Search box..

যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে এড়িয়ে চলছে। তব এই একটি কাজ অবশ্যই করবে।

যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে এড়িয়ে চলছে। তব এই একটি কাজ অবশ্যই করবে।


যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে এড়িয়ে চলছে। তব এই একটি কাজ অবশ্যই করবে।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

ভাঙ্গতে যতটা বেশি সময় লাগে গড়তে তার চেয়েও অনেক বেশি সময় লাগে সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু। মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হয় শিখবে। বিশ্বাস করতে হলে এমন কাউকে করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথা আর হাতের কাজ এক। বাস্তবতার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয় বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার সাথে থাকার নাম ভালোবাসা।

পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো মায়ের শাসন আর বাবার আদর। সৌন্দর্য সস্তা কিন্তু চরিত্র অনেক দামি ঘড়ি যতই সস্তা হোক সময় কিন্তু অনেক দামি। কখনো কখনো বলার জন্য অনেক কিছুই থাকে কিন্তু শোনার জন্য কেউ থাকেনা। বুদ্ধিমান মানুষেরা প্রতিশোধ নেওয়া পছন্দ করে না তারা গুরুত্ব কমিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে দেয়। জীবনের সুখটা বোধ হয় তখনই লাগে যখন মনের মানুষটা সবসময় খোঁজ রাখে।

সম্মান দাও কিন্তু এতটা সম্মান দিওনা যাতে তোমার সম্মানটা চলে যায়। কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না যখন সে আর কথা বলতে চাইবে না তখন আপনি অদ্ভুত ধরনের কষ্ট ভুগবেন না কাউকে কিছু বলতে পারবেন না প্রকাশ করতে পারবেন। যখন চেনা মানুষ অচেনা মতো ব্যবহার করে তখন বুঝতে হবে যে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে।

পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার কাছে বেশি তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি। যার সাথে কথা না বলে থাকা যায় না দেখবেন তার সাথেই বেশি ঝগড়া হয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক গুলোর মধ্যে একটি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না এতো ভালোবাসা দেওয়ার পরেও যে তোমার হয়নি সে অন্য কারো হতে পারবেনা।

সব সময় একটা কথা মনে রাখা উচিত কেউ নিখুঁত নয় দোষ-গুণ মিলিয়ে মানুষ। এত চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আমি আছি তো এই কথাগুলো বলার মত মানুষ সবার জীবনে থাকে না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবার বাড়িতে থাকা অভিশাপ হয়ে দাঁড়ায় বিশেষ করে মেয়েদের। ভালোবাসা Rose দিয়ে নয় ভালোবাসা টিকে থাকে রোজগারে।

ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্ক গুলো অটুট থাকে। কর্ম কখনো ছোট-বড় হয়না সব কর্মই সমান সেটা ডাক্তার হোক বা দিন মজুরি। রাগ আর অবহেলা সত্যি খুব খারাপ জিনিস কাছের মানুষকে দূরে সরিয়ে দেয়। কিছু ছেলে যাকে একবার মন থেকে ভালোবাসে তার জন্য নিজের কলিজাটাও কেটে দিতে প্রস্তুত থাকে।

যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে কষ্ট তোমার হবে। রাগ করে মানুষ সবই পারে, পারে না শুধু ভালোবাসার মানুষটাকে ভুলে থাকতে। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। অর্থের জন্য যে মানুষগুলো তাদের ভাই-বোনদের পর করে দেয় তাদের মতন অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই।

কাউকে মিস করা আর কারো জন্য অপেক্ষা করা সত্যিই খুবই কষ্টের যে করে সে জানে। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে এড়িয়ে চলছে তবে তাকে বিরক্ত না করাই ভালো। জলের থেকেও পাতলা হলো জ্ঞান, ভূমির থেকেও ভারী হলো পাপ, আগুনের থেকেও উত্তপ্ত হলো ক্রোধ, কাজলের থেকেও কালো হলো কলঙ্ক।

যে যৌতুক চায় তাকে মেয়ে নয় ভিক্ষা দিন। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যে ঝড়ে শেষ হয়ে যায় বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন অনেক সরল হয়। নারীরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারি পছন্দ করে রাগ দেখানোর মধ্যে দিয়ে তারা ভালোবাসার চর্চা করে থাকে।

অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়েঘর অনেক ভালো। মন খারাপ থাকলে নির্দিষ্ট ওই প্রিয় মানুষটিকে ছাড়া দুনিয়ার সবার সাথে কথা বললেও মন ভাল হয় না।জীবন কারো জন্য কোথাও বিন্দুমাত্র থেমে থাকে না চলে যায় বরং সুন্দরভাবে। কিছু কিছু সময় যখন আমি বলি আমি ভালো আছি তখন খুব ইচ্ছা করে কেউ আমার চোখের দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে বলুক তুমি ভালো নেই।

কিছু কথা মনে পড়লে মানুষ যতই হাসিখুশি থাকুক না কেন তখন চুপ হয়ে যায়। কোথাও যেন পড়েছিলাম পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয় আজ তা অনুভব করতে পারছি কথাটা আসলেই সত্যি। না আনন্দে আছি না দুঃখে আছি কেমন আছি সেটা আজ নিজের কাছে অজানা। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। অতীত শেখায় বর্তমান কাঁদায় আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায়।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে এড়িয়ে চলছে। তব এই একটি কাজ অবশ্যই করবে। appeared first on Trickbd.com.

[প্রথম পোষ্ট]Root ছড়াই Google Photos এ Unlimited Storage ব্যবহার করুন।

Posted: 28 Aug 2021 07:34 PM PDT

আসসালামু আলাইকুম।
প্রথমেই বলে নেই এইটা আমার প্রথম পোষ্ট।যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ফোন রুট ছাড়া গুগল ফটোস এর আনলিমিটেড স্টোরেজ ব্যবহার করবেন।
গুগল ফটোস নিয়ে আশা করি কিছু বলা লাগবে না।কারন এটা ব্যবহার করেনা এমন মানুষ নেই বললেই চলে।কয়েক মাস আগে গুগল এই ফিচারটি বন্ধ করে ১৫ জিবির মধ্যে সীমিত করে দেয়।
তো চলুন কাজের কথায় আসি
প্রথমে আমাদের একটা এপ্লিকেশন লাগবে আর কয়েকটা ফাইল লাগবে।সমস্যা নেই আমি সব কিছুর লিংক দিয়ে দিবো।
প্রথমে যেই এপটা লাগবে সেটা এখান থেকে নামিয়ে নিন।নামানো হয়ে গেলে অন্যান্য এপের মতো করে ইন্সটল করুন।পরে নিচে আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি।

একটু টাইম নিবে লোড হতে।লোড হওয়ার পর

Add Apps থেকে Google Photos App আর MiXplorer App টা Add করে নিন।

Add করা হয়ে গেলে এরপর আমরা আমরা Apps গুলোতে রুট পারমিশন দিবো এভাবে।

এখানে অন করে দিলেই সব Apps এ রুট পারমিশন দেওয়া হয়ে যাবে।আরেকটু কাজ আছে Setting এ

SD card Access করার পারমিশন দিয়ে দিলে MiXplorer থেকে ফোন মেমোরি কার্ড Access করতে পারবেন।

এরপর দেখেন

MiXplorer appটা ওপেন করুন

Root select করুন

এরপর system ফোল্ডার খুজে বের করুন নিচের মতো

এরপর etc ফোল্ডারে যান

এরপর এখানে আমাদের একটা ছোট ফোল্ডার পেষ্ট করতে হবে।ফোল্ডারটি এখান থেকে ডাউনলোড করুন।Zip File টা Extract করে এখনে পেষ্ট করুন।পেষ্ট করলে নিচের মতো হবে

কাজ শেষ হয়ে এসেছে।এবার এখান থেকে বের হয়ে Home এ চলে আসুন।এবার আমাদের App টা রিস্টার্ট করতে হবে।

এখানে দিয়ে Ok দিলেই রিস্টার্ট হয়ে যাবে।রিস্টার্ট দেওয়া হয়ে গেলে আবার App এ প্রবেশ করুন।প্রবেশ করে Google Play Store এ গিয়ে আপনার গুগল একাউন্টটি লগইন করে নিন।লগইন করা হয়ে গেলে Google photos এ ঢুকে একাউন্ট Add করে নিন।Add করা হয়ে গেলে এমন আসবে

দেখতেই পাচ্ছেন আমাদের Google Photos unlimited হয়ে গেছে।এখন আর স্টোরেজ খাবে না Photos and Video আপলোড করলে।

প্রমান দেখুন এইগুলা করার আগে আমার Google photo

আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন।যদি কোথাও বুঝতে না পারেন বা আমি বুঝাতে না পেরেছি তাহলে আমার সাথে Facebook এ যোগাযোগ করুন।

পোষ্টটা লিখতে অনেক কষ্ট হয়েছে।যদি ভুল হয়ে থাকে তাহলে আবার ও ক্ষমার দৃষ্টিতে দেখবেন।যদি ভালো Response পাই তাহলে আরো ভালো ভালো ট্রিকস নিয়ে হাজির হবো🤗

ধন্যবাদ🖤

The post [প্রথম পোষ্ট]Root ছড়াই Google Photos এ Unlimited Storage ব্যবহার করুন। appeared first on Trickbd.com.

এইচএসসি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের “যুক্তিবিদ্যা” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!

Posted:

চলতি বছরের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ ২৩ এ আগস্ট এ।

২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে ৪র্থ সপ্তাহের জন্য ১৬ টি বিষয় এর অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে।

আছকে "যুক্তিবিদ্যা" অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন!

যুক্তিবিদ্যা এসাইনমেন্ট এর উত্তর



যুক্তিবিদ্যা অ্যাসাইনমেন্ট PDF

 

 

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

রবি সিমে ফ্রি 1GB নিয়ে নিন

ধন্যবাদ

The post এইচএসসি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের "যুক্তিবিদ্যা" অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File! appeared first on Trickbd.com.

ম্যাসেজ pdf বই download – মিজানুর রহমান আজহারি

Posted:

ম্যাসেজ বই রিভিউঃ

১। কোরআনের মাঃ বইটির ১ম ম্যাসেজ বা বার্তাটি হলো, কোরআনের মা সূরা ফাতিহাকে কেন্দ্র করে। এই সুরাটিকে হযরত মুহাম্মাদ (সাঃ) কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা বলে ঘোষণা করেছেন। এই সূরাটির অনেকগুলো নাম রয়েছেঃ সূরাতুশ শিফা, ওয়াফিয়া, সূরাতুদ দোয়া, উম্মুল কোরআন, সাবিউল মাসানি। এব সূরার নামগুলো নিয়ে বিস্তারিতভাবে ব্যাখা করেছেন লেখক ম্যাসেজ বইটিতে।

আমরা সূরা ফাতিহা প্রতিদিন অনেকবার পড়ি সালাতের সময়ে, কিন্তু এই সূরার আয়াত গুলোর অর্থ জানিনা অনেকেই। সূরা ফাতিহার আয়াত গুলোর ব্যাখা বিশ্লেষন করা হয়েছে এ বইয়ে খুব সুন্দরভাবে; এবং কিভাবে আল্লাহর নিকট ক্ষমা চাইবো, কিভাবে আল্লাহ তায়ালার প্রশংসা করলে আল্লাহ তায়ালা বেশী খুশী হবেন তা জানতে পারবেন এই ম্যাসেজ বইটি পড়লে।

২। মুমিনের হাতিয়ারঃ একজন মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) বলেন, দোয়া হলো ইবাদতের মগজ (আবু দাউদ) ম্যাসেজ বইয়ের ২য় বার্তাটি পড়লে আমরা জানতে পারবো দোয়াকে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি, দোয়ার শক্তি কতোটুকু,

দোয়া মনের চাওয়া পূরন করে?, আল্লাহ তায়ালার কাছে কিভাবে আমরা দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশী থাকবে, নবী রাসুলরা কিভাবে দোয়া করতেন। এবং দোয়া কবুলের আদব ও শর্তাবলী, দোয়া কবুলের ঠিক সময়, কোন ব্যাক্তিদের দোয়া দ্রুত কবুল হয়। এই বিষয়গুলো সম্পর্কে সহজ সাবলীল ভাষায় এ বইয়ে বিশ্লেষন করেছেন মিজানুর রহমান আযাহারি হুজুর।

৩। কোরআনিক শিষ্টাচার
৪। উমর দারাজ দিল

৫। ডাবল স্টান্ডার্ডঃ এ বইয়ের ৫ম ম্যাসেজ বা বার্তাটি হলো মুনাফিকদের নিয়ে। মুনাফিকদের নিয়ে এ টু জেড আলোচনা করা হয়েছে। মুনাফিক কাকে বলে, মুনাফিক কতো প্রকার, মুনাফিকদের বৈশিষ্ট, মুনাফিকদের জন্য আল্লাহ তায়ালা যে আযাব রেখেছেন, ইত্যদি।
আল্লাহ তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। (আল হাদিস)

৬। উসরি ইউসরাঃ মানে হলো কষ্টের সাথে স্বস্তি
কষ্টের সাথে স্বস্তি, আমাদের সমাজে হতাশা হলো একটি খুবই কঠিন রোগ। একটা কাজ করতে গেলে সেখানে বাধা আসবেই আর তখনই দেখা যায় হতাশা নামক জটিল রোগ যারফলে ওই কাজটিতে আর সফল হওয়ার সুযোগ থাকেনা। কিভাবে হতাশা নামক রোগ থেকে মুক্তি পাবেন তা নিয়ে এই ৬ষ্ঠ ম্যাসেজে বিস্তারিত আলোচনা করেছেন।

ধৈর্য এমন একটি গাছ,
যার সারা গায়ে কাটা
কিন্তু ফল অনেক মজাদার। (আল হাদিস)

৭। রেগে গেলেন তো হেরে গেলেনঃ
ম্যাসেজ বইয়ের ৭ম বার্তাটি হলো রাগ সম্পর্কিত। আমরা অনেক সময় হুট করেই রেগে যাই যেটা একদমই উচিত নয়, রেগে গেলে তখন নিজেরই লস। কিভাবে রাগ সামলানো যায়, এবং রেগে গেলে কি কি ক্ষতি হয় তা বিস্তারিত জানতে পারবেন। রাগ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য শিক্ষনীয় গল্প ও তুলে ধরেছেন ম্যাসেজ বইটিতে।
রাগ মানুষের ঈমান নষ্ট করে দেয়,
যেমন ভাবে তিক্ত ফল মধুকে নষ্ট করে দেয়। (আল হাদিস)

ম্যাসেজ বইটি রকমারিতে এখন প্রযন্ত ১৯৬১ টি রেটিং ও ১১৩৭ টি পাঠক রিভিউ পেয়েছে। বইটি নিয়ে কারো কোনো খারাপ মন্তাব্যে নেই, রকমারিতে #1 বেস্ট সেলার একটি বই।

ম্যাসেজ বইটির সূচিপত্রঃ



বইয়ের নামঃ ম্যাসেজ
বইয়ের লেখকঃ মিজানুর রহমান আজহারি
পৃষ্ঠা সংখ্যাঃ ২৯৬ টি।
বইয়ের ধরনঃ ইসলামিক বই
ডাউনলোডঃ Read Online / Download


আরো পড়ুনঃ 👇

১। থিংক এন্ড গ্রো রিচ pdf download (আমার দেখা সেরা মোটিভেশনাল pdf বই)

২। আয়মান সাদিক & সাদমান সাদিকের all pdf বই free download

The post ম্যাসেজ pdf বই download – মিজানুর রহমান আজহারি appeared first on Trickbd.com.

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিঃ মহিলা নাবিক ও এমওডিসি (নৌ)

Posted:

 

নৌবাহিনী নাবিক,মহিলা নাবিক & এমওডিসি (নৌ) ভর্তি বিজ্ঞপ্তি।

বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি তাদের ওয়েবসাইটে  নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) Baravo -22 ব্যাচে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


যেকোন প্রকার সরকারি চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের সাইট টি অবশ্যই ভিজিট করবেন কারন আমরা প্রতিনিয়ত সরকারি চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।



কোন চাকুরীতে আবেদনের পূর্বে অবশ্যই ওই চাকরির খুটিনাটি সব যাচাই বাছাই করে নিবেন।





বাংলাদেশ নৌবাহিনী কি?

 বাংলাদেশ সামরিক বাহিনীর নৌযুদ্ধ শাখা যার দায়িত্বে রয়েছে ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার (৪৫,৮৭৪ মা) সমুদ্রসীমা এবং এই এলাকায় অবস্থিত সকল বন্দর এবং সামরিক স্থাপনার নিরাপত্তা। নৌবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে দেশে এবং বিদেশে বাংলাদেশের সামরিক এবং অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ। 

পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিদেশে মানবিক সহায়তা মিশনেও একটি নেতৃত্বস্থানীয় বাহিনী হিসেবে কাজ করে যাচ্ছে। নৌবাহিনী আঞ্চলিক সন্ত্রাস বিরোধী কার্যক্রমে একটি প্রধান অংশগ্রহণকারী শক্তি এবং জাতিসংঘ মিশনের মাধ্যমে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমেও যুক্ত রয়েছে।


সূত্রঃ ইউকিপিডিয়া



নৌবাহিনী সংক্ষিপ্ত পরিচয়ঃ


প্রধান সেনাপতিঃ  রাষ্ট্রপতি আব্দুল হামিদ


নৌ বাহিনী প্রধানঃ  এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল

আনুগত্যঃ বাংলাদেশের সংবিধান

অংশীদারঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনী


আকারঃ ২১,২৮১


বিমান সদরঃ বনানী, ঢাকা


ডাকনামঃ বিএন


নীতিবাক্যঃ “শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়”


বার্ষিকীঃ২৬ মার্চ, ২১ নভেম্বর


ওয়েবসাইটঃ  www.navy.ml.bd
নৌবাহিনীর নাবিকদের র‍্যাংক কি এবং বেতন কত?
নিচে নৌবাহিনীর নাবিকদের র‍্যাংক অনুযায়ী বেতন স্কেল এর তালিকা দেওয়া হলোঃ

RANK

SCALE

Recruit

9,000.00

OD

9,000.00

AB

10,200.00

LS

11,000.00

PETTY OFFICER

16,000.00

CHIEF PETTY OFFICER

22,250.00

SENIOR CHIEF PETTY OFFICER

22,400.00

MASTER CHIEF PETTY OFFICER

22,500.00


নোটঃ  This is only basic pay, without house rent and other allowance.

নৌবাহিনীর Allowance বা ভাতা সমূহঃ

1. Kit up keep Allowance

2. House Rent Allowance

3. Diving Allowance

4. Dip Money Allowance

5. Survey Allowance

6. Acting Allowance

7. Ration Allowance

8. Disturbance Allowance

9. Instruction Allowance






নৌবাহিনী নাবিক,মহিলা নাবিক & এমওডিসি (নৌ) ভর্তি বিজ্ঞপ্তিঃ

নৌবাহিনী নাবিক,মহিলা নাবিক & এমওডিসি (নৌ) ভর্তি বিজ্ঞপ্তি।

নৌবাহিনী নাবিক,মহিলা নাবিক & এমওডিসি (নৌ) ভর্তি বিজ্ঞপ্তি।

প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ নৌবাহিনী

পদের নাম- নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ)

পদের সংখ্যা- নির্ধারিত না

কাজের ধরন- পূর্ণকালীন

আবেদন যোগ্যতাঃ

১। কমপক্ষে এসএসসি পাস।

২। বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে।

৩। সাঁতার জানা আবশ্যক।

৪। অবিবাহিত

৫। বয়সসীমা ১৭-২০ বছর।

২২তম ব্যাচ (পুরুষ) ব্যাটালিয়ন আনসার নিয়োগ বিজ্ঞপ্তি -২০২১

বেতন সুযোগ-সুবিধাঃ

১। সরকারী নিয়ম অনুসারে বেতন ভাতা প্রদান করা হবে।

২। নৌবাহিনীর নিয়ম অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২১




 নৌবাহিনীর চাকরির অযোগ্যতাঃ

১। সেনা/নৌবিমান বাহিনী অথবা অন্য কোনাে সরকারি চাকরি হতে বরখান্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
২। যে কোনাে ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্প্রাপ্ত।
৩। সরকারি চাকরিতে নিয়ােগ নিষিদ্ধ ঘােষিত।

বাংলাদেশ নৌবাহিনীতে আবেদনের নিয়মঃ

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://www.joinnavy.navy.mil.bd এই ঠিকানায়।



যোগাযোগঃ

info@navy.mil.bd

88 02 983 6141-9

 Banani, Dhaka – 1213


নৌবাহিনী নাবিক,মহিলা নাবিক & এমওডিসি (নৌ) ভর্তি বিজ্ঞপ্তি।



পূর্বে প্রকাশিতঃ টিউন্স৭১.কম









































The post বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিঃ মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) appeared first on Trickbd.com.

০২ মাসের জন্য McAfee Live Security Free Claim করুন কোন Credit Card ছাড়াই

Posted:

Mcafee Antivirus at Rs 850/license per year | McAfee Antivirus Software | ID: 22280173512McAfee Live Securit হল একটা Premium Windows Security Service Provider। এর 1 Year Plan Price $39.99।

 

🔰 McAfee Live Securit এর Features:-

! Expert Security Support
! Safe Browsing
! Pc optimization

🔰যেভাবে এর 60 Trial Claim করবেন:-

~ এই Promo Linkটি Visit করুন

 

~ আপনার Mail Address দিন এবং Get Free Trial এ Click করুন

 

~Mail Box এ Install Process + Code Send করা হবে

 

~ Protect Me তে Click করলে Auto Install Process শুরু হবে (Key Activated Automatically)

 

 

McAfee Live Security আপনি Android ও Pc তে Activate করতে পারবেন আর এর Premium Featuresগুলো 60দিন পর্যন্ত কাজ করবে। Promo Link Collected By Team_Matrix

 

DEXTER
Signing OFF

The post ০২ মাসের জন্য McAfee Live Security Free Claim করুন কোন Credit Card ছাড়াই appeared first on Trickbd.com.

আপনার যেকোন Long Url কে Short করার পাশাপাশি Customize করুন [Alternatives Of Cutt.ly]

Posted:

Howdy Everyone,
বিভিন্ন Page বা Post এ Long Link গুলোকে বিভিন্ন ভাবে Short করা লাগে যদি Embeded করা না যায়। এর জন্য একটি Free Shortener Service হল Cutt.ly। তবে যদি Premium Url Shortener খুজেন তবে short-me একটি অন্যতম Site।

✅ এই Url Shortener Site এর কিছু Main Features হল

  • Custom Domains
  • Device Targeting
  • URL Customization
  • Custom Aliases

তবে এগুলো Premium Features, যা Purchase করতে 8.99$ ও 9.99$ লাগবে। আপাদত Basic features এর Account Creation process Share করলাম। পরবর্তীতে এর Premium Planগুলোর 07 Days Trial কীভাবে নিবেন তা Share করব

 

⁙⁘Instruction⁘⁙

1. প্রথমে এই Site এ Visit করুন

 

2. Email, username Input করুন

 

 

3.আপনার mail এ Verification Link যাবে, তাতে Click করে Verify করে নিন

 

4. এবার Log in করুন

5. DashBoard এ Long Url দিয়ে Shorten এ Click করুন

 

6. Simple একটি Short Link generate হয়ে যাবে

 

 

7. Basic User হলেও এতে কিছু Features Use করা যাবে, যেমন Password Protect.

 

 

⁙⁘Conclusion⁘⁙

আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এই Short Link দিয়ে কখনও Earn করতে পারবেন না। Just Long Url কে Short এ Convert With Customable Edit (Premium)। এর 07 Days Premium Trial Process খুব শিঘ্রই Share করার চেষ্টা করব।

 

 

Bye✌
Keep In Touch With Me Through
Telegram // Youtube

The post আপনার যেকোন Long Url কে Short করার পাশাপাশি Customize করুন [Alternatives Of Cutt.ly] appeared first on Trickbd.com.

ssc 22 এর ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(6th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2022 এর ইসলাম ও নৈতিক শিক্ষা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 2022

ইসলাম ও নৈতিক শিক্ষা এর ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

ইসলাম ও নৈতিক শিক্ষা এর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এই সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন। bdtechtuner.com

Read More

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রচনা

খোদা হফেজ।

The post ssc 22 এর ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(6th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

মরে গেলেও এই ৫ ব্যক্তির সাথে সম্পর্ক করবেন না। কারণ এরা আপনার শত্রু

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

মরে গেলেও এই ৫ ব্যক্তির সাথে সম্পর্ক করবেন না


2000 সালের পর থেকে যখনই আমাদের দেশগুলোর মানুষ একটু ধনী হওয়া শুরু করল ।তখন থেকেই এই দাম্ভিকতা হিংসা একজনের পেছনে আরেকজনের লেগে থাকা একজনের লাইফ আরেকজনকে কন্ট্রোল করার মতো জঘন্য কাজ গুলো আমাদের দেশগুলোতে শুরু হয়েছিল। আর এখন তো একটা ক্লাস ওয়ানের বাচ্চাও এই ভয়ঙ্কর টর্চার গুলোর বাইরে নয়। এখন দেখবেন একটি ছোট বাচ্চাকে কোথাও যদি আপনি মন খারাপ করে বসে থাকতে দেখেন এবং তাকে যদি জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে তাহলে সে দেখবেন বলবে আমি ডিপ্রেশনে রয়েছি।

তাহলে এখন আপনিই বুঝুন এই খারাপ চর্চা গুলোর সামাজিক চাপটা কতটা কঠিন পর্যায়ে চলে গিয়েছে। আর এই মেন্টাল চাপ গুলো হাজারো মানুষকে ভিতরে ভিতরে টর্চার করতে করতে মেরে ফেলেছে। আর তাই এই টর্চার গুলো কারা করে কিভাবেই বা করে এর জন্য আপনাকে কিভাবেই বা দিনকে দিন ধ্বংস হয়ে যেতে পারেন তার বাস্তব এক্সাম্পল সহ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি বিষয়গুলোকে আমি আপনাদের প্রমাণ করে দেখাবো। আপনারা শুধুমাত্র একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো আমার সাথে পড়তে থাকুন।

১. সবার প্রথম সেই ব্যক্তির কথা আপনাদের শেয়ার করতে চাই যে সব সময় আপনার লাইফকে কন্ট্রোল করে রাখতে চায়। মানে আপনার নিজের কোন চয়েস থাকতেই পারবে না। ধরুন আপনার এই ধরনের মেন্টালিটি কোন ফ্রেন্ড রয়েছে। এখন আপনি তাকে নিয়ে মার্কেটে গেলেন তখন দেখবেন সে তার পছন্দমতো ড্রেস আপনাকে কিনতে অনেকটা ফোর্স করবে। তার ভয়ে আপনি যে একটু নিজে শান্তিমতো কেনাকাটা করবেন সেটি আপনি কখনোই করতে পারবেন না।

এই ধরনের মানুষগুলো একদমই মানসিক রোগী এরা নিজেরা বুঝেছে তাই রাইট তাই ঠিক আপনি যদি তার কথা কখনো না শুনেন তাহলে সে প্রয়োজনে আপনার লাইফকে হেল করে পর্যন্ত দেবে। আপনাদের পরিচিত সকল মানুষদের কাছে আপনার নামে বদনাম করবে মিথ্যা কথা ছড়াবে জেদ করতে থাকবে মোটকথা সে আপনার শত্রুতে পরিণত হয়ে যাবে। এখন এই ধরনের মানুষের সাথে আপনি যদি মিশতে থাকেন বা বিপদে পড়েই হোক না কেন অনেক অনেক দিন তাদের সাথে মিশতে থাকেন তাহলে সবার প্রথম আপনার যে ক্ষতিটি হবে আপনি আরেকজনের কন্ট্রোলে থাকতে থাকতে নিজের উপর নিজের কন্ট্রোল টাই হারিয়ে ফেলবেন।

অনেকটা প্রতিবন্ধীর মত হয়ে যাবেন কথাটি শুনতে একটু খারাপ মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করুন এটি বাস্তব। আপনি সবসময় ভয়ে থাকবেন পাশাপাশি নিজের যে পোপার ব্রেইনের প্রসাদ যেটি আট দশটা মানুষের মতো আপনার এটি কখনো গ্রো করবেই না। কিন্তু মজার ব্যাপার হলো এই বিষয়গুলোকে আপনি যদি দুচার দিন মনে করেন তাহলে এর ক্ষতি আপনি বুঝতে পারবেন না।

কিন্তু এই ক্ষতি গুলো যদি ছয় মাস বা এক বছর ধরে চলতে থাকে তখন আপনি একটা সময়ে গিয়ে বুঝতে পারবেন আপনার অবস্থা কোথায় গিয়েছে আর আপনি কতটা পিছিয়ে পড়েছেন। আর পাশাপাশি আপনার ব্রেইন টর্চার হতে হতে ব্রেনের ভিতরে এখন আর কিছুই কাজ করে না। সো বুজতেই পারছেন বিষয়টি কতটা ভয়ঙ্কর তাই এই ধরনের মানুষ যদি আপনার আশেপাশে থেকে থাকে তাহলে প্লিজ এখনই তাদের কাছ থেকে একটু সাবধানে চলা চেষ্টা করুন।

২.সেই ব্যক্তির সাথে খুবই সাবধানী মিশতে হবে যে অলওয়েজ নিজেকে কম্পিটিটর ভাবে। এই ধরনের ব্যক্তিরা দেখবেন যদি সে দেখে আপনি আপনার লাইফে ভালো কিছু করে ফেলেছেন তাহলে সে দেখবেন উঠে পড়ে লাগবে সেই ধরনের কোন একটি কাজ করার জন্য পাশাপাশি নিজের জেলাস হয়ে আপনাকে বিভিন্নভাবে ডিমোটিভেট করে যাবে দিনের পর দিন পাশাপাশি আপনাকে মেন্টাল প্রেসার দেওয়ার চেষ্টা করে যাবেন।

তাদের সাথে আপনি কথা বললেও তারা প্রচন্ড পরিমাণ বিরক্ত করে দিবে আপনাকে। একটি এক্সাম্পল দেই, ধরুন আপনারা কয়েকজন ফ্রেন্ড একসাথে বসে কোথাও আড্ডা দিচ্ছেন তখন আপনি বললেন আরে আমি গত সপ্তাহে কক্সবাজার হিমছড়িতে ঘুরতে গিয়েছিলাম জায়গাটা খুবই সুন্দর। তখন দেখবেন সেই ব্যক্তি হঠাৎ করেই বলে বসবে আরে কিসের হিমছড়ি তুই আমাদের গ্রামে আসিস দেখিয়ে দেবো সৌন্দর্য কাকে বলে।

এই সব হিমছড়ি টিমছড়ি কোন জায়গা হলো নাকি। এই হলো এই ধরনের লোকদের অভ্যাস এরা দুনিয়ার সব কিছুতেই নিজেকে কম্পিটিটার মনে করে ফেলে অকারণেই পেরেশানি তৈরি করে ফেলে সবার মাঝে। এখন যদি আপনি এদের সাথে লং টাইম নিয়ে থাকেন

তাহলে আপনি নিজে সবসময় বিরক্ত থাকবেন বা নিজেও সেই ধরনের মন-মানসিকতার হয়ে যেতে পারেন বা তার সাথে কোন বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হলে সেই বিষয়গুলো দেখবেন আপনার মাথায় লং টাইম জেদ আকারে ঘুরতে থাকবে। এখন আপনিই বলুন এইভাবে চলতে থাকলে আপনার লাইফ কোথায় যাবে আপনার ব্রেইন কোথায় যাবে আর এই ব্রেনকে নিয়ে আপনি আপনার লাইফটা ক্যারিয়ারকে কিভাবে আগে নিয়ে যাবেন। সো বুঝতেই পারছেন বিষয়টি খুবই কঠিন একটু খেয়াল রাখতে হবে।

৩. এরপর সেই ব্যক্তির সাথে খুবই সাবধানী মিশতে হবে যে অলওয়েজ কোন না কোন বিষয় নিয়ে কমপ্লেইন করতেই থাকে মানে Complainers । এই ধরনের ব্যাক্তির কাছে দুনিয়ার সব কিছু নেগেটিভ এরা এদের চোখে ভালো কোনো কিছু কখনো দেখেইনা। যেমন সরকার ভালো না, তাই চাকরি পাচ্ছি না, দেশ ভালো না, তাই রাস্তা ভালো না, মানুষ ভালো না মোটকথা এদের চোখে প্রবলেম প্রবলেম আর প্রবলেম। কিন্তু কখনো কোনদিনও এদের মাঝে কখনো সমাধান দেখতে পাবেন না। এখন দেখুন প্রবলেম গুলো যে রয়েছে সেটি কিন্তু আমরা সবাই জানি কিন্তু এই প্রবলেম থাকার পরও কি আমাদের সমাজে অনেকেই সাকসেস হয়ে যাচ্ছে না।

আপনার আশেপাশে কি অনেকেই এমন নেই। এখন এই কমপ্লেইনারদের সাথে মিশলে আপনার যেটি হবে আপনি তার মত করে একটা সময় ভাবতে শুরু করবেন। কারণ কথাগুলো কোনো না কোনো ক্ষেত্রে তো ঠিকই আছে তাই আপনার বিশ্বাস করতে সুবিধা হয়ে যাবে। এবং এই নেগেটিভ বিশ্বাসগুলো দিনকে দিন অনেক বেশি ষ্ট্রং হয়ে যাবে আপনার ব্রেনে আর এরপর আপনি সাকসেসের পথ না খুঁজে নেগেটিভিটি নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকবেন। সারা বছর এভাবেই আপনার চলতে থাকবে। এখন আপনিই বলুন এই যদি হয় অবস্থা তাহলে আমাদের লাইফ কোথায় যাবে আর আমরা কোথায় যাব। তো চলুন পরবর্তী মানুষটিকে জানা যাক।

৪.এরপর সেই ব্যক্তির সাথে খুব সাবধানে মিশতে হবে যে অলওয়েজ মানুষকে জাজ করতে থাকে মানে এদেরকে বলা যায় নেগেটিভ জাজমেন্টাল। এই ধরনের মানুষদের সারাক্ষণ বলতেই থাকবে ও ভাল না ও এইরকম ও ওই রকম স্পেশালি তাদেরকেই তারা বেশি সমালোচনা করতে থাকবে। যাদের সাথে তারা বেশিক্ষণ মিশে বা যাদের ওপেনিয়ন বা চিন্তা-ভাবনা তাদের থেকে আলাদা হয়।

এই ধরনের মানুষ এমনটি কেন করে জানেন কারণ এরা ছোটবেলা থেকেই একটি খারাপ মন মানসিকতা নিয়ে বড় হয়। আর এটিই হতে পারে তার পরিবারের কারণে নয়তো সে নিজে বিভিন্ন ধরনের পাকনামি নয়তো বড়দের সাথে বেয়াদবি করতে করতে এই বিষয়গুলোকে শিখেছে। এখন সে যখন একটু বড় হয় তখন কিন্তু সে সবার সাথে ঝগড়া করতে পারে না তখন সে সবার নামে খারাপ সমালোচনা করতে থাকে। আর এটিই তার মনের প্রশান্তি।

আপনি এই ধরনের লোকদের কখনো দেখবেন না সমালোচনা ছাড়া তাদের মুখে একটি ওয়ার্ড রয়েছে। এখন এই ধরনের ব্যক্তিদের সাথে যদি আপনি লংটাইম মিশতে থাকেন তাহলে আপনার ব্রেন ও সাবকনসাসলী তাদের মতোই নেগেটিভ জাজমেন্টাল হয়ে যাবে।

আর নেগেটিভ ব্রেন নিয়ে আপনি আর যাই করতে পারেন লাইফে কখনো কোনো ক্রিয়েটিভ কাজ মানে লাইফ সাকসেসর জন্য কোন ক্রিয়েটিভ চিন্তা কিন্তু আর করতে পারবেন না। সো বিষয়টি খুবই ক্লিয়ার এই নেগেটিভ জাজমেন্টাল বিষয়টি একটা মানুষের জন্য কতটা ক্ষতিকর তাই এই ধরনের মানুষ যারা রয়েছে তাদের সাথে অবশ্যই খুব সাবধানে মেলামেশা করতে হবে। আর এই বিষয়গুলোকে মাথায় রেখেই মেলামেশা করতে হবে।

৫.এরপর যেই ব্যক্তির সাথে খুব সাবধানে মেলামেশা করতে হবে সেগুলো Commanders । এরা হলো সেই ব্যক্তি যারা অকারণে মানুষকে প্রচুর পরিমাণ প্রেসারে রাখে। এদের ব্রেনটা কেমন একবার দেখুন অন্যকে কষ্ট দিয়ে বা অন্যে কষ্টে থাকলে এরা খুবই মজা পায় অন্যকে কষ্ট দিতে পারলে এরা সেই টাইমটাকে নিজের অ্যাচিভমেন্ট বলে মনে করে। সেই টাইমটাকে তারা খুব ইনজয় করে। এদের মাথায় সবসময় এটিই চলতে থাকে কোন কোন পয়েন্টে কি কি করলে কোন ব্যক্তি কোন ভাবে কষ্ট পাবে।

কিছু এক্সাম্পল দেই অনেক সময় লাভ রিলেশন এর ক্ষেত্রে দেখবেন ছেলেটি বা মেয়েটি অকারণে আরেকজনকে প্রেসারে রেখেছে এবং সেটি দেখে মজা পাচ্ছে। অফিসের ক্ষেত্রে দেখবেন একটু সিনিয়ররা জুনিয়ারদের প্রচুর পরিমাণ মেন্টাল প্রেসার এ রাখে এবং সেটি আবার অকারণে এবং এই বিষয়গুলো দেখে সেই সিনিয়ররা আবার কিন্তু প্রচন্ড মজা পায়।

এরপর স্কুল-কলেজ বা লোকাল এয়িরার ক্ষেত্রে যেটি হয়। হয়তো কারো বাবার প্রচুর পরিমাণ টাকা নেই বা কম টাকা রয়েছে তার হাতে দামি মোবাইল নেই বা দামি ড্রেস নেই তার গায়ে তাই তাকে নিয়ে প্রচন্ড মজা নেওয়া হচ্ছে মানে তাকে অনেক পরিমানন pressure দেওয়া হচ্ছে। এবং এগুলো করে তারা প্রচন্ড পরিমাণ পৈচাশিক আনন্দ পাচ্ছে।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post মরে গেলেও এই ৫ ব্যক্তির সাথে সম্পর্ক করবেন না। কারণ এরা আপনার শত্রু appeared first on Trickbd.com.

ssc 21 এর পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(6th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2021 এর পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 2021

পৌরনীতি ও নাগরিকতা এর ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

পৌরনীতি ও নাগরিকতা এর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এই সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন। bdtechtuner.com

Read More

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রচনা

খোদা হফেজ।

The post ssc 21 এর পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(6th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments