Search box..

কেয়ামত হাওয়ার আগের আলামত?

কেয়ামত হাওয়ার আগের আলামত?


কেয়ামত হাওয়ার আগের আলামত?

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। এ পৃথিবীতে আমরা সারা জীবনের জন্য আসি নাই। এক সময় না এক সময় সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এমনকি আমাদের এই সুন্দর পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। তবে সঠিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভাল জানেন কবে কিয়ামত সংঘটিত হবে?

তবে কুরআন এবং হাদিসে কেয়ামত হওয়ার আগে বেশ কিছু আলামত রয়েছে।এ আলামত গুলো প্রকাশ হলেই কেয়ামত সংঘটিত হবে ইনশাল্লাহ।নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলেন সাহাবীদের সাথে। যেটা আমরা হাদিস থেকে স্পষ্ট জানতে পারি।

আজকে আমরা এই আর্টিকেলটিতে কেয়ামত হওয়ার আগে কি কি আলামত দেখা যাবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।তাই শুরুতেই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য অনুরোধ করছি।

কিয়ামত অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়ার আগে কি কি আলামত দেখা যাবে?

১ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্ম এবং মৃত্যু। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আমি এবং কিয়ামত একসাথেই অবতীর্ণ হয়েছে। আমি সবাই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আল্লাহর পাঠানো নবী এবং রাসূল। তারপরে আর কোন নবী রাসুল দুনিয়াতে আসবে না।

আমরা সবাই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রায় হাজার বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। এবং তিনি 63 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন। তারপর তিনি মৃত্যুবরণ করেন। এখান থেকে আমরা স্পষ্ট ধারণা পায় কিয়ামতের সর্বপ্রথম আলামত প্রকাশ পেয়েছে।

২ বায়তুল মাকদিস (ফিলিস্তীন) বিজয়।নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ কিয়ামতের পূর্বে ছয়টি বস্ত্ত গণনা করো। তার মধ্যে বায়তুল মাকদিস বিজয় অন্যতম। উমার ইবনুল খাত্তাব (রাঃ)এর শাসনামলে হিজরী ১৬ সালে বায়তুল মাকদিছ বিজয়ের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর ভবিষ্যৎ বাণী বাস্তবায়িত হয়েছে।

এ হাদীসটি আপনারা পাবেন- বুখারী, অধ্যায়ঃ কিতাবুল জিযইয়্যাহ।

তাহলে আমরা কিয়ামতের দুটি আলামত প্রকাশিত পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, নিশ্চয়ই কিয়ামত খুব নিকটবর্তী। তবে কেয়ামত কবে সংঘটিত হবে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামীনের সবচেয়ে ভালো জানেন।

৩ কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে। ফিতনা শব্দটি বিপদাপদ, বিশৃংখলা, পরীক্ষা করা ইত্যাদি বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ এই উম্মতের প্রথম যুগের মুমিনদেরকে ফিতনা থেকে হেফাজতে রাখা হয়েছে। আখেরী যামানায় এই উম্মতকে বিভিন্ন ধরণের ফিতনায় ও বিপদে ফেলে পরীক্ষা করা হবে।

প্রবৃত্তির অনুসরণ ফির্কাবন্দী এবং দলাদলির কারণে ফিতনার সূচনা হবে। এতে সত্য-মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে এবং ঈমান নিয়ে বেঁচে থাকা কষ্টকর হবে। বর্তমানের শাইখ ইমাম এবং স্কলাররা এই জামানার সাথে অনেক মিল পাচ্ছে এই আলামত টি।

৪ মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেয়ামতের আগে ধন সম্পদ বৃদ্ধি পাবে। এমনকি ভিক্ষা করার জন্য কোন লোক খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যাবে। হাদিস থেকে জানা যায় ধন সম্পদ বৃদ্ধি পাবে আলামত প্রকাশ পেয়েছে কোন এক সাহাবীর যামানায়।

সঠিকভাবে সাহাবীর নামটি আমার মনে আসছে না। তবে প্রকাশ পেয়েছে এই আলামত টি এটাই স্পষ্ট। এমনকি এই আলামতই আবারো প্রকাশ পাবে। সেটা খলীফাতুল্লাহ আল মাহাদী আলাই সালাম এর আসার আগে। খলীফাতুল্লাহ আল মাহাদী আলাই সালাম পৃথিবীতে সাত বছর অথবা 9 বছর রাজত্ব করবেন।

৪ চাঁদ দ্বিখন্ডিত হওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামীন স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন চাঁদ দ্বিখন্ডিত হয়েছে এবং কিয়ামত নিকটবর্তী হয়েছে। এটা সম্পূর্ণ কুরআন থেকে সংগৃহীত কথা। এমনকি চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার আলামত টি প্রকাশ পেয়ে গিয়েছে।এ আলামতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগে প্রকাশ পেয়েছিল।

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের লোকেরা যখন তাকে নবুওয়াতের প্রমাণ চাইল, তখন তিনি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখিয়েছিলেন। এটা সম্পূর্ণ সহি হাদিস। আপনারা হাদিস গুলো পড়লে খুব সহজেই এ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন।

উপরে আমি যে আলামতগুলোর কথা বলেছি সেই আলামত গুলো ছিল ছোট ছোট আলামত। এই আলামত সহ আরো অনেক আলামত রয়েছে কেয়ামত হওয়ার আগে । উপরের আলামত গুলো ছিল আলামতের ছোট আলামত।তবে কিয়ামতের পূর্বে আরো বড় বড় আলামত প্রকাশ পাবে।

এমনকি খুবই ভয়ঙ্কর অবস্থা হবে পৃথিবীর এমন আলামত রয়েছে। আপনারা যদি এই বিষয়ে জানতে চান বা জানার আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের আগ্রহ হলে আমি আরো অনেক আলামত নিয়ে পোস্ট করব।আজকের আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আশা করি।

পরিশেষে বন্ধুরা আজকের আর্টিকেলটি এ পর্যন্তই। সবাই ভাল এবং সুস্থ থাকুন। এবং বেশি বেশি করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে ক্ষমা চাইবেন। এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য কান্নাকাটি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর্টিকেলটি সম্পন্ন করার জন্য ধন্যবাদ। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

The post কেয়ামত হাওয়ার আগের আলামত? appeared first on Trickbd.com.

কিভাবে ব্লগ পোস্ট কপি (Copy paste ) হওয়া থেকে রক্ষা করবো?

Posted:

কিভাবে ব্লগ পোস্ট কপি (Copy paste ) হওয়া থেকে রক্ষা করবো?


পৃথিবীতে কত রকম চুরি রয়েছে,এই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে  চুরির পদ্ধতিগুলোও উন্নতি হচ্ছে। তেমনি একটি বড় রকমের চুরি হচ্ছে এই কপি-পেস্ট ।

অনলাইনে ক্রাইমের পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে,একজনের লেখা অন্যজন বিনা অনুমতিতে কপি করে নিজের নামে চালিয়ে যাচ্ছে।


যদিও কপিরাইট আইন রয়েছে কিন্তু আপনি চোরকে ধরতে পারলে না কপিরাইট ক্লেইম করবেন। 


কন্টেন্ট চুরির পরিমান বর্তমানে বৃদ্ধি পাচ্ছে যার ফলে ব্লগের সংখ্যা যতই হোক ইউনিক কন্টেন্ট খুজে পাওয়া যাচ্ছেনা।

এটি একটি ডিজিটাল ক্রাইম,অন্যর লেখা চুরি করে নিজের নামে চালানো যেমন চুরি তেমন ভিজিটরদের সাথে প্রতারণা। 


তবে এটি বন্ধ করার ও উপায় রয়েছে, কপি-পেস্ট বন্ধ করার জন্য অনেক কোডিং করা যায়।  আজ আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে ব্লগ পোস্ট কপি হওয়া থেকে রক্ষা করবো,শুধু মাত্র জাভাস্ক্রিপ্ট কোড ব্লগে যুক্ত করবো।


ব্লগ পোস্ট কপি বন্ধের উপায়?

প্রথমে ব্লগে লগিন করে সেটিং থেকে লেয়াউট এ গিয়ে   Add A New Gadget থেকে HTML Javascript টি এড করে নিচের কোড গুলো বসিয়ে দিয়ে Save করে নিন।


<script src=’demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js’></script><script type=’text/javascript’>if(typeofdocument.onselectstart!=”undefined” ) {document.onselectstart=new Function (“return false” );} else {document.onmousedown=new Function (“return false” ); document.onmouseup=new Function (“return true” );}</script>

কপি করতে না পারলে এখান থেকে ডাওনলোড করে নিন: Download 


কিভাবে ব্লগ পোস্ট কপি (Copy paste ) হওয়া থেকে রক্ষা করবো?

বুঝতে কোন প্রকার সমস্যা হলে কমেন্ট করতে পারেন। আর ব্লগ রিলেটেড পোস্ট গুলো পড়তে নিচে দেখুনঃ

The post কিভাবে ব্লগ পোস্ট কপি (Copy paste ) হওয়া থেকে রক্ষা করবো? appeared first on Trickbd.com.

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে এখনি ডাউনলোড করুন।

Posted:

এসএসসি পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের পুর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এবং শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। এসএসসি-অষ্টম-সপ্তাহ অ্যাসাইনমেন্ট ডাউনলোড করুন.!

 

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

রবি সিমে ফ্রি 1GB নিয়ে নিন

 

ধন্যবাদ

The post ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে এখনি ডাউনলোড করুন। appeared first on Trickbd.com.

রাহে বেলায়াত pdf বই download (আল্লাহর নৈকট্য লাভের জন্য চমৎকার বই)

Posted:

রাহে বেলায়াত বই রিভিউঃ

আপনি যদি আল্লাহর একজন বন্ধু (অলি) হতে চান তাহলে এই বইটি আপনার জন্য। আপনি যদি মনে করেন আল্লাহর বেলায়াত (বন্ধুত্ব) অর্জন করা খুবই কঠিন তাহলে এই বইটি আপনার জন্য। আপনি যদি মিথ্যা ফজিলতের চোরাবালিতে এবং কুসংস্কারের ডুবোপাহাড়ে আটকে থাকেন তাহলে এ বইটি আপনার জন্য। রাহে বেলায়াত বইটি আপনাকে অন্ধকারের ডুবোপাহাড়কে ভেদ করে কোরআন সুন্নাহর আলো দেখাবে। হযরত মোহাম্মাদ (সাঃ) এর মণিমুক্তায় নিজের জীবনকে সাজাতে রাহে বেলায়াত বইটি পড়ুন।

প্রথম অধ্যায়ে রয়েছেঃ জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও মনের শান্তি অর্জনের পদ্ধতি, মাসনুন যিকির কে জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগের পদ্ধতি, বেলায়াত শব্দটির ব্যাখ্যা ও পরিভাষা, আত্তশুদ্ধির মাধ্যমে বেলায়াত অর্জন করার উপায়।

দ্বিতীয় অধ্যায়ে রয়েছেঃ
হিংসা, ঘৃনা, গিবত, চোগলখুরি, বিশুদ্ধ ইমান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহর পথের পথিকদের পাপ শিরক, কুফর, নিফাক, বিদাত, অহংকার, ঝগড়া, হতাশা ইত্যাদির কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা, আলেম কে ভালবাসা ও সোহবোত অর্জন, রাসুল ও সাহাবিগনের মাপকাঠি অনুসারে সুন্নাতের গুরুত্ব ও প্রয়োগ।

তৃতীয় অধ্যায়ে রয়েছেঃ সালাতের পদ্ধতি, সালাতের গুরুত্ব, সালাতের আগে – পরে ও মাঝে পালনীয় সুন্নাত ও দোয়াসমুহ।

চতুর্থ অধ্যায়ে রয়েছেঃ নিজেকে বিপদ আপদ, জ্বীন – পরি থেকে মুক্ত রাখার দোয়া, দৈনন্দিন জীবনে দোয়া, আল্লাহর দাওয়াত কে মানুেষর মাঝে পৌছে দেওয়ার মাসনুন পদ্ধতি।

রাহে বেলায়াত অসাধারণ একটি ইসলামিক বই। কোরআন ও হাদিস এবং বিভিন্ন মনীষীদের রেফারেন্স সহকারে উপস্থাপন করা হয়েছে বইটিতে। বিশ্বে ধর্ম ব্যাবসায়ী ধীরে ধীরে বেড়েই চলেছে। লালসালু উপন্যাসের মজিদের মতো হাজারো হাজারো ব্যাক্তি রয়েছে, যারা মাজার এর দোহাই দিয়ে সাধারণ মানুষের টাকা পয়সা, মন, সময়, সবকিছু নিয়ে নিচ্ছে।

বইয়ের নামঃ রাহে বেলায়াত
বইয়ের লেখকঃ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
পৃষ্ঠা সংখ্যাঃ ৬৫৮ টি।
বইয়ের ধরনঃ ইসলামীক বই
পিডিএফ সাইজঃ ২২ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Download Now

আরো পড়ুনঃ 👇

১। বেলা ফুরাবার আগে pdf বই download (প্রত্যেকটি মুসলিম ভাই বোনের পড়া উচিৎ)

২। প্যারেন্টিং pdf download (আমার সমার্থ থাকলে প্রত্যেকটি ঘরে ঘরে এই বইটু ফ্রিতে পৌঁছে দিতাম – বইটির pdf টি অবশ্যই পড়বেন এটা আমার আদেশ নয় অনুরোধ রইলো)

The post রাহে বেলায়াত pdf বই download (আল্লাহর নৈকট্য লাভের জন্য চমৎকার বই) appeared first on Trickbd.com.

ইউটিউব ভিডিও Rank করাবেন কিভাবে?

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমাদের ইউটিউব এর ভিডিও কিভাবে rank করাবো? আপনি যদি এই বিষয় সর্ম্পকে কিছু নাই জানেন তাহলে, আপনার চ্যানেল যতই ভালো হোক না কেন সে চ্যানেলের ভিডিও গুলো দর্শকের কাছে পৌঁছাবে না। তাই কি আপনি চাচ্ছেন? কখনই নয়!

আজকেরে আর্টিকেলে আমরা ইউটিউব এর rank কি? এবং কিভাবে করবেন এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল টিউটোরিয়ালটি।

কিভাবে আপনাদের ইউটিউব এর ভিডিও rank করাবেন?

আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও rank করাতে চাইলে আপনার চ্যানেল টি অপটিমাইজ করতে হবে। আপনার ইউটিউব এর ভিডিও rank অপটিমাইজ এর উপর নির্ভর করে। এই অপটিমাইজ হলো: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

মনে করুন তো আপনি যখন আপনার চ্যানেল টি ক্রিয়েট করেছিলেন তখন আপনার সামনে একটি অপশন এসেছিল ডিসক্রিপশন নামক। মনে পড়ছে কি? যাইহোক এই ডেসক্রিপশন আপনি কি লিখেছিলেন? আপনার ভিডিও সার্চ এর অনুযায়ী রয়েছে কিন্তু সেগুলো দর্শকদের সামনে আসবে না। কেননা শুরুতে যে ডেসক্রিপশন সেখানে যদি আপনি কিছু না লেখেন তাহলে ইউটিউব বুঝবে না আপনার ভিডিও তার কাছে উপযোগী।

এই ডেসক্রিপশনে আপনি কি ধরনের ভিডিও পাবলিশ করবেন সেটা লিখতে হবে। তাহলেই তো ইউটিউব বুঝবে আপনার ভিডিও তাদের উপযোগী। এখনই ইউটিউব এর সেটিং অপশনে যেয়ে এ কাজটি সম্পন্ন করে ফেলুন। দ্বিতীয় বিষয় আর একটা সেটা হলো: আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় আরও একটা অপশন এসেছিল সেটা হল: ইনপুট ইওর কিওয়ার্ড।

বলুনতো এই অপশনে আপনার কি লেখা উচিত ছিল? আপনি কোন টপিক এর উপরে আপনার ভিডিওগুলো আপলোড করবেন সে ধরনের কিওয়ার্ড লেখা উচিত। তাহলে তো ইউটিউব বুঝতে পারবে এই ধরনের ভিডিও কাদের উপযোগী। যদি কেউ সার্চ করে আপনার টপিকের উপর তাহলে আপনার ভিডিওগুলো তাদের সামনে দেওয়া হবে।

এইধরনের ভুল যদি আপনারা করে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলের সেটিং এ যে এগুলো ভালোভাবে সেটআপ করে নিবেন। আপনার ইউটিউব এর ভিডিও rank করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলো।

সঠিকভাবে ট্যাগ ব্যবহার করুন ইউটিউব ভিডিওতে?

ভিডিওতে ট্যাগ ব্যবহার করা এটা সবাই জানে। তবে অনেকেই সঠিকভাবে ট্যাগ ব্যবহার করতে পারে না বা সঠিক নিয়ম জানে না। আপনার ভিডিওটি rank করানোর জন্য ট্যাগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনার ভিডিওতে অবশ্যই ট্যাগ ব্যবহার করবেন।

আপনার ভিডিও অনুযায়ী আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে। আপনি যখন ইউটিউবে কোন কিছু একটা সার্চ দিবেন। তখন দেখবেন কিছু একটা লেখার সাথে সাথে অনেকগুলো সাজেস্ট করা হয় টপিক। বুঝতে পারেননি? আচ্ছা আপনি যদি ইউটিউবে লেখেন কিভাবে আমি মোটা ,,,,,, এটুকু লিখলেই দেখবেন অনেকগুলো বাক্য আপনার সামনে উপস্থাপন করা হবে।

যেমন:

আমি কিভাবে মোটা হব?

আমি কিভাবে প্রাকৃতিক ভাবে মোটা হতে পারি?

মোটা হওয়ার জন্য কোন ঔষধ সেবন করা উচিত বা ভালো হবে?

কোন ঔষধে প্রাকৃতিক ভাবে মোটা হওয়া যায়?

30 দিনে কিভাবে আমি মোটা হতে পারি?

আমি উদাহরণ হিসেবে উপরে কিছু বাক্য লিখেছি। আপনারা যখন ইউটিউবে কিছু লিখবেন দেখবেন অনেকগুলো শব্দ আপনার সামনে উপস্থাপন করা হবে। কারণ এই ধরনের শব্দ গুলো বেশি ব্যবহার করা হচ্ছে। এখন আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন? সেখানে যদি ইউটিউব এর সাজেস্ট কৃত শব্দগুলো ট্যাগ হিসেবে ব্যবহার করেন।

আপনার ডেসক্রিপশনে ইউটিউব এর সাজেস্ট কৃত শব্দগুলো এক হিসেবে ব্যবহার করা হলে, এবং কেউ যদি ওই রিলেটেড সার্চ করে ইউটিউবে তাহলে। ইউটিউব খুব সহজে বুঝে যাবে নিশ্চয় এই রিলেটেড ভিডিও সে টার্গেট করেছে। এবং সাথে সাথে আপনার ভিডিওটি তাদের কাছে সবার আগে চলে আসবে।

তাই আপনারা অবশ্যই আপনার ভিডিও rank করানোর জন্য ডেসক্রিপশনে ট্যাগ ব্যবহার করবেন। তবে ইচ্ছামত ট্যাগ ব্যবহার করলেই হবে না। আপনার ট্যাগটি যদি একের অধিক শব্দ হয় তাহলে, প্রতিটা শব্দে আন্ডার স্কোর ব্যবহার করবেন। ( _ )

যেমন:#আমি_কিভাবে_মোটা_হব।

আশাকরি উপরের নিয়মগুলো মানলে আপনার ভিডিও কম করে হলেও rank করাতে পারবেন। তবে সম্পূর্ণ এটা নির্ভর করবে আপনার ভিডিও কনটেন্ট এর উপর। ধরুন আপনার ভিডিও কারোর সামনে আসলো এবং সে ক্লিক করে ভিডিওটি দেখতে লাগলো।

তবে আপনার ভিডিওতে সে তার চাহিদা অনুযায়ী তথ্যগুলো পাচ্ছেনা বিরক্তি লাগছে। তাই আপনার ভিডিওটি দুই মিনিট কন্টিনিউ না করেই চলে গেল।তাই অবশ্যই ভিডিওর কোয়ালিটি তথ্যবহুল দেওয়ার চেষ্টা করবেন সবসময়। আশা করি বোঝাতে পেরেছি।

পরিশেষে বন্ধুরা আজকের আর্টিকেলটি পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।

The post ইউটিউব ভিডিও Rank করাবেন কিভাবে? appeared first on Trickbd.com.

HSC 22 এর অর্থনীতি ২য় পত্র অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(7 th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2021 এর অর্থনীতি ২য় পত্র

৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of HSC 2022

অর্থনীতি ২য় পত্র এর ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

অর্থনীতি ২য় পত্র

এর সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

আমাদের সাইটে প্রতিনিয়ত নানা রকম tips নিয়ে পোস্ট করা হয়।আশা করি সবাই আমাদের সাইট টি ভিসিট করুন।

আরো পড়ুন

দেখে নিন YouTube কপিরাইট কি এবং কিভাবে বাচবেন এই কপিরাইট থেকে।

কিভাবে কম্পিউটারে পপ আপ বিজ্ঞাপন বন্ধ করবেন

তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

খোদা হফেজ।

The post HSC 22 এর অর্থনীতি ২য় পত্র অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(7 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

এইচএসসি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের “ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!

Posted:

চলতি বছরের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ ৩১ এ আগস্ট এ।

২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে ৬ষ্ঠ সপ্তাহের জন্য ১৬ টি বিষয় এর অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে।

আছকে "ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা" অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন!

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এসাইনমেন্ট এর উত্তর

 

 

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা অ্যাসাইনমেন্ট উওর PDF

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

রবি সিমে ফ্রি 1GB নিয়ে নিন

 

ধন্যবাদ

The post এইচএসসি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের "ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা" অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File! appeared first on Trickbd.com.

How To Recover Your Data From Your Android Phone! ডাটা রিকভার করার পদ্ধতি

Posted:

মেমোরিকার্ড বা হার্ডডিস্ক থেকে কোন ডাটা ডিলেট হয়ে গেলে তা রিকভার করার জন্য সাধারনত যে উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার করা হয়, তা দিয়ে এন্ড্রয়েড ফোনের ডাটা রিকভার করা যায় না। অর্থাৎ এন্ড্রয়েড ফোনের ইন্টারনাল মেমোরি থেকে সাধারন সফটওয়্যার দিয়ে হারিয়ে যাওয়া ডাটা রিকভার করা সম্ভব নয়। তার কারণ একটাই তা হলো সাধারনত ব্যবহার করা সফটওয়্যার গুলো ফোন মেমোরিতে এক্সেস করতে পারেনা। যার ফলে এন্ড্রয়েড ফোনের হারিয়ে যাওয়া ডাটা রিকভার করার জন্য "এন্ড্রয়েড রিকভারি" সফটওয়্যার গুলো ব্যবহার করতে হয়।

তবে চলুন জেনে নেয় কিভাবে এন্ড্রয়েড রিকভারি সফটওয়্যার দিয়ে আপনার ফোনের ডাটা ফিরে পাবেন

 

এন্ড্রয়েড ফোনের হারিয়ে যাওয়া ডাটা রিকভার করার জন্য প্রথমে আমাদের Tenorshare এর Android Data Recovery সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।

 

Mega Link

OR

Download Mirror 2

 

যেভাবে রেজিষ্ট্রেশন করবেন

Android Data Recovery রেজিষ্ট্রেশন করার জন্য প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করে ওপেন করুন।

 

উপরের চিহ্নিত জায়গায় ক্লিক করলে Register নামে একটি অপশন পাবেন তাতে ক্লিক করলে সফটওয়্যারটি রেজিষ্ট্রেশন করার জন্য ইমেল ও কি চাইবে। এখন আপনি আপনার কি-জেন ফাইলিটি ওপেন করলে ইমেল এবং কি পাবেন তা কপিপেস্ট করে রেজিষ্ট্রেশন করুন।

সফটওয়্যার রেজিষ্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে ডাটা কেবল দিয়ে আপনার ফোনটি পিসির সাথে কানেক্ট করুন। পূর্বের ছবিতে হয়তো লক্ষ করেছেন যে সফটওয়্যারটি ওপেন করার পর লিখা দেখাচ্ছে Connect Your Device to PC, অর্থাৎ আপনার মোবাইলটি কানেক্ট করার পরই আপনি পরের অপশন গুলো দেখতে পাবেন।

তো দেরি না করে আপনার মোবাইলটি কানেক্ট করুন। ফোন কানেক্ট করার পর আপনি নিচের ছবির মতো অপশন দেখতে পাবেন। এর জন্য ফোনে কোন পারমিশন চাইলে তা দিয়ে দিন।

 

 

এই কাজের জনয Developer Option টি  Enable রাখতে হবে

 

NOW ANDROID PHONE USER : 

 

Android User রা Dumpster Apps টির নামা শুনেছেন হয়ত । এই Apps টি আপনার Phone এ Install করা থাকলে আপনার জদি কন ডাটা ডিলিট হয়ে জায় তাহলে এই আপ্পস থেকে তা আবার রিকভার করতে পারবেন । কিন্তু এই আপ্স এর প্রিমিয়াম ভারশন টি প্লে স্টোরে ফ্রী তে পাবেন না । আমি নিছে এই অ্যাপ টির প্রিমিয়াম ভারশন টি দিয়ে দিলাম । লাগলে নামিয়ে নিন।

Click Here Download

চলুন এই অ্যাপ টির কিছু স্ক্রীনশট দেখে নেই।  খেয়াল করে দেখেন প্রিমিয়াম দেখাচ্ছে। আর আমার ফোন এর ডেলেট হয়ে জাওয়া ফাইল গুলা অ দেখাচ্ছে।

 

 

 

 

 

 

 

The post How To Recover Your Data From Your Android Phone! ডাটা রিকভার করার পদ্ধতি appeared first on Trickbd.com.

দুটি ভুলে স্ত্রীর নামাজ কখনো কবুল হয় না….? স্বামী স্ত্রী উভয়ের জানা জরুরী ।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

দুটি ভুলে স্ত্রীর নামাজ কখনো কবুল হয় না….?


অনেক নারীরা হরহামেশাই বাইরে যাওয়ার পূর্বে গায়ের সুগন্ধি ব্যবহার করেন। দয়া করে সুগন্ধি ব্যবহারের পূর্বে আর্টিকেলটি একবার পড়ুন। প্রিয় পাঠক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর তা হলো কোন স্ত্রীর নামাজ আল্লাহ তায়ালা কবুল করেন না। নামাজ হলো মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদাত। আল্লাহ তায়ালা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম হলো নামাজ। নর নারী উভয়ের জন্য নামাজ ফরজ করা হয়েছে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছে যাদের নামাজ আল্লাহ তায়ালা কবুল করেন না।

তো চলুন জেনে নিই কোন ধরনের মুসলিম নারীর নামাজ কবুল করা হয় না। তা আমরা হাদিসের আলোকে জেনে নিব ইনশাআল্লাহ। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন→ সেই নারীর নামাজ কবুল করা হয় না, যে তার স্বামী ছাড়া অন্য কারো জন্য সুগন্ধি ব্যবহার করে এবং এই গুনাহের কাজ করার পর সেই ব্যক্তির নাপাক হয়ে যায় এবং সে ততক্ষণ পর্যন্ত নাপাক থাকবে যতক্ষণ না সে গোসল করে পবিত্র হয় এবং সে পর্যন্ত তার নামাজ কবুল হবে না।( সিলসিলাতুল সহি হাদিস নং ১০৩)

তাহলে প্রিয় পাঠক এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে স্বামী ছাড়া অন্য কোন পর পুরুষের জন্য পারফিউম ব্যবহার করা যাবে না। আর ব্যবহার করলে আল্লাহ রাব্বুল আলামীন তাঁর নামাজ কবুল করবেন না। এক্ষেত্রে মাথায় রাখতে হবে বাইরে যাওয়ার পূর্বেই পারফিউম ব্যবহার না করাই ভাল উদ্যোগ যদি স্বামী ও হয়ে থাকে তাও বাইরে বের হওয়ার সময় পারফিউম ব্যবহার করা যাবে না। পারফিউম ব্যবহার করা যেতে পারে সন্ধ্যা বা রাতের প্রথমাংশে। কেননা তখন ঘর থেকে বের হওয়ার কোন সুযোগ থাকে না। তখন স্বামী-স্ত্রী একান্তে সময় কাটানোর পূর্বে পারফিউম ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে জায়েজ রয়েছে।

দ্বিতীয়তঃ এমন স্ত্রী যার স্বামী তার উপর বৈধভাবে রাগ করে আছে। রাগ করার মানে হচ্ছে স্ত্রী কোন অন্যায় করেছেন যার শরীয়তের দৃষ্টিতে ও ঠিক নয়। এরূপ রাগ করে থাকা স্ত্রীর ওপর ফেরেশতারাও লানত দেয়। স্ত্রী স্বামীকে সর্বদা খুশি রাখবে তার ভালো কথা ও কাজে আনুগত্য করবে, তার সব কথা মেনে চলবে, কোন বিষয়ে রাগ হলে তা অতি সত্ত্বর মিটিয়ে নেয়ার চেষ্টা করবে। সব কিছুতেই তাকে সন্তুষ্ট রাখবে এটাই হলো একজন আদর্শ স্ত্রীর ধর্ম।

কিন্তু এক্ষেত্রে স্বামীকেও মনে রাখতে হবে সে যদি অন্যায় ভাবে স্ত্রীর উপর রাগ করে থাকে অথবা স্ত্রীর সাথে সবসময় খারাপ আচরণ করে আল্লাহর দরবারে তার জন্য ক্ষমা নেই। তার উপর আল্লাহ তায়ালা লানত থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন→ তোমাদের সেই স্ত্রীরাও জান্নাতি হবে, যে স্ত্রী অধিক প্রাণয়ীনি, সন্তান্দাত্রী বারবার ভুল করেও স্বামীর নিকট আত্মসমর্পণ করিনী।

যার স্বামী রাগ করলে তার নিকট এসে হাতে রেখে বলে আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। কিন্তু এমন বহু মহিলা আছেন, যারা তাদের স্বামীর কাছ থেকে যথাযথ অধিকার প্রাপ্ত হওয়ার পরেও ছোটখাটো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নিজেদের ভিতর রাগ পুষে রাখে এবং দাম্পত্য জীবনকে বিষাক্ত করে। সর্বদা স্বামী এবং স্ত্রীকে এই কথা মাথায় রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামীন সব জানেন এবং দেখেন।

তাই স্ত্রীর সৎ আচরণের সুযোগ নিয়ে স্বামী অন্যায় করলে আল্লাহ রব্বুল আলামীনের দরবারে সে কখনোই ক্ষমা পাবে না। একইভাবে সিধে সাধা সহজ-সরল স্বামীর অন্তরে কষ্ট দিয়ে গেলে সেই স্ত্রী ও আল্লাহ রব্বুল আলামীনের তরফ থেকে কখনোই ক্ষমা পাবে না। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনগুলোকে সুন্দর করে দিক আমিন।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

The post দুটি ভুলে স্ত্রীর নামাজ কখনো কবুল হয় না….? স্বামী স্ত্রী উভয়ের জানা জরুরী । appeared first on Trickbd.com.

কিভাবে WhatsApp এ Blod, Italic, Strikethrough, or Monospaced Text Messages পাঠাবেন? Complete Tutorial 2021

Posted:

বিশ্বজুড়ে দুই বিলিয়নেরও বেশি ব্যবহারকারী নিয়ে, WhatsApp বর্তমানে সবচেয়ে জনপ্রিয় Messaging Platform এবং WhatsApp এর মাধ্যমে প্রতিদিন কোটি কোটি Message পাঠানো হয়। প্ল্যাটফর্মটিতে দীর্ঘদিন ধরে ইমোজি অপশন আছে, যার ফলে ব্যবহারকারীরা তাদের চ্যাটে কিছু রঙ এবং সৃজনশীলতা যোগ করতে পারে, কিন্তু হোয়াটসঅ্যাপে bold এবং Italic বার্তা পাঠানোও সম্ভব।

কিভাবে এটি করতে হয় তা সবাই জানে না, কিন্তু এটি আসলে খুবই সহজ এবং আমরা আজ WhatsApp- এ কিভাবে লেখাকে Blod এবং Italic করা যায় তা শিখার চেষ্টা করবো। তো চলুন শুরু করি।

How do you type in bold on WhatsApp?

প্রথমত, WhatsApp open করুন এবং একটি message টাইপ করা শুরু করুন। লেখাটি স্বাভাবিক হিসাবে আসবে, কিন্তু প্রথম শব্দের ঠিক আগে একটি তারকাচিহ্ন (*) দিন আপনি যে লেখাকে bold করতে চান এবং শেষ শব্দের ঠিক পরে, তার মধ্যে আপনার পাঠ্যটি হঠাৎ করে bold হয়ে যাবে।

অ্যান্ড্রয়েডে, আপনি সেন্ড হিট করার আগে লেখাটি bold হয়ে উঠবে। আইফোনে, message পাঠানোর আগে bold হিসাবে প্রদর্শিত হয় না, তবে এই ধাপটি অনুসরণ করুন এবং send এ ক্লিক করুন এবং আপনার message টি চ্যাটে bold আকারে প্রদর্শিত হবে।

How do you type in italic on WhatsApp?

যখন ইটালিক টেক্সটের কথা আসে, প্রক্রিয়াটি প্রায় অভিন্ন। এইবার, যদিও, আপনি বিশেষ ফরম্যাট করতে চান তার প্রথম এবং শেষ অক্ষরের আগে এবং পরে আন্ডারস্কোর চিহ্ন (_) লাগাতে হবে।

হোয়াটসঅ্যাপে অন্যান্য অনুরূপ ফর্ম্যাটিং কৌশল রয়েছে, যা আবার অনেকেই জানেন না। আপনি টিল্ড (~) চিহ্ন দিয়ে স্ট্রাইকথ্রু করতে পারেন অথবা আপনি মনোস্পেস করতে তিনটি ব্যাকটিকস (“`) ব্যবহার করতে পারেন।

হোয়াটসঅ্যাপ সর্বদা বিকশিত হচছে এবং অবশেষে একটি কৌশল আমাদের উপহার দিয়েছে যার সাহায্যে আমরা Blod এবং Italic message পাঠাতে পারি। আপাতত, যদিও, তারকাচিহ্ন এবং আন্ডারস্কোরটি মনে রাখবেন এবং আপনি আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটে কিছুটা অতিরিক্ত যোগ করার জন্য প্রস্তুত থাকবেন।

এগুলো করার আরেকটি সহজ নিয়ম রয়েছে, আপনি বার্তা পাঠানোর ক্ষেত্রে যে text টিতে স্টাইল দিলে চান করছেন প্রথমে তা সিলেক্ট করুন। তারপর 3ডট অফশনে ক্লিক করলে বিভিন্ন অফশন দেখতে পাবেন, তারপরে বোল্ড, ইটালিক, স্ট্রাইকথ্রু বা মনোস্পেস বেছে নিতে পারেন।

Conclusion:
আশাকরি আজকের পোস্টটি আমি আপনাদের ভালোভাবে বুঝাতে সক্ষম হয়েছি। তবুও যদি পোস্ট সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো পরামর্শ দেওয়ার থাকে, তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না।

ধন্যবাদ 🙂

The post কিভাবে WhatsApp এ Blod, Italic, Strikethrough, or Monospaced Text Messages পাঠাবেন? Complete Tutorial 2021 appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments