দারাজ এ শুরু হয়েছে ১১.১১ ক্যাম্পেইন, ক্যাম্পেইন এ অংশ গ্রহণ করে জিতে নিন ১ টাকায় মোবাইল ফোন, ল্যাপটপ, মোটর সাইকেল সহ আরো অনেক কিছু! |
- দারাজ এ শুরু হয়েছে ১১.১১ ক্যাম্পেইন, ক্যাম্পেইন এ অংশ গ্রহণ করে জিতে নিন ১ টাকায় মোবাইল ফোন, ল্যাপটপ, মোটর সাইকেল সহ আরো অনেক কিছু!
- বাংলা কন্টেন্ট/আর্টিকেল লিখে আয় করার জনপ্রিয় ৪টি সাইট
- বিকাশের মাধ্যমে যেকোনো মোবাইল নাম্বারে রিচার্জ করে এখনই ৩০% ক্যাশব্যাক নিয়ে নিন
- নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার মুনাফা লাভ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার পর বিরূপ এক পরিস্থিতির মুখে পড়লেন মো. জাকারিয়া।
- ফ্রিতে ইউটিউব সাবস্ক্রাইবার, ফেসবুক, টুইটার, টিকটক লাইক, ফলোয়ার নিন | ওয়েবসাইট ভিজিটর | ১০০% রিয়েল
- সাউথ ইন্ডাস্ট্রির বিগেস্ট ব্লকবাস্টার মুভি Jai Bhim মুভির রিভিউ + লিংক
- Gp-Robi তে ১ পয়সা সেকেন্ড Call রেট এবং Airtel এ ৪৮ পয়সা মিনিট স্পেশাল কল রেট এ কথা বলুন সবাই কোনো ধরনের Recharge ছাড়াই,.!!
Posted:
ছাড়া ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন একটি প্রোডাক্ট লাইভ হবে ১ টাকায় কিনার জন্য এবং পরের দিন তাদের একটি কুইজে অংশগ্রহণ করার জন্য এসএমএস পাঠানো হবে। কাস্টমার শুধুমাত্র দারাজ অ্যাপের মাধ্যমে এই অফারটি উপভোগ করতে পারবে এবং তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট কিনতে পারবেন ১ টাকার ক্যাম্পেইন পেজ থেকে। ভাগ্যবান বিজয়ীদের পুরষ্কার নির্ভর করবে তারা ১ টাকায় যা ক্রয় করেছেন তার উপর। সাথে খুশির একটি খবর হচ্ছে আপনি যদি বিজয়ী না হন তো ১ টাকার প্রোডাক্ট কিনার জন্য যে ১ টাকা পেমেন্ট করবেন সে ১ টাকা পরে ব্যাক পেয়ে যাবেন। এই ক্যাম্পেইনে থাকবে বিভিন্ন পণ্যে আকর্ষনীয় ফ্ল্যাশ সেল, মেগা ডিল, বেস্ট প্রাইস ডিল, প্রি-পেমেন্ট ডিসকাউন্ট ভাউচার, আই লাভ ভাউচার, হ্যাপি আওয়ার ভাউচার, গ্লোবাল প্রোডাক্ট সেল সহ বিভিন্ন সেরা অফার। এছাড়া ৪৯৯ টাকার ডিল, ৯৯৯ টাকার ডিল এবং ১৪৯৯ টাকার ডিলের মতো বেস্ট প্রাইস। আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রী, ফ্রী গিফট ও কম্বো বান্ডেলের মত লোভণীয় উপহার অনলাইন পেমেন্ট মেথডের মাধ্যমেও ক্রেতারা উপভোগ করতে পারবেন নিশ্চিত ছাড়। মোবাইল ব্যাংকিং মেথড বিকাশ অনলাইন পেমেন্ট -এর মাধ্যমে শপিং করলে ইন্সট্যান্ট ক্যাশব্যাক ছাড়াও দারাজের পেমেন্ট পার্টনার ব্যাংকের মাধ্যমে প্রিপেমেন্টে থাকছে বাড়তি ডিসকাউন্ট অফার। এমনকি বাজেট স্বল্পতায় এসব ব্যাংকের মাধ্যমে মাসিক কিস্তিতে ০% (ইন্টারেস্ট বিহীন) ইএমআই ব্যবস্থায় থাকছে পছন্দের পণ্য কেনার সহজ সুযোগ- যাতে থাকবে না কোন হিডেন চার্জ। প্রতিদিন বিভিন্ন ধরনের অফার পেতে চোক রাখুব Daraz অ্যাপ এ
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিনবাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post দারাজ এ শুরু হয়েছে ১১.১১ ক্যাম্পেইন, ক্যাম্পেইন এ অংশ গ্রহণ করে জিতে নিন ১ টাকায় মোবাইল ফোন, ল্যাপটপ, মোটর সাইকেল সহ আরো অনেক কিছু! appeared first on Trickbd.com. |
বাংলা কন্টেন্ট/আর্টিকেল লিখে আয় করার জনপ্রিয় ৪টি সাইট Posted: 02 Nov 2021 09:03 PM PDT আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমার ১ম পোস্টে সবাইকে শুভেচ্ছা জানাই।আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। অনেকেই কন্টেন্টের টাইটেল দেখেই বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে কথা বলব। আমাদের মধ্যে অনেকেই আছি যারা খুব ভালো আর্টিকেল কিংবা কন্টেন্ট লিখতে অভিজ্ঞ। আর আপনি আপনার এই কাঙ্খিত প্রতিভাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে চান। তাহলে আপনার জন্য এই আর্টিকেলটি উপকারে আসবে। তো আজকের আর্টিকেলে আমি যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তা হলো কন্টেন্ট বা আর্টিকেল লিখে ইনকাম করার ৪ টি সেরা ওয়েবসাইট।আশা করি সবাই মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়বেন। ১. ট্রিকবিডি.কম (TrickBD.com)বাংলাদেশের কয়েকটি অন্যতম ফোরাম সাইটের মধ্যে অন্যতম হলো ট্রিকবিডি.কম ।এখানে আপনারা বিভিন্ন ক্যাটেগরিতে বিভিন্ন টিপস ও ট্রিকস পাবেন।এই সাইটে আপনারা বিভিন্ন ক্যাটেগরিতে আর্টিকেল লিখে খুব সহজে আয় করতে পারবেন।প্রথমে সাইটে একটা আর্টিকেল লেখতে হবে।তারপর আপনার লেখাটি পেন্ডিং থাকবে।লেখাটি পাবলিশ করার জন্য আপনাকে ট্রিকবিডি সাপোর্ট টিমকে মেইল (support@trickbd.com)করতে হবে।তারা আপনার লেখাটি পর্যালোচনা করে দেখবে।যদি আপনার লেখাটি ট্রিকবিডির নীতিমালাকে (নীতিমালা সাইটে দেওয়া আছে) অনুসরণ করে লেখা হয় তাহলে তারা আপনার লেখাকে পাবলিশ করবে। এবং আপনার অ্যাকাউন্টে লেখার মান অনুযায়ী নির্দিষ্ট পরিমান টাকা যোগ হয়ে যাবে। ![]() ২.জেআইটি.কম.বিডি (jit.com.bd)বাংলা কন্টেন্ট বা আর্টিকেল লিখে ভালো টাকা আয় করতে চাইলে এই সাইটটি অর্থাৎ জেআইটি.কম.বিডি আপনার জন্য অনেকাংশে ভালো হবে।এখানেও আপনি বিভিন্ন ক্যাটেগরিতে আর্টিকেল লিখতে পারবেন। এই সাইটে আপনি যত বড় ও কপি-পেস্ট মুক্ত আর্টিকেল লিখবেন তার মান অনুযায়ী আপনি টাকা পাবেন।আপনার আর্টিকেলটি অবশ্যই কমপক্ষে ৫০০ শব্দের হতে হবে।আর্টিকেলটি লেখার পর আপনার আর্টিকেলটি জেআইটি দেখবে।যদি ভালো হয় তাহলে আপনার লেখাটি তারা পাবলিশ করবে।তারা প্রতি আর্টিকেলে ৮-১০০ টাকা দিয়ে থাকে।এছাড়াও আপনি রেফার করেও এই সাইট থেকে আয় করতে পারবেন।প্রতি রেফারে আপনি পাবেন রেফারকৃত ব্যাক্তির ইনকাম থেকে ২০% কমিশন।এছাড়াও আপনার প্রকাশিত আর্টিকেলে প্রতিটি ভ্যালিড ভিউতে ৪০ পয়সা করে পাবেন।মানে আপনার আর্টিকেলে যদি ১০০ টি ভ্যালিড ভিউ থাকে তাহলে আপনি পাবেন ৪০ টাকা। ![]() জেআইটিতে প্রবেশ করতে এখানে ক্লিক করেন ৩.গ্রাথোর.কম(Grathor.com)বাংলায় আর্টিকেল লিখে আয় করার মতো সাইটগুলোর মধ্যে গ্রাথোর বেশ জনপ্রিয়। গ্রাথোর বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইটের মধ্যে অন্যতম। গ্রাথোর আপনার লেখা আর্টিকেলের মান অনুযায়ী টাকা দিবে। আর্টিকেল কপি-পেস্ট মুক্ত হলে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। প্রতিটি আর্টিকেলে অবশ্যই স্বর্বনিম্ন ৫০০ শব্দের হতে হবে।এখানে আর্টিকেল লেখা ছাড়াও রেফার করে টাকা আয় করতে পারবেন। গ্রাথোরেও বিভিন্ন টপিকের উপর কনটেন্ট লেখা যায়। গ্রাথোরে আর্টিকেল প্রতি আপনি ৮ থেকে ৫০ টাকা আয় করতে পারবেন। তবে ভিআইপি মেম্বার হলে ১০ থেকে ১০০ টাকা পাবেন। এছাড়া প্রতিদিন ভিজিট করার জন্য,আর্টিকেল পড়ে, শেয়ার করে, বিভিন্ন টাস্ক পূরণ করেও আয় করতে পারবেন।এছাড়াও আপনার লেখা আর্টিকেল কোনো ভিজিটরস ভিউ করলেও আপনার একাউন্টে টাকা যোগ হবে। তাছাড়া রেফার করেও গ্রাথোর থেকে টাকা আয় করতে পারবেন। প্রতি রেফারে আপনি পাবেন ১০০ টাকা। ![]() গ্রাথোরে প্রবেশ করতে এখানে ক্লিক করেন ৪.অর্ডিনারি আইটি.কম(Ordinaryit.com)অন্যান্য কন্টেন্ট রাইটিং সাইটগুলোর চেয়ে অর্ডিনারি আইটি একটু আলাদা। ইতিমধ্যে আমি যে ৩ টি সাইটের কথা বললাম উপরোক্ত সবগুলো সাইটের কাজ ছিল কন্ট্রাক্ট(contract) ভিত্তিক, কিন্তু অর্ডিনারি আইটিতে আর্টিকেলে লেখার কাজটি হলো মূলত একটা ফ্রিল্যান্সিং জব। অর্ডিনারি আইটিতে আপনি ভালোমানের আর্টিকেল লিখে প্রতিমাসে ৩০০০-৮০০০ টাকা বেতনে কাজ করতে পারবেন। তবে অর্ডিনারি আইটিতে কাজ করতে হলে আপনাকে অনেক দক্ষতা অর্জন করতে হবে। আপনাকে এ বিষয়ে দক্ষ করতে সাইট থেকে আপনাকে ৭ দিনের একটি কোর্স করাবে (এই কোর্সটি বাধ্যতামূলক), তবে আপনি ইচ্ছা করলে দুই দিনেও কমপ্লিট করতে পারেন। আর এই কোর্সটি করার জন্য আপনাকে ১০৫০ টাকা ফি দিতে হবে। আর আপনি প্রথম মাসের বেতনের সাথে কোর্স ফি ফেরত পাবেন। অর্ডিনারি আইটিতে প্রতি ৭ দিনে আপনাকে ১৪টি আর্টিকেল জমা দিতে হবে। আপনি বাংলাদেশের যেকোনো জায়গা থেকে ফ্রিল্যান্সিং জবটি করতে পারবেন। অর্ডিনারি আইটিতে কনটেন্ট রাইটিং ফ্রিল্যান্সিং জব সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন তাদের ওয়েবসাইটে। ![]() অর্ডিনারি আইটিতে প্রবেশ করতে এখানে ক্লিক করেন শেষকথাআশা করছি সবাই লেখাগুলো বুঝতে পেরেছেন।যেহেতু এটা আমার ১ম আর্টিকেল সেহেতু যদি আমার কোনো ভুল-ভ্রান্তি হয় তাহলে ক্ষমা করে দিবেন।আর যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন।আমি খুব শীঘ্রই উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই,সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।আবারও কোনো এক সময় হাজির হয়ে যাব আপনাদের কাছে অন্যকিছু ট্রিকস-টিপস নিয়ে। প্রিয় বন্ধুরা,যদি একটু সময় পান তাহলে আমার সাইটটা ভিজিট করে আসবেন।সেখানেও আপনারা নিত্য-নতুন টিপস ও ট্রিকস পাবেন। AllTrickBD.XyZ – Share And Upgrade Your Knowledge The post বাংলা কন্টেন্ট/আর্টিকেল লিখে আয় করার জনপ্রিয় ৪টি সাইট appeared first on Trickbd.com. |
বিকাশের মাধ্যমে যেকোনো মোবাইল নাম্বারে রিচার্জ করে এখনই ৩০% ক্যাশব্যাক নিয়ে নিন Posted: গ্রাহকরা বিকাশ অ্যাপের মাধ্যমে যেকোনো নম্বরে ৬০ টাকার মোবাইল রিচার্জে ৩০% ক্যাশব্যাক পাবেন। অফারটি বিকাশের সকল গ্রাহকরা পাবেন সকল গ্রাহক USSD কোড *247# ডায়াল করার মাধ্যমে নিজের নম্বরে একই পরিমাণ মোবাইল রিচার্জে ৫% ক্যাশব্যাক পাবেন। অফার ৭ নভেম্বর পর্যন্ত চলবে। ক্যাম্পেইন চলাকালীন, একজন গ্রাহক এই অফারগুলোর প্রতিটি একবারই পাবেন – অ্যাপের মাধ্যমে ৩০% ক্যাশব্যাক এবং USSD-এর মাধ্যমে ৫% ক্যাশব্যাক৷ মোবাইল রিচার্জের পরবর্তী কার্যদিবসের মধ্যে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে ক্যাশব্যাক পাঠানো হবে।
বর্তমানে বিকাশের মাধ্যমে বিপুল সংখ্যক গ্রাহক তাদের নিজের বা আত্মীয়স্বজনের মোবাইল ব্যালেন্স রিচার্জ করে নিরবচ্ছিন্ন সেবা উপভোগ করছেন। অবশ্যই পড়ুনঃ ফুডপ্যান্ডায় বিকাশ দিয়ে পেমেন্ট করে ৩০০ টাকা ডিসকাউন্ট পান (অফারটি সীমিত) সমস্ত মোবাইল অপারেটরের গ্রাহকরা – গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল এবং টেলিটক যে কোনও জায়গা থেকে বিকাশ ব্যবহার করে টক-টাইম এবং ডেটা রিচার্জ করতে পারবেন 24/7 । কীভাবে রিচার্জ করবেন?আপনার ফোনে ইনস্টল থাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করুন। অ্যাকাউন্ট খোলা না থাকলে আপনাকে বিকাশ অ্যাপটি ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পর ওপেন করতে হবে। এরপর Mobile Recharge অপশনে ক্লিক করে আপনার নিজের নাম্বার অথবা আত্মীয়স্বজন কারোর নাম্বার টাইপ করতে হবে।
এরপর আপনাকে টাকার পরিমাণ সিলেক্ট করতে হবে।
এখন পরের ধাপে গিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি দিতে হবে।
পিন দেওয়ার পর আপনাকে Tap and hold to Mobile Recharge লেখায় ক্লিক করে লং প্রেস করতে হবে।
নোটঃ The post বিকাশের মাধ্যমে যেকোনো মোবাইল নাম্বারে রিচার্জ করে এখনই ৩০% ক্যাশব্যাক নিয়ে নিন appeared first on Trickbd.com. |
নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার মুনাফা লাভ। Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আমি আল্লাহর রহমতে ভালোই আছি । আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা । তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করি আমার এই পোস্ট থেকে সবাই উপকৃত হবেন। আমাদের আজকের টপিক হচ্ছে ![]() বর্তমানে নগদ মোবাইল ব্যাংকিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর কেনই বা হবে না৷ নগদে বিভিন্ন সুবিধার সাথে সাথে তারা দিচ্ছে প্রতি বছরে মুনাফার সুবিধা মানে। আপনি নগদে যে পরিমাণ টাকা রাখবেন তা থেকে আপনি প্রতি মাসে মুনাফা পাবেন। তো অনেকেই জানেন না যে এই মুনাফা আসলে কিভাবে হিসাব করে? এটি কি প্রতি বছরে দেয় নাকি প্রতি মাসে? এবিষয়ে আজ আপনাদের বিস্তারিত বলব। তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই নগদে একাউন্ট খোলার সময় মুনাফার অপশনটি হ্যা করে দিতে হবে। কত টাকা রাখলে কত মুনাফা পাবেননগদে আপনার টাকার পরিমানের উপর মুনাফা পাবেন যেমন ০ থেকে ১০০০.৯৯ টাকা থাকলে মুনাফা ০% ১০০১ টাকা থেকে ৫০০০.৯৯ টাকা থাকলে মুনাফা পাবেন ৫% ৫০০১ টাকা থেকে ৩০০০০০ টাকা থাকলে মুনাফা পাবেন ৭.৫% এটি বাৎসরিক হিসাব কিন্তু তারা আপনার প্রতি মাসের মুনাফা প্রতি মাসে দিবে এখন আসি কিভাবে হিসাব করবেন ধরুন আপনার নগদ একাউন্টে ১০০০০ টাকা আছে তার মানে আপনি প্রতি বছর ৭.৫% পাবেন উপরের পার্সেন্টেজ অনুযায়ী তাহলে ১০০ টাকায় আপনি পাবেন সতকরা ৭.৫ টাকা বছরে এখন ক্লিয়ার ১০ হাজার টাকায় আপনি প্রতি বছর মুনাফা পাবেন ৭৫০ টাকা এখন আপনি প্রতি মাসে কত টাকা পাবেন? ১২ মাসে ৭৫০ টাকা হলে ১ মাসে কত টাকা হবে? (৭৫০÷১২) = ৬২.৫ টাকা মানে ১০ হাজার টাকা আপনার নগদে থাকলে আপনি প্রতি মাসে পাবেন ৬২.৫ টাকা করে মুনাফা এভাবে আপনি যত টাকা রাখবেন উপরের পার্সেন্টেজ অনুযায়ী হিসাব করে আপনাকে প্রতি মাসের মুনাফা প্রতি মাসে দেয়া হবে। The post নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার মুনাফা লাভ। appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আমি আল্লাহর রহমতে ভালোই আছি । আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা । তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করি আমার এই পোস্ট থেকে সবাই উপকৃত হবেন। আমাদের আজকের টপিক হচ্ছে তিনি বলেছেন, একটি কোচিং সেন্টার তাকে তাদের শিক্ষার্থী হিসেবে পরিচয় করিয়ে দিতে জোর করে নিতে চেয়েছিল, রাজি না হওয়ায় শারীরিক আঘাতও করে। অভিযোগের মুখে থাকা কোচিং সেন্টারের কর্ণধার শারীরিক নির্যাতনের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তবে জাকারিয়াকে নিজেদের কোচিংয়ের শিক্ষার্থী দাবি করার বিষয়টি ভুলক্রমে হয়েছে বলে দাবি করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার দুপুরে প্রকাশ করা হয়। এতে ১২০ নম্বরের মধ্যে ১০০ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম স্থান পান ঢাকার ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে উত্তীর্ণ জাকারিয়া। বিকালে এক ফেইসবুক পোস্টে তিনি লেখেন, তিনি যে কোচিং সেন্টারে কোচিং করেছিলেন, সেখানে গেলে অন্য একটি কোচিং সেন্টারের লোকজন তার উপর হামলে পড়ে। জাকারিয়া বলেন, তিনি ফোকাস কোচিং সেন্টারের উত্তরা শাখায় কোচিং করেছিলেন। তিনিসহ উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল কোচিং সেন্টারটির ফার্মগেইট শাখায়। সেখানেই অন্য একটি কোচিং সেন্টারের লোকজন ঢুকে তাকে নিয়ে যেতে চেয়েছিল বলে অভিযোগ করেন তিনি। আমারেও বাইরে নেওয়ার চেষ্টা করল কিন্তু যাইনি। এক পর্যায়ে টানাটানি। তাতেও না নড়ায় এক কালো পান্ডা মাথায় থাপ্পড় দিল।" ফেইসবুক পোস্টে অন্য কোচিং সেন্টারটির নাম না বললেও পরে জাকারিয়া সাংবাদিকদের সঙ্গে কথায় 'আইকন প্লাস' নামে একটি কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযোগ করেন। জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ফোকাসেই কোচিং করেছিলাম। তাৎক্ষণিক সংবর্ধনা ও লাইভ অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানাতে আমি বিকেলে ফোকাসের অফিসে আসি। যেই মাত্র লাইভ শুরু করব, তখন কিছু লোক জোর করে রুমে ঢুকে আমাকে বের করে নিয়ে আসার চেষ্টা করে। তারা আমাকে আইকন প্লাসে কোচিং করেছি স্বীকৃতি দিতে বাধ্য করার চেষ্টা করে। আমি অস্বীকার করলে তারা আমাকে হুমকি-ধমকি ও থাপ্পড় মেরে চলে যায়।" অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইকন প্লাস কোচিং সেন্টারের পরিচালক কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওখানে আমি ছিলাম। বিষয়টা হল ফার্মগেইট বিটিআই ভবনের ছয় তলায় আমাদের অফিস, আর দুই তলায় ফোকাসের অফিস। বিকালে আমরা অফিস থেকে নামার সময় দেখি ওখানে অনেক মানুষের ভিড়। পরে ওখানে গিয়ে দেখি তারা ভেতরে মিটিং করছে, আর স্থানীয় কিছু পোলাপান হৈ-হুল্লোড় করতেছে। পরে আমি সেখান থেকে চলে আসি।" থাপ্পড়ের অভিযোগের বিষয়ে তিনি বলেন, "এধরনের অভিযোগ করতেই পারে। এর সত্যতা আমার জানা নেই।" এদিকে 'খ' ইউনিটের ফল প্রকাশের পর আইকন প্লাস যাত্রাবাড়ী শাখার পরিচালক মোহাম্মদ লিমন এক ফেইসবুক স্ট্যাটাসে দাবি করেন, প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থী তাদের ওখানে কোচিং করেছে। পরে জাকারিয়া তার ফেইসবুকে বিষয়টি শেয়ার করে লেখেন, "হুদাই। আমি একটা ফ্রি ক্লাস করছিলাম। তখন ওরা পরীক্ষা নিছিল। ওখানে ফার্স্ট হইছিলাম। ফ্রি ক্লাস করলেই কোচিং এর ছাত্র হয় এটা জানতাম না।" এবিষয়ে আইকন প্লাসের কামাল বলেন, "ওটা আসলে খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক, আমাদের একজন পরিচালক এটা দাবি করেছিল। কিন্তু আমরা আইকন প্লাসের মূল পেইজ থেকে এটা দাবি করিনি। "আমাদের ভর্তি কোচিং শুরুর আগে আমরা একটা সেশন করেছিলাম, সেখানে সে একদিন ফার্স্ট হয়েছিল এবং পুরস্কার পেয়েছিল। শাখা পরিচালকরা এটা শেয়ার করেছিল। আমরা বলেছি, ওই শিক্ষার্থী যদি স্বীকৃতি না দেয়, তাহলে যেন ফেইসবুক পোস্ট ডিলিট করে দেওয়া হয়।" The post ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার পর বিরূপ এক পরিস্থিতির মুখে পড়লেন মো. জাকারিয়া। appeared first on Trickbd.com. |
ফ্রিতে ইউটিউব সাবস্ক্রাইবার, ফেসবুক, টুইটার, টিকটক লাইক, ফলোয়ার নিন | ওয়েবসাইট ভিজিটর | ১০০% রিয়েল Posted: সবাই আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি দারুণ জিনিস নিয়ে এলাম। বিশেষ করে যারা ইউটিউব এবং ফেসবুক পেজ নিয়ে কাজ করছেন কিন্ত ভিউ, সাবস্ক্রাইবার বা লাইক, ফলোয়ারের অভাবে সফল হতে পারছেননা। আমার আজকের দেখানো সিস্টেমে কাজ করলে আপনারা প্রতিদিন হাজারেরও বেশি লাইক ফলোয়ার নিতে পারবেন এবং সব লাইক ভিউ ফলোয়ার ১০০% রিয়েল; কোনো বট বা অটোমেটিক জেনারেটেড নয়। ড্রপ হওয়ার সম্ভাবনা ০.০১%। এটি আসলে একটি সোশাল মিডিয়া এক্সচেঞ্জ সাইট। তার আগে জেনে নেই আপনি এই সিস্টেমের মাধ্যমে কোন কোন প্রফাইল বা চ্যানেলে লাইক, ফলোয়ার, ভিউ, কমেন্ট, সাবস্ক্রাইবার নিতে পারবেন। – Facebook Likes, Shares, Comments, Video Views # তো চলুন দেখা যাক কিভাবে আপনার প্রফাইল বা চ্যানেলের গ্রোথ বাড়াবেন লাইক, ফলোয়ার, সাবস্ক্রাইবার বাড়ানের মাধ্যমে প্রথমে এই লিংকে গিয়ে একাউন্ট খুলে নিন Sign-up Now অতঃপর একাউন্টে লগইন করুন। এখন আমাদের প্রথম কাজ হবে একাউন্টে পয়েন্ট জমানো। মনে হতে পারে যে এই পয়েন্ট কি কাজে লাগবে? হ্যা এই পয়েন্টের মাধ্যমে অর্থাৎ এই পয়েন্ট খরচ করে আমরা আমাদের প্রফাইলে বা চ্যানেলের লাইক, ফলোয়ার, সাবস্ক্রাইবার নিবো। তো পয়েন্ট জমানোর জন্য আমাদেরকে উপরের ট্যাব থেকে Social Media Exchange এ যেতে হবে। এবার পছন্দ মতো একটি অপশে যান যেমন আমি এখন Twitter Likes অপশনে গেলাম। এবার দেখুন কিভাবে এখানে একটি টুইটার পোস্টে লাইক দিয়ে কয়েন আর্ন করবো। এভাবে যত পারেন কয়েন জমান। এরপর আপনাকে আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল বা যেখানে লাইক, ফলোয়ার, সাবস্ক্রাইবার নিতে চান সেটা এ্যাড করতে হবে। এবার একটু নিচে স্ক্রল করে গিয়ে দেখুন দুটি বক্স আছে। প্রথম Facebook URL লিখা বক্সে আপনার ফেসবুক পেজের লিংক দিন। (এখানে যে সোশাল মিডিয়া প্রফাইলে লাইক ফলোয়ার নিতে চান সেটি শো করবে) দেখুন আপনি কতটি লাইক নিয়েছেন তা এখানে দেখতে পারছেন। আমি কোনো লাইক নেইনি তাই 0 দেখাচ্ছে। এভাবে যেকোনো প্রফাইলে লাইক, ফলোয়ার, সাবস্ক্রাইব নিতে পারবেন। আর এগুলো ড্রপ হবেনা কারন আপনি যেমন আরেকজনের প্রফাইলে লাইক, ফলো দিয়ে পয়েন্ট আর্ন করছেন তারাও তেমনই করছে। সবাই রিয়েল পার্সন। আশা করি সবাই বুঝতে পেরেছেন সকল প্রসেস এবং ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন, সমাধান দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।
The post 🔥 ফ্রিতে ইউটিউব সাবস্ক্রাইবার, ফেসবুক, টুইটার, টিকটক লাইক, ফলোয়ার নিন | ওয়েবসাইট ভিজিটর | ১০০% রিয়েল appeared first on Trickbd.com. |
সাউথ ইন্ডাস্ট্রির বিগেস্ট ব্লকবাস্টার মুভি Jai Bhim মুভির রিভিউ + লিংক Posted: সাউথ ইন্ডাস্ট্রির বিগেস্ট ব্লকবাস্টার মুভি Jai Bhim মুভির রিভিউ + লিংকScreenshot![]() সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাইকিন্তু তার প্রতিফলন কতটুকই বা হচ্ছে!মানুষের মাঝেই জাতি,গোত্র, শ্রেণী বৈষম্য যে কতটা ভয়াবহ হতে সেটা বোধহয় অনেকের কল্পনারও বাইরে।Movie : Jai Bhim (2021)Language : Tamil (Hindi Dubbed)প্লটঃউপরমহল থেকে ঘোষণা আসে যেসব পুলিশ অফিসার দের পেন্ডিংয়ে কোন কেস নেই তাদের প্রমোশন দেওয়া হবে।আর তার ঠিক কিছুদিনের মাঝেই হুট করে সবার পেন্ডিং কেস সলভড হয়ে যেতে থাকে। সবাই রাতারাতি কেসের অপরাধী দের গ্রেফতার করে কেস ক্লোজড করে দিচ্ছে।পুরোটাই যেন একটা জাদু আর এই জাদু সম্ভব হচ্ছে কিছু নিম্নশ্রেণীর মানুষের জন্য, যাদের নেই কোন পরিচয় বা সাহায্য করার লোক..ঠিক এরকমই এক আদিবাসী দলে থাকতো রাজাকান্নু।পেশায় একজন সাপুড়ে।নিজের স্ত্রী সন্তান নিয়ে ভালোই কাটছিলো দিন কিন্তু হঠাৎ গ্রামপ্রধান এর বাড়িতে চুরি হয় আর সেই চুরির ঘটনায় অভিযুক্ত করা হয় রাজাকান্নু কে।পুলিশ রাজাকান্নু কে না পেয়ে তার ভাই, বোন,স্ত্রী কে নিয়ে অত্যাচার শুরু করে থানায়..ব্যাস এখান থেকেই মুল ঘটনা শুরু..ক্ষমতার দাপটে প্রকৃত ন্যায়বিচার কি পাবে আদিবাসী পরিবার নাকি অন্য দের মত তারাও একসময় হারিয়ে যাবে তথাকথিত সিস্টেমের বেড়াজালে সেসব নিয়েই এগিয়ে চলে মুভির প্লট….নিজস্ব মতামতঃপ্রথমেই বলতে হয় কনসেপ্টের কথা।খুব নতুন কিছু না হলেও পরিচালক এমন একটা কনসেপ্ট তুলে ধরেছেন পর্দায় যেটা নিয়ে সবসময়ই আলোচনা হওয়া উচিত।মানুষে মানুষে ভেদাভেদ আর তার রোষানলে সবসময় ক্ষতির সম্মুখীন হয় অসহায় লোকজন।পরিচালক শুরু থেকে শেষ পর্যন্ত এই বৈষম্যের ভয়াবহতা আমাদের কাছে তুলে ধরেছেন কোন রকম বাড়তি কিছু যোগ করা ছাড়াই। একটা অসহায় পরিবার যাদের ভোট দেওয়ার অধিকার টুকু পর্যন্ত নেই তারা যখন সিস্টেম এর বিরুদ্ধে লড়তে যায় সেটা কতটা বেদনাদায়ক বা ভয়াবহ হতে পারে তা প্রত্যেকটা সীনে ফুটিয়ে তুলেছেন পরিচালক আর সাথে সবার অভিনয় সেটা কে করেছে আরও বাস্তবিক।কোর্টরুম ড্রামা সেটাকে আরো উপভোগ্য করে তুলেছে।রানটাইম কিছুটা বেশী হলেও স্ক্রীন প্লে বেশ ভালো ছিলো তাই কোথাও বোরিং লাগে নি।সুরিয়া,প্রকাশ রাজ,রাও রমেশ এর মত অভিনেতা’রা থাকতেও আদিবাসী চরিত্রে যারা ছিলো তারা আলাদা করে নজর কেড়েছে।আর সুরিয়া’র ক্যারিয়ারের আরো একটা দারুণ পারফরম্যান্স ছিলো জয় ভীমে..সবমিলিয়ে তামিল ইন্ডাস্ট্রি থেকে আরও একটা চমৎকার মুভি বলা যায় জয় ভীম কে।একটা সেন্সেটিভ ইস্যুকে পারফেক্ট স্ক্রীনপ্লে আর ইমোশন দিয়ে খুবই দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালকFinal Opinion: Highly RecommendedLink: Click Here
The post সাউথ ইন্ডাস্ট্রির বিগেস্ট ব্লকবাস্টার মুভি Jai Bhim মুভির রিভিউ + লিংক appeared first on Trickbd.com. |
Posted: এখন কোনো ধরনের Recharge ছাড়াই Gp-Robi তে ১ পয়সা সেকেন্ড Call রেট এবং Airtel এ ৪৮ পয়সা মিনিট Call রেট কথা বলুন সবাই যে কোনো নাম্বারে। দিন রাত ২৪ ঘন্টায় কথা বলতে পারবেন। GP সিম
Robi সিম
Airtel সিম
Gp-Robi তে ১ পয়সা এবং Airtel ৪৮ সেকেন্ড Call রেট এর অফারটি নিতে হলে লাগবে! ★Gp সিম এর জন্য MyGp Apps..! আপনার ফোনে MyGp, My Robi, My Airtel অ্যাপ না থাকে তো নিচের লিংক থেকে অ্যাপ ডাউনলোড করে নিন।
Gp সিমে ১ পয়সা স্পেশাল কল রেট.!Mygp অ্যাপ এ ঢুকে প্রথ মে দেখতে পাবেন Get 1 poisha call rate without any recharge তে ক্লিক করে অফারটি চালু করে নিবেন। Robi সিমে ১ পয়সা স্পেশাল কল রেট.!My Robi অ্যাপ ঢুকে Menu তে ক্লিক করে তার পর Voice এ ক্লিক করবে তা পর দেখতে পাবেন Free 1 Paisa call Rate/Sec তা তে ক্লিক করে অফারটি চালু করে নিবেন। Airtel সিমে 48 পয়সা মিনিট স্পেশাল কল রেট.!My Airtel অ্যাপ ঢুকে Menu তে ক্লিক করে তার পর Voice এ ক্লিক করবে তা পর দেখতে পাবেন Free call Rate 48p/min তা তে ক্লিক করে অফারটি চালু করে নিবেন।
নতুন বিকাশ একাউন্ট খুলে ১০০ টাকা বোনাস নিয়ে নিনবাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিনThe post Gp-Robi তে ১ পয়সা সেকেন্ড Call রেট এবং Airtel এ ৪৮ পয়সা মিনিট স্পেশাল কল রেট এ কথা বলুন সবাই কোনো ধরনের Recharge ছাড়াই,.!! appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments