Search box..

২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের জন্য তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে এখনি ডাউনলোড করে নিন।

২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের জন্য তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে এখনি ডাউনলোড করে নিন।


২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের জন্য তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে এখনি ডাউনলোড করে নিন।

Posted:

২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের জন্য তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। অ্যাসাইনমেন্ট বিতরণ ও মূল্যায়ন নির্দেশিকাও প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক তৈরি ২০২১ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে তৈরি অ্যাসাইনমেন্ট প্রথম ধাপে তিন সপ্তাহের জন্য প্রকাশ করা হয়েছে।

এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট সব শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

অ্যাসাইনমেন্ট বিতরণ ও মূল্যায়ন নির্দেশিকায় বলা হয়েছে, গ্রুপভিত্তিক নৈর্বাচনিক বিষয়ের ওপর প্রতি সপ্তাহে দুটি করে ১২ সপ্তাহের জন্য মোট ২৪টি অ্যাসাইনমেন্ট তৈরি করা হয়েছে। ১৮ জুলাই এসব অ্যাসাইনমেন্টের মধ্যে প্রথম পর্যায়ে তিন সপ্তাহের জন্য ছয়টি অ্যাসাইনমেন্ট কাভার নমুনাসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যা আগামী ৫ আগস্টের মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা (সরাসরি/অনলাইনে) দেবে।

অ্যাসাইনমেন্ট ডাউনলোড করুন

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের জন্য তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে এখনি ডাউনলোড করে নিন। appeared first on Trickbd.com.

বাক ও শ্রবণ প্রতিবন্ধিদের জন্য বাংলা ভাষায় ইশারা ভাষা শেখার অ্যাপ এবং আপনিও শিখে নিতে পারেন!

Posted:

আমাদের সমাজে শারীরিক গঠনের দিক দিয়ে সাধারণ বা স্বাভাবিক মানুষের পাশাপাশি অস্বাভাবিক বা বাক ও শ্রবণ প্রতিবন্ধী রয়েছেন। যার ফলে স্বাভাবিক মানুষের সাথে উক্ত প্রতিবন্ধী মানুষের ভাষা আদান প্রদান অর্থাৎ মনের ভাব আদান প্রদান করতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। এই ভাষা আদান প্রদান সমস্যার একমাত্র সমাধান হলো “ইশারা ভাষা”। যার মাধ্যমে আমরা একে অপরের সাথে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করতে পারি। এর জন্য আমাদের ইশারা ভাষা সম্পর্কে আগে জানতে হবে। যদি আমাদের উভয়ের উক্ত বিষয়ের উপর জ্ঞান বা জানা থাকে তাহলেই আমরা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবো। তাই স্বাভাবিক এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধিদের উক্ত ইশারা ভাষা শেখা, জানা ও বোঝার জন্যই আজকের আমার এই টিউটোরিয়াল।

ইশার ভাষা মূলত এমন একটি ভাষা। যা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য আকার, ইঙ্গিত, হাতের ব্যবহার, ওষ্ঠ পঠন, মৌখিক অবিব্যক্তি, সর্বোপরি মৌখিক ভাষার ব্যবহার করে থাকে। এতে হাতের আকৃতি, নির্দেশনা, তালুর অবস্থান, হাতের নড়াচড়া ও হাতের অবস্থান এর ব্যবহার করা হয়।

উক্ত ইশারা ভাষা শেখা, জানা ও বোঝার জন্য আমি আজকে আপনাদের সামনে আমাদের মাতৃভাষা বাংলায় তৈরিকৃত শিক্ষামূলক অ্যাপ নিয়ে হাজির হয়েছি। যা মূলত অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য। অর্থাৎ আপনার যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে তাহলে আপনি সহজেই উক্ত বিষয়ে জ্ঞান অর্জন করিতে পারিবেন। অ্যাপের নাম হচ্ছে “বিজয় ইশারা ভাষা”। যা মূলত ডেভেলপ করেছে আমাদের বর্তমান সময়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব, মোস্তফা জাব্বার এর প্রতিষ্ঠান “আনন্দ কম্পিউটার”। যারা মূলত ডিজিটাল মাধ্যমে প্রথম বাংলা লেখার কিবোর্ড সফটওয়্যার বিজয় বায়ান্ন তৈরি করেছিলেন।

বিজয় ইশারা ভাষা অ্যাপটিকে ০৬ (ছয়) ভাগে ভাগ করে তৈরি করা হয়েছে। অর্থাৎ ইশারা ভাষার গঠনপ্রণালীকে ছয়টি ভাগে ভাগ করে আলাদা আলাদাভাবে ছয়টি অ্যাপ তৈরি করা হয়েছে। যার ফলে পুরো ইশারা ভাষাকে শিখতে, জানতে ও বুঝতে বা আয়ত্ত্ব করতে ধাপে ধাপে ছয়টি অ্যাপই আপনাকে ব্যবহার করতে হবে।

উক্ত অ্যাপের মাধ্যমে ভাষাটি সহজে যাতে আয়ত্ত্ব করতে পারেন তার জন্য সবগুলো অ্যাপে প্রতিটি বিষয়ের উপর বিস্তারিত ছবি, ভিডিও এবং লিখার মাধ্যমে শেখানোর পদ্ধতি সাজানো হয়েছে। তো কোন অ্যাপে কোন বিষয় নিয়ে আলোচনা রয়েছে তা নিয়ে আলাদাভাবে আলাদাভাবে নিচে ডাউনলোড লিংক সহ বিস্তারিত আলোচনা করা হলো।

বিজয় ইশারার প্রায় সবগুলো অ্যাপেই একইরকমভাবে ডিজাইন করা হয়েছে। শুধুমাত্র কালার বা রং পরিবর্তন করা হয়েছে। যেমন: প্রথমটিতে বাদামী, দ্বিতীয়টিতে নীল, তৃতীয়টিতে দুসর, চতুর্থটিতে কালো, পঞ্চমটিতে লাল এবং ষষ্ঠটিতে গাঢ়ো সবুজ রং ব্যবহার করা হয়েছে। সবগুলো অ্যাপেই হোম, অনুশীলন ও সহায়তা বাটন রাখা হয়েছে। হোম বাটনে ক্লিক করলে আপনি অ্যাপটি সম্পর্কে জানতে পারবেন, অনুশীলন বাটনে ক্লিক করলে আপনি অ্যাপটিতে থাকা শিক্ষামূলক সকল বিষয়গুলি দেখতে পারবেন, এবং সহায়তা বাটনে ক্লিক করলে আপনি জানতে পারবেন অ্যাপটি দেওয়া তথ্য উপাত্ত দিয়ে অ্যাপটি তৈরি করার জন্য কোন প্রতিষ্ঠান সহায়তা করেছে।

বিজয় ইশারা ভাষা-০১:

বিজয় ইশারা অ্যাপের ছয় ভাগের মধ্যে প্রথম ভাগের নাম রাখা হয়েছে “বিজয় ইশারা ভাষা ১”। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। বিজয় ইশারা ভাষার প্রথম অ্যাপটিতে ব্যবহার নির্দেশিকা, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ইংরেজি বর্ণমালা (আমেরিকান), ইংরেজি বর্ণমালা (ব্রিটিশ), সংখ্যা, পরিবার ও আত্মীয়, খাবার ও পানীয়, সম্পর্ক, পোষাক পরিচ্ছেদ ও গৃহস্থালি সামগ্রী নিয়ে আলোচনা করা হয়েছে।

বিজয় ইশারা ভাষা-০২:

বিজয় ইশারা অ্যাপের ছয় ভাগের মধ্যে দ্বিতীয় ভাগের নাম রাখা হয়েছে “বিজয় ইশারা ভাষা ২”। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। বিজয় ইশারা অ্যাপের দ্বিতীয় অ্যাপটিতে ব্যবহার নির্দেশিকার পাশাপাশি রোগ ও চিকিৎসা, পশুপাখি, প্রকৃতি এবং পরিবেশ, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, খেলা, ব্যাকরণ, ভূগোল ও শিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে।

বিজয় ইশারা ভাষা-০৩:

বিজয় ইশারা অ্যাপের ছয় ভাগের মধ্যে তৃতীয় ভাগের নাম রাখা হয়েছে “বিজয় ইশারা ভাষা ৩”। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। বিজয় ইশারা অ্যাপের তৃতীয় অ্যাপটিতে ব্যবহার নির্দেশিকার পাশাপাশি পরিবহন, বাক্য, মানুষের শরীরের অঙ্গ, উৎসব, কাজ, কর্মী, অর্থনৈতিক, রাজনীতি, ধর্ম, আন্তর্জাতিক, ঐতিহাসিক ও শহর নিয়ে আলোচনা করা হয়েছে।

বিজয় ইশারা ভাষা-০৪:

বিজয় ইশারা অ্যাপের ছয় ভাগের মধ্যে চতুর্থ ভাগের নাম রাখা হয়েছে “বিজয় ইশারা ভাষা ৪”। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। বিজয় ইশারা অ্যাপের চতুর্থ অ্যাপটিতে ব্যবহারের নির্দেশিকার পাশাপাশি কৃষি, পাখি এবং মাছ, রং, দেশ, রোগ ও চিকিৎসা, পোষাক পরিচ্ছেদ, বৈদ্যুতিক যন্ত্র, বিনোদন, গৃহস্থালি সামগ্রী, মানুষের শরীরের অঙ্গ, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, সামাজিক কাজ, শিক্ষার সরঞ্জাম, পরিবহন, পরিবহন, বিভিন্ন ধরনের খাবার, পেশা/চাকুরি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

বিজয় ইশারা ভাষা-০৫:

বিজয় ইশারা অ্যাপের ছয় ভাগের মধ্যে পঞ্চম ভাগের নাম রাখা হয়েছে “বিজয় ইশারা ভাষা ৫”। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। বিজয় ইশারা অ্যাপের পঞ্চম অ্যাপটিতে ব্যবহারের নির্দেশিকার পাশাপাশি পোষাক পরিচ্ছেদ, গৃহস্থালি সামগ্রী, খাবার ও পানীয়, মানুষের শরীরের অঙ্গ, পশুপাখি, অপরাধ এবং আইন, রোগ ও চিকিৎসা, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ স্থান, প্রকৃতি ও পরিবেশ, ধর্ম, সামাজিক কাজ, খেলা, পরিবহন, বিভিন্ন ধরনের খাবার, পেশা/চাকুরি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
[
বিজয় ইশারা ভাষা-০৬:

বিজয় ইশারা অ্যাপের ছয় ভাগের মধ্যে সর্বশেষ ষষ্ঠ ভাগের নাম রাখা হয়েছে “বিজয় ইশারা ভাষা ৬”। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। বিজয় ইশারা অ্যাপের ষষ্ঠ অ্যাপটিতে ব্যবহারের নির্দেশিকার পাশাপাশি শহর, দেশ, অর্থনৈতিক, শিক্ষা, পরিবার ও আত্মীয়, প্রকৃতি ও পরিবেশ, ধর্ম, পরিবহন, রাজনীতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

অবশেষে আশা করি প্রতিবন্ধিদের পাশাপাশি আমরা যারা স্বাভাবিক অবস্থায় রয়েছি তাদেরও উক্ত অ্যাপগুলো বেশ উপকারে আসবে। তাই বলা যায় উক্ত ইশারা ভাষা যারা শিখতে শিখে রাখতে চান, তারা উপরের ডাউনলোড লিংক থেকে অ্যাপগুলো ডাউনলোড করে অ্যাপে থাকা বিষয়গুলির উপর পড়ালেখা চালিয়ে যেতে পারেন।

The post বাক ও শ্রবণ প্রতিবন্ধিদের জন্য বাংলা ভাষায় ইশারা ভাষা শেখার অ্যাপ এবং আপনিও শিখে নিতে পারেন! appeared first on Trickbd.com.

২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে নিন।

Posted:

২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। রোববার (১৮ জুলাই) চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

অ্যাসাইনমেন্ট ডাউনলোড করুন

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে নিন। appeared first on Trickbd.com.

Camscanner Premium App, ডাউনলোড & Enjoy All প্রিমিয়াম Features

Posted:

Android gets a zingy new logo | Creative Bloq

Camscanner, এর Premium Faturesগুলোর মজাই আলাদা। অনেক Mod Use করার পর অবশেষে একটা কাজের Mod পেলাম। Appটি Mod
করেছে Akshay & Collect করে আমাদের কাছে পৌছে দিয়েছে Team Matrix.

App’s এর বিস্তারিত :-

  • Data Size  :- 88.1MB
  • Platform   :- Android
  • Version     :- 5.46
  • Feature’s  :- Read Below👇
  • Createor   :- Akshay(Indian Modder)
  • Download:- Google Drive

 

»»» এই Mod Apk এর Features হল সকল Pro Features. এর কিছু Main Pro Feature’s গুলো নিচে উল্লেখ করা হল

 

Unlimited Scans

camscanner unlimited scans mod

Scan করার পর কোন Watermark থাকবে না। এতে full fresh scan হবে।

 

Unlimited OCR credit

Unlimited ocr credit
OCR অর্থাৎ Image To Text এ Convert করে পারবেন Unlimited Time

 

Free Cloud Uploads

unlimited cloud upload

Free-তেই Cloud এ Scan File Upload করে রাখতে পারবেন

 

 

No Ads

Ad free

কোন ধরনের Ads Show করবে না

 

»»» এর অন্যান্য Featuresগুলো হল-

  • Extract text from images
  • Create high-quality pdf from images
  • Share scanned documents with other
  • Download your pdf file on desktop using a web app
  • Access your scanned document from anywhere
  • Digitize any important documents
  • Enjoy unlimited scanning for free

Credit:- Camscanner Official Site.

 

 

👍যেভাবে Install করবেন Appটি

-প্রথমে Old Camscanner Install থাকলে সেটি Uninstall করে নিন
-তারপর এই Camscanner Mod Apkটি Download করে নিন Drive থেকে
-Normally Install করে নিন
-ব্যস হয়ে গেল Camscanner Premium, Log in করা লাগবে না।

 

 

Banner-andro#flat - Android Application Development Banner, HD Png Download , Transparent Png Image - PNGitem

এই ছিলো Mod APK Review, আশাকরি আপনাদের উপকারে আসবে।

 

DEXTER
Signing OFF

The post Camscanner Premium App, ডাউনলোড & Enjoy All প্রিমিয়াম Features appeared first on Trickbd.com.

(Safe) free fire 1.62.X injector ..enemy location, invisible gloo wall, headshot hack. fully safe version

Posted:















আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন । আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ।


কেমন চলছে গেমিং? হয়তো খারাপ হয়তো ভালো কারন বর্তমানে হ্যাকারের জালায় গেম খেলা কঠিন হয়ে পড়েছে হয়তো ।
আজ আবার ফ্রী ফায়ার হ্যাকিং ট্রিক্স নিয়ে আসলাম । তো এটা সাধারণত নরমাল হ্যাক কিন্তু খুব কাজের । এটা দিয়ে র‍্যাংক পুশ দিতে পারবেন খুব সুবিধা পাবেন । এটা একটা injector বেশি ফিচারস পাবেন না । অরজিনাল ফ্রী ফায়ার দিয়ে খেলতে পারবেন । নরমালি ড্রাগ করলে হেডশুট অনেক বেশিই পড়ে আমি ট্রাই করে দেখেছিলাম । এনিমি লোকেশন জানতে পারবেন Antenna দিয়ে । তবে এটার অন্যতম সুবিধা হচ্ছে invisible gloo wall হয়াক । এনিমি যদি gloo wall মারে তাও আপনি এনিমিকে দেখতে পারবেন আর gloo wall এর ভিতরে ঢুকে যেতে পারবেন । আর এটা fully safe injector অরজিনাল আইডি তে খেলতে পারবেন কোনো সমস্যা হবে না । আর যদি হঠাৎ প্রবলেম হয়ে যায় তাহলে সাধের আইডিটা চলে যাবে তাই আমি বলবো না 100% safe. আমি 99% গ্যারান্টি দিতে পারি সেইফ ।

তো নিচ থেকে injector টি ডাউনলোড করে নিন ।

INJECTOR DETAILS

Name____FF_GFX_V2

Size____1 MB+

Version____1.1.2

Developers____(KGY)

Uploads On____Google Drive

Credit____HQ Shakib




ডাউনলোড হলে ওপেন করুন

ইচ্ছামতো অপশনগুলো অন করে Open Free Fire click দিবেন ।


Some Screenshots


আজ এই পর্যন্তই । সবাই ভালো থাকবেন ।

CLICK TO WATCH TIKTOK APP UNLIMITED EARNING VIDEO | 160 TK PER REFER


CLICK TO JOIN MY OFFICIAL GROUP





Contact

Facebook ___https://m.facebook.com/iamhqshakibpro
Messenger___https://m.me/iamhqshakibpro






The post (Safe) free fire 1.62.X injector ..enemy location, invisible gloo wall, headshot hack. fully safe version appeared first on Trickbd.com.

Todo List Premium উপভোগ করুন ০২ মাসের জন্য ফ্রিতেই (0$)

Posted:

Howdy Everyone,
দৈনন্দিন কত কাজই না করতে ভুলে যাই শুধুমাত্র একটা List/Reminder না থাকার কারণে। তাই এখন থেকে সব কিছু Schedule করে রাখতে এবং Time To Time সব কাজ করতে ToDo List হবে আপনার জীবন সঙ্গী। কীভাবে এই Service/app এর Premium Subscription নিবেন 2 মাসের জন্য তা বিস্তারিত জানতে Instruction Follow করুন

 

ᓚᘏᗢ Instruction ᓚᘏᗢ 

1. প্রথমে এই Link এ প্রবেশ করুন

 

2. এরপর Sign Up To Earn 2 Months Premium এ Click করুন

 

 

3. Facebook/Gmail/Email দিয়ে Sign Up Complete করে নিন যেহেতু Mail Verification করা লাগে না তাই Temp. Mail ব্যবহার করা যাবে

 

4.Name password input দিন

 

 

5. Theme Choice করুন

 

 

6. Enjoy Todolist Premium

 

 

7.Account >> Subscription এ গিয়ে Check করে দেখুন Validity 2 Months Show করবে।

 

 

😀 Tutorial:-

 

-: Note :-

Trickbd তে Reffer Link Share করা সম্পূর্ণ নিষিদ্ধ তবে আমি যেই Linkটি Share করলাম এর Reffer Bonus হল Just আপনি যদি 1 year Plan Purchase করেন তবেই আমি 1/2 Month Premium পাব (আশাকরি এটা কেউ Purchase করবেন না) আর আপনি পাবেন 2 Months Premium Free। আপনাদের উপকার হবে এই স্বার্থে Tricksটি Share করলাম। এতে আমি বিন্দুমাত্র টাকা পাবনা Reffer Linkটা Use করে।

👆See I have No Intention To Use You Guys !!! Enjoy Your Subscription😃

 

Bye ~_~
Contact Me On Telegram
[Telekit] [Discuss With Me]

The post Todo List Premium উপভোগ করুন ০২ মাসের জন্য ফ্রিতেই (0$) appeared first on Trickbd.com.

WhatsApp ইউজাররা, দেখুন ছোট্ট একটা tricks use করে কিভাবে মোবাইলের mb সেভ করা যায় l

Posted:

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেক উৎসাহ নিয়ে আজকে পোস্ট লিখতে বসলাম। কারন পোষ্টটা হবে ধামাকাদার। চলুন শুরু করা যাক।

তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে দেখাবো কিভাবে WhatsApp এপ এ এমবি বাঁচানো যায় l WhatsApp শহ অনেক app আসে যারা background এ আপনার ফোনের mb খায় l আর আমার এই পোস্ট এই সমস্যার সমাধান দিবে WhatsApp এর ক্ষেত্রে l আমরা যারা mobile data use করে WhatsApp চালাই, তাদের এই পোস্টটা অবশ্যই কাজে লাগবে l ছোট্ট একটা tricks use করলেই WhatsApp এ অনেক mb বাঁচানো সম্ভব l

তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

2827622885

প্রথমে settimgs এ প্রবেশ করুন।

তারপর এখান থেকে when using mobile data select করুন l

এখানে যতোগুলা টিক চিহ্ন আছে সবগুলা উঠিয়ে দিন l ok click করেন l

এরপরে use less data for calls option চালু করে দিন।

তাহলে আপনার phn এর mb অনেক কম কাটবে l এই সিস্টেম এ আপনাকে কেউ image, video, photo, document ইত্যাদি পাঠালে automatically download হয়ে থাকবে না, ফলে আপনি যার উপর click করবেন ওই টা দেখতে পারবেন l ফলে mb কম কাটবে l

তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই। আশা রাখি পোষ্টটা আপনাদের কাজে দিবে।

মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।

কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর নিত্য নতুন ট্রিক্স এবং free fire সম্পর্কিত যেকোন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইভ করে সাথেই থাকুন।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।



The post WhatsApp ইউজাররা, দেখুন ছোট্ট একটা tricks use করে কিভাবে মোবাইলের mb সেভ করা যায় l appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments