Search box..

(Today Last Date) ন্যাশনাল ইউনিভার্সিটির করোনার টিকা রেজিস্ট্রেশন করুন দ্রুত || Error Problem Fix

(Today Last Date) ন্যাশনাল ইউনিভার্সিটির করোনার টিকা রেজিস্ট্রেশন করুন দ্রুত || Error Problem Fix


(Today Last Date) ন্যাশনাল ইউনিভার্সিটির করোনার টিকা রেজিস্ট্রেশন করুন দ্রুত || Error Problem Fix

Posted:

আসসালামু আলাইকুম,

আজকে দেখাবো কিভাবে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা করোনা  ভ্যাকসিন এর জন্য রেজিস্ট্রেশন করবেন । যারা আমার আগের পোস্টগুলো মিস করেছেন তারা চাইলে আমার আগের করা পোষ্টগুলোও একবার ঘুরে দেখতে পারেন,

 Full Post টা পড়বেন তাহলে সবকিছু সহজেই বুঝতে পারবেন। আপনাদের সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে।

তাহলে চলুন শুরু করা যাক,

রেজিস্ট্রেশন করার সময়সীমা আর মাত্র 4 ঘন্টা বাকি আজই লাস্ট ডেট । আজ রাত 12 টা   পর্যন্ত রেজিস্ট্রেশন  করতে পারবেন।

প্রয়োজনীয়তা:

  1. Mobile or Laptop or PC
  2. Internet

এখন,

1. প্রথমে স্ক্রিনশটে দেখানো  এই ওয়েবসাইট এ ক্লিক করুন। (সাইটে প্রবলেম থাকার কারণে ইরর দেখাতে পারে  ভয় নেই সাইটে প্রবেশ করার জন্য কয়েকবার চেষ্টা করুন)

 

2. এখানে আপনার  ন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে নেক্সট এ ক্লিক করুন

3.তারপর এমন একটা পেজ আসবে সেখানে স্টুডেন্ট নাম , ফাদার্স নেম , কোর্স নেম , কলেজ নেম এবং সেশন অটোমেটিক শো করবে । তারপর এই পেজটা ফিলাপ করেনেক্সট এ ক্লিক করুন ।

4.বেশ কয়েকবার এমন ইরর আসতে পারে ব্যাক বাটন প্রেস না করে রিলোড বাটনে প্রেস করে কন্টিনিউ  বাটনে চাপ দেন । একটা সময় সাবমিট হয়ে যাবে 

5.আমি এভাবে সাবমিট করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে ছাড়া সাবমিট করা সম্ভব হচ্ছে নাদেখুন আমার সাবমিট হয়ে গেছে

নোটঃ আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন এবং কোন সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি হেল্প করার চেষ্টা করব।

Help Menu:

 কোন কিছুর প্রয়োজন হলে বা কোন কিছু জানার থাকলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার Help Desk.

Contact me on Facebook

Contact me on YouTube

ধন্যবাদ।

The post (Today Last Date) ন্যাশনাল ইউনিভার্সিটির করোনার টিকা রেজিস্ট্রেশন করুন দ্রুত || Error Problem Fix appeared first on Trickbd.com.

নিয়ে নিন Hoichoi Premium Account আনলিমিটেড Device Allow + 1 Year Subscription .

Posted:



কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের কাছে Hoichoi Premium Account নিয়ে এসেছি । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন

Hoichoi সম্পর্কে আমারা সবাই জানি এটি একটি Video Streaming Platform, আমার Subscription কেনার অভাবে Hoichoi ব্যবহার করতে পারি না । তাই আপনাদের সাথে Hoichoi Premium Account টি শেয়ার করলাম । এই একাউন্ট টি একসাথে ২১৪ কোটি মানুষ ব্যবহার করতে পারবে । চলুন শুরু করা যাক , একটা কথা বলি নেই , এই একাউন্টে সমস্যা হলে গালাগালি করবেন না , একাউন্ট লাগলে আপনার Mail Address দিয়ে কমেন্ট করবেন , যদি ভিডিও প্লে করার সময় Pin চায় তাহলে 1234 ব্যবহার করবেন

Account Status ➜


Site: Hoichoi

Mail ⤷ uddaloksen@yahoo.com

Pass ⤷ Abcd@1234

Status ⤷ Premium

Plan ⤷ 1 Year Plan

Expire ⤷ 12-30-2021

Number Of Allowed Streams ⤷ 2147483647

Number Of Allowed Device ⤷ 2147483647

চলুন কিছু Screenshot দেখে নেই ➜







১ বছর একাউন্ট এর Subscription



Number Of Allowed Device & Number Of Allowed Streams 2147483647

আজ এ পর্যন্তই ,এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করবো । ধন্যবাদ সবাইকে ।

যেকোনো Premium Android Apps, Pc Software , Account , Course , Bin , Premium Account , Netflix , Amazon Prime Other & WordPress , Blogger Tamplate , Movie , Chegg Solution লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সবকিছু Free

PremiumAppsAccount Free

The post নিয়ে নিন Hoichoi Premium Account আনলিমিটেড Device Allow + 1 Year Subscription . appeared first on Trickbd.com.

রাসূল ﷺ কেন টিকটিকি মারতে বলেছেন বিজ্ঞানীরা গবেষণা করে অবাক হয়েছে

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

রাসূল ﷺ কেন টিকটিকি মারতে বলেছেন

মানুষ টিকটিকির শরীর দিয়ে এক বিশেষ প্রক্রিয়ায় নেশা গ্রহণ করে থাকে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। কেন টিকটিকিৃকে প্রথম আগাতে হত্যা করলে রাসূল (সাঃ) ৭০ নেকির ঘোষণা দিয়েছেন..? নবী ইব্রাহিম (আঃ) কে আগুনে পোড়াতে টিকটিকি কেন সাহায্য করেছিল
…? আর কেনইবা টিকটিকি মানুষের অসুস্থতা বা মৃত্যুর কারণ হতে পারে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি সম্পন্ন পড়ুন।

হযরত উম্মে শরিক (রাঃ) থেকে বর্ণিত রাসূল (সাঃ) টিকটিকি হত্যার আদেশ দিয়েছেন। তিনি বলেছেনঃ ইব্রাহীম (আঃ) কে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন এই টিকটিকি ফুঁক দিয়ে আগুন জ্বালাতে সাহায্য করেছিলো।( মিশকাত হাদিস নাম্বারঃ ৪১১৯)

টিকটিকির এই শয়তানি তৎপরতার কারণে রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম তাকে হত্যা করার আদেশ দিয়েছেন। অপরদিকে হযরত ইবরাহীম আলাইহিস সাল্লামের উপর প্রজ্বলিত আগুন নেভানোর উদ্দেশ্যে ব্যাঙ সেখানে পেশাব করেছিল, যাতে করে আগুন নিভে যায়। হাদীস শরীফে ব্যাঙকে হত্যা না করার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাহু সাল্লাম অপরদিকে টিকটিকিকে হত্যা করার আদেশ দিয়েছেন।( সহীহুল জামি হাদিস নাম্বার ৬৯৭১)

টিকটিকি হয়ে গেল মানব জাতির জন্য ক্ষতিকর একটি প্রাণী। যাকে হত্যা করা সওয়াবের কাজ। রাসূল সাল্লাহু সাল্লাম টিকটিকি হত্যার আদেশ দেওয়ার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা টিকটিকি হত্যা করেছেন মর্মে হাদিসে এসেছে। ( মিশকাত হাদিস নাম্বার ৪১২০)

হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা ঘরের মধ্যে টিকটিকি মারার জন্য একটি বিশেষ বর্ষা বা লাঠি রাখতেন। এছাড়া রাসুল (সাঃ) বলেছেন →পাঁচটি প্রাণী তোমাদের জন্য ক্ষতিকর। ইঁদুর, বিচ্ছু,চিলকাক,হিংস্র কুকুর। (বুখারি হাদিস নাম্বারঃ ১৭০৯, অধ্যায় ৪৯,সহিহ মুসলিম হাদিস নাম্বারঃ ২৭৬৩)

রাসূলে কারীম সাল্লাহু সাল্লাম আরো বলেছেনঃ তোমরা নামাজ রত অবস্থায় থাকলেও দুটি কালো প্রাণীকে হত্যা করো, তাহলো সাপ এবং বিচ্ছু।( সুনানে আবু দাউদ ৯৩১)

অর্থাৎ আপনি যদি নামাযে দাঁড়িয়ে থাকেন এবং আপনি যদি দুটি কালো প্রাণীকে অর্থাৎ কাল সাপ এবং বিচ্ছু দেখতে পান বা পরিবারের অন্য সদস্য যদি বলে ঘরে সাপ, বিচ্ছু, এরা ঘরে রয়েছে। বা এরা আশেপাশে রয়েছে তাহলে আপনি নামাজ ভেঙ্গে হলেও এই দুটি প্রাণীকে হত্যা করুন। রাসূল সাল্লাহু সাল্লাম আরো বলেছেনঃ যে ব্যক্তি প্রথম আঘাতে টিকটিকি মারবে তার জন্য ১০০ টি সাওয়াব রয়েছে। দ্বিতীয় আঘাতে মারলে তার চেয়ে কম সাওয়াব এবং তৃতীয় আঘাতে মারলে তার চাইতেও কম সাওয়াব হবে। (সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বারঃ ৩২২৯)

অর্থাৎ এখানে বোঝানো হয়েছে, আপনি যদি নামাজ রত অবস্থায় থাকেন তাহলে নামায ভেঙ্গে হলেও কাল সাপ ও বিচ্ছুকে মারতে পারবেন। কিন্তু টিকটিকির ক্ষেত্রে এমনটি নয়। হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা’আলা আনহু হতে বর্ণিত আর একটি হাদীসে নবী সাল্লাহু সাল্লাম বলেছেন প্রথম আঘাতে মারতে পারলে তার জন্য সত্তর নেকী রয়েছে। (সহিহ মুসলিম হাদিস নাম্বারঃ ৫২৬৪)

যাইহোক রাসূল (সাঃ) কেন টিকটিকি মারতে বলেছেন…? সে সম্পর্কে আজকের বিজ্ঞান কি বলে চলুন জেনে নেই । বর্তমান বিজ্ঞান গবেষণা করে জানতে পেরেছে যে টিকটিকি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। সরীসৃপ জাতীয় প্রাণী এরা ঘরের কোটা দেওয়াল আলমারি চেয়ার টেবিল এবং অন্যান্য আসবাবপত্রের উপর চলাফেরা করে। এবং বিশেষ করে খাবার পাতিলে বা খাদ্য দ্রব্যের উপর মলমূত্র ত্যাগ করে।

পৃথিবীর অন্য যে কোন সরীসৃপ প্রাণী থেকে টিকটিকির পায়খানা বা মল মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে যদি তা মানুষের খাদ্য দ্রব্যের সাথে মিশে যায় আর টিকটিকি তো খাদ্য দ্রব্যের উপর চলাচল করতে পারে। তখন তারা খাবারের মধ্যে তাদের বিষাক্ত লাল ফেলতে পারে। এতে মৃত্যুর ঝুঁকি রয়েছে। টিকটিকির প্রধান কাজ হলো মানুষের খাবার নষ্ট করা।

বিশেষ করে খাবার লবণ খোলা অবস্থায় থাকলেই টিকটিকি সেখানে মলমূত্র ত্যাগ করতে পারে এবং ঘরের যে স্থানে লবণ আছে ঠিক সে বরাবর তার বিস্ঠা নিক্ষেপ করে।

টিকিটিকির লেজে মাদকতা আছে, আপনারা অনেকেই জানেন না, পৃথিবীতে অনেক বড় বড় নেশা আসক্ত ব্যক্তিরা টিকটিকির লেজকে পুড়িয়ে শুকিয়ে তা দিয়ে নেশা করে।এই নেশা এতটাই ভয়াবহ যে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং এই নেশা একবার উঠে গেলে তখন টিকটিকির জন্য তারা টিকটিকি হন্য হয়ে খুঁজতে থাকে।

এমনকি এই নেশার জন্য টিকটিকি বাণিজ্যিকভাবেও কিছু কুচক্রী মহল উৎপাদন করে থাকে। বলা হয়ে থাকে টিকটিকির নেশাকারী ব্যক্তির তিন থেকে চার বছরের মধ্যেই মৃত্যু হয়ে থাকে। এছাড়া টিকটিকির বিষ্ঠা যদি আপনার খাবারের পড়ে তাহলে তার কারণে আপনার ডায়েরি হতে পারে বা পাতলা পায়খানা হতে পারে এবং বমি হতে পারে ভয়ানক ভাবে। এটি একদিক থেকে মানুষের জন্য নানাভাবে ক্ষতিকর এবং অন্যদিকে মরণব্যাধি নেশার উৎস।

এছাড়া আপনার বাসায় যদি অতিরিক্ত পোকামাকড়, মশা-মাছি থাকে তাহলে তাদের খাওয়ার জন্য আপনার বাসায় টিকটিকির যন্ত্রণা বেড়ে যেতে পারে। এজন্য বাসায় সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে মাকড়সা বাসা করলে তা নিয়মিত পরিষ্কার করতে হবে। সব মিলিয়ে এই প্রাণীটিকে হত্যা করার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাহু সাল্লাম সাড়ে চোদ্দশ বছর আগে আমাদেরকে নির্দেশ দিয়েছেন।

এখন প্রশ্ন আসে এতই যখন ক্ষতিকর এই প্রাণীটি তাহলে একে সৃষ্টি করা হয়েছে কেন….? এর সম্ভাব্য দুটি কারণ হতে পারে: প্রথমত টিকটিকি মহান রাব্বুল আলামিনের তরফ থেকে মানবজাতির জন্য একটি পরীক্ষা সরূপ হতে পারে। দ্বিতীয়তঃ লম্বা লেজ বিশিষ্ট প্রাণী টিকটিকি পোকামাকড় খেয়ে মানুষের উপকার করে থাকে

এবং টিকটিকি থেকে আরেকটি শিক্ষা পাওয়া যায়। যেমন কেউ টিকটিকির লেজ কেটে ফেললে সে কিন্তু বেঁচে থাকে এবং সে কিন্তু তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। এখানে আল্লাহ রাব্বুল আলামীন মানবজাতির জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা হলো আপনি যখন কোন বিপদে পড়বেন তখন সেই বিপদ নিয়ে বসে না থেকে, বিপদ নিয়ে চিন্তা না করে, সামনে কিভাবে এগোনো যায় তা আমাদের মানব জাতির জন্য শিক্ষা হিসেবে রেখেছেন।

তাই টিকটিকির লেজ কেটে ফেললে টিকটিকি সেখান থেকে তৎক্ষণাৎ চলে যায়। সে লেজের জন্য সেখানে বসে থাকেনা। তেমনি মানব জীবনে আমরা যখন কোনো বিপদে পড়বো তখন বিপদের কথা চিন্তা করে সেখানে বসে থাকলে হবেনা। আমাদেরকে জীবনের পথে এগিয়ে যেতে হবে। আল্লাহ তায়ালা এই পৃথিবীতে কোন কিছুই বিনা কারণে সৃষ্টি করেননি। মানবজাতিকে শিক্ষা দেওয়া মানবজাতিকে পরীক্ষা করা মানব জাতির হেদায়েতের জন্য এবং সর্বোপরি মানবজাতির উপকারের স্বার্থেই আল্লাহ তায়ালা তার প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন।

এবং যারা জ্ঞানী যারা আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে পছন্দ করেন তারা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এমনই বলেছেন→ যারা চিন্তাশীল ব্যক্তি তারা যেন আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করেন এবং তারা যেন পৃথিবীর এ প্রান্ত থেকে ও অন্যপ্রান্তে ঘুরে বেড়ান। যাতে আল্লাহর সৃষ্টিসমূহ আল্লাহর সৃষ্টির বৈচিত্র মানুষ দেখতে পারে এবং আল্লাহর নেয়ামত সম্পর্কে উপলব্ধি করতে পারে।( প্রাসঙ্গিক আয়াতঃ সূরা আল ইমরান আয়াত ১৯০-১৯২,সূরা আম্বিয়া আয়াত ৩২,সূরা নাবা আয়াত ১২)

Trickbd তে অনেকেই পোস্ট কতে চান কিন্তু করতে পারছেন না। আপনারা Ictbn.Com ওয়েবসাইটে পোস্ট করতে পারেন।এখানে একাউন্ট করলেই author।এখানে প্রতি পোস্টের জন্য ৫-৫০ টাকা পর্যন্ত দেওয়া হয়।পোস্টের মানের উপর ভিত্তি করে। ICTBN.Com

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post রাসূল ﷺ কেন টিকটিকি মারতে বলেছেন বিজ্ঞানীরা গবেষণা করে অবাক হয়েছে appeared first on Trickbd.com.

বাক ও শ্রবণ প্রতিবন্ধিদের জন্য বাংলা ভাষায় ইশারা ভাষা শেখার অ্যাপ এবং আপনিও শিখে নিতে পারেন!

Posted:

আমাদের সমাজে শারীরিক গঠনের দিক দিয়ে সাধারণ বা স্বাভাবিক মানুষের পাশাপাশি অস্বাভাবিক বা বাক ও শ্রবণ প্রতিবন্ধী রয়েছেন। যার ফলে স্বাভাবিক মানুষের সাথে উক্ত প্রতিবন্ধী মানুষের ভাষা আদান প্রদান অর্থাৎ মনের ভাব আদান প্রদান করতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। এই ভাষা আদান প্রদান সমস্যার একমাত্র সমাধান হলো “ইশারা ভাষা”। যার মাধ্যমে আমরা একে অপরের সাথে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করতে পারি। এর জন্য আমাদের ইশারা ভাষা সম্পর্কে আগে জানতে হবে। যদি আমাদের উভয়ের উক্ত বিষয়ের উপর জ্ঞান বা জানা থাকে তাহলেই আমরা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবো। তাই স্বাভাবিক এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধিদের উক্ত ইশারা ভাষা শেখা, জানা ও বোঝার জন্যই আজকের আমার এই টিউটোরিয়াল।

ইশার ভাষা মূলত এমন একটি ভাষা। যা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য আকার, ইঙ্গিত, হাতের ব্যবহার, ওষ্ঠ পঠন, মৌখিক অবিব্যক্তি, সর্বোপরি মৌখিক ভাষার ব্যবহার করে থাকে। এতে হাতের আকৃতি, নির্দেশনা, তালুর অবস্থান, হাতের নড়াচড়া ও হাতের অবস্থান এর ব্যবহার করা হয়।

উক্ত ইশারা ভাষা শেখা, জানা ও বোঝার জন্য আমি আজকে আপনাদের সামনে আমাদের মাতৃভাষা বাংলায় তৈরিকৃত শিক্ষামূলক অ্যাপ নিয়ে হাজির হয়েছি। যা মূলত অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য। অর্থাৎ আপনার যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে তাহলে আপনি সহজেই উক্ত বিষয়ে জ্ঞান অর্জন করিতে পারিবেন। অ্যাপের নাম হচ্ছে “বিজয় ইশারা ভাষা”। যা মূলত ডেভেলপ করেছে আমাদের বর্তমান সময়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব, মোস্তফা জাব্বার এর প্রতিষ্ঠান “আনন্দ কম্পিউটার”। যারা মূলত ডিজিটাল মাধ্যমে প্রথম বাংলা লেখার কিবোর্ড সফটওয়্যার বিজয় বায়ান্ন তৈরি করেছিলেন।

বিজয় ইশারা ভাষা অ্যাপটিকে ০৬ (ছয়) ভাগে ভাগ করে তৈরি করা হয়েছে। অর্থাৎ ইশারা ভাষার গঠনপ্রণালীকে ছয়টি ভাগে ভাগ করে আলাদা আলাদাভাবে ছয়টি অ্যাপ তৈরি করা হয়েছে। যার ফলে পুরো ইশারা ভাষাকে শিখতে, জানতে ও বুঝতে বা আয়ত্ত্ব করতে ধাপে ধাপে ছয়টি অ্যাপই আপনাকে ব্যবহার করতে হবে।

উক্ত অ্যাপের মাধ্যমে ভাষাটি সহজে যাতে আয়ত্ত্ব করতে পারেন তার জন্য সবগুলো অ্যাপে প্রতিটি বিষয়ের উপর বিস্তারিত ছবি, ভিডিও এবং লিখার মাধ্যমে শেখানোর পদ্ধতি সাজানো হয়েছে। তো কোন অ্যাপে কোন বিষয় নিয়ে আলোচনা রয়েছে তা নিয়ে আলাদাভাবে আলাদাভাবে নিচে ডাউনলোড লিংক সহ বিস্তারিত আলোচনা করা হলো।

বিজয় ইশারার প্রায় সবগুলো অ্যাপেই একইরকমভাবে ডিজাইন করা হয়েছে। শুধুমাত্র কালার বা রং পরিবর্তন করা হয়েছে। যেমন: প্রথমটিতে বাদামী, দ্বিতীয়টিতে নীল, তৃতীয়টিতে দুসর, চতুর্থটিতে কালো, পঞ্চমটিতে লাল এবং ষষ্ঠটিতে গাঢ়ো সবুজ রং ব্যবহার করা হয়েছে। সবগুলো অ্যাপেই হোম, অনুশীলন ও সহায়তা বাটন রাখা হয়েছে। হোম বাটনে ক্লিক করলে আপনি অ্যাপটি সম্পর্কে জানতে পারবেন, অনুশীলন বাটনে ক্লিক করলে আপনি অ্যাপটিতে থাকা শিক্ষামূলক সকল বিষয়গুলি দেখতে পারবেন, এবং সহায়তা বাটনে ক্লিক করলে আপনি জানতে পারবেন অ্যাপটি দেওয়া তথ্য উপাত্ত দিয়ে অ্যাপটি তৈরি করার জন্য কোন প্রতিষ্ঠান সহায়তা করেছে।

বিজয় ইশারা ভাষা-০১:

বিজয় ইশারা অ্যাপের ছয় ভাগের মধ্যে প্রথম ভাগের নাম রাখা হয়েছে “বিজয় ইশারা ভাষা ১”। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। বিজয় ইশারা ভাষার প্রথম অ্যাপটিতে ব্যবহার নির্দেশিকা, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ইংরেজি বর্ণমালা (আমেরিকান), ইংরেজি বর্ণমালা (ব্রিটিশ), সংখ্যা, পরিবার ও আত্মীয়, খাবার ও পানীয়, সম্পর্ক, পোষাক পরিচ্ছেদ ও গৃহস্থালি সামগ্রী নিয়ে আলোচনা করা হয়েছে।

বিজয় ইশারা ভাষা-০২:

বিজয় ইশারা অ্যাপের ছয় ভাগের মধ্যে দ্বিতীয় ভাগের নাম রাখা হয়েছে “বিজয় ইশারা ভাষা ২”। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। বিজয় ইশারা অ্যাপের দ্বিতীয় অ্যাপটিতে ব্যবহার নির্দেশিকার পাশাপাশি রোগ ও চিকিৎসা, পশুপাখি, প্রকৃতি এবং পরিবেশ, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, খেলা, ব্যাকরণ, ভূগোল ও শিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে।

বিজয় ইশারা ভাষা-০৩:

বিজয় ইশারা অ্যাপের ছয় ভাগের মধ্যে তৃতীয় ভাগের নাম রাখা হয়েছে “বিজয় ইশারা ভাষা ৩”। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। বিজয় ইশারা অ্যাপের তৃতীয় অ্যাপটিতে ব্যবহার নির্দেশিকার পাশাপাশি পরিবহন, বাক্য, মানুষের শরীরের অঙ্গ, উৎসব, কাজ, কর্মী, অর্থনৈতিক, রাজনীতি, ধর্ম, আন্তর্জাতিক, ঐতিহাসিক ও শহর নিয়ে আলোচনা করা হয়েছে।

বিজয় ইশারা ভাষা-০৪:

বিজয় ইশারা অ্যাপের ছয় ভাগের মধ্যে চতুর্থ ভাগের নাম রাখা হয়েছে “বিজয় ইশারা ভাষা ৪”। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। বিজয় ইশারা অ্যাপের চতুর্থ অ্যাপটিতে ব্যবহারের নির্দেশিকার পাশাপাশি কৃষি, পাখি এবং মাছ, রং, দেশ, রোগ ও চিকিৎসা, পোষাক পরিচ্ছেদ, বৈদ্যুতিক যন্ত্র, বিনোদন, গৃহস্থালি সামগ্রী, মানুষের শরীরের অঙ্গ, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, সামাজিক কাজ, শিক্ষার সরঞ্জাম, পরিবহন, পরিবহন, বিভিন্ন ধরনের খাবার, পেশা/চাকুরি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

বিজয় ইশারা ভাষা-০৫:

বিজয় ইশারা অ্যাপের ছয় ভাগের মধ্যে পঞ্চম ভাগের নাম রাখা হয়েছে “বিজয় ইশারা ভাষা ৫”। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। বিজয় ইশারা অ্যাপের পঞ্চম অ্যাপটিতে ব্যবহারের নির্দেশিকার পাশাপাশি পোষাক পরিচ্ছেদ, গৃহস্থালি সামগ্রী, খাবার ও পানীয়, মানুষের শরীরের অঙ্গ, পশুপাখি, অপরাধ এবং আইন, রোগ ও চিকিৎসা, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ স্থান, প্রকৃতি ও পরিবেশ, ধর্ম, সামাজিক কাজ, খেলা, পরিবহন, বিভিন্ন ধরনের খাবার, পেশা/চাকুরি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
[
বিজয় ইশারা ভাষা-০৬:

বিজয় ইশারা অ্যাপের ছয় ভাগের মধ্যে সর্বশেষ ষষ্ঠ ভাগের নাম রাখা হয়েছে “বিজয় ইশারা ভাষা ৬”। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। বিজয় ইশারা অ্যাপের ষষ্ঠ অ্যাপটিতে ব্যবহারের নির্দেশিকার পাশাপাশি শহর, দেশ, অর্থনৈতিক, শিক্ষা, পরিবার ও আত্মীয়, প্রকৃতি ও পরিবেশ, ধর্ম, পরিবহন, রাজনীতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

অবশেষে আশা করি প্রতিবন্ধিদের পাশাপাশি আমরা যারা স্বাভাবিক অবস্থায় রয়েছি তাদেরও উক্ত অ্যাপগুলো বেশ উপকারে আসবে। তাই বলা যায় উক্ত ইশারা ভাষা যারা শিখতে শিখে রাখতে চান, তারা উপরের ডাউনলোড লিংক থেকে অ্যাপগুলো ডাউনলোড করে অ্যাপে থাকা বিষয়গুলির উপর পড়ালেখা চালিয়ে যেতে পারেন।

The post বাক ও শ্রবণ প্রতিবন্ধিদের জন্য বাংলা ভাষায় ইশারা ভাষা শেখার অ্যাপ এবং আপনিও শিখে নিতে পারেন! appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments