যাদের NID কাড এর নাম্বার ১০ সংখ্যা তারা ১৭ সংখ্যার নাম্বার বের করে নিন। |
- যাদের NID কাড এর নাম্বার ১০ সংখ্যা তারা ১৭ সংখ্যার নাম্বার বের করে নিন।
- ডাউনলোড করে নিন Dedomil net সাইটটির ওয়াপকিজ থিম
- Bemobi জাবা অ্যাপ স্টোর ওয়াপকিজ থিম ডাউনলোড
- ইমেইল দ্বারা ব্লগারে পোষ্ট করার নিয়ম ও ইমেইল পোষ্টিং চালু করার পদ্ধতি
- ডাউনলোড করে নিন গুগল ম্যাপের জাভা অ্যাপ
- ফ্রি .Com, .Net এবং .Xyz ডোমেইন এক বছরের জন্য এছাড়া ৭০% ডিসকাউন্টে NVMe SSD Hosting সেই সাথে
- দেখে নিন নেটফ্লিক্স প্রিমিয়াম ট্রিক ( Vietnam Server )
- ⚡️ ডাউনলোড করে নিন মার্ভেলের Shang-Chi and The Legend of The Ten Rings মুভিটি ফুল এইচডি প্রিন্ট ও ক্লিয়ার হিন্দি ডাবিং এ! [বাংলা সাবটাইটেল সহ]
- পবিত্র কুরআন সম্পকে অধিক জানুন [কুরআন নাযিল ও কুরআনের অন্যান্য নাম]
- নগদ অ্যাকাউন্ট থেকে যেকোনো পরিমানে রিচার্জ করলেই পেয়ে যাবেন ৫০% ক্যাশব্যাক দেখেনিন বিস্তারিত
যাদের NID কাড এর নাম্বার ১০ সংখ্যা তারা ১৭ সংখ্যার নাম্বার বের করে নিন। Posted: অনেক সময় বিভিন্ন ধরনের আবেদন করতে লাগে জাতীয় পরিচয় পত্র (NID) এর নাম্বার কিন্তু যারা নতুন ভোটার বা নতুন জাতীয় পরিচয় পত্র (NID) পেয়েছেন তাদের জাতীয় পরিচয় পত্র (NID) এর নাম্বার হচ্ছে ১০ সংখ্যার। বিভিন্ন ধরনের কাজে বা আবেদন এ ১০ সংখ্যা নাম্বার হয়না ১৭ সংখ্যা নাম্বার চাই। কি ভাবে আপনার জাতীয় পরিচয় পত্র এর ১৭ সংখ্যা নাম্বার বের করবেন বিস্তারিত দেখে নিয়া যাক। প্রথমে এখানে ক্লিক করুন! তার পর ভোটার তথ্য তে ক্লিক করুন। এখানে আপনার আপনার জাতীয় পরিচয় পত্র ১০ সংখ্যা নাম্বার বসে দিন জন্ম দিন,মাস, সাল দিয়ে দিন তার পর পিন অপশন এর নাম্বার টাই হচ্ছে আপনার জাতীয় পরিচয় পত্র এর ১৭ সংখ্যা নাম্বার। যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ১০০ টাকা বোনাস নিয়ে নিনটেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post যাদের NID কাড এর নাম্বার ১০ সংখ্যা তারা ১৭ সংখ্যার নাম্বার বের করে নিন। appeared first on Trickbd.com. | ||||||
ডাউনলোড করে নিন Dedomil net সাইটটির ওয়াপকিজ থিম Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে dedomil.net সাইটটির ওয়াপকিজ থিম শেয়ার করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্টটি পড়বেন । ভালো লাগলে কমেন্ট করবেন । Dedomil.net সাইটটির সাথে আমরা অনেকেই খুব পরিচিত । বিশেষ করে জাভা ইউজাররা । কারণ এই সাইটটি প্রতিনিয়ত জাভা ইউজারদের জন্য গেম আপলোড দিয়ে থাকে । এই সাইটটির ওয়াপকিজ থিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব । হুবহু ডেডোমিল সাইটের মতো । যে সুবিধা পাবেন তা হলো :- থিমের একটি ছবি আমি নিচে দিলাম :- থিম রিভিউ :- থিমটির সাইয মাত্র ৩১ কেবি । এটির ডেমো লিংক দিতে পারলাম না । এজন্য দুঃখিত । যারা ওয়াপকিজ সাইট ডিজাইন করতে পারেন তাদের জন্য এটি একটি ভালো থিম । এখানে আপনারা প্রয়োজনে নানা ফিচার যুক্ত করতে পারেন আবার এগুলো থেকে নানা কোড নিতে পারেন । যদি থিমটি আপনার পছন্দ হয় তবে ডাউনলোড করতে পারেন । একটি কথা না বললেই নয় । আপনারা কেউ এই থিমটি নিয়ে ব্যাবসা করবেন না । সবাইকে বিতরণ করবেন । The post ডাউনলোড করে নিন Dedomil net সাইটটির ওয়াপকিজ থিম appeared first on Trickbd.com. | ||||||
Bemobi জাবা অ্যাপ স্টোর ওয়াপকিজ থিম ডাউনলোড Posted: আজকে আবারও আপনাদের জন্য একটি ওয়াপকিজ থিম নিয়ে এলাম। থিমের নাম বিমোবি মোবাইল স্টোর। আপনি যদি ওয়াপকিজে কোনো অ্যাপ স্টোর সাইট বানাতে চান তবে আপনি এই থিমটি ব্যবহার করতে পারেন কারন থিমটি মোবাইল ফ্রেন্ডলি ও আকর্ষণীয়। বলতে পারেন এটি একটি জাবা অ্যাপ স্টোর সাইট যেটি দিয়ে আপনি জাবা গেইম ডাউনলোড সহ অ্যান্ডয়েড অ্যাপ ডাউনলোড ওয়েবসাইট বানাতে পারেন থিমটি দেখতে অপেরা মোবাইল স্টোর ও বিমোবি মোবাইল স্টোর এর মতো এটিকে শুধু আমি ওয়াপকিজে রুপান্তর করেছি যা আপনার অনেক ভালো লাগবে। আপনি থিমটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কারন থিমটি আপনাদের জন্য ফ্রি করে দিয়েছি। থিমটি সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি আমি থিমটিকে অ্যাডভান্স এসইও করেছি যেটি যেকোনো ফাইলকে সার্চ ইন্জিনে দ্রুত ইনডেস্ক করবে। থিমটি সম্পূর্ণ কাস্টমাইজড যুগ্য একটি জাবা স্টোর থিম। থিমের ফিচার্সঃ![]()
ডাউনলোডঃথিমটি আমি গুগল ড্রাইভে রেখেছি। আপনি গুগল ড্রাইভ থেকে ডকউনলোড করে তার পর আপনার সাইটে ব্যবহার করুন। যদি থিমটি ডাউনলোড করতে অসুবিধা হয় তবে কমেন্ট করুন।Download Theme/ বিশেষ কথাঃথিমটি সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত ব্যবহারের জন্য তাই শুধু আপনি ব্যক্তিগত ভাবেই ব্যবহার করবেন। কখনো থিমটি অন্য কারোর কাছে বিক্রি বা বিতরন করতে পারবেন না। থিমটি নিয়ে কোনো ফোরামে পোষ্ট করতে পারবেন না যদি পোষ্ট করেন তবে এই পেইজের লিংকটি ক্রেডিট হিসেবে দিবেন তা না হলে থিম সহ আপনার আইডি রিপোর্ট করা হবে। The post Bemobi জাবা অ্যাপ স্টোর ওয়াপকিজ থিম ডাউনলোড appeared first on Trickbd.com. | ||||||
ইমেইল দ্বারা ব্লগারে পোষ্ট করার নিয়ম ও ইমেইল পোষ্টিং চালু করার পদ্ধতি Posted: হেলো বন্ধুরা সবাই কেমন আছে? আল্লাহর রহমতে নিশ্চয় ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে আপনার ব্লগার সাইটে ইমেইল দ্বারা পোষ্ট করবেন।
তো পুরো বিষয়টি ভালোভাবে বোঝার জন্য শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে থাকুন কারন এই পোষ্টটি খুবই তথ্যমুলক হতে চলেছে। আমরা যারা ব্লগার ব্যবহারকারি আছি আমাদের সাইটে কোনো ইউজার ব্যাকলিংক নেওয়ার জন্য পোষ্ট করতে পারে না। সাধারনত ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে ইউজার লগইন করে পোষ্ট করতে পারে। কিন্তু ব্লগারে ইউজার সিষ্টেম নাই বিধায় কাউকে অথর না বানানোর আগে পর্যন্ত কেউ পোষ্ট করতে পারে না। কিন্তু আজ আমি দেখাতে চলেছি কীভাবে আপনার ব্লগার সাইটে ইমেইল দ্বারা পোষ্ট করার সিষ্টেম চালু করবেন এবং এর উপকারিতা। ইমেইল দ্বারা পোষ্ট করার উপকারিতাঃইমেইল দ্বারা পোষ্ট করার কারনে যে কেউ তার ইমেইল ঠিকানা থেকে আপনার সাইটে পোষ্ট করতে পারবেন। ফলে আপনার সাইটে তাকে অথর হতে হবে না। যদি কেউ এই সিষ্টেমে আপনার সাইটে পোষ্ট করে তবে সরাসরি পোষ্টটি ড্রাফ্টে জমা হয়ে যাবে পরে আপনি পোষ্টটিকে পাবলিশ করতে পারবেন। কিন্তু আপনি যদি চান তবে সরাসরি পোষ্ট পাবলিশ হোক তবে এই সেটিংসটিও চালু করতে পারবেন ফলে কেউ যদি আপনার সাইটে পোষ্ট করে তবে সরাসরি তা পাবলিশ হয়ে যাবে। তবে অটোমেটিক পাবলিশ হওয়ার সিষ্টেমটি এখন চালু না করাই ভালো। এই সিষ্টমটির ফলে আপনি ইচ্ছে করলে ইমেইল দ্বারা পোষ্ট করতে পারবেন। যেহেতু ইমেইল দ্বারা পোষ্ট করলে সরাসরি ড্রাফ্ট জমা হবে তাই আপনি পোষ্টটি স্পামিং কীনা তা জেনে পোষ্ট পাবলিশ করতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার সাইটে কাউকে অথর বানানো ছাড়াই যেকেউ পোষ্ট করতে পারবে। আপনি শুধু আপনার সাইটে পোষ্ট করার জন্য একটি ইমেইল ঠিকানাটি আপনার সাইটে দিবেন পরে যে আপনার সাইটে পোষ্ট করতে চাই সে শুধু এই ইমেইলে পোষ্ট করলে সরাসরি আপনার সাইটে এসে জমা হবে। কীভাবে ইমেইল পোষ্টিং চালু করবেনঃএই সেটিংসটি চালু করতে প্রথমে আপনার সাইটে মানে ব্লগারে লগইন করবেন। তারপর নেভবার থেকে ক্লিক করে ব্লগার সেটিংসে চলে যাবেন।
সেটিংসে যাওয়ার পর ইমেইল সেকশনে চলে যাবেন। দেখুন এখানে দেওয়া আছে পোষ্ট ইউসিং ইমেইল এখানটাতে ক্লিক করবেন।
তারপর আরেকটি নতুন বক্স খুলবে এখানে দেখুন দেওয়া আছে ডিজেবল Desable অপশনে এটাকে আপনি দিবেন Save email as Draft করে দিবেন। তারপর নিচে আপনার ইমেইল ঠিকানাটির মাঝে ফাকা জায়গায় দিবেন writer দিয়ে সিভ করে দিন। এখন আপনার সাইটে পোষ্ট করার জন্য যে ইমেইল তবে সেটি হচ্ছে Youremail.writer@blogger.com। এখন যদি কেউ এই ইমেইল দ্বারা পোষ্ট করে তবে আপনার সাইটে পোষ্টটি ড্রাফ্ট হিসেবে জমা হবে পরে কোনো সময় আপনি পোষ্টটি পাবলিশ করে দিবেন। দেখুন আমি আমার সাইটে ইমেইল দ্বারা পোষ্ট করছি। প্রথমে জিমেইলে চলে যাবেন। তারপর to: তে আপনার সাইটে পোষ্ট করার ইমেইলটি দিবেন। Subject: এখানে আপনার পোষ্টের শিরোনামটি লিখবেন। Message: এখানে আপনার পোষ্টের বিস্তারিত লিখে Sent করে দিন। দেখুন আমার সাইটে ব্লগার ড্রাফ্টে পোষ্টটি জমা হয়েছে। এখন যদি আমি পোষ্টটি পাবলিশ করে দিই তবেই পোষ্টটি পাবলিশ হয়ে যাবে। উপসংহারঃসবাই চাই নিজের সাইটে পোষ্ট করার জন্য আর যদি অন্যকেউ পোষ্ট করে তবে তো বিশাল ভালো হয়। কিন্তু উপরের নিয়মে যেকেউ আপনার সাইটে পোষ্ট করতে পারবে। এমনকী আপনিও আমার সাইটে ব্যাকলিংক নেওয়ার জন্য পোষ্ট করতে পারবেন। আমার সাইটে পোষ্ট করার জন্য ইমেইলঃ bloggerrakib11.writer@blogger.com এই ইমেইল দিয়ে আমার সাইটে পোষ্ট করতে পারেন। তো পোষ্টটি আপনার কেমন লেগেছে। যদি উপরের কোনো অংশ বোঝতে অসুবিধা হয় তবে কমেন্ট করুন। আর একটি কথা দয়া করে পোষ্টটি কেউ কপি করবেন না। কারন একটি পোষ্ট করতে একজন লেখকের অনেক পরিশ্রম করতে হয়। আর আপনারা পোষ্ট কপি করে সব পরিশ্রম জলে ঢেলে দেন। The post ইমেইল দ্বারা ব্লগারে পোষ্ট করার নিয়ম ও ইমেইল পোষ্টিং চালু করার পদ্ধতি appeared first on Trickbd.com. | ||||||
ডাউনলোড করে নিন গুগল ম্যাপের জাভা অ্যাপ Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে গুগল ম্যাপের জাভা অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্টটি পড়বেন । ভালো লাগলে কমেন্ট করবেন । আমি শুরুতেই বলেছি যে আজ আমি আপনাদের সাথে গুগল ম্যাপের জাভা অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি । গুগল ম্যাপ সম্পকে আমরা মোটামুটি সকলেই জানি । এটি আমাদেরকে পথ ঘাট চিনতে সাহায্য করে । এর যেমন রয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ তেমনি জাভা অ্যাপও রয়েছে । জাভা মোবাইল ব্যাবহারকারীরা এই অ্যাপের মধ্য দিয়ে অ্যান্ড্রয়েডের গুগল ম্যাপের প্রায় সমান সাহায্য পেতে পারে । যে যে সুবিধা রয়েছে এই গুগল ম্যাপের জাভা অ্যাপে :-১। স্থান সাচ দেওয়ার সুবিধা২। স্যাটেলাইট ভিউ-এর সুবিধা ৩। ট্রাফিক দেখার সুবিধা ৪। যুম করার সুবিধা ব্যাবহারের নিয়ম :-১। অ্যাপটি ডাউনলোড করার পর অন্যান্য জাভা অ্যাপটির মতো এই অ্যাপটিও ইনস্টল করবেন । ইনসটল করার পর নিচের ছবির মতো দেখতে পারবেন । ২। প্রথমে আমেরিকার ম্যাপ দেখাবে । স্থান সাচ করার জন্য মেনু অপশনে ক্লিক করুন এবং “search” অপশনে ক্লিক করে নাম লিখে সাচ করুন । যেমন:- Bangladesh ৩। স্যাটেলাইট ভিউ অন করার জন্য ফোনের “২” তে ক্লিক করুন । অথবা মেনু অপশনে ক্লিক করে “satelite view” অপশনে ক্লিক করুন । ৪। যুম করার নিয়ম :- যুম করার জন্য ফোনের ৩ ও যুম ক্লোস করার জন্য ফোনের ১ চাপুন । ৫। ট্রাফিক দেখার জন্য ফোনের ৭ চাপুন । অ্যাপ ডাউনলোড :- The post ডাউনলোড করে নিন গুগল ম্যাপের জাভা অ্যাপ appeared first on Trickbd.com. | ||||||
ফ্রি .Com, .Net এবং .Xyz ডোমেইন এক বছরের জন্য এছাড়া ৭০% ডিসকাউন্টে NVMe SSD Hosting সেই সাথে Posted: কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি ডোমেইন হোস্টিং অফার। তার আগে জেনে নেই HosterPlan সম্পর্কে Hosterplan একটি NVMe SSD এবং ক্লাউড স্টোরেজ বেজড প্রিমিয়াম ওয়েব হোস্টিং কোম্পানি। যাদের রয়েছে Hoastadvice এর ২০২১ সালের "Top 10 Shared Hosting" এ্যাওয়ার্ড। এছাড়া তারা পুপলার ডোমেইন এক্সটেনশন .XYZ ডোমেইন অথরিটি দ্বারা সার্টিফাইড রেজিস্ট্রার। আন্তর্জাতিক মার্কেটে HosterPlan সুনামের সাথে সার্ভিস দিচ্ছে। এবার অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেই চলুন ব্ল্যাক ফ্রাইডে ২০২১ উপলক্ষে Hosterplan এর এই অফারে আপনারা যেকোনো ওয়েব হোস্টিং এ পাবেন ৭০% পর্যন্ত ডিসকাউন্ট আর সাথে ১ বছরের জন্য ডোমেইন ফ্রী তো আছেই। অফারের আরও বিস্তারিত জেনে নিন এই লিংকে ক্লিক করে – Black Friday Domain Hosting Offer কিভাবে অর্ডার করবেন অফারে একটি হোস্টিং প্যাকেজ সাথে ফ্রি ডোমেইন নিবেন তা দেখে নিন এই ভিডিও তে আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেননা। The post ফ্রি .Com, .Net এবং .Xyz ডোমেইন এক বছরের জন্য 😳 এছাড়া ৭০% ডিসকাউন্টে NVMe SSD Hosting সেই সাথে appeared first on Trickbd.com. | ||||||
দেখে নিন নেটফ্লিক্স প্রিমিয়াম ট্রিক ( Vietnam Server ) Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে Netflix Premium ট্রিক শেয়ার করতে যাচ্ছি বর্তমানে আমরা সবাই Netflix পাগলা | ||||||
Posted: আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।অনেক দিন পর আজকে ট্রিকবিডিতে লিখতে বসলাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মার্ভেলের নতুন সুপার হিরো মুভি Shang-Chi and The Legend of The Ten Rings এর হালকা রিভিউ ও ডাউনলোড লিংক। তো চলুন শুরু করা যাক।
Film Name: Shang-Chi and The Legend of The Ten Rings
language: Mandarin, English (Hindi Dubb Available) Run time: 132 minutes ***হালকা স্পয়লার***মারভেল দুনিয়ার প্রথম এশিয়ান সুপারহিরো। এভাবেই মুভিটির প্রচার দেখেছি। কিন্তু কেন জানি খুব একটা হাইপ ছিল না এর রিলিজ নিয়ে। অন্তত, এর আগে রিলিজ পাওয়া ব্ল্যাক উইডো এর চেয়ে এর হাইপ নিতান্তই কম ছিল। আজ ডিজনি প্লাসে মুভিটি ডিজিটাল প্রিমিয়ার হয়।যেহেতু মান্দারিন নাম সব চরিত্রের তাই আমার উচ্চারণ ও বানানে চরম ভুল হতে পারে। সেটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান রইল। যু ওয়েনউ এর মূল শক্তি হলো বর হিসেবে পাওয়া ১০ টি রিং। এই রিংগুলো তিনি হাতে পরিধান করেন, ফলে তাকে পরাজিত করা অসম্ভব হয়ে যায় প্রায়। এ রিংগুলোর কারণে তিনি অমরত্বের নিকট পৌঁছে যান। তার এই শক্তির ক্ষুধা দিনদিন বাড়তে থাকে। তার রাস্তায় যে ই আসে, তাকেই তিনি পরাজিত করেন। এভাবে কেটে যায় প্রায় হাজার বছর। একদিন তিনি সন্ধান পান এক গোপন গ্রামের। সেখানে পৌঁছানো কঠিন। কিন্তু তার কাছে যেন কোনো কিছুই অসম্ভব নয়। তাই সেই গ্রামের বেশ কাছাকাছি চলে যান।। কিন্তু সেখানে তার সামনে বাধা হয়ে দাঁড়ায় সেখানকার এক স্থানীয় নারী। দুজনের মধ্যে তুমুল মারামারি হয়, এবং এরই মধ্যে ওয়েনউ বুঝতে পারেন, এই নারীকে তিনি ভালোবেসে ফেলেছেন। দুজন একসাথে জীবন শুরু করে। তাদের এক সন্তান হয়, তার নামই হলো Shang-chi। কিন্তু বর্তমানে Shang-chi তার জন্মস্থান থেকে অনেক দূরে , ক্যালিফোর্নিয়াতে বাস করে। আর তার নাম পালটিয়ে রাখে শন। একদিন শন ও তার বন্ধু কেটি বাসে করে গন্তব্যে যাচ্ছিল, হঠাত শনের উপর এক হামলা হয়। শন বুঝতে পারে, তার বাবা ই এই লোকগুলো পাঠিয়েছে। সে এও বুঝতে পারে, তার বোন বিপদে আছে। এর জন্য সে জলদি ম্যাকাও যাবার প্ল্যান করে। তার এই যাত্রায় সঙ্গী হয় তার বন্ধু ক্যাটি। শনের অতীত জীবনের কাহিনী কি, কেন সে তার পরিবার থেকে দূরে থাকত, সেই ১০ টি রিং এর শক্তি কতোটুকু, আর কেনই বা তার বাবা তার উপর হামলা করিয়েছে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে দেখে ফেলুন মুভিটি। সিনেমাটির স্টোরি টেলিং সুন্দর ছিল। Shang-chi এর জীবনের ধাপগুলো ধীরে ধীরে উন্মোচন করা হয়। যার কারণে কাহিনীর সাথে কানেক্ট করতে পেরেছি। মারভেল সুপারহিরোদের এই বিষয়টি ভালো লাগে আমার খুব যে তারা হিরোকে একেবারে গড বানিয়ে দেয়না। সাধারণের মধ্যে অসাধারণ করে তুলে। সাং ছি ও এমন। আমি কিছু কিছু পোস্টে দেখেছি, মানুষ এটা বলছে যে Shang-chi বানানোর কোনো দরকার ছিলনা, Shang-chi এর শক্তি খুবই কম। ভাই, কেমনে শক্তি কম! ওই ১০ রিং এর যে শক্তি দেখাইছে, ওইটার এক্সপ্লোরেশন তো বলতে গেলে পুরাটাই বাকি এখনো। আবার কেউ কেউ এটাও বলছে, রিং ছাড়া তো Shang-chi অচল!! আরে, মারভেলের সুপারহিরোদের সিংহভাগ তো এমনই। আয়রন ম্যানের কথাই ধরি। আয়রন স্যুট যদি না থাকে, টনির আর কি শক্তি আছে!! থরকেও তো আমরা দেখেছি, হ্যামার ছাড়া তার অবস্থা কি হয়। যাই হোক, আমার মতে সাং ছি মারভেলের বেস্ট অরিজিন মুভি গুলোর একটা। আর ওই ১০ রিং এর রহস্যের যে ইঙ্গিত পোস্ট ক্রেডিট সিনে দেয়া হয়েছে, তা দেখে তো আর সইছে না। যতটা আশা করছিলাম তার থেকেও অনেকগুন বেশি ভালো ছিল। Story টা Simple ছিল। কিন্তু অরিজিন মুভি হিসাবে পার্ফেক্ট বলা যায়। আর যেহেতু মুভিটা action based movie. সেদিক দিয়ে মুভি সফল। একশনের কোনো কমতি ছিল না। Full pack of actions. রাতের বেলার বিল্ডিং ফাইট টা just awesome. এই বিল্ডিং ফাইটটা দেখার জন্য হলেও আপনার সিনেমা হলে যাওয়া উচিত। বিশ্বাস করেন, পুরো পয়সা উসুল হয়ে যাবে। Daredevil এর Hallway fight সীনটার কথা মনে আছে?? আমি সেটার সাথে এই বিল্ডিং ফাইট সীনের তুলনা করছি না। সেটা অন্য লেভেলের। আমি শুধু বোঝাতে চাচ্ছি যে পুরো ডেয়ারডেভিল সিরিজে যেমন সেই ফাইট সীন টা সেরা, তেমনি Shang Chi মুভির ক্ষেত্রে এই সীনটা সেরা। আমার মতে পুরো MCU তে এইরকম ফাইট সীন কমই আছে। Hand to hand fight এর ক্ষেত্রে Winter Soldier মুভির পরে এই মুভির ফাইটগুলাই সেরা বলা চলে। অভিনয়ঃ সবার অভিনয়ই চমৎকার ছিল। Simu Liu কে Shang-Chi হিসাবে কাস্ট করার পরে অনেক নেগেটিভ রিয়েকশন পাওয়া গিয়েছিল। আমার নিজেরও তেমন একটা পার্ফেক্ট মনে হয় নি। কিন্তু ওই যে!! MCU বরাবরই কাস্টিং এর ক্ষেত্রে সেরা। এই মুভি দেখার পরে ৯৯% লোকই বলতে বাধ্য হবেন যে Simu Liu is the perfect cast for Shang Chi. তবে আমার কাছে তার থেকেও বেশি তার বাবার অভিনয় ভালো লাগছে। Tony Leung just nailed it । যতক্ষণ স্ক্রীনে ছিল ততক্ষণই কাপিয়েছে। চোখ সরানোর উপায় নেই। ট্রেইলারঃ ট্রেইলারে মুভির main story মোটামুটি রিভিল করা হলেও আপনি যখন মুভি দেখবেন তখন শুধু চমকের উপর চমক পাবেন। যা যা ধারণা করেছিলেন হয়তো সেগুলাই হবে, কিন্তু একদম ভিন্নভাবে। যার কারণে মুভি দেখার সময় একটুও বোরিং ফিল হবে না। নতুনত্বঃ Typical MCU মুভি থেকে এই মুভিতে কিছু নতুনত্ব পাবেন। বিশেষ করে এই মুভির Opening scene টা। পুরোপুরি ভিন্নধরণের। এবং ভালো লাগার মত। আরও নতুন কিছু বলতে গেলে ভিলেনের সাথে deeply connected হতে পারবেন। ভিলেনের চরিত্রকে খুব ভালোভাবে ডেভেলপমেন্ট করা হয়েছে। সিরিয়াস কমেডিঃ MCU মুভি আর সিরিয়াস মুহুর্তে কমেডি থাকবে না এমন কি হয়?? যদিও অনেকের কাছে ব্যাপারটা নেগেটিভ। কিন্তু আমার কাছে অনেক ভাল্লাগে। আর আপনারও যদি বিষয়টা ভালো লাগে তাহলে নো টেনশন। এমন সীন মুভিতে ভরপুর পাবেন। Credit Scenes: এখান থেকে হালকা স্পয়লার থাকতে পারে। নিজ দায়িত্বে পড়ে নিবেন। মুভিতে দুইটা ক্রেডিট সীন। যার মধ্যে Mid credit scene টা খুবই গুরুত্বপূর্ণ। এই মুভির মিড ক্রেডিট সীন Far from home এর মিড ক্রেডিট সীন এর মত unexpected ছিল। মানে ধারণার বাইরে। আর নেক্সট মুভিগুলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আফসোস আমাদের হল এর অনেকেই না দেখে চলে গেছে। এরা নিশ্চিত MCU fan না। কিছু Fun facts : এখানে ভারী স্পয়লার আছে। স্পয়লার এড়াতে চাইলে এখনই থেমে যান। ১. মুভিতে Dragon Ball Z এর মেনশনিং টা খুব ভালো লাগছে। ScreenshotsTrailer (English)Trailer (Hindi)Download Links[Print: IMax-Webdl]480p (440 MB): 720p (1.3 GB): 1080p (3.7 GB): [Print: Blu-Ray]480p (470 MB) HEVC 720p (850 MB): 720p (1.3 GB) 1080p (3 GB) Bangla Subtitle: Download Link Here বাংলা সাবটাইটেল কিভাবে এড করে দেখবেন?লিংক থেকে বাংলা সাবটাইটেল ডাউনলোড করার পর দেখুন ফাইলটি জিপ ফরম্যাট এ আছে। এখন আমাদের দরকার Srt ফাইল যেটা আমরা Mx player দিয়ে প্লে করাবো। জিপ ফাইলটি ZArchiver দিয়ে অপেন করুন। সাবটাইটেল এর উপর ক্লীক করুন Extract এ ক্লিক করুন এবং যেকোনো একটা ফোল্ডার সিলেক্ট করুন। মুভি বা এপিসোডটি যে ফোল্ডারে রাখা আছে সে ফোল্ডার সিলেক্ট করলে বেশি ভালো হয়। তো এক্সট্রাক্ট করার পর দেখুন Zip ফাইলটি Srt ফাইলে রুপান্তরিত হয়ে গেছে। এটাই আমাদের প্রয়োজন ছিলো। এবার আপনি গ্যালারি কিংবা Mx player থেকে মুভিটি/এপিসোডটি অপেন করুন। অপেন করার পর Mx player এর [Links Credit: Mlwbd] নতুন নতুন মিমস ও ফানি পোস্ট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপেঃ Facebook Group
আজকে এই পর্যন্তই। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
The post ⚡️ ডাউনলোড করে নিন মার্ভেলের Shang-Chi and The Legend of The Ten Rings মুভিটি ফুল এইচডি প্রিন্ট ও ক্লিয়ার হিন্দি ডাবিং এ! [বাংলা সাবটাইটেল সহ] 🔥 appeared first on Trickbd.com. | ||||||
পবিত্র কুরআন সম্পকে অধিক জানুন [কুরআন নাযিল ও কুরআনের অন্যান্য নাম] Posted: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু । আশা করি ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে কুরআন সম্পকে কিছু কথা বলতে যাচ্ছি যা আপনার অজানা থাকতে পারে । তো চলুন আল-কুরআন সম্পকে আরও কিছু জানি এবং জ্ঞান বৃদ্ধি করি । কুরআন শব্দটি কারউন শব্দ থেকে উদ্ভূত । কারউন অথ পাঠ করা । আল কুরআন ‘লাওহি মাহফুযে’ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ । অথাৎ কিয়ামত পযন্ত এটির কোন পরিবতন হবে না । এটি প্রথমে কদরের রাতে প্রথম আসমানের ‘বায়তুল ইয্যাহ’ নামক স্থানে এক সাথে নাযিল করা হয় । এরপর সেখান থেক মহানবি (স)-এর উপর জীবদ্দশায় প্রয়োজন অনুসারে অল্প অল্প করে নাযিল করা হয় । মহানবি (স) এর উপর প্রথম নাযিল করা হয় তাঁর ৪০ বছর বয়সে সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাযিলের মাধ্যমে ।আল-কুরআনের সূরা সমূহ ২ ভাগে বিভক্ত । যথা- ১।মাক্কি ও ২। মাদানী । হিজরতের আগে যে সকল সূরা নাযিল হয়েছিল সেগুলো হলো মাক্কি এবং যে সূরাগুলো হিজরতের পরে নাযিল হয়েছিল সেগুলো হলো মাদানী ।অনেকেই ভাবে যে সূরাগুলো মক্কায় অবতীণ হয়েছে সে সূরাগুলো মাক্কী এবং যে সূরাগুলো মদিনায় অবতীণ হয়েছে সেগুলো মাদানী । এটি সকলের ভূল ধারণা । কিছু সূরা মক্কায় অবতীণ হয়েছে কিন্তু মাদানি সূরা । এর কারণ সূরাগুলো হিজরতের পরে নাযিল হয়েছিল । কুরআন মজিদে ৩০টি পারা রয়েছে । যাতে রয়েছে মোট ১১৪টি সূরা । যার মধ্যে ৮৬টি মাক্কি সূরা এবং ২৮টি মাদানি সূরা । আল কুরআনে ৫৪০টি রুকু ও ১৪টি সিজদাহের আয়াত রয়েছে । এছাড়া ৭টি মনজিল রয়েছে । কুরআন মজিদের আয়াত সংখ্যা ৬২৩৬টি । তবে বেশিরভাগ আলেমদের মতামত হলো কুরআন মজিদের আয়াত সংখ্যা ৬৬৬৬টি । কুরআন মজিদ -এর নাম শুধুমাত্র আল-কুরআন নয় । এর বেশ কিছু নাম আছে । কুরআন মজিদের বৈশিষ্ট্য অনুসারে এর কিছু নাম রয়েছে যা নিচে উল্লেখ করা হলো:- [b]১। আল-ফুরকান:- ফুরকান শব্দের অথ হলো পাথক্যকারী । আল-কুরআন সত্য-মিথ্যা,ন্যায়-অন্যায়,ভালোবাসা-জুলুমের পাথক্যকারী । এ জন্য আল-কুরআনের একটি নাম হলো আল-ফুরকান । ২। আল-হুদা:- হুদা শব্দের অথ হলো হিদায়াত বা পথ প্রদশন । আল-কুরআনের মাধ্যমে ন্যায় ও সত্যের দিকে পথ প্রদশন করা হয় । তাই একে আল-হুদাও বলা হয় । ৩। আর রাহমাহ:- রহমাহের অথ হলো রহমত,করুণা,দয়া । কুরআন মজিদ সকলের জন্য রহমত স্বরুপ । তার কুরআনুল কারিমের আরেক নাম আর রাহমাহ । ৪। আয-যিকর:- যিকর শব্দের অথ উপদেশ,আলোচনা । কুরআনুল কারিমে অনেক ঘটনার আলোচনা ও অনেক উপদেশমূলক বাণী রয়েছে । তাই একে আয-যিকর ও বলা হয় । ৫।আন-নুর:- নুর শব্দের অথ জ্যাতি বা আলো । পবিত্র কুরআনের মাধ্যমে হালাল-হারামের রহস্য উন্মোচিত হয়েছে । এছাড়া এটি আলোর পথ নিদেশ করে । তাই একে ‘নুর’ বলে অ্যাখ্যায়িত করা হয়েছে । তো এই ছিল আমার পক্ষ থেকে কুরআন মজিদের আলোচ্য বিষয় । ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন ।ফেসবুকে আমি । আমার সাইট trickhelper.com The post পবিত্র কুরআন সম্পকে অধিক জানুন [কুরআন নাযিল ও কুরআনের অন্যান্য নাম] appeared first on Trickbd.com. | ||||||
নগদ অ্যাকাউন্ট থেকে যেকোনো পরিমানে রিচার্জ করলেই পেয়ে যাবেন ৫০% ক্যাশব্যাক দেখেনিন বিস্তারিত Posted: আমরা বুঝি মোবাইল রিচার্জ করে বেশি লাভ পেলে আপনার ভালোই লাগে! আপনাদের বেশি লাভ দিতেই, নগদ থেকে রিচার্জে পাচ্ছেন দারুণ সব অফার। দেশের সকল মোবাইল অপারেটর গ্রাহকরা নগদ-এর মাধ্যমে মোবাইল রিচার্জে উপভোগ করতে পারবেন ৫০% পর্যন্ত ক্যাশব্যাক, আনলিমিটেড ক্যাশব্যাক, সুপার মঙ্গলবার, এক্সক্লুসিভ অফার। সেরা মোবাইল রিচার্জ অফারের সাথে আরো সব অফার পেতে থাকুন নগদ-এর সাথেই। ![]() নগদ থেকে যেভাবে রিচার্জ করবেন ১। নগদ মোবাইল মেন্যু ওপেন করুন ২। নাম্বার দিন ৩। পরিমাণ লিখুন ৪। ব্যালেন্স রিসিভ করুন মোবাইল রিচার্জ হয়ে গেলো! আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন। নগদ একাউন্ট দিয়ে আপনি নিচের মোবাইল অপারেটরগুলোর প্রিপেইড রিচার্জ ও পোস্টপেইড বিল পরিশোধ করতে পারবেন: • গ্রামীণফোন • রবি • এয়ারটেল • টেলিটক • বাংলালিংক অফারের বিস্তারিত: আরও পড়ুনঃ ফেসবুক পেজ থেকে ইনকাম এবং ফেসবুক গ্রুপ থেকে কিভাবে ইনকাম করবেন নতুন উপায়ে দেখেনিন সবাই ২০২১২। আপনি এই ক্যাশব্যাকটি একাধিকবার উপভোগ করতে পারবেন, যদি অফার চলাকালে নগদ অ্যাপ অথবা *167# ডায়ালের মাধ্যমে উপরের কোন মোবাইল অপারেটরের প্রি-পেইড অথবা পোস্ট-পেইড নাম্বার রিচার্জ করেন ৩। আপনার যেই নাম্বার দিয়ে নগদ একাউন্ট খুলেছেন/খুলবেন এবং রিচার্জ করবেন, সেই নগদ একাউন্টেই ক্যাশব্যাকটি পাবেন। তবে এই ক্যাশব্যাক সম্পর্কিত কোন এসএমএস নোটিফিকেশন পাবেন না ৪। এই অফারটি সকল নগদ গ্রাহক ও সকল মোবাইল অপারেটরের জন্য প্রযোজ্য ৫। আপনি এই ক্যাশব্যাকটি উক্ত অফারের সকল শর্ত পূরণ সাপেক্ষে একাধিকবার উপভোগ করতে পারবেন ৬। আপনি এই অফারের শর্তগুলো অনুযায়ী বিবেচিত হলে রিচার্জ করার পর ওই দিনের মধ্যেই ক্যাশব্যাক পাবেন ৭। এই অফারটি ১৬ নভেম্বর, ২০২১ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে ৮। এই অফারটি পেতে আপনার নগদ একাউন্ট অবশ্যই সচল থাকতে হবে ৯। এই অফারটির সম্পর্কিত সকল তথ্যের দায়ভার সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের উপর। নগদ শুধু ক্যাশব্যাক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ ১০। এই অফার সম্পর্কিত সব শর্ত পূরণ করার পরেও যদি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স সীমা অতিক্রম করায় অথবা অন্য কোন অজানা বা অনাকাঙ্ক্ষিত কারণে ক্যাশব্যাক না পেয়ে থাকেন, তবে নগদ ক্যাশব্যাকের অর্থ দেয়ার জন্য অতিরিক্ত একবার চেষ্টা করবে অফারের সময়সীমা শেষ হওয়ার পরবর্তী ০২ (দুই) মাসের মধ্যে। তারপরেও যদি আপনি কোন কারণে ক্যাশব্যাক না পান, সেক্ষেত্রে আপনি আর এই অফারের আওতাভুক্ত থাকবেন না এবং নগদ এই ক্যাশব্যাকের জন্য আর দায়ী থাকবে না আরও পড়ুনঃ কন্টেন্ট রাইটিং কি? কিভাবে সুন্দর একটি কন্টেন্ট তৈরি করবেন দেখেনিন সেরা কিছু টিপ্স ২০২১১১। নগদ এই শর্তগুলো পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো অফারটি বাতিল করার অধিকার রাখে ১২। এই সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত নগদ কর্তৃক সংরক্ষিত এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ১৩। 'নগদ' ঘোষণা করে যে, ক) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবেন না খ) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবেন না গ) শুধু 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন ঘ) উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোন পক্ষ কর্তৃক আপনার কোন ক্ষতি হলে, নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না ঙ) এই অফার সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে চ) এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে আশা করি পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আমার একটি ওয়েবসাইট রয়েছে সবাই ভিজিট করে আসবেন লিংক পোস্ট টি নগদ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা The post নগদ অ্যাকাউন্ট থেকে যেকোনো পরিমানে রিচার্জ করলেই পেয়ে যাবেন ৫০% ক্যাশব্যাক দেখেনিন বিস্তারিত appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments