Search box..

ইউটিউব ভিডিওকে লেখায় কনভার্ট করুন মাত্র 30 সেকেন্ডে No Need Registration, No Need Minute

ইউটিউব ভিডিওকে লেখায় কনভার্ট করুন মাত্র 30 সেকেন্ডে No Need Registration, No Need Minute


ইউটিউব ভিডিওকে লেখায় কনভার্ট করুন মাত্র 30 সেকেন্ডে No Need Registration, No Need Minute

Posted:

আসসালামু আলাইকুম,

আজকে দেখাব কিভাবে ইউটিউব এর ভিডিও থেকে মাত্র 30 সেকেন্ডে অথবা 1 ক্লিকে ভিডিও এর কথাগুলা টেক্সট  আকারে অথবা লেখা  আকারে বের করে আনবেন। যারা আমার আগের পোস্টগুলো মিস করেছেন তারা চাইলে আমার আগের করা পোষ্টগুলোও একবার ঘুরে দেখতে পারেন,

 Full Post টা পড়বেন তাহলে সবকিছু সহজেই বুঝতে পারবেন। আপনাদের সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে।

তাহলে চলুন শুরু করা যাক,

রেজিস্ট্রেশন করার সময়সীমা আর মাত্র 4 ঘন্টা বাকি আজই লাস্ট ডেট । আজ রাত 12 টা   পর্যন্ত রেজিস্ট্রেশন  করতে পারবেন।

প্রয়োজনীয়তা:

  1. Mobile or Laptop or PC
  2. Internet
  3. Any Browser (মোবাইল থেকে গুগল ক্রোম ইউজ করতে পারেন)

এখন, 

# প্রথমে আপনি যে ভিডিওর কথাগুলো  টেক্সট বা লেখা আকারে বের করতে চাচ্ছেন ইউটিউব থেকে ভিডিওটির লিংক কপি করুন । এক্ষেত্রে ওই ভিডিওর ক্লোজ ক্যাপশন বা সাবটাইটেল অন থাকতে হবে তাহলে  টেক্সট বের করতে পারবেন । এখানে ভিডিওর কথা গুলো ইংরেজিতে, আপনি এই মেথড ফলো করে যেকোনো ভাষায় কথাগুলো ডাউনলোড করতে পারবেন । 

1. তারপর স্ক্রিনশটে দেখানো  এই ওয়েবসাইট এ প্রবেশ করুন। 

 

 

2. এখানে আপনি যে লিঙ্কটা কপি করে এনেছেন সেটা এই বক্সে পেস্ট করে ডাউনলোড এ ক্লিক করুন

 

 

3. তারপর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফাইল রেডি হয়ে যাবে  ।

 

5. আপনি যে ভাষায় লেখা গুলো ডাউনলোড করতে চাচ্ছেন  সে ভাষার পাশে থেকে টেক্সট ফাইল টি ডাউনলোড করুন এখানে  110+  ভাষায় আপনি ভিডিওর কথাগুলো টেক্সট আকারে বের করতে পারবেন 

 

6.আপনি এখান থেকে বাংলা, ইংরেজি, হিন্দি, আরবি, স্পেনিশ,  চাইনিজ যে কোন ভাষায় লেখা গুলো বের করতে পারবেন আমি হিন্দি ভাষায় লেখা গুলো বের করে দেখালামএর জন্য টেক্সট এ ক্লিক করে ডাউনলোড করে  নিলাম এবং প্রমাণ হিসেবে একটি ওপেন করে দেখালাম

 এভাবে আপনি যেকোনো ভাষায় ভিডিওর কথাগুলো ডাউনলোড করে নিতে পারবেন

নোটঃ আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন এবং কোন সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি হেল্প করার চেষ্টা করব।

Help Menu:

 কোন কিছুর প্রয়োজন হলে বা কোন কিছু জানার থাকলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার Help Desk.

Contact me on Facebook

Contact me on YouTube

ধন্যবাদ।

The post ইউটিউব ভিডিওকে লেখায় কনভার্ট করুন মাত্র 30 সেকেন্ডে No Need Registration, No Need Minute appeared first on Trickbd.com.

ঘরে বসে আয় করুন pdf বই by জয়িতা ব্যানার্জী | Ghore Boshe Aay Korun Pdf Download

Posted:

ঘরে বসে আয় করুন বই রিভিউঃ

বইটিতে ফ্রিল্যান্সিং বিষয়ক মোট ৩৮টি অধ্যায় রয়েছে। প্রায় প্রতিটি অধ্যায়তেই আলাদা আলাদা বিষয় উপস্থাপন করা হয়েছে। লেখিকার মতে, বইটি কোনো ফ্রিল্যান্সিং সাহিত্য নয়। এই কথাটি যথার্থ একদম। কারণ পুরো বই জুড়ে রয়েছে অসংখ্য স্ক্রিনশট, যা দ্বারা খুব সহজেই অনেক কঠিন টার্ম লেখক বুঝিয়েছেন।

"ঘরে বসে আয় করুন" বইটি প্রচলিত হাজারো মিথের বিরুদ্ধে ঢালস্বরূপ। যেমন- ফ্রিল্যান্সিং এ আসলেই ঘরে বসে টাকা আর টাকা, কোনো পরিশ্রম ছাড়াই রাতারাতি সফলতা, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, ইংরেজি না জেনেই কমিউনিকেশন এরকম অনেক ভুল-ভ্রান্তি আপনার ভেঙ্গে যাবে বইটি পড়লেই।

গল্পের ছলে লেখা বইটি পড়লে মনেই হবে না, এটায় আসলে গাইডলাইন দেয়া হচ্ছে। ইনফোগ্রাফিক্সের সাহায্যে, স্কোরকার্ড, চীটশিট এসবের মাধ্যমে স্কিলের কথা প্রাধান্য পেয়েছে বারংবার। আপনি যদি মনে করেন স্কিল ডেভলপ না করে জাস্ট এটি রিডিং পড়ে চলে যাবেন, তাহলে ফ্রিল্যান্সিং হয়তো আপনার জন্য নয়।

মার্কেটপ্লেসে কীভাবে কাজ করে, কিভাবে পেমেন্ট উইথড্র করতে হয়, কিভাবে কোথায় কাজ শিখবেন এই নিয়ে সংক্ষিপ্ত পরিসরে বেশ তথ্যবহুল এই বইটি। যারা ইংরেজি কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করতে চান, তাদের জন্য প্রয়োজনীয় টিপ্স দেয়া আছে এখানে। আরেকটি সুন্দর বিষয় না বললেই নয়, তা হলো বইতে থাকা চেকলিস্ট, কুইজ একটা নতুন মাত্রা এনে দিয়েছে সেই সাথে বইকে করেছে আরো বেশী ইন্টারেক্টিভ। তাছাড়া প্রতিটি সেক্টরের ভেতরে সাব সেক্টরগুলো অনেক গুছিয়ে চার্ট আকারে দেয়া হয়েছে, যা বিগিনারদের জন্য খুব হেল্পফুল।

গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং এগুলো নিয়ে খুব ডিটেইলসে লেখা নেই বইটিতে। তবে বেশ কিছু ইউটিউব চ্যানেল কিংবা সোর্সের কথা বলা হয়েছে। ডিজিটাল মার্কেটিং করে কিভাবে ফ্রিল্যান্সিং করা সে নিয়ে বিস্তারিত বর্ণিত আছে একটি অধ্যায়ে।

বইটি কাদের জন্যে?

যারা ফ্রিল্যান্সিং শিখতে চায়, কিন্তু কিভাবে শুরু করবে, কোন স্কিল এ ফ্রিল্যান্সিং শিখবে বুঝতে পারে না। যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে শুনেছে কিন্তু সঠিক গাইডলাইন পায় না। এ সম্পর্কে অনেক ভুল ধারণা যাদের। ফ্রিল্যান্সিং এ পেমেন্ট ম্যাথড এবং মার্কেটপ্লেস নিয়ে বিস্তারিত জানে না। যারা ফ্রিল্যান্সিং এ মার্কেটপ্লেসে কাজ পায় না। যারা ফ্রিল্যান্সিং এ কমিনিকেশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্টে দুর্বল।

পাঠকের অনুভূতিঃ

গিগ তৈরি থেকে শুরু করে ক্লায়েন্টের সাথে কনভারসেশান, প্রোফাইল তৈরি থেকে শুরু করে কভার লেটার এতোকিছু ছবিসহ যে পেয়ে যাবো ১৪৭ পৃষ্ঠার এই বইতে তা আশা করিনি। তবে যেমনটা আগে উল্লেখ করেছি; অনেক বিষয়ই লেখিকা বড় কলেবরে বলেননি, শুধু স্কিলের কথা বলেছেন।
সেগুলো নিয়ে আরো বিস্তারিত লেখা আশা করেছিলাম। তবে পেমেন্ট মেথড, প্রোফাইল তৈরি, স্কিল অনুযায়ী কাজের আলাদা শ্রেণীবিভাগ করে দেয়া, স্টেপ বাই স্টেপ গাইডলাইন এগুলো অনেক প্রাঞ্জল ভাষায় কিন্তু প্রফেশনালিজম মেইন্টেইন করে লেখেছেন জয়িতা ব্যানার্জী।

বইয়ের শেষে আপু নিজের কথা, নিজের ফ্রিল্যান্সিং জার্নির কথা অকপটে পুরোটা লিখেছেন। এটা অনেক মনোযোগ দিয়ে পড়লাম। আর পড়ে যা বুঝলাম, এই লাইনে সফলতার আলাদা কোনো শর্টকাট নাই। যদি থাকে সেটি শুধুই পরিশ্রম আর অধ্যবসায়। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট একটি স্কিলের উপর জয়িতা আপুর সম্পূর্ণ একটি বই পড়ার অপেক্ষায় থাকলাম। এভাবেই বইয়ের কথা ছড়িয়ে পরুক। পৃথিবী বইয়ের হোক।

বইটির সূচিপত্রঃ





বইয়ের নামঃ ঘরে বসে আয় করুন
লেখকের নামঃ জয়িতা ব্যানার্জী
প্রকাশনীঃ তাম্রলিপি, ১০ মিনিট স্কুল (সম্পাদনা)
পৃষ্ঠা সংখ্যাঃ ১৪৭
মুদ্রিত মূল্যঃ ৩০০/-
বইয়ের ধরনঃ ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং, ১০ মিনিট স্কুল
পিডিএফ সাইজঃ ১০ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download

The post ঘরে বসে আয় করুন pdf বই by জয়িতা ব্যানার্জী | Ghore Boshe Aay Korun Pdf Download appeared first on Trickbd.com.

এই তিনটি উপায় মানলে সবাই তোমাকে গুরুত্ব দেবে।

Posted:

আজকের এই তিনটে পয়েন্ট যদি তুমি কভার করতে পারো তোমার লাইফে তাহলে তুমি হবে সমস্ত জায়গায় সবচাইতে ইম্পর্টেন্ট পার্সোনালিটি। হতে পারে সেটা তোমার ফ্রেন্ড, হতে পারে একটা নতুন গ্রুপ যাদের সাথে তোমার আলাপ হয়েছে, হতে পারে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে এমন কেউ যার  উপর তুমি সদ্দ্য ক্রাশ খেয়েছ তুমি চাও সে তোমাকে ইম্পরটেন্ট দিক। হতে পারে তোমার বিজনেস এর জায়গা হতে পারে তোমার অফিসে যেকোনো জায়গায় যদি এই তিনটে পয়েন্টকে মাথায় রেখে চলতে পারো এবং এপ্লাই করতে পারে রিয়েল লাইফে তাহলে তুমি হবে সবচাইতে গুরুত্বপূর্ণ পার্সোনালিটি সমস্ত জায়গায় সবচেয়ে ইম্পরট্যান্ট পার্সোনালিটি হবে তুমি যদি এই তিনটে পয়েন্টকে তুমি মেনে চলতে পারো লাইফে এপ্লাই করতে পারো।

(১) নিজের কথা নয় আমরা সবসময় বলি যে নিজের মনের কথা শোনা উচিত কিন্তু যদি গুরুত্বপূর্ণ হতে চাও তাহলে এই ক্ষেত্রে নিজের কথা নয় আগে অন্যের কথা শোনো। কারণ প্রত্যেক মানুষ নিজের সম্পর্কে বলতে ভালোবাসে। মানুষ শুনতে বেশি ভালোবাসে না মানুষ বলতে ভালোবাসে। তাই জন্য গুড লিশেনার তৈরি হয় না। আর লিশেনার তৈরি হয় না বলে সাকসেসফুল মানুষ তৈরি হওয়ার চান্স কমে যায় কারণ সমস্ত সাকসেসফুল মানুষ গুড লিশেনার। তোমাকে যদি সাকসেসফুল হতে হয় মানে তোমাকে যদি ইম্পর্ট্যান্ট হতে হয় তাদের চোখে তাহলে তোমাকে হতে হবে গুড লিশেনার। বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে তোমার মন খারাপ তুমি কোন এক বন্ধুর কাছে গেছো তোমার মনের কথাটা বলবার জন্য সে বন্ধু কি করলো তোমার টা শুনে কিছুটা না শুনে তোমাকে মাঝখানে ইন্টার অফ করে দিয়ে সে নিজে বলতে শুরু করলো আমার সাথে এরকম একটা হয়েছিল। আরে ভাই আমার দুঃখের কথা তো তুই জানিস না আমার সাথে যা হয়েছিল তুইতো জানিসই না। সে নিজেরটা বলতে এত ব্যস্ত সে তোমারটা শুনলাই না। তুমি যখন বলতে পারলে না তোমার মনের মধ্যে চাপা কষ্ট চাপাই থেকে গেলো। সেকেন্ড টাইম তুমি সেই বন্ধুর সাথে আর হয়তো কোন মনের কথা শেয়ারই করবে না। কারণ তুমি বলতে গেছিলে আর সে শুনতে পারেনি । নতুন যাদের সাথে আলাপ হবে যেখানে আলাপ হবে যেকোনো গ্রুপ বল যেখানে আমি যে এক্সাম্পল গুলো দিলাম বি এ গুড লিশেনার তার কাছ থেকে শুনে তাকে জিজ্ঞাসা করো তার ইন্টারেস্ট জায়গা কোনটা? তাকে জিজ্ঞাসা করো তার ভালো লাগে কোনটা? তার খারাপ দিক কোনটা তার ভাল দিক কোনটা ইচ্ছে করে তাকে জিজ্ঞাসা করো নিজের টা বলো না। যতক্ষণ না পর্যন্ত সে তোমাকে জিজ্ঞাসা করছে নিজের টা বলোনা । কারণ প্রত্যেক মানুষ নিজের টা বলতে ভালোবাসে এই ট্রিকটাকে কে কাজে লাগাও তাকে দিয়ে তার সম্বন্ধে বলাও । যখন সে দেখবে যে তুমি তাকে ইম্পর্টেন্স দিচ্ছ তার সম্বন্ধে জানতে চাইছো তখনই সে তোমাকে অন্যের থেকে তোমাকে বেশি গুরুত্ব দেবে।
(২) অতিরিক্ত সহজলভ্যতা মানুষের দাম কমিয়ে দেয় যত বেশি সহজলভ্য হবে তোমার ভ্যালু তত কমে যাবে। নতুন কারো সাথে আলাপ হয়েছে কথার কথা নতুন প্রেম প্রথম প্রথম প্রেম প্রথম প্রথম আলাপ সারাদিন কথা বলছো 5 ঘণ্টা 10 ঘন্টা সব সময় ফোনে হোয়াটস অ্যাপ একটা সময় পর কি হবে কথা বলার মত কিছু আর খুজে পাবেনা। তখন ভ্যালু কমে যাবে। নতুন কোন বন্ধুদের গ্রুপ সব সময় আড্ডা মারছো সব সময় সেখানে যাচ্ছ এভরি টাইম কথা বলছ… একটা সময় পর তোমাকে আর তারা আর ভ্যালুটা দেবে না  তোমার রেস্পেক্ট কমে যাবে তোমার ভ্যালু কমে যাবে।  তোমাকে প্রায়োরিটি দেবে না বেশি সহজলভ্য যেখানেই হবে যেখানে খুব বেশি ইনভল্ভ হবে মানে যতটুকু দরকার তার থেকে বেশি ইনভল্ভ যখন তুমি হয়ে যাবে ঠিক সেই মুহুর্তে তোমার গুরুত্ব কিন্তু কমে যাবে।  যেকোনো বড় কোম্পানি যখন তাদের মোবাইল লঞ্চ করে একটা খুব লিমিটেড এডিশন মোবাইল বের করেছে এই মোবাইলটা যে সময় লঞ্চ হচ্ছে ওই টুকুই টাইম ঐ সোর্ট টাইম এর জন্য পাওয়া যাবে এরপর আর ওই মোবাইলটা কিন্তু পাওয়া যাবে না তুমি যত টাকা দিয়ে দাও তুমি পাবে না। ঐ টুকু টাইমেই ওরা শুধু সেল করবে ওরকম মোবাইল যদি তোমায় কিনতে হয়.। তাহলে তোমাকে ওই টাইমে ওখানে গিয়ে ওই টাকাটা নিয়ে উপস্থিত থাকতে হবে নইলে তুমি পাবে না। সেটা বি দ্যাট লিমিটেড এডিশন। সেই লিমিটেড এডিশনটা হও যার জন্য যে পে করতে রাজি হবে পে করা মানে যে তোমার প্রতি সেই লেভেলের অ্যাটেনশন টা দেবে।  যে তোমাকে সেই গুরুত্ব টা দেবে তার কাছে এভেলেবেল হবে। আদারোয়াইজ আর কোন জায়গায় এত বেশি এভেলেবেল হবে না তাহলে তোমার গুরুত্ব ডাউন।
(৩) সব সময় মুখে হাঁসি রেখে কথা বলো। কারণ তোমার মুখে যখন হাসি থাকবে সেই হাসি তোমার পজেটিভ পার্সোনালিটি কে ক্যারি করবে তোমাকে যে দেখবে তার মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে তুমি যদি গোমড়া মুখো হয়ে কথা বলতে শুরু করো তাইলে যে কেউ তোমাকে এ্যাভয়েড করে যাবে প্রথমেই। কারন গোমড়া মুখ বদ মেজাজি এই সমস্ত লোকদের আমরা এ্যাভয়েড করে যায়। সব সময় তোমার মুখে হাঁসি রাখো । আর কারো সাথে যখনই কথা হবে নেগেটিভ কনভারসেশন দিয়ে চালু করবেন না।  কী শুনলাম নাকি বউ পালিয়ে গেছে একই সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে শুনলাম নাকি কেনো…! পজেটিভ  পজিটিভ কথা বলো যে তোমার যুতোটা তো খুব সুন্দর। তাকে ইম্পর্টেন্স দাও। তাহলে তোমার গুরুত্ব বাড়বে। ৩ নম্বর গুরুত্ব পয়েন্ট সব সময় তোমার মুখে হাঁসি রাখো। যেটা তোমার পজিটিভিটি কে ক্যারি করবে যেটা সবার মধ্যে স্প্রেড হবে তাহলে লোকে তোমায় গুরুত্ব দেওয়া শুরু করবে।
তাহলে তিনটে পয়েন্ট আমরা পেয়েছি আজকে তিনটে পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে শোনো অন্যের বেশি নিজেরটা কম বলো যাতে সে ফিল করে যে সে ইম্পর্টেন্ট পাচ্ছে তোমার কাছে তাহলেই সে তোমায় ইম্পর্টেন্স দেবে ।
দুই নম্বর অতিরিক্ত সহজলভ্যতা মানুষের দাম কমিয়ে দেয় লিমিটেড এ্যাডিসন হও ।
আর তিন নাম্বার মুখে সব সময় হাঁসি রেখে কথা বলো।
বানান ভুল হতে পারে তাই ক্ষমা চেয়ে নিচ্ছি…
আল্লাহ হাফেজ।

The post এই তিনটি উপায় মানলে সবাই তোমাকে গুরুত্ব দেবে। appeared first on Trickbd.com.

আপনার নিজের ভাগ্য নিজেকেই গড়ুতে হবে। কেউ একটুও সাহায্য করবে না।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

নিজের ভাগ্য নিজেকেই গড়ুতে হবে।

Twentieth century শুরুতে পোলিও ইন্ডালাইস্ট কান্টিগুলোতে ভয়ঙ্কর রোগের আকার ধারণ করেছিল। এটা হাজার হাজার শিশুকে পঙ্গু করে দিচ্ছিল। তখন এই রোগের কোন ভ্যাকসিন আবিষ্কার না হয় মানুষ এই রোগটিকে আল্লাহ ইচ্ছে বলে মানতে শুরু করে। আমরা যখন কোন কিছু রেস্পন্সিবিলিটি নেওয়া থেকে বাঁচতে চাই বা কোন কিছু লজিক্যালি কোন ব্যাখ্যা খুঁজে না পাই তখন সেটাকে আমরা ভাগ্য বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা একটা সান্ত্বনা দায়ক শব্দ বটে কিন্তু এর জন্য আমরা আরও দুর্বল হয়ে পড়ি।

এরপর যখন উন্নয়নশীল দেশগুলিতে Polio ওকে একটা বড় সমস্যা হিসেবে গণ্য করা হয় তখন দেশজুড়ে পোলিওর ইমুনাইজেশন প্রোগ্রাম শুরু হয়। ১৯৮৮ সালে এক বছরে প্রায় ৩,৫০,০০ শিশুকে পোলিও তে আক্রান্ত হয়। এরপর ২০১৪ সালের সংখ্যাটা কমে ৪১৬ তে এসে দাঁড়ায়। ২০১২ মধ্যে পোলিও আক্রান্ত দেশগুলি লিস্ট থেকে ইন্ডিয়া নিজেকে বার করে আনে। একজন মানুষ হিসেবে আমাদের উচিত নিজের ইচ্ছামত আশেপাশের পরিস্থিতি গুলোকে বদলে ফেলতে পারা।

কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষকেই বরং তাদের আশেপাশে সিচুয়েশন নিজের ইচ্ছে অনুযায়ী বদলে নিচ্ছে। সমস্যাটা হলো যেগুলোকে আপনি আমি হিসেবে জানেন সেগুলো আসলে আপনার দ্বারা কিছু কিছু জিনিস জড়ো হয়ে তৈরি হয়েছে। আপনার দেহ ছোটবেলা থেকে আপনি যে খাবার খেয়েছেন সেগুলো জড়ো হয়ে তৈরি হয়েছে। আপনার মন ছোটবেলা থেকে আপনি আপনার ফাইভ সেন্সেস এর মাধ্যমে যে সমস্ত ইম্প্রেশন গাধার করেছেন সেগুলো জড়ো হয়ে তৈরি হয়েছে।

যা কিছু আপনার দ্বারা কোন কিছু জড়ো হওয়ার ফলে তৈরি হয়েছে সেটা হয়তো আপনার হতে পারে কিন্তু সেটা কখনোই আপনি হতে পারেন না। তাহলে আপনি কি কে সেটা এখনও আপনার অভিজ্ঞতায় আসতে বাকি রয়েছে। সত্যিই হলো এটাই অবচেতনভাবে আপনি আপনার ভাগ্যকে নির্ধারণ করেন। যদি আপনি আপনার নিজের শরীরের উপর সম্পূর্ণ মাস্ট্রি অর্জন করতে পারেন তাহলে আপনার জীবন এবং ভাগ্যের ১৫-২০ পার্সেন্ট আপনার নিজের হাতে থাকবে।

যদি আপনি আপনার নিজের মনের উপর সম্পূর্ণ মাস্ট্রি অর্জন করতে পারেন তাহলে আপনার জীবন এবং ভাগ্যের ৫০-৬০ পার্সেন্ট আপনার নিজের হাতে থাকবে এবং যদি আপনি আপনার নিজের Life Energy গুলোর উপর সম্পূর্ণ মাস্ট্রি অর্জন করতে পারেন তাহলে আপনার জীবন এবং ভাগ্য সম্পূর্ণ 100% আপনার নিজের হাতে থাকবে। নিজের ভাগ্য নিজের হাতে নেওয়া মানে এই নয় যে বাইরের দুনিয়াতে আপনি যেমন চাইবেন সবকিছু সেইভাবে ঘটবে।

বাইরে দুনিয়া কোনদিনই আপনার ইচ্ছে মত চলবে না কারণ সেটা অসংখ্য জিনিসের উপর নির্ভর করছে। নিজের ভাগ্য নিজে গড়ে তোলার মানে নিজেকে এরকম ভাবে তৈরি করা যে যাতে আপনার চারিপাশের যাই ঘটুক না কেন আপনি সেই সিচুয়েশন গুলো দ্বারা দমে যাবেন না। বরং আপনি সেগুলো উপরে চড়ে বসবেন। আপনার জীবনে বিভিন্ন সমস্যা গুলো রাগ, ভয়, দুশ্চিন্তা অস্বস্তির আকারে প্রকাশ পাচ্ছে কারণ আপনার যে বেসিক ফাকাল্টিজ আপনার শরীর-মন এবং লাইফ এনার্জির গুলো তাদের নিজেদের ইচ্ছেমত যা খুশি করে চলেছে।

যখন আপনি দুঃখ-বেদনার রাগ এসমস্ত অনুভব করছেন। তখন আপনার উচিত বাইরে এদিক ওদিক না তাকিয়ে নিজের ভিতরে কি ঘটছে সেদিকে একবার লক্ষ্য করা। আপনার জীবনে শান্তি আসার জন্য একমাত্র যে মানুষটাকে ঠিক করা দরকার সেটা হলেন আপনি নিজে। আপনি যেটা ভুলে গেছেন সেটা হলো এই যে আপনার শরীর খারাপ হলে যে মানুষটার ওষুধ খাওয়া দরকার সেটা হলেন আপনি নিজে। আপনার যদি খিদে পায় তাহলে যে মানুষটার খাবার খাওয়া দরকার সেটা হলেন আপনি নিজে।

তাই শুধুমাত্র যার ঠিক হওয়া প্রয়োজন সেটা হলেন আপনি নিজে। কিন্তু সামান্য জিনিস টুকু বুজতেই মানুষ সারাজীবন সময় লাগিয়ে দেয়। একদিন এক শীতের সকালে মিশিগান শহরে একজন বৃদ্ধ লোক আইস ফিশিং করতে বেরিয়ে ছিলেন। তখন ঘড়িতে পাচ্ছিল প্রায় সকাল 10:00 মাছধরা যে হাতের মোয়া না এটি অত্যন্ত ধৈর্যের একটা কাজ তিনি সেটা খুব ভালোভাবে জানতেন। এভাবে ধৈর্য ধরে বসে থাকতে থাকতে বেলা গড়িয়ে বিকেল চারটে বেজে গেল কিন্তু তিনি তখন একটা মাছও ধরতে পারলেন না। তাঁর বাস্কেট তখন সম্পূর্ণ খালি।

এমন সময় সেখানে একটা অল্পবয়স্ক যুবক এসে হাজির হলো তার হাতে একটা বড় বুম্বক্স যেটা খুব জোরে মিউজিক বাজছিলো। সে কাছেই একটা জায়গায় বরফে গর্ত করে মাছ ধরার জন্য বসে পড়ল। পাশে তার বুম্বক্স এখনো মিউজিক গাগা করে বেজে চলেছে। বৃদ্ধ লোকটি অবজ্ঞা শুনে ছেলেটির দিকে তাকিয়ে বললেন। আসছে আমি সেই সকাল থেকে এখানে চুপচাপ বসে আছি তাও এখনো একটাও মাছ ধরতে পারলাম না আরে গর্ধবটা ভাবছে এতো জোরে গান বাজাতে বাজাতে ও মাছ ধরতে পারবে তাও নাকি বিকেল চারটের সময়।

এখনকার ছেলেমেয়েগুলোর মাথায় সত্যি কিছু নেই। কিন্তু এর 10 মিনিটের মধ্যেই ছেলেটি একটি বড় মাছ ধরে ফেলল। বৃদ্ধ লোকটা এটা দেখে এটা কি ছেলেটা সৌভাগ্য বলে ইগনোর করে আবার নিজের মাছ ধরায় মন দিলেন। তার আরো 10 মিনিট পর ছেলেটি আবার একটা বড় মাছ ধরে ফেলল। বৃদ্ধ লোকটা এবার এই ব্যাপারটাকে ইগনর করতে পারলেন না। তিনি ছেলেটির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলেন আর ঠিক সেই সময় ছেলেটি আবার একটা বড় মাছ ধরে ফেললো।

এবার তিনি আর এই ব্যাপারটাকে কোনভাবেই বিশ্বাস করতে পারছিলেন না। থাকতে না পেরে নিজের অহংকার কে সরিয়ে রেখে। বৃদ্ধ লোকটি আস্তে আস্তে ছেলেটির কাছে এগিয়ে গিয়ে বললো রহস্যটা কী আমি এখানে সেই সকাল থেকে চুপচাপ বসে আছি কিন্তু এখনও একটাও মাছ ধরতে পারলাম না এটুকু সময়ের মধ্যে তুমি তিনটে বড় বড় মাছ ধরে ফেললে। ব্যাপারটা কি হচ্ছে…?

ছেলেটি এটা শুনে বলল Ru Ra Ra Ru Rum Rum বৃদ্ধ লোকটি তার কথা শুনে কিছুই বুঝতে পারলে না। কানের পিছনে হাত দিয়ে তিনি আবার জিজ্ঞাসা করলেন কি বলছো…? ছেলেটি তার বুম্বক্স এর ভলিউম কমিয়ে আবার বলল Ru Ra Ra Ru Rum Rum আবার একই উত্তর পেয়ে তিনি এবার খুব রেগে গিয়ে তাকে বললেন দুর ছাই তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। ছেলেটি এবার একটা জিনিস তার মুখ থেকে থু করে হাতে ফেলে দিয়ে বলল আপনাকে মাছের চারাগুলোকে গরম রাখতে হবে।

যদি আপনি সঠিক কাজ না করেন তাহলে কোন দিনই আপনার সাথে সঠিক কিছু ঘটবে না। আদর্শ এবং মতামত শুধুমাত্র সামাজিকতার ফলাফল মাত্র। আপনি নিজেকে হয়তো একজন ভালো মানুষ বলে মনে করতে পারেন। কিন্তু আপনি যদি নিজের ফুলের বাগানের ঠিকমতো জল না দেন তাহলে কি কখনো ফুল ফুটবে। তাই ভালো ফলাফল পেতে চাইলে সঠিক কাজটা অবশ্যই করতে হবে। একমাত্র তখনই আপনার ভাগ্য হান্ডেট পার্সেন্ট আপনার নিজের হাতে থাকবে। এটা কিন্তু কোন সাধারন প্রমিস নয় এটাই এই বইয়ে অথর সাধুগুরু দেওয়া গ্যারান্টি।

Trickbd তে অনেকেই পোস্ট কতে চান কিন্তু করতে পারছেন না। আপনারা Ictbn.Com ওয়েবসাইটে পোস্ট করতে পারেন।এখানে একাউন্ট করলেই author।এখানে প্রতি পোস্টের জন্য ৫-৫০ টাকা পর্যন্ত দেওয়া হয়।পোস্টের মানের উপর ভিত্তি করে। ICTBN.Com

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post আপনার নিজের ভাগ্য নিজেকেই গড়ুতে হবে। কেউ একটুও সাহায্য করবে না। appeared first on Trickbd.com.

ssc 21 এর হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(2nd Week) 2021 [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 21 এর হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 21


হিসাববিজ্ঞান ২য় সপ্তাহ অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমধান ২য় সপ্তাহ
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের ট্রিক শেয়ার করা হয় এছারাও এখানে আপনি পোষ্ট করে ইনকাম করতে পারবেন প্রতি পোষ্ট ১০থেকে ৫০টাকা পর্যন্ত দেওয়া হয় লিং DownloadAEP.com ডিজিট করার অনুরোধ রইলো

খোদা হফেজ।

The post ssc 21 এর হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(2nd Week) 2021 [Java User Must See] appeared first on Trickbd.com.

ANDORID EMULATOR | ভার্চুয়াল ফোন রুটেড রম!

Posted:

আসসালামু আলাইকুম
➤আশা করি সবাই ভালো আছে- Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন

তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক


Vphone Gaga Android Virtual Machine
Information :

⊕Name : V phone GaGa
💢Version : 2.1.1
💢Mod Version Rooted
💢32 Bit & 64 Bit.Support apps

⊕Support Phone Configuration
Minimum 3gb/32gb Ram-Rom

◑এর আগে শেয়ার করা Vmos এবং x8sandbox এ Free Fire 1.64 Ob29.Update আসার পর Game Crush Problem হচ্ছে। সে জন্য Vphone Gaga Use করতে পারবেন।
এর মধ্যে mod – hack Use করা যাবে Reall Phone ব্যান বা কোন সমস্যা হবে নাহ।
     

↓↓↓

Vphone GaGa Download Link Drive


64 bit


Download Click Here

32 bit


Download Click Here

Install Tutorial

◑ download করার পর open করবেন।

◑ 2/3 min time লাগবে

◑ Open হয়ে যাওয়ার পর ইন্টারফেস

◑ Playstore এ Gmail Sign in করে যেকোন apps Installe দিতে পারবেন

◑ রিয়েল ফোন থেকে কোন file /apps Import করতে এখান থেকে করা যাবে এবং এখান থেকে রিয়েল ফোনে নিত Export করতে হবে।

Import করা file apps Manage করার জন্য Zarchiver অথবা যেকোন একটা file manager install করে নিবেন


◑ Import

◑ Back / Home / Recent বাটন সহ এই Floating Window থেকে Control করা যাবে।

◑যেমন

&

Device Information – ID Imei Change

◑ Setting এ ঢুকেন

◑ Phone setting

◑ Device mac / Imei ২ / ১ টি সংখ্যা কেটে বদলিয়ে দিবেন মানে ১ কেটে ২ দিয়ে রিপ্লেস করবেন। তারপর Save এ ক্লিক দিবেন।

◑ Phone Model এ ঢুকেন

◑ এখান থেকে যে কোন ফোন মডেল সিলেক্ট করে Save করেন।

এসব করার পর Vphone Gaga একবার Power Off করে আবার ঢুকবেন তাহলে সব ভালোভাবে save হবে

_________________________________________________
__________________________________________________

Happy gaming🙂

❤
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

___________________________________________

গেমের সকল আপডেট পেতে অবশ্যই জয়েন হবেন

Join Our FB Group

Tech Gaming BD

———————————————

ধন্যবাদ শেষ পর্যন্ত পড়ার জন্য

আল্লাহ হাফিজ

The post ANDORID EMULATOR | ভার্চুয়াল ফোন রুটেড রম! appeared first on Trickbd.com.

কোন Registration Process ছাড়াই যেকোন File Store করুন ফ্রিতেই (Up to 2 GB files)

Posted:

Howdy Everyone,
Data Store করে রাখা এখন নিত্য প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দড়িয়েছে। তবে Google Drive Safe হলেও সচরাচর আমরা এখানে Personal File ছাড়া অন্যান্য কিছু Store করতে চাই না, তাই আজকে একটি Cloud Storage Site এর সাথে পরিচয় করিয়ে দিব, যেখানে Unlimited Time File Upload করে রাখতে পারবেন, তবে File Size 2GB-র উপরে হলে Upload করতে পারবেন না। অর্থাৎ 2GB র নিচের যেকোন File যতবার ইচ্ছা Upload করতে পারবেন।

 

workupload logo
ᓚᘏᗢ Details !

Workupload® হল একটি Free এবং Ads মুক্ত Cloud Service Provider, যেখানে কোন Sign UP/registration ছাড়াই সরাসরি Drag & Drop করে File Upload করতে পারবেন। যদি আপনার File Security নিয়ে প্রশ্ন জাগে তবে তাদের –

-পড়ার জন্য অনুরোধ রইল

Site Link :- workupload.com

 

««› সুবিধা-সমূহ ‹»»

  • Unlimited File Upload করতে পারবেন
  • File হারিয়ে যাওয়ার ভয় নেই (Google Drive এ অনেক সময় Suspicious File Delete করে দেয়)
  • FIle Password Protect করতে পারবেন
  • Maximum Download Limit Set করতে পারবেন
  • আর আপনি চাইলে Storage Time (File Expiry Date) Choose করতে পারেন
  • সম্পূর্ণ ADS মুক্ত (❤)

 

««› অসুবিধা-সমূহ ‹»»

  • Unlimited File Upload করতে পারবেন তবে এক একটা File Size 2GB এর বেশি হতে পারবে না
  • এই Site এর Download Speed Google Drive এর Download Speed এর তুলনায় কম (Self-Tested)

আর তেমন কোন অসুবিধা পাওয়া যায় নি !!!

 

 

⁙⁘ Conclusion ⁘⁙

এখন TrickBD-তেই অনেকেই Course + Important File Share করছে তা এই Cloud এ Save করে রাখতে পারেন তবে
মনে রাখবেন 2GB এর উপরের File Upload করা যাবে না।

 

Bye₪ 
Contact Me On Telegram
[Telekit] [Discuss With Me]

The post কোন Registration Process ছাড়াই যেকোন File Store করুন ফ্রিতেই (Up to 2 GB files) appeared first on Trickbd.com.

আপনার লেখা আর্টিকেলের গ্রামারাটিক্যাল মিস্টেক চেক করুন খুব সহজেই। সাথে থাকছে প্রতি রেফারে ২$ ডলার ইনকাম করার সুযোগ(পেমেন্ট প্রুফ সহ)

Posted:

 হ্যালো বন্ধুরা 

আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গ্রামার মিস্টেক ঠিক করার ওয়েবসাইট। এখানে আপনারা যেকোনো আর্টিকেল বা লেখার গ্রামার চেক করতে পারবেন এবং তা সংশোধন করতে পারবেন। 

আপনারা যারা ইংরেজিতে ব্লগ লিখেন তারা এটি ব্যাবহার করতে পারবেন অথবা বাংলায় লিখেও ইংরেজিতে ট্রান্সলেট করে এখানে গ্রামার মিস্টেক ঠিক করতে পারবেন। এটি খুবই পাওয়ারফুল এআই। প্রায় ১০০% নির্ভুল। আমি নিজে এটি ব্যাবহার করেছি আমার রাইটিং স্কিল চেক করার জন্য। এই ওয়েবসাইটে গ্রামারের ভুল গুলো ধরার সাথে সাথে ভুলের কারণ ও বলে দিবে। তাছাড়া আপনার বন্ধুকে ইনভাইট করে আমাজন গিফট কার্ড পেতে পারেন।এর জন্য পোস্টটি শেষ পর্যন্ত পরবেন।

প্রথমেই এই ওয়েবসাইটটিতে যান:

রেফার লিংক ছাড়া

এর পর Register For free তে ক্লিক করে আপনার একাউন্ট রেজিস্ট্রার করে নিন এবং ইমেইল ভেরিফাই করুন। 

এবার লগিন করলে সরাসরি ড্যাশবোর্ড এ চলে যাবেন।

এবার নিউ ফাইলে ক্লিক করুন,

সেখানে এডিটর পেজ ওপেন হবে৷ আপনার লেখাটি পেস্ট করুন। যেখানে ভুল রয়েছে সেখানে লাল আন্ডারলাইন উঠবে।

সেখানে ক্লিক করে ঠিক করে নিন।

-আপনি ক্রোম এক্সটেনশন ব্যাবহার করতে পারবেন।

-অটোমেটিক এডিটর ব্যাবহার করতে পারবেন।

-গ্রামার চেক করার পাশাপাশি এখানে স্পেলিং ও চেক করতে পারবেন

-তাছাড়া রয়েছে রাইটিং এডভাইসর যেটা আপনার লেখাকে এনহেসড করতে সাহায্য করবে।

যেভাবে রেফার প্রোগ্রাম:

আপনার ড্যাশবোর্ড থেকে রেফার এ ফ্রেন্ড অপশনটিতে ক্লিক করুন।

এখান থেকে আপনার রেফার লিংকটি কপি করুন

রেফার কন্ডিশন:

১.প্রতি ভ্যালিড রেফারে পাবেন ২ডলার এবং ৫জনকে রেফার করলে পাবেন ১০ডলারের একটি এমাজন ভাউচার। 

২.আপনি একমাসে সর্বোচ্চ ৫০জনকে রেফার করে ১০০ডলারের ভাউচার আদায় করতে পারবেন।

৩.একমাসের সব রেফার ক্যালকুলেট করে পরবর্তী মাসের ১-১০ তারিখের মধ্যে গিফট কার্ডটি ইমেইলের পাঠিয়ে দিবে। মেইলটি পাবেন আপনার প্রাইমারি ইনবক্স বা স্পাম ফোল্ডারে।

৪.আপনাকে অবশ্যই একটিভ ইউসার হতে হবে। প্রতি সপ্তাহে ১বার হলেও সফটওয়্যারটি ব্যাবহার করতে হবে।(পার্সোনাল এক্সপেরিয়েন্স)

পেমেন্ট প্রুফ:


 পেমেন্টটি পেয়েছিলাম মে মাসে। আমি একটা ব্লগার ফরামে কিছু ব্লগার ভাইকে রেফার করি। Paxfull এ ভাউচারটি বিক্রি করতে পারবেন অথবা বাংলাদেশী অনেক ভাই আছে যারা গিফটকার্ড কিনে।

এই ছিল আজকের পোস্ট। কোনো সমস্যা হলে জানাবেন।ধন্যবাদ সবাইকে

The post আপনার লেখা আর্টিকেলের গ্রামারাটিক্যাল মিস্টেক চেক করুন খুব সহজেই। সাথে থাকছে প্রতি রেফারে ২$ ডলার ইনকাম করার সুযোগ(পেমেন্ট প্রুফ সহ) appeared first on Trickbd.com.

আপনার Telegram group/Channel Spammerদের থেকে বাচান Shieldy BOT এর সাহায্যে

Posted:

28 Tips On How To Avoid Spam Filters When Doing Email Marketing
আজকে যে Telegram BOT Review দিতে যচ্ছি তা হল @shieldy_bot, এর বিভিন্ন কাজ ও অন্যন্য Details নিচে
আলোচনা করা হল।

বর্তমানে অনেকেই Telegram Use করছেন। এই Telegram এর অন্যতম Features হচ্ছে BOT। এর সাহায্যে অনেক জটিল কাজ সহজেই করে ফেলা যায়। ঠিক তেমনই @shieldy_bot খুবই উপকারী একটা BOT। Telegram-এর আপনার Channel এ Spammerদের ঠেকাতে এই BOT অত্যন্ত কার্যকরী।

 

Telegram bots: Shieldy

ব্যবহার:- এই BOT এর সাহায্যে আপনার Telegram Channel এ কেউ Join করলে তাকে Captcha সহ আরও অনেক কিছু Verify করতে দিতে
পারবেন, যা আপনাকে Spammer-দের থেকে রক্ষা করবে।

 

🔰 Telegram BoT টি যেভাবে Run করবেন

1. প্রথমে Telegram App এ Search করুন @shieldy_bot

2. Start Click করুন

3. এবার আপনার Telegram Channel এ @shieldy_bot Add করুন (Admin হিসেবে Promote করুন)

4. /help এ Click করে সব Command দেখে নিতে পারেন !

 

 

 

Why Do Emails Go to Spam (And How to Prevent It)
এই ছিলো BOT এর পরিচয়, আশাকরি আপনার উপকারে আসবে। নতুন কিছু BOT নিয়ে হাজির হব next time।

 

DEXTER
Signing OFF

The post আপনার Telegram group/Channel Spammerদের থেকে বাচান Shieldy BOT এর সাহায্যে appeared first on Trickbd.com.

10MS/ Aparsclassroom এর DU A ইউনিট কোর্স টি enroll করে নিন ফ্রি তে l

Posted:

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।
চলুন শুরু করা যাক।

সম্প্রতি 10ms এর aparsclassroom এর পরিচালনায় batch প্রতিশ্রুতি DU A unit নামে একটা ফ্রি course চালু হয়েছে l course টায় দেশের ভালো ভালো teacher গণ ক্লাস নেবেন l course টি free হলেও কিছু একটা শর্ত আছে l আপনাকে enroll করার সময়ে কয়েকটা প্রতিশ্রুতি দিতে হবে l নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার এটাই ভালো সময় l প্রতিশ্রুতির বিনিময়ে enroll করে ফেলুন এই কোর্স টি তে l

তাহলে চলুন পোস্ট টি দেখে নেওয়া যাক l

course টা enroll করতে হলে,

প্রথমে আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে
তারপর এইরকম একটা website আসবে l please login option a click করুন

sign in with phone দিন l এবং দরকারী তথ্য দিয়ে phone number verification করুন l

তারপর এইরকম একটা পেইজ আসবে l perchase form এ ক্লিক করুন l

form টি সঠিকভাবে পূরণ করুন l

form এ প্রতিশ্রুতির অডিও লিঙ্ক চেয়েছে l তাই আপনি ফোনের recorder দিয়ে লিখিত কথাগুলো বলুন and একটা ফাইল বানান l তারপর আপনার google drive এ যান l এবং এই অপশন এ click করুন l

upload select করে recorded ফাইল টি upload করে দিন l

upload করা শেষ হলে file এর এই অপশন এ click করুন l

manage people and links এ ক্লিক করুনl

change option এ click করে viwer করে দিন l and link টি কপি করে নিন l

এইবার আগের form এ ফিরে যান এবং link টা পেস্ট করে দিন l দরকারী information দিয়ে submit করুন l

rool নাম্বার লিখে রাখুন এবং গ্রুপের লিঙ্ক এ click করে join req দিন l request দেওয়ার সময়ে সব question এর answer ঠিক করে দেবেন l বাস কাজ শেষ l আপনি enrolled l

তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই।
মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।

আর নিত্য নতুন ট্রিক্স এবং free fire সম্পর্কিত যেকোন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইভ করে সাথেই থাকুন।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।



The post 10MS/ Aparsclassroom এর DU A ইউনিট কোর্স টি enroll করে নিন ফ্রি তে l appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments