Search box..

সপ্তম শ্রেণির এর ইংরেজি অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(16 th Week) [Java User Must See]

সপ্তম শ্রেণির এর ইংরেজি অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(16 th Week) [Java User Must See]


সপ্তম শ্রেণির এর ইংরেজি অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(16 th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি সপ্তম শ্রেণির এর ইংরেজি ১৬ তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of 8

ইংরেজি অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

ইংরেজি এর ১৬ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

আরো পড়ুন

Realme Narzo 30 ফুল রিভিউ পছন্দ হতে পারে আপনারো।

দেখে নিন YouTube কপিরাইট কি এবং কিভাবে বাচবেন এই কপিরাইট থেকে।

তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

খোদা হফেজ।

The post সপ্তম শ্রেণির এর ইংরেজি অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(16 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

সুপার ফাস্ট ওয়েব হোস্টিং মাত্র ১০০ টাকায় থাকছে আরো প্রিমিয়াম ফিচার

Posted:

যারা বাজেটের মধ্যে ফাস্ট ওয়েব হোস্টিং খুজছেন তাদের জন্য pokohost.com হঅতে পারে সেরা এক ওয়েব হোস্টিং। প্রথমে আসি কেন আমি এটি রেফার করছি, কারন একটি কম বাজেটের মধ্যে ২ জিবি প্রিমিয়াম হোস্টিং সাথে ফ্রি SSL, থিম এবং অন্যান্য আরও সুবিধা।
আর যেকোনো সাইটের জন্য লোডিং স্পিড খুব গুরুত্বপূর্ণ। এর লোডিং স্পিড আপনার হোস্টিং এর ক্ষমতা উপর অধিকাংশ নির্ভর করে।
pokohost.com এর সারভার স্পিড অনেক ফাস্ট৷ তাই আপনার সাইট লোডিং এর সময় ব্যপারটি আপনি লক্ষ করবেন।
pokohost এর কিছু অফার দেখে নিনঃ



আপনার যদি ডোমেইন থাকে তবে সেটি সিলেক্ট করে আপনি আপনার হোস্টিং প্যাকেজ এর জন্য এপ্লাই করুন।
আপনার নাম ঠিকানা দিয়ে একাউন্ট করে পেমেন্ট এর সাথে সাথেই আপনার প্রোডাক্ট এক্টিভেট হয়ে যাবে।


যেকোনো সমস্যায় Pokohost এর কন্টাক্ট এ যোগাযোগ করতে পারেন।
হোস্টিং এর লিংকঃ https://pokohost.com/premium-hosting.html

The post সুপার ফাস্ট ওয়েব হোস্টিং মাত্র ১০০ টাকায় থাকছে আরো প্রিমিয়াম ফিচার appeared first on Trickbd.com.

এবার Windows এর মাউস Cursor কে MacOS এর মতো করে নিন

Posted:

Howdy Everyone,

আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার Windows এর মাউস কার্সরকে কুতি কুতি টাকার MacOS এর মতো বানাবেন 😛

এটা আপনারা লিনাক্সেও ইউজ করতে পারবেন তবে আমি যেহেতু Windows ইউজার তাই Windows এই করে দেখাবো। লিনাক্স ইউজাররা অনেক স্মার্ট নিজেই করে নিতে পারবেন 😉

তার আগে চলুন দেখে নেই, MacOS এর কার্সরটা দেখতে কেমন

MacOS এর মাউস কার্সরটা দেখতে কেমন?

নিচের ছবিতে দেখতে পারছেন Windows এর কার্সরের তুলনায় Mac এর কার্সরটা কতটা joss

আপনি মাউস ইউজ করার সময় বিভিন্ন কাজ করার সময় মাউসের কার্সরটা এরকম different different shape or style এর হয়ে যাবে, তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে Drag করার সময় যে আইকনটা হয় আর কোন কিছু লোডিং হওয়ার সময় Rainbow সার্কেল টাইপের যে লোডিং আইকনটা আসে ঐটা

Fun Fact: আমি Learn with Sumit ইউটিউব চ্যানেলের Founder Sumit Saha স্যারের Mac এর কার্সরটা দেখে ইউজ করার জন্য inspired হই, যদিও স্যার ম্যাকেই ইউজ করে। আমি গরিব তাই Windows এ ইউজ করি :”)

যেভাবে Windows এর মাউস Cursor কে MacOS এর মতো করবেন

টিউটোরিয়ালের শুরুতেই ধন্যবাদ দিতে চাই Keefer Rourke কে যিনি এই Capitiane Cursor থিমটি তৈরি করেছেন।

  1. তো প্রথমেই নিচ থেকে আপনারা Capitiane Cursor টি ডাউনলোড করে নিন

আর যারা লিনাক্স ইউজার আছেন এখানে ক্লিক করে Github থেকে installation প্রসেস দেখে নিতে পারেন

2. তারপর আপনারা capitaine-cursors-master.zip ফাইলটিকে 7zip or Winrar যে যেটা ইউজ করে ঐটা দিয়ে Unzip করে নিবেন

3. capitaine-cursors-master ফাইলটি ওপেন করার পর আপনারা .windows নামক একটা ফোল্ডার দেখতে পারবেন ঐটা ওপেন করবেন

4.তারপর নিচের ছবির মতো মাউসে right বাটনে ক্লিক করে install.inf বাটনে ক্লিক করবেন

তারপর Mouse settings থেকে additional mouse options এ ক্লিক করুন

তারপর pointers থেকে Captaine Cursors সিলেক্ট করে Apply এবং ok বাটনে ক্লিক করুন

Now Enjoy the aesthetic of the MacOS cursor 😻

পোস্টটি প্রথম প্রকাশিত হয় TechHelpBD.Com  ওয়েবসাইটে 

 

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★মোবাইলের পর এবার পিসিতে ভিডিও ডাউনলোড করার ফিচারটি টেস্ট করছে ইউটিউব🔥

★★VSCode Edge Devtool Bangla: এবার (HTML,CSS,JS) কোডের রেজাল্ট VSCode দিয়ে সরাসরি দেখতে পারবেন ব্রাউজারে যেতে হবেনা

The post এবার Windows এর মাউস Cursor কে MacOS এর মতো করে নিন appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন Cricbuzz – Live Cricket Scores Latest Mod Plus Unlocked

Posted:











কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ App এর Mod Version শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন

আমরা সবাই জানি CRICBUZZ একটি জনপ্রিয় Live Cricket Score দেখার App , আমরা সবাই এই অ্যাপটি ব্যবহার করে থাকি , আর এখন তো IPL চলতেছে , IPL এর স্কোর দেখতে সুবিধা হবে । তাই আমি আপনাদের জন্য Cricbuzz Latest Mod App টি নিয়ে এসেছি ।


App Name : Cricbuzz – Live Cricket Scores & News



◉Version : 5.03.05
◉Rating : 4.3
◉Download : 100M+


✪ Premium Unlocked
✪ Videos Unlocked
✪ Ads Removed
✪ Screenshot Allowed
✪ Removed Unwanted Permission
✪ Please Share with Credit 😴✌


Cricbuzz Plus Download




Cricbuzz Drive Download

চলুন কিছু Screenshot দেখে নেই :













আজ এখানে শেষ । যেকোনো Premium Android or Pc Software , Account , Course , Bin , Premium Account , Netflix , Amazon Prime Other & WordPress , Blogger Tamplate , Bot Making Help লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সবকিছু Free

PremiumNetworkCommunity Join Hear

The post ডাউনলোড করে নিন Cricbuzz – Live Cricket Scores Latest Mod Plus Unlocked appeared first on Trickbd.com.

Winrar এর ফুল ভার্সন এবার নিয়ে নিন সম্পূর্ণ ফ্রী তে,তাও আবার crack ছাড়া

Posted:


আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই ভালো আছেন।

আমরা সবাই আমাদের windows এ winrar সফটওয়ারটি ব্যাবহার করে থাকি।

কিন্তু দুঃখের বিষয় হলে এটি থাকে শুধু ট্রায়াল ভার্সন,তাও মাত্র ৪০ দিনের জন্য!

যদিও ৪০ দিনের ফ্রি ভার্সন শেষ হওয়ার পরেও এটি ADM এর মতো কাজ করা বন্ধ করে দেও না।

কিন্তু কোনো ফাইন আনজিপ করতে গেলে বা zip ফাইলের ভিতরে দেখতে গেলে Winrar বারবার এর ফুলভার্সন কেনার জন্য বলে যপটি কিনা প্রচুর বিরক্তিকর।

অনেকে তো এর জন্য Winrar সফটওয়ারটিও ডিলেট করে দেই।

কিন্তু আজকের পর আপনিও winrar এর ফুল ভার্সন ব্যাবহার করতে পারবেন,কোনোরকম ক্রেক ছাড়া।

তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক:-

প্রথমে আপনার কম্পিউটার বা ল্যাপটপের antivirus অফ করতে হবে।

তারপর নিচের লিংক থেকে ফাইলটি ডাউনলোড করুন

Download

তারপর শুধু screenshot ফলো করুন


তারপরফোল্ডারটি ওপেন করুন

windiws এর winrar এর বিট ৬৪ হলে প্রথম ফোল্ডার আর ৮৬ হলে দ্বিতীয় ফোল্ডার ওপেন করুন।
আর আপনার winrar এর ভার্সন জেনে না থাকলে winrar ওপেন করে help এ গিয়ে দেখে নিন।

crack এ ক্লিক করুন




সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, নিয়মিত নামাজ আদায় করবেন|

আল্লাহ হাফেজ

The post Winrar এর ফুল ভার্সন এবার নিয়ে নিন সম্পূর্ণ ফ্রী তে,তাও আবার crack ছাড়া appeared first on Trickbd.com.

ট্রিকবিডিতে নিয়ে এলাম অসাধারণ দুটি শিক্ষনীয় জাভা ই-বুক [java user must see]

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি কথা বাড়াবো না । সরাসরি পোস্টের কথায় আসতে চায় ।

অনেকেই হয়তো টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি । আবার অনেকেই হয়তো বুঝতে পারেন নি । তো যারা বুঝতে পারেন নি তারা পোস্টটি সম্পূণ পড়ুন তাহলেই বুঝতে পারবেন । আশা করি সবাই সম্পূণ পোস্ট পড়বেন ।

আমি আজকে আপনাদেরকে দুটি শিক্ষণীয় জাভা অ্যাপ দিতে যাচ্ছি । আশা করি অ্যাপটি আপনাদের সবার ভালো লাগবে ।

আমি ২টি শিক্ষনীয় জাভা অ্যাপ দিতে যাচ্ছি । ১টি অ্যাপে আছে ১০টি প্রবাদ বাক্য এবং তাদের ইংরেজি । অপর একটি জাভা অ্যাপে আছে বাংলাদেশ সম্পকে ২৫টি প্রশ্নোত্তর রয়েছে । আমি এর বেশি দিতে পারলাম না । কারণ বেশি দিলে জাভা ফোনে পড়তে একটু অসুবিধা হচ্ছে ।

অ্যাপ রিভিউ :-

» শিক্ষণীয় অ্যাপ দুটি জাভা অ্যাপ । এবং এর স্ক্রিন সাইয ২৪০*৩২০ । অথাৎ সকল জাভা ফোনেই অ্যাপ দুটি সাপোট করবে ।

» প্রবাদ বাক্যের অ্যাপটির সাইয ৭০ কেবি (প্রায়) এবং বাংলাদেশ সম্পকিত ২৫টি প্রশ্নোত্তর ফাইলটি ৭২ কেবি (প্রায়) ।

জাভা অ্যাপ গুলো পড়ব কিভাবে ?

যেভাবে অন্যান্য জাভা গেম ওপেন করতে হয় ঠিক একই ভাবে জাভা অ্যাপগুলো ওপেন করবেন । তারপর জাভা অ্যাপটিতে “read” নামক অপশন পাবেন । ঐ “read” অপশনে ক্লিক করলেই অ্যাপগুলো পড়তে পারবেন ।

জাভা ইবুকগুলোর ডাউনলোড লিংক :-

প্রবাদ বাক্য

বাংলাদেশ সম্পকিত প্রশ্নত্তোর

তো এই ছিল আমার আজকের পোস্ট । পরবতী পোস্টে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব । আমার পোস্টগুলো পেতে আমার ফেসবুক গ্রুপে জয়েন হন ।

The post ট্রিকবিডিতে নিয়ে এলাম অসাধারণ দুটি শিক্ষনীয় জাভা ই-বুক [java user must see] appeared first on Trickbd.com.

জাভা ইউজররা অপেরা মিনি থেকে এস এম এস করার গোপন ট্রিক শিখে নিন

Posted:

আস্সালামু আলাইকুম প্রিয় ট্রিকবিডি বাসি আপনারা সবাই কেমন আছেন আশা করি। সবাই ভালো আছেন আর ভালো থাকবেন নাই কেন ট্রিক বিডির সাথে থাকলে সবাই ভালো থাকে।
যেমন আপনি ভিসিট করতেছেন তার মানে আপনি ভালো আছেন।
***পোষ্ট শুরু করার আগে আমি কিচু কথা বলে নেই*** এই সাইটে এটা আমার 25 নাম্বার পোষ্ট আমার পোষ্টে যথি কোনো ভুল ক্রুটি হয় তাহলে।
কমেন্টে গালা গালি না করে ভুলটা ধরিয়ে দিবেন।
আপনারা হয়তো আমার পোষ্টের টাইটেল দেখেই বুজে গেছেন আজ কি নিয়ে পোষ্ট করবো।
আমার আজকের পোষ্ট
হলো – অপেরা মিনি ব্রাউজিং করতে
করতে sms পাঠাবেন কি ভাবে।
আমরা যখন নেটে থাকি তখন যদি আপনার প্রিয় মানুষ এস এম এস করে তখন । অনেক সময় সমস্যা হয় যে নেট
থেকে বের হওয়া যাবে
না, কিংবা ডাউনলোড
হচ্ছে । এমন সময় তাকে
SMS দিতে হবে তখন কি
করবেন । চিন্তার কারন নাই
আজকে আমি এইটাই
শিখাবো । এটা
Opara mini 4.21,opara mini 4.20 & bangobandhu brower
বগুলোতেই কাজ করবে ।
** প্রথমে অপেরা**
মিনিতে প্রবেশ করেন ।
Menu তে ।ক্লিক করেন,
Tools এ যান এবং সবার
নিচে Help অপশনটিতে যান

Menu >> Tools >> Help এবার
Screenshots ফলো করেন।




যেভাবে দেখানো
হয়েছে, ঐ ভাবেই কাজ
করেন । ইনশো আল্লাহ 100% কাজ হবে।
তো আজকের পোষ্ট এই খানে শেষ।
আরো এই রকম অপেরা মিনির ট্রিক নিয়ে পোষ্ট পেতে এই সাইটের সাথে থাকুন।
আমার আগের পোষ্ট যারা পরেন নাই তারা আমার প্রোফাইল থেকে পরে নিন।

ভালো ভালো java game java apps wapkiz theme wordpress theme পেতে আমার সাইট ভিসিট করুন। ভিসিট লিংক

The post জাভা ইউজররা অপেরা মিনি থেকে এস এম এস করার গোপন ট্রিক শিখে নিন appeared first on Trickbd.com.

(r1d3x0r) দেখুন নিজের পরিচয় গোপন রেখে কীভাবে ডার্কওয়েবের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয় এবং ফোরাম থেকে কীভাবে গুরুত্বপূর্ন বিষয় জানা যায়।

Posted:

প্রিয় ট্রিকবিডির ব্যবহারকারী এবং ভিজিটর,
আশা করছি বর্তমান পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে মায়াবী পৃথিবীর অপরূপ সুন্দরতা উপভোগ করছেন।
আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেই বিষয়টা হলো

"নিজের পরিচয় গোপন রেখে কীভাবে ডার্কওয়েবের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয় এবং ফোরাম থেকে কীভাবে গুরুত্বপূর্ণ আলোচনা করা এবং সিক্রেট তথ্য সংগ্রহ করা যায় বিভিন্ন বিষয়ে"

ডার্কওয়েব সম্পূর্ণ খারাপ হিসাবে গণ্য করা যায় না; এটা ব্যবহারবিধির উপর নির্ভর করে সেটা ভালো কাজে ব্যবহার হচ্ছে কী অথবা খারাপ কাজে, ডার্কওয়েব এমন একটা জায়গা ধরতে গেলে সহজে কাউকে চিহ্নিত করা যায় না, এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই বেআইনি কাজে লিপ্ত হই আবার অনেকেই নিজেদের দক্ষতা বাড়াতে থাকে।

আজকে আপনাদের সাথে BAD (সোশ্যাল নেটওয়ার্ক) এবং Dread (ফোরাম) নিয়ে আলোচনা করবো। সোশ্যাল নেটওয়ার্ক কী এই বিষয় আমাদের নতুন করে বলার কিছু নাই কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা প্রতিদিনই কোনো না কোনো কাজে ব্যবহার করি, ফেসবুক, টুইটারের মতো আরও অনেক গুলো সোশ্যাল নেটওয়ার্ক আমরা ব্যবহার করি Surface Web এ।

হ্যাকারস’রাও নিজেদের জন্য বিভিন্ন সময় ডার্কওয়েবে বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করে আবার তাদের উদ্দেশ্য শেষে তা মুছেও ফেলে, Black Arm Demons নামের হ্যাকারস গোষ্ঠীও তাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কার্যক্রম করে থাকে, আজকের ডাটা তারা কালকে মুছে ফেলে নিজেদের কোনো তথ্য তারা বেশীদিন রাখে না, কিছুদিন আগে Connect নামেও ডার্কওয়েবে একটা সোশ্যাল নেটওয়ার্ক সৃষ্টি হয়েছিলো BAD (Black Arm Demons) ও একই রকম কার্যক্রম শুরু করেছে।

আজকে আমরা দেখবো BAD (Black Arm Demons) এ কীভাবে একাউন্ট খুলা যায়, সর্বপ্রথম http://badezpbplxyyzglpnvj4vz4e7s662bc374a3spyaq2xphlvscyjofwad.onion লিংকটি কপি করে নিন, এবং Tor Browser এ লিংকটি পেস্ট করে ইন্টার চাপুন আর আপনি যদি ডার্কওয়েবে প্রবেশ করতে না জানেন তবে আমার (r1d3x0r) ডার্কওয়েবে হ্যাকারদের সাথে অথবা বিভিন্ন সিকিউরিটি এক্সপার্ট আর চাইলে নিজের নিমন্ত্রিত কারো সাথে নিজেকে লুকিয়ে কীভাবে কথা বলবেন দেখুন। এই টিউটোরিয়ালটি দেখে নিন।

http://badezpbplxyyzglpnvj4vz4e7s662bc374a3spyaq2xphlvscyjofwad.onion এই লিংকটিতে যাওয়ার পর উপরের স্ক্রিনশটের মতো একটা পেজ দেখতে পাবেন, ওইখানো লগইন করতে বলবে আর আমরা যেহেতু নিউ তাই আগে একাউন্ট তৈরি করে নিবো অতএব স্ক্রিনশট চিহ্নিত Register লেখায় ক্লিক করুন।

এখন উপরের স্ক্রিনশট’টি অনুসরণ করুন, এইখানে Username, Email Address, Password সঠিক ভাবে লিখে Terms and Privacy Policy তে Tick Mark দিয়ে স্ক্রিনশট চিহ্নিত Let’s Go বাটনে ক্লিক করুন।

এখন উপরের স্ক্রিনশট দেখুন আমাদেরকে প্রোফাইল পিকচার আপলোড করতে বলছে, আপনারা চাইলে আপলোড করতে পারেন আমি টিউটোরিয়ালের উদ্দেশ্য নিয়ে একাউন্ট ক্রিয়েট করছি তাই Skip করে দিলাম।

গ্রেট, এখন উপরের স্ক্রিনশট’টি দেখলে বুঝতে পারবেন আমাদের একাউন্ট আমরা সফল ভাবে খুলতে পেরেছি, এখন আপনি এইখানে অন্য হ্যাকারদের সাথে পরিচয় হতে পারবেন এবং সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো ব্যবহারও করতে পারবেন আবার কাউকে Invite করে এনে সিক্রেট আলাপও করতে পারবেন।

এখন আমরা দেখবো Dread কী,
Dread হলো Reddit এর মতোই; আর Reddit কে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই কারণ এটাকে ইন্টারনেটের ফ্রন্ট পেজ হিসাবে বলা হয়ে থাকে। আমরা Dread এর মাধ্যমে বিভিন্ন ফোরামে যুক্ত হতে পারবো এবং বিভিন্ন বিষয় প্রশ্ন এবং উত্তর দিতেও পারবো, এবং এইখানে বিভিন্ন রকম সিক্রেট তথ্যও Leak করে, তো Dread এ প্রবেশ করার জন্য http://dreadytofatroptsdj6io7l3xptbet6onoyno2yv7jicoxknyazubrad.onion লিংকটি রান করান তাহলে নিচের স্ক্রিনশটের মতো পেজ পাবেন।

এখন আপনাকে প্রমাণ করতে হবে আপনি মানুষ কী, অতএব উপরের ঘড়ি দেখে সঠিক সময় সিলেক্ট করে সনাক্ত করুন তখন নিচের স্ক্রিনশটের মতো মূল পেজ পেয়ে যাবেন।

এইখানে আপনারা একাউন্ট তৈরি না করেও সকল রকম কনটেন্ট গুলো পড়তে পারবো নিচের স্ক্রিনশটের মতো।

ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় মানুষকে ভালো রাখুন সবসময় পজিটিভ থাকুন সকল সময় মোটিভেট থাকুন; ধন্যবাদ।

The post (r1d3x0r) দেখুন নিজের পরিচয় গোপন রেখে কীভাবে ডার্কওয়েবের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয় এবং ফোরাম থেকে কীভাবে গুরুত্বপূর্ন বিষয় জানা যায়। appeared first on Trickbd.com.

বৃক্ষ কথা বই PDF Download (ভেষজ ঔষধি ৫০ টি গাছ)

Posted:

বৃক্ষ কথা বই রিভিউঃ

এই বইটি পড়লে আপনি ভেষজ ঔষধি গাছ গুলো চিনতে পারবেন। এবং আপনার যদি ভেষজ দরকারী গাছগুলো চেনা থাকে এবং কোন গাছটি কোন রোগের জন্য তা জানা থাকে তাহলে আপনার বাসায় ঔষধ না থাকলেও ঔষধি একটা গাছ তুলেই জরুরি ভিত্তিতে কাজ চালিয়ে নিতে পারবেন।

মনে করুন আপনার বাসা গ্রামাঞ্চলে, আপনার বাসা থেকে ফার্মেসী অনেক দূরে। রাতের বেলায় হঠাৎ আপনার তীব্র কাশী শুরু হলো, কাশীর জন্য গুমাতে পারছেননা; কাশতে কাশতে বুক ও গলা ব্যাথা করছে কিন্তু ফার্মেসী তো অনেক দূরে এবং রাত ও গভীর এখন কষ্ট করে ফার্মেসীতে গেলেও খোলা পাবেননা। এমতাবস্থায় আপনার জন্য চিকিৎসা হলো ভেষজ উদ্ভিদ।

আমরা গাছকে চিনিনা বলেই ঔষধ আর ঔষধ ব্যাগ ভরে বাসায় কিনে আনতে হয় রোগের জন্য। এই ঔষধ গুলোর অধিকাংশই তৈরী হয় গাছপালা থেকে। জ্বর, আমাশয়, কাশী, গ্যাস্টিক, ইত্যাদি ইত্যাদি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার যদি ঔষধি গাছের সাথে বন্ধুত্ব থাকে তাহলে অনেক রোগের ঔষধ না কিনে গাছের রস, পাতা, ছাল খেয়েই রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন।

এই বৃক্ষ কথা বইটির মধ্যে ৫০ টি ঔষধি গাছ নিয়ে স্বচ্ছ আলোচনা করেছেন লেখক হুমায়ুন আহমেদ। প্রতিটি গাছের চিত্রসহ তুলে ধরেছেন এ বইয়ে। আমি বলি খুবই ভালো একটি বই। কিন্তু আপনারা হয়তো এ বইটির হার্ডকপি অনলাইন থেকে অর্ডার করতে পারবেননা, আমি খুজে পেলামনা। হয়তো লেখক বেচে নাই এজন্য, বইগুলোর কন্ট্রোল করার দ্বায়িত্বে কেউ নাই। যাইহোক সফট কপিটি ডাউনলোড করে পড়ুন।

বইয়ের নামঃ বৃক্ষ কথা
বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ (হুমায়ূন আহমেদ এর All PDF Download)
পৃষ্ঠা সংখ্যাঃ ১১৪ টি।
বইয়ের ধরনঃ ভেষজ ও আয়ুর্বেদিক বই, চিকিৎসা বিষয়ক বই।
পিডিএফ সাইজঃ ৭ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download

আরো পড়ুনঃ 👇

১। মোটিভেশনাল / আত্ম-উন্নয়ন মুলক (২৩ +) PDF বই Download
২। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং (১৭+) PDF বই Download

The post বৃক্ষ কথা বই PDF Download (ভেষজ ঔষধি ৫০ টি গাছ) appeared first on Trickbd.com.

[Hot] Bkash Account থেকে Banglalink Number এ 57 Taka Recharge করে 300% Cash Back নিয়ে নিন.!!(শর্ত প্রযোজ্য)

Posted:

Bkash Account থেকে Banglalink Number এ 57 Taka Recharge করলে 300% Cash Back

বিকাশ একাউন্ট থেকে যেকোন বাংলালিংক নাম্বারে ৫৭ টাকা রিচার্জ করলে প্রতি মিনিটে ১ম রিচার্জকারী পাবেন ৩০০% ক্যাশব্যাক
বিকাশ অ্যাপ এবং ইউএসএসডি উভয় মাধ্যমে রিচার্জ করে অফারটি উপভোগ করা যাবে। ৫৭ টাকা রিচার্জে পাচ্ছেন ৯০ মিনিট টকটাইম ৭ দিন মেয়াদে।

  • রিচার্জ করতে হবে সকাল ৯ টা হতে রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত।
  • অফারটি শেষ হওয়ার পরবর্তী কার্যদিবসে ক্যাশব্যাকটি দেওয়া হবে।
  • অফার চলাকালীন সময়ে সর্বোচ্চ একবার ক্যাশব্যাক পাবেন।

অফারটি চলবেঃ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

 

 

মোবাইল রিচার্জ করতে বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে মোবাইল রিচার্জ অপশন এ গিয়ে ৫৭ টাকা recharge করুন

নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিন

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

The post [Hot] Bkash Account থেকে Banglalink Number এ 57 Taka Recharge করে 300% Cash Back নিয়ে নিন.!!(শর্ত প্রযোজ্য) appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments