Search box..

{Paid Course Free} বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল ‘মায়াজাল’ এর ইউটিউব মার্কেটিং কোর্স নিয়ে নিন সম্পূর্ণ ফ্রীতে{পর্ব ৪}

{Paid Course Free} বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল ‘মায়াজাল’ এর ইউটিউব মার্কেটিং কোর্স নিয়ে নিন সম্পূর্ণ ফ্রীতে{পর্ব ৪}


{Paid Course Free} বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল ‘মায়াজাল’ এর ইউটিউব মার্কেটিং কোর্স নিয়ে নিন সম্পূর্ণ ফ্রীতে{পর্ব ৪}

Posted:

 

আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

 

“মায়াজাল” এই নামটি আমরা একবার না একবার অবশ্যই শুনেছি।

 

কারণ বাংলাদেশের মধ্যে মায়াজাল চ্যানেলে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার আছে।

 

যারা বর্তমানে ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখে,তারা সবসময় জানার চেষ্টা করে বড় বড় ইউটিউবাররা কিভাবে এতো কোয়ালিটি সমৃদ্ধ ভিডিও বানায়,এতো টপিক কিভাবে খুজে পায় ইত্যাদি ইত্যাদি।

 

কিন্তু বেশিরভাগ ইউটিউবাররা তাদের এই গোপন টেকনিক গুলো শেয়ার করে না।

 

কিন্তু মায়াজাল চ্যানেলের অ্যাডমিন এই সুযোগ আমাদের করে দিয়েছে।

 

প্রায় অনেক মাস পূর্বে তিনি মাত্র ১০০ জনকে ইউটিউব মার্কেটিং এর ওপর কোর্স করায়।

 

আর যেই কোর্স দেখা প্রত্যেক নতুন ইউটিউবার দের জন্য অনেক জরুরি।কারণ এতে তাদের সামনের ইউটিউবার হওয়ার পথ সহজ হবে।

 

তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মায়াজাল চ্যানেলের ইউটিউব মার্কেটিং কোর্স সম্পূর্ণ ফ্রীতে।

 

Download link:-

1. MEGA

 

2. Drive

 

এসব ফ্রি কোর্স গুলো আপনাদের দ্রুত ডাউনলোড করার অনুরোধ রইলো।নাহলে যেকোনো সময় কপিরাইট কারণে লিংক গুলো ডেড হয়ে যেতে পারে।

 

যদি আপনারা এই পোস্ট থেকে কোনো উপকার পেয়ে থাকেন,তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।

 

আমার পূর্বের কিছু কোর্সঃ-

 

{Paid Course Free}এবার নিয়ে নিন সেরা কিছু Wifi Hacking পেইড কোর্স সম্পূর্ণ ফ্রিতে{পর্ব ৩}

 

{Paid Course Free}এবার নিয়ে নিন Blackhat Pakistan এর কয়েক হাজার টাকা মূল্যের পেইড কোর্স সম্পূর্ণ ফ্রিতে{পর্ব ২}

 

 

{Paid Course Free}এবার নিয়ে নিন Technical Sagar এর চারটি পেইড কোর্স সম্পূর্ণ ফ্রিতে{পর্ব ১}

 

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,নিয়মিত নামাজ আদায় করবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন সবসময়|

আল্লাহ হাফেজ

 

The post {Paid Course Free} বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল ‘মায়াজাল’ এর ইউটিউব মার্কেটিং কোর্স নিয়ে নিন সম্পূর্ণ ফ্রীতে{পর্ব ৪} appeared first on Trickbd.com.

ব্লগিং করে অনলাইন থেকে ইনকাম করবেন যেভাবে (নতুনদের জন্য)

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বর্তমান এই সময়ে ব্লগিং করে অনলাইনে আয় করা খুবই জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি উপায়। আপনারা যে কেউ চাইলেই ব্লগিং করে অনলাইন থেকে আয় করতে পারেন। ব্লগিং করে বর্তমান সময়ে নিজের ক্যারিয়ার কে বেছে নিয়েছে হাজার হাজার লোক।

কারণ ব্লগিং করে লক্ষাধিক টাকার উপরে অনলাইন থেকে আয় করা সম্ভব। তাই আপনিও চাইলে আপনার অবসর সময়েে ব্লগিং করে অনলাইন থেকে ইনকাম করতে পারেন। আজকের এই ছোট্ট আর্টিকেল থেকে আমরা, অনলাইনে ব্লগিং করে কিভাবে আয় করা যায় এ বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

ব্লগিং করে অনলাইন থেকে কিভাবে ইনকাম করবেন?

ব্লগিং করে আয় : বর্তমান সময়ে আপনারা খুব সহজেই ব্লগিং করে অনলাইন থেকে আয় করতে পারেন। ব্লগিং করার জন্য আপনাকে একটি প্ল্যাটফর্ম খুলতে হবে। এরপর এ প্লাটফর্মে আপনাকে আর্টিকেল পাবলিশ করতে হবে। তবে আর্টিকেলগুলো ইউনিক এবং নিজের লেখা হতে হবে সম্পূর্ণ।

ব্লগিং কি: ব্লগিং হলো আপনার আর্টিকেল লেখা অথবা পোস্ট করা। এই আর্টিকেল আপনাকে প্রকাশ করতে হবে আপনার তৈরি করা প্লাটফর্মে। আর এই প্লাটফর্ম হল একটি ওয়েবসাইট। অর্থাৎ আপনার ওয়েবসাইটে আপনি নিজেই ইউনিক আর্টিকেল লিখে ব্লগিং করতে হবে। আশা করি ব্লগিং সম্পর্কে একটু হলেও ধারণা চলে এসেছে।

ব্লগিং করে ইনকাম : বর্তমান সময়ে ব্লগিং করে আয় করার জন্য আপনাকে বড় কোন কোম্পানির সাথে যুক্ত হতে হবে। সবচেয়ে জনপ্রিয় দুটি কোম্পানির নাম হল ওয়ার্ডপ্রেস এবং ব্লগার।আপনি যদি ব্লগিং করতে চান তাহলে আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে সর্বপ্রথম।

ওয়েবসাইটটি তৈরি করার পর আপনার কাজ হলো এই ওয়েবসাইটে আর্টিকেল লেখা। আপনার ইচ্ছা অনুযায়ী ক্যাটাগরিতে আপনি ইউনিক আর্টিকেল পাবলিশ করতে পারেন।যেহেতু প্লাটফরমটি সম্পূর্ণ আপনার নিজের এবং আপনি নিজেই ব্লগিং করতে চাচ্ছেন, তাই ইচ্ছা অনুযায়ী ক্যাটাগরি তৈরি করে আপনি আর্টিকেল লিখতে পারেন।

ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা প্রয়োজন

একটি কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে তিনটা জিনিসের খুবই প্রয়োজন।এককথায় এর তিনটি জিনিস ছাড়া ওয়েবসাইট তৈরি করা অসম্ভব এর মত।

এক নম্বরে একটি থিম দরকার ওয়েবসাইট তৈরি করার জন্য।

দুই নম্বরে একটি হোস্টিং দরকার ওয়েবসাইট এর জন্য।

তিন নম্বরে একটি ডোমেইন দরকার ওয়েবসাইটের জন্য।

থিম কি এবং এর কাজ কি: একটি ওয়েবসাইটে থিম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার ওয়েবসাইট এর সৌন্দর্য, সাজাতে, মানুষকে মুগ্ধ করতে পারে থিম। আর এই সিম দিয়ে আপনার ওয়েবসাইটটি প্রফেশনাল ভাবে সাজাতে হবে। থিম ছাড়া আপনার ওয়েবসাইট সৌন্দর্য বৃদ্ধি পাওয়া খুবই মুশকিল। তাই একটি ওয়েবসাইটের জন্য থিম খুবই গুরুত্বপূর্ণ। যা আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে দারুণ চমৎকার সৌন্দর্য।

হোস্টিং কি এবং এর কাজ কি: হোস্টিং হল একটা স্থান বা জায়গা। ধরুন আপনি ব্লগিং করবেন, এই ব্লগিং করার জন্য সর্বপ্রথম আপনার একটি জায়গা প্রয়োজন হবে। তারপর সে জায়গাটি সংরক্ষণ করার জন্য একটা জিনিস প্রয়োজন হবে । যেমন আপনি ওয়েব সাইটে বিভিন্ন ভিডিও, ছবি এবং আর্টিকেল পাবলিশ করবেন।

এই আপনার ছবি ভিডিও আর্টিকেল সংরক্ষণ করার জন্য যে জিনিসের প্রয়োজন সেটা হল হোস্টিং। এই হোস্টিং ছাড়া আপনার ওয়েবসাইট থেকে আর্নিং করা অসম্ভব।তাই একটি ওয়েবসাইটের জন্য হোস্টিং এর প্রয়োজনীয়তা অনেক বেশি। আশাকরি বুঝতে পেরেছেন হোস্টিং এর কাজ কি এবং হোস্টিং আপনার কি করবে।

ডোমেইন কি এবং এর কাজ কি: ডোমেন হলো আপনার নাম না ভাই আপনার ওয়েবসাইটের নাম। কিছু মনে করবেন না একটু মজা করছিলাম! আসলে আপনার ওয়েবসাইটের নাম ইউনিক না হলে কেমন হয় বলেনতো!। আপনি ধরুন ওয়ার্ডপ্রেসে যুক্ত হয়ে একটি প্লাটফর্ম তৈরি করেছেন। তখন আপনার ওয়েবসাইটের অথবা ডোমেইনের নাম হবে ধরুন, trickbd. wordpress.com ।

এটাই হলো আপনার ডোমেইন এর নাম। এখন আপনি বলুন তো আপনার ডোমেইন এর নাম এত বড় হলে মানাবে কি? আপনার ওয়েবসাইটটি নাম যদি হতো trickbd.com তাহলে কেমন হতো? নিশ্চয়ই আপনার ডোমেইন এর নাম আপনি পছন্দ করতেন অথবা অন্য কেউ পছন্দ করত এককথায় ইউনিক হত। এবং খুব সহজেই যে কেউ আপনার ওয়েবসাইটের নাম মনে রাখতে পারতো এবং খুব সহজেই সেখানে চলে আসতো।

এখন আপনার এই ওয়েবসাইটটি এভাবে পরিবর্তন করবে ডোমেইন। অনলাইনে এদেরকে মাস্টার ডোমেন বলা হয় যেমন, .com
.net .org .xyz .info .in ইত্যাদি।

ব্লগিং করে অনলাইন থেকে ইনকাম করবেন যেভাবে?

এখন আপনি ব্লগিং করে অনলাইন থেকে কিভাবে আয় করবেন সেটা ভাবছেন তাই না! আমি একেবারে সংক্ষিপ্ত আকারে এ সম্পর্কে একটু নলেজ দিয়ে দিব। যার ফলে ব্লগিং করে আয় করা সম্পর্কে বিস্তারিত নলেজ আপনার ভিতর চলে আসবে! ‌ তার জন্য আমরা একটি উদাহরণ যে সম্পর্কে জানার চেষ্টা করব।

ধরুন আপনি একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এই প্ল্যাটফর্মে এখন আপনাকে আর্টিকেল লেখালেখি করতে হবে। এর জন্য আপনি এ আর্টিকেলে বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করলেন।নির্দিষ্ট পরিমাণ কিছু সংখ্যক আর্টিকেল লেখা হয়ে গেলে। আপনি গুগল এডসেন্সে আপনার ওয়েবসাইটটি এপ্লাই করতে পারেন আর্নিং এর জন্য।

গুগোল অ্যাডসেন্স আপনার ওয়েবসাইটটি রিভিউ করবে এবং তাদের নিয়ম কানুন অনুযায়ী আপনার ওয়েবসাইটটি থাকলে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। তারপর আপনার ওয়েবসাইট এ বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পারবেন। এই বিজ্ঞাপন দ্বারা আপনার ইনকাম আসতেই থাকবে। যত লোক আপনার ওয়েব সাইটের বিজ্ঞাপন গুলো দেখবে ততো আপনার ইনকাম আসবে।

বিজ্ঞাপন দ্বারা এখন যে ইনকাম আসছে সেগুলো সব গুগোল অ্যাডসেন্সে জমা হবে। জমা হতে হতে যখন আপনার একাউন্টে 10 ডলার হবে তখন, গুগল থেকে আপনার অ্যাড্রেসের একটি চিঠি পাঠানো হবে। এবং এই সিটিতে একটি কোর্ট থাকবে যেটা গুগোল অ্যাডসেন্সে সাবমিট করতে হবে। গুগোল অ্যাডসেন্সে কোড সাবমিট করলে আপনার এড্রেসটি ভেরিফাই হয়ে যাবে গুগোল অ্যাডসেন্সে।

তারপর আপনি চাইলে আপনার দেশের যেকোন ব্যাংক এড করতে পারেন গুগোল অ্যাডসেন্সে। ইনকাম করতে করতে যখন আপনার গুগোল অ্যাডসেন্সে আর্নিং আসবে 100 ডলার। তখন ওই টাকা অটোমেটিক্যালি আপনার ব্যাংক একাউন্টে তারা পাঠিয়ে দিবে। আর এভাবেই আপনি অনলাইনে গুগল এডসেন্সের মাধ্যমে আয় করতে পারেন।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে ব্লগিং করে আয় করতে হয় সেটা। আপনাকে একটা প্ল্যাটফর্মের যুক্ত হয়ে সেখানে ব্লগিং করে খুব সহজে গুগল এডসেন্সের মাধ্যমে অনলাইনে আয় করতে পারেন। যেটা সবার জন্য উন্মুক্ত তবে আপনার বয়স অথবা আপনার জিমেইল এর বয়স 18 থাকতে হবে। তাহলে যে কেউ চাইলেই ওই জিমেইল দ্বারা ব্লগিং করে অনলাইন থেকে আয় করতে পারে।

গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ

১ ব্লগিং করতে হলে, আপনার যেকোনো প্ল্যাটফর্মের যুক্ত হয়ে কাজ করতে হবে যেমন: ব্লগার অথবা ওয়ার্ডপ্রেস ইত্যাদি।

২ এই প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হওয়ার পর একটি ওয়েবসাইট তৈরি করতে হবে এবং নিয়মিত আর্টিকেল লিখতে হবে।

৩ অন্য কারোর আর্টিকেল কপি পেস্ট করা যাবে না সম্পূর্ণ আর্টিকেল নিজের এবং ইউনিক হতে হবে।

৩ আর্টিকেল কমপক্ষে শুরুর দিকে সর্বনিম্ন 400 শব্দ থেকে শুরু করে যত পর্যন্ত বাড়াতে পারেন ততো ভালো।

৪ ব্লগিং করার জন্য ‌ যে নিয়মিত গাইডলাইন রয়েছে সেগুলো জানতে হবে এবং সম্পূর্ণ মেনেই আপনাকে কাজ করতে হবে।

৫ আর্টিকেলগুলো মানুষের উপকারে আসবে এ ধরনের আর্টিকেল সাবমিট করতে হবে।

৬ মানুষের অপ্রয়োজনীয়’ অশ্লীল খারাপ অথবা সমাজে আঘাত আনে এইধরনের কোনো কিছুই ওয়েবসাইটে রাখা যাবে না।

৭ নিজের ইচ্ছেশক্তি সততা ও টেকনিক খাটিয়ে সব সময় নতুন নতুন প্রয়োজনীয় আর্টিকেল আপনার প্লাটফর্মে পাবলিশ করতে হবে।

৮ নিজের ডেডিকেশন, নিজের ইচ্ছেশক্তি, পরিশ্রমই, সততা, সহ্য, ধৈর্য, নতুনত্ব ইত্যাদি নিয়ে আপনার ওয়েবসাইটে কাজ করতে হবে।

পরিশেষে বন্ধুরা আজকে এয়ারটিকেল থেকে আমরা ব্লগিং করে কিভাবে আয় করা যায় এ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করলাম। এবং উপরের যে পরামর্শ গুলো দেওয়া হয়েছে এগুলো মেনে ব্লগিংয়ে আপনাকে অবশ্যই কাজ করতে হবে। তাহলে আপনারা সবাই ব্লগিং করে নিশ্চিত আয় করতে পারবেন।

আর্টিকেল সম্পর্কিত কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট এর মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। কোথাও ভুল ত্রুটি হলে বাজে কমেন্ট না করে জানিয়ে দিবেন। আর আর্টিকেল মনোযোগ সহকারে না পড়ে কেউ আজে বাজে কমেন্ট করবেন না। আজকের আর্টিকেলটি এ পর্যন্তই। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post ব্লগিং করে অনলাইন থেকে ইনকাম করবেন যেভাবে (নতুনদের জন্য) appeared first on Trickbd.com.

শেখ মুজিব আমার পিতা Pdf download – byশেখ হাসিনা

Posted:

শেখ মুজিব আমার পিতা বই রিভিউঃ

একশত এগার পৃষ্ঠার বইটি জুড়ে রয়েছে লেখকের জীবন, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এরসাথে আরো অনেক ব্যক্তির কথা। বইটিতে চারটি মুল খন্ড এবং দশটি মূল প্রবন্ধ রয়েছে।

বইটির শুরুতেই রোমাঞ্চকর বর্ণনায় রচিত হয় একটি নদীর নাম,বইগার নদী। তারপর সেই টুঙ্গিপাড়া গ্রাম থেকে শুরু হয় লেখকের দুরন্তপনা শৈশবের স্মৃতিচারণ, বেড়ে ওঠার গল্প, গ্রামীণ জীবনের বর্ণনা।
তারপরে আস্তে আস্তে রোমাঞ্চকর স্মৃতি রোমন্থন হয়ে উঠে দুর্বিষহ যা আপনি পড়লেই বুঝতে পারবেন।

লেখিকার পিতা আমাদের জাতির জনকের রাজনৈতিক জীবন সম্পর্ক জানলেও এমন কিছু বর্ণনা করা হয়েছে যার সম্পর্কে বঙ্গবন্ধুর ব্যাক্তিজীবন ও তিনি বাবা হিসেবে কেমন ছিলেন তা জানতে পারবেন।
মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাক্তিজীবন ও চাঞ্চল্যের শৈশব সম্পর্কে, জানতে পারবেন শেখ মুজিব এবং সেনাবাহিনীর প্রতি তাঁর অবদান সম্পর্কে, ইতিহাসের জগণ্যতম হত্যাকান্ডের চিত্রও এখানে তুলে ধরা হয়েছে, লেখা আছে বায়ান্নের কথা, একাত্তরের বাস্তব গল্প, পঁচাত্তরের করুণ মৃত্যুর মর্মান্তিক স্মৃতি।

এই বইয়ে কিছু বিশেষ ব্যাক্তিদেরকে বিশেষভাবে জানতে পারবেন লেখিকার মাধ্যমে। তাঁরা হলেন ড.আব্দুল মতিন চৌধুরী, বেগম জাহানারা ইমাম, নুর হোসেন। এছাড়াও রয়েছে লেখক পরিবার সদস্য সহ আরো অনেক মানুষের কথা। বইটির শেষাংশে রয়েছে একানব্বইয়ের ডায়েরি। যাতে রয়েছে ১০ টি স্মৃতিকথন।

বঙ্গবন্ধু সম্পর্কিত অসংখ্য বই রয়েছে, কিন্তু শেখ মুজিব আমার পিতা এই বইটির আলদা একটা বিশেষত্ব রয়েছে কেননা এ বই স্বয়ং বঙ্গবন্ধুর কন্যা লিখেছেন। পিতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, দায় ও দায়িত্ববোধ আপনহাতে লিখে জানিয়ে দিয়েছেন প্রজন্মকে।

শেখ হাসিনা রাজনৈতিক জীবনে বিশ্ব পরিচিত হলেও তিনি লিখালিখিতে সমৃদ্ধ নয় বলে লেখক হিসেবে খুব বেশি পরিচিত নন, তবে শেখ মুজিব আমার পিতা বইটির শব্দচয়ন, বাক্য বিন্যাস এবং সাবলীল প্রকাশ থেকে উনাকে নতুন করে জানতে পারবেন।

বইয়ের নামঃ শেখ মুজিব আমার পিতা
বইয়ের লেখকঃ শেখ হাসিনা
পৃষ্ঠা সংখ্যাঃ ১১১ টি।
বইয়ের ধরনঃ রাজনীতি বিষয়ক বই
পিডিএফ সাইজঃ ১১ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download

আরো পড়ুনঃ 👇

১। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে – শেখ হাসিনা pdf download
২। দারিদ্র্য দূরীকরণ: কিছু চিন্তাভাবনা Pdf download
৩। সাদা কালো Pdf download – শেখ হাসিনা

The post শেখ মুজিব আমার পিতা Pdf download – byশেখ হাসিনা appeared first on Trickbd.com.

অনলাইন থেকে ইনকাম করার সহজ উপায়

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। অনলাইন থেকে ইনকাম করার অনেক উপায় রয়েছে। তবে আমরা অনেকেই সহজ কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে বেশি ভালোবাসি।

আজকেরে আর্টিকেলে আমরা অনলাইন থেকে ইনকাম করার সহজ কিছু মাধ্যম নিয়ে আলোচনা করব। অনলাইন থেকে ইনকাম করার সবচেয়ে উপযোগী ও সহজ উপায় নিয়েই আজকের পোস্ট।যদি আর্টিকেলটি পড়তে ইচ্ছুক হন অবশ্যই একটু মনোযোগ সহকারে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়বেন।

অনলাইন থেকে ইনকাম করার সহজ উপায়?

প্রথম উপায়ঃ

অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে আয়: অনলাইন থেকে ইনকাম করার সবচেয়ে সহজ একটি মাধ্যম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আপনার যদি কোন ধারনা না থাকে তাহলে, হয়তোবা প্রথম প্রথম আপনার কাছে কঠিন মনে হবে।তবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে আয় সম্পর্কে বিস্তারিত নলেজ চলে আসলেই, আশা করি অনেক সহজ মনে হবে।

অ্যাফিলিয়েট মার্কেটিং কি: অ্যাফিলিয়েট মার্কেটিং হল কোন কোম্পানির সার্ভিস অথবা প্রোডাক্ট প্রচার করা। অ্যাফিলিয়েট মার্কেটিং হল কোন কোম্পানির প্রডাক্ট প্রচার করতে হবে। আপনার প্রচারকৃত পণ্য অথবা প্রোডাক্ট কেউ ওই কোম্পানি থেকে ক্রয় করলে, কম্পানি হতে আপনার একাউন্টে কিছু বোনাস অথবা কমিশন দেয়া হবে।

এফিলিয়েট মার্কেটিং করে আয় করার জন্য যা যা প্রয়োজন?

অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম: সাধারণত অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার জন্য বেশকিছু জিনিস আপনার থাকতে হবে। তা না হলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করা সম্ভব হবে না।

*কম্পিউটার অথবা ডেস্কটপ বা পিসি অথবা স্মার্টফোন থাকতে হবে।

*অনলাইনে থাকার জন্য ইন্টারনেট কানেকশন অথবা ওয়াইফাই থাকতে হবে।

*নিজের ইচ্ছেশক্তি, পরিশ্রম, ধৈর্য, সততা ইত্যাদি আপনার ভিতরে থাকতে হবে।

উপরের এই জিনিসগুলো আপনার কাছে থাকলে অবশ্যই আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে আয় করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য সর্বপ্রথম আপনাকে কোন কোম্পানির সাথে যুক্ত হতে হবে। ওই কোম্পানি থেকে আপনাকে একটি লিংক দেওয়া হবে।

আপনাকে এই লিঙ্ক প্রচার করতে হবে । এখন আপনার লিংক অনেক জায়গায় শেয়ার করতে হবে,আপনার দেওয়া লিংকে ক্লিক করে যদি কেউ ওই কোম্পানি থেকে কোন প্রোডাক্ট ক্রয় করে। তাহলে ওই কোম্পানি থেকে আপনার একাউন্টে টাকা জমা হবে।নির্দিষ্ট পরিমান টাকা আপনার একাউন্টে জমা হলেই ওই টাকা আপনি তুলে নিতে পারবেন।

বর্তমান সময়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি প্লাটফর্ম হল অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আপনারা চাইলে এই প্ল্যাটফর্মের যুক্ত হয়ে অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে খুব সহজে আয় করতে পারেন। তার জন্য আপনাকে তাদের নিয়ম নীতি গুলো দেখতে হবে এবং মেনে কাজ করতে হবে। তাহলেই আপনি অনলাইন থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারেন।

দ্বিতীয় উপায়ঃ

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইন থেকে আয়: ফ্রিল্যান্সিং বিশ্বের সবথেকে বড় একটি প্লাটফর্ম অনলাইনে আয় করার জন্য। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং করে মাসে লাখ লাখ টাকা আয় করা কোন ব্যাপারই না।আর আপনি যদি অনলাইনে ফ্রিল্যান্সিং করে আয় করতে চান তাহলে, আপনার ভেতর কিছু যোগ্যতা থাকতে হবে। এই যোগ্যতা না থাকলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না।

যেমনঃ গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডেভলপ, ভিডিও এডিটিং, অ্যাপ্লিকেশন ডেভেলপ ইত্যাদি সহ আরো অনেক কাজ রয়েছে ফ্রিল্যান্সিংয়ে। ফ্রিল্যান্সিং করার জন্য এই ধরনের কিছু যোগ্যতা আপনাকে ধরে থাকতে হবে। তাহলে খুব সহজেই আপনারা ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে আয় করতে পারবেন।

ফ্রিল্যান্সিং করে কিভাবে আয় করা যায়?

ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে আয় করবেন এ বিষয়টা আমি একটি উদাহরনের মাধ্যমে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। ধরুন আপনার একটি কোম্পানি আছে। এখন আপনার কোম্পানির একটি লোগো তৈরি করতে হবে। এর জন্য আপনাকে কাউকে দিয়ে এই লোগোটি বানিয়ে আনতে হবে।

এখন আপনার কোম্পানির লোগো আপনি প্রচার করার মাধ্যমে একজন আপনার কাজটি করে দিতে রাজি হল। এবং ওই ব্যক্তি আপনার প্রয়োজনীয় লোগো তৈরি করে দিল। এখন যে লোগোটি তৈরি করে দিল সে হল ফ্রিল্যান্সার। আর আপনি ছিলেন ক্লাইন্ট। সাধারণত ফ্রিল্যান্সিং এভাবেই অনলাইন থেকে করা হয়।আশাকরি বুঝতে পেরেছেন ফ্রিল্যান্সিং কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করে অনলাইনে আয় করতে পারবেন।

তৃতীয় পদ্ধতিঃ


ইউটিউবিং করে অনলাইন থেকে আয়: অনলাইনে আজকাল ইনকাম করার সবচেয়ে সহজ মাধ্যম হলো ইউটিউবিং করে আয়। যে কেউ চাইলেই ইউটিউবিং করে অনলাইন থেকে আয় করতে পারে। ইউটিউবিং করতে কোন যোগ্যতা লাগেনা।যোগ্যতা এমনিতেই ইউটিউবিং শুরু করতে করতেই হয়ে যাবে এর জন্য এক্সট্রা কোন যোগ্যতার প্রয়োজন নেই।

ইউটিউব থেকে টাকা কিভাবে ইনকাম করা যায়?

ইউটিউব থেকে ইনকাম: ইউটিউবে সাধারণত ইনকাম করার জন্য আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর সাথে যুক্ত হতে হবে। ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর সাথে যুক্ত হয়ে খুব সহজেই আপনি ইউটিউব থেকে আর্নিং করতে পারেন। এই ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর সাথে যুক্ত হওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। তাহলে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর সাথে যুক্ত হওয়ার আবেদন করতে পারবেন।

ইউটিউব পার্টনার প্রোগ্রাম হয় শর্তসমূহ: প্রথমত আপনার ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইব হতে হবে। এবং দ্বিতীয়তো আপনার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। এই দুটি শর্ত বারো মাসের ভিতরে পূরণ করতে পারলেই, আপনি মনিটাইজেশন এর জন্য আবেদন করতে পারেন।অর্থাৎ ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর সাথে যুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারেন।

আপনার আবেদনটি কিছুদিনের মধ্যেই জিমেইল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।যদি আপনার চ্যানেল টি তাদের শর্তসাপেক্ষে নিয়মগুলো মেনে থাকে অবশ্যই মনিটাইজেশন পেয়ে যাবেন। মনেটিজেশন মানে আপনি ইউটিউব থেকে ইনকাম এর উপযোগী এবং শুরু করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম অনলাইন থেকে করতে পারেন।

চতুর্থ পদ্ধতিঃ


ব্লগিং করে অনলাইনে আয়: বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অনলাইন থেকে আয় করার একটি মাধ্যম হলো ব্লগিং করে ইনকাম। আপনি চাইলেই খুব সহজে একটি ওয়েবসাইট তৈরি করে নিজে ব্লগিং করে অনলাইন থেকে আয় করতে পারেন। ব্লগিং মানে লেখালেখি বা আর্টিকেল লেখা। আর এই ব্লগে লেখালেখি করার জন্য আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে।

আর এই ওয়েবসাইট তৈরি করার পর আপনাকে অনেকগুলো ইউনিক পোস্ট করতে হবে। আপনার পোস্ট গুলো কপি মুক্ত হলে এবং ইনকাম করার উপযোগী হলে এডসেন্স এর জন্য আপনি আবেদন করতে পারেন। আপনার ওয়েবসাইটটি যদি এডসেন্সের নিয়ম নীতি গুলো মানার উপযোগী হয় তাহলে, আপনার আবেদনটি একসেপ্ট হবে অর্থাৎ এডসেন্স এপ্রুভ হয়ে যাবে।

আর আপনার এডসেন্স এপ্রুভ মানে অনলাইন থেকে আয় শুরু। অ্যাডসেন্সে অ্যাপ্রভে হলে আপনার ওয়েবসাইটে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে আপনি আয় করে নিতে পারেন। যত লোক আপনার ওয়েব সাইটের বিজ্ঞাপন গুলো দেখবে গুগোল অ্যাডসেন্সে ততো আপনার ইনকাম হবে।আর আপনার গুগল এডসেন্স একাউন্টে 10 ডলার হলেই গুগল থেকে একটি চিঠি আসবে আপনার এড্রেসে।

চিঠিতে আসা কৃত কোডটি সাবমিট করলেই অ্যাডসেন্সে আপনার এড্রেস টি ভেরিফাই হয়ে যাবে। তারপর যখন গুগোল অ্যাডসেন্সে 100 ডলার জমবে তখন, সে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে তুলে নিতে পারবেন।আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ব্লগিং করে অনলাইন থেকে খুব সহজেই আয় করতে পারবেন সেটা।

পরিশেষে বন্ধুরা আজকের আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই এই আর্টিকেল একটি লাইক দিবেন। যদি আর্টিকেল সম্পর্কিত কোনো মতামত অথবা প্রশ্ন থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।আজকের আর্টিকেলটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

The post অনলাইন থেকে ইনকাম করার সহজ উপায় appeared first on Trickbd.com.

দেখে নিন অষ্টম শ্রেণীর ১৮তম এসাইনমেন্টের গণিত সমাধান [java user must see]

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি ।

আজ সকালেই ট্রিকবিডিতে সকল শ্রেণীর ১৮তম সপ্তাহের এসাইনমেন্ট দিয়েছিলাম । আর এখন আমি ১৮তম সপ্তাহের সমাধান দিতে এলাম । সকল শ্রেণীর এসাইনমেন্ট সমাধান একসাথে দেওয়া আমার পক্ষে অসম্ভব । তাই অনেক দুঃখিত ।

তো অনেকেই হয়তো বুঝে ফেলেছেন যে আজ আমি কোন শ্রেণীর এসাইনমেন্ট দিতে যাচ্ছি । এখন আমি ৮ম শ্রেণীর গণিতের এসাইনমেন্টের সমাধান দিতে যাচ্ছি ।

৮ম শ্রেণীর ১৮তম সপ্তাহের এসাইনমেন্টটি নিচের ছবিতে দেওয়া হলো ;

অষ্টম শ্রেণীর এসাইনমেন্ট সমাধান নিচের ছবিগুলোতে দেওয়া হলো ;

বিশেষ দ্রষ্টব্য :- শিক্ষাথীরা নিজ নিজ স্কুলের শিক্ষকদের নিদেশে এসাইনমেন্ট জমা দেবে ।

এসাইনমেন্ট সমাধান :-





পরবতী পোস্টগুলোতে অন্যান্য এসাইনমেন্টগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব । ততোদিন ট্রিকবিডির সাথে থাকুন ।

The post দেখে নিন অষ্টম শ্রেণীর ১৮তম এসাইনমেন্টের গণিত সমাধান [java user must see] appeared first on Trickbd.com.

ইউটিউব কিভাবে আবিষ্কার হয়েছে? (আপনি কি জানেন?)

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

ইউটিউব হলো সারাবিশ্বের ভিডিও শেয়ারিং এবং দেখার সবথেকে বড় প্ল্যাটফর্ম। এমনকি গুগোল এর পরেই ইউটিউব এর স্থান রয়েছে। আমরা হয়তো অনেকেই ইউটিউবে নানা বিষয়ে ভিডিও দেখে থাকি।কারণ ইউটিউবে প্রায় সকল ক্যাটাগরির ভিডিওর বর্তমানে রয়েছে। বলিউড, হলিউড, প্রযুক্তি, ইসলামিক, কার্টুন, ফানি ইত্যাদি সহ আরো নানা ধরনের ভিডিও ইউটিউবে রয়েছে।

তবে আমরা কি জানি ইউটিউব কে তৈরি করেছিল বা কোথা থেকে তৈরি হয়েছিল?আজকের এই ছোট্ট আর্টিকেলে আমরা ইউটিউব এর ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব।যদি আপনি আর্টিকেলটি পড়তে ইচ্ছুক থাকেন অবশ্যই মনোযোগ সহকারে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়বেন। তাহলে ইউটিউব এর ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আশা করি।

ইউটিউব কে আবিষ্কার করেন ?

ইউটিউব তিন বন্ধু মিলে আবিষ্কার করেছিল। তাদের নাম হলোঃ Jawed Karim, Steve Chen, Chad Hurley এরাই হল ইউটিউব এর আবিষ্কারক।

ইউটিউব 2005 সালের 14 ই ফেব্রুয়ারি তিন বন্ধু মিলে রেজিস্ট্রেশন করেছিল। এরা আমেরিকান ই-কমার্স কম্পানি (পেপাল)এর সাবেক কর্মচারী ছিলেন। তিন বন্ধুর ইউটিউব আবিষ্কার করার উদ্দেশ্য,যেন যে কেউ চাইলেই তাদের ভিডিওগুলো ইউটিউবে শেয়ার করতে পারে এবং মজাদার ভিডিও খুব সহজেই দেখতে পারে।ব্যক্তিরা তাদের তৈরি করা ভিডিও অনলাইনে শেয়ারিং এবং মজা করতে পারে এটাই ছিল তাদের উদ্দেশ্য।

ইউটিউব কোন দেশে আবিষ্কার করা হয়েছিল?

ইউটিউব এর আগে অনলাইনে শুধু সার্চ ইঞ্জিন ছিল। শুধুমাত্র যে কেউ সার্চ করেই তথ্য জানতে পারত। 2005 সালের মে মাস থেকে ইউটিউবে প্রতিদিন 30 হাজার ভিজিটর আসা শুরু করলো। আর এই ইউটিউব আমেরিকাতেই আবিষ্কার করা হয়েছিল। অফিশিয়াল ভাবে ইউটিউব ডিসেম্বর মাসের 15 তারিখে অর্থাৎ 2005 সালের 15 ডিসেম্বর ইউটিউব অফিশিয়াল লঞ্চ করা হলো। 2006 সাল আসতে আসতেই ইউটিউবে প্রায় 25 মিলিয়ন ভিজিটর এসেছিল।

এবং সেই সময়ে ইউটিউবে প্রায় 25 মিলিয়ন ভিডিও আপলোড হয়েছিল। আর ইউটিউবে প্রত্যেকদিন প্রায় 25 হাজার ভিডিও আপলোড করা হতো। এভাবে করে যত দিন যাচ্ছে ততই youtube-এর মেম্বার সংখ্যা এবং ভিউয়ার্স বাড়তে থাকে। আমেরিকাতে যার কাছে মোবাইল অথবা ল্যাপটপ ইন্টারনেট কানেকশন ছিল। তখন চাইলে যে কেউ ভিডিও দেখতে পারত ইউটিউব এর এবং আপলোড করতে পারত ভিডিওগুলো।

ইউটিউব এর বর্তমান মালিক কে?

যদিও প্রশ্নটা খুবই প্রচলন তবে অনেকে আমরা জানি না। ইউটিউব যতই দিন যাচ্ছে ততই জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। যেহেতু তিন বন্ধু মিলে এই ইউটিউব কে শুরু করেছিল। এবং তারা 18 মাস ধরে রেখেছিল তারপর ইউটিউব এর জনপ্রিয়তার দিকে লক্ষ করে গুগোল 1.65 বিলিয়ন এর বিপরীতে ইউটিউব কে কিনে নেয়।

গুগোল যখন ইউটিউব কে কিনে নেয় সেই দিনটি ছিল 9 অক্টোবর 2006। মাত্র 18 মাস পরেই গুগোল ইউটিউব কে কিনে নেয়। আর এখনও পর্যন্ত ইউটিউব গুগলের একটি প্রোডাক্ট। অর্থাৎ বর্তমান ইউটিউব এর মালিক গুগোল।

গুরুত্বপূর্ণ কিছু তথ্য ইউটিউব সম্পর্কিতঃ

১ ইউটিউব এর শুরুতেই ইউটিউবে ভিডিও দেখতে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার সফটওয়্যার ইন্সটল করে ভিডিও দেখতে হতো।

২ 2015 সালে ইউটিউব এর এইচডি ভিডিও, থ্রিডি ভিডিও, মনিটাইজেশন, লাইভ স্ট্রিমিং, ইউটিউব টিভি, ইউটিউব রেড ইত্যাদি চালু হয়।

৩ তাছাড়া ইউটিউবে ভিডিও দেখার জন্য html5 ভিডিও প্লেব্যাক সার্ভিস চালু করা হলে,অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার সফটওয়্যার ইন্সটল না করে এই ইউটিউব এর ভিডিও দেখা যেত। এছাড়া আরো অনেক রকম ফিচার ইউটিউবে আপডেট করা হয়েছিল।

৪ ইউটিউবে এক মিনিটের ভিতর প্রায় 400 ঘন্টা ভিডিও আপলোড করা হয়ে থাকে।

৫ প্রতিদিন প্রায় ইউটিউবে 30 মিলিয়ন এর উপরে ভিজিটর আসে।

৬ প্রত্যেকদিন ইউটিউবে প্রায় পাঁচ বিলিয়ন এর অধিক ভিডিও দেখা হয়ে থাকে।

৭ সর্বপ্রথম ইউটিউবে একটি চ্যানেল তৈরি করা হয়েছিল। এবং Jawed Karimএই ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়। যে ভিডিও ছিল 19 সেকেন্ডের।

আর্টিকেল এর শেষ কথা[


পরিশেষে আজকের আর্টিকেলটি এ পর্যন্তই। যদি আর্টিকেলটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন । আর অবশ্য আর্টিকেল একটি লাইক দিবেন। আর্টিকেল সম্পর্কিত কোন প্রশ্ন অথবা পরামর্শ থাকলে আমাকে বলবেন আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ। বরাবরের মত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post ইউটিউব কিভাবে আবিষ্কার হয়েছে? (আপনি কি জানেন?) appeared first on Trickbd.com.

শিক্ষাথীদের জন্য নিয়ে এলাম ২০টি বীজগাণিতীয় সূত্র ! সাথে থাকছে তার টেক্সট ও জাভা অ্যাপ!!

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াবো না । সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

আমি মাঝে মাঝে এই সাইটে শিক্ষাথীদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসি । যেমন আমি আজকে নিয়ে আসলাম বীজগাণিতীয় ২০টি সূত্র । আরও দিলাম তার টেক্সট ফাইল ও জাভা অ্যাপ যাতে আপনারা সেগুলো রেখে দিতে পারেন । বিশেষ করে জাভা ইউজারদের জন্য জাভা অ্যাপ । তো নিচে ২০টি সূত্র দিলাম ।

[বিশেষ দ্রষ্টব্য :- a/b/c -এর পরে 2 টি square হিসেবে কাজ করেছে । আর “একটি সংখ্যাক / অন্য একটি সংখ্যা”- এটি ভাগ আকারে বোঝানো হয়েছে । ]

বীজগাণিতীয় সূত্রাবলি :-

1.(a + b) 2= a 2 + 2ab +
b 2

2.(a + b) 2= (a – b) 2 +
4ab

3.(a – b) 2 = a 2 – 2ab +
b 2

4.(a – b) 2 = (a + b)
2 – 4ab

5. a 2 + b 2 = (a + b) 2 –
2ab

6. a2 + b2 = (a – b) 2 +
2ab

7. a 2 – b 2 = (a + b) – (a
– b)

8. 2 (a 2 +b 2) = (a + b) 2
+ (a – b) 2

9. (a + b + c) 2 = (a 2 + b
2 + c 2) + 2 (ab + bc +
ca)

10. (a 2 + b 2 + c 2) = (a+b+c) 2 – 2(ab + bc +
ca)

11. 2 (ab + bc + ca) = (a+
b+c) 2 – (a2 + b2 + c2)

12. (a + b)³= a³ + 3a2b +
3ab2 + b³

13. (a + b) ³= a³ + b³ +
3ab (a + b)

14. (a – b) ³= a³ – 3a2b +
3ab2 – b3

15. (a – b) ³= a³– b³-3ab (a – b)

16. a³ + b³ = (a + b) (a2 –
ab + b2)

17. a³ + b³ = (a + b) ³–
3ab (a + b)

18. a³ – b³ = (a – b) (a2 +
ab + b2)

19. a³ – b³ = (a – b) ³+
3ab (a – b)

20. (a + b + c) ³= a³ + b³ +
c³ + 3 (a + b) (b + c) (c +
a)

21. a³ + b³+ c³ – 3abc = (a+b+c) (a2 + b2 + c2–
ab – bc – ca)

14. 4ab = (a + b) 2– (a –
b) 2

15. (x + a) (x + b) = x2 +
(a + b) x + ab

16. (x + a) (x – b) = x2 +
(a – b) x – ab

17. (x – a) (x + b) = x2 +
(b – a) x – ab

18. (x – a) (x – b) = x2 –
(a + b) x + ab

19. ab = (a+b/2) 2 – (a-b/2) 2

20. a 2 + b 2 = 1/2 (a+b)2+(a-b) 2

সূত্রগুলো জাভা অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

সূত্রগুলোর টেক্সট ফাইল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

ফেসবুকে আমি
ফেসবুক গ্রুপ

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন ।

The post শিক্ষাথীদের জন্য নিয়ে এলাম ২০টি বীজগাণিতীয় সূত্র ! সাথে থাকছে তার টেক্সট ও জাভা অ্যাপ!! appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments