অথোরিটি এইড সাকসেস ব্লুপ্রিন্ট বই PDF – এসইও & এ্যাফিলিয়েট A to Z (+ অ্যাফেয়ার্স অক্টোবর ২০২১ PDF Download) |
- অথোরিটি এইড সাকসেস ব্লুপ্রিন্ট বই PDF – এসইও & এ্যাফিলিয়েট A to Z (+ অ্যাফেয়ার্স অক্টোবর ২০২১ PDF Download)
- ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম করার উপায়?
- Png tree থেকে আনলিমিটেড ফ্রী Download করার উপায়
- ৩৩ টি কম্পিউটার স্কিল বিষয়ক বই একসাথে।
- [hot+post] অশান্তি ছারুন আর ইউটুবের ভিডিও ডাউনলড করুন তাও একটি পোস্টে খুব সহজে।[with sceenshot]
- Facebook Down | আপনারা কি ফেসবুক ব্রাউজ করতে পাচ্ছেন না? পোস্ট টি দেখুন।
- বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম সার্ভার ডাউন। [UPDATED]
- শিখে নিন ওয়াপকিজ সাইটের প্রতিটি ফাইলে থামবনেইল যুক্ত করা
- সপ্তম শ্রেণির এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(17 th Week) [Java User Must See]
- ফ্রিতে নিয়েনিন নেমচিপ VPN ১মাসের জন্য [BIN method]
Posted: অথোরিটি এইড সাকসেস ব্লুপ্রিন্ট বই রিভিউঃএসইও এবং আমাজন এ্যাফিলিয়েট যারা শিখতে চান তাদের জন্য এটি একটি চমৎকার বই। বইটিতে খুবই সহজ সাবালীল ভাষায় প্রতিটি টপিক নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন। এতো সহজ ভাষায় আর খোলামেলা কথা কোনো লেখকই বলেনা, কিন্তু এই বইয়ে সেটা রয়েছে যা একবারে নতুন থেকে মিডিয়াম লেভেলদের বুঝতে কোনো অসুবিধাই হবেনা।এই বইটির কোনো হার্ডকপি নেই আমার জানামতে, লেখকের এ বইটি লেখার একমাত্র উদ্দেশ্য হলোঃ যারা নতুন আমাজন এ্যাফিলিয়েট জগতে প্রবেশ করতে চায় তাদেরকে সঠিক পথ দেখানো। আমাজন এ্যাফিলিয়েট করতে হলে যে জিনিসটি আগে জানতে হবে তা হলো এসইও “সার্চ ইন্জিন অপ্টিমাইজেশন” তাই এটি সম্পর্কে একদম শুরু থেকে শেষ প্রযন্ত প্রয়োজনীয় পয়েন্ট গুলো এ বইয়ে শিখিয়েছেন। আমি এই বইটির কভার পেজটি দেখে খুবই বিস্মিত হই এবং একটা সত্যি কথা না বললেই নয়, আমি এই প্রথম বাংলা ল্যাঙ্গুয়েজে আমাজন এ্যাফিলিয়েট নিয়ে বই দেখি তাই এটি আমাকে খুব আকর্ষিত করছিলো এবং বইটি পড়া শুরি করি প্রায় ৩০+ মিনিট পড়েছিও । বইটাতে এসইওর টপিকগুলো আমাজন এ্যাফিলিয়াটের ভাষায় বা উদাহরন দিয়েই বেশী বোঝানো হয়েছে, এবং সর্বশেষ বইটার কিছু কথা আমার কাছে খুবই ভালো লেগেছে তা হলোঃ যে ব্যাক্তি নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতে থাকে করতেই থাকে তাকে আল্লাহ নিজে সাহায্য করেন, এবং আমাজন এ্যাফিলিয়েট হোক আর এডেসেন্স দিয়ে ইনকাম যেটাই করতে চান না কেনো সাইটে ভিজিটর থাকতে হবে প্রচুরপরিমাণ তাহলেই সফলতা পাবেন। এই বইটি পড়ে যা যা শিখতে পারবেনঃ কিভাবে শুরু করবেন আমাজন এ্যাফিলিয়েট, কি কি লাগবে এ্যাফিলিয়েট নিস সাইট তৈরি করতে, নিশ সিলেকশন, কিওয়ার্ড সিলেকশন, কিওয়ার্ড কি এবার কেন ব্যবহার করবেন, কিওয়ার্ড কতো প্রাকার, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ স্পেশাল টিপস, ডোমেইন নামের প্রকারভেদ, ডোমেইন ও হোস্টিং, থিম এন্ড প্লাগিনস, নিশ সাইট ডেভলোপমেন্ট, অন পেইজ এসইও, অফ পেইজ এসইও এ টু জেড, স্যোশাল প্রোফাইল, ব্লগ কমেন্ট, সোশ্যাল শেয়ার, অথোরিটি প্রোফাইল, ফোরাম প্রোফাইল, অথোরিটি ওয়েবসাইট পোস্ট, ইত্যাদি। বইয়ের নামঃ অথোরিটি এইড সাকসেস ব্লুপ্রিন্ট বইয়ের লেখকঃ মোঃ বিল্লাল হোসেন সরকার পৃষ্ঠা সংখ্যাঃ ১৯৪ টি। বইয়ের ধরনঃ এসইও, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং পিডিএফ সাইজঃ ৮ মেগাবাইট প্রায়। ডাউনলোডঃRead Online / Download আরো পড়ুনঃ১। অ্যাফেয়ার্স অক্টোবর ২০২১ PDF Download | Current Affairs October 2021 PdfThe post অথোরিটি এইড সাকসেস ব্লুপ্রিন্ট বই PDF – এসইও & এ্যাফিলিয়েট A to Z (+ অ্যাফেয়ার্স অক্টোবর ২০২১ PDF Download) appeared first on Trickbd.com. |
ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম করার উপায়? Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ফেসবুকের মাধ্যমে টাকা আয় করার জন্য অনেকগুলো মাধ্যম বা উপায় রয়েছে। তার ভিতরে ফেসবুক গ্রুপ থেকে আয়ের অন্যতম।কিংবা ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করা একটু ভিন্ন। আজকের এই আর্টিকেল থেকে আমরা শিখতে চলেছি কিভাবে ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করা যায়?তো বন্ধুরা আমরা ইতিমধ্যে জেনে গেলাম ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করা যায়! এখন যদি আপনি ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করতে চান? তাহলে বেশ কিছু নিয়ম এবং কিছু উপায় আপনার জানা থাকতে হবে? আপনি যদি ফেসবুক গ্রুপ সম্পর্কে এ ধরনের নলেজ আপনার ভিতরে এসে যায় তাহলে খুব সহজে আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে টাকা আয় করতে পারেন।আপনি যদি আর্টিকেলটি পড়ার ইচ্ছুক থাকেন অবশ্যই এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়তে থাকুন। তাহলে আপনিও ফেসবুকের গ্রুপ থেকে কিভাবে ইনকাম করা সম্ভব? এ বিষয়ে বিস্তারিত জেনে যাবেন আশা করি। ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম করার উপায়?ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকামঃ এখন আপনি যদি ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে, আপনাকে ফেসবুকে একটি গ্রুপ তৈরি করতে হবে।বর্তমানে সময় আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। এমনকি অনেকে হয়তো বা গ্রুপ অথবা পেজ তৈরি করে রেখেছি। এখন আমরা চাইলে ফেসবুক গ্রুপ থেকে এই সময়ে টাকা আর্ন করতে পারি। ফেসবুক গ্রুপ থেকে সরাসরি ইনকাম করার কোন অপশন নেই।তবে কিছু মাধ্যম কাজে লাগিয়ে বা উপায় কাজে লাগিয়ে আপনি ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করতে পারবেন। এই উপায় গুলো কাজে লাগিয়ে বর্তমান সময়ে অনেকেই ফেসবুক গ্রুপ থেকে প্রচুর পরিমাণে টাকা আয় করে। তাই আপনিও চাইলে নিঃসন্দেহে এই ফেসবুক গ্রুপ থেকে এই পদ্ধতিগুলো জেনে টাকা আয় করতে পারেন। ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করার মাধ্যম?ফেসবুক গ্রুপে আয়ঃ আগে বলেছি ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করার জন্য একটি গ্রুপ তৈরি করতে হবে। গ্রুপটি তৈরি করার জন্য আপনাকে একটি নিস এর প্রয়োজন হবে। অর্থাৎ আপনি গ্রুপটি কি রিলেটেড বা কি নিজের উপর নির্ভর করে গ্রুপটি তৈরি করবেন? কারণ এই নিস এর উপর নির্ভর করে আপনাকে গ্রুপ থেকে ইনকাম করতে হবে। গ্রুপ থেকে ইনকাম করার জন্য এবার আপনাকে সর্বনিম্ন 10 হাজার ফলোয়ার বানাতে হবে।তাহলেই কেবল আপনি ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করতে পারবেন। ফেসবুক গ্রুপ থেকে আয় করার মাধ্যম অনেক রয়েছে। উদাহরণ হিসেবে আমি কিছু উপায় নিম্নে দিয়ে দিলাম। ফেসবুক গ্রুপে ইনকামের উপায়ঃ আগেই বলেছিলাম ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করার জন্য কোন মাধ্যম নেই ঠিকই।কিন্তু বিভিন্ন উপায়ে কাজে লাগিয়ে আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে টাকা আয় করতে পারেন। বিভিন্ন উপায়ে কাজে লাগিয়ে আপনি ফেসবুক গ্রুপে টাকা আয় করতে পারেন। উদাহরণ হিসেবে আমি কিছু উপায় আপনাদেরকে জানিয়ে দিলাম। যাতে আপনারাও এই ধরনের উপায় কাজে লাগিয়ে গ্রুপ থেকে টাকা আয় করতে পারেন। লিংক শর্ট করে আয়ঃ বর্তমান অনলাইনে লিংক শর্ট করে আয় করার অনেক রকম প্ল্যাটফর্ম রয়েছে। আপনারা চাইলেই এই পদ্ধতি অবলম্বন করে আপনার ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করতে পারেন। তার জন্য আপনাকে প্রথমে লিংক শর্ট করে আয় করার কোন জনপ্রিয় বা বিশ্বাসযোগ্য প্লাটফর্মে যুক্ত হতে হবে। তারপরে সেখানে লিং শট এর লিংকটি আপনার গ্রুপের মেম্বারদের কাছে শেয়ার করুন। এমন ভাবে আপনার লিংকটি প্রচার বা শেয়ার করবেন যেন আপনার লিংকে ক্লিক করে। আপনার লিংকে ক্লিক করে কেউ যদি ব্রাউজিং করে তাহলে, লিংক শর্ট করে আয় করার কোম্পানিগুলো আপনার একাউন্টে কমিশন দিবে। আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা যোগ হয়ে গেলে আপনি সে টাকা উত্তোলন করে নিতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে লিংক শর্ট করে, আপনার ফেসবুক গ্রুপের মাধ্যমে কিভাবে টাকা আয় করা যায়! আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করে ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করতে পারেন। যদিও এই উপায়টি আমি উদাহরণ হিসেবে আপনাদের কে জানিয়ে দিয়েছি।আপনার ইচ্ছা হলে অন্যান্য মাধ্যম কাজে লাগিয়েও ফেসবুক গ্রুপের মাধ্যমে এভাবে আয় করতে পারেন। এফিলিয়েট মার্কেটিং করে আয়ঃ বর্তমান সময়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করা খুবই জনপ্রিয় একটি মাধ্যম।তাই আপনি চাইলে আপনার ফেসবুক গ্রুপের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারেন। তার জন্য আপনাকে বড় কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রাম এর সাথে যুক্ত হতে হবে। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় আফিলিয়েট মার্কেটিং হল অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম।আপনারা চাইলেই এই প্ল্যাটফর্মের যুক্ত হয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারেন। এ প্লাটফর্মে আপনার কাজ হলো তাদের কোম্পানির প্রোডাক্ট বা পণ্যগুলো আপনাকে প্রচার করতে হবে। এবং যদি আপনার প্রচারে কোন গ্রাহক তাদের কোম্পানি থেকে কোন কিছু ক্রয় করে, তাহলে আপনার একাউন্টে কিছু কমিশন যোগ করে দিবে কম্পানি। তাই এই মাধ্যম আপনি আপনার ফেসবুকের গ্রুপ এর মাধ্যমে করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য তাদের কোম্পানির প্রোডাক্ট বা পণ্যগুলো মানুষের প্রয়োজনীয় সবকিছু আপনার গ্রুপে শেয়ার করবেন।যত লোক আপনার প্রচারের প্রোডাক্টগুলো কোম্পানি থেকে কিনবে তা তো আপনার কমিশন আসবে। নিদৃষ্ট পরিমাণে এমাউন্ট আপনার একাউন্টে আসলে, ওই কোম্পানি থেকে আপনি টাকা উত্তোলন করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার গ্রুপের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করা যায় সেটা। তাই আপনারা চাইলে এই মাধ্যম কাজে লাগিয়ে আপনার গ্রুপের মাধ্যমে টাকা আয় করতে পারেন সহজেই। স্পন্সর বিজ্ঞাপন দেখিয়ে আয়ঃ বর্তমান সময়ে স্পন্সর বিজ্ঞাপন খুবই জনপ্রিয় একটি উপায় অনলাইনে আয় করার জন্য।এমনকি মাত্র একটি স্পন্সর বিজ্ঞাপন দেখিয়ে 10 থেকে 15 ডলার আয় করা যায়। তাই আপনি চাইলে আপনার ফেসবুকের গ্রুপে এই পদ্ধতি অবলম্বন করে টাকা আয় করতে পারেন। আপনার ফেসবুকের গ্রুপ যখন অনেক বড় এবং জনপ্রিয় হতে থাকবে,তখন আপনি চাইলেই স্পন্সর বিজ্ঞাপন আপনার গ্রুপের মাধ্যমে দেখিয়ে টাকা আয় করতে পারেন। এই পদ্ধতি অবলম্বন করে অনেক লোকই ফেসবুক গ্রুপের মাধ্যমে টাকা আয় করে। তাই আপনিও চাইলে স্পন্সর বিজ্ঞাপন দেখে সহজেই আপনার গ্রুপ থেকে টাকা আয় করতে পারেন। গুরুত্বপূর্ন কিছু পরামর্শপ্রিয় বন্ধুরা উপরের মাধ্যমগুলো আমি উদাহরণ হিসেবে আপনাদেরকে জানিয়ে দিলাম। যার মাধ্যমে আপনারা বুঝতে পারেন কিভাবে ফেসবুক গ্রুপ থেকে সহজে টাকা আয় করা যায় সেটা। আর্টিকেল শেষ পর্যন্ত বা মনোযোগ সহকারে না পড়ে কেউ খারাপ কমেন্ট করবেন না দয়া করে। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন সমাধান করে দেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনারা যদি সত্যি ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করতে চান তাহলে, আপনার অবশ্যই ফেসবুক গ্রুপে বেশ ভালো পরিমাণে ফলোয়ার থাকতে হবে।ফেসবুক গ্রুপে ফলোয়ার ব্যতীত কখনোই টাকা ইনকাম সম্ভব নয় প্রায় অসম্ভব এর মত।তাই আপনি যদি এখান থেকে অর্থাৎ ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করতে চান, তাহলে অবশ্যই ফেসবুক গ্রুপে ফলোয়ার বাড়ানোর চেষ্টা করুন। তাহলে সহজেই ফেসবুক গ্রুপ থেকে আপনিও টাকা আয় করতে পারেন। আর্টিকেল এর শেষ কথাএতক্ষণ ধরে আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকেরে আর্টিকেল থেকে আমরা কিভাবে ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করা যায় এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এবং ফেসবুক থেকে ইনকাম করার উদাহরণ স্বরূপ কিছু মাধ্যম বলে দিয়েছি। যা কাজে লাগে আপনারা ফেসবুকের গ্রুপ থেকে আয় করতে পারেন সহজেই। আর্টিকেল সম্পর্কিত কোন প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট এর মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আশা করি। বরাবরের মত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে অন্য কোন আর্টিকেলে,,, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। The post ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম করার উপায়? appeared first on Trickbd.com. |
Png tree থেকে আনলিমিটেড ফ্রী Download করার উপায় Posted: pngtree কি? এবং যেটা download করতে চাই সেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তার লিংক কপি করে নিতে হবে তারপর আমাদের downloader সাইট এ প্রবেশ করতে হবে তার পর আমাদের সিলেক্ট করা আইটেম টি দেখাবে তার পর এবার তার উপর Download লেখা থাকবে সেখানে ক্লিক করে আমাদের ছবিটি Download করে নিতে হবে। shutterstock থেকে ফ্রিতে unlimited download করার উপায় The post Png tree থেকে আনলিমিটেড ফ্রী Download করার উপায় appeared first on Trickbd.com. |
৩৩ টি কম্পিউটার স্কিল বিষয়ক বই একসাথে। Posted: ৩৩ টি কম্পিউটার স্কিল বিষয়ক বই এক ক্লিকেই। যারা কম্পিউটারে স্কিল ডেভেলপ করতে চান তাদের জন্যঃ 1.60Learning Web Design 4th Edition 17. Joomla আমাদের সাইটের সব কোর্স গুলো দেখুন এখানে যেকোন প্রকার কোর্সের জন্য যোগ দিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলেঃ Tunes71.com The post ৩৩ টি কম্পিউটার স্কিল বিষয়ক বই একসাথে। appeared first on Trickbd.com. |
[hot+post] অশান্তি ছারুন আর ইউটুবের ভিডিও ডাউনলড করুন তাও একটি পোস্টে খুব সহজে।[with sceenshot] Posted: 04 Oct 2021 10:01 AM PDT আসসালামু আলাইকুম। **start**সবার প্রথম আপনি এখানে যান।তারপর,দখুন লগইন লাখা আছে ওখানে ক্লিক করুন কনো কিছু না বুঝলে নিচে ইসক্রিনসট দিচ্ছি ওগুলো ফলো করুন।এবার নিচে এখান কার গুগলের চিন্হতে ক্লিক করুন।এবার আপনি গুগলের আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগিন হন।বিঃদ্রঃ লগিন না হলে সকল ভিডিও ডাউনলড হবে না। এবার সামনে যায়। এবার সবার প্রথমের খালি বক্সে আপনি যে ভিডিও ডাউনলড করবেন তার নাম দিন।বাকি গুলো ওরকম থাকুক।এবার সার্চ দিন।এবার আপনার ভিডিওটির ওপর ক্লিক করুন সাবধান!dawnload-এ খবদদার ক্লিক করবেন না ওটাতে ক্লিক করলে dawnload হবে না ভিডিওর ওপরে ক্লিক করতে হবে।এবার একটি পেইজ আসবে সেই পেইজের কয়েকটু নিচে দেখুন দুটি বক্স আছে দেখুন ওই দুটোর মধ্যে একটিতে mp4 লেখা আছে আর আরেকটিতে স্ক্রিনের সাইজ দিতে বলছে আপনি আমি যেরকম করে দিছি সেরকম করে সব ঠিক-ঠাক করে দিন “এরকম করে দিন”-এবার কিছু না করে একদম নিচে গিয়ে কোনভার্টে ক্লিক করুন।ওগুলো অরকম থাক।এবার এরকম একটি পেইজ আসবে এখানে জিনিসটা একটু সান্তিতে কোনভার্ট হতে দিন আর সুধু রিফ্রেশের এখানে ক্লিক করুন এক থেকে একশত হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।এবার কোনভার্ট/রিফ্রেশে ক্লিক করে করে যদি শেষ হয়ে থাকে যদি অশান্তি দুর হয়ে থাকে তাহলে এবার এখান নিচে এই download-এর এখানে ক্লিক করে অশান্তি দুর করে শান্তি মত download করুন।তো অশান্তি দুর হলো? তাহলে আমি যায়? তো ভাই আজকের পোস্ট এখানেই দেখা হবে পরের পোস্টের সাথে। আর ভাই এটা আমার দ্বিতীয় পোস্ট তাই যেকোনো অসুবিধি হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন। shafin gaming ।ধন্যবাদ। The post [hot+post] অশান্তি ছারুন আর ইউটুবের ভিডিও ডাউনলড করুন তাও একটি পোস্টে খুব সহজে।[with sceenshot] appeared first on Trickbd.com. |
Facebook Down | আপনারা কি ফেসবুক ব্রাউজ করতে পাচ্ছেন না? পোস্ট টি দেখুন। Posted: Facebook Down 2021যারা কিছু সময় ধরে ফেসবু সহ অন্যান্য প্রোডাক্ট যেমন WhatsApp, Instagram ব্রাউজ করার চেষ্টা করছেন এবং কোন মতেই পাচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গেছে। প্রথমে লক্ষ্য করা যায় whatsapp ও Instagram ডাউন হতে তার কিছুক্ষণ পরে ডাউন হয়ে যায় ফেসবুক। আর ফেসবুকের সাথে যেহেতু এইসব জড়িতে তাই ফেসবুকের সকল প্রোডাক্ট গুলো বর্তমানে ডাউন হয়ে গেছে। মেসেঞ্জার, ফেসবুক অ্যাপ কিছুই ব্যবহার করা যাচ্ছে না। যারা ভিপিএন দিয়ে ব্রাউজার করার চেষ্টা করতেছেন তারাও ব্যর্থ হবেন কারণ ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গেছে হবে না। সম্ভবত ফেসবুকের সার্ভারের ভেতর কোন সমস্যা হয়েছে যার কারণে সকল সার্ভিস গুলো ডাউন হয়ে আছে। ধন্যবাদ। The post Facebook Down | আপনারা কি ফেসবুক ব্রাউজ করতে পাচ্ছেন না? পোস্ট টি দেখুন। appeared first on Trickbd.com. |
বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম সার্ভার ডাউন। [UPDATED] Posted: আজ ৪ ই অক্টোবর বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে বিশ্বজুড়ে ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম সার্ভার ডাউন হয়ে যায় এবং এখন পর্যন্ত(রাত ১১টা) ডাউন ই রয়ে যায়। কোন ব্যবহারকারীই উক্ত সাইটগুলোতে প্রবেশ করতে পারছেন না। কখন ফেসবুক তাদের সেবা সমূহ পুনরায় চালু করতে পারবে তা বলা যাচ্ছে না। বাংলাদেশ সময় রাত ১০টা ২২ মিনিটে ফেসবুক তাদের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এই বিষয়ে একটি টুইট করেন। টুইট বার্তায় ফেসবুক তাদের সমস্যার সমাধানের চেষ্টা করছে বলে জানায় এবং সমস্যাটির জন্য ক্ষমা চায়। প্রথম দিকে সাইটগুলোতে একটি এরর ম্যাসেজ দেখালেও কিছুক্ষন পর থেকে সাইটগুলো আর খুলছিল না। শুরুরদিকে ফেসবুকঃ কিছুক্ষন পর ফেসবুকঃ ইনস্টাগ্রামঃ প্রাথমিকভাবে সার্ভারের সমস্যা বলে ধারনা করা হচ্ছে। কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম সার্ভার ডাউন হওয়ার পেছনে প্রকৃত কারন এখন পর্যন্ত জানা যায়নি। সর্বশেষ আপডেট জানতে TrickBD.com এর সাথেই থাকোন। তাছাড়া ডাউনডিটেকটর সাইটে চোখ রাখতে পারেন। The post বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম সার্ভার ডাউন। [UPDATED🔥] appeared first on Trickbd.com. |
শিখে নিন ওয়াপকিজ সাইটের প্রতিটি ফাইলে থামবনেইল যুক্ত করা Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াবো না । সরাসরি পোস্টের কথাতে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে ওয়াপকিজ সাইটের প্রতিটি ফাইলের জন্য “thumbnail” যোগ করা শেখাতে যাচ্ছি । সম্পূণ পোস্ট পড়লেই ইনশাল্লাহ বুঝতে পারবেন । আশা করি সকলে সম্পূণ পোস্টটি পড়বেন । আমি আগেই বলেছি যে আজ আমি ওয়াপকিজ সাইটের প্রতিটি ফাইলে “thubnail” যুক্ত করা শেখাব । এই ট্রিকটি অনেকেই জানেন না । বেশিরভাগ লোকেরই জানার কথা । তো চলুন শিখে নেওয়া প্রতিটি ফাইলের জন্য “thumbnail” যুক্ত করা । প্রতিটি ফাইলের জন্য যেভাবে “thumbnail” যুক্ত করা হবে তা ধাপে ধাপে বননা করা হলো :-» প্রথমে যে সাইটের ফাইলে “thumbnail” যুক্ত করবেন ঠিক সেই সাইটের “panel mod”-এ যান । » তারপর “file manager (fm)” অপশনে ক্লিক করবেন । » তারপর যে ফাইলের জন্য “thumbnail” যুক্ত করতে চান ঠিক সেই ফাইলের “edit” অপশনে ক্লিক করুন । » এখন যে ছবিটি ফাইলের জন্য “thumbnail” দিতে চান সেই ছবিটির লিংক কপি করুন । যেমন আমি গুগল থেকে ওপেরা মিনির ছবির লিংকটি কপি করেছি । » তারপর ফাইলটির এডিট অপশনে ক্লিক করার পর যে পেজটি আসবে তার “thumbnail url” অপশনে ছবিটির লিংক পেস্ট করুন । » তারপর “edit” অপশনে ক্লিক করে দিবেন । তাহলে থাম্বনেইল শো করবে । তো এই ছিল আমার আজকের পোস্ট । ভালো লাগলে কমেন্ট করবেন । আমাকে ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন । The post শিখে নিন ওয়াপকিজ সাইটের প্রতিটি ফাইলে থামবনেইল যুক্ত করা appeared first on Trickbd.com. |
Posted: আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির। Answer Of 1 Subject Of 8তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট এর সমাধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর ১৭ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন। এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে। . Trickbd new updateট্রিকবিডি তে নতুন আপডেট এসেছে তাই এই পোস্ট গুলো নন প্রফিট হিসাবে ধরা হয়েছে। তবে আমি আপনাদের কে অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আমি জাভা ইউজার দের জন্য এই অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে থাকি। আমি জানি জাভা ইউজার দের জন্য কত কষ্ট এই সমাধান গুলো বের করতে। তাই অনেক দিন থেকে অ্যাসাইনমেন্ট এর সমাধান দিয়ে থাকি। আর ভবিষ্যতে ও দিয়ে থাকবো ইনশাআল্লাহ। আরো পড়ুন Banglalink সিমে ১ জিবি ফ্রি সবাই পাবেন Foodpanda থেকে অনলাইনে খাবার অর্ডার করবেন কিভাবে
তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ। খোদা হফেজ। The post সপ্তম শ্রেণির এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(17 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com. |
ফ্রিতে নিয়েনিন নেমচিপ VPN ১মাসের জন্য [BIN method] Posted: 04 Oct 2021 06:26 AM PDT Premium VPN এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি VPN হচ্ছে namecheap VPN।
The post ফ্রিতে নিয়েনিন নেমচিপ VPN ১মাসের জন্য [BIN method] appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments