফেশনালী পর্দার আসেন ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্সটির মাধ্যমে। তবে, চলতি বছরের বইমেলাকে উপলক্ষ করে মুনজেরিন শহীদের দুটি বই প্রকাশিত হয়। যার একটি হচ্ছে ঘরে বসে স্পোকেন ইংলিশ। যা মূলত মুনজেরিনের সেই বিখ্যাত কোর্স টার আলোকে রচনা করা হয়। যা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। আর অন্য বই টা হচ্ছে বছরের বেষ্ট সেলার বই সবার জন্যে vocabulary. ইংরেজিতে অনর্গল কথা বলার স্বপ্ন কে না দেখে? স্পোকেন ইংলিশ বর্তমান যুগের সবচাইতে বড় চাহিদাগুলোর একটি। ভালোভাবে ইংরেজি বলতে পারলে বর্তমানে সর্বক্ষেত্রেই অন্য যে কোনো মানুষের তুলনায় এগিয়ে থাকা যায়। শিক্ষাগত জীবনে ভালো নম্বর অর্জন করতে, বিশ্ববিদ্যালয় জীবনে সবার থেকে এগিয়ে থাকতে, আত্মবিশ্বাসের সাথে ভালো প্রেজেন্টেশন দিতে, ইন্টারভিউ বোর্ডে নিজেকে বাকি প্রার্থীদের থেকে আলাদা ভাবে উপস্থাপন করতে,মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ক্যারিয়ার গড়তে, যে কোন speaking test এ ভালো নম্বর পেতে, বিদেশে পড়তে কিংবা ভ্রমনে যেতে – প্রতিটি ক্ষেত্রেই স্পোকেন ইংলিশের গুরুত্ব অপরিসীম। এই একটি দক্ষতাই খুলে দিবে আপনার সামনে অগণিত সম্ভাবনার দুয়ার। কিন্তু আমাদের অধিকাংশেরই ইংরেজি বলার ক্ষেত্রে প্রচুর ভয় এবং দ্বিধা কাজ করে। আমরা মনে করি স্পোকেন ইংলিশের এই দক্ষতা টি অর্জন করা খুবই কঠিন এবং সময়সাপেক্ষ। কিন্তু আসলে সেটা সত্যি না। একটি সঠিক গাইডলাইন এবং নিয়মিত প্রাক্টিস আপনাকে অনায়াসে এই দক্ষতাটি অর্জন করতে সাহায্য করবে। আপনি যদি স্পোকেন ইংলিশ শিখতে আগ্রহী হয়ে থাকেন, তবে দ্রুত সময়ে ঘরে বসে আনন্দের সাথে শিখতে রবি টেন মিনিট স্কুল আপনার জন্য নিয়ে এসেছে "ঘরে বসে স্পোকেন ইংলিশ" কোর্স। স্পোকেন ইংলিশ শেখার যাত্রায় প্রয়োজনীয় সকল রিসোর্স পেয়ে যাবেন এই কোর্সটিতে। এই কোর্সের মাধ্যমে আপনি পুরোপুরি অনলাইনে নিজের সুবিধাজনক সময়ে ক্লাসগুলো করতে সক্ষম হবেন এবং সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে শিখবেন। কোর্স সম্পর্কে আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলতে পারলে একাডেমিক, ক্যারিয়ার কিংবা যা কোন প্রতিযোগীতামূলক পরীক্ষায় অনেকখানি এগিয়ে থাকা যায়। তাই ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তা অর্জনে আপনাকে সর্বাত্মক সহায়তা করতেই এই কোর্সটি। এটি টেন মিনিট স্কুলের একটি অন্যতম জনপ্রিয় কোর্স এবং প্রায় ৫০ হাজার মানুষ তাদের স্পোকেন ইংলিশের সহযোগী হিসেবে বেছে নিয়েছেন এই কোর্সটি। কোর্সটি আপনাকে স্পোকেন ইংলিশে সাবলীল হতে সহায়তা করবে এবং আপনি ইংরেজিতে নিখুঁত ভাবে কথা বলতে শিখবেন। যেহেতু একজন অভিজ্ঞ এবং দক্ষ প্রশিক্ষক এই যাত্রায় আপনাকে গাইড করবে, তাই যে আপনি যে কোন সমাধান পাবার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ গাইডলাইন পাবেন। কোর্সটি প্রফেশনাল লেভেলের স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রেও সহায়ক হবে। কোর্সটির ভিডিও লেকচার গুলোতে বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে আপনাকে ইংরেজিতে কথা বলা শেখানো হয়েছে। ক্লাসগুলো করার পর নিজের লেভেল যাচাই করার জন্য সবগুলো ভিডিও লেসনের উপর রয়েছে কুইজ। এছাড়াও শর্টকাটে শেখার জন্য প্রতিটি লেসনের সাথে থাকছে নোট। অডিও শুনে শুনে শেখার জন্য আপনাদের সুবিধার্থে থাকছে অডিওবুক। ভিডিওর নতুন নতুন শব্দগুলো শেখার জন্য থাকছে ভোক্যাবুলারি ফ্ল্যাশ কার্ড যেখানে কার্ডের মাধ্যমে একটি শব্দের অর্থ, তার ব্যবহার ও উচ্চারণ শিখে নিতে পারবেন। আর সবশেষে ক্লাসগুলো লিখিত রূপে পাবার জন্য থাকছে ট্রান্সক্রিপ্ট। কোর্সটি কাদের জন্য? অর্থাৎ এটি একটি সার্বজনীন কোর্স। যেকোন বয়স বা পেশার মানুষ এই কোর্সটির মাধ্যমে খুব সহজেই স্পোকেন ইংলিশ শিখতে পারবেন। যারা এতদিন শুধু গ্রামারের রুল মুখস্থ করে ইংরেজি শেখার চেষ্টা করেছেন তারা একঘেয়েমী কাটিয়ে আনন্দের সাথে উদাহরণের মাধ্যমে শিখতে পারবেন। কেন কোর্সটি করবেন?
কিছু স্ক্রিনশট
The post [10 MS Spoken English] মুনজেরিন শহীদের বিখ্যাত ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স টি নিয়ে নিন একদম ফ্রি (video) appeared first on Trickbd.com. |
বি স্মার্ট উইথ মুহাম্মদ – (সাঃ) pdf download | Be Smart With Mohammed – (Sa:) Posted: বি স্মার্ট উইথ মুহাম্মদ (সাঃ) বই রিভিউঃ রাসুলের জীবনের শুরু থেকে শেষ অব্দি এ বইয়ে আলোচনা করেছেন বইয়ের লেখক। আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ স্মার্ট ব্যাক্তির জীবনাদর্শ অনুসরণ করলেই আমরাও স্মার্ট ব্যক্তি হতে পারবো। বি স্মার্ট উইথ মুহাম্মদ বইটি নিয়ে অনেকেরই অনেক আলোচনা – সমালোচনা রয়েছে, কিছু ভূলত্রুটি নিয়ে। লেখক একটা মানুষ সুতরাং তার ভূল হতেই পারে লেখার বা বলার মধ্যে তাই আমরা বা সমালোচনাকারীরা যদি ভূল ধরিয়ে দেয় তাহলে লেখক তার ভুলগুলো সংশোধন করে পরবর্তীতে তার বইটি সংস্করণ করে প্রকাশ করবে। বইটির রকমারির পাঠকদের রেটিং দেখুনঃবইটির সূচিপত্রঃ
আমার পূর্বের পোস্টঃ আয়মান সাদিক ও সাদমান সাদিক ভাইয়ের ৫ টি সেরা pdf বই যাদের ফোন এ এখনো TikTok এ্যাপ ব্যবহার করা হয়নি, তারা ইনবক্স করুন। ৪০+১০= ৫০৳ করে দিবো, রিচার্জ + বিকাশ/ রিচার্জ। (instant)The post বি স্মার্ট উইথ মুহাম্মদ – (সাঃ) pdf download | Be Smart With Mohammed – (Sa:) appeared first on Trickbd.com. |
গল্প প্রেমিকদের জন্য নিয়ে আসলাম চমৎকার একটি (গল্পের এ্যাপ) Posted: গল্প পড়তে ভালোবাসেনা এমন লোক খুব কমই রয়েছে। গল্প পড়ার মধ্যে অন্যরকমের একটা আনন্দ রয়েছে। আমরা রোমান্টিক গল্প পড়ে কখনো আনন্দিত হই, আবার কিছু গল্প পড়ে চোখে পানি চলে আসে; কিন্তু এই হাসি কান্নার মধ্যে দিয়ে অনেক কিছুই শেখা যায়। গল্প পড়ার উপকারিতাঃ১। আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। গল্প পড়ার জন্য তেমন কোনো ভালো এন্ড্রোয়েড এ্যাপ বা ওয়েবসাইট আমার চোখে পড়েনি এর আগে। তবে প্লেস্টোরে খুজতে খুজতে “গল্পের শহর নামের একটি এ্যাপ দেখতে পাই। এরপরে এ্যাপটির রিভিউ দেখে ডাউনলোড করি, এরপরে ইনস্টল করে আমি তো বিস্মিত! এতো সুন্দর এ্যাপ যা আমি বলে বোঝাতে পারবোনা। এ্যাপটির কিছু স্কিনসট দেখুনঃ আমার ওয়েবসাইটে ঘুরে আসার আমন্ত্রণ রইলোযাদের ফোন এ এখনো TikTok এ্যাপ ব্যবহার করা হয়নি, তারা ইনবক্স করুন। ৪০+১০= ৫০৳ করে দিবো, রিচার্জ + বিকাশ/ রিচার্জ। (instant)The post গল্প প্রেমিকদের জন্য নিয়ে আসলাম চমৎকার একটি (গল্পের এ্যাপ) appeared first on Trickbd.com. |
ডাউনলোড করে নিন 10 Minute School এর Facebook Marketing Course By Ayman Sadik & Sadman Sadik . Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের কাছে 10 Minute School এর জনপ্রিয় Facebook Marketing Course টি নিয়ে এসেছি । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমার অনেকেই এই Course টি সম্পর্কে জানি এবং অনেকে ইতিমধ্যে Course টি করেছি । অনেকে টাকার অভাবে Course টি করতে পারতেছেন না তাই আপনাদের জন্য ফ্রিতেই নিয়ে এসেছি । শুরু করার আগে বলে নেই , এই কোর্সটি কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া । তাই দয়া করে কেউ এই কোর্সটি Sell করার চেষ্টা করবেন না । যদি কিনতে চান 10 Minute School থেকে কিনে নিতে পারেন সাথে Certificate পাবেন । এই পোস্টটি কোনও কপিরাইট আইন লঙ্ঘন করে না । ডাউনলোড করতে সমস্যা হলে জানাবেন । |
দেখুন জনপ্রিয় অ্যানিমেটেড মুভি The Boss Baby হিন্দি ডাবিং ও বাংলা সাবটাইটেল এ! Posted: আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।অ্যানিমেটেড মুভি। অনেকেই কার্টুন বলে তাচ্ছিল্য করতে স্বাচ্ছন্দবোধ করেন। একটা সময়ে এই মুভিগুলোকে দর্শকেরা তেমন একটা পাত্তা দিতেন না। শিশুতোষ কনটেন্ট হিসেবে কেউ তেমন সিরিয়াসলিও নিতো না। তবে কালের বিবর্তনে, শিশুদের সাথে এই মুভি জনরা মুগ্ধ করেছে সব বয়সী দর্শকদের। এটা এমনই এক জনরা যেখানে প্রায় প্রত্যেকটা মুভিতেই হাস্যরসের ছলে কোনো না কোনোভাবে জীবনবোধ তুলে ধরা হয়। দেখা শেষে যে তৃপ্তিটা পাওয়া যায়, মূলত সেটার লোভেই সিনেমা দেখা। এমনকি এসব মুভি অস্কার ও পেয়েছে, অস্কার নমিনেশন ও পেয়েছে। আমি আজকে এমনই এক কার্টুন বা এনিমেটেড মুভি The Boss Baby এর রিভিউ এবং হিন্দি ডাবিং সহ ডুয়াল অডিও ও বাংলা সাবটাইটেলের ডাউনলোড লিংক দিবো। অনেকেই আছেন বিকল্প লিংক গুলো ট্রাই না করেই শুধু একটা লিংক ট্রাই করে কমেন্ট করে বসেন লিংক কাজ করছে না। তাদেরকে বলছি, দয়া করে সব লিংক ট্রাই করুন এবং পুরো পোস্ট এবং ডাউনলোডের নিয়মাবলি সম্পূর্ণ না পড়েই ডাউনলোড করতে যাবেন না। তো চলুন শুরু করা যাক। The Boss Baby (2017)Genre: Family, Comedy, Action Imdb Rating: 6.3/10 Personal Rating: 8/10 Director: Tom McGrath. Budget: $125 million. Box Office: $528 million. ড্রিমওয়ার্কস এনিমেশনের আর সব মুভির মতোই বস বেবি একটা মাস্টারপিস। আপনি যদি এনিমেশন মুভি লাভার হয়ে থাকেন তাহলে বস বেবি দেখে থাকবেন। কারন এইটা মিস করার মতো না। সে যাই হোক,মুভির কাহিনি তে আসা যাক। টিম,৭ বছর বয়সী মা-বাবার একমাত্র সন্তান। দুরন্ত, প্রান চঞ্চল, কল্পনাবিলাসী এক বালক। (এই বয়সে যা হয় আর কি!)
ও হ্যাঁ বলা হয়নি তখন টিমের মা প্রেগন্যান্ট ছিল। তো ছেলের উত্তর শুনে মা-বাবা দুজনেই কিছুটা চমকে যায় বৈকি!
এক কথায় অসাধারণ একটা মুভি। না দেখে থাকলে দেখে নিতে পারেন। দেড় ঘন্টা সময় এমনেই পেরিয়ে যাবে। মুভিটা just wow লেগেছে। এবারের অস্কার এওয়ার্ডেও নমিনেটেড হয়েছিল এই এনিমেশন মুভিটি। নতুন এবং অসাধারণ কাহিনী নিয়ে নির্মিত এই মুভি। মুভিটি দুটো বার্তা বহন করে,
TrailerDownload Links (Dual Audio Hindi Dubbed)480p (314 MB): 720p (844 MB): 1080p (2.8 GB): The Boss Baby 2: Family Business (2021)
Genre: Family, Comedy, Action Imdb Rating: 5.9/10 Personal Rating: 8/10 Director: Tom McGrath.
শৈশব – আমাদের জীবনের শুরুর দিকের সময় । জীবনের কোনো না কোন পর্যায়ে গিয়ে আমাদের মনে হয় যে হয়তো সেটাই ছিল জীবনের বেস্ট সময় । কিন্তু বর্তমানে কয়জন শিশু তার শৈশবকে উপভোগ করতে পারছে ? এখনকার সময় শিক্ষা অর্জনের জন্য শিশুদের ছোটবেলা থেকেই দেয়া হয় স্কুলে । ছোটবেলা থেকেই তাদের ভিতরে ঢুকিয়ে দেয়া হয় লেখা পড়ার চাপ , বাসায়ও তাদেরকে হোমওয়ার্ক এবং লেখা পড়া নিয়ে ব্যাস্ত রাখা হয় । ফলস্বরূপ তৈরি হয় মা – বাবার সাথে দূরত্ব , অপরিপূর্ণ থেকে যায় শৈশব । পৃথিবীর সব জায়গায়ই এটা একটা কমন সমস্যা এমনকি আমাদের দেশের কেজি স্কুল গুলোতেও একই ধারা বিদ্যমান । এই বিষয়টিকেই একটু ভিন্নভাবে উপলব্ধি করাবে মুভিটি ।
Family Bussiness এও পাবেন চমৎকার অ্যানিমেশন । সেই সাথে মুভির কালার গ্রেডিং/মিক্সিং আমার কাছে দারুন লেগেছে । ডায়ালগ ডেলিভারি দুর্দান্ত ছিল । হিউমার গুলোও ভালো লেগেছে । তবে মুভির ক্যারেক্টার বিল্ড আপে কিছুটা ঘাটতি মনে হয়েছে আমার কাছে । নতুন চরিত্রগুলো মনে জায়গা করে নিতে পারে নি ততটা । The Boss Baby মুভির অনেক অনেক দিন পরের কথা । টেড এবং টিম দুই ভাইই এখন অনেক বড় । টিম বিয়ে করেছে এবং তার দুটি মেয়েও আছে । অপরদিকে টেড তার ক্যারিয়ার নিয়ে ব্যাস্ত ছিল এবং প্রচুর টাকাও কামিয়েছে । কিন্তু ব্যাস্ততার কারণে সময় দিতে পারেনি পরিবারকে । দুই ভাইয়ের মাঝে যেনো এসে পড়েছে অদৃশ্য দেয়াল । এখন দুই ভাইয়ের সম্পর্ক কোথায় যাবে ?
ঘটনাচক্রে দেখা যায় টিমের ছোট মেয়েও বেবিকর্প, ঠিক যেমনটা টেড তার ছোট্ট বেলায় ছিলো। সে নাকি একটা মিশন নিয়ে এসেছে, যাতে টেড এর সাহায্য লাগবে। কিন্তু কি সেই মিশন? টেড কিভাবে সাহায্য করবে তাকে? এই মিশন দিয়ে কি টিম-টেড দুই ভাইয়ের সেই পুরানো জুটি ফিরে আসবে? আর নতুন Boss বেবি এর ভিতর কিভাবে আসবে ? – এসব প্রশ্নের উত্তর দিবে The Boss Baby : Family Bussiness মুভিটি ।
Trailer
Download Links (With Bangla Subtitle)480p (470 MB): 720p (830 MB): 1080p (1.5 GB): Bangla Subtitle: [ যে প্রিন্টে মুভিটি ডাউনলোড করবেন তা মুভির রিনেইমে-ই দেয়া থাকবে। সে অনুযায়ী বাংলা সাবটাইটেল ডাউনলোড করে উপভোগ করুন] বাংলা সাবটাইটেল দিয়ে মুভি দেখার নিয়ম জানতে ট্রিকবিডির এই পোস্টটি পড়ে নিন। The Boss Baby: Back In Business Series (2018)
এই সিরিজের বাংলা সাবটাইটেল নেই। তাই যারা দেখতে ইচ্ছুক তারা ইংরেজী সাবটাইটেলে দেখে নিবেন ।ইংরেজী সাবটাইটেল ভিডিওর সাথে ইনকোড করা আছে। আর বলে রাখি, এই সিরিজ না দেখলে যে মুভি বুঝতে পারবেন না এমন কোনো কথা নেই। সিরিজটি দেখলেও চলবে না দেখলেও চলবে। মুভি বুঝতে পারবেন ঠিকমতোই। তবে যারা দেখার ইচ্ছা রাখেন তাদের জন্য নিচে ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি।
Download LinksSeason 1: Season 2: Season 3: Season 4: ( .zip ফাইলের ক্ষেত্রে ZArchiver এপ দিয়ে এক্সট্র্যাক্ট করে নিন । এরপর ও না বুঝলে এই লিংকে ক্লিক করে পোস্টটি দেখে নিন। পিসির জন্য WinRar সফটওয়্যার ব্যবহার করতে পারেন )
ডাউনলোড করার জন্য যেসব লিংকে গুগল একাউন্টে লগিন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে গুগল একাউন্টে লগিন করে নিবেন। এরপর গুগল ড্রাইভে ফাইলটি নিয়ে সেখান থেকে ডাউনলোড করে নিবেন। কোনো ডাউনলোড লিংকে ডাউনলোড অপশনে ক্লিক করার পর অন্য কোনো লিংক বা পেইজে নিয়ে গেলে আবার ব্যাক করে আগের পেইজে এসে অর্থাৎ ডাউনলোড পেইজে এসে পুনরায় ডাউনলোড এ ক্লিক করবেন। আর যাদের গুগল একাউন্টে লগিন করলে ড্রাইভ হ্যাক হওয়ার ভয় আছে তারা এই লিংকে ক্লিক করে পোস্টটি পড়ে নিবেন। আশা করছি ভয় কেটে যাবে। আমি ইউজারদের কথা বিবেচনা করেই লিংক দিয়ে থাকি। কাজেই কোনো হ্যাকিং লিংক প্রোভাইড করার প্রশ্নই আসে না। [Links Credit: Mlwbd, Freedrivemovies, GDTot]
আজকে এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। The post দেখুন জনপ্রিয় অ্যানিমেটেড মুভি The Boss Baby হিন্দি ডাবিং ও বাংলা সাবটাইটেল এ! appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments