বিরক্তিকর ও ক্ষতিকারক Ads থেকে আপনার ফোনকে রক্ষা করুণ। রুট, নন রুট সকল ফোনের জন্য। Adguard Premium Apk 4.0.65 (Full) (Nightly) Mod for Android |
- বিরক্তিকর ও ক্ষতিকারক Ads থেকে আপনার ফোনকে রক্ষা করুণ। রুট, নন রুট সকল ফোনের জন্য। Adguard Premium Apk 4.0.65 (Full) (Nightly) Mod for Android
- অ্যান্ড্রয়েড ফোনদিয়ে কন্ঠ পরিবর্তন করে ফোন করে চমকে দিন সবাইকে।
- কিভাবে Telegram bot দিয়ে আনলিমিটেড Temp-Mail নিবেন
Posted: ফোনের স্ক্রিনে অনেক রকম এড আসে যা খুব বিরক্তিকর। আবার অনেক সময় দেখা যায় নেট অন করলেই অটোমেটিক অনেক কিছু ডাউনলোড হয়ে যায়। এর কারণ হল আপনি যে তৃতীয় পক্ষের ফ্রি অ্যাপ গুলো ব্যবহার করেন ঐসব অ্যাপ থেকে এড শো করে। আপনি যদি এড থেকে সাধারণভাবে মুক্তি পেতে চান তাহলে আপনাকে পেইড অ্যাপ ব্যবহার করতে হবে। কিন্তু এতে আমাদের টাকার প্রয়োজন। তাই আজ আপনাদের জন্য Adguard Primium অ্যাপ নিয়ে আসলাম। এই অ্যাপ আপনাকে সকল এড থেকে মুক্তি দিবে। রুট, নন রুটযারা ফোন রুট করতে জানে বা রুট করে ব্যবহার করে তারা এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক পদ্ধতি ব্যবহার করে কিন্তু যারা রুট ইউজার না তাদের কিছু করার থাকে না। হয়ত অনেক অ্যাপ পাওয়া যায় কিন্তু তা সঠিকভাবে কাজ করে না। সুবিধা
কিভাবে ব্যবহার করবেন?
ডাউনলোড হয়ে গেলে ডাউনলোড ফাইল লোকেশান থেকে অ্যাপ্লিকেশান ইন্সটল করুণ। আপনাদের ScreenShot দেখানো হয়েছে।
JOIN TELEGRAM CHANNEL FOR MORE MODDED FREE APPS & NETFLIX ACCOUNT The post বিরক্তিকর ও ক্ষতিকারক Ads থেকে আপনার ফোনকে রক্ষা করুণ। রুট, নন রুট সকল ফোনের জন্য। Adguard Premium Apk 4.0.65 (Full) (Nightly) Mod for Android appeared first on Trickbd.com. |
অ্যান্ড্রয়েড ফোনদিয়ে কন্ঠ পরিবর্তন করে ফোন করে চমকে দিন সবাইকে। Posted: কেমন আছেন সবাই? আসাকরি ভালোই আছেন। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড্রয়েড ফোনের জন্য দারুন একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কন্ঠ পরিবর্তন করে ফোন করতে পারবেন কোন ঝামেলা ছাড়া। ধরুন আপনি আপনার কোন বন্ধুর সাথে একটু দুষ্টমিকরবেন এর জন্য বান্ধবির প্রয়োজন কিন্তু বান্ধবিতো নেই। তাহলে কি করবেন? বড় একটা সমস্যা হয়ে গেল? কোন সমস্যা নেই আমি এখন আপনাদের সাথে যে সফট্ওয়্যারটি শেয়ার করব এই সফটওয়্যারটির নাম Voice Changer.
ভয়েস চেঞ্জার হলেই হলো না অনেক অ্যাপস্ গুগল প্লে-ষ্টোরে অনেক Voice Changer পাওয়া যায় কিন্তু সেগুলো আসলে কাজের না। তাই আমি আপনাদের যে অ্যাপসটি আপনাদের শেয়ার করতে যাচ্ছি এই অ্যাপসটি খুবই ভালো। তাই আসুন দেখে নেই কি কি ইফেক্ট আছে এই অ্যাপসটি এক নজরে দেখে নেই। আর সাথে ডাউনলোড করে নেই। ভালো থাকবেন সবাই। The post অ্যান্ড্রয়েড ফোনদিয়ে কন্ঠ পরিবর্তন করে ফোন করে চমকে দিন সবাইকে। appeared first on Trickbd.com. |
কিভাবে Telegram bot দিয়ে আনলিমিটেড Temp-Mail নিবেন Posted: 14 Nov 2021 08:23 PM PST আসসালামু আলাইকুম আপনারা সবাই Temp-Mail নাম শুনছেন বা সবাই প্রতিদিন ব্যবহার করছেন। কিন্তু কেমন হয় যদি ওয়েবসাইট বা অ্যাপ দিয়ে না করে আমাদের প্রতিদিন ব্যবহার করা Telegram এর মাধ্যমে করা যায়? তো চলুন শিখে নেই। যারা আগে থেকে যানেন তারা আমার পোস্টটি এরিয়ে যান। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে Telegram Bot এর মাধ্যমে আনলিমিটেড Temp Mail নিবেন। প্রথমেই টেলিগ্রামে গিয়ে নিচের মতো করে টেম্প মেইল বট এর ইউজার নাম লিখে সার্চ দিন উপরের ছবিটায় যেটা আসছে Temp-Mail সেটাতে ক্লিক করুন। পরে নিচের ছবির মতো করে কাজ করুন
Start করার পরে নিচের মতো করে মেইলটি কপি করে যে-কোন কাজে ব্যবহার করতে পারেন পরে নিচে দেখুন কোড চলে আসছে আবার আরেকটি নতুন মেইল তৈরি করতে শেষ কথা Trickbd তে আজ প্রথম পোস্ট করলাম। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কোথাও না বুঝলে কমেন্ট করতে পারেন। ফেইসবুকে আমি পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ The post কিভাবে Telegram bot দিয়ে আনলিমিটেড Temp-Mail নিবেন appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments