Search box..

জেনে নিন কিছু ওয়াপ ক্রেয়টর সাইট সম্পকে

জেনে নিন কিছু ওয়াপ ক্রেয়টর সাইট সম্পকে


জেনে নিন কিছু ওয়াপ ক্রেয়টর সাইট সম্পকে

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কিছু সাইট নিয়ে যেসকল সাইট দিয়ে ফ্রিতে ওয়েব সাইট খোলা যায় । তো আশা করি সকলে আমার আজকের পোস্টটি পড়বেন । পোস্ট ভালো লাগলে কমেন্ট করবেন ।

যেসকল সাইট থেকে ফ্রিতে ওয়েব সাইট খোলা যায় :-

ফ্রিতে ওয়েব সাইটের খোলার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে । এই সকল ওয়েব সাইটের সাব ডোমেইন ব্যাবহার করে ফ্রিতে সাইটে খোলা যায় । এখন প্রশ্ন হতে পারে যে সাব ডোমেইন কি ? ডোমেইল হলো একটি সাইটের ‘url’ অথাৎ অ্যাড্রেস । যেমন :- trickbd.com । এক্ষেত্রে ট্রিকবিডির আগে আরও একটি ডোমেইন যোগ করলে হবে sub domain । যেমন :- blog.trickbd.com । এখন পোস্টের মূল কথাতে চলে আসতে চায় ।

ফ্রিতে ওয়েব সাইটে খোলার মতো কিছু সাইট আছে । যেমন :- wapkiz.com,wapaxo.com,waphosts,wapzak.com । আজ এই সকল সাইট নিয়ে আলোচনা করব । আমরা অনেকেই আছি যারা ওয়াপকিজ ডট কমের মতো আরও কিছু সাইট যান তারা আমার পোস্টটি দেখতে পারেন ।

wapkiz.Com:-
ওয়েব সাইট খোলার জন্য ওয়াপকিজ ডট কম খুবই একটি জনপ্রিয় সাইট । এই সাইটে জাভা মোবাইলের সাহায্যে সকল কাজ করা যায় । এই সাইটে ২৫ জিবি ফাইল আপলোডের সুবিধা পাওয়া যায় । ডাউনলোড সাইট থেকে শুরু করে সকল সাইট খোলা যায় । এই সাইট থেকে আপনার সাইটের জন্য থিম আপলোড করা যায় এবং আপনার সাইটের ব্যাকআপ থিম সহজেই ডাউনলোড করা যায় । শুধু তাই নয় জাভাস্ক্রিপট ও এইচটিএমএল সাপোট করে । এছাড়া রয়েছে বিবিকোডের সুবিধা । রয়েছে লগ ইন,সাইন আপ,ক্রেডিট পয়েন্ট সিস্টেম ।

wapaxo.com:-ওয়াপএক্সো ডট কম হলো ওয়াপকিজ ডট কমের অনুরুপ একটি সাইট । ওয়াপকিজ ডট কমের সকল সুবিধা আছে এই সাইটে । ওয়াপকিজ ডট কমে অনেক সাব ডোমেইন আছে । এটাতেও অনেক সাব ডোমেইন রয়েছে । ওয়াপকীজের মতো এটাতেও রয়েছে ডোমেইন পাকিং এর সুবিধা । রয়েছে ২৫জিবি স্টোরেজ সুবিধা । রয়েছে সাইটের জন্য লগ ইন,সাইন আপ,ক্রেডিট পয়েন্ট এবং ইউজার সিস্টেম ।

waphosts.Com:-

এটি ওয়াপকিজ ডট কমের মতো একটি সাইট । ক্রেডিট পয়েন্ট থেকে শুরু করে ইউজার সিস্টেমের সুবিধা আছে । রয়েছে ২৫জিবি স্টোরেজ সুবিধা । শুধু নেয় থিম আপলোডের সুবিধা এবং থিমের ব্যাকআপ সংগ্রহের সুবিধা । এছাড়া বেশি মানুষ ব্যাবহার না করায় এটি এখন প্রায় বিলুপ্তের পথে । এছাড়া জাভা স্ক্রিপট,এইচটিএমএল,বিবিকোড সাপোট করে ।

wapzak.com :-
এটি ওয়াপহোস্টের মতো সাইট । তবে এই সাইটে স্টোরেজ সুবিধা বেশি পাওয়া যায় । ৩০জিবি স্টোরেজ সুবিধা পাওয়া জায় । তবে থিমের ব্যাকআপ সংগ্রহ করা যায় না । থিম আপলোডও করা যায় না ।

সকল সাইটের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিতে পারবেন ।

তো এই ছিল আমার আজকের পোস্ট যে কোন প্রয়োজনে আমাকে মেইল দিতে পারবেন । আমার মেইলmuhitstudent62@gmail.com

The post জেনে নিন কিছু ওয়াপ ক্রেয়টর সাইট সম্পকে appeared first on Trickbd.com.

আপনার সাইটে Contact Form এর পরিবর্তে Google Form ব্যবহার করুন

Posted:

কেমন হয় যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল ফর্ম যুক্ত করেন এবং আপনার ভিজিটররা আপনার সাথে যোগাযোগ করার জন্য এই গুগল ফর্ম ব্যবহার করে?

আমরা আজকের এই আর্টিকেলে শিখবো কিভাবে Contact পেইজে গুগল ফর্ম (Google Form) এড করা যায়।

বেশিরভাগ ওয়ার্ডপ্রেস সাইটের ওনাররা Contact Form 7, Ninja Form, WP Forms প্লাগইন ব্যবহার করে থাকেন। কিন্তু অনেকেই গুগল ফর্ম কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যবহার করতে সেটা না জানার কারণে এক্সটার্নাল লিংক দিয়ে ব্যবহার করতে হয়।

কিন্তু আজকের এই আর্টিকেলে আমরা কোনোপ্রকার ওয়ার্ডপ্রেস প্লাগইনের সাহায্য না নিয়ে সরাসরি গুগল ফর্মের সাহায্য নিয়ে তৈরী করবো।

কীভাবে গুগল ফর্ম তৈরী করবেন?

গুগল ফর্ম তৈরী করতে প্রথমে আপনাকে এই লিংকে এ যেতে হবে।

এরপর আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে গুগল ফর্মে লগইন করুন। লগইন করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে।

start a new form

এখান থেকে আপনি ‘Contact Information‘ এ ক্লিক করুন। যদি চান ব্লাংক ফর্মস আপনি তৈরী করবেন তাহলে ‘Start a new form‘ থেকে Blank ফর্মে ক্লিক করুন।

এরপর আপনি দেখতে পারবেন প্রি-রেডি কন্টাক্ট ফর্ম যেখানে সামান্য কিছু প্রশ্ন এবং শূণ্যস্থান পূরণ করার মতো বক্স থাকবে।

এখন আপনি যদি এগুলো নিজের মতো করে কাস্টমাইজ করতে চান তাহলে প্রথমে ‘Name‘ এ ক্লিক করুন।
এরপর নিচের ছবির মতো দেখতে পাবেন।

Name‘-এর বক্সে ক্লিক করে আপনার পছন্দের প্রশ্নটি লিখুন। আমি লিখলাম ‘আপনার নাম

Short Answer‘ বক্সে ক্লিক করে পছন্দমতো অপশনটি সিলেক্ট করে নিন।

যেহেতু আমি ভিজিটরের নাম জানতে চাইছি এবং নামটা যেহেতু শর্ট আন্সারে হবে তাই আমি ‘Short Answer‘ – সিলেক্ট করেছি। আপনি আপনার প্রশানুযায়ী অপশন বাছাই করুন।

এবার আপনি যদি আপনার প্রশ্নটি ‘Required‘ রাখতে চান মানে প্রশ্নের উত্তরটি দেওয়া বাধ্যতামূলক করতে চান তাহলে আপনাকে ‘Required‘ বাটনটিতে ক্লিক করতে হবে।

এখন আপনি যদি আপনার প্রশ্নের বিস্তারিত ডেসক্রিপশন দিতে চান তাহলে Three Dot এ ক্লিক করে ‘Description‘ এ ক্লিক করুন।

এখন আপনার ডেসক্রিপশন লিখুন। যেমন আমি লিখলাম ‘আপনার পুরো নাম লিখুন। (আপনার এনআইডিতে/জন্ম নিবন্ধনের যে নাম দেওয়া সেই নাম দিতে হবে।)

এভাবেই আপনি আপনার কন্টাক্ট ফর্মে যা যা ডিটেইলস এবং প্রশ্ন লিখতে চান লিখে দিবেন।

ফর্ম ক্রিয়েট করা হয়ে গেলে আপনি চাইলে এই ফর্মের প্রশ্নগুলোকে ড্রাগ করে তাদের জায়গা পরিবির্তন করতে পারবেন।

ড্রাগ করতে এখানে থাকা ৬ বিন্দুতে মাউস দিয়ে চেপে ধরে অথবা মোবাইল দিয়ে এখানে চেপে ধরে জায়গা পরিবর্তন করতে হবে।

কীভাবে গুগল ফর্মের ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ফন্ট পরিবর্তন করবেন?

ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ফন্ট পরিবর্তন করতে উপরে থাকা ‘Color Palette‘ আইকনে ক্লিক করুন। এখন নিচের ছবির মতো অপশন দেখতে পারবেন।

  • এখানে Header থেকে ‘Image Upload‘ এ ক্লিক করে আপনার পছন্দের ইমেজ সেটআপ করতে পারবেন। ইমেজের সাইজ  হবে 1600×400 পিক্সেলস। এছাড়াও আপনি চাইলে গুগলের ডিফল্ট ইমেজগুলো ব্যবহার করতে পারবেন।
  • THEME COLOR: থেকে আপনার পছন্দের কালার সিলেক্ট করুন।
  • BACKGROUND COLOR: থেকে আপনার পছন্দের কালার সিলেক্ট করুন।
  • FONT STYLE: এখান থেকে Basic সিলেক্ট করুন।
  • এরপর ‘Apply‘ তে ক্লিক করতে ভুলবেন না।

সফলভাবে আপনি আপনার গুগল ফর্ম তৈরী করেছেন। এখন আপনার পরবর্তী ধাপ হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফর্মটি সেটআপ করা।

ওয়ার্ডপ্রেসে গুগল ফর্ম সেটআপ করতে হলে আমাদের একটি এম্বেড এইচটিএমএল কোডের প্রয়োজন হবে। এই কোডটি পেতে হলে আপনাকে উপরের ডান কোণায় ‘Send‘ আইকনে ক্লিক করতে হবে।

এখন উপরের ছবিতে মার্ক করা অপশনে ক্লিক করে ‘Copy‘ বাটনে ক্লিক করে কোডটি কপি করতে হবে।

ওয়ার্ডপ্রেসে আপনার তৈরী করার গুগল ফর্ম সেটআপ করতে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকেন্ডে প্রবেশ করুন। এরপর ড্যাশবোর্ড থেকে ‘Page‘ এ মাউস রাখুন এবং ‘Add New‘ এ ক্লিক  করে ‘Contact Us‘ নামে পেইজ ক্রিয়েট করুন।

পেইজ ক্রিয়েট করা হয়ে গেলে এডিটর টাইপ ‘Text‘ সিলেক্ট করে আপনার কপি করা এম্বেড এইচটিএমএল কোডটি এখানে পেস্ট করে ‘Publish‘ বাটনে ক্লিক করুন।

এরপর আপনার ক্রিয়েট করা পেইজটিতে প্রবেশ করে দেখুন সফলভাবে আপনার গুগল ফর্মের কন্টাক্ট ফর্ম তৈরী হয়ে গেছে।

গুগল ফর্ম থেকে রেস্পনস না পাওয়ার সমাধানঃ

গুগল ফর্ম তো তৈরী করা হয়ে গেলো এবং পেইজ ও তৈরী করা হয়ে গেলো। কিন্তু একটা সমস্যা দেখা গেলো যে ওয়ার্ডপ্রেস থেকে যখন ভিজিটররা সেই কন্টাক্ট ফর্মের মাধ্যমে ম্যাসেজ দিচ্ছেন সেই ম্যাসেজগুলোর ইমেইল নোটিফিকেশন পাচ্ছেন না।

এটার সমাধানের জন্য আমাদের পুনরায় গুগল ফর্মে যেতে হবে এবং একটি Add-ons ইন্সটল করতে হবে।

এড-অনস ইন্সটল করতে হলে অবশ্যই মোবাইল ইউজারদের ব্রাউজারটি ডেস্কটপ মুডে রাখতে হবে।

এখন আপনার গুগল ফর্মের উপরের ডানের কোণায় ‘Three dot‘ এ ক্লিক করুন এরপর Add-ons ক্লিক করুন।

এখন সার্চ আইকনে ক্লিক করে ‘Email Notification for Google Forms‘ লিখে সার্চ করুন। এরপর এই Add-ons টি তে ক্লিক করে ‘Install‘ বাটনে ক্লিক করুন।

Add-ons টি ইন্সটল করার সময় আপনার ইমেইল অ্যাকাউন্টটি সিলেক্ট করে পারমিশন ‘Allow‘ দিয়ে ইন্সটলেশন সম্পন্ন করুন।

ইন্সটলেশন সম্পন্ন হবার পর আপনার গুগল ফর্মের স্ক্রিনে ফিরে আসুন। এরপর দেখতে পারবেন উপরে টপ বারে একটি Add-ons আইকন শো করছে। সেই আইকনে ক্লিক করে ‘Email Notification for Google Forms’ এ ক্লিক করুন।

এরপর একটা পপআপ উইন্ডো শো করবে এবং আপনাকে এখান থেকে ‘Create Email Notification‘ সিলেক্ট করতে হবে।

এখন নিচের ডানের কর্ণারে একটা পপআপ শো করবে এবং সেখানে নিচের মতো সেটিংস করে নিন।

  • Rules Name: Get in touch
  • Notify from Customer: এখানে ঠিক চিহ্ন দিন।
  • সবশেষে ‘Save Rules‘ এ ক্লিক করতে ভুলবেন না।

এতক্ষণ সময় নিয়ে আমার আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আর্টিকেল অনুযায়ী কাজটি করার সময়ে কোনো সমস্যায় পড়লে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে দ্বিধাবোধ করবেন না।

এছাড়াও দেখতে পারেন যখন কেউ আপনার সাইটে পোষ্ট সাবমিট করবে তখন কিভাবে ওয়ার্ডপ্রেসে Pending Review এর জন্য ইমেইল নোটিফিকেশন পাবেন

The post আপনার সাইটে Contact Form এর পরিবর্তে Google Form ব্যবহার করুন appeared first on Trickbd.com.

সপ্তম শ্রেণির এর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(19 th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি সপ্তম শ্রেণির এর বিজ্ঞান ১৯ তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of 7

বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

বিজ্ঞান এর ১৯ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

Trickbd new update

ট্রিকবিডি তে নতুন আপডেট এসেছে তাই এই পোস্ট গুলো নন প্রফিট হিসাবে ধরা হয়েছে। তবে আমি আপনাদের কে অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আমি জাভা ইউজার দের জন্য এই অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে থাকি। আমি জানি জাভা ইউজার দের জন্য কত কষ্ট এই সমাধান গুলো বের করতে। তাই অনেক দিন থেকে অ্যাসাইনমেন্ট এর সমাধান দিয়ে থাকি। আর ভবিষ্যতে ও দিয়ে থাকবো ইনশাআল্লাহ।

আরো পড়ুন

বাংলালিংক সিমে ১.৫ জিবি ফ্রী ইন্টারনেট পেতে Click করুন


ফেসবুকে এসেছে নতুন আপডেট 28 অক্টোবর এর আগে সিকিউরিটি অন না করলে আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যেতে!! [ যেভাবে অন করবেন দেখে নিন]

তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

খোদা হফেজ।

The post সপ্তম শ্রেণির এর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(19 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

দেখে নিন কিভাবে ওয়াপকিজ সাইটে css ব্যাবহার করবেন এবং ডাউনলোড করে নিন ২টি css কোড

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াবো না । সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে গেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে ওয়াপকিজ সাইটে “css” ব্যাবহার করা শেখাতে যাচ্ছি । সাথে দুটি অসাধারণ রঙিন “css” দিতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্টটি পড়বেন । ভালো লাগলে কমেন্ট করবেন ।

ওয়াপকিজ সাইটে “css” ব্যাবহার করবেন যেভাবে :-

· প্রথমে সাইটের প্যানেল মুডে যান ।

· তারপর “css theme” অপশনে ক্লি করুন ।

· তারপর স্ক্রোল করে পেজটির শেষের দিকে আসুন এবং “edit full css” অপশনে ক্লিক করুন ।

· তারপর আপনার “css code” বসিয়ে দিন ।

এখন আমি আপনাদেরকে দুটি ওয়াপকিজ সাইটের সিএসএস কোড দিব । এই দুটির মধ্যে একটি হলো ;
“blue-pink color’s css” । এই সিএসএস -এর কোডটি এখানে দেওয়া সম্ভব নয় । তাই আমি টেক্সট ফাইল আকারে দিচ্ছি । টেক্সট ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

অপরটি হলো ;
green colour’s css
সিএসএস কোডটির টেক্সট ফাইল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

যে কোন প্রয়োজনে আমাকে ইমেইল দিতে পারেন । আমার ইমেইল হলো :-muhitstudent62@gmail.com

The post দেখে নিন কিভাবে ওয়াপকিজ সাইটে css ব্যাবহার করবেন এবং ডাউনলোড করে নিন ২টি css কোড appeared first on Trickbd.com.

T20 বিশ্বকাপ দেখুন আপনার মোবাইলে ।তাও আবার সম্পূর্ণ ফ্রি-তে।

Posted:

শুরু হয়ে গেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। ইতিমধ্যে কয়েকটি ম্যাচ শেষ ও হয়ে গেছে। সবগুলো রেংকিংয়ের সেরা দল ই নিজেদেরকে গুছিয়ে নিতে ব্যস্ত এখন।‌‌‌ যদিও তালিকার নিচের দলগুলোকে পাড়ি দিতে হচ্ছে বাছাই পর্ব নামক রণ ক্ষেত্র । আর সেই বাছাই পর্বেই অবস্থান হয়েছে আমাদের স্বপ্নের দেশের। যদিও পরিতাপের বিষয় হলো বাছাই পর্বের প্রথম ম্যাচেই স্কটল্যান্ড এর বিপক্ষে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ তার বিশ্বকাপ মিশন। এখন দেখার বিষয় হলো বাংলাদেশ এ ব্যর্থতাকে কাটিয়ে সামনের ম্যাচ গুলোতে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে কিনা। তারপরও সবকিছু ছাড়িয়ে দেশ তো আমাদেরই । সাপোর্ট আমাদেরকেই করতে হবে । সুখে দুঃখে সবসময় পাশে থাকা চাই নিজ দেশের। শুভকামনা রইল প্রাণাধিক প্রিয় দেশের জন্য।

খেলা দেখা যাচ্ছে না ইউটিউবে

বাংলাদেশের তিনটি channel এবারের বিশ্বকাপ সম্প্রচারিত হবে। তথা,
১: বিটিভি।
২: জি টিভি।
৩: টি স্পোর্টস।
যদিও প্রতিবার চ্যানেলগুলো অনলাইনে তাদের খেলা সরাসরি সম্প্রচার করে থাকে টেলিভিশন এর পাশাপাশি। কিন্তু এবারে আইসিসির গাইডলাইন অনুযায়ী কোন চ্যানেল
ইউটিউব বা এ জাতীয় কোন প্লাটফর্মে খেলা সরাসরি সম্প্রচার অধিকার রাখেনা। যার কারণে ক্রিকেট ভক্তরা বঞ্চিত হচ্ছে খেলা উপভোগের সুযোগ থেকে‌ especially who has no TV like by me. আগে যদিও বিভিন্ন অ্যাপে খেলা দেখার সুযোগ ছিল কিন্তু এখন সেটি ও‌ আর বেশ একটা পরিলক্ষিত নয়। তাই একপ্রকার বলাই যায় যে ক্রিকেটভক্তরা খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছে খানিকটা। তার পরেও একেবারে থেমে থাকলে তো হবে না । খেলা প্রেমিদেরকে তো আর দমিয়ে রাখা যায় না। ‌ কোন প্রকারে হলেও খেলাটা যাতে দেখা যায় সেই ব্যবস্থা ই মূলত করছি আজকের এই পোস্টে । তাই চলুন জেনে নেওয়া যাক

কিভাবে আপনি বিশ্বকাপ ক্রিকেট সম্পূর্ণ ফ্রি তে দেখবেন আপনার মোবাইল দিয়ে।

অনেক খোঁজাখুঁজির পর দুইটা এপস খুঁজে পেয়েছি যেগুলো থেকে আপনি একদম ফ্রিতে খেলা দেখতে পারবেন। শুধুমাত্র বিশ্বকাপ না, যে কোন খেলাই দেখতে পারবেন এই এপস গুলো থেকে।‌‌‌‌‌‌‌

এপ গুলোর লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি। আপনারা শুধুমাত্র ডাউনলোড করে উপভোগ করতে থাকুন।
আর বোঝার সুবিধার্থে নিচে কিছু স্ক্রিনশট দিলাম।






CricPK live
Live Sport HD TV
অ্যাপ গুলোতে আলাদা কিছু ফিচার আছে যা সত্যিই চমৎকার।
তাহলে দেখতে থাকুন । আর সাপোর্ট করতে থাকুন নিজ দেশকে। এখন শুধুমাত্র দেখার বিষয় কতটুকু ভালো করতে পারে আমাদের দেশ। আর পূরণ করতে পারে আমাদের স্বপ্ন।

Thanks

The post T20 বিশ্বকাপ দেখুন আপনার মোবাইলে ।তাও আবার সম্পূর্ণ ফ্রি-তে। appeared first on Trickbd.com.

রাসূল (সাঃ) এর এই দোয়াটি পড়ে চোখে ফুঁ দেন। যে কোন সমস্যা দূর হয়ে যাবে

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

যে কোন সমস্যা দূর হয়ে যাবে


প্রিয় পাঠক মোবাইল কিংবা কম্পিউটারের দিকে চেয়ে থাকা আজকাল আমাদের জীবনের স্বাভাবিক চিত্র। চোখের ওপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে একে অপরকে সাবধান করতেন। এর মাঝে এলো মহামারী করোনা। শুরু হলো লকডাউন এবং এই লকডাউনের পরেও মানুষ অনেকটা মোবাইল বা কম্পিউটার উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। তাই এখন যতক্ষণ একটা মানুষ জেগে থাকে তার প্রায় সবটুকু সময় থাকে কোন না কোন ডিভাইসের পর্দায়। গেম খেলা, ভিডিও দেখা, অফিসের কাজ, অনলাইন মিটিং, আত্মীয়দের সঙ্গে আলাপ সবই এখন মোবাইল বা কম্পিউটারে হয়। সব মিলিয়ে চোখের উপর দিয়ে প্রত্যেকদিন যাচ্ছে উপর্যুপরি ধকল। আবার সেগুলো বাদ দিয়ে সময় কাটানোর যেন মুশকিল ঘটে। এমন পরিস্থিতির মধ্যে চোখের উপর কিভাবে চাপ কমানো যায় তার একটু যত্ন নেওয়া যায় এবং মহানবীর সাল্লাহু সাল্লাম চোখের যত্নে কোন দোয়া পড়তেন…? প্রিয় পাঠক আজকের আর্টিকেলটি ছোট-বড় সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

১. বিরতি পদ্ধতিটি অনুসরণ করা জরুরি। একটানা লম্বা সময় বৈদ্যুতিক পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখের উপর চাপ পড়ে এবং তার শুকিয়ে যায়। তাই প্রতি কুড়ি মিনিট পর ২০ ফিট দূরে কোন কিছুর দিকে কুড়ি সেকেন্ড তাকিয়ে থাকার অভ্যাস করতে হবে।( এই নিয়মটি থ্রিপল টুয়েন্টি (২০-২০-২০) নামেও পরিচিত) এতে চোখ বিশ্রাম হবে এবং চোখের উপর ধকল কমবে।

২. চোখের পলক ফেলার পদ্ধতিঃ বৈদ্যুতিক পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখের পলক ফেলার মাত্রা কমে যায়। আর এই কারণেই মূলত চোখ শুষ্ক হয়ে যায়। পলক ফেলার মাধ্যমে চোখ আর্দ্রতা পায়, শুষ্ক ও জ্বালাপোড়া কমে যায়। তাই চোখের পলক ফেলার পরিমাণ নিচ থেকে বাড়ানোর চেষ্টা করুন।

৩. এরপর খাবারের কথা বলতে হয়। খাদ্য তালিকায় প্রচুর মাছ রাখুন। এতে প্রচুর ওমেগা-থ্রি রয়েছে। “ওমেগা 3 অয়েল” কাজ হলো চোখ পিচ্ছিল রাখে, চোখের আর্দ্রতা যোগায়।

৪. চোখকে আরাম দিন। যেমন দুই হাতের তালু ঘষে তাপ উৎপন্ন করে তা দুচোখে কিছুক্ষণ ধরে রাখুন। এতে চোখের জ্বালাপোড়া কমে যাবে এবং চোখ আরাম বোধ করবে।

৫. আমরা সাধারণত কাছের বস্তুতে দৃষ্টি দিতে অভ্যস্ত। তাই মাঝে মাঝে কিছুক্ষণ দূরে দৃষ্টি দিন। চলতে ফিরতে হাটতে-বসতে দূরে তাকিয়ে দেখার চেষ্টা করুন।

৬. সূর্যের আলো চোখের ফ্রি চিকিৎসা দেয়। তবে তা প্রখর রোদে নয়। খুব সকালে যখন সূর্য উদিত হয় অথবা শেষ বিকেলে সূর্য অস্ত যাওয়ার সময় কিছুক্ষণ সূর্যের আলোতে তাকিয়ে থাকুন অথবা সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকুন। এতে করে আমাদের শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয়, যা আমাদের চোখের জন্য অত্যন্ত উপকারী এবং মনে রাখবেন এই ভিটামিন ডি কিন্তু অন্য কোন উৎস থেকে পাওয়া যায় না। শুধুমাত্র সূর্যের আলো থেকে এটি উৎপন্ন হয়।

৭. অনেকের চোখে ঝাপসা দেখেন। সেক্ষেত্রে পানির ঝাপটা নিয়ে এ থেকে মুক্তি মিলতে পারে। শুষ্ক অবস্থার কারণে সাধারণত এমনটা ঘটে।

৮. আর্দ্রতাবিহীন বাতাস থেকে চোখ দুটি দূরে রাখুন। শুকনো বাতাস চোখের বাষ্প শুষে নেয়। তাই এয়ারকন্ডিশনের বাতাস থেকে চোখ আগলে রাখা উচিত।

৯. সুযোগ পেলেই চোখে পানি দিন। মুখ ধোয়ার সময় চোখে বেশি বেশি পানি দিয়ে নিন। এতে চোখে ধুলো পরিষ্কার হবে এবং যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য পাঁচবার উত্তমরূপে অজু করেন তাদের জন্য এই কাজটি অনেক সহজ হয়। তবে ওযু করার সময় চোখে একটু বেশি পরিমাণে পানির ঝাপটা দেওয়া চেষ্টা করবেন।

১০. কম্পিউটারে স্মার্টফোন ও টেলিভিশনের উজ্জলতা কমিয়ে রাখুন।

১১. ধূমপান চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এটি ত্যাগ করতে হবে।

১২. চোখের মেকআপ ব্যবহার থেকে দূরে থাকুন। যদি নিয়ে থাকেন তবে যত দ্রুত সম্ভব ধুয়ে ফেলুন।

১৩. প্রচুর পালংশাক খান। এতে বহু ধরনের পুষ্টি উপাদান ও লুটেন রয়েছে। নানা সমস্যা দূর করবে এই পালংশাক।

১৪. কাজের ফাঁকে একটু বিরতি নিয়ে নিন।

১৫. চেয়ার থেকে সামান্য উঠে একটু হাঁটাহাঁটি করুন এবং বাহিরে দিকে কয়েক মিনিট তাকিয়ে থাকেন।

১৬. ঘুমের অভাবে মাথা ও চোখে ব্যথা হয়। ঘুমালেই চোখ শান্তি পাবে এবং রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেন→ এশার নামাজের পর বিশেষ কোনো কাজ না থাকলে বাজে গল্পগুজব করে সময় না কাটিয়ে আমাদেরকে ঘুমিয়ে যেতে বলেছেন। ( মুসনাদে আবি ইয়ালা হাদিস ৪৯৭৯)

প্রিয় পাঠকবৃন্দ এখন আমরা জানবো একটি বিশেষ দোয়া সম্পর্কে। যা নিয়মিত আমল করলে আমাদের চোখ, কান, জবান, অন্তর ইত্যাদির ব্যাধি থেকে আমরা মুক্ত থাকতে পারব এবং লজ্জাস্থানের হেফাজত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই দোয়াটি হলো

অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে আমার কানের অপকারিতা,চোখের অপকারিতা, জবানের অপকারিতা, অন্তরের অপকারিতা এবং আমার লজ্জাস্থানের অনিষ্ট হতে আশ্রয় চাই।( সহিহ মিশকাত হাদিস নাম্বারঃ ২৪৭২, সহিহ আবূ দাউদ হাদিস নাম্বারঃ ১৩৮৭)

প্রিয় পাঠক দোয়াটি আপনারা যে কোন নামাজের পর অজু অবস্থায় তিনবার পড়ে দুই হাত একত্র করে তাতে ফুঁক দিবেন এবং তারপর মোনাজাতের মতো করে চোখে হাত দুটো মাচেহ করে দিবেন। ইনশাআল্লাহ চোখে কোন সমস্যা থাকলে চোখে ব্যথা হলে ( এই দোয়ার উছিলায়) তা নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

The post রাসূল (সাঃ) এর এই দোয়াটি পড়ে চোখে ফুঁ দেন। যে কোন সমস্যা দূর হয়ে যাবে appeared first on Trickbd.com.

On Page Seo কি?কিভাবে on page Seo করবেন?সম্পূর্ণ বিস্তারিত।

Posted:

আজকের এই One Page SEO কি আর্টিকেলটি পড়ার পরে আপনারা নিজের ব্লগ বা ওয়েবসাইটে সঠিক ভাবে One Page SEO কিভাবে করতে হয় সেই সম্পর্ন ব্যাপারটা জেনে যাবেন। (One Page SEO bangla)

আসলে One Page SEO কি? এবং one page seo এর ব্যপারে কথা বললে ব্লগের আর্টিকেলে ব্যবহার করাটা যথেষ্ট না। মানে যখন One Page SEO techniques এর কথা বলা হয়, তখন সম্পর্ন ব্লগ বা ওয়েবসাইটের ব্যবহার করাটা কিন্ত অনেক জরুলি।

তাই আপনি যদি নিজের সফল ব্লগিং ক্যারিয়ার তৈরি করতে চান তাহালে এসইও (SEO) সম্পর্কে আল্প / আধা জ্ঞান রাখলে চলবে না। অন পেজ এসইও সম্পর্কে আপনাকে পূর্ন জ্ঞান রাখতে হবে যদি আপনি ব্লগে গুগল সার্চ ইঞ্জিন বা অন্যান্য কোনো সার্চ ইঞ্জিন থেকে অধিক পরিমানে ভিজিটর্স বা ট্রাফিক পেতে চান।

আপনি আমি সবাই জানি অন পেজ এসইও টেকনিক ব্যবহার করে আমরা নিজের বা বায়ানের ব্লগ বা ওয়েবসাইট এবং ব্লগের আর্টিকেল গুলো গুগল সার্চ ইঞ্জিন এর জন্য সুন্দর ভাবে অপটিমাইজ (optimize) করতে পারি। যার ফলে ব্লগ বা ওয়েবসাইটে প্রচুর পরিমানে ভিজিটর্স বা ট্রাফিক পাওয়ার সুযোগ থাকে।

তাহালে চলুন নিচে থেকে জেনে আসি One Page SEO কি? বা কাকে বলে এবং কোনন কোন ব্লগে এসইও অপটিমাইজেশন করতে পারবো সেই ব্যাপারে সম্পর্ন জেনে আসি।

One Page SEO কি?

বর্তমান এই প্রতিযোগিতার যুগে ব্লগিং এর জন্য সফল ক্যারিয়ার তৈরি করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়াছে। কারণ, বর্তমানে ইন্টারনেটে যেকোনো বিষয়, টফিক বা নিশ (niche) নিয়ে হাজার হাজার ভালো ভালো কনটেন্ট (content) সহজে পাচ্ছেন ভিজিটর্সরা।

এজন্য আপনি যদি search engine optimization এর সম্পর্কে সর্তক না হন তাহালে ব্লগে গুগল সার্চ থেকে ভিজিটর্স বা ট্রাফিক আসা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াবে।

তাই আপনি যদি কিওয়ার্ড রিচার্স করে ভালো ভালো ইউনিক কনটেন্ট লিখে সঠিক ভাবে এসইও টেকনিক গুলোর ব্যবহার করেন তাহালে গুগল সার্চ থেকে ভালো পরিমানে ট্রাফিক পেতে পারেন। মনে রাখবেন, One Page SEO যতো ভালো ভাবে করতে পারবেন ততো বেশি সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর্স পাবার সম্ভবনা থাকবে।

মূলত অন পেজ এসইও এর কাজ হলো বিভিন্ন মাধ্যমে আপনার ব্লগ বা ওয়েবসাইটের কনটেন্ট গুলোকে সার্চ ইঞ্জিন গুলোর জন্য অপটিমাইজ করা। আর এই অপটিমাইজ টেকনিক গুলো শুধুমাএ ব্লগের মধ্যে সীমিত থাকে। আর এই ব্লগ বা ওয়েবসাইটের মধ্যে সীমিত থাকা সেই seo techniques  ব্যবহার করা যেতে পারে এবং সে গুলোকে বলা হয় One Page SEO techniques.

এর ফলে সার্চ ইঞ্জিন গুলো আপনার ব্লগের বিষয়, তথ্য এবং কনটেন্ট গুলোকে ভালো ভাবে বুঝতে পারে। আসলে এখানে One Page SEO কি? বা কাকে বলে সেটা আরো ভালো ভাবে জানার জন্য SEO মানে কি এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

এসইও (SEO) কি? (What is SEO bangla tutorial)

SEO কে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আসলে এসইও হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যেকোনো ব্লগ বা ওয়েবসাইটে কিছু অপটিমাইজেশন টেকনিক ব্যবহার করে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে ব্লগ বা ওয়েবসাইটে আসা ভিজিটর্স বা ট্রাফিক দের পরিমান বাড়িয়ে নিতে পারবেন।

সহজ ভাবে বললে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ব্লগ বা ওয়েবসাইটের কনটেন্ট গুলোকে এমন ভাবে অপটিমাইজেশন করা হয়, যাতে যেকোনো সার্চ ইঞ্জিন আপনার ব্লগ এবং ব্লগের আর্টিকেল গুলোর কিওয়ার্ড, বিষয় বা টফিক গুলো সহজে বুঝতে পারে।

যার ফলে, গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো আপনার ব্লগের আর্টিকেল গুলো কখন এবং কোন কিওয়ার্ড ও সার্চ টার্মস (search terms) এর পরিবর্তে সার্চ ইঞ্জিনে দেখানে হবে সেটা সহজে বুঝতে পারে।

উদাহরণ,

ধরুন আপনি ব্লগে একটি আর্টিকেল লিখছেন SEO মানে কি, এক কথায় seo বিষয় নিয়ে সম্পর্ন আর্টিকেল লিখছেন। এখন আর্টিকেলটি এসইও কি, এসইও কাকে বলে, এসইও টিপস, অন পেজ seo, এসইও বাংলা টিউটোরিয়াল এই সকল কিওয়ার্ড গুলো টার্গেট করেছি।

এখন আপনি এটাই চাইবেন যে কেই যদি আপনার টার্গেট করা One Page SEO কি এই কিওয়ার্ড নিয়ে গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করে তখন গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে যাতে seo নিয়ে আমার লেখা এই আর্টিকেলটি দেখানো হয়।

আসলে seo হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যম ব্যবহার করে আমরা গুগল সার্চ ইঞ্জিন বা অন্য কোনো সার্চ ইঞ্জিনকে সহজে বুঝাতে পারি আমার লেখা আর্টিকেলটি এসইও এর বিষয় নিয়ে লেখা হয়েছে। যার ফলে আমরা খুব সহজে গুগল সার্চ বা অন্য সার্চ ইঞ্জিন থেকে ব্লগে ভিজিটর্স পেয়ে যায়।

কিন্ত মনে রাখবেন, আপনি যদি ব্লগ ও ব্লগের আর্টিকেলটিতে সঠিক ভাবে এসইও এর ব্যবহার না করেন তাহালে গুগল আপনার আর্টিকেলের বিষয় বা টফিক কি সেটা সঠিক ভাবে বুঝতে পারবে না। যার ফলে আপনার ব্লগে ভালো কোয়ালাটির আর্টিকেল থাকলে ও গুগল সার্চ থেকে ট্রাফিক বা ভিজিটর্স আসার সম্ভবনা খুব কম থাকবে।

তাই আপনি যদি ২০২১ সালে এসে ব্লগিং করে সফলতার কথা ভাবেন তাহালে One Page SEO কি? এবং কিভাবে অন পেজ এসইও করতে হয় সেটা সম্পর্কে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আশাকরি সহজে বুজতে পারছেন, seo কিভাবে কাজ করে

ব্লগে কিভাবে One Page SEO করবেন?

এখান থেকে প্রায় ৪-৫ বছর আগে One Page SEO বলেতে আমরা কেবল ব্লগের আর্টিকেলে প্রচুর পরিমানে কীওয়ার্ড এর ব্যবহার করা এটা ভাবতাম। ব্লগের আর্টিকেলে এই সীমাহীন কীওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ অনেক সহজে সিগন্যাল দিতে পারতাম।

এছাড়া তেমন আর কিছু করার প্রয়োজক হতে না। কিন্ত বর্তমানে প্রযুক্তি যতটা উন্নত হচ্ছে ততো বেশি উন্নত হচ্ছে সার্চ ইঞ্জিন বোট গুলোও। যার ফলে ২০২১ সালে এসে ব্লগের আর্টিকেলে সীমাহীন কীওয়ার্ড ব্যবহার করে এসইও করা চলবে না। এটাকে বলা হয় over keyword optimization বা keyword stuffing.

আপনি যদি ব্লগের আর্টিকেলে সীমাহীন কীওয়ার্ড ব্যবহার করেন তাহালে প্রথমে গুগল থেকে ট্রাফিক পেলেও ৩-৪ মাস পর থেকে অবশ্যই  penalize করবে। এজন্য over keyword optimize করা আর্টিকেল গুলোকে গুগল সার্চ ইঞ্জিনে আর কখনো দেখাবে না।

তাই অন পেজ এসইও বলতে ব্লগের আর্টিকেলের সাথে জড়িত কীওয়ার্ড গুলো সীমিত ভাবে এবং জরুলি জায়গাই ব্যবহার করতে হবে। আর এটাকে বলা হয় এসইও ফ্রেন্ডলি আর্টিকেল

১. Optimizing content for search intent

অন পেজ এসইও অপটিমাইজেশন মানে হলো এসইও ফ্রেন্ডলি আর্টিকেল তৈরি করা। কিন্ত ইন্টারনেটে ৮০% আর্টিকেলে আপনি পাবেন one page seo মানে আর্টিকেলের বিভিন্ন জায়গায় টার্গেট করে কীওয়ার্ড ব্যবহার করে গুগলকে জানিয়ে দেওয়া।

এই প্রক্রিয়া একটা সময় কাজ করতো কিন্ত বর্তমানে আর কাজ করবে না। কারণ বর্তমানে গুগল সার্চ ইঞ্জিন বোট অনেক উন্নত হয়ে গেছে। যার ফলে আপনি আর্টিকেলে কি লিখছেন সেটা সহজে বুঝতে পারে।

এজন্য ব্লগে অধিক পরিমানে কীওয়ার্ড ব্যবহার না করে ইউজার গুগল সার্চের মাধ্যমে কোন বিষয়ে তথ্য জানতে চেয়েছেন সেটার উপর ধ্যান দিয়ে সুন্দর করে বিস্তরিত ভাবে আর্টিকেল লিখতে হবে।  এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে,

কিভাবে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখবো?

প্রথমে নিজের ব্লগে আর্টিকেলের সাথে জড়িত আলদা আলদা keyword, বাক্য, শব্দ ও সার্চ টার্মস আর্টিকেলে ব্যবহার করতে হবে। মনে করুন, আমি একটি আর্টিকেল লিখছি What is seo in bangla টফিক নিয়ে।

এখন আপনি যদি আর্টিকেলের বিভিন্ন জায়গায় শুধু what is seo in bangla কীওয়ার্ড বার বার ব্যবহার করে একটি এসইও ফ্রেন্ডলি আর্টিকেল তৈরি করার চেষ্টা করেন তাহালে এটা আপনার ২০২১ সালে ব্লগিং ক্যারিয়ারের সব চেয়ে বড় ভুল।

কেননা এই ধরনের আর্টিকেল গুলোকে গুগল ভেবে নেয় low quality এবং over optimized content. যার ফলে গুগল সার্চ থেকে কোনো ট্রাফিক আসার সম্ভবনা থাকে না।

আমি যে ভাবে আর্টিকেল seo optimization করি

আমি যদি এসইও কি এই বিষয়টি নিয়ে নিয়ে একটি আর্টিকেল লিখি তাহালে এসইও কি এই কীওয়ার্ডটি  বার বার না ব্যবহার করে এর সাথে কিছু রিলেটেড কীওয়ার্ড ব্যবহার করি আর্টিকেলের মধ্যে।

যেমন, "এসইও বাংলা টিউটোরিয়াল", "এসইও কাকে বলে", "এসইও কিভাবে করতে হয়", "অন পেজ এসইও কাকে বলে", "এসইও টিপস", "সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন", "বাংলা এসইও কোর্স", "search engine optimization" ইত্যাদি এই সকল কীওয়ার্ড গুলো আলদা আলদা ব্যবহার করি।

এখানে আপনি যদি focused keyword এর সাথে  জড়িত কিছু related keywords ব্যবহার করতে পারবেন তাহালে ৩ টি বড় সুবিধা পাবেন। যেমন,

# এর ফলে গুগল সার্চ ইঞ্জিন সহ অন্য সার্চ ইঞ্জিন গুলো সহজে আপনার লেখা আর্টাকেলের বিষয়টা বুঝতে পারবে।

# আমি যেহেতু seo এর আর্টিকেল নিয়ে বিভিন্ন রিলেটেড কীওয়ার্ড ব্যবহার করেছি এজন্য গুগল তার সার্চ রেজাল্টে seo বিষয়ে আমার এই আর্টিকেলটি রেংক করার সুযোগ বেশি থাকবে।

# আসলে এসইও এর নতুন প্রক্রিয়াটিতে কখনো টার্গেট করা কীওয়ার্ড বেশি বার ব্যবহার করবেন না, এতে আর্টিকেলটি over keyword optimization হয়ে যায় এবং গুগল আপানার লেখা আর্টিকেলটি কখনো penalize করবে না।

২. ওয়েবসাইটের পেজ লোডিং স্পিড বাড়ান

আমাদের মধ্যে ৮৫% ব্লগাররা ওয়েবসাইটের পেজ লোডিং স্পিড নিয়ে কখনো মাথা ব্যাথা করে না। অনেক সময় এমন ওয়েবসাইটের সাথে ব্যাকলিংক করেছে যে ওয়েবসাইট ওপেন হতে অনেক সময় নিচ্ছে।

অনেকে আছে আমার মতো স্লো ওয়েবসাইট ভিজিট করার সময় মোবাইলে back button টিপে সার্চ রেজাল্টের অন্য পেজে চলে গিয়ে ভিজিট করি। তাছাড়া গুগল নিজে ও এই সকল স্লো লোডিং স্পিড ওয়েবসাইট গুলো কে ভাল পায় না। কারণ, ওয়েবসাইট খুলতে অনেক বেশি সময় লোড নিচ্ছে যেটা অনেক বিরক্তিকর।

এজন্য ওয়েবসাইটের পেজ লোডিং স্পিড বর্তমানে গুগলের অনেক বড় গুরুত্বপূর্ণ রেংকি ফেক্টার (ranking factor) হিসাবে ধরা হয়। আবার  one page seo এর গুরুত্বপূর্ণ ও জরুরি অংশ হিসাবে page speed কে ধরা হয়।

তাই প্রথমে নিজের ওয়েবসাইট বা ব্লগের লোডিং স্পিড চেক করুন। ব্লগ বা ওয়েবসাইটের লোডিং স্পিড চেক করার জন্য আপনারা google page speed insightsgtmetrixtools pingdom এই টুলস গুলো ব্যবহার করতে পারেন।

আপনারা gtmetrix দিয়ে আপনার ওয়েবসাইট চেক করে দেখুন, যদি পেজ লোডিং স্পিড এর full loading speed ২ থে ৩ সেকেন্ডের মধ্যে হয় তাহালে সেটাকে খারাপ বলা যাবে না।

আর যদি পেজ লোডিং স্পিড ৩ সেকেন্ডের বেশি সময় নেয় তাহালে লোডিং স্পিড এর জন্য আপনাকে কাজ করতে করাতে হবে। কারণ গুগল কখনো একটি স্লো লোডিং ওয়েবসাইট পছন্দ করতে না। তাছাড়া স্লো লোডিং স্পিড ওয়েবসাইট গুলো গুগল থেকে ৭৫% ভিজিটর্স আসার সম্ভবনা কমে যায়।

ওয়বসাইটের পেজ লোডিং স্পিড কিভাবে বৃদ্ধি করবেন?

আপনি নিজে নিজে আপনার ওয়েবসাইটের পেজ লোডিং স্পিড বৃদ্ধি করে নিতে পারবেন। তবে, তার জন্য আপনাকে কিছু speed optimization techniques অবশ্যই ব্যবহার করতে হবে। এই টেকনিক গুলো আমি নিচে বলে দিচ্ছি।

# ব্লগের আর্টিকেলের জন্য ইমেজ আপলোড করার সময় অবশ্যই মনে করে প্রতিটা ইমেজ compress করে নিতে হবে। এর জন্য আপনারা এই compressjpeg.com ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

# সব সময় ব্লগ বা ওয়েবসাইটে ইমেজ আপলোড করার সময় ৫০kb এর নিচে ইমেজ আপলোড করার চেষ্টা করবেন।

# ভালো একটি হোস্টিং কোম্পনির হোস্টিং ব্লগে ব্যবহার করবেন। মনে রাখবেন হোস্টিং সার্ভার যত বেশি ভালো থাকবে ততো দ্রুত পেজ গুলো লোড হবে।

# যদি পারেন তাহালে অবশ্যই CDN (content delivery network) ব্যবহার করুন। CDN ব্যবহার করার জন্য cloudflare ব্যবহার করা অনেক বেশি সুবিধা জনক।

# সব সময় পরিস্কার, দ্রুত থিম ব্যবহার করবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তাহালে generatepress, genesis framework, wpastra থিম গুলো ব্যবহার করতে পারেন। এই থিম গুলো ওয়ের্ডপ্রেস সাইটের জন্য দ্রুত এবং সেরা থিম হিসাবে স্বীকৃতি পেয়েছে।

# আপনি যদি ওয়ের্ডপ্রেস (WordPress) ব্যবহার করে ব্লগটি ব্যবহার করছেন তাহালে অবশ্যই caching plugin ব্যবহার করুন।

# আপনার ওয়ের্ডপ্রেস ওয়েবসাইট আরো বেশি ফাস্ট করার জন্য অবশ্যই WP Rocket, W3 Total cache, WP super cache, WP-optimize, WP fastest cache ইত্যাদি প্লাগিন গুলো থেকে যে কোনো একটি প্লাগিন ব্যবহার করতে পারেন। আমি নিজে WP Rocket plugin ব্যবহার করছি আমার এই ওয়ের্ডপ্রেস ব্লগের জন্য।

তাহালে বন্ধুরা আপনারাও এই ছোট ছোট কিছু টেকনিক ব্যবহার করে নিজেদের ওয়েবসাইট গুলোর পেজ লোডিং স্পিড ফাস্ট করে নিতে পারবেন। এটা One page seo এর জন্য খুবই জরুলি।

৩. আটিকেলে ফোকাস কীওয়ার্ড টার্গেট এর ব্যবহার

আমি আগেই বলেছি আর্টিকেলে টার্গেট করা কীওয়ার্ড গুলো বার বার ব্যবহার করা যাবে না। তবে, আর্টিকেলের মধ্যে বিশেষ কিছু জায়গায় টার্গেট করা কীওয়ার্ড ব্যবহার করা কিন্ত অনেক লাভজনক।

তাহালে এখন প্রশ্ন হলো আর্টিকেলের মধ্যে টার্গেট করা keywords গুলো কোথায় কোথায় ব্যবহার করবে হবে?

উত্তরঃ

  • প্রথমে আর্টিকেলের টাইটেলে কীওয়ার্ড ব্যবহার করুন।
  • এবার আর্টিকেলের Permalink URL এ keyword ব্যবহার করতে হবে।
  • এবার আর্টিকেলের প্রথম প্যারাগ্রাফ এ কমপক্ষে দুইবার কীওয়ার্ডটি লিখতে হবে।
  • ব্লগের আর্টিকেল H2, H3 এবং H4 ট্যাগ গুলোর মধ্যে এক থেকে দুই বার টার্গেট করা কীওয়ার্ডটি অবশ্যই ব্যবহার করতে হবে।

এভাবে আর্টিকেলের মধ্যে বিশেষ কিছু জায়গায় আপনার টার্গেট কীওয়ার্ড গুলো ব্যবহার করে গুগল সার্চ ইঞ্জিনকে বুঝাতে হবে কোন বিষয়ের উপর আপনার আর্টিকেলটি লেখা হয়েছে। যার ফলে আপনার কনটেন্ট গুলো ভালো search engine optimize হয়ে যাবে।

৪. ফটোতে ALT Tags ব্যবহার করুন

আমরা ব্লগে যখন ফটো (photo) ব্যবহার করি তখন আসলে গুগল বুঝতে পারে না সে গুলোর ব্যাপারে। তাই আর্টিকেলের ফটো গুলো ব্যাপারে গুগলকে বুঝাতে হলে অবশ্যই ALT Tags ব্যবহার করতে হবে।

এতে গুগল সার্চ ইঞ্জিন সহজে বুঝতে পারে ছবিটি কিসের জন্য ব্যবহার করা হয়েছে। যার ফলে google search engine থেকে সহজে ভিজিটর্স বা ট্রাফিক পাওয়ার সম্ভবনা বেড়ে যায়। তাছাড়া one page seo এর জন্য ছবিতে alt tag ব্যবহার করাটা জরুলি।

আপনি যদি ছবির এই alt tag এর জায়গায় নিজের টার্গেট করা কীওয়ার্ডটি ব্যবহার করেন তাহালে আপানার আর্টিকেলটি আরো ভালো ভাবে seo optimize হয়ে যাবে।

৫. সহজ ভাষাতে সেরা আর্টিকেল লেখার চেষ্টা করুন

মনে রাখতে হবে আপনি যে আর্টিকেলটি লিখছেন সেটা যেন অন্য আর্টিকেলের থেকে সেরা ও উন্নত মানে হয়। কারণ, একই টফিক নিয়ে ইন্টারনেটে হাজার হাজর তথ্য বা কনটেন্ট রয়েছে। এজন্য আপনার লেখা গুলো পড়তে বা বুঝতে যদি কঠিন হয়ে যায় তাহালে ব্লগে আসা ভিজিটর্সরা ফিরে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে।

যার ফলে আপনার ব্লগের আর্টিকেলের উপার High bounce rate এর প্রভাব পড়বে। যা seo এর জন্য অনেক খারাপ। এজন্য আপানার লেখা আর্টিকেল গুলো অনেক সজহ ভাষাতে লিখতে হবে যাতে সবাই সহজে বুঝে পড়তে পারে।

তাছাড়া সব সময় ছোট ছোট প্যারাগ্রাফ করে লিখবেন এতে ভিজিটর্সদের বুঝতে এবং পড়তে সুবিধা হবে। আমি যেমন ছোট ছোট প্যারাগ্রাফ করে লিখেছি। যত বেশি সময় নিয়ে ভিজিটর্সরা পড়বে ততো বেশি high bounce rate রেট কমে আসবে। এর ফলে গুগল সার্চ ইঞ্জিনে আর্টিকেল রেংকি করবে।

৬. ইন্টারনাল লিংক ব্যবহার করুন

আপনারা হয়তো আমার প্রতিটা আর্টাকেলে কিছু ইন্টারনাল লিংক (internal link) দেখছেন। একটি লক্ষ করলে এই আর্টিকেলের ভিতরে ও রয়েছে। নিজের আর্টিকেল লেখার সময় কীওয়ার্ড এর সাথে জড়িত অন্য আর্টিকেলের লিংক প্রক্রিয়া করাকে বলা internal linking of articles.

উদাহরণ,

মনে করুন, আপনি ব্লগিং নিয়ে একটি আর্টিকেল লিখেছেন। এখন ব্লগিং নিয়ে আপনার ব্লগ বা ওয়েবসাইটে আগে যদি কোনো কনটেন্ট লেখা থাকে তাহালে সেই লিংকটা অবশ্যই এখানে দিতে পারেন। এতে ভিজিটর্সরা সহজে একই বিষয়ে আরো জ্ঞান নিতে পারবেন।

এসইও এর ক্ষেএে এভাবে আর্টিকেলে ইন্টারলিংকং করাটা অনেক জরুলি ও লাভজনক। এতে ব্লগের আর্টিকেলে থাকা পেজ গুলোর মধ্যে seo link juice pass হতে থাকে এবং ইন্টারনাল ব্যাকলিংক তৈরি করা হয়। এবার আশাকরি ইন্টারনাল লিংক কি এবং কিভাবে করতে হয় সহজে বুঝতে পারছেন।

৭. নিয়মিত কনটেন্ট / আর্টিকেল পাবলিশ করুন

আপনি ব্লগ বা ওয়েবসাইটে মাসে কয়টি করে আর্টিকেল পাবলিশ করছেন সেটার দিকে ও কিন্ত আপনার ধ্যান দিতে হবে। কারণ, Google সব সময় পছন্দ করে যারা নিয়মিত ভাবে হাই-কোয়ালিটি আর্টিকেল পাবলিশ করেন তাদের।

এজন্য আমাদের চেষ্টা করতে হবে যাবে ব্লগে সপ্তাহে কমপক্ষে ৩ টা ভালো ভালো আর্টিকেল পাবলিশ করার জন্য। তাছাড়া যারা ব্লগে মাসে ৩-৪ টা কনটেন্ট পাবলিশ করে গুগল সেগুলোকে low quality ভাবে। এই ধরনের কম পোষ্ট করা ব্লগ গুলোকে গুগল তার SERP এ ভালো করে রেংক (rank) করায় না।

এজন্য আপনারা যদি google search engine থেকে ভালো পরিমানে ভিজিটর্স বা ট্রাফিক পেতে চান, তাহালে নিজের ব্লগ বা ওয়েবসাইটে নিয়মিতভাবে নতুন নতুন কনটেন্ট পাবলিশ করতে হবে।

One page seo এর ব্যাপারে উপরের সকল বিষয় গুলোর ব্যাপারে অবশ্যই নজর দেওয়া জরুলি।

আজকে আমরা কি শিখলাম

তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম One Page SEO কিকিভাবে অন পেজ এসইও করবেন এবং seo নিয়ে আরো অনেক কথা। মনে রাখবেন অন পেজ এসইও মানে হলো নিজের ব্লগের আর্টিকেল গুলোকে গুগল বা অন্য সার্চ ইঞ্জিন গুলোর জন্য ভালো করে অপটিমাইজ করা।

এর ফলে গুগল সার্চ ইঞ্জিন থেকে অধিক পরিমানে ট্রাফিক বা ভিজিটর্স পাবার সম্ভবনা বৃদ্ধি পায়। আমার লেখা আর্টিকেল সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহালে নিচে কমেন্টে জানান।

আর আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন এবং আমার লেখাটি যদি আপনার কাছে ভালো লাগে তাহালে অবশ্যই উপরের সব গুলো বিষয়ে অবশ্যই ধ্যান দিবেন। না হলে কিন্ত গুগল থেকে traffic পাওয়া অনেক কঠিন হয়ে যাবে।

পোস্ট টি সর্বপ্রথম প্রকাশিত হয়েছেঃ  এই সাইটে 

 

কিভাবে “OF PAGE SEO” করবেন?

কোনো সমস্যা হলে কমেন্ট করুন।

The post On Page Seo কি?কিভাবে on page Seo করবেন?সম্পূর্ণ বিস্তারিত। appeared first on Trickbd.com.

(Expired) I am sorry guys ��

Posted:






























কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে ExpressVPN এর একটি Secret Tutorial শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন .


আমরা সবাই ExpressVPN ব্যবহার করে থাকি , সবাই জানি এটা Very Secure & Powerful , আমার সবাই ExpressVPN Mod এপ দিয়ে 30 Days Trail নিতে পারি যেটা শুধুমাত্র Android Device এর জন্য 😔 , এখন Windows , Mac , Iphone & IPad এরা কি দোষ করলো এরা কি পাবে না..? হ্যা অবশ্যই পাবে 🤩 , আজকে এই সমস্যা সমাধানের জন্য এই পোস্টটি 🤩 কেউ পাবে না তা হবে না তা হবে না 🤩


1 ➜ যা যা লাগবে ( Requirements + Notes )




◉ ExpressVPN Mod Apk
◉ Mail Address নিজের ব্যবহার করতে পারেন বা Temp Mail ( অবশ্যই Access থাকতে হবে , কারন Password Reset করার সময় দরকার হবে )
ExpressVPN 1 Month Tutorial ( Android , Windows , Iphone & Mac )

◉Tutorial by PremiumNetworkCommunity


ExpressVPN Premium Mod Apk


2 ➜ চলুন দেখে নেই কিভাবে 1 Month Trail একাউন্ট খুলবো..?


প্রথমে আমাদের ExpressVpn এ 30 Days Free Trail একাউন্ট খুলে নিতে হবে । এখন ExpressVpn Mod App Open করার পর Start 30 Days Free Trail এ ক্লিক করতে হবে


এখন আপনাকে Mail Address দিতে হবে , এমন Mail Address দিতে হবে যেটার Access আছে , আপনি Temp Mail ব্যবহার করতে পারেন । তবে কোনো Random Mail Address দেওয়া যাবে না


এখন Submit করুন ব্যাস আপনার একাউন্ট Done ✅


দেখুন খুব সহজে 30 দিনের জন্য পেয়ে গেলাম


3 ➜ এখন দেখে নেই কিভাবে ( Windows , Mac , Iphone & iPad ) এর জন্য Activation Key পাবো ( Final Step )


এখন আমাদের ExpressVpn Site এ Login Access পাওয়ার জন্য Password Reset করতে হবে ।

পাসওয়ার্ড Reset করতে আমাদের এই Link এ যেতে হবে


ExpressVPN Password Reset Link


এখন আপনি ExpressVPN Mod App এ একাউন্ট করার সময় যে Mail Address ব্যবহার করছেন , সেই Mail Address টি দিয়ে Send Introduction এ ক্লিক করতে হবে


এখন আপনার Mail Check করুন


এখন দেখুন একটা Mail এসেছে ExpressVPN থেকে Password Reset করার জন্য


এখন Mail এ আসা Reset Link এ ক্লিক করে , আপনার পছন্দের একটি Password দিয়ে Change Password এ ক্লিক করতে হবে ।


এখন একটু Scroll করে দেখুন Android , Windows , Mac , Iphone & IPad সব গুলোর Access পেয়ে গেলেন 🤩


এখন Android এর জন্য তো আগেই পেয়ে গেছেন , এখন Windows Key এর জন্য , Windows এ ঘুসি মারেন 🤩 , এবং দেখেন ঘুসি কাজ করলো কি না


দেখুন এক ঘুসিতে কেল্লা ফতে , পাইয়া গেলাম ExpressVPN Windows Key


দেখুন এখন পাইয়া গেলাম ExpressVPN Mac Key পেয়ে গেলাম


এখন Mac , Iphone & IPad এর জন্য কোথায় ঘুসি মারতে হবে এটা নিজেই বুঝতে পারবেন 🤩


3 ➜ শেষ কথা ( পরে নিন 😔 )

আমি অনেক সময় ধরে পোস্টটা লিখেছি 😔 , কিন্তু কেউ সাপোর্ট করো না তোমরা 🙂 , এখানে মন খারাপ হয়ে যায় 😔 পোস্ট লেখার ইচ্ছা হয় না , এই পোস্টটে সাপোর্ট পাইলে , পরবর্তীতে সবার জন্য 1 Month RDP এর পোস্ট দিবো ☺


4 ➜ . এ রকম Secret Cool Tutorial পেতে আমাদের Telegram Community তে জয়েন হতে পারেন


For Cool Secret Tutorial


আজ এখানে শেষ । যেকোনো Premium Android or Pc Software , Account , Course , Bin , Premium Account , Netflix , Amazon Prime Other & WordPress , Blogger Tamplate , Bot Making Help লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সবকিছু Free

PremiumNetworkCommunity Join Hear

The post (Expired) I am sorry guys 😔 appeared first on Trickbd.com.

নিয়ে নিন Amazon Prime Video Cookies আর ফ্রিতেই দেখুন Prime Video এর সব মুভি-ওয়েব সিরিজ (Only for Android Users ��)

Posted:

পোস্টের শুরুতেই বলে রাখি সবার Android মোবাইলে Video Play নাও হতে পারে বাট অনেকেরই হয়েছে তাই শেয়ার করলাম। প্রুফ হিসেবে পোস্টের শেষে ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে 😊

Amazon Prime Video কি?

Amazon Prime Video একটি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম যা award-winning TV shows, movies, anime, documentaries, web series সহ আরও অনেক কিছু Provide করে থাকে ।

কিন্তু এটা প্রিমিয়াম জিনিস Subscription কিনে দেখা লাগে। তাই অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও ইউজ করতে পারেন না। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিতেই Amazon Prime Video এর বিনোদন জগতে প্রবেশ করবেন 🙂

যেভাবে Prime Video Cookies ব্যবহার করে ফ্রিতেই Amazon Prime Video এর সবকিছু দেখবেন

আজকের পোস্টটা শুধুমাত্র পিসি ইউজারদের জন্য

  1. প্রথমেই এখান থেকে Kiwi Browser টি ডাউনলোড করে নিন

কারণ অন্য কোন ব্রাউজার দিয়ে আপনি কুকি দিয়ে Netflix দেখতে পারবেন না

2.তারপর এখান থেকে Cookie Editor এক্সটেনশনটা আপনার ব্রাউজারে এড করুন। আমার অলরেডি এড করা আছে এজন্য রিমুভ অপশন দেখাচ্ছে।

[বিঃ দ্রঃ] অবশ্যই ব্রাউজারের Desktop mode অন করে নিবেন আর না হয় ঠিকভাবে কাজ করবে না

3.তারপর নিচের Get Amazon Prime Video Premium Cookies বাটনটাতে ক্লিক করে যেকোন একটা Amazon Prime Video কুকি কপি করে নিন

 

Get Amazon Prime Video Premium Cookies

 

4. তারপর Kiwi Browser দিয়ে PrimeVideo.com এ চলে যান এবং ব্রাউজারের এই আইকনে ক্লিক করুন

5.তারপর Cookie Editor Extension এ ক্লিক করুন

6. আমার মতো সবগুলো Cookie ডিলিট করে নিন

7. তারপর পাশে থাকা import বাটনে ক্লিক করুন

import করার পর PrimeVideo.com এ গিয়ে একটা reload দিবেন তাহলেই দেখবেন একাউন্টে লগিন হয়ে গেছে

8.তো দেখতেই পারছেন আমি এখন Amazon Prime ভিডিওর জগতে 😁

কোথাও না বুঝলে নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন

 

পোস্টটি প্রথম প্রকাশিত হয় TechHelpBD.Com  ওয়েবসাইটে 

আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছে। কোন অংশ না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের Telegram Group এ মেসেজ দিতে পারেন।
টেলিগ্রামে আমি আপনাদেরকে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে বুঝিয়ে দিবো

নিয়ে নিন এরকম আরো কিছু প্রিমিয়াম জিনিসঃ

The post নিয়ে নিন Amazon Prime Video Cookies আর ফ্রিতেই দেখুন Prime Video এর সব মুভি-ওয়েব সিরিজ (Only for Android Users 🔥) appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments