Search box..

জিপির পর এবার রবি-এয়ারটেলেও Upay অ্যাপ ইউজ করা যাবে ইন্টারনেট চার্জ ছাড়াই! সাথে রয়েছে ডাটা ও ক্যাশ রিওয়ার্ড 😍

জিপির পর এবার রবি-এয়ারটেলেও Upay অ্যাপ ইউজ করা যাবে ইন্টারনেট চার্জ ছাড়াই! সাথে রয়েছে ডাটা ও ক্যাশ রিওয়ার্ড ��


জিপির পর এবার রবি-এয়ারটেলেও Upay অ্যাপ ইউজ করা যাবে ইন্টারনেট চার্জ ছাড়াই! সাথে রয়েছে ডাটা ও ক্যাশ রিওয়ার্ড ��

Posted:

ইন্টারনেট চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবে রবি-এয়ারটেলের গ্রাহকরা

জিপির পর এবার ইন্টারনেট চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবে রবি-এয়ারটেলের গ্রাহকরা

কেন এই উদ্যোগ নিলো উপায়?

উপায় এর Managing Director ও CEO সাইদুল হক খন্দকার বলেন, "উপায় এর লক্ষ্য হচ্ছে গ্রাহকদের নতুন নতুন সেবা দেওয়া। ইন্টারনেট খরচ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহারের এই উদ্যোগের মাধ্যমে আমরা গ্রাহকদের দীর্ঘস্থায়ী একটি সমস্যা সমাধানে কাজ করছি। অনেক গ্রাহকই হঠাৎ করে ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ কিংবা ডেটা প্যাক কেনা না থাকার কারনে অ্যাপের মাধ্যমে লেনদেন করতে পারতেন না। এখন কোন ডেটা চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারা হবে গ্রাহকদের জন্য চমৎকার অভিজ্ঞতা।"

নতুন অ্যাপ ডাউনলোড ও রেজিস্ট্রেশনে রয়েছে বোনাস

রবি,জিপি ও এয়ারটেল থেকে এখন কোন প্রকার ইন্টারনেট চার্জ ছাড়াই চালানো যাবে উপায় এপ। তাছাড়া, নতুন অ্যাপ ডাউনলোড ও রেজিস্ট্রেশনে থাকছে নিচের বোনাসগুলি

সিম বোনাস
রবি ও এয়ারটেল সর্বোচ্চ ৪৫০ টাকা ক্যাশ রিওয়ার্ড ও ১ জিবি বোনাস
জিপি সর্বোচ্চ ২৫ টাকা ক্যাশ রিওয়ার্ড ও ৫০০ এমবি বোনাস

যেভাবে উপায় এপ ডাউনলোড করবেন

[এখানে] ক্লিক করে উপায় এপ ডাউনলোড করে নিতে পারেন

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★YouTube Update: মাত্র ৫০০ সাবস্ক্রাইবার হলেই ইউটিউবে পাওয়া যাবে কমিউনিটি ট্যাব

★★কম্পিউটারের জন্য প্রথম বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড তৈরি করলেন রক্তিম আশরাফুল🔥

The post জিপির পর এবার রবি-এয়ারটেলেও Upay অ্যাপ ইউজ করা যাবে ইন্টারনেট চার্জ ছাড়াই! সাথে রয়েছে ডাটা ও ক্যাশ রিওয়ার্ড 😍 appeared first on Trickbd.com.

আপনি যে তিন সময় মিথ্যা কথা বলতে পারবেন। যে তিনটি সময় মিথ্যা বলা জায়েজ জেনে রাখা ভালো।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

যে তিনটি সময় মিথ্যা বলা জায়েজ


প্রিয় পাঠকবৃন্দ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা সম্পূর্ণ না পড়লে আপনার ভুল বুঝতে পারেন তাই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। ইসলামী মিথ্যা বলা অন্যায় যারা মিথ্যা বলে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। মিথ্যা হল সকল পাপের জননী। এটা নিয়ে প্রবাদ রয়েছে। কিন্তু এত কঠিন বিধান এর পরেও ইসলামের তিনটি জায়গায় মিথ্যা বলার সরাসরি অনুমোদন রয়েছে। যে জায়গা গুলোতে মিথ্যা বলে কোন পাপ হবে না গুনা হবে না। তো সেটা কিরকম মিথ্যে চলুন জেনে নেই তার জন্য আটিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

এক নম্বর হলোঃ স্বামী তার স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা বলা জায়েজ। ওলামায়ে কেরামগণ তাদের ব্যাখ্যায় লিখে নিজের স্ত্রীরা যদি যিদ্দি হয়ে থাকে এখন আপনার কাছে যদি আপনার স্ত্রী কোন কিছু আবদার করে আর আপনি তা না করার বিষয়ে বলেন অর্থাৎ তখন যদি আপনি সাথে সাথে বলে দেন যে আপনি আবদার পূরণ করবেন না। তখন হতে পারে বউ ঘরে অশান্তি সৃষ্টি করতে পারে তাই সে ক্ষেত্রে স্ত্রীকে ঠান্ডা রাখার জন্য আপনি বলে দিলেন ঠিক আছে করে দিবো ইনশাল্লাহ। স্ত্রী যদি বলে আমাকে আকাশের চাঁদটাও এনে দাও তখনও আপনি বলতে পারেন ইনশাল্লাহ।

আমি যত দ্রুত সম্ভব তোমার জন্য চাঁদটা এনে দেওয়ার চেষ্টা করব। বা আমি যত দ্রুত সম্ভব তোমার জন্য চাঁদটা এনে দেবো। অথচ এটা বাস্তবে কখনই সম্ভব না তবুও আপনি যেহেতু মজবুর যদি মুখের উপর না বলে দেন তাহলে অনেক বড় ঝগড়ার কারণ হতে পারে। তাই এক্ষেত্রে বাঁচার জন্য ইসলামী শরীয়তে এক্ষেত্রে মিথ্যা বলার এজাজত দিয়েছে।

রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেন→স্বামী এবং স্ত্রী এমন মিথ্যা কথা বলতে পারবে যা দ্বারা ভালবাসা বৃদ্ধি পাবে আন্তরিকতা বৃদ্ধি পাবে এবং এই মিথ্যা থেকে কোন অকল্যাণ আসতে পারবে না মিথ্যা বলা যাবে সেটি ভালোর জন্যই।

দ্বিতীয় নম্বর বিষয় হলোঃ যুদ্ধ ময়দানে মিথ্যা বলা জায়েজ। এর ব্যাখ্যায় ওলামায়ে কেরামগণ বলেন ধরুন আপনি যুদ্ধের ময়দানে গ্রেপ্তার হলেন তখন আপনাকে জিজ্ঞাসা করল তোমরা কতজন সৈন্য তখন আপনি সেখানে যুদ্ধ কৌশল হিসেবে সংখ্যায় বেশি বলতে পারেন যেমন নবী করীম (সাঃ) ঘোষণা দেন আগামীকাল সকালে ফজরের নামাজ আদায় করে নিয়ে পূর্ব দিকে রওনা দেবো। কিন্তু দেখা যেত তিনি নামাজ শেষে পশ্চিম দিকে রওনা দিতেন। কারণ যে নামাজে মুনাফিক কেউ থাকতো তারা শত্রুদেরকে সে খবর দিয়ে দিত। রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম যুদ্ধকৌশল হিসেবেও এমনটি করতেন।

তিন নম্বর বিষয়টি হলোঃ দুজন লোকের মাঝে সন্ধি করতে বা ঝগড়া মিটাতে মিথ্যা বলা জায়েজ। যেমন আপনার দুই প্রতিবেশী ঝগড়া করে একে অপরের মুখ পর্যন্ত দেখেনা। আর তখন আপনি একজন প্রতিবেশীকে গিয়ে বললেন যে তুমি ওর সাথে কথা বলছো না অথচ দেখলাম সে তোমার খুব প্রশংসা করছে। তুমি যে তার অনেক ভালো প্রতিবেশী সেটা স্বীকার করেছে। কিন্তু এখন তুমি যে তার সাথে কথা বলছো না তাতে সে খুবই দুঃখিত।

তারপর দ্বিতীয়জন কেউ যখন দ্বিতীয় প্রতিবেশীর সাথে দেখা হবে তাকে একইভাবে বুঝালে দেখা যাবে আবার মিলে যাবে। এভাবে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া মেটাতে মিথ্যা বলা শরীয়তে জায়েজ আছে। তো প্রিয় পাঠকবৃন্দ আশা করি বিষয়টি বুঝাতে পারলাম

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

ভালো লাগলে আমার সাইটের পোস্ট গুলি দেখে আসতে পারেন এখানে আমি প্রতিদিন নতুন নতুন আপডেট দিয়ে থাকি আজকের আপডেট
link:

জীবনে একটা লক্ষ্য থাকা জুরুরি কেন।ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে আর্টিকেলটি একবার পড়ে নিন।

The post আপনি যে তিন সময় মিথ্যা কথা বলতে পারবেন। যে তিনটি সময় মিথ্যা বলা জায়েজ জেনে রাখা ভালো। appeared first on Trickbd.com.

ফিচারস এ ঠাসা নতুন আইফোন ১৩ সিরিজ | পারফরম্যান্স এবং ক্যামেরায় ই বাজিমাত।

Posted:


আইফোন মানে আভিজাত্য কম বেশি সবার মনেই ইচ্ছা থাকে আইফোন ব্যবহার করার বরাবরই নতুন আইফোন বাজারে এলে প্রযুক্তিপ্রেমীদের মনে প্রশ্ন জাগে নতুন কি কি ফিচার যুক্ত হলো এবারে মডেলে।

তবে আইফোন টুয়েলভ এর থেকে খুব বড় পরিবর্তন না থাকলেও আইফোন ১৩ এর বেশ কিছু নতুন ফিচারের মাধ্যমে চমক পেতে যাচ্ছে গ্রাহকরা।

ফাইভ-জি নেটওয়ার্ক সুবিধাযুক্ত আইফোন ১৩ এ সবচেয়ে বড় চমক নতুন প্রসেসর এতে A ফিফটিন বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে যেখানে আইফোন টুয়েলভ এ ছিল a14 বায়োনিক চিপ।

উন্নত করা হয়েছে আইফোন থার্টিন সিরিজের ব্যাটারিও আইফোন টুয়েলভ মিনি এর থার্টিন মিনি এর ব্যাটারি দেড় ঘণ্টার ও বেশি টিকে থাকবে বলে জানিয়েছে অ্যাপল।
আর আইফোন থার্টিন মডেলের ব্যাটারির আয়ু বেড়েছে আড়াই ঘন্টা।

এছাড়া সংযোজিত হয়েছে আরো অত্যাধুনিক ক্যামেরা ও ভিডিও আইফোন থার্টিন খুব কম আলোতে ও পরিষ্কার ছবি তুলতে সক্ষম এছাড়া ভিডিও কোয়ালিটি আগের চেয়ে বেড়েছে অনেক গুণ।

বাহ্যিক দিক থেকে ক্যামেরার ডিজাইনেও এসেছে পরিবর্তন কোনাকোনিভাবে ক্যামেরা বসানো হয়েছে এবারের মডেলে স্ক্রিনের ব্রাইটনেস ও বেড়েছে ২৮ গুণ।

আইফোন ১৩ প্র মডেলে এসেছে রঙের পরিবর্তন গারো নীল রং এর পরিবর্তে এবারে বাজারে ছাড়া হয়েছে হালকা নীল রঙের আইফোন ফোনের টাচ সিস্টেম ও নিয়ে আসা হয়েছে আরো মসৃণতা।


এছাড়াও তরুণদের মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছেন নতুন সংযোজিত সিনেমাটিক মুড এর মাধ্যমে অটোমেটিক কাছের বস্তুকে দ্রুত ফোকাস এবং তা পরিবর্তন করতে সক্ষম নতুন ফিচারটি।
শুধুমাত্র আইফোন ১৩ দিয়ে মুভি তৈরি করে ফেলতে পারবেন ব্যবহারকারীরা।


ডিজাইন এ কি চমক থাকছে?

অ্যাপেল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো মঙ্গলবার চার টি নতুন মডেলের আইফোন উন্মোচন করল মার্কিন প্রযুক্তি জায়ান্ট।
এ বছরেই বাজারে আসে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন ও থার্টিন মিনি সর্বনিম্ন ১২৮ থেকে ৫১২ জিবি পর্যন্ত রাখা হয়েছে স্টোরেজ ৭৯৯ ডলার বা বাংলাদেশি মূদ্রায় ৬৮ হাজার টাকা থেকে শুরু হচ্ছে আইফোন ১৩ এর দাম।

প্রথম দর্শনে কেউ পুলকিত হবেন না কারণ নকশায় নজরকাড়া পরিবর্তন আনা হয় নিয়ে আইফোন ১৩ সিরিজে অনেকটা টুয়েলভ সিরিজের ছাছ রাখা হয়েছে তাতে।

তবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল বলছে ব্যাটারি এবং পারফরম্যান্সের দিক থেকে পুরনো সব মডেলের তুলনায় এটি উচ্চমানের।
আগের থেকে ৫০ শতাংশ বেশি দ্রুত পারফরম্যান্স দিবে অ্যাপলের নতুন চিপ । পুরনো সিরিজের থেকে কমপক্ষে আড়াই ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেবে আইফোন থার্টিন


নতুন আইফোনে আরো থাকছে রিয়ার টুইন ক্যামেরা পেছনে থাকছে ১২ মেগাপিক্সেল এর দুটি ক্যামেরা ভিডিও কনটেন্ট তৈরি তেও নতুন আইফোন বেশ সুবিধা নিয়ে এসেছে ক্যামেরা দেয়া হয়েছে সিনেমাটিক মুড।

প্রসেসর এ ফিফটিন বায়োনিক .

সর্বনিম্ন ১২৮ থেকে ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা দিয়েছে প্রতিষ্ঠানটি ডিসপ্লেতেও আনা হয়েছে পরিবর্তন আগের মডেল গুলোর চেয়ে প্রায় ২০ ভাগ বেশি উজ্জ্বল।

আইফোন থার্টিন এর দাম কত ?

বাংলাদেশি মুদ্রায় ৬৮ হাজার থেকে ৯৪ হাজার এর মধ্যে রাখা হয়েছে দাম।
যা শিপমেন্টের কারণে ছাড়াবে লাখের ঘর।

আইফোন থার্টিন মোট পাঁচটি কালারে পাওয়া যাবে বাজারে।
থার্টিন থার্টিন মিনি থার্টিন প্র এবং থার্টি প্রো ম্যাক্স আগামী ২৪ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে এই সিরিজটি

ফ্রী ফায়ার আইডি সেল! আইডি ডিটেলস লেবেল ৫৭ লাইক ২৮০০+ প্রাইস ( ১,৬৫০ টাকা আলোচনা সাপেক্ষে) (যোগাযোগ ০১৯২২৮৫৯৪২৩

The post ফিচারস এ ঠাসা নতুন আইফোন ১৩ সিরিজ | পারফরম্যান্স এবং ক্যামেরায় ই বাজিমাত। appeared first on Trickbd.com.

পাবজি ও ফ্রি ফায়ার খেলুন কোনো বাফারিং ছাড়াই। ইনস্টল করুন chilli vpn

Posted:

আসসালামু আলাইকুম।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ অনেকদিন পর আবারো একটি দারুন অ্যাপ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।
দেরি না করে এবার কাজের কথায় আসা যাক।
আজ আপনাদের যে অ্যাপের কথা বলবো, এটি Free Fire ও PUBG খেলার জন্য বেস্ট একটি VPN অ্যাপ।

অ্যাপটিতে যা যা থাকছেঃ
১. সব সার্ভার ফ্রিতে দেওয়া আছে। কোনো সার্ভার এর জন্য পেমেন্ট করার প্রয়োজন নেই।

২. কিছু vip সার্ভার আছে যেগুলো অ্যাড দেখেই আনলক করতে পারবেন।

৩. সার্ভারগুলো খুব ফাস্ট এবং অ্যাপটি সম্পূর্ণ সিকিউরড।
৪. অ্যাপের মধ্যেই আপনার ডাউনলোড ও আপলোড স্পিড দেখতে পারবেন।
৫. খুব সহজেই যেকোনো সার্ভার কানেক্ট করতে পারবেন।
.
মন্তব্যঃ
আমার মতে অ্যাপটি খুবই ভালো ও এর ফিচারগুলোও দারুন। আমি নিজেও এই vpn ব্যাবহার করি। কোনো প্রকার বাফারিং করে না। যেকোনো গেইম ও ওয়েবপেইজ এই vpn এর মাধ্যমে আনলক করতে পারবেন
.
অ্যাপের নামঃ Chilli VPN
অ্যাপ ডাউনলোড লিংকঃ

https://play.google.com/store/apps/details?id=com.rlrakib.proxyserver
.

শীঘ্রই নতুন কোনো ট্রিকস, অ্যাপ বা ওয়েবসাইট রিভিউ নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।

The post পাবজি ও ফ্রি ফায়ার খেলুন কোনো বাফারিং ছাড়াই। ইনস্টল করুন chilli vpn appeared first on Trickbd.com.

পিশাচিনী (চমৎকার একটি ভূতের গল্পের বই) PDF Download

Posted:

পিশাচিনী বই রিভিউঃ

এই বইটি একটি ভৌতিক গল্পের বই বা ভুতের গল্পের বই ও বলা যায় সহজ ভাষায়। পিশাচিনী বইয়ের লেখক মুহম্মদ জাফর ইকবাল স্যার তার লেখা কয়েকটি ভুতের গল্পের বই ই পড়েছেন আপনারা ইতিমধ্যে। তার লেখনী খুবই চমৎকার যাইহোক বাকী ভূতের গল্পের বইগুলো থেকে এই বইটি এক্কেবারে অন্যরকম। এই বইটির মধ্যে রয়েছে ৯ টি ভুতের গল্প, এই নয়টি গল্পের মধ্যে সবগুলো যে খুব ভয়াবহ তা বললে চরম মিথ্যা কথা বলা হবে। এই বইটিতে কিছু গল্প মিডিয়াম লেভেলের ভয়াবহ, কিছু একটু বেশী লেভেলের ভয়াবহ আবার কিছু হালকা ভয়াবহ। পাঠক রিভিউ থেকে জানতে পারলাম বইটির ৯ টি গল্পের ২ টি গল্প একটু সাদামাটা আর বাকী ৭ টি গল্প খুবই চমৎকার যা সব পাঠকরা পড়ে সন্তুষ্ট।

এই বইয়ের ৯ টি গল্পঃ
১। পিশাচিনী
২। রহমত চাচার একরাত
৩। সহযাত্রী
৪। বন্ধ ঘর
৫। গাড়ি
৬। মুগাবালী
৭। নেকড়ে
৮। সুতোরন্তু
৯। মুতুয়াল পির

বইটির প্রথম গল্প পিশাচিনী, পিশাচিনী গল্পটি মুলত কালো জাদু (Black Magic) নিয়ে। এই গল্পটি সব বয়সী লোকদেরই ভালো লাগবে, গল্পটিতে দেখা যায় জামাল ও বন্যা নামের দুজনের দাম্পত্যজীবন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে মারা যায়। দুজনই মারা যায় অমাবস্যা রাতে।

মেয়েটি সুইসাইড করে, সুইসাইড করে মরার পর মেয়েটির আত্মা টিপুর কাছে আসত। এবং তার মৃত্যুর কারণ, উপকরণ টিপুকে জানাতো। ঘটনাটি এমন, মেয়েটি আত্মহত্যা করেনি বরং তার মা তাকে অগ্ধিদগ্ধ করে হত্যা করেছে। তার আরেকটি ভাইকেও তার মা হত্যা করেছে। বন্যা মেয়েটির কিছু অলৌকিক ক্ষমতা আছে। তিনি ভূতের উপাসনা উপসর্পণ করতেন। বইটি পড়লে বিস্তারিত ভাবে জানতে পারবেন।

রহমত চাচার একরাত এই গল্পটি একটি গ্রামের পটভূমিতে লেখা, একটি লাশকাটা ঘরে কিছু ভয়ার্ত অনুভূতির কথা নিয়ে গল্পটি লেখা। লাশ কাটা ঘরে রহমত চাচার ভয়ংকর অভিজ্ঞতার কথা বর্ণিত হয়েছে এখানে। গল্পে লেখক যে ঘটনার কথা বলেছেন তা কি রহমত চাচার সাথে আসলেই ঘটেছিল নাকি কেবলই ছিল এটা তার হ্যালুসিনেশন, তা গল্পটি সম্পুর্ন পড়লে বুঝতে পারবেন।

গাড়ি গল্পটি ও বেশ ভাল লেগেছে আমার কাছে, সেকেন্ডহ্যান্ড একটা গাড়ির ভেতরে একটি বাচ্চা মেয়ে ঢুকলে গাড়ির পূর্বতন মালিকদের একজনের আত্মা তার ওপর ভর করে, এমনই কাহিনী গল্পের। যারা ভুতের গল্প পড়তে পছন্দ করেন তারা অবশ্যই এই বইটি পড়বেন, খুবই চমৎকার একটি বই। সমার্থ থাকলে হার্ড কপি কিনে পড়বেন।

বইয়ের নামঃ পিশাচিনী
বইয়ের লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল
পৃষ্ঠা সংখ্যাঃ ১১৮ টি।
বইয়ের ধরনঃ ভূতের গল্পের বই (আরো ৫ টি ভূতের গল্পের PDF)
পিডিএফ সাইজঃ ১৯ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download

১। প্যারাময় লাইফের প্যারাসিটামল বই by ঝংকার মাহবুব PDF Download
২। নতুন নতুন বাংলা ইসলামীক গজলের Lyrics, Audio, Video Download করতে এবং সাস্থ বিষয়ক টিপস পেতে ভিজিট করুন 👇
https://www.desherjonno.com

The post পিশাচিনী (চমৎকার একটি ভূতের গল্পের বই) PDF Download appeared first on Trickbd.com.

SSC 2022 এর বাংলা ২য় অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(8 th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2022 এর বাংলা ২য় ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of SSC 2022

বাংলা ২য় অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

বাংলা ২য় এর ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

আরো পড়ুন

ভাইবারের কথা বলুন একদম ফ্রিতেই যেকোনো নাম্বারে

কেনো আপনি ভালো ইন্টারনেট গতি পান না?? দেখে নিন কিভাবে বাড়াবেন আপনার ইন্টারনেট গতি!!

তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

খোদা হফেজ।

The post SSC 2022 এর বাংলা ২য় অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(8 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

আত্মমর্যাদা বা আত্মসম্মান কি?

Posted:

আমরা নিজের সম্পর্কে যে বিচার, মতামত, মূল্যায়ন করি, সেটাই হলো আত্মমর্যাদা। অন্যভাবে বললে, আমাদের সম্পর্কে নিজের যে আবেগীয় মূল্যায়ন এবং নিজের প্রতি নিজের যে দৃষ্টিভঙ্গি, নিজের প্রতি নিজের অনুভূতি, সেটাই হলো আত্মসম্মান বা আত্মমর্যাদা। স্মিথ অ্যান্ড ম্যাকলের মতে, আমরা নিজের সম্পর্কে যা কিছু মনে করি, সেটাই হলো আত্মমর্যাদা।

ক. আত্মমর্যাদা কিভাবে তৈরি হয়
আত্মসম্মান সারাজীবনের অভিজ্ঞতার আলোকে তৈরি হয়। অতীত অভিজ্ঞতাগুলো যদি ইতিবাচক হয়, তাহলে আপনার মধ্যে উচ্চ আত্মসম্মানবোধ তৈরি হবে। আর যদি নেতিবাচক হয়, তাহলে নিম্ন আত্মসম্মানবোধ তৈরি হবে।

অতীত এবং বর্তমান জীবনের সব আন্তঃব্যক্তিক সম্পর্কগুলোও আত্মসম্মান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।যদি আপনার প্রতিটি সম্পর্ক সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারেন, দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আত্মসম্মানবোধ বেড়ে যাবে।

জীবনে যত মানুষের সাথে দেখা হয়েছে, সবাই হয় আপনার আত্মসম্মানবোধ বাড়িয়ে দিয়েছে; না হয় কমিয়ে দিয়েছে। তবে আত্মসম্মানবোধ সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে।

খ.আত্মমর্যাদার প্রকারভেদ
সাধারণত তিন রকমের আত্মমর্যাদাবোধ দেখা যায়। একই ব্যক্তির মধ্যে সময়ের পরিক্রমায় আত্মসম্মানের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। স্ফীত আত্মসম্মানবোধ: নিজের সম্মানকে খুব ফুলিয়ে ফাপিয়ে প্রকাশ করেন।

যতটা না, তার চেয়েও বেশি সে প্রকাশ করেন বিভিন্ন আচরণের মাধ্যমে। তারা মনে করেন, অন্যদের চেয়ে অনেক ভালো, অনেক সম্মানিত এবং অনেক উপরে। তাই তারা আশেপাশের সবাইকে খুবই অবমূল্যায়ন করতে পিছপা হন না।এটি খুবই নেতিবাচক আত্মসম্মানবোধ।

যেহেতু এর জন্য ব্যক্তি অন্যদের সাথে স্নেহময় এবং সুসম্পর্ক বজায় রাখতে পারেন না। তারা সব সময় যেকোনো প্রতিযোগিতায় উপস্থিত থাকেন এবং যেকোনো মূল্যে সর্বদা শীর্ষে আসতে চান। সফলতাই তাদের কাছে সুখ। তাই যেকোনো মূল্যে অন্যকে খাটো করে, অন্যের ক্ষতি করে তারা সফল হতে চান। কিন্তু বাস্তবতা হলো, এরকম মনোভাবের কারণে তারা সত্যিকার অর্থে সুখী হন না।

তারা অন্যের কথা শুনতে চান না এবং নিজের সমালোচনা সহ্য করতে পারেন না বা মেনে নেন না। নিজের ভুল-ভ্রান্তিগুলো শুধরে নিতে চান না। অনবরত অন্যকে দোষারোপ করে থাকেন। উপরন্তু তারা অন্যদের অবমূল্যায়ন করেন এবং তাদের প্রতি শত্রুভাবাপন্ন আচরণ করেন। এ ধরনের স্ফীত আত্মসম্মানী মানুষের পক্ষে অন্যদের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব হয় না। তারা সব সময় অন্যকে নিজের প্রতিপক্ষ মনে করেন।

গ. উচ্চ আত্মসম্মানবোধ
উচ্চ আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তি যেমনই হোক, নিজেকে গ্রহণ করেন এবং নিজেকে মূল্য দেন। এটি ইতিবাচক আত্মসম্মান। যেখানে ব্যক্তি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকেন। তাদের জীবনে যে বাধা-বিপত্তিগুলো আসে, সেটা তারা নিজের প্রতি আত্মবিশ্বাস ও সাহস দিয়ে মোকাবিলা করে সামনে এগিয়ে যান।

আমেরিকান-কানাডিয়ান সাইকোথেরাপিস্ট নাথানিয়েল ব্রান্ডেনের মতে, 'উচ্চ আত্মসম্মানী ব্যক্তি নিজেদের অন্যের চেয়ে উচ্চতর বা অন্যের উপর প্রতিষ্ঠিত করতে পরিচালিত হন না। তারা অন্যের সাথে নিজেকে প্রতিযোগিতায় লিপ্ত করেন না বা নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য মরিয়া হয়ে ওঠেন না।

তারা যেমন আছেন তেমনই সুখী অনুভব করেন। তারা অন্যের চেয়ে ভালো হওয়ার বা অন্যের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার মধ্যে সুখ খুঁজতে চান না।'এ ধরনের মানুষ সব সময় নতুনদের সাথে মিশতে পছন্দ করেন, নতুন বা চ্যালেঞ্জিং এবং সৃজনশীল কাজ করতে পছন্দ করেন। অন্যরা তাদের কিভাবে মূল্যায়ন করবেন, এটা নিয়ে দুশ্চিন্তা করেন না। নিজে যেমন, তেমনই নিজেকে প্রকাশ করেন।

কোনো ভুল করলে সেটা মেনে নিয়ে নিজেকে শোধরানোর চেষ্টা করেন। তারা অন্যের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নমনীয়তা তাদের আচরণে পরিলক্ষিত হয়। জীবনের উত্থান-পতনের সাথে তারা মানিয়ে নিতে পারেন। উচ্চ আত্মমর্যাদার অধিকারী মানুষ তাদের জীবনের সব আন্তঃব্যক্তিক সম্পর্কগুলো সুন্দরভাবে পরিচালিত করতে পারেন।

ঘ. নিচু আত্মমর্যাদা
উচ্চ আত্মমর্যাদার পুরোপুরি বিপরীত হলো নিচু আত্মমর্যাদা। নিজেরাই নিজেদের প্রতি আস্থা রাখতে পারেন না, নিজেকে মূল্যহীন মনে করেন। নিজেদের সামর্থের উপর নির্ভর করতে পারেন না। সব সময় নিরাপত্তাহীনতায় ভোগেন। কোনো কাজ শুরু করার আগেই ব্যর্থতার ভয় পেয়ে বসে।

তারাই মূলত অসুখী মানুষের মডেল।সব কিছু যদি সঠিকভাবে চলে, তাহলে নিচু আত্মমর্যাদার লোকজন আনন্দে সময় কাটান। কিন্তু যখনই কোনো ছোটখাটো বিষয় খারাপ হয়, তখনই তাদের আত্মমর্যাদা দ্রুত হ্রাস পেতে থাকে। তারা অন্যদের দ্বারা সহজেই প্রভাবিত হন।

নিজের কোনো ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে পারেন না। তারা অন্যদের মত কখনোই ভালো বা সেরা হতে পারবেন না, এমন মনোভাব পোষণ করেন।তারা বেশিরভাগ সময়ই একা থাকতে পছন্দ করেন। সৃজনশীল বা নতুন কোনো কাজ শুরু করতে চান না ব্যর্থ হওয়ার ভয়ে।

তারা সব কিছু নিয়েই দুশ্চিন্তা করেন কিন্তু কিছুই করেন না। 'আমি কিছুই পারবো না, আমার দ্বারা কিছুই সম্ভব নয়, আমি একজন অসফল মানুষ'- এরকম মনোভাব পোষণ করেন সব সময়। আত্মমর্যাদা বাড়ানোর উপায়: যদিও আত্মমর্যাদাবোধ ছোটবেলা থেকেই গড়ে ওঠে। তবুও নিন্মোক্ত উপায়গুলোর মাধ্যমে একজন ব্যক্তি আত্মমর্যাদা বাড়াতে চেষ্টা করতে পারেন।

The post আত্মমর্যাদা বা আত্মসম্মান কি? appeared first on Trickbd.com.

ইনস্টাগ্রাম থেকে আয় করার উপায় 2021

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। অনলাইনে ইনকাম করার জন্য নানারকম উপায় রয়েছে। আপনি হয়তো জানেন ইউটিউব এবং ফেসবুক মনিটাইজেশন এর মাধ্যমে আয় করা যায়। ঠিক তেমনি আপনি কি জানেন ইন্সটাগ্রাম এর মাধ্যমে অনলাইন থেকে আপনারা যায়।

হ্যাঁ ভাইয়েরা আপনারা কি শুনেছেন ইনস্টাগ্রাম থেকে আয় করা যায়।সাধারণত আজকের এ আর্টিকেল থেকে আমরা ইনস্টাগ্রাম থেকে আয় করা যায় কিভাবে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব । তাই আর্টিকেল এর শুরুতেই বলবো আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ার জন্য।

ইনস্টাগ্রাম কি এবং কিভাবে ইনস্টাগ্রাম থেকে আয় করা যায়?

ইনস্টাগ্রাম: ইনস্টাগ্রাম হল ইউটিউব ফেসবুকের মতো একটি অনলাইন প্লাটফর্ম। ইনস্টাগ্রামে আপনি ফটো আপলোড লেখালেখি এবং ভিডিও দেখতে পারবেন।এমনকি আপনি নিজেও ভিডিও আপলোড করতে পারবেন লেখালেখি করতে পারবেনা ফটো আপলোড করতে পারবেন ইনস্টাগ্রামে।

ইনস্টাগ্রাম থেকে আপনি ইনকাম করতে পারবেন।তবে তার জন্য আপনাকে ইনস্টাগ্রামে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।যেমন আপনি ফেসবুকে অ্যাকাউন্ট না থাকলে ফেসবুক একাউন্ট চালাতে পারবেন না।ঠিক তেমনি ইনস্টাগ্রামে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

আর আপনি যদি ইনস্টাগ্রাম থেকে আয় করতে চান তাহলে আপনার অনেক অডিয়েন্স এর দরকার হবে। অডিয়েন্স ছাড়া আপনি কখনোই ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারবেন না। ইনস্টাগ্রাম থেকে আয় করার কিছু নিয়ম রয়েছে সেগুলো নিম্নে দেওয়া হল:

সুন্দর বায়ো প্রোফাইলে দিন: ইনস্টাগ্রাম একাউন্ট তৈরী করার পর আপনাকে প্রোফাইলে সুন্দর বায়ো দিতে হবে। যেহেতু ইনস্টাগ্রামে আপনার ফলোয়ার না থাকলে ইনকাম হবে না। সেহেতু আপনার সব সময় মাথায় থাকতে হবে কিভাবে ফলোয়ার বাড়াবেন।

ফলোয়ার বাড়ানোর জন্য ইনস্টাগ্রামের প্রোফাইলের বায়ো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ইনস্টাগ্রাম একাউন্টে আপনার বায়ো খুব সুন্দর ভাবে দিবেন। এতে করে আপনার ইনস্টাগ্রাম একাউন্ট এ ফলোয়ার বৃদ্ধি পেতে পারে।

নিয়মিত পোস্ট করা: আমি আগেই বলেছি ইনস্টাগ্রাম থেকে ইনকাম করার জন্য আপনাকে অনেক ফলোয়ার বা অডিয়েন্স হতে হবে। তার জন্য আপনাকে নিয়মিত সুন্দর পোস্ট করতে হবে। যাতে করে আপনার পোস্ট মানুষের ভালো লাগে এবং আপনাকে ফলো করবে।

হাই কোয়ালিটি ফটো আপলোড: ইনস্টাগ্রাম যেহেতু অনলাইনে সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। এখানে অনেক বিখ্যাত লোকেরাও থাকে। সেহেতু আপনাকে ফটো আপলোড করতে হবে হাই কোয়ালিটি সম্পূর্ণ।

হাই কোয়ালিটি ফটো আপলোড অনেকেই পছন্দ করে। হয়তোবা আপনার ফটো আপলোড করার কারণে অনেক ফলোয়ার পেয়ে যেতে পারেন। তাই প্রতিনিয়তঃ হাই কোয়ালিটি ফটো ইনস্টাগ্রামে আপলোড করুন।

ইনস্টাগ্রাম থেকে আয় করার জন্য আপনার ফলোয়ার বা অডিয়েন্স দরকার হবেই যেটা আমি আগেই বলেছি। আপনার মনে প্রশ্ন জাগতে পারে শুধু কি ফলোয়ার বৃদ্ধি করলে ইনস্টাগ্রাম থেকে আয় করা যায়?

সত্যিকার অর্থে ইনস্টাগ্রাম থেকে আয় করার কোন নিয়ম নেই। কিন্তু ইনকাম করার বেশ কিছু টেকনিক রয়েছে। এই টেকনিকগুলো কাজে লাগে আপনি খুব সহজেই ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারবেন। বিস্তারিত এই সম্পর্কে নিচে বর্ণনা করা হলো।

কিভাবে ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারবেন?

ইনস্টাগ্রাম থেকে আয়: যখন আপনার ইনস্টাগ্রামে ভালো ফলোয়ার হবে তখন আপনি ইনস্টাগ্রামে আয় করতে পারবেন। আমি আবার বলছি ইনস্টাগ্রাম থেকে আয় করার জন্য আপনার অনেক ফলোয়ার থাকতে হবে। তাহলেই কেবল আপনি ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারবেন।

ইনস্টাগ্রামে ছবি বিক্রি করে আয়: অনলাইনে ছবি বিক্রি করে আয় করার দারুন প্ল্যাটফর্ম রয়েছে। এমনকি এমন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে প্রতিটা ছবির মূল্য 100 ডলারের উপরে। এবং সর্বনিম্ন 1 ডলার পর্যন্ত।

আপনি যদি ইনস্টাগ্রাম থেকে আয় করতে চান তাহলে এই মাধ্যমটি কাজে লাগিয়ে ইনকাম করতে পারেন। যেমন আপনি ফটো বিক্রি করে আয় করার একটি প্লাটফর্মে যুক্ত হয়েছেন। এখন আপনার যত ছবি বিক্রি হবে ততো বেশি ইনকাম হবে।

এখন আপনি আপনার প্ল্যাটফর্মের ছবির বিবরণ ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। যেহেতু আপনার ইনস্টাগ্রামে ভালো পরিমাণ ফলোয়ার রয়েছে। এখান থেকে আপনি কম করে হলেও আপনার ছবি বিক্রি করতে পারবন। আপনি চাইলে এই পদ্ধতি অবলম্বন করে ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারবেন।

স্পনসর বিজ্ঞাপনের মাধ্যমে ইনস্টাগ্রামে আয়: আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম একাউন্ট এ স্পন্সার বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারবেন। তবে তার জন্য আপনার ইনস্টাগ্রাম একাউন্ট এ প্রায় 10 হাজার ফলোয়ার থাকতে হবে। আমি উদাহরণ হিসেবে 10 হাজার ফলোয়ার এর কথা বলেছি।

যদি 7 অথবা 8 হাজার ফলোয়ার থাকে তবুও আপনি ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারবেন। যদি আপনি স্পন্সর বিজ্ঞাপন দেখে ইনকাম করতে চান তাহলে। এর জন্য আপনাকে স্পন্সর এর জন্য আবেদন করতে হবে বিভিন্ন কোম্পানিতে। কোম্পানি যদি আপনাকে উপযোগী মনে করে, তাহলে আপনাকে স্পন্সার বিজ্ঞাপন দিবে।

এই বিজ্ঞাপন আপনি আপনার ইনস্টাগ্রাম একাউন্টের শেয়ার করে আয় করতে পারেন। যেহেতু আপনার ভালো পরিমাণ ফলোয়ার বা অডিয়েন্স রয়েছে।মাত্র একটি স্পন্সর বিজ্ঞাপন দেখে আপনি 10 থেকে 15 ডলার আয় করতে পারবেন। তাছাড়া তাদের সাথে চুক্তি করে আপনি স্পন্সার শীপ এর মাধ্যমে আয় করতে পারেন ইনস্টাগ্রাম থেকে।

গুরুত্বপূর্ণ কিছু পরামর্শগুলো

* ইনস্টাগ্রামে ইনকাম করতে হলে অবশ্যই ভালো পরিমাণে আপনার ফলোয়ার থাকতে হবে।

* কখনোই আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে ফেইক কোন ইনফরমেশন শেয়ার করবেন না।

* আপনার অডিয়েন্স বা ফলোয়ার ধরে রাখতে নিয়মিত তাদের সাথে কথা বলুন।

* আপনার অডিয়েন্স বা ফলোয়ারের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করুন।

* পরিশেষে ইনস্টাগ্রাম থেকে আয় করতে হলে আপনার ভিতরে থাকতে হবে, সততা, ধৈর্য, পরিশ্রমই, ইচ্ছাশক্তি ইত্যাদি।

আর্টিকেল এর শেষ কথা


পরিশেষে বন্ধুরা আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আর্টিকেলটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন।আজকের আর্টিকেলটি কেমন লাগলো কমেন্ট এর মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না।

আর্টিকেল সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি সাহায্য করার চেষ্টা করব। আজকের আর্টিকেলটি এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোন পোষ্টের সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আসসালামুআলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

The post ইনস্টাগ্রাম থেকে আয় করার উপায় 2021 appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments