Search box..

বাংলালিংক সিমে পয়েন্ট দিয়ে নিয়ে নিন ১০০ এমবি বোনাস জাবা ইউজার মাস্ট সি

বাংলালিংক সিমে পয়েন্ট দিয়ে নিয়ে নিন ১০০ এমবি বোনাস জাবা ইউজার মাস্ট সি


বাংলালিংক সিমে পয়েন্ট দিয়ে নিয়ে নিন ১০০ এমবি বোনাস জাবা ইউজার মাস্ট সি

Posted: 18 Sep 2021 11:40 AM PDT

আমরা সবাই চাই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে।
আর সেজন্য আমরা বিভিন্ন ভিপিএন ব্যবহার করে থাকি।
কিন্তু আজ দেখাবো কীভাবে বাংলালিংকে পয়েন্ট দিয়ে এমবি বোনাস নিবেন।
যেহেতু পয়েন্ট দিয়ে বোনাস নিবেন সেহেতু আপনার কোনো টাকার প্রয়োজন হবে না।
আপনি আপনার ফোনে মাসিক নির্দিষ্ট পরিমানে টাকা ব্যবহারের ফলে পয়েন্ট পেয়ে থাকেন।
আর যদি সেই পয়েন্ট ভাঙ্গান তবে পাবেন ইন্টারনেট বোনাস।

তো কীভাবে নিবেনঃ
প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যান।
তারপর ডায়াল করুন *121*6# এবং আপনার বাংলালিংক সিম দিয়ে ডায়াল করুন।

তারপর দেখুন কিছু মেনু এসেছে।
এবার স্টেটাস চেক করার জন্য 1 দিন।
তারপর আপনার পয়েন্টের পরিমান দেখতে পাবেন।
যদি আপনার ১০০পয়েন্ট থাকে তবে আপনি ১০০ এমবি পাবেন।
যদি ৫০ এমবি থাকে তাহলে আপনি ৪০এমবি পাবেন।
দেখুন আমার ২০০ পয়েন্টের বেশি আছে।
কিন্তু আমি ১০০ এমবি নিবো।
এখন আবার ব্যাকে যান অথবা আবার *121*6# করুন এবং 2 নং টা দিন।

Gift For you টি দিন মানে ২ নং।
তারপর আপনি যত এমবি নিতে চান সেটি সিলেক্ট করুন।
আমি ১০০ এমবি নিবো তাই ১ দিবো।

তারপর ১ দেওয়ার পর কন্ফার্ম করার জন্য আবার ১ দিন।

ব্যাস আপনার কাজ শেষ এবার কিছুক্ষনের মাধ্যে একটা ম্যাসেজে আপনাকে জানিয়ে দিবে আপনি ১০০ এমবি পেয়েছেন।
দেখুন আমার ম্যাসেজ দিয়েছে ১০০ এমবি পেয়েছি।

ব্যাস আপনিও নিশ্চয় পেয়ে যাবেন।
আপনার সিমে যতবার পয়েন্ট জমা হবে আপনি ততবান নিতে পারবেন।
১০০ এমবির মেয়াদ থাকবে ৪দিন।
তো পোষ্টটি আপনার নিশ্চয় ভালো লেগেছে।
আর এই পোষ্টটি জাবা ইউচাররা অবশ্যই দেখবেন।

এটি আমার প্রথম পোষ্ট ট্রিক বিডিতে যদি কোথাও কোনো ভুল থাকে তবে অনুগ্রহ করে ভুলটা ধরিয়ে দিবেন।
প্রথম পোষ্ট তো তাই সামান্য কিছু ভুল হতেই পারে।

আমার নিজের ও একটা ব্লগ সাইট আছে।
আপনারা ইচ্ছা করলে ভিজিট করতে পারেন।
Visit my blog site

প্রতিদিন wapkiz এবং wapaxo থিম নিয়ে পোষ্ট করে থাকি।

The post বাংলালিংক সিমে পয়েন্ট দিয়ে নিয়ে নিন ১০০ এমবি বোনাস জাবা ইউজার মাস্ট সি appeared first on Trickbd.com.

Windows 11 এ আপগ্রেড করুন tpm & secure boot bypass , cmd or pendrive ব্যবহার না করেই।

Posted: 18 Sep 2021 11:38 AM PDT

আশা করি সবাই ভালো আছেন। এটা আমার প্রথম পোস্ট। এ পোস্টে শেয়ার করব কিভাবে windows 7/8.1/10 থেকে windows 11 এ আপগ্রেড করবেন tpm & secure boot bypass করে এবং কোনো পেনড্রাইভ লাগবে না। তো চলুন শুরু করি।
সতর্কতাঃ
windows 11 এ আপগ্রেড করার আগে আপনার c ড্রাইভের সব ফাইল ব্যাকআপ নিন। প্রতিটি user এর documents, download, Videos…… ফোল্ডারের ফাইলও প্রকৃতপক্ষে c drive এ থাকে। তাই, সেগুলোও ব্যাকআপ করুন। c drive বাদে অন্য partition এ ফাইল রাখলে সমস্যা নেই। কোনো ডাটা লস এর জন্য ট্রিকবিডি ও আমি দায়ী থাকব না।

প্রথম কাজ হচ্ছে windows 11 এর iso file download করা। আমি বেটা ভার্সনটা রেকমেন্ড করি। অফিসিয়ালি ডাউনলোড করতে চাইলে এই পোস্টটি দেখুন https://trickbd.com/windows-pc/731843

Wintohdd সফটওয়্যারটা ডাউনলোড করে নিন। https://www.easyuefi.com/wintohdd/index.html ফ্রি ভার্সনেই কাজ চলে যাবে।

ইন্সটল করা হয়ে গেলে reinstall windows এ ক্লিক করুন।

তারপর image লেখার সবার ডান পাশে অ্যাটাচ আইকনে ক্লিক করুন।

iso ফাইলটার ডিরেক্টরিতে গিয়ে সিলেক্ট করুন।
এরপর windows এর ভার্সন সিলেক্ট করুন pro/home/education…..

তারপর পার্টিশন গুলো শো করবে। কোনো চেঞ্জ না করে নেক্সট এ যান।

ফলে ফাইল বিল্ড করা শুরু করবে।

ডাটা ডিস্ট্রয় এর ওয়ার্নিং দিবে। নেক্সট।

আরও একবার নেক্সট।
এরপর পিসি রিস্টার্ট হবে ও ইনস্টলেশন শুরু হবে।


তারপর দেশ, পিন…… সেট করুন। নিজে পড়লেই বুঝতে পারবেন।


কাজ শেষ।

অনেকের windows 11 এর original graphics আসে না। তারা intel থেকে 0$ দিয়ে গ্রাফিক্স ড্রাইভার কিনে ইন্সটল করুন।😃 https://www.intel.com/content/www/us/en/download/19344/intel-graphics-windows-10-windows-11-dch-drivers.html
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

The post Windows 11 এ আপগ্রেড করুন tpm & secure boot bypass , cmd or pendrive ব্যবহার না করেই। appeared first on Trickbd.com.

কিভাবে মোবাইল দিয়ে অনলাইনে আয় করবেন

Posted: 18 Sep 2021 09:01 AM PDT

 আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের বলব কিভাবে আপনার হাতে থাকা ছোট এই মোবাইল ফোন দিয়ে আয় করবেন। আমরা অনেকেই শিক্ষার্থী । আবার অনেকেই আছে বেকার। অনেকেই অর্থ সংকটে কম্পিউটার বা ল্যাপটপ কিনতে পারেন না। কিন্তু তাদের ইচ্ছা থাকে নিজে কিছু রোজগার করার জন্য নিজের খরচ জোগাড় করার।



তাই তারা আয় করার জন্য ফেসবুক এবং ইউটিউব এ ভিডিও এবং পোস্ট দেখে। ইউটিউব এ বেশিরভাগ স্ক্যাম বা প্রতারণামূলক ভিডিও দেওয়া হয়।এ ক্ষেত্রে অনেক মানুষ প্রতারণার শিকার হয়। আবার ফেসবুক এ বিভিন্ন জব পোস্ট দেখা যায়। এগুলো বেশিরভাগ অকাজের পোস্ট । এগুলো আয় হতেও পারে আবার নাও হতে পারে।

তাই আজকের এই আর্টিকেল এ আমরা জানবো কিভাবে মোবাইল ব্যবহার করে আয় করবেন।এই ছোট আর্টিকেল হতে পারে। তো চলুন শুরু করা যাক:-

১. আর্টিকেল লিখে আয় করা।

বর্তমানে মোবাইল দিয়ে আয় করার সবচেয়ে শক্তিশালী কাজ হলো আর্টিকেল লিখে আয়। পুরো পৃথিবীর প্রায় ৫০ থেকে ৬০% ব্লগার এই কাজের সাথে যুক্ত। আপনি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখে আয় করতে পারেন। যেমন: ভ্রমণ বিষয়ক, খাদ্য বিষয়ক, মোবাইল রিভিউ ইত্যাদি বিষয়ের উপর আর্টিকেল লিখে আয় করতে পারবেন। আপনি আপনার লেখা আর্টিকেল মার্কেটপ্লেস গুলোতে বিক্রি করতে পারেন। এতে আপনি মোটামুটি একটা টাকা আয় করতে পারেন। এর জন্য আপনার সাধারণ জ্ঞানের উপর ধারণা থাকতে হবে।

২. ডিজিটাল মার্কেটিং করে আয়।

আপনি ডিজিটাল মার্কেটিং করে আয় করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর ৪০-৫০% কাজ মোবাইল দিয়ে করা যায়। তাই আপনি পুরোপুরি কাজ শিখে মার্কেটপ্লেস নামতে পারেন। যদি আপনার কাছে একটি ভালো মোবাইল ফোন থাকে। এতে ও আপনি আয় করতে পারেন। ছোট বিভিন্ন কাজ করতে পারবেন।

৩. সৌশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয়।

আপনি এই কাজটি মোবাইল দিয়ে করতে পারবেন। এর মধ্যে কয়েকটি মাধ্যম হলো ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং ইত্যাদি। তাছাড়া আপনি সৌশ্যাল মিডিয়া এ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে আয় করতে পারবেন। যা মোবাইল দিয়ে করা যায়। মূলত  আপনি তাদের ফেসবুক পেজ বা গ্রুপ এর নিয়ন্ত্রণ করবেন এবং তাদের কাস্টমারদের সাহায্য করবেন এর বিনিময়ে তারা আপনাকে সেলারী দিবে 

৪. Affiliate marketing বা প্রোমোশন করে আয়।

আপনি affiliate marketing and sales করে আয় করতে পারেন। আপনি ব্লগ থাকে এবং ব্লগ এ প্রচুর পরিমাণে ট্র্যাফিক থাকে তাহলে আপনি কোম্পানি বা সাইটের দেওয়া লিংক থেকে তাদের পন্য বিক্রি করে কিছু কমিশন পেতে পারেন। এটা হলো আপনার মোবাইল দিয়ে আয়। তাছাড়া আপনি সৌশ্যাল মিডিয়া গিয়ে তাদের দেওয়া লিংক থেকে পন্য বিক্রি করতে পারেন। তাই আপনাকে সৌশ্যাল মিডিয়ায় এ্যাক্টিভ থাকা লাগবে। এখান থেকে আপনি আয় করতে পারবেন।

 

৫. গ্রাফিক্স ডিজাইন করে আয় করা।

আপনারা হয়তো সকলে জানেন মোবাইল দিয়েও ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন এর কাজ যায়। এর জন্য আপনার লোকাল ক্লায়েন্ট এর সাথে যোগাযোগ রাখা প্রয়োজন। মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন এর জন্য আপনি Canva, picsay art, pixellab ইত্যাদি এপ ব্যবহার করতে পারবেন। আপনি ব্যানার ডিজাইন, Thumbnail ডিজাইন ইত্যাদি কাজ করতে পারবেন। এতে আয়ের একটি মাধ্যম তৈরি হয়ে গেল। তাই ইউটিউব এ ভিডিও টিউটোরিয়াল দেখে কাজ শিখতে পারেন।

৬. ফটোগ্রাফি করে আয়।

আপনি যদি ভালো ফটোগ্রাফী করতে পারেন তাহলে এটি হতে পারে আপনার আয়ের উৎস। আপনি আপনার তোলা অসাধারন ফটো গুলো বিক্রি করতে পারেন। এমন অনেক মার্কেটপ্লেস আছে যেখানে আপনি আপনার তোলা ফটো গুলো বিক্রি করতে পারবেন। এটা নিয়ে একটা বিস্তারিত আর্টিকেল আসছে।

৭. ভিডিও ইডিটিং করে আয়।

আপনার যদি ভালো ইডিটিং পারেন তাহলে আপনি ভিডিও ইডিট করে আয় করতে পারেন। বর্তমানে এর চাহিদাও প্রচুর। তাছাড়া ইউটিউব এ ও অনেকেই ভিডিও ইডিট করে তা হাস্য রসাত্মক করে আপলোড করে থাকে এবং তা থেকে টাকা আয় করে। চাইলে আপনিও করতে পারেন আয়।

আশা করি আজকের এই আর্টিকেল এ আপনাদের একটু কিছু হলেও বোঝাতে পেরেছি। কিছু না বুঝলে মন্তব্য করুন। আর অবশ্যই ইউটিউব ভিডিও দেখে প্রতারিত হবেন না এবং নিজের অর্থ ও সময় নষ্ট করবেন না। ইউটিউব এ বেশিরভাগ ভিডিও কাজের না।

মোবাইল দিয়ে আয় করার আরো মেথহুড খুজে পেলে এই লিস্টে এড করে দিব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়।

 

আর গেমিং আপডেট পেতে এবং মোড এপস পেতে ঘুরে আসুন আমাদের Gaming Blog ধন্যবাদ।

Related Keyword:- Best Way How To earn money online, কিভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করব, মোবাইল দিয়ে কি টাকা আয় করা যায়, মোবাইল দিয়ে টাকা আয় করা সম্ভব, আমি কিভাবে মোবাইল দিয়ে টাকা আয় করব, মোবাইল দিয়ে কিভাবে প্রতিদিন ১০০ টাকা আয় করা সম্ভব।

The post কিভাবে মোবাইল দিয়ে অনলাইনে আয় করবেন appeared first on Trickbd.com.

সংরক্ষন করুন আপনার অপেরা মিনির ব্যাকআপ। কেন আপনি ব্যাকআপ সংরক্ষণ করবেন জেনে নিন!!! [Java user]

Posted:

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি।

আপনি হয়তো আমাদের সাইটটিতে ভিজিট করতে এসেছেন কোন না কোন বিষয় শেখার জন্য। আর হ্যাঁ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নানারকম বিষয় শেখার চেষ্টা করি। আর আপনারা যদি আমাদের সাইটটির পাশে থাকেন তাহলে আমাদের শেখানোর প্রবণতা বেড়ে যায়।আপনারা সবাই আমাদের সাইট প্রতিনিয়ত ভিজিট করবেন এটাই আমরা আশা করি

আজকে আমি আপনাদের জন্য আরো একটি টপিক নিয়ে হাজির হলাম চলুন দেখে নিই আজকের বিষয় নিয়ে থাকছে।

আজকে আমি আলোচনা করব কিভাবে জাভা ফোন দিয়ে অপেরামিনি ৪.২১ এর ব্যাকআপ রাখবেন আপনার ফোন মেমোরি মেমোরি তে।

আজকের আলোচনার মুল বিষয় হলো ব্যাক আপ। যেটা নিয়ে আজকের টিটোরিয়াল টি বানানো হয়েছে।নিচে জেনে নেই আজকের টিউটোরিয়াল টি পরে কি কি জানতে পারবো।

  • ব্যাক আপ কি।
  • ব্যাকআপ কেনো ব্যাবহার বা সংরক্ষণ করা হয়।
  • কিভাবে আপনি ব্যাকআপ রাখেবেন।

ব্যাক আপ কি??

ব্যাকআপ বলতে আমরা সোজা ভাষায় বুজি যে আমদের পুরোনা যে কার্যকলাপ গুলো আছে যেমন আপনি আপনার অপেরা মিনি তে অনেক সাইটের অ্যাক্সেস নিলেন এই সাইট গুলো ব্যাক আপ হিসাবে সংরক্ষণ হয় একটি ফাইলে। এই ফাইল টিকে বলে ব্যাকাপ। ধরুন আপনি আপনার ফোনে অনেক অ্যাপ ইন্সটল দিলেন এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ করলেন এখন আপনার কোনো দরকারে ফোন টি রিস্টার্ট দিতে হবে আপনি আপনার ফোনে যদি ব্যাকাপ অপশন চালু করেন এই ফাইল টি মেইল এ সেভ থাকবে। পরবর্তীতে আপনি আবার এই ফাইলটি আপনার ফোনে আপলোড দিলে আপনার আগের সব কিছু যেমন অ্যাপ ইমেজ এগুলো ফিরে পাবেন।

চলুন আগে জেনে নেই কেন আপনি ব্যাকআপ রাখবেন?

আপনার হয়তো মনে হতে পারে আমি কেন শুধু শুধু backup টি রাখবেন কোন কারন ছাড়াই। আপনি আপনি হয়তো দেখে থাকবেন আপনার অপেরা মিনি টি অনেক সময় ডিলিট হয়ে যায়।আর আপনার অপেরা মিনিতে নানারকম সাইটের অ্যাক্সেস থেকে থাকে এবং আপনার অপেরা মিনিতে তাকে অনেক মূল্যবান তথ্য। কিন্তু যদি এগুলো ডিলিট হয়ে যায় তাহলে কেমন হবে হয়তো অনেক ক্ষতি হবে আপনার। আপনি যদি ব্যাকআপ টি রাখেন।তাহলে পরবর্তীতে আপনাদের সাইটের access গুলো হারাবে না। আপনি এই ব্যাকআপ বি অপেরা মিনিতে রান করে সকল তথ্য আবার পুনরায় পেয়ে যাবেন। এতে আপনার মহামূল্যবান সময় এবং নানা রকম তথ্য বেঁচে যাবে।

তাহলে চলুন দেখে নেই কিভাবে আপনার ব্যাকআপ রাখবেন।

প্রথমে আপনার অপেরা মিনি তে চলে যান। এরপর মেনু বাটন ক্লিক করে গরু বাটনে ক্লিক করুন।

এবার টুলস বাটনে ক্লিক করুন।

এবার সেটিং বাটন এ ক্লিক করে export button এ ক্লিক করুন।

এবার আপনার ফোনে একটি ফোল্ডার সিলেক্ট করুন। এবং সেভ বাটনে ক্লিক করুন।

এবার নিচের মত আসবে এখানে সেভ বাটনে ক্লিক করুন তাহলে আপনার ফোনে অপেরামিনি ব্যাকআপ টি সংরক্ষণ হয়ে যাবে।

এবার আপনি এটিকে ইম্পরট করে আগের তথ্যগুলো ফিরে পাবেন। আপনি আগে যে যে সাইটে অ্যাক্সেস নিয়েছিলেন সেই সব সাইটে আপনার অ্যাক্সেস থেকেই যাবে।আপনি ক্লিপবোর্ডে যে টেক্সট গুলো সংরক্ষণ করেছিলেন ওই টেক্সট গুলো কোনো ক্ষতি ছাড়াই পেয়ে যাবেন।

Read MORE

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রচনা

ভাইবারের কথা বলুন একদম ফ্রিতেই যেকোনো নাম্বারে

তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন। এই টিউটোরিয়াল টি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন।আল্লাহ হাফেজ।

The post সংরক্ষন করুন আপনার অপেরা মিনির ব্যাকআপ। কেন আপনি ব্যাকআপ সংরক্ষণ করবেন জেনে নিন!!! [Java user] appeared first on Trickbd.com.

[Official] TrickBD Discord Server

Posted: 18 Sep 2021 08:06 AM PDT

আশাকরি সকলেই ভালো আছেন।

আপনাদের নিয়ে ট্রিকবিডির পথচলা অনেক বছরের সেই হালের জাভা সিম্বিয়ান আমল থেকে আজ পর্যন্ত অনেক ধরণের সার্ভিস দিয়ে আসছে ট্রিকবিডি।
আবার হয়তো অনেক দিক দিয়ে কিছুটা গ্যাপ ও থেকে গেছে।
এরই ধারাবাহিকতায়,
আপনাদের বিভিন্ন সার্ভিস প্রদান ও প্রতারণামুক্ত কেনা-বেচা সহজ করার লক্ষ্যে চালু হয়েছে একটি ডিসকর্ড সার্ভার।
এখানে আপনারা বিভিন্ন অফিসিয়াল ও আনঅফিসিয়াল টপিকে কথা বলতে পারবেন। কোনো বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে ইন্সট্যান্ট জিজ্ঞেস করতে পারেন। এতে রয়েছে চ্যাটরুম ফিচার। যার মাধ্যমে সার্ভার থেকেই সকলে মিলে আলোচনার পাশাপাশি স্ক্রিন শেয়ার দিয়ে/ভিডিওর মাধ্যমে বিষয়বস্তু দেখাতে পারবেন।

আপনাদের অনেকেই বিভিন্ন জিনিস/সার্ভিস সেল করে থাকেন। অনেকে কিনেন। কিন্তু বিশ্বস্ততার অভাবে কিনতে ভয় পান/প্রতারিত হন। এখানে ইউজার ভেরিফিকেশন ও এডমিন ডিলিং সিস্টেম থাকায় নিশ্চিন্তে কেনাবেচা করতে পারবেন।

এই সার্ভারে এক্সপার্ট মেম্বাররা বিভিন্ন পেইড একাউন্ট/রিসোর্স ফ্রিতে দিয়ে থাকেন। সার্ভারে একটিভ থাকলে সেগুলোও পেতে পারেন।
যেমনঃ Netflix, Amazon Prime, Grammarly etc.

এরইমধ্যে কিন্তু ২৬০ জনেরও মেম্বার এড হয়েছে এই সার্ভারে। তারা প্রয়োজন অনুসারে বিভিন্ন সার্ভিস দিচ্ছে/নিচ্ছে।
সার্ভার ম্যানেজমেন্টের দায়িত্বে সাপোর্ট টিমের পাশাপাশি আপনাদের পরিচিত ট্রেইনাররা কাজ করে যাচ্ছে। ফলে সহজেই তাদের সাথে যোগাযোগ সম্ভব হবে সার্ভারে এড থাকলে।

অফিসিয়াল সাপোর্ট থাকায় সহজেই রিপোর্ট করতে পারবেন সার্ভারের রিপোর্ট সেকশনে গিয়ে।
এছাড়াও অনেক প্রিমিয়াম সার্ভিস (একাউন্ট, কোর্স, এপ ইত্যাদি) ফ্রিতে পাবেন যা আগে কখনোই কল্পনাও করেননি।
সবচেয়ে মজার ব্যাপার হলো সবার প্রোফাইলে ব্যাজ থাকবে যাতে করে আপনারা সহজেই কে ট্রেইনার, আর কারা কারা ভিআইপি/ভেরিফাইড মেম্বার/কারা সেলার সবাইকে চিনে ফেলবেন।
যাস্ট একটা কমান্ড দিয়েই সকল সেলারকে মেসেজ দিতে পারবেন। হেল্প সেকশনে যারা আছে তাদের কাছেও হেল্প চাইতে পারবেন।

সার্ভারে জয়েন হতে নিচের লিংকে ক্লিক করুন।
TrickBD Official

নিচের লিংক থেকে জেনে নিন Discord সম্পর্কে।
ডিসকর্ড কী ও এর সুবিধাসমূহ।

নোটঃ সকল অফিসিয়াল কার্যক্রম যথারীতি চালু থাকবে। শুধু TrickBD রিলেটেড প্রয়োজনে মেইল করুন support@trickbd.com
অন্যান্য বিষয়ের জন্য ফেসবুক পেইজ TrickBD Official এ পোস্ট করুন।
পাশাপাশি আপডেট পেতে Trickbd – Know For Sharing পেইজ ফলো করুন।

ভবিষ্যতে ট্রিকবিডি সাইটেই আশাকরি যুগোপযোগী অনেক ফিচার দেখতে পাবেন।
সাথেই থাকুন।

The post [Official] TrickBD Discord Server appeared first on Trickbd.com.

জাভা ফোন দিয়ে ফোনে আশা (SMS) এসএমএস থেকে স্কিনশট তোলবেন কি ভাবে

Posted: 18 Sep 2021 08:05 AM PDT

আস্সালামুয়ালাইকুম বন্ধুরা ।
আপনারা কেমন আছেন ।
আশা
করি ভালোই আছেন ।
আপনাদের দোয়া ও
আল্লাহর রহমতে আমিও
ভালোই আছি । আজকে
আমি দেখাবো কি ভাবে
জাভা ফোন দিয়ে আপনার
ফোনে থাকা এস এম এস
(SMS) থেকে স্কিনশট
নিবেন অনেকে হয়তো
যানে আবার অনেকেই
যানে না তাই যারা যানেন
তারা খারাপ কোনো
কমেন্ট করবেন না আমি
অন্য একটি ফোন দিয়ে এই
ছবি গুলো তোলছি তাই ছবি
যদি পরিষ্কার ভাবে দেখা
না যাই তাহলে ছবির উপরে
মাউস অথবা ছবির উপরে
ক্লিক করবেন তাহলে
পরিস্কার ভাবে দেখতে
পারবেন আশা করি!

আমি SMS থেকে স্কিনশট
নিছি তো চলুন
দেখাই প্রথমে কি করবেন
সর্ব প্রথমে আপনি যেই এস
এম এস (SMS) থেকে স্কিনশট
নিতে চান তার আমি SMS থেকে
স্কিনশট তোলবো এখানে
আপনি option এ যান তার পর Export Sms
যান এবং ক্লিক করবেন
তার পর Expot
এ ক্লিক করুন এখানের
কাজ শেষ এখন আপনার
ফোনের মেমোরিতে যান

এখন দেখুন আপনার
মোবাইলের মেমোরিতে
SMS নামের একটা ফোল্ডার
তৈরি হয়েছে ফোল্ডার
টিতে ক্লিক দিন এই রকম পাবেন
এবার আপনাকে অপেরা
মিনি তে যেতে হবে এটা
কিন্তু সব অপেরা মিনিতে
হবেনা
Opera Mini
V.20
V.21
V.22
এই গুলোতে হবে
তো এখন অপেরা মিনিতে
যাওয়ার পর
Menu>Go to>File Manager> এযান
তার পর TFCard
এ যান এবং নিছের SMS টিতে ক্লিক করুন
তার পর এই রকম পাবেন এটা আসার পর
ফাইল টাতে ক্লিক করবে ২
বার এশে
গেলো এস এমস এখন এখান
থেকে স্কিনশট তোলতে
পারবেন
আজকে এই পর্যন্ত দেখা
হবে অন্য কোনো পোষ্টে
তত খন পর্যন্ত সুস্থ থাকুন
ভালো থাকুন ট্রিকবিডি
এর সাথেই থাকুন আল
হাফেজ

The post জাভা ফোন দিয়ে ফোনে আশা (SMS) এসএমএস থেকে স্কিনশট তোলবেন কি ভাবে appeared first on Trickbd.com.

সহজ গুগল এ্যাডসেন্স অ্যাপ্রোভাল টিপস ( আপডেটেড)

Posted:

গুগল এ্যাডসেন্স দিয়ে অর্থ উপার্জনের ইচ্ছা অনেকরই। কিন্তু শুধু ইচ্ছা করলেই তো সম্ভব না। তার জন্য প্রথমেই আপনাকে আপনার ওয়েবসাইটে গুগল এ্যাডসেন্স এ্যাপরোভাল নিতে হবে। এরপর আপনি আপনার ওয়েবসাইট দ্বারা গুগল এ্যাডসেন্স থেকে অর্থ উপার্জন করতে পারবেন। তো এই এ্যাপরোভাল পেতে অনেকেই অনেক সমস্যার মুখোমুখি হন। গুগল খুবই কঠোর বর্তমান সময়ে এ্যাডসেন্স এ্যাপরোভালের বিষয়ে।অনেক কারনেই আপনার ওয়েবসাইট গুগল রিজেক্ট করতে পারে। আজকে আমি এই বিষয়েই আলোচনা করবো যে কি করলে আপনার ওয়েবসাইট একধাপ এগিয়ে থাকবে গুগল এ্যাডসেন্স এ্যাপরোভাল পাওয়ার ক্ষেত্রে।

তার আগে চলুন জেনে নেই কি এই গুগল এ্যাডসেন্স

গুগল এ্যাডসেন্স হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ এবং অত্যন্ত কার্যকরী অনলাইন এ্যাডভার্টাইজিং প্লাটফর্ম যেটি গুগলের একটি সার্ভিস। এ্যাডসেন্সের মাধ্যমে বিশ্বের বড় বড় ব্লগার বা ওয়েবমাস্টাররা তাদের ওয়েবসাইট মনিটাইজ করে অর্থ উপার্জন করে। গুগল তাদের আয়ের একটা বড় অংশ শুধু এ্যাডসেন্স থেকেই করে থাকে।

এ্যাডসেন্স-এর জন্য এ্যাপলাই করার আগে যে বিষয় গুলো গুরুত্ব সহকারে দেখা উচিত

হোস্টিং এবং ডোমেইনঃ আপনার সাইট যদি ওয়ার্ডপ্রেস বা অন্য কোনো সিএমএস বা কাস্টম ডেভেলপ করা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার সাইট হোস্ট করার জন্য হোস্টিং লাগবে আর ব্লগার হলে হোস্টিং লাগবেনা। তো হোস্টিং এর ক্ষেত্রে সব সময় ভালো আপটাইম এবং ফাস্ট লোডিং স্পিড দেখে কিনবেন। সেই সাথে এসএসএল থাকে যেনো। কারন গুগল বট সব সময় আপনার সাইট ক্রল করে। যদি কোনো সময় সাইট ডাউন এবং সেটি বেশি পরিমানেই হয় তাহলে এ্যাডসেন্স এ্যাপরোভাল পাবেননা এবং এ্যাসেন্স এ্যাপরোভ থাকা সাইটের এ্যাডস লিমিটের মতো সমস্যা হতে পারে। আর ডোমেইন কেনার ক্ষেত্রে ডট কম বা ডট নেট বা নিশ রিলেটেড ডোমেইন নিবেন।

আপনারা ফাস্ট এবং ৯৯.৯৯% আপটাইম গ্যারান্টি সহ হোস্টিং কিনতে পারেন HosterPlan.Com থেকে

নোটঃ .xyz ডোমেইনের ক্ষেত্রে এখন স্প্যাম রিপোর্ট অটো আসে। নতুন ডোমেইনেও স্প্যাম রিপোর্ট থাকে। তাই প্রফেশনালভাবে কাজ করতে চাইলে আমি রিকমেন্ড করবো .xyz এক্সটেনশন এ্যাভয়েড করুন।

সাইট ডিজাইনঃ আপনাদের সাথে ছোট্ট একটা সিক্রেট শেয়ার করি। সেটা হচ্ছে সহজে এ্যাডসেন্স এ্যাপরোভাল পেতে চাইলে ব্লগারের যে ডিফল্ট টেম্পেলেট থাকে এগুলা আর ওয়ার্ডপ্রেসের যে Twenty সিরিজের ডিফল্ট থিম আছে এগুলো ব্যবহার করতে পারেন। এখানে পাবেন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম গুলো। আর যদিও বা অন্য থিম বা টেম্পলেট ব্যবহার করেন সেক্ষেত্রে সতর্ক থাকবেন বেশি রংচঙ এর ব্যাপারে। যতটা সহজ বোধগম্য করে ডিজাইন করা যায় ততটাই করার চেষ্টা করবেন। আর কোনো ধরনের ব্রোকেন লিংক যেনো না থাকে সাইটে। কারন সাইটে কোনো ব্রোকেন লিংক থাকলে গুগল বট মনে করে সেই সাইট আন্ডার কনস্ট্রাকশনে আছে। ফলে আপনার সাইট প্রথম স্টেপেই রিজেক্ট হতে পারে।

প্রয়োজনীয় পেজঃ আপনার সাইটে About, Contact, Privacy Policy/Disclaimer পেজ থাকা চাই গুগল এ্যাডসেন্সের পলিসি অনুযায়ী এবং এসব পেজে যথাযথ কন্টেন্ট বা তথ্য রাখবেন। কপি করে কোনো তথ্য বসাতে যাবেননা। কম হোক বেশি হোক নিজের মতো করে লিখার চেষ্টা করবেন।

কন্টেন্টঃ আপনি যে ধরনের বা যে নিশের কন্টেন্টই সাইটে আপলোড করেননা কেনো খেয়াল রাখবেন সেগুলো যেনো মানসম্পন্ন এবং ১০০% ইউনিক হয়। খেয়াল রাখবেন প্রতিটি কন্টেন্টে যেনো ৪-৫০০ ওয়ার্ডের বেশি থাকে এবং কমপক্ষে ২০-২২ টা কন্টেন্ট আপলোড দিবেন সাইটে তারপর এ্যাপলাই করবেন। আর্টিকেল দেওয়ার সময় H1, H2 ট্যাগ গুলো দেওয়ার চেষ্টা করতে পারেন। আর রেগুলার কন্টেন্ট দিতে থাকবেন এ্যাপলাই এর পরও। কপিরাইটকৃত কন্টেন্ট বা লিখা গুগল কখনোই এ্যাপরোভ করেনা তাদের এ্যাডসেন্স প্রোগ্রামের জন্য। তাই কোথাও থেকে কোনো কপি করা কন্টেন্ট ব্যবহার করবেননা। তবে রেফারেন্স হিসাবে কোনো তথ্য এ্যাড করলে সোর্সের ক্রেডিট দিয়ে দিবেন। তবে এ্যাপরোভের আগে এরকম তথ্য ব্যবহার করে কন্টেন্ট না লিখাই ভালো। আর সেক্সুয়াল, ড্রাগ বা অফেন্সিভ কন্টেন্ট দিবেননা সাইটে।

ভিজিটর এবং এসইওঃ গুগল এ্যাডসেন্স পেতে হলে কোনো ভিজিটরের প্রয়োজন নেই আপনার সাইটে। তবে রেগুলার ভিজিটর থাকলে সেটি আপনার এ্যাডসেন্স থেকে অর্থ উপার্জনের পরিমাণ বাড়াবে। আর গুগল সার্চ কন্সোলে সাইট এ্যাড করা থাকলে এবং এসইও সেটিই গুলো করা থাকলে সেটি আপনার সাইটের জন্য প্লাস পয়েন্ট হিসাবে কাজ করবে।

আরও কিছু তথ্যঃ সাইটে যদি আগে অন্যকোনো এ্যাড নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন তাহলে সেটি রিমুভ করবেন এ্যাডসেন্সে এ্যাপলাই করার আগে। এছাড়া সাইটে পাপ আপ কোনো কিছু থাকলে সেটি অফ রাখা ভালো৷ আর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে নাল/ক্রাক থিম বা প্লাগিন ব্যবহার করবেননা। এ্যাডসেন্স এ্যাপলাই করার সময় ব্রাউজারের ইনকগনিটো মোড ব্যবহার করা ভালো।

আর্টিকেলটি প্রথম প্রকাশ করা হয় আমার পার্সোনাল ব্লগ https://blog.ahtasnim.com

The post সহজ গুগল এ্যাডসেন্স অ্যাপ্রোভাল টিপস ( আপডেটেড) appeared first on Trickbd.com.

গোছলের সময় যে মারাত্মক ভুলগুলো হয় । গোসলের সময় করনীয়, বর্জনীয় বিষয় গুলো কি কি

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

গোছলের সময় যে মারাত্মক ভুলগুলো হয়


প্রিয় পাঠকবৃন্দ আজকে আমরা আলোচনা করব উলঙ্গ হয়ে গোসল করলে ইসলাম কি বলে। তবে উলঙ্গ হয়ে গোসল করা নিয়ে কিছুটা বিতর্ক আছে। কিছু আলেমদের মতে উলঙ্গ হয়ে গোসল করা উচিত না। এটা মাকরুহ। আবার বেশিরভাগ আলেমদের মতে সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা যাবে। তবে জায়গাটা এমন হওয়া প্রয়োজন যাতে অন্য কেউ দেখতে না পায়। যে সব আলেমদের মতে উলঙ্গ হয়ে গোসল করা জায়েয তারা প্রমাণ হিসেবে মূসা আলাইহিস সালামের গোসলের ঘটনাটি বলে থাকেন।

তবে যাইহোক আপনার কাপড় যদি নাপাক হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই উলঙ্গ হয়ে গোসল করতে হবে। কারণ কাপড় ভিজে ঐ নাপাক আপনার শরীরে লাগার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং সে ক্ষেত্রে আমরা কেউ ঐ কাপড় খুলে গোসল করতে হবে। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি একটি পবিত্র কাপড় পড়ে গোসল করেন। তবে মনে রাখবেন সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করলে কোন পাপ হয় না।

কিন্তু যেসব আলেম এটাকে মাকরুহ বলেন তাদের যুক্তি হচ্ছে একটা মানুষ যখন উলঙ্গ হয় তখন ফেরেশতারা লজ্জা পায়।এই অবস্থায় ফেরেশতারা একটু দূরে সরে যায়। প্রয়োজন ছাড়া বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা উচিত নয়। হাদীসেও এ ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। সুতরাং তা পরিহার করা উচিত। তবে এভাবে গোসল করলে গোসল আদায় হবে না বিষয়টি এমন নয়। বরং গোসল শুদ্ধ হয়ে যাবে।

হযরত মুয়াবিয়া বিন হইদা হতে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম যে, আমাদের থেকে আমাদের সতরকে লুকিয়ে রাখবো আর কাদেযর থেকে নয়…? রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম ইরশাদ করলেন →তোমার স্ত্রী ও তোমাদের ক্রীতদাসী ছাড়া সর্বদা তোমার সতরকে ঢেকে রাখবে।

তখন একজন ব্যক্তি বললেন এক পুরুষ আরেক জন পুরুষের সাথে থাকা অবস্থায়ও কি জরুরী…? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন যথাসম্ভব তা করো সামনে খুলবে না। আমি বললাম ব্যক্তি যখন একাকী থাকে তখনও….? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন→ হ্যা তখন সতর ঢেকে রাখবে কারণ আল্লাহ তালাকে অধিক লজ্জা করা উচিত। (সুনানে তিরমিজি ২৭৬৯)

তবে যদি অন্য কারো দেখার সম্ভবনা না থাকে তাহলে প্রয়োজনের পাকা গোসল খানায় বা বাথরুমে বিবস্ত্র অবস্থায় গোসল করা জায়েজ। তবে বিশেষ ওজর থাকলে বা বিশেষ কোনো প্রয়োজনে যদি অন্য কারো দেখার সম্ভবনা না থাকেলে, তাহলে প্রয়োজনে পাকা গোসল খানায় বা বাথরুমে বিবস্ত্র অবস্থায় গোসল করা জায়েজ৷ গোসল খানায় চতুর্পার্শ্বে দেওয়াল থাকা জরুরি।

তবে প্রয়োজন ছাড়া এভাবে গোসল করা অনুচিত। তুমি স্বামী ও স্ত্রী একসঙ্গে গোসল করার কথা হাদীসে এসেছে। এ বিষয়ে মহানবীর সাল্লাহু সাল্লাম তাঁর স্ত্রীর মাইমুনা রাদিয়াল্লাহু তা’আলা ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা এর সঙ্গে একত্রে গোসল করেছেন। এটি সহিহ বুখারী ও মুসলিম দ্বারা প্রমানিত।

এ বিষয়ে কেউ কেউ মূসা আলাইহিস সালামের বিবস্ত্র হয়ে গোসল করার ঘটনাও প্রমাণ হিসেবে উল্লেখ করে থাকেন।( বুখারী ৩৪০৪) সব মিলে কথা হচ্ছে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে তবে এটা একেবারেই অন্যত্তম কাজ, সুন্নাতের পরিপন্থী। আল্লাহর রাসূল সাল্লাহু সাল্লাম কখনো এরকম করেননি। মোস্তাহাব ও উত্তম হলো লুঙ্গি-গামছা ইত্যাদি বেঁধে গোসল করা এবং মেয়েরা নিচে পায়জামা বা উড়না সাদৃশ্য ও বুকে গামছা সাদৃশ্য কিছু রাখবে।

কেননা আবু দাউদ শরীফ বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম এরশাদ করেছেন। মহান আল্লাহ তায়ালা লজ্জাশীল ও পর্দাকারীদের পছন্দ করেন। তাই তোমাদের কেউ যখন গোসল করে তখন সে যেন পর্দা করে নেয়। ( তাহতাবী) মহান আল্লাহ তায়ালা আমাদেরকে ইসলাম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক আমীন।

এখন আমরা জানবো উলঙ্গ হয়ে গোসল করলে কি হয়। মানুষ যখন উলঙ্গ হয়ে গোসল করে তখন ফেরেশতারা তাদের কাছেও আসেনা এবং এই সুযোগে শয়তান লুফে নিতে পারে এবং ওই ব্যক্তির মনে কু-বাসনা জন্ম দিতে পারে। তাই আমরা যথাসম্ভব উলঙ্গ না হয়ে গোসল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

ভালো লাগলে আমার সাইটের পোস্ট গুলি দেখে আসতে পারেন এখানে আমি প্রতিদিন নতুন নতুন আপডেট দিয়ে থাকি আজকের আপডেট
link:

সহজেই অনলাইন থেকে ইনকাম করার শেরা দুটি উপায় ২০২১ সালে

The post গোছলের সময় যে মারাত্মক ভুলগুলো হয় । গোসলের সময় করনীয়, বর্জনীয় বিষয় গুলো কি কি appeared first on Trickbd.com.

Envato Elements থেকে ডাউনলোড করে নিন প্রিমিয়াম কিছু ফাইলস ।

Posted:

প্রথমেই থাকবে Action Movie রয়্যালিটি মিউজিক ।

Action Movie

Powerful heroic, motivational and inspirational action cinematic trailer. Forceful epic drums, percussion, rises and impacts, emotional cinematic symphonic orchestral instruments (legato and staccato strings, brasses, piano, etc),

and power bass synths pulsations create a real Hollywood and Blockbuster atmosphere.

movie trailer, opener, teaser, sports event or video game soundtrack, TV show, TV Spot, showreel or epic slideshow,

Youtube Vlog background, film music, any kind of cinematic and movie production, and for many other purposes.

Copyright Issue

YouTube users: to clear any copyright claims on your videos (including monetized videos), simply visit this page, enter your details and video link, and copy/paste the contents from your purchased License Certificate into the message box. Claims are removed within 24 – 96 hours.

Fast Instagram Promo

  • Stylish Slideshow for your Instagram Photos
  • 2 Versions (White & Colored)
  • FullHD resolution (1920×1080).
  • After Effects CS4 or higher.
  • No plugins required very easy to use (put your images, enter your links & taglines, and render it)
Envato Elements থেকে ডাউনলোড করে নিন প্রিমিয়াম কিছু ফাইলস ।

ডাউনলোড বাটন

Hike in Utah

Hike in the Utah mountains. Hiking in unusual natural landscapes.

Fantastic forms sandstone formations.

Stick Man 3D Model

this is a stick man 3D model created in a blender. it's a base mesh 3D character with a 11552 poly count. you can use this character in funny videos, advertisements, games, and anywhere you want.

File Format

  • .blend
  • .obj
  • .fbx

File Include

  • Main Files
  • Preview
  • Documentation

Pen Sketch Photoshop Action

ACTION INCLUDE YOUR FILES:

  • Action (ATN)
  • Brushes (ABR)
  • Pattern (PAT)
  • Instruction for the user. (txt)
  • Well-organized Layers, folders.
  • Layers Are Adjustable.

ডাউনলোড বাটন

New Launch – Responsive Coming Soon Page HTML

New Launch Responsive Coming Soon Page HTML modern, minimal, and fully responsive coming full-page soon/under construction HTML template.

New Launch - Responsive Coming Soon Page HTML

New Launch – Responsive Coming Soon Page HTML

Live Preview

Mediabay – WordPress Media Library Folders

Mediabay LITE version is available on wordpress.org

Manage thousands of media files and folders in your WordPress media library swiftly and smoothly! A breakthrough in WordPress media library management and organization.

Envato Elements থেকে ডাউনলোড করে নিন প্রিমিয়াম কিছু ফাইলস ।
Mediabay – WordPress Media Library Folders

লেখাঃ এম এইচ মামুন

The post Envato Elements থেকে ডাউনলোড করে নিন প্রিমিয়াম কিছু ফাইলস । appeared first on Trickbd.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Post a Comment

0 Comments