Search box..

আপনার নিজের রাস্তা নিজেই তৈরি করুন – কিছু অনুপ্রেরণামূলক উক্তি

আপনার নিজের রাস্তা নিজেই তৈরি করুন – কিছু অনুপ্রেরণামূলক উক্তি


আপনার নিজের রাস্তা নিজেই তৈরি করুন – কিছু অনুপ্রেরণামূলক উক্তি

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

নিজের রাস্তা নিজেই তৈরি করুন।

যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ গুলোকে খুব ভালো করে করো।

দেখবেন আমাদের অনেকেরই নিজের উপর ভরসা খুব কম। আমি ভাবি আমাকে দিয়ে হয়তোবা হবেনা, আমি পারবো না, আমি তো এত বেশি ব্রিলিয়ান্ট না বা আমি ওর মত করে চিন্তা করতে পারিনা, আমি অতি স্মার্ট না, আমার ফ্যামিলি এতো রিচ না হয়তোবা আমি ভালো কিছু করতে পারবো না। কিন্তু একটা জিনিস শুনলে আপনারা হয়তোবা বিশ্বাসই করতে পারবেন না। এই পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম বড় বড় বিজনেস গুলো খুব ছোট জায়গা থেকে শুরু হয়েছিল।

ফেসবুক, গুগল অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলো খুব ছোট পরিসরে প্রথম শুরু হয়েছিল যেই জায়গাগুলোতে হয়তোবা আপনি বসতেও চাইবেন না। তাই এই পয়েন্টে এই বিষয়টি স্পষ্ট ক্লিয়ারলি বোঝানো হয়েছে আপনি যদি খুব ভালো কিছু করতে না পারেন মানে আপনি হয়তো বা ভালো কোন জব পেলেন না, বা বড় করে কোন বিজনেস করতে পারছেন, না বা আপনার মাথায় কি প্লানিং চলছে সেগুলো করতে পারছেন না, বা আপনি নিজে তেমন কোন প্ল্যানিং করতেও পারেন না,

তবে আপনি ছোট ছোট কোন জায়গায় ভালো করে মনোযোগ দিয়ে সেটিকে লালন-পালন করে নিজের মতো করে চালিয়ে যান। একদিন দেখবেন আপনার সেই ছোট বিজনেসটি অনেক বড় হয়ে যাবে। আবার আমাদের হয়তো বা ছোটখাটো কোন বিজনেস রয়েছে বা ছোট কোনো জব রয়েছে বা ছোট্ট পরিসরে আমি হয়তোবা কিছু করছি। কিন্তু সেটাকে নিয়ে আমরা তেমন কোনো সেটিস্ফাইড না।

কারণ সেখানে থেকে ভালো কোন ইনকামও আসেনা মানুষ আমাকে সম্মান করে না কিন্তু এক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে এর পাশাপাশি আপনার যদি বিজনেস হয় তাহলে সেটিকে কিভাবে একটু একটু করে বড় করা যায় আরো কিভাবে বেশি সেল করা যায় আরো কি কি নতুন এই বিজনেস এর সাথে আপনি অ্যাড করে একটু একটু করে বড় করতে পারেন এই বিষয়গুলোকে নিয়ে ভাবতে পারেন।

আবার আপনারা যেন ছোটখাট জব করছেন তারা হয়তো বা আপনার জবকে নিয়ে সেটিস্ফাইড না পাশাপাশি আপনি হয়তো বা এখান থেকে খুব দ্রুত প্রমোশন পাবেন না। আর এই বিষয়টি নিয়ে আপনি সবসময় বিরক্ত তারা আপনারা প্লিজ আপনার এই জবের পাশাপাশি আপনারা অন্য কিছু করার ট্রাই করুন। দেখুন এখন অনলাইনে হাজারো মানুষ হাজারো ভাবে ইনকাম করছে।

পাশাপাশি অফলাইনে বিভিন্ন ফ্রিল্যান্সিং করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কাজ হায়ার করে করা কিন্তু যায়। এখন কথা হলো এই বিষয়টি শোনার পর আপনারা অনেকেই বলবেন ভাই আমিতো জানিনা কিভাবে শুরু করব কখন থেকে শুরু করব প্লিজ আপনারা ইউটিউবে এই বিষয়গুলো নিয়ে এসব ভিডিও রয়েছে। ধরুন আপনি ফেসবুকে প্রোডাক্ট সেল করতে চান এই বিষয়টি আপনি ইউটিউবে সার্চ করুন।

ধরুন আপনি ইউটিউব এর জন্য ভিডিও তৈরি করতে চান এই বিষয়টি ইউটিউবে সার্চ করুন বা গুগলে সার্চ করুন। অথবা আপনি কোন প্রোডাক্ট তৈরি করতে চান অনেক কম খরচে এই বিষয়গুলো আবেগ ইউটিউব বা গুগলে সার্চ করে করে ইনফরমেশন নিয়ে নিজের কাজকে আর উন্নতি করে যেতে পারেন। তাই এই বিষয়টি এখনই মাথায় ফিস্ক করে রাখুন আপনার যদি বড় পরিসরে কিছু নাও থাকে ছোট ছোট কাজ গুলো যেগুলো আপনি এখন করছেন সেগুলো দেখে খুব মনোযোগ দিয়ে কাজ করুন। আপনি একদিন সাকসেস হবেনি।

স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটি যেটি পাওয়ার প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না।

দেখুন মানুষ বিভিন্ন রকম স্বপ্ন দেখি বিভিন্ন রকম ইচ্ছা বা প্লানিং এর গল্প অনেকের সাথে শেয়ার করি। কিন্তু বাস্তবে এগুলো আমরা কোন কিছুই করি না মানে এগুলো করার জন্য কোন প্ল্যানিং তৈরি করি না আর এগুলোর জন্য কোন স্টেপও নেই না। মনে মনে ভাবি আর মুখে মুখে মানুষের সাথে আলোচনা করি তার পাশাপাশি নিজেকে ভাবি আমি হয়তোবা কিছু করছি। কিন্তু এটা কিন্তু বাস্তবতা না।

বাস্তবতা হলো ধরুন আপনি কোন কিছু করতে চান এখন সেটি করার প্রত্যাশা দেখবেন এমন ভাবে আপনার ব্রেনে ফিস্ক হয়ে থাকবে যেটিতে সাকসেস হওয়ার আগ পর্যন্ত হয়তোবা আপনার ঘুম ঠিক মত আসবে না। আপনার এভাবেই মনে হতে থাকবে আমি কখন আমার কাছ থেকে কমপ্লিট করব আর কোন প্ল্যানিং নিয়ে বা কোনও স্বপ্ন নিয়ে আপনার ব্রেনে যদি এভাবে করে চলতে থাকে তাহলেই আপনি রাত জেগে রয়েছেন আপনার স্বপ্ন সফল হবে। আর আসল স্বপ্ন হলো এটি।

যায় নেশা আর পেশাব মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কেউ নেই।

দেখুন আমরা অনেকেই অনেক কিছু জানি অনেক কিয়েটিভ বিষয়ে আমাদের মধ্যে রয়েছে। ধরুন কেউ গিটার বাজাতে পারেন, কেউ হাতের কাজ করতে পারেন, কেউ কম্পিউটার রিলেটেড কোন কাজ করতে পারেন বা আপনি ক্রিকেট গেম খেলতে পছন্দ করেন বা যে যেই জিনিসটাই ভালো পারেন সেই জিনিসটিই যদি আপনার পেশা হয়ে যায় তাহলে কিন্তু আপনি সাকসেস। আরেকটা বিষয় হলো আপনি যদি সেই বিষয়টিকে পেশা বা বিজনেস হিসেবে নিতে পারেন তাহলে আপনি কিন্তু কখনোই পরিশ্রম করছেন না আপনি আপনার মনের খুশি হতো কাজ করছেন।

যেটি আপনার জন্য কখনোই বিরক্ত কর না। এই পয়েন্টের মাধ্যমে এটি বোঝানোর চেষ্টা করছি আপনারা যারা ক্যারিয়ারের এখন শুরুতে রয়েছেন এখনো কিছু করতে পারছেন না। তারা একটু ভেবে দেখুন তো আপনার মতে এমন কোন কিছু হয়েছে কিনা যে টিকে আপনি আপনার বিজনেস এ কনভার্ট করতে পারেন। যেমন ধরুন আমি প্রচুর পরিমাণ মোটিভেশনাল ভিডিও দেখি এবং সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি এখন মোটিভেশনাল আর্টিকেল লিখছি।

এভাবেই করে আপনারা আপনাদের প্রতিভা গুলোকে একটু খোঁজার চেষ্টা করুন পাশাপাশি যারা ছোট বিজনেস বা ছোট জব করছেন তারাও প্লিজ এই বিষয়টি একটু খেয়াল করবেন। আপনার মধ্যে এমন কোনো প্রতিভা রয়েছে কিনা যেটিকে আপনি আপনার কাজ বা বিজনেসে কনভার্ট করতে পারেন।

চেষ্টা করো এবং তারপর হেরে যাও, কিন্তু চেষ্টা করার আগে কখনো হার মানবে না।

দেখবেন আমরা বিভিন্ন রকম জিনিস নিয়ে প্লানিং করলেও কাজ আর শুরু করি না। আমরা আসলে চেষ্টাটাই শুরু করি না, আমরা ভয় পাই, বা অলসতা বসত আমরা শুরুটা শুরু কখনো করিনা। কিন্তু এটি তো সত্য আপনি যদি কখনো শুরু না করে তাহলে তো আপনি হেরে গিয়েছেন কিন্তু এমনও তো হতে পারে আপনি শুরু করার পর আপনার মধ্যে অনেক উদ্দমতা চলে আসতে পারে আর বাস্তবে এগুলো হয়ও।

কোন কাজে নামার পর দেখবেন নিজের মধ্যে একটা স্পিড চলে আসে ততক্ষণে এই কাজটা করতে পারব। তাই আপনারা যারা প্ল্যানিং ঠিকি করছেন কিন্তু কাজ করছেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো আপনারা প্লিজ শুরু করুন।প্রথম স্টেপ নিন আস্তে আস্তে দেখবেন আপনি এক মাস দুই মাস তিন মাস পর আপনি কিছুটা হলেও আপনার কাংখিত লক্ষ্যে কাছে পৌঁছে যেতে পারবেন।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

ভালো লাগলে আমার সাইটের পোস্ট গুলি দেখে আসতে পারেন এখানে আমি প্রতিদিন নতুন নতুন আপডেট দিয়ে থাকি আজকের আপডেট
link:

শাওমি MI MIX4 ও ভিভো V23 স্মার্টফোন দুটির বাংলা রিভিউ দেখেনিন

The post আপনার নিজের রাস্তা নিজেই তৈরি করুন – কিছু অনুপ্রেরণামূলক উক্তি appeared first on Trickbd.com.

এইচএসসি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের “ইসলামিক ইতিহাস” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!

Posted:

চলতি বছরের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ ৩১ এ আগস্ট এ।

২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে ৬ষ্ঠ সপ্তাহের জন্য ১৬ টি বিষয় এর অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে।

আছকে "ইসলামিক ইতিহাস" অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন!

ইসলামিক ইতিহাস এসাইনমেন্ট এর উত্তর

ইসলামিক ইতিহাস অ্যাসাইনমেন্ট এর সমাধান PDF

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

রবি সিমে ফ্রি 1GB নিয়ে নিন

 

ধন্যবাদ

The post এইচএসসি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের "ইসলামিক ইতিহাস" অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File! appeared first on Trickbd.com.

Wapkiz free domain giveaway (.tk,ga) First 5 comments

Posted: 08 Sep 2021 04:25 AM PDT

<b>হ্যালো বন্ধুরা কেমন আছেন । আশা করি সবাই ভালো আছেন । আজ আপনাদের জন্য নিয়ে এলাম Wapkiz free domain giveaway. আমরা সবাই payment এর জন্য wapkiz এ domain add করতে পারি না । তো চলুন শুরু করা যাক ।

নির্দেশনা :

1)প্রথম 5 জন কে free domain দেওয়া হবে ।

2)কমেন্টে আপনার wapkiz site name দিবেন এবং wapkiz nameserver দিবেন । 3)domain transfer করা হলে কমেন্টে আমি রিপ্লাই দিবো । domain add করতে পারলে কমেন্ট করবেন । কোনো সমস্যা হলে জানাবেন ।

Wapkiz Site এ domain add কিভাবে করবেন?

প্রথমে আপনার wapkiz site এর Menu panel》Domain pirking》site name.domain

 

Wapkiz nameserver : ns1.wapkiz.com

ns2.wapkiz.com</b>

My website 

The post Wapkiz free domain giveaway (.tk,ga) First 5 comments appeared first on Trickbd.com.

SSC 21 এর ব্যাবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(8 th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2021 এর ব্যাবসায় উদ্যোগ

ব্যাবসায় উদ্যোগ ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of SSC 2021

ব্যাবসায় উদ্যোগ এর ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

ব্যাবসায় উদ্যোগ

এর সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

আমাদের সাইটে প্রতিনিয়ত নানা রকম tips নিয়ে পোস্ট করা হয়।আশা করি সবাই আমাদের সাইট টি ভিসিট করুন। Downloadaep.com

আরো পড়ুন

YouTube এ আপনি কি নতুন চ্যানেল খুলতে চাচ্ছেন দেখে নিন কিভাবে কাজ করলে আপনিও সফল হবেন।

কেনো আপনি ভালো ইন্টারনেট গতি পান না?? দেখে নিন কিভাবে বাড়াবেন আপনার ইন্টারনেট গতি!!

তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

খোদা হফেজ।

The post SSC 21 এর ব্যাবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(8 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

কীভাবে একজন উত্তম নেক স্ত্রী হবেন। ৮টি কাজের মাধ্যমে আপনি হতে পারেন একজন উত্তম স্ত্রী

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

কীভাবে একজন উত্তম নেক স্ত্রী হবেন


আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারো আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আর্টিকেলটি বিশেষ করে মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যে সমস্ত মহিলারা সংসার জীবনে মাত্র পা দিয়েছেন বা দিবেন তাদের জন্য এই আর্টিকেলটি আরো বেশি গুরুত্বপূর্ণ। যদি সংসারে সুখ আনতে চান এবং একজন উত্তম স্ত্রী হিসেবে নিজেকে পরিচয় দিতে চান, তাহলে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

আজকের আর্টিকেলটি যদি কোন পুরুষ ভাইয়েরা দেখে থাকেন তো অবশ্যই আপনি চিন্তা করবেন না যে সমস্ত দায়িত্ব মহিলাদের। পুরুষদের অনেক দায়িত্ব রয়েছে। সে বিষয়ে আমরা পরবর্তী একটি আর্টিকেলে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যে আটটি কাজের মাধ্যমে আপনি হতে পারেন একজন উত্তম স্ত্রী সেই সমস্ত কাজ গুলি আজকের এই আর্টিকেলটিতে একটু ভালোভাবে জেনে নিন। যে কি কি করলে পরে আপনি একজন উত্তম স্ত্রী হতে পারবেন।

উত্তম স্ত্রী হওয়ার জন্য এক নম্বর বিষয় হলোঃ দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য সর্ব প্রথম কাজ হলো মহান আল্লাহর কাছে দোয়া করা। স্ত্রী প্রথম কর্তব্য হলো দোয়া করা। আসলে আমাদের জীবনের সকল ভালো বিষয়গুলি হচ্ছে মহান আল্লাহ তা’আলার পক্ষ থেকে। সুতরাং আল্লাহকে আমাদের ভুলে গেলে চলবেনা। আল্লাহই পারেন আমাদের দুনিয়ার বৈবাহিক জীবনে সফলতা দান করতে। এজন্য একজন স্ত্রীকে অবশ্যই আল্লাহর কাছে এভাবে দোয়া করতে হবে- যে, হে আল্লাহ! আপনি আমাদের বৈবাহিক জীবনকে উত্তমরূপে যাপন করার তৌফিক দান করুন এবং আমাদের জান্নাত নসিব করার তৌফিক দান করুন।

উত্তম স্ত্রী হওয়ার জন্য দ্বিতীয় বিষয় হলোঃ স্বামীর যৌক্তিক কথা শোনা এবং স্বামীর আনুগত্য করা। স্ত্রীর কর্তব্য হলো স্বামীর আনুগত্য করা। কেননা স্বামী হচ্ছে ঘরের কর্তা। সুতরাং তাকে তার প্রাপ্য সম্মান ও অধিকার দেওয়া হচ্ছে একজন আদর্শ স্ত্রীর কর্তব্য। প্রিয় নবী (সাঃ) বলেন → যে স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা পালন করবে, নিজের ইজ্জতের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, তাহলে সেই স্ত্রী জান্নাতে যে কোন দরজা দিয়ে ইচ্ছেমত প্রবেশ করতে পারবে। সুবাহানাল্লাহ। (মিশকাতুল মাসাবীহ হাদিস নাম্বারঃ ৩২৫৪) অর্থাৎ আমাদের জাগতিক এবং পরকালীন জীবনের সফলতার জন্য উক্ত কাজগুলো করে যেতে হবে।

উত্তম স্ত্রী হওয়ার জন্য তৃতীয় বিষয় হলোঃ স্বামীকে সবসময় খুশি রাখার চেষ্টা করা। হাদিসের ভাষ্য হলো- একজন উত্তম স্বামীই হচ্ছে একজন নেককার স্ত্রীর জন্য জান্নাতের পথেয়। তিরমিজি শরীফে আছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তা’আলা আনহু বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন→ যে মহিলা এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে, তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। (তিরমিজি হাদিস নাম্বারঃ১১৬১) সুতরাং একজন আদর্শ স্ত্রীর সবসময়ই চেষ্টা হবে স্বামীকে সন্তুষ্ট রাখা। তবে স্বামীর কোন অযৌক্তিক বিষয়ে বা ইসলাম বিরোধী কর্মকাণ্ডে স্বামী জড়িত হলে সেই স্বামীর-স্ত্রী ইসলামের আলোকে স্বামীকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করবে।

উত্তম স্ত্রী হওয়ার জন্য চতুর্থ বিষয় হলোঃ ঝগড়া এবং সব ধরনের রাগারাগি করা থেকে বিরত থাকবে। কারণ ছোট একটি রাগারাগি হতে পারে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্বের কারণ। হয়তো দেখা যাচ্ছে স্ত্রীর কোন দোষ নেই, এমনকি স্ত্রীর কোন দোষ করেনি। তবুও স্ত্রীর উচিত হবে, ক্ষমা চেয়ে পরিস্থিতিকে অনুকূলে নিয়ে আসা। নিজেদের মধ্যে কোন বিষয়ে তাৎক্ষণিক প্রতিবাদ না করা। কেননা তাৎক্ষণিক প্রতিবাদ করলেই মূলত দ্বন্দ্বের সৃষ্টি হয়। এমন পরিস্থিতির সূচনাতেই স্ত্রী যদি ক্ষমা চেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাহলে কখনই স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হবে না।

উত্তম স্ত্রী হওয়ার জন্য পঞ্চম বিষয় হলোঃ স্বামীকে তাঁর ভালো কাজের জন্য ধন্যবাদ জানানো। একজন আদর্শ স্ত্রী যখন স্বামীকে তার ভালো কাজের জন্য ধন্যবাদ জানাবে তখন স্বামীর ভীষণ খুশি হবেন। এটা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। আমাদের সমাজে যে সকল নারীরা এমন করেন না তাদের বৈবাহিক জীবন খুব একটা ভালো হয় না।

উত্তম স্ত্রী হওয়ার জন্য ষষ্ঠ বিষয় হলোঃ স্বামীর সাথে আড্ডা দেওয়া। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পুরুষদের স্বাভাবিক স্বভাব হচ্ছে তারা হৃদয়গ্রাহী ও হাস্যজ্জল নারীদের পছন্দ করে। আমাদের নবী সাল্লাহু সাল্লাম একটি হাদিসে বলেছেন →তুমি এমন নারীকে বিবাহ করে যে তাকে আনন্দ দেবে এবং তুমিও তাকে আনন্দ দেবে। (প্রাসঙ্গিক হাদিসঃ আস সিলসিলাতুস সহীহাহ হাদিস নাম্বারঃ১৮৩৮)

উত্তম স্ত্রী হওয়ার জন্য সপ্তম বিষয় হলোঃ নিজে সর্বদা হাস্যজ্জ্বল থাকুন। অনেক আগে থেকেই নারীরা গয়না পরতো ও সাজ-সজ্জা করে থাকতো। রাসূলুল্লাহ সাল্লাহু সালাম বলেছেন →আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন। ইসলামে সৌন্দর্যচর্চার অনুমোদন দিয়েছে। তবে এর একটি সীমারেখা নির্ধারিত আছে, যেন তা পাপের পরিণত না হয়। (মুসলিম হাদিস নাম্বারঃ ৯১) অর্থাৎ স্বামীর নিকট স্ত্রীর সৌন্দর্য্য প্রকাশের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সুতরাং একজন আদর্শ নারীর কর্তব্য হবে এই আদর্শকে অনুসরণ করা যে পরপুরুষের উদ্দেশ্যে না সেজে নিজের স্বামীর জন্য সাজসজ্জা করা এবং স্বামীর সাথে হাসিখুশি থাকা ও স্বামীর সাথে উত্তম আচরণ করা।

উত্তম স্ত্রী হওয়ার জন্য অষ্টম বিষয় হলোঃ স্বামীর কাজ থেকে ঘরে ফিরলে তার যত্ন নিন। ধরুন আপনার স্বামী এখন অফিস শেষে বা কাজ শেষে বাসায় ফিরবে। সুতরাং আপনি আপনার বাসাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে রাখুন, নিজেও ভালো কাপড় পরিধান করুন এবং সন্তানদেরও পরিষ্কার কাপড় পরিধান করান। এমনটাই একজন পুরুষের কাম্য। আর এর মাধ্যমেই মূলত স্বামী-স্ত্রী বৈবাহিক জীবনে সুখ এবং শান্তি বৃদ্ধি পায়। সবশেষে স্বামীর হৃদয় জয় করার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করুন। আল্লাহ আপনাকে সকল প্রকার সৌন্দর্য দান করেছেন। আপনি আপনার এই সকল সৌন্দর্যকে ব্যবহার করে আপনার স্বামীর হৃদয়কে জয় করুন। মনে রাখবেন আপনার দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য অর্ধেকের বেশি নির্ভর করছে আপনার উপর।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

ভালো লাগলে আমার সাইটের পোস্ট গুলি দেখে আসতে পারেন এখানে আমি প্রতিদিন নতুন নতুন আপডেট দিয়ে থাকি আজকের আপডেট
link:

শাওমি MI MIX4 ও ভিভো V23 স্মার্টফোন দুটির বাংলা রিভিউ দেখেনিন

The post কীভাবে একজন উত্তম নেক স্ত্রী হবেন। ৮টি কাজের মাধ্যমে আপনি হতে পারেন একজন উত্তম স্ত্রী appeared first on Trickbd.com.

বায়না প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট ফ্রিতে ডাউনলোড করুন

Posted:

আসসালামু ওয়ালাইকুম। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি Bayna Premium ব্লগার টেমপ্লেটটি। আপনি যদি বাংলা ব্লগিং করার চিন্তা করে থাকেন অথবা, আপনার যদি একটি বাংলা ব্লগ সাইট থাকে তাহলে আপনি এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন।

এই ব্লগার টেমপ্লেটটি অনেক প্রোফেশনাল মানের ব্লগার টেমপ্লেট। যে কোন ব্লগ সাইট বানানোর জন্য এই টেমপ্লেটটি ব্যবহার করে পারেন আপনার।

Bayna Blogger Template Short Description from Author

Bayna Responsive Blogger Template! Looking for a blog style blogger template? Here is Bayna Blogger Template for you. This is a high quality and professional blog style blogger template. This is perfect for any blog style blog, review blog, technology blog and any community blog. Bayna is a professional blogger template. This is 100% scored Search Engine Optimized and responsive blogger template for you.

Template Feature

টেমপ্লেটটির ফিচারসমূহ –
1. Fully Responsive Design (Check)
2. Mobile Friendly (Check)
3. SEO Optimized (Check)
4. Testing Tool Validator
5. Easy Admin Panel
6. Drop down menu
7. Social Icons
8. Unlimited Colors
9. Unlimited Fonts
10. Ads Ready
11. Breadcrumbs
12. Related Posts
13. Author Box
14. Social Share Buttons
15. Google Comment
16. Search Box
17. Custom 404 Error page
18. Much more

Template Demo

Click Here For Live Demo

Download Link

যদি আপনার টেমপ্লেট টি ভালো লেগে থাকে তাহলে নিচের দেওয়া লিংক থেকে টেমপ্লেটটি ডাউনলোড করে নিন।

আপনার পছন্দমতো যে কোন লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। প্রথম লিংকটি ব্যবহার করে ডাউনলোড করুন আমার ওয়েবসাইটকে সাপোর্ট করার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

The post বায়না প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট ফ্রিতে ডাউনলোড করুন appeared first on Trickbd.com.

[Windows] পিসিতে প্রয়োজনীয় নোট রাখার জন্য সেরা অফলাইন ক্লিপবোর্ড অ্যাপ!

Posted:

উইন্ডোজ এর জন্য সেরা ক্লিপবোর্ড এপ

প্রতিনিয়ত অনেক কিছুই আমাদের মনে রাখতে হয়, দেখা যায় কিছু কিছু আইডিয়া বা ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে কিন্তু নোট করে না রাখার কারণে সেগুলো আমরা ভুলে যাই বা খুঁজে পাইনা।

তাই আজকে আমি আপনাদের সাথে পিসিতে প্রয়োজনীয় নোটস রাখার জন্য Microsoft Sticky Notes অ্যাপ রিভিউ শেয়ার করতে যাচ্ছি যেটা সম্পূর্ণ অফলাইন অর্থাৎ কোন ইন্টারনেট কানেকশন লাগবে না। তাছাড়া এটাতে আপনি instantly সব নোট সেভ করে রাখতে পারবেন।

তবে এপটা মাইক্রোসফট কম্পানির, আমি আপাতত Windows এর জন্য এপটা Microsoft Store এই পেয়েছি। তাই আপনি উইন্ডোজ ইউজার না হলে পোস্টটা Skip করতে পারেন।

Notepad VS Sticky Notes কোনটা বেস্ট?

অনেকেরই মনে হতে পারে ভাই, কম্পিউটারে বিল্ট ইন Notepad থাকতে এই Sticky Notes কেন ইউজ করবো?
তাদের জন্য নিচের চার্টটাঃ

Notepad Sticky Notes
কিছু লিখলে অটো Save হয়না লিখলেই অটো সেইভ হয় তাও কয়েক মিলি সেকেন্ড পর পর
কারেন্ট চলে গেলে বা পিসি অফ হলেই লিখা রাখা সব নোট খতম পিসি অফ হলেও নোট সেভ থাকবে
প্রতিটা ফাইল Save করতে হয় Save করার কোন ঝামেলাই নেই, জাস্ট নোট লিখলেই হয়
নোট খুঁজে পেতে বারোটা বেজে যায় Sticky Notes এপে একটা ক্লিক করলেই সব নোট হাজির হয়ে যায়
নোট keyword দিয়ে সার্চ করা যায়না নোটগুলো keyword অনুযায়ী সার্চ করা যায় এর ফলে অনেক পুরনো নোটও কয়েক সেকেন্ডে খুঁজে পাওয়া যায়
নোটগুলোর লিস্ট preview আকারে পাওয়া যায়না নোটগুলোর লিস্ট preview আকারে পাওয়া যায়, যার ফলে কোন নোট open না করেই দেখে ফেলা যায়। এতে সময় বাঁচে
নোটে কালার দিয়ে হাইলাইট করা যায়না Important Note গুলো নোট লিস্ট থেকে colour ইউজ করে হাইলাইট করে রাখা যায়
নোটে কোন ছবি রাখা যায়না নোটে ছবিও এড করা যায়। Text এ bold, italic এসব style ও দেয়া যায়
Dark Theme নাই Dark Theme লাভাররা সেটিংস থেকে Dark Theme ইউজ করতে পারবেন

Sticky Notes অ্যাপটি যেভাবে ডাউনলোড করবেন

এপটি ডাউনলোড করার জন্য প্রথমে চলে যায় এই লিংকে । তারপর এখান থেকে get বাটনে ক্লিক করে ডাউনলোড করার পর Launch করে নিবেন।

 

তো এপটা Open করলে এরকম একটা interface দেখতে পারবেন। যদিও আপনাদের কোন নোট থাকবে না তবে নোট রাখার পর নোটগুলো এরকমভাবে থাকবে। আপনি চাইলে important নোটগুলোতে আলাদা কালার দিয়ে রাখতে পারেন।

আমি Youtube content, Website Article আইডিয়া সহ আরো অনেক কিছু নোট করে রাখি এটায়।

Sticky Notes এপে কি ইমেইল দিয়ে Sign Up করা যায়?

হ্যা, Sticky Notes এপে আপনার ডাটা গুলো যাতে যেকোন সময় যেকোন কম্পিউটার থেকে আপনি এক্সেস করতে পারেন এজন্য বাই ডিফল্ট আপনার Microsoft Store এর মেইলের সাথে কানেক্ট করা থাকে। আপনি যেকোন পিসি থেকে অথবা আপনার পিসিতে নতুন করে উইন্ডোজ দিলেও আপনার নোটগুলো পুনরায় Sticky Notes এপে আপনার Outlook মেইল দিয়ে লগিন করে এক্সেস করতে পারবেন।

আর যদি চান তাহলে আপনি Sticky Notes এর সেটিংস থেকে Sign Out করে নিয়ে মাইক্রোসফট স্টোরের outlook মেইলের জায়গায় অন্য Microsoft একাউন্টও কানেক্ট করে নিতে পারবেন।

Sticky Notes এ যেভাবে নোট তৈরি করবেন

আসলে এখানে নোট তৈরি করতে তেমন কিছুই করতে হবেনা।  জাস্ট প্লাস আইকনে ক্লিক করে যা লিখবেন তাই নোট হিসেবে সেভ হয়ে যাবে। তাছাড়া নোট bold, italic করা সহ আরো অনেক ছোটখাটো ফিচার আছে এগুলো আপনারা এপটা ইউজ করতে করতেই এক্সপ্লোর করে ফেলবেন।

পোস্টের একদম শেষ প্রান্তে চলে এসেছি যদি এখনো কারো কোন সমস্যা থেকে থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন

পোস্টটি প্রথম প্রকাশিত হয় TechHelpBD.Com  ওয়েবসাইটে 

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★কম্পিউটারের জন্য প্রথম বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড তৈরি করলেন রক্তিম আশরাফুল

★★কম্পিউটার ল্যাপটপের সামনে শরীরের কোন ক্ষতি ছাড়াই দীর্ঘ সময় কাটানোর উপায়

The post [Windows] পিসিতে প্রয়োজনীয় নোট রাখার জন্য সেরা অফলাইন ক্লিপবোর্ড অ্যাপ! appeared first on Trickbd.com.

কেয়ামত হাওয়ার আগের আলামত?

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। এ পৃথিবীতে আমরা সারা জীবনের জন্য আসি নাই। এক সময় না এক সময় সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এমনকি আমাদের এই সুন্দর পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। তবে সঠিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভাল জানেন কবে কিয়ামত সংঘটিত হবে?

তবে কুরআন এবং হাদিসে কেয়ামত হওয়ার আগে বেশ কিছু আলামত রয়েছে।এ আলামত গুলো প্রকাশ হলেই কেয়ামত সংঘটিত হবে ইনশাল্লাহ।নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলেন সাহাবীদের সাথে। যেটা আমরা হাদিস থেকে স্পষ্ট জানতে পারি।

আজকে আমরা এই আর্টিকেলটিতে কেয়ামত হওয়ার আগে কি কি আলামত দেখা যাবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।তাই শুরুতেই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য অনুরোধ করছি।

কিয়ামত অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়ার আগে কি কি আলামত দেখা যাবে?

১ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্ম এবং মৃত্যু। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আমি এবং কিয়ামত একসাথেই অবতীর্ণ হয়েছে। আমি সবাই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আল্লাহর পাঠানো নবী এবং রাসূল। তারপরে আর কোন নবী রাসুল দুনিয়াতে আসবে না।

আমরা সবাই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রায় হাজার বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। এবং তিনি 63 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন। তারপর তিনি মৃত্যুবরণ করেন। এখান থেকে আমরা স্পষ্ট ধারণা পায় কিয়ামতের সর্বপ্রথম আলামত প্রকাশ পেয়েছে।

২ বায়তুল মাকদিস (ফিলিস্তীন) বিজয়।নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ কিয়ামতের পূর্বে ছয়টি বস্ত্ত গণনা করো। তার মধ্যে বায়তুল মাকদিস বিজয় অন্যতম। উমার ইবনুল খাত্তাব (রাঃ)এর শাসনামলে হিজরী ১৬ সালে বায়তুল মাকদিছ বিজয়ের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর ভবিষ্যৎ বাণী বাস্তবায়িত হয়েছে।

এ হাদীসটি আপনারা পাবেন- বুখারী, অধ্যায়ঃ কিতাবুল জিযইয়্যাহ।

তাহলে আমরা কিয়ামতের দুটি আলামত প্রকাশিত পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, নিশ্চয়ই কিয়ামত খুব নিকটবর্তী। তবে কেয়ামত কবে সংঘটিত হবে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামীনের সবচেয়ে ভালো জানেন।

৩ কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে। ফিতনা শব্দটি বিপদাপদ, বিশৃংখলা, পরীক্ষা করা ইত্যাদি বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ এই উম্মতের প্রথম যুগের মুমিনদেরকে ফিতনা থেকে হেফাজতে রাখা হয়েছে। আখেরী যামানায় এই উম্মতকে বিভিন্ন ধরণের ফিতনায় ও বিপদে ফেলে পরীক্ষা করা হবে।

প্রবৃত্তির অনুসরণ ফির্কাবন্দী এবং দলাদলির কারণে ফিতনার সূচনা হবে। এতে সত্য-মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে এবং ঈমান নিয়ে বেঁচে থাকা কষ্টকর হবে। বর্তমানের শাইখ ইমাম এবং স্কলাররা এই জামানার সাথে অনেক মিল পাচ্ছে এই আলামত টি।

৪ মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেয়ামতের আগে ধন সম্পদ বৃদ্ধি পাবে। এমনকি ভিক্ষা করার জন্য কোন লোক খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যাবে। হাদিস থেকে জানা যায় ধন সম্পদ বৃদ্ধি পাবে আলামত প্রকাশ পেয়েছে কোন এক সাহাবীর যামানায়।

সঠিকভাবে সাহাবীর নামটি আমার মনে আসছে না। তবে প্রকাশ পেয়েছে এই আলামত টি এটাই স্পষ্ট। এমনকি এই আলামতই আবারো প্রকাশ পাবে। সেটা খলীফাতুল্লাহ আল মাহাদী আলাই সালাম এর আসার আগে। খলীফাতুল্লাহ আল মাহাদী আলাই সালাম পৃথিবীতে সাত বছর অথবা 9 বছর রাজত্ব করবেন।

৪ চাঁদ দ্বিখন্ডিত হওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামীন স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন চাঁদ দ্বিখন্ডিত হয়েছে এবং কিয়ামত নিকটবর্তী হয়েছে। এটা সম্পূর্ণ কুরআন থেকে সংগৃহীত কথা। এমনকি চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার আলামত টি প্রকাশ পেয়ে গিয়েছে।এ আলামতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগে প্রকাশ পেয়েছিল।

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের লোকেরা যখন তাকে নবুওয়াতের প্রমাণ চাইল, তখন তিনি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখিয়েছিলেন। এটা সম্পূর্ণ সহি হাদিস। আপনারা হাদিস গুলো পড়লে খুব সহজেই এ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন।

উপরে আমি যে আলামতগুলোর কথা বলেছি সেই আলামত গুলো ছিল ছোট ছোট আলামত। এই আলামত সহ আরো অনেক আলামত রয়েছে কেয়ামত হওয়ার আগে । উপরের আলামত গুলো ছিল আলামতের ছোট আলামত।তবে কিয়ামতের পূর্বে আরো বড় বড় আলামত প্রকাশ পাবে।

এমনকি খুবই ভয়ঙ্কর অবস্থা হবে পৃথিবীর এমন আলামত রয়েছে। আপনারা যদি এই বিষয়ে জানতে চান বা জানার আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের আগ্রহ হলে আমি আরো অনেক আলামত নিয়ে পোস্ট করব।আজকের আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আশা করি।

পরিশেষে বন্ধুরা আজকের আর্টিকেলটি এ পর্যন্তই। সবাই ভাল এবং সুস্থ থাকুন। এবং বেশি বেশি করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে ক্ষমা চাইবেন। এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য কান্নাকাটি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর্টিকেলটি সম্পন্ন করার জন্য ধন্যবাদ। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

The post কেয়ামত হাওয়ার আগের আলামত? appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments