Search box..

{Paid Course Free}নিয়ে নিন সবচেয়ে বড় হ্যাকিং রিলেটেড পেইড কোর্স যার সাইজ প্রায় ২০০ জিবি{পর্ব ৯}

{Paid Course Free}নিয়ে নিন সবচেয়ে বড় হ্যাকিং রিলেটেড পেইড কোর্স যার সাইজ প্রায় ২০০ জিবি{পর্ব ৯}


{Paid Course Free}নিয়ে নিন সবচেয়ে বড় হ্যাকিং রিলেটেড পেইড কোর্স যার সাইজ প্রায় ২০০ জিবি{পর্ব ৯}

Posted:

আসসালামু আলাইকুম বন্ধুরা,

কেমন আছেন সবাই?

আশা করছি সবাই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন।

আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

তো Paid Course Free এর ৯ নং পর্বে আজকের টপিক হলো হ্যাকিং।

তো Paid Course Free এর ওপর আমি যতগুলো পোস্ট করেছি,

তারমধ্যে আপনারা হ্যাকিং রিলেটেড পোস্টে বেশি সাড়া দেখিয়েছেন।

আর হবে নাই বা কেন,

আমাদের সবারই মনে মনে এই ইচ্ছা অবশ্যই আছে যে,আমরা হ্যাকার হবো।

আর আপনাদের সেই ইচ্ছা পূরণ করার জন্য আমি আজকে নিয়ে এসেছি

পুরো 200 জিবির হ্যাকিং রিলেটেড কোর্স সম্পূর্ণ ফ্রীতে।

তো চলুন বেশি কথা না বলে সরাসরি সেই ৫০ জিবির হ্যাকিং কোর্সটা দেখে ফেলি:-

Download Link:-

1. HAX 1

2. Extreme Hack Pack(7.51 gb)

3. RedTeam Blueprint – A unique guide to Ethical Hacking(20.46 gb)

4. Cracking pack(6.72 gb)

5. Udemy 150 gb Hacking Course

CRACKING COURSE ULTIMATE (4 gb)

6. complete ethical hacking course beginner to advanced -black radiator

7. Software ethical hacking 

8.Dedsec hacking course 

এসব ফ্রি কোর্স গুলো আপনাদের দ্রুত ডাউনলোড করার অনুরোধ রইলো।নাহলে যেকোনো সময় কপিরাইট বা অন্য কোনো কারণে লিংক কাজ না করলে আমার কিছু করার নেই।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,নিয়মিত নামাজ আদায় করবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন সবসময়।

আল্লাহ হাফেজ

The post {Paid Course Free}নিয়ে নিন সবচেয়ে বড় হ্যাকিং রিলেটেড পেইড কোর্স যার সাইজ প্রায় ২০০ জিবি{পর্ব ৯} appeared first on Trickbd.com.

[IH-W1] Diacy ওয়ার্ডপ্রেস থিমটি ডাউনলোড করে নিন ফ্রিতে | 59$ থিম

Posted:

আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছেন। অনেক দিন পর আবারো ফিরে এলাম আপনাদের মাঝে। IH-W নামের নতুন সিরিজ শুরু করলাম। W দ্বারা ওয়ার্ডপ্রেস কে বোঝানো হয়েছে। এই সিরিজে প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম একদম ফ্রিতে দিব। যদিও তা জিপিএল ভার্সন। তবুও কিন্তু GPL ভার্সনগুলো কম টাকায় কিনে আনতে হয়।

আর ইন্টারনেট থিম ডাউনলোড করতে গিয়ে অনেকেই ভাইরাসযুক্ত থিম ডাউনলোড করে ফেলেন ফলে সাইটে ১২ টা বেজে যায়। তবে আমি যে টেমপ্লেটগুলো দেব এসব ১০০% সেফ।

আর আজকে Discy থিমটা শেয়ার করতে যাচ্ছিম Discy থিমটা Question and Answer টাইপের ওয়েবসাইটের জন্য অনেক Demandable থিম। তো চলুন থিমটি সম্পর্কে আরো কিছু জেনে নেওয়া যাক ও ডাউনলোড করে নেওয়া যাক।

Demo

Theme Info

Discy is a stunning, professional, and flexible social questions and answers WordPress theme specially designed for Online Communities, Niche Questions and Answers Websites, Marketing Websites, Developers Websites, or any kind of Social Communities.

Create your online, full-featured question & answer community like StackOverflow, Quora, or Yahoo Answers with Discy Now!

Features

➤ Fully Responsive design
➤ Retina ready
➤ Awesome contral panel
➤ RTL Fully Support
➤ Unlimited Sidebars
➤ Unlimited Colors
➤ HTML5/CSS3
➤ Header options – Dark, Light, Colored,
➤ Simple header
➤ Footer options – Dark, Light
➤ Call to action for the unlogged users – Dark, Light, Colored
➤ Advanced Post/page options – custom background color/image, custom colors, custom layout (right sidebar, left sidebar, full-width), hide/show elements, page comments, and more?
➤ Add Question Page
➤ Add Post Page
➤ Different style width – Width 1170px, Width 1330px
➤ Different style for the left menu – Style 1, Style 2, Style 3
➤ Post Formats: Standard, Image, Gallery, Video
➤ Multiple Blog Layout medium image, Big image
➤ 404 page
➤ Page templates with customization options ( 12 page template )

Download

থিমটির ডাউনলোড লিংক –
https://trickbd.com/wp-content/uploads/2021/11/06/discy.zip


আপনার যদি আরো অন্য থিম লাগে কমেন্ট করুন। শেয়ার করার চেষ্টা করব। কিভাবে দরখাস্ত লিখতে হয় তা জানতে এই টিউনটি পড়ুন – দরখাস্ত লেখার নিয়ম

The post [IH-W1] Diacy ওয়ার্ডপ্রেস থিমটি ডাউনলোড করে নিন ফ্রিতে | 59$ থিম appeared first on Trickbd.com.

করোনার পরে অক্ষয় কুমারের বিগ বাজেট মুভি Sooryavanshi মুভির রিভিউ + লিংক

Posted:

  1. Sooryavanshi (2021)

  2. IMDB: 5.8/10, Personal: 6/10

  3. Genre: Action, Drama.

  4. এটি একটি অ্যাকশন ধর্মী পুলিশি মুভি হিসেবে প্রচার করা হয়েছিল। আক্কির পরিচয়, এন্ট্রি ইত্যাদি মিলিয়ে গল্পের শুরুটা অনেক স্মুথলি স্টার্ট হয়েছিল। যেহেতু এটি “রোহিত শেট্টির” সিনেমা তাই গাড়ি, বাইক, হেলিকপ্টার থাকবে এবং ফাইটিং সিন, স্টান্টগুলি নিখুঁতভাবে করা হবে সেটা আগে থেকেই অনুমেয় ছিল এবং হয়েছেও তাই।

  5. তবে এই মুভিটাও বলিউডের গতানুগতিক পুরনো গল্পের মতই। 

  6. পুরো মুভিতে আক্কির কমেডি এবং সংলাপ ডেলিভারি এভারেজ ছিল। মুভির শুরু থেকে শেষ পর্যন্ত ক্যাটরিনার অভিনয় ছিল দুর্দান্ত তবে এই মুভিতে অজয় দেভগন (সিংগাম) এবং রণবীর সিং (সিম্বা) কে কেন এন্ট্রি দেওয়া হল তা কিছুতেই মাথায় ঢুকতেছে না।

  7. আপনি জানেনতো, যে কোন কিছুরই অতিরিক্ত খারাপ! এই সিনেমার ক্ষেত্রেও ঘটেছে তাই। গল্পের যে কোনো জায়গায় জোর করে কমেডি ঢুকানোর কারণে পুরো মুভিটাই যাচ্ছেতাই হয়ে গেছে। সবচেয়ে বাজে দৃশ্য ছিল যখন শেষ পর্যায়ে রণবীর এবং অজয় দেভগন সন্ত্রাসীদের সাথে গুলাগুলি করতেছিল এবং আক্কি ক্যাটরিনাকে তার শরীরে বাঁধা বোমা থেকে বাঁচানোর চেষ্টা করছিল এবং এর মধ্যে রণবীর সিংয়ের কমেডি। অকারণে কমেডি এইরকম একটা সিরিয়াস দৃশ্যকেও ফালতু করে তুলেছে।

  8. গানগুলো সম্পর্কে বলতে গেলে, মনে হচ্ছিল সবগুলো গান জোর করে ঢুকানো হয়েছে। সবচেয়ে বড় কথা আজাইরা কমেডিগুলো বাইরে রাখলে হয়তোবা মুভিটা হিট হওয়ার চান্স ছিল। এছাড়া অক্ষয়কে একজন আইপিএস অফিসার হিসেবে পুলিশ অপারেশনের মধ্যে ক্রমাগত কমেডি করতে দেখানো হয়েছে যা নিছক অর্থহীন। আমি জানি সত্যিকারের মুভি লাভাররা মুভিটি দেখার পর আমার রিভিউর সাথে একমত হবেন।

  9. মুভিতে শুধুমাত্র একটি জিনিস পুরো ফাইভ স্টার দেওয়া যেতে পারে আর সেটি হচ্ছে অ্যাকশন এবং স্টান্ট।

  10. একশন লাভার হয়ে থাকলে মুভিটা আপনার জন্য মাস্ট হবে একশন স্ট্যান্ড এর জন্য।

  11. ডাউনলোড লিংক: Click Here

  12.   

Screenshot




 

The post করোনার পরে অক্ষয় কুমারের বিগ বাজেট মুভি Sooryavanshi মুভির রিভিউ + লিংক appeared first on Trickbd.com.

আপনার জন্ম নিবন্ধন সনদটি সরকারি ডাটাবেজ বা অনলাইন আছে কি না তা চেক করে নিন।

Posted:

জন্ম নিবন্ধন হলো একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, বাবা-মায়ের নাম, তাদের জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান

এক কথায় বলতে গেলে, একটি শিশু জন্মের পর সরকারি খাতায় নাম যুক্ত করাকেই বলা হচ্ছে জন্ম নিবন্ধন। আর জন্ম সম্পর্কিত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য থাকে যে সনদে, তাকে বলা হচ্ছে জন্ম সনদ।

বর্তমান যুগে জন্ম নিবন্ধন বিভিন্ন কাজে লাগে যেমনঃ

১) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি
২) জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি
৩) পাসপোর্ট ইস্যু
৪) বিবাহ নিবন্ধন
৫) ড্রাইভিং লাইসেন্স ইস্যু
৬) ভোটার তালিকা প্রণয়ন
৭) ব্যাংক হিসাব খোলা
৮) সরকারী, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ

 

 

 

৯) জমি রেজিস্ট্রেশন
১০) গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি
১১) টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার প্রাপ্তি
১২) ঠিকাদারি লাইসেন্স প্রাপ্তি
১৩) ট্রেড লাইসেন্স প্রাপ্তি
১৪) বাড়ির নকশা অনুমোদন প্রাপ্তি
১৫) গাড়ির রেজিষ্ট্রেশন প্রাপ্তি
১৬) আমদানী ও রপ্তানি লাইসেন্স প্রাপ্তি ইত্যাদি

শুধু জন্ম নিবন্ধন সনদ তৈরি করলে হইনা জন্ম নিবন্ধন সনদ টি সরকার ডাটাবেজে আছে কি তা জানা অতি-জরুলি। আর জন্ম নিবন্ধন সনদ সরকার ডাটাবেজে না থাকে তো তা হলে আপনি কোনো কাজেই আপনার জন্ম নিবন্ধন সনদ টি ব্যবহার করতে পারবেন না

তো আপনার জন্ম নিবন্ধন সনদ টি সরকার ডাটাবেজে আছে কি না তা এখনি চেক করে নিন।

জন্ম নিবন্ধন সনদ টি সরকার ডাটাবেজে আছে তা চেক করতে প্রথমে এখানে ক্লিক করুন! 

প্রথম খালি বক্সে এ আপনার জন্ম নিবন্ধন সনদ এর ১৭ ডিজিটের নিবন্ধন নম্বর টি বসে দিন

দ্বিতীয় বক্সে এ আপনার জন্ম তারিখ, মাস এবং বছর বসে দিন (যেমন প্রথমে বছর তার পর মাস তার পর দিন ২০০০-১২-২৫)

দুটি খালি ফিল্ডে সঠিক তথ্য প্রদানের পরে ভেরিফাই বাটনে ক্লিক করুন।

আপনার দেওয়া তথ্যগুলো সঠিক হয়ে থাকে তো জন্ম নিবন্ধনে এ থাকা তথ্যগুলো দেখতে পারবেন।

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিন

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

The post আপনার জন্ম নিবন্ধন সনদটি সরকারি ডাটাবেজ বা অনলাইন আছে কি না তা চেক করে নিন। appeared first on Trickbd.com.

(Root Need) Ads মুক্ত ওয়েব ব্রাউজিং এবং Ads মুক্ত সকল প্রকার অ্যাপ ব্যবহার করুন

Posted:

  • ট্রিকবিডির সকল ভিজিটর এবং লেখকদের জানাই শুভ রাত্রি ।
    আজকে আমি দেখাবো কিভাবে আপনি Ads মুক্ত ওয়েব ব্রাউজিং এবং Ads মুক্ত অ্যাপ ব্যবহার করতে পারেন ।বর্তমান সময়ে এড আমাদের সবচেয়ে সময় অপচয় করছে এবং ঠিক মত ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হয়ে দাড়িয়েছে।

    যদি আপনার ফোনটি রুট হয়ে থাকে তাহলে আপনি এই অসাধারণ ফিচারটি উপভোগ করতে পারবেন ।

  • প্রথমে আপনি Magisk Manager এ গিয়ে Energized Modules টি ইনস্টল করুন।
  • ইনস্টল হয়ে গেলে ফোন টি রিবুট করুন ।
  • রিবুট হয়ে গেলে আবার Magisk Manager  এ গিয়ে সেটিং এ যান তারপর Systemless Hosts এ ক্লিক করুন করুন।
  • তারপর Play Store থেকে Termux অ্যাপ ডাউনলোড করে ওপেন করুন ।
  • su Type করে Enter দিন। তারপর রুট পারমিশন টি দিয়ে দিন।
  •  

  • তারপর type করুন energized । নিচের মতো energized -m এমন কমান্ড আসলে ভাববেন energized এর পারমিশন পেয়ে গেছে।
  • এবার  type করুন energized -m ইন্টার দিন একটু অপেক্ষা করুন হয়ে গেলে কিছু প্যাক দেখতে পারবেন যেমন ঃ Spark ,Blu ,ultimate , blu go আপনি এখান থেকে যেকোন টা একটিভ করতে পারেন । আমি করেছি blu Pack । প্যাক গুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন energized 
  • যদি আপনি blu প্যাক নেন তাহলে 3 লিখে ইন্টার দিন। কোন পারমিশন চাইলে Y লিখে ইন্টার করবেন।
  • একটিভ হলে Basic info তে প্যাক এর পাশে Blu protection  লেখা দেখতে পাবেন।
  • অথবা ভিজিট করুন http://energized.pro Status Active লেখা আসলে কাজ হয়ে গেছে। আমার টা দেখানোর জন্য inactive করেছিলাম।
  •  
    খুব সাধারণ ভাবে লিখে বোঝানোর চেষ্টা করেছি । কারণ যারা রুট সম্পর্কে জানেন, Magisk Moduls ব্যবহার করেন তাদের খুব একটা সমস্যা হবে ।

    Why You need Root : রুট অতিজরুরি একটি Super user System যার মাধেয়মে আপনি আপনার ফোনটিকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারবেন।নতুন নতুন কাস্টমাইজেশন রম  ব্যবহার করতে পারবেন। আ ামাদের ফোনে এমনও কিছু অপ্রয়োজনীয় অ্যাপ আছে যেগুলো আপনার মোটেও প্রয়োজন নেই কিন্তু ফোনের অযথা জায়গা নিয়ে আছে তাদের আমরা কিছু বলতে বা করতে পারবো না ।কিন্তু আপনি যদি রুট ইউজার হয়ে থাকেন তাহলে যেকোন সিস্টেম অ্যাপ ডিলিট করতে পারবেন । সব থেকে মজার ব্যপার টা হলো কাস্টম রম আপনি যদি একবার কাস্টম রম উপভোগ করেন তাহলে আর স্টক রমে ফিরে যাইতে মন চাইবে না । আমি নিজেও কাস্টম রম ইউজার বর্তমানে pixel Expriance ব্যবহার করতেছি ।এর পারফর্মেন্স আমার স্টক রমের থেকে শতগুনে ভালো । এমন অনেক রম আছে যেগুলা আপনার ইউজার এক্সপেরিয়েন্সকে করে দিবে আরো স্মুদনেস এবং ঝামেলাবিহীন .
    Any Problem comment bellow
    Any root help contract me Facebook 

     

    The post (Root Need) Ads মুক্ত ওয়েব ব্রাউজিং এবং Ads মুক্ত সকল প্রকার অ্যাপ ব্যবহার করুন appeared first on Trickbd.com.

    Telegram Bot Game Hacking টিউটোরিয়াল Noob to Pro.. পার্ট-৩ ( কিভাবে LumberJack Game এর Score Hack করা যায় )…

    Posted:


























    কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে Telegram Bot এর Game Hacking Tutorial Tutorial Part-3 শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন .আর যতো সাপোর্ট করবেন ততই আমাকে পাবেন


    আজকে আমি @GameBot এর LumberJack স্কোর হ্যাকিং শেয়ার করবো .আর যারা আমার ১ম পার্টটি দেখেন নে তারা বুঝতে পারবেন না , তাই আগে আমার ১ পার্টটি দেখে আসেন । তো চলুন শুরু করি 🤩

    1 ➜ GameBot এর LumberJack Game স্কোর হ্যাক করার জন্য যা লাগবে…?



    GameBot এর LumberJack Game স্কোর হ্যাক করার জন্য Html WebSite Inspector Apk লাগবে এবং Js Code লাগবে .


    1 ➜ Html WebSite Inspector Pro Apk


    2 ➜ Js Code : Math.random = function() {return 1;}


    3 ➜ Video Tutorial Here Click Me 🤩


    4 ➜ Post And Video Credit Bisnu Ray


    2 ➜ First Step ( কিভাবে স্কোর হ্যাক করবো…?



    First গেম Open করতে হবে


    এরপর 3 Dot Icon এ ক্লিক করতে হবে


    এখন Open In Browser এ ক্লিক করতে হবে


    আমাদের Game এর লিংক Copy করে নিতে হবে .


    3 ➜ Final Step ( কিভাবে স্কোর হ্যাক করবো…?


    ১ . প্রথমে আমাদের Html WebSite Inspector Apk Open করতে হবে । এখন আমাদের Web Address Ber এ আমাদের কপি করি Game এর লিংক পেষ্ট করে Enter করতে হবে


    ২ . এরপর Screenshot এ দেখানো 3 Dot Icon এ ক্লিক করতে হবে


    এখন Javascript Console Prototype এ ক্লিক করতে হবে


    এখন আমার দেওয়া Js Code টি কপি করে এখানে পেষ্ট করে দিবেন
    এবং Screenshot এ দেখানো Icon এ ক্লিক করে Enter করে দিবেন


    এখন আপনাকে Game এর Home Page এ নিয়ে আসবে , এখন আপনাকে Game Play দিতে হবে


    এখন দেখুন এক সাইটের গাছের ডাল গুলো Remove হয়ে গেছে , আর এখন আপনি শুধু Screenshot এ দেখানো Icon এ ক্লিক করবেন 😍 আর আপনার পয়েন্ট বাড়তে থাকবে , চাইলে আপনি Auto Clicker ব্যবহার করতে পারেন 😁


    দেখুন আমার স্কোর সবচেয়ে বেশি 🤩


    ৪ . আরো এরকম Cool Tutorial And Telegram Bot বিষয়ে Help পেতে আমাদের Telegram Community তে জয়েন হতে পারেন


    For Any Help Join Hear



    আজ এখানেই শেষ করলাম , আমি মনে করি সবাই সুন্দর ভাবে বুঝতে পারছেন । আর যদি না পারেন ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন । উপরে ভিডিও টিউটোরিয়াল এর লিংক দেওয়া আছে । সবাই ভালো থাকবেন ভালোর দলে থাকবেন ।


    যেকোনো Premium Android or Pc Software , Account , Course , Bin , Premium Account , Netflix , Amazon Prime Other & WordPress , Blogger Tamplate , Bot Making Help লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সবকিছু Free

    PremiumNetwork™ Join Hear

    The post Telegram Bot Game Hacking টিউটোরিয়াল Noob to Pro.. পার্ট-৩ ( কিভাবে LumberJack Game এর Score Hack করা যায় )… appeared first on Trickbd.com.

    জেনে নিন দুটি বড় বাংলাদেশি প্রশ্ন উত্তর সাইট সম্পকে বিস্তারিত

    Posted:

    আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

    অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে বাংলাদেশি কিছু প্রশ্নউত্তর সাইট নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলেই আমার আজকের পোস্টটি পড়বেন । ভালো লাগলে পোস্টে লাইক দিবেন এবং কমেন্ট করবেন।

    আমি আজকে বাংলাদেশি ২টি প্রশ্ন উত্তর সাইট নিয়ে আলোচনা করব । একটি হলো :bissoy.com । অপরটি হলো:- bdhelper24.com
    এছাড়া আরও অনেক প্রশ্ন উত্তর সাইট রয়েছ । সেগুলোর মধ্যে এই দুটি সাইটই অন্যতম । বিশেষ করে “bissoy.com” । এখন আমরা এই দুটি সাইট নিয়ে একটু বিস্তারিত জানব । তবে তার আগে জানব প্রশ্ন উত্তর সাইট সম্পকে । প্রশ্ন উত্তর সাইটের কথা বললেই বোঝা যায় যে প্রশ্ন উত্তর সাইট কি । হ্যাঁ এটি হলো প্রশ্ন জিজ্ঞাসা করার সাইট ও উত্তর দেওয়ার সাইট । এখানে ইউজাররা প্রশ্ন করে থাকেন এবং অন্য ইউজাররা ঊত্তর দেন । এধরনের সাইটকেই বলা হয় প্রশ্ন উত্তর সাইট ।

    ১। bissoy.com:- বাংলার সব থেকে বড় প্রশ্ন উত্তর সাইট হলো bissoy.com । এখানে যেমন অন্যান্য সাইটের তুলনায় সবচেয়ে বেশি প্রশ্ন এবং উত্তর রয়েছে তেমনি রয়েছে সবচেয়ে বেশি গ্রাহক বা ইউজার সংখ্যা । এই সাইট প্রশ্ন উত্তর করে ইনকাম করার জন্য বাংলাদেশি সকলের জন্য উন্মুক্ত একটি সাইট । অথাৎ এখানে যে কোন বাংলাদেশি লোক প্রশ্ন উত্তর করে ইনকাম করতে পারবে । ২০১৭ -এর পর থেকে এটি ইউজারদেরকে পেমেন্ট করে থাকে । এটি এখন পযন্ত বাংলাদেশের সব থেকে বড় প্রশ্ন উত্তর সাইট ।

    ২। bdhelper24.com:- বিডিহেল্পার ২৪ ডট কম বাংলাদেশের আরও একটি বড় প্রশ্ন উত্তর সাইট । এটি শুধুমাত্র প্রশ্ন উত্তর সাইট তা কিন্তু নয় । এই সাইট অন্যান্য সুযোগ সুবিধাও দিয়ে থাকে । এই সাইটে রেফার করেও ইনকাম করা যায় । এছাড়া আপনি যদি ৩জনকে রেফার করে জয়েন করাতে পারেন তবে আপনি এই সাইট থেকে লোন নিতে পারবেন । লোনের পাশাপাশি টাকা ডিপোজিট করতে পারবেন । শুধু তাই নয় টাস্ক কম্পিলিট করে ও গুগল সাচ করেও টাকা ইনকাম করা যায় । এটি বাংলাদেশিদের জন্য বহুল জনপ্রিয় প্রশ্ন উত্তর সাইট । এখানে ১০টাকা হলে বা ১শত পয়েন্ট হলেই টাকা তোলা যায় ।

    তো এই ছিল আমার আজকের পোস্ট । ভালো লাগলে কমেন্ট করুন । আমাকে যেকোন প্রয়োজনে মেইল করুন । আমার মেইল :-muhitstudent62@gmail.com

    The post জেনে নিন দুটি বড় বাংলাদেশি প্রশ্ন উত্তর সাইট সম্পকে বিস্তারিত appeared first on Trickbd.com.

    ২০২১ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া কিছু ব্লগার টেমপ্লেট ডাউনলোড করে নিন

    Posted:

     ইন্টারনেটে আমরা যারা আর্টিকেল প্রকাশ করতে পচন্দ করি তাদের নিশ্চিত কোনো ব্যাক্তিগত বা কোনো প্রফেশনাল সাইট আছে।যাইহোক আপনাদের যাদের ব্লগার সাইট আছে কারা সবসময় চাই যেনো তাদের ব্লগার সাইটটি হোক সবার থেকে সুন্দর। আপনারা যাতে আপনাদের ব্লগার সাইট সুন্দর ও আকর্ষনিয় করতে পারেন সে জন্য আমি নিয়ে এসেছি ২০২১ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া কিছু প্রিমিয়াম থিম।

    থিমগুলোর প্রিমিয়াম ভার্সনগুলো আপনারা বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।যেহেতু থিমগুলো বর্তমান সময় সবছেয়ে বেশি ডাউনলোড হয়েছে তো বোঝতেই পারছেন থিমগুলো কতভালো।

    থিমগুলো এতটাই ভালো যে থিমগুলো অন্য সকল থিমকে পিছনে ফেলে এগুলো জনপ্রিতার স্থান অর্জন করে নিয়েছে।এই থিমগুলো সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি, রেস্পন্সিবল, অ্যাডস রেডি, মোবাইল ফ্রেন্ডলি ও ফাস্ট লোডিং।

    বিঃদ্রঃ সবগুলো থিমের ডাউনলোড লিংক পোষ্টের একবারে শেষে দেওয়া হবে।আপনারা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিবেন।

    আমি প্রথমে আপনাদেরকে যে থিমকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্যালাক্সি ম্যাগ Galaxy Mag.

    গ্যালাক্সি ম্যাগ একটি প্রফেশনাল ব্লগ ও ম্যাগাজিন টেমপ্লেট।যেটি আপনি আপনার কোনো ব্লগ বা ম্যাগাজিন বা কোনো নিউজ সাইটে ব্যবহার করতে পারবেন।গ্যালাক্সি ম্যাগ থিমটি সম্পূর্ন মোবাইল ফ্রেন্ডলি রেস্পন্সিব ব্লগার থিম।যেটির দাম অনেক যেটি আমি থিম ফরেস্ট থেকে অনেক দাম দিয়ে কিনেছি।কিন্তু এই থিমের কোনো ফ্রি ভার্সন নেই আপনি ইন্টারনেটে সার্চ করলেও এটির সম্পূর্ণ ভার্সন পাবেন না।আপনি ইচ্ছে করলে থিমটি আপনি আমার কাছ থেকে খুবই স্বল্পমূল্য ১৫০ টাকাই কিনে নিতে পারবেন।

    গ্যালাক্সি ম্যাগ থিমের ফিচার্সঃ

    • 100% রেসপন্সিভ ডিজাইন
    • স্বয়ংক্রিয় অনুবাদ
    • RTL সমর্থিত
    • এক-ক্লিক পূর্ণ-প্রস্থ শৈলী
    • শর্টকোড দ্বারা মেগামেনু এবং মেগাট্যাব
    • হেডার বিজ্ঞাপন
    • 5 টি বৈশিষ্ট্যযুক্ত পোস্ট স্টাইল
    • সামগ্রী ব্লক 1 এবং 2
    • হোম বিজ্ঞাপন 1 এবং 
    • পোস্ট পৃষ্ঠায় ADS বিভাগ (In-Article ADS 1, In-Article ADS 2)
    • উন্নত পোস্ট শেয়ার বাটন
    • অসাধারণ লেখক বাক্স
    • দ্বারা 3 সাইডবার পোস্ট উইজেট শৈলী (সাম্প্রতিক, লেবেল বা মন্তব্য)
    • SEO অপ্টিমাইজড

    আমি দ্বিতীয় নাম্বারে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ম্যাগ প্রো MagPRO.

    ম্যাগপ্রো একটি প্রফেশনাল ব্লগ ও টেকনোলোজি বিষয়ক ব্লগার থিম।ম্যাগপ্রো টেমপ্লেটটি আপনি আপনার টেকনোলজি বিষয়ক ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন।এই থিমে রয়েছে ফাষ্ট লোডিং সহ নানান রকমের গ্যাজেট যা আপনার পচন্দ হবে। ম্যাগপ্রো থিমটি আপনারা ডাউনলোড করতে পারবেন একদম বিনামূল্যে এবং ডাউনলোড লিংক পোষ্টের শেষে দেওয়া হল।

    ম্যাগ প্রো থিমের ফিচার্সঃ

    • 100% রেসপন্সিভ ডিজাইন
    • স্বয়ংক্রিয় অনুবাদ
    • RTL সমর্থিত
    • এক-ক্লিক ডার্ক মোড
    • এক-ক্লিক পূর্ণ-প্রস্থ শৈলী
    • শর্টকোড দ্বারা মেগামেনু এবং মেগাট্যাব
    • এক-ক্লিক স্থির মেনু
    • হেডার বিজ্ঞাপন
    • 5 টি বৈশিষ্ট্যযুক্ত পোস্ট স্টাইল
    • সামগ্রী ব্লক 1 এবং 2
    • হোম বিজ্ঞাপন 1 এবং 2
    • হোমপেজে অ্যাডসেন্স (ইন-ফিড এডিএস)
    • পোস্ট পৃষ্ঠায় ADS বিভাগ (In-Article ADS 1, In-Article ADS 2)
    • উন্নত পোস্ট শেয়ার বাটন
    • অসাধারণ লেখক বাক্স
    • ডিস্কাস এবং ফেসবুক মন্তব্য
    • দ্বারা 3 সাইডবার পোস্ট উইজেট শৈলী (সাম্প্রতিক, লেবেল বা মন্তব্য)
    • এক-ক্লিক স্থির সাইডবার
    • পাদলেখ সম্পর্কিত বিভাগ সম্পর্কে
    • নীচের ম্যানু
    • পোস্ট শর্টকোড টেমপ্লেটিফাই করুন
    • দ্রুত লোড
    • SEO অপ্টিমাইজড

    আপনাদের জন্য তৃতীয় নাম্বারে যে থিমটি নিয়ে এলাম সেটি হচ্ছে টেকম্যাগ Tech MAG.

    টেকম্যাগ একটি পেশাদার ব্লগ ও টেকনোলোজি বিষয়ক ব্লগার থিম যেটি আপনার পচন্দ হবে আপনার টেকনোলোজির ওয়েবসাইটের জন্য।থিমটি অত্যধিক ফিচার সহ ফাষ্ট লোডিং এসইও ফ্রেন্ডলি ব্লগার থিম।থিমটি আমি আগে আমার সাইটের জন্য ব্যবহার করেছিলাম খুবই সুন্দর একটি ব্লগার থিম।যেটি আপনার পচন্দ হতে পারে।

    টেকম্যাগ থিমের ফিচার্সঃ

    • 100% রেসপন্সিভ ডিজাইন
    • RTL সমর্থিত
    • এক-ক্লিক ডার্ক মোড
    • এক-ক্লিক পূর্ণ-প্রস্থ শৈলী
    • শর্টকোড দ্বারা মেগামেনু এবং মেগাট্যাব
    • এক-ক্লিক স্থির মেনু
    • হেডার বিজ্ঞাপন
    • 5 টি বৈশিষ্ট্যযুক্ত পোস্ট স্টাইল
    • সামগ্রী ব্লক 1 এবং 2
    • হোমপেজে অ্যাডসেন্স (ইন-ফিড এডিএস)
    •  সম্পর্কিত বিভাগ সম্পর্কে
    • নীচের ম্যানু
    • পোস্ট শর্টকোড টেমপ্লেটিফাই করুন
    • দ্রুত লোড
    • SEO অপ্টিমাইজড

    আপনাদের জন্য চতুর্থ নাম্বারে নিয়ে এসেছি ম্যাগ ইফি MagIfy থিম।

    ম্যাগইফি একটি এসইও ফ্রেন্ডলি ব্লগার টেমপ্লেট যেটি যেকোনো পোষ্ট দ্রুত সার্চ ইন্জিনে ইনডেস্ক করে।আপনি যদি সার্চ ইন্জেন থেকে ভালো ট্রাফিক পেতে চান তবে অবশ্যই এই থিমটি ব্যবহার করবেন কারন এই থিমের ফিচার্স অনেক।

    ডাউনলোড ঃDownload All Theme

    শেষের কথাঃ

    বন্ধুরা এই থিমগুলো সহ আরো অনেক থিম ছিল যেগুলো ২০২১ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে।আর যে থিম গুলো আছে যেগুলো নিয়ে আগামি পোষ্টে কথা হবে।এই সবগুলো থিমের অথর হচ্ছে টেমপ্লেটইফি। সবগুলো থিমের ডাউনলোড লিংক নিচে দেওয়া হবে।আপনারা ড্রাইভ লিংক থেকে ডাউনলোড করে নিবেন।

    পোষ্টটি প্রথম এই সাইটে প্রকাশিত হয়েছে আপনি ইচ্ছে করলে পড়ে নিতে পারেন

    বন্ধুরা আগামি পর্বে আরো সেরা কিছু প্রিমিয়াম থিম নিয়ে কথা হবে। 

    আপনাদের যদি কোনো থিম লাগে তবে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাকে দিতে চেষ্টা করবো।

    The post ২০২১ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া কিছু ব্লগার টেমপ্লেট ডাউনলোড করে নিন appeared first on Trickbd.com.

    ডাউনলোড করে নিন shantobuzz wapkiz com সাইটটির পুরাতন থিম বিনামূল্য [সাথে ডেমো থাকছে]

    Posted:

    আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াবো না সরাসরি পোস্টের কথাতে আসতে চায় ।

    অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে আপনাদের উদ্দেশ্যে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে www.shantobuzz.wapkiz.com ওয়াপকিজ সাইটটির থিম শেয়ার করতে যাচ্ছি ।

    আমি আগেই বলেছি যে আজ আমি আপনাদেরকে www.shantobuzz.wapkiz.com ওয়াপকিজ সাইটটির পুরাতন থিম শেয়ার করতে যাচ্ছি । থিমটি আমি .wapkiztpl আকারেই আপনাদেরকে দিব । থিমটির লাইভ ডেমো দেখতে নিচের লেখা লাইভ ডেমো অপশনে ক্লিক করুন ।

    Live demo

    ট্রিকবিডিতে এই থিমটির রিভিউ দেওয়ার আগে কিছু কথা বলে রাখি । আপনারা কেউ এই থিমটি নিয়ে ব্যাবসা করবেন না । এখন অনেকেই আছে মানুষকে সাহায্য করতে চাই না । তাই তাদের উদ্দেশ্যে আমি আজকে কথাটি বললাম । আপনারা দয়া করে থিমটি বিনামূল্যে দিবেন ।

    থিম রিভিউ :-

    থিমটিতে অসাধারণ Header & Footer স্ক্রিপট ব্যাবহার করা হয়েছে । থিমটিতে অসাধারণ CSS ব্যাবহার করা রয়েছে । শুধু তাই নয় লেটেস্ট আপডেটেও রয়েছে নানা পরিবতন । ডাউনলোড পেজেও কিছু পরিবতন রয়েছে । ডাউনলোড পেজেও রয়েছে কিছু পরিবতন । এছাড়া সাইটদের ইউজারদের জন্য লগ আউট সিস্টেম রাখা হয়েছে যা সব সাইটে পাওয়া যায় না । সবোপরি এটি একটি ডাউনলোড সাইটের জন্য সেরা একটি থিম । আপনারা যার ওয়াপকিজ সাইট ডিজাইন করতে পারেন তারা এই থিমটি নিয়ে রাখতে পারেন । কারণ আপনারা নানা ফিচার যুক্ত করতে পারবেন । আবার এখান থেকে কিছু গুরুত্বপূণ কোড রাখতে পারেন । সাইটির লাইভ ডেমো দেখলেই আপনারা বুঝতে পারবেন । আর সাইটটির ছবি আমি নিচে দিলাম । আপনারা দেখতে পারেন । সাইটটির থিম পোস্টের শেষে দেওয়া হবে । এটাতে সবকিছু stylish অক্ষরে লেখা রয়েছে । যা সাধারণ লেখা থেকে ভিন্ন । থিম সাইয মাত্র ১৯কেবি ।

    সাইটটির থিম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

    পোস্টটি দেখার জন্য ধন্যবাদ । ভালো লাখলে কমেন্ট করবেন ।

    ফেসবুকে আমি
    ফেসবুক গ্রুপ

    The post ডাউনলোড করে নিন shantobuzz wapkiz com সাইটটির পুরাতন থিম বিনামূল্য [সাথে ডেমো থাকছে] appeared first on Trickbd.com.

    Post a Comment

    0 Comments