Search box..

ফেসবুক থেকে ইনকাম করার সেরা ও সহজ উপায় ২০২১ সালে।

ফেসবুক থেকে ইনকাম করার সেরা ও সহজ উপায় ২০২১ সালে।


ফেসবুক থেকে ইনকাম করার সেরা ও সহজ উপায় ২০২১ সালে।

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। কমবেশি সকলে আমরা ফেসবুক ব্যবহার করি। অন্যান্য সোশ্যাল মিডিয়া অথবা অনলাইনে আমরা সবথেকে বেশি সময় দিয়ে থাকি ফেসবুকে। কারন ফেসবুক এমন একটা মাধ্যম যেখান থেকে আপনি সারা বিশ্বের লোকের সাথে যোগাযোগ করতে পারবেন।

আপনি কি জানেন ফেসবুক থেকে বিশ্বের কোটি কোটি লোক হাজার হাজার ডলার ইনকাম করছেন। এমনকি বাংলাদেশ থেকেও অনেক লোকেরা প্রতিমাসে কোটি টাকা পর্যন্ত ইনকাম করছে। আজকের এই আর্টিকেলে আমরা কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায়? ফেসবুক থেকে ইনকাম এর সবচেয়ে সেরা ও সহজ উপায় কি? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।

ফেসবুক থেকে ইনকাম করার সহজ ও সেরা উপায় 2021

ফেসবুক থেকে ইনকাম করার নানারকম উপায় রয়েছে। কার মধ্যে সবচেয়ে সহজ ও সঠিক উপায় কি? এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি,,, যেহেতু ফেসবুক থেকে ইনকাম করার নানা রকম মাধ্যম রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় উপায় হল ফেসবুকে একটা পেজের মাধ্যমে ইনকাম।

আপনারা হয়তো জানেন ফেসবুকে হাজার রকমের পেজ রয়েছে। আপনি কি জানেন অনেক অনেক পেজ রয়েছে যেটা মনেটিজেশন এর মাধ্যমে ইনকাম করে? আপনি হয়তো ফেসবুকে দেখেছেন অনেক ক্যাটাগরির ভিডিও রয়েছে। এমনকি আপনিও হয়তো ওই সমস্ত ভিডিও দেখেছেন।

আপনি কি জানেন, এই সমস্ত ভিডিও আপলোড করে তারা হাজার হাজার ডলার ইনকাম করছে? হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন। একটি ফেসবুক পেজ তৈরি করে সে পেজে ভিডিও আপলোড করার মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম সম্ভব।

সর্ব প্রথমে আপনাকে ফেসবুকে একটা পেজ তৈরী করতে হবে। তারপর পেজটি ভালোভাবে এসইও করতে হবে যাতে অন্যান্য লোকের কাছে আপনার পেজটি পৌঁছায়। তারপর ভিডিও আপলোড করতে হবে।

ফেসবুক পেজে কি ধরনের ভিডিও আপলোড করব?

আপনি ফেসবুক থেকে ইনকাম করার জন্য ইচ্ছামত ভিডিও আপলোড করলেই কিন্তু হবে না। অথবা অন্য কারোর ভিডিও ডাউনলোড করে নিজের পেজ এ আপলোড করলেও হবে না। আপনি যদি অন্য কারোর ভিডিও আপলোড করেন আপনার ফেসবুক পেজে তাহলে আপনি কপিরাইট পলিসি এর আন্ডারে পড়বেন। ফেসবুক পেজ থেকে ইনকাম করার উদ্দেশ্য হলে, সম্পূর্ণ ভিডিওটি আপনাকে নিজে তৈরি করতে হবে।

ভিডিওগুলো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন ভিডিও হতে হবে। যেন দর্শকেরা আপনার ভিডিওটি সম্পূর্ন দেখে। যদি আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছায় এবং তারা দেখে তাহলে আপনি ইনকাম করতে পারবেন। ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য ফেসবুকের কিছু শর্ত রয়েছে। যেমন:

*আপনার পেজে অবশ্যই 10 হাজার ফলোয়ার থাকতে হবে অথবা লাইক থাকতে হবে।

*আপনার প্রতিটা ভিডিও অবশ্যই তিন মিনিটের উপরে হতে হবে।

*গত দুই মাসের ভিতরে 30000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে।

তাহলে আপনি ফেসবুক পেজের জন্য মনিটাইজেশন করার জন্য আবেদন করতে পারবেন। ফেসবুকের মনিটাইজেশন অন করার জন্য আপনার পেজটি তারা রিভিউ করবে। এবং যদি শর্তসাপেক্ষে মিল থাকে এবং তাদের নিয়ম নীতি ও গাইডলাইন মানেন‌ তাহলে, তারা আপনাকে এপ্রুভ করে নিবে।

আপনার চ্যানেল টি মনেটিজেশন হয়ে গেলে বিভিন্ন ধরনের এড শো করবে। এবং আপনার ইনকাম শুরু হয়ে যাবে। ফেসবুক পেজ থেকে মূলত যে বিজ্ঞাপন গুলো দেখানো হবে আপনার ফেসবুক পেইজে সেখান থেকে ইনকাম হয়।

মনে রাখা উচিত, আপনার বিজ্ঞাপনটি প্রচার করার জন্য ফেসবুক আপনাকে 100 পারসেন এর 55% দিবে। এবং বাকি 45% নিচে রেখে দিবে। আপনার বিজ্ঞাপনের যত ভিউ হবে আপনার তত বেশি ইনকাম হবে। ফেসবুকে মূলত পেজের মাধ্যমে ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় সহজ মাধ্যম এটাই।

ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য অবশ্যই তাদের নিয়ম নীতি ও গাইডলাইন মানতে হবে।আপনি যদি মনে করেন একবার মনিটাইজেশন অন করে আমি ইচ্ছা মত কাজ করতে পারব। যদি এ ধারনা থাকে তাহলে এখনই ধারণাটি মুছে ফেলুন।

আপনাকে ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য, তাদের নিয়ম নীতি ও গাইডলাইন সবসময় মেনে কাজ করতে হবে।ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য তাদের নিয়ম নীতি ও গাইডলাইনের কোন বিকল্প নেই।তাই অবশ্যই তাদের নিয়মিত গাইডলাইন মেনে কাজ করবেন আশা করি।

সর্বোপরি বন্ধুরা, আজকের আর্টিকেলে কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব শীঘ্রই রিপ্লে দেওয়ার চেষ্টা করব। আর আজকের আর্টিকেলটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে যায় দয়া করে ক্ষমা করে দিবেন।

আমি এই ট্রিকবিডিতে নতুন আর্টিকেল লেখালেখি করি। তাই যদি কোথাও ভুল হয়ে যায় দয়া করে ক্ষমা করে জানিয়ে দিবেন। আমি সংশোধন হয়ে নেব ইনশাল্লাহ। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নেব,,, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু!

The post ফেসবুক থেকে ইনকাম করার সেরা ও সহজ উপায় ২০২১ সালে। appeared first on Trickbd.com.

২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের ৭ম সপ্তাহে অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে নিন।

Posted:

২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের ৭ম সপ্তাহে অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। রোববার (২৯ এ আগস্ট) এ ৭ম সপ্তাহে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

এবারে ৭ম সপ্তাহে অ্যাসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মোট ৭ বিষয় এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে।

বিষয় গুলো হচ্ছেঃ-

১) ইংরেজি
২) পদার্থবিজ্ঞান
৩) পৌরনীতি ও সুশাসন
৪) অর্থনীতি
৫) যুক্তিবিদ্যা
৬) হিসাববিজ্ঞান
৭) এবং খাদ্য ও পুষ্টি

৭ম সপ্তাহে অ্যাসাইনমেন্ট

 

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

রবি সিমে ফ্রি 1GB নিয়ে নিন

ধন্যবাদ

The post ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের ৭ম সপ্তাহে অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে নিন। appeared first on Trickbd.com.

ssc 22 এর হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(6th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2022 এর হিসাববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 2022

হিসাববিজ্ঞান এর ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

হিসাববিজ্ঞান এর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এই সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন। bdtechtuner.com

Read More

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রচনা

খোদা হফেজ।

The post ssc 22 এর হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(6th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

কিভাবে আপনার ব্লগারে একটি সুন্দর Music Player যুক্ত করবেন?

Posted:

একটি লম্বা আর্টিকেল পড়ার পর, ব্লগাররা প্রায়ই বিরক্ত হয়। তাদের বিরক্তি ভাব কমানোর জন্য কিছু ব্লগার অন্য কিছু পন্থা অবলম্বন করে। কিন্তু সত্যি কথা বলতে, আপনার মানসিক চাপ দূর করার নিখুঁত পন্থা হল আপনার পছন্দের গান শোনা। গানের ধরন যে কোন কিছু হতে পারে। যাইহোক, একটি মনোরম সুর আক্ষরিকভাবে একজন ব্লগারের মস্তিষ্ককে সতেজ করে। তদুপরি, এটি একজন ব্লগারকে একটি নতুন জীবন প্রদান করে কারণ এটি তাদের মস্তিষ্কে যে সমস্ত চাপ সৃষ্টি করে তা পরিষ্কার করে। সুতরাং, আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন এবং আপনি আপনার ব্লগে যদি একটি মিউজিক প্লেয়ার যুক্ত করতে চান, তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকে আমরা শিখবো কিভাবে ব্লগার ওয়েবসাইটে একটি সুন্দর music player  যুক্ত করবেন।

কেন আপনার ওয়েবসাইট বা ব্লগে মিউজিক প্লেয়ার যুক্ত করবেন?

আমরা নিশ্চিত যে অনেকেই তাদের ওয়েবসাইটে Music player যুক্ত করার ব্যাপারে বিভ্রান্ত হবে। সেই কারণে, আমাদের টিউটোরিয়ালে সরাসরি যাওয়ার আগে আসুন প্রথমে কিছু অর্থপূর্ণ কারণ বিবেচনা করি যে কেন একজন ব্যক্তিকে তার ওয়েবসাইটে মিউজিক প্লেয়ার যুক্ত করতে হবে।

আসুন আমরা বিবেচনা করি আপনার সাইটে একজন ভিজিটর এসেছেন তিনি আপনার সুন্দর বিষয়বস্তু পড়ার জন্য ৫০ মিনিট ব্যয় করেন, এখন লম্বা আর্টিকেল পড়ার কারণে সে একটু বিরক্তবোধ করতে পারে, আবার তিনি একটি সুর/গান শোনার ফলে কিছুটা বিনোদন পেতে পারেন। এই পরিস্থিতিতে, তিনি আপনার music player ব্যবহার করতে পারেন।

Article পড়ার সময় মনোরম ব্যাকগ্রাউন্ড music Article পড়ার প্রতি আপনার আগ্রহকে আরো বাড়িয়ে দিবে। ব্যাকগ্রাউন্ড টিউন পাঠককে এর অধীনে থাকতে বেশ সহজেই সাহায্য করবে।

বিভিন্ন মানুষ তাদের সাইটে প্রচুর অকেজো জিনিস যোগ করে, কিন্তু একটি ওয়েবসাইটে Mp3 প্লেয়ার যোগ করলে কোন ক্ষতি নেই।

How to add a Music Player in Blogger Website

ব্লগার এ Music প্লেয়ার যুক্ত করা খুব সহজ। আপনি just নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

Step 1. Adding CSS Codes

Search for the code ]]></b:skin> and paste the following CSS codes above it.

* { margin: 0; padding: 0; box-sizing: border-box; } .player { position: relative; width: 320px; background: #f1f3f4; box-shadow: 4px 3px 13px -4px rgba(0,0,0,0.4); } .player .imgBx { position: relative; width: 100%; height: 320px; } .player .imgBx img { position: absolute; top: 0; left: 0; width: 100%; height: 100%; padding: 12px; object-fit: cover; } .player audio { width: 100%; outline: none; }

Step 2. Adding HTML Codes

Now paste the below html codes where you want to add Music Player in your blog.

<div class=”player”>
<div class=”imgBx”>
<img src=”image_url_here”>

</div>
<audio controls>
<source src=”Audio_url_here” type=”audio/mp3″>

</audio>
</div>

For demo click here

উপসংহার

এভাবে আপনি সহজেই আপনার ব্লগার সাইটে একটি মিউজিক প্লেয়ার যুক্ত করতে পারেন। এখন আপনার Music player-টি সম্পূর্ণরূপে তৈরি হয়েছে এবং সঠিকভাবে কাজ করছে।

আমি মনে করি আপনার ব্লগে একটি সাধারণ Music player যোগ করার জন্য এই টিউটোরিয়ালটি আপনার জন্য অনেক Helpful হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন, পরামর্শ মতামত জানানোর থেকে থাকে, দয়া করে কমেন্টের মাধ্যমে আমাদের জানান।
ধন্যবাদ
Happy Blogging 😊

The post কিভাবে আপনার ব্লগারে একটি সুন্দর Music Player যুক্ত করবেন? appeared first on Trickbd.com.

Social Media বা Google Ads এর জন্য Mock-ups Create করুন Free

Posted:

Howdy Everyone,
Mock-Ups হল একটা Site এর Post / Ads এর Template এর মত অনেকটা। অর্থাৎ ধরুন Facebook এর Post এর একটা Style রয়েছে, যেমন:-

ঠিক এইরকমই Mock-Ups Create করা দেখানো হবে, Step By Step Instruction Follow করুন

 

⁙⁘Instruction⁘⁙

1. প্রথমে এই Site এ Visit করুন

 

2.Facebook Option এর Post Sub-Option Select করুন

 

 

3. Simply Profile Photo, Description , Name এবং Post Picture Upload করুন

 

4. Formate(Png/Jpg) Choose করে Download এ Click করলেই Facebook Post এর Mock-Ups Ready !!!

 

 

 

⁙⁘Conclusion⁘⁙

ঠিক একইভাবে Twitter, Instagram, youtube, Pinterest,Linkedin, Google Ads এর Mock-Ups Create করতে পারবেন Easily.


আর Mock-Upগুলো Png বা jpg Format এ Download করতে পারবেন।

 

 

Bye✌
Join Telegram Group- @sakib0152
Subscribe Me On YoutubeTelekit™

The post Social Media বা Google Ads এর জন্য Mock-ups Create করুন Free appeared first on Trickbd.com.

০৬ মাসের জন্য F-Secure Account For Antivirus Claim করুন [Promo Link]

Posted:

F-Secure Safe Review | PCMag

F-Secure একটি Antivirus, যা আপনাকে spyware, infected email, attachments এবং other malware থেকে বাচায়।এটি Antivirus Ranking এ World এ 12th Position এ আছে। (According To Google)

 

এই Antivirus এখন 06 Month এর জন্য নেয়া যাচ্ছে Promo Link এর সাহায্যে, এর জন্য-

~ প্রথমে Pageটি Translate করে নিন

 

~ এরপর নিচে Scroll করে একটা Form Page দেখবেন ঐখানে Infoগুলো দিয়ে Blue Button এ Click করুন

 

 

~ আপনার Mail এ এই Type এর Message যাবে

 

 

~ ঐখানে Click করে Mail verify করে নিন

 

~ আপনার Portal এ দেখুন 6 Month Subscription Add হয়ে গেছে আর আপনি চাইলে আরও 2 জন User Add করতে পারবেন।

 

 

 

DEXTER
Signing OFF

The post ০৬ মাসের জন্য F-Secure Account For Antivirus Claim করুন [Promo Link] appeared first on Trickbd.com.

ভিডিও বিজ্ঞাপন বা এডস তৈরি করে অনলাইনে ইনকাম করুন – How to earn money from Making Video Ads

Posted:

আসছালামু-আলাইকুম !
Hi,I,m £xprogrammer
আসা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি!কারন
ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে!
আমি আমার প্রতি পোস্টে আপনাদের ভালো কিছু নিয়ে আসার
চেস্টা করব।

অনলাইনে ইনকাম করার জন্য বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এ নানা ধরনের কাজ পাওয়া যায়। যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইত্যাদি । এখানে অনেক ধরনের কাজ পাওয়া যায় তা হিসেব করে শেষ করা যাবে না। প্রত্যেকেই তাদের স্কিল অনুযায়ী সেক্টরে কাজ করে থাকে। ফ্রিল্যান্সিং এর বেশির ভাগ কাজ করতে কম্পিউটার দরকার হয় আর একটা কাজ শিখতেও অনেকটা সময় লাগে। তবে আমরা আজ আলোচনা করবো ভিডিও এডস বা বিজ্ঞাপন তৈরি করে অনলাইনে ইনকাম করা বা ফ্রিল্যান্সিং করা সম্পর্কে!
অনলাইন ইনকাম ভিডিও বিজ্ঞাপন তৈরি করে
আজকে আমরা যে কাজটির কথা বলবো সেটা আপনারা কম্পিউটারের পাশাপাশি চাইলে মোবাইল দিয়ে করতে পারবেন। আর শিখতেও বেশী সময় লাগবে না। কাজটি হলো ভিডিও বিজ্ঞাপন বা এড তৈরি করা। অনলাইন ভিত্তিক ব্যবস্যা প্রসারের ফলে আজকাল অনেকেই তাদের ব্যবস্যা আনলাইন ভিত্তিক করছে। আর তাদের ব্যবস্যার ব্রান্ডিং এর জন্য চাই নানা ধরনের বিজ্ঞাপন বা এড তৈরি করা। আর এর জন্য দরকার একজন দক্ষ বিজ্ঞাপন নির্মাতা। কিন্তু মার্কেটপ্লেস রিসার্চ করে দেখা যায় এই সেক্টরে কাজ করার লোক খুব কম তাই এখানে লোকের খুব চাহিদা।

আপনি যদি চান তাহলে আপনিও ভিডিও বিজ্ঞাপন কিভাবে তৈরি করতে হয় তা শিখে মার্কেটপ্লেস এ কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং এর আন্যান্য কাজ গুলোর চাইতে এই কাজটি করা খুব সহজ আর শেখাও যায় খুব অল্প সময়ে। মার্কেটপ্লেস-এ এক একজন ভিডিও এড নির্মাতা ৩০ সেকেন্ড এর একটি ভিডিও এড এর জন্য ৫ ডলার থেকে ২০০ ডলার আবদি চার্জ করে হ্যা শুনতে আশ্চর্যজনক হলেও এটাই সত্য।

নতুন সময়ে হয়ত একটু কম টাকা পাওয়া যায় কিন্তু কিছুদিন গেলে এই সেক্টর থেকে ভালো একটা অর্থ উপার্জন করা সম্ভব। এক একটি ভিডিও এড তৈরি করতে ৫ থেকে ১০ মিনিট সময় লাগতে পারে। ভিডিও এবং তৈরি করার জন্য ভিডিও ফূটেজ, ইমেজ,ভয়েস ওভার,স্কিপ্ট সবকিছু বায়ার দিয়ে থাকে না হলে আনলাইন এ বহুত জায়গা আছে যেখান থেকে আপনি এই ফুটেজ গুলো বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন।

এবার আসি কাজ কোথায় শিখবেন? আপনি চাইলে যেকোন জায়গা থেকে ১ হাজার বা ২ হাজার টাকায় এই বিষয়ে কোর্স করতে পারেন কিন্তু কোর্সে মুলত যেসব স্যফটোয়ার দিয়ে ভিডিও এড তৈরি করা হয় সেইসব স্যফটোয়ার এর ব্যবহার দেখানো হয় কিন্তু আপনি চাইলে এই সফটওয়্যার গুলোর ব্যবহার ইউটিউব দেখেই শিখতে পারেন অবশ্য তার জন্য আপনাকে একটু ঘাঁটাঘাঁটি করতে হবে।

ভিডিও তৈরি করার জন্য ইনসট,ক্যনভ্যা, invideo.io এই স্যফটোয়ার গুলো ব্যবহ্যার করা হয়। ইনশট মুলত একটি ভিডিও এডিট এর সফটওয়্যার আপনি এটি প্লে স্টোরে পেয়ে যাবেন আর এটা একটা ফ্রি সফটওয়্যার আপনি চাইলে এইটা দিয়ে ভিডিও আর ইমেজ এডিট করে খুব সুন্দর একটা ভিডিও এড তৈরি করতে পারেন।

কিন্তু এখানে সবকিছু আপনাকে নিজেকে করতে হবে। এছাড়া ক্যানভা একটি গ্ৰাফিক্স ডিজাইনের স্যফটোয়ার এটি ব্যবহার করেও আপনি একটি ভিডিও এড তৈরি করতে পারবেন। এখানে আপনি অনেক গুলো ভিডিও এড এর টেমপ্লেট পাবেন যেগুলো এডিট করে খুব সহজেই একটি এড তৈরি করতে পারবেন। এখানকার বেশির ভাগ ফিচার ফ্রীতে পাওয়া যায় কিন্তু অনেক গুলো ফিচার আছে যেগুলো ব্যবহার করতে আপনাদের ক্যানভার পেইড ভার্সন ব্যবহার করতে হবে। ক্যানভা একটি ওয়েবসাইটে আর এইটার আ্যপ ভার্সন ও প্লেস্টোরে পাওয়া যায়। invideo.io এইটা সম্পূর্ণ একটি পেইড ওয়েবসাইট এইটা মুলত তৈরি করা হয়েছে ভিডিও এড নির্মাতাদের জন্য।

এখানে হাজারো টেমপ্লেট পাওয়া যায় আর সেইগুলো এডিট করে আপনি খুব সহজেই ভিডিও এড তৈরি করতে পারবেন। তো আপনি চাইলে এইগুলো থেকে যেকোন একটা ফ্রি স্যফটোয়ার দিয়ে শুরু করতে পারেন। পড়ে যখন এডভান্স কাজ করবেন তখন না হয় পেইড ভার্সন কিনে নিবেন। আজ এই পর্যন্তই।

আপনি যদি অনলাইন থেকে উপার্জন করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন – Best Crypto Looter

এই আরটিকেলটি সর্বপ্রথম Ggan BItan ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ধন্যবাদ সবাইকে সম্পুর্ন পোস্টটি পড়ার জন্য।

The post ভিডিও বিজ্ঞাপন বা এডস তৈরি করে অনলাইনে ইনকাম করুন – How to earn money from Making Video Ads appeared first on Trickbd.com.

নিয়ে নিন Gitmind VIP Software ফ্রি License Key

Posted:

GitMind Launched Free Mind Map Apps for iOS &amp; AndroidGitmind হল Template Gallery-র এক বিশাল ভান্ডার। এর সাহায্যে আপনি mind maps, concept maps, organizational charts, Ishikawa diagrams, flowcharts, UML diagrams ইত্যাদি Create করতে পারবেন।

এর Features সমূহ:-

  • Multi-Platform

অর্থাৎ আপনি একটি Account একাধিক Device দ্বারা Controll করতে পারবেন। এই Software/App/Windows/Mac/Android/Iso এর জন্য Available

 

  • Mind Map Style

icons, images, এবং colorদ্বারা বিভিন্ন Style এ Mind Map Create করতে পারবেন

 

  • Outline Mode

এইটা হচ্ছে অনেক ভালো একটি Mode এর সাহায্যে Text Outline দিতে পারবেন এতে আরও ভালোভাবে text পড়া যাবে।

 

  • Common Use Cases

এই Softwareটি brainstorming, note-taking, project planning ও idea management এর কাজে ব্যবহার করতে পারবেন

 

  • Import & Export

আপনার Create করা mind maps, image, PDF বা other formats এ Export/Import করতে পারবেন

 

  • Team Collaboration

তাছাড়া একসাথে অনেক জন TeamUP করে Mind Maps Create করতে পারবেন

 

Software Download Link:

Click Here

 

License Key :

0D4B3-C771J-U55B3-7D38F

Softwareটি Install করেই License Key Input করে দিবেন, Activate হয়ে যাবে।

GitMind Launched Free Mind Map Apps for iOS &amp; Android

যেহেতু Softwareটির License হল Multi-User License তাই মেয়াদ শেষ হওয়ার আগে Activate করুন

 

 

পরবর্তীতে নতুন Tech news নিয়ে হাজির হব, সাথেই থাকুন

 

Sincerely;
Maestro (M4357R0)🕵

The post নিয়ে নিন Gitmind VIP Software ফ্রি License Key appeared first on Trickbd.com.

ssc 22 এর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(6th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2022 এর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 2022

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এর ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এই সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন। bdtechtuner.com

Read More

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রচনা

খোদা হফেজ।

The post ssc 22 এর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(6th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

Wapkiz সাইটে ট্রিকবিডির মত Payment সিস্টেম চালু করুন

Posted:

আমার গত পোস্টে একটি ট্রিকবিডি ওয়াপকিয থিম শেয়ার করেছিলাম। তারপর অনেকেই পেমেন্ট সিস্টেম টা চেয়েছিলেন তাদের জন্য আজকের পোস্ট। তো আমি যে থিম শেয়ার করেছিলাম তাতে একটা কোড রিপ্লেস আর এক্সট্রা কয়েকটা কোড বসাইলেই এটা চালু করা যাবে।
তো চলুন শুরু করে দেই।

Demo: TrickBD Theme Live Demo

আপনারা আপনাদের সাইটের হিডার পেজে যান

তারপর element item

তারপর প্রথম কোড টা এডিট

তারপর নিচের কোড টা বসান।
Copy Link Here

তারপর এমন হবে

এখন আপনাদের ২ টি পেইজ খুলতে হবে
১| Balance
২| Payment


প্রথমে balance পেইজ খুলুন

তারপর balance পেইজে এই কোড বসান

Copy Link Here

তারপর payment পেইজ খুলুন

তারপর payment পেইজে এই কোড বসান।
Copy Link Here

তারপর panel

তারপর credit point

তারপর

১০ মিনিট পর থেকে কাজ করা শুরু করবে

ডান

আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট।
আর আপনাদের যেকোন থিম লাগলে আমাদের অফিশিয়াল পেইজে মেসেজ দিতে পারেন 🥰

Our FaceBook Page

Our Youtube Channel

The post Wapkiz সাইটে ট্রিকবিডির মত Payment সিস্টেম চালু করুন appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments