Search box..

বাংলালিংক ফ্রি মেগাবাইট অফার ২০২১

বাংলালিংক ফ্রি মেগাবাইট অফার ২০২১


বাংলালিংক ফ্রি মেগাবাইট অফার ২০২১

Posted:

আসসালামু আলাইকুম। অনেকদিন পর হাজির হলাম বাংলালিংকের একটি ফ্রি অফার নিয়ে । সংক্ষেপে আপনাদের কে জানিয়ে দিচ্ছি। অফারের বিস্তারিত স্ক্রিনশটেই দেখতে পাচ্ছেন। ফ্রি ইন্টারনেট অফারটি পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

(অফারটি শুধুমাত্র যাদের স্মার্টফোন বা এন্ড্রয়েড ফোন আছে, এবং mybl অ্যাপ ইন্সটল করার পর একটি মেসেজ app এর উপরে থাকবে তারাই পাবেন)

১) প্লে স্টোর থেকে মাই বাংলালিংক অ্যাপটি ডাউনলোড করে নিন।

২) নিচের স্ক্রীনশটএর মত অপশন পাবেন refer now নামে। সেখানে ক্লিক করুন।

৩) উক্ত বাটনে ক্লিক করার পর নিচের স্ক্রীনশটএর মত একটি ফাঁকা জায়গা আসবে যেখানে আপনি একটি রেফার কোড বসাতে। আমার রেফার কোড হল: 721B90AF

৪) আপনি আমার রেফারেল কোডটি উক্ত স্থানে বসালে আপনিও মেগাবাইট পাবেন আমিও পাব। এবার আপনিও সেম ভাবে আপনার এই কোডটি আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করতে পারেন মাই বাংলালিংক অ্যাপ এর উপরে থাকবে, যেখানে 721B90AF বসাচ্ছেন তার একটু উপরে তখন তারাও পাবে আপনিও পাবেন।

 

সবাই নামাজ আদায় করুন. Assunnah trust ওয়াজ দেখুন, holy tune এর ইসলামিক সংগীত দেখুন.

Finally, please Visit my blog site. Thank you.

The post বাংলালিংক ফ্রি মেগাবাইট অফার ২০২১ appeared first on Trickbd.com.

গল্পে জল্পে জেনেটিক্স pdf download | Golpe Jolpe Genetics pdf

Posted:

গল্পে জল্পে জেনেটিক্স বই রিভিউ



গল্পে জল্পে জেনেটিক্স। নাম শুনেই পাঠক বুঝতে পারছেন বইটির আলোচ্য বিষয় কি হতে যাচ্ছে। জেনেটিক্স বা বংশগতিবিদ্যা, জীববিজ্ঞানের অন্যতম প্রধান মৌলিক শাখা। জীববিজ্ঞান এমনিতেই আমাদের ছাত্রদের কাছে বেশ ভীতিকর, সেখানে জেনেটিক্স যেন মরার ওপর খাঁড়ার ঘা রীতিমতো নীরস, কাটখোট্টা। কিন্তু যখন দেখবেন লেখকের (অনুবাদকের — প্রকৃতপক্ষে) নাম চমক হাসান, তখন একটা বিজলি-চমক আপনার মাথায় খেলে যেতে বাধ্য।

চমক হাসান পড়েছেন তড়িৎ প্রকৌশল বিষয়ে, তার অনুরাগীদের কাছে সমধিক জনপ্রিয় গণিত – শিক্ষক হিসেবে, জেনেটিক্সের বইতে সেই ব্যক্তির নাম! অবশ্য লেখকের নাম পাঠককে খানিকটা স্বস্তি দেবে এ বিষয়ে আমি নিশ্চিত। কেননা নামটি চমক হাসান, কঠিন-জটিল, জিলাপির প্যাঁচযুক্ত বিষয়ের জট খুলে তাকে সহজ করে বোঝাতে হাসিখুসি চেহারার এই মানুষটির যে জুড়ি মেলা ভার।

গল্পে জল্পে জেনেটিক্স — চমক হাসানের প্রথম প্রকাশিত বই। আরো পরিষ্কার করে বলতে গেলে বইটি একটি ইংরেজি বইয়ের রূপান্তর। মূল বইটি হলো বিখ্যাত কার্টুনিস্ট ল্যারি গনিকের ‘এ কার্টুন গাইড টু জেনেটিক্স। বইটির সহলেখক ছিলেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মাইক্রোবায়োলজির অধ্যাপক মার্ক হুইলিস। ল্যারি গনিক সবচে জনপ্রিয় তার কার্টুন গাইড সিরিজের জন্য। দ্যা কার্টুন গাইড টু ফিজিক্স, দ্য কার্টুন গাইড টু কেমিস্ট্রি ইত্যাদি ইত্যাদি। ইংরেজিতে বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৩ তে। আর এর রূপান্তর ”গল্পে জল্পে জেনেটিক্স” দুই খণ্ডে প্রথম বের হয় অন্যরকম প্রকাশনী থেকে, ২০১২ অমর একুশে বইমেলায়। এ বছরের বইমেলায় আদর্শ প্রকাশনী থেকে বইটি বেরিয়েছে — নতুনভাবে এবং নতুনরূপে।

এবার আসি বইয়ের কথায়……………
স্পষ্টতই জেনেটিক্সের বিভিন্ন মৌলিক বিষয় আলোচনাই এই বইয়ের মূল উপজীব্য। জীববিজ্ঞান থেকে আমরা জানি আমাদের যাবতীয় দেহতাত্ত্বিক ক্রিয়াকলাপ পরিচালনা করে জিন। কিন্তু আমাদের দেহে কীভাবে কাজ করে সেই জিন? কিভাবে মানুষ আবিষ্কার করলো সেই অতি ক্ষুদ্র বস্তু? আগামী শতাব্দী কি জিন প্রকৌশলের শতাব্দী হতে চলেছে? মানুষ কি পারবে ঠিক তার মতোই আরেকজন মানুষ ক্লোন করে ফেলতে? এই সব প্রশ্নের জবাব লুকিয়ে আছে বহু বছর আগে শুরু হওয়া জীবনের এক গল্পের মাঝে, যার অংশ আমরা সবাই।

“গল্পে জল্পে জেনেটিক্স”—এ সেই গল্পটাই বলা হয়েছে। মজার বিষয় হচ্ছে, পুরো বইটিই কমিক্সের আকারে লেখা এবং ততধিক মজার ছবি আর কার্টুনে ভরপুর।রসালো সব কার্টুনে জেনেটিক্সের একদম মৌলিক বিষয়গুলিই সন্নিবেশিত হয়েছে এখানে। কমিক্স আকারে লেখা হলেও বইটি তার বিষয়বস্তুতে বেশ সিরিয়াস। মাধ্যমিক পর্যায়ের কোষ বিভাজন, ডিএনএ, আরএনএ থেকে শুরু করে বায়োটেকনলজি, মলিকুলার বায়োলজির মতো ইউনিভার্সিটির জেনেটিক্স কোর্সের সমপর্যায়ের বিষয়বস্তুও স্থান পেয়েছে এতে। মুখবন্ধে বিজ্ঞানশিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেয়ার জন্যে কাজ করে যাওয়া আরেক বিজ্ঞানসৈনিক, ডাক্তার সৌমিত্র চক্রবর্তীর ভাষ্য।

“বইটা পড়া যতোই এগোতে থাকে, ততই আমি বিস্মিত হতে থাকি। একী! এতো দেখছি মেডিকেল প্রথম বর্ষের বায়োকেমিস্ট্রি বিষয়টির অন্তর্ভুক্ত জেনেটিক্স কার্ডটির পুরোটাই ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে আরো অনেক কিছু পেলাম, যা ঐ কার্ডে ছিলো না কিন্তু থাকলে ভালো হতো… পড়ার সময় আমার মনে হচ্ছিলো ইশ, প্রথম বর্ষে থাকতে যদি বইটা পেতাম, তাহলে জেনেটিক্স কার্ডটাকে ঐরকম বিভীষিকা মনে হতো না। ভাবুন তাহলে একবার ব্যাপারখানা!

বইটিতে খুব গুরুত্বের সাথে স্থান পেয়েছে জেনেটিক্সের অগ্রগতির ইতিহাস এবং বিভিন্ন আবিষ্কারের পেছনে বিজ্ঞানীদের অবদানের গল্প। এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জন্যে যে গতানুগতিক পাঠে আমরা শুধু থিওরির জটিল বুলি গুলোই আত্মস্থ করে যাই। এর পেছনের রোমাঞ্চকর গল্পগুলো জানার সুযোগ আর হয়ে ওঠে না। এ বইতে বেশ যত্নের সাথেই জেনেটিক্সের ক্রমোন্নতির একেকটি পর্যায় এবং সেই পর্যায়ক্রমিক উন্নতির পেছনে কাজ করা বিজ্ঞানীদের তুলে ধরা হয়েছে।

এর সাথেই সংশ্লিষ্ট আরেকটি বিষয় বলি, বইটির বিষয়বস্তুর ধারাবাহিকতা অসাধারণ। কোন বিষয়টির পর কোনটির অবতারণা করলে পাঠকের বুঝতে সুবিধা হবে, পাঠক যেনো নিজেকে কূল — কিনারাহীন অথৈ সাগরে হারিয়ে না ফেলেন, বরং ধাপে ধাপে জেনেটিক্সের গভীরে ঢুকতে পারেন, হৃদয়ঙ্গম করতে পারেন বিষয়গুলো। সেই বিষয়টি এখানে নিশ্চিত করা হয়েছে‌ সুন্দরভাবে। আবার বইটিতে কিছুদূর পর পর গিয়ে যেখানে যেমন প্রয়োজন, সেখানে পূর্বের তত্ত্বগুলো মনে করিয়ে দেয়া হয়েছে, যা রীতিমতো প্রশংসনীয়।

বইটির আরেকটি সুন্দর দিক হচ্ছে এর অঙ্কন।মাইটোসিস – মিয়োসিস, ডিএনএ, আরএনএ, কোডন, অ্যামিনো এসিডের জটিল – বিদঘুটেও নয়, আবার ছেলেভুলানোও নয়। বরং বেশ পরিচ্ছন্ন ড্রয়িং পাঠকের মন কাড়বে। আগেই বলেছি, চমক হাসান বায়োলজির ছাত্র নন, বাংলাভাষী বিজ্ঞানপ্রেমীদের প্রতি নেহায়েৎ দায়বদ্ধতা থেকেই করেছেন অনুবাদ। ‘এ কার্টুন গাইড টু জেনেটিক্স’ এর মতো বই বা তার অনুবাদ বাংলা ভাষায় খুব বেশি এসেছে তা বলা যায় না, তবে আসা যে অতি প্রয়োজনীয় এ বিষয়ে বোধ করি সকলেই একমত হবেন।

চমক হাসানকে বেশ বড়সড় একটা ধন্যবাদ, এই মানের একটি বইকে বাংলায় রূপান্তর করে আমাদের উপহার দেওয়ার জন্য। তার অনুবাদের হাত অসাধারণ প্রাঞ্জল। অত্যন্ত সহজ – সাবলীল শব্দ ব্যবহার করে পাঠককে জেনেটিক্সের জটিল জগতে নিয়ে গেছেন তিনি। যদিও এটি তার প্রথম কাজ, কিন্তু অনুবাদের ভঙ্গি একদম অনাবিল, জড়তার লেশমাত্র নেই। ইংরেজি থেকে রূপান্তরের সময় মূল বক্তব্য অক্ষুণ্ন রেখে বাংলা ভাষা ও সংস্কৃতির উপযোগী করেই অনুবাদ করা হয়েছে বইটি।

পাঠক যদি মূল ইংরেজি বইটির সাথে মিলিয়ে পড়তে পারেন, তবে স্বভাবতই চমক হাসানের অনুবাদের তারিফ না করে পারবেন না। যেমন ধরুন, বইয়ের প্রথম পৃষ্ঠায় ল্যারি গনিক শুরু করেছেন এভাবে,”I'm in a scientific mood… “আর চমক হাসানের অনুবাদ,”হুম…আমি একটু 'ভাবে' আছি… কেমন জানি বিজ্ঞানী বিজ্ঞানী ভাব! অর্থাৎ তিনি একেবারেই আক্ষরিক অনুবাদের পথ বেছে নেন নি, যা তাঁর রূপান্তরকে করে তুলেছে প্রাঞ্জল এবং সুখপাঠ্য।অনুবাদকের উন্নত হিউমারের পরিচয় পাঠক পাবেন উৎসর্গ অংশে, যেখানে চমক হাসান লিখেছেন, “প্রজনন’—কে, যাকে ছাড়া এই বইটি, বইটি যারা লিখেছেন কিংবা বইটি যারা পড়বেন— কারও অস্তিত্বই সম্ভব ছিলো না !”

শুধু এটুকুই নয়, সারা বইজুড়েই রয়েছে মজার সব কৌতুক, জেনেটিক্স পড়ানোর সাথে সাথে পাঠককে যা আনন্দ দেবে পুরোদমে। বইটির সবচেয়ে দারুণ দিক বোধ করি এটাই, যে বইটি পড়তে পারবে সবাই — প্রাথমিক বিষয়গুলো যেমন কৌতূহলী দশম শ্রেণি পড়ুয়ারাও বুঝবে, তেমনি জটিল বিষয়গুলো হয়তো ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরও পড়া বুঝতে সাহায্য করবে।

ইতিহাস থেকে শুরু করে বায়োটেকনলজি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মেন্ডেলিয়ান জেনেটিক্স থেকে ফ্রান্সিস-ক্রিকের ডিএনএ রেপ্লিকেশন – ট্রান্সক্রিপশন, ভিক্টোরিয়া পরিবারের হিমোফিলিয়া থেকে অতি পুরুষ সমস্যা XYY সিনড্রোম, জৈববিবর্তনের আলোকে জেনেটিক্সের বিশ্লেষণ। কি নেই এখানে? তারচে’ও বড় কথা হচ্ছে, “জীববিজ্ঞান এবং জেনেটিক্স সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি গড়ে দেবে বইটি, খুব কম বইয়েরই থাকে যে ক্ষমতা”।
জীবনের পাঠ যে মোটেই পানসে নয়, ক্লান্তিকর নয়-বরং ততোধিক চমকপ্রদ, আনন্দদায়ক—এই কথা পাঠক অনুভব করবেন তার অন্তরে। কেননা, বইয়ের কথাতেই বলি, “আমরা এমন একটা সময়ে এসে পৌঁছেছি যখন সবাইকেই হতে হবে একেকজন জীববিজ্ঞানী আর গোটা পৃথিবীকেই হতে হবে তাদের পাঠশালা।”
তবে আর দেরী কেনো? এখনই বইটি অর্ডার করুন অথবা pdf বইটি ডাউনলোড করে পড়ুন। হ্যাপি রিডিং 🙂

বইয়ের নামঃ গল্পে জল্পে জেনেটিক্স
বইয়ের লেখকঃ চমক হাসান
পৃষ্ঠা সংখ্যাঃ ১১২ টি প্রায়
ক্যাটেগরিঃ জীববিজ্ঞান
পিডিএফ সাইজঃ ৩০ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ গল্পে জল্পে জেনেটিক্স pdf


The post গল্পে জল্পে জেনেটিক্স pdf download | Golpe Jolpe Genetics pdf appeared first on Trickbd.com.

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে এখনি ডাউনলোড করে নিন!!

Posted:

২০২১ খ্রিষ্টাব্দেরর এইচএসসি পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে ৩য় সপ্তাহের জন্য ১৪ টি বিষয় এর অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

ফ্রি তে মোবাইল রিচার্জ নিয়ে নিন সবাই

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

The post ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে এখনি ডাউনলোড করে নিন!! appeared first on Trickbd.com.

ইন্টারনেট কানেকশন অন থাকলেও বন্ধ করে রাখুন ইমু, হোয়াটসঅ্যাপ, বিপ এর কল আসা বা যেকোনো অ্যাপকে ইন্টারনেট কানেকশন থেকে বিচ্ছিন্ন রাখুন ১ ক্লিকে ।

Posted:

আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই ? আমি আল্লাহর রহমতে ভালো আছি । তো আজকে চলে আসলাম একটি নতুন ট্রিক নিয়ে । ট্রিকটি হচ্ছে এরকম যে আপনি যদি ইমু হোয়াটসঅ্যাপ ভাইবার বিপ বা এরকম কোন অ্যাপ ব্যবহার করে থাকেন‌ তাহলে আপনার ফোনে যদি ইন্টারনেট কানেকশন অন থাকে তবুও কল আসা বন্ধ করে রাখতে পারবেন । শুধুমাত্র এই অ্যাপগুলো নয় আপনি চাইলে আপনার ইন্টারনেট কানেকশন অন থাকলেও আপনার ইচ্ছামতো যেকোনো অ্যাপকে ইন্টারনেট কানেকশন থেকে বিচ্ছিন্ন করে রাখতে পারেন শুধুমাত্র একটি ক্লিকে । অনেকে আমাকে বলতে পারেন যে ভাই এই কল বন্ধ করা এটা তো আমরা নোটিফিকেশন বন্ধ করেও করতে পারি কিন্তু বলে রাখি যে নোটিফিকেশন বার বার অন অফ করা একটি সময় সাপেক্ষ কাজ তাই কিভাবে অ্যাপের মাধ্যমে খুব সহজে করবেন তা দেখাবো আজকের এই পোস্টে এর জন্য আপনাকে একটি অ্যাপস ইন্সটল করতে হবে তার জন্য চলে যাব না গুগল প্লে স্টোরে গিয়ে টাইপ করবেন

netguard টাইপ করলে যে রেজাল্ট আসবে সেখান থেকে ইন্সটল করে নিবন ।

ইন্সটল হয়ে গেলে এখানেই অ্যাপ ওপেন করবেন । ওপেন করলে এখানে আপনার কাছে পারমিশন চাইবে এখানে I agree তবে ক্লিক করবেন ।

এরপর এইখানে দেখতে পাবেন অনেকগুলো ওকে লেখা আছে সবগুলোতে ক্লিক করবেন ।

এরপর যদি ডান দিকের কোনায় উপরে দেখেন তাহলে থ্রি ডট পাবেন সেখানে ক্লিক করবেন ।

এখানে একটি অপশন পাবেন Lockdown Traffic নামে সেটি অন করে দেবেন ।

এরপর এখানে একবার রিফ্রেস করবেন ।

রিফ্রেশ করলে দেখতে পারবেন তালার মতো একটি অপশন এসেছে আর তার পাশে যদি দেখেন তাহলে একটি ওয়াইফাই এর আইকন এবং অন্যটি মোবাইল নেটওয়ার্ক এর আইকন ।

আপনি এখানে যে অ্যাপটি ইন্টারনেট কানেকশন অন থাকা অবস্থায় চালাতে চান সেই অ্যাপটির সিলেক্ট করতে হবে । আপনি  সার্চ করতে পারেন

যেমন এখানে আমি ইউটিউব সার্চ করলাম কারণ শুধুমাত্র ইউটিউব কে আমি ইন্টারনেটের সাথে কানেক্টেড রাখবো । এখানে v এর মতো অপশনটিতে ক্লিক করবেন ।

তো এখানে অপশনটিতে ক্লিক করার পর একটি অপশন দেখতে পারবেন conditions নামে সেখানে allow in Lockdown mode তে টিক দিবেন ।

ওটাতে ক্লিক করার পর ব্যাক করে রিফ্রেশ করবেন

এখন এখানে তালার মত অপশনটি নেই মানে এটাকে আমি ইন্টারনেটের সাথে কানেক্টেড রাখতে পারবো ।

এরপর এখানে যে অপশন টি দেখতে পাচ্ছেন সেটা অন করে দেবেন ।

অন করলে কিছু পারমিশন চাইবে এলাও করবেন ।

এরপর এখানে এরকম একটি মেসেজ আসবে এখানে don’t show again এ ক্লিক করে cancel এ ক্লিক করবেন ।

এখানে আমি ইউটিউব vanced কে Lockdown mode এ allow করি নি তাই এটা চলছে না ।

এখন আসা যাক ডিসকানেক্ট বা সব অ্যাপকে সচল করবেন কিভাবে ? এর জন্য আপনাকে অ্যাপটিতে ঢুকে এটাকে অফ করে দিতে হবে ।

এর পোস্টটি বুঝতে কোন প্রকার অসুবিধে হলে ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য ক্লিক করুন এখানে

আমার চ্যানেলে পাবেন আপনি এইরকম অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন প্রকার টিপস্ এন্ড ট্রিকস্ তো আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন । আমার চ্যানেলে যেতে

এখানে ক্লিক করুন

পোস্টটি লাইক এবং শেয়ার করুন।

আমার আরো পোস্ট দেখুন এখান‌ থেকে

ট্রিকবিডি এর সাথেই থাকুন ।

The post ইন্টারনেট কানেকশন অন থাকলেও বন্ধ করে রাখুন ইমু, হোয়াটসঅ্যাপ, বিপ এর কল আসা বা যেকোনো অ্যাপকে ইন্টারনেট কানেকশন থেকে বিচ্ছিন্ন রাখুন ১ ক্লিকে । appeared first on Trickbd.com.

Placebo Effect মনের শক্তি দিয়ে আপনার শরীরে যেকোন রোগ ভালো করুন

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

Placebo Effect

যদি আমি আপনাকে বলি যে আপনি কেবলমাত্র আপনার চিন্তা শক্তি দ্বারাই শরীরের বড় কোন রোগকে ঠিক করতে পারবেন। আপনি আপনার মাইন্ড পাওয়ারকে ইউজ করে শরীরের বড় কোনো অসুখে ঠিক করতে পারবেন। তো আপনি কি আমার এই কথাটিকে বিশ্বাস করবেন। জানি বিশ্বাস করবেন না। কিন্তু এটি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সত্য যে আপনি আপনার মাইন্ড পাওয়ারকে ইউজ করে আপনার শরীরের কোন রোগ-ব্যাধিকে ঠিক করতে পারবেন। আপনাকে শুধু এর মাধ্যমে জানতে হবে এবং কিভাবে টেকনিকে ইউজ করতে হয় তা জানতে হবে। আর আজকের এই আর্টকেলটির মাধ্যমে আমরা এটাই জানতে চলেছি।

Placebo Effect যার সাহায্যে আপনি কেবল মাত্র আপনার চিন্তা শক্তির সাহায্যে কোন রোগ-ব্যাধি ঠিক করতে পারবেন। Placebo Effect এই নামটিকে হয়তো আপনাদের মধ্যে থেকে অনেকেই আগেও শুনেছেন। হশতো অনেকে প্রথমবার শুনছেন এই টপিকটি উপরে একটি বইয়ে লেখা রয়েছে। বইটির নাম হলো You are the placebo

বইটির অথার হলেন ডক্টর জো ডিসপঞ্জা। জো ডিসপঞ্জা বয়স যখন ২১ বছর ছিল তখন তার সাথে একটি বড় অ্যাক্সিডেন্ট ঘটে যায়। সেই অ্যাক্সিডেন্টে তার পা এবং বেগবোনের প্রায় সমস্ত হাড় ভেঙে গিয়েছিল। বড় বড় ডাক্তারের কাছে দেখিয়ে কোন লাভ হল না। ডক্টর তাকে বললেন যে তাকে এবার তার সমস্ত জীবন হুইলচেয়ারে কাটাতে হবে কিন্তু যো হার মানেনি তিনি নিজের উপর একটি এক্সপেরিমেন্ট করলেন।

তিনি মনে মনে এটা ভেবে নিয়েছিলেন যে তিনি একজন নর্মাল ব্যক্তি তার শরীরে কিছুই হয়নি বেশ কয়েক বছর তাকে হুইলচেয়ারে থাকতে হবে। তারপর সে আবার তার নাম আমার লাইফে উপভোগ করতে পারবে। কয়েক মাস কেটে যাওয়ার পর তিনি ফিল করলেন তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং কয়েক বছর পর তিনি একেবারেই সুস্থ হয়ে গেলেন। তিনি তাঁর হুইল চেয়ার থেকে উঠে নিজের নর্মাল লাইফটা উপভোগ করতে শুরু করলেন।

আর এই ঘটনাটি মেডিকেল সাইন্স এর কাছে একটি বড় মিস্টি হয়ে গেল আর ঠিক এই রকম একটি ঘটনা স্টিফেন হকিং এর সাথে ঘটেছিল। এই এক্সাম্পল দুটির দ্বারা এটা একেবারেই ক্লিয়ার হয়ে যায়। যে আমাদের শরীর সেটাই করে যেটা আমরা ভাবি আর এই কথাটিকে সাইন্স ও প্রুফ করেছে। যে ফ্রিকুয়েন্সি আমরা আমাদের ব্রেনের রাখি সেই একই ফ্রিকোয়েন্সিতে আমাদের বডিও রিরেক্ট করে।

Placebo Effect কে প্রুফ করার জন্য বিজ্ঞানীরা কিছু এক্সপেরিমেন্ট করেন তারা কিছু পেশেন্টদেরকে ডাকলেন এবং তাদেরকে বললেন যে আমরা এমন মেডিসিনকে ডেভলপ করে নিয়েছি যার সাহায্যে আপনাদের শরীরের ব্যথা একেবারে শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা পেশেন্টদের পেইন কিলারের পরিবর্তে নর্মাল সুগার মেডিসিন দিয়ে দিলেন। আশ্চর্য জনকভাবে সেই Sugar Medicine মেডিসিন খেয়ে খেয়ে লোকেদের ব্যথা শেষ হয়ে যায়।

কারণ লোকেরা সেটিকে মেডিসিনের রূপে একসেপ্ট করেছিলেন। মেডিকেল ফিল্ডে স্পেশালি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ডক্টরা Placebo Effect কে প্রচুর মাত্রায় ব্যবহার করে। আর ঠিক এই ভাবেই আপনি হয়তো বহু লোকেদেরকে তাবিজ আংটি বা গলায় মালা পড়তে দেখেছেন। এই সকল জিনিস গুলিও মানে তাবিজ, আংটি, মালা Placebo Effect এক্সাম্পল। এই সকল জিনিস গুলি আপনার লাইফে ঠিক তেমনি প্রভাব ফেলবে যেমনভাবে আপনি এগুলিকে এক্সেপ্ট করবেন।

একচুয়ালি এই Placebo Effect বিলিভ সিস্টেমের উপর কাজ করে। Placebo Effect আপনার আস্থা এবং বিশ্বাস এর ভিত্তিতে কাজ করে। ফর এক্সাম্প্লে মাঝেমধ্যেই আপনি হয়তো এক্সামের আগে খুবি নারভাস হয়ে পরে এবং ভাবতে শুরু করেন যে বোধহয় আমার এক্সাম খুবই খারাপ হবে আর নরমালি তা ঘটে যায়। এই সিচুয়েশনে আপনি যে কোশ্চেনগুলো আনসারকে জানতেন সেগুলি কেউ ভুলে যান জানা প্রশ্নের উত্তর গুলো কেউ আপনি এক্সাম হলে নার্ভাসনেসের কারণে ভুলে যান।

মানুষের বিলিফ সিস্টেমটাকে সফল করতে পারে আবার অসফল করতে পারে। কারণ যেখানে বিশ্বাস এবং আস্থা আছে সেখানে নতুন রাস্তা আছে। আস্থার ফলে ভাবনা জন্ম হয় ভাবনার দ্বারা অনুভূতি তৈরি হয় অনুভূতির প্রভাব কাজের মধ্যে দেখা যায় আর ভালো কাজে ভালো ফল আসে। তো যদি আপনি ফলাফল চান তাহলে আপনাকে পজেটিভ ভাবনা রাখতে হবে।

তো চলুন এবার আমরা জেনে নেই যে আপনি প্লেসিবো ইফেক্টকে কিভাবে কাজে লাগাবেন। অনেক সময় কি হয় লোকের আপনাকে বলে যে তুই এই কাজটি করতে পারবি না। তুমি এ কাজটি করতে পারবে না। আপনি ঐ কাজটি করতে পারবেন না। এক কথায় লোকেরা আপনার উইলপাওয়ার কে নেগেটিভিটিতে পরিপূর্ণ করে দেয়। আপনাকে নেগেটিভ কথাগুলিকে অ্যাভয়েড করতে হবে।

আপনি কেবলমাত্র সেটাই করুন সেটা কি ফলো করুন যেটা আপনার জন্য ইউজফুল। নেগেটিভ থিংকিং আমাদের মাইন্ডে নেগেটিভ প্যাটার্নকে ডেভলপ করে। যার ফলে আপনার মধ্যে ভালো কিছু করার বড় কিছু করার ক্ষমতা থাকা সত্যেও আপনি সেই কাজগুলোকে করতে পারেন না। আপনি যেমন ভাবেন তেমনি ধরনের ব্যক্তি তৈরি হবে জীবনে আপনার প্যারেন্টস ফ্রেন্ডস relative’s আপনাকে বিভিন্ন এডভাইস দেয়।

কি করা উচিত কি করা উচিত নয় সেগুলিকে জানায় আপনাকে কি করতে হবে আপনাকে সেই সকল এডভাইস গুলিকেই ফলো করতে হবে যেগুলো কিনা সত্যিই আপনার জীবনকে বেটার বানাবে। আর যে এডভাইস গুলি আপনার কোন কাজের নয় সেগুলিকে রিজেক্ট করতে হবে। পজিটিভ থিংকিং এবং বিলিফের সাহায্যে আপনি পৃথিবীর যে কোন জিনিসকে এচিভ করতে পারবেন। আপনি নিজে একবার ভেবে দেখুন যে যদি আপনি কোন ব্যক্তির সাথে দুর্ব্যবহার করেন ।

তাহলে নেক্সট প্রাইম সেই ব্যক্তি আপনার সাথে কথা বলা তো দূরের কথা আপনার কাছেই আসবে না। আর যদি আপনি কোন ব্যক্তির সাথে ভালো ব্যবহার করেন তাহলে নেক্সট টাইম সেই ব্যক্তি ও আপনার সাথে ভালো ব্যবহার করবে। একটা কথা আছে → What You Think You Become আপনি যেমন ভাবনা রাখবেন তেমনি ধরনের ব্যক্তি তৈরি হবেন। তো আশা করছি এই প্লেসিবো ইফেক্টকে কিভাবে কাজ করে তা আপনি বুঝতে পেরেছেন এবং আশা রাখছি যে আপনি এই প্লেসবো এফেক্টকে নিজের লাইফে এপ্লাই করবেন।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post Placebo Effect মনের শক্তি দিয়ে আপনার শরীরে যেকোন রোগ ভালো করুন appeared first on Trickbd.com.

FREE ENROLL করুন UDEMY এর পেইড কোর্স��| ENROLL UDEMY PAID COURSES FULLY FREE 2021��

Posted:

আজকের টপিকঃ সম্পূর্ন ফ্রিতে UDEMY এর পেইড কোর্স ENROLLING। সো আর দেড়ি না করে চলুন শুরু করা যাক…

স্টেপ – ১

প্রথমেই UDEMY.COM এ ডুকে একটি একাউন্ট খুলে নিন। চাইলে TEMPMAIL ইউজ করেও খুলে নিতে পারেন।

স্টেপ – ২

এরপর প্লে স্টোর থেকে TERMUX অ্যাপটি ইনস্টল করে নিম্নে দেওয়া প্যাকেজ গুলো ইনস্টল করে নিনঃ-

  • $ pkg update && pkg upgrade
  • $ pkg install python
  • $ pkg install git && pkg install pip3
  • $ pip3 install requests && pip3 install bs4 && pip3 install colorama && pip3 install html5lib && pip3 install tqdm && pip3 install cloudscraper
  • $ git clone https://github.com/BotolMehedi/UCEF && ls && cd UCEF && clear && ls

স্টেপ – ৩

সকল প্যাকেজ ইনস্টল হয়ে গেলে নিম্নে দেওয়া কমান্ড টাইপ করে টুলসটি রান করুন।। রান হয়ে গেলে প্রথম স্টেপে তৈরী করা আপনার UDEMY একাউন্ট ইনফু দিয়ে টুলসে লগিন করুন।

$ python ucef.py

স্টেপ – ৪

টুলসে লগিন হয়ে গেলে ২/৩মিনিট অপেক্ষা করুন সব স্টোর ১০০% লোডিং হয়ে যাওয়া পর্যন্ত। ১০০% হয়ে গেলে কোর্স অটোমেটিকলি ENROOL হতে থাকবে এবং সেটা আপনার UDEMY একাউন্টে এডড হয়ে যাবে। আপনার একাউন্টে লগিন করে আপনি কোর্স গুলো কমপ্লিট করে নিতে পারবেন। ✌

তো এই ছিলো আজকের ‘UDEMY PAID COURSE ENROLLING’ পোষ্ট। যদি কেউ বুঝতে না পারেন তাহলে নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন বা টুলসটি ইনস্টল করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করে থাকলে কমেন্টে জানাতে পারেন।

ভিডিও টিউটোরিয়াল

যোগাযোগঃ

The post FREE ENROLL করুন UDEMY এর পেইড কোর্স💥| ENROLL UDEMY PAID COURSES FULLY FREE 2021🔥 appeared first on Trickbd.com.

বাংলালিংক এখন দেশের সর্বোচ্চ গতির মোবাইল নেটওয়ার্ক!

Posted:

ওকলার "স্পিডটেস্ট অ্যাওয়ার্ড" জিতলো বাংলালিংক

এই নিয়ে তৃতীয়বারের মতো বাংলালিংককে দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিয়েছে ওকলা (Ookla) । ওকলা বিশ্বব্যাপী ইন্টারনেট পারফরম্যান্স এবং অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে রিসার্চ করে থাকে । ওকলা এর ''স্পিডটেস্ট অ্যাপ'' ব্যবহারকারীদের থেকে কালেক্ট করা ডাটার ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয় বাংলালিংককে ।

বাংলালিংকের স্পিডটেস্ট স্পিড স্কোর রিপোর্ট

এবারের স্পিডটেস্ট রিপোর্ট অনুযায়ী বাংলালিংকের স্পিড স্কোর ১৭.১২ । যেহেতু ওকলা তাদের ''স্পিডটেস্ট অ্যাপের'' মাধ্যমে প্রতিদিন মিলিয়নের উপর ইউজারের ডাটা কালেক্ট করে থাকে তাই তাদের রেজাল্ট সবসময় একুরেট হয় ।

বাংলালিংকের স্পিডটেস্ট স্কোর

বাংলালিংকের স্পিডটেস্ট স্কোর

'স্পিডটেস্ট অ্যাওয়ার্ড' সম্পর্কে বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার যা বলেন

'স্পিডটেস্ট অ্যাওয়ার্ড' সম্পর্কে বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “টানা তৃতীয়বারের মতো এই সম্মানিত পুরস্কার জেতা আমাদের জন্য একটি বড় অর্জন। এটা সেই ধারাবাহিকতার ইঙ্গিত যা দিয়ে আমরা দীর্ঘ সময় ধরে সুপার-ফাস্ট 4G ইন্টারনেট প্রদান করে আসছি,” । তিনি আরও বলেন, “ডিজিটাল ইকোসিস্টেম থেকে আরও বেশি গ্রাহক যাতে উপকৃত হয় সে লক্ষ্যে, আমরা সাশ্রয়ী মূল্যে দ্রুততম মোবাইল ইন্টারনেট প্রদান অব্যাহত রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব।”

 

পোস্টটি প্রথম প্রকাশিত হয় TechHelpBD.Com  ওয়েবসাইটে 

 

The post বাংলালিংক এখন দেশের সর্বোচ্চ গতির মোবাইল নেটওয়ার্ক! appeared first on Trickbd.com.

[বুক রিভিউ] বাক্স – সৌরভ আহসান। সাথে থাকছে ফ্রি পিডিএফ লিংক

Posted:

বাক্স

লেখকঃ সৌরভ আহসান

পৃষ্ঠা সংখা: ১৩৮

অভ্র নামের ক্যান্সারে আক্রান্ত এক তরুনের দৈনন্দিন নানা জীবনের জটিলতা নিয়ে লিখা সাদামাটা একটি গল্প।

বাক্স গল্পটির প্রধান চরিত্র অভ্র। অভ্র নিজেই পুরো গল্পটিকে নেরেট করেছে। গল্প এগোনোর সাথে সাথে এই ক্যারেক্টারটি আরও ইন্টারেস্টিং হতে থাকে। তার অদ্ভুত কান্ডকারখানা পাঠকের মন জয় করবেই।
উপন্যাসে আমার সব থেকে প্রিয় ক্যারেক্টার ছিল মিমি। তার লেখা চিঠিটা পড়ে খানিকটা হলেও আবেগ আপ্লূত হয়ে পরেছিলাম।

অসাধারণ একটি বই বলায় যায়। আপনাদের বলে রাখি এটি লেখকের লেখা প্রথম বই। খুবই আন্ডাররেটেড একটি লিখা। আন্ডাররেটেড বলছি এই জন্য যে বর্তমানে সেলিব্রেটি ছাড়া অন্য কেউ বই বের করলে সেই বই দোকানের তলানিতে পড়ে থাকে৷ সেদিন কে জানি বলেছিলো লেখক হতে হলে আগে সেলিব্রেটি হতে হয়। কথাটা কতটুকু সত্য তা আমরা জানিই। তাছাড়া বই পাবলিকেশনেও থাকে নেপোটিজম। সে যাই হোক আসল কথায় আসি। সেটা হচ্ছে এই বইটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হবে। অসাধারণ একটি বই। বইপোকাদের অবশ্যই এটি চেকে দেখা উচিৎ। লেখায় মোটেও মনে হয় নি এটি প্রথম লেখা বই। গল্প কথন অসাধারণ ছিল।

সর্বপরি ইঞ্জয়এবল একটি বই। গল্পের শেষটা একদম মন ছুয়ে যাওয়ার মতন সুন্দর।

PDF Link: Download Link 1
Download Link 2
 

The post [বুক রিভিউ] বাক্স – সৌরভ আহসান। সাথে থাকছে ফ্রি পিডিএফ লিংক appeared first on Trickbd.com.

ssc 22 এর বাংলাদেশ ও বিশ্বপরিচয় নিয়ে নিন .txt আকারে —(5th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2022 এর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 2022

বাংলাদেশ ও বিশ্বপরিচয় এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

বাংলাদেশ ও বিশ্বপরিচয় এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এই সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন।

KalerTech.com

খোদা হফেজ।

The post ssc 22 এর বাংলাদেশ ও বিশ্বপরিচয় নিয়ে নিন .txt আকারে —(5th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন PixelLab V1.9.9 Mod লেটেস্ট ভার্সন সাথে অনেক ফিউচার বিস্তারিত পোস্টে

Posted: 17 Aug 2021 11:20 PM PDT

কেমন আছেন বন্ধুরা …?

আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ App এর Mod Version শেয়ার করতে যাচ্ছি, যার নাম হচ্ছে PixelLab তো শুরু করার আগে বলে নেই কোন ভুল হলে ক্ষমা করবেন, এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন।❤

আমরা অনেকেই PixelLab App টি ব্যবহার করে থাকি । এটি একটি জনপ্রিয় Photo Editing App . এই App এর কিছু Premium Features আছে , যেগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি না , সেগুলো Access পেতে হলে Premium Subscription কিনতে হয় । আর অনেক Ads এর যন্ত্রনা পোহাতে হয়। আর এই App এর অনেক Modify Version আছে।

কিন্তু সেগুলো মন মতো সব ফন্টস, স্টিকারস্, সাইজ, বেকগ্রাউন্ড, ফ্রেম পাওয়া যায় না। তাই আজ আমি আপনাদের জন্য সব কিছু মাথায় রেখে একটা মোড নিয়ে আসলাম , নিচে বিস্তারিত এর বিবরণ।

App Name : PixelLab

Renamed App Name : PixelLab Turbo

Renamed Version : V1.10.BY-YAMIN

Modify Info⤵

◑ 312+ ENGLISH FONT

◑ 240+ BASIC FONT

◑ 100+ BANGLA FONT

◑ 120+ BD HANDWRITING FONT

◑ 40+ BD TYPOGRAPHY FONT

◑ 70+ LOGO AND SHAPE FONT

◑ 70+ SIGNATURE FONT

◑ 80+ ARABIC FONT

◑ 80+ STICKERS

◑ 140+ STICKERS

◑ 110+ EMOJIS

◑ 40 + ABSTRACT BACKGROUND

◑ NEW RED GRADIENT THEME

◑ FULL UNLOCK LATEST VERSION

◑ ADS FREE

PixelLab Turbo Review Video

লিংক Open করতে সমস্যা হলে অবশ্যই VPN ইউজ করবেন।

DOWNLOAD LINKS⤵

Password ➤ 913784

বিদ্রঃ আমি প্রায় সময় অনেক Application এর ২ টি মোড তৈরি করি যেসব App বাংলাদেশের ইউজারস দের যেমন গুরুত্বপূর্ণ ফন্টস নিয়ে তেমনি অন্য দেশ গুলোর ইউজারস দের ও।

Download 1 লিংক এ আছে মোড ইনফো তে যেসব বাংলা ফন্টস উল্লেখ করেছি সেগুলো সহ।

Download 2 লিংকে আছে শুধু ইংরেজী ফন্টস আর ১০-১২ টির মত বাংলা ফন্টস অনেক বাংলাদেশী ইউজার ইংরেজী ফন্টস পছন্দ করে।

আজ এ পর্যন্তই ,পরবর্তী PixelLab আপডেট এ 700+ Png এড করা হবে। মোবাইল দিয়ে যারা গ্রাফিক্স এর কাজ করে তাদের জন্য। করো কোন রিকোয়ারমেন্টস থাকলে জানাতে পারেন এড করার চেস্টা করবো। অবশ্যই সাথে রিসোর্স দিতে হবে।

ধন্যবাদ সবাইকে❤

The post ডাউনলোড করে নিন PixelLab V1.9.9 Mod লেটেস্ট ভার্সন সাথে অনেক ফিউচার বিস্তারিত পোস্টে appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments