Search box..

ফরম ফিলাপে সমস্যা (HELP POST)

ফরম ফিলাপে সমস্যা (HELP POST)


The post download করে নিন অসাধারণ একটা wapkiz download theme appeared first on Trickbd.com.

ফরম ফিলাপে সমস্যা (HELP POST)

Posted:

HSC 21 DHAKA BOARD FROM FILLUP সময় শেষ হয়ে গেছে

কিন্তু পারিবারিক সমস্যার কারণে আমি ফরমটি ফিলাপ করতে পারিনি

ভাই যারা জানন দয়াকরে একটু কমেন্ট করেন

আমি বোর্ডে নাম্বারে ফোন + জিমেইলে পাঠিয়েছি তারা কোন রেসপন্স করেনি

এখন কি কোন বিকল্প পদ্ধতি আছে বা পরবর্তীতে কি কোন সময় দেওয়া হবে যদি একটু জানাতেন অনেক উপকার হত

আমি আসলে বুঝতে পারিনি আমার সাথে এমন কিছু হয়ে যাবে

The post ফরম ফিলাপে সমস্যা (HELP POST) appeared first on Trickbd.com.

কিছু ThemesBazar এর থিম্স বিক্রি করবো কম দামে।

Posted:

এডমিন ভাই মাফ করবেন। টাকার দরকার তাই নরমাল পুষ্ট করলাম।

থিম্সবাজারের থিম্স গুলো বিক্রি করবো টাকার দরকার তাই।

ডেমো:

Latestnews : http://newssitedesign.com/latestnews/

NewsSmart: http://newssitedesign.com/newssmart

The Daily Tex: https://newssitedesign.com/thedaily/

Education : http://themesbazar.net/educational/

Academic :http://themesbazar.net/academic/

Instude: http://newssitedesign.com/institute/

Contact Me: facebook.com/live.helim

The post কিছু ThemesBazar এর থিম্স বিক্রি করবো কম দামে। appeared first on Trickbd.com.

নিয়ে নিন ১০ টাকা একদম ফ্রি! তাড়াতাড়ি করুন

Posted:

নগদ দিচ্ছে ১০ টাকা ক্যাশব্যাক সবাইকে একদম ফ্রি।

এরজন্য আপনাকে ৬ সেপ্টেম্বরের মধ্যে ২৫ টাকা আপনার যেই নাম্বারে নগদ একাউন্ট খোলা সেই নাম্বারে রিচার্জ করুন।

কিছু সময়ের মধ্যেই পেয়ে যাবেন ১০ টাকা ক্যাশব্যাক আপবার নগদ একাউন্টে।

নিচে স্ক্রিনশট এ সব সিস্টেম দেখানো হলো।

নগদ একাউন্টে যেয়ে আপনার নাম্বার সিলেক্ট করে ২৫ টাকা মোবাইল রিচার্ড করুন।

এবার দেখুন কিছু সময়ের ভিতরি আমার ক্যাশব্যাক চলে এসেছে।

আশা করি সবাই পাবেন। আর কেউ যদি না পান তাহলে নগদের সাপোর্ট জিজ্ঞাস করতে পারেন

১০০০ সাবস্ক্রাইব এর একটি ইউটিউব চ্যানেল সেল দেওয়া হবে যদি কাউ নিতে চান তবে আমার সাথে ফেইসবুকে যোগাযোগ করুন। ফেইসবুকে আমি Rayhan

 

স্ক্রিনশট দেওয়া হলো।

মূলত কিছু টাকার সমস্যা সেই সাথে সময়ের অভাবে চ্যানেল্টি সেল করা হচ্ছে।

ইউটিউব চ্যানেলে লিংক ঃ https://m.youtube.com/channel/UCOnbqB9_Fci_rIpcdSFpJKw

The post নিয়ে নিন ১০ টাকা একদম ফ্রি! তাড়াতাড়ি করুন appeared first on Trickbd.com.

টিপিএম ২.০ ছাড়াই উইন্ডোজ ১১ ইনস্টল করুন আপনার কম্পিউটার এবং ল্যাপটপে মাত্র ১০ মিনিটে | How To Install The Windows 11 Without TPM 2.0

Posted:

আসসালামুআলাইকুম,
কেমন আছেন সবাই ?আমি অনামিকা ট্রিকবিডি থেকে! এবং আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আপনার কম্পিউটারে কিভাবে উইন্ডোজ ১১ ইন্সটল করবেন সেটার একটা টিউটরিয়াল যদি আপনাদের কাছে উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ।

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি।

এবারের নতুন উইন্ডোজ এর ইনস্টলেশন কিন্তু প্রিভিয়াস যত উইন্ডোজ বাজার বেরিয়েছিল তাদের থেকে একটু ডিফারেন্ট কেননা মাইক্রোসফট এই উইন্ডোজ ১১ কে পাবলিকলি অ্যাভেইলেবল করবে ২০২২ সালের শুরুর দিকে।

তো এখন তো আমরা ২০২১ এ আছি এবং কিছুদিন আগে উইন্ডোজ ইলেভেন টা এনাউন্স করা হয়েছে! তো এখানে আসলে হচ্ছেটা কি?
বর্তমানে উইন্ডোজ ১১ টি বেটা টেস্টিং মুডে রয়েছে তো আপনারা জানেন উইন্ডোজ ইলেভেন কিন্তু উইন্ডোজ ১০ ইউজারদের জন্য ফ্রি আপডেট হবে! যেটা microsoft-অফিশিয়ালি জানিয়েছে।

তবে তারা উইন্ডোজ ১১ ইনস্টল এর ক্ষেত্রে কিছু বিষয় এ রিকোয়ারমেন্ট রেখেছে যেটা আসলে বর্তমানে অনেকে ইউজারদের জন্যই মিটাপ করা বেশ কঠিন! মাইক্রোসফট কিন্তু ইন্টেলের ৮ জেনারেশন সিপিইউ পর্যন্ত অফিশিয়ালী সাপোর্ট দিয়েছে এবং তার প্রিভিয়াসলি লাইক ইন্টেল 6gen সিপিইউ ইউজার তো তারা কিন্তু উইন্ডোজ ইলেভেন ইন্সটল দিতে পারবেন না।

মানে এখনি পারবেন না সেটা অবশ্যই যখন পাবলিকলি রিলিজ করা হবে! তখন হয়তোবা অবশ্যই পারবেন। তবে এই মুহূর্তে তারা যেন এই বেটা টেস্টার ইউজার কমিউনিটি টা কে একটু ছোট রাখতে পারে।

যাতে করে খুব সহজে ডাটা কালেক্ট করা যায়, আর সে জন্য একটি কাইটেরিয়া বেঁধে দিয়েছে এবং সেটি হচ্ছে যাদের মাদারবোর্ডে টিপিএম 2.0 নেই। ঐ সকল ইউজার কিন্তু উইন্ডোজ ইলেভেন ইন্সটল করতে পারবেন না।

এর মানে এই না যে আপনার পিসি উইন্ডোজ ইলেভেন হ্যান্ডেল করতে পারবে না, এর মানে হচ্ছে এই যে তারা আসলে আপনাকে এই মুহূর্তে লিমিট করে রেখেছে।

এবং আরেকটি ভালো কথা- উইন্ডোজ ইলেভেন এই ভাবে ইন্সটল করা কিন্তু কোনোভাবেই অফিশিয়ালি রিকমেন্ডেড না।
তাই এভাবে আপনারা ইন্সটল করতে ও যাবেন না। কেননা এই ধরনের বেটা টেস্টিং গুলোতে অনেক বাগস থাকে অনেক ফলস থাকে।
আর এইসব কারণগুলোতে কিন্তু আপনার পিসিটি ক্ষতিগ্রস্ত হতে পারে।

তো এই জন্য অবশ্যই রিক্স আপনার নিজেরটা নিজেকে নিতে হবে। তবে আমি ইন্সটল করে বেশ কয়েক দিন ব্যবহার করছি কোন প্রবলেম ফেস করিনি।

তার পরও সম্পূর্ণ রেস্পন্সিবিলিটি যার যার নিজের উপরেই থাকলো।

তো চলুন এবার আমরা জিনিসটা একটু টেস্ট করে দেখি।
রিসেন্টলি অর্থাৎ ২৪ তারিখের পর মাইক্রোসফ্ট অফিসিয়ালি ডেভলপার চ্যানেলে তাদের উইন্ডোজ ইলেভেন এর একটি বেটা টেস্টিং আপডেট দিয়েছে। আর যেটা কিনা আজকে আমরা ব্যবহার করতে যাব।

যাদের কাছে টিপিএম 2.0 ইন্সটল করা আছে! তারা খুব সহজেই উইন্ডোজ থেকে আপডেট টা নিয়ে নিতে পারছেন।
আসলে বর্তমান বাজারে অনেক ইউজার রয়েছেন যাদের সিক্স জেনারেশন বা ফাইভ জেনারেশন, এই জেনারেশন গুলোতে রয়েছেন যাদের মাদারবোর্ডের টিপিএম ভার্শন 1.2।

তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা ডিরেক্টলি অফিশিয়াল ভাবে আপডেট করতে পারবেন না! তো এইজন্য আমি আপনাদেরকে যা যা করতে বলব সেই জিনিস গুলো একটু ফলো করতে হবে।

কাজটা কিন্তু একদমই সোজা। তো প্রথমেই বলে নেই যাদের টিপিএম 2.0 নাই তাদেরকে একটা ছোট্ট ফাইল ১২০ টাকা দিয়ে কিনে নিতে হবে।
যেটা টিপিএম 2.0 পারমিশন বাইপাস করে দিবে আর কি। যদিও এটি ফ্রিতে পাওয়া যায় তবে তার মধ্যে ভাইরাস ম্যালেরিয়া ইত্যাদি থাকতে পারে।
তাই আমার রিকুমেন্ট থাকবে মাত্র ১২০ টাকা দিয়ে টিপিএম ২.০ মডিউলের ফিক্সট টি কিনে নেয়ার জন্য।
সে ক্ষেত্রে কোন প্রবলেম ফেস করতে হবে না।

তো টিপিএম ২.০ মডিউলটি ডাউনলোড লিংক নেয়ার জন্য ( ০১৯২২৮৫৯৪২৩ ) এই নাম্বারে যোগাযোগ করে কিনে নিতে হবে।

বিঃদ্রঃ এই টিপিএম ২.০ এটি যদি গুগলে সার্চ করে ডাউনলোড করতে যান তাহলে আপনার মাদারবোর্ড ড্যামেজ হয়ে যেতে পারে ( তাই ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেই কিনে নিবেন) আর তা না হলে দায়ভার আমি নিব না আপনার পিসির কিছু হলে, ধন্যবাদ।

https://androidfilehost.com/?fid=14943124697586357631এই লিংকে ক্লিক করে উইন্ডোজ ১১ এর লেটেস্ট বেটা চ্যানেলের আপডেট টা ডাউনলোড করে নিন। ( উইন্ডোজ টা হচ্ছে ৪.৫ জিবির মত। )

তো ডাউনলোড হয়ে গেলে আপনাকে উইন্ডোজ এর যে আইএসও ফাইল টা ( সেটা উইনরার এর মাধ্যমে বা যেকোনো আনজিপ এর মাধ্যমে এক্সট্রাক্ট করে নিতে হবে। একটি স্পেসিফিক ফোল্ডারে।

চলুন আমরা ফাইলটি এক্সট্রাক্ট করি।

যেহেতু ফাইলটি একটু বড় তাই এক্সট্রাক্ট হতে একটু সময় লাগতে পারে।

তো এক্সট্রাক্ট হয়ে গেলে (আমরা এবার টিপিএম 2.0 জিপ ফাইল টা কে আনজিপ করবো ) আবারো বলি অবশ্যই ফাইলটি কিনে ব্যবহার করবেন)
আনজিপ করা হয়ে গেলে বা এক্সট্রাক্ট করা হয়ে গেলে আপনারা দেখতে পাবেন ওর মধ্যে দুইটি ফাইল আছে!
ঝটপট দুইটি ফাইল কপি করে নিন।

তো ওই দুইটি ফাইল আপনারা এখন কপি করে যেখানে আপনারা উইন্ডোজ ১১ এক্সট্রাক্ট করেছেন (সেখানে গেলে আপনারা দেখতে পারবেন রিসোর্স নামে একটি ফোল্ডার পাবেন)

এবং সেটার ভিতরে গিয়ে পেস্ট করতে হবে।

তো পেস্ট করতে গেলে এবার আপনার পিসিতে একটা ডায়লগ সো হবে (বলবে যে আপনি ওভাররাইট করতে চান কিনা)
কেননা এই দুইটি ফাইল অলরেডি সেখানে এক্সিট করে (এবং আমরা যে দুইটা ফাইল এনেছি সেখানে কিন্তু কিছু কোড গত পরিবর্তন রয়েছে)
যার মাধ্যমে পিপিএম এর যে চেক রয়েছে সেটাকে বাইপাস করে দিবে।

তো এখন যদি আপনারা উইন্ডোজ ১১ ইন্সটল করতে যান! তাহলে আপনার পিসিতে টিপিএম 2.0 আছে কি নাই এটা দেখতে যাবে না।
একদম সরাসরি ইন্সটলেশনে চলে যাবে।

তো সবকিছু ঠিকঠাক ভাবে করলে এবার আপনি সেটাপ ফাইলটিতে ক্লিক করুন।

(ক্লিক করলেই সাথে সাথে একটি উইন্ডো চলে আসবে)
যেখানে দেখবেন গ্রেটিং আপডেট লেখাটা আসছে।

তো আপনার পিসিতে যদি টিপিএম 2.0 না থাকে তাহলে গ্রেটিং আপডেট এই যে ব্যাপারটা এখান থেকে আর যাবেনা পরবর্তী ধাপে।
তো আমরা যেহেতু ওই দুটো ফাইল রিপ্লেস করেছি তাই গ্রেটিং আপডেট টা কিছুক্ষণ আপনাকে সময় নিয়ে কমপ্লিট করে পরবর্তীতে ইনস্টলেশন প্রসেস এ চলে যাবে।


তো এবার আপনারা দেখতে পারবেন দুইটা টিক মার্ক দেয়া আছে।

(তো আপনারা চাইলে কিন্তু কমপ্লিটলি ক্লিন ইনস্টল করতে পারেন)
অথবা বর্তমানে আপনার পিসিতে যে ফাইলগুলো রয়েছে ডাটা গুলো রয়েছে সেগুলো রেখে উইন্ডোজ টেন থেকে ইলেভেনের শিফট হতে পারেন।

তো একটা বিষয় বলে রাখি আপনার যদি উইন্ডোজ ১০ থেকে ১১ এ আসেন! আমি আপনাদেরকে সাজেস্ট করব একেবারে ক্লিন ইন্সটলেশনে চলে আসুন।

তাতে করে যেটি হবে এতদিন ধরে আপনারা উইন্ডোজ ১০ এ ইউজ করে আসছেন (তাদের হয়তো বা বিভিন্ন হাবিজাবি ফাইলে ভরে গেছে)
তো এটা কমপ্লিটলি ক্লিন হয়ে যাবে।
তো এবার আপনারা প্রসিড করলে।

দেখতে পারবেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে পিসিটা কয়েকবার রিস্টার্ট নিয়ে (আপনার সি ড্রাইভে ইন্সটল হয়ে গেছে)
দেখবেন এখানে তেমন কোনো আর পপ-আপ আসে নাই লাইক কোথায় উইন্ডোজ ইন্সটল দিবেন হাবিজাবি কিছুই আসবে না।
কেননা এই মুহূর্তে উইন্ডোজ ড্রাইভ টা তে রয়েছে সেই ড্রাইভ টাতেই ইন্সটল হয়ে যাবে অটোমেটিক্যালি।

তো কয়েকটা রিস্টার্ট রিস্টার্ট পার হওয়ার পর দেখবেন আপনার পিসি টা উইন্ডোজ ইলেভেন এর দিকে চলে এসেছে।
এবং হাই জানাচ্ছে বিভিন্ন সেটিং এডজাস্ট করে নিতে বলছে।
তো সেখানে আপনার সেটিং মাইক্রোসফট একাউন্ট লগইন করে সবকিছু রেডি করে নিবেন।
তো চলুন এক নজরে স্ক্রীনশট গুলো দেখে সেটিং অ্যাডজাস্ট করে নেয়া যাক।





তো আগেও বলেছি এখনও বলছি উইন্ডোজ ১১ আমি অনেকদিন ধরেই ব্যবহার করছি! এবং ব্যবহার করে বলবে আমার কাছে এটা কোন দিক থেকে কোন প্রবলেম হয়নি।
আমি একটি এসএসডি ব্যবহার করে খুবই এক্সপেন্সিভ এসএসডি যেটা রেড রাইট স্পিড বেশ ভালো ১.৫ জিবি / ৩ গিগাবাইট।
তো সেই হিসেবে বলা যায় উইন্ডোজ ইলেভেন এ একটু টেকনিকাল গত ইসু রয়েছে তবে নরমাল ইউজাররা এটা ফেস করতে পারবেন না।
তবে পাবলিকলি রিলিজ হয়ে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে আশা করছি।

আপনারা এই জিনিসটি ইউজ করতে পারেন! আমার ব্যক্তিগত মতামত যে উইন্ডোজ ১১ টা উইন্ডোজ ১০ এর চাইতে অনেক ভালো হয়েছে।
বিশেষ করে তাদের মাল্টিটাস্কিং যে ফিচার গুলা ( মানে এইবার জিনিস গুলো ব্যবহার করতে খুবই সহজ মনে হয়)
এবং বেশ কার্যকরী ও মনে হচ্ছে।

আর যেহেতু আমি খুব বেশি একটা অ্যাপ ব্যবহার করিনা, আমার পিসিতে আসলে আমার এডিটিং সফটওয়্যার বাদে তেমন কিছুই থাকেনা।
তাই আমি আসলে তেমন কোন প্রবলেমই ফেস করি নাই।

তো আমরা সবাই তো আসলে সেম কারণে পিসি ইউজ করিনা অনেকেই অ্যাপ ডেভলপমেন্ট করে ওয়েব ডেভলপমেন্ট করে অনেকে ফটো এডিটিং ভিডিও এডিটিং করে।
অনেকে জাস্ট গেমস খেলে।
এইযে ইউজার গুলো রয়েছেন তারা একজন এক এক ধরনের বাগস হয়তো বা খুঁজে পাবেন।

তবে আমার মতে ইস্ট স্টেপল এনাফ যেটা রেগুলার ইউজে ব্যবহার করা যায়!
ও আরেকটা বিষয় বলতে ভুলে গেলাম আপনারা যখন উইন্ডোজ টেন থেকে ইলেভেনে আপডেট করে চলে আসবেন।
তখন সি ড্রাইভে গেলে কিন্তু windows.old নামে একটি ফোল্ডার দেখতে পারবেন,
যেখানে আগের যে উইন্ডোজ টা ছিল সেগুলোর ফাইল ওখানে রাখা হয়েছে।
তো এটা চাইলে আপনি খুব সহজে ডিলিট করে দিতে পারেন। কারণ ওটা কোন কাজে আপনার আসবেনা।

তো এই ছিল উইন্ডোজ ১১ ইনস্টলেশন (তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন এটা একবারে সোজা ইন্সটল করা)
মানে অল্প দুই একটা স্টেপ তারপর কিছুক্ষণ ওয়েট করতে হয় ব্যাস আপনার উইন্ডোজ ১১ ইন্সটল হয়ে যাবে।
তো আর একটি কথা আবারও বলে নিই টিপিএম ২.০ মডিউলটি না কিনলে আপনার পিসি যদি নষ্ট হয়ে যায় আমারে দোষ দিবেন না ভাই। তো ০১৯২২৮৫৯৪২৩ এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মডিউলটি কিনে নিতে পারেন।
যে কোন প্রবলেমে ফেসবুকে নক করতে পারেন- https://www.facebook.com/Anamika016
তো আজকের মত এখানেই আশা করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হাফেজ।

The post টিপিএম ২.০ ছাড়াই উইন্ডোজ ১১ ইনস্টল করুন আপনার কম্পিউটার এবং ল্যাপটপে মাত্র ১০ মিনিটে | How To Install The Windows 11 Without TPM 2.0 appeared first on Trickbd.com.

download করে নিন অসাধারণ একটা wapkiz download theme

Posted:






আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি।

ইন্টারনেটে রয়েছে হাজার হাজার ওয়েবসাইট। আর সেই ওয়েবসাইটেরও রয়েছে নিজস্ব থিম। প্রত্যেকটি ওয়েবসাইট তাদের নিজস্ব থিম ব্যবহার করে থাকে।

আপনি হয়ত ইন্টারনেট জগতে ওয়েব ব্রাউজিং করার সময় নানারকম ডাউনলোড থিম দেখে থাকবেন। download theme ইউজ করে যেকোনো কিছু ডাউনলোড করা যায়। মুলত এই থিম গুলো তৈরি করা হয় ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করার জন্য। আমাদের অনেক অনেক সময় নানা রকম জিনিস ইন্টারনেট থেকে ডাউনলোড দিতে হয় (যেমনঃ মুভি, গান, ওয়াজ, পিডিএফ বুক ইত্যাদি) এগুলো ডাউনলোড দিতে আমাদের এই থিম গুলো সাহায্য করে।

আমাদের হয়তো অনেকেরই ওয়াপকিজ ওয়েবসাইট আছে। আর একটা wapkiz ওয়েবসাইটের প্রয়োজন হয় একটি থিমের।

wapkiz site কী?
wapkiz হলো এমন একটি ওয়েবসাইট যারা ফ্রী হোস্টিং এবং সাবডোমেইন প্রোভাইড করে।যাএ মাধ্যমে আপনি খুব সহজে একটি ওয়েবসাইট ক্রিকেট করতে পারবেন। এই সাইটে রেজিষ্ট্রেশন করলেই আওনি পেয়ে যাবেন ফ্রি হোস্টিং। এখানে রেজিষ্ট্রেশন করা খুবই সহজ আপনি নিচের দেওয়া লিনক থেকে একটি অ্যাকাউন্ট খুলে নিন যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে।

কিন্তু এক্টা থিম মেক করা এত সহজ ব্যাপার না। একটি থিম মেক করতে অবশ্যই আপনাকে নানারকম কোডিং জানতে হবে আপনাকে আয়ত্তে আনতে হবে জাভা প্রোগ্রামিং পাইথন প্রোগ্রামিং আরো অনেক কঠিন বিষয়গুলো। হয়তো আপনারা এগুলো খুব কম সময়ে আয়ত্তে আনতে পারবেন না।

কিন্তু আপনি wapkiz সাইডে এর জন্য এখন একটি থিম কিভাবে পাবেন? অবশ্যই আপনাকে একটি সুন্দর থিম পেতে হলে আমাদের এই টিউটোরিয়াল টি ভালো ভাবে পড়তে হবে। এখানে আপনি থিম টি ডাউনলোড করতে পারবেন।

আজকে আমি আপনাদের জন্য একটি ডাউনলোড ফুল থিম নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নিই থিমটিতে কি কি ফিচার থাকছে।

ক্রমিক যা যা থাকছে এই থিমে
থিম টি তে রয়েছে একটি সুন্দর হেডার। যা খুব সহজেই আপনার ভিজিটর দের আকর্ষিত করবে।
থিমটিতে দেওয়া হয়েছে ব্ল্যাক কালারের বডি যা থিমটির একটি আকর্ষণের মূল বিষয়
এই থিমটিতে রয়েছে একটি এডমিন পেজ। যেখানে এডমিনের সকল বায়ো আপডেট দেওয়া যাবে।
থিম টি তে রয়েছে লগইন এবং রেজিস্ট্রেশন পেজ। যার মাধ্যমে আপনার ভিজিটররা ওখানে রেজিস্ট্রেশন এবং লগইন করতে পারবে। এবং আপনি সহজেই আপনার সাইটের ইউজার দের তালিকা রাখতে পারবেন।
থিমটি তে রয়েছে ডাইরেক্ট ডাউনলোড লিংক।যার মাধ্যমে আপনারা নিজেরা এখানে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে যেকোনো কিছু।
থিমটিতে যোগ করা আছে আরো অনেক প্রয়োজনীয় সাইটের url লিংক। প্রতিদিনের জিবনে আমাদের লাইফে অনেক কিছু লাগে যা অনেকাংশে আমরা অনলাইন থেকে পাই। এই সব অনেক টুল এর লিংক এই থিম এর ফুটার এ দেয়া আছে। যেমনঃ অনলাইন স্কিন শর্ট টেকার, অনলাইন ডিকশনারী,রিংটোন মেকার ইত্যাদি।

তাহলে চলুন থিম টির কিছু স্ক্রিনশট দেখে আসি। এতে আপনি দেখতে পারবেন থিম টি কেমন। একদম নিচে আমি থিমটির লাইফ ডিমো দিয়েছি।

থিম টি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এখনি নিচের ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

Theme Description

Theme Name = SKSbd

Theme Types = downloading

Theme format = .wapkiztpl

Size: 75kb+


Demo link : click here

DOWNLOAD

আমাদের সাইটে প্রতিনিয়ত নানা রকম tips নিয়ে পোস্ট করা হয়।আশা করি সবাই আমাদের সাইট টি ভিসিট করুন।

আরো পড়ুন

আনলিমিটেট মেসেজ করুন বাংলাদেশি যেকোনো নাম্বারে যেকোনো মোবাইল দিয়ে!!!!!

কিভাবে কম্পিউটারে পপ আপ বিজ্ঞাপন বন্ধ করবেন

তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

আপনি কি ইউটিউব থেকে ইনকাম করতে চান? দেখে নিন ইউটিউব থেকে ইনকাম করার সকল গাইডলাইন।

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনি আমি হয়তো ইউটিউবে নানা ভিডিও দেখে থাকি। ইউটিউবে হাজার রকমের ভিডিও রয়েছে। এমনকি আপনার প্রয়োজনীয় সকল ভিডিওই ইউটিউব এ পেয়ে যাবেন। আপনি কি জানেন এই ভিডিও গুলো কোথা থেকে আসে?

ইউটিউব এর এই ধরনের সকল ভিডিও গুলো আপনার এবং আমার মত লোকেরাই ইউটিউবে আপলোড করে। আপলোড করে তাদের লাভ কি? এবার সোজা পয়েন্টে এসেছেন! ইউটিউবে তারা ভিডিও আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করে। অর্থাৎ ইউটিউব থেকে ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করা যায়।

আপনি যদি এ বিষয়ে কিছুই না জেনে থাকেন তাহলে,আজকের আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে থাকুন। আশাকরি ইউটিউব সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন খুব সহজে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আর্টিকেলটি।

আর্টিকেল এর সূচনা: ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করা যায়। ইউটিউবে হাজার লোক প্রতিদিন হাজার হাজার ডলার ইনকাম করছেন। এমনকি ইউটিউব কে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে অনেক লোক। ইউটিউব থেকে প্রতিমাসে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব।

আমাদের বাংলাদেশেও হাজার হাজার ইউটিউবার রয়েছেন। তারাও মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। এমনও লোক রয়েছে তাদের মাসিক ইনকাম 3 হাজার এর বেশি। আপনার হয়ত বিশ্বাস হচ্ছে না। তবে সত্যিই ইউটিউব থেকে আরো বেশি টাকা ইনকাম সম্ভব। তাহলে তো বুঝতে পারছেন ইউটিউব থেকে কত ইনকাম সত্যিকার অর্থে সম্ভব হয়।

আমরা এখন ডিজিটাল যুগে বসবাস করি। তাই সবাই এখন ডিজিটাল ভাবে সবকিছু করতে চাই। আর ঘরে বসে ইনকাম সেটা তো আরো বেশি আশ্চর্য। তাই আপনিও চাইলে ঘরে বসে ইউটিউব এর মাধ্যমে ইনকাম করতে পারেন।

এই যুগে ইউটিউব থেকে ঘরে বসেই ইনকাম সম্ভব। আপনি যদি এই বিষয়ে আগ্রহী হন তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।তাহলে আশাকরি ইউটিউব সম্পর্কে সকল তথ্য আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন।

অনলাইনে ইউটিউব থেকে কিভাবে ইনকাম হয়?

ইউটিউব থেকে ইনকাম: ইউটিউব থেকে সাধারণত ভিডিও আপলোড করা একজন ইউটিউবার এর কাজ। তাই ইউটিউবে আপনারও কাজ হবে ভিডিও আপলোড করা। তাই বলে ভিডিও আপলোড করলে আপনার ইনকাম শুরু হবে না।

ইউটিউবে ইনকাম শুরু করার জন্য কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো পূরণ করতে পারলে আপনি ইউটিউব থেকে অনুমোদন নিতে পারবেন।ইউটিউব এর পার্টনার প্রোগ্রাম এর সাথে যুক্ত হয়ে আপনার ইনকাম করতে হবে।

ইউটিউব এর ইনকাম শুরু করার জন্য ইউটিউব এর যে শর্তগুলো রয়েছে তা নিচে দেওয়া হল।

* 1000 সাবস্ক্রাইব হওয়া।

* 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়া।

1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম বারো মাসের ভিতরে হওয়া। এই শর্তগুলো পূরণ করে আপনি তাদের কাছ থেকে অনুমোদন নিতে পারবেন। অর্থাৎ ইনকাম শুরু করার জন্য তাদের কাছে মনিটাইজেশন এর জন্য এপ্লাই করতে পারেন।

আপনার চ্যানেল টি যখন ইনকাম করার শর্তগুলো পূরণ করতে সক্ষম হবে তখন তাদের কাছে এপ্লাই পাঠাতে হবে। তাদের কাছে এপ্লাই করলেই তারা আপনার চ্যানেল টি রিভিউ করবেন। রিভিউ করার পর কিছুদিনের মধ্যেই ফলাফল জানিয়ে দিবে।

তবে মনিটাইজেশন অন করতে পারলে আপনার ইনকাম শুরু হয়ে যাবে না। আপনার ইনকাম টি শুরু করার জন্য আরও কিছু কাজ করতে হবে। এই বিষয়টি নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। তার আগে আপনাদের যে বিষয়গুলো জানা দরকার সেটা নিয়ে আলোচনা করব।

ইউটিউবে কাজ কিভাবে শুরু করতে হয়?

ইউটিউবিং শুরু করা: ইউটিউব এ একাউন্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা জিমেইল এর প্রয়োজন হবে। বর্তমান সময়ে জিমেইল নেই এমন খুব কম লোক হয়েছে। তবে যদি আপনারও না থাকে তাহলে আপনি একটা খুব সহজেই খুলে নিতে পারবেন।

জিমেইল অ্যাকাউন্ট থাকলে আপনি ইউটিউবে লগইন করে নিবেন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে। তারপর আপনাকে সুন্দর করে একটি ইউটিউব এ চ্যানেল তৈরি করতে হবে। এ বিষয়ে হাজারো রকমের ভিডিও ইউটিউবে রয়েছে। আপনারা তাদের ভিডিওগুলো দেখে সুন্দরভাবে একটি চ্যানেল ক্রিয়েট করে নিবেন।

চ্যানেল তৈরি করার পর আপনার কাজ হবে সুন্দরভাবে ভিডিও ইউটিউবে আপলোড করা। তবে আপনি আপনার ইচ্ছামত ভিডিও আপলোড করতে পারবেন না।ভিডিও আপলোড করার জন্য ইউটিউবে যথেষ্ট নিয়ম-নীতি রয়েছে। আপনাকে অবশ্যই তাদের নিয়মকানুন মেনে ভিডিও আপলোড করতে হবে।

কখনোই অন্য কারোর ভিডিও আপনার ভিডিওতে ব্যবহার করবেন না। অর্থাৎ অন্য কেউ ইউটিউবে আপলোড করেছে এরকম ভিডিও আপনার চ্যানেলে আপলোড করা যাবেনা। আপনি চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি আপনি নিজে তৈরি করার জন্য।

আপনি কখনো অন্য কারোর চ্যানেলের কোনকিছুই নিজের ভিডিওতে ব্যবহার করবেন না। এবং আপনার ইউটিউব এর চ্যানেলের নাম অনুযায়ী ভিডিও আপলোড করবেন। কখনোই আপনার চ্যানেলের নাম রান্না রিলেটেড, কিন্তু আপনি ভিডিও আপলোড খেলা রিলেটেড ভিডিও আপলোড করবেন না।

আপনাকে অবশ্যই আপনার চ্যানেল অনুযায়ী ভিডিওগুলো আপলোড করতেই হবে। তাহলে আপনি আপনার ভিডিওগুলো রেঙ্ক করাতে পারবেন।এবং আপনার ভিডিওগুলো প্রচুর প্রচুর মানুষ দেখতে আগ্রহী হবে।তাহলে খুব সহজেই আপনি অল্প সময়ের ভেতর 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ম্যানেজ করতে পারবেন।

ইউটিউব থেকে টাকা ইনকাম শুরু হয় কিভাবে?

আপনি তো জানতে চাইছি ইউটিউব থেকে আসলে কিভাবে ইনকাম শুরু হয় তাহলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে এডসেন্স সম্পর্কে। তাই আগে আমরা এডসেন্স এর সাথে পরিচয় হয়ে নিব।

গুগল এডসেন্স: গুগল এডসেন্স হলো বিজ্ঞাপনদাতা। অর্থাৎ বিজ্ঞাপনের রাজা বলতে পারেন। প্রতিনিয়ত এই অ্যাডসেন্সে হাজার হাজার বিজ্ঞাপন এসে যায়। অ্যাডসেন্সে হাজার হাজার ক্যাটাগরির বিজ্ঞাপন আপনি পাবেন। ইউটিউব থেকে ইনকাম করার জন্য অবশ্যই আপনাদেরকে এডসেন্স একাউন্টে প্রয়োজন হবে।

কারণ আপনি যখন ইউটিউব থেকে টাকা উত্তোলন করতে চাইবেন তখন এই এডসেন্স একাউন্ট খুবই কাজে লাগবে।কারন ইউটিউব যে ডলারগুলো সেগুলো অ্যাডসেন্সে জমা হবে এবং সেখান থেকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। আশাকরি এডসেন্স সম্পর্কে একটু হলেও ধারণা হয়েছে। এবার আমরা জানবো ইউটিউব থেকে কিভাবে ইনকাম শুরু হবে।

ইউটিউব থেকে ইনকাম শুরু কিভাবে: যখন আপনার চ্যানেল টি মনিটাইজেশন অন হয়ে যাবে। তখন আপনাকে একটি এডসেন্স একাউন্ট করতে হবে। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর অ্যাডসেন্স আপনার চ্যানেলে বিভিন্ন বিজ্ঞাপন দিবে। যখন আপনার এই বিজ্ঞাপনগুলো লোকেরা দেখবে তখন আপনার ইনকাম শুরু হবে।

মূলত ইউটিউব থেকে সাধারণত ইনকাম হয়। গুগল এডসেন্স এর বিজ্ঞাপন দ্বারা। আশা করি বোঝাতে পেরেছি কিভাবে ইউটিউব থেকে ইনকাম শুরু হয়। এবার আমরা জেনে নিব ইউটিউব থেকে ইনকাম সেটা কিভাবে উত্তোলন করবেন।

অনলাইনে ইউটিউবিং শুরু করবেন কিভাবে?

ইউটিউবিং: আপনার চ্যানেল তৈরী করা হয়ে গেলে আপনার কাজ হলো শুধু ইউটিউব এ ভিডিও আপলোড করা। শুধু ভিডিও আপলোড আপলোড করাই হল আপনার কাজ। তবে শুধু ভিডিও আপলোড করলেই হবেনা কিন্তু।

কারণ আপনার ভিডিওতে যদি কোন ভিউজ না আসে তাহলে লাভ কি হল? আপনার ভিডিও দেখতে যদি কেউ আগ্রহী না হয় তাহলে কি লাভ হলো আপনার? তাই ভালোভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করুন।

যেমন:

১ প্রতিটা ভিডিও এর কনটেন্টগুলো ভালো করার চেষ্টা করুন। যেন মানুষ দেখতে আগ্রহী হয়।

২ খারাপ বা অশ্লীল ভিডিও আপলোড করবেন না কখনোই।

৩ নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করুন যেন পাবলিকেরা আপনার চ্যানেল টি সাবস্ক্রাইব করে।

৪ যে ভিডিও তৈরি করবেন চেষ্টা করবেন ওই রিলেটেড সম্পর্কে সকল তথ্য ওই ভিডিওতে দেয়ার জন্য।

৫ টাইটেল দিলেন একরকম কিন্তু ভিডিওর কন্টেন হয়ে গেল আর একরকম এরকম কখনোই করবেন না। যেন ভিউয়ার্স রা বিরক্তিকর মনে করে।

৬ ভিডিওর থাম্বেল ও টাইটেল এবং ডেসক্রিপশন ও ভিডিওটি এসইও করে আপলোড করুন।

৭ ইউটিউব এর সকল গাইডলাইন ও নিয়ম নীতি মেনে ইউটিউব এ সকল কাজগুলো করুন।

আশা করি উপরোক্ত নিয়ম গুলো ফলো করলে আপনি ইউটিউবে করতে পারবেন সহজেই।

ইউটিউব থেকে কিভাবে টাকা উত্তোলন করবেন?

টাকা উত্তোলন ইউটিউব থেকে: ইউটিউব থেকে সরাসরি আপনি টাকা উত্তোলন করতে পারবেন না। আমি আগেই বলেছিলাম এডসেন্স এর কথা। ইউটিউব এর ইনকাম গুলো আপনার এডসেন্স একাউন্টে জমা হবে। সাধারণত এ প্রতিষ্ঠানগুলোতে সকল টাকাগুলো ডলারে পরিণত হয়। তাই আপনার ইউটিউব এর ইনকাম গুলো ডলার জমা হবে এডসেন্স একাউন্টে।

আপনার এডসেন্স একাউন্টে যখন 10 ডলার টাকা জমবে তখন আপনার এড্রেস টি ভেরিফাই করার জন্য আপনার এড্রেসে একটা চিঠি আসবে। ওই চিঠিতে শুধুমাত্র একটি কোড থাকবে আপনার এডসেন্স একাউন্টি ভেরিফাই করার জন্য। সেই চিঠির কটি যখন আপনি আপনার এডসেন্স একাউন্টে সাবমিট করবেন তখন আপনার একাউন্টি ভেরিফাই হয়ে যাবে।

অর্থাৎ আপনার এডসেন্স একাউন্টের এড্রেস টি ভেরিফাই হয়ে যাবে ‌। তখন আপনি আপনার দেশের ব্যাংক একাউন্ট এডসেন্স একাউন্টে এড করতে পারবেন।ইনকাম করতে করতে যখন আপনার একাউন্টে 100 ডলার জমবে তখন আপনি টাকা উত্তোলন করতে পারবেন।

তার জন্য আপনাকে আর কোন কাজ করতে হবে না। অর্থাৎ টাকা উত্তোলনের জন্য তাদের কাছে রিকুয়েস্ট অনুরোধ পাঠাতে হবে না।আপনার অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংক একাউন্ট যোগ করা থাকলে এই অটোমেটিক্যালি আপনার ব্যাংকে টান্সফার হয়ে যাবে টাকা। এটা হল সর্বপ্রথম টাকা উত্তোলন অ্যাডসেন্স থেকে। তারপর থেকে আপনি প্রতি মাসের টাকা প্রতি মাসে আপনার একাউন্টে পেয়ে যাবেন।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব এর টাকা হাতে পর্যন্ত পৌঁছায়। আমি step-by-step সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি কোন সমস্যা হয় কমেন্ট করতে একদমই ভুলবেন না।

গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ?

* ইউটিউব এ কাজ করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল এবং সৎ ভাবে কাজ করতে হবে।

* আপনি ইউটিউবের ভিডিওতে সব সময় মানুষের উপকারের কথা ভেবে ভিডিও তৈরি করবেন।

* ইউটিউবে কাজ করার জন্য অবশ্যই ইউটিউব এর গাইডলাইন ও নিয়ম-নীতিগুলো মেনে কাজ করবেন।

* আপনার ভিউয়ারস বা সাবস্ক্রাইব যারা তাদেরকে সব সময় হেল্প করার চেষ্টা করবেন যে কোন প্রয়োজনে।

* আপনি কি ইউটিউব এ কাজ করতে হলে, আপনার ভিতরে থাকতে হবে: ধৈর্যশীল, পরিশ্রমই, নতুনত্ব, ডেডিকেশন, সহ্য, ইচ্ছাশক্তি ইত্যাদি।

* কখনোই অন্য কারোর কন্টেন নিজের ইউটিউব চ্যানেলে ব্যবহার করা যাবে না।

* আপনার ভিডিওতে খারাপ বা অশ্লীল কোন কিছু রাখা যাবে না।

আশাকরি উপরের নিয়ম গুলো ফলো করে ইউটিউবে কাজ করলে, ইউটিউবিং করতে আপনার কোন সমস্যা হবে না। আপনি রিল্যাক্স ভাবেই ইউটিউব থেকে ইনকাম করতে পারেন উপরের নিয়ম গুলো অবলম্বন করে আপনি খুব সহজেই ইউটিউব এ সাকসেস হতে পারেন।

আর্টিকেল এর শেষ কথা

পরিশেষে বন্ধুরা আজকের আর্টিকেলটি এই পর্যন্তই।আমার আর্টিকেলটি সম্পূর্ণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আর্টিকেল থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না।

এই আর্টিকেল কৃত কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি,,, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। এই আশা ব্যক্ত করে আজকের মত বিদায় নিচ্ছি,, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post আপনি কি ইউটিউব থেকে ইনকাম করতে চান? দেখে নিন ইউটিউব থেকে ইনকাম করার সকল গাইডলাইন। appeared first on Trickbd.com.

স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ pdf download – ১ম ও ২য় খণ্ড (+ কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২১ pdf)

Posted:

স্মার্ট ইংলিশ স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ বই রিভিউঃ

ইংরেজী সাবজেক্ট টি হলো একটি ভয় ভীতির, খুবই শক্ত একটি সাবজেক্ট আমরা মনে করি, আর ইংরেজী ভাষা শেখা তো আরো শক্ত মনে হয় আমাদের নিকট। এই কঠিন বিষয়টাকে সহজ করার জন্যই এই বই আমাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। ইংরেজী ভাষাটা হলো সকল ভাষার প্রান, এই ভাষা ছাড়া বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা অসম্ভব।

ইংরেজী শেখার জন্য যদি একটি ভালো বই খুজেঁন আপনি তাহলে আমি কিছু না ভেবেই বলে দিবো আপনাকে যে স্মার্ট ইংলিশ স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ বইটা পড়েন। এই বইটি কেন আপনাকে আমি সজেস্ট করছি, কারণ হলো এই বইটিতে ভালোমনের মসলা রয়েছে।

যারা গ্রামারের হাজারো রুলস না পড়ে সংক্ষেপে ইংরেজী ভাষাটা কিছুটা শিখে ভাষাটার মজা উপভোগ করতে চান তাহলে আমি এ বহটাকে রেকমেন্ড করবো পড়ার জন্য। আর যদি আপনি গ্রামার অনুযায়ী সবকিছু স্টেপ বাই স্টেপ একটু একটু শিখে ইংরেজী ভাষাটাকে শিখতে চাচ্ছেন তাহলে আপনি ইংলিশ থেরাপি pdf বইটি পড়ুন। আমার দেখা
স্মার্ট ইংলিশ স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ বইটি একটি সেরা বই ইংরেজী শেখার জন্য।

এই বইটিতে রয়েছে ১০১ টি Basic English pattern, প্রতিটি প্যাটার্নের ভিতরে রয়েছে অনেক মিষ্টি মিষ্টি গুরুত্বপূর্ণ শর্ট সেন্টেন্স যা আয়ত্ত করা খুবই ইজি। এবং ইংরেজি বাক্য গঠন করার জন্য ৭০টি গুরুত্বপূর্ণ রুলস যেগুলো শেখা একান্তই জরুরী। আমরা ডায়ালগ পড়তে পছন্দ করি তাই লেখক ৫০০ টি কমন ইংরেজি ডায়ালগ এ বইয়ে দিয়েছেন। এছাড়াও বইটিতে রয়েছেঃ ১। ইংরেজি উচ্চারণ শেখার ৫০টি গুরুত্বপূর্ণ রুলস। ২। ১০০০টি গুরত্বপূর্ণ ভােকাবুলারি। ৩। ৫০০টি গুরুত্বপূর্ণ Idioms and phrases. ৪। ১০০টি গুরুত্বপূর্ণ Abbreviation
wajalcat (Speaking & vocabulary) ৫। ফ্রি অ্যাপ ব্যবহার করে ইংরেজি শেখার নিয়মাবলী। ৬। ইংরেজি বড় বাক্য তৈরির টেকনিক বা ফ্রিহ্যান্ড রাইটিং
ইংরেজীর কমন ভুল ও গ্রামাটিক্যাল রুল অনুযায়ী সংশােধন। ইত্যাদি ইত্যাদি।

বইয়ের নামঃ স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ
বইয়ের লেখকঃ ফরিদ আহমেদ
পৃষ্ঠা সংখ্যাঃ ১০৩২ টি।
বইয়ের ধরনঃ ইংরেজী শেখার বই
পিডিএফ সাইজঃ ৯ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Download Now

আরো পড়ুনঃ 👇

১। সবার জন্য ভোকবুলারি pdf বই download | মুনজেরিন শহীদ

২। কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২১ pdf এবং ৩ সেপ্টেম্বর চাকরি খবর pdf এবং চাকরির ডাক pdf

The post স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ pdf download – ১ম ও ২য় খণ্ড (+ কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২১ pdf) appeared first on Trickbd.com.

[Hot] Bkash Account থেকে ২০ টাকা Mobile Recharge করে ১০০% ক্যাশব্যাক নিয়ে নিন বিস্তারিত পোস্টে (শর্ত প্রযোজ্য)

Posted:

বিকাশ অ্যাপ থেকে অথবা *২৪৭# ডায়াল করে যেকোনো নাম্বারে ২০ টাকা মোবাইল রিচার্জ বিকাশ করলেই প্রতি মিনিটে প্রথম ৫ জন পাচ্ছেন ১০০% ক্যাশব্যাক অর্থাৎ ২০ টাকা ক্যাশব্যাক।

বিজয়ী গ্রাহক একবারই ক্যাশব্যাক পাবেন যা পাওয়া যাবে রিচার্জের পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে।

অফারটি চলবে ৯ সেপ্টেম্বর, ২০২১ (রাত ২৩ঃ৫৯টা) পর্যন্ত।

মোবাইল রিচার্জ করতে বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে মোবাইল রিচার্জ অপশন এ গিয়ে।

২০ টাকা মোবাইল রিচার্জ করতে হবে।

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

রবি সিমে ফ্রি 1GB নিয়ে নিন

 

ধন্যবাদ

The post [Hot] Bkash Account থেকে ২০ টাকা Mobile Recharge করে ১০০% ক্যাশব্যাক নিয়ে নিন বিস্তারিত পোস্টে (শর্ত প্রযোজ্য) appeared first on Trickbd.com.

গ্রামীণ কাস্টমার কেয়ারের সাথে লাইভে করুন চ্যাট?

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। গ্রামীন কাস্টমার কেয়ারের সাথে সরাসরি কথা কিভাবে বলবেন? কাস্টমার কেয়ারের সাথে যদি আমরা কল দিয়ে কথা বলি তাহলে, প্রতি মিনিটে প্রায় 10 টাকার উপরে টাকা কাটবে। যেটা খুবই খারাপ একটা ব্যাপার।

তাহলে কি কাস্টমার কেয়ারের সাথে কথা আমাকে কল দিয়ে বলতেই হবে? অন্য আর কি কোন উপায় নেই? হ্যাঁ বন্ধুরা আপনাকে কাস্টমার কেয়ারের সাথে কল দিয়ে করতে হবে না। গ্রামীন কাস্টমার কেয়ারের সাথে আপনি অন্য ভাবে কথা বলতে পারবেন। সেখানে আপনার খুব বেশি টাকা কাটবে না। বটে কিছু এমবি খরচ হতে পারে যেমন, ব্রাউজিং করার জন্য যত এমবি খরচ করতে হয়।

আপনি যদি তাদের সাথে 10 মিনিট কথা বলেন তাহলে, সর্বোচ্চ হলেও আপনার ফোনের এমবি মাত্র 1 থেকে 200 এমবি এর বেশি কাটবে না। হ্যা বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন। বিশ্বাস না হলে আজকে আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে থাকুন।

গ্রামীন কাস্টমার কেয়ারের সাথে কিভাবে অনলাইনে কথা বলবেন?

সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে তাদের সাথে কথা বলার জন্য সেটি হল: নিচের দেওয়া লিংকে ক্লিক করা।

গ্রামীন কাস্টমার কেয়ার

উপরের লিংকে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এই পেজের ভিতর প্রোফাইল এর মত চিহ্নিত অংশে ক্লিক করুন। খুজে না পেলে নিচের ফটোটি চিহ্নিত অংশে লক্ষ করুন।

আশা করি উপরের ফটোটি ভালোভাবে লক্ষ্য করেছেন এবং চিহ্নিত প্রোফাইল অংশটি পেয়েছেন। এ প্রোফাইল অংশে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন আরেকটি পেইজ আসবে। এই পেজে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তখন যে পেজটি ওপেন হবে সেটা হল নিচে লক্ষ করুন।

পেজ টি লোডিং হওয়ার পর আপনাকে একটি নাম এবং একটি ফোন নাম্বার দিতে বলবে। সর্বপ্রথম আপনি আপনার যেকোনো একটি নাম দিবেন এবং অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন। মনে রাখবেন ফোন নাম্বারে একটি কোড পাঠানো হবে। বোঝার জন্য নিচের ফটোটি লক্ষ করুন।

আপনার বা যে কোন একটি নাম দিয়ে এবং ফোন নাম্বার দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটি চার সংখ্যার কোড পাঠাবে। এই কোডটি ভ্যালিডিটি থাকবে তিন মিনিট। অর্থাৎ তিন মিনিটের ভিতর এই কোডটি আপনাকে সাবমিট করতে হবে।

তবে ভয় পাওয়ার কারণ নেই আপনি চাইলে রিসেন্ট করে আবার কোড টি নিয়ে আসতে পারেন। কোডটি আসলে আপনি চার সংখ্যার কোড বসিয়ে সাবমিট করবেন। বোঝার জন্য নিচের ফটোটি দেখতে পারেন।

সাবমিট বাটনে ক্লীক করলে নতুন একটি পেজ ওপেন হবে। এবং আপনারা এখান থেকে তাদের সাথে সরাসরি চ্যাট করতে পারবেন।একটা অটোমেটিক্যালি মেসেজ আসবে এবং আপনার সামনে একটি বক্স দেওয়া হবে। আপনার যে কোন ধরনের প্রশ্ন এবার তাদের কাছে বলতে পারেন।

তবে মনে রাখা দরকার তারা 24 ঘন্টা অ্যাকটিভ নাও থাকতে পারে। সবচেয়ে ভালো হয় আপনি যদি সকাল দশটার দিকে তাদের সাথে চ্যাট করেন তাহলে। তবে সঠিকভাবে বলা যাচ্ছে না তারা ইন্যাক্টিভ কখন থাকবে। তারা যদি বিজি থাকে তাহলে অটোমেটিক্যালি আপনার কোন কিছু লেখার পর মেসেজ আসবে।

এবং আপনাকে জানিয়ে দেয়া হবে তাদের কর্মটি। অর্থাৎ তারা যদি বিজি থাকি তাহলে সেটা মেসেজের মাধ্যমে চলে আসবে। আর যদি না থাকে তাহলে আপনার প্রশ্নের উত্তর দিবে। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন।

আমি যেভাবে আপনাদেরকে step-by-step শিখিয়ে দিলাম। এভাবে খুব সহজেই গ্রামীন কাস্টমার কেয়ারের সাথে আপনারা চ্যাট করতে পারবেন অনলাইনে। যদি কথা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আজকের আর্টিকেলটি এই পর্যন্তই।

আমার আজকের আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। যদি আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না কেমন লাগলো জানাতে!! সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন,, এই আশা ব্যক্ত করে আজকের মত বিদায় নিচ্ছি,,,, সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post গ্রামীণ কাস্টমার কেয়ারের সাথে লাইভে করুন চ্যাট? appeared first on Trickbd.com.

ssc 21 এর জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(7 th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2021 এর জীববিজ্ঞান ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 2021

জীববিজ্ঞান এর ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

জীববিজ্ঞান এর সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

Read More

এই সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন। bdtechtuner.com

Read More

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রচনা

খোদা হফেজ।

The post ssc 21 এর জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(7 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments