ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ২০তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে নিন। |
- ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ২০তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে নিন।
- নিয়ে নিন Unlimited Google Drive Storage একদম ফ্রিতেই আর যত খুশি তত ফাইল রাখুন
- আল্লাহ তায়ালা কোন স্ত্রীর নামাজ কবুল করেন না। আসুন সবাই জেনে নেই।
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর ১৯তম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ, ডাউনলোড করে নিন pdf ফাইল
- ফুটার স্ক্রিপট সম্পকে ধারণা নিন এবং শিখে নিন ওয়াপকিজে ফুটার স্ক্রিপট সেট করা
- Photo বিক্রি করে টাকা ইনকাম করার সেরা 8 টি প্ল্যাটফর্ম
- #FirstOnNet ডাউনলোড করে নিন Shadhin Music Premium Mod Apk
- নিয়ে নিন Hoichoi Premium Account
- Top 6 New Glitch Vikindi Map 2.0 // Vikindi 2.0 New Glitch PUBG MOBILE // BGMI New Glitch Vikindi
- সারা দেশে শুরু হয়েছে অনলাইন শপিং উৎসব ১০-১০ কেনাকাটা করে নিয়ে নিন ডিসকাউন্ট, গিফট, ক্যাশ-ভাউচার ও বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করে নিন ১০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক
ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ২০তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে নিন। Posted: গত ১২ সেপ্টেম্বর থেকে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলেও চলতে আছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পুর্নবিন্যাস করে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া অব্যহত রাখতে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন ব্যবস্থা করেছে শিক্ষা অধিদপ্তর এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দিতে এবং গ্রহণ করতে হবে এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণ করতে হবে। ২০তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এ যে সকল বিষয় প্রকাশ হয়েছে।৬ষ্ঠ শ্রেণীর – ইংরেজি, বাংলাদেশের ও বিশ্বসপরিচয়৭ম শ্রেণীর – ইংরেজি, বাংলাদেশের ও বিশ্বসপরিচয় ৮ম শ্রেণীর – ইংরেজি, বাংলাদেশের ও বিশ্বসপরিচয় ৯ম শ্রেণীর – ইংরেজি, জীব বিজ্ঞান, ফিন্যান্স ব্যাংকিং পৌরনীতি ও সুশাসন অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ১০০ টাকা বোনাস নিয়ে নিনবাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ২০তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে নিন। appeared first on Trickbd.com. |
নিয়ে নিন Unlimited Google Drive Storage একদম ফ্রিতেই আর যত খুশি তত ফাইল রাখুন Posted: Google Drive কি?Google Drive হলো গুগলের Cloud Storage যেখানে আপনারা আপনাদের যেকোন ফাইল(e.g. images, videos, documents, apps) সংরক্ষণ করে রাখতে পারেন এবং যেকারো সাথে খুব সহজেই ঐ ফাইল লিংকের মাধ্যমে শেয়ার করতে পারেন। কিন্তু গুগল মামা আমাদেরকে তাদের Drive এ ফ্রিতে শুধুমাত্র ১৫ জিবি রাখতে দেয়। এর বেশি স্টোরেজ ব্যাবহার করতে হলে আমাদেরকে সেটা কিনে নিতে হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একদম ফ্রিতেই আনলিমিটেড স্টোরেজ নিবেন যেভাবে গুগল ড্রাইভে আনলিমিটেড স্টোরেজ নিবেন
তো দেখেন আমার Drive তৈরি হয়ে গেছে । আপনারগুলো চেক করা জন্য এই লিংকে চলে যান=>https://drive.google.com/drive/u/0/shared-drives এবার আমি চাইলে এই Test Drive এ আনলিমিটেড ফাইল আপলোড দিতে পারবো [বিঃ দ্রঃ] এটা Shared Drive তাই Drive এর মালিক চাইলে ডাটা এক্সেস করতে পারবে তাই আমি সাজেস্ট করবো আপনাদের কোন Sensitive Data/files না রাখার জন্য । সবার সাথে শেয়ার করা যায় এমন ফাইলগুলাই রাখবেন এরকম আরো কয়েকটা সাইটের লিংক…যদি উপরের সাইটটা কখনো বন্ধ হয়ে যায় এগুলো থেকে নিতে পারবেনঃ https://teamdrive.xcpx.workers.dev https://teamdrive.mfoxx.workers.dev পোস্টটি প্রথম প্রকাশিত হয় TechHelpBD.Com ওয়েবসাইটে নিয়ে নিন এরকম আরো কিছু প্রিমিয়াম জিনিসঃ
আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছে। কোন অংশ না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের Telegram Group এ মেসেজ দিতে পারেন The post নিয়ে নিন Unlimited Google Drive Storage একদম ফ্রিতেই আর যত খুশি তত ফাইল রাখুন 🔥 appeared first on Trickbd.com. |
আল্লাহ তায়ালা কোন স্ত্রীর নামাজ কবুল করেন না। আসুন সবাই জেনে নেই। Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । কোন স্ত্রীর নামাজ কবুল করেন না।আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ।কোন স্ত্রীর নামাজ আল্লাহ তায়ালা কবুল করেন না….? নামাজ হলো মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা ও তাঁর রাসূল সাল্লাহু সাল্লাম এর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম হলো নামাজ। নর-নারী উভয়ের জন্যই নামাজ ফরজ করা হয়েছে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছেন, যাদের নামাজ আল্লাহ তায়ালা কবুল করেন না। তো চলুন জেনে নেই কোন ধরনের মুসলিম নারীর নামাজ আল্লাহ তায়ালা কবুল করেন না, হাদিসের আলোকে আজকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। নবী করিম সল্লালাহ সাল্লাম ইরশাদ করেন, সেই মহিলার কোন নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারো জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল হরি পবিত্র হয়, ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না।( সিলসিলাতুল সহিহ হাদিস নাম্বারঃ ১০৩) তাহলে এই হাদীস দ্বারা এটাই প্রমাণিত হয়, যে স্বামী ছাড়া অন্য কোন পর পুরুষের জন্য পারফিউম ব্যবহার করা যাবে না। আর ব্যবহার করলে আল্লাহ পাক তার নামায কবুল করবেন না। আবার অনেক নারী আছেন যারা শখের বশেই নেলপলিশ ব্যবহার করে, কিন্তু তারা অধিকাংশই খেয়াল করেন না যে এটি ব্যবহারের কারণে ওযু করার সময় নখ এবং নখের চারপাশের লোমকূপে পৌঁছতে পারে না। এর ফলে ওই নারীর গোসল ফরয হলেও সে ফরজ গোসল করা সত্ত্বেও সে নাপাক থেকে যাবে। তাই অজু এবং গোসলের ফরজ অংশে পানি না পৌঁছানোর কারণে সেই নারীর ফরজ গোসল আদায় হয় না এবং সে ওযু করলে ওযু হয় না। আর ওযু না হলে নামাজ হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তির ওজু না করে নিলে এবং বিনা অজুতে নামাজ পড়লে নামাজ কবুল হবে না।( সহিহ বুখারি হাদিস নাম্বারঃ ১৩৫ সহিঃ মুসলিম হাদিস নাম্বারঃ ২২৫) তবে নারীদের হায়েজ নেফাজ চলাকালীন সময়ে তারা নেইলপলিশ ব্যবহার করতে পারবেন। এবং হায়েজ উত্তীর্ণ সময়ের পর যখন ফরজ গোসল করে পবিত্র হবে তার আগেই ( সেই নেইল পলিশ) তুলে ফেলতে হবে। আবার সেই নারীর নামাজ কবুল হয় না যে নারীর উপর তার স্বামী রাগ করে আছে। স্ত্রী স্বামীকে সর্বদা খোশ রাখবে। তাঁর ভালো কথা ও কাজে আনুগত্য করবে। তার সব কথা মেনে চলবে শারীরিকভাবে স্বামীকে সুখ দিয়ে তাকে সর্বদা তৃপ্ত রাখবে কোন বিষয়ে রাগ হলে তা সত্বর মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে। সব কিছুতেই তাকে সন্তুষ্ট রাখবে এটাই হলো একজন আদর্শ নারীর কর্তব্য। মহানবীর সাল্লাহু সাল্লাম বলেছেন →তোমাদের সেই স্ত্রীরাও জান্নাতী হবে যে স্ত্রী অধিক প্রণয়িনী, সন্তানদাত্রী, বারবার ভুল করে বারবার স্বামীর নিকট আত্মসমর্পণ করেনী। যার স্বামী রাগ করলে সে তার নিকট এসে হাত রেখে বলে আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবোনা। (সিলসিলাতুল সহিহ হাদিস নাম্বারঃ ২৮৭) কিন্তু এমন বহু মহিলা আছেন, যারা তাদের স্বামীর খেয়ে পড়েও স্বামীর এমন রাগ রোষকে পরোয়া করে না। নারী স্বাধীনতার পক্ষপতিনর স্বামীর সংসারে ও পরম স্বাধীনতার সুখ ভোগ করতে গিয়ে স্বামীকে নারাজ রাখে। ফলে স্বামী নারাজ হওয়ায় এবং সেই স্ত্রীর শয্যাসঙ্গী স্বামীকে খুশি করার আগেই নামাজ পড়লে নামাজ কবুল হবে না। কারণ হুকূকুল “ইবাদ” আদায় না করা পর্যন্ত মহান আল্লাহ তা’আলা তাঁর বান্দাদের প্রতি সন্তুষ্ট হন না। যার প্রতি অন্যায় করা হয় তার নিকট আগে ক্ষমা পেলে তবেই মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দাকে ক্ষমা করে দেন। নচেৎ করেন না। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন→ নফল রোজা পালনকারী নিজের উপর কর্তৃত্বশীল। চাইলে সে রোজা পূর্ণ করতে পারে আবার চাইলেই সে ভেঙ্গে ফেলতে পারে। ( সহীহুল জামে হাদিস নাম্বারঃ ৩৮৫৪) যে ব্যাক্তি শাওয়ালের ছয় রোজা রেখেছো সে যদি রোজাটি ভেঙ্গে ফেলতে চায়, তবে তা ভেঙ্গে ফেলতে পারে। ভেঙ্গে ফেলাটা হতে পারে আহার করার মাধ্যমে, কোনো কিছু পান করার মাধ্যমে, সহবাসের মাধ্যমে বা অন্য কোনোভাবে হতে পারে। এ সময় নারী যদি স্বামীর বিনা অনুমতিতে রোজা রেখে থাকেন তাহলে স্বামীর অধিকার রয়েছে তাকে বিছানায় ঢাকার এবং স্বামীর ডাকে সাড়া দেওয়া তার জন্য অনিবার্য। আর স্ত্রী যদি অনুমতি নিয়ে রোজা রেখে থাকে তাহলে স্ত্রীর রোজা নষ্ট করার অধিকার স্বামীর নেই। তবে স্বামী যদি সেটা চান তাহলে স্ত্রীর জন্য উত্তম হলো স্বামীর আহ্বানে সারা দেওয়া। শরীয়তের বিধান অনুযায়ী স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী জন্য নফল রোজা রাখা, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা নিষেধ। (সূত্র নাজমুল ফাতওয়া ৫/৩০৭) হযরত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আরো বলেছেনঃ আমি যদি কাউকে কারো জন্য সিজদা করার আদেশ করতাম, তাহলে নারীকে আদেশ করতাম, সে যেন তার স্বামীকে সিজদা করে। (সূত্র তিরমিজি হাদিস নাম্বারঃ ১১৫৯) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আরো বলেছেনঃ স্বামীর (যৌক্তিক) আাদেশ মেনে চলা স্ত্রীর কর্তব্য।( ইবনে মাজাহ হাদিস নাম্বারঃ ১৮৫৩) এখানে একটা বিষয় প্রত্যেক নারীদের মনে রাখা দরকার, সহবাসের জন্য পুরুষের শারীরিক শক্তির দরকার হয়, পক্ষান্তরে নারীর তা দরকার হয়না। কোনো পুরুষ চাইলেই সহবাস করতে পারে না, যতক্ষণ না তাঁর শারীরিক শক্তি মজুত থাকে। সেজন্য হাদিসে নারীদের প্রতি তাদের স্বামীদের ডাকে সাড়া দেওয়া প্রতি জোর নির্দেশ দেওয়া হয়েছে। তাই প্রিয় বোনেরা আপনাদের জান্নাত যাওয়ার পথ আল্লাহ রাব্বুল আলামীন অনেক সহজ করেছেন। তাই একটু ধৈর্য ধরে আমলগুলো করে যান এবং স্বামীকে সন্তুষ্ট রাখুন। স্বামীর যৌক্তিক বিষয়গুলো মেনে চললে ইনশাআল্লাহ আপনি জান্নাতী হবেন। আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি The post আল্লাহ তায়ালা কোন স্ত্রীর নামাজ কবুল করেন না। আসুন সবাই জেনে নেই। appeared first on Trickbd.com. |
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর ১৯তম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ, ডাউনলোড করে নিন pdf ফাইল Posted: প্রতিবারের মতো এবারও এই সপ্তাহের জন্য ৬ষ্ঠ-৯ম শ্রেণীর ১৯তম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর । তবে এবারে ভিন্ন একটি নোটিশ প্রনয়ন করেছে অধিদফতরটি । নোটিশটি নিচের ছবিতে দেওয়া হলো । ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর এসাইনমেন্টটি এক নজরে দেখতে .pdf file ডাউনলোড করতে নিচে লেখা pdf file অপশনে ক্লিক করুন । The post ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর ১৯তম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ, ডাউনলোড করে নিন pdf ফাইল appeared first on Trickbd.com. |
ফুটার স্ক্রিপট সম্পকে ধারণা নিন এবং শিখে নিন ওয়াপকিজে ফুটার স্ক্রিপট সেট করা Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি কথা বাড়াতে চাই না । সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চাই । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝতে পেরেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে ওয়াপকিজ সাইটে ফুটার কোড যুক্ত করা শেখাতে যাচ্ছি । সম্পূণ পোস্টটি পড়লে আপনি সহজেই ফুটার সম্পকে জানতে পারবেন এবং ওয়াপকিজ সাইটে ফুটার স্ক্রিপট ব্যাবহার করা শিখতে পারবেন । ফুটার স্ক্রিপট কি?ফুটার স্ক্রিপট হলো সাইটের একটি অংশ যা সাইটের সকল পেজে দেখা যায় । আমি সাইটের ফুটারে যে সকল কোডগুলো রাখব কোড অনুযায়ী তা আমার সাইটের যে কোন পেজেই যান না কেন তা দেখতে পারবেন । ফুটার সবসময়ই সাইটের শেষ অংশে থাকে । অথাৎ ফুটার সাইটের শেষ অংশ । ওয়াপকিজ সাইটে ফুটার স্ক্রিপট যুক্ত করবেন যেভাবে :-» প্রথম সাইটের “panel mod”-এ যান । » তারপর “manage page” অপশনে ক্লিক করুন । তো এই ছিল আমার আজকের পোস্ট । যে কোন প্রয়োজনে আমাকে ইমেইল করুন । আমার ইমেইল muhitstudent62@gmail.com The post ফুটার স্ক্রিপট সম্পকে ধারণা নিন এবং শিখে নিন ওয়াপকিজে ফুটার স্ক্রিপট সেট করা appeared first on Trickbd.com. |
Photo বিক্রি করে টাকা ইনকাম করার সেরা 8 টি প্ল্যাটফর্ম Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনি ফটোগ্রাফার হন অথবা ছবি তুলতে ভালোবাসেন। তাহলে আপনি চাইলে অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করতে পারবেন। বর্তমানে সময়ে অনলাইনে টাকা ইনকাম করার উপায় অনেক রয়েছে।যে কোন পদ্ধতি মাধ্যমে অবলম্বন করে অনলাইনে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায়।এমনকি এ বর্তমান সময়ে আপনারা চাইলে ছবি ইমেজ সেল করে টাকা আয় করতে পারবেন। আজকের আর্টিকেলে আমরা অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম কিভাবে করা যায়? এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।যেখান থেকে আপনারা আশাকরি সহজে অনলাইনে কিভাবে ছবি বিক্রি করে আয় করা যায়? এই বিষয়বস্তুগুলো step-by-step বুঝতে পারবেন।তাই আর্টিকেলে শুরুতে বলব অবশ্যই আজকের আর্টিকেলটি মন দিয়ে শেষ পর্যন্ত পড়বেন।আর কথা না বাড়িয়ে চলুন এবার মূল টিউটোরিয়ালটি শুরু করা যাক। অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম?ছবি বিক্রি করে আয়ঃ এমনিতেই অনলাইনে ছবি বিক্রি করে কিভাবে আয় করতে হয়? এই বিষয়গুলো নিয়ে আগে কয়েকটি পোস্ট করেছিলাম।ওই পোস্ট গুলো পড়লে আশাকরি বুঝতে পারবেন কিভাবে অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করা যায় সেটা! সাধারণত অনলাইনে ছবি বিক্রি করার জন্য অনলাইনে বিভিন্ন ধরনের প্লাটফর্ম রয়েছে। আমাদেরকে সর্বপ্রথম ওই প্ল্যাটফর্মের যুক্ত হতে হবে। এবং আমাদের ফটোগুলো সেখানে পাবলিশ করতে হবে। এবং ওখান থেকে যত লোক আমাদের ছবিগুলো ক্রয় করবে বা কিনবে ওই কোম্পানি থেকে বা প্লাটফর্ম থেকে আমাদের ততোই কমিশন আসবে। ঠিক এভাবে করেই অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করতে হয়। এখন আমরা জানবো অনলাইনে ছবি বিক্রি করে আয় করার কয়েকটি বিশ্বস্ত ওয়েবসাইট সম্পর্কে।যেখানে আপনারা সহজে অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করার আটটি সেরা প্ল্যাটফর্ম?আপনারা যদি ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে চান তাহলে, এমন একটি প্লাটফর্ম বা ওয়েবসাইটে আপনি কি যুক্ত হতে হবে। যেখানে তারা আপনাকে ছবি বিক্রি করে টাকা ইনকাম করার সুযোগ দিবে।তাছাড়া অবশ্যই সে প্লাটফর্ম বা ওয়েবসাইটকে রিয়েল হতে হবে। তাহলে আপনারানিশ্চিন্তে অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।এবার আমরা জানবো অনলাইনে ছবি বিক্রি করে আয় করার সেরা 8 টি প্ল্যাটফর্ম সম্পর্কে । যেখানে আপনারা কোন প্রকার সমস্যা ছাড়াই ছবি বিক্রি করে টাকা আয় করতে পারবেন। Etsyছবি বিক্রি করে টাকা ইনকাম করার একটি ওয়েবসাইট এটা। ওয়েবসাইটে আপনারা সরাসরি ছবি বিক্রি করে টাকা ইনকাম করার সুযোগ পাবেন।তার জন্য সর্বপ্রথম আপনাকে এ প্লাটফর্ম বা ওয়েবসাইটের রেজিস্ট্রেশন করতে হবে।রেজিস্ট্রেশন করার সময় আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন চাইবে। ইনফরমেশন গুলো অবশ্যই রিয়েল দিবেন। কেন না আপনার সাথে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করবে আপনার ওই ইনফরমেশনগুলো দেখে। তাছাড়া আরও অন্যান্য সমস্যা হওয়ার কারণে অবশ্যই আপনারা আপনাদের রিয়েল ইনফর্মেশন দিবেন এই প্লাটফর্মে। এই ওয়েবসাইটে বা প্লাটফর্মে আপনারা ছবি বিক্রি করে টাকা আয় করার সুযোগ পাবেন। কিন্তু এই প্লাটফর্ম বা ওয়েবসাইটে আপনার ইনকাম একটু কম হবে। আপনার ছবি যদি কেউ ক্রয় করে তাহলে তার যে মূল দাম হবে তার 5 পার্সেন্ট কমিশন কোম্পানি থেকে আপনাকে দিবে।তবে যখন আপনি বিশ্বস্ত এবং কাজের প্রতি আগ্রহ ও আপনার ছবিগুলো অনেক লোক ক্রয় করবে। তখন আপনাদের ইনকাম আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এই প্লাটফর্মে।তাই আপনারা যদি কেউ অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে চান তাহলে,আপনারা এই প্লাটফর্ম বা ওয়েবসাইটের যুক্ত হয়ে ছবি বিক্রি করে আয় করতে পারেন। এই ওয়েবসাইটটি দীর্ঘ অনেক বছর ধরে বিশ্বস্ত হিসেবে এগিয়ে আসছে।তাই আপনারা চাইলেই এই প্লাটফর্মে নিঃসন্দেহে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন আশা করি। Deposit Photoঅনলাইনে ছবি বিক্রি করে আয় করার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মের অন্যতম একটি প্ল্যাটফর্ম এটি। এখানে 150 মিলিয়ন এর আরো অনেক বেশি কনটেন্ট রয়েছে। তাছাড়া দিন দিনে প্রচুর পরিমাণে এই প্লাটফর্মে লক্ষ লক্ষ ভিজিটার আসে ছবি ক্রয় করার জন্য। এই প্লাটফর্ম বা ওয়েবসাইটে আপনারা শুধু ছবি নয় আরো অনেক ধরনের ইমেজ রয়েছে যেমন Illustrations, Vector Art, Backgrounds, Editorial, News image এবং HD videos এ ধরনের ছবিগুলো আপনারা চাইলে প্লাটফর্মে সহজেই বিক্রি করে আয় করতে পারবেন।আপনার ছবি যদি কেউ ক্রয় করে তাহলে 30 থেকে 40 শতাংশ কমিশন এই কোম্পানি আপনাকে দিবে।এই ওয়েবসাইটে আপনারা ছবিগুলো আপলোড করার পর যখন পাবলিশ হবে। তারপর জেগে কেউ চাইলে আপনার ছবিটি ক্রয় বা ডাউনলোড করতে পারে। যতবার আপনার ছবিটি ক্রয় বা ডাউনলোড করা হবে ততবার আপনার একাউন্টে কমিশন আসতেই থাকবে। তাই আপনারা চাইলে অনলাইনে ছবি বিক্রি করে আয় করার জন্য এই প্লাটফর্মে যুক্ত হতে পারেন।নির্দিষ্ট কিছু নিয়ম-নীতি রয়েছে এ প্ল্যাটফর্মের।সেগুলো মেনে কাজ করলে আশা করি আপনারা সহজেই প্লাটফর্মে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে এ প্লাটফর্মে যুক্ত হয়ে সহজে ছবি বিক্রি করে টাকা ইনকাম করা যায় সেটা! Istockঅনলাইনে যদি আপনি যেকোনো ধরনের ছবি ক্রয় বা বিক্রি করতে চান। তাহলে এই প্লাটফর্ম বা ওয়েবসাইটকে বেস্ট। কেননা এই প্লাটফর্মে প্রতিদিন প্রায় লাখের উপরে ভিজিটর আসে। এবং তারা শুধুমাত্র ছবি ক্রয় করার জন্যই আসে। তাছাড়া এই ওয়েবসাইটে যেহেতু ছবি বিক্রি করে আয় করার সুযোগ রয়েছে। সেহেতু অনেক একটিভ মেম্বার এখানে ছবি সেল করে থাকে।এবং তারা প্রচুর পরিমাণে এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারে। এই ওয়েবসাইটে আপনারা কাজ করে প্রতিমাসে টাকা প্রতিমাসে তুলে নিতে পারবেন। কেননা অল্প সংখ্যক অ্যামাউন্ট আপনার একাউন্টে থাকলেই সে টাকা উত্তোলন করার সুযোগ রয়েছে এই ওয়েবসাইটে। তাই আপনারা যারা অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করতে চান,,,তারা নিঃসন্দেহে এ প্ল্যাটফর্মের যুক্ত হয়ে সহজেই ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন আশা করি। Fotoliaএডোবি কোম্পানির একটি নামকরা ওয়েবসাইট এটি। এই ওয়েবসাইটটি 2019 সাল থেকে যাত্রা শুরু করেছিল। এবং অল্প সময়ে এই ওয়েবসাইটটি প্রচুর পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে।প্রতি মাসে প্রায় 45 মিলিয়নের বেশি এই ওয়েবসাইটে ভিজিটর আসে। এমনকি এই ওয়েবসাইটে ভালো মানের ছবি আপলোড করা হয়। যে কেউ চাইলেই এই ওয়েবসাইটে খুব প্রফেশনাল প্রফেশনাল ছবি ক্রয় করতে পারবে। তাছাড়া এই ওয়েবসাইটে আপনারা সরাসরি ছবি বিক্রি করে টাকা আয় করার সুযোগ পাচ্ছেন। এই ওয়েবসাইটে যদি আপনার কোন ছবি কেউ ক্রয় করে থাকে তাহলে,এই কোম্পানি থেকে প্রচুর পরিমাণে টাকা আয় করার সুযোগ পাবেন। এমনকি বর্তমান সময়েও এই ওয়েবসাইটটি প্রচুর পরিমাণে জনপ্রিয়।তাই আপনারা চাইলে এই কোম্পানিতে যুক্ত হয়ে সহজে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন অনলাইনে। Gretty Imagesএই ওয়েবসাইটে প্রতি মাসে প্রায় 50 মিলিয়ন এর ওপরে ভিজিটর আসে। তাছাড়া এই ওয়েবসাইটে বেশিরভাগ লোকের ইমোশনাল অথবা প্রাকৃতিক ছবি পছন্দ করে। এবং সবচেয়ে বেশি বিক্রি হয় এ ধরনের ছবি বা ইমেজ।তাছাড়া এই ওয়েবসাইটে সরাসরি আপনি ছবি বিক্রি করে টাকা আয় করতে পারবেন। এই ছবিটি যুক্ত হওয়ার জন্য আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন লাগবে।যেগুলো দিয়ে খুব সহজে আপনার যুক্ত হতে পারবেন এই প্লাটফর্ম বা ওয়েবসাইটে। তাছাড়া আপনারা এ প্লাটফর্ম বা ওয়েবসাইটে সহজে ছবি বিক্রি করতে পারবেন। যদি আপনার ছবি ক্রয় হয় তাহলে ওই কোম্পানি আপনাকে 20% কমিশন প্রদান করবে। এবং পরবর্তীতে আপনার ছবি যখন মানুষের আরও বেশি চাহিদা হয়ে যাবে।তখন এই কোম্পানি থেকে আরও বেশি ইনকাম করার সুযোগ পাবেন। তাই আপনারা যে কেউ চাইলে এ প্ল্যাটফর্মের যুক্ত হয়ে সহজেই ছবি বিক্রি করে টাকা আয় করতে পারবেন আশা করি। Bigstockphotoফটো বা ইমেজ এর জন্য সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম এটি। এই প্লাটফর্মে প্রায় অনেক অনেক ক্যাটাগরির ছবি রয়েছে। এই ওয়েব সাইটে যুক্ত হওয়ার জন্য আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন দিতে হবে। তবে ইনফরমেশন গুলো কখনো ফেইক দেওয়ার চেষ্টা করবেন না। কেননা আপনার একাউন্টের অথবা আপনার কাজকর্মের জন্য যে কোন সময় তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে। তা অবশ্যই আপনার ইনফরমেশন গুলো সব সময়ে রিয়েল দেওয়ার চেষ্টা করবেন। এমনকি যেহেতু এই প্লাটফর্মে আপনারা সরাসরি ছবি বিক্রি করে আয় করার সুযোগ পাবেন। সেহেতু এই ওয়েবসাইটে প্রতিটা ছবির ক্রয় হওয়ার কারণে এই কোম্পানি থেকে আপনার সর্বোচ্চ 50 শতাংশ কমিশন প্রদান করবে। আপনারা চাইলে প্লাটফর্মে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন আশা করি। Adobe Stockএডোবি স্টক এই নাম হয়তো খুব কম লোকই রয়েছে যারা শুনেনি। কেননা অনলাইনের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মের সেরা একটি প্লাটফর্ম এটি। এই প্লাটফর্মে বিভিন্ন ধরনের ইমেজ পাওয়া যায়। মাত্র কয়েক বছরের ভিতর এই ওয়েবসাইটে ১৮০+ মিলিয়ন স্টক ফটো, ১৬ মিলিয়ন চিত্র, ৫৫ + মিলিয়ন ভেক্টর, ৪০ মিলিয়ন অডিও এবং ১৯ মিলিয়ন ভিডিও সংগ্রহ করেছে। এ ধরনের ফটো ইমেজ অডিও ভিডিও ক্রয় করার জন্য প্রচুর পরিমানের লোক এই ওয়েবসাইটে ভিজিট করে। তাছাড়া আপনারা সরাসরি এ প্লাটফর্ম বা ওয়েবসাইটে ছবি বিক্রি করে টাকা আয় করতে পারবেন।আপনার ছবি যদি কেউ ক্রয় করে তাহলে প্রায় 40% কমিশন পাবেন। তাছাড়া এই ওয়েবসাইটে বিশ্বস্ত অনেক প্রমাণ রয়েছে। আপনারা নিশ্চিন্তে যদি ছবি বিক্রি করে আয় করতে চান তাহলে, এই ওয়েবসাইটে কাজ করতে পারেন। Istock Photoএকেবারে শেষের ওয়েবসাইটটি এটা।এই প্লাটফর্ম বা ওয়েবসাইটেও আপনারা চাইলে ছবি বিক্রি করে টাকা আয় করতে পারবেন। এই ওয়েবসাইটে আপনার ছবি কেউ ক্রয় করলে 20% এর ওপরে কমিশন পাওয়ার সুযোগ রয়েছে।প্রথম অবস্থায় আপনার ছবিগুলো তারা ভেরিফাই করে নিবে। এবং আপনাকে উপযোগী মনে হলে বা আপনার ছবি উপযোগী মনে হলে, তারা আপনাকে ছবি পাবলিশ করার অনুমতি দেবে। যদি আপনি অনুমতি পেয়ে যান ছবি বা ইমেজ পাবলিশ করার তাহলে, সহজে আপনারা এই প্লাটফর্মে অনেক অনেক ছবি আপলোড করতে পারবেন। এবং পাবলিশ কৃত ছবি কেউ ক্রয় করলে,এই কোম্পানি থেকে আপনি 20 পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন। যদিও সেটা পরবর্তীতে আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা চাইলে ছবি বিক্রি করে আয় করতে এই ওয়েবসাইটটি দেখে আসতে পারেন। আশাকরি ওয়েবসাইটটি আপনাদের ভালো লাগবে। যারা ছবি বিক্রি করে আয় করতে চান বিশেষ করে তাদের জন্য। আর্টিকেল এর শেষ কথাসুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা এই আর্টিকেলে অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করার সেরা 8 টি ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছি। যদিও সংক্ষিপ্ত আকারে বিস্তারিত বলার চেষ্টা করেছি।আর্টিকেল সম্পর্কিত কোন প্রশ্ন অথবা মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। পরিশেষে সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আবার অন্য কোন আর্টিকেলে আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। The post Photo বিক্রি করে টাকা ইনকাম করার সেরা 8 টি প্ল্যাটফর্ম appeared first on Trickbd.com. |
#FirstOnNet ডাউনলোড করে নিন Shadhin Music Premium Mod Apk Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে Shadhin Music App এর Premium Mod Version শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা কমবেশি সবাই Shadhin Music App ব্যবহার করে থাকি এটি একটি জনপ্রিয় Music App । এখানে সব ধরনের Bangla Song পাওয়া যায় । আর এখানের Popular Podcast হলো Bhoot.com Series , আর এই Podcast শুনতে Subscription কিনতে হয় । আর এই Shadhin Music App এ অনেক Ads থাকে যেগুলো বিরক্তিকর এবং Favorite Song গুলো Download করতে পারি না , আজ এই সমস্যা সমাধানের জন্য এই পোস্ট |
নিয়ে নিন Hoichoi Premium Account Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের কাছে Hoichoi Premium Account নিয়ে এসেছি । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন malaybiswas11@gmail.com:hsalf1102 আজ এ পর্যন্তই ,এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করবো । ধন্যবাদ সবাইকে । The post নিয়ে নিন Hoichoi Premium Account appeared first on Trickbd.com. |
Top 6 New Glitch Vikindi Map 2.0 // Vikindi 2.0 New Glitch PUBG MOBILE // BGMI New Glitch Vikindi Posted:
Glitch Number One । নৌকা বা জাহাজের ভিতরে visible বা অদৃশ্য হওয়া এই কাজটি করার জন্য আপনাকে Coal Mine এবং Zabava মাঝখানে । অথবা আপনি এই জাহাজগুলো যেখানে পাবেন সেখানে এই Trick টি ব্যবহার করতে পারেন ম্যাপে দেখুন আমি যেখানে মার্ক দিয়েছি এখানে আসার পর আপনাকে যা করতে হবে । এই জাহাজটির ওপরে উঠবেন, এখানে যে একটি টায়ার দেখতেছেন এর কাছে এসে, কয়েকবার ক্রাউজ ,জাম ও ফায়ার বাটনে ক্লিক করার সময় জয়স্টিক সামনের ও পেছনের দিকে মুভমেন্ট দিবেন । এই কাজটি একবারে না হলে কয়েকবার ট্রাই করলেই ইজিলি এর ভিতরে যেতে পারবেন। Glitch Number two। Glitch Number Three। আপনি এর ভিতর থাকলে দূর থেকে কেউ আপনাকে স্পট করতে পারবে না ,এবং মারতে পারবেনা Glitch Number Fore। Glitch Number Five । আমি যেভাবে বিকি টি লাগিয়ে নিলাম ঠিক সেইভাবে লাগিয়ে নিবেন তারপর সিট চেঞ্জ করে এক্সিট দিবেন , বুম দেখুন আমি আন্ডারগ্রাউন্ডে ভিতরে চলে এসেছি । Glitch Number Six । যদি আপনাদের বুজতে সমস্যা হয় অথবা যারা ভিডিও দেখে শিখতে চান তারা নিচের লিংকে ক্লিক করে দেখে নিন The post Top 6 New Glitch Vikindi Map 2.0 // Vikindi 2.0 New Glitch PUBG MOBILE // BGMI New Glitch Vikindi appeared first on Trickbd.com. |
Posted:
সারা দেশে সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব ‘১০-১০’ শুরু হয়েছে। দেশীয় প্রতিষ্ঠিত ২০টি ই-কমার্স, লজিস্টিক ও পেমেন্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ নিয়েছে। সারা দেশে ২০ দিনব্যাপী এই উৎসব চলবে। আর এই ২০ দিন এই ২০টি ই-কমার্স প্রতিষ্ঠান গুলো দিবে সারা দেশে ফ্রি ডেলিভারি সাথে আরো থাকচ্ছে ডিসকাউন্ট, গিফট, ক্যাশ-ভাউচার এছাড়া দেশের সব জনপ্রিয় পেমেন্ট মাধ্যম বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করলে পাচ্ছে ১০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ‘১০-১০’ উৎসবেটি চলবে আগামি ৩০ অক্টোবর ২০২১ পর্যন্ত। ‘১০-১০’ উৎসবে যে সকল ই-কমার্স প্রতিষ্ঠান গুলো অংশগ্রহণ করেছে তা হচ্ছে.. চালডাল, রকমারি, আজকের ডিল, ডায়াবেটিস স্টোর, পিকাবু, বাংলা শপার, দ্যা মল বিডি, সেবা এক্সওয়াইজেড, পাঠাও ফুডস, প্রথমা, গেজেট এন্ড গিয়ার, একশপ, যাচাই, আইফেরী, প্রোটিন মার্কেট, বেবি কেয়ার, আদি, স্টারটেক ইত্যাদি আরো অনলাইন শপিং গুলো ওয়েবসাইটঃবিকাশ এর পেমেন্ট অফার ও ইনস্ট্যান্ট ক্যাশব্যাক
অনলাইন শপ গুলা থেকে কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যে কোনো পরিমাণ এর টাকা অ্যাপ থেকে অথবা অনলাইনে পেমেন্ট বিকাশ করলেই ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে প্রতিদিন সর্বোচ্চ ২০০ টাকা এবং অফার চলাকালীন সর্বমোট ১০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ১০০ টাকা বোনাস নিয়ে নিনবাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিনটেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post সারা দেশে শুরু হয়েছে অনলাইন শপিং উৎসব ১০-১০ কেনাকাটা করে নিয়ে নিন ডিসকাউন্ট, গিফট, ক্যাশ-ভাউচার ও বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করে নিন ১০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments