Search box..

দুইটি ধাপে সহজেই হয়ে উঠুন Unstoppable অর্থাৎ অপ্রতিরোধ্য

দুইটি ধাপে সহজেই হয়ে উঠুন Unstoppable অর্থাৎ অপ্রতিরোধ্য


দুইটি ধাপে সহজেই হয়ে উঠুন Unstoppable অর্থাৎ অপ্রতিরোধ্য

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

কিভাবে Unstoppable হয়ে উঠবেন

যেকোনো ফিরলেই আনস্টপেবল হতে হলে মাত্র দুটো স্টেপ রয়েছে। প্রথমটা হল সেই সব আওয়াজ গুলো বন্ধ করে ফেলা যেগুলো আপনাকে সামনে এগিয়ে যেতে বাধা দিচ্ছে। এই আওয়াজ আবার দুই ধরনের হতে পারে। এক হলো অন্যদের আওয়াজ। এই অন্যরা কারা তারা হল আপনার বন্ধু আত্মীয়স্বজন এমনকি আপনার বাবা-মা ও।

এমনটা হয়ে থাকে যখন আমাদের নতুন কিছু করার কথা মাথায় আসে আর নতুন আইডিয়া মাথায় আশায় আমরা এক্সাইটেড হয়ে যায়। তখন আমরা উত্তেজনাবশত সেগুলো গিয়ে তাদের সাথে ডিসকাস করতে শুরু করে দিই। আর তখন যেটা হয় তারা সবাই একদম আমাদের আইডিয়ার বিরুদ্ধে বলতে লেগে যায়। যেমন আরে না এই কাজে কোনো ভবিষ্যত নেই। লোকে কি বলবে ইত্যাদি ইত্যাদি।

তাহলে এনাদের আওয়াজ বন্ধ করা কিভাবে সম্ভব। এনাদের সাথে তো সম্পর্ক মুছে ফেলা যাবে না। কারণ এনারা আমাদেরই আপনজন। তাহলে কি করা যায়…? এরকম সিচুয়েশনে কেউ যদি আপনার কাছে এসে বলে এই কাজটা পাড়া কখনো সম্ভব না। তাহলে না তো আপনাকে তাদের সাথে ঝগড়া করতে হবে।নাইবা চুপ থাকতে হবে। আপনাকে তাদের শুধু একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। কেন…?

কেন সম্ভব না। তাদের মধ্যে 90 শতাংশ লোকই আপনারাই কেন প্রশ্নের কোন জবাব দিতে পারবে না। আর যদি জবাব দেয় সেটা হাস্যকর জবাব হবে। যেমন ধরুন কেউ বলল পরীক্ষায় কোনদিন ভালো নাম্বার তো পেলি না এত বড় বিজনেস কিভাবে সামলাবি। মানে তারা পরীক্ষার মাক্স এর সঙ্গে বিজনেসকে রিলেটেড করবে।

এই কথার না আছে কোন মানে আর না আছে কোন লজিক। এখন বাকি টেন পার্সেন্ট লোক এমন হবে যাদের কাছে সত্যি সত্যিই আপনার কেন প্রশ্নের জেনুইন জবাব থাকবে। এমন লোক যদি পেয়ে যান তো আরাম করে বসে তার সবগুলো কথা শুনে ফেলুন। তারপর নিজে গিয়ে তার বলা প্রবলেম গুলোর সমাধান একা একা খুঁজুন। মানুষটিকে মন থেকে একটা ধন্যবাদ’ দিন। কারণ এই মানুষগুলোই আপনার চলার পথে জেনে বা না জেনে আপনাকে অনেক খানি সাহায্য করে দেয়।

কোন প্রবলেম এর সমাধান যদি নাও পান তবুও থেমে যাবেন না। শুধু এই সমস্যাটার কথা মাথায় রেখে এগোতে শুরু করুন। চলতে চলতে সেই সমাধানটাও আপনি ঠিকি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি এটা ভেবে বসে থাকেন যে যখন সমস্ত সিগন্যাল গ্রীন হবে তবেই আপনি ঘর থেকে বের হবেন। তাহলে আপনারা কখনোই বের হওয়া হবেনা। আর সবচেয়ে বড় কথা হলো একটা কথা সবসময় মনে রাখবেন। কেউ যদি আপনাকে বলে যে তুমি এই কাজটা কখনোই করতে পারবে না।

তাহলে সেই শুধু এটা আপনাকে বলতে চাইছে যে যেহেতু সে নিজেই কাজটা কখনো করতে পারেনি। তাই তার ধারণা দুনিয়ার কারো পক্ষেই কাজটা করা সম্ভব না। যেটা একেবারেই মিথ্যা। তো এভাবে প্রথম ক্যাটাগরির আওয়াজ অর্থাৎ অন্যদের আওয়াজ আপনি বন্ধ করে দিতে পারবেন। এবার আসি দ্বিতীয় ক্যাটাগরিতে এই ওয়াজটা প্রথম ক্যাটাগরির থেকে অনেক বেশি শক্তিশালী আর এই আওয়াজ হলো আপনার নিজের আওয়াজ।

আপনার নিজে থেকে তৈরি করা কিছু Mental Barriers এগুলোর কারণে আপনি সামনে এগোতে পারছেন না। আপনার চলার পথের সবচেয়ে বড় বাধা। এখন এই জিনিসটাকে কিভাবে দূর করবেন। দুনিয়ায় দুই ধরনের মানুষ আছে। এক যারা সবসময় তাদের হাত মাথার উপরে ধরে থাকে অর্থাৎ তারা সব সময় Problem Avid করে চলতে চায়। এই মানুষগুলো পথে বাধা দিনদিন বড়ই হতে থাকে।

আরেক ধরনের মানুষগুলো যারা দুই হাত সবসময় ছড়িয়ে পেতে রাখে। অর্থাৎ সব সময় সব ধরনের প্রবলেম ফেস করতে প্রস্তুত থাকে। যার কারণে এদের ভেতরে সবসময়ই একটা এনার্জি ফ্লো করতে থাকে। এই এনার্জি থাকে তারা কখনোই নিজের ভেতরে যেতে বাধা দেয় না। আর এই এনার্জি কারণেই তাদের পথের বড় বড় বাধা আস্তে আস্তে ছোট হতে থাকে। এভাবে একটা সময় আসে যখন সেই বাধাটা একেবারে দূর হয়ে যায়।

এখন প্রশ্ন হল এই প্রবলেম ফেস করার সাহসটা আসে কোথা থেকে। এই সাহসটা আসে সঠিক প্রশ্ন করার মাধ্যমে। এটা এরকম কেন..? এটা কিভাবে চেঞ্জ করা যায় কিংবা কেন চেঞ্জ করা যায় না…? এই কঠিন প্রশ্ন গুলো নিজেকে করার মাধ্যমেই সেই সাহসটা আসে। আর তখন আপনার দ্বিতীয় ক্যাটাগরির আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। তার মানে তখন আর এমন কোন আওয়াজই থাকেনা যে আওয়াজ আপনাকে সামনে এগিয়ে যেতে বাধা দিতে পারে।

আর আনস্টপেবল হওয়ার দ্বিতীয় স্টেপ টা হল আপনি আপনার কাজের জন্য কি পেলেন না পেলে সেটাকে ভালো না বেসে শুধুমাত্র কাজটাকেই ভালোবাসা। নাইনটি নাইন পারসেন্ট লোক এই জায়গাটাতে এসেই ভুল করে। এজন্যই মাত্র এক পারসেন্ট মানুষই তাদের যার যার ফিল্ডে আনস্টপেবল হয়ে ওঠেন। বাকিয়া হয় মিডিয়াকার না হয় ফেলিয়ার হয়ে থেকে যান।

যেকোনো কাজেই যখন আপনার হান্ডেট পার্সেন্ট ফোকাস থাকবে তখনই একমাত্র আপনার কাজটা এক্সট্রাঅরডিনারি হবে। আর সবচেয়ে বড় কথা হল কোন মেটেরিয়াল এচিভমেন্ট যদি কারোর উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সে কখনোই খুশি থাকতে পারবে না। কারণ সে যতটা চায় ততটা না পেলে আফসোস করতে থাকবে। আর যদি পেয়ে যায় তাহলে নতুন কিছুর পেছনে আবার ছুটতে শুরু করে দেবে।

যদি না পায় তোর না পাওয়ার কষ্ট আর যদি পেয়ে যায় তো হারানোর ভয়। এই দুই অনুভূতির টানাপোড়নে তার পুরো জীবনটাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু কারো যদি কোন কাজে এক্সেলেন্সি আচিপ করা কিংবা এক্সট্রাঅরডিনারি হয়ে ওঠা উদ্দেশ্য হয়। তাহলে সে সবসময়ই খুশি থাকবে। কারণ তখন তার না কিছু হারানোর ভয় থাকবে না থাকবে কিছু পাওয়ার লোভ। তার শুধু কাজের প্রতি ভালোবাসা থাকবে। ওই নির্দিষ্ট কাজটাই এক্সেলেন্সি এচিভ করাই হবে তার উদ্দেশ্য। এই মানুষগুলোই তাদের যার যার ফিল্ডে আনস্টপেবল হয়ে ওঠেন।

চলুন আজকের পুরো আর্টিকেলের সামারি দেখে নিই। লাইফে কোন ফিল্ডে আনস্টপেবল হওয়ার প্রথম স্টেপ হলো যে আওয়াজ গুলো আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে সেগুলো বন্ধ করা। এর মধ্যে প্রথম হলো অন্যদের আওয়াজ। যেটা বন্ধ করতে আপনাকে কেন প্রশ্ন করতে হবে। আর দুই হলো আপনার নিজের ভেতরের আওয়াজ। এটাকে বন্ধ করার জন্য যেকোনো সমস্যা কে ভয় না পেয়ে তাকে ফ্রিজ করার সাহস অর্জন করতে হবে। আর আনস্টপেবল হওয়ার দ্বিতীয় স্টেপ হলো কোন মেটেরিয়াল এচিভমেন্ট-এর পেছনে না পড়ে থেকে শুধুমাত্র কাজকে ভালবাসতে হবে।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post দুইটি ধাপে সহজেই হয়ে উঠুন Unstoppable অর্থাৎ অপ্রতিরোধ্য appeared first on Trickbd.com.

নিয়ে নিন free fire এর মতো একটি অসাধারণ গেম

Posted:

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেকদিন পর আজকে পোস্ট লিখতে বসলাম। চলুন শুরু করা যাক।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দারুন অ্যান্ড্রয়েড গেম । গেম টি অনেকটা free fire এর মতো । গেম টির নাম pixel unknown battleground । আপনি যদি কম ram এর কারণে free fire খেলতে না পারেন ,,, তাহলে এই গেম টি খেলে ফ্রি ফায়ার এর মজা নিতে পারবেন । গেম টির কিছু তথ্য ,,
১/ গেম টির সাইজ ১০৬ mb
২/4.2 review
৩/অনলাইন,, অফলাইন দুই ভাবেই খেলা যায় ।
চলুন কিছু screenshot দেখে নেয়া যাক ।
তাহলে দেরি না করে তাড়াতাড়ি গেম টি ডাউনলোড করে নিন এই লিঙ্ক থেকে
কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর প্লিজ যদি এই পোস্টটি আপ্নার একটু হলেও উপকারে আসে, তাহলে প্রতিদান হিসেবে দয়া করে আমার youtube channel টা subscribe kore দিন।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।




The post নিয়ে নিন free fire এর মতো একটি অসাধারণ গেম appeared first on Trickbd.com.

[Very Little Nightmare] একাধিক এওয়ার্ড প্রাপ্ত একটি Adventure Puzzle গেম

Posted:

আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Play store এ থাকা সেরা একটি Adventure Puzzle গেম।

Name:- Very little nightmare

Size:-447mb

Ratings:-4.7

Price:- BDT 800

Offline Game

গেমটিতে আপনি একটা জায়গায় আটকা পরে যান।

তারপর আপনাকে বিভিন্ন রকমের Puzzle সলভ করতে হবে সেখান থেকে বের হওয়ার জন্য।

গেমটিতে রয়েছে বিভিন্ন রকমের puzzle যার ফলে আপনি গেমটা খেলার সময় মোটেও বিরক্ত হবেন না।

Screenshot:-





Download Link:-Very Little Nightmare

পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন|

আল্লাহ হাফেজ

The post [Very Little Nightmare] একাধিক এওয়ার্ড প্রাপ্ত একটি Adventure Puzzle গেম appeared first on Trickbd.com.

Telegram Bot Making tutorial basic to Advanced..Part-2 ( What is BotFather & How to make a Bot..?)

Posted:










































কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন


আজকের বিষয় BotFather কি , BotFather এর কাজ কি এবং কিভাবে Bot তৈরি করা হয়


1 ➜ BotFather কি…?






BotFather শব্দটি ভেঙে দেখলে Bot + Father আসে , আমার জানি যে Bot কে Robot বলা যায় এবং Father কে বাবা বলা হয় তাহলে BotFather এর মানে দাঁড়ায় Bot এর বাবা । সবকিছুর একজন জন্মদাতা থাকে মানে বাবা থাকে । সেরকমই BotFather হলো Bot এর জন্মদাতা ।

২ ➜ কিভাবে BotFather কে খুঁজে পেতে পারি…?






টেলিগ্রাম বটগুলির কেন্দ্রীয় বিকাশ সরঞ্জাম Tool BotFather সুতরাং আপনাকে BotFather এর Help নিতে হবে । প্রথমে টেলিগ্রামে এই BotFather এর সন্ধান করতে হবে এবং তার সাথে একটি Chat শুরু করতে হবে /start Command দিয়ে





টেলিগ্রাম এর সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে BotFather । এখন Blue Verify Icon দেখে নিশ্চিত হয়ে নিতে হবে যে এটি BotFather ।


৩ ➜ BotFather এর কোন Command এর কি কাজ…?






Bot তৈরি করার আগে আমাদের , BotFather এর কিছু Commands সম্পর্কে জেনে নিতে হবে ‌‌কারন এতে Bot তৈরির ক্ষেত্রে অনেক সুবিধা হবে । Screenshot এ Command গুলো দেখে নিন ।

৪ ➜ কীভাবে Bot তৈরি করবো…?


বট তৈরি করার জন্য /newbot Command ব্যবহার করতে হবে





এরপর Bot এর নাম দিতে , আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন । আমি যেহেতু Goggle Translate Bot তৈরি করবো সেহেতু আমি ” Goggle Translate ” নাম দিলাম





এরপর আমাদের Bot এর Username সেট করতে হবে , আপনাদের আগের পোস্টে বলা হয়েছে যে একটি Telegram Bot সবসময় পরিষ্কারভাবে বট এর Username এর শেষে Bot দ্বারা চিহ্নিত করে যে এটি একটি Telegram Bot । আমি বট এর Username ” GoggleTranslate24_Bot ” দিলাম





এখন আমাদের একটি Token দেওয়া হবে





আমাদের এই Token টি সুরক্ষিত রাখতে হবে , কারন আপনার Bot নিয়ন্ত্রণ করতে যে কেউ এই Token ব্যবহার করতে পারে ।


৫ ➜ কিভাবে Bot Edit করবো…?


এই ভাবে Bot তৈরি করার পর । আমাদের Bot এর Photo সেট করার জন্য /setuserpic Command ব্যবহার করতে হবে





এখন একটি Photo Send করুন Bot এর Profile Photo সেভ হয়ে যাবে





Bot এর বিষয়ে বা About সম্পর্কে লিখতে /setabouttext Command ব্যবহার করতে হবে





এখন Bot এর বিষয়ে কিছু Text Send করে দিলে Save হয়ে যাবে





ঠিক একইভাবে Bot এর Description সেভ করতে /setdescription Command ব্যবহার করতে হবে । এখন আমাদের Bot তৈরি করার কাজ শেষ ।


৬ ➜ সত্যি কি Bot তৈরি করা হলো এবং এই Bot কি কাজ করবে…?






সত্যি Bot তৈরি করা হয়েছে । কিন্তু এই Bot কাজ করবে না । যতক্ষণ পর্যন্ত না এই Bot কে জীবন দেওয়া হয় । আমরা জানি কঙ্কাল অচল এবং এই বট ও যেহেতু অচল , সেহেতু আমরা এই বট কে কঙ্কালের সাথে তুলনা করতে পারি । মানুষের কঙ্কাল তখনই চলাফেরা করতে পারে যখন তার শরীরের মাংসপেশী ও জীবন থাকে , যেহেতু আমরা মানুষের কঙ্কাল কে এই অচল Bot এর সাথে তুলনা করেছি সেহেতু এই Bot কেও মাংসপেশী ও জীবন দান করতে হবে । আমার Api Id এবং Api Hash কে Bot এর মাংসপেশী বলতে পারি ।


৭ ➜ . বিস্তারিত জানতে এবং Telegram Bot বিষয়ে Help পেতে আমাদের Telegram Community তে জয়েন হতে পারেন


For Bot Making Help Join Hear



আজ এখানেই শেষ করলাম , আমি মনে করি BotFather এর বিষয়ে এই পোস্টটি যথেষ্ট । যদি বুঝতে সমস্যা হয় বলবেন । পরবর্তী পার্টে জানাবো Api Id & Api Hash কিভাবে তৈরি করতে হয় এবং Api Id & Api Hash এর কাজ কি…? সবাই ভালো থাকবেন ভালোর দলে থাকবেন ।


যেকোনো Premium Android or Pc Software , Account , Course , Bin , Premium Account , Netflix , Amazon Prime Other & WordPress , Blogger Tamplate , Bot Making Help লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সবকিছু Free

PremiumAppsAccountFree Join Hear

The post Telegram Bot Making tutorial basic to Advanced..Part-2 ( What is BotFather & How to make a Bot..?) appeared first on Trickbd.com.

বাংলালিক এ সপ্তাহ জুরে ১জিবি ১৮ টাকায় সবাই পাবেন

Posted:

সবাই কেমন আছেন অনেক দিন পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে আমি “আল-মামুন” ৷

 

করোনার উৎতাপে লক-ডাউন করেছে সরকার ৷ তাই সবাই ঘরে বন্দি ৷

বন্দি রাখলেই কি বন্দি থাকা যায় ৷

কানেক্ট  তো আছি সবাই সবার সাথে ৷

তাহলে ঘরের বাহিরে দরকার কী? 

কোন প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন ৷

 

যদিও বা আ’লীগ মুন্ত্রী বলে থাকুক তারা করোনার থেকে শক্তিশালি ৷

তবুও তারা নিজেরাও ঘরের বাহিরে আসার 

সাহস দেখায়না,  কারন এখন চলছে এই লক-ডাউন ৷

এই লক-ডাউনে কোন ভালো অফার কোন সিম কম্পানিই দিচ্ছে না ৷

আর বাংলালিক তো তাদের ঢপের ব্যাবসা শুরু করেছে যেটা পরবর্তী পোস্টে প্রমান সহ প্রকাশ করবো ৷

যদিও বা আজকে বাংলালিক এর ১৮ টাকার ১জিবি অফার নিয়ে আলোচনা করবো তবুও বলবো বাংলালিক ইজ ঢপের চপ ৷

 

তো বকবক হলো অনেক খানি । এবার আসি আসল কথায় । কথা হলো এটায় এক জিবি ১৮ টাকায় কিভাবে নিবো ?

 

✴ কি ভাবে নিবোঃ

◆ বাংলালিক দিচ্ছে ১৮ টাকায় ১ জিবি ৷

▶মেয়াদ থাকছে ৭ দিন ৷ 

◣ ডায়েল করুন *121*18# ☞সিলেক্ট বাংলালিক ☞ প্রেস 1 and Send ☞ 1GB-7Days-18TK pack purchase successful.

▼ডাটা চেক *5000*500# 

▲ অফারটি সবাই নিতে পারবেন, যতখুশি ততবার ৷

 

প্রুভঃ 

1GB-7Days-18TK pack purchase successful. Valid till 08/07/2021 23:59:59.

To check volume and validity dial *5000*500#. 

আমার ফোনঃ

,

    

 

নোটঃ সবাই মাস্ক ব্যাবহার করুন, ঘরে থাকুন দেশের লকডাউন মেনে চলুন ৷

 

The post বাংলালিক এ সপ্তাহ জুরে ১জিবি ১৮ টাকায় সবাই পাবেন appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments