একজন মুসলমানের জন্য মাস্ট ওয়াচ মুভি Omar Mukhtar/ Lion of the Desert রিভিউ + লিংক |
- একজন মুসলমানের জন্য মাস্ট ওয়াচ মুভি Omar Mukhtar/ Lion of the Desert রিভিউ + লিংক
- Robi তে ১২ টাকায় ১ জিবি ডাটা প্যাক কিনে জিতে নিন প্রতি ঘন্টায় ১ টি Nokia 225 4G হ্যান্ডসেট
- FREE FIRE | ANTI BAN কনফিগ ফাইল MAIN ID সেফ!
- নবীদের কাহিনী – ১ PDF | (পবিত্র কুরআনে বর্ণিত ১৩ জন নবীর কাহিনী)
- মোবাইল দিয়ে অফলাইনে ফটোর আয়তন কমানোর উপায়
- কন্টেন্ট রাইটিং সম্পর্কে জেনে নিন বিস্তারিতভাবে
একজন মুসলমানের জন্য মাস্ট ওয়াচ মুভি Omar Mukhtar/ Lion of the Desert রিভিউ + লিংক Posted:
কিছু কথা:
বিংশ শতাব্দীতে বিশ্ব জুড়ে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নিজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কয়জন নেতা শুরু থেকে শেষ পর্যন্ত বীরদর্পে লড়াই করে গেছেন, তাদের মধ্যে সেনুসী আন্দোলনের নেতা ওমর আল-মুখতার অন্যতম।
অকুতোভয় এই বীর দীর্ঘ ২০ বছর ধরে ইতালিয়ান শাসনের বিরুদ্ধে লিবিয়ান মুজাহিদদের লড়াইয়ে নেতৃত্ব দিয়ে গেছেন। সমসাময়িক অন্যান্য নেতার মতো ইতালিয়ানদের প্রস্তাব করা সুযোগ সুবিধার কাছে নিজেকে বিকিয়ে না দিয়ে, ৭৩ বছর বয়স পর্যন্ত আমৃত্যু লড়াই করে গিয়েছেন তিনি।
এমনকি মৃত্যুর সময়ও তাকে এতোটা ভীতসন্ত্রস্ত দেখা যায়নি। গাদ্দাফীর উদ্যোগে সিরীয়-আমেরিকান পরিচালক ওমর আল-মুখতারের শেষ বছরগুলো নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেন।
'লায়ন অফ দ্য ডেজার্ট' নামে এ চলচ্চিত্রটি আরব বিশ্বে ক্লাসিক হিসেবে পরিচিত হয়। মুভিতে উঠে আসে বেদুইনদের মরণপণ লড়াই, ইতালির নৃশংস হত্যাকান্ড, বন্দিশিবিরে নির্মম অত্যাচার আর তৎকালীন পরিস্থিতির ঘটনা। মুভি রিলিজ এর পর রোমানদের অত্যাচারের মাত্রা দেখে ইতালিয়ানরা এত সমালোচনায় পড়েন যে ইতালিতে এই মুভি ব্যান করে দেয়া হয়। মুভিটির বিশেষত্ব হলো, এটি সম্পূর্ণ সত্য ঘটনা এবং এর সকল চরিত্র বাস্তবিক।
এমনকি অনেক জায়গায় ওমর মুখতারের বিখ্যাত বাণীগুলোও হুবহু তুলে ধরা হয়েছে। এমনকি ইতিহাসের পাতায় সংরক্ষিত ছবিগুলোর আদলে মুভির চিত্রায়ন করা হয়েছে। যা আপনাকে মূল ঘটনা অনুধাবনের একদম শিকড় থেকে রসদ যোগাবে। ওমর মুখতারকে জানতে শুধু একটা মুভিই যথেষ্ট না, অনলাইনে অসংখ্য ফিচার রয়েছে তাকে নিয়ে।
ওমর আল-মুখতারের নাম লিবিয়ার প্রতিটি জায়গায় ছড়িয়ে আছে। লিবিয়ার ১০ দিনারের নোটে তার ছবি আছে। আল-বেইদাতে একটি বিশ্ববিদ্যালয় আছে তার নামে। এছাড়াও ত্রিপলী সহ বিভিন্ন স্থানে তার নামে বিভিন্ন রাস্তা, গ্রাম এবং মসজিদের নাম আছে।
শুধু লিবিয়া না, ওমর আল-মুখতারের নামে রাস্তা আছে মিসর, তিউনিসিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, জর্ডান, ফিলিস্তিন সহ আরব বিশ্বের বিভিন্ন দেশে।
এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতেও ওমর আল-মুখতারের নামে একটি মসজিদ আছে। গাদ্দাফীর মৃত্যুর পর লিবিয়ার পতাকা, জাতীয় সঙ্গীত সহ সবকিছু আমূল পরিবর্তিত হয়ে গেলেও ওমর আল-মুখতারের প্রতি লিবিয়ানদের শ্রদ্ধা আগের মতোই আছে।
তিনি সকল প্রকার রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে। যতদিন লিবিয়া থাকবে, যতদিন আরব বিশ্ব থাকবে, যতদিন বহিঃশক্তির আগ্রাসন এবং তার বিরুদ্ধে সংগ্রাম থাকবে, ততদিন পর্যন্ত ওমরের স্মৃতি মানুষের হৃদয়ে অটুট থাকবে।
সেনুসিদের নেতা মোহাম্মদ আল-মাহদি আস্-সেনুসি ওমর আল-মুখতার সম্পর্কে ঠিকই বলেছিলেন, "বিশ্বে নির্যাতিত মুসলমানদের বিজয়ের জন্য ওমরের মতো শুধু দশ জন নেতা দরকার।"
ডাউনলোড লিংক: Click HereScreenshotThe post একজন মুসলমানের জন্য মাস্ট ওয়াচ মুভি Omar Mukhtar/ Lion of the Desert রিভিউ + লিংক appeared first on Trickbd.com. |
Robi তে ১২ টাকায় ১ জিবি ডাটা প্যাক কিনে জিতে নিন প্রতি ঘন্টায় ১ টি Nokia 225 4G হ্যান্ডসেট Posted: রবি নিয়ে এলো আকর্ষনীয় Nokia 225 4G হ্যান্ডসেট জিতে নেয়ার এক্সাইটিং ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন অংশ নিতে হলে আপনাকে যে কোনো একটি রবি সিম দিয়ে প্রথম বার MyRobi অ্যাপ এ লগইন করতে হবে MyRobi অ্যাপ এ প্রথম বার লগইন করলে সাথে সাথে পাবেন ১০০ এমবি ফ্রি। এরপর “ইন্টারনেট" সেকশন থেকে ১২ টাকায় ১ জিবি ৩ দিন ডাটা প্যাক কিনতে হবে এবং প্রতি প্রতি ঘণ্টায় একজন ভাগ্যবান বিজয়ী একটি Nokia 225 4G হ্যান্ডসেট পাবে। ১২ টাকায় ১ জিবি ৩ দিন ডাটা প্যাক টি কিনতে হবে সকাল ১০টা- রাত ৭ঃ৫৯ মিনিট পর্যন্ত.!! ক্যাম্পেইনটি চলবে ১৪ নভেম্বর, ২০২১ পর্যন্ত.!! প্রথমে নিচের লিংক থেকে MyRobi অ্যাপ টি ডাউনলোড করুন.!!তার অ্যাপ ওপেন করে Login তে ক্লিক করেন। Login robi number এ ক্লিক করেন তার পর আপনার রবি নাম্বার টা দেন।। তার পর আপনার রবি নাম্বার এ একটি এসএমএস যাবে তা তে একটি কোড থাকে সে কোড গুলি বসিয়ে দিন তার পর আপনার নাম লিখে দিয়ে save changes তে ক্লিক করুন। তার পর MyRobi অ্যাপ এ লগইন হয়ে যাবে। অ্যাপ এ ঢুকে More তে ক্লিক করে Internet Packs এ ক্লিক করে ১২ টাকায় ১ জিবি ৩ দিন ডাটা প্যাক টি কিনে নিন। অফার বিস্তারিত:
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিনবাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post Robi তে ১২ টাকায় ১ জিবি ডাটা প্যাক কিনে জিতে নিন প্রতি ঘন্টায় ১ টি Nokia 225 4G হ্যান্ডসেট appeared first on Trickbd.com. |
FREE FIRE | ANTI BAN কনফিগ ফাইল MAIN ID সেফ! Posted: আসসালামু আলাইকুম |
নবীদের কাহিনী – ১ PDF | (পবিত্র কুরআনে বর্ণিত ১৩ জন নবীর কাহিনী) Posted: ![]() নবীদের কাহিনী ১ বই রিভিউঃসৃষ্টির শুরু থেকে মানব জাতির চলার পথকে সুশৃংখল ও হেদায়েতে পরিপূর্ণ করে দেয়া, আল্লাহ তা'আলার পক্ষ থেকে এক বিশেষ রহমত। মানবব্জাতিকে সুপথে থাকার জন্য যুগে যুগে, দেশে দেশে, জাতিতে জাতিতে অসংখ্য নবী রাসূল এসেছেন। যে ১৩ জন নবীদের জীবনী জানতে পারবেন বইটি পড়ে তাদের নাম দেখে নিনঃহযরত আদম (আঃ)হযরত নূহ (আঃ) হযরত ইদরীস (আঃ) হযরত হুদ (আঃ) হযরত ছালেহ (আঃ) হযরত ইবরাহীম (আঃ) হযরত লূত্ব (আঃ) হযরত ইসমাঈল (আঃ) হযরত ইসহাক্ব (আঃ) হযরত ইয়াকূব (আঃ) হযরত ইউসুফ (আঃ) হযরত আইয়ুব (আঃ) হযরত শোআয়েব(আঃ) বইয়ের বিবরণ বইয়ের নামঃ নবীদের কাহিনী – ১ লেখকঃ মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব পৃষ্ঠা সংখ্যাঃ ২৯০ টি। ক্যাটেগরিঃ ইসলামিক পিডিএফ সাইজঃ ৬ মেগাবাইট প্রায়। Download Now আরো পড়ুনঃ ১। নামাজের সময়সূচি বই PDF Downloadভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।The post নবীদের কাহিনী – ১ PDF | (পবিত্র কুরআনে বর্ণিত ১৩ জন নবীর কাহিনী) appeared first on Trickbd.com. |
মোবাইল দিয়ে অফলাইনে ফটোর আয়তন কমানোর উপায় Posted: কীভাবে মোবাইল দিয়ে অফলাইনে ফটোর আয়তন কমাবেন সেটি নিয়েই মুলত আজকে আমার পোষ্ট। আপনাকে স্বাগতম আমার আরেকটি নতুন পোষ্টে আশা করবো পোষ্টটি আপনাদের ভালো লাগবে। কারন আমি আজকে এই পোষ্টে দেখাবো কীভাবে মোবাইল দিয়ে ইন্টারনেট কানেকশন ছাড়া ফটোর রিজুলেশন ঠিক রেখে ফটোর আয়তন কমাবেন বা ফটো কম্প্রেস করবেন। বর্তমানে হয়তো সকলেই স্মার্টফোন ব্যবহার করেন আর স্সার্টফোনের দুনিয়ায় কেউ ফোনে সেল্ফি তুলেনা এমন মানুষ খুজে পাওয়া যাবে না। তো আপনি যখনই সেলফি বা ফটো তুলেন না কেন আপনি ফটো তুলার সাথে সাথেই আপনার ফটোর আয়তন হয়ে যায় ২ এমবির বেশি যা কোনো স্মার্টফোনের স্টোরেজ এর জন্য খুবই একটি সমস্যা। হয়তো আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ অনেক কিন্তু ফোনের স্টুরেজ বেশি থাকা সত্তেও আপনি আপনার ফোনে বেশি ফাইল রাখার আগেই স্টোরেজ ফোল হয়ে যায়। তাহলে আমি আপনাকে প্রথমেই বলবো যেনো আপনি আপনার ফোনে থাকা সকল ফটোর আয়তন কমান। কারন যদি আপনার ফোনে ১০০ ফটো থাকে আর যদি প্রত্যেকটি ফটোর আয়তন যদি হয় ৫ এমবি করেও তাহলে আপনার ১০০ টি ফটোর জন্য আপনার ফোনের স্টোরেজ ৫০০ এমবি বা তারো বেশি ফোল হয়ে যাবে। কিন্তু আপনি যদি ফটোর আয়তন কমিয়ে ব্যবহার করেন মানে সকল ফটোর রিজুলেশন ঠিক রেখে কম্প্রেস করেন তবে আপনি নিসন্দেহে আপনি অনেক ফটো স্টোর করতে পারবেন। আরো একটি কথা হচ্ছে যদি আপনি একজন ওয়েব কন্টেন্ট রাইটার হন তবে নিশ্চয় আপনি আপনার সাইটে কন্টেন্ট এর পাশাপাশি কন্টেন্টের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন ইমেইজ আপলোড দিয়ে থাকেন। কিন্তু আপনি যখন কোনো ফটো আপলোড দেন তখন ফটো আপলোড দিয়ে অনেক সময় নেয় এবং যখন কেউ আপনার ওয়েবসাইট ভিজিট করে তখন সাইট লোডিং হতে অনেক সময় লেগে যায়। আর যদি আপনি আপনার ওয়েবসাইটে স্ক্রিনশট যুক্ত করেন কিন্তু প্রতিটি স্ক্রিনশটের আয়তন যদি আয়তনে বড় থাকে তাহলে আপনার সাইটের লোডিং স্পিড কমে যাবে। যদি কোনো সাইটের লোডিং স্পিড কমে যায় তাহলে সেটি এসইও এর উপর মারাত্মক ঝুকি থাকে মানে আপনার কন্টেন্ট সার্চ ইঞ্জিনে ইন্ডেস্ক হতে দেডি হবে। তো অনেক কথাইতো বললাম, কীভাবে অফলাইনে ফটোর আয়তন কমাবেন রেজুলেশন ঠিক রেখে সেটি দেখুনঃপ্রথমে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর অপেন করুন এবং যে ফটোটির আয়তন কমাতে চান সেটি সিলেক্ট করুন। যেমন দেখুন আমি একটি ফটোর আয়তন অনেক কিন্তু এটিকে আমি মাত্র ২০ কেবিতে কনভার্ট করবো। দেখুন আমার ফটো ৪০০ কেবি থেকে ২০ কেবিতে কনভার্ট হয়ে গেছে। এভাবে আপনি আপনার ফোনের যেকোনো ফটোর আয়তন কমাতে পারবেন মানে ফটো কম্প্রেস করতে পারবেন কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই। উপকারিতাঃযেহেতু আপনার ফোনের স্টোরেজ ব্যবহার মানে ফোল হওয়া না চান তবে আপনি অবশ্যই সকল ফাইলের আয়তন কম্প্রেস করে ব্যবহার করবেন। আর আমি আজকে যে অ্যাপটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিবো সেটি দিয়ে আপনারা অফলাইনে ফটোর রিজুলেশন ঠিক রেখে ফটোর আয়তন কমাতে পারবেন। ইন্টারনেটে খুজলে হয়তো আপনি অনেক ফটো কম্প্রেস ওয়েবসাইট পাবেন কিন্তু সেগুলোতে ফটি কম্প্রেস করতে হলে আপনাকে ইন্টারনেট এর প্রয়োজন হবে। কিন্তু এই অ্যাপটি দিয়ে আপনি কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই দিনে আনলিমিটেড ফটোর আয়তন কমাতে পারবেন। এটিতে কোনো লিমিট নাই আপনি যদি চান যে আপনি দিনে ৫০০ টি ফটোর আয়তন কমাবেন তবে তা পারবেন প্রতিদিন আপনি আনলিমিটেড ফটোর আয়তন কমাতে পারবেন। যেহেতু এটিকে আপনি বড় বড় ফটো আপনি আয়তনে কমিয়ে ফেলতে পারবেন সেহেতু আপনার স্টোরেজ এর উপার বাড়তি চাপ কমবে এবং আপনি যদি সেই ফটো ওয়েবসাইটে আপলোড করেন তাহলে ওয়েবসাইটের লোডিং স্পিডের কোনো সমস্যা হবে না। তো আসার আজকের টিউনটি এখানেই শেষ করতে হয়। সবাই ভালো থাকবেন এবং নিশ্চিন্তে মনের মতো করে আপনার দিনটি উপভোগ করুন আনন্দে। অবশ্যই পরবর্তি পোষ্টের জন্য অপেক্ষায় থাকবেন। The post মোবাইল দিয়ে অফলাইনে ফটোর আয়তন কমানোর উপায় appeared first on Trickbd.com. |
কন্টেন্ট রাইটিং সম্পর্কে জেনে নিন বিস্তারিতভাবে Posted: আসসালামু আলাইকুম,বন্ধুরা সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালোই আছেন।আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ট্রিক নিয়ে। তো বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো- কন্টেন্ট রাইটিং ।তো পোস্টটি শুরু করা যাক। কন্টেন্ট কি?Content writing কি, এই বিষয়ে ভালো করে জানার জন্যে সর্ব প্রথমে আপনাকে জানতে হবে ” কন্টেন্ট কি?” নিচে আমি আপনাদের কিছু কন্টেন্ট রাইটিং টিপস অবশই দিয়ে দিবো যেগুলো আপনাদের কাজে আসবে।বাংলাতে যদি কন্টেন্ট এর মানে বলা হয় তাহলে সেটা হলো "বিষয়বস্তু"।লেখনের উদ্দেশ্যে যদি কনটেন্ট এর কথা বলা হয় তাহলে কনটেন্ট বলতে, "আপনি যেটাই লিখছেন বা নিজের কৌশলের মাধ্যমে যেই বিষয়বস্তু তৈরি করছেন সেটাকেই একসাথে কনটেন্ট বলা যেতে পারে"।উদাহরণ স্বরূপে, যদি আপনি নিজের অভিজ্ঞতা এবং জ্ঞান এর ব্যবহার করে একটি আর্টিকেল লিখেছেন, তাহলে সেটাকে কনটেন্ট বলা যেতে পারে।বা, ধরুন আপনি নিজের ক্যামেরার মাধ্যমে একটি ভিডিও রেকর্ড করলেন এবং সেখানে কিছু তথ্য ইত্যাদি যোগ করে ভালো করে এডিট করলেন,তাহলে সম্পূর্ণ ভিডিওটিকে একটি ভিডিও কনটেন্ট বলা যেতে পারে।এমনিতে কনটেন্ট বলতে কেবল লেখন (writing) এর মাধ্যমে তৈরি করা বিষয়বস্তু কে বলা হয়না।কনটেন্ট বলতে আমরা ৪ রকমের বিষয় বুঝতে পারি, 1.Audio content: 2.Video content: ভিডিওর মাধ্যমে তৈরি করা কনটেন্ট গুলোকে ভিডিও কন্টেন্ট বলা হয়। যেমন,YouTube video, web series,movies ইত্যাদি। 3.Text content: 4.Image content: 5.Text Content: কন্টেন্ট রাইটিং কি?কন্টেন্ট রাইটিং মানে হলো,যেকোনো একটি বিষয়বস্তু যেটাকে লেখনের মাধ্যমে ব্যক্তিগত ভাবে তৈরি করা যেতে পারে।তাই সোজা ভাবে বললে,কন্টেন্ট রাইটিং মানে হলো এমন একটি লেখন যেখানে একটি বা একাধিক বিষয়ের ওপরে তথ্য প্রদান করা হয়েছে।এই লেখন বিভিন্ন বিষয়ের ওপরে হতে পারে।যেমন, stories, personal reviews, blog article,product,promotional review ইত্যাদি।Content writing এর ক্ষেত্রে মূলত একটি বিশেষ keyword এর ওপরে লক্ষ্য করে কনটেন্ট লেখা হয়।এবং সেই keyword এর মাধ্যমেই সেই কনটেন্ট টিকে বিভিন্ন সার্চ ইঞ্জিন গুলোতে খুঁজে পাওয়া যেতে পারে।একজন সেরা কনটেন্ট রাইটার হতে পারলে আপনি একজন freelancer হিসেবে বিভিন্ন content writing jobs গুলো করতে পারবেন।এছাড়া, বর্তমান সময়ে এই কন্টেন্ট রাইটিং এর কাজ গুলো ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে করা হচ্ছে।আশা করছি, কন্টেন্ট রাইটিং বলতে কি বুঝায় বিষয়টা বুঝতেই পেরেছেন। কন্টেন্ট রাইটার কে?যেই ব্যক্তি (person)নিজের অভিজ্ঞতা, জ্ঞান,কৌশল এবং দক্ষতার ব্যবহার করে নিজের একটি কনটেন্ট তৈরি করে বা লিখেন, সেই ব্যক্তিকেই বলা হয় কনটেন্ট রাইটার।উদাহরণ স্বরূপে, আমি "TrickBD.com"এর জন্যে বিভিন্ন বিষয়ে আর্টিকেল লিখে থাকি।যেহেতু, আমি আর্টিকেল লেখনের মাধ্যমে কনটেন্ট তৈরি করছি, তাই আমাকেও একজন কনটেন্ট রাইটার হিসেবে বলা যেতে পারে। কন্টেন্ট রাইটিং এর প্রকার?হ্যাঁ অবশ্যই, কন্টেন্ট রাইটিং এর কিছু আলাদা আলাদা প্রকার অবশ্যই রয়েছে।ইন্টারনেটের মধ্যে প্রচুর প্লাটফর্ম রয়েছে যেগুলোতে আলাদা আলাদা রকমের কনটেন্ট গুলোকে প্রচার করা হয়।আর ফলে বিভিন্ন প্লাটফর্ম এর চাহিদা অনুযায়ী তৈরি হয়ে থাকে আলাদা আলাদা রকমের কনটেন্ট গুলোর।একজন কনটেন্ট রাইটার হিসেবে আপনি নিজের রুচি, চাহিদা বা প্যাশন হিসেবে আলাদা আলাদা ধরণের কনটেন্ট তৈরি করতে পারবেন।যেমন, 1. Blogging: 2. Social media: 3. Copywriting: 4. Expert writing: 5. Journalistic/news writing: 6. Creative writing: যেগুলো লেখনে রাইটার বর্তমানের অনলাইন ব্যবসা গুলোর প্রচার, মার্কেটিং বা ব্র্যান্ডিং এর উদ্দেশ্যে এই প্রত্যেক কন্টেন্ট রাইটিং এর প্রকার গুলোকে প্রচুর পরিমানে ব্যবহার করা হচ্ছে।এছাড়াও নিজের ব্যক্তিগত রুচি এবং ইন্টারেস্ট এর ক্ষেত্রেও এগুলোর মধ্যে অনেক ধরণের কন্টেন্ট রাইটিং এর ব্যবহার হয়ে থাকে। আশা করছি সবাই লেখাগুলো বুঝতে পেরেছেন।যদি আমার কোনো ভুল-ভ্রান্তি হয় তাহলে ক্ষমা করে দিবেন।আর যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন।আমি খুব শীঘ্রই উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই,সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।আবারও কোনো এক সময় হাজির হয়ে যাব আপনাদের কাছে অন্যকিছু ট্রিকস-টিপস নিয়ে। প্রিয় বন্ধুরা,যদি একটু সময় পান তাহলে আমার সাইটটা ভিজিট করে আসবেন।সেখানেও আপনারা নিত্য-নতুন টিপস ও ট্রিকস পাবেন। AllTrickBD.XyZ – Share And Upgrade Your Knowledge The post কন্টেন্ট রাইটিং সম্পর্কে জেনে নিন বিস্তারিতভাবে appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments