আপনার পছন্দের ভিডিও গানকে ভিডিও আকারেই আপনার ফোনের রিংটোন হিসেবে সেট করবেন। |
- আপনার পছন্দের ভিডিও গানকে ভিডিও আকারেই আপনার ফোনের রিংটোন হিসেবে সেট করবেন।
- Black Friday তে ডোমেইন এবং হোষ্টিং কিনুন ৮০% ডিসকাউন্টে । .COM ডোমেইন মাত্র 599 টাকা (ট্রাষ্টেড হোষ্টিং কোম্পানী চেনার উপায়)
- [Vidmate Mod Ads Free – v4.5094] নিয়ে নিন প্রো ভার্সন আর এডস ফ্রি ব্যবহার করুন
- কম্পিউটার/ল্যাপটপে ক্রোম ব্রাউজারের সাহায্যে যেকোনো ইমেজ থেকে লেখা কপি করুন সহজেই
- Wapkiz সাইটে অ্যাডভান্স সাইটম্যাপ তৈরি করার উপায় পদ্ধতি
- Templateify এর মতো ওয়াপকিজ টেমপ্লেট ডাউনলোড করে নিন
- Youtube Premium, Apple TV+/Music/News, SiriusXM Subscription ফ্রিতে লুফে নিন
- ফ্রি ফায়ার | ANTIBAN INJECTOR + ALL লোকেশন CONFIG FILE
- ডাউনলোড করে নিন Dedomil net সাইটটির ওয়াপকিজ থিম
আপনার পছন্দের ভিডিও গানকে ভিডিও আকারেই আপনার ফোনের রিংটোন হিসেবে সেট করবেন। Posted: আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কারণ ট্রিকবিডির সাথে থাকলে সকলে ভালোই থাকে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের বিষয় :আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের ভিডিও গানকে আপনার ফোনের রিংটোন হিসেবে সেট করবেন। এটা হয়তো অনেকে যানে, তাই এটা শুধু নতুনদের জন্য। App সম্পর্কিত কিছু তথ্য:-App Details :-
DOWNLOAD
এবার অ্যাপটি ডাউনলোড করে নিচের মতো ওপেন করবেন।
এরপর আবার নিচের ২ টা অপশন অন করে Get Started এ ক্লিক করুন। এরপর আপনার ফোন নাম্বার দিবেন এবং ঐ নাম্বারে একটি কোড যাবে। ওটা দিয়ে Continue এ ক্লিক করবেন। এরপর আপনি যদি আপনার ফোনের গ্যালারি থেকে কোনো গান রিংটোন হিসেবে দিতে চান। তাহলে Gallery লেখায় ক্লিক করে, সেটা Select করুন। এরপর গানটি Select করে Set এ ক্লিক করুন। তো আজ এ প্রর্যোন্তই। আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে।
JOIN HERE FOR MORE PAID APPS & Netflix The post আপনার পছন্দের ভিডিও গানকে ভিডিও আকারেই আপনার ফোনের রিংটোন হিসেবে সেট করবেন। appeared first on Trickbd.com. | ||||||||
Posted: আসসালামু আলাইকুম । প্রিয় ট্রিকবিডিবাসী । আশা করি সকলে ভালো আছেন । অনেক দিন পরে আপনাদের সামনে একটি পোষ্ট নিয়ে হাজির হলাম । আশা করি এতে অনেকেরই উপকার হবে । একটি ওয়েবসাইটের জন্য ডোমেইন এবং হোষ্টিং বাধ্যতামূলক । কিন্তু এই ডোমেইন হোষ্টিং কেনার জন্য বিশস্ত কোন কোম্পানীর বড়ই অভাব । বিশেষ করে বাংলাদেশে অনেক অনেক ডোমেইন হোষ্টিং কোম্পানী আছে । নামী বেনামী অনেক কোম্পানীই কমবেশি মূল্যে জেনুইন এবং আনজেনুইন হোষ্টিং সেল করে । যদিও জেনুইন হোষ্টিং প্রভাইডারের তালিকা বাংলাদেশে খুবই কম । ট্রাষ্টেড ডোমেইন এবং হোষ্টিং কোম্পানী হাতে গোনা কয়েকটি ছাড়া নেই ই । এখন কথা হলো জেনুইন হোষ্টিং কিভাবে চিনবেন ? আমরা অনেকেই হোষ্টিং এর কোয়ালিটি যাচাই না করে করেই নামমাত্র মূল্যের লোভনীয় অফারের মায়ায় পড়ে যেখান-সেখান থেকেই হোষ্টিং কিনে ফেলি । কোন যাচাই বাছাইয়ের প্রয়োজনই মনে করি না । অতঃপর রেজাল্ট টা হয় ২দিন পর ওয়েবসাইট উধাও হয়ে যায় বা মাসে ১৫দিন ডাউন থাকে বা কোন সাপোর্টের জন্য প্রভাইডরকে খুজেই পাওয়া যাচ্ছে না । তাই সবসময় হোষ্টিং কেনার আগে, যে কোম্পানীর হোষ্টিং কিনছেন, সেই হোষ্টিং টি জেনুইন কিনা চেক করে নেওয়া খুবই জরুরী । বর্তমান সময়ে হোষ্টিং এর জনপ্রিয় কন্ট্রোল প্যানেল এর নাম হচ্ছে, "সিপ্যানেল" আর হোষ্টিং টি জেনুইন কিনা তা দেখার জন্য "সিপ্যানেল" এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভেরিফাই অপশন এর মাধ্যমে সিপ্যানেল লাইসেন্স ভেরিফাই করে দেখতে পারবেন যে, কাংখিত হোষ্টিং টি জেনুইন কিনা । যদি অফিশিয়াল সিপ্যানেল লাইসেন্স ভেরিফাই এ লাইসেন্স দেখতে পান তবেই বুঝবেন কাংখিত হোষ্টিং টি সম্পূর্ণ নির্ভেজাল এবং জেনুইন । এবং জেনুইন হোষ্টিং প্রভাইডাররা কখনোই চাইবে না যে তাদের সার্ভিসে ত্রটি থাকুক । কেননা তারা হিউজ এমাউন্ট খরচ করে পার্মানেন্ট ব্যবসার জন্য এসেছে । অন্যদিকে, কিছু প্রভাইডার আছে যারা সিপ্যানেল লাইসেন্স ক্রাক করে ব্যবহার করছে, যা সম্পূর্ণই আনজেনুইন বা ইলিগ্যাল বা ক্রাইম বলা যায় । যা আপনার ওয়েবসাইটের জন্য খুবই ঝূকিপূর্ণ । তাই লাইসেন্স ছাড়া ওয়েব হোষ্টিং কেনা থেকে বিরত থাকুন । আশা করি উপরোক্ত কথাগুলি সকলে বুঝতে পেরেছেন ।।। তারা জেনুইন লাইসেন্স প্রাপ্ত । তাদের লাইসেন্স চেক করতে ভিজিট করুন https://verify.cpanel.net/app/verify?ip=a2hostbd.com লিংকে প্রবেশ করলেই তাদের লাইসেন্স ইনফরমেশন দেখতে পারবেন । উক্ত কোম্পানীর Black Friday উপলক্ষে কয়েকটি অফার নিম্নে উল্লেখ করা হলোঃ হোষ্টিং অফারঃ
ডোমেইন অফারঃ
যারা অফারগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা ভিজিট করুন https://a2hostbd.com তাদের সুবিধাসমূহঃ
আশা করি গুরুত্বপূর্ণ একটি পোষ্ট শেয়ার করতে পেরেছি । পোষ্টে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন । আমি মানুষ, আর মানুষ মাত্রই ভুল হতে পারে আমার তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে পোষ্টটি দেখবেন । ধন্যবাদ সবাইকে । The post Black Friday তে ডোমেইন এবং হোষ্টিং কিনুন ৮০% ডিসকাউন্টে । .COM ডোমেইন মাত্র 599 টাকা (ট্রাষ্টেড হোষ্টিং কোম্পানী চেনার উপায়) appeared first on Trickbd.com. | ||||||||
[Vidmate Mod Ads Free – v4.5094] নিয়ে নিন প্রো ভার্সন আর এডস ফ্রি ব্যবহার করুন Posted: এই এপস টার সাথে বাংলাদেশের আর ইন্ডিয়ার মানুষের অনেক পরিচিত কিন্তু ঘটনা হচ্ছে এপসটা প্লে স্টোরে নেই, কারন কি? কারন হচ্ছে গিয়ে এই এপস যেই সব কার্যকলাপ করে তা পুরো পুরি গুগলের বিরুদ্ধে কিন্তু তাতে আসে কি যাই? কারন যেই পরিমানে কাজের এপস, গুগলের গুস্টি কিলাই Vidmate এপস আপনার জন্য কি কি করে দেয় তা দেখা যাকঃ মুভি ডাউনলোডঃ
গান ডাউনলোডঃ
হাই কোয়ালিটি ভিডিও ডাউনলোডঃ
টিভি শোঃ ইনি আপনাকে যত প্রকার টিভি শো বা সিরিয়াল আসে সেই গুলো এনে দিবে। গুগল কি এমনি এমনি পারমিশিন দেই নাই গুগল প্লে স্টোরে । আগে জানলে Westworld টা এই এপসে দেখা যেত
Download VidMate MOD + PREMIUM UNLOCKED
The post [Vidmate Mod Ads Free – v4.5094] নিয়ে নিন প্রো ভার্সন আর এডস ফ্রি ব্যবহার করুন appeared first on Trickbd.com. | ||||||||
কম্পিউটার/ল্যাপটপে ক্রোম ব্রাউজারের সাহায্যে যেকোনো ইমেজ থেকে লেখা কপি করুন সহজেই Posted:
আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই?
আশা করছি সবাই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন।
আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে কোনো ইমেজ থেকে টেক্সট কপি করার প্রয়োজন হয়। ,যেমন:- আর্টিকেল লেখা,কোন গুরুত্বপূর্ণ কথা নোট করা ইত্যাদি ইত্যাদি।
কিন্তু এই সহজ কাজটাই অনেকে অনেক কঠিন ভাবে করে থাকে,আর অনেকে তো এই কাজটি করতেই জানে না।
তাই আজকে আমি আপনাদের শেখাবো কম্পিউটার/ল্যাপটপের সাহায্যে ক্রোম ব্রাউজার ব্যাবহার করে কিভাবে খুব সহজে কোনো ছবি থেকে লেখা কপি করা যায়।
তো চলুন শুরু করা যাকঃ-
যেহেতু আমরা ক্রোম ব্রাউজার ব্যাবহার করে কাজটি করবো,তো অবশ্যই আমরা প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নিবো।
আগে আপনারা দেখে নিন যে ব্রাউজারে ইমেজ থেকে টেক্সট কপি করা নরমালি সম্ভব নয়।
![]()
তো এবার সময় হয়েছে আমাদের ট্রিক এপ্লাই করার পালা।
এর জন্য আপনাদের বেশি করতে হবে না,
শুধু ব্রাউজারে গিয়ে Project Naptha লিখে সার্চ দিন।
![]()
![]()
তারপর extension টি আপনার ক্রোম ব্রাউজারে এড করে ফেলুন ![]()
![]()
![]()
এরপর কম্পিউটার/ল্যাপটপটি একবার Restart করুন।
এরপর দেখুন ম্যাজিক
![]() ![]()
তো আজকের জন্য এইটুকুই,যদি আমার পোস্ট টি ভালো লাগে তো লাইক কমেন্ট করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,নিয়মিত নামাজ আদায় করবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন সবসময়।
আল্লাহ হাফেজ
The post কম্পিউটার/ল্যাপটপে ক্রোম ব্রাউজারের সাহায্যে যেকোনো ইমেজ থেকে লেখা কপি করুন সহজেই appeared first on Trickbd.com. | ||||||||
Wapkiz সাইটে অ্যাডভান্স সাইটম্যাপ তৈরি করার উপায় পদ্ধতি Posted: wapkiz কী তাতো আপনারা সবাই জানেন জানেন না শুধু কীভাবে একটি স্পেশাল সাইটম্যাপ তৈরি করতে হয়। হ্যা আপনারা যারা এখনো ওয়াপকিজে অ্যাডভান্স সাইটম্যাপ বানাতে পারেন না তাদের জন্য আমি আজকে দেখাবো কীভাবে ওয়াপকিজে অ্যাডভান্স সাইটম্যাপ বানাবেন। আমি এই পোষ্টে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যাডভান্স সাইটম্যাপ কোড। তো পুরো বিষয়টি ভালোভাবে বোঝার জন্য শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে থাকুন। সাইটম্যাপ কী?সাইটম্যাপ হচ্ছে এমন একটি পেইজ যেখানে কোনো ভিজিটর খুব সহজেই আপনার সাইট সম্পর্কে ধারনা নিতে পারে। আপনার সাইটের সকল কন্টেন্ট একত্রে রেখে যে পেইজ তৈরি করা হয় সেটিই হচ্ছে সাইটম্যাপ। অথ্যৎ আপনি আপনার সাইটের সকল ফাংশন একটি পেইজে রাখলেন এবং আপনার সাইটে কীকী আছে সেটি দেখানোর পেইজটিই হচ্ছে সাইটম্যাপ। আপনার ওয়েবসাইট যেকোনো সার্চ ইঞ্জিনে ভালোভাবে এসইও করার জন্য খুবই গুরুত্বপূর্ন একটি পেইজ। যদি আপনার সাইটের জন্য একটি সাইটম্যাপ তৈরি করেন আর সেই সাইটম্যাপ গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে সাবমিট করেন তবে আপনার সাইটের কন্টেন্ট খুব দ্রুত সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং হবে। সাইটম্যাপ সার্চ ইঞ্জিনকে আপনার সাইটে কী কী করতে হবে সেটির নির্দেশনা দেয় এবং সাইটম্যাপ অনুযায়ী সার্চ ইঞ্জিন ক্রুল করে। ওয়াপকিজে সাইটম্যাপ তৈরি করার উপকারিতাঃসাইটম্যাপ সম্পর্কে তো জানলেন এবার দেখুন সাইটম্যাপ তৈরি করার উপকারিতা সমূহ। সাইটম্যাপ তৈরি করার ফলে যেকেউ আপনার সাইট সম্পর্কে খুব সহজেই ধারনা নিতে পারবে এবং সে আপনার সাইট খুব সহজেই ব্যবহার করতে পারবে। সাইটম্যাপ যেকোনো সার্চ ইঞ্জিনে সাবমিট করার ফলে আপনার সাইটের কন্টেন্ট খুব দ্রুত ইন্ডেক্সিং হবে এবং সার্চ রেজাল্টের টপ পেইজে থাকবে। কীভাবে সাইটম্যাপ তৈরি করবেনঃপ্রথমে আপনি আপনার ওয়াপকিজ পেনেল মোডে যান তারপর দেখুন অনেক অপশন দেখাচ্ছে। এবার অ্যাডভান্স সাইটম্যাপ Advance sitemap খুজে বের করুন। এবার ক্রিয়েট নিউ তে ক্লিক করুন এবং সাইটম্যাপ কোডটি বসিয়ে দিন। নিচে আমি সাইটম্যাপ এর কোডটি দিয়ে দিচ্ছি কপি করে বসিয়ে দিবেন। ব্যাস আপনার অ্যাডভান্স সাইটম্যাপ তৈরি হয়ে যাবে। এবার সাইটম্যাপ ইউআরএল কপি করে সার্চ ইঞ্জিনে সাবমিট করে দিন। উপসংহারঃউপরে আমার দেওয়া কোডগুলো ব্যবহারের পূর্বে আমার সাইটের লিংকটি কেটে দিয়ে আপনার সাইটোর লিংকটি বসিয়ে দিন।তা নাহলে কাজ করবে না। The post Wapkiz সাইটে অ্যাডভান্স সাইটম্যাপ তৈরি করার উপায় পদ্ধতি appeared first on Trickbd.com. | ||||||||
Templateify এর মতো ওয়াপকিজ টেমপ্লেট ডাউনলোড করে নিন Posted: বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য একটি wapkiz theme নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আসলে আমি যে থিমটি শেয়ার করতে যাচ্ছি সেটা আসলে স্বনামধন্য ব্লগার টেমপ্লেট বিক্রেতা Templateify এর মতো। শুধু মাত্র একটি পার্থক্য হচ্ছে Templateify ওয়েবসাইটটি হচ্ছে ব্লগারের আর আজ আমি টেমপ্লেটটি দিবো সেটি হচ্ছে wapkiz এর। আপনারা যদি ওয়াপকিজ কোনো গ্যামিং বা কোনো মুভি বা অডিও গান কিংবা টেমপ্লেট বিক্রয় করার জন্য ওয়েবসাইট বানান তবে এই থিমটি আপনার জন্য। কারন এই থিমটি সম্পূর্ন মোবাইল ও পিসি ফ্রেন্ডলি এই থিমে মোবাইল ও পিসি ভার্সন দুটোই আছে। আশা করছি থিমটি আপনাদের পচন্দ হবে। এই প্রথম আমি ব্লহার টেমপ্লেটটিকে ওয়াপকিজ টোমপ্লেটে রুপান্তর করেছি তাই অনুগ্রহ করে কেউ থিমটিকে নিজের বলে চালিয়ে দিবেন না। কারন কারন একটি থিম তৈরি করতে একজন ডেভেলপারের অনেক পরিশ্রম ও কষ্ট করতে হয়। অনেক কথাইতো বললাম এবার দেখে নিন থিমের কিছু ফিচার। থিমের ফিচার সমূহঃ
থিমের ডেমোঃএটি হচ্ছে পিসি ভার্সন হেডার পেইজ ।
এটি হচ্ছে পিসি ভার্সন হোমপেইজ।
এটি হচ্ছে পিসি ভার্সন ডাউনলোড পেইজ।
এটি হচ্ছে পিসি ভার্সন ফুটার পেইজ।
এটি হচ্ছে মোবাইল ভার্সন হেডার পেইজ। এটি হচ্ছে মোবাইল ভার্সন হোমপেইজ। ডাউনলোডঃথিমটি আপনাদের একদম বিনামূল্যেই দিচ্ছি আপনারা কোনো টাকা ছাড়াই ডাউনলোড করতে পারবেন। থিমের চন্য আপনাদের কোনো টাকা খরচ করতে হবে না। নিচের Google Drive লিংক থেকে ডাউনলোড করে নিন। বিশেষ কথাঃএকটি থিম ক্লোন করতে বা বানাতে আমাদের অনেক কষ্ট শ্রম মেধা ও টাকার একটা প্রয়োজন পড়ে। একটি থিম ক্লোন বা বানাতে আমাদের প্রায় ১ থেকে ২দিন সময় লেগে যায়। আর তার সাথে কষ্ট সময় তো ব্যায় হয়েই। এসব বড় ব্যাপর না বড় ব্যাপার হচ্ছে আমাদের থিম তৈরির জন্য দিতে হয় প্রচুর মেধাশ্রম। তাই থিম ক্রিয়েটরের প্রতি সম্মান রেখে আপনারা প্লিজ থিমটি ডাউনলোড করে নিজের নামে চালিয়ে দিবেন না। অথবা আপনার সাইটে ডাউনলোড করার জন্য আপলোড করবেন না। উপসংহারঃবন্ধুরা আমি ১০০% নিশ্চিত টেমপ্লেটটি আপনার পচন্দ হবে। কারন নেইম ডিজাইন টেমপ্লেটইফি এর মতো। আমি কখনো কাচা কাজ করিনি আমার আগের থিমগুলোও আপনার পচন্দ হবে।
থিমটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ The post Templateify এর মতো ওয়াপকিজ টেমপ্লেট ডাউনলোড করে নিন appeared first on Trickbd.com. | ||||||||
Youtube Premium, Apple TV+/Music/News, SiriusXM Subscription ফ্রিতে লুফে নিন Posted: Youtube Premium, Apple TV+/Music/News, SiriusXM Subscription ফ্রিতে যদি নিতে চান তবে সম্পূর্ন পোষ্ট এবং ভিডিও অনুসরন করুন।
Youtube Premium Subscription 3 Month সহ অন্যান্য প্রোডাক্ট গুলো ফ্রি নিতে চাইলে আপনার যেসব জিনিস দরকার হবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক।
প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে US এর ব্যাক্তির তথ্য সাথে ঠিকানা যদি আপনার কাছে না থাকে তবে নিচের লিংক গুলো দেখে নিন সংগ্রহ করার জন্য।
আমাদের ২য় রিকোয়ারমেন্ট হচ্ছে US Mobile নাম্বার আপনার কাছে প্রিমিয়াম প্যাকেজ থাকলে সেটা ব্যবহার করুন আর যদি প্রিমিয়াম কোন সাইট বা এপ ব্যবহার না করেন সেক্ষেত্রে চাইলে নিচের লিংক গুলো ঘুরে দেখতে পারেন আশা করি সমাধান হয়ে যাবে।উপরের সাইট হতে আপনি চাইলে ভয়েস কোড ভেরিফাই করতে পারবেন আর এসএমএস ভেরিফাই তো থাকছেই।
10. Spoofbox.com আমাদের ৩য় রিকোয়ারমেন্ট হচ্ছে US আইপি কিংবা VPN – US Server. আপনার কাছে যদি আইপি না থাকে প্রবলেম নেই আপনি যে কোন VPN ব্যবহার করতে পারেন শুধু আমেরিকার সার্ভার কানেক্ট করে নিলেই হবে।আমাদের ৪র্থ নং রিকোয়ারমেন্ট হচ্ছে US Credit Card Or Bin. আপনার কাছে যদি US ব্যাংক কার্ড কিংবা প্রিপেইড কার্ড না থাকে তবে সেক্ষেত্রে বিন দিয়ে কার্ড বানিয়ে নিতে হবে এবং লাইভ টেস্ট করে তার ব্যবহার করতে হবে।Bin Information:
410039005949xxxx 07/25 US এখন যারা বিন দিয়ে কাজ করতে পারেন তারা আশা করি বিন দিয়ে কার্ড বানাতে পারবেন আর যারা এখনো কার্ড বানাতে পারেন না তারা নিচের স্টেপ গুলো ফলো করুন। প্রথমে “410039005949xxxx” এটা কপি করে নিন এবং নিচের লিংকে প্রবেশ করুন। Quantity 100 কিংবা আরো বেশী দিতে পারেন সেটা আপনার ইচ্ছা। সব শেষে Generate বাটনে ক্লিক করে দিন তাহলে খালি ঘর কার্ড নাম্বারে পূর্ন হয়ে যাবে তা কপি করে নিতে হবে। যদি কপি করে থাকেন কার্ড নাম্বার গুলো তাহলে এখন আমাদের কার্ড গুলো লাইভ আছে কিনা তা যাচাই করতে হবে যার জন্য নিচের লিংকে প্রবেশ করবো। Link টি ভিজিট করলে একটি খালি ঘর দেখতে পাবেন সেখানে আপনার কার্ড নাম্বার গুলো পেস্ট করে দিয়ে Start বাটনে ক্লিক করে দিবেন। কিছুক্ষনের মাঝে Live ঘরে কিছু কার্ড নাম্বার দেখতে পাবেন সেগুলোই আমাদের কার্ড যেঁগুলো দিয়ে কাজ করা যাবে। আর যেঁগুলো Dead বা Unknown সেগুলো দিয়ে কাজ হবে না। তাই লাইভ যে কার্ড থাকবে তা কপি করে নোট করে নিন। তাহলে আমরা যারা কার্ড বানাতে পারতাম না তারাও পারি যার মানে ৪ নং রিকোয়ারমেন্ট আমাদের সম্পূর্ন। আমাদের ৫ নং রিকোয়ারমেন্ট হচ্ছে যে কোন ই-মেইল একাউন্ট আশা করি সবার আছে তারপরেও যদি কারো না থাকে তবে চাইলে ফেক মেইল সার্ভিস ব্যবহার করতে পারেন তবে আমি ফেক মেইল সাজেস্ট করিনা তারপরেও আইডিয়ার জন্য দেখতে পারেন।8. Mailinator 9. MailDrop
তাহলে আমাদের যা লাগবে সব কিছুই আমাদের কাছে আছে তাহলে চলুন শুরু করা যাক মূল কাজ।প্রথমে আমাদের Bestbuy.com সাইটে প্রবেশ করতে হবে এবং নতুন একাউন্ট তৈরী করতে হবে। একাউন্ট করা হয়ে গেলে মেইল ভেরিফাই করে নিবেন।
আমাদের এবার পেমেন্ট মেথড যুক্ত করতে হবে। আমাদের বানানো লাইভ কার্ড এখানে ব্যবহার করবো এবং পার্সন ইনফরমেশন কালেক্ট করে এখানে ঠিক ভাবে বসাবো। কার্ড যুক্ত হয়ে গেলে সাকসেস ম্যাসেজ দেখতে পাবেন।
এবার আমরা bestbuy তে উল্লেখিত প্রোডাক্ট গুলোর নাম দিয়ে সার্চ করবো।
সার্চ রেজাল্ট পেয়ে গেলে আমাদের প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট add To cart করে নিবো।
Cart এ যুক্ত হয়ে গেলে আমাদের Checkout করতে হবে। সব কিছু ঠিক থাকলে Place Your Order বাটনে ক্লিক করে দিন। অর্ডার সাকসেস হয়ে গেলে অপেক্ষা করুন কিছুক্ষনের মাঝে মেইল পেয়ে যাবেন।
নিন প্রুফ আশা করি আপনিও পারবেন এত কঠিন কিছু না। যদি এরপরেও কেউ সমস্যা মনে করেন চাইলে নিচের থেকে ভিডিও টি দেখে নিতে পারেন। সবশেষে যদি আর্টিকেল ভালো লেগে থাকে এবং আপনি কালেক্ট করতে সক্ষম হয়ে থাকেন তবে লাইক কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে। সৌজন্যে চাইলে গরীবের ক্ষুদ্র সাইট ঘুরে দেখতে পারেন নিচে লিংক
The post Youtube Premium, Apple TV+/Music/News, SiriusXM Subscription ফ্রিতে লুফে নিন appeared first on Trickbd.com. | ||||||||
ফ্রি ফায়ার | ANTIBAN INJECTOR + ALL লোকেশন CONFIG FILE Posted: আসসালামু আলাইকুম | ||||||||
ডাউনলোড করে নিন Dedomil net সাইটটির ওয়াপকিজ থিম Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে dedomil.net সাইটটির ওয়াপকিজ থিম শেয়ার করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্টটি পড়বেন । ভালো লাগলে কমেন্ট করবেন । Dedomil.net সাইটটির সাথে আমরা অনেকেই খুব পরিচিত । বিশেষ করে জাভা ইউজাররা । কারণ এই সাইটটি প্রতিনিয়ত জাভা ইউজারদের জন্য গেম আপলোড দিয়ে থাকে । এই সাইটটির ওয়াপকিজ থিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব । হুবহু ডেডোমিল সাইটের মতো । যে সুবিধা পাবেন তা হলো :- থিমের একটি ছবি আমি নিচে দিলাম :- থিম রিভিউ :- থিমটির সাইয মাত্র ৩১ কেবি । এটির ডেমো লিংক দিতে পারলাম না । এজন্য দুঃখিত । যারা ওয়াপকিজ সাইট ডিজাইন করতে পারেন তাদের জন্য এটি একটি ভালো থিম । এখানে আপনারা প্রয়োজনে নানা ফিচার যুক্ত করতে পারেন আবার এগুলো থেকে নানা কোড নিতে পারেন । যদি থিমটি আপনার পছন্দ হয় তবে ডাউনলোড করতে পারেন । একটি কথা না বললেই নয় । আপনারা কেউ এই থিমটি নিয়ে ব্যাবসা করবেন না । সবাইকে বিতরণ করবেন । The post ডাউনলোড করে নিন Dedomil net সাইটটির ওয়াপকিজ থিম appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments