এলো ফেইসবুকের নতুন শপিং ফিচার ‘শপস ইন গ্রুপস’ |
- এলো ফেইসবুকের নতুন শপিং ফিচার ‘শপস ইন গ্রুপস’
- ডাউনলোড করে নিন Super SEO TricksLoverBD wapaxo থিম [Responsib]
- নতুন আপডেট: ফেসবুক গ্রুপ থেকে অর্থ উপার্জন
- ৬ মাসের জন্য Premium SEED4 VPN
- প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই : শিক্ষামন্ত্রী
- গ্রামীণফোনে চালু হলো ফ্রি ফেসবুক, মেসেন্জার ও ডিসকভার [বিস্তারিত ধারণা]
- ছবি Edit করার অসাধারণ একটি অ্যাপস Polarr Mod version।
- । ভোট দেওয়ার জন্য ভোটার নং বাহির করুন অনলাইনে।
- দুল্কার সালমানের নতুন ব্লকবাস্টার মুভি Kurup রিভিউ + লিংক (হিন্দি ডাবড)
- ইন্টারনেট বিল আগের সিদ্ধান্ত থেকে সরে এলো বিটিআরসি
এলো ফেইসবুকের নতুন শপিং ফিচার ‘শপস ইন গ্রুপস’ Posted: আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনে দিনে ফেসবুক খুবই জনপ্রিয় এবং মানুষের আপন হয়ে উঠেছে। কেননা এখনকার সময়ে মানুষ অন্যান্য সোশ্যাল মিডিয়ার চেয়ে ফেসবুকে বেশি সময় দিয়ে থাকে। অন্যদিকে ফেসবুক দারুন কিছু ফিচার নিয়ে এসেছে। কথা না বাড়িয়ে চলুন আর্টিকেল এর মূল আলোচনা বিস্তারিত জেনে নিই। নতুন শপিং ফিচার 'শপস ইন গ্রুপস' আনার ঘোষণা দিয়েছে ফেইসবুক। পাশাপাশি নির্মাতাদের জন্য পণ্য পরামর্শ ও 'লাইভ শপিং' পরীক্ষা করে দেখছে মার্কিন এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। নতুন এই ফিচারের বরাতে ফেইসবুকের গ্রুপের অ্যাডমিনরা নিজেদের সংশ্লিষ্ট ফেইসবুক পেইজে অনলাইন স্টোর স্থাপন করতে পারবেন। আয় হওয়া অর্থ কোনো অলাভজনক খাতে যাবে না কি তাদের হাতে আসবে, তা ঠিক করে দিতে পারবেন তারা। ফেইসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা'র 'প্রডাক্ট ম্যানেজমেন্ট' বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউলি কেওন কিম উল্লেখ করেছেন, অনেক গ্রুপ অ্যাডমিনই স্বেচ্ছাসেবক। এই 'শপ' থেকে তারা নিজেদের কাজের জন্য আয়ের পথ বের করে নিতে পারবেন। এদিকে কিম বলেন, "অর্থ গ্রুপ অ্যাডমিনের হাতে চলে যাবে, এবং তারা সিদ্ধান্ত নিতে পারবেন এটি কীভাবে ব্যবহার করবেন। এটি গ্রুপকে টিকিয়ে রাখা ও চলমান রাখার ভালো একটি উপায়। টেকক্রাঞ্চ এর প্রতিবেদন বলছেন, ঠিক এই মাসের শুরুতেই ফেইসবুক কমিউনিটি :শপস ফান্ডরেইজার'স: অন্য দিকে 'সাবস্ক্রিপশনের’ মতো গ্রুপ মনিটাইজেশন। এই ফিচারটি গুলো আনার ঘোষণা দিয়েছিল এই প্রতিষ্ঠানটি। অন্য দিকে ফেইসবুক জানিয়েছে, অনেক সময়ই গ্রুপে পণ্যের পরামর্শ চান ব্যবহারকারীরা। এখন থেকে পণ্যটি যদি ফেইসবুক শপসে থাকে, তাহলে তা ট্যাগ বা কমেন্টে এম্বেড করে দিতে পারবেন ব্যবহারকারীরা। গ্রুপের শীর্ষ পণ্য পরামর্শগুলো ব্যবহারকারীর নিউজ ফিডেও দেখা যাবে। আবার অন্যদিকে, ফেইসবুকে 'লাইভ শপিং' ফিচার আগে থেকেই রয়েছে। কিন্তু এটিকে এতোদিন ব্র্যান্ড ও নির্মাতাদের অংশীদারিত্বেই বেশি দেখা যেতো। এখন এ সম্পর্কিত নতুন এক ফিচারের পরীক্ষা শুরু করেছে অ্যাপটি। প্রভাবকদের পণ্য বিক্রি দেখার জন্য ভক্তদেরকে অন্য পেইজে ডাকার বদলে নির্মাতা ও ব্র্যান্ড এখন নিজ নিজ পেইজে 'ক্রস-স্ট্রিম' করতে পারবে। ফেইসবুক নিজেদের নতুন নামকরণ করেছে মেটা। অনেকটা সময় ধরেই ব্যবসা ও নির্মাতাদের জন্য ধারাবাহিকভাবে নতুন নতুন শপিং টুল আনছে প্রতিষ্ঠানটি। আর এখন থেকেই নতুন ফিচার গুলো চলে আসছে ওয়েব সংস্করণ, ফেইসবুক অ্যাপে আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণ । প্রতিনিয়ত ফেসবুকের আরো সকল ফিচার এই মাসের শেষের দিকে চলে আসবে। একথা স্পষ্টভাবে জানিয়েছে ফেসবুক। এতক্ষণ আমাদের আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের আর্টিকেলটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আবার কোন কোন আর্টিকেলে, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। The post এলো ফেইসবুকের নতুন শপিং ফিচার 'শপস ইন গ্রুপস' appeared first on Trickbd.com. |
ডাউনলোড করে নিন Super SEO TricksLoverBD wapaxo থিম [Responsib] Posted: হেলো বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। আমরা যারা ডাউনলোড সাইট বানায় তারা চাই যেরো তাদের সাইট গুগলের টপ পেইজে থাকে। আর তার জন্য প্রয়োজন SEO সমৃদ্ধ থিম। আর আজ আমি আপনাদের জন্য তেমন একটি SEO সমৃদ্ধ wapaxo থিম নিয়ে এলাম।থিমের নাম Super Seo TricksLoverBD wapaxo theme. super seo tricksloverbd এটি এমন একটি থিম যা দ্রুত গুগলে যেকোনো ফাইল ইন্ডেস্ক হয়।আসলে থিমটি আমি নিজেই তৈরি করেছি। যেহেতু আমি এটি নিজের সাইটের জন্য তৈরি করেছি তাই আমি এটি পারফেক্ট ভাবেই তৈরি করেছি। এই থিমে রয়েছে সকল ফিচার্স যা আপনাকে চমকে দিবে। থিমটির বিস্তারিত দেখতে লাইভ ডেমো দেখুন।
ডেমো দেখে নিশ্চয় থিমটি আপনার পচন্দ হয়েছে। আর আমার এই থিমের দাবিত্যাগ হিসেবে আমি থিমটিকে দুইভাবে তৈরি করেছি যেমন ফ্রি ভার্সন ও প্রিমিয়াম ভার্সন দুইভাগে তৈরি করেছি। ফ্রি ভার্সনটি আপনারা বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন কিন্তু প্রিমিয়ামটি ডাউনলোড করতে আপনার ৫০ টাকা খরচ হবে। কারন ৫০ টাকা আমি থিম তৈরির পারিশ্রমিক হিসেবে নিবো। ফ্রি ভার্সনটি ডাউনলোডঃফ্রি ভার্সনটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন কিন্তু প্রিমিয়াম ভার্সনে যে ফিচার গুলো থাকবে ফ্রি ভার্সনে সবগুলো থাকবে না। ফ্রি ভার্সনে কী কী ফিচার আছেঃ১) স্টাইকি হেডার। ২) রিসেন্ট ফাইলস। ৩) রেস্পন্সিবল ডিজাইন। ৪) ডাউনলোড পেইজ। ৫) হালকা SEO। ৬) রিলেটেড ফাইলস ও আরো অনেক। প্রিমিয়াম ভার্সন ডাউনলোডঃপ্রিমিয়াম ভার্সনটি ডাউনলোড করতে প্রথমে এই লিংকে যান। Message এ আপনার সঠিক নাম ইমেইল দিয়ে পূরন করুন। মেসেজ বক্সে আপনি আপনার মোবাইল নম্বর, TRX Id, থিমের নাম দিয়ে পাঠিয়ে দিন। পেমেন্ট পাঠাবেন এই নাম্বারে ০১৩১৯৩১৩০৩৯ বিকাশ। প্রিমিয়ামটির দাম মাত্র ৩০ টাকা। কি কি ফিচার প্রিমিয়ামেঃ১) স্টাইকি হেডার ২) স্টাইকি ফুটার সাথে অনক্লিক পেইজ। ৩) অ্যাডস রেডি। ৪) নো ফুটার অ্যাড। ৫) SEO সমৃদ্ধ। ৬) ফুল রেস্পন্সিব। ৭) ডিরেক্ট ডাউনলোড সিষ্টেম। ৮) ফাইল আপলোড সিষ্টেম। আরো অনেক। উপসংহারঃDownload Super Seo TricksLoverBD wapaxo theme.যেটি এসইও সমৃদ্ধ powerfull wapaxo theme. থিমটি আমার অনেক সুন্দর ডিজাইন মনে হয় আপনারও পছন্দ হবে। থিমটি আপনার পছন্দ হলে ডাউনলোড করে নিন আর শুরু করুন আপনার স্বপ্নের ওয়েবসাইট। এরকম আরো থিম পেতে আমাদের পেইজে একটি থাকুন। The post ডাউনলোড করে নিন Super SEO TricksLoverBD wapaxo থিম [Responsib] appeared first on Trickbd.com. |
নতুন আপডেট: ফেসবুক গ্রুপ থেকে অর্থ উপার্জন Posted: আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন! গত কয়েকদিন আগে আমরা জেনেছিলাম যে ফেসবুকের নতুন আপডেট এসেছে। প্রিয় বন্ধুরা গত কয়েকদিন ধরে ফেসবুকের নতুন আরেকটি ও আপডেট এসেছে সম্পূর্ণ নতুন। সেটি হল ফেসবুক গ্রুপ থেকে সরাসরি অর্থ উপার্জন করা যাবে। হ্যা বন্ধুরা হয়তো বা নতুন যারা রয়েছেন তারা শুনে অবাক হচ্ছেন তাইনা! যাই হোক আজকের এই ছোট্ট আর্টিকেলে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর কথা না বাড়িয়ে চলুন এবার মূল বিষয়বস্তুগুলো বিস্তারিত জেনে নেওয়া যাক। ফেসবুক গ্রুপ থেকে অর্থ আয়ের সম্ভাব্য উপায়গুলো পরীক্ষা করে দেখছে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটি। সেটা হতে পারে, বিশেষ কনটেন্টের জন্য গ্রুপের সদস্যদের কাছ থেকে নির্দিষ্ট হারে ফি গ্রহণের জন্য। কিংবা গ্রুপের ভেতরে অন্যরকম গ্রুপ (সাব গ্রুপ) তৈরি করে মেম্বারদের আলোচনা এর সুযোগ করে দেওয়া। গত বৃহস্পতিবার ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, সাবস্ক্রিপশন-নির্ভর ব্যবসায়িক মডেলের (অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা প্রদান) অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে সুবিধাগুলো চালু হতে পারে। ফেসবুকসহ অনেক সামাজিক যোগাযোগমাধ্যমই কনটেন্ট নির্মাতাদের বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।সাম্প্রতিক বছরগুলোতে কমিউনিটি তৈরিতে বিশেষ জোর দিয়েছে ফেসবুক। এতে প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীদের 'এনগেজমেন্ট' বেশি থাকে। নতুন ঘোষণা অনুযায়ী, অ্যাডমিনরা গ্রুপে ই-কমার্স এর মাধ্যমে পণ্য বিক্রির সুবিধা পাবেন। আবার সদস্যদের কাছে অর্থ সংগ্রহ এর মাধ্যমে তহবিল গঠন করার ব্যবস্থা আসা করা যায় থাকবে । আর এতে গ্রুপের পরিচালনারও ব্যয় নির্বাহ হতে পারে। ফেসবুক লাইভে প্রচারিত 'কমিউনিটিজ সামিট'-এ ঘোষণাগুলো দেওয়া হয়। সেখানে বলা হয়, সাব গ্রুপে অর্থ পরিশোধ কিংবা বিনা মূল্যে যোগ দেওয়ার সুবিধা দিতে পারবেন অ্যাডমিনরা। এতে গ্রুপের সদস্যরা ভিন্ন ভিন্ন বিষয়ে আলোচনা করতে পারবেন।তবে নিয়ন্ত্রণ কম থাকায় গ্রুপগুলোর মাধ্যমে ফেসবুকে সবচেয়ে বেশি মিথ্যা তথ্য ছড়ায় বলে গবেষক ও আইনপ্রণেতারা বলেন। এ নিয়ে বেশ চাপের মুখে ছিল ফেসবুক। ফেসবুক বলেছে, গ্রুপে দৃশ্যমান পরিবর্তন আনার সুযোগ পাবেন অ্যাডমিনরা। আর সদস্যরা ভালো পোস্টের জন্য 'কমিউনিটি অ্যাওয়ার্ড' দিতে পারবেন। আবার পেজ ও গ্রুপের সেরা সুবিধাগুলো এক করার ব্যাপারেও ইঙ্গিত এসেছে। তখন পেজ অ্যাডমিনরাও গ্রুপের মতো সুবিধা পাবেন। তবে সেটি এখনো পরীক্ষার প্রাথমিক পর্যায়ে আছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।আমাদের আজকের আর্টিকেলটি করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর্টিকেল সম্পর্কিত কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে সেটা কমেন্ট এর মাধ্যমে জানা যায় একদমই ভুলবেন না। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। উপরোক্ত সম্পূর্ণ তথ্য আমরা যেখান থেকে পেয়েছি তার নিচে দেওয়া হল। সূত্রঃ ইন্টারনেট থেকে উপরোক্ত তথ্য সংগৃহীত। The post নতুন আপডেট: ফেসবুক গ্রুপ থেকে অর্থ উপার্জন appeared first on Trickbd.com. |
৬ মাসের জন্য Premium SEED4 VPN Posted: সবাই কেমন আছেন আশাকরি ভালো আছেন, আপনাদের দোয়া/আশির্বাদ এ আমিও ভালো আছি, কি ভাবে ৬ মাসের জন্য SEED4 Vpn Premium Accounts Premium Features কি কি যেনে নেই, . Unblock websites একন কি ভাবে একাউন্ট তৈরি করবেন, চলেন যেনে নেওয়া যাক ☞প্রথমে এই লিংক এ ক্লিক করুন Link ☞ অ্যাপ এ Log In করে ব্রাউজ করতে থাকুন পোস্ট টি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, The post ৬ মাসের জন্য Premium SEED4 VPN appeared first on Trickbd.com. |
প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই : শিক্ষামন্ত্রী Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। খুবই চমৎকার এবং দুর্দান্ত একটি নিউজ পাবলিশ করা হয়েছে। সত্যিকার অর্থে নিউজটি আমাদের সকলের কাছে প্রায় ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন নিউজ সম্পর্কে বিস্তারিত এখনি জেনে নিই। ২০২১ ইং এসএসসি ও সমমান এর পরীক্ষায় কোনো ভাবেই প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। এই কথা শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলে জানিয়েছেন।শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি আরো বলেছেন, যারা গুজব ছড়াবে বা প্রশ্নপত্র ফাঁসে এর জন্য অপচেষ্টা করবে,ঠিক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, প্রশ্নপত্র ফাঁস করে যারা আমাদের সন্তানদের ভবিষৎ নষ্ট করার চেষ্টা করবে তাদের ছাড় দেয়া হবে না। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অপচেষ্টা নিয়ন্ত্রণ বরাবরের মতো আছে ও থাকবে। কত তারিখে ও কোথায়ঃ ১৪ তারিখ রবিবার শিক্ষামন্ত্রী রাজধানী এর “মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়” সেখানে পরীক্ষাকেন্দ্রিক পরিদর্শন শেষ করে সাংবাদিকের কাছে এই তথ্য শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি জানান। কোনো লোকের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি অভিভাবকদের বলেছেন, আপনার সন্তানরা কোনোভাবেইে যেন গুজবে কান না দেয়, সে বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেন, এবারের এসএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার কথা বিবেচনায় রেখে এবং যাতে যথাযথ স্বাস্থ্যবিধি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে সে বিষয়ে সব ব্যবস্থা রাখা হয়েছে। শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে আজকের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি আরো বলেন, 'বর্তমানে দেশে করোনা পরিস্থিতি সহনশীল আছে। তাই, আগামী বছর ২০২২ সালের এসএসসি পরীক্ষা যথাসময়ে হয়তো নিয়ে যেতে পারবো না, তবে এবার যত দেরিতে পরীক্ষা শুরু হয়েছে, সেই সময়সীমা কমিয়ে আনা যেতে পারে। কারণ, শিক্ষার্থীদের সিলেবাস কমপ্লিট করার সময় দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপরোক্ত আলোচনায় আমাদের আজকের এই ছোট্ট আর্টিকেল এ পর্যন্তই। আর্টিকেলটি এখনি আপনার বন্ধু বান্ধবীদের ও আত্মীয়স্বজনের কাছে শেয়ার করে দিন। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আবার অন্য কোন আর্টিকেলে, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। The post প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই : শিক্ষামন্ত্রী appeared first on Trickbd.com. |
গ্রামীণফোনে চালু হলো ফ্রি ফেসবুক, মেসেন্জার ও ডিসকভার [বিস্তারিত ধারণা] Posted: আসসালামু আলাইকুম,বন্ধুরা।সবাই কেমন আছো¿আশা করি সবাই ভালো আছো।তোমাদেরকে ট্রিকবিডিতে স্বাগত জানাই।আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি ট্রিক। আপনারা অনেকেই ইদানিং শুনে আসছেন যে ফেসবুক নাকি গ্রামীণফোনে ফ্রি চলছে।আজ্ঞে,হ্যাঁ।আপনি ঠিকই শুনেছেন।এখন আমি আপনাকে এই বিষয়েই বলতে যাচ্ছি।তো বন্ধুরা বেশি কথা না বলে শুরু করা যাক। মোবাইলের ইন্টারনেট প্যাক শেষ হলেও প্রিয়জনদের সাথে যোগাযোগ অব্যহত থাকবে এই নতুন সুবিধার কল্যাণে।নতুন এই সংযুক্তির ফলে ফেসবুক এর প্যারেন্ট কোম্পানি, মেটা'র সাথে পার্টনারশিপে ফ্রি "টেক্সট-অনলি ফেসবুক (text Only Facebook)" ও "ডিসকভার" ফিচার চালু করেছে গ্রামীণফোন।কানেকটিভিটি,সহজলভ্যতা ও দেশের ডিজিটাল প্রযুক্তির প্রতি মানুষের ইচ্ছা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার প্রসারে কাজ করবে গ্রামীণফোন।আর,তাই এই ব্যবস্থা চালু করেছে গ্রামীণফোন। এটি এমন একটি সেবা যার মাধ্যমে ইন্টারনেটের বেশ কিছু সুবিধা বিনামূল্যে গ্রহণ করা যাবে।নতুন এই সেবার আওতায় রয়েছে- ডিসকভার মূলত ফেসবুকেরই আরেকটি ফিচার।ডিসকভার ফিচারটি ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড অ্যাপ বা এছাড়াও এসব প্রোডাক্টের মাধ্যমে গ্রামীনফোন গ্রাহকগণ প্রয়োজনীয় রিসোর্স, যেমনঃশিক্ষামূলক সাইট, শিক্ষা বিষয়ক তথ্য, চাকরির খবর,ইত্যাদি সুবিধা উপভোগ করতে পারবেন।দেশের সকল স্তরের মানুষের কাছে ডিজিটাল সুবিধা পোঁছে দিতে অনেক আগে থেকে বদ্ধপরিকর গ্রামীণফোন। টেক্সট অনলি ফেসবুক কি?মেটা'র সাথে যৌথ উদ্যোগে চালু হওয়া গ্রামীণফোনের ফ্রি টেক্সট অনলি ফেসবুক কি?এই "টেক্সট অনলি ফেসবুক" সেবাটির মাধ্যমে দেশে থাকা বিশাল একটি সংখ্যার ফেসবুক ইউজার উপকৃত হবে।এখন থেকে বিনামূল্যে অর্থাৎ কোনো ডাটা ব্যালেন্স ছাড়া ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন সকল গ্রামীণফোন ব্যবহারকারীগণ। এই ফ্রি ফেসবুক ও মেসেঞ্জারের ক্ষেত্রে কোনো ধরনের ছবি বা ভিডিও দেখা যাবেনা, বরং শুধুমাত্র টেক্সট অর্থাৎ লেখা দেখা যাবে।সিমে থাকা ডাটা ও পে অ্যাজ ইউ গো কোটা শেষ হওয়ার পর ব্যবহার করা যাবে এই ফ্রি ফেসবুক সুবিধা। ফ্রি টেক্সট অনলি ফেসবুক ব্যবহারের এই ফিচারটির নাম হবে ফেসবুক অটোফ্লেক্স (Facebook AutoFlex)।অন্যদিকে ডিসকভার অ্যাপের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ব্যবহার করা যাবে ছবি বা ভিডিও ছাড়া। তো বন্ধুরা,এখন আমি আপনাদের বললাম যে,গ্রামীণফোনের এই ডিসকভার ও ফ্রি ফেসবুক সেবাটি সম্পর্কে।এর পরের পোস্টে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে,কিভাবে এই সেবাটি আপনি ব্যবহার করবেন।তো বন্ধুরা যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা এখন এ পর্যন্তই।এরপরের পোস্টে আবার দেখা হবে।ততক্ষণ সবাই ভালো থাকবেন,সুস্থ্য থাকবেন আর ট্রিকবিডি এর পাশেই থাকবেন। The post গ্রামীণফোনে চালু হলো ফ্রি ফেসবুক, মেসেন্জার ও ডিসকভার [বিস্তারিত ধারণা] appeared first on Trickbd.com. |
ছবি Edit করার অসাধারণ একটি অ্যাপস Polarr Mod version। Posted: আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম পরীক্ষার কারণে নতুন কিছু দিতে পারিনি আশা করছি প্রতিদিন কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবো। তো আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ছবি edit করার সুন্দর একটা অ্যাপস। যা তা অনেক কিছু আছে আপনার অনেক সুন্দর সুন্দর ছবি eidt করতে পরাবেন তো কি কি থাকছে একটু দেখি।
Light Highlights Effects Fringing তো কিছু screenshort দেখে আসি এখন আপনি গ্যালারি থেকে থেকে ও ছবি নিতে পারবেন All Tools দেখতেই পাচ্ছেন কত কিছু আসে এই অ্যাপস দিয়ে তো লেখায় যদি কোন ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
The post ছবি Edit করার অসাধারণ একটি অ্যাপস Polarr Mod version। appeared first on Trickbd.com. |
। ভোট দেওয়ার জন্য ভোটার নং বাহির করুন অনলাইনে। Posted:
The post । ভোট দেওয়ার জন্য ভোটার নং বাহির করুন অনলাইনে। appeared first on Trickbd.com. |
দুল্কার সালমানের নতুন ব্লকবাস্টার মুভি Kurup রিভিউ + লিংক (হিন্দি ডাবড) Posted: Movie name : Kurup(2021)Genre : Thriller/mysteryImdb : 8.7/10P.R : 8.5/10প্রথমেই বলে দেই মুভিটি হল প্রিন্টের সাথে অফিসিয়াল ডাবিং তবে ডাবিং কোয়ালিটি ভালো–It’s a pure classical thrillerগ্যাংস্টার থ্রিলার মুভির মতো একটু পরপরই ফাইট সিন নাই। এবং সবচেয়ে বড় কথা এইটা বায়োগ্রাফিকাল সিনেমা।কিন্তু পুরো মুভিটা দেখার পর আমার মুখ থেকে জাস্ট একটা কথাই হয়েছে “দুর্দান্ত”মুভির শুরুতে কুরুপ চরিত্রটি বিল্ড আপ হতে কিছুটা সময় নিয়েছে।কিন্তু কিছু সময় পর থেকেই খেলা শুরু।মুভির ২য় হাফ তো চরম ;বিশেষ করে Climax!!! হল প্রিন্ট দেখেছি তাই – এর থেকে বেশি বলা ঠিক হবেনা।★★তবে আমার কিছু বিষয় ভালো লেগেছে। তা তুলে ধরলামঃ–1. No glorification of Kurup….. কুরুপ চরিত্রকে বড় করে দেখানো হয় নাই, অর্থাৎ সে ক্রিমিনাল মানে ক্রিমিনাল….2. মুভির bgm অন্য লেভেলের ছিল….3. ক্রিমিনাল চরিত্রে দুলকার সালমান ছিল দুর্দান্ত ।আর শাইন টম চ্যাকোর কথা কি বলব – জাস্ট আগুনে অভিনয়…4. Story telling ভালো ছিল…..5. মুভিটির প্রথম দিনের কালেকশন ২৩ কোটি রুপিLink: Click HereScreenshotThe post দুল্কার সালমানের নতুন ব্লকবাস্টার মুভি Kurup রিভিউ + লিংক (হিন্দি ডাবড) appeared first on Trickbd.com. |
ইন্টারনেট বিল আগের সিদ্ধান্ত থেকে সরে এলো বিটিআরসি Posted: ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি। আগের সিদ্ধান্ত অনুযায়ী টানা তিনদিন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ থাকলে গ্রাহকদের বিল দিতে হবে না। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটাকে ১৫ দিন করা হয়েছে। অর্থাৎ টানা ১৫ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ থাকলে গ্রাহকদের বিল দিতে হবে না। সম্প্রতি বিটিআরসি ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) জাগো নিউজকে তিনি বলেন, একসময় নিয়ম ছিল টানা ২১ দিন ব্রডব্যান্ড সেবা বন্ধ থাকলে গ্রাহকদের বিল দিতে হবে না। কিন্তু বিটিআরসি বাস্তবতা অনুধাবন না করেই এবং আমাদের সঙ্গে বৈঠক না করেই সেটাকে তিনদিনে নামিয়ে আনে। এরপর আমরা তাদের সঙ্গে বৈঠক করে বলি কোনো জায়গায় আন্ডার গ্রাউন্ড লাইন কাটা গেল, এমটিপিএন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলো- তখন আমরা ওখানে (বিটিআরসিকে) বিল দেবো না, এটাও নিশ্চিত করতে হবে। তারপর অনেক এলাকায় বিভিন্ন সংস্থা ক্যাবল কেটে দেয়, ফাইবার অপটিক্যাল লাইন কেটে দেয়; তখন একদিনের মধ্যে তা সমাধান করে দিবে এর গ্যারান্টি চাই বিটিআরসির কাছে। বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের বাস্তবতা অনুধাবনের অনুরোধ জানাই। এর প্রেক্ষিতে বিটিআরসি এই সিদ্ধান্ত নেয়। এর আগে বিটিআরসি গত ৫ অক্টোবর গণমাধ্যমগুলোতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, একদিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মোট বিলের ৫০ ভাগ নিতে পারবে সেবাদাতা প্রতিষ্ঠান। দুদিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মোট বিলের ২৫ ভাগ নেওয়া যাবে। আর টানা তিনদিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে ওই মাসের কোনও মাসিক বিল গ্রাহকের কাছ থেকে নেওয়া যাবে না। তবে পুরনো নিয়ম সংশোধন করে নতুন নির্দেশনায় বলা হয়েছে, টানা পাঁচদিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মোট বিলের ৫০ ভাগ নিতে পারবে সেবাদাতা প্রতিষ্ঠান। আর টানা ১০ দিন ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মোট বিলের ২৫ ভাগ নেওয়া যাবে। এছাড়া টানা ১৫ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ থাকলে গ্রাহকদের বিল দিতে হবে না। গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন নির্দেশনা বিটিআরসি দিতে পারে না বিটিআরসির নতুন এই সিদ্ধান্তের পর বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেছেন, গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন নির্দেশনা বিটিআরসি দিতে পারে না। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, কমিশনের কাজ সবার আগে গ্রাহকের স্বার্থ রক্ষা করা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করা। কিন্তু বিটিআরসি এ নির্দেশনার মাধ্যমে কেবলমাত্র আইএসপি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেছে। এমনকি ভোক্তা অধিকার আইন ২০০৯এর ৪৫ধারা অমান্য করেছে। এই আইনে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করলে এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে। বিটিআরসির এই নির্দেশনায় দীর্ঘদিন ইন্টারনেট-সেবা না থাকলে গ্রাহক যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হলো তার বিপরীতে গ্রাহককে ক্ষতিপূরণ কিংবা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কারণ দর্শানো জরিমানা করার কোনো নির্দেশনা নেই। এ সকল নির্দেশনা কেবলমাত্র লোক দেখানো এবং হাস্যকর বটে। তিনি আরও বলেন, মোবাইল ফোন অপারেটরদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বা কলড্রপ হলে সেক্ষেত্রে আইটিইউ (ইন্টার ন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন) এমনকি বিটিআরসির গাইডলাইনে বলা আছে, দুই শতাংশের বেশি কলড্রপ করা যাবে না। এর অতিরিক্ত হলে গ্রাহককে ক্ষতিপূরণ দিতে হবে। ২০১৮ সালে আমাদের রিটের ভিত্তিতে হাইকোর্ট নির্দেশনা প্রদান করেছেন কলড্রপ বা সংযোগ বিচ্ছিন্ন হলে তার ক্ষতিপূরণ গ্রাহককে দিতে হবে। এ সকল আইন ও নির্দেশনা থাকা সত্ত্বেও কমিশনের এসকল নির্দেশনা টেলিকম সেক্টরে আরও বিশৃংখলা সৃষ্টি করবে। বিবৃতিতে আরও বলা হয়, আশা করছি বিটিআরসি এ সকল নির্দেশনা প্রত্যাহার করে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার কোয়ালিটি অব সার্ভিস নির্ধারণ করে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করবে। ![]() যে নীতিমালায় গ্রাহকস্বার্থ রক্ষা হবে, পাশাপাশি অপারেটররা জবাবদিহিতামূলক সেবা প্রদান করতে বাধ্য থাকবে। The post ইন্টারনেট বিল আগের সিদ্ধান্ত থেকে সরে এলো বিটিআরসি appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments