Search box..

A better Screen recorder for low end pc. open source| no limits| user friendly| sharex

A better Screen recorder for low end pc. open source| no limits| user friendly| sharex


A better Screen recorder for low end pc. open source| no limits| user friendly| sharex

Posted:

আসসালামুআলাইকুম

আজ sharex কম্পিউটার স্ক্রীন ভিডিও রেকর্ডের এর রিভিউ নিয়ে এসেছি। Trickbd তে টিউটোরিয়াল ভিডিও দেওয়ার জন্য আমার কটকটি আমলের কম্পিউটার এর জন্য ভিডিও রেকর্ডার খুঁজতে খুঁজতে অবশেষে এইটা পেলাম।

Tips: আপনারা চাইলে উইন্ডোজ এর ডিফল্ট ভিডিও রেকর্ডের xbox থেকে যেটা আছে ঐটা দিয়েও রেকর্ড করতে পারেন।(shortcut: Win + Alt + R). যদি আপনার মত xbox টাই uninstall না করে থাকেন আর কি।

তো আসুন এটার কিছু ফিচার নিয়ে আলোচনা করি।

i )প্রথমত opensource github এ এটার সোর্স কোড পাওয়া যাবে = https://github.com/ShareX/ShareX। Low end পিসি, যারা obs ব্যাবহার করতে পারেন না কনফিগারেশন খারাপ হওয়ার জন্য। আর এটার কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনা বা crack সফটওয়ার ব্যাবহার করা লাগবেনা। টাইম বা রেকর্ডিং লিমিট বলতে কিছু নেই সব আনলিমিটেড। আর ভিডিও কোয়ালিটি নিয়ে আমি low end এর ওপর বিবেচনা করে satisfied । এছাড়াও এটার screen recorder স্ক্রীনশট pause, play এবং বাকিগুলোরও hotkey আছে। এছাড়া recorder টি আপনার কাছে অনেক ইউজার friendly লেগেছে।

ii )আপনারা যারা windows nt version ব্যাবহার করেন। তাদের মিডিয়া প্লায়ের এর feature pack to টি ইন্সটল করে নিতে হবে। এটা উইন্ডোজ এর একটা অপশন থেকে করলে ঝামেলা ছাড়া ইনস্টল করা যায়। এখন আর সেটা বলছি না।

iii )রেকর্ডার এর আরেকটি ভালো দিক হচ্ছে যখনতখন printscr চাপ দিলেই instantly স্ক্রীনশট উঠে যাবে। Shift + printscr চাপ দিলে রেকর্ডিং শুরু হবে।

iv )রেকর্ডিং এর area সিলেক্ট করা যায়। রেজুলেশনের, কোয়ালিতি, মাইক্রোফোন, ইন্টারনাল অডিও রেকর্ডিং সহ আরো অনেক কিছু কাস্টোমাইজ করে নিতে পারবেন সেটিং থেকে ।

v )gif recording
vi ) স্ক্রল capture
vii )color picker
viii) ইমেজ এডিটর এন্ড ইফেক্ট
ix ) হ্যাশ চেক
x )DNS changer
xi ) qr gen (encode +decode )
xii )directory indexer
xiii ) ইমেজ combiner
xiv )video converter
xv )ভিডিও এন্ড ইমেজ thumbnail
xvi )ডাইরেক্ট ইমেজ আপলোড in imagure like sites এন্ড shareable get link instantly
xvii ) marking ও screen , magnification, sticker etc. etc.

ডাইরেক্ট ইমেজ আপলোড অফ করতে after capture task থেকে আপলোড image to host uncheck করে দিন ।

 

 

 Telegram group = t.me/unknownintellect

The post A better Screen recorder for low end pc. open source| no limits| user friendly| sharex appeared first on Trickbd.com.

ফ্রি টেলিগ্রাম বট রেফার প্রোমোশন♥ প্রতিদিন কিছু রেফার ফ্রিতে জিতে নিন (নতুনদের জন্য) giveway

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো 😊

তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলব তা হলো ফ্রি রেফার প্রোমোশন 🥰

জি ভাই ফ্রি রেফার প্রোমোশন

আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেইটাতে ৫০০+ মেম্বার আছে
আমরা একটা কমিউনিটি তৈরি করতে চাই
যেখানে প্রতিদিন চ্যানেলের সাবস্ক্রাইবার থেকে ৫ জনের লিংক আমরা আমাদের চ্যানেলে শেয়ার করব
( ইনসাল্লাহ যদি আপনাদের ভালো সাপোর্ট পাই ভবিষ্যতে এর সংখ্যা বাড়ানো হবে 😊)
এতে যারা নতুন ইনকাম করে তাদের অনেক উপকার হবে

তো ফ্রি রেফার এর জন্য আপনাকে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে click here → Free promote
এই চ্যানেলে জয়েন করার পর প্রতিদিন একটা এমন পোস্ট দেখতে পাবেন

এই পোস্টের কমেন্টে আপনার রেফার লিংক দিন এখান থেকে ৫ জনকে বেছে নেওয়া হবে প্রতিদিন রাত ৮ টার সময় প্রোমোট করা লিংক শেয়ার করা হবে

তবে কিছু রুলস আছে

১ : আপনার রেফার লিংক যদি কোনো ফেক বটের হয় তাহলে আপনার লিংক শেয়ার করা হবে না

২ : যদি এই লিংক আগে চ্যানেলে শেয়ার করা থাকে তাহলে ওই লিংক ২য় বার শেয়ার করা যাবে না

৩ : আপনাকে অবশ্যই চ্যানেলে জয়েন থাকতে হবে

৪ : ১ জনকে চ্যানেলে এড করতে হবে

৫ : চ্যানেলের প্রোমোট করা লিংকে জয়েন করতে হবে তাহলে আপনার লিংকেও অন্যরা জয়েন করবে

এইগুলাই আমাদের সামান্য রুলস

°_°_°_°_°_°_°_°_°_°_°_°_°_°_°_°_°_°_°
Extra
যদি আপনারা কেও টেলিগ্রাম বট বানাতে চান অথবা গিভওয়ে দিতে চান আমাকে টেলিগ্রামে মেসেজ দিতে পারেন
আমার টেলিগ্রাম আইডি click here → MK Husain
আমি যেগুলা করে দেই
→ টেলিগ্রাম এয়ারড্রপ বট
( নরমাল কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটি >ক্যাপছা সহক্যাপছা সহ<)

→ টেলিগ্রাম ইন্সট্যান্ট পেমেন্ট বট ( অটু পে কয়েনবেস) (মেনুয়াল পে)

→ গুগল গিভওয়ে, এয়ারড্রপ ফ্রম

→ Gleam গিভওয়ে ফ্রম

°_°_°_°_°_°_°_°_°_°_°_°_°_°_°_°_°_°

তো এই পোস্টটা ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না☺
আর আমি ট্রিকবিডিতে নতুন লেখছি তাই সম্পুর্ণ লেখায় কোনো ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন 🙂

তাহলে আজকে এই পর্যন্ত ই সামনে আরো ভালো নতুন কোনো ট্রিকস নিয়ে আসার চেষ্টা করব ততোক্ষন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন 😇
আসসালামুয়ালাইকুম

ফেইসবুকে আমি

The post ফ্রি টেলিগ্রাম বট রেফার প্রোমোশন♥ প্রতিদিন কিছু রেফার ফ্রিতে জিতে নিন (নতুনদের জন্য) giveway appeared first on Trickbd.com.

আপনার জীবনের কঠিন সময়ে শুধু এই ৫টি কাজ করে যান। দেখবেন সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

জীবনের কঠিন সময়ে শুধু এই ৫টি কাজ করে যান

দেখবেন আমাদের লইফে যখন অনেক বড় কোন প্রবলেম আসে। যেমন পারিবারিক প্রবলেম, নিজের ক্যারিয়ারকে নিয়ে টেনশন বা রিলেশন নিয়ে অনেক বড় কোন প্রবলেম মানে যার যত বড় প্রবলেমই আসুক না কেন এমন একটি অবস্থায় আমরা অল্প কিছু মানুষ দেখবেন নিজে অনেক কষ্ট করে ধৈর্য ধরতে ধরতে নিজের স্কিলকে ইমপ্রুভ করে লাইক বা ক্যারিয়ার বা রিলেশন কত প্রবলেম গুলোকে সল্ভ করে ফেলি।

আর এই দিকে ৯০% মানুষ আমার আসলে এই সংখ্যাটি ৯৫% বেশি মানুষ বলা উচিত। আমরা বড় কোন প্রবলেমে পড়লে সবার প্রথম প্রচন্ডভাবে ঘাবড়ে যাই। তারপর টেনশন করি এবং এর ফলে আমাদের ব্রেন আর কোন কাজ করতে চায় না। আর এরপর যখন আমাদের ব্রেনের নরমাল নেই তখন আমরা আমাদের সেই এবনরমাল ব্রেনকে নিয়ে আমাদের প্রব্লেম গুলোকে আরো বাড়িয়ে ফেলি এবং নিজের লাইফটাকে নিজে ধ্বংস করে ফেলি।

আর এই বিষয়গুলো কিভাবে ঘটে চলুন বাস্তব কিছু এক্সাম্পল দেখা যাক। ধরুন আপনি ভালো একটি জবের জন্য অনেক অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু চাকরি তো কোন খবরই নেই। উল্টো দিন দিন যেতে যেতে আপনার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছ।

এখন আপনি বলুন এই মুহূর্তে আসলে আপনার কি করা উচিত। এই মুহূর্তে আমরা সাধারনত দুটি কাজ করতে পারি। এক টেনশন করতে করতে নিজের অবস্থা খারাপ করে ফেলতে পারি। আর দুই কেন আমার চাকরি হচ্ছে না সেই আসল পয়েন্টটিকে ফাইন্ড আউট করে সেই বিষয়টিকে সল্ভ করে জব পেতে পারি। কিন্তু আমরা দেখবেন দ্বিতীয় পয়েন্টটিতে আসতে পারিনা কারন আমরা প্রথম পয়েন্টটিতে আটকে থেকে নিজের ব্রেইনকে নষ্ট করে ফেলি তাই না।

আবার ধরুন আপনি রিলেশন গত প্রবলেমে রয়েছেন। আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার সম্পর্ক খুব খারাপ যাচ্ছে। এখন এই মুহূর্তে আমরা মেজাজ দেখিয়ে সমস্যাগুলোকে বাড়িয়ে ফেলতে পারি আর দুই ঠান্ডা মাথায় একটু চিন্তা করতে পারি আসলে কেন প্রবলেম গুলো হচ্ছে আর সেই বিষয়টিকে ফাইন্ড আউট করার পর একটু একটু করে বিষয়টি সমাধান করে নিতে পারি সারা জীবনের জন্য।

কিন্তু এইদিকে আমাদের অবস্থা এতটাই খারাপ আমরা এগুলো তো করবোই না কারণ আমাদের মত সব সময় হট থাকে তাই না। আমরা তো আসলে আরো ঝামেলা বানাবোই বানাবো যাই হোক। এখানে বিষয় দুটি বিপদের সময় আপনি মাথা ঠান্ডা রেখে প্রবলেমগুলোকে খুঁজে বের করতে পারেন। আর দুই টেনশন করে করে নিজের ব্রেনকে আরো বেশি খারাপ করে দিতে পারেন। এখন আপনি ভাবুন আপনি কি করবেন।

যাইহোক এই বিষয়টি তো গেল একটি আর আরেকটি বিষয় হল মাঝে মাঝে আমাদের লাইফে হঠাৎ করে এত পরিমান বিপদ চলে আসে আমরা সেই সময় প্রচন্ড পরিমাণ কষ্টে থাকি আর আমাদের মাথা আর কোন কাজ করতে চায় না। এত পরিমান কষ্ট থাকে যা কাউকে বলে বোঝানোর মত নয় তখন আমাদের ব্রেইনের অবস্থা এমনিতেই খারাপ হয়ে যায়। এখন এই মুহূর্তে আমাদের ব্রেনকে তো ঠিকই রাখতে হবে তাই না। তাই এই মুহূর্তেও যেন আমাদের ব্রেন ঠিক থাকে এর জন্য এখন আমি আপনাদের পাঁচটি পয়েন্ট শেয়ার করব আপনারা খুব মনোযোগ দিয়ে পয়েন্ট গুলোকে পড়ে সারা জীবনের জন্য এই পাঁচটি পয়েন্টকে মাথায় ফিক্স করে রাখবেন।

১.আমাদের জীবনের খারাপ সময়গুলোই আমাদের শিক্ষা দেয় আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য। একটা জিনিস আপনি বিশ্বাস করুন আর নাই করুন আপনি আপনার ক্যারিয়ারের যতবার ঠেকবেন আপনার ক্যারিয়ার ততটাই স্ট্রং হবে। আপনি এই পৃথিবীতে যত সাকসেসফুল লোকদেরই দেখবেন তারা জীবনে বহু বহুবার ঠেকেছেন। এমনও সময় গেছে চারো দিকে তাদের শুধুই অন্ধকার ছিল।

কিন্তু মজার ব্যাপার কি জানেন সেই কষ্টের টাইম গুলোতে তারা এটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন তার আসলে নেক্সট স্টেপ কি নিতে হবে আর সেই নেক্সট স্টেপ নিতে গিয়ে তার নতুন নতুন কি কি স্কিল শিখতে হবে সময়ের মূল্য কি সেটি তারা বুঝতে পেরেছিলেন। অভাবে পড়লে বা বিপদে পড়লে পৃথিবীতে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাও তারা বুঝতে পেরেছিলেন সেই সময়ে।

তাই আপনার ভয় পাওয়ার কোন কারণ নেই। আপনার এই দুঃসময়ে থেকে আপনি শিক্ষা নিন। আর একটু একটু করে কষ্ট করে ভেঙ্গে না পড়ে নিজের কাজগুলো সাথে কন্টিনিউয়াসলি লেগে থাকুন। একটা চিরন্তন সত্য কথা এটি সবসময় মনে রাখবেন জীবনে কখনো না কখনো সৃষ্টিকর্তা আপনার সকল পেছনে দরজাই বন্ধ করে দিবে। আর তখন কোন রাস্তা না পেয়ে আপনাকে সামনে এগুতেই হবে। আর সেই সময় আপনি যত কষ্টই হোক না কেন সেই সকল কষ্ট সহ্য করে যখন সামনের দিকে এগোবেন তখন দেখবেন আপনার লাইফে সাক্সেস চলে এসেছে।

আর পরবর্তীতে যখন আপনি সাকসেস হয়ে যাবেন তখন আপনি মনে মনে এটি ভাববেন সেই সময় যদি আমার লাইফে খারাপ দিনগুলো না আসত তাহলে হয়তো বা আজ এতদূর আসতে পারতাম না। তাই খারাপ সময় ভেঙে না পড়ে এটি থেকে শিক্ষা নিন তাহলে এটি আপনার জন্য আশীর্বাদে পরিণত হয়ে যাবে।তো চলুন পরবর্তী পয়েন্ট জানা যাক

২. জীবনের কঠিন সময়গুলোতেও খুশি থাকতে হবে। দেখুন আপনি এখন খুব ভালো রয়েছেন তাই আপনি হাসিখুশিতে রয়েছেন। কিন্তু আসল বাস্তবতা হলো আপনি কিন্তু সব সময় এমন ভালো সময় মধ্যে থাকবেন না। আপনারো খারাপ সময়ের মধ্যেই যেতেই হবে আর এই বিষয়টি শুনলেই আমরা ভয় পেয়ে যাই। কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। আপনার এই খারাপ দিনগুলো আবার সবসময় থাকবে না।

তাই আপনাকে খারাপ সময়ও নিজেকে হাসিখুশি রাখার চেষ্টা করে যেতেই হবে। কিন্তু এইদিকে আমাদের অবস্থা আমরা খারাপ সময় হাসিখুশি তো দূরের কথা উল্টো হয়তোবা অনেক মন খারাপ করে থাকি নয়তোবা খুব রাগী হয়ে যাই। এখন দেখুন এগুলো করলে তো আর আপনার সমস্যা দূর হবে না বরং বাড়বে মানুষের সাথে আপনার সম্পর্ক খারাপ করে ফেলবেন। নিজেকে নিজে অসুস্থ করে ফেলবেন।

এখন আমি আগেই বলেছিলাম সমস্যা কিন্তু আপনার বেশিদিন থাকবে না। আর যখন আপনার সমস্যাগুলো একটা সময় সল্ভ হয়ে যাবে তখন আপনি এই বিষয়গুলোর জন্য আবার কষ্ট পাবেন বিপদে পড়বেন। যাই হোক একটা কথা সবসময় মনে রাখবেন পুনরায় সুযোগ সবার জীবনে আসবেই। আপনি শুধুমাত্র প্রস্তুতি নিতে থাকুন। তো চলুন পরবর্তী পয়েন্টে জানা যাক।

৩. খারাপ সময়ে পুরনো দিনের কথা মনে করা যাবে না। দেখবেন আমরা যখনই বিপদে পড়ি তখনই পুরনো দিনের ভালো মন্দ দিনগুলোর কথা বিশেষ করে কষ্টের দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ে। আর এরপর যেটি হয় এই বিষয়টি আমাদের ব্রেনকে প্রচুর পরিমাণ পেশারেস্ট করে এবং আমরা যে জীবনে আবার ভালো পর্যায়ে ফিরে আসতে পারি সেই বিষয়টি আমাদের ব্রেইনে আর আসতে দেয় না। তাহলে এবার আপনি বুঝুন বিষয়টি কতটা ভয়ঙ্কর। এখন কথা হলো এই বিষয়গুলো তো আমরা এমনিতেই মনে করতে চাই না এগুলো তো এমনিতেই মনে পড়তে থাকে।

তাই এই বিষয়টি থেকে বেঁচে থাকার জন্য আপনার নিজেকে বিজি রাখতে হবে। যে এই কাজগুলো এখন আপনার অনেক বেশি করা দরকার সেই কাজগুলোকে বেশি বেশি করে করতে হবে। আর এই ধরনের মোটিভেশনাল আর্টিকেল পড়তে পারেন, বই পড়তে পারেন যেগুলো আপনার ভেতর থেকে প্রাণ বাঁচিয়ে রাখবে। যাই হোক যেভাবেই হোক নিজেকে প্রচুর পরিমাণ ব্যস্ত রাখতেই হবে। আর এরপরই দেখবেন আপনার প্রবলেম গুলো একটু একটু করে সল্ভ হতে থাকবে। তো চলুন পরবর্তী পয়েন্টে জানা যাক।

৪. নিজেকে কঠিন ভাবে গড়ে তুলুন। আপনি যখন বিপদে থাকবে তখন দেখবেন কত মানুষ কত রকম কথা যে আপনাকে নিয়ে বলবে। এখন আপনার যেটি করতে হবে এই বিষয়গুলোতে কান না দিয়ে নিজেকে এমন ভাবে গড়ে তুলুন যেন আগের আপনি আর এখনকার আপনার মধ্যে আকাশ-পাতাল ফারাক থাকে। নিজের অ্যাটিটিউডকে ইনপ্রুফ করুন নতুন নতুন স্কিলস শিখুন মোট কথা কেউ যেন আপনার সাথে কোন প্রকার কথা বলতে আসলে খুব হিসেব করে কথা বলতে আসে। যাই হোক নিজেকে ঠিক ততটাই শক্তিশালী করুন যেন সারাজীবন আপনাকে আর কোথাও ঠেকতে না হয়। তো চলুন শেষ পয়েন্টটি জানা যাক।

৫. সবুরের ফল মিঠা হয়। দেখবেন এই কথাটি কিন্তু চিরন্তন সত্য। যাদের জীবনে সাকসেস হয়েছে তাদের পেছনে তাকালেই আপনারা দেখতে পারবেন তারা অনেক ধৈর্য ধরতে ধরতে আজ সাকসেস। যাই হোক ধৈর্য ছাড়া আপনি কোনোভাবেই সাকসেস হতে পারবে না। সাকসেস এর প্রথম পয়েন্টটি হলো ধৈর্য। যাই হোক এই ধৈর্য ধরাটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় কঠিন বিষয়।

এই ধৈর্য ধরতে না পেরে আমরা অনেকেই লাইফ থেকে ছিটকে পড়ে যাই। তাই এই বিষয়টি আপনাকে মানতেই হবে ধৈর্য আপনাকে ধরতেই হবে। তাই প্লিজ আপনার সাকসেস এর জন্য ধৈর্য অপরিহার্য এই বিষয়টি আপনি মাথায় আজ থেকে সেট করে রাখুন।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post আপনার জীবনের কঠিন সময়ে শুধু এই ৫টি কাজ করে যান। দেখবেন সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। appeared first on Trickbd.com.

দ্য ৭ হ্যাবিটস অব হাইলি ইফেকটিভ টিনেজার্স pdf | The 7 habits of highly effective teenagers bangla pdf download

Posted:

দ্য ৭ হ্যাবিটস অব হাইলি ইফেকটিভ টিনেজার্স pdf বই download – The 7 habits of highly effective teenagers bangla pdf download | কিশোর-কিশোরীদের জীবনমান বদলে দেওয়ার মতো ৭টি কার্যকরী অভ্যাস। লেখকঃ শন কোভি ,  অনীশ দাস অপু (অনুবাদক)

দ্য ৭ হ্যাবিটস অব হাইলি ইফেকটিভ টিনেজার্স বই রিভিউঃ


দ্যা সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেকটিভ টিনেজার্স, লেখার স্টাইলটা অসাধারন লেগেছে। একদম পেল্লা ভাই স্টাইলেরও নয় আবার ড্যাডি স্টাইলেও নয়। কেমন কেমন করে যেন দুই তিন পেজ পড়েই আমাকে রাজী করিয়ে নিয়েছে যে বাবু তোমাকে পুরা বই পড়তেই হবে।

বইয়ে তিনি সাতটি মূল অভ্যাসের কথা বলেছেন। যেগুলোকে তিনি টিনেজার্স সময়ের এগিয়ে যাবার জন্য পাথেয় বলে মনে করেছেন। যদিও পাশ্চাত্য হিসেবে লেখা তবে আমাদের সাথেও যায়। তবে যেমন দুই নাম্বার অভ্যাসটা যেমন আমাদের ক্ষেত্রে তেমন প্রযোজ্য নয়। এখনো পিতা মাতার সাথে সন্তানদের টানাপোড়েন একদম ছাড়াছাড়ি পর্যায়ে যায়নি। বরঞ্চ বাপের খেয়ে মায়ের পোড়ে আমরা একদমই ঘরের মানুষই আছি।

যে অভ্যাসটা অনেক ভালো লেগেছে তা হচ্ছে অন্যের সাথে তুলনা করা বন্ধ করা। এইটা আমার বা আমার চারপাশে বিদ্যমান। এইটাই মনে শান্তি দিচ্ছেনা। ফেসবুক এসে তা আরো একধাপ বাড়িয়ে দিয়েছে। তুলনা করে জীবনটাকে শাপান্ত করছি। ক্রমাগত তুলনা হলো প্রতিযোগিতার যমজ ভাই। ক্যান্সার রোগের সমগোত্রীয়। ওমুকে অমুক ডিগ্রী করল, অমুকে সুন্দ্রী বিয়ে করল, অমুকে অনেক টাকা কামায়।

কত কি।টিনেজার্স রা হয়তো অমুকে ফাস্ট হয়েছে, অমুকে এত্তগুলা কোচিং করে এই নিয়ে তুলনা করে। এই দুশ্চিন্তা দূর হবে না যদি না আমরা তুলনা করা না বন্ধ করি। একমাত্র তুলনা হল নিজের সাথে। ক্রমাগত নিজের উন্নতি করে তার সাথে তুলনা করি। অভ্যাসটা অবশ্যই রপ্ত করতে হবে।

বইয়ের নামঃ দ্য ৭ হ্যাবিটস অব হাইলি ইফেকটিভ টিনেজার্স
বইয়ের লেখকঃ শন কোভি ,  অনীশ দাস অপু (অনুবাদক)
পৃষ্ঠা সংখ্যাঃ ১০৫ টি।
বইয়ের ধরনঃ আত্ম-উন্নয়ন মুলক
পিডিএফ সাইজঃ ২২ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ দ্য ৭ হ্যাবিটস অব হাইলি ইফেকটিভ টিনেজার্স pdf
ফেসবুকে আমি

The post দ্য ৭ হ্যাবিটস অব হাইলি ইফেকটিভ টিনেজার্স pdf | The 7 habits of highly effective teenagers bangla pdf download appeared first on Trickbd.com.

এইচএসসি পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের “পৌরনীতি ও সুশাসন” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!!

Posted:

চলতি বছরের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ ১৭ এ আগস্ট এ।

২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে ৪র্থ সপ্তাহের জন্য ১৪ টি বিষয় এর অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে।

আছকে "পৌরনীতি ও সুশাসন" অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন!

পৌরনীতি ও সুশাসন এসাইনমেন্ট এর উত্তর

পৌরনীতি ও সুশাসন অ্যাসাইনমেন্ট উওর PDF

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

রবি সিমে ফ্রি 1GB নিয়ে নিন

ধন্যবাদ

The post এইচএসসি পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের "পৌরনীতি ও সুশাসন" অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!! appeared first on Trickbd.com.

ssc 22 এর বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(5th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2022 এর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 2022

বাংলাদেশ ও বিশ্বপরিচয় এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

বাংলাদেশ ও বিশ্বপরিচয় এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এই সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন। KalerTech.com

Read More

নিয়ে নিন বাংলালিংক থেকে ১ জিবি সবাই পাবেন।

খোদা হফেজ।

The post ssc 22 এর বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(5th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

Seedr.cc — টরেন্ট জগৎের ঝামেলা থেকে এক মুক্তির নাম ।

Posted:

” নমস্কার/আসসালামু আলাইকুম “

পাইরেটেট কনটেন্টের এককথায় স্বর্গরাজ্য বলা যেতে পারে টরেন্টকে। কোন মুভি হলে রিলেজের আগে যদি কোথাও রিলিজ হয় তবে তা হতে হবে টরেন্ট। অন্তত আগে না হলেও রিলিজের প্রায় সাথে সাথেই আমরা টরেন্টে পেয়ে যাই ঝকঝকে টকটকে দারুণ সব কন্টেন্ট। একদম ফ্রী !  সফটওয়্যারের ক্র্যাক থেকে লেটেস্ট সব মুভি-সিরিজ, কোন কিছুই রেহাই পায়না টরেন্টে। তাই আমাদের কেউ কেউ অনেকসময় মুখিয়ে থাকি টরেন্টের প্রতি।

 

এতো কিছুর মাঝেও টরেন্টে কিন্তু কিছু অপূর্ণতা আছে। আমাদের যারা প্রায়সই টরেন্ট থেকে লিচিং বা ডাউনলোড করি তাদের সবার জন্য স্পিড কিন্তু একটা বিরাট সমস্যা হয়ে রয়ে গেছে। টরেন্ট ব্যাবহারকারী মাত্রই জানেন টরেন্টে কোন ফাইলের ডাউনলোড স্পিড নেটওয়ার্ক নয় সিডারের উপর নির্ভর করে। তাই ডাউনলোড স্পিড সবসময় উঠানামা করে। আবার অনেকে উচ্চগতির ইন্টারনেট ব্যাবহার করেও তেমনভাবে টরেন্ট ডাউনলোড করতে পারেনা। ডাউনলোডের মাঝখানে টরেন্ট ডেড বা সিড আউট হওয়া তো আছেই। এক বাক্যে, নরমালি টরেন্ট ডাউনলোডে একজনকে অনেক কাঠখড় পোড়াতে হয় ।

 

টরেন্টের এই আজন্ম ডাউনলোড সমস্যার সমাধানকে লক্ষ্য করে যেই ওয়েবসাইটের জন্ম হয়েছিল তার নামই — Seedr.cc । সময়ের সাথে সাথে অনেক ফিচারই যুক্ত হয়েছে সেখানে। যেমনঃ

 

  • অডিও + ভিডিও স্ট্রিমিং
  • ইবুক + ডকুমেন্ট রিডিং
  • ফাইল মেনেজিং
  • ইউনিক সিলেক্টিভ ডাউনলোড
  • বিন্ড ইন জিপার

 

একটা টরেন্ট লিচিং ওয়েবসাইট থেকে এর চেয়ে বেশি ফিচারস আর আশা করা যায় কি? যেখানে আপনি সাবটাইটেলসহ কোন মুভি ডাউনলোড না করেই স্ট্রিম করতে পারবেন। অডিও শুনতে,বই পড়তে পারবেন। ফোল্ডারের প্রতিটি ফাইল আলাদা করে ডাউনলোড করতে পারবেন। হাউ আমেজিং !

 

এবার আসি মূল কথায়, seedr.cc আসলে কি?

 

Seedr.cc হচ্ছে এমন এক ওয়েবসাইট যেখান থেকে আপনি আপনার টরেন্ট ফাইল অথবা ম্যাগনেট লিংককে ডাইরেক্ট ডাউনলোড লিংকে রুপান্তর করতে পারবেন। seedr.cc আপনার সাবমিট করা টরেন্ট/ম্যাগনেট লিংক থেকে হাই স্পিড কানেকশনে প্রথমে নিজের সার্ভারে ফাইল ডাউনলোড করে, তারপর আপনাকে নিজ সার্ভারের লিংক প্রদান করে যেখান থেকে আপনি ফাইল ডাউনলোড করতে পারেন। অর্থাৎ, টরেন্ট সার্ভার থেকে seedr.cc সার্ভারে ফাইল ট্রান্সফার করাই এর মূল কাজ।

 

কেন Seedr.cc?

 

• আনলিমিটেড ডাউনলোড স্পিড। মানে আপনার নেটওয়ার্ক স্পিডেই ডাউনলোড করতে পারেন।
•  P2P ক্লাইন্ট (  µTorrent , Bittorrent ) এর প্রয়োজন নেই। সাধারণ ব্রাউজার বা ডাউনলোড ম্যানেজারেই ডাউনলোড করতে পারেন।
•  টরেন্ট ডিভাইসে ডাউনলোড না করে স্ট্রিম করতে পারেন।
•  ডাউনলোডের মাঝে ক্যানসেল বা স্পিডের কোন ভয় নেই।
•  অল্প Seed এর টরেন্টও খুব দ্রুত ডাউনলোড করা যায়।
•  প্রয়োজনীয় ফাইল আলাদা করে বেছে ডাউনলোড করা যায়।
•  পুরো ফোল্ডার একসাথে জিপ (.zip) আকারেও ডাউনলোড করা যায়।

 

ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে —

ট্রিকবিডি ভিসিটর মাত্র এইরকম সাইটে সহজে লগিন করতে পারার কথা। তবুও সংক্ষেপে স্টেপগুলো উল্লেখ করলাম।

Seedr.cc ওয়েবসাইটে গিয়ে Start Now/SignUp এ ক্লিক করুন । ( কারও রেফারে জয়েন করলে +500MB স্টোরেজ বোনাস পাবেন )

•  ইমেইল এবং পাসওয়ার্ড পূরণ করে ‘Register with Email’ ক্লিক করুন।


•  Hcaptcha পূরণ করুন।


•  Email এ ভেরিফিকেশন লিংক যাবে। ক্লিক করুন।


•  ‘ Activate account এ ক্লিক করুন।

ডান !

প্রথমবার লগিনে এইরকম একটা স্ক্রিন দেখতে পাবেন। এখানে প্রথম ফাইলটা এমনিতেই রাখা থাকে। চাইলে স্ট্রিম, ডিলিট, ডাউনলোড যা ইচ্ছা করতে পারেন।

Seedr.cc ব্যাবহারঃ

তো এবার আমাদের রেজিস্ট্রেশন যেহেতু শেষ তাই আমাদের কিছু টরেন্ট ফাইল / ম্যাগনেট লিংক জোগাড় করতে হবে। কিছু সাইট —

1337X.to ( Best Choice.. )
•  ThePirateBay10.org
•  YTS.mx  ইত্যাদি …

এখানে আমি 1337x থেকে লেটেস্ট একটা মুভির ম্যাগনেট লিংক কপি করলাম  –

এবার seedr.cc তে ফিরে এসে ওপরে ডান কোণের প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে –

নিচের মতো একটা বক্সে Magnet Link পেস্ট করতে বলবে, সেখানে লিংকটা পেস্ট করে আবার প্লাসে ক্লিক করতে হবে। ( টরেন্ট ফাইল থাকলে তা আপলোড আইকনে ক্লিক করে তা আপলোত করতে হবে ) –

ক্লিক করা মাত্র Seedr.cc তার সার্ভারে টরেন্ট ডাউনলোড শুরু করে দিবে। এখানে ডাউনলোড স্পিড টরেন্ট ফাইলের সিডের ওপর নির্ভর করবে।

মুটামুটি সিড থাকলেই নিমেষেই সার্ভারে ডাউনলোড হয়ে যাবে ফাইল। আমার ক্ষেত্রে 1.8GB @ 30sec.–

ডাউনলোডঃ

তো মুভি ডাউনলোড করতে প্রথমে ফোল্ডারে ঢুকতে হবে। ফোল্ডার সহও ডাউনলোড করা যাবে কিন্তু আমার এখন মুভি ফাইলটাই প্রয়োজন।

ফোল্ডারে ঢুকার পর মুভি ফাইলটা লোকেট করি। ঐতো শেষেরটা। এবারে নামের পাশের লম্বালম্বি ৩টা ডট আইকনে ⋮ ক্লিক করতে হবে।

অপশন মেনু চালু হবে, এখান থেকেই ডাউনলোড আর স্ট্রিমিং করা যাবে । প্রথমেই ডাউনলোডের অপশনটা রয়েছে। ক্লিক করি।

এইতো!  শুরু হয়ে গেছে আমাদের ডাউনলোড..

 

এভাবে খুব সহজেই সহজ করতে পারি আমাদের টরেন্ট ডাউনলোডিং। আপনি চাইলে ঐ 3 ডট মেনু থেকে ডাউনলোড লিংক কপি ডাউনলোড করে অন্য ডাউনলোড মেনেজারেও ডাউনলোড করতে পারেন।

 

দ্রষ্টব্যঃ রেজিষ্ট্রেশনে প্রাথমিকভাবে আপনি 2GB স্টোরেজ পাবেন। রেফারে জয়েন করে + সর্বোচ্চ ৪ জন রেফার করে + টুইটারে পোষ্ট করে সারাজীবনের জন্য প্রায় 5GB এর মতো ফ্রী স্পেস পাবেন। যেহেতু আপনার ডিভাইসে ফাইল ডাউনলোড করে ওয়েবসাইট থেকে ডিলিট করে দিলেও অসুবিধা নেই তাই আমার মতো এভারেজ ইউসার সারাজীবন এটা নিশ্চিন্তে ব্যাবহার করতে পারবে …

 

ধন্যবাদ

The post Seedr.cc — টরেন্ট জগৎের ঝামেলা থেকে এক মুক্তির নাম । appeared first on Trickbd.com.

ফ্রি ফায়ার এনেমি লোকেশন ওয়াল হ্যাক | FREE FIRE WALL HACK OBB FILE

Posted:

আসসালামু আলাইকুম
➤আশা করি সবাই ভালো আছে- Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন

তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক

Free Fire Wall Hack Enemy Location Hack
Information :

⊕free fire original playstore work
💢Version : 1.64
💢64 bit obb apk
•Antiban No blacklist
💢Use Guest id
💢Use main id Own Risk

◑এটা কোন হ্যাকিং স্ক্রিপ্ট মুড না শুধু edit করা obb Only wall hack & Night mod added. বাড়িঘর সব visible but wall hack🐸😅
     

↓↓↓

Wall hack OBB Download Link Mediafire Use VPN

Download Click Here

Obb Set-up Help

প্রথমে আপনার ফোনের Original obb file Backup নিয়ে রাখবেন মানে পরে wallhack বাদ দিতে চাইলে Original টা Use করবেন।

◑ Download হওয়ার পর Zip file টা Extract করবেন

Z-Archiver

App দিয়ে। extract করার পর

com.dts.freefireth

Folder পাবেন সেটা Long Press দিয়ে Cut/Copy করে নিয়ে Phone Memory-Android-obb- এই location এ রাখবেন।

এখন দেখে নিন Enemy এর লোকেশন কিভাবে দেখবেন

Antenna file Download করে নিন

Download Click Here

antena data Set-up Help

◑Antena Download করার পর Avatar নামে 7z file পাবেন সেটা extract করেন। পাসওয়ার্ড

rakib

✔Avatar folder এ ঢুকেন একটা file পাবেন সেটা long press করে copy করেন…
✔- Copy করে Android Folder এ ঢুকেন তারপর Data Folder এ ঢুকেন।
– com.dts.freefireth – Folder ঢুকেন তারপর Follow Step

– files > contentcache> Compulsory>android > gameassetbundles >avatar

Past করে দিন। ব্যাস হয়ে গেছে এন্টেনা এড করা।









DonE


____________

গেমপ্লে ভিডিও

_________________________________________________
__________________________________________________

Happy gaming🙂

❤
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

___________________________________________

গেমের সকল আপডেট পেতে অবশ্যই জয়েন হবেন

Join Our FB Group

Tech Gaming BD

———————————————

ধন্যবাদ শেষ পর্যন্ত পড়ার জন্য

আল্লাহ হাফিজ

The post ফ্রি ফায়ার এনেমি লোকেশন ওয়াল হ্যাক | FREE FIRE WALL HACK OBB FILE appeared first on Trickbd.com.

FB Auto লাইক নিন আনলিমিটেড আইডির কোন সমস্যা ছাড়া ( No credit, no coin) ( পর্ব 2- শেষ পর্ব )

Posted:

আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে ফেসবুকে অটো লাইক,লাভ রিয়েক্ট,কেয়ার রিয়েক্ট,ওয়াও রিয়েক্ট এগুলো নিবেন তাও নিজের আইডির কোন সমস্যা ছাড়া। 

আগের পর্ব যারা মিস করেছেন দেখে নিন 

এখান থেকে :



ত আজকের পর্বে দেখাবো বলেছিলাম কিভাবে আনলিমিটেড লাইক নিবেন কোন ধরনের অপেক্ষা ছাড়া। অর্থাৎ আমরা যখন আগের শেয়ার করা সফটওয়্যার দিয়ে অটো রিয়েক্ট নিতে যাবো ১ বার নেওয়ার পর সেখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে আবার নেওয়ার জন্য। 

কিন্তু আজকে দেখাব সেই অপেক্ষা বাদ দিয়ে আপনি কিভাবে আনলিমিটেড লাইক নিবেন সেটা। 


ত চলুন আসল কথায় আসি। 


এক্ষেত্রে আপনাকে ৯টা ফেইক আইডি তৈরি করে নিতে হবে। 


যাদের FB Fake ID খোলার পর ডিজেবল হয়ে যাচ্ছে তাদের জন্য টিউটোরিয়াল আসতেছে । 



ত অনেকগুলো ফেইক আইডি খোলার পর আমরা সেগুলো দিয়ে আনলিমিটেড অটো রিয়েক্ট নিতে পারব। 

তার জন্য আমাদের সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিতে হবে। 

নিচের লিংক থেকে সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিন। 




এবার ডাউনলোড শেষ হলে আমাদেরকে ঐ সফটওয়্যার গুলোতে লগিন করতে হবে ১টা ১টা ফেইক আইডি দিয়ে। 

এবার একটা জিনিস খেয়াল করুন। 

পর্ব ১ এ শেয়ার করা সফটওয়্যার এ লগিন সিস্টেম সহজ ছিল কিন্তু আজকের শেয়ার করা সফটওয়্যার গুলোতে লগিন করতে হলে একটু জেনে নিতে হবে কিভাবে লগিন করবেন তা। 

এই সফটওয়্যার গুলোতে লগিন করার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে না হয় কাজ করবে না। 

আমি স্কিনশট সহ বিস্তারিত বুঝানোর চেষ্টা করেছি 

মনোযোগ সহকারে পোস্ট এবং স্কিনশট খেয়াল করলে ১০০% গ্যারান্টি কোন সমস্যা হবে না। 

এখানে অনেকগুলো স্কিনশট এড করা হয়েছে শুধুমাত্র বুঝার সুবিধার্থে। 

মোট ১৮টা স্কিনশট ভালো করে খেয়াল করলে কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ। 

আমি একটা দেখায় দিচ্ছি বাকি সবগুলো একই নিয়মে কাজ করবে। 

প্রথমে Robot  1 ইনস্টলেশন করে Open করুন। 

এবার লগিন এ ক্লিক করুন 

1.এবার নিচে গিয়ে Login with Facebook এ ক্লিক করুন। একদম হুবহু স্কিনশট এর মত 

2.এবার নিচে গিয়ে আবারও Login With Facebook এ ক্লিক করুন 

3.এবার Allow Permission এ ক্লিক করুন ( যেভাবে স্কিনশট এ দেখানো হয়েছে সেভাবে) । 

4. এবার With This Browser এ ক্লিক করুন এবং এবার আপনাকে লগিন করতে বলবে ( এখানে আপনার খুলে রাখা ফেইক আইডি থেকে একটা আইডি দিয়ে লগিন করুন। Email & Password দিয়ে লগিন এ ক্লিক করার পর Loading হবে) 

5.এবার Continue তে ক্লিক করুন ( স্কিনশট এর মত) 

6. এবার Continue as এ ক্লিক করুন 

7.এবার OK তে ক্লিক করুন 

8.এবার Continue এ ক্লিক করুন 

9.এবার নিচের মত Success লিখা আসবে। এখন সেখানেই উপরে কোণায় তিনটা ডট দেখবেন সেই 3 dot এ ক্লিক করুন নিচের স্কিনশট এর মত করে 

10. 3 Dot এ ক্লিক করার পর নিচের মত দেখাবে সেখান থেকে Home এ ক্লিক করুন 

11.এবার একটু নিচে গিয়ে আবারও Login with Facebook এ ক্লিক করুন 

12.এবার আবারও Allow Permission এ ক্লিক করুন 

13.এবার Continue তে ক্লিক করুন 

14.আবারও Continue তে ক্লিক করুন 

15.এবার Success দেখাবে। Success দেখানোর পর এবার Back এ ক্লিক করুন নিচের স্কিনশট এর মত করে 

16.এবার আবারও Back এ ক্লিক করুন নিচের স্কিনশট এর মত 

17.এবার আবারও Back এ ক্লিক করুন নিচের স্কিনশট এর মত করে 

19.এবার Verify এ ক্লিক করুন নিচের স্কিনশট এর মত করে  

এখানে Hi (FB Name) এই রকম একটা মেসেজ দেখাবে। নিচের মত 

( এবার ভেরিফাই হয়ে যাবে এবং আপনাকে Captcha verify করতে বলবে কাজ শেষ। অর্থাৎ Captcha verify করার পর আপনি Auto লাইক নিতে পারবেন।) 

20. Captcha Verify শেষে নিচের স্কিনশট এর মত দেখাবে। 

এভাবে ৯টা অ্যাপ এ লগিন করে নিবেন। 

Note : বার বার লগিন করা লাগবে না। 

শুধুমাত্র একবার লগিন করলেই হবে। 

প্রথম থেকে শুরু করে যখন লাইক নিবেন তখন আর অপেক্ষা করতে হবে না। 

অর্থাৎ আপনি একটা দিয়ে নিতে নিতে আর একটা Ready হয়ে যাবে। 

আশা করি বুঝতে পারছেন। 

ভাইবার অ্যাপ দিয়ে কথা বলুন যেকোনো নাম্বারে আনলিমিটেড। একই নাম্বারে বার বার নিতে পারবেন। কিভাবে নিতে হয় তা নিয়ে আমাদের কোর্স করুন। কোর্স ডিসকাউন্ট শেষ হতে যাচ্ছে আজকে।

পরবর্তী পর্ব সবার আগে পেতে ভিজিট করুন । 

ধন্যবাদ। 








The post FB Auto লাইক নিন আনলিমিটেড আইডির কোন সমস্যা ছাড়া ( No credit, no coin) ( পর্ব 2- শেষ পর্ব ) appeared first on Trickbd.com.

খুব সহজেই ডাউনলোড করুন আপনার ফোনের জন্যে সঠিক GCam টি। আর হন্নে হয়ে লিংক খুঁজে বেড়াতে হবেনা!

Posted:

ফোনে খুব সুন্দর ছবি তোলার জন্যে GCam বা Google Camera‘র বিকল্প নাই বললেই চলে।তবে সবাই যে সমস্যা টা ফেস করে সেটা হচ্ছে নিজের ফোনের জন্যে সঠিক GCam টি খুজে পায়না। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ফেসবুক গ্রুপে ভাই-ব্রাদার্সদেরকে তাদের ফোনের জন্যে জিক্যাম এর লিংক খুঁজে বেড়াতে দেখি।

আজকে আমি দেখাব কীভাবে জাস্ট সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আপনি আপনার ফোনের জন্যে সঠিক জিক্যামটি ডাউনলোড করতে পারেন সেই উপায়।তো চলুন শুরু করা যাক।

প্রথমেই প্লেস্টোর এ গিয়ে GCamator লিখে সার্চ করুন তাহলে প্রথমেই পেয়ে যাবেন নিচের এই অ্যাপটি।

GCamator

অথবা এখানে ক্লিক করে ডাউনলোড করে ইন্সটল করে নিন।

ইন্সটল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন ওপেন করলে নিচের মতো ইন্টারফেস দেখতে পাবেন।তো এখানে যদি “Camera2Api module is enabled on your device ” লিখাটি শো করে তাহলেই আপনি আপনার ফোনে এই পদ্ধতি অনুসরণ করে GCam ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। অন্যথায় দূঃখ ভারাক্রান্ত মন নিয়ে পরের স্টেপ ফলো করা বন্ধ করে দেন ব্রো।সরি।

Gcam ডাউনলোড করার জন্যে আপনার ফোনের নামের পাশে যে তীর চিহ্নটি দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন।

তীর চিহ্নটিতে ক্লিক করলে আপনি এখান থেকে সরাসরি আপনার ফোনের জন্যে সঠিক GCam টি ডাউনলোড করার অপশন খুজে পাবেন।এবার Start Download এ ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত GCam টি ডাউনলোড হতে শুরু করবে।(ডাউনলোড এ ক্লিক করার পর স্টোরেজ পারমিশন চাইলে এলাউ করে দিন,কারণ ডাউনলোড হওয়া ফাইলটা তো স্টোরেজেই স্টোর করতে হবে তাইনা!)।

ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে ইন্সটল করার অপশন দেখতে পাবেন।ইন্সটল এ ক্লিক করলে দেখবেন সিকিউরিটির কারণে app ইন্সটল করার জন্যে ম্যানুয়ালি পারমিশন দিতে বলা হবে GCamator অ্যাপটি কে। জিক্যাম ইন্সটল করার জন্যে GCamator App টি কে পারমিশন দিয়ে দিন।পারমিশন দিয়ে ব্যাক করে আসলেই আপনি আপনার কাঙ্ক্ষিত জিক্যামটি ইন্সটল করতে পারবেন।

👇

👇

👇

Gcam

ব্যাস! পেয়ে গেলেন আপনার কাঙ্ক্ষিত জিক্যাম। এবার ধুমায়ে ফোটোগ্রাফী শুরু করে দিন! রাতকে দিন বানায় ফালান একদম এই ক্যামেরা দিয়ে!! 😆তো ঠিক আছে ব্রাদার্স। আজ এ পর্যন্তই। আবারও কথা হবে অন্য কোনো পোস্টে অন্য কোনো টপিকে। ভাল থাকুন, সুস্থ থাকুন।আল্লাহ হাফেজ।💕

The post খুব সহজেই ডাউনলোড করুন আপনার ফোনের জন্যে সঠিক GCam টি। আর হন্নে হয়ে লিংক খুঁজে বেড়াতে হবেনা! appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments