জাতীয় পরিচয়পত্র ছাড়াই কেনা যাবে সর্বোচ্চ ২টি সিম: বিটিআরসি |
- জাতীয় পরিচয়পত্র ছাড়াই কেনা যাবে সর্বোচ্চ ২টি সিম: বিটিআরসি
- বাংলালিংক ফ্রি মেগাবাইট কিভাবে উঠাবেন ও ব্যবহার করবেন?
- ssc 21 এর ব্যাবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(7 th Week) [Java User Must See]
- [Hot] Bkash Account থেকে ফ্রি তে ২০ টাকা নিয়ে নিন সময় খুব কম সবাই পাবেন.!!
- (Free Fire) Game Server Timeout (mm_07) সমস্যার সমাধান । How to submit request garena help centre. (Must See if you facing the problem)
- Powepoint দিয়েই করুন Simple Type Animation Presentation [Premium Template]
- ডাউনলোড করুন 20টি Amazing Chalk Fonts
- ইংলিশে দুর্বলদের জন্য English Therapy pdf বই free download
- IPhone 13-এ Call করা যাবে Network ছাড়াই
জাতীয় পরিচয়পত্র ছাড়াই কেনা যাবে সর্বোচ্চ ২টি সিম: বিটিআরসি Posted: NID কার্ড ছাড়াই কেনা যাবে সর্বোচ্চ ২টি সিমযাদের জাতীয় পরিচয়পত্র (NID) বা স্মার্ট কার্ড নেই তারা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা জন্মনিবন্ধন সনদ দেখিয়ে ছয় মাসের জন্য দুটি মোবাইল সিম কিনতে পারবেন। তবে নির্দিষ্ট মেয়াদের জন্য নেওয়া ওই সিম NID দিয়ে নিবন্ধন করতেই হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) জানিয়েছে, একজন মোবাইল ফোন ব্যবহারকারী জাতীয় পরিচয়পত্র ছাড়াই পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন সনদ দিয়েই সর্বোচ্চ দুটি সিম কার্ড কিনতে পারবেন। কেন এই উদ্যোগ নিলো বিটিআরসি?বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, মূলত অপরাধ দমন এবং গ্রাহকদের সুনির্দিষ্ট করতে জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য ডকুমেন্টস দিয়ে সর্বোচ্চ দুটি সিম কার্ড কিনতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এই বিষয়টিকে একটি আইনের আওতায় আনা হবে। আইনটি বাংলাদেশি ও বিদেশি সবার জন্যই প্রযোজ্য হবে।’ সিম কার্ড গুলির মেয়াদ থাকবে নির্দিস্টবিটিআরসির এক কর্মকর্তা জানিয়েছেন, অন্যান্য ডকুমেন্টস দিয়ে কেনা সিমগুলো কেনার পরবর্তী ৬ মাসের মধ্যে মোবাইল অপারেটরের মাধ্যমে এনআইডির বিপরীতে নিবন্ধন করতে হবে। কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া এনআইডির কপি দিয়ে অপারেটরের কাছ থেকে নিবন্ধন করা না হলে সেগুলো ব্লক করে দেওয়া হতে পারে। কোথায় থেকে সিম নিতে পারবেন?BTRC আরও বলছে, সব ক্ষেত্রেই সিম রেজিস্ট্রেশন, ভেরিফিকেশন, রি-অ্যাক্টিভেশন, রি-রেজিস্ট্রেশন, রিপ্লেসমেন্ট, ডি-অ্যাক্টিভেশন ইত্যাদি বাধ্যতামূলকভাবে কেবল সংশ্লিষ্ট অপারেটরের নিজস্ব বিক্রয় কেন্দ্র বা কাস্টমার কেয়ার থেকে সম্পন্ন করতে হবে। কোন রিটেইলারের মাধ্যমে করা যাবে না। পোস্টটি প্রথম প্রকাশিত হয় TechHelpBD.Com ওয়েবসাইটে ★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ ★★[Giveaway] নিয়ে নিন আজীবনের জন্য ক্যানভা প্রিমিয়াম (Edu) ফ্রিতেই! ★★[Giveaway] নিয়ে নিন Skillshare Premium Cookies এবং ফ্রিতেই Explore করুন সকল প্রিমিয়াম কোর্স!
The post জাতীয় পরিচয়পত্র ছাড়াই কেনা যাবে সর্বোচ্চ ২টি সিম: বিটিআরসি appeared first on Trickbd.com. |
বাংলালিংক ফ্রি মেগাবাইট কিভাবে উঠাবেন ও ব্যবহার করবেন? Posted: আমার গত পোস্টে অনেকে উপকৃত হয়েছেন. কিন্তু সেখান থেকে পাওয়া বাংলালিংক ফ্রি মেগাবাইট উঠানোর প্রক্রিয়া টা একটু কঠিন আছে, সেজন্য এই পোস্টটি করা. মেগাবাইট গুলো ব্যালেন্স নিতে পারলে আপনি সহজে সব ব্যবহার করতে পারবেন ——– কথা না বাড়িয়ে শুরু করি. সম্ভবত কেউ আগের পোস্টে রিপোর্ট করেছে যে তারা নাকি মেগাবাইট পাচ্ছে না বা রেফার হচ্ছে না…….. যদি না হয় ভাই তাহলে আমি এতগুলো মেগাবাইট কিভাবে পেলাম? বা আমরা রেফারাল এতগুলো কিভাবে হল? POST খুঁজে পাচ্ছি না এখন.. যাই হোক..
অফারটি পাওয়ার জন্য MY BL অ্যাপস এ থাকা এরকম REFER NOW তে ক্লিক করুন.
এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনার কতগুলো রেফারাল যুক্ত হয়েছে- সেখানে থাকা Refferal History অথবা CLAIM MY REWARDS যেকোনো এক জায়গাতে ক্লিক করুন. এখানে আপনারা সমস্ত রেফারাল করা তালিকা গুলো দেখতে পাবেন. প্রত্যেকটা REFFERRAL = 500 MB করে পাবেন এবং তার ডান পাশে লেখা COLLECT এ ক্লিক করে আপনি মেগাবাইট গুলো নিতে পারবেন তিনি কারও সঙ্গে কংগ্রাচুলেশন Congratulation. [ একটি (.com.bd = E-Commerce) ওয়েবসাইট বিক্রয় হবে যার লিংক এবং সংক্ষিপ্ত বিবরণ এই www.Nikti.Com.Bd = Meyad 2 Year, but ekno 1 year ache. 2020 a Kena hoyese. FB Page ache jar 50k Like, FULL DESIGN WITH ELEMENTOR PRO, only agrohi bekti doya kore message din Facebook page a (CLICK).] many many thanks. The post বাংলালিংক ফ্রি মেগাবাইট কিভাবে উঠাবেন ও ব্যবহার করবেন? appeared first on Trickbd.com. |
Posted: আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির। Answer Of 1 Subject Of ssc 2021ব্যাবসায় উদ্যোগ এর ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান ব্যাবসায় উদ্যোগ এর সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন। এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে। . এই সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন। bdtechtuner.com Read More খোদা হফেজ। The post ssc 21 এর ব্যাবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(7 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com. |
[Hot] Bkash Account থেকে ফ্রি তে ২০ টাকা নিয়ে নিন সময় খুব কম সবাই পাবেন.!! Posted: Bkash অ্যাপ দিয়ে bkash account থেকে নিজের (যে নাম্বারে বিকাশ একাউন্ট খুলা আছে) নাম্বারে মোবাইল রিচার্জ করলে পাচ্ছে ক্যাশব্যাক। যে নাম্বারে বিকাশ একাউন্ট খুলা আছে সে নাম্বারে ৩৫ টাকা মোবাইল রিচার্জ করলেই পাচ্ছেন ২০ টাকা ক্যাশব্যাক ক্যাশব্যাক পাবেন মোবাইল রিচার্জ এর পরবর্তী কর্ম দিবস এর মধ্যে। অফারটি শুধু মাত্র একবারি নিতে পারবেন এবং ক্যাশব্যাক একবারি পাবেন। অফারটি চলবে ৩ এ সেপ্টেম্বর থেকে ৪ এ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত। মোবাইল রিচার্জ করার জন্য বিকাশ অ্যাপ এ ঢুকে মোবাইল রিচার্জ অপশন এ ক্লিক করে ৩৫ টাকা মোবাইল রিচার্জ করে নিন। প্রমাণ:-
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিনAirtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিনরবি সিমে ফ্রি 1GB নিয়ে নিন
ধন্যবাদThe post [Hot] Bkash Account থেকে ফ্রি তে ২০ টাকা নিয়ে নিন সময় খুব কম সবাই পাবেন.!! appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন । আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি । আজ লিখতে বসলাম ফ্রী ফায়ার এর একটি সমস্যার সমাধান নিয়ে । এটা আমিও ফেস করেছি । গেমে ঢুকে ম্যাচ Start দিলে ম্যাচম্যাকিং হয় না আবার ২ মিনিট পার হয়ে যায় কিন্তু ম্যাচ স্টার্ট হয় না আরও অনেক সমস্যা ম্যাচে ঢুকানো ধরে কিন্তু লোডিং আটকে যায় এবং Game Server Timeout (mm_07) এটা আসে । এটার সমাধান নিয়ে লিখতে বসলাম । এটা যে ১০০% সবার কাজ করবে সেটা আমি শিউরিটি দিচ্ছি না কারন অনেকেরই কাজ নাও করতে পারে । আর আমি যেভাবে সমাধান করেছি সেটাই তুলে ধরবো আজকে । তো আমরা Garena কে মেইল করার মাধ্যমে সমস্যা টা সমাধান করার চেষ্টা করবো । এর জন্য আপনার সমস্যার একটি স্ক্রিনশট লাগবে আর গেম আইডি কোড আর গেম আইডির নামটা লাগবে । আমি সমস্যাটার স্ক্রিনশট দিয়ে দিবো আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন । SCREENSHOTS লিংক এ ঢুকার পর Submit Request ক্লিক করুন Match not starting. When I start the match, after a while Game server timeout (mm_7) it comes and takes it out of the match. ![]() এখন আপনার সমস্যাটির একটি স্ক্রিনশট আপলোড করে দিন । আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি চাইলে এটা ইউজ করতে পারেন Upload হয়ে গেলে Submit দিন Diamond Topupহ্যালো বন্ধুরা বর্তমানে অসাধু সেলার এর অভাব নেই । আর অনলাইনে কেউ কাউকে বিশ্বাসও করতে চায় না । তো এখানে ভিসিটর দের মধ্যে অনেকেই আমার কাছ থেকে অনেকদিন যাবত টপ আপ নিয়ে আসছে । তো তারা অবশ্যই বিশ্বাসযোগ্য ভেবেই তারা টপ আপ নেয় । চাইলে আপনিও নিতে পারেন যেকোনো ধরনের টপ আপ অনেক দ্রত সময়ে । 100% TRUSTED AND QUICK DELIVERY ON CLICK HERE TO VISIT FOR TOPUP Contact Facebook ___https://m.facebook.com/iamhqshakibpro Messenger ___https://m.me/iamhqshakibpro The post (Free Fire) Game Server Timeout (mm_07) সমস্যার সমাধান । How to submit request garena help centre. (Must See if you facing the problem) appeared first on Trickbd.com. |
Powepoint দিয়েই করুন Simple Type Animation Presentation [Premium Template] Posted: Howdy Everyone,
Levidio AnimatoonLevidio Powerpoint Related অনেক Premium Slide Sell করে থাকে। এই সকল Slide Pre- Ready Made হওয়ায় আপনি Just Text/Image Change করেই সরাসরি Animated Presentation Create করতে পারবেন।
Levidio Animatoon Features
খুব সহজেই Colour, Text Adjust/Replace করেই Slide Create করতে পারবেন। বাকি অন্যান্য Function Pre- Made রয়েছে।
বিভিন্ন Video Editing Software এ Presentationগুলো Import করে Animation Type Video আকারে Export করতে পারবেন।
তাছাড়া তাদের Official Site এ Slide Edit করার জন্য Tutorial Provide করে থাকে। তবে তা পাওয়ার জন্য তাদের Packটি Purchase করা লাগবে। Download Or Buy Animatoon
ConclusionAnimatoon Packটি আপনি যেকোন Presentation এর জন্য Officially বা Unofficially Use করতে পারবেন। Fileটি Back UP করে রাখবেন , Mega থেকে File Delete হওয়ার সম্ভাবনা থাকে।
Bye The post Powepoint দিয়েই করুন Simple Type Animation Presentation [Premium Template] appeared first on Trickbd.com. |
ডাউনলোড করুন 20টি Amazing Chalk Fonts Posted:
Fontগুলো Download করার আগে এর কিছু ছবি প্রদর্শন করা হলো:-
মূলত এই Font Packটা Collected। নিচের Link থেকে সরাসরি Download করে নিতে পারবেন ফ্রিতেই
DEXTER The post ডাউনলোড করুন 20টি Amazing Chalk Fonts appeared first on Trickbd.com. |
ইংলিশে দুর্বলদের জন্য English Therapy pdf বই free download Posted: ![]() ইংলিশে দুর্বলদের জন্য English Therapy বই রিভিউঃকথায় আছে, আগে দর্শনদারী তারপর গুনবিচারী। এই বইটির নামটি দেখেই আমি মুগ্ধ, ভাবি কি অবাক করা বইয়ের নাম এবং মনে মনে ভাবি আসলেই কি ইংলিশে কাচা প্যাশেন্টদের জন্য থেরাপির মতো ঔষধ রয়েছে এবং বইটির কভার পৃষ্ঠা টি ও খুবই চমৎকার। এরপর বইটার সূচিপত্র খুলতেই আমি আরো আশ্চর্য হয়ে যাই, সূচিতে চোখ বুলিয়ে মনে হচ্ছিলো যেনো আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি; কিন্তু না আমি বাস্তবেই দেখতেছিলাম। বইয়ের নামঃ ইংলিশে দুর্বলদের জন্য English Therapy আরো পড়ুনঃ ১। সবার জন্য ভোকবুলারি pdf বই download | মুনজেরিন শহীদ The post ইংলিশে দুর্বলদের জন্য English Therapy pdf বই free download appeared first on Trickbd.com. |
IPhone 13-এ Call করা যাবে Network ছাড়াই Posted:
Apple এর দেয়া বক্তব্যে জানা গেছে Satelight এর ভিত্তিতেই এই Function Add করা হচ্ছে। এই Features এর নাম হবে Emergency Message Via Satellite।
এই Features এর সুবিধা হল আপনি Emergency কোথাও বিপদে পড়লে Network Connection না থাকলেও অন্যদের ছবি বা Document পাঠানো সহ Callও দিতে পারবেন।তবে এই বিষয় নিয়ে আর বিস্তারিত জানা যায় নি, আশাকরি November এ প্রথম সপ্তাহে আর Clear Concept ধারণা পাওয়া যাবে।
Sincerely; The post IPhone 13-এ Call করা যাবে Network ছাড়াই appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments