Search box..

যে 05 ধরনের Video Upload করলে আপনার Youtube Channelটি Delete হয়ে যেতে পারে

যে 05 ধরনের Video Upload করলে আপনার Youtube Channelটি Delete হয়ে যেতে পারে


যে 05 ধরনের Video Upload করলে আপনার Youtube Channelটি Delete হয়ে যেতে পারে

Posted:

Digital Technology GIFs - Get the best GIF on GIPHY

 মূল কথা হলো কারও ক্ষতি হয় বা ক্ষতি করার উদ্দেশ্যে তৈরি করা ভিডিও ইউটিউবে দেওয়া যাবে না। দিলে ভিডিওতে বিজ্ঞাপন দেখানো বন্ধ করা থেকে শুরু করে ভিডিও সরিয়ে নেওয়া, এমনকি অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে পারে ইউটিউব। তা ছাড়া কপিরাইট নিয়ে ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্মটির নীতিমালা আছে, শিশুবিষয়ক নীতিমালা আছে, ক্ষতিকর কনটেন্ট নিয়ে বিস্তর বলা আছে ইউটিউবের ভিডিও নির্মাণবিষয়ক নির্দেশনায়। সেসব কারণেও ভিডিও নির্মাতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ইউটিউব। সম্প্রতি আলোচনায় আসা ইউটিউবের পাঁচ নীতিমালার কথা থাকছে এখানে।

 

 

  • হয়রানি এবং সাইবার বুলিংয়ের উদ্দেশ্যে তৈরি ভিডিও

হয়রানি, হুমকি কিংবা অন্যকে বুলিং করার উদ্দেশ্যে তৈরি ভিডিও ইউটিউবে নিষিদ্ধ। একইভাবে সম্মতি না নিয়ে ক্ষতি করার উদ্দেশ্যে বা বিদ্বেষপরায়ণ হয়ে কারও ভিডিও ধারণ করা কিংবা ভিডিওতে কারও ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়াও নিষিদ্ধ।

 

  • করোনা সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ালে

কোভিড-১৯ নিয়ে স্থানীয় স্বাস্থ্যসেবা দাতা সংস্থা কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসাসংক্রান্ত তথ্যের সঙ্গে অসংগতিমূলক তথ্য ইউটিউবে প্রচার নিষিদ্ধ। বিশেষ করে করোনার চিকিৎসা, প্রতিরোধ, রোগনির্ণয়, সংক্রমণ, সামাজিক দূরত্ব এবং সঙ্গনিরোধবিষয়ক নির্দেশনা অমান্য করা যাবে না।

 

  • নির্বাচন নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে

ভোটারদের নির্বাচনসংক্রান্ত কোনো ভুল তথ্য দেওয়া যাবে না ইউটিউবে। মিথ্যা দাবি, যেমন নির্বাচিত হওয়ার আগেই কাউকে নির্বাচিত ঘোষণা দিয়ে ভিডিও বানানোও যাবে না।

 

  • জলবায়ু পরিবর্তন অস্বীকার করলে

জলবায়ু পরিবর্তন অস্বীকার করে ভিডিও দিলে এখন থেকে সেসব ভিডিওতে বিজ্ঞাপন দেখাতে দেবে না ইউটিউব। অনলাইনে প্রকাশিত নথিতে ইউটিউব জানিয়েছে, 'গুগলে বিজ্ঞাপনদাতা, প্রকাশক এবং ভিডিও নির্মাতাদের জন্য মানিটাইজেশনবিষয়ক নতুন নীতিমালা চালু করেছে ইউটিউব।

 

  • ভ্যাকসিন সম্পর্কে ভুল তথ্য দিলে

যেকোনো অনুমোদিত ভ্যাকসিন সম্পর্কে ভুল তথ্য দিলেই ভিডিও মুছে ফেলবে ইউটিউব। যেমন ভিডিওতে যদি কোনো অনুমোদিত ভ্যাকসিন সম্পর্কে বলা হয়, সেটি বিপজ্জনক কিংবা অটিজম, ক্যানসার বা বন্ধ্যত্বের কারণ, তবে সে ভিডিও সরিয়ে ফেলা হবে।

 

 

পরিশেষে এইটাই বলব যে Youtube Channel এ Video Upload এ আগে এর Terms & Policy আর Notice পড়ে নিবেন, না হলে Channel  হারানোর ভয় থাকবে।

 

Sincerely;
Maestro (M4357R0)🕵

The post যে 05 ধরনের Video Upload করলে আপনার Youtube Channelটি Delete হয়ে যেতে পারে appeared first on Trickbd.com.

File Convert করুন Telegram BOT এর সাহায্যে

Posted:

Best Technology Background GIFs | Gfycat

আজকে যে Telegram BOT Review দিতে যচ্ছি তা হল @newfileconverterbot, এর বিভিন্ন কাজ ও অন্যন্য Details নিচে
আলোচনা করা হল।

 

বর্তমানে অনেকেই Telegram Use করছেন। এই Telegram এর অন্যতম Features হচ্ছে BOT। এর সাহায্যে অনেক জটিল কাজ সহজেই করে ফেলা যায়। ঠিক তেমনই @newfileconverterbot খুবই উপকারী একটা BOT। এই BOT এর সাহায্যে আপনি আপনার Fileগুলো বিভিন্ন Format এ Convert করতে পারবেন।

 

ব্যবহার:- আপনার Fileগুলো বিভিন্ন Format এ Convert করতে পারবেন।।

 

Process GIF - Find on GIFER

Telegram BOT টি যেভাবে Run করবেন

1. প্রথমে Telegram App এ Search করুন @newfileconverterbot

2. Start Click করুন

3. পরবর্তী BOT নির্দেশনা (Help Menu) অনুসরণ করুন।

 

 

 

^-^ এই ছিলো BOT এর পরিচয়, আশাকরি আপনার উপকারে আসবে। নতুন কিছু BOT নিয়ে হাজির হব next time।

 

DEXTER
Signing OFF

The post File Convert করুন Telegram BOT এর সাহায্যে appeared first on Trickbd.com.

এখন থেকে Youtube এর মত Google Drive এর Video Embed করুন সহজেই

Posted:

Howdy Everyone,

আমরা  প্রত্যেক বিভিন্ন Blog Post এ Youtube Video Embed করে থাকি। এখন থেকে Google Drive এর Videoও

Embed করতে পারবে খুব সহজেই, Step By Step Instruction Follow করুন-

 

 

⁙⁘Instruction⁘⁙

01. প্রথমে আপনার Drive এ একটি Video Upload করুন এবং Videoটি Anyone can view Option enable করে দিন

 

02. এবার ঐ Fileটির 03Dot Option এ Click করে “Open In New Tab” Select করুন

 

 

03. আবার Fileটির 03Dot Option এ Click করে “Embed Item” এ Click করুন

 

 

04. বিভিন্ন Blogpost এ Video Embed করে দেয়ার Code পেয়ে যাবেন। যা Website এ Paste ককরেে দিলেই Video Embed হয়ে যাবে।

 

 

⁙⁘Conclusion⁘⁙

অর্থাৎ আপনি এখন Google Driveকে Video Hosting Platform হিসেবে Use করতে পাারবেন Just Like Youtube।

 

 

 

Keep In Touch With Me Through 
 ✉Telegram  📺Youtube

 

The post এখন থেকে Youtube এর মত Google Drive এর Video Embed করুন সহজেই appeared first on Trickbd.com.

নিয়ে নিন Netflix Premium Cookies আর ফ্রিতেই দেখুন নেটফ্লিক্সের সব মুভি-ওয়েব সিরিজ (Only for PC Users ��)

Posted:

Netflix কি?

নেটফ্লিক্স একটি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম যা award-winning TV shows, movies, anime, documentaries, web series সহ আরও অনেক কিছু Provide করে থাকে ।

কিন্তু এটা প্রিমিয়াম জিনিস Subscription কিনে দেখা লাগে। তাই অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও ইউজ করতে পারেন না। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিতেই নেটফ্লিক্সের বিনোদন জগতে প্রবেশ করবেন 🙂

যেভাবে Netflix Cookies ব্যবহার করে ফ্রিতেই নেটফ্লিক্সের সবকিছু দেখবেন

আজকের পোস্টটা শুধুমাত্র পিসি ইউজারদের জন্য

  1. প্রথমেই এখান থেকে Cookie Editor এক্সটেনশনটা আপনার ব্রাউজারে এড করুন। আমার অলরেডি এড করা আছে এজন্য রিমুভ অপশন দেখাচ্ছে।

2.তারপর নিচের Get Netflix Premium Cookies বাটনটাতে ক্লিক করে যেকোন একটা নেটফ্লিক্স কুকি কপি করে নিন

 

Get Zee5 Premium Accounts

 

3. তারপর Netflix.com এ চলে যান এবং Cookie Editor Extension এ ক্লিক করে আমার মতো সবগুলো Cookie ডিলিট করে নিন

4.তারপর পাশে থাকা import বাটনে ক্লিক করুন

5. তারপর আমার দেয়া কুকি json কোডটা এখানে paste করেন এবং import বাটনে ক্লিক করেন

6. ব্যাস এবার কাজ শেষ আপনি যদি বাচ্চা হয়ে থাকেন তাহলে তাহলে Kids একাউন্ট দিয়ে দেখতে পারেন আর যদি বড় হয়ে থাকেন তাহলে বড়দেরগুলো দিয়ে

7. তো দেখতেই পারছেন আমার সামনে এখনকার সবচেয়ে জনপ্রিয় Netflix সিরিজ Squid Game চলে আসছে 😁

কোথাও না বুঝলে এখান থেকে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন=> https://t.me/TechHelpBangladesh/2514

পোস্টটি প্রথম প্রকাশিত হয় TechHelpBD.Com  ওয়েবসাইটে 

নিয়ে নিন এরকম আরো কিছু প্রিমিয়াম জিনিসঃ

আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছে। কোন অংশ না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের Telegram Group এ মেসেজ দিতে পারেন।
টেলিগ্রামে আমি আপনাদেরকে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে বুঝিয়ে দিবো

The post নিয়ে নিন Netflix Premium Cookies আর ফ্রিতেই দেখুন নেটফ্লিক্সের সব মুভি-ওয়েব সিরিজ (Only for PC Users 🔥) appeared first on Trickbd.com.

ষষ্ঠ শ্রেণির এর গণিত প্রযুক্তি অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(18 th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ষষ্ঠ শ্রেণির এর গণিত ১৮ তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of 7

গণিত অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

গণিত এর ১৮ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

Trickbd new update

ট্রিকবিডি তে নতুন আপডেট এসেছে তাই এই পোস্ট গুলো নন প্রফিট হিসাবে ধরা হয়েছে। তবে আমি আপনাদের কে অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আমি জাভা ইউজার দের জন্য এই অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে থাকি। আমি জানি জাভা ইউজার দের জন্য কত কষ্ট এই সমাধান গুলো বের করতে। তাই অনেক দিন থেকে অ্যাসাইনমেন্ট এর সমাধান দিয়ে থাকি। আর ভবিষ্যতে ও দিয়ে থাকবো ইনশাআল্লাহ।

আরো পড়ুন

বাংলালিংক সিমে ১.৫ জিবি ফ্রী ইন্টারনেট পেতে Click করুন

Foodpanda থেকে অনলাইনে খাবার অর্ডার করবেন কিভাবে

তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

খোদা হফেজ।

The post ষষ্ঠ শ্রেণির এর গণিত প্রযুক্তি অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(18 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

যে ২টি কারণে মানুষের পতন হয়। বলেছেন রাসূল (সাঃ) আসুন জেনে নেই

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

২টি কারণে মানুষের পতন হয়

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম মানুষের পতনের দুটি কারণ উল্লেখ করেছিলেন ।আজকে এই আর্টিকেলে আমরা সেই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। যে দুটি বিষয়ে কোনো মানুষের মধ্যে থাকলে তার পতন অনিবার্য। আজকের গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আপনার জন্য কল্যাণ নিয়ে আসতে পারে।

জীবনে চলার পথকে সুন্দর ও অর্থবহ করে তুলতে সবর, সহনশীলতা, পরিশ্রম,কষ্ট ও বীরত্বপূর্ণ জীবনযাপন মুমিনের জীবনের অন্যতম বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন। সুখ-দুঃখ আনন্দ মুসিবত সবসময়ই মুমিনের জীবন যাপনে অভ্যস্ত হবে। মুমিন মুসলমান কখনো আরামপ্রিয়, পরিশ্রমবিমুখ, কোমলতা প্রিয়, অলস, সুখপ্রত্যাশী, অমনোযোগী ও দুনিয়া পূজারী হতে পারে না। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম তাঁর প্রিয় সাহাবী হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তা’আলা আনহুরকে ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় এই মর্মে নসিহত করেছিলেন যে ‘ হে মুয়াজ’ আরাম প্রিয়তা থেকে বিরত থাকবে। কেননা এটি মানুষকে সফল হতে দেয় না। (মিসকাত)

রাসূল করীম সাল্লাহু সাল্লাম আরো বলেছেনঃ অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো, নিজের হাতের পরিশ্রমে উপার্জিত জীবিকার চেয়ে উত্তম আহার আর কেউ কখনো গ্রহণ করেনি। (সহিহ বুখারি হাদিস নাম্বারঃ ২০৭২)

অর্থাৎ এই হাদীসের দ্বারাও আল্লাহর রাসূল সাল্লাহু সাল্লাম আমাদেরকে অলসতা পরিহার করতে বলেছেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি তার বিখ্যাত গ্রন্থ আবু দাউদে( হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়) উল্লেখ করেন -সাদসিধে জীবনযাপনকে ঈমানের নিদর্শন বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম। যারাই আরাম প্রিয়তার দিকে ঝুঁকে পড়েছে, শুধুমাত্র দুনিয়ার প্রতি আসক্ত হয়েছেন তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্কবার্তাও তুলে ধরেছেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম।

হাদীসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন – আমার উম্মতের উপর ঐ সময় খুবই কাছাকাছি, যখন অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, যেভাবে ক্ষুধার্ত লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে। তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন – হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সংখ্যা কি এতই কম হবে যে, আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে…?

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তখন বললেন → না, সে সময় তোমরা সংখ্যায় কম হবেনা বরং সেই সময়ে তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। কিন্তু তোমরা বন্যায় ভাসমান খড়কুটোর মতো হালকা হবে। তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে আর হীনমন্যতা ও কাপুরুষতা তোমাদেরকে ঘিরে ধরবে। তখন এক সাহাবী জানতে চাইলেন ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেন এই হীনমন্যতা আসবে…?

তখন নবী সল্লালাহ সালাম বললেন →এই দুটি কারণে এক নাম্বারঃ ঐ সময় দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে। এবং দ্বিতীয় নাম্বারঃ তোমরা দুনিয়াকে অধিক ভালোবেসে মৃত্যুকে ভয় করতে থাকবে। আখেরাতের জন্য তোমাদের মৃত্যু ভয় থাকবে না। অথচ আখেরাতকে স্বরণ রেখে তোমাদের মৃত্যুকে বেশি বেশি ভয় করা উচিত। ( আল মুস্তাদরিক আলাস সাহিহাইন হাদিস ৮৯৪৯, আবু দাউদ হাদিস ১৫৫২)

প্রিয় পাঠক বাস্তবে দেখা যাচ্ছে, বর্তমানে মুসলমানদের মাঝে এ দুটি বিষয় লক্ষণীয় হারে বেড়ে চলেছে। পরকালের তুলনায় দুনিয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ। পক্ষান্তরে পরকালের ভয়ে মৃত্যুকে স্মরণ না করে বরং ইসলামের জীবন যাপনে মৃত্যুর আশঙ্কা দ্বিধাদ্বন্দ্বে ভোগছে মানুষ। অথচ আল্লাহ তা’আলা বলেন→ তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদের স্পর্শ করবেই।( সূরা নিসা আয়াত ৭৮)

প্রিয় নবী (সাঃ) এর রেখে যাওয়া হাদিসের ভবিষ্যৎবাণী গুলো প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে। যা থেকে বেরিয়ে আসা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক। তবে মুমিন মুসলমান আবার সঠিক পথ ফিরে পাবে। মুমিন মুসলমানের উচিত হবে, দুনিয়ার ভালোবাসা ও ফেতনা থেকে বিরত থাকা। ইসলামের জীবন যাপনে মৃত্যুর ভয়কে দূরে সরিয়ে দেওয়া। পরকালের কল্যাণেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এবং আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম এর দেখানো পথে জীবন পরিচালিত করা।

হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন →যখন সন্ধ্যায় উপনীত হবে, তখন সকলের জন্য অপেক্ষা করো না, আর যখন তোমার সকাল হয় তখন সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। অসুস্থ হওয়ার আগেই তোমার সুস্থ থাকে কাজে লাগাও আর তোমার মৃত্যুর জন্য জীবিত অবস্থায় পাথেয় জোগাড় করে নাও। সহিহ বুখারি হাদিস নাম্বারঃ ৬৪১৬)

এবং এই দোয়াটি পড়ো-

” আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবি জাহান্নাম ওয়া মিন আজাবিল কবরি, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল “ অর্থাৎঃ হে আল্লাহ! আমি জাহান্নামের আজাব ও কবরের আজাব থেকে আশ্রয় চাই। জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই। আর দাজ্জালের ফিতনা থেকেও আপনার কাছে আশ্রয় কামনা করি।( সহিহ বুখারি হাদিস নাম্বারঃ ৬৩৭৬,৭৯৪ ইসলামিক ফাউন্ডেশন )

আল্লাহ তায়ালা সকল মুসলিম উম্মাহকে দুনিয়ার আসক্তি তথা শুধুমাত্র দুনিয়াবী ভালোবাসা থেকে হেফাজত করুন। পরকালের জবাবদিহিতায় ইসলামের বিধি-বিধান মেনে চলার তৌফিক দান করুন। পরকালের ভয়ের উদ্দেশ্যে এবং নাজাত লাভ বেশি বেশি মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করুন আমিন।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

The post যে ২টি কারণে মানুষের পতন হয়। বলেছেন রাসূল (সাঃ) আসুন জেনে নেই appeared first on Trickbd.com.

Picsart Gold ০১ বছরের জন্য ফ্রি [��Team Invitation]

Posted:

Howdy Everyone,

Picsart বরাবরের মতই এখনও Photo Editing এর Boss level এই রয়েছে। এর Gold Subscription এ সব Premium Features
উপভোগ করা যায়। মূলত এই Same Content এর পূর্ববর্তী সব Post এর BIN Patched হয়ে গিয়েছে, তাই Updated BIN নিয়ে আসলাম।

✧Picsart Gold এর Features সমূহ:-

  • Thousands of premium stickers, fonts, frames,collages and masks
  • ADS FREE editing experience.
  • All effects unlocked
  • Premium Retouch Tool
  • Premium Photo & Video Filter
  • Remove Unwanted Object from Your photo এবং আরও অনেক কিছু

⚡বিস্তারিত জানতে Visit Picsart official Site

 

 

⁙⁘Instruction⁘⁙

01. প্রথমে এই Invitation Link এ  প্রবেশ করুন

 

 

02. তারপর Email / Temp. mail দিয়ে Sign UP/Log In করুন

 

 

03. 01 বছরের জন্য Picsart Gold Activate হয়ে যাবে।

 

 

 

⁙⁘Conclusion⁘⁙

Pc তে কোন app Install ছাড়াই Browse করে Photo Edit করতে পারবেন, আর Android এ App Install Needed.

 

 

 

Keep In Touch With Me Through
 ✉Telegram  📺Youtube

 

The post Picsart Gold ০১ বছরের জন্য ফ্রি [👥Team Invitation] appeared first on Trickbd.com.

Website টাকা ইনকাম করার পুরো গাইডলাইন 2021

Posted:

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা আজকের আর্টিকেল থেকে কিভাবে ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা যায়? এটুজেড বিস্তারিত আলোচনা করব। কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়? ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি প্রয়োজন হয়? কিভাবে ওয়েবসাইট থেকে ইনকাম সম্ভব? এবং শেষ পর্যন্ত হাতে কিভাবে টাকা আসে? step-by-step আজকে আমরা আলোচনা করব ‌। তাই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার বিশেষ অনুরোধ জানাচ্ছি,,,

ওয়েবসাইট থেকে টাকা ইনকাম?

আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান তাহলে, কোন একটি পদ্ধতি অবলম্বন করে ইনকাম করতে হবে। অনলাইনে ইনকাম করার অন্যতম একটি পদ্ধতি হলো ওয়েবসাইট থেকে টাকা ইনকাম। এই পদ্ধতি আজ থেকে নয় প্রায় অনেক বছর ধরে এগিয়ে আসছে। আর বর্তমান সময়ে ওয়েবসাইট থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায়। তাই আপনি চাইলেই একটি ওয়েবসাইট তৈরি করে টাকা ইনকাম করতে পারবেন।

ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার পূর্বে সর্বপ্রথম আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। একটি ওয়েবসাইট থেকে টাকা ইনকামের জন্য তেমন কোনো যোগ্যতা বা বয়সের প্রয়োজন হয় না। তাই যে কেউ চাইলে অনলাইনে একটি ওয়েবসাইট তৈরি করে টাকা ইনকাম করতে পারে। একটি ওয়েবসাইট তৈরি করতে কয়েকটি জিনিস প্রয়োজন। অনলাইনে ওয়েব সাইট তৈরি করার প্লাটফর্ম অনেক রয়েছে ‌। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি প্লাটফর্ম হল ওয়ার্ডপ্রেস, ব্লগার।

বর্তমান সময়ে এই দুটি প্লাটফর্ম থেকে বেশির ভাগ লোক ওয়েবসাইট তৈরি করে। তাই আপনারা চাইলেও এ প্লাটফর্ম থেকে একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। তাই সর্বপ্রথম আপনাকে যেকোন একটি প্লাটফর্মে যুক্ত হতে হবে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য। তারপর আপনার ওয়েবসাইটটি সাজাতে হবে। একটি কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে তিনটা জিনিসের প্রয়োজন হয়।

**এক নম্বর থিম

**দুই নম্বর ডোমেইন

**তিন নম্বর হোস্টিং

এই তিনটা জিনিস দিয়েই আপনারা একটি পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করে, এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আয় করতে পারবেন। আমরা এখন থিম, ডোমেইন, এবং হোস্টিং সম্পর্কে। সংক্ষিপ্ত আকারে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব।

থিমঃ থিম হলো আপনার ওয়েবসাইটের সৌন্দর্য। আপনার ওয়েবসাইটটি কোথায় কি আছে কোথায় থাকবে মানুষ কিভাবে দেখবে? এই সমস্ত কাজ গুলো থিম করে থাকে। তাই একটি ওয়েবসাইটের জন্য থিম খুবই গুরুত্বপূর্ণ। থিম আপনার ওয়েবসাইটের লোক চমকে দিতে পারে ‌।আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটি ওয়েবসাইটের জন্য থিম কতটা প্রয়োজন।

ডোমেইনঃ ডোমেন হলো আপনার যে ওয়েবসাইট সেটার নাম। যেমন trickbd.com ডটকম ডট নেট ডট ওআরজি ইত্যাদি। এগুলোকে অনেকে মাস্টার ডোমেন বলে থাকে। আপনার ওয়েবসাইটের নামটি আরো সুন্দর করে দিতে পারে ডোমেন। এই ডোমেইন ক্রয় করার জন্য অনলাইনে অনেক প্ল্যাটফর্ম রয়েছে। আপনারা চাইলে আপনার ওয়েবসাইটে সুন্দর একটি ডোমেইন ক্রয় করে অ্যাড করতে পারবেন আপনার ওয়েবসাইটে।

হোস্টিংঃ হোস্টিং হল জায়গা। ধরুন আপনি ফসল চাষ করতে চান? তাহলে নিশ্চয় জায়গার প্রয়োজন হবে। জায়গা ছাড়া আপনি কিভাবে ফসল চাষ করবেন। আর ওয়েবসাইটের ও জায়গা প্রয়োজন হয়ে থাকে। কারণ ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কনটেন্ট যেমন ছবি, আর্টিকেল, ভিডিও, অডিও, ইমেজ ইত্যাদি। এগুলো আমাদের ওয়েবসাইটে নিশ্চয়ই থাকবে বা রাখতে হবে। ঠিক এ কারণেই হোস্টিং এর প্রয়োজন হয়। হোস্টিং ক্রয় করার জন্য অনলাইনে অনেক ধরনের কোম্পানি রয়েছে। এই কোম্পানি থেকে আপনাকে হোস্টিং ক্রয় করে আপনার ওয়েবসাইটে রাখতে হবে।

ওয়েবসাইট থেকে টাকা ইনকাম শুরু কিভাবে হয়?

ওয়েবসাইট থেকে ইনকাম যেভাবেঃ এতক্ষণ আমরা কিভাবে একটি পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করা যায়। এ বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। ওয়েবসাইট তৈরি করার জন্য কোন কোম্পানি এর সাথে যুক্ত হতে হবে। এবং ওয়েবসাইট টি তৈরি করতে হবে সেই প্লাটফর্মে। তারপর আপনার ওয়েবসাইটে থিম ডোমেইন এবং হোস্টিং দরকার হবে। এগুলো আপনার ওয়েব সাইটে এড করার পর। আপনার ওয়েবসাইটটি বিভিন্ন ধরনের কনটেন্ট পাবলিশ করতে হবে।

এইজন্য আপনি একটি নিস নিয়ে কাজ করতে পারেন। ধরুন যে আপনি আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট তৈরী করেছেন।এবং আপনার ব্যবসা থেকেই ওয়েবসাইটে ইনকাম করতে চান। তাহলে এখন এই ওয়েবসাইটে আপনার ব্যবসা সম্পর্কে বিভিন্ন কন্টেন্ট পাবলিশ করতে হবে।সেটা আর্টিকেল হতে পারে ছবি ইমেজ অথবা ভিডিও হতে পারে। তবে অবশ্যই আর্টিকেল লেখার চেষ্টা করবেন। এবং এই আর্টিকেলের ভিতরে ভিডিও ছবি এগুলো ব্যবহার করবেন।

এভাবে করে আপনাকে কাজ করে যেতে হবে আপনার ওয়েবসাইটে। তারপর যখন বেশ ভালো পরিমাণে আপনার ওয়েবসাইটে কনটেন্ট পাবলিশ করবেন। ধরুন 20 থেকে 30 টা আর্টিকেল পাবলিশ করেছেন আপনার ওয়েবসাইটে।এখন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইট থেকে টাকা ইনকাম শুরু করতে তাহলে, অবশ্যই আপনার আর্টিকেলগুলো কপি মুক্ত হতে হবে এবং সর্বনিম্ন 500 শব্দের উপরে আর্টিকেল থাকতে হবে।তাহলে আপনারা আপনাদের ওয়েবসাইট থেকে টাকা ইনকাম শুরু করতে পারবেন।

তবে যত বেশি আর্টিকেল পাবলিশ করবেন এবং বেশিদিন আপনার ওয়েবসাইটে কাজ করবেন। ততই আপনি টাকা ইনকাম শুরু করতে পারবেন তাড়াতাড়ি। একটি ওয়েবসাইট থেকে টাকা ইনকাম শুরু করার জন্য অনেক পদ্ধতি রয়েছে। কিন্তু বেশিরভাগ লোকেরা ওয়েবসাইট থেকে সর্বপ্রথমে যেভাবে টাকা ইনকাম শুরু করে। আমরা সর্বপ্রথম সেভাবেই শুরু করবো টাকা ইনকাম ওয়েবসাইটে। ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার জন্য আমাদের নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর সেটার নাম হলো গুগল এডসেন্স।

গুগল এডসেন্স থেকে ওয়েবসাইটের মাধ্যমে টাকা ইনকাম শুরু এবং উত্তোলন?

টাকা ইনকাম শুরু ওয়েবসাইটের মাধ্যমেঃ আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট পরিমাণ কিছু আর্টিকেল পাবলিশ করার পর আপনি টাকা ইনকাম করার জন্য। গুগল এডসেন্সে এপ্লাই করতে পারেন। প্রথমে গুগল এডসেন্স ওয়েবসাইটে গিয়ে আপনার ওয়েবসাইটের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করুন। তারপর কিছুদিন অপেক্ষা করুন। কিছুদিনের ভিতর আপনার এডসেন্স একাউন্ট এপ্রুভ হবে কিনা সেটার ফলাফল জানিয়ে দেওয়া হবে।

কিছু দিনের ভিতরে যদি আপনার ওয়েবসাইটের জন্য আপনার এডসেন্স একাউন্ট এপ্রুভ হয়ে যায় তাহলে, আপনি আপনার ওয়েবসাইট এ বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বসাতে পারবেন। এখন আপনার ইনকাম হবে এই বিজ্ঞাপনের মাধ্যমে। যত লোক আপনার ওয়েবসাইটে গিয়ে এই বিজ্ঞাপন গুলো দেখবে ততো আপনার ইনকাম হবে। এবার আপনার ওয়েবসাইটে এভাবে করে টাকা ইনকাম করতে হবে বিজ্ঞাপনের মাধ্যমে।

আপনার ওয়েবসাইটের টাকাগুলো এখন আপনার গুগল এডসেন্স একাউন্টে যুক্ত হবে। এবং এভাবে করে আপনাদের ওয়েবসাইটে টাকা ইনকাম করতে হবে। এবং ইনকাম কিভাবে হচ্ছে সবকিছু গুগল এডসেন্সের মাধ্যমে দেখতে পারবেন। এবার প্রশ্ন আসতে পারে ওয়েবসাইট থেকে কিভাবে টাকা উত্তোলন করা যায়?আমরা এতক্ষন ওয়েবসাইট তৈরি করে কিভাবে ইনকাম শুরু করা যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম!এবার আমরা জানবো কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে টাকা ইনকাম করার পর উত্তোলন করতে হয়?

ওয়েবসাইট থেকে টাকা ইনকাম উত্তোলন কিভাবে করা যায়

টাকা উত্তোলনঃ আমি আগেই বলেছিলাম ওয়েবসাইট থেকে টাকা ইনকাম শুরু করার জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এবং এডসেন্স এর বিজ্ঞাপন গুলো আপনার ওয়েবসাইটে দেখিয়ে টাকা ইনকাম শুরু হবে। এবং টাকাগুলো যোগ হবে আপনার এডসেন্স একাউন্টে।এবং আপনারা টাকা উত্তোলন করতে পারবেন এই এডসেন্স একাউন্ট এর মাধ্যমেই। হ্যা বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন। ওয়েবসাইটের থেকে এডসেন্সের মাধ্যমে টাকা উত্তোলন করতে হয়।

তার জন্য সর্বপ্রথম আপনার এডসেন্স একাউন্টে 10 ডলার থাকতে হবে। আপনার গুগল এডসেন্স একাউন্টে 10 ডলার হলে আপনার এড্রেস টি ভেরিফাই করতে হবে। আপনি যে এনআইডি কার্ড এর অ্যাড্রেস দিয়ে গুগল এডসেন্স তৈরি করেছিলেন সেটি।কার জন্য গুগল থেকে আপনার এড্রেস এ একটি চিঠি আসবে। এবং সেটিতে একটি পিন কোড থাকবে এবং এই পিন কোড আপনাকে গুগল এডসেন্স একাউন্টে সাবমিট করতে হবে। ব্যাস তাহলে আপনার গুগল এডসেন্স একাউন্টের অ্যাড্রেস ভেরিফাইড।

তারপর আপনাকে আরো ইনকাম করতে হবে গুগল এডসেন্স একাউন্টে। আগে ছিল 10 ডলার এবং এখন ইনকাম করতে হবে 90 ডলার অর্থাৎ মোট 100 ডলার। যখন আপনার গুগল এডসেন্স একাউন্টে 100 ডলার জমা হয়ে যাবে। তখন গুগল সেই মাসের শেষের দিকে আপনার ব্যাংক একাউন্টে 💰 টাকা ট্রান্সফার করে দিবে। ঠিক এভাবে করেই গুগোল অ্যাডসেন্সে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন। আশাকরি বুঝতে পেরেছেন কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে টাকা উত্তোলন করা যায়।

আর্টিকেল এর শেষ কথা

আজকের আর্টিকেল থেকে আমরা কিভাবে ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা যায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।আর্টিকেল সম্পর্কিত যদি কোন প্রশ্ন অথবা মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আশা করি খুব শীঘ্রই রিপ্লে দেওয়ার চেষ্টা করব। পরিশেষে সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আবার অন্য কোন আর্টিকেলে আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post Website টাকা ইনকাম করার পুরো গাইডলাইন 2021 appeared first on Trickbd.com.

ট্রিকবিডি তে কিভাবে একাউন্ট খুলবেন ? নিয়ম কি ? বিস্তারিত

Posted:

আসসালামুয়ালাইকুম,

আশা করি সবাই ভাল আছেন । আমি আল্লাহর রহমতে ভালো আছি । আসলে ভালো না থাকলে ট্রিকবিডিতে আসাই হতো না । তো আজকে কোনো ট্রিক এর পোস্ট করব না । আজকে আমি এই পোস্টে দেখাবো যে যারা এখনও trickbd.com এ রেজিস্ট্রেশন বা একাউন্ট খুলতে পারছেন না তাদের জন্য পোস্ট এটি ।

Trickbd.com কি ?( ট্রিকবিডি সম্পর্কে প্রাথমিক ধারণা)

trickbd.com বাংলাদেশের ০১ নম্বর টেক সাইট ।Trickbd.com হলো টিপস, ট্রিকস টিউটোরিয়াল, মোবাইল টিপস ট্রিকস বিভিন্ন প্রকার টেকনিক্যাল বিষয় নিয়ে আর্টিকেল থাকে এখানে এবং এটি অনেক জনপ্রিয় একটি সাইট । এখানে আরো অনেক‌ বিষয় সম্পর্কে পোস্ট করা হয় । পোস্ট ক্যাটাগরি অনুযায়ী কয়েকটি বিষয় এর নাম : আমার নিজের কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটি হলো ফ্রি ইন্টারনেট । রবি এয়ারটেল বাংলালিংক জিপি সিম এর ফ্রি ইন্টারনেট অফার + ট্রিক ব্যবহার করে ফ্রি তে ইন্টারনেট এর ব্যবহার । এন্ড্রয়েড ফোনের বিভিন্ন প্রকার বিষয়ে এবং ট্রিকস সম্পর্কে এখানে পোস্ট করা হয় । Social media এর বিভিন্ন প্রকার টিপস এবং ট্রিকস । জনপ্রিয় গেম ফ্রী ফায়ার এর মত সেগুলো টিপস দেওয়া হয় । অ্যাপ , গেম রিভিউ ইত্যাদি । আপনারা যারা প্রতিনিয়তই trickbd.com ভিজিট করেন তাহলে অবশ্যই আপনারা জানেন trickbd.com কিরকম সাইট ।

trickbd.com এর নিয়ম সমূহ ।

আপনি কোন সাইটে একাউন্ট করবেন আর তার নিয়ম মানবেন না তা কখনো সম্ভব হয় না । নিয়ম না মানার কারণে অনেকেরই আইডি ব্যান হয়ে যায় ।

সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রিকবিডি প্রণীত নীতিমালা গুলো অনুসরণ করতে হবে । আমরা জানি নিয়ম ছাড়া কোন কিছু সঠিকভাবে চলে না । তাই অনুরোধ করছি নিচে থাকা পোস্টগুলো থেকে নিয়ম গুলো পড়ে আসুন ।

[TrickBD Official] ট্রিকবিডির সমস্ত নীতিমালা ও নির্দেশনাবলী এবং নতুন প্রণীত কিছু সিস্টেম ও সুবিধা

[Offici[Official] সকল মেম্বারদের উদ্দেশ্যে একটি জরুরী বিজ্ঞপ্তি

কয়েকটি সাম্প্রতিক নোটিশ :

[official] ট্রেইনারদের জন্য জরুরি নোটিশ। পেমেন্টের নীতিমালায় পরিবর্তন।

[Official] TrickBD Discord Server

Trickbd notice এই ক্যাটাগরিতে ট্রিকবিডি এর নোটিশ গুলো পড়তে পারেন https://trickbd.com/category/trickbd-notice

এছাড়া যেকোনো প্রয়োজনে মেইল করতে পারেন ।

সহজেই খুজে পান ট্রিকবিডি এর সাপোর্ট টিম কে… যেকোন প্রয়োজনে আপনার পাশে 🙂

কমেন্ট নীতিমালা

অনেকে দেখা যায় যে তারা না বুঝে গলি দিয়ে থাকে কমেন্টে । এবং কমেন্টে অনেক বাজে বাজে মন্তব্য করে থাকে

রানা ভাই এর একটি পোস্ট এ কমেন্ট এর বিষয়ে বলা হয়েছে যে : কমেন্টে গালি দেওয়া যাবে না ‌। এ কাজ করলে আইডি বিনা নোটিশে ব্যান হতে পারে । তবে আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে। এ সম্পর্কে বিস্তারিত আছে [TrickBD Official] ট্রিকবিডির সমস্ত নীতিমালা ও নির্দেশনাবলী এবং নতুন প্রণীত কিছু সিস্টেম ও সুবিধা তাই এখনো পড়ে না আসলে পড়ে আসুন ।

তাহলে পোস্ট ভালো মানের না হলে গালি বা বাজে মন্তব্য না করে কি করব ?

আপনি পোস্টে রিপোর্ট করতে পারবেন । ট্রিকবিডি টিম রিভিউ করে দেখবে । এই বিষয়ে বিস্তারিত পোস্ট : [Official] সকল মেম্বারদের উদ্দেশ্যে একটি জরুরী বিজ্ঞপ্তি। এখনো পড়ে না থাকলে পড়ে আসুন ।

লেখকদের জন্য.. আজে বাজে কমেন্ট করলে কি করবেন ? (যদিও ট্রিকবিডি টিম সবসময় মনিটরিং করে )

যেই পোস্টে বাজে কমেন্ট করেছে এবং যে কমেন্ট টা বাজে সেটার স্ক্রিনশট নিবেন এবং সেই পোষ্টের লিঙ্ক এবং আপনার প্রোফাইল লিংক এক মেইলে দিবেন একটা স্কিনশট দেখলে পরিষ্কার হবেন হয়তো যেমন আমি কমেন্টের রিপোর্ট করেছি কমেন্টের রিপোর্ট করার জন্য মেইল করুন support@trickbd.com

এবার আসা যাক মূল জিনিসটাতে ‌।

ট্রিকবিডিতে কিভাবে এ্যাকাউন্ট করবেন ?

ইন্সটল করে নিবেন এখান থেকে

এরপর এটা ওপেন করবেন ।ওপেন করলে এখানে বামদিকে উপরে কোনায় দেখতে পারবেন তিন লাইন মেনু আছে । সেখানে ক্লিক করবেন ।

এখন একটি অপশন দেখতে পারবেন login/sign up সেখানে ক্লিক করতে হবে

এরপর এখানে এরকম একটি পেজ ওপেন হবে । সেখানে নিচে দেখতে পারবেন register now নামে একটি অপশন । এখানে ক্লিক করবেন ।

তারপর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে ।

রেজিস্ট্রেশন করার সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে :

Username . ইউজার নেম । ট্রিকবিডিতে ইউজারনেম পরিবর্তনের কোন অপশন নেই অর্থাৎ এখনো পর্যন্ত এ বিষয়ে কোন অপশন এড করা হয়নি । তার মানে আপনাকে খুব সাবধানতার সাথে ইউজার নেম দিতে হবে । আর এমন ইউজারনেম দিতে হবে যেটা আর কারো নেই । অর্থাৎ ইউনিক ইউজারনেম ।

Email একটি সক্রিয় বা একটিভ মেইল দিতে হবে । আগে ইমেইল পরিবর্তন করা না গেলেও এখন কিন্তু মেইল পরিবর্তন করা যায় বিস্তারিত দেখুন এই পোস্টে : https://trickbd.com/trickbd-notice/724840

এরপর হলো আপনার নিকনেম এটাতে কোন সমস্যা নেই এটা আপনি যখন তখন পরিবর্তন করতে পারেন ।

সবকিছু করা হয়ে গেলে বা সবকিছু দেওয়া হয়ে গেলে রেজিস্টার লেখাটিতে ক্লিক করতে হবে ।

রেজিস্টার হয়ে গেলে এরকম একটি মেইল আসবে এখান থেকে একটা মেইল আসবে যেটায় লেখা থাকবে to set the password visit the address .

সেখানে যে লিংকটা দেওয়া আছে সেখানে ক্লিক করতে হবে ।

এরপর এরকম একটি পেজ-এ নিয়ে যাবে । এখানে একটা পাসওয়ার্ড অটো জেনারেট করা থাকে আপনি পাসওয়ার্ডটা মুছে দেবেন দিয়ে আপনার পছন্দমত একটি পাসওয়ার্ড দিবেন সবচেয়ে ভালো হয় যদি আপনি স্ট্রং পাসওয়ার্ড দেন । Remember me এটাতে দিলেও ভালো হয় ।এরপর এখানে দেখবেন যে রিসেট পাসওয়ার্ড লেখা আছে সেখানে ক্লিক করবেন ।

লেখা আসবে password successfully reset . Log in লেখাটিতে ক্লিক করুন ।

এরপর এখানে লগইন এর পেজ আসবে এখানে আপনি যে ইউজারনেম টা দিয়ে অ্যাকাউন্টটি খুলেছে সেটা প্রথম ঘর টাতে বসিয়ে দিবেন । তারপর নিচে যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেটা দিয়ে দিবেন । ব্যাস হয়ে গেল আপনার একাউন্ট ক্রিয়েট করা ।

যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা এই পোস্টটিতে কমপক্ষে একটা ধন্যবাদ জানাবেন আপনাদের ধন্যবাদ আমাদের অনুপ্রেরণা যোগায় ।

সকল ট্রিকবিডি বাসীর কাছে অনুরোধ যে যখনই আপনারা কোনো ভালো পোস্ট দেখবেন অবশ্যই একটা ভালো কমেন্ট করবেন । সব সময় উদার মানসিকতা নিয়ে থাকবেন । আর কখনো আজে বাজে কমেন্ট করবেন না ।

ট্রিকবিডির মডারেটরদের কাছে অনুরোধ :

০১. অ্যাপ এ লগ ইন সমস্যার সমাধান ।

০২. ওয়েব সাইটে রেজিস্ট্রেশন সমস্যার সমাধান ।

০৩. ইউজার নেম পরিবর্তন ।

শেষ কথা । আশা করি পড়বেন :

অনেক বড় একটি পোস্ট করে ফেললাম । হয়তোবা পোস্টের মধ্যে অনেক ভুল-ত্রুটি হয়েছে । আল্লাহ ক্ষমাশীল ব্যক্তি কে পছন্দ করেন আশা করি আপনারাও আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন । আমার জন্য দোয়া করবেন ।

পোস্টটি বুঝতে কোন প্রকার অসুবিধা হলে ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য ক্লিক এখানে

সবার সুস্থতা কামনা করছি । জাযাকাল্লাহ খাইরান ।

The post ট্রিকবিডি তে কিভাবে একাউন্ট খুলবেন ? নিয়ম কি ? বিস্তারিত appeared first on Trickbd.com.

হিডার স্ক্রিপট সম্পকে ধারণা নিন ও ওয়াপকিজ সাইটে হিডার স্ক্রিপট ব্যাবহার করুন

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি কথা বাড়াতে চাই না । সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চাই ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝতে পেরেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে ওয়াপকিজ সাইটে হিডার কোড যুক্ত করা শেখাতে যাচ্ছি । সম্পূণ পোস্টটি পড়লে আপনি সহজেই হিডার সম্পকে জানতে পারবেন এবং ওয়াপকিজ সাইটে হিডার স্ক্রিপট ব্যাবহার করা শিখতে পারবেন ।

হিডার স্ক্রিপট কি?

হিডার স্ক্রিপট হলো সাইটের একটি অংশ যা সাইটের সকল পেজে দেখা যায় । আমি সাইটের হিডারে যে সকল কোডগুলো রাখব কোড অনুযায়ী তা আমার সাইটের যে কোন পেজেই যান না কেন তা দেখতে পারবেন । হিডার সবসময়ই সাইটের প্রথম অংশে থাকে । অথাৎ হিডার সাইটের প্রথম অংশ ।

ওয়াপকিজ সাইটে হিডার স্ক্রিপট যুক্ত করবেন যেভাবে :-

» প্রথম সাইটের “panel mod”-এ যান ।

» তারপর “manage page” অপশনে ক্লিক করুন ।

» তারপর “site–1”-এর “manage item” অপশনে ক্লিক করুন ।

» তারপর নিচের ছবির মতো “panel” অপশনে ক্লিক করুন ।

» তারপর “html/tag code” অপশনে ক্লিক করুন ।

» তারপর কোড বসিয়ে দিন ।

তো এই ছিল আমার আজকের পোস্ট । যে কোন প্রয়োজনে আমাকে ইমেইল করুন ।

আমার ইমেইল muhitstudent62@gmail.com

The post হিডার স্ক্রিপট সম্পকে ধারণা নিন ও ওয়াপকিজ সাইটে হিডার স্ক্রিপট ব্যাবহার করুন appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments