Wapkiz এ বাংলা Font যোগ করবো কিভাবে || How To Add Bangla Font In Wapkiz Website |
- Wapkiz এ বাংলা Font যোগ করবো কিভাবে || How To Add Bangla Font In Wapkiz Website
- Sql injection bangla part 2 (last part )
- VivaVideo Pro Apk 8.11.3 Full for Android
- পড়াশুনা করার নেশা – Sandeep Maheshwari Motivational Video Summary in BANGLA
- [Hot] Airtel Number এ ৯৭ টাকা রিচার্জ করে নিয়ে নিন ১৬০ মিনিট সাথে ১০০% ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য)
- আমার বড় ভাই হুমায়ুন আহমেদ pdf বই Free Download
- ইমেইল মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম?
- IDM – Internet Download Manager 6.38.25 (September 2021)
- 50x Grammarly Business Account Invitation শুধুমাত্র ৭ দিনের জন্য
- SSC 21 এর রসায়ন অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(8 th Week) [Java User Must See]
Wapkiz এ বাংলা Font যোগ করবো কিভাবে || How To Add Bangla Font In Wapkiz Website Posted: আসসালামু আলাইকুম, আপনি চাচ্ছেন যে আপনার wapkiz ওয়েবসাইটে বাংলা ফন্ট যোগ করবেন। কিন্তু কিভাবে করবেন? যেমন এই সাইটটি, এটা করার জন্য আপনাদের প্রথমে এই ওয়েব সাইটে যাওয়া লাগবে এখানে দেখুন আপনাদের জন্য রাখা আছে অনেক ফন্ট। পছন্দ মতন একটা সিলেক্ট করুন তারপর আপনাদের পছন্দকৃত ফন্ট টি সাইটে যোগ করার জন্য তাদের দেওয়া প্রথম কোড টি কপি করে নিন ![]() এই কোড টি নিয়ে আপনাদের সাইটের Meta Header এ সবার উপরে paste করুন। সেটাতে যাওয়ার জন্য এভাবে যেতে পারেন তারপর পুরো সাইটে এই ফন্ট টা শো করানোর জন্য css এ সবার নিচে এই কোড টি যোগ করে নিন তারপর আবার style tag এর ভেতরেই আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট। Our FaceBook PageOur Youtube ChannelThe post Wapkiz এ বাংলা Font যোগ করবো কিভাবে || How To Add Bangla Font In Wapkiz Website appeared first on Trickbd.com. | |||||||||
Sql injection bangla part 2 (last part ) Posted: Remote File Inclusion হলো বর্তমান সময়ের জনপ্রিয় হ্যাকিং পদ্ধতি গুলোর মধ্যে একটি। যদি মনে করেন ওয়েবসাইট টি হয় http://example.com/v2/index.php?page=index.php ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পেরেছেন। The post Sql injection bangla part 2 (last part ) appeared first on Trickbd.com. | |||||||||
VivaVideo Pro Apk 8.11.3 Full for Android Posted: বর্তমান সময়ে প্রায় সবাই ভিডিও এডিট করতে চায় । কিন্তু ভালো কোনো ভিডিও এডিটর না থাকার কারণে ভিডিও এডিটিং করতে পারে না। আজকে আমি একটা ফুল ভার্সন ভিডিও এডিটর নিয়ে আলোচনা করবো । তাহলে দেরি না করে বিস্তারিত আলোচনা করা যাক। VivaVideo Pro একটি পাওয়ারফুল ভিডিও এডিটর । ভিভা ভিডিও এডিটর দিয়ে অনেক ধরণের ভিডিও বানাতে পারবেন । পছন্দের সময়গুলোকে নিজেই রেকর্ড করে এবং শুধু কোনো পিসি সফটওয়্যার ব্যবহার না করেই সুন্দর মুভি স্টাইলে ভিডিও বানাতে পারবেন । VivaVideo Pro এডিটরে নিম্নলিখিত ফিচার্স গুলো রয়েছেঃ VivaVideo Pro Features
VivaVideo Pro More Features
ডাউনলোড লিংসঃClick here to DownloadThe post VivaVideo Pro Apk 8.11.3 Full for Android appeared first on Trickbd.com. | |||||||||
পড়াশুনা করার নেশা – Sandeep Maheshwari Motivational Video Summary in BANGLA Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । পড়াশুনা করার নেশা![]() আজ আমি আপনার সাথে দুজন জমজ ভাইয়ের গল্প শেয়ার করব। যার মধ্যে একজনের নাম পড়াকু আরেক জনের নাম লড়াকু। পড়াকু আর লড়াকু দুজনেই একই স্কুলে পড়ে। তারা একটি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে এবং তাদের মা বাবার মেন্টালিটি কিছুটা এরকম। লেখাপড়া করে যে সে হয় নবাব খেলাধুলা করে যে সে হয় খারাপ। ছোটবেলা থেকেই তাদের মা-বাবা সারাক্ষণ পড়াকু আর লড়াকুকে এই কথাটা বারবার বলে এসেছে। তো মা বাবার মুখ থেকে বার বার শুনতে শুনতে পড়াকু এই কথাটাকে সত্যি বলে মেনে নেয় আর সেই মতো খেলাধুলা সব বাদ দিয়ে সারা দিন শুধু লেখাপড়া করতে শুরু করে দেয় মানে লেখাপড়া করার পর পড়াকুর কাছে নেশার মতো হয়ে দাঁড়ায়। অন্য দিকে লড়াকুকে যখনই তার মা-বাবা এই কথাটা বলতো যে লেখাপড়া করে যে সেই হয় নবাব খেলাধুলা করে যে সে হয় খারাপ। লড়াকু তার মা-বাবাকে প্রশ্ন করত কেন তাহলে শচীনের সবাই এত ভক্ত কেন। তখন মা-বাবার কাছে লড়াকুকে দেওয়ার মতো কোন উত্তর থাকতো না। ফলে লড়াকু মা বাবার এ ডায়লগটাকে কোনদিনই সিরিয়াসলি নিতো না। লড়াকুও পরতো কিন্তু শুধু যাতে পরীক্ষায় ফেল না করে যায় সেই জন্য যেটুকু করা দরকার সেটুকু। মানে স্কুলে লড়াকু একটা পিরিয়ড যদি ক্লাস করত আর একটা পিরিয়ড ক্লাস দিয়ে বাইরে বেরিয়ে খেলাধুলা করে বেড়াতো। খেলার জন্য কাউকে না পেলে গাছপালা ফড়িং এসব নিয়েই মেতে থাকতো। অন্যদিকে পড়াকু সেইজে ঘন্টা পড়ার পর ক্লাসে বসতো আর সে স্কুল ছুটি হওয়ার পর সেখান থেকে বের হতো। ফলে স্বাভাবিক পড়াকু সবসময় পরীক্ষার ফাস্ট হতো এবং মা-বাবার কাছে পড়াকু সবসময় প্রশংসা পেত আর লড়াকু সবসময় বকার, পিটুনী খেতে। লড়াকুর মা লড়াকুকে যখনি বলতো তোর পাড়াগুলো একটু মুখস্ত করতে কি হয় তখন লড়াকু মাকে বলতো মুখস্ত করে কি করবো সব গুগল এই রয়েছে একটা সার্চ করলেই তো দরকার জেনে নেওয়া যায়। ফালতু ফালতু মাথার মধ্যে ঢুকিয়ে বোঝা বাড়িয়ে কি লাভ তখন লড়াকুর মা লড়াকুকে বলতো শোনো গুগোল এ থাকলে কিন্তু তুমি চাকরি পাবে না। লড়াকু বলতো সোনা ওরম চাকরির আমার দরকার নেই। আমি মানুষ হয়ে বাঁচতে চাই রোবট হয়ে না। টাকা কামানোর জন্য কি চাকরি করা ছাড়া আর উপায় নেই নাকি। মাকে ডেঙ্গানোর জন্য লড়াই আবার মার কাছে পিটুনি খেতে হতো। এভাবে কোনরকমে টেনেটুনে হায়ার সেকেন্ডারি পাস করার পর লড়াকু পড়ালেখা ছেড়ে দিলাম। ক্লাস টুয়েলভ এর পর থেকে লড়াকুর মধ্যে ফটোগ্রাফির নেশা দেখা দিতে শুরু হলো। অন্যদিকে পড়াকু নিজের লেখা পড়ার নেশা ফুল দমে চালিয়ে যেতে লাগল। আস্তে আস্তে পড়াকু বিভিন্ন ডিগ্রীর কালেক্ট করে ফেললো। কিন্তু সমস্যাটা হলো সারাদিন শুধু বইয়ে মুখ গুজে পড়ে থাকার ফলে পড়াকুর ব্যবহারিক বুদ্ধি হয়ে গেছিল জিরো আর পার্সোনালিটি ডেভেলাপমেন্ট বলতেও কিছুই হয়েছিল না পড়াকুর। অচেনা কোন লোকের সাথে ঠিকভাবে কথা বলতে পারতোনা পড়াকু। ফলে ডিগ্রী প্রচুর থাকলেও পড়াকুকে বেকার হয়ে ঘরে বসে থাকতে হলো এরপর শেষ পর্যন্ত এত লেখাপড়া করে এত ডিগ্রী নিয়ে পড়াকে পিয়নের চাকরিতে ঢুকতে হলো। যে পিয়নের চাকরির জন্য নূন্যতম যোগ্যতা ছিল মাধ্যমিক পাস। মানে মাধ্যমিকের পর থেকে আট দশ বছর ধরে পড়াকু সারাদিন পাগলের মত পড়ে গেল তারা কিছুই সারা জীবনে কাজে লাগবে না। পড়াকুর মানে নিজের লাইফের বেস্ট আট থেকে দশ বছর যে সময় হেলথ এনার্জি একদম ফুল থাকে সেই পুরোটা সময় পড়াকু নিজের সো কল্ড ভালো নেশা লেখাপড়ার পিছনে সম্পূর্ণ নষ্ট করে ফেলল। অন্যদিকে ক্লাস টুয়েলভ এর পর থেকে লড়াকু যখন পড়াশোনা ছেড়ে দিয়ে ফটোগ্রাফির নেশায় বুঁদ হয়ে গেল। তখন মা বাবার লড়াকুকে নিয়ে আরো চিন্তা বেড়ে গেল প্রতিমুহূর্তে লড়াকুকে মা-বাবার কাছে কথা শুনতে হতো। এরকম সময় একদিন পড়াকুর ভাই লড়াকুকে ডেকে জিজ্ঞেস করল। ভাই তুই ফটোগ্রাফি করে কি করবি। তো লড়াকু বলল সেটা জানিনা কিন্তু নিজের কিছু একটা করবো কোন স্টার্টআপ মেবি। তো পড়াকু বললো আরে নিজের কিছু করতে গেলে শুরুতে অনেক টাকা লাগে তোকে অত টাকা কে দেবে।লড়াকু বললো কেন ছোট করে শুরু করব আস্তে আস্তে সেখান থেকেই টাকা জমিয়ে জমিয়ে বড় করব। তো পড়াকু বললো হুহ এই রকম মনে হয়। পড়াকুর মাথাটা ভিষন ভাবে ছোটবেলা থেকেই গেঁথে গিয়েছিল যে জীবনে বড় কিছু করতে গেলে তার একটাই রাস্তা লেখাপড়া করা। এছাড়া আর কোনো রাস্তা নেই আর নিজের এই বিষয়গুলোর প্রতি নেশাগ্রস্ত ছিল যে কারণে সারাদিন শুধু বইয়ে মুখ গুজে পড়ে থাকতো। কখনো নিজের বিশ্বাসগুলো উপর পড়াকু কোশ্চেন মার্ক লাগাতো না। কিন্তু লড়াকুর মানুষিকতা ছিল অন্যরকম। লড়াকু মনে করত এই পৃথিবীতে যে কোন জায়গায় পৌঁছানোর একটা না অসংখ্য রাস্তা থাকে। তাই লাইফে বড় কিছু করারও শুধু একটাই রাস্তা লেখাপড়া করা এটা ভুল ধারণা। আরো অসংখ্য রাস্তা আছে টাকা রোজগার করে বড় কিছু করার। তো পড়াকু নিজস্ব সো কোল্ড ভালো নেশা পড়াশোনা চালিয়ে গিয়ে লাখ লাখ টাকা এই পড়াশোনার পিছনে খরচ করে শেষ অবধি ১০ -১৫ হাজার টাকার ফিস্ক বেতনের একটা চাকরি জোগাড় করতে সক্ষম হলো। অন্যদিকে লড়াকু সবার বার বার নিষেধ করা সত্ত্বেও নিজের উপর বিশ্বাস রেখে নিজের সো কোল্ড বাজে নেশা ফটোগ্রাফি নেশা চালিয়ে গিয়ে স্টক ফটোগ্রাফির উপর ইমেজে স্মার্ট নামে নিজের একটা কোম্পানি শুরু করলো। যেহেতু ছোটবেলা থেকে লড়াকুর বেশিরভাগ সময়টা ক্লাস রুমের বাইরে কেটেছিল ভিতরে না তাই লড়াকুর ব্যবহারিক বুদ্ধি হয়ে উঠেছিল অসাধারণ। পড়াকু যখন রোবটের মত শুধু এবং শুধু ইনফর্মেশন নিজের মাথায় ফিট করছিল। লড়াকু তখন লাইফকে জান ছিল আর সেই ব্যবহারিক বুদ্ধিকে কাজে লাগিয়ে লড়াকু নিজের স্টক ফটোগ্রাফটিকে কোম্পানিকে মাল্টিন্যাশনাল কোম্পানির লেভেলে নিয়ে চলে গেল। ফলে টুয়েল্ভ পাস লড়াকুর মান্থলি ইনকাম দাঁড়ালো চার-পাঁচটা বেকার ডিগ্রী পাস করা পড়াকুর থেকে 10 গুণ বেশি। এবার মা-বাবা পড়াকুকে বকাবকি করতে শুরু করলো। লড়াকুকে দেখে পড়াকুকে কিছু শিখতে বলতে শুরু করল। মানে এখন মা-বাবার কাছে লড়াকু খুব ভালো হয়ে গেল আর পড়াকু হয়ে গেল বোকা। না তখন পড়াকুকে বলতে শুরু করল শোনো এই দশ পনেরো হাজার টাকার চাকরি দিয়ে কিন্তু সংসার চলবেনা লড়াকুর মত বুদ্ধি খাটিয়ে কিছু একটা করো। তো পড়াকু আর লড়াকু স্টরি আমাদের এটা শেখায় যে জরুরি না আমরা যেটাকে ভালো জিনিস বলে ভাবি সেটা আসলেই ভালো বা যে জিনিসটাকে আমরা খারাপ বলে ভাবি এটা আসলেই খারাপ। আসল জিনিসটা হলো সমস্ত বিশ্বাস বা ধারণাকে সঠিক বলে মেনে নেওয়ার আগে তার পিছনে একটা কোশ্চেন মার্ক লাগানো প্রশ্ন করে দেখা ধারণাটা কি আসলেই সত্যি নাকি ডাহা মিথ্যা। যখন আলবার্ট আইনস্টাইন বলেছিলেন → Education is not the learning of facts.But the training of the mind to think অর্থাৎ শিক্ষা মানে শুধু কিছু তথ্য সংগ্রহ করা নয় শিক্ষা মানে কিভাবে চিন্তা ভাবনা করতে হয় তার প্রশিক্ষণ। এই জিনিসগুলো আমি সন্দীপ স্যারের অ্যাডিকশন টু এডুকেশন ভিডিওটা থেকে শিখেছি। যারা হিন্দি ভালো বোঝেন না তাদের জন্য এবং ভিডিওটি মূল কথাগুলো অল্প সময়ের মধ্যে আর একটু ইন্টারেস্টিং ভাবে তুলে ধরার উদ্দেশ্যে আমি এই সামারি আর্টিকেল বানিয়েছি। আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি ভালো লাগলে আমার সাইটের পোস্ট গুলি দেখে আসতে পারেন এখানে আমি প্রতিদিন নতুন নতুন আপডেট দিয়ে থাকি আজকের আপডেট ওয়েবসাইট এর জন্য এসইও (SEO) কি? অফ পেজ এবং অন পেজ এসইও (SEO) কাকে বলে![]() The post পড়াশুনা করার নেশা – Sandeep Maheshwari Motivational Video Summary in BANGLA appeared first on Trickbd.com. | |||||||||
[Hot] Airtel Number এ ৯৭ টাকা রিচার্জ করে নিয়ে নিন ১৬০ মিনিট সাথে ১০০% ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য) Posted: বিকাশ অ্যাপ থেকে অথবা *২৪৭# ডায়াল করে যেকোনো Airtel Number এ ৯৭ টাকা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করলেই প্রতি মিনিটে প্রথম ১ জন পাবেন ১০০% ক্যাশব্যাক (অর্থাৎ ৯৭ টাকাই ক্যাশব্যাক) সাথে থাকছে ১৬০ টকটাইম (মিনিট এর মেয়াদঃ ৭ দিন) অফারটি চলবে ১৫ সেপ্টেম্বর ২০২১ইং পর্যন্ত। মোবাইল রিচার্জ করতে হবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১:৫৯ টা পর্যন্ত.!! অফার চলাকালীন এক জন বিকাশ একাউন্ট গ্রাহক একবারই ক্যাশব্যাক পাবেন কিন্তু একাদিক বার ৯৭ টাকা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। প্রতি মিনিটে প্রথম বিজয়ী গ্রাহক ক্যাম্পেইন শেষ হওয়ার পরবর্তী কার্যদিবসে ক্যাশব্যাক পাবেন। মোবাইল রিচার্জ করতে বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে মোবাইল রিচার্জ অপশন এ গিয়ে মোবাইল রিচার্জ করতে হবে । যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিনবাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে যে কোনো কিছু জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post [Hot] Airtel Number এ ৯৭ টাকা রিচার্জ করে নিয়ে নিন ১৬০ মিনিট সাথে ১০০% ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য) appeared first on Trickbd.com. | |||||||||
আমার বড় ভাই হুমায়ুন আহমেদ pdf বই Free Download Posted: ![]() আমার বড় ভাই হুমায়ুন আহমেদ বই রিভিউঃজনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের বাবা ১৯৭১ সালে মুক্তযুদ্ধের সময়ে মারা যান তার মা কিভাবে যেন তার ৬ ছেলেমেয়েকে নিয়ে পালিয়ে বেচেঁ যায়। হুমায়ুন আহমেদরা ছিলো ৬ ভাইবোন, তার বাবা মারা যাওয়ার পর তাদের পরিবারে নেমে এলো অভাব অনটন। কোনোরকম কয়েক বছর কাটানোর পরে সাংসারিক অবস্থা মোটামুটি ফিরে পেল, এরপরে হুমায়ুন আহমেদের ছোট ভাই জাফর ইকবালকে পড়ালেখার জন্য বিদেশে পাঠালো, কয়েকবছর পরে হুমায়ুন আহমেদ নিজেও পড়ালেখার জন্য বিদেশ গেলেন এবং জাফর ইকবালের আগেই দেশে ফিরে এসে টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করে, এরপরেই বাজারে তার নাম ছড়িয়ে পড়ে। ১। যেকোনো বাংলা PDF বইয়ের জন্য ভিজিট করুন www.purepdfbook.com২। মাল্টিপল নিশের সাইট ভিজিট করে দেখার আমন্ত্রণ রইলো www.DesherJonno.ComThe post আমার বড় ভাই হুমায়ুন আহমেদ pdf বই Free Download appeared first on Trickbd.com. | |||||||||
ইমেইল মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম? Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইমেল মার্কেটিং সম্পর্কে হয়তো বা আপনি শুনেছেন। তবে আপনি কি জানেন ইমেইল মার্কেটিং করে আয় করা যায়! হ্যাঁ ইমেইল মার্কেটিং করে আয় করা যায় অনলাইন থেকে। বর্তমান সময়ে ইমেল মার্কেটিং করে হাজার হাজার টাকা ইনকাম ঘরে বসেই করা যায়। অনেকেই ইমেইল মার্কেটিং নিজের পেশা হিসেবে ধরে রেখেছেন। ইমেইল মার্কেটিং করে প্রতিমাসে লক্ষাধিক টাকা আয় করা কোন ব্যাপারই না।তবে তার জন্য আপনাকে ইমেইল মার্কেটিং সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে।প্রপার নলেজ থাকলেই আপনি ইমেইল মার্কেটিং করে অনলাইন থেকে আয় করতে পারবেন। আজকে আর্টিকেলে আমরা ইমেইল মার্কেটিং সম্পর্কে আলোচনা করব। যদি আপনার ইচ্ছুক হয় বা আগ্রহ হয় তাহলে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন। আশাকরি ইমেইল মার্কেটিং সম্পর্কে একটু হলেও জ্ঞান বৃদ্ধি পাবে। ইমেইল মার্কেটিং কি কিভাবে কাজ করে?ইমেইল মার্কেটিং: ইমেইল মার্কেটিং হল ডিজিটাল মার্কেটিং এর মতই। সহজ ভাষায় বলতে গেলে ইমেইল মার্কেটিং হল আপনার ব্যবসা প্রচার করা। যেমন কোনো পণ্য বা কোন টিউটোরিয়াল অথবা কোন সেবা মার্কেটিং হল ইমেইল মার্কেটিং। কিভাবে কাজ করে ইমেইল মার্কেটিং: ইমেইল মার্কেটিং করার বিভিন্ন টুলস রয়েছে। টুলস এর কথা এই কারণে বললাম যেন কম সময়ে অধিক ইমেইল পাঠাতে পারেন। হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনেছেন কম সময়ে আপনি একাধিক মেইল পাঠাতে পারবেন টুলস এর মাধ্যমে। আপনার পণ্য বা যেকোনো সেবা ইমেইলের মাধ্যমে অন্যদের জানান হল ইমেইল মার্কেটিং। আপনার প্রচারকৃত ইমেইল হাজার হাজার লোকের কাছে প্রচার করে কোন না কোন লোক তো আকৃষ্ট হবেই। এখান থেকে আপনি খুব সহজে মার্কেটিং করতে পারছেন। ইমেইল মার্কেটিং করে কিভাবে ইনকাম করবো?ইমেইল মার্কেটিং করে ইনকাম: ইমেইল মার্কেটিং করে আয় করার জন্য অনলাইনে বিভিন্ন মাধ্যম রয়েছে।আপনারা যে কোন মাধ্যম কাজে লাগিয়ে ইমেইল মার্কেটিং করে অনলাইন থেকে আয় করতে পারেন। এফিলিয়েট এর মাধ্যমে ইমেইল মার্কেটিং: আপনারা চাইলে অ্যাফিলিয়েট ইমেইল মার্কেটিং এর মাধ্যমে আয় করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠান এর সাথে যুক্ত হয়ে তাদের সেবা বা প্রোডাক্ট গুলো আপনাকে বিক্রি করতে হবে। আপনারা তাদের প্রোডাক্ট বা সেবাগুলো ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে খুব সহজেই প্রচার করতে পারেন। কম সময়ে অধিক মেল এর মাধ্যমে আরও বেশ ভালো পরিমাণে ইমেইল মার্কেটিং করতে পারবেন। তাদের প্রোডাক্ট গুলো কেউ কিনলে আপনার কমিশন রয়েছে। এভাবে করে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন ইমেইল মার্কেটিং এর সাহায্যে।এবং খুব সহজেই ইমেইল মার্কেটিং করে অনলাইন থেকে এই মাধ্যমে আয় করতে পারেন। টিউটোরিয়াল ভিডিও : আপনার অথবা অন্য কারোর ভিডিও আপনি ইমেইল মার্কেটিং করে প্রচার করতে পারবেন। হ্যাঁ আপনার যদি কোন ভিডিও থেকে থাকে তাহলে সেটা আপনি টিউটোরিয়াল এর মাধ্যমে তাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। এতে আপনার সবটুকুই লাভ যদি ভিডিও হয় আপনার। তাছাড়া অন্য কারোর ভিডিও আপনি প্রমোট করে ইমেইল মার্কেটিংয়ের সাহায্য আয় করতে পারবেন। এটা খুবই সহজ এবং জনপ্রিয় একটি মাধ্যম ইমেল মার্কেটিং এর জন্য। নিজের পণ্য বিক্রি করা : আপনি চাইলে আপনার নিজের পণ্যগুলো ইমেইল মার্কেটিং করে প্রচার করতে পারবেন। অথবা আপনার আত্মীয় স্বজনদের প্রতিষ্ঠান প্রোডাক্ট বা পণ্যগুলো ইমেইল মার্কেটিং করতে পারবেন। তবে একসাথে একাধিক ইমেইল পাঠানোর জন্য গুগলে নানা ধরনের টুলস রয়েছে। এই টুলস এর সাহায্যে আপনারা কম সময়ে হাজার হাজার ইমেইল একসাথে পাঠাতে পারবেন। আপনার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে সম্ভব?, জিমেইল দিয়ে তো শুধু একটা ই-মেইল পাঠানো যাবে। কিভাবে কম সময়ে একটি জিমেইল থেকে একাধিক ইমেইল করব? কখনোই আপনি নিজের ইমেইল দিয়ে একাধিক ইমেইল পাঠালে আপনাকে স্পাম এর আওতায় পড়ে একাউন্ট ব্যান হয়ে যাবে। এই ইমেইল একসাথে পাঠানোর জন্য টুলস এর প্রয়োজন। তাই আপনারা টুলস এর সাহায্যে কম সময় হাজার হাজার ইমেইল একসাথে পাঠাতে পারেন। কোথা থেকে ই-মেইল সংগ্রহ করবো?আপনি চাইলে ইমেইল নিজে খুঁজে নিতে পারেন। অথবা ইমেইল কিনে খুব সহজে নিতে পারেন।তাছাড়া আপনি আরও কিছু মাধ্যমে ইমেইল পেতে পারেন। তা নিচে দেওয়া হল: ওয়েবসাইটের মাধ্যমে: বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে দেখবেন সাবস্ক্রিপশন একটি বক্স রয়েছে। এই বক্সে যে কেউ সাবস্ক্রিপশন করলেই ইমেইল টা তাদের কাছে চলে যায়। আপনিও চাইলে আপনার ওয়েবসাইটে সাবস্ক্রিপশন অপশনটি চালু করে খুব সহজেই একাধিক ইমেইল পেয়ে যাবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে: আপনি চাইলে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সহ সকল সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইমেইল এড্রেস সংগ্রহ করতে পারেন। কারণ এই মিডিয়াগুলোতে সব সময় মানুষ থাকে। তাই আপনারা চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুব সহজেই ইমেইল খুঁজে নিতে পারবেন আপনি নিজেই। ইমেইল ক্রয়ের মাধ্যমে: হ্যাঁ বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে ইমেইল বিক্রি করা হয়। আপনারা চাইলে সে মাধ্যমিক থেকে খুব সহজেই ইমেইল ক্রয় করে নিতে পারবেন। তবে তার জন্য আপনাকে তাদেরকে প্রেমেন্ট করতে হবে। আপনি আমি হয়তো কেউই চাইবো না ইমেইল অ্যাড্রেস ক্রয় করতে। তাই সর্বপ্রথম ইমেইল মার্কেটিং ফ্রিতে করুন। কারণ ইমেইল মার্কেটিং তো ফ্রিতে ও আপনি করতে পারছেন তাই! পাঠকের কাছে সঠিকভাবে ইমেইল পাঠান?আপনি যদি পাঠকের কাছে ইমেল যেকোনোভাবে পাঠান তাহলে পাঠক দেখবে কিন্তু আকৃষ্ট হবে না। যেটা আপনারই লস হওয়ার সম্ভাবনা। তাই পাঠকের কাছে খুব সুন্দর ভাবে ইমেইলটি উপস্থাপন করার চেষ্টা করবেন। সহজভাবে তাদেরকে সকল তথ্য জানিয়ে দিবেন যেন তারা সহজেই সবকিছু সুন্দরভাবে বুঝতে পারে। কখনোই ভুল ইনফর্মেশন অথবা ফেইক তথ্য কাউকে পাঠাবেন না। যেটা আপনার জন্য খুবই মারাত্মক হয়ে উঠবে। গ্রাহককে আকৃষ্ট করুন অফার দিয়ে: হ্যাঁ আপনি চাইলে কোন পণ্য অফার এর মাধ্যমে গ্রাহকের কাছে দিতে পারেন। যেটা খুব সহজেই গ্রাহকেরা আকৃষ্ট হয়ে প্রোডাক্ট টি নিতে চাইবে। এবং আপনার ব্যবসা বা প্রতিষ্ঠান থেমে থাকবে। যেটা আপনার জন্য খুবই দারুণ এক ব্যাপার। গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ*আপনি যদি ইমেইল মার্কেটিং করতে চান অবশ্যই নিজের পরিশ্রম নিয়ে এগিয়ে যান। *ইমেইল মার্কেটিং এর জন্য অবশ্যই তাদের কাছে সুন্দর বিবরণ দিবেন তথ্যবহুল। *গ্রাহকদের সাথে সুন্দর ব্যবহার করবেন যেন তারা কোনো কষ্ট না পায়। *ফেইক বা ভুল ইনফরমেশন কখনোই গ্রাহকের কাছে দিবেন না। *ইমেইল মার্কেটিং এর জন্য গুগল থেকে টুলস ব্যবহার করবেন। *পরিশেষে নিজের পরিশ্রম ধৈর্য সততা ভদ্রতা নিয়ে কাজ করতে থাকুন। আর্টিকেল এর শেষ কথাআজকের আর্টিকেলটি এ পর্যন্তই। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। The post ইমেইল মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম? appeared first on Trickbd.com. | |||||||||
IDM – Internet Download Manager 6.38.25 (September 2021) Posted: ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নিয়ে অনেকেই অনেক সমস্যার সম্মুখিন হয়ে থাকেন । আজকে আপনার জন্য নিয়ে এলাম একদম ১০০% ফুল ফার্সন এবং লেটেস্ট ডাউনলোড ম্যানেজার। কোনো সময় এটার লাইসেন্স এক্সপায়ার হবে না। একদম লাইফ টাইম একটিভেট করা। তাহলে বেশি দেরি না করে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক । আর্টিকেলটা ask4pc থেকে নেওয়া হয়েছে । IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার 6.38 বিল্ড 25 এই নতুন সংস্করণে ডেভেলপাররা বিভিন্ন ধরণের ভিডিও স্ট্রীম ডাউনলোড এবং শেয়ারিং এবং অন্যান্য ওয়েব সাইট থেকে উন্নত ডাউনলোডের সমস্যা সমাধান করেছে । ডাউনলোড ম্যানেজারের ডাউনলোড স্পিড সর্বোচ্চ আগের চেয়ে বৃদ্ধি করেছে । আমরা নরমাল ব্রাউজারের যে ডাউনলোড করি তার চেয়ে প্রায় 5 গুণ পর্যন্ত বেশি স্পিড। নতুন IDM এ নতুন একটা ফিচার দিয়েছে সেটা হলো, ডাউনলোডে সমস্যা হলে এটা অটোম্যাটীক রিজুম করতে পারবে । মনে করেন আপনার পিসি হঠাৎ বন্ধ হয়ে গেলো অথবা ইন্টারনেট চলে গেলো বা নেটওয়ার্ক সমস্যা, কম্পিউটার শাটডাউন বা অপ্রত্যাশিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে যে কোনো কারণে ফাইল সমস্যা হলে ডাউনলোড ম্যানেজার আবার শুরু থেকে ডাউনলোড না করে আবার সেই যায়গা থেকে ডাউনলোড হওয়া শুরু করবে । ডাউনলোড ইঞ্জিনের কিছু বাগ ফিক্সড করা হয়েছেঃএছাড়াও, পূর্ববর্তী ক্র্যাক ফাইলে অনেক ব্যবহারকারীদের "ভুয়া সিরিয়াল কী পপআপ" নিয়ে সমস্যা হচ্ছিল যা খুব বিরক্তিকর । ![]() ছবিঃ Ask4pc.net ফিচার্স
ডাউনলোড সেকশনঃকিভাবে ইন্সটল করবেন?পুরাতন বা আগের কোনো IDM থাকলে সেটা আগে আন ইন্সটল করে ফেলুন । ইন্সটল "idman638b25(ask4pc).exe". ![]() ছবিঃ Ask4pc.net ইন্সটল হয়ে গেলে রান করবেন না । Exit বাটনে ক্লিক করে Exit করবেন । এখন "solution" ফোল্ডারে থাকা সব ফাইল গুলো কপি করেন । ওপেন "Paste Here" ফোল্ডারে নিয়ে গেলে সব গুলো কপি করা ফাইল ঐ ফোল্ডারে পেস্ট করুন । "Key (Run This).reg" ফাইলে ডাবল ক্লিক করে ওপেন করুন এবংYes এ ক্লিক করুন । এবার আপনি আপনার পিসির স্টার্ট মেনু অথবা ডেস্কটপ থেকে IDM ওপেন করতে পারেন । ![]() ছবিঃ Ask4pc.net সর্বশেষেঃ অবশ্যই আগের ইন্সটল করা IDM আনইন্সটল করে এরপরে ইন্সটল করার ট্রাই করবেন। এবং নতুন IDM আপডেট করা থেকে বিরত থাকবেন । ব্যাস কাজ শেষ । এবার আরামসে IDM ইউজ করেন কোনো ঝামেলা ছাড়া । কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাতে পারেন । আশা করি হেল্প করতে পারবো। আজকের মত বিদায় । ভালো থাকুন, সুস্থ থাকুন । আল্লাহ্ হাফেজ । লিখেছেনঃ MH Mamun The post IDM – Internet Download Manager 6.38.25 (September 2021) appeared first on Trickbd.com. | |||||||||
50x Grammarly Business Account Invitation শুধুমাত্র ৭ দিনের জন্য Posted: Howdy Everyone, Grammarly হল একটা Writing Tool, যা আপনার লেখার ত্রুটিগুলো আপনার সামলে তুলে ধরে খুব সহজেই। আমরা অনেক সময় Email, Lab_report,presentation তৈরীর সময় ভাষাগত অনেক ভুল করে থাকি যা খুবই কষ্টের কথা। কিন্তু Grammarly তা auto detact করে খুজে বের করে দিবে এবং শুদ্ধটাও Replace করে দিবে। মূলত English এর ভূল ধরতে এটি সক্ষম। যেসব Features থাকছে Grammarly Business Account এ:-
অনেকেই BIN Method এ এই process Claim করতে পারেন না বা সমস্যাface করেন তাই আপনার জন্য Grammarly Business Invitation পাঠাবো আপনার নিজস্ব E-mail এ।
⁙⁘About Giveaway⁘⁙
1. Comment এ আপনাকে আপনার Email Address টি দিতে হবে, যেটার Access আছে আপনার কাছে
2. আমার Invitation এর জন্য Wait করবেন, Comment এ reply দেয়া হব invitation দেয়ার পর
3. তারপর আপনার Mail box check করেন
4. যদি Invitation mail না দেখা যায় তবে Search bar এ Grammarly লিখে সার্চ করুন
5. তখন Invitation mail পেয়ে যাবেন
6. join Team এ Click করে Log in / Sign Up করলেই Grammarly Business Features উপভোগ করতে পারবেন
Bye ツ The post 50x Grammarly Business Account Invitation শুধুমাত্র ৭ দিনের জন্য appeared first on Trickbd.com. | |||||||||
SSC 21 এর রসায়ন অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(8 th Week) [Java User Must See] Posted: আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির। Answer Of 1 Subject Of SSC 2021রসায়ন অ্যাসাইনমেন্ট এর সমাধান রসায়ন এর ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন। এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে। . আরো পড়ুনভাইবারের কথা বলুন একদম ফ্রিতেই যেকোনো নাম্বারে কেনো আপনি ভালো ইন্টারনেট গতি পান না?? দেখে নিন কিভাবে বাড়াবেন আপনার ইন্টারনেট গতি!! তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ। খোদা হফেজ। The post SSC 21 এর রসায়ন অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(8 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments