আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার |
- আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার
- (Hot+Post) নিজেই করে নিন Hoichoi premium account ।
- অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করার সেরা ওয়েবসাইট?
- সপ্তম শ্রেণির এর বাংলা অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(17 th Week) [Java User Must See]
- মোবাইল ফোন দিয়ে কিভাবে একটিমাত্র .html ফাইলে ইচ্ছামত ডিজাইনের ওয়েবসাইট তৈরি করবেন ? (অনলাইন ও অফলাইন)
- গ্রামিণ নাম্বারে ১০৯ টাকা রিচার্জ করে জিতে নিন চল বাংলাদেশ টি-শার্ট.!! (শর্ত প্রযোজ্য)
- ফরয গোসলের সঠিক নিয়ম জেনে নিন! লজ্জা নয় জানা ফরজ।
- অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায় (নতুনদের জন্য)
আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার Posted: 05 Oct 2021 09:11 PM PDT আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তো আপনার আইডিতে ফলোয়ার নিতে চাইলে আপনাদের অবশ্যই একটি ফেইসবুক ফেক আইডি আর একটি এপ লাগবে। এপের নাম Raje Liker. এপ লিংকঃঃ প্রথমে আমরা এপটি ওপেন করলে এরকম আসবে…আমরা এখানে Login with Facebook এ ক্লিক করব। ব্যাস কাজ শেষ। আপনারা এভাবে ফেইসবুকে অটো ফলোয়ার নিতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর বেশি বেশি ফলোয়ার নিতে রেফার করতে থাকেন ফেইক আইডি ক্রিয়েট করে। The post আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার appeared first on Trickbd.com. |
(Hot+Post) নিজেই করে নিন Hoichoi premium account । Posted: 05 Oct 2021 09:04 PM PDT আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করছি সবাই. আল্লাহর রহমতে অনেক ভালো আছে।আমিও. আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে জনপ্রিয় অ্যাপ hoichoi এর premium Account করতে হয় ।কোর রকম অ্যাপ ছাড়া কোন ঝামেলা নাই ১০০০০% কাজ করে। এখন থেকে আপনি নিজে নিজের জন্য account Created করতে পারবেন তো শুরু করা যাক। প্রথমে আমার দেওয়া লিংক গিয়ে mail গুলো করে copy করেন আশা mail এ যাওয়ার সময় কোন অ্যাড পরবে না । Mail এ প্রবেশ করলে এই রকম দেখতে পাবেন সব গুলো মেইল কপি করে রাখেন এখন account checker করতে হবে তার জন্য আপনাকে একটা ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে তার লিংক নিচে দেওয়া হবো এই ওয়েবসাইট এ প্রবেশ করলে এই রকম দেখতে পারবেন নিচের মতো এই রকম দেখতে পাবেন আপনি যদি মেইল গুলো ফাইল আকারে রাখেন তাহলে Combo Load ক্লিক করে ফাইলটা আপলোড করতে পরবেন। আমি Desktop Version করে নিলাম প্রথম যেই ওয়েবসাইটে গিয়ে মেইল গুলো কপি করছেন সেই গুলো এখানে paste. করেন নিচের মতো এখন Start বাটন ক্লিক করেন। তারপর নিচের মতো দেখতে পাবেন এখন দেখতে পাচ্ছেন আমার account গুলো checker শুরু হয়ে গেছে Live এ দেখতে পারবেন তো আমি live এ ক্লিক করলাম নিচের মতো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমার account create হয়ে যাচ্ছে একটু সময় লাগবে কাজ সম্পুর্ণ হতে।
আশা করি বুঝতে পারছেন। লেখায় কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
The post (Hot+Post) নিজেই করে নিন Hoichoi premium account । appeared first on Trickbd.com. |
অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করার সেরা ওয়েবসাইট? Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা অনলাইনে ছবি বিক্রি করে কিভাবে টাকা আয় করা যায় ? এ বিষয়ে আমি আগে একটি পোস্ট করেছিলাম।ওই পোস্টটি পড়লে আপনারা খুব সহজেই অনলাইনে কিভাবে ছবি বিক্রি করে আয় করা যায় বিস্তারিত জেনে যাবেন আশা করি। আজকের এই আর্টিকেল থেকে আমরা শিখতে চলেছি,,, ছবি বিক্রি করার জন্য জনপ্রিয় কিছু ওয়েব সাইট সম্পর্কে। অর্থাৎ আপনারা এই জনপ্রিয় ওয়েবসাইট এর ছবি বিক্রি করে টাকা আয় করতে পারবেন। তার জন্য বেশ কিছু ওয়েবসাইট আজকে আমরা এই আর্টিকেলের শিখতে চলেছি বা জানতে চলেছি। অনলাইনে ছবি বিক্রি করে আয় করার বিশ্ব সেরা কয়েকটি ওয়েবসাইট?Fotolia.comবর্তমান সময়ে এই ওয়েবসাইট থেকে ছবি বিক্রি করে আপনারা টাকা আয় করতে পারবেন।উঠতে উঠতে এক্সাইটেশন ভালো পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে বর্তমান সময়ে। তাই আপনারা চাইলেই এই প্ল্যাটফর্মের যুক্ত হয়ে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। বিশ্বের বেশ ভালো নামকরা এই ওয়েবসাইটে আপনারা নিজেরাও চাইলে ছবি ক্রয় করতে পারবেন। এই প্লাটফর্মে প্রায় বিশ মিলিয়নের অধিক হাই কোয়ালিটি ইমেজ মাত্র পাঁচ বছরে চলে আসছে। যদিও সেটা প্ল্যাটফর্ম এর শুরুর দিকে। তাই আপনারা চাইলে এ প্লাটফর্মে কাজ করতে পারেন। এই ওয়েবসাইটটি অ্যাডোব স্ট্রোকের একটি আলাদা সার্ভিস। এখানে প্রায় 20 থেকে 60 পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন প্রতি ছবি বিক্রি জন্য। Istockphoto.comএই ওয়েবসাইটটি বিশ্বের নামকরা বিখ্যাত একটি ওয়েবসাইট। যে কোন দেশের লোক এই স্টক থেকে ইচ্ছামত হাই কোয়ালিটি ফটো ক্রয় করতে পারে। তার পাশাপাশি এ প্লাটফর্মে ছবি বিক্রি করেও আয় করা যায়। এ প্লাটফরমটি সাধারণত মাইক্রো স্টক চ্যানেল, এই প্লাটফর্মে যুক্ত হওয়ার শুরুতে আপনাকে তিনটি ফটো আপলোড করতে হবে। এই প্ল্যাটফর্মের টিম মেম্বাররা আপনার তিনটি ফটো যাচাই-বাছাই করবে। এবং উপযোগী হলে আপনাকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট দিয়ে দিবে। কন্ট্রিবিউটর একাউন্ট পেয়ে গেলেই আপনি এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন। এবং আপনার ইচ্ছামত ছবি বিক্রি করে এই ওয়েবসাইটে বেশ ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। Alamy.comএই প্ল্যাটফর্মও বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট। এইস সাইটেও প্রায় অনেক ক্যাটাগরির আপনার প্রয়োজনীয় সকল স্টক ইমেজ পাবেন। সেই সাথে এই ওয়েবসাইটে আপনারা ছবি বিক্রি করেও টাকা আয় করতে পারবেন। আপনাকে এ প্লাটফর্ম একটি কন্ট্রিবিউটর একাউন্ট তৈরি করতে হবে। তারপর থেকে আপনি এই প্লাটফর্মে ছবি বিক্রি করে টাকা আয় করতে পারবেন। প্রতিটা ছবি বিক্রি করার জন্য আপনাকে কোম্পানি থেকে 40 থেকে 50 পার্সেন্ট কমিশন দিবে। প্রতিমাসের প্রথম তারিখের দিকে আপনার সকল টাকা কোম্পানি এড করে দিবে অ্যাকাউন্টে।এবং মাত্র 50 ডলার হলেই আপনারা এই ওয়েবসাইটে টাকা উত্তোলন করতে পারবেন পেপাল একাউন্ট এর মাধ্যমে। Shutterstock.comবিশ্বের অন্যতম একটি নামকরা প্ল্যাটফর্ম এটি। এ প্লাটফর্মে প্রতিদিন প্রিমিয়াম এবং হাই কোয়ালিটি ইমেজ এর জন্য হাজার হাজার লোক ভিজিট করে। অনলাইন মার্কেটার, কনটেন্ট রাইটার ইত্যাদি সহ আরো অনেক ধরনের লোকেরা প্রিমিয়াম হাই কোয়ালিটি ইমেজ ক্রয় করার জন্য আসেন। এবং আপনারা এই প্লাটফর্মে ছবি বিক্রি করে বেশ প্রচুর পরিমাণে টাকা আয় করতে পারেন।এই প্লাটফর্মে আপনি কন্ট্রিবিউটর একাউন্ট করে কাজ করলে 20 থেকে 30 শতাংশ কমিশন পাবেন।এবং মাসের শেষের দিকে আপনার একাউন্টে এই কোম্পানি ডলার যোগ করে দিবে।তাই আপনারা চাইলেই এ প্ল্যাটফর্মের যুক্ত হয়ে ছবি বিক্রি করে টাকা আয় করতে পারবেন। Adobe Stockএডোবি স্টক বিশ্বসেরা একটি প্লাটফর্ম। এই প্লাটফর্মে আপনারা নানা রকম ইমেজ সহ আরো অনেক কিছু পাবেন। ইমেজের জন্য একটি খুব জনপ্রিয় ওয়েবসাইট। মাত্র ৫ বছরে, সাইটটি ১৫০+ মিলিয়ন স্টক ফটো, ১৬ মিলিয়ন চিত্র, ৪৮+ মিলিয়ন ভেক্টর, ৩৬ মিলিয়ন অডিও এবং ১৬ মিলিয়ন ভিডিও সংগ্রহ করেছে। তাছাড়া আপনারা চাইলে এখানে এই কাজগুলো করে টাকা ইনকাম করতে পারেন। এমনকি শুধু ছবি বিক্রি করে এই ওয়েব সাইটে প্রচুর পরিমাণে টাকা আয় করা সম্ভব।এই প্লাটফর্মে আপনারা চাইলে সম্পূর্ণ ফ্রীতে একটি অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে পারেন। আপনার কাজের উপরে নির্ভর করে এই কোম্পানি শুরুতে আপনাকে 33% কমিশন দিবে।এমনকি এই ওয়েবসাইটে আপনারা নির্দিষ্ট পরিমাণে এমাউন্ট টাকা যোগ করেই টাকা উত্তোলন করতে পারবে। এই ওয়েবসাইটে সরাসরি পেপাল একাউন্ট এর মাধ্যমে টাকা উত্তোলন করা যায়।তাই আপনারা চাইলেই এই প্ল্যাটফর্মের যুক্ত হয়ে ছবি বিক্রি করে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। Bigstockphoto.comসর্বশেষে আমরা এই প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই প্ল্যাটফর্মও খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ছবি বিক্রি করে আয় করার জন্য। আপনি যদি ছবি বিক্রি করে এখানে আয় করতে চান তাহলে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি ইউটিউবে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। সেগুলো দেখে খুব সহজেই একটি কন্ট্রিবিউটর একাউন্ট তৈরী করে নিতে পারবেন। এই ওয়েবসাইটে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার নিজের তৈরি করা ফটো আপলোড করতে হবে। তাদের কোম্পানির নিয়ম অনুযায়ী তারা রিভিউ করবে। এবং উপযোগী হলে কালেকশনের যোগ করে দিবে। কালেকশনের যোগ করে দিলে আপনার ছবিগুলো যে কেউ চাইলে ডাউনলোড করতে পারে। প্রতিটা ডাউনলোড এর উপরে নির্ভর করবে প্রায় তাদের কোম্পানি অনুযায়ী 25 সেন্ট থেকে শুরু করে 3 ডলার পর্যন্ত। তাই আপনার জন্য অনলাইনে ছবি বিক্রি করে আয় করার জন্য এ প্লাটফর্ম কোনটি খুবই বিশ্বাসযোগ্য সেরা একটি প্ল্যাটফরম হবে আশা করি। নির্দিষ্ট পরিমাণে এমাউন্ট আপনার একাউন্টে হলেই টাকা উত্তোলন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই প্ল্যাটফর্মে যে কেউ চাইলেই যুক্ত হয়ে ছবি বিক্রি করে অনলাইনে টাকা আয় করতে পারবেন। আর্টিকেল এর শেষ কথাপরিশেষে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আর্টিকেল এর মূল টিউটোরিয়াল। আপনারা যে কেউ চাইলেই এই ওয়েবসাইটগুলোতে কাজ করে,,, অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করতে পারেন। আমি যে ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম সম্পর্কে শেয়ার করলাম এগুলো বিশ্বের সবচেয়ে নামকরা এবং জনপ্রিয় ওয়েবসাইট। যেখানে আপনারা চাইলেই যুক্ত হয়ে ছবি বিক্রি করে অনলাইনে আয় করতে পারবেন। আর্টিকেলটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বরাবরের মত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।আর্টিকেল সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। The post অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করার সেরা ওয়েবসাইট? appeared first on Trickbd.com. |
Posted: আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির। Answer Of 1 Subject Of 7বাংলা অ্যাসাইনমেন্ট এর সমাধান বাংলা এর ১৭ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন। এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে। . Trickbd new updateট্রিকবিডি তে নতুন আপডেট এসেছে তাই এই পোস্ট গুলো নন প্রফিট হিসাবে ধরা হয়েছে। তবে আমি আপনাদের কে অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আমি জাভা ইউজার দের জন্য এই অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে থাকি। আমি জানি জাভা ইউজার দের জন্য কত কষ্ট এই সমাধান গুলো বের করতে। তাই অনেক দিন থেকে অ্যাসাইনমেন্ট এর সমাধান দিয়ে থাকি। আর ভবিষ্যতে ও দিয়ে থাকবো ইনশাআল্লাহ। আরো পড়ুন বাংলালিংক সিমে ১২জিবি ফ্রী ইন্টারনেট পেতে Click করুন Foodpanda থেকে অনলাইনে খাবার অর্ডার করবেন কিভাবে
তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ। খোদা হফেজ। The post সপ্তম শ্রেণির এর বাংলা অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(17 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com. |
Posted: মোবাইল দিয়ে কিভাবে একটিমাত্র .html ফাইলে Boostrap এবং CSS দিয়ে ওয়েবসাইট তৈরি করবেনআসসালামুআলাইকুম, গতপর্বে দেখিয়েছিলাম কিভাবে মোবাইল দিয়ে ফ্রীতে ডোমেইন হোস্টিং করবেন এবং আপনার ওয়েবসাইটের ডিজাইন করা ফাইল আপলোড দিবেন। আজকে দেখাব কিভাবে আপনার জন্য ইচ্ছেমতো ডিজাইনের ওয়েবসাইট তৈরি করবেন এবং সম্পূর্ণ মোবাইল দিয়ে। ১. প্রথমে W3School এর এই লিংকে গিয়ে আপনার প্রয়োজন মত Boostrap থিম বেছে নিন। এইখানে অনেকগুলো ফ্রি থিম পেয়ে যাবেন এবং ওই ওয়েবসাইটে সেটা এডিট করতে পারবেন। ২. আপনার প্রয়োজন মত থিম বেছে নিয়ে Try It বাটনে ক্লিক করুন। ২. এরপর আপনার ব্রাউজারের ডেক্সটপ মোড অন করে আপনি আপনার ইচ্ছামত কোড এডিট করে Run বাটনে চাপ দিয়ে সেটার লাইভ রেজাল্ট দেখতে পারবেন। ৩. আপনার ইচ্ছামত কোড এডিট করে সবগুলো কপি করুন। সেটি কোন টেক্সট এডিটরে পেস্ট করে সেভ করুন। সেভ করার পরে Rename এ গিয়ে any_name.txt এর জায়গায় index.html লিখে সেভ করুন। ব্যাস হয়ে গেল। এবার আপনার প্রয়োজনীয় ফাইলটি আপনার হোস্টিং এর ফাইল ম্যানেজার এ আপলোড দিন। এটাতো গেল সম্পূর্ণ অনলাইনে কিভাবে এডিট করবেন। এখন দেখাবো কিভাবে অফলাইনে এডিট করবেন এবং তার লাইভ রেজাল্ট দেখতে পারবেন। প্রথমে প্লে স্টোরে গিয়ে HTML Code Play অ্যাপটি ইনস্টল করুন। এরপর অ্যাপ ওপেন করে Learn বাটনে ক্লিক করুন। . এরপর HTML এ ক্লিক করে আগে থেকে যে কোডগুলো লেখাথাকবে সেগুলো ডিলিট করে দিন এবং আপনার W3School থেকে পছন্দমতো থিমের কপি করা কোডগুলো ওইখানে পেস্ট করে দিন। এইখানে আপনি Code লেখায় ক্লিক করে আপনার কোড গুলো এডিট করতে পারবেন এবং Output লেখায় ক্লিক করে সেটার লাইভ আউটপুট দেখতে পারবেন। আপনার মন মত এডিট করা হয়ে গেলে আবার একইভাবে সবগুলো কোড কপি করুন এবং কোন টেক্সট এডিটরে পেস্ট করে পূর্বের ন্যায় index.html নামে সেভ করুন। এইখানে W3School এর থিম গুলো এডিট করতে হলে এইচটিএমএল এর বেসিক জ্ঞান থাকলেই যথেষ্ট। যারা আমার আগের পোস্টটি দেখেননি তারা দেখে আসবেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। মোবাইল দিয়ে সম্পূর্ন ফ্রিতে নিজের ইচ্ছেমতো ডিজাইনের ওয়েবসাইট তৈরি করুন আজকে এ পর্যন্তই। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদThe post মোবাইল ফোন দিয়ে কিভাবে একটিমাত্র .html ফাইলে ইচ্ছামত ডিজাইনের ওয়েবসাইট তৈরি করবেন ? (অনলাইন ও অফলাইন) appeared first on Trickbd.com. |
গ্রামিণ নাম্বারে ১০৯ টাকা রিচার্জ করে জিতে নিন চল বাংলাদেশ টি-শার্ট.!! (শর্ত প্রযোজ্য) Posted: জিপি নাম্বার গ্রাহকরা ১০৯ টাকা জিতে নিতে পারবেন চল বাংলাদেশ টি-শার্ট.!!
মাইজিপি অ্যাপ/ জিপি ওয়েবসাইট/ জিপে/ বিকাশ/ নগদ/ রকেট/ উপায় এর মাধ্যমে ১০৯ টাকা রিচার্জ করে ৩০ দিন মেয়াদে ৮০ পয়সা/মিনিট (সব সহ) কলরেট সহ সাথে প্রতি মিনিট এ ৩ জিতে নিন ১টি ওয়ার্ল্ড কাপ 'চলো বাংলাদেশ' ফ্যান টি-শার্ট এই ক্যাম্পেইন অফারটি একবার অ্যাভেইল করতে পারা যাবে। মাইজিপি অ্যাপ/ জিপি ওয়েবসাইট/ জিপে/ বিকাশ/ নগদ/ রকেট/ উপায় এর মাধ্যমে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৫ অক্টোবর, ২০২১ থেকে ৭ অক্টোবর, ২০২১ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রিচার্জ করতে হবে। অফারটি চলবে ৫, ৬, ৭ অক্টোবর ২০২১ পর্যন্ত। আপনি যদি বিজয়ী হয়ে থাকেন তা হলে ক্যাম্পেইন শেষের ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। টি-শার্টের ফ্রি হোম ডেলিভারির জন্য বিজয়ীদের সম্পূর্ণ ঠিকানাটি ১২ই অক্টোবর ২০২১ এর মধ্যে এসএমএস-এ দেওয়া লিংকে প্রদান করতে হবে। এসএমএস লিংকে সঠিক ঠিকানা দেয়ার ভিত্তিতে রিচার্জ করার ১৫ কর্মদিবসের মধ্যেই গ্রাহক তার দেওয়া নির্দিষ্ট ঠিকানায় টি-শার্টটি পেয়ে যাবেন। ১০৯ টাকা রিচার্জ ক্যাম্পেইন এ শুধু 'L' সাইজের ফ্যান টি-শার্টই দেওয়া হবে।(চল বাংলাদেশ) তথ্য সঠিকভাবে দেওয়ার পরে বিজয়ী গ্রাহক তার টি-শার্টটি ৩০ দিনের মধ্যে না পেলে, ecommerce@grameenphone.com এই মেইল অ্যাড্রেসে মেইল করবেন।
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিনবাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল
ধন্যবাদThe post গ্রামিণ নাম্বারে ১০৯ টাকা রিচার্জ করে জিতে নিন চল বাংলাদেশ টি-শার্ট.!! (শর্ত প্রযোজ্য) appeared first on Trickbd.com. |
ফরয গোসলের সঠিক নিয়ম জেনে নিন! লজ্জা নয় জানা ফরজ। Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । ফরয গোসলের সঠিক নিয়ম জেনেনিন!যেভাবে গোসল না করলে আমাদের পবিত্রতা অর্জন সঠিকভাবে আমরা করতে পারবো না ।এর জন্যই আজকে আমরা আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়টি নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। লজ্জাবসত আমরা অনেকেই এই বিষয়টা জানতে চাইনা বা জানিনা। আমরা জানি পবিত্রতা ঈমানের অঙ্গ। আল্লাহ তায়ালা বলেন→ নিশ্চয় আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।( সূরা আল বাকারা আয়াত ২২২) রাসূলে কারীম সাল্লাহু সাল্লাম বলেছেন →যখন কোন মুমিন বান্দা অযুর জন্য পবিত্রতা অর্জনের জন্য মুখে পানি দেয় তখন মুখের সমস্ত গুনাহগুলো জোরে পড়ে যায়। যখন হাতে পানি দেয় তখন হাতের সমস্ত গুনাহগুলো জোরে পড়ে যায়। পায়ে পানি দিলে তখন পায়ের সমস্ত গুনাহগুলো জোরে পড়ে যায়। (সহিঃ মুসলিম হাদিস নাম্বারঃ ২৪৪) আল্লাহ তায়ালা আরো বলেছেন→যদি তোমরা নাপাক হয়ে থাকো তবে তোমরা গোসল করো।( সূরা মায়েদা আয়াত ৬) আল্লাহ তায়ালা বলেন →স্ত্রী সহবাসের পর নামাজের কাছেও যেয়ো না, যতক্ষণ না গোসল করে পবিত্র হও। ( সূরা নিসা আয়াত ৪৩) হাদিসে আছে যে অপবিত্র শরীরে, অপবিত্র কাপড়ে ও বিছানাপত্রে নামাজ হয়না। (মিশকাত হাদিস নাম্বারঃ ২৬২) তাই নামাজ কবুলের জন্য পবিত্র তারও কোনো বিকল্প নেই। যেসব কারণে গোসল ফরয হয়ঃ ১. স্বপ্নদোষের কারনে। জাগ্রত বা ঘুমন্ত অবস্থায় উত্তেজনার সঙ্গে বীর্যপাত হওয়া। ঘুমন্ত অবস্থায় উত্তেজনা অনুভব না করলেও বা না হলেও গোসল ফরজ হয়ে যায়। কেননা ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হলে মানুষ অনেক সময় টের পায় না। তাই কোনো ব্যক্তি ঘুম থেকে উঠার পর যদি তার কাপড়ে নাপাকি চিহ্ন দেখে, তাহলে তার স্বপ্নদোষ বা বীর্যপাতের কথা স্মরণ থাকুক আর না থাকুক, সর্বাবস্থায় গোসল ফরজ হবে।( সূত্র হেদায়া ১/৪৫, আন নতাফ ফিল ফাতাওয়া পৃষ্ঠা ২৯)। ২. স্বামী-স্ত্রী সহবাসের কারণে।( মুসলিম হাদিস নাম্বারঃ ৩৪৩) ৩. উত্তেজনাবশত যদি বীর্য বের হয় তাহলেও গোসল ফরজ হয়ে যায়। পক্ষান্তরে মুযি ( লিঙ্গ থেকে তরল) বা কাম রস বের হলে গোসল ফরজ হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহু বলেন→ আমার অধিক মুযি বের হত। নবী সাল্লাহু সালাম এর কন্যা আমার স্ত্রী হওয়ার লজ্জার কারণে আমি একজন সাহাবীকে এ বিষয়ে জিজ্ঞেস করতে রাসূলের নিকট পাঠালাম। তখন তিনি প্রশ্ন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তাকে বললেন→ যে তুমি ওযু করো ও লজ্জাস্থান ধুয়ে ফেল। ( বুখারি হাদিস নাম্বার ২৬৯) অর্থাৎ এক্ষেত্রে গোসল ফরজ হয় না। শুধু লজ্জাস্থান ধুয়ে অজু করে নিলেই হবে। এ প্রসঙ্গে আরেকটি হাদিসে, হযরত সাহল ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন→ আমার অত্যধিক মযি নির্গত হতো তাই আমি অধিক গোসল করতাম। অতঃপর আমি এব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লামকে জিজ্ঞেস করি। তখন তিনি বলেন মযি বের হওয়ার পর ওযু করাই যথেষ্ট তখন আমি বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাপড় মযি লাগলে তখন কি করব। তখন তিনি বললেন কাপড়ের যে যে স্থানে মযি নিদর্শন দেখবে, এক আজলা পানি নিয়ে উক্ত স্থানে ধুয়ে নিবে, যাতে তা দূরীভূত হয়ে যায়। (সূত্র আবু দাউদ হাদিস নাম্বার ২১০) তবে প্রিয় পাঠক মনে রাখতে হবে স্ত্রীর কাছে আমরা যদি লিঙ্গ প্রবেশ করায় এতে করে বীর্য বের হোক বা না হোক উভয় অবস্থাতেই গোসল ফরজ হয়ে যাবে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন →সহবাসের ক্ষেত্রে স্ত্রীর যৌনাঙ্গে পুরুষের সর্বনিম্ন পরিমাণ অংশে প্রবেশ করালেই উভয়ের উপর গোসল ফরয হয়ে যাবে। (সহি বুখারি হাদিস নাম্বারঃ ২৯১, মুসলিম ৩৪৩) ৪. নারীদের ঋতুস্রাব বা নেফাস( সন্তান প্রসবোত্তর স্রাব) বন্ধ হওয়ার পরে গোসল ফরজ হয়ে যায় এবং ফরজ গোসল করে তারপর পবিত্র হতে হয়। ( রদ্দুল মুহতার ১/১৬৫) প্রিয় পাঠক আমরা জানি গোসলের ফরজ তিনটি এক নাম্বারঃ উত্তমরূপে কুলি করা, রোজা অবস্থায় থাকলে গড়গড়া কুলি না করা আর অন্য সময় গড়গড়া কুলি করা। (বুখারি হাদিস নাম্বারঃ ২৫৭,২৬৫, ইবনে মাজাহ হাদিস নাম্বার ৫৫৬,৫৬৬) দুইনাম্বারঃ পানি দ্বারা নাক পরিষ্কার করা। কমপক্ষে একবার বা ( এবং সর্তকতা স্বার্থেই ও রাসূলের সুন্নত হিসেবে) তিনবার নাকি নরম জায়গায় পানি পৌঁছে দিয়ে নাক পরিষ্কার করা। (সূত্র বুখারি হাদিস নাম্বারঃ ২৬৫, ইবনে মাজাহ হাদিস নাম্বার ৫৫৬,৫৬৬) তিন নাম্বারঃ সমস্ত শরীরে পানি প্রবাহিত করা। এগুলো হচ্ছে গোসলের ফরজ। অর্থাৎ শরীরে কোন অংশ শুখনো রাখা যাবেনা।( তিরমিজি হাদিস নাম্বার ১০৫, আবু দাউদ হাদিস নাম্বার ২১৭) এখন আমরা আসি মুল আলোচনায় ফরজ গোসল এবং গোসলের সুন্নতি নিয়ম বা তরিকা শুরু থেকে শেষ অবধি এক নজরে দেখে নেইঃ এক নাম্বারঃ ফরজ গোসলের পূর্বে ইস্তিঞ্জা অর্থাৎ পেশাব করা। ( মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার ১০২০) দুই নাম্বারঃ শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” এটি পড়া। (মুসনাদে আহমদ হাদিস নাম্বারঃ ১২৬৯৪) তিন নাম্বারঃ পৃথকভাবে উভয় কব্জিসহ ধৌত করা। ( বুখারী শরীফ ২৪৮) চতুর্থ নাম্বারঃ শরীর বা কাপড়ের কোন স্থানে নাপাক লেগে থাকলে প্রথমে তা তিনবার ধুয়ে পবিত্র করে নেওয়া। ( মুসলিম হাদিস নাম্বারঃ ৩২১) পঞ্চম নাম্বারঃ নাপাকী না থাকলেও সর্বাবস্থায় গুপ্তাঙ্গ ধৌত করা। এরপর উভয় হাত ভালোভাবে ধুয়ে নেওয়া।( বুখারি হাদিস নাম্বারঃ ২৪৯) ষষ্ঠ নাম্বারঃ সুন্নত তরিকায় পূর্ণ ওযু করা। তবে গোসল স্থানে পানি জমে থাকলে, গোসল শেষ করে পা ধৌত করবে। (বুখারি হাদিস নাম্বার ২৬০) সপ্তম নাম্বারঃ প্রথমে মাথায় পানি ঢালা। ( বুখারি হাদিস নাম্বার ২৫৬) অষ্টম নাম্বারঃ তারপর ডান কাঁধে পানি ঢালা। (বুখারি হাদিস নাম্বার ২৫৪) নবম নাম্বারঃ এরপর বাম কাঁধে পানি দেওয়া। (বুখারি হাদিস নাম্বার ২৫৪) দশ নাম্বারঃ অতঃপর অবশিষ্ট শরীর ভালভাবে ধৌত করে নেওয়া। (বুখারী শরীফ হাদিস নাম্বার ২৭৪) এগারো নাম্বারঃ সমস্ত শরীরে এমন ভাবে তিনবার পানি পৌঁছানো যেন একটি পশমেট গোড়াও শুকনা না থাকে। (আবু দাউদ হাদিস নাম্বারঃ ৪৯/ মুসান্নাফে ইবনে আবী শাইবা হাদিস নাম্বারঃ ৮১৩) তবে নদী পুকুর বা সমুদ্রে গোসল করলে কিছুক্ষণ ডুব দিয়ে থাকলেই তিনবার পানি ঢালার সুন্নত আদায় হয়ে যাবে অথবা কয়েক সেকেন্ড করে তিনবার ডুব দিলেই হবে। (সূত্র আবু দাউদ হাদিস নাম্বারঃ ২৪৯/ মুসান্নাফে ইবনে আবী শাইবা হাদিস নাম্বার ৮১৩) বার নাম্বারঃ লজ্জাস্থান সহ সমস্ত শরীরে হাত দ্বারা ঘষে মেজে ধৌত করে নেওয়া।( তিরমিজি হাদিস নাম্বার ১০৬) উল্লেখ মহিলা এবং পুরুষের গোসলের নিয়ম একই। প্রিয় পাঠক আর্টিকেলে অনিচ্ছাকৃতভাবে তথ্যগত বা কোন রেফারেন্সে ভুল থাকলে অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনার চোখে কোন ভুল ধরা পড়লেই কমেন্ট করে ভুলটি ধরিয়ে দিবেন। আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি The post ফরয গোসলের সঠিক নিয়ম জেনে নিন! লজ্জা নয় জানা ফরজ। appeared first on Trickbd.com. |
অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায় (নতুনদের জন্য) Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ডিজিটাল অনলাইনের যুগে প্রত্যেকটি মানুষ ডিজিটালভাবে থাকতে ভালোবাসে। এমনকি ডিজিটাল ভাবে কাজকর্ম করতে বর্তমান সময়ে সবাই চাই। এমনকি অনলাইনে আয় করা টাও অনলাইনে বর্তমান সময়ে অসম্ভবের কিছু নয়। অনলাইনে আয় করার জন্য নানা রকম উপায় বর্তমান সময়ে রয়েছে।যে উপায় গুলো কাজে লাগিয়ে আপনি ঘরে বসে অনলাইনে টাকা আয় করতে পারবেন।আমি সাধারণত অনলাইনে আয়ের নিয়েই এই ট্রিকবিডিতে বেশি আর্টিকেল লিখেছি। সেই ভাবে আজকেও দারুণ একটি উপায় নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। কিভাবে আপনারা ছবি বিক্রি করে অনলাইনে অর্থ উপার্জন করতে পারবেন? এই বিষয় নিয়ে আজকের আর্টিকেল। এখন আপনার কি মনে হচ্ছে,,, সত্যি কি ছবি বিক্রি করে অনলাইনে টাকা আয় করা যায়? বন্ধুরা বর্তমান সময়ে অনলাইনে ছবি বিক্রি করে আয় করার ব্যাপারে প্রায় অনেকেই জানেন,,, কিন্তু আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে,,,হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে ছবি বিক্রি করে টাকা আয় করা যাবে? আগেই বলে রাখি এই আর্টিকেলটি তাদের জন্য যারা একেবারেই অনলাইনে ছবি বিক্রি করে আয় সম্পর্কে কিছু জানে না। যদিও হয়তোবা অনেকেই এ বিষয়ে জেনে থাকতে পারেন তবে কেউ খারাপ মন্তব্য করবেন না। এই আর্টিকেলটি শুধুমাত্র যারা ছবি বিক্রি করে অনলাইন টাকা আয় করতে চাই (একেবারে নতুনদের জন্য)তো বন্ধুরা আপনারা যদি এ বিষয়ে বিস্তারিত জানতে চান অবশ্যই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। ছবি বিক্রি করে আয় সত্যি কি সম্ভব?বর্তমান এই ডিজিটাল যুগে অসম্ভবের কিছু নেই বলে বলা যায়। কারণ হলো যতই দিন যাচ্ছে ততই মানুষের ডিজিটাল আরো বেশি ডিজিটাল হচ্ছে। সবকিছুই এখন ঘরে বসেই করা সম্ভব।এমনকি এই সময়ে বিভিন্ন পদ্ধতি কাজে লাগিয়ে অনেকেই নিজের ব্যবসা গুলো অনলাইনে করতে চাই। এমনকি দিন দিন এর চাহিদা মানুষের প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বর্তমান এই সময়ে যারা অনলাইনে ব্যবসা করতে চাই তাদের নানা সময় নানা ধরনের ইমেজ বা ছবি প্রয়োজন হয়। তাছাড়া অনলাইনে যারা ওয়েবসাইট তৈরি করে কিংবা ইউটিউব চ্যানেল তৈরি করে। তাদের অনেক সময় ছবি অর্থাৎ লোগো ইমেজ এগুলো প্রয়োজন হয়। এভাবে করে অনলাইনে আরো নানারকম কাজে ছবির দরকার হয়ে থাকে। ঠিক এ কারণেই বর্তমান সময়ে ছবি বিক্রি করে আয় অসম্ভবের কিছু নয়।অনলাইনে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো এর চাহিদা দিয়ে থাকে। এই প্লাটফর্ম গুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে আপনারা ছবি আপলোড করে আয় করতে পারবেন।তাই একথা থেকে আমরা স্পষ্ট প্রমাণ পাই অনলাইনে ছবি বিক্রি করে আয় অসম্ভবের কিছু নয়। যে কেউ চাইলে অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করতে পারেন। ছবি বিক্রি করে আয় কিভাবে করা যায়?ছবি বিক্রি করে আয়ঃ আগে আমরা স্পষ্ট প্রমাণ পেয়েছি বর্তমান সময়ে ছবি বিক্রি করে আয় অসম্ভবের কিছু নয়। অনলাইনে ছবি বিক্রি করে আয় করার জন্য আপনার বেশ কিছু গুণ এবং জিনিসের প্রয়োজন হবে। এই জিনিসগুলো আপনার ভিতরে বা আপনার কাছে না থাকলে কখনো আপনি ছবি বিক্রি করে টাকা আয় করতে পারবেন না। ছবি বিক্রি করে আয় করার জন্য যা যা প্রয়োজনঃ আপনি যদি অনলাইনে ছবি বিক্রি করে আয় করতে চান তাহলে সর্বপ্রথম আপনার অবশ্যই একটি স্মার্টফোন অথবা কম্পিউটার থাকতে হবে ভালো মানের। তাছাড়া ছবি বিক্রি করে আয় করার জন্য আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন কিংবা ওয়াইফাই থাকতে হবে হাইস্পিডের। এমনকি আপনার ইচ্ছাশক্তি, ধৈর্য, পরিশ্রম, সততা এই গুনগুলো থাকতে হবে। তাহলেই কেবল আপনি অনলাইনে ছবি বিক্রি করে আয় করতে পারবেন। তাছাড়া আপনার ভিতরে যদি ফোটোগ্রাফিরকোন ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি ছবি বিক্রি করে আয় করতে পারবেন না। কারণ হলো এটাই আপনার মূল কাজ ছবি বিক্রি করে আয় করার জন্য আপনার অবশ্যই ফটোগ্রাফার হতে হবে। আপনি যদি মূল কাজটি না জানেন তাহলে কি ফটো বিক্রি করে আয় করতে পারবেন? তো বন্ধুরা মূল কথা হল ফটো বিক্রি করে আয় করার জন্য উপরের জিনিস এবং কোনগুলো এবং ফটো সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। তাহলেই কেবল আপনি অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করতে পারবেন। বন্ধুরা এবার আমরা জানবো কিভাবে ছবি বিক্রি করে অনলাইনে টাকা আয় করা যায় সেটা? তাই এখন আর একটু মন দিয়ে পড়বেন। ছবি বিক্রি করে টাকা আয় করার উপায়?ছবি বিক্রি করে ইনকাম শুরুঃআপনি যদি অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে,এমন একটি প্ল্যাটফর্ম এর সাথে যুক্ত হতে হবে যেখানে ছবি বিক্রি করে আয় করা যায়।অনলাইনে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে প্লাটফর্ম বা ওয়েবসাইট রয়েছে। যেখান থেকে ছবি বিক্রি করে টাকা আয় করা যায়। এ কারণে সর্বপ্রথম আপনাকে সেইসব প্ল্যাটফর্মের যুক্ত হতে হবে যেখানে ছবি বিক্রি করে আয় করা যায়। এবার এই প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হওয়ার পর সেখানে আপনি কি হাই কোয়ালিটি ছবি আপলোড করতে হবে। সে প্লাটফর্ম গুলোতে আপনার ভিডিও রিভিউ করার পর পাবলিশ করা হবে। যদি আপনার ফটোটি তাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আপনার ছবিটি প্রকাশ করে দেওয়া হবে। তারপর আপনার ছবিটি যদি কেউ ক্রয় করতে চাই তাহলে খুব সহজেই পারবে। যতবার আপনার প্রকাশ করা ছবিটি গ্রাহকেরা ক্রয় করবে। ওই কোম্পানি হতে আপনার তথ্য কমিশন আসবে। শুধুমাত্র একটি ছবি একবার ক্রয় করার জন্য অনেক কোম্পানি 20 সেন্ট থেকে 3 ডলার পর্যন্ত কমিশন দিয়ে থাকে। তাই এভাবে করে আপনারা অনলাইনে খুব সহজে ছবি বিক্রি করে সহজে আয় করতে পারেন।আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করা যায় সেটা। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে একদমই ভুলবেন না। Adobe Stockএই প্লাটফরমটি অনলাইনে ছবি বিক্রি করে আয় করার অন্যতম একটি প্ল্যাটফর্ম। বর্তমানে এই প্লাটফর্মে আপনারা সহজেই যুক্ত হয়ে ছবি বিক্রি করে আয় করতে পারবেন। এই প্লাটফর্মে প্রতিদিন বিভিন্ন দেশের লোকেরা বিভিন্ন জায়গা থেকে ভিজিট করে। শুধুমাত্র ছবি ক্রয় করার জন্য প্রায় লক্ষাধিক লোকেরা এই ওয়েবসাইটে আসে। এই ওয়েবসাইটে আপনারা সম্পূর্ণ ফ্রীতে একটি অ্যাকাউন্ট তৈরি করে।এই প্লাটফর্মে ছবি আপলোড করার পর বিক্রি করে আয় করতে পারবেন আনলিমিটেড। শুরুতেই আপনার ছবি বিক্রি করার 30% কমিশন আসবে। অর্থাৎ শুরুর দিকেই প্রতিটা ছবি বিক্রি হওয়ার কারণে কোম্পানি হতে আপনার একাউন্টে 30 শতাংশ কমিশনার দিবে। এমনকি এই প্লাটফর্মে আপনারা টাকা উত্তোলন খুব সহজেই করে নিতে পারবেন। নির্দিষ্ট পরিমান অ্যামাউন্ট আপনার একাউন্টে হলেই আপনি টাকা উত্তোলন করতে পারবেন। এমনকি সরাসরি এই ওয়েবসাইট বা প্লাটফর্ম থেকে পেপাল একাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করা যায়।তাই আপনারা চাইলেই এই প্ল্যাটফর্মের যুক্ত হয়ে ছবি বিক্রি করে টাকা আয় করতে পারেন। আর্টিকেল এর শেষ কথাএতক্ষণ আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না।এই আর্টিকেলটি শুধুমাত্র তাদের জন্য যারা অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করতে চাই? (একেবারে নতুনদের জন্য) তাই দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না। আর্টিকেল সম্পর্কিত কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে সেটা আমাকে বলবেন অবশ্যই। বরাবরের মত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে অন্য কোন আর্টিকেলে আবার আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। The post অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায় (নতুনদের জন্য) appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments