Search box..

API কী? What is an API? (Application Programming Interface)

API কী? What is an API? (Application Programming Interface)


API কী? What is an API? (Application Programming Interface)

Posted:

এপিআই (API) হল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (Application Programming Interface) এর সংক্ষিপ্ত রূপ, যা একটি সফটওয়্যার মধ্যবর্তী বা ইন্টারমিডিয়ারি যা দুটি অ্যাপ্লিকেশনকে একে অপরের সাথে কথা বলতে সাহায্য করে। প্রত্যেকবার যখন আপনি ফেসবুকের মতো একটি অ্যাপ ব্যবহার করে থাকেন, যখন একটি ইন্সট্যান্ট ম্যাসেজ পাঠান, অথবা আপনার ফোনের আবহাওয়া (Weather) চেক করে থাকেন, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনি একটি API ব্যবহার করছেন।

API এর উদাহরণ কি?

যখন আপনি আপনার মোবাইল ফোনে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, তখন অ্যাপ্লিকেশনটি ইন্টারনেটের সাথে কানেক্ট হয় এবং একটি নির্দিষ্ট সার্ভারে ডেটা পাঠায়। সেই সার্ভার তারপর সেই তথ্য রিকোভার করে, এটি বিস্তারিত ব্যাখা করে, প্রয়োজনীয় তথ্য কালেক্ট করে এবং পুনরায় আপনার ফোনে তথ্য ফেরত পাঠায়। অ্যাপ্লিকেশনটি তখন সেই ডেটার ব্যাখ্যা করে এবং আপনাকে পড়তে পাড়ার মতো উপযুক্ত ডেটা আপনার মোবাইল ফোনে উপস্থাপন করে যা আপনি চান। আসলে এটাই হচ্ছে এপিআই (API) এবং এসব সমস্তকিছু API এর মাধ্যমেই ঘটে।

 

Api

আরো সহজভাবে এবং বিস্তারিতভাবে বলতে গেলে, ধরুন আপনি একটি রেস্টুরেন্টের খাবার টেবিলে বসে আছেন এবং সেখানে টেবিলের উপর খাবার অর্ডার করার জন্য পছন্দের একটি মেনু রয়েছে। রান্নাঘর হল ‘System’ এর অংশ যা আপনার অর্ডার করা খাবারটি প্রস্তুত করবে।

এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে একটি বিষয় অনুপস্থিত আছে এবং তা হলো রান্নাঘরে আপনার পছন্দের খাবারের অর্ডার পাঠানো এবং সেখান থেকে আপনার খাবার টেবিলে আবার সেটাকে নিয়ে আসা। এখানে আপনার পছন্দের খাবার অর্ডার করার পর রান্নাঘর (সিস্টেম) কে জানানোর জন্য যে ব্যাপারটি আবশ্যক তা রেস্টুরেন্টের ভাষ্যমতে ‘ওয়েটার’ এবং সিস্টেমের ভাষ্যমতে ‘API‘ ।

আরো পড়ুনঃ আপনার সাইটে Contact Form এর পরিবর্তে Google Form ব্যবহার করুন

 

এই ওয়েটার হচ্ছে আপনার একটা বার্তাবাহকের মতো কাজ করবে, অর্থাৎ সিস্টেম অনুসারে সে আপনার ম্যাসেঞ্জার। সে আপনার অর্ডার করা খাবারের লিস্ট রেস্টুরেন্টকে জানাবে যে রান্নাঘর আসলে কি রান্না করবে। এরপর ওয়েটার আপনার কাছে সেই অর্ডার করা খাবারটি আপনার খাবার টেবিলে ফেরত নিয়ে আসে।

এখানে একটি বাস্তব জীবনের API এর উদাহরণ। আশা করি আপনি অনলাইনে ফ্লাইট বুকিং – এর সাথে পরিচিত আছেন। রেস্টুরেন্টের মেনুর মতো, আপনার কাছে বিভিন্ন শহরের, শহর থেকে বাহিরে যাওয়ার এবং রিটার্ন হওয়ার তারিখ এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন ফিচার্স রয়েছে এই ওয়েবসাইটগুলোতে।

একটি উদাহরণ দিয়ে দেখাতে গেলে, ধরুন আমরা কল্পনা করি যে, আপনি একটি এয়ারলাইন ওয়েবসাইটে ফ্লাইট বুক করতে চান। সেক্ষেত্রে আপনাকে প্রথমে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনি আপনার বর্তমান শহর এবং তারিখ, কেবিন, ক্লাস, সেইসাথে অন্যান্য ভেরিয়েবল পছন্দ করতে হবে। আপনার ফ্লাইট বুক করার জন্য, আপনাকে তাদের ডেটাবেস অ্যাক্সেস করতে এয়ারলাইনের ওয়েবসাইটের কোনো প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হবে এবং দেখতে হবে যেকোনো তারিখে কোনো খালি সিট পাওয়া যায় কি না এবং খরচ কত হতে পারে।

যাইহোক, যদি আপনি এয়ারলাইনসের ওয়েবসাইট ব্যবহার না করে থাকেন এবং এমন একটি ওয়েবসাইট আছে যার তথ্যে সরাসরি অ্যাক্সেস আছে তাহলে কেমন হবে? কেমন হবে যদি আপনি একটি অনলাইন ট্র‍্যাভেল সার্ভিস (Online Travel Service) ব্যবহার করেন, যেমন কায়াক বা এক্সপিডিয়া, যা বেশ কয়েকটি এয়ারলাইনস ডেটাবেস থেকে তথ্য সংগ্রহ করে থাকে?

এই ক্ষেত্রে ট্রাভেল সার্ভিস এয়ারলাইনের API- এর সাথে যোগাযোগ করে। এই API -ই হল প্রোগ্রামিং ইন্টারফেস (Programming Interface) যা আপনার রেস্টুরেন্টের ওয়েটারের মত যে কি না আপনার দেওয়া তথ্য মূল ডেটাভেযে প্রেরণ করে পুনরায় আবার তথ্য রিটার্ন করে, সেই অনলাইন ট্রাভেল সার্ভিসের মাধ্যমে এয়ারলাইনের ডাটাবেস থেকে সিট বুকিং, ব্যাগেজ অপশন ইত্যাদি থেকে তথ্য পেতে জিজ্ঞেস করা যেতে পারে। এপিআই (API) তখন আপনার রিকোয়েস্টের জন্য এয়ারলাইনের রেস্পনস গ্রহণ করে এবং তা সঠিকভাবে প্রেরণ করে অনলাইন ট্রাভেল সার্ভিসকে, এরপর আপনাকে সবচেয়ে রিসেন্ট আপডেটেড এবং রিলেভেন্ট তথ্য দেখায়।

একটি API আমাদের যা প্রদান করে তা কী সুরক্ষিত?

আপনি হয়তো জেনে আনন্দিত হবেন যে, আপনার ফোনের ডেটা কখনই সার্ভারের কাছে পুরোপুরিভাবে উন্মুক্ত (Exposed) হয় না এবং এটা জেনেও অবাক হবেন যে, ঠিক একইভাবে সার্ভারটিও কখনোই আপনার ফোনে সম্পূর্ণরূপে উন্মুক্ত হয় না। এর পরিবর্তে, প্রত্যেকে ছোট ডেটা প্যাকের মাধ্যমে যোগাযোগ করে এবং শুধুমাত্র প্রয়োজনীয় কোনো কিছু শেয়ার করে থাকে – যেমন টেকআউট অথবা অর্ডার করা। উদাহরণস্বরূপ, আপনি রেস্টুরেন্টকে যখন বলেন ‘আপনি কী খেতে চান’, তারা আপনাকে বলে থাকে যে ‘তাদের মাধ্যমে আপনি কী চান’ এবং তারপর, আপনি আপনার অর্ডার করা পছন্দের খাবারটি পেয়ে যান।

API গুলো এত মূল্যবান হয়ে উঠেছে যে তারা অনেক ব্যবসার আয়ের একটি বড় অংশকে অন্তর্ভুক্ত করে। গুগল, ইবে, সেলসফোর্স.কম, অ্যামাজন এবং এক্সপিডিয়ার মতো বড় কোম্পানিগুলো তাদের এপিআই থেকে টাকা উপার্জন করে। “API Economy” বলতে যা বোঝায় তা হলো API গুলোর এই মার্কেটপ্লেস।

আধুনিক এপিআই (The Modern API)

বছরের পর বছর ধরে, একটি ‘API’ যা প্রায়শই একটি অ্যাপ্লিকেশনের সাথে যেকোন ধরণের জেনেরিক কানেক্টিভিটি ইন্টারফেস (Generic Connectivity Interface) বর্ণনা করে। অতি সম্প্রতি, আধুনিক এপিআই কিছু ফিচার্স সহ তৈরী যা তাদেরকে যেকোনো কাজে অসাধারণ, মূল্যবান এবং প্রয়োজনীয় করে তোলেঃ

  • আধুনিক এপিআই গুলো স্ট্যান্ডারস মান মেনে চলে (সাধারণত HTTP এবং REST), যা ডেভেলপার ফ্রেন্ডলি, সহজেই অ্যাক্সেসযোগ্য এবং সহজেই বোঝা যায়।
  • তাদেরকে কোডের চেয়ে একটি ব্যবহারযোগ্য পণ্যের মতো দেখা করা হয়। আধুনিক এপিআই গুল্ক নির্দিষ্ট দর্শকদের (যেমন, মোবাইল ডেভেলপার) ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে, সেগুলো ডকুমেন্টেড করা হয়েছে এবং সেগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীরা এর রক্ষণাবেক্ষণ এবং জীবনচক্র (Lifestyle) সম্পর্কে নির্দিষ্ট এক্সপেকটেশন রাখতে পারে।
  • যেহেতু তারা অনেক বেশি উন্নত এবং মানসম্মত তাই তাদের সিকিউরিটি এবং শাসন ব্যবস্থার জন্য অনেক পাওয়ারফুল ডিসিপ্লিন রয়েছে, পাশাপাশি পারফরম্যান্স এবং স্কেলের জন্য মনিটরিং এবং ম্যানেজ করা হয়ে থাকে।

এপিআই সম্পর্কে আরও জানতে এবং কীভাবে একটি দুর্দান্ত এপিআই ডিজাইন করতে হয় শিখতে এই ‘ই-বুক‘ টি ডাউনলোড করুন। এটা হচ্ছে নিখুঁত এপিআই ডিজাইন করার একটি গাইড।

The post API কী? What is an API? (Application Programming Interface) appeared first on Trickbd.com.

অষ্টম শ্রেণির এর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(19 th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি অষ্টম শ্রেণির এর বিজ্ঞান ১৯ তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of 8

বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

বিজ্ঞান এর ১৯ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

Trickbd new update

ট্রিকবিডি তে নতুন আপডেট এসেছে তাই এই পোস্ট গুলো নন প্রফিট হিসাবে ধরা হয়েছে। তবে আমি আপনাদের কে অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আমি জাভা ইউজার দের জন্য এই অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে থাকি। আমি জানি জাভা ইউজার দের জন্য কত কষ্ট এই সমাধান গুলো বের করতে। তাই অনেক দিন থেকে অ্যাসাইনমেন্ট এর সমাধান দিয়ে থাকি। আর ভবিষ্যতে ও দিয়ে থাকবো ইনশাআল্লাহ।

আরো পড়ুন

বাংলালিংক সিমে ১.৫ জিবি ফ্রী ইন্টারনেট পেতে Click করুন


ফেসবুকে এসেছে নতুন আপডেট 28 অক্টোবর এর আগে সিকিউরিটি অন না করলে আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যেতে!! [ যেভাবে অন করবেন দেখে নিন]

তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

খোদা হফেজ।

The post অষ্টম শ্রেণির এর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(19 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

৯৯টাকা সাবক্রিপশন ছাড়া যেভাবে T20 World Cup দেখবেন, ফোন ও PC তে কোন প্রকার ঝামেলা ছাড়া।

Posted:

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছে। ২ দিন আগে থেকে বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। এই বার এর বিশ্বকাপ কোয়ালিফায়ার্স রাউন্ড এ বাংলাদেশ এর মোট ৩টি খেলা রয়েছে। তার একটি ম্যাচ আলরেডি অনুষ্ঠিত হয়ে গিয়েছে। তাছাড়া অনান্য দলেরো ম্যাচ রয়েছে।
উক্ত ম্যাচ গুলো আপনার ফোনে কিভাবে দেখবেন।
বাংলাদেশ এ এই বার গাজি টিভি YouTube এ রাবিটহোল এর সৌজন্যে খেলা প্রচার করার কোন অনুমোদন পাই নি। কারণ ICC নীতিমালা স্পষ্ট ভাবে লিখা আছে যে কেউ YouTube লাইভ করার রাইট পাবে না। তাই GTV YouTube লাইভ না করে Rabbitholbd তে ৯৯ টাকা ১ মাস এর সাবক্রিপশনে খেলা দেখার আয়োজন করেছে। আমাদের মত মধ্যবিত্ত দেশ এর মানুষ যারা দিন আনে দিন খায়,  তাদের কাছে ৯৯টাকা সাবক্রিপশন অনেক বড় একটি যন্ত্রণাদায়ক সাথে MB খরচতো আছেই। ।  তাছাড়া তারা কোয়ালিটি অপশন ও রাখে নি। তাই হুর হুর করে অনেক mb খরচ হয়ে যাবে। তাদের বাংলাদেশ এ রাইট থাকার স্বত্ত্বেও তারা তাদের ভিডিও তে ওয়াটার মার্ক ব্যবহার করছে। তা সত্যি অপেশাদারিত্ব।  যেখানে hotstar সাবক্রিপশন এ বাংলা সহ অনান্য ভাষায় ওয়াটার মার্ক ছাড়া লাইভ দেখাচ্ছে সেখানে GTV 99tk নিয়ে উলটা টা করছে।
যাই হোক এত কথা বাদ দিয়ে যে ভাবে ৯৯টাকা সাবক্রিপশন ছাড়া ফ্রিতে বাংলাদেশ এর খেলা দেখবেন সেই কথায় আসি।

প্রথমে Link থেকে DurbinLIVE আপ্পস টি ডাউনলোড করে নিন লিংকঃ
Download link
Download link2

তারপর ইন্সটল করার পর ভিতর থেকে উপরের ICC T20 লিখায় ক্লিক করে খেলা দেখতে পারবেন। নিচের স্কিনশর্ট এর মতো।


দেখতে পারবেন বিভিন্ন কোয়ালিটি তে তার জন্য
প্রথমে চ্যানেল প্লে করে নিচের দেখানো স্থানে ক্লিক করুন

তার পর দেখবেন কোয়ালিটি যে টা ভালো লাগে সেটা সিলেক্ট করুন

অথবা যারা পিসি চালান তারা নিচের ওয়েবসাইট থেকে ও লাইভ খেলা দেখতে পারবেন।৷ লিংকঃ
ICC world Cup link
এবং
GTV Link

নিশ্চন্তে খেলা দেখুন। আর বাংলাদেশ এর জন্য সবাই দোয়া রাখবেন।
ধন্যবাদ।
কোন প্রভলেম হলে টেলিগ্রাম এ অভিযোগ করুনঃ
Join Telegram

The post ৯৯টাকা সাবক্রিপশন ছাড়া যেভাবে T20 World Cup দেখবেন, ফোন ও PC তে কোন প্রকার ঝামেলা ছাড়া। appeared first on Trickbd.com.

[জন্ম নিবন্ধন সনদ পর্ব-৩] ঘরে বসে যে কারো জন্ম নিবন্ধন সনদ এর জন্য আবেদন করুন.!!

Posted:

আমার এখন বর্তমান ডিজিটাল একটি দেশে বাস করছি। ডিজিটাল দেশে ডিজিটাল যুকে ডিজিটাল সেবা পাবেন ঘরে বসে। এই ডিজিটাল যুগে ডিজিটাল সেবার অন্যতম হচ্ছে অনলাইনে জন্ম নিবন্ধন সেবা। এখন ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন এর সকল সেবা পাবেন একদম সহজেই এবং অনলাইনে জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করতে পারবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভাতে না গিয়ে এবং নিজের জন্ম নিবন্ধন নিজেই করতে পারবেন বা পরিবারের যে কারো। কোন ধরনের বাড়তি ঝামেলা ছাড়া

 

ঘরে বসে জন্ম নিবন্ধন এর নিজের নাম, জন্ম তারিখ, মা-বাবার নাম ইত্যাদি তথ্য সংশোধন করুন নিজেই

 

ঘরে বসে এখন জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ বা হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল করুন।

 

কিন্তু নতুন করে যে কারো জন্ম নিবন্ধন করতে গেলে কিছু শর্ত আছে শর্ত গুলো হচ্ছেঃ-

১ নম্বর-শর্ত

  • শুন্য থেকে ৪৫ দিন বয়সী শিশুর জন্ম নিবন্ধনের জন্য
  • টিকার কার্ড
  • পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধনসহ জাতীয় পরিচয়পত্র
  • বাসার হোল্ডিং নম্বর ও চৌকিদারী ট্যাক্সের রশিদের হাল সনদ
  • আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর
  • ফরমের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি

২ নম্বর-শর্ত

  • ৪৬ দিন থেক ৫ বছর বয়সীদের জন্ম নিবন্ধন নিতে
  • টিকার কার্ড/স্বাস্থ্যকর্মী প্রত্যয়নপত্র স্বাক্ষর ও সিলসহ প্যাডে হতে হবে
  • পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধনসহ জাতীয় পরিচয়পত্র
  • প্রয়োজনীয় ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষকের প্রত্যয়নসহ বিদ্যালয়ের প্রত্যয়নের সব প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে
  • বাসার হোল্ডিং নম্বর ও চৌকিদারী ট্যাক্সের রশিদের হাল সনদ
  • আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর
  • ফরমের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

৩ নম্বর-শর্ত

  • বয়স ৫ বছরের বেশি হলে
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (পিএসসি/জেএসসি/এসএসসি) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র না থাকলে সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তারের স্বাক্ষর ও সিলসহ প্রত্যয়ন সনদ এবং জন্ম নিবন্ধন আবেদন ফরমের ৭ এর ১ নং কলামের স্বাক্ষর ও সিল বাধ্যতামূলক।
  • যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারির পর তাদের ক্ষেত্রে পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধনসহ জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক
  • যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারির আগে তাদের জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক
  • যদি জন্ম ২০০১ সালের আগে হয় সেক্ষেত্রে পিতা-মাতা মৃত হলে মৃত্যু সনদ বাধ্যতামূলক
  • যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারির পর তাদের পিতা-মাতা মৃত হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন গ্রহণ করার পর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ গ্রহণ করতে হবে। উভয় সনদ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
  • বাসার হোল্ডিং নম্বর ও চৌকিদারী ট্যাক্সের রশিদের হাল সন
  • আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর
  • ফরমের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি
  • আবেদনের সঙ্গে কাগজপত্র সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ইউনিয়ন পরিষদের সদস্য/নারী সদস্যদের স্বাক্ষরসহ সিল বাধ্যতামূলক।
  • তো শর্ত অনুযায়ী বুঝা গেলো যে, যে কারো জন্ম নিবন্ধন করতে গেলে তার মা-বাবা অনলাইন জন্ম নিবন্ধন এর এর নাম্বার লাগবে। যদি মা-বাবার অনলাইন জন্ম নিবন্ধন করা না থাকে তো আগে তাদের জন্ম নিবন্ধন করাতে হবে তার পর নিজের জন্ম নিবন্ধন করতে হবে আর যদি মা-বাবা মৃত হয় তো তাদের মৃত্যু সনদ লাগবে

 

 

জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করতে প্রথমে এখানে ক্লিক করুন

তার পর জন্ম স্থান এ ঠিক দিন তার পর পরবর্তী তে ক্লিক করুন

তার পর আপনার নাম বাংলা এবং ইংরেজি তে দিন, জন্ম তারিখ, পিতামাতা কত তম সন্তান তা দিন লিংগ এবং জন্মস্থান এ ঠিকান দিন সকল তথ্য সঠিক ভাবে দিন। এবং তথ্য দিয়া হলে পরবর্তী তে ক্লিক করুন

এখানে পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধন এর নাম্বার বসে দিয়ে পরবর্তী তে ক্লিক করুন

জন্ম নিবন্ধন এর জন্য কে আবেদন করছে তা সিলেষ্ট করে দিন

তার পর যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে পরবর্তী তে ক্লিক করুন

তার পর এখন আপনার প্রদান করা তথ্য গুলা ভালো করে দেখেন কোথাও কোনো ভূল আছে কি না যদি ভূল থাকে তো পূর্ববতী তে ক্লিক করে ঠিক করে নিন আর যদি সব কিছু ঠিক থাকেভতো পরবর্তী তে ক্লিক করুন

আপনার আবেদন জমা হয়ে গিয়েছে এখন আবেদন পত্র প্রিন্ট করুন তে ক্লিক করেন

তার পর আপনার আবেদন পত্র টি ডাউনলোড করে নিন

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ১০০ টাকা বোনাস নিয়ে নিন

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post [জন্ম নিবন্ধন সনদ পর্ব-৩] ঘরে বসে যে কারো জন্ম নিবন্ধন সনদ এর জন্য আবেদন করুন.!! appeared first on Trickbd.com.

Baby’s Day Out হিন্দি ডাবড – প্রাণ খুলে হাসতে চাইলে এখনই দেখে নিতে পারেন লিজেন্ডারি কমেডি মুভিটি + লিংক

Posted:

Baby’s Day Out(1994)

 

নস্টালজিয়ার আরেক নাম Baby’s Day Out।

 

Screenshot

ছোটবেলায় হয়তো মুভিটি দেখেছেন,কিন্তু এখনো অনেকেই আছেন যারা প্রায়ই মুভিটি দেখেন।আসলে এটি এমন একটি মুভি যা ৩০০ বার দেখলেও বোধহয় পুরনো হবেনা।

 

মুভির প্লট নিয়ে আলাদা কিছু বলার নেই,অনেকেরই জানা।তাও যদি কেউ না দেখে থাকেন তাহলে বলি,গল্পটা এক ধনী পরিবারের বাচ্চাকে নিয়ে।একদিন তাকে কোনোভাবে ৩ জন কিডন্যাপার কিডন্যাপ করে নিয়ে যায় মোটা টাকা ধনীদের থেকে হাতানোর উদ্দেশ্যে।কিন্তু কে জানত,কিডন্যাপাররা নিজেদের পায়েই কুড়ালটা মেরেছে!এই একটা ছোট বাচ্চাই শেষ পর্যন্ত দুর্বিষহ করে তুলবে তাদের জীবন।কিন্তু কিভাবে সম্ভব?সেটাই তো মুভির সবচেয়ে মজার আর আকর্ষণীয় বিষয়।

 

মুভিটি হিন্দি ডাবিং,অরিজিনাল ভাষায়সহ কতভাবে কতবার যে দেখেছি তার হিসাব নেই।কিন্তু একবারও বোরিং লাগেনা।টিভিতে দেখালে তো সাথে সাথে পরিবার নিয়ে বসে যাই।সবাই মিলেই উপভোগ করি।এই একটা মুভির সাথে যে কত ইমোশন তা বলে বোঝানো সম্ভব নয়।সকলের অভিনয় আর মারাত্মক লেভেলের কমেডিগুলো এখনো মুভিটিকে সবার কাছে স্মরণীয় করে রেখেছে।বিশেষ করে বিল্ডিংয়ের আর চিড়িয়াখানার কমেডিগুলো আমার ফেভারিট।এরকম মুভি আগে কখনো হয়নি আর সামনে হবে কিনা তাও সন্দেহ।নিঃসন্দেহে হলিউডের এভারগ্রীন একটা কমেডি মুভি।

 

সবমিলিয়ে এক আবেগের নাম Baby’s Day Out।আশা করি এমন কোনো মানুষ নেই যে মুভিটি দেখেন নি।তাও যদি কেউ না দেখে থাকেন দেখে নিতে পারেন।

 

মুভি সম্পর্কিত কিছু তথ্য

 

Baby’s day out মুভিটা দেখেননি এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে! 

 

 এই মুভিটা ১৯৯৪ সালে মুক্তি লাভ করে।

মুভিটি সম্পর্কে একটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, এই মুভিতে Baby bink নামের ছোটো বাচ্চাটার চরিত্রে দুজন অভিনয় করেছে।

হ্যা, ঠিকই শুনেছেন।

 

১৯৯২ সালে জন্ম নেয়া ওর্টন ব্রাদার্স নামের আইডেন্টিকাল টুইন অভিনয় করে মুভিটাতে।

বাচ্চা দুটির নাম “জ্যাকব জোসেফ ওর্টন” আর “এডাম রবার্ট ওর্টন”! 

মুভিটা দেখে কেউ বুঝতে পেরেছিলেন যে, বাচ্চাটা আসলে একজন না, দুইজন ?

তারা এতটাই আইডেন্টিকাল ছিলো যে, বুঝার উপায় ছিলো না। 

 

▶ যারা এখনও দেখেননাই,তারা অবশ্যই দেখে নিবেন না দেখলে অনেক বড় কিছু মিস করবেন। 

 

ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন

The post Baby's Day Out হিন্দি ডাবড – প্রাণ খুলে হাসতে চাইলে এখনই দেখে নিতে পারেন লিজেন্ডারি কমেডি মুভিটি + লিংক appeared first on Trickbd.com.

এই দোয়াটি প্রতিদিন পাঠ করুন। বড় চারটি রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

বড় চারটি রোগ থেকে মুক্তি পাবেন

প্রিয় পাঠক আজকে আমরা এমন একটি আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে আমলটি করলে আল্লাহ তায়ালা আপনাকে বড বড়় চারটি রোগ থেকে হেফাজত করবেন। প্রিয় পাঠক নবী কারীম সাল্লাহু সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ফজরের নামাজের পর এই দোয়াটি পড়বেন ঐ ব্যক্তিকে আল্লাহ তাআলা বড় বড় চারটি রোগ থেকে হেফাজত করবেন। যেকোন রোগ শোক বালা মুসিবত আল্লাহ তা’আলার পক্ষ থেকে আসে এর দুটি কারণ প্রথমত বান্দার জন্য পরীক্ষাস্বরূপ দ্বিতীয়তঃ বান্দার পাপের কর্মফল অথবা বান্দার পাপমোচনের উসিলা। এই রোগ শোক বিপদ-মুসিবত ইত্যাদির বিনিময় আল্লাহ তায়ালা তাকে পরকালে নাজাত দিয়ে দিবেন, তার সমস্ত গুনাহ সমূহ ধুয়ে মুছে সাফ করে দেবেন।আবার ল আল্লাহ তায়ালা হুকুম ব্যতিত আমরা রোগ শোক থেকে পরিত্রান পাওয়া অসম্ভব।

পবিত্র কুরআনে বলেছেন, এই পবিত্র কুরআন মুমিনের অন্তরের জন্য রহমত ও রোগের শেফা বা চিকিৎসা। অর্থাৎ শারীরিক-মানসিক সমস্ত রোগ দুশ্চিন্তা হতাশা সকল বিষয়ে পবিত্র কোরআনে কারিমে সমাধান দিয়ে রয়েছে। সুতরাং আসুন প্রিয় পাঠক আমরা জেনে নেই, সেই চারটি রোগ সম্পর্কে, যে চারটি রোগ থেকে মুক্তি পাবেন এই আমলটি মাধ্যমে।

প্রথমতঃ পাগলামি বা স্মৃতি ভ্রষ্টতা। যদি কারো মানসিক সমস্যা হয়, অথবা কোন জিনিস ভুলে যায় বা স্মরণশক্তি কমে যায় কোন কিছু মনে থাকে না। মোটকথা ব্রেইনের সাথে সম্পর্কিত যে কোন সমস্যা হোক না কেন উক্ত আমল করলে তা থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ। প্রিয় পাঠক আজকের পৃথিবীর দিকে তাকালে আমরা দেখতে পাই, অধিকাংশ যুবক মধ্য বয়সী, বৃদ্ধ মানুষ, এমনকি ছাত্ররা পর্যন্ত এ ভুলে যাওয়া রোগে আক্রান্ত। এর মূল কারণ হচ্ছে মোবাইল কম্পিউটার এর অপ্রয়োজনীয় অধিক পরিমাণ সময় ব্যয় করা। এটি আমাদের স্মরণশক্তিকে অর্ধেকের বেশি কমিয়ে দেয়।

দ্বিতীয় রোগটি হচ্ছেঃ চেহারার আকৃতি নষ্ট হয়ে যাওয়া। যেমন অনেকের দেহে সাদা স্পট পড়ে যায়, অনেকেরই ব্রণ মেছতা বা চোখের ডার্ক সার্কেল পড়ে যায়। চেহারার উজ্জ্বলতা বিনষ্ট হয়ে যায়, আবার কখনো কখনো চেহারাতে অস্বাভাবিক রুক্ষভাবে চলে আসে এবং চেহারাতে কালো দাগ পড়ে যায়। অথবা বয়সের ছাপ পড়ে যায়। শরীরের চামড়া সম্পর্কিত যত রোগ আছে সমস্ত রোগের জন্য উপকার নিয়ে আসে।

তৃতীয় রোগটি হলোঃ অন্ধত্ব। দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়া অথবা দৃষ্টিশক্তি কমে যাওয়া। চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া এই রোগে অধিকাংশ মানুষ আক্রান্ত হচ্ছে। যার কারণেই তাদের অনেকের চশমা ব্যবহার বাধ্যতামূলক হয়ে পড়ে বা চোখের অসুখ দীর্ঘ হয়। আবার অনেকের কাছে চশমা ব্যবহার ব্যক্তিগতভাবে অপছন্দ তা সত্ত্বেও ব্যবহার করতে হয়। সুতরাং উক্ত আমলটি করলে তাদের এই সমস্যাগুলো আর হবেনা ইনশাআল্লাহ।

চতুর্থ নাম্বারঃ প্যারালাইজড বা অবশ রোগ। এরফলে মানুষের দেহের একাংশ অকেজো হয়ে যায় বা কোন একটি হাত অথবা বিকল হয়ে পড়ে। মোটকথা দেহের সকল কমযুরী দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন প্রকার অপারগতা থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় পাঠক এই দোয়াটি রাসূল সাল্লাহু সাল্লাম এর অত্যান্ত প্রিয় একটি দোয়া। যখনই সময় পাবেন এ দোয়াটি দিনে বা রাতে একবার হলেও পড়ে নিবেন। তাহলে আপনি আজকের আলোচ্য উপকারিতাগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় পাঠক চলুন আমরা জেনে নেই এই রোগ গুলো থেকে বেচে থাকার দোয়াটি কি….?

অর্থাৎ আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই, আল্লাহ মহান এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাশালী।( সহিহ মুসলিম হাদিস নাম্বার ৬৭৪০, ইবনে মাজাহ হাদিস নাম্বার ৩৮০৬, ইবনে আবী শাইবাহ হাদিস নাম্বারঃ ২৮৪১৩, মুসনাদে আহমদ হাদিস নাম্বারঃ ৭১৬৭)

বিঃদ্রঃ দোয়াটি পাশাপাশি আপনি যে কাজ গুলো করবেন তাহলোঃ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নিয়মিত হাটা চলা ও শারীরিক কসরত করবেন, সবুজ শাক সব্জি ও ছোট মাছ খাওয়ার অভ্যাস থাকতে হবে।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

The post এই দোয়াটি প্রতিদিন পাঠ করুন। বড় চারটি রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। appeared first on Trickbd.com.

জেনে নিন সালামের উপকারিতা ও সালাম বিনিময়ের নিয়ম

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি সালাম বিনিময়ের উপকারিতা সম্পকে লিখতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । পোস্ট ভালো লাগলে কমেন্ট করবেন ।

সালাম বিনিময়ের নিয়ম :-

সালাম বিনিময়ের উপকারিতা বলার আগে আমি প্রথমে সালাম বিনিময়ের নিয়মটি আপনাদের সাথে শেয়ার করতে চাই । দেখা হলেই প্রত্যেক মুসলমানকে সালাম দিতে হবে । সালাম শুধুমাত্র বড়দের জন্যই নয় । ছোট বড় সবাইকে সালাম দিতে হবে । সালাম দেওয়া সুন্নাত এবং সালামের উত্তর দেওয়া ওয়াজিব । সুতরাং কেউ সালাম দিলে আমাদেরকে তার উত্তর অবশ্যয় দিতে হবে । তা না হলে আমাদের গুনাহ হবে । কেউ একাকী থাকলে তাকে উদ্দেশ্য করে তার সাথে আস্তে সালাম দিতে হবে । একসাথে অনেকজন থাকলে জোরে এবং সবাইকে উদ্দেশ্য করে সালাম দিতে হবে । কারোর বাড়িতে প্রবেশের অনুমতি চাওয়ার আগে প্রথমে সালাম দিতে হবে এবং তারপর বাড়িতে প্রবেশ করতে হবে । এটার কারণ অনেক ।

যে সালাম দিবে তা কমপক্ষে বলতে হবে :-

আসসালামু আলাইকুম ।
অথ:-আপনার উপর শান্তি বষিত হোক ।

যে সালামের উত্তর দিবে তাকে কমপক্ষে বলতে হবে :-

ওয়ালাইকুমুস সালাম ।
অথ :আপনার ওপরেও শান্তি বষিত হোক ।

সালাম শুধুমাত্র এটাতেই শেষ নয় । আপনি সালামে আরও অনেক কিছু যোগ করতে পারেন । যেমন:-ওয়ারাহমাতু । এক্ষেত্রে অথও বেড়ে যাবে । যেমন :-রহমত ।
এক্ষেত্রে পূণাঙ্গ অথ হবে ‘আপনার উপরে রহমত ও শান্তি বষিত হোক ।’

এভাবে সালাম ক্রমশ বড় হতে পারে ।

সালামের গুরুত্ব :-

সালামের উপকারিতা অপরিসীম । এটার কোন তুলনা হয় না । সালাম দিলে সালাম দাতা ও সালামের উত্তর দাতার মধ্যে পারস্পারিক সম্পক গড়ে ওঠে । শুধু সম্পক নয় পারস্পারিক সুসম্পক গড়ে ওঠে । এভাবে যদি একে অন্যকে সালাম বিনিময় করতে থাকে তবে সবাই একে অপরের বন্ধু হয়ে উঠবে । একটি সুন্দর জাতি গড়ে উঠবে ।

মহানবি হযরত মোহাম্মদ (স) সবসময় আগে আগে সালাম দিতেন । তাঁকে কেউ আগে আগে সালাম দিতে পারতেন । এমনকি মহানবি (স) এর স্ত্রী হযরত আয়েশা (রা) তিনি নিজেও কোনদিন রাসুল (স) কে আগে সালাম দিতে পারেন নি । তাঁর এক বননায় পাওয়া গিয়েছে যে তিনি মাঝে মাঝে ঘরে লুকিয়ে থাকতেন রাসুল (স) কে আগে সালাম দিবেন । কিন্তু তিনি তা করতে পারেন নি । রাসুল (স) ঘরে আসার অনেক আগে থেকেই সালাম দিতেন ।

অথাৎ আমরা সকলে একে অপরকে আগে আগে সালাম দেব ।

তো এই ছিল আমার আজকের পোস্ট । ভালো লাগলে কমেন্ট করবেন । যেকোন প্রয়োজনে আমাকে মেইল দিতে পারেন । আমার ইমেইল হলো :-muhitstudent62@gmail.com

The post জেনে নিন সালামের উপকারিতা ও সালাম বিনিময়ের নিয়ম appeared first on Trickbd.com.

[প্রথম ট্রিকবিডিতে] Edu Mail Access Giveaway, নিয়ে নিন ফ্রীতে

Posted:

প্রথমবারের হাজির হলাম ট্রিকবিডিতে। এই পোষ্ট কমেন্ট করলেই পাচ্ছেন ১ টি Edu Mail Access একদম ফ্রীতে।

Giveaway Details:

Duration: 5 hours (৫ ঘণ্টার মাঝে কমেন্ট করলেই পাবেন। )

Total Mail: 56x

কমেন্ট এ মেইল পেস্ট করুন এক্সেস পাঠিয়ে দেয়া হবে.

 

EDIT: এতো রেসপন্স পাবো ভাবিনি, এখন সবাইকে ইমেইল করা সম্ভব না , অনেক সময় এর ব্যাপার। যাদের ইমেইল করছি তাদের হয়তো কাজে লেগেছে। আর বাকি গুলো তাই নিচের লিংক ৫০টি দেয়া হলো। –

50x Edu Mail Giveaway for TrickBD Only

 

This Giveaway by Leakbd.com

The post [প্রথম ট্রিকবিডিতে] Edu Mail Access Giveaway, নিয়ে নিন ফ্রীতে appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments