ফ্রিতে ইমেইল এড্রেস সংগ্রহ করার উপায় |
- ফ্রিতে ইমেইল এড্রেস সংগ্রহ করার উপায়
- বাংলাদেশ পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে ঘরে বসে আবেদন করেন বিস্তারিত পোস্টে..!!
- নিয়ে নিন Hoichoi Premium Account
- ডাউনলোড করুন Xrecorder premium mod app
- সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ১৭ সেপ্টেম্বর ২০২১ PDF (সঠিক কর্মের সন্ধানে)
- 16 বছর বয়সে চাঁদে সম্পত্তি কিনলো বাংলাদেশি কিশোর মুনতাসির আরাফাত |The Moon Boy of Bangladesh
- SSC 2022 এর ব্যাবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(8 th Week) [Java User Must See]
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৬ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে ডাউনলোড করে নিন PDF File
- এতো টাকা ইনকাম করে যদি সঞ্চয় করতে না পারেন তাহলে কি লাভ। চালাকি করে টাকা ম্যানেজ করতে শিখুন।
- YouTube Update: মাত্র ৫০০ সাবস্ক্রাইবার হলেই ইউটিউবে পাওয়া যাবে কমিউনিটি ট্যাব
ফ্রিতে ইমেইল এড্রেস সংগ্রহ করার উপায় Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকেরে আর্টিকেলে আমরা শিখব কিভাবে ফ্রিতে আমরা ইমেইল লিস্ট করতে পারি। অর্থাৎ ফ্রিতে কিভাবে আমরা ইমেইল খুজে পাব। সাধারণত যারা ইমেইল মার্কেটিং করতে চান বা শিখতে চান? তাদের জন্যই ইমেইল লিস্ট করতে হয়।ইমেইল মার্কেটিং করার জন্য প্রয়োজন অনেক ইমেইল এড্রেস। ইমেইল এড্রেস ছাড়া কিভাবে আপনি ইমেইল মার্কেটিং করবেন? হ্যাঁ বন্ধুরা ইমেল মার্কেটিং করতে হলে অবশ্যই অবশ্যই আপনার অনেক অনেক ইমেইল এড্রেস সংগ্রহ করতে হবে। তাছাড়া অন্যান্য কাজের জন্য ইমেইল এড্রেস প্রয়োজন হয়ে থাকে। তবে এই বিষয়ে আমি যাচ্ছি না। সাধারণত আজকে আমরা শিখব কিভাবে ফ্রিতে আমরা ইমেল সংগ্রহ করতে পারি? ইমেইল সংগ্রহ করবো সম্পূর্ণ ফ্রিতে?বেশ কিছু নিয়ম রয়েছে বা উপায় কাজে লাগিয়ে আপনি ইমেইল এড্রেস সংগ্রহ করতে পারবেন। সাধারণত ইমেইল এড্রেস দুইভাবে সংগ্রহ করা যায়। ১ ইমেইল এড্রেস ক্রয় করে। ২ নিজে ফ্রিতে ইমেইল এড্রেস খুঁজে। ভাই খুব কম লোকই আছে যারা ইমেইল এড্রেস ক্রয় করে । ইমেইল এড্রেস ক্রয় করতে নিশ্চয়ই আপনার অনেক টাকা খরচ হতে পারে। যেটা সবাই পছন্দ নাও করতে পারে। এমনকি আমি নিজেও এটা অপছন্দ করি কারন আমার সামর্থ্য নেই। এ কারণেই আমরা ফ্রিতে ইমেইল এড্রেস সংগ্রহ করবো কিভাবে এটা নিয়ে আলোচনা করব। ফ্রিতে ইমেইল এড্রেস সংগ্রহ করার পদ্ধতি?১পদ্ধতিওয়েবসাইটের মাধ্যমে: ইমেইল এড্রেস সংগ্রহ করার সবচেয়ে বেসিক উপায় হল ওয়েবসাইটের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনি অনেক ইমেইল এড্রেস সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ ফ্রি তে। আপনি হয়তো এরকম অনেক ওয়েবসাইট দেখেছেন যেখানে সাবস্ক্রিপশন একটা বাটন থাকে এবং উপরে একটা বক্স থাকে। এধরনের ওয়েবসাইটে যারা বক্সে তাদের ইমেইল এড্রেস দিয়ে সাবস্ক্রিপশন করবে। অটোমেটিক্যালি ওয়েবসাইটের মালিকের কাছে ওই ইমেইল এড্রেসটি চলে যাবে। আপনিও চাইলে আপনার ওয়েবসাইটে এই ফিচারটি দিয়ে অনেক ইমেইল এড্রেস সংগ্রহ করতে পারেন। তবে তার জন্য আপনার ওয়েবসাইটে ভিজিটর লাগবে বেশি। তাই আপনার যদি ভিজিটর কৃত কোন ওয়েবসাইট থাকে তাহলে আপনি এই পদ্ধতি অবলম্বন করে অনেক ইমেইল এড্রেস ফ্রিতে পেয়ে যাবেন। ২পদ্ধতিইউটিউব এর মাধ্যমে: ইমেইল এড্রেস সংগ্রহ ইউটিউব এর মাধ্যমে করা যায়। এজন্য আপনার ইউটিউব চ্যানেলটিতে অনেক অডিয়েন্স থাকতে হবে। তাহলে আপনি ফ্রীতেই অনেক ইমেইল এড্রেস সংগ্রহ করতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেলে যারা ভিজিট করবে ভিডিও দেখবে সাবস্ক্রাইব করবে তাদের ইমেইল এড্রেস গুলো খুব সহজেই আপনি পেয়ে যাবেন। তবে সেই ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে অবশ্যই ভালো পরিমাণে ভিজিটর থাকতে হবে। তাহলে আপনি খুব সহজেই অনেকগুলো ইমেইল এড্রেস সংগ্রহ করতে পারবেন। ইউটিউব চ্যানেলের এডমিন যিনি তিনি খুব সহজেই এই ইমেইল এড্রেস গুলো দেখতে পারে। আপনারা চাইলে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফ্রিতে অনেক ইমেইল এড্রেস এভাবে সংগ্রহ করতে পারেন। ৩পদ্ধতিফেসবুকের মাধ্যমে: মানুষ বেশিরভাগ সময় ফেসবুকে দিয়ে থাকে। তাই আপনি চাইলে ফেসবুক থেকেও টেকনিক খাটিয়ে অনেক ইমেইল এড্রেস সংগ্রহ করতে পারেন। যেমন আপনি একটি পোস্ট করবেন আকৃষ্ট কর। ফেসবুকে অনেক গ্রুপ এবং পেজ পেজে রয়েছে। আপনারা এ ধরনের পেজে অথবা গ্রুপে সুন্দর করে একটি পোস্ট করবেন । এমনভাবে পোস্ট করবেন যেন অনেক অনেক লোক পছন্দ করে। আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে এই টেকনিক খাটিয়ে অনেক ইমেইল এড্রেস ফ্রিতে সংগ্রহ করতে পারেন। তাছাড়া আপনি নিজের মত টেকনিক খাটিয়েও কিন্তু ফেসবুক থেকে অনেক ফিরেছি মেলার সংগ্রহ করতে পারেন। যদিও সেটা নির্ভর করবে আপনার উপর। ৪পদ্ধতিইনস্টাগ্রাম এর মাধ্যমে: ইনস্টাগ্রাম একটি সোশ্যাল নেটওয়ার্ক। ফেসবুকের মত ইনস্টাগ্রামেও এখন কোটি কোটি মানুষ ব্যবহার করে। আপনারা চাইলে ইন্সটাগ্রাম এর মাধ্যমেও অনেক ইমেইল এড্রেস সংগ্রহ করতে পারেন। ফেসবুকের মত আপনার নিজের মত করে কিছু টেকনিক খাটিয়ে এই প্লাটফর্ম থেকেও আপনার ইমেইল এড্রেস থেকে সংগ্রহ করতে পারেন। আপনি চাইলেই আকৃষ্ট করে একটি ফটো আপলোড করে এখান থেকে অনেক ইমেইল এড্রেস সংগ্রহ করতে পারেন। তবে টেকনিক কি নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর অর্থাৎ আপনি যত ভালো টেকনিক করে কাজ করবেন তত আপনার লাভ। ৫পদ্ধতিটুইটারের মাধ্যমে: বর্তমানে টুইটার খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। ইউটিউব ফেসবুকের মত এই প্ল্যাটফর্ম খুবই জনপ্রিয়। এই প্ল্যাটফর্মেও কোটি কোটি মানুষ একটিভ থাকে।তাই আপনারা চাইলে এই প্লাটফর্ম কে কাজে লাগিয়ে অনেক ইমেইল এড্রেস সংগ্রহ করতে পারেন। টুইটার কে কাজে লাগিয়ে ফেসবুকের মত অথবা ইনস্টাগ্রামের মতো কিছু টেকনিক খাটিয়ে আপনারা চাইলে এখান থেকে ইমেইল এড্রেস সংগ্রহ করতে পারেন। এখানে বলার মত কিছুই নাই। যেহেতু ইমেইল এড্রেস সংগ্রহ করবেন আপনি তাই টেকনিকটাও সম্পূর্ণ আপনার। তাই টেকনিক গুলো সুন্দর ভাবে কাজে লাগিয়ে টুইটার থেকে আপনি ইমেইল এড্রেস খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। পরিশেষে বন্ধুরা আজকের আর্টিকেলটি এ পর্যন্তই। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। The post ফ্রিতে ইমেইল এড্রেস সংগ্রহ করার উপায় appeared first on Trickbd.com. |
বাংলাদেশ পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে ঘরে বসে আবেদন করেন বিস্তারিত পোস্টে..!! Posted: বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নতুন নিয়োগ শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন ৩০০০ হাজার শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ৩০০০ হাজার পদের মধ্যে ২,৫৫০ জন পুরুষ ও ৪৫০ জন নারীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১০ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে ২ দশমিক ৫ । বয়স: আবেদনের জন্য প্রার্থীদের বয়স ০৭ অক্টোবর ২০২১ তারিখে ১৮ থেকে ২০ বছর হতে হবে। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন। শুধু অবিবাহিত নারী ও পুরুষরা আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। তবে উপজাতীয় এবং মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে, তবে উপজাতীয় এবং মুক্তিযোদ্ধা কোটায় নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে। আরো বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। বাংলাদেশ পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে আপনি ঘরে বসে অনলাইন এ আবেদন করতে পারবেন একদম সহজে। অনলাইন এ আবেদন করতে যা যা লাগবে১) কম্পিউটার বা Android ফোন ছবি 300×300 pixel এবং স্বাক্ষর 300×80 pixel করতে এখানে ক্লিক করুন আবেদন করতে লাগবে মোট ১৩০ টাকা টেলিটক সিম এর মাধ্যমে পাঠাতে হবে ৩০ টাকা এবং সোনালি ব্যাংকে জমা দিতে হবে ১০০ টাকা অনলাইন এ আবেদন করার পর ৭২ ঘন্টার মধ্যে টেলিটক সিম এর মাধ্যমে ৩০ টাকা জমা দিতে হবে তা না হলে আবেদন বাতিল হয়ে যাবে যাদের টেলিটক সিম নেই তারা আমার মাধ্যমে ৩০ টাকা পাঠাতে পারেন। টাকা পাঠাতে চাইলে Messenger এ Message দিন। উপরে সব কিছু সংরক্ষণ করা হলে আবেদন করা শুরু করা যাকপ্রথমে এখানে ক্লিক করুন
এখন এই From ভালো ভাবে এবং সঠিক তথ্য দিয়ে পূর্ণ করুন তার পর এই রকম From আসবে তা ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নিলে অনলাইন এ আবেদন করা শেষ এখন টাকা জমা দিয়া পালাআপনার আবেদন From এ এই রকম একটা User ID থাকবে যে কোন টেলিটক সিমে ৩৫+ টাকা রেখে Message অপশন এ গিয়ে লিখবেন
তার পর পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে
এর পরে আপনাকে ফোনে একটি Message আসবে সেখানে একটি পিন থাকবে তা নিয়ে আবার Message অপশন এ গিয়ে লিখবেন
তার পর পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে Preliminary Scrperning-এর মাধ্যমে নির্বাচন পদ্ধতি সম্পন্ন করে বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে নির্বাচিত হওয়ার ব্যাপারে অবহিত করা হবে। এর পর এখানে ক্লিক করে Usar Admit Card পাওয়ার পরে সোনালি ব্যাংক এ গিয়ে ১০০ টাকা জমা দিবে
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিনবাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিনধন্যবাদThe post বাংলাদেশ পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে ঘরে বসে আবেদন করেন বিস্তারিত পোস্টে..!! appeared first on Trickbd.com. |
নিয়ে নিন Hoichoi Premium Account Posted: আজকে আপনাদের কাছে Hoichoi Premium Account নিয়ে এসেছি । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেনHoichoi সম্পর্কে আমারা সবাই জানি এটি একটি Video Streaming Platform, আমার Subscription কেনার অভাবে Hoichoi ব্যবহার করতে পারি না । তাই আপনাদের সাথে Hoichoi Premium Account টি শেয়ার করলাম । চলুন শুরু করা যাক , একটা কথা বলি নেই , এই একাউন্টে সমস্যা হলে গালাগালি করবেন না , Hoichoi Premium Account Username and Password 2021 List. আজ এ পর্যন্তই ,এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করবো । ধন্যবাদ সবাইকে । The post নিয়ে নিন Hoichoi Premium Account appeared first on Trickbd.com. |
ডাউনলোড করুন Xrecorder premium mod app Posted: হ্যালো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ।আজ আপনাদের জন্য নিয়ে এলাম Xrecorder premium mod app। Xrecorder কি? Xrecordee হলো একটি Screen Record করার app । এটি দিয়ে আপনি YouTube এ gaming video এর Live করতে পারবেন ।কিন্তু ads এর কারণে আমরা এই app টি ব্যবহার করতে পারি না। তাই আপনাদের সামনে এটির mod app নিয়ে হাজির হলাম । Screen Shots : The post ডাউনলোড করুন Xrecorder premium mod app appeared first on Trickbd.com. |
সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ১৭ সেপ্টেম্বর ২০২১ PDF (সঠিক কর্মের সন্ধানে) Posted:
Read more ১। সাপ্তাহিক চাকরির খবর ১৭ সেপ্টেম্বর ২০২১ PDF Download ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য। |
16 বছর বয়সে চাঁদে সম্পত্তি কিনলো বাংলাদেশি কিশোর মুনতাসির আরাফাত |The Moon Boy of Bangladesh Posted: কুমিল্লা জেলার মুনতাসির আরাফাত 16 বছর বয়সেই কিনে নিল চাঁদে একটুকরো জমি।ছোটবেলা থেকেই তার মধ্যে বিজ্ঞান নিয়ে এক অন্যরকম আকর্ষণ কাজ করে। সে জানায় তার কাছে বিজ্ঞানের রহস্য উদঘাটন করতে অনেক ভালো লাগে। বিজ্ঞান চর্চা ব্যতীত কম্পিউটার প্রোগ্রামিং নিয়েও তার মধ্যে রয়েছে প্রবল আগ্রহ। তাছাড়া তার একটি ব্লগিং ওয়েবসাইট রয়েছে যেখানে সে তার বিভিন্ন এক্সপেরিমেন্ট এবং লাইফ স্টাইল সম্পর্কিত তথ্য শেয়ার করে । মুনতাসির আরাফাত একজন দক্ষ প্রোগ্রামার এর সাথে সাথে একজন পার্টটাইম ওয়েব ডেভলপার । তার 250+ ক্লায়েন্ট বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মুনতাসির আরাফাতের মাসিক আয় সম্পর্কে তিনি কোন তথ্য প্রকাশ করেননি। মুনতাসির আরাফাত বাংলাদেশের প্রথম যে চাঁদে সম্পত্তি কিনেছেন। সে তার ওয়েব ডেভেলপমেন্ট থেকে যে অর্থ উপার্জন করে সেটা থেকেই তিনি তার বিভিন্ন এক্সপেরিমেন্টের অর্থের যোগান দেয়। সে চাঁদের Taurus Mountains নামক স্থানে এক একর সম্পত্তি কিনেছেন। মুনতাসির আরাফাত জানান “আমি বাংলাদেশকে সমস্ত বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট করতে চাই। আমি পুরো বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই যে আমরা বাংলাদেশীরা কোন অংশে কম নয়”। যে স্থানে সম্পত্তি ক্রয় করেছে তার একটি চিত্র সে আমাদের সাথে শেয়ার করেছেন।
The post 16 বছর বয়সে চাঁদে সম্পত্তি কিনলো বাংলাদেশি কিশোর মুনতাসির আরাফাত |The Moon Boy of Bangladesh appeared first on Trickbd.com. |
Posted: আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির। Answer Of 1 Subject Of SSC 2022ব্যাবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট এর সমাধান ব্যাবসায় উদ্যোগ এর ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন। এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে। . আরো পড়ুনভাইবারের কথা বলুন একদম ফ্রিতেই যেকোনো নাম্বারে কেনো আপনি ভালো ইন্টারনেট গতি পান না?? দেখে নিন কিভাবে বাড়াবেন আপনার ইন্টারনেট গতি!! তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ। খোদা হফেজ। The post SSC 2022 এর ব্যাবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(8 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com. |
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৬ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে ডাউনলোড করে নিন PDF File Posted: ১৬তম সপ্তাহে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট সমূহ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
শ্রেনী বিষয়৬ষ্ঠ শ্রেনীঃ- ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ১৬ সপ্তাহের অ্যাসাইনমেন্ট
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিনবাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে যে কোনো কিছু জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৬ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে ডাউনলোড করে নিন PDF File appeared first on Trickbd.com. |
এতো টাকা ইনকাম করে যদি সঞ্চয় করতে না পারেন তাহলে কি লাভ। চালাকি করে টাকা ম্যানেজ করতে শিখুন। Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । চালাকি করে টাকা ম্যানেজ করতে শিখুন
আমাদের অনেকেরই অনেক রকম স্বপ্ন থাকে যেমন বিশ্ব ভ্রমণ করা বড় গাড়ি বা বাড়ি থাকা কিন্তু সেগুলো পূরণ করার জন্য অর্থের প্রয়োজন। সুতরাং সবাই ধনী হতে চায় তবে সত্যিটা হলো মাত্র কয়েক জন ধনী হতে পারে। আপনি কি জানতে চান কেন। তাহলে ধনী হওয়া সিক্রেটটা জানতে হলে আটিকেলটি পড়তে থাকুন। কিছু লোক ধনী হওয়ার এবং অন্যান্য না সারাজীবন গরিব থাকার মূল কারণ হলো ফাইন্যান্সিয়াল এডুকেশন এর অভাব। লোকেরা চাকরি বা ব্যবসা কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করেন। কিন্তু তারা কঠোর উপার্জনের টাকা দিয়ে কি করেন সেটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারেন তবে আপনি কিভাবে আপনার টাকা ম্যানেজ করা উচিত তা না জানলে আপনি কখনো ধনী হতে পারবেন না। অকারণে টাকা ব্যয় করা আপনাকে ঋণ এবং আর্থিক সংকটের দিকে নিয়ে যেতে পারে। আর আপনাকে এই বিপদ থেকে একমাত্র বাঁচাতে পারে ফাইন্যান্সিয়াল এডুকেশন।আপনার প্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজটা হলো আপনার মাসিক আয় 10 থেকে 15 শতাংশ সঞ্চয় করা। এই সঞ্চিত অর্থটা আপনি তিনটি ভাগে ভাগ করে রাখবেন। 1. Emergency Funds…যখনই কোনো জরুরি অবস্থা দেখা দেবে তখন এই fund থেকে আপনি যেন ক্যাশ টাকা তুলে নিয়ে কাজে লাগাতে পারেন সেই ভাবেই fundটা তৈরি করবেন। 2.Slush Funds… এই ফান্ডের টাকা কখনো আপনি অসুস্থ হয়ে পড়লে বা চাকরি হারালেন তিন থেকে ছয় মাস আপনাকে সার্ভাইভ করতে সহায়তা করবে। 3. Retirement Funds…এই টাকাগুলো আপনি একটা সঠিক জায়গায় ইনভেস্ট করবেন যাতে আপনার রিটারমেন্ট অবদি এ টাকা গুলো বাড়তে থাকে। ধরে নিন আপনি আসি বছর বয়স অবধি জীবিত থাকবেন। সেই অনুযায়ী রিটারমেন্ট এরপর আপনার কত টাকা লাগতে পারে সেটা হিসাব করে সেই অনুযায়ী একটা পরিকল্পনা মাফিক আপনাকে টাকা সঞ্চয় করতে থাকতে হবে। কত টাকা সঞ্চয় করে রাখবেন সেটা স্থির করার পর আপনার কাজ হলো কতটা টাকা আপনি প্রতি মাসে ব্যয় করবেন সেটা স্থির করা। আপনি ক্ষেত্রে 80/20 প্রিন্সিপালটা ব্যবহার করতে পারেন। আপনি যেখানে আপনারা এর 80% ব্যয় করছে তা সনাক্ত করুন। এটা সাধারণত খাওয়া-দাওয়া বাড়িভাড়া ইলেকট্রিসিটি বিল ইত্যাদির পিছনে হয়। বাকি টুয়েন্টি পারসেন্ট ব্যয় হয়তো আপনি অানইম্পর্টেন্স জিনিসগুলোর পিছনে পড়ে থাকবেন। যেগুলো আপনি চাইলে কিছুটা অন্তত কমাতে পারেন। তাই বলে আমি সমস্ত সখ ত্যাগ করে দেওয়ার কথা বলছিনা। আপনার জীবন উপভোগ করা উচিত। তবে একটা ব্যালেন্স মেইন রাখা চেষ্টা করুন এবং দরকারি জিনিস গুলোর পেছনেই টাকা খরচ করে। যে কোন জিনিস যেটার মূল্য দিন দিন কমতে থাকে সেটাকে বলা হয় Liability…আর যেকোনো জিনিস যেটার মূল্য দিন দিন বাড়তে থাকে সেটাকে বলা হয় Asset… আপনার পরবর্তী পদক্ষেপটা হল সাবধানতার সাথে সঞ্চিত অর্থ গুলো বিনিয়োগ করা। একটা গাড়ি হলে একটা লাইবিলিটি কারণ সেটার দাম দিন দিন কমতে থাকে। সুতরাং যখন আপনার যতটা সঞ্চয় করা দরকার ততটা আপনি করে ফেলেছেন। কেবল তখনই গাড়ি কিনুন অথবা একটা দুর্দান্ত উপায় হলো নতুন গাড়ি কেনার পরিবর্তে আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পারেন বা গাড়ি ভাড়া নিতে পারেন। যদিও নিজের বাড়ি একটা Asset হিসেবে দেখা হয়। তবুও এটা একটা অনেক বড় ইনভেস্টমেন্ট তাই আপনার পর্যাপ্ত সঞ্চয় আপনার কাছে মজুর থাকলে তবেই এই সিদ্ধান্ত নিন। শুধু তাড়াতাড়ি বিনিয়োগ করলেই হবেনা সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে এটাই ধনী হয়ে ওঠার একমাত্র সিক্রেট। এবার প্রশ্নটা হলো তাহলে কোথায় টাকা বিনিয়োগ করলে ভালো হয় অনেকে তাদের টাকা বিনিয়োগ করতে ভয় পান। তবে আপনাকে এটা বুঝতে হবে যে বিনিয়োগে হলো একমাত্র উপায় যার মাধ্যমে আপনি টাকা দিয়ে টাকা রোজগার করতে পারবেন। অর্থাৎ এখানে টাকা রোজগারের জন্য আপনাকে কোন কাজ করতে হবে না। আপনার টাকা আপনার হয়ে কাজ করবে। তাই টাকা বিনিয়োগ করার নাম শুনলেই ভয় পেলে চলবে না Calculated Risk নিতে হয়। ব্যাংক অবদি থেকে শুরু করে শেয়ার মার্কেট টাকা বিনিয়োগ করার প্রচুর অপশন আজকের দিনে এভেলেবেল রয়েছে। আপনি চাইলে বন্ড গুলিতেও ইনভেস্ট করতে পারেন যেখানে আপনি কোন সংস্থাকে টাকা ধার দেবেন এবং সেই সংস্থা মুনাফা অর্জন করলে আপনিও একইসাথে মুনাফা অর্জন করবেন। যদি আপনি কোথায় আর কিভাবে ইনভেস্ট করতে শুরু করবেন সেটা নিয়ে কনফিউজ থাকেন তাহলে আপনি মিউচুয়াল ফান্ড গুলিতে ইনভেস্ট করতে পারেন। এতে আপনার বিনিয়োগ করা টাকা গুলো বিভিন্ন ক্ষেত্রে ভাগ হয়ে বিনিয়োগ হয়ে যাবে। তার ফলে ঝুঁকিটাও কম হয়ে যাবে। তবে টাকা বিনিয়োগ করার আগেই ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ড কিভাবে কাজ করে সেই সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকা অবশ্যই দরকার। এর জন্য আপনি কোন বিশ্বাসযোগ্য ফাইনান্সিয়াল এডভাইসর সাহায্য নিতে পারেন। আপনি চাইলে এর জন্য Zerodha সাহায্য নিতে পারেন। আপনি এর সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে গুগলে সার্চ করতে পারেন। আপনি Zerodha তে গিয়ে আপনার নাম ও মোবাইল নাম্বার লিখে সাবমিট করলে জিরোদা টিমের তরফ থেকে আপনাকে ফোন করে তারা আপনাকে পার্সোনালি গাইড করবে আপনার ইনভেসমেন্ট ডিসিশন নেওয়ার জন্য। তবে একটা জিনিস মনে রাখবেন অতি লোভে তাঁতি নষ্ট। টাকার পিছনে অন্ধের মত ছুটলে আপনি বিপদে পড়বেন ভাবনা-চিন্তা করে ডিসিশন নিন এবং দীর্ঘ দিনের জন্য ইনভেস্ট করুন। এটুকু করতে পারলেই আপনি খুব শীঘ্রই ধনী হয়ে উঠবেন।ফাইন্যান্সিয়াল এডুকেশন বর্তমান সময়ের একটা সুপারপাওয়ার বলা চলে আর তাই এই ব্যাপারে প্রতিদিন একটু একটু করে নতুন কিছু শিখতে থাকুন। এই জিনিসগুলো আমি Conor Richardson এর লেখা Millennial Money Makeover বইটি থেকে শিখেছি। আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি ভালো লাগলে আমার সাইটের পোস্ট গুলি দেখে আসতে পারেন এখানে আমি প্রতিদিন নতুন নতুন আপডেট দিয়ে থাকি আজকের আপডেট সেনাবাহিনীর MODC পদ কি? এদের কাজ কি?![]() The post এতো টাকা ইনকাম করে যদি সঞ্চয় করতে না পারেন তাহলে কি লাভ। চালাকি করে টাকা ম্যানেজ করতে শিখুন। appeared first on Trickbd.com. |
YouTube Update: মাত্র ৫০০ সাবস্ক্রাইবার হলেই ইউটিউবে পাওয়া যাবে কমিউনিটি ট্যাব Posted: কমিউনিটি ট্যাব কি?কমিউনিটি ট্যাব হলো ইউটিউবের একটা ফিচার যার মাধ্যম ইউটিউবাররা ফেসবুকের মতোই স্ট্যাটাস আপডেট করতে পারে তবে সেটা শুধুমাত্র তাদের সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছায়। কমিউনিটি ট্যাব থেকে Text,images/GIFS, polls, videos পোস্ট করা যায় ইউটিউবারদের জন্য সুখবর…আগে ইউটিউবে কমিউনিটি ট্যাব পেতে মিনিমাম ১০০০ সাবস্ক্রাইবার লাগতো। এখন মাত্র ৫০০ সাবস্ক্রাইবার হলেই পাওয়া যাবে কমিউনিটি ট্যাব। [বিঃ দ্রঃ] ৫০০ সাবস্ক্রাইবার complete হওয়ার পর কমিউনিটি ট্যাব পেতে সর্বোচ্চ ১ সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে ইউটিউব। তাই ইউটিউবারদেরকে একটু ধৈর্য ধরতে হবে কমিউনিটি ট্যাব পেতে। কবে থেকে বাস্তবায়ন হবে?এই আপডেটটি বাস্তবায়ন হবে ১২ অক্টোবর, ২০২১ থেকে বলে জানিয়েছে ইউটিউব চলে যাচ্ছে Discussion Tab…ইউটিউব আরো জানায় ১২ অক্টোবর থেকে সকল ইউটিউবারের Discussion ট্যাব চলে যাবে। Discussion ট্যাব ইউটিউবের একটা পুরনো ফিচার যেটায় শুধুমাত্র টেক্সট পোস্ট করা যায় কিন্তু কমিউনিটি ট্যাবে Text এর পাশাপাশি images/GIFS, polls, videos পোস্ট করা যায়। তো ১২ অক্টোবরের পর থেকে ইউটিউবের এই পুরনো ফিচারটিকে রিপ্লেস করবে কমিউনিটি ট্যাব তবে ১২ অক্টোবরের আগ পর্যন্ত Desktop থেকে এই Discussion টি এক্সেস করা যাবে এ বিষয়ে ইউটিউবের টুইট…এ বিষয়ে ইউটিউব তাদের তাদের টুইটার একাউন্ট থেকে আপডেটটি জানায়, এখান থেকেই ইউটিউবের সকল আপডেট পাওয়া যায়, তাছাড়া ইউটিউব রিলেটেড যেকোন হেল্পও @TeamYouTube টুইটার একাউন্টটি থেকে করে থাকে
কেমন লেগেছে ইউটিউবের এই নতুন উদ্যোগ? কমেন্ট করে জানাতে পারেন পোস্টটি প্রথম প্রকাশিত হয় TechHelpBD.Com ওয়েবসাইটে ★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ★★কম্পিউটারের জন্য প্রথম বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড তৈরি করলেন রক্তিম আশরাফুল The post YouTube Update: মাত্র ৫০০ সাবস্ক্রাইবার হলেই ইউটিউবে পাওয়া যাবে কমিউনিটি ট্যাব appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments