Envato Elements ডাউনলোড [পর্ব 9] |
- Envato Elements ডাউনলোড [পর্ব 9]
- টেলিগ্রামে কিভাবে React & Hyperlink বাটন সহ পোস্ট করবেন ?
- 5 Star BD28 ৬১৯০ টাকায় ৮” ট্যাব
- ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং কি? কেন ওয়েবসাইটের জন্য ডোমেইন-হোষ্টিং প্রয়োজন? (বিস্তারিত)
- কিভাবে ওয়ার্ডপ্রেসে oEmbed Max Width সেট করবেন (২টি সহজ পদ্ধতি)
- প্রথম আলাের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযােগিতা শুরু হয়েছে কুইজ এ অংশ নিয়ে জিতে নিন ১০ লাখ টাকার পুরস্কার!
Envato Elements ডাউনলোড [পর্ব 9] Posted: গতপর্বে মত আজকেও চলে এলাম নতুন কিছু Envato Elements নিয়ে । আশা করি আগের গুলোর মত আজকের ফাইলস গুলোও ভালো লাগবে । তাহলে কথা না বাড়িয়ে ডাউনলোড করা শুরু করা যাক। গতপর্ব দেখতে চাইলে নিচের লিংক থেকে দেখুনঃ
1. Iphone 12 Pro Max Blue3D iPhone, Made with Maya 2013. Rendering in Mentel ray. Fileformat : (maya.mb),(.OBJ),(fbx). iphone 12 pro max,iphone, #Please rate this item# Support me. 2. 3D Phone Screen Mockup![]() 3D iPhone SCREEN MOCKUPS
3. Aabbe – Digital Marketplace WordPress Theme
4. Achilles – Multipurpose Magazine & Blog WordPress ThemeACHILLES is a feature-rich WordPress magazine theme that is fully responsive. ACHILLES comes with a unique megamenu system for beautiful drop-down menus and also the ability to set the featured image of a post to have a parallax effect. ACHILLES comes with a bunch of really handy theme options so that you can configure your website with minimum effort and time. ACHILLES is the perfect combination of power, simplicity, and professional design with tons of powerful features that you can customize according to your brand. Magazine, newspapers, blogs, and even fashion sites will love Achilles! KEY FEATURESACHILLES comes with a lot of powerful options & features that help you build a perfect Magazine News website without touching any code line.
4. Adco – Creative Agency WordPressAdco is a personal, portfolio, and resumes WordPress. It's a creative, minimal, and clean theme. This is the best theme for business, corporate, agencies freelancer, and portfolio websites. This is a fully customizable theme. You can edit each and every part of this theme according to your needs. It looks great with all types of devices (laptops, tablet, and mobiles). FEATURES
5. Advisom | Law Firm WordPress Theme![]() First-ever Law theme with so many unique and well-crafted layouts. Advisom is a WordPress Theme specially designed for Advocate, Legal Advisers, Legal offices, Lawyers, Attorneys, Barristers at Law, Advisoms, justice, Solicitors, and other legal and law-related services also It is an ideal solution for a private attorney website as well as for larger law office websites. Advisom theme has beautiful and unique design that will be best suited for your online web presence. It has 100% responsive design and tested on all major handheld devices. Advisom comes with multiple unique and attractive layout designs and necessary features for your online presence like Services and Service Detail, About Us, Cases and Case Datils and Blog pages etc. Advisom can be a great choice for your online presence. Looking for release your company website ? This template is best choice. Full Features List
এগুলোই ছিলো আজকের মত। আরো অনেক থিম আছে, ইউটিউব অপেনার্স আছে, ইন্ট্রো আছে, আরো অনেক কিছু আছে । আগামীতে আপনার কোনটা লাগবে কমেন্টস করতে পারেন আমি আপলোড করে দেবো । ধন্যবাদ সবাই, আজকের মত বিদায় । আল্লাহ্ হাফেজ । লেখাঃ MH Mamun The post Envato Elements ডাউনলোড [পর্ব 9] appeared first on Trickbd.com. |
টেলিগ্রামে কিভাবে React & Hyperlink বাটন সহ পোস্ট করবেন ? Posted: যেভাবে আপনারা হাইপারলিংক এবং রিয়াক্ট বাটন সহ টেলিগ্রামে মেসেজ অথবা চ্যানেলে পোস্ট করতে পারবেনপ্রথমে টেলিগ্রামে @dooxbot লিখে সার্চ করুন। সার্চ রেজাল্টের প্রথমে যে বট আসবে সেই বটে গিয়ে স্টার্ট লেখায় ক্লিক করুন।
এরপরে English অপশন এ ক্লিক করে আপনার ভাষা নির্বাচন করুন।
এরপরে আপনি যে টেক্সট অর্থ বা ছবির সাথে রিয়াক্ট বাটন যুক্ত করতে চান সেই মেসেজটি সেন্ড করুন।
এরপরে আপনার পোস্টে যে ইমোজি যুক্ত করতে চান সেগুলো সেন্ড করুন
এরপরে পোস্টে ইউআরএল বাটন যুক্ত করতে নিচে ক্লিক করুন
এরপরে আপনার কাঙ্খিত লিংক টি পেস্ট করে সেন্ড করুন এবং তার পরে বাটনে যে লেখাটি দেখাতে চান সেটি সেন্ড করুন।
———————————————————————–
এরপরে পাবলিশ বাটনে ক্লিক করে আপনি যে কোন গ্রুপে চ্যানেলে অথবা যে কাউকে মেসেজটি সেন্ড করতে পারবেন রিয়াক্ট বাটন সহ। নিচের স্ক্রিনশটে দেখুন উদাহরণ। তবে আপনি যদি সরাসরি চ্যানেলে পোস্ট করতে চান তাহলে বটকে আপনার চ্যানেলের এডমিন বানানো লাগবে।
আজকে এ পর্যন্ত। নিচের টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে আপনাদের আমন্ত্রণ থাকলো ।
সবাইকে ধন্যবাদThe post টেলিগ্রামে কিভাবে React & Hyperlink বাটন সহ পোস্ট করবেন ? appeared first on Trickbd.com. |
5 Star BD28 ৬১৯০ টাকায় ৮” ট্যাব Posted: আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি মোবাইল রিভিউ পোস্ট এ তো চলুন বেশি বকবক না করে শুরু করি । হাইলাইটসট্যাবটির নাম হচ্ছে 5star BD28,যেখানে প্যারা বেশি ব্যবহার করা হয়েছে 1 জিবি এবং রম হিসেবে পাবেন 16gb ইন্টার্নাল স্টোরেজ,এবং ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 8 ইঞ্চি এইচডি প্লাস স্ক্রীন । সাথে থাকছে পাওয়ার হিসেবে মিডিয়াটেকের quad-core প্রসেসর যা মোটামুটি চলে আর কি । ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল এবং ফ্রন্টে 2 মেগাপিক্সেল ক্যামেরা সাথে পেয়ে যাচ্ছেন 4000 এমএইচ ব্যাটারি য দিয়ে মোটামুটি এক দিনের মত ব্যাকআপ পেতে পারেন । সবিশেষে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হল এর দাম দাম রাখা হয়েছে মাত্র 6,190 টাকা যদি আপনি আপনাদের এলাকার বাজারে 5 হাজার 700 থেকে 800 টাকায় পেয়ে যাবেন । চলুন এবার বিস্তারিত দেখে নেয়া যাক: ![]() 5 Star BD28 Tab – Specifications CONNECTIVITY Network Type2G, 3G, 4G, Dual SIM, Bluetooth V 5.0 , Wi-fi802.11 a/b/g/n/ac,Wi-Fi Direct, Micro USB 2.0 DESIGN Build MaterialFront Glass, Back Plastic, Plastic FrameColors:BlueStyle DISPLAY Size8 Inches CAMERA Back Camera5 Megapixel SOFTWARE AndroidOperating Version8User InterfaceAndroid GoBrowserHTML5Java Support HARDWARE ChipsetMediatekCPU1.6 GHz Quad-coreGPUMali-400 MP BATTERY Battery TypeLi-Ion (Lithium Ion)Battery Capacity4000 mAh, Non-RemovableFast Charging 10W Fast Charging, StandbyUp to 110 hoursTalk TimeUp to 28 hoursInternet BrowsingUp to 12 hours MEDIA Video PlaybackYesFM Radio YesAlert TypesVibration, RingtonesRing TonesMP3, WAVLoudspeakerYesHandsfree3.5mm Headphone JackOTG NoOtherWireless FM & Auto Call Record View More IN THE BOX এই ট্যাবটি কেনার সময় যা যা পাবেন: দশ ওয়াট এর ফাস্ট চার্জার ও একটি নরমাল কোয়ালিটি এয়ারফোন এবং একটি গ্যারান্টি কার্ড । এখানে কোন ক্লাস বা কোন ব্যাক কভার তারা দেয়নি এটি খুবই হতাশাজনক । পরিশেষে বলব, এই বাজেটে দেশীয় ব্র্যান্ড ফাইভ স্টার আমাদের যা কিছু অফার করেছে তা অন্য কোন ব্র্যান্ড আজও পর্যন্ত করতে পারে নি, যদিও ট্যাবটির কোয়ালিটি একেবারেই নিম্নমানের তবুও একেবারে লো বাজেটে এটি সেরা বলে আমি মনে করি । 1 জিবি র্যাম এবং quad-core প্রসেসর থেকে যেমনটা আশা করা যায় এই ট্যাবটি থেকে তার চেয়ে একটু কম আসা করতে হবে । এ ট্যাবলেটটির পারফরম্যান্স একেবারে ভাল ছিলনা, তবে চলার মতো আরকি। এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ The post 5 Star BD28 ৬১৯০ টাকায় ৮” ট্যাব appeared first on Trickbd.com. |
ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং কি? কেন ওয়েবসাইটের জন্য ডোমেইন-হোষ্টিং প্রয়োজন? (বিস্তারিত) Posted: আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা দারুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো এবং সেটি হলঃ ওয়েবসাইটের ডোমেইন এবং হোস্টিং কি? বা ডোমেইন-হোস্টিং কাকে বলে? কেন ওয়েবসাইটের জন্য ডোমেইন-হোষ্টিং প্রয়োজন হয়। কোন জিনিসের কোন কাজ? এই বিষয়গুলো নিয়ে step-by-step বিস্তারিত আলোচনা করব। মাধ্যমে আপনারা সহজেই ডোমেইন-হোস্টিং সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন সহজেই। একটি ওয়েবসাইটের জন্য ডোমিন এবং হোস্টিং খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বলা যায় ওয়েবসাইট তৈরি করার পর সেটাকে টিকিয়ে রাখার জন্য, ডোমেইন এবং হোস্টিং খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয়তা প্রকাশ পায়। আর কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, এখন আমরা বিস্তারিত জেনে নিই ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে। ডোমেইন কি? ডোমেইন কাকে বলে? কেন ওয়েবসাইটের জন্য, ডোমেইন প্রয়োজন?ডোমাইন একটি ওয়েবসাইটের নাম। উদাহরণস্বরূপ, www.google.com এখানে google.com হলো ডোমেইন । তাছাড়া এই ডোমেইন একটি ওয়েবসাইট বানানোর জন্য প্রথমেই দরকার হয়ে থাকে। অনলাইনে বিভিন্ন রকম ডোমেইন রয়েছে। আপনার ওয়েবসাইটের নাম পরিবর্তন করে জনপ্রিয় এবং দারুন লুক দিতে পারে এই ডোমেইন। অনেক ধরনের ডোমেইন নেম রয়েছে। .org .net .info .xyz ইত্যাদি। আগেই আমরা জেনেছি, একটি ওয়েবসাইটের জন্য ডোমেইন অবশ্যই প্রয়োজন। এখন আপনার ওয়েবসাইটের জন্য এই ডোমেইন ক্রয় করতে হবে। যদি আপনি একটি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তাহলে। আমাদের বাংলাদেশে আপনি এই ডোমেইন গুলো পাবেন ৫০০ থেকে ১০০০ টাকার ভিতরে সহজেই পেয়ে যাবেন। এই ডোমেইন ক্রয় করার জন্য তাদেরকে পে করতে হয় কার্ড এর মাধ্যমে। কিন্তু আপনি যদি নতুন ব্লগিং করতে চান আর কোন ধরনের পে করার কার্ড না থাকে। চিন্তার কোন কারণ নেই, কেননা বাংলাদেশের অনেক ওয়েবসাইট রয়েছে যারা কিনা বিকাশ, রকেট, নগত এর মাধমে ডোমাইন রেজিস্ট্রেশন করতে দেয়। অর্থাৎ আপনারা ওয়েবসাইট এর ডোমেইন ক্রয় করার জন্য, বিকাশ রকেট নগদ ইত্যাদি একাউন্টের মাধ্যমে পে করতে পারবেন। এবং ডোমেইন ক্রয় করে সহজে আপনার ওয়েবসাইটে যোগ করতে পারবেন। ওয়েব হোস্টিং কি ? ওয়েব হোস্টিং কাকে বলে? ওয়েব হোস্টিং কেন ওয়েবসাইটের জন্য প্রয়োজন?ওয়েবসাইটের হোস্টিং হল নির্দিষ্ট পরিমাণ জায়গা। বুঝতে পারেননি? সমস্যা নেই চলুন একটু খোলাখুলি আলোচনা করি! ধরুন এখন আপনি একটি বাড়ি তৈরি করবেন। আর এখন এই বাড়ি বানাতে ভাত তৈরি করতে হলে, প্রথমেই আপনার প্রয়োজন হবে জমি। এই জমি ছাড়া আপনি বাড়ি তৈরি করতে পারবেন না। ঠিক এ কারণেই এখন আপনাকে কিনতে হবে একটি জমি। যেহেতু একটি বাড়ি তৈরি করতে অবশ্যই জমি প্রয়োজন হয়। তেমনি ভাবে এদিকে একটি ওয়েবসাইট বানাতে হলেও,,, আপনাকে আপনার ওয়েবসাইটি রাখার জন্য একটি জমি ক্রয় করা লাগবে। এবং আপনার এই জমিকেই বলা হয় ওয়েব হোস্টিং। আপনারা হয়তো অনেকে বলতে পারেন হোস্টিং কেনো প্রয়োজন হবে? সত্যিকার অর্থে আসলে ওয়েবসাইটের ডাটা গুলো স্টোর করার জন্য একটি স্পেস খুবই দরকার। ঠিক এ কারণেই আপনার ওয়েবসাইটের জন্য অবশ্যই হোস্টিং প্রয়োজন। আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে, এই ওয়েব হোস্টিং সম্পর্কে আপনার বিস্তারিত নলেজ থাকা প্রয়োজন। সাধারণত ওয়েব হোস্টিং ৫ প্রকারের হয়ে থাকে।শেয়ার হোস্টিং (Share Hosting) কি?এতক্ষণ হয়তো আপনারা জেনে গিয়েছেন কোন হোস্টিং ক্রয় করার জন্য টাকা খরচ করতে হয়। করুন এখন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। এখন আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমান অর্থ না থাকে তাহলেও আপনারা চাইলেই শেয়ার হোস্টিং নিতে পারেন। এই শেয়ার হোস্টিং সাধারণতঃ হোস্টিং টি অন্য আর এক জন এর সাথে শেয়ার করে নিতে হয়। তবে প্রাথমিক অবস্থায় শেয়ার হোস্টিং নিলে কোনো সমস্যা হবে না। তবে আপনি যদি এই হোস্টিং দিতে চান তাহলে অবশ্যই নেয়ার পূর্বে এটা খেয়াল রাখবেন যে কাদের আপনি হোস্টিং কিনেছেন? যাদের কাছ থেকে আপনি হোস্টিং টি কিনছেন তারা আপনাকে সার্ভিস কেমন দিচ্ছে? বোন আপ-টাইম কেমন? মানি-ব্যাক গ্যারান্টি আছে না কিনা? ইত্যাদি বিষয় খেয়াল রাখা উচিত। ওয়ার্ডপ্রেস হোস্টিং (WordPress Hosting)কি?উপরোক্ত আলোচনার শেয়ার হোস্টিং থেকে ওয়ার্ডপ্রেস হোস্টিং বেশি ভালো। কিন্তু মাথায় রাখবেন এই ওয়াডপ্রেস হোস্টিংও একপ্রকার শেয়ার হোস্টিং। তবে এই ওয়াডপ্রেস হোস্টিং শেয়ার হোস্টিং থেকে বেশি ফাস্ট এবং সিকিউর। তাছাড়া এটি অপ্টিমাইজড। ঠিক এই কারনে আপনার ওয়েবসাইটটি হবে ফাস্ট। এবং সার্ভার ডাউন হওয়ার মতো কোন চান্স থাকবেনা। কিন্তু একটা দিকে মাথায় রাখবেন যে, আপনি এখানে শুধু ওয়ার্ডপ্রেসের ই স্ক্রিপ্ট ব্যাবহার করার সুযোগ পাবেন। অন্যান্য কোনই স্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন না আপনার ওয়েবসাইটে। তবে হ্যাঁ অন্যান্য হোস্টিং এর চেয়ে ওয়ার্ডপ্রেস হোস্টিং এর দাম একটু বেশি হয়ে থাকে বটে। আমাদের এই বাংলাদেশ ওয়ার্ডপ্রেস হোস্টিং এর দাম ১৫০০ থেকে ৪০০০ টাকার ভিতরে পেয়ে যাবেন সহজেই। তবে হ্যাঁ ক্রয় করার সময় যাচাই-বাছাই এবং বিশ্বস্ত ও জনপ্রিয় কোম্পানি থেকে ক্রয় করবেন আশা করি। ক্লাউড হোস্টিং (Cloud Hosting) কি?আপনার ওয়েবসাইটের এক সময় না এক সময় প্রচুর পরিমাণে ট্রাফিক বেড়ে যাবে নিশ্চয়ই। আর এই ট্রাফিক যখন দেখবেন যে আপনার ওয়েবসাইটের বৃদ্ধি পেয়েছে। যখন আপনার ওয়েবসাইট আর লোদ নিতে পারছে না। ঠিক তখনি আপনার ক্লাউড হোস্টিং এর প্রয়োজন হবে। আর এই ক্লাউড হোস্টিং”” হোস্টিং টি অন্যান্য হোস্টিং থেকে অনেক বেশি ফাস্ট কাজ করে থাকে। তার কারন হল ফাইলগুলো থাকবে ক্লাউডে অর্থাৎ ইন্টারনেটে। এই হোস্টিং কি ক্রয় করার নির্দিষ্ট কোন অ্যামাউন্ট নেই। তবে আপনি যেভাবে কাজ করবেন সেভাবেই ভাড়া দিয়ে যেতে হবে আপনাকে। ভিপিএস হোস্টিং (VPS Hosting) কি?আপনার ওয়েবসাইট টি যখন জনপ্রিয় হয়ে উঠবে তখন আপনি এই হোস্টিং টি নিতে হবে। নিতে হবে বলেছে নাওয়াই বাধ্যতামূলক তা কিন্তু নয়। আপনার ওয়েবসাইটের প্রয়োজন মেটাতে এই হোস্টিং কি প্রয়োজন হতে পারে। ভিপিএস হোস্টিং এই হোস্টিং টি ওয়ার্ডপ্রেস হোস্টিং থেকেও বেশি লোড নিতে পারে। তাছাড়া আরো অন্যান্য সুবিধাও এই হোস্টিং দিয়ে থাকে। ঠিক এ কারণেই আপনার ওয়েবসাইটটি ও হয়ে উঠবে খুবই দ্রুত বা দ্রুততর। আর এই ভিপিএস হোস্টিং বিল প্রতি মাসে মাসে দিতে হয়। আর এই ভিপিএস হোস্টিং এর দাম হচ্ছে ৪০০০ থেকে ৬০০০ টাকার মধ্যে। এই ভিপিএস হোস্টিং ক্রয় করার পূর্বে অবশ্যই যাচাই-বাছাই করে ক্রয় করবেন। কারণ অনলাইনে অনেক প্রতারক রয়েছে যারা কম টাকার লোভ দেখিয়ে আপনাকে প্রচারণায় ফেলতে পারে। ডেডিকেটেড হোস্টিং (Dedicated Hosting)কি?আপনারা হয়তো অনেকেই ডেডিকেটেড হোস্টিং এর নাম শুনে থাকতে পারেন। এই ডেডিকেটেড হোস্টিং এ আপনার কোনো বাধ্যবাধকতা থাকবে না। যেমন অন্যান্য হোস্টিং এ আপনাকে একটি বিল্ডিং এর একটা রুম ধার দেয়া হচ্ছিলো বটে। বা রুমের একটি অংশ আপনি ক্রয় করে আপনার ওয়েবসাইটে যেতেন। কিন্তু এই ডেডিকেটেড হোস্টিং এখানে আপনি পুরো একটি বিল্ডিং পেয়ে যাচ্ছেন অতি সহজে। আর আপনার ওয়েবসাইটে যতই ট্রাফিক আসুক না কেনো কোনো সমস্যাই আপনাকে তার জন্য পড়তে হবে না। তবে এটা মাথায় রাখা উচিত, এই ডেডিকেটেড হোস্টিং এর দামটা একটু বেশি। আমাদের এই ছোট্ট দেশেও ডেডিকেটেড হোস্টিং এর জন্য প্রতি মাসে ১৫০০০ থেকে ২৫০০০ টাকা পর্যন্ত দিতে হয়। প্রিয় বন্ধুরা আপনারা যদি এই হোস্টিং বিক্রয় করে আপনার ওয়েবসাইট চালাতে চান তাহলে, অবশ্যই বিশ্বস্ত এবং জনপ্রিয় কোন কোম্পানির সাথে চুক্তি করে হোস্টিং ক্রয় করবেন আশা করি। আর্টিকেল এর শেষ কথাবন্ধুরা, আজকের এই ছোট্ট আর্টিকেল থেকে আমরা শিখতে অথবা জানতে পারলাম যে, ওয়েবসাইটের ডোমেইন এবং হোস্টিং কি? এবং এই ডোমেইন হোস্টিং কাকে বলে? ওয়েবসাইটের কোন কাজে প্রয়োজন হয়? দাম সহ বিস্তারিত আলোচনা করেছি। যদি আর্টিকেলটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর্টিকেল সম্পর্কিত কোন প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট এর মাধ্যমে জানাতে ভুলবেন না। যারা ওয়েবসাইটের মাধ্যমে কাজ করে টাকা ইনকাম করতে চান । এবং বিকাশ নগদ রকেট একাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করতে চান তাদের জন্য বিশ্বস্ত ওয়েবসাইটঃ ওয়েব সাইটে প্রবেশ করুন আমাদের আজকের আর্টিকেলটি করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের আর্টিকেলটি এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোন আর্টিকেলে অন্য কোন সময়। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। এই আশা ব্যক্ত কামনা করে বিদায় নেব আজকের এই আর্টিকেল থেকে, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। The post ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং কি? কেন ওয়েবসাইটের জন্য ডোমেইন-হোষ্টিং প্রয়োজন? (বিস্তারিত) appeared first on Trickbd.com. |
কিভাবে ওয়ার্ডপ্রেসে oEmbed Max Width সেট করবেন (২টি সহজ পদ্ধতি) Posted: আপনি কি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের oEmbeds এর Width লিমিট করতে চান? ওয়ার্ডপ্রেস অটোম্যাটিক ইউটিউব ভিডিও, টুইট বা ফেসবুক পোস্টের মতো থার্ড-পার্টি কন্টেন্টকে এম্বেড করে। যাইহোক, কখনো কখনো এই এম্বেডগুলো খুব ওয়াইড হয়ে যায় এবং পেইজের লেআউটগুলোকে এলোমেলো করে দিতে পারে এই আর্টিকেলে আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসে oEmbed Max-Width সেট করতে হয় যাতে আপনি আপনার সাইটের লেআউটে আরো নিয়ন্ত্রণ রাখতে পারেন। ওয়ার্ডপ্রেস সাইটে কেনো oEmbed সর্বোচ্চ Width ঠিক করবেন?ওয়ার্ডপ্রেস আপনাকে oEmbed নামক একটি প্রযুক্তি ব্যবহার করে আপনার পোস্ট এবং পেইজগুলোতে সিলেক্টেড থার্ড-পার্টি ওয়েবসাইটগুলো থেকে কন্টেন্ট গুলো অটোম্যাটিক এম্বেড করার পারমিশন দেয়। এটা আপনাকে আপনার ওয়েবসাইটে YouTube Videos, Facebook Posts, Tweet এবং অন্যান্য অনেক ধরণের কন্টেন্ট এম্বেড করতে দেয়। মনে রাখবেন, এই কন্টেন্টগুলো আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে হোস্ট করা হয়না। এটি সরাসরি থার্ড-পার্টি সেইসব ওয়েবসাইট থেকে প্রদর্শিত হয়। ওয়ার্ডপ্রেস অটোম্যাটিক আপনার ওয়েবসাইটের কন্টেন্ট গুলোতে বা ওয়েবসাইটের সাইডবার এরিয়াতে এম্বেড করা কন্টেন্টগুলো Width Adjustment করার জন্য উপযুক্ত। অবশ্যই পড়ুনঃ কিভাবে ওয়ার্ডপ্রেসে Author's Comment Highlight করবেন যাইহোক, কখনো কখনো এই এম্বেড করা কন্টেন্টগুলো খুব চওড়া হতে পারে এবং আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলোর এরিয়াতে ওভারল্যাপ (Overlapp) করতে পারে। এটা ঠিক করতে হলে আপনাকে থার্ড-পার্টির এম্বেডগুলোর জন্য Maximum Width Limit ব্যবহার করতে হবে। দূর্ভাগ্যবশতঃ এই সেটিংস করার জন্য ওয়ার্ডপ্রেসে কোনো অপশন নেই। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে সহজেই ওয়ার্ডপ্রেসে oEmbed max width সেটা করা যায় সাইটের কোনো কিছু নষ্ট না করে। আমি ২ টি ভিন্ন পদ্ধতিতে শিখাবো এবং আপনি আপনার প্রয়োজন অনুসারে সবচেয়ে সহজ উপায়টি বেছে নিতে পারেন। পদ্ধতি ০১ঃ Embed Shotcode ব্যবহার করে সেটিংস করুনএই পদ্ধতিটি সহজ এবং ওয়ার্ডপ্রেসে ভিডিও এম্বেডের জন্য Maximum Width সেট করার জন্য সত্যিই ভালো কাজ করে। URL পেস্ট করার বা YouTube ব্লক ব্যবহার করার পরিবর্তে আপনি Shortcode Block ব্যবহার করবেন। এর ভেতরে আপনাকে শুধুমাত্র ভিডিও এম্বেড শর্টকোড ব্যবহার করতে হবে এবং Height এবং Width প্যারামিটার এড করতে হবে। [ embed width=”900″ height=”600″]Enter your video URL[/ embed]
Height এবং Width আপনার নিজের প্রয়োজনে পরিবর্তন করতে পারবেন এবং ভিডিও ইউআরএল এর জায়গায় আপনার ভিডিওর লিংক দিয়ে দিবেন। এখন আপনি আপনার এম্বেড কোডের প্রিভিউ দেখতে পারেন সেটা কেমন দেখাবেঃ পদ্ধতি ০২ঃ ওয়ার্ডপ্রেসে এম্বেড ব্লক ব্যবহার করুনডিফল্ট WordPress Block Editor বিভিন্ন সার্ভিস প্রদানকারী বিভিন্ন বিভিন্ন এম্বেড ব্লকের সাথে আসে। আপনি আপনার পোস্ট এবং পেইজের বিভিন্ন এরিয়াতে ভিডিও কন্টেন্ট এম্বেড করতে এই অপশটি ব্যবহার করতে পারেন। অবশ্যই পড়ুনঃ ওয়ার্ডপ্রেসে Limit Login Attemps সিস্টেম কেনো এবং কিভাবে করবেন এই ব্লকগুলোর মধ্যে আপনি চাইলে YouTube ব্লকটি ব্যবহার করতে পারেন। এই এম্বেড ব্লক ব্যবহার করলে আপনি Alignment পরিবর্তন করতে পারবেন এবং কন্টেন্টের Width সম্পূর্ণ সেট করার পারমিশন দেয়। উপসংহারঃআশা করি আমার আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনি শিখেছেন কিভাবে ওয়ার্ডপ্রেসে oEmbed Max Width সেট করবেন (২ টি সহজ পদ্ধতি)। আমি চেষ্টা করেছি আর্টিকেলটি সহজ ভাষায় বুঝাতে এবং এও আশা করি যে আমরা আপনাকে সহজেই শিখাতে পেরেছি। যদি আর্টিকেলটি বুঝতে আপনার কোনোপ্রকার সমস্যা হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আপনার সমস্যাটি জানাতে ভুলবেন না। The post কিভাবে ওয়ার্ডপ্রেসে oEmbed Max Width সেট করবেন (২টি সহজ পদ্ধতি) appeared first on Trickbd.com. |
Posted: প্রথম আলাের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম আলাে আয়ােজন করছে কুইজ প্রতিযােগিতা। প্রথম আলোর পাঠকদের জন্য অনলাইন কুইজের এই আয়োজন করেছে। কুইজের প্রশ্ন থাকবে কুইজের দিন ও পূর্ববর্তী দিনের প্রথম আলোর ছাপা পত্রিকা ও অনলাইন থেকে। অর্থাৎ প্রথম আলোর প্রকাশিত News এর উপর কুইজ হবে কুইজে অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করুন! Gamil আর Password দিয়ে সাবমিট এর ক্লিক করুন! নাম,ফোন নাম্বার,জেলা,উপজেলা,পেশা,বয়স,লিঙ্গ দিয়ে সাবমিট এর ক্লিক করুন! ৩টি পর্বে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে!প্রথম পর্ব ● সেমিফাইনাল ● চূড়ান্ত পর্বপ্রথম পর্বপ্রথম পর্বের কুইজ একটানা ১০ দিন প্রথম আলোর অনলাইনে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি সঠিক উত্তরদাতা ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। সেমিফাইনালপ্রথম পর্বের ১০ দিনের মোট ফলাফলের ভিত্তিতে সেরা ২০ জনকে সেমিফাইনালের জন্য নির্বাচিত করা হবে। নির্বাচিত প্রতি ১০ জনকে নিয়ে জুম প্লাটফর্মে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। প্রয়োজনে টাইব্রেকিং পদ্ধতিতে ফলাফল চুড়ান্ত করা হবে। চূড়ান্ত পর্বদ্বিতীয় পর্বের বিজয়ী ১০ জনকে নিয়ে সরাসরি অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। প্রয়োজনে টাইব্রেকিং পদ্ধতিতে ফলাফল চুড়ান্ত করা হবে। প্রথম পর্ব
সেমিফাইনাল
চূড়ান্ত পর্ব
প্রথম পর্ব
সেমিফাইনাল
চূড়ান্ত পর্ব
সব পর্বের পুরস্কার একসঙ্গে চূড়ান্ত পর্বের পর ঢাকায় একটি অনুষ্ঠান করে দেওয়া হবে
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিনবাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post প্রথম আলাের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযােগিতা শুরু হয়েছে কুইজ এ অংশ নিয়ে জিতে নিন ১০ লাখ টাকার পুরস্কার! appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments