Search box..

MojWap – এ ভিডিও আপলোড করে অনলাইন থেকে আর্নিং করুন

MojWap – এ ভিডিও আপলোড করে অনলাইন থেকে আর্নিং করুন


MojWap – এ ভিডিও আপলোড করে অনলাইন থেকে আর্নিং করুন

Posted:

MojWap – এ ভিডিও আপলোড করে অনলাইন থেকে আর্নিং করুন

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আশা করি ভালই আছেন। এটি আমার ট্রিকবিডির প্রথম পোস্ট আশা করি এই পোস্টটি আপনাদের অনেক কাজে আসবে যদি পোস্টটিতে কোন প্রকার ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজ কের বিষয়।

তো আজকে আমি একটি সহজ পদ্ধতি বলব যেটি ব্যবহার করে আপনি অনলাইন থেকে আর্নিং করতে পারবেন যারা অনলাইন থেকে আর্নিং করতে চান তাদের জন্য এই পোস্টটি আশা করি হেল্পফুল হবে। আপনারা হয়তো অনলাইন থেকে আয় করতে চান কিন্তু সঠিক কোন ট্রিক খুঁজে পান না। তো আজকে আমি একটি নিয়োগ ওয়েবসাইট এর সম্বন্ধে জানবো যেখান থেকে আপনি খুবই সহজ আর্নিং করতে পারবেন। যদি আপনিও হোয়াটস্যাপ স্টেটাস ভিডিওস দেখতে বা তৈরি করতে পছন্দ করেন তাহলে আপনার জন্য একটি সাইট নিয়ে এলাম এটিতে আপনি স্ট্যাটাস ভিডিও আপলোড করে অনলাইন আর্নিং করতে পারবেন। এখানে আপনাকে শুধু ভিডিও আপলোড করতে হবে আর অন্যদের ভিডিওতে লাইক, কমেন্ট করতে হবে এর বদলে আপনাকে পয়েন্টস দেওয়া হবে এবং সেটিকে আপনি Bitcoin, Webmoney, Paytm এ নিতে পারবেন। তো এই সাইটে একাউন্ট বানাতে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।

একাউন্ট বানাতে এখানে ক্লিক করুন

কত পয়েন্টে কত ডলার পাবেন সেটা দেখে নিন :

5000 Points = $1 অনেকেরই হয়তো এটা অনেক কম মনে হবে কিন্তু এখানে যদি আপনি কন্টিনিও ওয়ার্ক করেন তাহলে আপনি একদিনে এর থেকে বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন । যেহেতু আমি আপনাদের আগেই বলেছি এই সাইটটি একদম নতুন তো এখানে এখন ইউজার এর সংখ্যা অনেক কম আপনাদেরকে  ভিডিওটি শেয়ার করতে হবে আর পয়েন্ট কাালেক্ট করতে হবে। আর এই পয়েন্ট গুলো কে Usd – তে বা bitcoin -এ নিতে পারবেন।

এবং যারা স্ট্যাটাস ওয়েবসাইট বানাতে চাও তারা এই সাইটটিকে ব্যবহার করতে পারো। এখানে ভিডিও আপলোড করে এবং সেই ভিডিওর embed code নিজেদের ওয়েবসাইটে দিতে পারো। আর এখানে কোন ভিডিও কখনও রিমুভ করা হবে না যতদিন আপনি না ডিলিট করবেন।

MojWap Apk :

যারা MojWap -এর ওয়েব ইন্টারফেস ব্যবহার করতে চান না তাদের জন্য MojWap -এর একটি অফিশিয়াল অ্যাপ্লিকেশন আছে যেটা আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল করে ব্যবহার করতে পারেন অ্যাপ্লিকেশন এর ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হল।

Download MojWap Apk

 Screenshot :


পেমেন্ট পাবেন :

তো এবার ‌ আসা যাক পেমেন্ট এ যদি নিচে দেওয়া পেমেন্ট অপশনগুলি আপনার কাছে থাকে তাহলে এই সাইটে একাউন্ট বানিয়ে আপনি আপনার আর্নিং শুরু করতে পারেন। আর যদি এই পেমেন্ট অপশন গুলো আপনার কাছে না থাকে তাহলে আপনি এখানে আর্নিং করতে পারবেন। শুধুমাত্র আপনাকে একটা বিটকয়েন একাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি যদি বাংলাদেশ বা অন্য কোন কান্ট্রি থেকে পেমেন্ট নিতে চান বিটকয়েনের নিতে পারে এবং সেটিকে আপনি বিকাশ বা অন্য কোন পেমেন্ট অপশনে এক্সচেঞ্জ করতে পারেন একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। যেমনটা আপনি নিচে দেওয়া স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার বিটকয়েন যেকোনো বাংলাদেশি ওয়ালেটে এক্সচেঞ্জ করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশান টির নাম হল Paxful অনেকেই হয়তো এই অ্যাপ্লিকেশনের নাম শুনেে থাকব কিন্তু যারা এখনো এই অ্যাপ্লিকেশনের সম্বন্ধে জানেন না তারা এই অ্যাপ্লিকেশনটি একবার ইউজ করে দেখতে পারেন।

এই অ্যাপ্লিকেশনে আপনি অনেক বিটকয়েন বায়ার পেয়ে যাবেন যাদেরকে আপনি বিটকয়েন সেল করতে পারেন এবং সেটিকে BDT, INR, USD -তে নিতে পারবেন এখানে বিটকয়েন সেল করতে আপনার  5 থেকে 10 মিনিট সময় লাগবে। আর হ্যাঁ অ্যাপ্লিকেশনে কাজ করার আগে এ সম্বন্ধে কিছু তথ্য ইউটিউবে সার্চ করে জেনে নেবে যেমন বিটকয়েন কিভাবে সেল করতে হয় বা এখানে বিটকয়েন কিভাবে রিলিজ করতে হয়।

Search Keyword : How To Create Paxful Account.
How to sell btc in paxful.

তো এই অ্যাপ্লিকেশনটি হান্ড্রেড শতাংশ ট্রাস্ট এবং এটির ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনর ডাউনলোড লিংক আমি নিচে দিয়ে দিলাম।


Download This Application


1. Bitcoin 2. Webmoney 3. Paytm 4. Paypal (Add Soon.)

আপলোড লিমিটেশন‌ :

এই সাইটে কোন প্রকার আপলোড লিমিটেশন নেই আপনি যত খুশি তত ভিডিও এখানে আপলোড করে রাখতে পারেন এর সাথে আপনাকে আনলিমিটেড স্টোরেজঃ দেওয়া হবে। এছাড়া এখানে কোন প্রকার কপিরাইট এর চিন্তা নেই। এখানে আপনার একাউন্ট তৈরি হবার সঙ্গে সঙ্গে আপনার আরনিং শুরু হয়ে যাবে কোন প্রকার মনিটাইজেশন করতে হবে না আর যদি মনিটাইজেশন করতে চাই তাহলে আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে কিন্তু আমি আপনাকে বলব আপনাকে এখানে মনিটাইজেশনের কোন দরকার পড়বে না কারণ আপনি এখানে পয়েন্টস আর্নিং করবেন।

এখানে রেজিস্ট্রেশন পদ্ধতি অনেক সহজ মাত্র 2 মিনিটে আপনি এখানে আপনার একাউন্ট খুলতে পারবেন নিচে আমি দেখিয়ে দিলাম।

সবার প্রথমে আপনাকে ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে তারপর ডান দিকের একটি মানুষ আকৃতির বাটন দেখতে পাবেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনাকে রেজিস্ট্রার অপশন এ ক্লিক করতে হবে।

এরপর এখানে আপনি আপনার ইউজারনেম, ই-মেইল, এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন ব্যাস একাউন্ট এখানে তৈরি হয়ে যাবে। এবার আপনি আপনার স্ট্যাটাস ভিডিও আপলোড করতে পারবেন। আর মনে রাখবেন এখানে অ্যাডাল্ট জাতীয় ভিডিও আপলোড করবেন না না হলে আপনার একাউন্ট সাসপেন্ড হয়ে যাবে।

এরপর আপনার একাউন্টে লগইন হওয়ার পর আপনি বাঁদিকে একটি ভিডিও আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করে আপনি আপনার পছন্দমত ভিডিও আপলোড করতে পারবেন। এখানে আপনি 200mb এমবি পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন।

এখানে ভিডিও আপলোড হওয়ার পর ভিডিওটি কিছুক্ষণের জন্য প্রসেসিং হবে কারণ আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেটি বিভিন্ন কোয়ালিটি তে কনভার্ট হবে যেমন : 240P, 360P, 480P, 720P, 1080P

আপনারা ব্যালেন্স কিভাবে চেক করবেন দেখে নিন :

প্রথমে আপনাকে আপনার একাউন্টে লগইন করতে হবে একাউন্টে এখানে আপনি দুটো অপশন দেখতে পারবেন নিচের স্ক্রীনশট দিয়ে দেওয়া হল।

যেমনটা স্ক্রীনশট দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আছে একটা Monetization আর একটা Balance যেহেতু আপনি এখানে পয়েন্ট এ আর্নিং করবেন মনিটাইজেশনের কোন দরকারই পড়বে না শুধু আপনাকে ব্যালেন্স অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনি আপনার টোটাল আর্নিং বা ব্যালেন্স দেখতে পারবেন।

Minimum Payout Is : $5 (Email and Live Support) – BTC, Webmoney, Paytm

Important Note :

ব্যালেন্স option -এ আপনি শুধু paypal withdrawal নিতে পারবেন কিন্তু আপনি যদি BTC, Webmoney, Paytm -এ পেমেন্ট নিতে চান তাহলে আপনাকে ইমেইল করতে হবে আপনার অ্যাকাউন্ট ডিটেইলস সহ এছাড়াও আপনি লাইভ চ্যাট করেও withdrawal নিতে পারেন।

এই পোস্টে ব্যাস এইটুকুই ভাল থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের পোস্টে ধন্যবাদ।

Credit: sudip






The post MojWap – এ ভিডিও আপলোড করে অনলাইন থেকে আর্নিং করুন appeared first on Trickbd.com.

প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী pdf by ঝংকার মাহবুব | Programming er Chouddogoshthi pdf

Posted:

প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী pdf – লেখকঃ ঝংকার মাহবুব। – Programming er Chouddogoshthi pdf.

প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী বই রিভিউঃ

আমরা প্রতিনিয়ত ভাষার মাধ্যেমে আমাদের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করি। যে ভাষা জানে না, তারসাথে কখনই আমরা মনের ভাব প্রকাশ করতে পারবোনা বা তাকে দিয়ে কোন কাজও করাতে পারবোনা। কম্পিউটারকে দিয়ে কোন কাজ করাতে হলে, কম্পিউটারের ভাষায়ই কম্পিউটারকে নির্দেশ দিতে হবে। আর এটাই কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাংগুয়েজ আছে, যেমন: Fortran, Basic, Pascal, C, Java, Perl ইত্যাদি।

অনেকেই আছেন যারা প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না। সেক্ষেত্রে, এই বইটি সহায়ক হবে। কেননা প্রোগ্রামিং করার জন্য যে Basic Knowledge টা থাকা আবশ্যিক, তার উপরই এই বইতে বেশী জোর দেয়া হয়েছে। সূচিপত্রের প্রথমেই দেয়া আছে প্রোগ্রামিং শুরু করার আগের প্রিপারেশন কিভাবে নিতে হবে। এরপর, সামনের দিকে এগোলেই দেখবেন প্রোগ্রামের বিভিন্ন অংশের সংজ্ঞা, বর্ননা এবং ব্যাখ্যা।
প্রোগ্রামিং শেখার পাশাপাশি এটি কিভাবে মডিফাই করে অন্য প্রোগ্রাম নিজের মত করে লেখা যায়, সে নির্দেশনাও দেয়া আছে এবং কোন সমস্যার সম্মুখীন হলে সেটা যেন লেখকের ওয়েবসাইটে পোস্ট করে জিজ্ঞেস করতে পারেন, সে লিংকও বইতে দিয়ে দেয়া হয়েছে।

আমরা জানি, দেশে বিভিন্ন সময় প্রোগ্রামিং প্রতিযোগীতা হয়ে থাকে। এসব প্রতিযোগীতা কিভাবে হয়, কারা অংশগ্রহন করে? প্রতিযোগিতার প্রক্রিয়াসমূহও বইয়ে দেয়া আছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্রোগ্রামিং কে ক্যারিয়ার হিসেবে গ্রহন করতে চান, তাই ক্যারিয়ার হিসেবে প্রোগ্রামিং কতটা যথোপযুক্ত তা ‘প্রোগ্রামিং ক্যারিয়ার’ অধ্যায়ে দেয়া হয়েছে। যে বইগুলো ইংরেজীতে লেখা, তবে বেসিকটা থাকলে ওগুলো খুব ভালভাবেই বুঝতে পারবেন।

বইয়ের নামঃ প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী
বইয়ের লেখকঃ ঝংকার মাহবুব
পৃষ্ঠা সংখ্যাঃ ১৮২ টি।
বইয়ের ধরনঃ প্রোগ্রামিং
ডাউনলোডঃ প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী pdf

The post প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী pdf by ঝংকার মাহবুব | Programming er Chouddogoshthi pdf appeared first on Trickbd.com.

[Hot Post] Banglalink সিমে ফ্রিতে 1GB নিয়ে নিন এবং প্রতিদিন 25MB করে বোনাস এছাড়া প্রতি রেফার থাকছে 500MB করে বোনাস!! (শর্ত প্রযোজ্য)

Posted:

MyBl অ্যাপ প্রথম বার রেফার কোড দিয়ে লগইন করলেই পাওয়া যাচ্ছে 1GB ইন্টারনেট বোনাস সাথে থাকছে প্রতিদিন MyBl অ্যাপ লগইন করলে 25MB ইন্টারনেট বোনাস (প্রথম ৩০ দিন লগইন করলে পাওয়া যাবে) এছাড়া MyBl অ্যাপ রেফার করলে পাওয়া যাবে 500MB ইন্টারনেট বোনাস! যতইচ্ছা তত রেফার করা যাবে।

তো শুরু করা যাক কি ভাবে কি করবেন।

প্রথম MyBl অ্যাপ ডাউনলোড করুন!

তার পর ওপেন করে লগইন এ ক্লিক করুন।

তার পর আপনার বাংলালিংক নাম্বার টা বসিয়ে দিন।

তার পর আপনার বাংলালিংক নাম্বার এ একটা কোড যাবে তা বসিয়ে দিন।

 

তার পর অ্যাপ এ MyBl অ্যাপ এ ঢুকে যাবে

তার পর অ্যাপ এ একটু নিচে দেখতে পাবেন Refer Now তা তে ক্লিক করুন

তার পর এই BoX এ 752FF684 কোড টা বসিয়ে দিন।

তার পর ২ থেকে ৪ মিনিট এর মধ্যে 1GB ইন্টারনেট বোনাস পেয়ে যাবেন।

ঠিক এই রকম একটা কোড দেখতে পাবে তা হচ্ছে আপনার রেফার কোড।

বন্ধুকে সঠিক ভাবে রেফার করার পর এখানে ক্লিক করুন।

তার পর এখানে ক্লিক করুন।

তার পর এখানে ক্লিক করুন।

তার পর সাথে সাথে 500MB ইন্টারনেট বোনাস পেয়ে যাবেন। এছাড়া প্রতিদিন MyBl অ্যাপ এ লগইন করলে 25MB করে বোনাস (প্রথম ৩০ দিন লগইন করলে পাওয়া যাবে) 

 

  • মেয়াদঃ ৪দিন!
  • এমবি চেকঃ *৫০০০*৫০০#

 

 

 

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post [Hot Post] Banglalink সিমে ফ্রিতে 1GB নিয়ে নিন এবং প্রতিদিন 25MB করে বোনাস এছাড়া প্রতি রেফার থাকছে 500MB করে বোনাস!! (শর্ত প্রযোজ্য) appeared first on Trickbd.com.

50টি Express VPN Premium Account Giveaway [PC & Android User]

Posted:

Howdy Everyone,
Express VPN হল Premium Quality সম্পন্ন একটি VPN। এটি দিয়ে Spotify এর মত Premium Site এ Log in/Sign Up এ Proxy Problem Issue তেমন হয় না।

তাছাড়া এর অন্যান্য Featuresসমূহ

 

 

⌘ Account Details ⌘

Σ Giveaway-তে যে Accountগুলো দেয়া হবে সেগুলোর মেয়াদ 30 দিন পর্যন্ত। এবং Accountগুলো এমনভাবেই দেয়া হবে যেন আপনি কোন ধরনের Limitation Face না করেন।

 

⌘ Giveaway Rules ⌘

• নিচে Comment Section এ Simply Comment করতে হবে আপনার Telegram_Username.

•আপনি যদি Pc User হউন তবে Comment করবেন #pc < Telegram Username > আর Android User হলে  Comment করবেন #Android < Telegram Username > ।  Ex. #pc @telekit71

•আপনার Telegram Account এ Inbox করে দেওয়া হবে Express VPN Premium Account.

•শুধুমাত্র প্রথম 50টি Comment Pick করা হবে।

 

 

Is Outlander on Netflix? How to watch Outlander on Netflix

 

Bye ᓚᘏᗢ
Contact Me On Telegram
[Telekit] [Discuss With Me]

The post 50টি Express VPN Premium Account Giveaway [PC & Android User] appeared first on Trickbd.com.

৫ টি অস্থির অ্যান্ড্রয়েড অ্যাপ রিভিউ। 5 Useful Android App Review

Posted: 19 Aug 2021 04:50 AM PDT

আসসালামু আলাইকুম, কেমন আছেন ? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি "৫ টি অস্থির অ্যান্ড্রয়েড অ্যাপ রিভিউ। 5 Useful Android App Review " এর রিভিউ  দিবো ।

প্রথমে আমরা অ্যাপ গুলোর নাম একসঙ্গে দেখে নি চলুনঃ

  • Privacy Dashboard
  • Adguard (Russian Version)
  • Swap – No Root
  • Who Touch my phone?
  • Radio Garden

চলুন এবার রিভিউ শুরু করা যাকঃ

১ম অ্যাপ ঃ Privacy Dashboard

প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন (Click here for dowload)

Screenshot_2021-08-19-11-03-53-278_com.android.vending

তারপর অ্যাপ টি ওপেন করবেন। এরপর সবগুলো পারমিশন এলাও করে দিলেই অ্যাপ টি এক্টিভ হয়ে যাবে ।

এই অ্যাপ টির কাজ হলো কোন অ্যাপস আপনাকে না জানিয়ে আপনার গোপনীয়তার অনুমতি নিয়ে যাচ্ছে? এখন আপনাকে এটি করতে হবে না, কারণ গোপনীয়তা ড্যাশবোর্ড এটি ট্র্যাক করবে ।

যেমন ঃ আপনি ক্যামেরা ওপেন করলেন , ক্যামেরা তে কি কি ব্যবহার হচ্ছে তা আপনি উপরের ড্যাশবোর্ডে দেখতে পারবেন

IMG-20210819-102634 IMG-20210819-102656

এই ফিচার টি  Android 12 এ ইনবিল্ট দিতে চলেছে।

২য় অ্যাপঃ Adguard

প্রথমে এই অ্যাপ ডাউনলোড করে নিন । ( Click here for download)

(বিঃদ্রঃ এটা মোডেড না। এটা অরিজিনাল রাশিয়ান ভারসন ফলে ৯০ দিন বিনামুল্যে ব্যবহার করতে পারবেন।)

এই অ্যাপের সুবিধাঃ আপনি কোনো সাইট ভিজিট করেন অথবা ইউটিউব এ ভিডিও দেখেন তাহলে কোনো অ্যাড দেখতে পারবেন না ।

অ্যাপ ওপেন করার পর Quick Set-up এ ক্লিক দিয়ে আপনার যেকোনো জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে নিন। তারপর পারমিশন গুলো দিয়ে দিন । অ্যাপ এক্টিভ হয়ে যাবে এবং নোটিফেকেশন বারে ভিপিএন এঁর সংকেত শো করবে
IMG-20210819-102824

 

৩য় অ্যাপঃ SWAP- NO ROOT

প্রথমে আপনি প্লে-স্টোর থেকে অ্যাপ টি ইন্সটল করে নিন। (Cilck here for download)

IMG-20210819-103135

এই অ্যাপ এঁর কাজ ঃ ভার্চুয়াল র‍্যাম বানাতে পারবেন।

কি এই ভার্চুয়াল র‍্যামঃ ভার্চুয়াল র‍্যাম এমন একধরনের র‍্যাম যা আপনার ডিভাইস এর যে হার্ড ডিস্ক বা ইন্টারনাল মেমরি রয়েছে সেটাকে র‍্যাম হিসাবে ব্যাবহার করে। এই প্রযুক্তিতে আমরা আমাদের মোবাইল বা কম্পিউটার এর ইন্টারনাল মেমরি কে র‍্যাম হিসাবে ব্যাবহার করতে পারবো।

অ্যাপ টি ওপেন করবেন । তারপর আপনার যেকোনো জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করে OK তে ক্লিক করবেন।

IMG-20210819-103232

এরপর আপনি যতটুকু র‍্যাম বাড়াতে চান ওখানে লিখে দিন, তারপর CREATE SWAP এ ক্লিক দিবেন । তাহলে কাজ শেষ। আবার ডিলেট করতে চাইলে DELETE SWAP এ ক্লিক দিয়ে হয়ে যাবে ।
IMG-20210819-103316 IMG-20210819-103345

ভার্চুয়াল র‍্যাম এর অসুবিধাঃ

  • আপনার ডিভাইস এর ইন্টারনাল মেমরি কমে যাবে
  • র‍্যাম বাড়লেও কতটুকু বেড়েছে জানতে পারবেন না।

 

৪র্থ অ্যাপ ঃ Who Touch my phone?

প্রথমে অ্যাপ টি প্লে-স্টোর থেকে ইন্সটল করে নিন। (click here for download)

IMG-20210819-103832
এই অ্যাপ এঁর কাজঃ আপনার মোবাইল যতবারই আনলোক করবেন ততবারই এই অ্যাপ সামনের ক্যামেরা দিয়ে ছবি তুলে নিবে।

ইন্সটল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন। তারপর ৪ বার NEXT  এ  ক্লিক করবেন এবং শেষবার  FINISH এ ক্লিক করবেন ।
IMG-20210819-103908

তারপর স্কিনশট অনুযায়ী পাওয়ারব বাটন এ ক্লিক দিয়ে সমস্ত পারমিশন ওলাও করে দিবেন। কাজ শেষ , মোবাইলটি লক করে  আনলক করে দেখুন , আপনার ছবি উটে গেছে ।

IMG_20210819_104022 IMG_20210819_104053

 

শেষ অ্যাপ ঃ Radio Garden

প্রথমে প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করে নিন । (click for download)

এই অ্যাপ এর কাজ ঃ আপনি বিশ্বের সমস্ত রেডিও শুনতে পারবেন

Screenshot_2021-08-19-12-10-31-936_com.android.vending
ইন্সটল হয়ে গেলে ওপেন করবেন । প্রথমেই যেকোনো একটা রেডিও প্লে হবে। তারপর স্কিনশট অনুযায়ী ড্রাগ করলেই সবগুলো রেডিও ষ্টেশন + সার্চ করার অপশন পেয়ে যাবেন ।
IMG_20210819_104433 IMG_20210819_104514

 

এই ৫টি অ্যাপের রিভিও কেমন হলো অবশ্যই জানাবেন ।

ট্রিকবিডিতে এটি আমার ৩য় পোস্ট।ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। –Md Ibrahim Hossain

↑(আমাকে ফেসবুকে পেতে উপরের নামে ক্লিক করুন)

 

প্রথমে trickbd.com ওয়েবসাইটে পোষ্ট করা হয়েছে।

The post ৫ টি অস্থির অ্যান্ড্রয়েড অ্যাপ রিভিউ। 5 Useful Android App Review appeared first on Trickbd.com.

অপমান জিনিসটা ভুলে যেওনা। জবাব দেওয়ার জন্য তৈরি হও। তবে সেটা এই ভাবে

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

অপমান জিনিসটা ভুলে যেওনা

এই মায়াবীর পৃথিবীর বুকে সবাই সময়ের বন্ধু সময় হলে বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের কাজ সময়ে করা উচিত একটা কথা মনে রেখ সময় আর জোয়ারে ঢেউ কারো জন্যই কিন্তু থেমে থাকে না। যোগ্যতা কম হলেই মানুষ অহংকার করে কারণ যোগ্য মানুষেরা কখনো অহংকার করে না বরং অন্য মানুষদের সাহায্য করে।

অপমান গুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিলো তোমার নয়।দিন বদলায় বদলে যায় মানুষের মন কেউ নিজের স্বার্থে দূরে সরে যায় কেউ ভালোবাসার টানে পিছু ফিরে চায়। কারো জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি হবে যে তোমার মনে কথাই বঝলো না সে তোমার দু চার লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে।

যে মানুষটা রোজ তোমার অবহেলা গুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের-পর-দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ ভেবোনা তুমি জিতে যাচ্ছে আসলে তুমি তাকে হারিয়ে ফেলছে। এতটা পথ চলার পর যে সম্পর্ক তোমাকে ঘুমাতে দিচ্ছে না সেই সম্পর্ককেই ঘুমাতে দাও দেখবে নতুন ভোর পাবে। ক্ষমা চাইলে সব হয়না হৃদয়ে এসে আঘাত করা কথাগুলো সহজে ভোলা যায় না।

নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সময় তুমি আরো অনেকের বাস্তব রূপ দেখতে পাবে। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোক খুজে না পেলে একা থাকো তবু ও অযোগ্য কারো সাথে বন্ধুত্ব করতে যেওনা।

বেকাপ অথবা ডিভোর্সি সেদিনই কমবে যেদিন পছন্দটা রুপ অথবা চাকরি দেখে নয় চরিত্র দেখে হবে। অপমান জিনিসটা ভুলে যেওনা জবাব দেওয়ার জন্য তৈরি হও তবে সেটা নিজের সাফল্যের মধ্যে দিয়ে। বেশি কথা বলা মানুষদেরও চারটি বৈশিষ্ট্য হয়ে থাকে।১. হতাশায় আছে ২. একতরফা স্বার্থ সন্ধানী মানুষ ৩. হতে পারে এটা তার ব্যক্তিগত অভ্যাস ৪. খুব সরল মনের মানুষ।

ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সব সময় এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরে ভালো সময় আসবে। দেহের ব্যথা থেকে মনের ব্যথা অনেক বেশি যন্ত্রণাদায়ক। জীবনে কখনো কারো উপর নির্ভর করো না কারণ প্রত্যেকে একদিন না একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে। উপরওলার আশীর্বাদে পাওয়া প্রত্যেকটা জিনিস নিয়ে সুখে থাকো কারণ উপর আলা ওটা দেন না যেটা তোমার ভালো লাগে উপরওয়ালা ওটা দেন যেটাতে তোমার ভালো হবে।

অতিরিক্ত চাহিদায় মানুষের পতন ডেকে আনে। কিছু সম্পর্ক এভাবে ভেঙ্গে যায় একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে আর আরেকজনের ইচ্ছায় জাগে না। মুখে যাদের মধু ঝরে পিঠে তারাই ছুরি মারে। দেখতে সুন্দর তো অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। নদী সামনের দিকে বয়ে যায় ঠিক তেমনি জীবনকে নিয়ে সামনের দিকে ভেবো অতীতকে ভেবোনা।

মেয়েদের জীবন বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় তাহলে বলবে কি করবি বল তোর ভাগ্যই খারাপ আর নিজের পছন্দমতো বিয়ে করার পর যদি সংসার ভেঙে যায় তখন বলবে নিজে বেশি বুঝে গেছিলি ঠিক হয়েছে। আমাদের সমাজটা এরকম তাই নিজের মতো করে বাঁচো সমাজ তোমার চোখের জলের ভাগ কোনদিনও দিবেনা।

এই বিষয়টা বুঝে নাও মূর্খ তোমাকে বুঝতে পারবে না আর তুমিও কোনদিনও মূর্খ কে বোঝাতে পারবে না। যদি কেউ কোনদিন তোমার ছোট করতে চায় তবে ভেবে নিও তুমি তাদের যে অনেক উপরে আছে। খোলা চোখে তুমি তোমার মত জিনিস দেখতে পাবে আর বন্ধ চোখে তুমি মনের মত জিনিস দেখতে পাবে।

যে তোমায় নিয়ে হিংসা করছে তার কথা ভেবে হতাশায় জড়িও না সে তোমায় নিয়ে ইতিমধ্যেই এক আকাশ হতাশায় রয়েছে। কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায়না যার ইচ্ছা হবে সে শত ব্যস্ততার মাঝেও একটু সময় দেবে। স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর যে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছে সে মারা গেছে। অল্প কথায় যে অনুভূতি বোঝে না তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ হবে না।

যে ব্যাক্তি কথায় কথায় রেগে যায় সেই ব্যক্তি নিজের কাছে বেশি ক্ষতিকর এবং যে ব্যাক্তি কথায় কথায় হাসে সেই ব্যক্তি অন্যের কাছে বেশি ক্ষতিকর। সম্পর্কের মধ্যে মিথ্যা বলা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমনে ঘটে। আপনি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দেবেন স্বার্থ শেষ হলে সে আপনাকে ছেড়ে চলে যাবে।

এটা ভেবোনা কে কখন কেন কিভাবে কোথায় বদলে গেল শুধু ভেবে কি দিয়ে গেল আরকি শিখিয়ে দিয়ে গেল। শূন্যস্থান কখনো শূন্য থাকে না ধুলো দিয়ে হলেও একসময় পূর্ণ হয়ে যায়।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post অপমান জিনিসটা ভুলে যেওনা। জবাব দেওয়ার জন্য তৈরি হও। তবে সেটা এই ভাবে appeared first on Trickbd.com.

ssc 22 এর ফিন্যান্স ও ব্যাংকি নিয়ে নিন .txt আকারে —(5th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2022 এর ফিন্যান্স ও ব্যাংকি এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 2022

ফিন্যান্স ও ব্যাংকি এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

ফিন্যান্স ও ব্যাংকি এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এই সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন।
KalerTech.com

Read More

নিয়ে নিন বাংলালিংক থেকে ১ জিবি সবাই পাবেন।

খোদা হফেজ।

The post ssc 22 এর ফিন্যান্স ও ব্যাংকি নিয়ে নিন .txt আকারে —(5th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

Hoichoi Premium Account Username And Password

Posted:

Hello Friends,

কেমন আছেন? আশা করি ভাল আছেন এবং আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু হইচই প্রিমিয়াম অ্যাকাউন্ট। তো চলুন শুরু করা যাক।

আপনি যদি একজন বাংলা চলচ্চিত্র প্রেমিক হন তাহলে এই হুইচোই প্রিমিয়াম অ্যাকাউন্ট free আপনার জন্য। hoichoi tv এই সাইটটি ওয়েব সিরিজের জন্য একমাত্র জনপ্রিয় বিনোদন বাংলা মুভি প্ল্যাটফর্ম এবং 18+ মজার মুভি, সব ধরনের মূল বাংলা সিনেমা সহ। বর্তমানে এখানে প্রায় 2,000 ঘণ্টার সিনেমা রয়েছে এবং প্রতি মাসে নতুন হুইচোই এ মুভি যুক্ত হচ্ছে।
এখানে বাংলা ভাষার বিষয়বস্তু সহ আরো অনেক মুভি আছে, তার মধ্যে কিছু হল হিন্দি ভাষায় যার কারণে এটি বাংলাদেশী সহ ভারতীয় বাঙালিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়।

কেন hoichoi tv প্রিমিয়াম account ব্যবহার করবেন?
HoiChoi এর বিশেষ সুবিধা হল যে আপনাকে সব সিনেমার জন্য অর্থ প্রদান করতে হবে না, কিছু সিনেমা আছে যা আপনি বিনামূল্যে দেখতে পারেন। যাইহোক, আপনাকে নতুন মূল এবং সদ্য হইচইয়ের মুক্তি পাওয়া মূল সিনেমাগুলি দেখার জন্য অর্থ প্রদান করতে হবে। কিন্তু বেশিরভাগ নতুন গান শোনার জন্য আপনাকে Hoichoi প্রিমিয়াম প্যাকেজ ব্যবহার করতে হবে ।

List Of Premium Account

Ay71288@gmail.com:9818948743 Expiry Date = 2022-03-27
balaprakash.kc@gmail.com:honey123$ Expiry Date = 2021-08-02
bkchakravorty@gmail.com:17051950 Expiry Date = 2021-05-26
chakravarty8@gmail.com:dhoom77@ 2021-10-21
|mukherjikaustav@gmail.com:mitali172 Expiry Date = 2022-03-23
pushpalc@gmail.com:bublai13 Expiry Date = 2021-12-26
devranch@gmail.com:takihouse Expiry Date = 2022-02-10
mail.biswajitsarkar@gmail.com:sunshine33 Expiry Date = 2022–9-19
pabitraphysics001@gmail.com:pabphy1992 Expiry Date = 2022-09-13
ajain2706@gmail.com:anuj2706 Expiry Date = 2022-11-12
siladitya_ss@yahoo.com:ador2208 Expiry Date = 2022-03-09
anjankroy@yahoo.com:anjan123 Expiry Date = 2022-09-23

কিভাবে লগইন করবেন?

লগ ইন করতে এই লিঙ্কে ক্লিক করুন।
তারপর নিচের মতো করুন।





Hoichoi প্রিমিয়াম অ্যাকাউন্ট এর সুবিধা কি?

👉কোন বিজ্ঞাপন নেই,
👉সীমাহীন স্ট্রিমিং,
👉1000 টিরও বেশি গান আছে, আপনি বিনামূল্যে শুনতে পারেন,
👉আমাদের শেয়ার করা অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য আপনাকে টাকা দিতে হবে না,

আমি আশা করি আপনি এখানে ব্যবহৃত পাস ব্যবহার করতে পারেন, কিন্তু একটি কথা আমি কোনভাবেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করব না।

পাসওয়ার্ড পরিবর্তন না করে ব্যবহার করুন, আশা করি সমস্যা হবে না। আর, যদি লগইন করতে কোন problem হয় আপনার ইমেইল কমেন্টে দিতে পারেন ইমেইল এর Reply এ আপনি New Premium Account Access পেয়ে যাবেন।
ধন্যবাদ, আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকুন।

The post Hoichoi Premium Account Username And Password appeared first on Trickbd.com.

ইউটিউব এর চ্যানেল কি অটোমেটিক মনিটাইজ হচ্ছে ? ইউটিউব এর মনিটাইজ না হওয়া চ্যানেলে এড‌ কেন আসছে ? এতে মনিটাইজ চ্যানেলের কি কি ক্ষতি হবে ?

Posted:

আসসালামুয়ালাইকুম,

ট্রিকবিডি তে আপনাকে স্বাগতম । আজকের এই পোস্টে আমি লিখতে যাচ্ছি যে কেন আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ না হওয়া সত্ত্বেও এড শো করছে এবং এতে মনিটাইজ হওয়ার চ্যানেলের কি কি ক্ষতি হবে । এই অ্যাড এর মাধ্যমে আপনি কি কোন ইনকাম করতে পারবেন ? তবে আপনার জন্য আছে একটি ভালো খবর এবং একটি খারাপ খবর । সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইল । ইউটিউবে মনিটাইজ হওয়ার জন্য লাগে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম ।

মূলত ইউটিউব এড এর মাধ্যমে ( মনিটাইজ হওয়া চ্যানেল ) আয় করে থাকে । কোম্পানি গুগলকে তাদের বিজ্ঞাপন প্রচার করার জন্য টাকা দিয়ে থাকে । এরমধ্যে ৪৫% গুগোল নিজে রেখে দেয় এবং বাকি ৫৫% যার চ্যানেল সেই চ্যানেলের একাউন্টে চলে যায় । তো এখন এখানে গুগোল প্রায় সব ভিডিওতে এড শো করতেছে সেটা হোক মনিটাইজ চ্যানেল মনিটাইজ নয় এমন চ্যানেল অনেকে মনে করতে পারেন যে ভাই  আমার চ্যানেলটি তাহলে কি অটোমেটিক মনিটাইজ হয়ে গেল ? তাহলে এখন বলছি খবর দুটি কি কি ?

০১. আপনার ভিডিওতে এড শো করবে মনিটাইজ না হলেও । (ভালো খবর )

০২. আপনি সেই এড এর মাধ্যমে কোন টাকাই পাবেন না ।( খারাপ খবর )

আমি আগেই বলেছি যে কোম্পানি তার বিজ্ঞাপনের জন্য যেই টাকাটি দিয়ে থাকে গুগলকে , সেটির ৪৫% গুগোল নিজে রেখে দেয় এবং বাকি ৫৫% চ্যানেলকে দেয় । কিন্তু এখানে মনিটাইজ না হওয়া চ্যানেলে এড শো করলে গুগল সম্পূর্ণ টাকা নিজের পকেটে ঢুকিয়ে নেবে ।

এটি ইউটিউব এর একটি বড় আপডেট । যেটা জানুয়ারী মাসে আমেরিকা তে চালু হয়েছে এবং বছরের মাঝখানে মানে এই সময় টার মধ্যে অন্যান্য সব দেশে কার্যকর হবে এটা বলা ছিল । তো কার্যকর হয়ে গেছে । এখন যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের কি কি ক্ষতি হবে প্রথমটা এখানে যে তাদের ইনকাম অনেকটা কমে যাবে কারণ তাদের ভিডিওতে দেখানোর মত আর এত বেশি এড থাকবে না । যত বেশি অ্যাড তত তার ইনকাম বেশি হবে যেহেতু এড কমে যাবে‌ তাই তার ইনকামটা অনেকাংশে কমে যাবে । পোস্টটি ভাল লাগলে একটি লাইক দিন পোস্টটি শেয়ার করুন । এই বড়োসড়ো আপডেট সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান ।

আমি আমার চ্যানেলে মোবাইলের রিলেটেড বিভিন্ন প্রকার টিপস এবং ট্রিকস দিয়ে থাকে তো আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলে ভিজিট করতে  ক্লিক করুন এখানে

The post ইউটিউব এর চ্যানেল কি অটোমেটিক মনিটাইজ হচ্ছে ? ইউটিউব এর মনিটাইজ না হওয়া চ্যানেলে এড‌ কেন আসছে ? এতে মনিটাইজ চ্যানেলের কি কি ক্ষতি হবে ? appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments