Search box..

Download করে নিন Express VPN Latest Mod Version

Download করে নিন Express VPN Latest Mod Version


Download করে নিন Express VPN Latest Mod Version

Posted:

সসালামুআলাইকুম

আশা করি সকলে ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।তো আজকে আবার চলে আসলাম নতুন একটি পোস্ট নিয়ে।তো কথা না বাড়িয়ে মুল পোস্ট এ চলে যাই

 

আমরা যারা এখন Android Smartphone ব্যাবহার করি তাদের প্রায় সময় কোনো না কোনো কাজে VPN এর প্রয়োজন পড়ে।কখনো Gaming এর জন্য বা কখনো Blocked Website Access নিবার জন্য এছাড়া বিভিন্ন কাজে । 

আজকে আমি আপনাদের সাথে ExpressVPN এর Latest Mod App শেয়ার করবো। এটি একটি জনপ্রিয় Paid VPN . এটিতে পাবেন World এর প্রায় সকল Country এর সার্ভার। যা অন্যান VPN এর চেয়ে Fast. Play Store থেকে নিতে গেলে আপনাকে ৭ দিনের Trail দিবে তবে তার জন্য আপনার Account এ Credit/Debit কার্ড থাকা লাগবে। তবে আমি যেটা দিব,৷৷৷  সেটায় কোনো কার্ড ছাড়াই Unlimited Trail নিতে পারবেেন

 

  • প্রথমে আমার দেওয়া Mod App টি. > DOWNLOAD < করুন
  • এবার Download এর পর ইন্সটল করে Open করুন।
  • Start 7 Day Free Trail এ ক্লিক দিন
  • Randomly Email চলে । Start Free Trail এ ক্লিক দিন।
  • একটু সময় নিবে তারপর OK ক্লিক করুন।

  • হয়ে গেলো ৭ দিনের জন্য Express VPN Account. 7 দিন পর App এর Data Clear করে আগের মত করে আবার করবেন।



 

Note : যদি Free Trail নিতে সমস্যা হয় তাহলে Play Store থেকে যেকোনো VPN নামিয়ে যেকোনো Country তে Connect করে উপরের নিয়মে শুরু করুন

​​​​​

 

তো এই পোস্ট এখানেই শেষ করছি।কোনো ভুল থাকলে তা দেখিয়ে দিবেন।আর বুঝতে অসুবিধা হলে বা কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।

Connect With Me

Facebook  –  Ahmed Afnan

YouTube  – TechyPie  ( ভালো লাগলে SubsCribe করবেন।

 যেকোনো Free Paid Mod apk পেতে জয়েন করুন আমার গ্রুপে 

Join Group  –  Apks Market Free Paid Mod

 

 

​​​​​​

The post Download করে নিন Express VPN Latest Mod Version appeared first on Trickbd.com.

Blogger আর্টিকেল নিরাপদ রাখার কৌশল

Posted:

তথ্যপ্রযুক্তির উন্নতির সাথে সাথে সাইবার অপরাধের পরিমাণও বেড়ে গেছে। তেমনি একটি সাইবার অপরাধ হলো কারো লেখা হুবহু কপি করা, এককথায় যাকে বলা হয় প্লেজারিজম। ইন্টারনেট দুনিয়ায় অধিকাংশ ব্লগার বা লেখকরা এর শিকার হয়ে থাকেন।

মানুষ প্রকৃতিগত ভাবেই কোনো না কোনো বিষয়ে সৃজনশীল। তেমনি লেখক, সফটওয়্যার নির্মাতা, আর্টিস্ট তাঁরা সবাই এক এক বিষয়ে সৃজনশীল। তাদের এই সৃজনশীল কাজগুলো চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় প্লেজারিজম। বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ হওয়ায় কারোর সৃজনশীল কাজ হুবহু নকল করা খুব সহজ হয়ে দাঁড়িয়েছে। ধারণা করা হয়, আর এক্ষেত্রে সবচেয়ে বড় ভোগান্তির শিকার হয়ে থাকেন ব্লগারগণ অর্থাৎ যারা ইন্টারনেটে লেখালেখি করেন।

ব্লগারগণ যদি সচেতন হয় তাহলে খুব সহজেই তাঁর লেখাগুলোর নিরাপত্তা সে নিশ্চিত করতে পারে। আজকে আমরা এরকমই একটি পদ্ধতি অনুসরণ করবো, যার দ্বারা টিউন বা আর্টিকেল গুলো কপি করা থেকে বাঁচানো যায় এবং খুব সহজেই লেখাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়। তবে তাঁর আগে আমাদের জানতে হবে যারা অন্যোর লেখা চুরি করে থাকে, তাঁরা কীভাবে সেটা করে। তাঁরা মূলত যেই কাজটি করে থাকে তা হলো ভিকটিমের ওয়েবসাইটটিতে প্রবেশ করে ওয়েবসাইটটিতে থাকা লেখা বা Text গুলো কপি করে নেয়, তারপর নিজের নামে সেটা চালিয়ে দেয়।

সুতরাং লেখাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের লেখা বা Text যেন ওয়েবসাইটটি থেকে কপি করা না যায় সেটার একটা ব্যাবস্থা করতে হবে। তারজন্য আমরা করবো কী, যেই ওয়েবসাইটটিতে লেখাগুলো রয়েছে অর্থাৎ সেই ওয়েবসাইটটির মূল ফাইলগুলোতে <body> ট্যাগের ভিতরে কিছু কোড লিখব, যা আমাদের লেখাগুলো Copy করা থেকে প্রটেক্ট করবে।

HTML/JavaScript Gadget যুক্ত করা
কোডগুলো লেখা হয়েছে জাভাস্ক্রীপ্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। কোডগুলো পাওয়া যাবে এইখানে-

<script src='nigaircopyprotect/googleapis.js'></script> <script type='text/javascript'> if (typeof document.onselectstart!="undefined") {document.onselectstart=new Function ("return false");} else {document.onmousedown=new Function ("return false"); document.onmouseup=new Function ("return true");} </script>

কোডগুলো কপি করে নিলেই হবে। এই কোডগুলো কাউকে ওয়েবসাইট থেকে লেখা বা Text কপি করার সুযোগ বন্ধ করে দেবে, ফলে আর্টিকেল গুলোও নিরাপদ থাকবে।

আপনি যদি ব্লগার ব্যবহার করেন তবে আপনি নীচে এই নির্দেশনাটি অনুসরণ করতে পারেন.

১. স্ক্রিপ্টটি কপি করুন
২. আপনার ব্লগার ড্যাশবোর্ডে যান
৩. লেআউট-এ ক্লিক করুন
৪. লেআউট থেকে ‘Add a Gadget’-এ ক্লিক করুন
৫. গ্যাজেট তালিকা থেকে একটি ‘HTML/JAVASCRIPT’ যুক্ত করুন
৬. এই স্ক্রিপ্ট কোডটি পেস্ট করুন এবং এটি সংরক্ষণ করুন।

অথবা যদি আপনার ওয়েবসাইট কোডিং ব্যবহার করে তৈরি করা হয়েছিল,

১. স্ক্রিপ্টটি কপি করুন
২. তারপর আপনার index.html ফাইল বা আপনার পছন্দসই ফাইলটিতে যান
এবং এই কোডটি কেবল <> ট্যাগের আওতায় আটকান।

The post Blogger আর্টিকেল নিরাপদ রাখার কৌশল appeared first on Trickbd.com.

{Paid Course Free}এবার নিয়ে নিন Technical Sagar এর চারটি পেইড কোর্স সম্পূর্ণ ফ্রিতে{পর্ব ১}

Posted:


আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই ভালো আছেন।

তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চারটি হ্যাকিং কোর্স সম্পূর্ণ ফ্রিতে।

তো চলুন বেশি কথা না বলে এবার মূল আলোচনায় যাওয়া যাক:-

Technical Sagar,যারা ইউটিউবে হ্যাকিং বিষয়ে সবসময় ঘাটাঘাটি করে তারা অবশ্যই এই নামটি শুনে থাকবেন।

তার পুরো নাম Abhishek Sagar.ইনি একজন ভারতীয় ইথিক্যাল হ্যাকার।

বর্তমানে তার ইউটিউব চ্যানেল Technical Sagar এ প্রায় 2.8 milion সাবস্ক্রাইবার রয়েছে।

বর্তমানে তিনি তার চ্যানেলে নিয়মিত হ্যাকিং এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন।

Technical Sagar চারটির মতো পেইড কোর্স তৈরি করেছিলেন যার মূল্য ছিলো প্রায় ৩০০ ভারতীয় রুপি।

আর যা আজকে আমি আপনাদের দেবো সম্পূর্ণ ফ্রীতে।

Download Link:-

Quick Hack:- click here

Hackstar:- click here

Techmaser:- Click Here

Money Making:- click here

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, নিয়মিত নামাজ আদায় করবেন|

আল্লাহ হাফেজ

The post {Paid Course Free}এবার নিয়ে নিন Technical Sagar এর চারটি পেইড কোর্স সম্পূর্ণ ফ্রিতে{পর্ব ১} appeared first on Trickbd.com.

এখন আপনার ফোনের অপেরা মিনি 4.20 বা 4.21 এ পাসওয়ার্ড লাগান। ১০০% কার্যকর।[বিস্তারিত পোস্টে]

Posted: 22 Sep 2021 08:28 PM PDT

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই আল্লাহর
রহমতে ভালো আছেন।
আমি আজকে আপনাদের
দেখাবো কিভাবে
আপনার Opera Mini তে
Password লাগাবেন।
এজন্য নিচের ধাপ এবং
Screenshot গুলো ফলো করুন।
১.প্রথমে Opera Mini 4.21/4.20/
banglawritable Opera Mini Open
করুন। না থাকলে নিচের
লিংক থেকে Download
করে নিন এবং Open করুন।

Click Here To Download Opera Mini 4.21
তারপর,menu তে ক্লিক করুন।

তারপর,tools এ করুন।

এরপর,settings এ Click করুন।

তারপর,restriction এ Click করুন।

এরপর আপনারা নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।

Password এ একটি নতুন পাসওয়ার্ড দেন। “old Password” না দিলেও চলবে। এর পরে “Enable In Start” এ টিক দিন এবং সেভ করে দিন।হয়ে গেল। এবার আবার Opera Mini তে ঢুকুন।আর পাসওয়ার্ড দিন।
আপনি যদি Password Change করতে চান তাহলে একই নিয়ম ফলো করুন। শুধু আগের পাসওয়ার্ডটা কেটে দিয়ে নতুন Password দিন।নিচে যেখানে “old Password” লেখা আছে সেটা ফাঁকা রাখলেও চলবে।এরপর Save করে দিন।

সবাইকে আমার টা পড়ার জন্য।
আল্লাহ্ হাফেজ।

The post এখন আপনার ফোনের অপেরা মিনি 4.20 বা 4.21 এ পাসওয়ার্ড লাগান। ১০০% কার্যকর।[বিস্তারিত পোস্টে] appeared first on Trickbd.com.

Symphony Z33 | দশ হাজার টাকার নিচে সেরা গেমিং ফোন।

Posted:

মাদের মাঝে অনেকেই চান যে দশ হাজার টাকার নিচে একটা ভালো ফোন কিনতে। যেটা সব দিক দিয়ে ভালো হবে। তো তেমনি একটা ফোন Symphony Z33 নিয়ে আজকে আলোচনা করবো। বাংলাদেশে কম দামে ভালো ফোন হিসেবে Symphony এর ফোন খুবই জনপ্রিয়।

মূলত Symphony একটা বাংলাদেশি কম্পানি। বাংলাদেশের খুবই ভালো নামডাক রয়েছে। কম দামে ভালো ফোন দেওয়ার। এবারও তারা একটা ভালো ফোন নিয়ে এসেছে। যেটাকে তারা গেমিং ফোন হিসেবেও দাবি করছে। ফোনটির মডেল হলো Symphony Z33 ।

Symphony Z33 Review

তো চলুন ফোনটি সম্পর্কে জেনে নেওয়া যাক,

  • 6.5 inch HD+ Display
  • 3 GB RAM & 32 GB ROM
  • UNISOC T610 Processor
  • 5000 mAh Battery
  • Price only 8790 BDT

Symphony Z33

ডিজাইন

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর। পেছনে ক্যামেরা থেকে মডিউল বের হয়েছে। এটা দেখতে খুবই সুন্দর। এটার তিন-চারটা কালার ভেরিয়েন্ট রয়েছে। আর পেছনের দিকে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যেটা খুবই ফাস্ট কাজ করে।

ফোনটির স্পিকার রয়েছে পিছনের দিকে একদম নিচে। ফোনটিতে ট্রিপল স্লট দেওয়া থাকছে। তাই ২ টা সিমের সাথে একটা মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে। যদিও ফোনটাতে ৫০০০ এম্পিয়ার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তারপরও ফোনটা তেমন মোটা না।

ডিসপ্লে

ফোনটাতে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। যেটা IPS Panel এবং 720 P রেগুলেশন এর। ফোনটার ডিসপ্লে খুবই ভালো। বিশেষ করে কালার টোন টা খুবই ভালো দিচ্ছিল। ফোনের ব্রাইটনেস ঘরের ভেতর মোটামুটি ঠিকই ছিল। কিন্তু বাইরে গেলে বা ডিরেক্ট সান লাইটে গেলে একটু সমস্যা ফেস করতে হবে।

ব্যাটারি

ফোনটাতে ব্যবহার করা হয়েছে ৫০০০ এম্পিয়ার ব্যাটারী। যেটা খুবই ভালো ব্যাকআপ দেয়। মোটামুটি গেমিং এবং ঠুকঠাক ব্যবহারে আরামে একদিন চলে যাবে। আর আপনি যদি নরমাল ব্যবহারকারী হয়ে থাকেন। তাহলে দেড় থেকে ২ দিন চলে যাবে।

সবচেয়ে ভালো বিষয় হলো ফোনটাতে টাইপ-সি পোর্ট থাকছে। ফোনটাতে চার্জিং হিসেবে থাকছে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং। যেটাতে ফোনটা চার্জ হতে সময় লাগে তিন ঘন্টার একটু বেশি। যেহেতু এখানে একটা বড় ব্যাটারি ব্যবহার করেছে। তাই চার্জিং একটু সময় নিবেই।

পারফরম্যান্স

এবার তাহলে কথা বলা যাক ফোনের পারফরম্যান্স নিয়ে। ফোনটাতে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি রোম ব্যবহার করা হয়েছে। প্রসেসর হিসেবে থাকছে UNISOC T610। এই প্রসেসরগুলোর মূলত কম দামী ফোন গুলোতে ব্যবহার করা হয়।

তবে এই প্রসেসরটি আলাদা। কারণ এটাকে গেমিং প্রসেসর হিসেবে তৈরি করা হয়েছে। যেটার পারফরম্যান্স হিসেবে Mediatek G70 এর সাথে তুলনা করা যায়। যদিও প্রসেসর সম্পূর্ণ নতুন তবুও। গেমিং পারফরম্যান্স এ কোনো দিক দিয়েই তেমন পিছিয়ে ছিল না।

ফোনটা পাবজিতে HD গ্রাফিকস এ High Frame Rate সাজেস্ট করে। তবে আপনারা Standard গ্রাফিকস এ খেলবেন। মাঝেমধ্যে টুকটাক ফ্রেম ড্রপ ছাড়া তেমন কিছু লক্ষ করা যায়নি। তাছাড়াও কল অফ ডিউটিতে কোনো রকম ঝামেলা ছাড়াই খেলা যায়। আর ফ্রী ফায়ার তো উড়ে।

 

Symphony Z33

স্টোরেজ

ফোনটিতে র‍্যাম রম হিসেবে থাকছে 3 GB/32 GB। এখানে আসলে 32 GB রম ব্যবহার করলে ভালো হতো। তাছাড়া এখানে আপনারা ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। যেহেতু এখানে 3 GB র‍্যাম ব্যবহার করা হয়েছে। তাই মাল্টিটাস্কিং একটু লোড নিতে লক্ষ করবেন। এখানে ফোনটির একটি ৪ জিবি র‍্যামের একটা ভেরিয়েন্ট থাকলে ভাল হতো।

ক্যামেরা

ক্যামেরা হিসেবে থাকছে পেছনে একটা ১৩ মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা। এবং ২ মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। সামনে ক্যামেরা হিসেবে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

পেছনের ক্যামেরা দিয়ে ছবি তোলার সময়। প্রপার লাইট পেলে মোটামুটি ভালোই কোয়ালিটির ছবি হয়। তবে লাইট কমে গেলে ছবির কোয়ালিটি এবং ডিটেইল খুবই কমে যায়। সামনের ক্যামেরা ক্ষেত্রেও একই রকম। কম আলোতে গেলে ছবির কোয়ালিটি হারিয়ে যায়।

ভিডিও এর বেলাতে ১০৮০p তে ৩০ fps এ ভিডিও করা যায়। তবে ভিডিওতে স্টেবিলিটি না থাকায় ভিডিও গুলো খুব একটা ভালো হয় না।

আমার মতামত

Symphony Z33 ফোনটি সব দিক দিয়েই ভালো। এক কথায় বাজেট সেরা ফোন। ফোনটিতে এত কম দামে এত সুন্দর প্রসেসর টাইপ সি পোর্ট দেওয়া, ভালো ব্যাটারি এবং ক্যামেরা! ভালো প্রসেসর সব দিক দিয়ে সেরা।

যাদের বাজেট ১০ হাজার টাকার কম, তাদের জন্য Symphony Z33 সেরা চয়েস হবে। দামও মাত্র ৮৭৯০ টাকা। আর ফোনটাতে নেগেটিভ তেমন কোনো দিকই নেই। শুধু মাত্র স্পিকার টার পজিশনটা নিচে থাকলেই ভালো হইতো। তাছাড়া আমার কাছে সকল কিছুই ভালো লেগেছে।

পোস্টটির প্রথম প্রকাশ হয়, Symphony Z33 Full Bangla Review. আমার সাইটে।

The post Symphony Z33 | দশ হাজার টাকার নিচে সেরা গেমিং ফোন। appeared first on Trickbd.com.

VSCode Edge Devtool Bangla: এবার (HTML,CSS,JS) কোডের রেজাল্ট VSCode দিয়ে সরাসরি দেখতে পারবেন ব্রাউজারে যেতে হবেনা

Posted:

VSCode কি?

VSCode অনেক পাওয়ারফুল একটা কোড এডিটর, এটার যে এক্সটেনশনগুলো আছে ঐগুলাই মূলত এটাকে আরো বেশি পাওয়ারফুল বানিয়েছে।

VSCode Edge Devtool কি?

VSCode Edge Devtool আসলে VSCode এ আসা নতুন একটা ফিচার যার মাধ্যমে Edge browser এর Devtool আপনারা VSCode এর ভিতরেই ইউজ করতে পারবেন

শুধু তাই নয়, আপনারা যখনি কোড করবেন সাথে সাথে ঐটার রেজাল্ট VSCode এ দেখতে পারবেন বারবার ব্রাউজারে যাওয়া ছাড়াই। যেটা ওয়েব ডিজাইনারদের সময় অনেকাংশে বাঁচাবে।

নিচের GIF টায় Example হিসেবে দেখতে পারছেন কোন Element এর কালার চেঞ্জ করার সাথে রেজাল্টও দেখা যাচ্ছে

Source: Microsoft

যেভাবে Edge Devtool আপনার VSCode এ ইউজ করবেন

প্রথমেই আপনাদেরকে Edge ব্রাউজার ডাউনলোড করে নিতে হবে

Download Edge Browser: https://www.microsoft.com/en-us/edge

তারপর আপনাদেরকে Edge Devtool + Live Server এক্সটেনশন এড করে নিতে হবে এবং Edge Devtool আর Live Server কানেক্ট করে নিতে হবে। এই বিষয়গুলো স্ক্রিনশট দিয়ে দেখাতে গেলে অনেক সময় লাগবে আর আপনারাও ঠিকভাবে বুঝতে পারবেন না এজন্য আমি নিচে এ বিষয়ে ভিডিও টিউটোরিয়াল Embed করে দিয়েছি ঐ ভিডিওটা দেখে করে নিতে পারবেন ।

Download Liver Server: https://marketplace.visualstudio.com/items?itemName=ritwickdey.LiveServer

Edge Devtool For VSCode: https://marketplace.visualstudio.com/items?itemName=ms-edgedevtools.vscode-edge-devtools (এটা Devtool রান করার পর অটো ডাউনলোড হবে,যদি অটো ডাউনলোড না হয় তখন এখান থেকে ডাউনলোড করে নিবেন তার আগে ডাউনলোড করার দরকার নাই)

অনেকেই আমি VSCode এ কোন থিম ইউজ করি সেটা জানতে চান, তাদের জন্য আমার ইউজ করা থিমঃ

Learn with Sumit – Peace of the eye Theme=> https://marketplace.visualstudio.com/items?itemName=SumitSaha.learn-with-sumit-theme

 

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★এবার Windows এর মাউস Cursor কে MacOS এর মতো করে নিন🔥

★★Make Windows 10 Taskbar Like Windows 11 – উইন্ডোজ ১১ এর মতো উইন্ডোজ ১০ এর টাস্কবার করে ফেলুন!😎

 

The post VSCode Edge Devtool Bangla: এবার (HTML,CSS,JS) কোডের রেজাল্ট VSCode দিয়ে সরাসরি দেখতে পারবেন ব্রাউজারে যেতে হবেনা appeared first on Trickbd.com.

মজার ভূত বই PDF Download | by হুমায়ূন আহমেদ

Posted:

মজার ভূত বই রিভিউঃ

এ বইটির লেখক হুমায়ুন আহমেদ, তিনি তরুণ ও যুবকদের জন্য যেমন অনেক বই লিখেছেন তেমনি শিশু ও কিশোরদের জন্য ও অনেক বই লিখেছেন। বইটির নাম দেখেই বুঝতে পারছেন এটি একটি চমৎকার বই, এই বইটি মুলত শিশু ও কিশোরদের উদ্যেশ্যে লেখা, কিন্তু যেকোনো বয়সী পাঠকেরাও পড়তে পারেন; মজা পাবেন আশাকরি।

শিশুদের ও কিশোরদের মধ্যে ভুত নিয়ে একটু বেশীই ভয় থাকে, মজার ভূত বইটাতে যে ৬ টি গল্প রয়েছে প্রতিটি গল্পের মাধ্যমেই বুঝাতে চেয়েছেন ভূল বলতে কিছু নেই, সবই আমাদের মনের ভ্রম। এরফলে আমাদের মনে এবং শিশুদের মনে যে ভূত নিয়ে একটা শক্ত ভয় আছে সেটা দূর হয়ে যাবে।

এই বইয়ের গল্প ছয়টি নাম হলোঃ
১। মিরখাইয়ের অটোগ্রাফ
২। রুঁরুঁর গল্প
৩। মোবারক হোসেনের মহাবিপদ
৪। একটি ভয়ংকর অভিযানের গল্প
৫। ভূত মন্ত্র
৬। পানি রহস্য

(১) এই বইয়ের প্রথম গল্প মিরখাইয়ের অটোগ্রাফঃ
নীতু কাল্পনিক গল্প পছন্দ করে না। সে সবসময় সত্যিকার গল্প শুনতে চায়। নীতুর বড় মামা তাই একদিন নীতুকে সত্যিকারের ভুতের গল্প শোনাতে শুরু করে। ঠিক ভুতের গল্প নয়, আসলে ভূতের বাচ্চা টুতের গল্প এটি।

একদিন এক রাতে নীতুর বড় মামা বাড়ি ফেরার পথে হঠাৎ কান্নার আওয়াজ শুনে থমকে দাঁড়ালেন। কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলেন। কিছুটা ঘাবড়ে গিয়ে নিজেই নিজেকে ধমক দিলেন তিনি। আর তখন জোরে কেঁদে উঠল ভুতের বাচ্চা টুত। বড় মামা কান্নার কারণ জিজ্ঞাসা করতেই সে বলল, সে নাকি পরীক্ষায় ফেল করেছে! ভাবা যায়!!
ভুতের বাচ্চা টুতের পরীক্ষায় পাশের অভিযান নিয়েই এই গল্প। জানতে চান কি হলো তারপর? তাহলে বইটা পড়ুন।

(২) মোবারক হোসেনের মহাবিপদঃ
মোবারক হোসেন মহা বিপদে পড়েছেন। ভূতের সাথে তার সরাসরি যোগাযোগ না থাকলেও পরীর সাথে তার যোগাযোগ আছে। একবার পার্কে এক পরীর ছেলের সাথে তার দেখা গেল। পরী পুত্রের দেখা পাওয়ার কথা সে সবাইকে বলতে শুরু করলে সবাই ভাবল সে পাগল হয়ে গেছে। কিন্তু মোবারক হোসেন পরীর বাচ্চার দেখা পেয়েছিলেন। তবে সেটা বাস্তব নাকি কল্পনা?

(৩) একটি ভয়ংকর অভিযানের গল্পঃ
এ এক রোমাঞ্চকর অভিযানের গল্প। তবে অভিযানটি মানুষের নয়, মশার। মা মশা একদিন তার তিন কন্যা পি, পিপি, পিপিপি ও এক পুত্র পে কে নিয়ে রক্ত খাওয়ার অভিযানে বের হয়। শর্ত একটাই, এক চুমুকের বেশি রক্ত খাওয়া যাবে না। কিন্তু পিপিপি খেয়ে ফেলল এক গাদা রক্ত। আর তার পেটটি ফুলে ঢোল হয়ে গেল। এরপর কি হল জানতে হলে বইটি পড়ুন।

(৪) ভূত মন্ত্রঃ
আমার খুব প্রিয় একটা গল্প। বাবলু তার সৎবাবার অত্যাচারে অতিষ্ঠ। তার মা ও সৎ বাবা যখন বেড়াতে যায়, তখনই তাকে বাসায় রেখে যাওয়া হয় পড়াশোনা করতে। এমনই একদিনে তার বাসায় আসে অচেনা এক ছেলে। সে বলে সে নাকি মন্ত্র পড়ে দুধ কে পেপসি বানিয়ে ফেলতে পারে। কি আশ্চর্য না? বইটি পড়ুন তাহলেই জানতে পারবেন এর পরের ঘটনা।

চারটি গল্প সম্পর্কে হালকা একটু ধারনা দিয়ে দিলাম।

বইয়ের নামঃ মজার ভূত
বইয়ের লেখকঃ হুমায়ুন আহমেদ
পৃষ্ঠা সংখ্যাঃ ৫৯ টি।
বইয়ের ধরনঃ ভূতের গল্পের বই (ভূতুরে গল্পের / ভূতের গল্পের ৮+ PDF বই)
পিডিএফ সাইজঃ ১০ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download

আরো পড়ুনঃ 👇

১। মোটিভেশনাল / আত্ম-উন্নয়ন মুলক (২৩ +) PDF বই Download
২। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং (১৭+) PDF বই Download

The post মজার ভূত বই PDF Download | by হুমায়ূন আহমেদ appeared first on Trickbd.com.

[Hot] Bkash Account থেকে Airtel Number এ 42 Taka Recharge করে 100% Cash Back নিয়ে নিন.!!(শর্ত প্রযোজ্য)

Posted:

Bkash Account থেকে Airtel Number এ 42 Taka Recharge করে 100% Cash Back নিয়ে নিন

বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে যে কোনো এয়ারটেল নাম্বারে ৪২ টাকা রিচার্জ বিকাশ করলে প্রতি মিনিটে ১ম রিচার্জকারী পাবেন ১০০% ক্যাশব্যাক আর সাথে থাকচ্ছে কল রেট ১ পয়সা/সেকেন্ড ৭ দিনের জন্য।

  • অফার চলবে সকাল ৯টা থেকে রাত ১১:৫৯ টা পর্যন্ত
  • ক্যাম্পইন চলাকালীন একবার ক্যাশব্যাক পাবেন
  • আপনি যদি প্রতি মিনিটে ১ম রিচার্জকারী হয়ে থাকেন সেক্ষেত্রে ক্যাশ ব্যাক টি ২৬ সেপ্টেম্বর, ২০২১ তারিখে পেয়ে যাবেন।

অফারটি চলবেঃ ২২ সেপ্টেম্বর, ২০২১ হতে ২৩ সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত।

মোবাইল রিচার্জ করতে বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে মোবাইল রিচার্জ অপশন এ গিয়ে ৪২ টাকা recharge করুন

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

রবি সিমে ফ্রি 1GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে যে কোনো কিছু জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post [Hot] Bkash Account থেকে Airtel Number এ 42 Taka Recharge করে 100% Cash Back নিয়ে নিন.!!(শর্ত প্রযোজ্য) appeared first on Trickbd.com.

[Hot] Bkash Account থেকে GP Number এ 49 Taka Recharge করে 300% Cash Back নিয়ে নিন.!!(শর্ত প্রযোজ্য)

Posted:

Bkash Account থেকে GP Number এ 49 Taka Recharge করে 300% Cash Back নিয়ে নিন

Bkash Account থেকে বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে গ্রামীণফোন নাম্বারে (skitto ব্যতীত) ৪৯ টাকা রিচার্জ করলে প্রতি মিনিটে ১ম রিচার্জকারী পাবেন ৩০০% ক্যাশব্যাক আর সাথে পাচ্ছেন কল রেট ১পয়সা/সেকেন্ড ১৫ দিনের জন্য এবং এবং আরো থাকছে ৪৯ এমবি।

  • মোবাইল রিচার্জ করতে হবে দুপুর ১২ টা থেকে রাত ১১:৫৯ টা পর্যন্ত।
  • ক্যাম্পইন চলাকালীন একবার ক্যাশব্যাক পাবেন।
  • আপনি যদি প্রতি মিনিটে ১ম রিচার্জকারী হয়ে থাকেন সেক্ষেত্রে ক্যাশ ব্যাক টি মোবাইল রিচার্জ করার পরবর্তী কর্ম দিবস এ পেয়ে যাবেন।

শুক্র-শনি এবং সরকার ছুটির দিন গুলো কর্ম দিবস হিসাবে ধরা হয় না

অফারটি চলবেঃ ২২ সেপ্টেম্বর, ২০২১ হতে ২৩ সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত।

মোবাইল রিচার্জ করতে বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে মোবাইল রিচার্জ অপশন এ গিয়ে ৪৯ টাকা recharge করুন

 

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

রবি সিমে ফ্রি 1GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে যে কোনো কিছু জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post [Hot] Bkash Account থেকে GP Number এ 49 Taka Recharge করে 300% Cash Back নিয়ে নিন.!!(শর্ত প্রযোজ্য) appeared first on Trickbd.com.

ফ্রীতে Mrwhosetheboss এর Iphone 13 Giveaway তে অংশগ্রহণ করেন এবং ফ্রীতে জিতে নিন আইফোন ১৩ বা এর সমমূল্যের টাকা

Posted:

Giveaway by MRWHOSETHEBOSS



MRWHOSETHEBOSS


Giveaway আপনারা যারা ইউটিউব, ফেসবুক সহ অনেক ধরনের প্ল্যাটফর্ম এর মধ্যে আছেন তারা এই শব্দটির সাথে পরিচিত আছেন। বিভিন্ন সেলিব্রেটি, ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর তাদের প্রমোশন এর জন্য এইসব করে থাকে। এটি হল মূলত আপনাদের মাগনা জিনিসপত্র দেয়া। এতে তাদের কিছু প্রচার হয়। Mrwhosetheboss এই ইউটিউব চ্যানেল এর সাথে আশা করি কমবেশি সকলেই যুক্ত আছেন এবং পরিচিত। যারা বিভিন্ন টেক রিভিউ, মোবাইল রিভিউ, মোবাইল কম্পেরিজন এইসব দেখেন তারা এই চ্যানেল চিনবেন। আসল কথায় আসি সে আজকে announce করেছে সে ১০ টি আইফোন ১৩ এর Giveaway করবে যা একদম ইন্টারন্যাশনাল। এই Giveaway তে সকলেই পার্টিসিপেট করতে পারবেন। আপনি যদি winner হন এবং সে যদি তার আইফোন আমাদের দেশে শিপ ও করতে না পারে তবে টেনশন এর কোনো কারণ নেই কারণ তার সমমূল্যের টাকা সে আপনাকে দিয়ে দিবে বলেছে।

এই Giveaway তে কিভাবে পার্টিসিপেট করবেন সেটি বলে দেই….

HOW TO PARTICIPATE



With Reffer
Without Reffer
উপরের যেকোন একটি লিংক এর মধ্যে ক্লিক করুন এবং সেখানে ৫-৬ টির মত টাস্ক আছে এগুলো কমপ্লিট করলেই হবে, আপনি জিতলে আপনাকে জিমেইল করা হবে। (এনাউন্স করবে আজ থেকে ২০ দিন পরে) giveaway এর টাস্ক কমপ্লিট করার জন্য ব্যাবহার করা হয়েছে gleam.io , এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট। বিভিন্ন ধরনের Giveaway এবং বিভিন্ন Airdrop এর পার্টিসিপেট করার জন্য এটি ব্যাবহার করা হয়। এই ওয়েবসাইটে আপনাকে আপনার জিমেইল দিয়ে লগইন করতে হবে এবং কিছু পারমিশন দিতে হবে। চিন্তা কইরেন না আপনার আইডি কিছু হবে না, আমি এখানে অনেকদিন ধরেই Airdrop এর পার্টিসিপেট করি l (যদি সন্দেহ থেকে তবে সেকেন্ডারি মেইল ইউজ করেন)।
Task গুলো একদম সহজ এবং সেগুলো হল
– টুইটার এ ফলো করা
– ইনস্টাগ্রাম ভিজিট করা
– ফেসবুক ভিজিট করা
– ইউটিউব ভিজিট করা
ব্যাস আর কোনো কাজ নেই, এগুলো করতে আপনার ২ মিনিট ও সময় লাগবে না। আপনার বন্ধু বান্ধব দের রেফার করে আপনার জেতার চান্স বাড়িয়ে নিতে পারেন।
আশা করি হাজার হাজার মানুষদের মধ্যে আমাদের দেশ থেকে কেউ উইন হবে।

The post ফ্রীতে Mrwhosetheboss এর Iphone 13 Giveaway তে অংশগ্রহণ করেন এবং ফ্রীতে জিতে নিন আইফোন ১৩ বা এর সমমূল্যের টাকা appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments